NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৪


এস.এস.সি    ||    বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
অধ্যায় - ৪


১.
বাংলার প্রাচীনতম অধিবাসীদের বলা হয়-
i. নাগ
ii. কোল্ল
iii. ভিল্ল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২.
সেন রাজাদের মধ্যে ‘পরম বৈষ্ণব’ কে ছিলেন?
Ο ক) 
বিজয় সেন
Ο খ) 
হেমন্ত সেন
Ο গ) 
লক্ষণ সেন
Ο ঘ) 
বিশ্বরূপ সেন

  সঠিক উত্তর: (গ)

৩.
প্রাচীন বাংলায় পানীয় হিসেবে পরিচিতি ছিল-
i. দুধ
ii. ইক্ষু রস
iii. তাল রস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪.
নবম থেকে দ্বাদশ শতক পর্যন্ত এ যুগের শিল্পকে পাল যুগের শিল্পকলা বলে আখ্যায়িত করা হয় কেন?
Ο ক) 
ধর্মভাবের প্রভাব ছিল বলে
Ο খ) 
এ যুগের শিল্পনীতি পরবর্তী সেন যুগে অব্যাহত ছিল বলে
Ο গ) 
অষ্ট ধাতু ব্যবহার করা হতো বলে
Ο ঘ) 
কালো কষ্টিপাথর ব্যবহার করা হতো বলে

  সঠিক উত্তর: (খ)

৫.
প্রাচীনকাল হতে জৈন সম্প্রদায়ের লোকেরা কী নামে পরিচিত হতো?
Ο ক) 
বৈষ্ণব
Ο খ) 
পৌরাণিক
Ο গ) 
বৈদিক
Ο ঘ) 
নিগ্রহন্ত

  সঠিক উত্তর: (ঘ)

৬.
কান্তিদেবের বংশের লোকেরা কোন ধর্মালম্বী?
Ο ক) 
ইসলাম
Ο খ) 
হিন্দু
Ο গ) 
বৌদ্ধ
Ο ঘ) 
খ্রিস্ট

  সঠিক উত্তর: (গ)

৭.
প্রাচীনকালে কারা ধর্মকর্ম পরিচালনা করার সার্বিক দায়িত্ব লাভ করেন?
Ο ক) 
রাজাগন
Ο খ) 
ঋষিগণ
Ο গ) 
শিক্ষকগণ
Ο ঘ) 
পুরোহিতরা

  সঠিক উত্তর: (ঘ)

৮.
বৈদিক ধর্ম ও সংস্কৃতির ঢেউ বাংলার পূর্ব সীমানা পর্যন্ত পৌঁছেছিল কত শতকে?
Ο ক) 
চতুর্থ
Ο খ) 
পঞ্চম
Ο গ) 
ষষ্ঠ
Ο ঘ) 
সপ্তম

  সঠিক উত্তর: (গ)

৯.
‘হোলি’ কিসের নাম?
Ο ক) 
বাদ্যযন্ত্রের নাম
Ο খ) 
উৎসবের নাম
Ο গ) 
দেবতার নাম
Ο ঘ) 
মূর্তির নাম

  সঠিক উত্তর: (খ)

১০.
বাংলা পতিত হয়-
i. বৈদিক ধর্মের প্রভাবে
ii. জৈন ধর্মের প্রভাবে
iii. বৌদ্ধ ধর্মের প্রভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১.
খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে বাংলায় কতটি বৃহৎ ধর্ম ছিল?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১২.
বাঙালি ব্রাক্ষ্মণ্য সমাজে ছড়িয়ে পড়ে-
i. জাতকর্ম
ii. অন্নপ্রশাসন
iii. সমাবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
বাঙালির বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
মধ্যম আকৃতির দেহ
Ο খ) 
শ্বেতাঙ্গ
Ο গ) 
সাদা চুল
Ο ঘ) 
চোখের মণি সাদা

  সঠিক উত্তর: (ক)

১৪.
প্রাচীন বাংলায় উর্বর অথচ পতিত এমন জমিকে বলা হতো-
Ο ক) 
পতিত
Ο খ) 
খিল
Ο গ) 
অনুর্বর
Ο ঘ) 
ফালি

  সঠিক উত্তর: (খ)

১৫.
কত শতকে বৈদিক ধর্ম ও সংস্কৃতিক ঢেউ বাংলার পূর্ব সীমানা পর্যন্ত পৌঁছে ছিল?
Ο ক) 
পঞ্চম শতকে
Ο খ) 
ষষ্ঠ শতকে
Ο গ) 
সপ্তম শতকে
Ο ঘ) 
অষ্টম শতকে

  সঠিক উত্তর: (খ)

১৬.
অতি সম্প্রতি ওয়ারী-বটেশ্বর গ্রামে কত বছরের পুরাতন ধ্বংসাবশেষ পাওয়া গেছে?
Ο ক) 
প্রায় ২৩০০ বছর
Ο খ) 
প্রায় ২৪০০ বছর
Ο গ) 
প্রায় ২৪০৪ বছর
Ο ঘ) 
প্রায় ২৫০০ বছর

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
প্রাচীন বাংলায় শেষ দিকে কোন বংশের অত্যাচারে সাধারণ মানুষ অত্যন্ত অসন্তুষ্ট হয়ে ওঠে?
Ο ক) 
সেন
Ο খ) 
পাল
Ο গ) 
মৌর্য
Ο ঘ) 
গুপ্ত

  সঠিক উত্তর: (ক)

১৮.
কোনটি বিশাল আকৃতির বিহার হিসেবে সমর্থনযোগ্য?
Ο ক) 
আনন্দ বিহার
Ο খ) 
শালবন বিহার
Ο গ) 
বৌদ্ধ বিহার
Ο ঘ) 
উড়িষ্যা বিহার

  সঠিক উত্তর: (খ)

১৯.
প্রাচীন বাংলার কত গজ মসলিন একটি সস্যের কৌটার ভরা যেত?
Ο ক) 
১৮
Ο খ) 
১৯
Ο গ) 
২০
Ο ঘ) 
২১

  সঠিক উত্তর: (গ)

২০.
পাল যুগের চিত্রে বিষয়টি পূর্নমাত্রায় পাওয়া যায়-
i. বর্ণ সমাবেশ
ii. রেখা বিন্যাস
iii. শিল্প কৌশল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২১.
প্রাচীন বাংলার মূল ক্ষমতা ছিল কাদের হাতে?
Ο ক) 
ব্রাক্ষণদের
Ο খ) 
ক্ষত্রিয়দের
Ο গ) 
শূদ্রদের
Ο ঘ) 
বৈশ্যদের

  সঠিক উত্তর: (ক)

২২.
বাংলাদেশের স্থাপত্য শিল্পের ইতিহাস পাহাড়পুরের মন্দির এক-
Ο ক) 
শিল্প কৌশল
Ο খ) 
স্থাপত্য কর্ম
Ο গ) 
অমর সৃষ্টি
Ο ঘ) 
খোদিত ভাস্কর্য

  সঠিক উত্তর: (গ)

২৩.
বাংলার সবচেয়ে প্রাচীন স্তূপের নিদর্শন নিচের কোনটি?
Ο ক) 
রাজা নারায়ণের ব্রৌঞ্জ স্তূপ
Ο খ) 
রাজা অশোকের অষ্টধাতুর স্তূপ
Ο গ) 
রাজা দেব খড়গের বৌঞ্জ স্তূপ
Ο ঘ) 
রাজা শশাঙ্কের অষ্টধাতুর স্তূপ

  সঠিক উত্তর: (গ)

২৪.
কোজাগরী পূর্ণিমা রাত্রিতে কিসের ক্রীড়া হতো?
Ο ক) 
হাতুড়
Ο খ) 
কাবাডি
Ο গ) 
কানামাছি
Ο ঘ) 
অক্ষ

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
কুটির শিল্পের বাংলা অত্যন্ত সমৃদ্ধ ছিল। এর যথার্থ প্রমাণ হলো-
Ο ক) 
বাংলার সর্বত্র ছোট ছোট কারখানা গড়ে উঠেছিল
Ο খ) 
কুটির শিল্পের উপর মানুষ অধিক নির্ভরশীল
Ο গ) 
গ্রামের লোকদের দরকারি সবকিছু গ্রামেই তৈরি হতো
Ο ঘ) 
কুটির শিল্পে উৎপাদিত পণ্যের বিদেশে চাহিদা ছিল

  সঠিক উত্তর: (গ)

২৬.
পৌরাণিক দেব-দেবী ও তাদের আখ্যান পাওয়া যায়-
i. চন্দ্র লিপিমালায়
ii. পাল লিপিমালায়
iii. কম্বোজদের লিপিমালায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
প্রাচীন বাংলায় চীনা ও তিব্বতীয় তথ্যমতে জানা যায়-
i. প্রাচীন যুগে ধর্মজীবন খুব উন্নত ছিল
ii. প্রাচীন বাংলায় একমাত্র শশাংকের পরধর্ম বিদ্বষের কাহিনী আছে
iii. পরধর্ম সহিষ্ণতা বাঙালি চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৮.
প্রাচীন বাংলার উৎসবসমূহ মূলত গড়ে উঠে যে বিষয়ের উপর ভিত্তি করে-
Ο ক) 
দিন
Ο খ) 
মাস
Ο গ) 
ধর্ম
Ο ঘ) 
তিথি

  সঠিক উত্তর: (গ)

২৯.
বৈধব্য নারী জীবনের চরম অভিশাপ বলে বিবেচিত হত যে কারণে-
i. বিলাস বর্জন
ii. কৃচ্ছ্র সাধন
iii. সহমরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০.
আর্য মূলত কীসের নাম?
Ο ক) 
সাংস্কৃতিক
Ο খ) 
ফারসি
Ο গ) 
গুজরাটি
Ο ঘ) 
রাজনৈতিক

  সঠিক উত্তর: (ক)

৩১.
বিভিন্ন নৃ-গোষ্ঠীর লোকদের ধর্মীয় অনুষ্ঠানেরই পরিচয় বহন করে-
i. মনসা পূজা
ii. শ্মশান কালীর পূজা
iii. ষষ্ঠী পূজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
বর্তমান পর্যন্ত মোট কতটি চর্যাপদ পাওয়া গেছে?
Ο ক) 
৪৫
Ο খ) 
৪৬
Ο গ) 
৪৭
Ο ঘ) 
৪৮

  সঠিক উত্তর: (গ)

৩৩.
সাকিব একজন বাংলাদেশি। তার প্রধান খাবার হলো ভাত, মাছ, মাংস, শাক-সবজি, দুধ, দধি, ক্ষীর ইত্যাদি। সাকিবের খাবারের সাথে মিল রয়েছে কোন জাতির মানুষের খাবারের?
Ο ক) 
প্রাচীন বাঙালি
Ο খ) 
দ্রাবিড়
Ο গ) 
কুষান
Ο ঘ) 
হুন

  সঠিক উত্তর: (ক)

৩৪.
চিত্রাঙ্কন করার রীতি প্রচলিত ছিল-
i. বৌদ্ধবিহার সৌন্দর্যময় করার জন্য
ii. মন্দির সৌন্দর্যময় করার জন্য
iii. মন্দিরের দেয়াল সৌন্দর্যময় করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
বর্তমান সময়ে ব্যবসা-বাণিজ্যের ক্রয়-বিক্রয়ের প্রধান মাধ্যম টাকা-পয়সা ঠিক তেমনিভাবে প্রাচীন বাংলায় কোনটি প্রচলতি ছিল?
Ο ক) 
রূপি
Ο খ) 
বিনিময় প্রথা
Ο গ) 
টাকা
Ο ঘ) 
কর্ণ প্রথা

  সঠিক উত্তর: (খ)

৩৬.
বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে কোনটি সঠিক?
Ο ক) 
সংস্কৃত→ প্রাকৃত→ অপভ্রংশ→ বাংলা
Ο খ) 
প্রাকৃত→ সংস্কৃত→ অপভ্রংশ→ বাংলা
Ο গ) 
সংস্কৃত→ অপভ্রংশ→ প্রাকৃত→ বাংলা
Ο ঘ) 
অপভ্রংশ→ প্রাকৃত→ সংস্কৃত→বাংলা

  সঠিক উত্তর: (ক)

৩৭.
সেন বংশের শাসনামলে দুর্দশা নেমে আসে-
i. বৌদ্ধ সমাজে
ii. হিন্দু সমাজে
iii. বৌদ্ধ সংস্কৃতিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
পৌরাণিক দেব-দেবীর প্রতিমাকে আশ্রয় করে বাংলায় গড়ে উঠেছিল-
i. ধর্ম-সম্প্রদায়
ii. ধর্মানুষ্ঠান
iii. ধর্ম-রাজনৈতিক দল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৯.
আর্য কথাটি মূলত কি?
Ο ক) 
একটি সংস্কৃতিক নাম
Ο খ) 
একটি ভাষার নাম
Ο গ) 
একটি জাতির নাম
Ο ঘ) 
একটি যুগের নাম

  সঠিক উত্তর: (ক)

৪০.
আর্যরা কত শতকের মধ্যে এদেশে বসতি স্থাপন শেষ করেছিল?
Ο ক) 
খ্রিস্টীয় প্রথম
Ο খ) 
খ্রিস্টায় দ্বিতীয়
Ο গ) 
খ্রিস্টীয় তৃতীয়খ
Ο ঘ) 
খ্রিস্টীয় চতুর্থ

  সঠিক উত্তর: (খ)

৪১.
মৌর্য শাসনের পূর্বে বাঙালির রাজনৈতিক পরিচয় গড়ে উঠেনি। এর যৌক্তিকতা নিরূপণে বলা যায়-
Ο ক) 
রাজনৈতিক পরিচয়ে প্রতি অন্যগ্রহ ছিল
Ο খ) 
সমাজ বিভ্ন্নি গোত্রে বিভক্ত ছিল
Ο গ) 
রাজনৈতিক ধারণা অপ্রচলিত ছিল
Ο ঘ) 
মানুষ সাধারণ জীবনে স্বাচ্ছন্দ্যবোধ করত

  সঠিক উত্তর: (খ)

৪২.
সুখরাত্রিব্রত পালিত হতো কোন মাসে?
Ο ক) 
মাঘ
Ο খ) 
চৈত্র
Ο গ) 
আষাঢ়
Ο ঘ) 
কার্তিক

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
বাংলার কারুকার্যময় বহু হর্ম্য, মন্দির, স্তূপ ও বিহারের কিছু পরিচয় পাওয়া যায় কার বর্ণনার?
i. ফা-হিয়েন
ii. হিউয়েন-সাং-এর
iii. ভাস্কো-দা-গামা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৪.
দেবতার আসনে বসিয়ে গাছ, পাথর, পাহাড়, পশুপাখি ও ফলমূলের পূজা করে-
i. খাসিয়রা
ii. সাঁওতালরা
iii. মুণ্ডারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
সমুদ্র পথে বাংলার বাণিজ্য চলত-
i. শ্যাম দেশে
ii. সুমাত্রায়
iii. ব্রক্ষ্মদেশে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
প্রাচীন যুগে বাংলা ভাষা কাদের সাহিত্যের ভাষা ছিল?
Ο ক) 
লেখকের
Ο খ) 
সাহিত্যিকদের
Ο গ) 
পণ্ডিতদের
Ο ঘ) 
জনসাধারণের

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
বাঙালি ব্রাক্ষণদের প্রধান খাবার কী ছিল?
Ο ক) 
আমিষ
Ο খ) 
পেপে
Ο গ) 
নিরামিষ
Ο ঘ) 
ইক্ষুরস

  সঠিক উত্তর: (ক)

৪৮.
তুহিন ইতিহাসের ছাত্র। সে প্রাচীন বাংলার কারকার্যময় বহু হর্ম্য, মন্দির, স্তূপ ও বিহারের পরিচয় জানতে চায়। এক্ষেত্রে উৎস হিসেবে ব্যবহার করবে-
i. প্রাচীন শিলালিপি
ii. ফা-হিয়েনের বিবরণ
iii. হিউয়েন সাং বিবরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
প্রাচীনকালে খাল-বিলে চলাচলের জন্য কী ব্যবহার করত?
Ο ক) 
ভোলা ও ডোঙ্গা
Ο খ) 
নৌকা
Ο গ) 
স্টীমার
Ο ঘ) 
লঞ্চ

  সঠিক উত্তর: (ক)

৫০.
প্রাচীনকালে বাংলায় বর্ণ ছিল-
i. ব্রাক্ষ্মণ
ii. ক্ষত্রিয়
iii. বৈশ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
আশিক ইতিহারস ছাত্র। গ্রীষ্মের ছুটিতে কুমিল্লার ময়নামতিতে বেড়াতে গিয়ে অসংখ্যা ছোটবড় স্তূপ দেখতে পেল।
Ο ক) 
এটি দেখে আশিক কী ধারণা করবে?
Ο খ) 
এখানে বৌদ্ধ প্রসার লাভ করবে
Ο গ) 
এখানে জৈন ধর্মের প্রসার লাভ করবে
Ο ঘ) 
এখানে শৈব ধর্মের প্রসার লাভ করেছিল

  সঠিক উত্তর: (ক)

৫২.
দাক্ষিণাত্যের প্রধান বাসভূমি কাদের?
Ο ক) 
দ্রাবিড়দের
Ο খ) 
সাঁওতালদের
Ο গ) 
মুণ্ডাদের
Ο ঘ) 
খাসিয়াদের

  সঠিক উত্তর: (ক)

৫৩.
প্রাচীন বাংলায় একমাত্র পরধর্ম বিদ্বেষী ছিলেন কে?
Ο ক) 
অশোক
Ο খ) 
গৌতম বুদ্ধ
Ο গ) 
শশাঙ্ক
Ο ঘ) 
ধর্মপাল

  সঠিক উত্তর: (গ)

৫৪.
প্রাচীন সমাজে সহমরণ প্রথা ছিল। এটি কী প্রমাণ করে?
Ο ক) 
স্ত্রীর সহমরণে স্বামীর পূণ্য হতো
Ο খ) 
স্ত্রীর পুণ্য লাভ করত
Ο গ) 
নারীরা অধিকার বঞ্চিত ছিল
Ο ঘ) 
নারীরা অনেক খ্যাতি ছিল

  সঠিক উত্তর: (গ)

৫৫.
ভারত উপ-মহাদেশের সবচেয়ে প্রাচীন স্থাপত্যের নিদর্শন নিচের কোনটি?
Ο ক) 
বিহার
Ο খ) 
মন্দির
Ο গ) 
হর্ম্য
Ο ঘ) 
স্তূপ

  সঠিক উত্তর: (ক)

৫৬.
শিল্পের বিভিন্ন স্থানে বড় বড় নগর ও বন্দর গড়ে উঠেছিল। কেন?
Ο ক) 
গ্রাম ব্যবস্থা ধ্বংস গিয়েছিল
Ο খ) 
মানুষ শহরমুখী হয়ে পড়িছিল
Ο গ) 
স্থল ও জনপথে ভারতের বিভ্ন্নি অঞ্চলের সাথে বাংলার পণ্য বিনিময় হতো
Ο ঘ) 
অধিক জনসংখ্যার বাসস্থান ও কর্মস্থান নিশ্চিত করণের জন্য গড়ে উঠেছিল

  সঠিক উত্তর: (গ)

৫৭.
পাল যুগের মূর্তি নির্মাণ করা হতো-
i. অষ্টধাতু দ্বারা
ii. পোড়ামাটি দ্বারা
iii. কষ্টিপাথর দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৫৮.
মি. জন একটি পত্রিকার প্রতিবেদন থেকে জানতে পারলো যে ‘B’ এর সময়ে বৌদ্ধ সংস্কৃতিক দুর্দশা নেমে আসে। ‘B’ নিচের কোনটিকে সমর্থন করছে?
Ο ক) 
মৌর্য
Ο খ) 
গুপ্ত
Ο গ) 
পাল
Ο ঘ) 
সেন

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
কোন শিল্পের জন্য প্রাচীনকালেই বাংলা বিখ্যাত হয়ে উঠেছিল?
Ο ক) 
হস্ত
Ο খ) 
বস্ত্র
Ο গ) 
চিংড়ি
Ο ঘ) 
পাট

  সঠিক উত্তর: (খ)

৬০.
প্রাচীন বাংলায় ধনী লোকেরা যাতায়াতের জন্য ব্যবহার করতো-
i. হাতি
ii. ঘোড়া
iii. ঘোড়ার গাড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
প্রাচীন বাংলার বরেন্দ্র বিপুল উৎসব হত-
Ο ক) 
দুর্গার অর্চনা উপলক্ষে
Ο খ) 
বিজয় দশমী উপলক্ষে
Ο গ) 
জন্মাষ্টমী উপলক্ষে
Ο ঘ) 
হোলাকা বা হোলি উপলক্ষে

  সঠিক উত্তর: (ক)

৬২.
কুটির শিল্পের প্রাচীন বাংলা সমৃদ্ধ ছিল-
i. স্বর্ণ ও মাণিমাণিক্যের শিল্প উন্নতি লাভ করেছিল
ii. জলপথে চলার নৌকা জাহাজ বাংলায় তৈরি হতো
iii. এলাচি, লবঙ্গ বাংলায় তৈরি হতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৩.
আশিক ইতিহাসের ছাত্র হিসেবে মধ্য দেশ হতে ব্রাক্ষ্মণ্যরা যে বঙ্গদেশের নানা জায়গায় বসতি স্থাপন করেছিল তা জানার জন্য উৎস খুঁজতে থাকে। এক্ষেত্রে সে নিচের কোন উৎসটি বেছে নেবে?
Ο ক) 
মৌর্য যুগের তাম্রশাসন
Ο খ) 
পাল যুগের তাম্রশাসন
Ο গ) 
গুপ্ত যুগের তাম্রশাসন
Ο ঘ) 
সেন যুগের তাম্রশাসন

