NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৬: ব্যবসায় পরিকল্পনা


এস.এস.সি    ||    ব্যবসায় উদ্যোগ
অধ্যায় - ৬: ব্যবসায় পরিকল্পনা


১.
কোনটি আর্থিক বিবরণীর সংযুক্তি?
Ο ক) 
বাজার জরিপ
Ο খ) 
প্রকল্প ব্যয়
Ο গ) 
নিট দেনাদার
Ο ঘ) 
ব্যাংক সমন্বয়

  সঠিক উত্তর: (খ)

২.
প্রকল্পের সম্ভাব্যতা যাচাইকালে উৎপাদন খরচের বিভিন্ন উপাদান, বিক্রয়মূল্য, আনুমানিক লাভ ইত্যাদি খুব সতর্কতার সাথে বিবেচনা করতে হয়। নিচের কোনটির ক্ষেত্রে উক্তিটি প্রযোজ্য?
i. প্রকল্প চিহ্নিতকরণ ও প্রক্রিয়াকরণ
ii. প্রকল্পের বাণিজ্যিক লাভজনকতা নির্ধারণ
iii. প্রকল্প বাজার জরিপ ও পণ্য নির্বাচন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (খ)

৩.
ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী-
Ο ক) 
পরিকল্পনা
Ο খ) 
মুনাফা অর্জন
Ο গ) 
পরিচালনা
Ο ঘ) 
ঝুঁকি হ্রাস

  সঠিক উত্তর: (খ)

৪.
যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসায় পরিকল্পনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো-
i. প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়
ii. সামগ্রিক লক্ষ্য অর্জন করা যায়
iii. প্রতিষ্ঠানের স্থায়িত্ব নিশ্চিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫.
মুনাফা পরিকল্পনায় বিবেচনা করতে হয়-
i. ব্যবসায়ের আয়
ii. ব্যবসায়ের ব্যয়
iii. উৎপাদন কৌশল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬.
একটি প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে প্রয়োজন-
i. সামষ্টিক নির্বাচন
ii. ব্যষ্টিক নির্বাচন
iii. ভৌগলিক নির্বাচন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৭.
অর্থনীতিতে একটি প্রকল্পের অবদান যাচাই করার মাপকাঠি হলো-
i. কর্মসংস্থানের সুযোগ
ii. আনুমানিক লাভ
iii. জাতীয় কোষাগারে কর প্রদানের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৮.
কোনটির ওপর প্রকল্প নির্বাচন নির্ভর করে?
Ο ক) 
অনুমানের ওপর
Ο খ) 
চাহিদার ওপর
Ο গ) 
পরিকল্পনার ওপর
Ο ঘ) 
ব্যবস্থাপনার ওপর

  সঠিক উত্তর: (খ)

৯.
ব্যবসায় পরিকল্পনা কোনটির ক্ষেত্রে সহায়তা প্রদান করে?
Ο ক) 
প্রতিযোগী সম্পর্কে ধারণা লাভে
Ο খ) 
অধিক মুনাফা লাভে
Ο গ) 
সাংস্কৃতিক উন্নয়নে
Ο ঘ) 
রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন

  সঠিক উত্তর: (ক)

১০.
প্রকল্পের চলতি পুঁজি নিরূপণ করা প্রয়োজন করা হয় কেন?
Ο ক) 
আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য
Ο খ) 
প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা আনার জন্য
Ο গ) 
কার্য পরিচালনার ক্ষমতা যাচাইয়ের জন্য
Ο ঘ) 
চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য

  সঠিক উত্তর: (ক)

১১.
ব্যবসায় পরিকল্পনা একটি প্রতিষ্ঠানের-
i. ভবিষ্যতের ঝুঁকি পরিহারের কৌশল নির্ধারণ করে
ii. ব্যর্থতার সম্ভাবনাকে হ্রাস করে
iii. উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২.
ব্যবসায় পরিকল্পনা প্রণয়নে কার পরামর্শ গ্রহণ করা উচিত?
Ο ক) 
ভোক্তার
Ο খ) 
সরকারের
Ο গ) 
বিশেষজ্ঞের
Ο ঘ) 
সরবরাহকারীর

  সঠিক উত্তর: (খ)

১৩.
হাফিজুর একটি নতুন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করলেন। এ সিদ্ধান্তকে কী বলা যায়?
Ο ক) 
প্রকল্প
Ο খ) 
নির্বাচন
Ο গ) 
ম্যাক্রোস্ক্রিনিং
Ο ঘ) 
মাইক্রোস্ক্রিনিং

  সঠিক উত্তর: (ক)

১৪.
ম্যাক্রোস্ক্রিনিং এর উপাদান কোনটি?
i. জনসংখ্যা
ii. অর্থনৈতিক পরিবেশ
iii. রাজনৈতিক পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
রনজু দুইটি ব্যবসায়ের মধ্য থেকে অধিকতর লাভজনকটিকে গ্রহণ করতে চান। এজন্য তাকে সহায়তা করবে কোনটি?
Ο ক) 
পরিকল্পনা
Ο খ) 
সংগঠন
Ο গ) 
নির্দেশনা
Ο ঘ) 
প্রেষণা

  সঠিক উত্তর: (ক)

১৬.
ব্যবসায় কোন দিকে অগ্রসর হবে তা জানা যায় কীসের মাধ্যমে?
Ο ক) 
প্রেষণা
Ο খ) 
নিয়ন্ত্রণ
Ο গ) 
নির্দেশনা
Ο ঘ) 
পরিকল্পনা

  সঠিক উত্তর: (গ)

১৭.
Toyota কোম্পানি বাংলাদেশে বিলাসভুল গাড়ি তৈরির কারখানা নির্মাণ করতে চায়। বাজার বিশ্লেষণ করে দেখা গেল উদ্যোগটি ফলপ্রসূ নয়। কারণ-
i. এদেশের মানুষের মাথাপিছু আয় কম
ii. এদেশে বিলাসবহুল গাড়ির বাজার সীমিত
iii. এদেশের রাজনৈতিক পরিবেশ অনুকূল নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
সঠিক ব্যবসা বাছাইয়ের ক্ষেত্রে কোন পরিবেশ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে?
Ο ক) 
অর্থনৈতিক
Ο খ) 
প্রাকৃতিক
Ο গ) 
সামাজিক
Ο ঘ) 
রাজনৈতিক

  সঠিক উত্তর: (খ)

১৯.
শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কোন পরিবেশ থেকে সংগ্রহ করা হয়?
Ο ক) 
সামাজিক
Ο খ) 
প্রাকৃতিক
Ο গ) 
অর্থনৈতিক
Ο ঘ) 
আইনগত

  সঠিক উত্তর: (খ)

২০.
পরিকল্পনার বিষয়বস্তু ভিন্ন হতে পারে-
i. ব্যবসায়ের প্রকৃতির কারণে
ii. সাংগঠনিক ধরনের কারণে
iii. ব্যবসায়ের আকারের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১.
একটি ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনায় কয়টি গাইডলাইন অনুসরণ করতে হয়?
Ο ক) 
৫টি
Ο খ) 
৬টি
Ο গ) 
৭টি
Ο ঘ) 
৮টি

  সঠিক উত্তর: (ঘ)

২২.
পণ্য নির্বাচনে বাজার জরিপের মাধ্যমে দেখা হয়-
i. কাঁচামালের যোগানের স্থিতিশীলতা
ii. পণ্যের বাজারে চাহিদা
iii. দেশের মোট জনসংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৩.
পণ্য উদ্ভাবনে সহায়তা করতে পারে কোনটি?
Ο ক) 
পরিকল্পনা
Ο খ) 
কর্মসংস্থান
Ο গ) 
সংগঠন
Ο ঘ) 
নির্দেশনা

  সঠিক উত্তর: (ক)

২৪.
ব্যবস্থাপনার ধারা লিপিবদ্ধ থাকে কোথায়?
Ο ক) 
পরিকল্পনায়
Ο খ) 
সংগঠনে
Ο গ) 
নির্দেশনায়
Ο ঘ) 
নিয়ন্ত্রণে

  সঠিক উত্তর: (ক)

২৫.
ভোক্তাদের জীবনযাত্রা মানের কথা চিন্তা করে যদি ‘মিনি কোম্পানি’ বিভিন্ন সাইজের শ্যাম্পুর প্যাকেট বিপণ্ন করে। এর কারণ কী?
Ο ক) 
চাহিদা বাড়ানোর জন্যে
Ο খ) 
ক্রয় সীমার মধ্যে রাখার জন্যে
Ο গ) 
উন্নত মানের জন্যে
Ο ঘ) 
উৎপাদন খরচ কমানোর জন্যে

  সঠিক উত্তর: (খ)

২৬.
মাইক্রোস্ক্রিনিংয়ের উপাদান কোনটি?
Ο ক) 
জন সংখ্যা
Ο খ) 
প্রাকৃতিক পরিবেশ
Ο গ) 
শিল্প আইন
Ο ঘ) 
আর্থিক দিক

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
নগদান প্রবাহ বিবরণী সংরক্ষণের ভিত্তি কয়টি?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (খ)

২৮.
পণ্য নির্বাচনেবাজার জরিপের মাধ্যমে দেখা হয়-
i. কাঁচামালের যোগানের স্থিতিশীলতা
ii. পণ্যের বাজার চাহিদা
iii. দেশের মোট জনসংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৯.
বাজার জড়িপের উদ্দেশ্য কোনটি?
Ο ক) 
পণ্য নির্ধারণ
Ο খ) 
পণ্যের চাহিদা যাচাই
Ο গ) 
গুদামজাতকরণ সিদ্ধান্ত গ্রহণ
Ο ঘ) 
প্রযুক্তি নির্ধারণ

  সঠিক উত্তর: (খ)

৩০.
ম্যাক্রোস্ক্রিনিং-এর জন্যে সঠিক বক্তব্য কোনটি?
Ο ক) 
সংক্ষিপ্ত প্রকল্প তালিকা প্রস্তুত করা হয়
Ο খ) 
বড় প্রকল্প তালিকা প্রস্তুত করা হয়
Ο গ) 
অস্থায়ী প্রকল্প তালিকা প্রস্তুত করা হয়
Ο ঘ) 
চূড়ান্ত প্রকল্প নির্বাচন করা হয়

  সঠিক উত্তর: (ক)

৩১.
একটি প্রকল্পের আর্থিক দিক পরীক্ষা করা হয় কীসের মাধ্যমে?
Ο ক) 
ম্যাক্রোস্ক্রিনিং-এর মাধ্যমে
Ο খ) 
মাইক্রোস্ক্রিনিং-এর মাধ্যমে
Ο গ) 
বাজার জরিপের মাধ্যমে
Ο ঘ) 
প্রকল্প চিহ্নিতকরণের মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

৩২.
যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কীসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
Ο ক) 
উদ্যোক্তার
Ο খ) 
সংগঠনের
Ο গ) 
ব্যবসায় পরিকল্পনার
Ο ঘ) 
মালিকের

  সঠিক উত্তর: (গ)

৩৩.
হরতাল, অবরোধ প্রভৃতি ব্যবসায়ের কোন পরিবেশকে প্রভাবিত করে?
i. প্রাকৃতিক পরিবেশ
ii. রাজনৈতিক পরিবেশ
iii. অর্থনৈতিক পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৪.
ব্যবসায় প্রকল্প প্রণয়নের পদক্ষেপ কোনটি?
Ο ক) 
মূলধন বিনিয়োগ
Ο খ) 
ধারণা চিহ্নিত করেন
Ο গ) 
কর্মী নির্বাচন
Ο ঘ) 
বাজার জরিপ

  সঠিক উত্তর: (খ)

৩৫.
প্রকল্প ধারণা চিহ্নিত করার সময় কোনটির ওপর দৃষ্টি রাখা প্রয়োজন?
i. উদ্যোক্তার নিজের শখ বা আগ্রহ আছে এমন পণ্য
ii. প্রকৃত চাহিদা আছে এমন পণ্য
iii. ঝুঁকি নেই এমন পণ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৬.
ব্যাংক ঋণ অর্থসংস্থানের কোন ধরনের উৎস?
Ο ক) 
অভ্যন্তরীন
Ο খ) 
বৈদেশিক
Ο গ) 
বাহ্যিক
Ο ঘ) 
দেশীয়

  সঠিক উত্তর: (গ)

৩৭.
বাজারের আকার কোনটির অন্তর্গত?
Ο ক) 
বাজার জরিপ
Ο খ) 
অর্থায়ন
Ο গ) 
সাংস্কৃতিক পরিবেশ
Ο ঘ) 
ম্যাক্রোস্ক্রিনিং

  সঠিক উত্তর: (ক)

৩৮.
পরিকল্পনা অনুযায়ী ব্যবসায় কার্যক্রম পরিচালনা করলে-
i. সাফল্য সহজতর হয়
ii. ব্যর্থ হবার সম্ভাবনা কম আসে
iii. মুনাফা অর্জন সহজতর হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৯.
ব্যবসায় সমস্যা কয়টি সময়ে উদ্ভব হতে পারে?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (ক)

৪০.
কোন দৃষ্টিকোণ থেকে প্রকল্পের কারিগরি দিক যাচায় করা যায়?
Ο ক) 
প্রযুক্তি ও যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে
Ο খ) 
বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে
Ο গ) 
বাজারজাতকরণের দিক থেকে
Ο ঘ) 
আর্থিক দিক থেকে

  সঠিক উত্তর: (ক)

৪১.
মি. ইসহাক তার ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রাক্কলিত আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করেন। এটি কীসের পদ্ধতি?
Ο ক) 
আর্থিক বিবরণী
Ο খ) 
বাজেট বিবরণী
Ο গ) 
খতিয়ান
Ο ঘ) 
উপবিধি

  সঠিক উত্তর: (ক)

