NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || ভূগোল ও পরিবেশ অধ্যায় - ৫: বায়ুমন্ডল


এস.এস.সি    ||    ভূগোল ও পরিবেশ
অধ্যায় - ৫: বায়ুমন্ডল


১.
নিচের কোনটি স্ট্রাটোমন্ডলের বৈশিষ্ট্য-
i. জলীয় বাষ্প থাকে ii. অতি সূক্ষ্ম ধূলিকণা থাকে iii. আবহাওয়া শান্ত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২.
ট্রাটোমন্ডল ও মেসোমন্ডলের মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতাবস্থাকে কী বলে?
Ο ক) 
স্ট্রাটোবিরতি
Ο খ) 
স্টাটোমন্ডল
Ο গ) 
তাপমন্ডল
Ο ঘ) 
এক্সোমন্ডল

  সঠিক উত্তর: (ক)

৩.
তাপমন্ডলের উপরে প্রায় ৭৫০ কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তাকে কী বলে?
Ο ক) 
ট্রপোমন্ডল
Ο খ) 
স্ট্রাটোমন্ডল
Ο গ) 
চৌম্বকমন্ডল
Ο ঘ) 
এক্সোমন্ডল

  সঠিক উত্তর:

৪.
আদ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কতটুকু?
Ο ক) 
৩-৫ ভাগ
Ο খ) 
২-৫ ভাগ
Ο গ) 
৬-১০ ভাগ
Ο ঘ) 
৩-১০ ভাগ

  সঠিক উত্তর: (খ)

৫.
বায়ুমন্ডলে নাইট্রোজেন শতকরা কত ভাগ?
Ο ক) 
৭৮ ভাগ
Ο খ) 
৭৭ ভাগ
Ο গ) 
৭৬ ভাগ
Ο ঘ) 
২১ ভাগ

  সঠিক উত্তর: (খ)

৬.
ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ কোন স্তরে বাধা পায়?
Ο ক) 
স্ট্রাটোমন্ডল
Ο খ) 
মেসোমন্ডল
Ο গ) 
ট্রপোমন্ডল
Ο ঘ) 
আয়নমন্ডল

  সঠিক উত্তর: (ঘ)

৭.
সমগ্র বায়ুমন্ডলের ওজনের প্রায় কত ভাগ ট্রপোমন্ডল স্তর বহন করে?
Ο ক) 
৭৩ ভাগ
Ο খ) 
৭৪ ভাগ
Ο গ) 
৭৫ ভাগ
Ο ঘ) 
৭৬ ভাগ

  সঠিক উত্তর: (গ)

৮.
সাধারণত ১,০০০ মিটার উচ্চতায় কতটুকু তাপমাত্রা হ্রাস পায়?
Ο ক) 
সেলসিয়াস
Ο খ) 
সেলসিয়াস
Ο গ) 
সেলসিয়াস
Ο ঘ) 
সেলসিয়াস

  সঠিক উত্তর: (গ)

৯.
বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে স্বাভাবিক বৃষ্টিপাতকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) 
২ ভাগে
Ο খ) 
৩ ভাগে
Ο গ) 
৪ ভাগে
Ο ঘ) 
৫ ভাগ

  সঠিক উত্তর: (গ)

১০.

১৭১। বায়ুমন্ডলের কোন স্তরে মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতাবস্থাকে স্ট্রাটোবিরতি বলে?
i. স্ট্রাটোমন্ডল ii. মেসোমন্ডল iii. চৌম্বকমন্ডল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১.
এক্সোমন্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
Ο ক) 
৬৫০ কিলোমিটার
Ο খ) 
৭৫০ কিলোমিটার
Ο গ) 
৫৫০ কিলোমিটার
Ο ঘ) 
৮৫০ কিলোমিটার

  সঠিক উত্তর: (খ)

১২.
সাধারণত কত থেকে কত বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে?
Ο ক) 
১০-১২
Ο খ) 
৫-১০
Ο গ) 
২০-৩০
Ο ঘ) 
৩০-৪০

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত ভাগ?
Ο ক) 
২০ ভাগ
Ο খ) 
২১ ভাগ
Ο গ) 
২২ ভাগ
Ο ঘ) 
৭৬ ভাগ

  সঠিক উত্তর: (খ)

১৪.
অধিকাংশ উল্কা কোন স্তরের মধ্যে এসে পুড়ে যায়?
Ο ক) 
ট্রপোমন্ডল
Ο খ) 
স্ট্রাটোমন্ডল
Ο গ) 
তাপমন্ডল
Ο ঘ) 
মেসোমন্ডল

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
স্টাটোবিরতির উপরে প্রায় কত কিমি. পর্যন্ত মেসোমন্ডল বিস্তৃত?
Ο ক) 
৫০ কিমি.
Ο খ) 
৬০ কিমি.
Ο গ) 
৭০ কিমি.
Ο ঘ) 
৮০ কিমি.

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
এক্সোমন্ডলে কোন গ্যাসের প্রধান্য বেশি?
Ο ক) 
নাইট্রোজেন ও অক্সিজেন
Ο খ) 
আরগন ও কার্ব নাই-অক্সাইড
Ο গ) 
জেনন ও মিথেন
Ο ঘ) 
হিলিয়াম ও হাইড্রোজেন

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
ট্রপোমন্ডল র্ভপৃষ্ঠ থেকে মেরু অঞ্চলে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
Ο ক) 
৮-৯ কিলোমিটার
Ο খ) 
১২-১৪ কিলোমিটার
Ο গ) 
১৬-১৮ কিলোমিটার
Ο ঘ) 
১০-১২ কিলোমিটার

  সঠিক উত্তর: (ক)

১৮.
বায়ুর বাষ্প ধারণ করার সীমা কোনটির ওপর নির্ভরশীল?
Ο ক) 
তাপের
Ο খ) 
উষ্ণতায়
Ο গ) 
শিশিরাঙ্গের
Ο ঘ) 
আর্দতার

  সঠিক উত্তর: (খ)

১৯.
নিচের কোনটি বৃষ্টিপাতের কারণ?
i. সূর্যের উত্তাপ
ii. বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতি
iii. বায়ুমন্ডলের উচ্চতা হ্রাস পাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০.
কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আদ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের কী বলে?
Ο ক) 
আবহওয়া
Ο খ) 
জলবায়ু
Ο গ) 
বৃষ্টিপাত
Ο ঘ) 
বায়ুপ্রবাহ

  সঠিক উত্তর: (ক)

২১.
ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিমি. পর্যন্ত বায়ুমন্ডল বিস্তৃত?
Ο ক) 
১০০০ কিমি.
Ο খ) 
১০০০০ কিমি.
Ο গ) 
১০০০০০ কিমি.
Ο ঘ) 
২০০০০ কিমি.

  সঠিক উত্তর: (খ)

২২.
বায়ুমন্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে কয়টি স্তরে ভাগ করা হয়?
Ο ক) 
৪টি
Ο খ) 
৫টি
Ο গ) 
৬টি
Ο ঘ) 
৩টি

  সঠিক উত্তর: (গ)

২৩.
কোনটি মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য?
Ο ক) 
দ্রুত উষ্ণ হয়
Ο খ) 
দ্রুত ঠান্ডা হয়
Ο গ) 
ধীরে ধীরে ঠান্ডা হয়
Ο ঘ) 
ক ও খ উভয়ই

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
হিমাঙ্ক বলতে কোনটিকে বোঝায়?
Ο ক) 
250C
Ο খ) 
380C
Ο গ) 
40C
Ο ঘ) 
00C

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
কোন স্তর থা থাকলে সূর্য থেকে মারাত্মক অতিবেগুনি রশ্মি বায়ুমন্ডলে প্রবেশ করে প্রানিকুল বিনষ্ট করত?
Ο ক) 
চৌম্বকস্তর
Ο খ) 
ওজন স্তর
Ο গ) 
আয়ন স্তর
Ο ঘ) 
বায়ুর স্তর

  সঠিক উত্তর: (খ)

২৬.
বায়ুমন্ডলের সবচেয়ে উপরের স্তরের নাম কী?
Ο ক) 
এক্সোমন্ডল
Ο খ) 
চৌম্বকমন্ডল
Ο গ) 
স্ট্রাটোমন্ডল
Ο ঘ) 
তাপমন্ডল

  সঠিক উত্তর: (খ)

২৭.
বায়ুর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনটি ঘটে?
Ο ক) 
জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা হ্রাস পায়
Ο খ) 
শুষ্কতা বৃদ্ধি পায়
Ο গ) 
জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায়
Ο ঘ) 
জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা সমান থাকে

  সঠিক উত্তর: (খ)

২৮.
আবহাওয়া ও জলবায়ুর উপাদান কোনটি?
i. বায়ুপ্রবাহ ii. বারিপাত iii. বায়ুর আর্দ্রতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
নিচের কোনটি বারিপাতের অন্তর্ভুক্ত?
i. তুহিন ii. তুষার iii. কুয়াশা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০.
নিচের কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকির অন্তর্ভুক্ত?
Ο ক) 
কৃষিক্ষেত্রে অনিশ্চয়তা
Ο খ) 
ভূমিকম্প
Ο গ) 
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
Ο ঘ) 
মরুকরণ

  সঠিক উত্তর: (গ)

৩১.
ট্রপোমন্ডল স্তরে কী সৃষ্টি হয়?
i. মেঘ ii. তুষারপাত iii. কুয়াশা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
কোনটি বায়ুমন্ডলের সবচেয়ে নিচের স্তর?
Ο ক) 
ট্রপোমন্ডল
Ο খ) 
স্ট্রাটোমন্ডল
Ο গ) 
মেসোমন্ডল
Ο ঘ) 
তাপমন্ডল

  সঠিক উত্তর: (ক)

৩৩.
পানি কয়টি অবস্থায় থাকতে পারে?
Ο ক) 
ছয়
Ο খ) 
পাঁচ
Ο গ) 
চার
Ο ঘ) 
তিন

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
স্ট্রাটোমন্ডলের বৈশিষ্ট্য হল, এটি-
i. আর্দ্র বায়ুযুক্ত
ii. বিমান চলাচলের উপযোগী
iii. অতিবেগুনি রশ্মি শোষণে সক্ষম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৫.
কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০-৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে কী বলে?
Ο ক) 
আবহাওয়া
Ο খ) 
জলবায়ু
Ο গ) 
বৃষ্টিপাত
Ο ঘ) 
বায়ুপ্রবাহ

  সঠিক উত্তর: (খ)

৩৬.
কোন ধরনের বৃষ্টিতে শিশিরাঙ্কের সৃষ্টি হয়?
Ο ক) 
পরিচলন বৃষ্টি
Ο খ) 
শৈলোৎক্ষেপ
Ο গ) 
ঘূর্ণিবাতজনিত বৃষ্টি
Ο ঘ) 
সংঘর্ষ বৃষ্টি

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
বায়ুমন্ডলের বিভিন্ন স্তর না থাকলে পৃথিবী কী হতো?
Ο ক) 
শূন্যতায় পর্যবসিত হতো
Ο খ) 
জীবজন্তুহীন হয়ে পরতো
Ο গ) 
বায়ুহীন হতো
Ο ঘ) 
বরফাচ্ছন্ন হয়ে পরতো

  সঠিক উত্তর: (ক)

৩৮.
কোন সময় মহাদেশীয় বায়ু বেশি প্রবাহিত হয়?
Ο ক) 
গ্রীষ্মকালে
Ο খ) 
শীতকালে
Ο গ) 
বর্ষাকালে
Ο ঘ) 
বসন্তকালে

  সঠিক উত্তর: (খ)

৩৯.
বায়ু যে উষ্ণতায় জলীয় বাষ্পরূপে ঘনীভূত হয় তাকে কী বলে?
Ο ক) 
শিশিরাঙ্ক
Ο খ) 
আদ্রতা
Ο গ) 
হিমাঙ্ক
Ο ঘ) 
অভিস্রবণ

  সঠিক উত্তর: (ক)

৪০.
বায়ুর আদ্রতা কোনটি দ্বারা পরিমাপ করা হয়?
Ο ক) 
স্পেরোমিটার
Ο খ) 
ফেরোমিটার
Ο গ) 
হাইগ্রোমিটার
Ο ঘ) 
হাইড্রোমিটার

  সঠিক উত্তর: (গ)

৪১.
প্রোটন ও ইলেকট্রনের চৌম্বকীয় ক্ষেত্রে কোন স্তর সৃষ্টি হয়?
Ο ক) 
এক্সোমন্ডল
Ο খ) 
আয়নমন্ডল
Ο গ) 
স্ট্রাটোমন্ডল
Ο ঘ) 
চৌম্বকমন্ডল

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
নাতিশীতোষ্ণ মন্ডলে কখন পরিচলন বৃষ্টি মুরু হয়?
Ο ক) 
শীতের শেষে
Ο খ) 
বর্ষার শুরুতে
Ο গ) 
বর্ষার শেষে
Ο ঘ) 
গ্রীষ্মের শুরুতে

  সঠিক উত্তর: (ক)

৪৩.
বায়ুমন্ডলের স্তরগুলোর মধ্যে সমমন্ডলের অন্তর্ভুক্ত কোনটি?
i. তাপমন্ডল ii. স্টাটোমন্ডল iii. মেসোমন্ডল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪৪.
কোন স্তর থেকে বৃষ্টিপাত হয়?
Ο ক) 
ট্রপোমন্ডল
Ο খ) 
স্ট্রাটোমন্ডল
Ο গ) 
তাপমন্ডল
Ο ঘ) 
এক্সোমন্ডল

  সঠিক উত্তর: (ক)

৪৫.
কোন মন্ডল ছাড়া শস্য ও বনভূমির জন্য প্রয়োজনীয় বৃষ্টি হতো না?
Ο ক) 
চৌম্বকমন্ডল
Ο খ) 
স্ট্রাটোমন্ডল
Ο গ) 
ট্রপোমন্ডল
Ο ঘ) 
এক্সোমন্ডল

  সঠিক উত্তর: (গ)

৪৬.
কোনটি দ্বারা বৃষ্টিপাত পরিমাপ করা হয়?
Ο ক) 
স্পেরোমিটার
Ο খ) 
হাইড্রোমিটার
Ο গ) 
বৃষ্টিমান যন্ত্রের
Ο ঘ) 
রিকটার স্কেল

  সঠিক উত্তর: (গ)

৪৭.
কোনটির উপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়?
Ο ক) 
অক্ষরেখা
Ο খ) 
মধ্যরেখা
Ο গ) 
নিরক্ষরেখা
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (গ)

৪৮.
তুন্দা জলবায়ু অঞ্চলে গাড়ি টানবার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
i. শ্বেত ভল্লুক ii. বলগা হরিণ iii. কুকুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
শৈলোৎক্ষেপ বৃষ্টির ক্ষেত্রে-
i. উঁচু পর্বতশ্রেণিতে বাধা পায়
ii. বায়ু উপরের দিকে ওঠে
iii. প্রতিবাত ঢালে বৃষ্টিপাত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
স্ট্রাটোমন্ডলের ওপরের স্তর থেকে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত উষ্ণতা দ্রুত হ্রাস পায়। ৮০ কিলোমিটার পর-
Ο ক) 
উষ্ণতা কমতে থাকে
Ο খ) 
উষ্ণতা অল্প মাত্রায় কমতে থাকে
Ο গ) 
উষ্ণতা দ্রুত কমতে থাকে
Ο ঘ) 
উষ্ণতা বাড়তে থাকে

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
স্থানীয় বায়ুর উদাহরণ-
i. আরব মালভূমির সাইমুম ii. রকি পর্বের চিনুক iii. উত্তর আমেরিকার প্রেইরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৫২.
বায়ুমন্ডল প্রধানত কত প্রকার উপাদান দ্বারা গঠিত?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (খ)