  সঠিক উত্তর: (গ)

৬৪.
আর্য কথাটি কিসের নাম?
Ο ক) 
উপনাম
Ο খ) 
বিকল্প পথ
Ο গ) 
সুন্দর নাম
Ο ঘ) 
সাংস্কৃতিক নাম

  সঠিক উত্তর: (ঘ)

৬৫.
নিগ্রহন্ত নামটি সমর্থনযোগ্য
i. জৈনধর্মের লোকদের ক্ষেত্রে
ii. তেরো শতকে বাংলায় এ সংঘের অস্তিত্ব ছিল
iii. সপ্তম শতকে উত্তর, দক্ষিণ ও পূর্ববঙ্গে নিগ্রহন্ত জৈনদের প্রভাব সবচেয়ে বেশি ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
বাংলায় সহজিয়া গান, বাউল গান ও বৈষ্ণব পদাবলীর উৎপত্তি হয় যেভাবে-
i. চর্যাপদগুলোর মাধ্যমে
ii. সাহিত্যের জন্ম হওয়ার মাধ্যমে
iii. শৌরসেনী অপভ্রংশের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৭.
কৃষ্ণলীলা ও রামায়ণ কাহিনি কোন যুগে প্রসার লাভ করেছিল?
Ο ক) 
পাল যুগ
Ο খ) 
সেন যুগ
Ο গ) 
বৈষ্ণব ধর্ম
Ο ঘ) 
জৈন ধর্ম

  সঠিক উত্তর: (গ)

৬৮.
প্রাচীন বাংলায় বাণিজ্যের আদান-প্রদান চলত-
i. স্থলপথে
ii. আকাশপথে
iii. জলপথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬৯.
সেন রাজাগণের আগমনের পর বাংলায় বিস্তার লাভ করে-
i. শৈবধর্ম
ii. বৈষ্ণধর্ম
iii. জৈনধর্ম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭০.
শিশুর জন্মের পর পালন করা হতো-
i. জাতকর্ম
ii. পৌষ্টিক কর্ম
iii. অন্নপ্রাশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭১.
প্রাচীনকাল হতে কোন সম্প্রদায়ের লোকেরা ‘নিগ্রহন্ত’ নামে পরিচিতি হত?
Ο ক) 
শৈব ধর্মের লোকেরা
Ο খ) 
জৈন ধর্মের লোকেরা
Ο গ) 
বৈষ্ণব ধর্মের লোকেরা
Ο ঘ) 
বৈদিক ধর্মের লোকেরা

  সঠিক উত্তর: (খ)

৭২.
নিচের কোনটি দিয়ে প্রস্তুতকৃত মদের খ্যাতি ছিল সমস্ত ভারত জুড়ে?
Ο ক) 
ইক্ষু
Ο খ) 
চিনি
Ο গ) 
মধু
Ο ঘ) 
গুড়

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
ফা-হিয়েন ও হিউয়েন-সাং কোন দেশের ভ্রমণকারী ছিলেন?
Ο ক) 
চীন
Ο খ) 
জাপানের
Ο গ) 
আমেরিকা
Ο ঘ) 
জার্মানি

  সঠিক উত্তর: (ক)

৭৪.
বাংলার প্রাচীন ধর্মশাস্ত্রের নৈতিক জীবনের যে পরিচয় পাওয়া যায়-
Ο ক) 
খুব উচ্চ আদর্শের
Ο খ) 
নিম্ন আদর্শের
Ο গ) 
উচ্চ আদর্শের
Ο ঘ) 
খুব নিম্ন আদর্শের

  সঠিক উত্তর: (ক)

৭৫.

প্রাচীন বাংলায় শিক্ষিত সমাজ ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য-
i. মেয়েদের ছিল অগাধ স্বাধীনতা
ii. বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল
iii. বিধবারা নিরামিষ আহার করত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭৬.
প্রাচীনকালের ব্যবসায় বাণিজ্যের মাধ্যম হিসেবে নিচের কোনটি প্রচলিত ছিল?
Ο ক) 
দাসপ্রথা
Ο খ) 
করপ্রথা
Ο গ) 
বিনিময় প্রথা
Ο ঘ) 
কুপ্রথা

  সঠিক উত্তর: (গ)

৭৭.
মাহাবুবের দেখা ধ্বংসাবশেষটি কোন গ্রামে অবস্থিত?
Ο ক) 
উয়ারী-বটেশ্বর
Ο খ) 
বড় কামতা
Ο গ) 
আশরাফপুর
Ο ঘ) 
বাকুঁড়া

  সঠিক উত্তর: (ক)

৭৮.
কৌমের লোকদের নিকট ঐক্যের প্রতীক ছিল কোনটি?
Ο ক) 
পাহাড় পূজা
Ο খ) 
গাছ পূজা
Ο গ) 
ধ্বজ পূজা
Ο ঘ) 
পাথর পূজা

  সঠিক উত্তর: (গ)

৭৯.
বাংলাভাষা ও সাহিত্যের প্রাচীন যুগ কোনটি?
Ο ক) 
পাঁচ শতক হতে দশম শতক পর্যন্ত
Ο খ) 
পাঁচ শতক হতে বারো শতক পর্যন্ত
Ο গ) 
আট শতক হতে বারো শতক পর্যন্ত
Ο ঘ) 
আট শতক হতে তেরো শতক পর্যন্ত

  সঠিক উত্তর: (গ)

৮০.
বরেন্দ্র বিপুল উৎসব হতে যে উপলক্ষে-
i. দুর্গার অর্চনা
ii. উমা
iii. অক্ষ-ক্রীড়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৮১.
ক্ষত্রিয়দের পেশা ছিল কী?
Ο ক) 
যুদ্ধ করা
Ο খ) 
ব্যবসায় বাণিজ্য করা
Ο গ) 
পূজা-পার্বণ করা
Ο ঘ) 
কৃষিকাজ করা

  সঠিক উত্তর: (ক)

৮২.
প্রাচীন বাংলায় পানীয় হিসাবে সূপ্রচলিত ছিল-
i. দুধ
ii. ইক্ষুরস
iii. তালরস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
প্রাচীনকালে কাদের স্বাধীনতা ছিল না?
Ο ক) 
বাংলার নারীদের
Ο খ) 
বাংলার মেয়েদের
Ο গ) 
বাংলার পুরুষদের
Ο ঘ) 
বাংলার ছেলেদের

  সঠিক উত্তর: (খ)

৮৪.
প্রাচীন বাংলায় কত ধরনের ভূমি ছিল?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৮৫.
কিরাত জাতি বলা হতো-
i. চাকমাদের
ii. টিপাইদের
iii. মেছদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
পাল যুগে শিল্পকলা বলে আখ্যায়িত করা হয়-
i. নবম থেকে দ্বাদশ শতকের শিল্পকে
ii. দশম থেকে দ্বাদশ শতকের শিল্পকে
iii. একাদশ থেকে দ্বাদশ শতকের শিল্পকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৭.
রিপন বললো, বাংলায় বৌদ্ধ ধর্মের পতন শুরু হওয়ার যথার্থ কারণ হলো-
i. সেন যুগের আগমন
ii. বিভিন্ন দেব-দেবীর পূজা শুরু
iii. বহু হিন্দু মন্দির নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
রাজকীয় শাসনের শুরুতে শিবের পরিবর্তে বিষ্ণুর স্তরের প্রচলন হয় কার শাসনামলে?
Ο ক) 
গোপাল
Ο খ) 
বিজয় সেন
Ο গ) 
ধর্মপাল সেন
Ο ঘ) 
লক্ষ্মণ সেন

  সঠিক উত্তর: (ঘ)

৮৯.
নাটোরের পাহাড়পুড়ে একটি জৈন বিহার ছিল কত খ্রিস্টীয় শতকে?
Ο ক) 
তৃতীয়
Ο খ) 
চতুর্থ
Ο গ) 
পঞ্চম
Ο ঘ) 
ষষ্ঠ

  সঠিক উত্তর: (খ)

৯০.
প্রাচীন বাংলার কাঠের তৈরি জিনিসপত্রের অন্তর্ভুক্ত ছিল-
i. আসবাবপত্র
ii. মন্দির
iii. পাল্কি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯১.
‘নিষাদ বা নাগ’ বলা হতো কোন জাতির মানুষকে?
Ο ক) 
অস্ট্রিক
Ο খ) 
দ্রাবিড়
Ο গ) 
কিরাত
Ο ঘ) 
ভোটচীনা

  সঠিক উত্তর: (ক)

৯২.
প্রাচীন বাংলায় পূর্ববঙ্গের মানুষের খুব প্রিয় ছিল-
i. শুঁটকি মাছ
ii. টাকি মাছ
iii. ইলিশ মাছ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৩.
প্রাচীন বাংলার শিল্পকলার ক্ষেত্রে কোন যুগ স্মরণীয়?
Ο ক) 
সেন
Ο খ) 
পাল
Ο গ) 
মৌর্য
Ο ঘ) 
গুপ্ত

  সঠিক উত্তর: (খ)

৯৪.
বাংলায় জৈন বা নিগ্রহন্ত সংঘের রীতিমতো অস্তিত্ব ছিল কত শতকে?
Ο ক) 
দশম
Ο খ) 
একাদশ
Ο গ) 
দ্বাদশ
Ο ঘ) 
ত্রয়োদশ

  সঠিক উত্তর: (ঘ)

৯৫.
প্রাচীন বাংলায় জমি মাপার কাজে ব্যবহৃত হতো-
Ο ক) 
ফিতা
Ο খ) 
মেশিন
Ο গ) 
নল
Ο ঘ) 
কড়ি

  সঠিক উত্তর: (গ)

৯৬.
বাংলার নিজস্ব ভাস্কর্য শিল্পের বৈশিষ্ট্যর পরিচয় পাওয়া যায় পাহাড়পুরের মন্দিরে পাত্রে খোদিত-
i. পাথর ফলকে
ii. প্রস্তর ফলকে
iii. পোড়ামাটির ফলকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৭.
কত শতকে বাংলা ভাষার সৃষ্টি হয়?
Ο ক) 
পঞ্চম বা ষষ্ঠ
Ο খ) 
ষষ্ঠ বা সপ্তম
Ο গ) 
সপ্তম বা অষ্টম
Ο ঘ) 
অষ্টম বা নবম

  সঠিক উত্তর: (ঘ)

