NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ১৫ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ৭: রাষ্ট্র, নাগরিকতা ও আইন


এস.এস.সি    ||    বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
অধ্যায় - ৭: রাষ্ট্র, নাগরিকতা ও আইন


১.
‘স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র’ - উক্তিটি কার?
Ο ক) 
অধ্যাপক গার্নারের
Ο খ) 
অধ্যাপক গেটেলের
Ο গ) 
টি. এইচ. গ্রিনের
Ο ঘ) 
এরিস্টটলের

  সঠিক উত্তর: (ঘ)

২.
সার্বভৌম ক্ষমতার কয়টি দিক রয়েছে?
Ο ক) 
তিনটি
Ο খ) 
চারটি
Ο গ) 
দুইটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (গ)

৩.
জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার উদ্দেশ্যে কোন আইন প্রণীত হয়?
Ο ক) 
তথ্য মন্ত্রণালয়
Ο খ) 
তথ্য অধিকার আইন
Ο গ) 
তথ্য কমিশন আইন
Ο ঘ) 
প্রতিলিপি অধিকার আইন

  সঠিক উত্তর: (খ)

৪.
অনেক সামাজিক প্রথা অমান্য করলে কী ঘটে থাকে?
Ο ক) 
মানুষের উন্নতি
Ο খ) 
সামাজিক সমস্যা
Ο গ) 
সংঘাত ও বিদ্রোহ
Ο ঘ) 
সমাজের পরিবর্তন

  সঠিক উত্তর: (গ)

৫.
নগরায়ণ, গ্রামীণ উন্নয়ন, নাগরিক সুবিধা সৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রভৃতি কাজগুলো রাষ্ট্রের -
i. অপ্রয়োজনীয় কাজ
ii. উন্নয়নমূলক কাজ
iii. জনহিতকর কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬.
কিসের মাধ্যমে আইন প্রণয়ন হয়?
Ο ক) 
পার্লামেন্ট
Ο খ) 
আইনমন্ত্রী
Ο গ) 
প্রধানমন্ত্রী
Ο ঘ) 
বিলের

  সঠিক উত্তর: (ঘ)

৭.
কোনটি তথ্য শব্দটির অন্তর্ভুক্ত?
Ο ক) 
যেকোনো ধরনের রেকর্ড
Ο খ) 
দাপ্তরিক নোট সিট
Ο গ) 
নোট সিটের প্রতিলিপি
Ο ঘ) 
প্রামাণ্য প্রতিলিপি

  সঠিক উত্তর: (ক)

৮.
বিশ্লেষকদের মতে, রাষ্ট্র প্রধানত কত ধরনের ভূমিকা পারন করে?
Ο ক) 
দুই
Ο খ) 
ছয়
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

৯.
দেশের অবকাঠামো উন্নয়নের দায়িত্ব কার?
Ο ক) 
নাগরিকের
Ο খ) 
চাকরিজীবীদের
Ο গ) 
রাষ্ট্রের
Ο ঘ) 
শিক্ষিতদের

  সঠিক উত্তর: (গ)

১০.
‘রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখন্ডে বসবাসরত অধিবাসীদের ওপর বলবৎ হয়’ সংজ্ঞাটি কার?
Ο ক) 
এরিস্টটল
Ο খ) 
ম্যাকাইভার
Ο গ) 
গার্নার
Ο ঘ) 
গেটেল

  সঠিক উত্তর: (খ)

১১.
আবেদনকারী আপিল কর্তৃপক্ষের নিকট আইন মোতাবেক সুবিচার না পেলে কার নিকট অভিযোগ পাঠানো যাবে?
Ο ক) 
তথ্য মন্ত্রণালয়কে
Ο খ) 
তথ্য অধিদপ্তরের
Ο গ) 
তথ্য কমিশনের
Ο ঘ) 
তথ্য বিভাগীয় কার্যালয়ের

  সঠিক উত্তর: (গ)

১২.
তথ্য অধিকার আইনের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা যাবে -
i. প্রান্তিক মানুষের
ii. সুবিধাবঞ্চিত মানুষের
iii. অসুস্থ মানুষের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩.
'The Modern State' গ্রন্থটির লেখক কে?
Ο ক) 
জন মিল
Ο খ) 
এরিস্টটল
Ο গ) 
অধ্যাপক গার্নার
Ο ঘ) 
আর এম ম্যাকাইভার

  সঠিক উত্তর: (ঘ)

১৪.
জনসমষ্টি, নির্দিষ্ট ভূখন্ড, সরকার ও সার্বভৌমত্ব ব্যতীত রাষ্ট্র গঠন করা যায় না। এক্ষেত্রে নির্দিষ্ট ভূখন্ড হলো -
i. একটি রাষ্ট্রের স্থলভাগ
ii. একটি রাষ্ট্রের জলভাগ
iii. একটি রাষ্ট্রের আকাশসীমা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
রাষ্ট্রের মৌলিক কাজ হচ্ছে -
i. আইন প্রণয়ন
ii. আঞ্চলিক জোট
iii. ন্যায়বিচার প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৬.
আইনের বৈশিষ্ট্য হচ্ছে -
i. মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করা
ii. সকলের অধিকার সমভাবে সংরক্ষণ করা
iii. বিধিবিধান মানতে বাধ্য করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
রাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক অপরিহার্য কাজ হলো -
i. শরণার্থীদের আশ্রয় দান
ii. আঞ্চলিক জোট গঠন
iii. বহির্বিশ্বে অর্থনৈতিক বাজার সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৮.
আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী?
Ο ক) 
বিচারকের রায়
Ο খ) 
ধর্মীয় অনুশাসন
Ο গ) 
আইনসভা
Ο ঘ) 
ঐশ্বরিক আইন

  সঠিক উত্তর: (গ)

১৯.
আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কী?
Ο ক) 
ন্যায়বোধ
Ο খ) 
আইন
Ο গ) 
ধর্ম
Ο ঘ) 
প্রথা

  সঠিক উত্তর: (ঘ)

২০.
জনসমষ্টি নির্দিষ্ট ভূখন্ডের ওপর যেভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে -
i. জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে
ii. সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে
iii. সাংবিধানিকভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১.
“আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের এমন কতকগুলো সাধারণ নিয়ম বা সার্বভৌম শক্তি কর্তৃক প্রযুক্ত হয়।” - কে বলেছেন?
Ο ক) 
হল্যান্ড
Ο খ) 
উড্রো উইলসন
Ο গ) 
অস্টিন
Ο ঘ) 
এরিস্টটল

  সঠিক উত্তর: (ক)

২২.
কোনটি রাষ্ট্রের ঐচ্ছিক কাজ?
Ο ক) 
প্রতিরক্ষা বাহিনী গঠন
Ο খ) 
আইনের অনুশাসন প্রতিষ্ঠা
Ο গ) 
জনস্বাস্থ্য রক্ষা করা
Ο ঘ) 
অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা

  সঠিক উত্তর: (গ)

২৩.
রাষ্ট্র পরিচালনার জন্য কতটি বিভাগ থাকে?
Ο ক) 
চারটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
সাতটি
Ο ঘ) 
ছয়টি

  সঠিক উত্তর: (খ)

২৪.
প্রত্যেক সমাজব্যবস্থায় চূড়ান্ত ক্ষমকা কার্যকরী করার জন্য কী থাকতে হয়?
Ο ক) 
আঞ্চলিক কর্তