NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || ভূগোল ও পরিবেশ অধ্যায় - ১২: বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য


এস.এস.সি    ||    ভূগোল ও পরিবেশ
অধ্যায় - ১২: বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য


১.
যমুনা নদীর পূর্বাংশে কোন ধরনের রেলপথ দেখা যায়?
Ο ক) 
ব্রডগেজ
Ο খ) 
ডুয়েলগেজ
Ο গ) 
মিটারগেজ
Ο ঘ) 
মাইলগেজ

  সঠিক উত্তর: (গ)

২.
২০১২ সালে আঞ্চলিক মহাসড়কের পরিমাণ কত?
Ο ক) 
৩৫৩৮ কি.মি.
Ο খ) 
৪২৭৬ কি.মি.
Ο গ) 
১৩২৮০ কি.মি.
Ο ঘ) 
২০৯৪৮ কি.মি.

  সঠিক উত্তর: (খ)

৩.
মোট আমদানি বাণিজ্যের কত শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়?
Ο ক) 
৮০%
Ο খ) 
৮৫%
Ο গ) 
৯০%
Ο ঘ) 
৯৫%

  সঠিক উত্তর: (খ)

৪.
বাংলাদেশে ফেরীঘাট আছে কতগুলো?
Ο ক) 
৩২টি
Ο খ) 
৩৪টি
Ο গ) 
৩৬টি
Ο ঘ) 
৩৮টি

  সঠিক উত্তর: (খ)

৫.
২০১২ সালে মোট সড়ক পথের পরিমাণ কত?
Ο ক) 
১৩২৪৮ কি.মি.
Ο খ) 
২০৯৪৮ কি.মি.
Ο গ) 
২১০৪০ কি.মি.
Ο ঘ) 
২১২৭২ কি.মি.

  সঠিক উত্তর: (ঘ)

৬.
বাণিজ্যের প্রয়োজন দেখা দেয় কখন?
Ο ক) 
পণ্য উৎপাদনের জন্য
Ο খ) 
পণ্য বাজারজাতকরণের জন্য
Ο গ) 
পণ্য বন্টনের জন্য
Ο ঘ) 
আমদানি-রপ্তানির জন্য

  সঠিক উত্তর: (গ)

৭.
ইট বা কাঁচা সড়কের পরিমাণ ২০১২ সালে কত কি.মি.?
Ο ক) 
১৩২৪৮
Ο খ) 
১৩২৮০
Ο গ) 
১৩৪৫৮
Ο ঘ) 
১৩৯৫৬

  সঠিক উত্তর: (গ)

৮.
দেশের বৃহত্তম রেলস্টেশন কোথায়?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
চট্টগ্রাম
Ο গ) 
খুলনা
Ο ঘ) 
সিলেট

  সঠিক উত্তর: (ক)

৯.
নৌ চলাচলের জন্য বেশি উপযোগী –
i. দেশের দক্ষিণ অঞ্চল ii. দেশের উত্তর অঞ্চল iii. দেশের পূর্বাঞ্চল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১০.
অর্থনৈতিক দিক দিয়ে উল্লেখযোগ্য অবদান রাখছে –
i. নৌ পথ
ii. সমুদ্র পথ
iii. সড়ক পথ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১.
ঝড় ও সামুদ্রিক ঢেউ থেকে জাহাজ রক্ষা পায় কখন?
Ο ক) 
উপকূলের গভীরতা থাকলে
Ο খ) 
উন্নত বন্দর থাকলে
Ο গ) 
পোতাশ্রয় থাকলে
Ο ঘ) 
মজবুত জেটি থাকলে

  সঠিক উত্তর: (গ)

১২.
কোন জেলায় রেলপথ নেই?
Ο ক) 
টাঙ্গাইল
Ο খ) 
মাদারীপুর
Ο গ) 
হবিগঞ্জ
Ο ঘ) 
ভৈরববাজার

  সঠিক উত্তর: (খ)

১৩.
ভূমি বন্ধুর হলে রেলপথ –
i. ব্যায়বহুল নির্মাণ
ii. কষ্ট সাধ্য
iii. ব্যবস্থাপনা খরচ কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪.
ঢাকা থেকে উত্তরবঙ্গ যেতে হয় কোন সেতুর মাধ্যমে?
Ο ক) 
আরিচা সেতু
Ο খ) 
হার্ডিঞ্জ ব্রিজ
Ο গ) 
বঙ্গবন্ধু সেতু
Ο ঘ) 
মাওয়া সেতু

  সঠিক উত্তর: (গ)

১৫.
শাহ আমানত বিমান বন্দর কোথায় অবস্থিত?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
চট্টগ্রাম
Ο গ) 
সিলেট
Ο ঘ) 
খুলনা

  সঠিক উত্তর: (খ)

১৬.
সমতল ভূমিতে রেলপথ নির্মাণ করলে –
i. খরচ কম হয় ii. সহজে নির্মাণ করা যায় iii. রেলপথ স্থায়ী হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭.
বাংলাদেশে মোট রেলপথ আছে কত কি.মি.?
Ο ক) 
২৬৯০ কি.মি.
Ο খ) 
২৮৯১ কি.মি.
Ο গ) 
২৭৯৩ কি.মি.
Ο ঘ) 
২৮৩৫ কি.মি.

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
মিটারগেজ রেলপথের পরিমাণ কত?
Ο ক) 
১৮০০ কি.মি.
Ο খ) 
১৮০১ কি.মি.
Ο গ) 
১৮০২ কি.মি.
Ο ঘ) 
১৮০৩ কি.মি.

  সঠিক উত্তর: (খ)

১৯.
সড়কপথ গড়ে ওঠার জন্য কেমন ভূমিরূপ প্রয়োজন?
Ο ক) 
সমতল
Ο খ) 
ঢালযুক্ত
Ο গ) 
নিম্ন
Ο ঘ) 
পার্বত্য

  সঠিক উত্তর: (ক)

২০.
বাংরাদেশে কতটি লঞ্চঘাট আছে?
Ο ক) 
৩৭৪
Ο খ) 
৩৭৫
Ο গ) 
৩৭৬
Ο ঘ) 
৩৭৭

  সঠিক উত্তর: (গ)

২১.
অভ্যন্তরীণ বাণিজ্যে বাংলাদেশে যাতায়াত ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে –
i. সড়কপথ ii. নদীপথ iii. আকাশ পথ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২.
নদীমাতৃক দেশে রেলপথ নির্মাণের অসুবিধা কী?
Ο ক) 
নৌপথের উপর অতিনির্ভরতা
Ο খ) 
বন্যা হওয়ার প্রবণতা বেশি
Ο গ) 
অধিক সেতু নির্মাণ
Ο ঘ) 
রেলপথ নির্মাণ ব্যয়বহুল

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
বাণিজ্য হলো –
i. মানুষের অভাব ও চাহিদা মেটানোর উদ্দেশ্য
ii. পণ্য দ্রব্য ক্রয়-বিক্রয়
iii. এর আনুষঙ্গিক কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
আকাশ পথে পণ্য পরিবহনে দ্রব্যমূল্য কী প্রভাব রাখে?
Ο ক) 
দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়
Ο খ) 
দ্রব্যমূল্য কমিয়ে দেয়
Ο গ) 
বিভিন্ন অঞ্চলে একই পণ্যের বিভিন্ন মূল্য পার্থক্য কমায়
Ο ঘ) 
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সাহায্য করে

  সঠিক উত্তর: (গ)

২৫.
শক্ত মৃত্তিকার উপর সড়কপথ গড়ে উঠলে কি সুবিধা?
Ο ক) 
নির্মাণ সহজ
Ο খ) 
নির্মাণ খরচ কম
Ο গ) 
নির্মিত সড়ক স্থায়ী হয়
Ο ঘ) 
নির্মাণের সময় কম প্রয়োজন

  সঠিক উত্তর: (গ)

২৬.
ডুয়েলগেজ রেলপথ কোথায় দেখা যায়?
Ο ক) 
জামতৈল হতে জয়দেবপুর
Ο খ) 
যমুনা নদীর পূর্ব অংশে
Ο গ) 
যমুনা নদীর পশ্চিম অংশে
Ο ঘ) 
রাণীপুকুর থেকে পীরগঞ্জ

  সঠিক উত্তর: (ক)

২৭.
ওসমানী বিমানবন্দর কোথায় অবস্থিত?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
চট্টগ্রাম
Ο গ) 
সিলেট
Ο ঘ) 
খুলনা

  সঠিক উত্তর: (গ)

২৮.
সমুদ্রপথ গড়ে উঠার জন্য প্রয়োজন –
i. দেশের পাশে সমুদ্রের অবস্থান ii. কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য iii. নিকটবর্তী বাজার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৯.
ব্রডগেজ রেলপথের পরিমাণ কত?
Ο ক) 
৬৫৪ কি.মি.
Ο খ) 
৬৫৯ কি.মি.
Ο গ) 
৬৬৪ কি.মি.
Ο ঘ) 
৬৬৯ কি.মি.

  সঠিক উত্তর: (খ)

৩০.
অভ্যন্তরীণ নাব্য জলপথের পরিমাণ কত?
Ο ক) 
৬৪০০ কি.মি.
Ο খ) 
৭৪০০ কি.মি.
Ο গ) 
৮৪০০ কি.মি.
Ο ঘ) 
৯৪০০ কি.মি.

  সঠিক উত্তর: (গ)

৩১.
সমুদ্র পথ উন্নতি লাভ করবে কখন?
Ο ক) 
নিকটবর্তী সমুদ্রের অবস্থান থেকে
Ο খ) 
আমদানি রপ্তানি বাণিজ্য থাকলে
Ο গ) 
বন্দর গড়ে উঠলে
Ο ঘ) 
উপযোগী ভৌগোলিক বৈশিষ্ট্য থাকলে

  সঠিক উত্তর: (গ)

৩২.
বাংলাদেশের প্রায় সর্বত্র রেলযোগাযোগ আছে তবে –
i. পাহাড়ি অঞ্চল বাদে
ii. বনাঞ্চল বাদে
iii. জলাভূমি বাদে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩.
সড়কপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে –
i. বাজার ব্যবস্থার উন্নতিতে ii. সুষম অর্থনৈতিক উন্নয়নে iii. কর্মসংস্থান বৃদ্ধিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
বৈদেশিক বাণিজ্যে রপ্তানি বৃদ্ধি করতে হলে –
i. উৎপন্ন দ্রব্যের খরচ কমাতে হবে
ii. উৎপন্ন দ্রব্যের শুল্ক বৃদ্ধি করতে হবে
iii. দ্রব্যসামগ্রীর মানের উন্নয়ন ঘটাতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৫.
ঢালযুক্ত স্থান সড়কপথের জন্য বাধা স্বরূপ কেন?
Ο ক) 
সড়ক নির্মাণ ব্যয়বহুল
Ο খ) 
গাড়ির জ্বালানী খরচ বেশি হয়
Ο গ) 
সড়কপথ ঝুঁকিপূর্ণ থাকে
Ο ঘ) 
দূর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি

  সঠিক উত্তর: (খ)

৩৬.
২০১১-১২ সালে অভ্যন্তরীণ নৌ পরিবহনের আয় কত কোটি টাকা?
Ο ক) 
২১৬৭৩ কোটি
Ο খ) 
২১৬৭৫ কোটি
Ο গ) 
২১৬৭৭ কোটি
Ο ঘ) 
২১৬৭৯ কোটি

  সঠিক উত্তর: (গ)

৩৭.
মিটারগেজ রেলপথ দেখা যায় –
i. ঢাকা
ii. চট্টগ্রাম
iii. সিলেট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
পরিবহন হলো –
i. যাত্রী স্থানান্তর
ii. পণ্য স্থানান্তর
iii. সেবা স্থানান্তর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৯.
কোন দুইটি স্থানের মধ্যে রেলওয়ে ফেরী চালু আছে?
Ο ক) 
জামতৈল থেকে জয়দেবপুর
Ο খ) 
সিরাজগঞ্জ থেকে বাহাদুরাবাদ
Ο গ) 
তিস্তা থেকে জগন্নাতগঞ্জ
Ο ঘ) 
সিরাজগঞ্জ থেকে জগন্নাথগঞ্জ

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
ডুয়েলগেজ রেলপথের পরিমাণ কত?
Ο ক) 
৩৭০ কি.মি.
Ο খ) 
৩৭৫ কি.মি.
Ο গ) 
৩৮০ কি.মি.
Ο ঘ) 
৩৮৫ কি.মি.