৯৮.
বাংলায় মুদ্রার প্রচলন আরম্ভ হয় কয় শতক পূর্বে?
Ο ক) 
খ্রিষ্টপূর্ব এক শতক
Ο খ) 
খ্রিষ্টপূর্ব দু শতক
Ο গ) 
খ্রিষ্টপূর্ব তিন শতক
Ο ঘ) 
খ্রিষ্টপূর্ব চার শতক

  সঠিক উত্তর: (ঘ)

৯৯.
ব্রোঞ্জের স্তূপ পাওয়া যায়-
i. ঢাকার আশরাফপুরে
ii. রাজশাহীর পাহাড়পুরে
iii. চট্রাগ্রামের কেওয়ারিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০০.
প্রাচীন বাংলায় ব্রাক্ষণদের নির্দিষ্ট কর্ম ছিল-
i. অধ্যায়ন
ii. অধ্যাপনা
iii. পূজা-পার্বণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০১.
হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক সংগৃহীত প্রাচীন বৌদ্ধ পুঁথিতে কোন ভাষার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়?
Ο ক) 
উর্দু
Ο খ) 
বাংলা
Ο গ) 
হিন্দি
Ο ঘ) 
ফার্সি

  সঠিক উত্তর: (খ)

১০২.
সহজিয়া ধর্মমতের গুরুরা ছিলেন-
i. বৈদিক আচার-অনুষ্ঠানের বিরোধী
ii. পৌরাণিক আচার-অনুষ্ঠানের বিরোধী
iii. বৈষ্ণব আচার-অনুষ্ঠানের বিরোধী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৩.
বৈষ্ণবধর্মের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত-
i. কৃষ্ণলীলা
ii. রামায়ণ
iii. মহাভারত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৪.
প্রাচীন বাংলায় উৎপাদিত মসলার অন্তর্ভুক্ত ছিল-
i. এলাচি
ii. লবঙ্গ
iii. দারুচিনি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৫.
প্রাচীন বাংলায় বৈশ্যদের কাজ ছিল নিচের কোনটি?
Ο ক) 
কৃষিকাজ করা
Ο খ) 
মাছ শিকার করা
Ο গ) 
যুদ্ধ করা
Ο ঘ) 
ব্যবসা-বাণিজ্য করা

  সঠিক উত্তর: (ঘ)

১০৬.
প্রাচীনকালে বাংলায় কত প্রকার বর্ণ ছিল?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (গ)

১০৭.
প্রাচীন বাংলায় সবচেয়ে নিচু শ্রেণির অন্তর্ভুক্ত ছিল কারা?
Ο ক) 
ব্রাক্ষণরা
Ο খ) 
শূদ্ররা
Ο গ) 
ক্ষত্রিয়রা
Ο ঘ) 
বৈশ্যরা

  সঠিক উত্তর: (খ)

১০৮.
তন্ময় প্রাচীন বাংলা নিয়ে একটি প্রামাণ্য চিত্রে দেখল সে তৎকালিন মানুষ একটি দেবতাকে সকল রোগের বার্তা বলে পূজা করছে। এখানে কোন দেবতার কথা বলা হয়েছে?
Ο ক) 
সূর্য
Ο খ) 
গাছ
Ο গ) 
চন্দ্র
Ο ঘ) 
ঝড়

  সঠিক উত্তর: (ক)

১০৯.
প্রাচীনতম বাংলা ভাষা বলা হয় কোনটিকে?
Ο ক) 
মাগধী অপভ্রংশকে
Ο খ) 
শৌরশেনী অপভ্রংশকে
Ο গ) 
সংস্কৃত অপভ্রংশকে
Ο ঘ) 
পাকৃত অপভ্রংশকে

  সঠিক উত্তর: (ক)

১১০.
জীবন বাঁচাতে কয়টি জিনিসের প্রয়োজন?
Ο ক) 
দুটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (খ)

১১১.
ব্রাক্ষণরাই ছিল সমাজে সর্বশ্রেষ্ঠ। এর যথার্থ কারণ হলো-
i. ব্যবসা-বাণিজ্য তাদের নিয়ন্ত্রণে ছিল
ii. পূজা পার্বণের একমাত্র অধিকারী ছিল
iii. অধ্যায়নের অধিকার ছিল তাদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

১১২.
প্রাচীন বাংলার জমির প্রধান তিনটি ভাগ ছাড়াও অন্য ভাগগুলো হলো-
i. চারণ
ii. অনুর্ববর
iii. বনজঙ্গল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৩.
দ্বাদশ শতকের শেষ দিকে বৌদ্ধ সংঘ বিতাড়িত হয়ে নেপাল ও তিব্বতের গমন করে কেন?
Ο ক) 
আত্নরক্ষার জন্য
Ο খ) 
ধর্ম প্রচারের জন্য
Ο গ) 
বৈদেশিক বাণিজ্যর জন্য
Ο ঘ) 
পৃষ্ঠপোষকতা অর্জনের জন্য

  সঠিক উত্তর: (ক)

১১৪.
রাজা-মহারাজারা যেভাবে পুণ্য অর্জনের চেষ্টা করতেন-
i. ধর্ম-কর্ম পরিচালনার জন্য ভূমি দান করে
ii. মন্দির নির্মাণের জন্য ভূমি দান করে
iii. বেদ আলোচনা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১৫.
প্রাচীন বাংলার গ্রহপালিত পশুর মধ্যে ছিল-
i. গরু
ii. ছাগল
iii. মেষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৬.
বৈষ্ণবধর্মের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত-
i. রামকৃষ্ণের কাহিনী
ii. কৃষ্ণনীলার কাহিনী
iii. রামায়ণ কাহিনী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১৭.
জমিলা বেগম তার সন্তানকে গল্প বলার এক পর্যায়ে জানালো ‘D’ দের সময়ে বাংলার সাধারণ হিন্দু সমাজ দুর্বল হয়ে পড়ে। ‘D’ এর সাথে কোনটির সাদৃশ্য রয়েছে?
Ο ক) 
সেন
Ο খ) 
গুপ্ত
Ο গ) 
পাল
Ο ঘ) 
মৌর্য

  সঠিক উত্তর: (ক)

১১৮.
প্রাচীন বাংলায় ক্ষত্রিয়দের পেশা ছিল-
Ο ক) 
অধ্যায়ন করা
Ο খ) 
যুদ্ধ করা
Ο গ) 
অধ্যাপনা করা
Ο ঘ) 
পূজা-পার্বণ করা

  সঠিক উত্তর: (খ)

১১৯.
তানভীর পুষ্করণ, তমলুক, মহাস্থান প্রভৃতি অঞ্চলে গিয়ে কয়েকটি পোড়ামাটির মূর্তি দেখতে পান। এর মাধ্যমে তানভীর কোন যুগ সম্পর্কে জানতে পারবেন?
Ο ক) 
পালপূর্ব
Ο খ) 
সেনপূর্ব
Ο গ) 
গুপ্তপূর্ব
Ο ঘ) 
মৌর্যপূর্ব

  সঠিক উত্তর: (গ)

১২০.
দেবদেবীর মূর্তিগুলো কীভাবে নির্মিত হয়েছিল?
Ο ক) 
রাজাদের নামানুসারে
Ο খ) 
শিল্পীদের নির্দেশনায়
Ο গ) 
ঋষিদের নির্দেশনায়
Ο ঘ) 
শাস্ত্রীয় অনুশাসন অনুসারে

  সঠিক উত্তর: (ঘ)

১২১.
ভারত উপমহাদেশের সবচেয়ে প্রাচীন স্থাপত্যের নিদর্শন কী?
Ο ক) 
মন্দির
Ο খ) 
বিহার
Ο গ) 
স্তূপ
Ο ঘ) 
হর্ম্য

  সঠিক উত্তর: (গ)

১২২.
আদিম অধিবাসীরা নিজেদের ভাষা ত্যাগ করে সম্পূর্ণভাবে আর্য ভাষা গ্রহণ করে কেন?
Ο ক) 
দীর্ঘদিন পাশাপাশি বসবাস করার জন্য
Ο খ) 
আর্যভাষা সহজবোধ্য হওয়ার জন্য
Ο গ) 
নিজেদের ভাষা কঠিন মনে হওয়ার জন্য
Ο ঘ) 
আর্যভাষা শ্রুতিমধুর হওয়ার জন্য

  সঠিক উত্তর: (ক)

১২৩.
বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের দিক থেকে চর্যাপদগুলোর মূল্য অপরিসীম। এর যথার্থতা নিরূপণে বলা যায়-
i. বাংলা সাহিত্যের জন্ম
ii. সহজিয়া ও বাউল গানের উৎপত্তি
iii. বৈষ্ণব পদাবলীর উৎপত্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৪.
সমাজে ব্রাহ্মণদের মর্যাদা সর্বশ্রেষ্ঠ ছিল। কেন?
Ο ক) 
ব্যবসা-বাণিজ্য তাদের নিয়ন্ত্রণে ছিল
Ο খ) 
যুদ্ধ তাদের পেশা ছিল
Ο গ) 
পূজা পার্বণ করা, অধ্যাপনা তাদের দায়িত্ব ছিল
Ο ঘ) 
তারা পুরোহিত ছিল

  সঠিক উত্তর: (গ)

১২৫.
শালবন বিহার নির্মাণ করেন কে?
Ο ক) 
অতীশ দীপঙ্কর
Ο খ) 
অশোক
Ο গ) 
শ্রীভবদেব
Ο ঘ) 
শশাঙ্ক

  সঠিক উত্তর: (গ)

১২৬.
প্রাচীন বাংলায় মদ তৈরি হতো-
i. মধু দিয়ে
ii. গুড় দিয়ে
iii. তালরস গাজাইয়া দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৭.
দিনাজপুর জেলার বানগড়ে নির্মিত মন্দিরটি
Ο ক) 
লোহার তৈরি
Ο খ) 
কাঠের তৈরি
Ο গ) 
ব্রোঞ্জের তৈরি
Ο ঘ) 
প্রস্তরের তৈরি

  সঠিক উত্তর: (ঘ)

১২৮.
বর্তমান সময়েও বাংলাদেশের গ্রামে-গঞ্জে নারী জাতির মধ্যে লক্ষ করা যায়-
i. বৃক্ষ পূজা
ii. ধান পূজা
iii. ঘাট পূজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৯.
শূদ্র গোত্রের লোকেরা জীবিকা নির্বাহ করত-
i. কৃষিকাজ করে
ii. ব্যবসা করে
iii. মাছ শিকার করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩০.
প্রাচীনকালে পতিত জমিকে কী বলা হতো?
Ο ক) 
বাস্তু
Ο খ) 
ক্ষেত্র
Ο গ) 
উর্বর
Ο ঘ) 
খিল

  সঠিক উত্তর: (ঘ)