৪২.
কোনটি প্রতিযোগী সম্পর্কে ধারণা দেয়?
Ο ক) 
ব্যবস্থাপনা
Ο খ) 
পরিকল্পনা
Ο গ) 
সংগঠন
Ο ঘ) 
নির্দেশনা

  সঠিক উত্তর: (খ)

৪৩.
প্রকল্পের মোট ব্যয় নিরূপণ কীসের অন্তর্গত?
Ο ক) 
পণ্যের বিভিন্ন তথ্যের
Ο খ) 
বিপণন সম্পর্কিত নীতিমালা
Ο গ) 
প্রচারণা
Ο ঘ) 
আর্থিক বিবরণী

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
ম্যাক্রোস্ক্রিনিংয়ের প্রভাবক কোনটি?
Ο ক) 
পণ্য
Ο খ) 
সেবা
Ο গ) 
যন্ত্রপাতি
Ο ঘ) 
জনসংখ্যা

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
প্রকল্পের বাণিজ্যিক উপাদান কোনটি?
Ο ক) 
প্রযুক্তি নির্ধারণ
Ο খ) 
বাজার যাচাই
Ο গ) 
আনুমানিক লাভ
Ο ঘ) 
অর্থায়ন

  সঠিক উত্তর: (গ)

৪৬.
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়গুলো কার নিকট থেকে সুযোগ-সুবিধা পেয়ে থাকে?
Ο ক) 
পাইকারের
Ο খ) 
সরকারে
Ο গ) 
ব্যবস্থাপকের
Ο ঘ) 
মালিকের

  সঠিক উত্তর: (খ)

৪৭.
ম্যাক্রোস্ক্রিনিংয়ের প্রভাবক কয়টি?
Ο ক) 
৫টি
Ο খ) 
৬টি
Ο গ) 
৭টি
Ο ঘ) 
৮টি

  সঠিক উত্তর: (খ)

৪৮.
কী কাজ, কীভাবে সম্পন্ন করা হবে তার অগ্রিম চিন্তা-ভাবনার নির্দেশনাকে কী বলে?
Ο ক) 
পরিকল্পনা
Ο খ) 
ব্যবস্থাপনা
Ο গ) 
নীতিমালা
Ο ঘ) 
ব্যবসায় উদ্যোগ

  সঠিক উত্তর: (ক)

৪৯.
চলতি সম্পত্তি হলো-
i. মজুদ পণ্য
ii. প্রাপ্য বিল
iii. নগদ তহবিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
কোনটি ম্যাক্রোস্ক্রিনিং-এর উপাদান?
Ο ক) 
বাজারজাতকরণ
Ο খ) 
প্রকল্প নির্বাচন
Ο গ) 
পণ্য চিহ্নিতকরণ
Ο ঘ) 
অর্থনৈতিক পরিবেশ

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
কোন কাজের জন্যে ব্যবসায় পরিকল্পনা একটি উত্তম দলিল হিসেবে কাজ করে?
Ο ক) 
পরিচালনার জন্যে
Ο খ) 
মূলধন সংগ্রহের জন্যে
Ο গ) 
বাস্তবায়নের জন্যে
Ο ঘ) 
ব্যবস্থাপনার জন্যে

  সঠিক উত্তর: (খ)

৫২.
মুনাফা অর্জনের সম্ভাবনায় কয়টি লক্ষ্য অন্তর্ভূক্ত?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (খ)

৫৩.
প্রাকৃতিক পরিবেশ শিল্পের কোনটি যোগান দেয়?
Ο ক) 
মূলধন
Ο খ) 
কাঁচামাল
Ο গ) 
ভোক্তা
Ο ঘ) 
যন্ত্রপাতি

  সঠিক উত্তর: (খ)

৫৪.
পরিকল্পনা একটি ব্যবসায়ের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনার চিত্রকে সুস্পষ্টভাবে তুলে ধরে-
i. ঋণদানকারী প্রতিষ্ঠানের কাছে
ii. সরকারের কাছে
iii. পুঁজি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৫৫.
ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের জন্যে বিভিন্ন প্রকার তথ্যের প্রয়োজন। এসব তথ্যের উৎস হলো-
i. অর্থনৈতিক জরিপ
ii. শিল্প জরিপ রিপোর্ট
iii. আদমশুমারি রিপোর্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৬.
বাজার চাহিদা প্রয়োজন হয়-
i. জরিপ ও গবেষণার মাধ্যমে পণ্যের চাহিদা জানতে
ii. ক্রেতাদের দৃষ্টিভঙ্গি ও আগ্রহ জানতে
iii. বাজারে প্রতিযোগীদের সংখ্যা জানতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
সামষ্টিক নির্বাচনের উপাদান হলো-
i. জনসংখ্যা বিষয়ক
ii. বাণিজ্য বিষয়ক
iii. অর্থনৈতক বিষয়ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব কয়টি?
Ο ক) 
চারটি
Ο খ) 
পাঁচটি
Ο গ) 
ছয়টি
Ο ঘ) 
সাতটি

  সঠিক উত্তর: (ক)

৫৯.
শহিদুল ইসলাম একজন বিনিয়োগকারী। কোনো ব্যবসায়ীকে ঋণদানের পূর্বে তিনি কোনটি বিশ্লেষণ করেন?
Ο ক) 
পরিকল্পনা
Ο খ) 
বাজেটিং
Ο গ) 
ব্যবসায় নীতি
Ο ঘ) 
বাণিজ্যিক নীতি

  সঠিক উত্তর: (ক)

৬০.
উদ্যোক্তাকে ঋণদানের পূর্বে ঋণদাতা কোনটি বিশ্লেষন করে থাকে?
Ο ক) 
ব্যবসায় পরিকল্পনা
Ο খ) 
ব্যবস্থাপনা
Ο গ) 
নীতি নির্ধারণ
Ο ঘ) 
সংগঠন

  সঠিক উত্তর: (ক)

৬১.
রেজওয়ান তার ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে সরকারি সহায়তা গ্রহণ করতে চান। সরকারি সুবিধা পেতে তার কোনটি সুবিধা হবে?
Ο ক) 
ব্যবসায় পরিকল্পনা
Ο খ) 
ব্যাংক ঋণ
Ο গ) 
বিদেশি ঋণ
Ο ঘ) 
বাণিজ্যিক আইন

  সঠিক উত্তর: (ক)

৬২.
মি. নওশাদ প্রকল্পের মোট ব্যয়, চলতি পুঁজি, নগদান প্রবাহ সংযোজনের মাধ্যমে ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করেন। মি. নওশাদের প্রকল্প প্রণয়নের এ বিষয়গুলোকে কী বলে?
Ο ক) 
প্রচারণা
Ο খ) 
আর্থিক বিবরণী
Ο গ) 
বিপণন
Ο ঘ) 
ব্যবস্থাপনা

  সঠিক উত্তর: (খ)

৬৩.
সুচিন্তিত কর্মপদ্ধতি বলা হয় কোনটিকে?
Ο ক) 
পরিকল্পনা
Ο খ) 
প্রকল্প
Ο গ) 
প্রেষণা
Ο ঘ) 
নিয়ন্ত্রণ