  সঠিক উত্তর: (খ)

৪১.
মংলা বন্দর দিয়ে মোট কত শতাংশ রপ্তানি বাণিজ্য হয়?
Ο ক) 
১২%
Ο খ) 
১৩%
Ο গ) 
১৫%
Ο ঘ) 
১৭%

  সঠিক উত্তর: (খ)

৪২.
দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে রেলপথ কম কেন?
Ο ক) 
বন্ধুর ভূপ্রকৃতি
Ο খ) 
ভূমির ঢাল
Ο গ) 
অধিক তাপমাত্রা
Ο ঘ) 
অধিক বৃষ্টিপাত

  সঠিক উত্তর: (ক)

৪৩.
বিমান যোগাযোগের জন্য প্রয়োজন –
i. কুয়াশামুক্ত বন্দর ii. ঝড়, ঝঞ্ছা মুক্ত বন্দর iii. মেঘমুক্ত বন্দর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৪.
মোট রপ্তানি বাণিজ্যের কত শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়?
Ο ক) 
৮০%
Ο খ) 
৮৫%
Ο গ) 
৯০%
Ο ঘ) 
৯৫%

  সঠিক উত্তর: (ক)

৪৫.
বন্দরের জাহাজ মেরামত ও জেটি নির্মাণের জন্য সুবিস্তৃত কি থাকা প্রয়োজন?
Ο ক) 
মালভূমি
Ο খ) 
সমভূমি
Ο গ) 
বন্ধুর ভূমি
Ο ঘ) 
পর্বত

  সঠিক উত্তর: (ক)

৪৬.
বাংলাদেশে সমুদ্র বন্দর কতগুলো?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৪৭.
প্রধান প্রাথমিক রপ্তানি পণ্য কী?
Ο ক) 
হিমায়িত খাদ্য
Ο খ) 
কৃষিজাত পণ্য
Ο গ) 
বস্ত্র
Ο ঘ) 
সার

  সঠিক উত্তর: (ক)

৪৮.
কোন ধরনের ভূমিতে সড়কপথ নির্মাণ করা ব্যয়বহুল?
Ο ক) 
সমতল
Ο খ) 
মালভূমি
Ο গ) 
পার্বত্যভূমি
Ο ঘ) 
বদ্বীপ এলাকা

  সঠিক উত্তর: (গ)

৪৯.
বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সড়ক পথের ঘনত্ব কম কারণ এই অঞ্চলটি –
i. ঢালযুক্ত স্থান ii. বন্ধুর ভূমিরূপ iii. নিম্নভূমি ও নদী অঞ্চল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫০.
যোগাযোগ ব্যবস্থা কাকে প্রভাবিত করে?
Ο ক) 
ব্যবসাকে
Ο খ) 
ব্যবস্থাপনাকে
Ο গ) 
বাণিজ্যকে
Ο ঘ) 
রাজনৈতিক অবস্থাকে

  সঠিক উত্তর: (গ)

৫১.
অভ্যন্তরীণ যোগাযোগ সড়কপথগুলো কী কেন্দ্রীক?
Ο ক) 
রাজধানী কেন্দ্রীক
Ο খ) 
বন্দর কেন্দ্রীক
Ο গ) 
উৎপাদন কেন্দ্রীক
Ο ঘ) 
বাণিজ্য কেন্দ্রীক

  সঠিক উত্তর: (ক)

৫২.
বিমান পরিবহনের যথেষ্ট মূল্য আছে –
i. দ্রুত ডাক চলাচল ii. যাত্রী পরিবহন� iii. পঁচনশীল দ্রব্য প্রেরণ�
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৩.
২০১২ সালে জাতীয় মহাসড়কের পরিমাণ কত?
Ο ক) 
৩৫৩৮ কি.মি.
Ο খ) 
৪২৭৬ কি.মি.
Ο গ) 
১৩২৮০ কি.মি.
Ο ঘ) 
২১০৪০ কি.মি.