১৩১.
কুমিল্লার ময়নামতিতে ও লালমাই পাহাড়ে খোদিত হয়েছে-
i. নারী মূর্তি
ii. বাঘ-শিকারী
iii. তরবারি ও বর্ম হাতে সৈনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩২.
রিমা কাশিমপুর গ্রামে গিয়ে দেখল যে সেখানকার লোকেরা, রথযাত্রা, অষ্টমী স্নান, হোলি, জন্মষ্টমী, দশহরা অনুষ্ঠানগুলো পালন করে। কাশিমপুর গ্রামের সাথে মিল রয়েছে কোন অঞ্চলের?
Ο ক) 
প্রাচীন বাংলার বাঙালিদের
Ο খ) 
পাকিস্তানিদের
Ο গ) 
ভারতীয়দের
Ο ঘ) 
মঙ্গোলীয়দের

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
বাঙালি সংকর জাতি। এর প্রধানতম বৈশিষ্ট্য হলো-
i. মধ্যম আকৃতির দেহ
ii. শ্যামলা বর্ণ
iii. নীল বর্ণের চোখের মণি বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩৪.
সুস্মিতা বললেন, ভারতীয় উপমহাদেশে স্থাপত্যের ইতিহাসে প্রাচীন বাংলার মন্দির স্থাপনা মর্যাদা ও স্বকীয়তায় এক স্থান দখল করে থাকার যথার্থ কারণ হলো-
Ο ক) 
প্রাচীনকালে এখানে অসংখ্যা মন্দির, নির্মিত হয়েছিল বলে
Ο খ) 
মন্দিরগুলো ধ্বংস হয়েছিল বলে
Ο গ) 
স্থাপত্য শিল্পকে গভীরভাবে প্রভাবিত করেছিল বলে
Ο ঘ) 
ভাস্কর্য শিল্পের চর্চা করা হতো বলে

  সঠিক উত্তর: (ক)

১৩৫.
কোন সম্রাটের সময় সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন?
Ο ক) 
জাহাঙ্গীরের
Ο খ) 
শাহজাহানের
Ο গ) 
আকবরের
Ο ঘ) 
আওরঙ্গজেবের

  সঠিক উত্তর: (ক)

১৩৬.
পরবর্তীকালে আর্যদের প্রাচীন� বৈদিক ভাষার নাম সংস্কৃত ভাষা করা হয় কেন?
Ο ক) 
এ ভাষাকে সংস্কার করা হয় বলে
Ο খ) 
বাংলার প্রাচীন অধিবাসীরা নানা ভাষাভাষী ছিল বলে
Ο গ) 
নিজেদের ভাষা ত্যাগ করার জন্য
Ο ঘ) 
সম্পূর্ণভাবে আর্য ভাষা গ্রহণ করে বলে

  সঠিক উত্তর: (ক)

১৩৭.
প্রাচীন বাংলার অর্থনৈতিক কৃষি নির্ভর বলা হয়, কেননা এ সময়ে-
i. বাংলার প্রধান ফসল ছিল ধান
ii. ইক্ষু, তুলা ও পান চাষের জন্য বাংলার খ্যাতি ছিল
iii. প্রধান অর্থকারী ফসল ছিল পাট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৮.
বাংলার প্রাচীনতম নিদর্শনের নাম কী?
Ο ক) 
চর্যাপদ
Ο খ) 
পুঁথি
Ο গ) 
ভাস্কর্য
Ο ঘ) 
শিলালিপি

  সঠিক উত্তর: (ক)

১৩৯.
বাংলায় প্রাচীন ধর্মশাস্ত্রে বাঙালির কিসের কথা জানা যায়?
Ο ক) 
বীরত্বের
Ο খ) 
সাহসের
Ο গ) 
মেধার
Ο ঘ) 
উন্নত চরিত্রের

  সঠিক উত্তর: (ঘ)

১৪০.
সাগর নওগাঁর পাহাড়পুরের সোমপুর বৌদ্ধ বিহারে বেড়াতে গিয়ে জানতে পারলেন যে এখানে মহামানবেরা বসবাস করতেন। সাগর জানতে পারলেন-
i. অতীশ দীপঙ্করের নাম
ii. বোদ্ধিভদ্রের নাম
iii. অশোকের নাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪১.
দ্রাবিড়রা এক সময়ে ছড়িয়ে পড়েন-
i. দক্ষিণ বাংলায়
ii. পশ্চিম বাংলায়
iii. মধ্য বাংলায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৪২.
প্রাচীন বাংলার অধিকাংশ মানুষ গ্রামে বাস করত কেন?
Ο ক) 
গ্রামে বসবাসের সুবিধা বলে
Ο খ) 
গ্রামে নিজেদের বাড়িঘর বলে
Ο গ) 
কৃষিপ্রধান দেশ বলে
Ο ঘ) 
গ্রামের প্রতি দুর্বল বলে

  সঠিক উত্তর: (গ)

১৪৩.
পাহাড়পুরর ভাস্কর্য শিল্পকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (খ)

১৪৪.
প্রাচীন বাংলায় কত প্রকার ভূমি ছিল?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১৪৫.
বিপুল তার ছোট ভাই এর সাথে সময়ের শ্রেণিন্যিাস সম্পর্কে আলোচনা কালে বলে ‘W’ এর প্রতিষ্ঠায় মধ্যে দিয়ে মধ্যযুগের সূচনা হয়।‘W’ নিচের কোনটিকে নির্দেশ করেছে?
Ο ক) 
আর্য সমাজ
Ο খ) 
মুসলিম সমাজ
Ο গ) 
বৌদ্ধ সমাজ
Ο ঘ) 
কৌম সমাজ

  সঠিক উত্তর: (খ)

১৪৬.
বৌদ্ধধর্মালম্বী ছিলেন-
i. চন্দ্র বংশের রাজারা
ii. কান্তিদেব বংশের রাজারা
iii. পাল বংশের রাজারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৭.
প্রাচীন বাংলায় শাস্ত্র জ্ঞান চর্চা করার অধিকার ছিল কাদের?
Ο ক) 
শূদ্রদের
Ο খ) 
বৈশ্যদের
Ο গ) 
ক্ষত্রিয়দের
Ο ঘ) 
ব্রাক্ষ্মণদের

  সঠিক উত্তর: (ঘ)

১৪৮.
রাশেদের বাড়ি বরিশাল জেলায়। তার গ্রামের লোকজনের যাতায়াতের প্রধান মাধ্যম নদীপথ। রাশেদের গ্রামের মানুষের সাথে মিল রয়েছে কোন সময়ের মানুষের?
Ο ক) 
প্রাচীন বাংলার
Ο খ) 
প্রাচীন ভারতের
Ο গ) 
পাকিস্তানিদের
Ο ঘ) 
ইরানিদের

  সঠিক উত্তর: (ক)

১৪৯.
প্রাচীন বাংলার মুদ্রার মধ্যে সবচেয়ে কম মানের ছিল কোনটি?
Ο ক) 
টাকা
Ο খ) 
কড়ি
Ο গ) 
পয়সা
Ο ঘ) 
আনা

  সঠিক উত্তর: (খ)

১৫০.
সাগর ভারতের অযোধ্যায় গিয়ে জানতে পারল যে একটি পল্লীর মানুষ কৃষিকাজ, মাছ শিকার ও অন্যান্য ছোটখাটো কাজা ছাড়া অন্য কোনো কাজ করা তাদের জন্য নিষিদ্ধ। এ পল্লীর মানুষ কোন জাতির অন্তগর্ত?
Ο ক) 
ব্রাহ্মণ
Ο খ) 
ক্ষত্রিয়
Ο গ) 
বৈশ্য
Ο ঘ) 
শূদ্র

  সঠিক উত্তর: (ঘ)

১৫১.
ধর্মপালের নির্মিত বিহারগুলোর মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো-
i. বিক্রমশীল মহাবিহার
ii. সোমপুর বিহার
iii. ওদন্তপুর বিহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫২.
শালবন বিহার কে নির্মাণ করেন?
Ο ক) 
বোধিভদ্র
Ο খ) 
দীপঙ্কর
Ο গ) 
ধর্মপাল
Ο ঘ) 
শ্রীভবদেব

  সঠিক উত্তর: (ঘ)

১৫৩.
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগ কোনটি?
Ο ক) 
অষ্টম হতে দ্বাদশ শতক
Ο খ) 
নবম হতে ত্রয়োদশ শতক
Ο গ) 
দশম হতে চতুদর্শ শতক
Ο ঘ) 
একাদশ হতে পঞ্চমদশ শতক

  সঠিক উত্তর: (ক)

১৫৪.
বস্ত্র শিল্পের জন্য বাংলা প্রাচীনকাল থেকে বিখ্যাত। এর প্রকৃত উদাহরণ হলো-
i. মসলিন কাপড়
ii. রেশমের তৈরি সূক্ষ্মবস্ত্র
iii. মোটা কাপড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৫.
অনুচ্ছেদটি যে জাতিভেদের উল্লেখ করা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা হিসেবে কাদের মূল্যায়ন করা হয়?
Ο ক) 
ক্ষত্রিয়
Ο খ) 
ব্রাহ্মণ
Ο গ) 
শুদ্র
Ο ঘ) 
বৈশ্য

  সঠিক উত্তর: (খ)

১৫৬.
প্রাচীনকালে কোন সমাজে মাতা ও পত্নীর সম্মান ও মর্যাদা বেশ উচ্চে ছিল?
Ο ক) 
অশিক্ষিত সমাজে
Ο খ) 
শিক্ষিত সমাজে
Ο গ) 
আদিম সমাজে
Ο ঘ) 
আধুনিক সমাজে

  সঠিক উত্তর: (খ)

১৫৭.
আর্যদের ভাষার নাম কী?
Ο ক) 
তামিল
Ο খ) 
তেলেগু
Ο গ) 
বৈদিক
Ο ঘ) 
অস্ট্রিক

  সঠিক উত্তর: (খ)

১৫৮.
আশিক ইতিহাসের ছাত্র। গ্রীষ্মের ছুটিতে কুমিল্লার ময়নামতিতে বেড়াতে গিয়ে অসংখ্যা ছোট-বড় স্তূপ দেখতে পেল। এটি দেখে আশিক কী ধারণা করবে?
Ο ক) 
এখানে বৌদ্ধধর্ম প্রসার লাভ করেছিল
Ο খ) 
এখানে জৈনধর্ম প্রসার লাভ করেছিল
Ο গ) 
এখানে শৈবধর্ম প্রসার লাভ করেছিল
Ο ঘ) 
এখানে মুসলি ধর্ম লাভ করেছিল

  সঠিক উত্তর: (ক)

১৫৯.
কোনটি বাংলা ভাষা ও সাহিত্যের যুগ হিসেবে অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
৮-১২ শতক পর্যন্ত
Ο খ) 
৮-১৩ শতক পর্যন্ত
Ο গ) 
৮-১৪ শতক পর্যন্ত
Ο ঘ) 
৮-১৫ শতক পর্যন্ত

  সঠিক উত্তর: (ক)