  সঠিক উত্তর: (খ)

৬৪.
ব্যবসায়ের ধারণা মূল্যায়ন করা হয় কোন পদ্ধতিতে?
Ο ক) 
ম্যাক্রোস্ক্রিনিং
Ο খ) 
মাইক্রোস্ক্রিনিং
Ο গ) 
পরিকল্পনা
Ο ঘ) 
নিয়ন্ত্রণ

  সঠিক উত্তর: (ক)

৬৫.
ভোক্তার আয় কোন পরিবেশের উপাদান?
Ο ক) 
রাজনৈতিক
Ο খ) 
অর্থনৈতিক
Ο গ) 
সামাজিক
Ο ঘ) 
আইনগত

  সঠিক উত্তর: (খ)

৬৬.
নিহাল ও তার পাঁচ বন্ধু মিলে খুলনা বাণিজ্য মেলায় একটি দোকান দিল। দোকানে যখন যে বসত নিজেদের ইচ্ছামত খরচ করত। মেলা শেষে দেখা গেল তাদের তেমন কোন সাফল্য আসে নি। কোন কারণে তাদের সাফল্য আসে নি?
Ο ক) 
সুষ্ঠু পরিকল্পনার অভাবে
Ο খ) 
সুষ্ঠু তদারকির অভাব
Ο গ) 
কর্মচারীদের অবহেলায়
Ο ঘ) 
নিজেদের অসচেতনতায়

  সঠিক উত্তর: (ক)

৬৭.
প্রকল্প ধারণা চিহ্নিত করার সময় কোনটির ওপর দৃষ্টি রাখা প্রয়োজন?
i. বিদ্যমান পণ্যের অসুবিধা
ii. নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ
iii. নিজের বয়স
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৮.
প্রকল্প পরিকল্পনা প্রতিবেদনে থাকতে হবে-
i. কাঁচামালের ধরন
ii. কাঁচামালের সহজলভ্যতা
iii. কাঁচামালের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
সম-আয়-ব্যয় বিন্দু বলতে বোঝায়-
i. যে বিন্দুতে বিক্রয় ও উৎপাদনের পরিমাণ পরিবর্তিত হলেও স্থায়ী ব্যয়ের কোনো পরিবর্তন হয় না
ii. যে বিন্দুতে পণ্য বিক্রয় করলে ব্যবসায়ের আয় ও ব্যয় সমান হয়
iii. উৎপাদন বা বিক্রয়ের এমন একটি পরিমাণ যা দ্বারা ব্যবসায়ের লাভ বা লোকসান কিছুই বোঝা যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
ব্যবসায় পরিকল্পনার ক্ষেত্রে বাঞ্ছনীয় কোনটি?
Ο ক) 
শব্দ-বাহুল্যতা
Ο খ) 
টেকনিক্যাল শব্দ বাহুল্যতা
Ο গ) 
সংক্ষিপ্ততা
Ο ঘ) 
দুর্বোধ্যতা

  সঠিক উত্তর: (গ)

৭১.
মানুষের আয় বৃদ্ধি পেলে কীসের জন্যে অধিক অর্থ ব্যয় করে?
Ο ক) 
ভোগ বিলাসের
Ο খ) 
প্রসাধনীর
Ο গ) 
গৃহস্থালির আরাম-আয়েশের
Ο ঘ) 
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের

  সঠিক উত্তর: (গ)

৭২.
ব্যবসায় পরিকল্পনার তথ্য কেমন হওয়া উচিত?
Ο ক) 
স্পষ্ট
Ο খ) 
বিস্তারিত
Ο গ) 
কৌশলগত
Ο ঘ) 
অস্পষ্ট

  সঠিক উত্তর: (ক)

৭৩.
রফিক সাহেব একজন ইঞ্জিনিয়ার। তিনি বিল্ডিং তৈরির পূর্বে নীল নকশা প্রণয়ন করেন। এটি ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত?
Ο ক) 
পরিকল্পনা
Ο খ) 
নিয়ন্ত্রণ
Ο গ) 
নির্দেশনা
Ο ঘ) 
সংগঠন

  সঠিক উত্তর: (ক)

৭৪.
ব্যবসায় প্রকল্প প্রণয়নের শেষ ধাপ কোনটি?
Ο ক) 
প্রকল্প নির্বাচন
Ο খ) 
প্রকল্পের সম্ভাব্যতা যাচাই
Ο গ) 
প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা যাচাই
Ο ঘ) 
ব্যবসায় প্রকল্প প্রতিবেদন প্রণয়ন

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
শিল্পনীতিতে কর অবকাশ সুবিধা প্রদান করায় জনাব হাসান রংপুরে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিলেন। তার এ সিদ্ধান্ত কোন পরিবেশের সাথে জড়িত?
Ο ক) 
সাংস্কৃতিক পরিবেশ
Ο খ) 
প্রাকৃতিক পরিবেশ
Ο গ) 
রাজনৈতিক পরিবেশ
Ο ঘ) 
আইনগত পরিবেশ

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
একটি প্রকল্পের নির্বাচনের ক্ষেত্রে প্রয়োজন-
i. ব্যষ্টিক নির্বাচন
ii. ভৌগলিক নির্বাচন
iii. সামষ্টিক নির্বাচন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৭.
মূলধন ব্যয় ব্যষ্টিক নির্বাচনের কোন উপাদানের উদাহরণ?
Ο ক) 
আর্থিক দিক
Ο খ) 
বাজারজাতকরণের দিক
Ο গ) 
কারিগরি দিক
Ο ঘ) 
প্রযুক্তি ও যান্ত্রিক দিক

  সঠিক উত্তর: (ক)

৭৮.
কোনটি পরিকল্পনার গুরুত্ব প্রকাশ করে?
i. ব্যবসায় পরিচালনার দিকনির্দেশনা দান
ii. মূলধন সংগ্রহ ও বিনিয়োগে সহযোগিতা
iii. সিদ্ধান্ত গ্রহণে সহায়তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৯.
প্রকল্প ধারণা মূল্যায়নের ধাপকে কী বলে?
Ο ক) 
প্রকল্পের সম্ভাব্যতা যাচাই
Ο খ) 
প্রকল্প নির্বাচন
Ο গ) 
প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা যাচাই
Ο ঘ) 
প্রকল্প ধারণা মূল্যায়ন

  সঠিক উত্তর: (গ)

৮০.
প্রকল্পের সংক্ষিপ্ত তালিকা থেকে কীসের মাধ্যমে একটি প্রকল্প চূড়ান্তভাবে নির্বাচন করা যায়?
Ο ক) 
ম্যাক্রোস্ক্রিনিং-এর মাধ্যমে
Ο খ) 
মাইক্রোস্ক্রিনিং-এর মাধ্যমে
Ο গ) 
বাজার গবেষণার মাধ্যমে
Ο ঘ) 
তথ্য সংগ্রহের মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