৫৩.
কোন অঞ্চলগুলো একই অক্ষাংশে অবস্থিত?
i. রাজবাড়ি ii. দিনাজপুর iii. শিলং
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৪.
বাংলাদেশে কখন পরিচলন বৃষ্টি শুরু হয়?
Ο ক) 
বর্ষার সময়
Ο খ) 
গ্রীষ্মের মাঝামাঝিতে
Ο গ) 
গ্রীষ্মের শুরুতে
Ο ঘ) 
বর্ষার মাঝামাঝিতে

  সঠিক উত্তর: (ক)

৫৫.
আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ কোন স্তরে ঘটে থাকে?
Ο ক) 
ট্রপোমন্ডল
Ο খ) 
স্ট্রাটোমন্ডল
Ο গ) 
তাপমন্ডল
Ο ঘ) 
এক্সোমন্ডল

  সঠিক উত্তর: (ক)

৫৬.
বায়ুমন্ডলের প্রধান উপাদান কয়টি?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (ক)

৫৭.
বায়ুমন্ডলের ওজোন গ্যাস কী শোষণ করে?
Ο ক) 
সূর্যরশ্মি
Ο খ) 
অতিবেগুনী রশ্মি
Ο গ) 
বেগুনী রশ্মি
Ο ঘ) 
কিছুই না

  সঠিক উত্তর: (খ)

৫৮.
মেসোপজের উপরে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমন্ডল বলে?
Ο ক) 
প্রায় ৫০০ কিলোমিটার
Ο খ) 
প্রায় ৪০০ কিলোমিটার
Ο গ) 
প্রায় ৬০০ কিলোমিটার
Ο ঘ) 
প্রায় ৩০০ কিলোমিটার

  সঠিক উত্তর: (ক)

৫৯.
কোন ধরনের বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয়ে থাকে?
Ο ক) 
পরিচলন বৃষ্টি
Ο খ) 
শৈলোৎক্ষেপ বৃষ্টি
Ο গ) 
ঘূর্ণিবাতজনিত বৃষ্টি
Ο ঘ) 
সংঘর্ষ বৃষ্টি

  সঠিক উত্তর: (গ)

৬০.
পরিপৃক্ত বায়ুর অপর নাম কোনটি?
Ο ক) 
অসম্পৃক্ত
Ο খ) 
সম্পৃক্ত
Ο গ) 
আদ্র বায়ু
Ο ঘ) 
শুষ্ক বায়ু

  সঠিক উত্তর: (খ)

৬১.
বায়ুমন্ডলের কোনটি নেই?
i. বর্ণ ii. গন্ধ iii. আকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬২.
স্ট্রাটোমন্ডলের বায়ুতে কী বিদ্যমান থাকে?
Ο ক) 
ধূলিকণা
Ο খ) 
জলীয়বাষ্প
Ο গ) 
বৃষ্টিপাত
Ο ঘ) 
মেঘ

  সঠিক উত্তর: (ক)

৬৩.
ট্রপোমন্ডলের শেষ প্রান্তের অংশের নাম কী?
Ο ক) 
স্ট্রাটোমন্ডল
Ο খ) 
ট্রপোবিরতি
Ο গ) 
তাপমন্ডল
Ο ঘ) 
এক্সোমন্ডল

  সঠিক উত্তর: (খ)

৬৪.
ওজোন গ্যাসের স্তর কোন স্তরে বেশি পরিমাণে আছে?
Ο ক) 
স্ট্রাটোন্ডল
Ο খ) 
মেসোমন্ডল
Ο গ) 
তাপমন্ডল
Ο ঘ) 
এক্সোমন্ডল

  সঠিক উত্তর: (ক)