  সঠিক উত্তর: (ক)

৫৪.
বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার সম্ভব হচ্ছে না কারণ –
i. মূলধনের অভাব
ii. দক্ষ শ্রমিকের অভাব
iii. প্রযুক্তিবিদ্যার অভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৫.
বাংলাদেশের কতটি জেলায় রেলপথ আছে?
Ο ক) 
৪২টি
Ο খ) 
৪৪টি
Ο গ) 
৪৮টি
Ο ঘ) 
৫৪টি

  সঠিক উত্তর: (খ)

৫৬.
বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে নদীপথ উন্নতি লাভ করেছে কেন?
Ο ক) 
নিম্নভূমি
Ο খ) 
বনভূমির অবস্থান
Ο গ) 
ভূমির ঢাল
Ο ঘ) 
নদীবহুল অঞ্চল

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
চট্টগ্রামের সমতল ভূমিতে রেলপথ গড়ে উঠেছে কেন?
Ο ক) 
বন্দর কেন্দ্র হওয়ায়
Ο খ) 
সমতল ভূমি হওয়ায়
Ο গ) 
সমুদ্র উপকূল অঞ্চল বলে
Ο ঘ) 
দ্বিতীয় বৃহত্তম নগর হিসেবে

  সঠিক উত্তর: (ক)

৫৮.
অভ্যন্তরীণ বাণিজ্যে সমন্বয় ঘটে –
i. দেশীয় চাহিদা ii. দেশীয় যোগান iii. দেশীয় ভোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৯.
কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?
Ο ক) 
১ মিটার
Ο খ) 
১.২ মিটার
Ο গ) 
১.৩ মিটার
Ο ঘ) 
২.৫ মিটার

  সঠিক উত্তর: (ক)

৬০.
বাণিজ্য কীসের অংশ?
Ο ক) 
দেশের বাজেটের
Ο খ) 
দেশের অর্থনীতির
Ο গ) 
দেশের হিসাব ব্যবস্থাপনার
Ο ঘ) 
উৎপাদিত পণ্যের গতিশীলতার

  সঠিক উত্তর: (খ)

৬১.
যাত্রী ও পণ্য সামগ্রীর এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বা স্থান পরিবর্তনকে কী বলে?
Ο ক) 
স্থানান্তর
Ο খ) 
যোগাযোগ
Ο গ) 
পরিবহন
Ο ঘ) 
বাণিজ্য

  সঠিক উত্তর: (গ)

৬২.
বন্দরে সব ধরনের আধুনিক জাহাজের যাতায়াতের জন্য কী থাকা প্রয়োজন?
Ο ক) 
পোতাশ্রয়
Ο খ) 
উপকূলের সমুদ্রের গভীরতা
Ο গ) 
উন্নত বন্দর ব্যবস্থা
Ο ঘ) 
উপকূলের নিকটে সুবিস্তৃত সমভূমি

  সঠিক উত্তর: (খ)

৬৩.
দ্রব্যমূল্যের স্থিতিশীলতা আনায়নে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) 
যোগাযোগ ব্যবস্থা
Ο খ) 
অতিমাত্রায় উৎপাদন

Ο গ) 
ভোগের পরিমাণ কমানো
Ο ঘ) 
সুষ্ঠু বাজারজাতকরণ

  সঠিক উত্তর: (ক)

৬৪.
ব্রডগেজ রেলপথ দেখা যায় কোন বিভাগে?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
খুলনা
Ο গ) 
চট্টগ্রাম
Ο ঘ) 
সিলেট

  সঠিক উত্তর: (খ)

৬৫.
মংলা বন্দর দিয়ে মোট কত শতাংশ আমদানি বাণিজ্য হয়?
Ο ক) 
৬%
Ο খ) 
৭%
Ο গ) 
৮%
Ο ঘ) 
৯%

  সঠিক উত্তর: (গ)

৬৬.
2

93। প্রধান আন্তর্জাতিক বিমান বন্দর কোনটি?
Ο ক) 
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর
Ο খ) 
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর
Ο গ) 
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর
Ο ঘ) 
ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর

  সঠিক উত্তর: (খ)

৬৭.
মৃত্তিকার বুনন কেমন হতে হবে?
Ο ক) 
মবজুত
Ο খ) 
নরম
Ο গ) 
দো-আঁশ মাটি
Ο ঘ) 
পলিমাটি