৮১.
প্রকল্প সম্পর্কে কোন উক্তিটি যথার্থ?
i. প্রকল্প নির্দিষ্ট সময়ে শুরু হয়
ii. পূর্বনির্ধারিত সময় অনুযায়ী পরিসমাপ্তি ঘটে
iii. নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রণীত পরিকল্পিত কর্মসূচি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
পণ্যের মূল্য নির্ধারণ কোন কাজের অংশ?
Ο ক) 
বিক্রয়িকতা
Ο খ) 
ব্যক্তিক বিক্রয়
Ο গ) 
বাজার জরিপ
Ο ঘ) 
বাজার সম্ভাব্যতা যাচাই

  সঠিক উত্তর: (গ)

৮৩.
সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্যে উদ্যোক্তাকে কোনটি প্রস্তুত করতে হয়?
Ο ক) 
চূড়ান্ত হিসাব
Ο খ) 
রেওয়ামিল
Ο গ) 
জাবেদা
Ο ঘ) 
নগদান প্রবাহ বিবরণী

  সঠিক উত্তর: (ঘ)

৮৪.
ওয়ানুর রহমানের একটি কাপড়ের দোকান আছে। তিনি এটি সম্প্রসারণ করতে চান। এই সিদ্ধান্তকে কী বলা হবে?
Ο ক) 
ম্যাক্রোস্ক্রিনিং
Ο খ) 
মাইক্রোস্ক্রিনিং
Ο গ) 
ধারণা মূল্যায়ন
Ο ঘ) 
প্রকল্প

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
ব্যবসায়ের ব্যবস্থাপনার দলে কাকে অন্তর্ভূক্ত করতে হবে?
Ο ক) 
অপরিচিত ব্যক্তিকে
Ο খ) 
পরিচিত ব্যক্তিকে
Ο গ) 
বিশেষ সদস্যকে
Ο ঘ) 
ভোক্তাকে

  সঠিক উত্তর: (খ)

৮৬.
নতুন প্রকল্প ধারণার উৎস কোনটি?
i. অর্থনৈতিক ও শিল্প জরিপ প্রতিবেদন
ii. গবেষণা মূলক প্রতিবেদন
iii. বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকাশনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন-
i. ব্যক্তি জীবনে
ii. প্রাতিষ্ঠানিক জীবনে
iii. রাষ্ট্রীয় জীবনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
ব্যবসায় পরিকল্পনায় অন্তর্ভূক্ত করতে হবে-
i. বাজার আকর্ষণীয়তা
ii. আর্থিক পরিকল্পনার সার-সংক্ষেপ
iii. ব্যবসায় ভবিষ্যত সম্ভাবনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৯.
মাইক্রোস্ক্রিনিং-এর উপাদান কোনটি?
Ο ক) 
পণ্যের চাহিদা
Ο খ) 
কারিগরি দিক
Ο গ) 
জনসংখ্যা বিষয়ক
Ο ঘ) 
জীবন নির্বাহের খরচ

  সঠিক উত্তর: (খ)

৯০.
একটি সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করতে কোন ধরনের পদক্ষেপ নেয়া বাঞ্ছনীয়?
Ο ক) 
ইচ্ছামত
Ο খ) 
পরিকল্পিত
Ο গ) 
ধারাবাহিক
Ο ঘ) 
রিপোর্ট অনুযায়ী

  সঠিক উত্তর: (গ)

৯১.
ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রথম পদক্ষেপ কোনটি?
Ο ক) 
প্রকল্পের সম্ভাব্যতা যাচাই
Ο খ) 
প্রকল্প নির্বাচন
Ο গ) 
প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা যাচাই
Ο ঘ) 
প্রকল্প ধারণা চিহ্নিতকরণ

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
ব্যবসায় পরিকল্পনা কোন সমস্যার আলোচনা করে?
Ο ক) 
অতীত সমস্যা
Ο খ) 
বর্তমান সমস্যা
Ο গ) 
বৈদেশিক সমস্যা
Ο ঘ) 
দেশীয় সমস্যা

  সঠিক উত্তর: (খ)

৯৩.
উদ্যোক্তার নিয়ন্ত্রণ বহির্ভূত উপাদানগুলো হলো-
i. জনসংখ্যা
ii. অর্থনৈতিক
iii. রাজনৈতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৪.
ব্যষ্টিক নির্বাচনের মধ্য পড়ে-
i. অর্থনৈতিক ও রাজনৈতিক দিক
ii. কারিগরি ও বাজারজাতকরণ দিক
iii. বাণিজ্যিক ও আর্থিক দিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৫.
শাহানা তার বুটিক শিল্পকে সম্প্রসারণ করতে চায়। এজন্য তাকে সহায়তা করবে কোনটি?
Ο ক) 
প্রেষণা
Ο খ) 
মাইক্রোস্ক্রিনিং
Ο গ) 
ম্যাক্রোস্ক্রিনিং
Ο ঘ) 
পরিকল্পনা

  সঠিক উত্তর: (ঘ)

৯৬.
পরিকল্পনা প্রণয়ন করা হয় কেন?
Ο ক) 
লক্ষ্যার্জনের উপায় ঠিক করার জন্যে
Ο খ) 
অর্থসংস্থানের উৎস বের করার জন্যে
Ο গ) 
বিক্রয়মূল্য নির্ধারন করার জন্যে
Ο ঘ) 
লোকসানের হাত হতে রক্ষা করার জন্যে

  সঠিক উত্তর: (ক)

৯৭.
ব্যবসায় পরিচালনার ধরন কয়টি?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (ক)

৯৮.
সাংস্কৃতিক পরিবেশের মাধ্যমে কোনটি জানা যায়?
Ο ক) 
জনসংখ্যা বৃদ্ধির হার
Ο খ) 
জনসংখ্যা প্রবৃধির হার
Ο গ) 
কারিগরি শিক্ষার হার
Ο ঘ) 
শিক্ষার হার

  সঠিক উত্তর: (ঘ)

৯৯.
নিয়ন সাহেব পণ্যের বাজার প্রবেশের কৌশল নির্ধারণ করতে চান। এজন্য তার বাজার জরিপের কেমন বিবরণ প্রয়োজন হবে?
Ο ক) 
সংক্ষিপ্ত
Ο খ) 
আংশিক
Ο গ) 
বিস্তারিত
Ο ঘ) 
পূর্ণাঙ্গ

  সঠিক উত্তর: (ক)

১০০.
চিহ্নিত প্রকল্প ধারণাগুলোর কোনটির যাচাই সময় ও ব্যয় সাপেক্ষ ব্যাপার?
Ο ক) 
সম্ভাব্যতা
Ο খ) 
সঠিকতা
Ο গ) 
বাস্তবতা
Ο ঘ) 
গ্রহণযোগ্যতা

  সঠিক উত্তর: (ক)

১০১.
জাতীয় আয় সম্পর্কে তথ্য প্রকাশ করে-
i. পরিসংখ্যান ব্যুরো
ii. বাংলাদেশ ব্যাংক
iii. শিল্প ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