৬৫.
বায়ুমন্ডলে কোন উপাদানটি শতকরা ১.২৭ ভাগ?
i. অন্যান্য গ্যাস ii. জলীয় বাষ্প iii. কনিকাসমূহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
কোনটি বায়ুমন্ডলের প্রধান উপাদান?
i. আরগন ii. ওজন iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৭.
বায়ুমন্ডলের কোনগুলো সমন্বয়ে শতকরা মোট ৯৮.৭৩ ভাগ গ্যাস?
i. হিলিয়াম ii. অক্সিজেন iii. নাইট্রোজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৮.
বায়ুমন্ডলে CO2 এর পরিমাণ কত?
Ο ক) 
০.০৩ ভাগ
Ο খ) 
১.২৭ ভাগ
Ο গ) 
২১ ভাগ
Ο ঘ) 
০.৮০ ভাগ

  সঠিক উত্তর: (ক)

৬৯.
ট্রাপোমন্ডল ব্যতীত কোনটি ঘটনা না?
i. বরফ জমত না
ii. আবহাওয়া সৃষ্টি হতো না
iii. শস্য ও বনভূমির জন্য সৃষ্টি হতো না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
কোনটি বায়ুমন্ডলের উপাদান নয়?
Ο ক) 
অক্সিজেন
Ο খ) 
আরগন
Ο গ) 
হাইড্রোজেন
Ο ঘ) 
হিলিয়াম

  সঠিক উত্তর: (গ)

৭১.
মেসোপজের উপরে ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে কী বলে?
Ο ক) 
ট্রপোমন্ডল
Ο খ) 
স্ট্রাটোমন্ডল
Ο গ) 
তাপমন্ডল
Ο ঘ) 
এক্সোমন্ডল

  সঠিক উত্তর: (গ)

৭২.
ট্রপোমন্ডল স্তরে সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় কত ডিগ্রি তাপমাত্রা হ্রাস পায়?
Ο ক) 
সে.
Ο খ) 
১০ সে.
Ο গ) 
সে.
Ο ঘ) 
সে.

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
জলীয় বাষ্প ধারণ করার সীমা কোনটির ওপর নির্ভরশীল?
Ο ক) 
নদীনালা
Ο খ) 
খালবিল
Ο গ) 
ঝরনা
Ο ঘ) 
সমুদ্র

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
কোন স্রোত উত্তর আমেরিকার পূর্ব উপকূলকে শীতল রাখে?
Ο ক) 
লাব্রাডর স্রোত
Ο খ) 
উপসাগরীয় স্রোত
Ο গ) 
কলিং স্রোত
Ο ঘ) 
মরুদেশীয় স্রোত

  সঠিক উত্তর: (ক)

৭৫.
বায়ুমন্ডলে র্ভপৃষ্ঠ থেকে উপরের দিকে যে ছয়টি বিন্যাস রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল-
i. মেসোমন্ডল ii. বারিমন্ডল iii. চৌম্বকমন্ডল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৬.
এক্সোমন্ডলে কোন গ্যাসের প্রাধান্য বেশি দেখা যায়?
i. হিলিয়াম ii. অক্সিজেন iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৭.
ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতারতরঙ্গ আয়নমন্ডলের বিভিন্ন আয়নে বাধা পেয়ে কোথায় ফিরে আসে?
Ο ক) 
ভূপৃষ্ঠে
Ο খ) 
পৃথিবীতে
Ο গ) 
স্ট্রাটোমন্ডলে
Ο ঘ) 
চৌম্বকমন্ডলে

  সঠিক উত্তর:

৭৮.
কোন স্তরের মধ্যে দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে?
Ο ক) 
তাপমন্ডল
Ο খ) 
ট্রপোমন্ডল
Ο গ) 
মেসোমন্ডল
Ο ঘ) 
স্ট্রাটোমন্ডল

  সঠিক উত্তর: (ঘ)

৭৯.
তাপমন্ডলের নিম্ন অংশকে কী বলা হয়?
Ο ক) 
তাপবিরতি
Ο খ) 
মেসোবিরতি
Ο গ) 
এক্সোমন্ডল
Ο ঘ) 
আয়নমন্ডল