১৬০.
বিশ্বখ্যাত মসলিন কাপড় বাংলায় তৈরি হয় কোন সময় থেকে?
Ο ক) 
মধ্য যুগ
Ο খ) 
আধুনিক যুগ
Ο গ) 
প্রস্তর যুগ
Ο ঘ) 
প্রাচীন যুগ

  সঠিক উত্তর: (ঘ)

১৬১.
দেবদাসীরা বিত্তবান ও প্রভাবশালী সমাজের বাসনা পরিপূরণের সঙ্গিনী ছিলেন কেন?
Ο ক) 
তারা নানা কলা নিপুণা হতেন বলে
Ο খ) 
দেখতে অপরূপ সুন্দরী ছিল বলে
Ο গ) 
কর্ম নিপুণা ছিলেন বলেন
Ο ঘ) 
ধর্মানুরাগী ছিলেন বলে

  সঠিক উত্তর: (ক)

১৬২.
বিজয়া বলল, দ্যুত-পতিপদ নামে একটি বিশেষ উৎসব ‘ক’ মাসের শুল্কা প্রতিপদে অনুষ্ঠিত হয়। উদ্দীপকের সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) 
কার্তিক মাস
Ο খ) 
বৈশাখ মাস
Ο গ) 
শ্রাবণ মাস
Ο ঘ) 
ভাদ্র মাস

  সঠিক উত্তর: (ক)

১৬৩.
পাল যুগের মূর্তি নির্মাণ করা হতো-
i. প্রস্তর মূর্তি
ii. পোড়ামাটির মূর্তি
iii. ধাতুর মূর্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৬৪.
প্রাচীন বাংলায় ভূমির মালিক কে ছিলেন?
Ο ক) 
রাজা
Ο খ) 
সামন্ত প্রভু
Ο গ) 
কৃষক
Ο ঘ) 
জমিদার

  সঠিক উত্তর: (ক)

১৬৫.
জনাব রহিম বলেন, ‘ব’ বর্ণ ছাড়া প্রাচীন বাংলায় প্রায় সকল বর্ণের মানুষ পরস্পরের সাথে মেলামেশা করত। জনাব রহিম ‘ব’ দ্বারা কোনটি নির্দেশ করছেন?
Ο ক) 
শূদ্র
Ο খ) 
ব্রাহ্মণ
Ο গ) 
বৈশ্য
Ο ঘ) 
ক্ষত্রিয়

  সঠিক উত্তর: (খ)

১৬৬.
সেন শাসকরা অত্যাচারী ছিল। তার উৎকৃষ্ট প্রমাণ হলো-
i. সাধারণ হিন্দুদের ওপর অত্যাচার
ii. মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল তারা
iii. বৌদ্ধ বিদ্ধেষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬৭.
প্রাচীনকালে বাংলার জনগণের দৈনন্দিন জীবনে কিসের প্রভাব ছিল প্রবল?
Ο ক) 
ন্যায়বোধের
Ο খ) 
আত্নবোধের
Ο গ) 
নীতিবোধের
Ο ঘ) 
ধর্মশাস্ত্রের

  সঠিক উত্তর: (ঘ)

১৬৮.
মৌর্য পূর্ব বাংলার রাজনৈতিক পরিচয় গড়ে উঠেছিল, কারণ-
i. সমাজ বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল
ii. শাসন পদ্ধতি সম্পর্কে সাধারণ জনগণের ধারণা কম ছিল
iii. রাজনৈতিক বৈশিষ্ট্যের অভাব ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬৯.
উত্তর, দক্ষিণ ও পূর্ববঙ্গে নিগ্রহন্ত জৈনদের প্রভাব সবচেয়ে বেশি ছিল কত শতকে?
Ο ক) 
পঞ্চম
Ο খ) 
ষষ্ঠ
Ο গ) 
সপ্তম
Ο ঘ) 
অষ্টম

  সঠিক উত্তর: (গ)

১৭০.
সাগর ভারতের অযোধ্যায় বেড়াতে গিয়ে দেখল সেখানে লোকেরা কোন তিথিতে কী কী খাদ্য ও কর্ম নিষিদ্ধ, কোন কোন তিথিতে উপবাস করতে হবে এবং বিবাহ, বিদেশ যাত্রার জন্য কোন কোন কাল শুভ, সেটি মেনে চলে। সাগরের দেখা অঞ্চলটির সাথে মিল রয়েছে কাদের?
Ο ক) 
প্রাচীন বাংলার
Ο খ) 
গ্রিক অঞ্চলের
Ο গ) 
পারস্য অঞ্চলের
Ο ঘ) 
শিংহল অঞ্চলের

  সঠিক উত্তর: (ক)

১৭১.
মাহীন ঢাকা জেলার আশরাফপুর গ্রামে গিয়ে রাজা দেব খড়গের একটি ব্রোঞ্জ বা অষ্টধাতু নির্মিত স্তূপ দেখতে পেল। এটি দেখে মাহীন কী জানতে পারল?
Ο ক) 
সবচেয়ে প্রাচীন-স্তূপের নাম
Ο খ) 
রাজা দেব খড়গের নাম
Ο গ) 
ধাতুর কারুকার্য সম্পর্কে
Ο ঘ) 
অষ্টধাতু সম্পর্কে

  সঠিক উত্তর: (ক)

১৭২.
উক্ত ধ্বসাবশেষ পরিচয় বহন করে-
Ο ক) 
গ্রামকেন্দ্রিক সভ্যতার
Ο খ) 
নগরকেন্দ্রিক সভ্যতার
Ο গ) 
সিন্ধু সভ্যতার
Ο ঘ) 
হিব্রু সভ্যতার

  সঠিক উত্তর: (খ)

১৭৩.
উয়ারী-বটেশ্বর আবিস্কৃত ধবংসাবশেষ হতে ধারণা করা যায়-
Ο ক) 
সভ্যতা ছিল নগর কেন্দ্রিক
Ο খ) 
সভ্যতা ছিল ধর্ম কেন্দ্রিক
Ο গ) 
সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক
Ο ঘ) 
সভ্যতা ছিল সংস্কৃতি কেন্দ্রিক

  সঠিক উত্তর: (ক)

১৭৪.
বৌদ্ধধর্ম বাংলায় বেশি প্রসারের ক্ষেত্রে কেন রাজত্বকালটি সমর্থনযোগ্য?
Ο ক) 
দেবপালের রাজত্বকাল
Ο খ) 
গোপালের রাজত্বকাল
Ο গ) 
ধর্মপালের রাজত্বকাল
Ο ঘ) 
অশোকের রাজত্বকাল

  সঠিক উত্তর: (ঘ)

১৭৫.
প্রাচীন বাংলায় মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য-
i. পর্দাপ্রথা বিরত ছিল
ii. বাংলার মেয়েরা পরাধীন ছিল
iii. ধন-সম্পত্তিতে নারীদের আইনগত অধিকারে অভাব ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭৬.
কোজাগরী পূর্ণিমা রাত্রিতে-
Ο ক) 
অক্ষ-ক্রীড়া হতো
Ο খ) 
কাম-মহোৎসব হতো
Ο গ) 
অষ্টমী হতো
Ο ঘ) 
জন্মাষ্টমী হতো

  সঠিক উত্তর: (ক)

১৭৭.
প্রাচীনকালে মেয়েরা কীভাবে শাড়ি পরত?
Ο ক) 
মালকোচা দিয়ে
Ο খ) 
হাঁটুর নিচ পর্যন্ত
Ο গ) 
মাটি পর্যন্ত
Ο ঘ) 
গোড়ালি পর্যন্ত

  সঠিক উত্তর: (ঘ)

১৭৮.
সপ্তম শতকে পরম শৈব ছিল-
i. শশাঙ্ক
ii. অশোক
iii. ভাস্কর বর্মা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৭৯.
সূর্য দেবতাকে পূজা করা হতো কেন?
Ο ক) 
সৃষ্টিকর্তা বলে
Ο খ) 
শক্তিশালী বলে
Ο গ) 
সকল রোগের আরোগ্য বার্তা বলে
Ο ঘ) 
প্রতিপত্তি লাভ হয় বলে

  সঠিক উত্তর: (গ)

১৮০.
বাংলার সবচেয়ে প্রাচীন স্তূপের নিদর্শন পাওয়া যায় কোথায়?
Ο ক) 
ঢাকার আশরাফপুরে
Ο খ) 
খুলনার নূরপুরে
Ο গ) 
ঢাকার খিলগাঁওয়ে
Ο ঘ) 
ঢাকার সাভারে

  সঠিক উত্তর: (ক)

১৮১.
করিমদের গ্রামে চাষযোগ্য উর্ববর অথচ পতিত জমিকে ‘A’ নামে উল্লেখ করা হয়। ‘A’ কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) 
বাস্তু
Ο খ) 
ক্ষেত্র
Ο গ) 
খিল
Ο ঘ) 
অনুর্বর

  সঠিক উত্তর: (গ)

১৮২.
প্রাচীন বাংলায় প্রধান তরকারি ছিল-
i. কাকরোল
ii. ডাল
iii. ঝিঙে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৮৩.
বাংলার নদী পথে বাণিজ্যের প্রসার ঘটেছিল। এর যথার্থ কারণ হলো-
Ο ক) 
বাংলাদেশ নদীমাতৃক
Ο খ) 
খরচ কম হতো
Ο গ) 
স্থলপথে বাণিজ্য কঠিন ছিল
Ο ঘ) 
সমুদ্রপথে বাণিজ্য ঝুকিঁপূর্ণ ছিল

  সঠিক উত্তর: (খ)

১৮৪.
ব্রাক্ষণ ছাড়া সব বর্ণের মানুষ একে অন্যের সাথে মেলামেশা করত। এটি কী প্রমাণ করে?
Ο ক) 
ব্রাক্ষণগণ উচ্চশ্রেণির ছিল
Ο খ) 
ব্রাক্ষণগণ অন্যদের ঘৃণা করত
Ο গ) 
সমাজের বাকি সব উপেক্ষিক ছিল
Ο ঘ) 
ব্রাক্ষণই ছিল সমাজের হর্তাকর্তা

  সঠিক উত্তর: (ঘ)

১৮৫.
কারা আমিষভোগী ছিলেন?
Ο ক) 
অস্ট্রিক
Ο খ) 
ব্রাহ্মণ
Ο গ) 
শূদ্র
Ο ঘ) 
ক্ষত্রিয়

  সঠিক উত্তর: (খ)

১৮৬.
বাংলার ধনসম্পদ ও ঐশ্বর্য বাড়ার কারণ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
শিক্ষার হার বৃদ্ধি
Ο খ) 
জীবনযাত্রায় মান বৃদ্ধি
Ο গ) 
শিল্পের উন্নতি
Ο ঘ) 
কৃষির উন্নতি

  সঠিক উত্তর: (গ)