  সঠিক উত্তর: (ক)

৬৮.
বাংলাদেশের ভৌগোলিক গঠন কোন যোগাযোগ মাধ্যমের অনুকূলে?
Ο ক) 
সড়ক
Ο খ) 
রেল
Ο গ) 
নৌ
Ο ঘ) 
আকাশ

  সঠিক উত্তর: (গ)

৬৯.
যমুনা নদীর পশ্চিম অংশে কোন ধরনের রেলপথ দেখা যায়?
Ο ক) 
ব্রডগেজ
Ο খ) 
ডুয়েলগেজ
Ο গ) 
মিটারগেজ
Ο ঘ) 
মাইলগেজ

  সঠিক উত্তর: (ক)

৭০.
যোগাযোগ ব্যবস্থায় পরিবহন করা হয় –
i. পণ্য ii. যাত্রী iii. তথ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭১.
সড়কপথগুলো অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে কেন?
Ο ক) 
প্রতিকূল ভৌগোলিক অবস্থানের কারণে
Ο খ) 
ব্যবস্থাপনার অভাবের ফলে
Ο গ) 
অর্থ সংকটের কারণে
Ο ঘ) 
বসতির বিন্যাসের উপর নির্ভর করে গড়ে উঠার কারণে

  সঠিক উত্তর: (ঘ)

৭২.
২০১০-২০১১ অর্থ বছরে নৌ পরিবহনের আয় কত?
Ο ক) 
২৬০৮৬ কোটি টাকা
Ο খ) 
১৭১৭১ কোটি টাকা
Ο গ) 
১৯০৩৭ কোটি টাকা
Ο ঘ) 
২০৬৬৬ কোটি টাকা

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
পার্বত্য চট্টগ্রামে রেলপথ নেই কেন?
Ο ক) 
বন্ধুর ভূপ্রকৃতি
Ο খ) 
ভূমির ঢাল
Ο গ) 
অধিক তাপমাত্রা
Ο ঘ) 
আর্দ্র আবহাওয়া

  সঠিক উত্তর: (ক)

৭৪.
1

34। অধিকাংশ সড়কপথ গড়ে উঠেছে –
i. স্থানীয় যোগাযোগ রক্ষার জন্য
ii. কাঁচা রাস্তাগুলোকে পাকা রাস্তায় পরিণত করার জন্য
iii. রেলপথ ও নদীপথের পরিপূরক হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭৫.
পাকা রাস্তাগুলো কেন করা হয়?
Ο ক) 
নতুন রাস্তা হিসেবে
Ο খ) 
সড়কপথের পরিমান বাড়ানোর জন্য
Ο গ) 
কাঁচা রাস্তাগুলোকে উন্নত করার জন্য
Ο ঘ) 
কাঁচা রাস্তার পরিমান বাড়ানোর জন্য

  সঠিক উত্তর: (গ)

৭৬.
নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চলে সড়ক নির্মাণ কষ্টসাধ্য কেন?
Ο ক) 
মৃত্তিকা নরম
Ο খ) 
কালভার্ট ও ব্রিজি নির্মাণ করতে হয়
Ο গ) 
ভূমি ঢালযুক্ত
Ο ঘ) 
বন্ধুর ভূপ্রকৃতি

  সঠিক উত্তর: (খ)

৭৭.
কতটি রেলওয়ে ফেরী চালু আছে?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (খ)

৭৮.
কত মিটার প্রস্থ রেলপথকে ব্রডগেজ বলে?
Ο ক) 
১.৫০ মিটার
Ο খ) 
১.৬৮ মিটার
Ο গ) 
১.৭০ মিটার
Ο ঘ) 
১.৭৮ মিটার

  সঠিক উত্তর: (খ)

৭৯.
কত কি.মি. নৌপথ সারাবছর নৌ চলাচলের উপযোগী থাকে?
Ο ক) 
৪৪০০ কি.মি.
Ο খ) 
৫৪০০ কি.মি.
Ο গ) 
৬৪০০ কি.মি.
Ο ঘ) 
৭৪০০ কি.মি.