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
মধ্য ইউরোপের বিভিন্ন দেশে কখন ঘুর্ণিবাতজনিত বৃষ্টিপাত হয়?
Ο ক) 
গ্রীষ্মকালে
Ο খ) 
বর্ষাকালে
Ο গ) 
শরৎকালে
Ο ঘ) 
শীতকালে

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
ট্রপোমন্ডল র্ভপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
Ο ক) 
৮-৯ কিলোমিটার
Ο খ) 
১২-১৪ কিলোমিটার
Ο গ) 
১৬-১৮ কিলোমিটার
Ο ঘ) 
১০-১২ কিলোমিটার

  সঠিক উত্তর: (গ)

৮২.
বায়ুমন্ডলের কোন স্তরটি সমমন্ডলের অন্তর্ভুক্ত নয়?
Ο ক) 
ট্রপোমন্ডল
Ο খ) 
মেসোমন্ডল
Ο গ) 
স্ট্রাটোমন্ডল
Ο ঘ) 
তাপমন্ডল

  সঠিক উত্তর: (গ)

৮৩.
কোন পদ্ধতিতে পানি বাষ্কাকারে উপরে ওঠে?
Ο ক) 
সমপাতন
Ο খ) 
বাষ্মীভবন
Ο গ) 
ঘনীভবন
Ο ঘ) 
ঊর্ধ্বপাতন

  সঠিক উত্তর: (খ)

৮৪.
বায়ুমন্ডলের নিচের দিক থেকে দ্বিতীয় স্তরের নাম কী?
Ο ক) 
ট্রপোমন্ডল
Ο খ) 
স্ট্রাটোমন্ডল
Ο গ) 
তাপমন্ডল
Ο ঘ) 
এক্সোমন্ডল

  সঠিক উত্তর: (খ)

৮৫.
হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাস কোন স্তরে দেখা যায়?
Ο ক) 
ট্রপোমন্ডল
Ο খ) 
স্ট্রাটোমন্ডল
Ο গ) 
চৌম্বকমন্ডল
Ο ঘ) 
এক্সোমন্ডল

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তাকে কী বলে?
Ο ক) 
শুষ্ক বায়ু
Ο খ) 
পরিপৃক্ত বায়ু
Ο গ) 
শিশিরাঙ্ক
Ο ঘ) 
আদ্র বায়ু

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
কোন সময় মৌসুমি বায়ু বেশি প্রবাহিত হয়?
Ο ক) 
গ্রীষ্মকালে
Ο খ) 
শীতকালে
Ο গ) 
বর্ষাকালে
Ο ঘ) 
বসন্তকালে

  সঠিক উত্তর: (গ)

৮৮.
স্টাটোমন্ডলের বায়ুতে কী থাকে না?
Ο ক) 
ধূলিকণা
Ο খ) 
জলীয়বাষ্প
Ο গ) 
বৃষ্টিপাত
Ο ঘ) 
মেঘ

  সঠিক উত্তর: (খ)

৮৯.
চৌম্বকমন্ডল স্তরে বায়ুমন্ডলকে বেষ্টন করে কোন চৌম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি করে?
i. ইলেকট্রন ii. তরঙ্গ iii. প্রেটন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯০.
যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কী বলে?
Ο ক) 
বায়ুপ্রবাহ
Ο খ) 
বায়ুচাপ
Ο গ) 
বায়ুমন্ডল
Ο ঘ) 
বায়ু

  সঠিক উত্তর: (গ)

৯১.
নিচের কোনটি ট্রপোমন্ডলের বৈশিষ্ট্য?
i. উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বেড়ে যায়
ii. বায়ু উপরে নিচে ওঠানামা করে
iii. উপরের দিকের বাতাসে জলীয় বাষ্প থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৯২.
বায়ুমন্ডলের কোন স্তরটি বিসমমন্ডলের অন্তর্ভুক্ত নয়?
Ο ক) 
তাপমন্ডল
Ο খ) 
মেসোমন্ডল
Ο গ) 
এক্সোমন্ডল
Ο ঘ) 
চৌম্বকমন্ডল