১৮৭.
ষষ্ঠ শতকে বাংলার কোথায় অসংখ্য বৌদ্ধ বিহার ছিল?
Ο ক) 
বগুড়ায়
Ο খ) 
রংপুরে
Ο গ) 
নওগাঁয়
Ο ঘ) 
কুমিল্লায়

  সঠিক উত্তর: (ঘ)

১৮৮.
সোমা একটি সিনেমাতাতে দেখল যে, ‘Z’ জাতি জন্মের পর একধরনের উপাচার পালন করে। ‘Z’ কোন জাতির প্রতিনিধিত্ব করছে?
Ο ক) 
আর্য
Ο খ) 
হিন্দু
Ο গ) 
বৌদ্ধ
Ο ঘ) 
শিখ

  সঠিক উত্তর: (খ)

১৮৯.
সমাজে শুদ্ররা নিম্নবর্ণের ছিল। এর যথার্থ কারণ হলো-
i. তারা ছোটখাটো কাজ করত
ii. ব্যবসা বাণিজ্য করত
iii. কৃষি কাজ করত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯০.
পাহাড়পুরে বাংলার নিজস্ব ভাস্কর্য শিল্পের যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-
i. মন্দির গাত্রে খোদিত পাথর
ii. পোড়ামাটির ফলক
iii. শিল্প কৌশল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯১.
প্রাচীন বাংলার বৌদ্ধ মন্দিরগুলো অবস্থিত ছিল-
i. পুণ্ড্রবর্ধনে
ii. সমতটে
iii. বরেন্দ্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯২.
প্রাচীনতম বাংলা ভাষায় লেখকরা রচনা করতেন-
i. পদ
ii. দোহা
iii. গীত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯৩.
প্রাচীন বাংলায় শূদ্রদের কাজ ছিল সাধারণত-
i. কৃষিকাজ
ii. মাছ শিকার
iii. ব্যবসা-বাণিজ্য করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৯৪.
পোশাক পরিচ্ছেদের ব্যপারে সীমাবদ্ধতা ছিল। এর প্রকৃত কারণ-
i. রাজা মহারাজাদের জন্য পোশাক ছিল
ii. ধনী ব্যক্তিদের আভিজাত্য প্রকাশের মাধ্যমে ছিল পোশাক
iii. গরীবদের ব্যবহারের জন্য ভিন্ন পোশাক ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৯৫.
আর্যদের পূর্বে কিছু কিছু ধর্মচিন্তা পরবর্তী সময়ে এদেশের কোন ধর্মে ছড়িয়ে পড়ে?
Ο ক) 
হিন্দু
Ο খ) 
বৌদ্ধ
Ο গ) 
শৈব
Ο ঘ) 
জৈন

  সঠিক উত্তর: (ক)

১৯৬.
বাংলায় বৌদ্ধধর্মের জয়জয়কার ছিল কোন শতকে?
Ο ক) 
চতুর্থ থেকে ষষ্ঠ
Ο খ) 
ষষ্ঠ থেকে অষ্টম
Ο গ) 
অষ্টম থেকে একাদশ
Ο ঘ) 
একাদশ থেকে দ্বাদশ

  সঠিক উত্তর: (গ)

১৯৭.
প্রাচীন বাংলায় কাদের ধনসম্পত্তিতে কোনো বিধিবিধানগত অধিকার ছিল না?
Ο ক) 
ছেলেদের
Ο খ) 
পুরুষদের
Ο গ) 
মা-বাবার
Ο ঘ) 
নারীদের

  সঠিক উত্তর: (ঘ)

১৯৮.
আর্যপূর্ব অনেক প্রথাই পরবর্তী হিন্দু সমাজে দেখা যায়। এর যথার্থতা নিরূপণে বলা যায়-
i. শীবের গীত পাওয়া
ii. বিয়েতে গায়ে হলুদ দেয়া
iii. মাথায় ওড়না ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৯৯.
পাল শাসনামলের ব্রাহ্মণরা সুপণ্ডিত ছিলেন-
i. ব্যাকরণে
ii. মীমাংসায়
iii. বেদাঙ্গতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০০.
প্রাচীন বাংলার জমির প্রকারের অন্তভুক্ত ছিল-
i. বাস্তু
ii. ক্ষেত্র
iii. খিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০১.
বাংলায় বৌদ্ধ ধর্ম খুব বৃদ্ধি পেয়েছিলেন নিচের কোনটির প্রভাবে?
Ο ক) 
মৌর্য বংশের আগমনে
Ο খ) 
গুপ্ত বংশের আগমনে
Ο গ) 
পাল বংশের আগমনে
Ο ঘ) 
সেন বংশের আগমনে

  সঠিক উত্তর: (গ)

২০২.
‘ক’ জাতির প্রধান বাসভূমি এখন দাক্ষিণাত্যে। উদ্দীপকে আলোচিত জাতির সাথে মিল রয়েছে কোন জাতির?
Ο ক) 
অস্ট্রিক
Ο খ) 
দ্রাবিড়
Ο গ) 
কিরাত
Ο ঘ) 
মঙ্গোলীয়

  সঠিক উত্তর: (খ)

২০৩.
প্রাচীনকালে বাংলার অধিকাংশ মানুষ কোথায় বাস করত?
Ο ক) 
বস্তিতে
Ο খ) 
নগরে
Ο গ) 
গ্রামে
Ο ঘ) 
শহরে

  সঠিক উত্তর: (গ)

২০৪.
সেন আমলে ব্রাহ্মণদের হাতে মূল ক্ষমতা ছিল। কথাটি বলার কারণ কী?
Ο ক) 
ব্রাক্ষণরাই কেবল শাস্ত্রজ্ঞান চর্চা করতে পারত
Ο খ) 
ব্রাক্ষণরাই সমাজকে শাসন করতে পারত
Ο গ) 
ব্রাক্ষণরাই সমাজকে হিন্দুধর্মে প্রতিষ্ঠা করেছিল
Ο ঘ) 
ব্রাক্ষণরাই সমাজে বৌদ্ধধর্মের বিলোপ সাধন করেছিল

  সঠিক উত্তর: (ক)

২০৫.
শ্রীকান্তদের গ্রামের শ্বশানের ওপর মাটির স্তূপ রক্ষা করার জন্য স্থাপত্য পদ্ধতিকে ব্যবহার করে। শ্রীকান্তের গ্রামের ব্যবস্থার সাথে মিল রয়েছে কোন যুগের?
Ο ক) 
আর্য
Ο খ) 
পাল
Ο গ) 
বৈদিক
Ο ঘ) 
সেন

  সঠিক উত্তর: (গ)

২০৬.
প্রাচীন বাংলায় চাষ করা যায় এমন উর্বর� জমিকে বলা হতো?
Ο ক) 
ফলতি
Ο খ) 
উর্বরা
Ο গ) 
খিলান
Ο ঘ) 
ক্ষেত্র

  সঠিক উত্তর: (ঘ)

২০৭.
বিজয়া দশমীর দিন ‘ক’ নামে এক প্রকার নৃত্যগীতের অনুষ্ঠান� হতো। উদ্দপকের সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) 
কাম-মহোৎসব
Ο খ) 
শারোদৎসব
Ο গ) 
অক্ষ-ক্রীড়া
Ο ঘ) 
হোলকা

  সঠিক উত্তর: (খ)

২০৮.
কত গজ মসলিন একটি নস্যের কোটায় ভরা যেত?
Ο ক) 
১০ গজ
Ο খ) 
২০ গজ
Ο গ) 
৩০ গজ
Ο ঘ) 
৪০ গজ

  সঠিক উত্তর: (খ)

২০৯.
সেন যুগে বৌদ্ধ সংস্কৃতিতে দুর্দশা নেমে আসে। যথার্থ কারণ কী?
Ο ক) 
সেনরা কট্টরপন্থী হিন্দু ছিল
Ο খ) 
বৌদ্ধ সমাজের সাথে বিরোধ ছিল
Ο গ) 
সমাজে বিশৃঙ্খলার সুযোগ মুসলমানরা গ্রহন করেছিল
Ο ঘ) 
নিম্ন বর্ণের হিন্দুদের সাথে মুসলমানদের আঁতাত ছিল

  সঠিক উত্তর: (গ)

২১০.
রাজা ধর্মপাল কয়টি বিহার নির্মাণ করেছিলেন?
Ο ক) 
দুইট
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (খ)

২১১.
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগের ব্যাপ্তিকাল কত?
Ο ক) 
দুইশত বছর
Ο খ) 
তিনশত বছর
Ο গ) 
চারশত বছর
Ο ঘ) 
পাঁচশত বছর

  সঠিক উত্তর: (ঘ)

২১২.
প্রাচীনকালে বিনিময় প্রথা প্রচলিত ছিল-
i. ক্রয়-বিক্রয়ে
ii. ব্যবসা-বানিজ্যে
iii. আমদানি-রপ্তানিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২১৩.
বাংলার সবচেয়ে প্রাচীন মন্দিরটির অবস্থান ছিল কোথায়?
Ο ক) 
সমতটে
Ο খ) 
রাঢ়ে
Ο গ) 
বর্ধমানে
Ο ঘ) 
পুণ্ড্রবর্ধনে

  সঠিক উত্তর: (গ)

২১৪.
বর্তমান সময়ে মানুষের চলাচলের প্রধান বাহন হলো গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি তেমনিভাবে প্রাচীন বাংলায় চলাচলের� বাহন ছিল-
i. নৌকা
ii. ঘোড়া
iii. গরুর গাড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১৫.
প্রাচীন বাংলায় সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি ছিল কারা?
Ο ক) 
ব্রাক্ষণরা
Ο খ) 
স্বামীদাহ
Ο গ) 
শূদ্ররা
Ο ঘ) 
বৈশ্যরা

  সঠিক উত্তর: (গ)

২১৬.
মঙ্গোলীয়দের কী বলা হতো?
Ο ক) 
কিরাত জাতি
Ο খ) 
অস্ট্রিক জাতি
Ο গ) 
দ্রাবিড় গোষ্ঠী
Ο ঘ) 
সাঁওতাল

  সঠিক উত্তর: (ক)

২১৭.
কত শতকে ধর্মপাল পাহাড়পুড়ে প্রকাণ্ড বিহার নির্মাণ করেন?
Ο ক) 
সপ্তম শতকে
Ο খ) 
অষ্টম শতকে
Ο গ) 
নবম শতকে
Ο ঘ) 
একাদশ শতকে

  সঠিক উত্তর: (খ)

২১৮.
বাংলার চিত্র শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
Ο ক) 
অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা
Ο খ) 
পদ্মরাগ পারমিতা
Ο গ) 
শ্রীকৃষ্ণধর প্রজ্ঞাপারমিতা
Ο ঘ) 
ডোম্মন পারমিতা

  সঠিক উত্তর: (ক)

২১৯.
বৈদিক ধর্মকে ‘পৌরাণিক ধর্ম’ বলা হয় যে কারণে-
i. পুরাণ ও মহাকাব্যে বর্ণিত দেব-দেবী ছিল বলে
ii. বৈদিক ক্রিয়াকাণ্ডের সাথে কোন মিল ছিল না বলে
iii. দেবতাদের নামের সঙ্গে বৈদিক দেবতার নামের মিল ছিল বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২০.
জীবন বাঁচাতে আমাদের প্রয়োজন-
i. খাদ্য
ii. বস্ত্র
iii. বাসস্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২১.
বাংলার শিল্পীগন ভারতীয় শিল্পধারার সাথে যোগাযোগ রক্ষা করে চলতেন কোন যুগ পর্যন্ত?
Ο ক) 
আর্যযুগ
Ο খ) 
সেন যুগ
Ο গ) 
গুপ্ত যুগ
Ο ঘ) 
পাল যুগ

  সঠিক উত্তর: (গ)

২২২.
বাংলা সাহিত্যের জন্ম হয় যেভাবে-
i. সংস্কৃত ভাষার মাধ্যমে
ii. চর্যাপদের মাধ্যমে
iii. অপভ্রংশের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২৩.
মানুষকে সামাজিক জীব বলা হয়। এর যথার্থ কারণ কী?
Ο ক) 
সমাজ মানুষকে নিয়ন্ত্রণ করে
Ο খ) 
সমাজবদ্ধভাবে বাস করা মানুষের স্বভাব
Ο গ) 
রাজনৈতিক বিষয়ে মানুষ অনভিজ্ঞ বলে
Ο ঘ) 
অন্যসব জীবের ন্যায় মানুষ একত্রে থাকতে ভালোবাসে

  সঠিক উত্তর: (খ)

২২৪.
প্রাচীন বাংলার মাটির তৈরি জিনিসপতের মধ্যে ছিল-
i. কলস
ii. ঘটি-বাটি
iii. হাঁড়ি-পাতিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২৫.
পৌরাণিক পূজা পার্বণের রীতিনীতি ও ক্রিয়াকলাপ হতে যে সকল ধর্ম সম্প্রদায়ের উদ্ভব হয় তাদের মধ্যে অন্যতম ধর্মাবলম্বী কারা?
Ο ক) 
বৈষ্ণবরা
Ο খ) 
ব্রাহ্মণরা
Ο গ) 
বৌদ্ধরা
Ο ঘ) 
জৈনরা

  সঠিক উত্তর: (ক)

২২৬.
সহমরণ বলতে বুঝায়-
Ο ক) 
মৃত স্বামীর চিতায় জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা
Ο খ) 
সব ধরনের বিলাস বর্জন
Ο গ) 
বৈধব্য লাভ করে
Ο ঘ) 
কৃচ্ছ্র সাধনা করা

  সঠিক উত্তর: (ক)

২২৭.
পাল চন্দ্র কম্বোজ যুগে বৈষ্ণব ধর্মের ক্ষেত্রে সমর্থনযোগ্য-
i. অবনতির
ii. বৈষ্ণব ধর্মের উন্নতি
iii. ধর্মে শ্রদ্ধাশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২৮.
প্রাচীন বাংলায় বিলাসিতার জন্য উন্নতি লাভ করেছিল-
i. স্বর্ণশিল্প
ii. হিরাশিল্প
iii. মণি-মাণিক্য শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২২৯.
বাঙালিদের সঙ্কর জাতি বলা হয়। এর কারণ কী?
Ο ক) 
বাঙালি বিভ্ন্নি ভাষার সাথে নিজের ভাষার সংম্রিশণ ঘটায়
Ο খ) 
জনপ্রকৃতিতে বিভিন্ন মানবগোষ্ঠীর ধারা মিলিত হয়েছে
Ο গ) 
বাঙালির গায়ের রং সাধারণত শ্যামলা হয়
Ο ঘ) 
বাঙালির সংস্কৃতিতে সহজেই অন্য সংস্কৃতির সংমিশ্রণ ঘটে

  সঠিক উত্তর: (খ)

২৩০.
শিশুর জন্মের পূর্বে তার মঙ্গলের জন্য অনুষ্ঠিত হতো-
i. গর্ভাধান
ii. পুংসবন
iii. সীমন্তোন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩১.
জৈন-ধর্মের প্রভাব কমে এসেছিল কোন যুগের শুরুতে?
Ο ক) 
মৌর্য
Ο খ) 
পাল
Ο গ) 
গুপ্ত
Ο ঘ) 
সেন

  সঠিক উত্তর: (খ)

২৩২.
প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল কী?
Ο ক) 
রিকসা ও নৌকা
Ο খ) 
গরুর গাড়ি ও বাস
Ο গ) 
গরুর গাড়ি ও নৌকা
Ο ঘ) 
ট্রেন ও ঠেলাগাড়ি

  সঠিক উত্তর: (গ)

২৩৩.
বৈদিক ভাষার পরবর্তী নাম হলো-
Ο ক) 
ফারসি
Ο খ) 
সংস্কৃত
Ο গ) 
পালি
Ο ঘ) 
অস্ট্রিক

  সঠিক উত্তর: (খ)

২৩৪.
ঢাকা হতে নরসিংদী জেলার দুরত্ব কত কি.মি.?
Ο ক) 
৭০
Ο খ) 
৭৫
Ο গ) 
৮০
Ο ঘ) 
৮৫

  সঠিক উত্তর: (খ)

২৩৫.
দেবতার বেদিতে দুধ ও ঘৃত উৎসর্গের পরিবর্তে পশুবলি প্রথা �বৃদ্ধি পায় কোন যুগে?
Ο ক) 
পাল
Ο খ) 
সেন
Ο গ) 
গুপ্ত
Ο ঘ) 
মৌর্য

  সঠিক উত্তর: (গ)

২৩৬.
নদীপথে বাণিজ্যের প্রসার ঘটেছিল কেন?
Ο ক) 
স্থলপথে যাতায়াত ব্যবস্থা কঠিন ছিল
Ο খ) 
খরচ কম হতো
Ο গ) 
বাংলাদেশ নদী মাতৃক ছিল
Ο ঘ) 
স্থল পথে বাণিজ্য ঝূঁকিপূর্ণ ছিল

  সঠিক উত্তর: (খ)

২৩৭.
বাংলার প্রাচীনতম অধিবাসীরা কোন গোষ্ঠার মানুষ?
Ο ক) 
নিষাদ
Ο খ) 
কোল
Ο গ) 
অস্ট্রিক
Ο ঘ) 
ভিল

  সঠিক উত্তর: (গ)

২৩৮.
সোমপুর বিহাড়টি নির্মিত হয় কত শতকে?
Ο ক) 
সপ্তম
Ο খ) 
অষ্টম
Ο গ) 
নবম
Ο ঘ) 
দশম

  সঠিক উত্তর: (খ)

২৩৯.
তপনের স্কুল শিক্ষক সন্তোশ কুমার ভট্রাচার্য জাতিতে একজন ব্রাক্ষ্মণ। তিনি অধ্যাপনার পাশাপাশি পূজা পার্বণ করেন। তপনের স্কুল শিক্ষকদের সাথে মিল রয়েছে কোন সমাজের ব্রাক্ষণদের?
Ο ক) 
গ্রিক
Ο খ) 
আর্য
Ο গ) 
সেন
Ο ঘ) 
পাল

  সঠিক উত্তর: (খ)

২৪০.
নদীপথে বাণিজ্য প্রসার লাভ করেছিল, কারণ-
i. যাতায়াত সহজতর ছিল
ii. খরচ কম হতো
iii. বাংলাদেশ নদীমাতৃক দেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪১.
রিয়া শিশু জন্মের পর কিছু অনুষ্ঠান পালনের কথা বলল। এটি সমর্থন করছে-
i. জাতকর্ম
ii. পৌষ্টিককর্ম
iii. অন্ত্রপ্রাশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪২.
কুমিল্লার ময়নামতিতে ও লালমাই পাহাড়ে আবিস্কৃত হয়েছে পুগামারির-
i. মন্দির
ii. ফলক
iii. মূর্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৪৩.
বঙ্গের রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল-
i. চিনি
ii. রেশমি কাপড়
iii. তেজপাতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৪.
স্বামীর মৃত্যু হলে স্ত্রীকে জীবিত মৃত স্বামীর চিতায় জীবন্ত পড়িয়ে মরার রীতিকে কী বলে?
Ο ক) 
চিতাদাহ
Ο খ) 
স্বামীদাহ
Ο গ) 
সতীদাহ
Ο ঘ) 
মৃতদাহ

  সঠিক উত্তর: (গ)

২৪৫.
কোন যুগে সমস্ত ব্রাক্ষণকে ভূমিদান করা হতো?
Ο ক) 
পাল
Ο খ) 
সেন
Ο গ) 
গুপ্ত
Ο ঘ) 
মৌর্য

  সঠিক উত্তর: (ক)

২৪৬.
জৈন ধর্মের প্রবর্তক বর্ধমান মহাবীর রাঢ় দেশে আগমন করেছিলেন কত খ্রিস্টপূর্ব শতকে?
Ο ক) 
চতুর্থ
Ο খ) 
পঞ্চম
Ο গ) 
ষষ্ঠ
Ο ঘ) 
সপ্তম

  সঠিক উত্তর: (গ)

২৪৭.
উয়ারী বটেশ্বর আবিস্কৃত ধ্বংসাবশেষের পূর্বে কী ধারণা ছিল?
Ο ক) 
সভ্যতা গ্রাম কেন্দ্রিক
Ο খ) 
সভ্যতা শহর কেন্দ্রিক
Ο গ) 
সভ্যতা নগর কেন্দ্রিক
Ο ঘ) 
সভ্যতা ধর্ম কেন্দ্রিক

  সঠিক উত্তর: (ক)

২৪৮.
এ পর্যন্ত ভারত উপমহাদেশে আবিস্কৃত বিহারগুলোর মধ্যে সবচেয়ে বড় বিহার কোনটি?
Ο ক) 
সোমপুর বিহার
Ο খ) 
রামুর বৌদ্ধবিহার
Ο গ) 
বগুড়ার বিহার
Ο ঘ) 
আসামের বিহার

  সঠিক উত্তর: (ক)

২৪৯.
আর্য সমাজের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ ছিল নিচের কোনটি?
Ο ক) 
কর্মফল
Ο খ) 
জন্মন্তরবাদ
Ο গ) 
যোগসাধনা
Ο ঘ) 
জাতিভেদ

  সঠিক উত্তর: (ঘ)

২৫০.
আর্য সমাজের অত্যন্ত প্রয়োজনীয় অংশ ছিল কোনটি?
Ο ক) 
রঙ্গ প্রথা
Ο খ) 
জাতিভেদে প্রথা
Ο গ) 
দাস প্রথা
Ο ঘ) 
ধর্ম প্রথা

  সঠিক উত্তর: (খ)




1 টি মন্তব্য:

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...