১০২.
সাংস্কৃতিক পরিবেশের প্রভাবক হলো-
i. শিক্ষার হার
ii. কারিগরি শিক্ষার হার
iii. জনসংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৩.
টেকনিক্যাল শব্দ ব্যবহার থেকে বিরত থাকার কারণ কোনটি?
Ο ক) 
সকলের সুবিদার্থে
Ο খ) 
বিশেষজ্ঞদের সুবিদার্থে
Ο গ) 
ভোক্তার সুবিদার্থে
Ο ঘ) 
সরবরাহকারীর সুবিদার্থে

  সঠিক উত্তর: (ক)

১০৪.
নাদিম তার ব্যবসায়ের জন্যে সুষম ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করতে চান। এজন্য তিনি কার সাহায্য গ্রহণ করবেন?
Ο ক) 
শিল্পোদ্যোক্তার
Ο খ) 
বিশেষজ্ঞের
Ο গ) 
রাজনীতিবিদদের
Ο ঘ) 
ভোক্তার

  সঠিক উত্তর: (খ)

১০৫.
কোনটি ব্যবসায়ীকে কাঙ্খিত লক্ষ্য অর্জনে সহায়তা করে?
Ο ক) 
মূলধন
Ο খ) 
প্রকল্পনা
Ο গ) 
ভোক্তার আয়
Ο ঘ) 
পণ্যের চাহিদা

  সঠিক উত্তর: (খ)

১০৬.
বাজার জরিপের অন্তর্ভূক্ত বিষয় হলো-
i. বাজারের আকার
ii. ভবিষ্যত অগ্রগতির সম্ভাবনা
iii. বাজারের অবস্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৭.
সামষ্টিক নির্বাচনের অন্ত র্ভুক্ত হচ্ছে-
i. জনসংখ্যা বিষয়ক, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ
ii. বাজারজাতকরণ, বাণিজ্যিক ও আর্থিক দিক
iii. রাজনৈতিক, সাংস্কৃতিক ও আইনগত পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৮.
কোনটি লিখিত দলিল?
Ο ক) 
সংগঠন
Ο খ) 
পরিকল্পনা
Ο গ) 
উদ্যোগ
Ο ঘ) 
ব্যবস্থাপনা

  সঠিক উত্তর: (খ)

১০৯.
শুধু বাস্তবসম্মত প্রকল্পগুলো নিয়ে একটি সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করা হয় কেন?
Ο ক) 
প্রকল্প ধারণার সম্ভাব্যতা যাচাই সময় সাপেক্ষ বলে
Ο খ) 
প্রকল্প ধারণার সম্ভাব্যতা যাচাই ব্যয় সাপেক্ষ বলে
Ο গ) 
প্রকল্প ধারণার সম্ভাব্যতা যাচাই সময় ও ব্যয় সাপেক্ষ বলে
Ο ঘ) 
প্রকল্প ধারণার সম্ভাব্যতা যাচাই কষ্টসাধ্য বলে

  সঠিক উত্তর: (গ)

১১০.
ভবিষ্যৎ কর্মকান্ডের নীল নকশাকে কী বলে?
Ο ক) 
ব্যবস্থাপনা
Ο খ) 
পরিকল্পনা
Ο গ) 
উদ্যোগ
Ο ঘ) 
ব্যবসায়

  সঠিক উত্তর: (খ)

১১১.
ব্যবসায় পরিকল্পনা একটি ব্যবসায় প্রতিষ্ঠানের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
i. উদ্যোক্তা সৃষ্টি করে
ii. ভবিষ্যতের ঝুঁকি পরিহারের কৌশল নির্ধারণ করে
iii. ব্যর্থতার সম্ভাবনাকে হ্রাস করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১২.
প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের সময় প্রতিটি প্রকল্পের প্রাক্কালন করা হয়-
i. মূলধন ব্যয়ের
ii. পণ্য উৎপাদন ব্যয়ের
iii. নগদান প্রবাহের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৩.
মি. হায়দার একজন উদ্যোক্তা। তার মধ্যে কিছু প্রকল্প ধারণা সৃষ্টি হয়েছে। তার প্রকল্প ধারণা উৎস হতে পারে-
i. নিজের কল্পনা
ii. অর্থনৈতিক ও শিল্প জরিপ রিপোর্ট
iii. গবেষণামূলক পুস্তক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৪.
নতুন প্রকল্প ধারণার উৎস হল-
i. নিজের কল্পনা
ii. বিভিন্ন সরকারি প্রকাশনা
iii. বিভিন্ন বেসরকারি প্রকাশনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৫.
নিচের তথ্যের ভিত্তিতে জনৈক ব্যবসায়ীর ব্যবসায়ের সম-আয়-ব্যয় বিন্দু নির্ণয় কর-
i. স্থায়ী ব্যয় ৫,০০০ টাকা
ii. একক প্রতি বিক্রয়মূল্য ১২ টাকা
iii. একক প্রতি উৎপাদন ব্যয় ১০ টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
২৫০০
Ο খ) 
২০০০
Ο গ) 
৫০০০
Ο ঘ) 
১০,০০০

  সঠিক উত্তর: (ক)

১১৬.
রায়হান তার প্রতিষ্ঠানের উৎপাদন আগামী বছর ১০% বৃদ্ধি করতে চান। এজন্য প্রথ্মেই তাকে কোনটি করতে হবে?
Ο ক) 
পরিকল্পনা
Ο খ) 
সংগঠন
Ο গ) 
অর্থায়ন
Ο ঘ) 
কাচাঁমাল সংগ্রহ

  সঠিক উত্তর: (ক)

১১৭.
অংশীদারি ব্যবস্থাপনার অপর নাম কী?
Ο ক) 
একক ব্যবস্থাপনা
Ο খ) 
যৌথ ব্যবস্থাপনা
Ο গ) 
স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা
Ο ঘ) 
গণতান্ত্রিক ব্যবস্থাপনা

  সঠিক উত্তর: (খ)

১১৮.
কোনটির মাধ্যমে ক্রয় ক্ষমতা বিবেচনা করা হয়?
Ο ক) 
ভোক্তার আয়
Ο খ) 
খরচ করার প্রবণতা
Ο গ) 
অর্থনীতির অবস্থা
Ο ঘ) 
সুনির্দিষ্ট কোন এলাকা

  সঠিক উত্তর: (ক)

১১৯.
ব্যবসায়ের লক্ষ্য হওয়া উচিত-
i. সুনির্দিষ্ট
ii. অনির্দিষ্ট
iii. পরিকল্পিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১২০.
আর্থিক পরিকল্পনা প্রণয়নের সময় কী উল্লেখ করা প্রয়োজন?
Ο ক) 
প্রকল্পের চলতি পুঁজি
Ο খ) 
প্রকল্পের নগদান প্রবাহ
Ο গ) 
প্রকল্পের মোট চল্টি সম্পদ
Ο ঘ) 
নিট চলতি পুঁজি

  সঠিক উত্তর: (খ)

১২১.
বাংলাদেশের বিভিন্ন শ্রেণির ভোক্তা রয়েছে। তুমি একটি সুগন্ধি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করছ যার একক প্রতি ব্যয় অত্যন্ত বেশি পড়বে। এক্ষেত্রে তুমি কোন শ্রেণির ভোক্তাকে টার্গেট করবে?
i. উচ্চ শ্রেণির
ii. মধ্যম শ্রেণির
iii. নিম্ন শ্রেণির
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