  সঠিক উত্তর: (খ)

৮০.
বাংলাদেশের প্রধান প্রধান পরিবহন ব্যবস্থা কীসের দ্বারা প্রভাবিত?
Ο ক) 
অর্থনৈতিক বিষয়
Ο খ) 
রাজনৈতিক বিষয়
Ο গ) 
সামাজিক বিষয়
Ο ঘ) 
ভৌগোলিক বিষয়

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
বিমানে পণ্য পরিবহন বৃদ্ধি পেয়েছে কেন?
Ο ক) 
জয়েন্ট ফ্রেইটার সার্ভিসের কারণে
Ο খ) 
অভ্যন্তরীণ সার্ভিস বাড়ানোর জন্য
Ο গ) 
আন্তর্জাতিক সার্ভিস বাড়ানোর জন্য
Ο ঘ) 
বিমানের সংখ্যা বাড়ানোর কারণে

  সঠিক উত্তর: (ক)

৮২.
বাজার ব্যবস্থায় উন্নতির জন্য কোন ধরনের পথ থাকা দরকার?
Ο ক) 
আকাশ
Ο খ) 
নৌ
Ο গ) 
রেল
Ο ঘ) 
সড়ক

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
রেলওয়ে ফেরী চালু আছে –
i. তিস্তামুখ ঘাট
ii. মাওয়া ঘাট
iii. বাহাদুরাবাদ ঘাট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮৪.
সড়কপথের উন্নয়নের জন্য কোন সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে?
Ο ক) 
পদ্মা সেতু
Ο খ) 
বঙ্গবন্ধু সেতু
Ο গ) 
হার্ডিঞ্জ সেতু
Ο ঘ) 
মেঘনা সেতু

  সঠিক উত্তর: (খ)

৮৫.
বাংলাদেশ রেলওয়ের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে কারণ –
i. বাণিজ্যিক সফলতা অর্জন
ii. পণ্য পরিবহনে সফলতা অর্জন
iii. আর্থিক সফলতা অর্জন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮৬.
রেলপথ সংযোগ সাধন করেছে –
i. প্রধান বন্দর ও শহর
ii. শিল্প কেন্দ্র
iii. বাণিজ্য কেন্দ্র�
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কী পরিবহনে?
Ο ক) 
সেবা কর্ম
Ο খ) 
শ্রমিক
Ο গ) 
পণ্য
Ο ঘ) 
ভারী দ্রব্য

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
ফরিদপুর অঞ্চলের প্রধান যোগাযোগ ব্যবস্থা কোনটি?
Ο ক) 
সড়ক
Ο খ) 
নৌ
Ο গ) 
রেল
Ο ঘ) 
বিমান

  সঠিক উত্তর: (খ)

৮৯.
সিলেটে সড়কপথ কম কেন?
Ο ক) 
ঢালযুক্ত
Ο খ) 
নিম্নভূমি
Ο গ) 
উঁচু-নীচু ভূমিরূপ
Ο ঘ) 
সমতল ভূমি

  সঠিক উত্তর: (খ)

৯০.
মংলা ও চট্টগ্রামে সড়কপথ গড়ে উঠেছে কেন?
Ο ক) 
সমতল ভূমি
Ο খ) 
মজবুত মৃত্তিকা
Ο গ) 
কম ঢালযুক্ত স্থান
Ο ঘ) 
সমুদ্রের অবস্থান

  সঠিক উত্তর: (ঘ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
জামাল একজন কৃষক। সে সিলেটের হাওড় এলাকায় বাস করে। তার উৎপাদিত কাঁচামাল দ্রুত যোগাযোগের জন্য কষ্টসাধ্য হলেও নৌপথ ব্যবহার না করে অন্যপথ অবলম্বন করে।
৯১.
কামাল কোন পথ অবলম্বন করে?
Ο ক) 
সড়কপথ
Ο খ) 
রেলপথ
Ο গ) 
নদী পথ
Ο ঘ) 
সমুদ্রপথ

  সঠিক উত্তর: (ক)

৯২.
উদ্দীপকে আলোচিত পথটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে –
i. উৎপাদিত কৃষিপণ্য বন্টনে
ii. বাজার ব্যবস্থার উন্নতির জন্য
iii. সুষম অর্থনৈতিক উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...