  সঠিক উত্তর: (খ)

৯৩.
বায়ুমন্ডল না থাকলে পৃথিবীর উপরিভাগ কী হতো?
Ο ক) 
অতিবেগুণি রশ্মিময়
Ο খ) 
বরফাচ্ছন্ন
Ο গ) 
মরুময়
Ο ঘ) 
জলাবদ্ধ

  সঠিক উত্তর: (গ)

৯৪.
আরগন গ্যাসটি বায়ুমন্ডলের কোন স্তরে থাকে?
Ο ক) 
স্ট্রাটোমন্ডল
Ο খ) 
ট্রপোমন্ডল
Ο গ) 
আয়রনমন্ডল
Ο ঘ) 
তাপমন্ডল

  সঠিক উত্তর: (খ)

৯৫.
ট্রপোপজের উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত কী নামে পরিচিত?
Ο ক) 
ট্রপোমন্ডল
Ο খ) 
স্ট্রাটোমন্ডল
Ο গ) 
তাপমন্ডল
Ο ঘ) 
এক্সোমন্ডল

  সঠিক উত্তর: (খ)

৯৬.
কোনটি বারিপাত নয়?
Ο ক) 
ঝরনা
Ο খ) 
তুহিন
Ο গ) 
কুয়াশা
Ο ঘ) 
তুষার

  সঠিক উত্তর: (ক)

৯৭.
বায়ুমন্ডলের কত ভাগ উপাদান ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিমি. এর মধ্যে সীমাবদ্ধ?
Ο ক) 
৯৪ ভাগ
Ο খ) 
৯৫ ভাগ
Ο গ) 
৯৬ ভাগ
Ο ঘ) 
৯৭ ভাগ

  সঠিক উত্তর: (ঘ)

৯৮.
কী কারণে বায়ুমন্ডল ভূপৃষ্ঠের চারদিকে জড়িয়ে থেকে অনবরত আবর্তন করছে?
Ο ক) 
পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি
Ο খ) 
সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি
Ο গ) 
সৌরজগতের মাধ্যাকর্ষণ শক্তি
Ο ঘ) 
জ্যোতিষ্কের মাধ্যাকর্ষণ শক্তি

  সঠিক উত্তর: (ক)

৯৯.
বায়ুর জলীয় বাষ্প ধারণ করাকে কী বলে?
Ο ক) 
সম্পৃক্ত বায়ু
Ο খ) 
শিশিরাঙ্ক
Ο গ) 
বায়ুর আদ্রতা
Ο ঘ) 
আদ্র বায়ু

  সঠিক উত্তর: (গ)

১০০.
এক্সোমন্ডলে কোন গ্যাসের প্রাধান্য দেখা যায়?
i. হিলিয়াম ii. নিয়ন iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

নিচের ছকের আলোকে দুইটি প্রশ্নের উত্তর দাও।
বায়ুমন্ডল বিভিন্ন গ্যাস এবং অসংখ্য ধূলিকণার সংমিশ্রণে গঠিত।
বিভিন্ন উপাদান
শতকরা হার
নাইট্রোজেন
৭৮.০২
অক্সিজেন
২০.৭১
জলীয় বাষ্প
০.৪১
ধূলিকণা ও উদ্ভিদকণা
০.০১
১০১.
বায়ুমন্ডলের বিভিন্ন উপাদানের মধ্যে কোন উপাদানটির পরিমাণ দ্বিতীয়?
Ο ক) 
অক্সিজেন
Ο খ) 
নাইট্রোজেন
Ο গ) 
আরগন
Ο ঘ) 
জলীয় বাষ্প

  সঠিক উত্তর: (ক)

১০২.
বায়ুমন্ডলে কোন উপাদানগুলো সবচেয়ে কম রয়েছে?
i. নাইট্রোজেন ii. ধূলিকণা iii. উদ্ভিদকণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৩.

Ο ক) 
Ο খ) 
Ο গ) 
Ο ঘ) 

  সঠিক উত্তর:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...