১২২.
প্রকল্পের বাণিজ্যিক দিক বিশ্লেষণ করা হয় কোন পর্যায়ে?
Ο ক) 
প্রকল্প চিহ্নিতকরণ
Ο খ) 
প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা যাচাই
Ο গ) 
প্রকল্প প্রণয়ন
Ο ঘ) 
প্রকল্প মূল্যায়ন

  সঠিক উত্তর: (খ)

১২৩.
অনুপম রায় তার পরিকল্পিত পণ্যের চাহিদা নিরূপণ করতে ইচ্ছুক। এজন্য তাকে কোন কাজটি সম্পাদন করতে হবে?
Ο ক) 
বাজার জরিপ
Ο খ) 
পণ্য প্রদর্শনী
Ο গ) 
পণ্য বিতরণ
Ο ঘ) 
পণ্য নির্ধারণ

  সঠিক উত্তর: (ক)

১২৪.
শিল্পোদ্যোক্তা কার সাহায্য নিয়ে ব্যবসায় পরিকল্পনা প্রস্তুত করতে পারে?
Ο ক) 
সরকারের
Ο খ) 
ব্যবস্থাপকের
Ο গ) 
বিশেষজ্ঞের
Ο ঘ) 
সংগঠকের

  সঠিক উত্তর: (গ)

১২৫.
প্রকল্প সংক্রান্ত ধারণা পাওয়া যেতে পারে-
i. বাণিজ্যিক ব্যাংক থেকে
ii. উন্নয়ন ব্যাংক থেকে
iii. গ্রামীণ ব্যাংক থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১২৬.
ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করবে-
i. শিল্পোদ্যোক্তা নিজে
ii. কোনো বিশেষজ্ঞের সাহায্য নিয়ে
iii. শিক্ষকের সাহায্য নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২৭.
গন্তব্যস্থলে পৌছানোর জন্যে শিল্পোদ্যোক্তার কাছে পথ চলার মানচিত্র হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) 
ব্যবস্থাপনা
Ο খ) 
সংগঠন
Ο গ) 
উদ্যোগ
Ο ঘ) 
পরিকল্পনা

  সঠিক উত্তর: (ঘ)

১২৮.
ব্যবসায় পরিকল্পনা মালিকের ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে কী হিসেবে কাজ করে?
Ο ক) 
দলিল
Ο খ) 
দিক-নির্দেশনা
Ο গ) 
সহায়ক
Ο ঘ) 
নিয়ন্ত্রক

  সঠিক উত্তর: (খ)

১২৯.
মি. ইব্রাহীম ২০১১ সালের ১ ডিসেম্বর ‘সম্ভার’ নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠান খুলনার নিউ মার্কেটে স্থাপনের উদ্দেশ্যে মনস্থির করেন। প্রতিষ্ঠানটি স্থাপনের উদ্দেশ্যে উপযুক্ত বিষয়গুলো কোথায় সন্নিবেশিত হওয়া দরকার?
Ο ক) 
পরিকল্পনায়
Ο খ) 
প্রকল্পে
Ο গ) 
বিনিয়োগে
Ο ঘ) 
ব্যবস্থাপনা কার্যক্রমে

  সঠিক উত্তর: (ক)

১৩০.
ব্যবসায়ীর নিকট দিক নির্দেশনার দলিল হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) 
পরিকল্পনা
Ο খ) 
সংগঠন
Ο গ) 
কর্মসংস্থান
Ο ঘ) 
নিয়ন্ত্রণ

  সঠিক উত্তর: (ক)

১৩১.
ব্যবসায় পরিকল্পনায় কোনটি উল্লেখ থাকে?
i. ব্যবসায়ের লক্ষ্য
ii. ব্যবসায়ের প্রকৃতি
iii. ব্যবস্থাপনার ধারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩২.
ব্যবসায় পরিকল্পনায় কোনটি উল্লেখ থাকে?
i. অর্থায়নের উপায়
ii. ব্যবসায়ের বর্তমান অবস্থা
iii. ব্যবসায়ের ভবিষ্যত উন্নয়নের চিত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৩.
প্রাক্কলিত আর্থিক বিবরণীর সাথে কয়টি বিষয় সংযুক্ত করতে হয়?
Ο ক) 
৬টি
Ο খ) 
৭টি
Ο গ) 
৮টি
Ο ঘ) 
৯টি

  সঠিক উত্তর: (খ)

১৩৪.
ব্যবসায়কে কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে সাহায্য করে কোনটি?
Ο ক) 
পরিকল্পনা
Ο খ) 
মূলধন
Ο গ) 
নির্দেশনা
Ο ঘ) 
নিয়ন্ত্রণ

  সঠিক উত্তর: (ক)

১৩৫.
বিক্রয় হিসাব কীভাবে রাখা উচিত?
Ο ক) 
সাবধানতার সাথে
Ο খ) 
বাস্তবতার ভিত্তিতে
Ο গ) 
পরিকল্পনার ভিত্তিতে
Ο ঘ) 
ব্যবস্থাপকের মতামতের ভিত্তিতে

  সঠিক উত্তর: (ক)

১৩৬.
কে মূলধন সরবরাহ করার পূর্বে সংশ্লিষ্ট ব্যবসায় পরিকল্পনাটি বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে?
i. ঋণদাতা
ii. বিনিয়োগকারী
iii. আয়কর কর্তৃপক্ষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩৭.
উদ্যোক্তার নিজস্ব ত হবিল না থাকলে কোনটির আশ্রয় গ্রহণ করবে?
Ο ক) 
মহাজন ঋণ
Ο খ) 
ব্যাংক ঋণ
Ο গ) 
সম্পদ বিক্রি
Ο ঘ) 
শেয়ার বিক্রি

  সঠিক উত্তর: (খ)

১৩৮.
ব্যবসায়ের অভ্যন্তরীণ কাজ মূল্যায়নের জন্যে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) 
চুক্তিপত্র
Ο খ) 
ঋণপত্র
Ο গ) 
কার্যপত্র
Ο ঘ) 
পরিকল্পনা

  সঠিক উত্তর: (ঘ)

১৩৯.
শিক্ষার হার কোন পরিবেশের উপাদান?
Ο ক) 
অর্থনৈতিক
Ο খ) 
সাংস্কৃতিক
Ο গ) 
রাজনৈতিক
Ο ঘ) 
আইনগত

  সঠিক উত্তর: (খ)

১৪০.
ব্যবসায় পরিচালনার ধরন হতে পারে কোনটি?
Ο ক) 
অংশীদারি
Ο খ) 
হোল্ডিং
Ο গ) 
সাবসিডিয়ারি
Ο ঘ) 
শেয়ারভিত্তিক

  সঠিক উত্তর: (ক)

১৪১.
ব্যবসায়ের সাফল্য অনেকাংশে কীসের অপর নির্ভর করে?
Ο ক) 
পরিকল্পনা
Ο খ) 
প্রকল্প নির্বাচন
Ο গ) 
প্রকল্প মূল্যায়ন
Ο ঘ) 
দক্ষ পরিচালনা

  সঠিক উত্তর: (খ)

১৪২.
ব্যবসায় পরিকল্পনা প্রণয়নকালে কয়টি বিষয়ের প্রতি প্রাধান্য দেয়া হয়?
Ο ক) 
তিনটি
Ο খ) 
চারটি
Ο গ) 
পাঁচটি
Ο ঘ) 
ছয়টি

  সঠিক উত্তর: (খ)

১৪৩.
সখী বানু ব্যবসায় প্রকল্প গ্রহণের পূর্বে জনগণের আয় বিবেচনা করেন। এই বিবেচনা কোন পরিবেশের অন্তর্ভূক্ত?
Ο ক) 
প্রাকৃতিক পরিবেশ
Ο খ) 
অর্থনৈতিক পরিবেশ
Ο গ) 
সামাজিক পরিবেশ
Ο ঘ) 
আইনগত পরিবেশ

  সঠিক উত্তর: (খ)

১৪৪.
কোন ধরনের উপাদানের ওপর ভিত্তি করে বিক্রয়ের পরিমাণ হিসাব করতে হয়?
Ο ক) 
অধিক
Ο খ) 
বাস্তবসম্মত
Ο গ) 
নির্দিষ্ট
Ο ঘ) 
অনির্দিষ্ট

  সঠিক উত্তর: (খ)

১৪৫.
আনুমানিক লাভ মাইক্রোস্ক্রিনিং-এর কোন উপাদান?
Ο ক) 
আর্থিক দিক
Ο খ) 
কারিগরি দিক
Ο গ) 
বাণিজ্যিক দিক
Ο ঘ) 
বাজারজাতকরণ

  সঠিক উত্তর: (গ)

১৪৬.
বাংলাদেশের মানুষ জীবন নির্বাহের মান বিবেচনায় নিচের কোন প্রকল্পটি অধিকতর উপযোগী?
i. বিলাসবহুল গাড়ি নির্মাণ প্রকল্প
ii. বিলাসবহুল প্রমোদ তরী নির্মাণ প্রকল্প
iii. বস্ত্র তৈরি প্রকল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

১৪৭.
পরিকল্পনা অনুযায়ী ব্যবসায় কার্যক্রম পরিচালনা করলে-
i. ব্যবসায়ে নিশ্চিত লাভ হবে
ii. সাফল্য সহজতর হয়
iii. ব্যর্থ হবার সম্ভাবনা কম আসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৪৮.
ম্যাক্রোস্ক্রিনিং এর উপাদান কোনটি?
i. সামাজিক পরিবেশ
ii. সাংস্কৃতিক পরিবেশ
iii. আইনগত পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৯.
কোনটি দ্বারা পণ্য বা সেবার চাহিদা প্রভাবিত হয়?
i. ভোক্তার আয় ও সময়
ii. ভোক্তার জীবনযাত্রার মান
iii. ভোক্তার খরচ করার প্রবণতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫০.
প্রকল্প হচ্ছে-
i. সুচিন্তিত কর্ম পদ্ধতি
ii. পরিকল্পিত কর্ম পদ্ধতি
iii. স্থায়ী কর্ম পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫১.
ম্যাক্রোস্ক্রিনিংয়ের প্রথম প্রভাষক কোনটি?
Ο ক) 
জনসংখ্যা
Ο খ) 
অর্থনৈতিক পরিবেশ
Ο গ) 
প্রবৃদ্ধি পরিবেশ
Ο ঘ) 
পরিবহণ

  সঠিক উত্তর: (ক)

১৫২.
ব্যবসায় পরিকল্পনার মধ্যে থাকতে হবে-
i. ব্যবসায়ের প্রকৃতি কী হবে
ii. ব্যবসায়ের প্রাথমিক অর্থসংস্থান কীভাবে হবে
iii. ব্যবসায়ের প্রাথমিক লাভ কত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৩.
চাহিদা আছে কিন্তু ক্রয় সীমার মধ্যে নয় এমন দ্রব্য সরবরাহ করার জন্যে কাকে বিকল্প ব্যবস্থা নিতে হয়?
Ο ক) 
প্রস্তুতকারককে
Ο খ) 
বিক্রেতাকে
Ο গ) 
ক্রেতাকে
Ο ঘ) 
পাইকারকে

  সঠিক উত্তর: (ক)

১৫৪.
ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার বিষ্যবস্তু কয়টি?
Ο ক) 
৭টি
Ο খ) 
৮টি
Ο গ) 
৯টি
Ο ঘ) 
১০টি

  সঠিক উত্তর: (ঘ)

১৫৫.
ব্যবসায় পরিকল্পনা প্রণয়নকালে ব্যবস্থাপনা টিমে কাকে জড়িত করা উচিত?
Ο ক) 
শুধু মালিককে
Ο খ) 
শুধু ব্যবস্থাপককে
Ο গ) 
শুধু পরিচালককে
Ο ঘ) 
সকল সদস্যকে

  সঠিক উত্তর: (ঘ)

১৫৬.
কীভাবে প্রকল্পের সূচনা হয়?
Ο ক) 
পণ্যের চাহিদা থেকে
Ο খ) 
উদ্যোক্তার আগ্রহ থেকে
Ο গ) 
কারিগরি শিক্ষা থেকে
Ο ঘ) 
নতুন প্রযুক্তি ব্যবহার করে

  সঠিক উত্তর: (ক)

১৫৭.
একটি প্রকল্প হতে পারে-
i. সম্পূর্ণ নতুন বিনিয়োগ সিদ্ধান্ত
ii. পুরাতন ব্যবসায়ের সম্প্রসারণ
iii. অনির্দিষ্ট সময়ের মধ্যে যেকোনো কিছু পরিকল্পনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

নিচের উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও।
মি. রজত সাবান তৈরি কারখানার মালিক। তিনি ভবিষ্যতের কথা চিন্ত করে পরিকল্পিতভাবে সাবান তৈরি করে বিক্রয় করেন বলে বেশ লাভবান হচ্ছেন।
১৫৮.
মি. রজত প্রথমেই� ব্যবস্থাপনার কোন কাজটি করেন?
Ο ক) 
সংগঠিতকরণ
Ο খ) 
পরিকল্পনা
Ο গ) 
প্রকল্প বাস্তবায়ন
Ο ঘ) 
প্রকল্প নির্বাচন

  সঠিক উত্তর: (খ)

১৫৯.
মি. রজতের ব্যবসায় পরিকল্পনার ফলাফল অনুকূল হলে কী করা উচিত?
Ο ক) 
বিপণনের কাজ শুরু করা
Ο খ) 
উৎপাদনের কাজ শুরু করা
Ο গ) 
প্রকল্প প্রণয়নের কাজ শুরু করা
Ο ঘ) 
পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা

  সঠিক উত্তর: (ঘ)

1 টি মন্তব্য:

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...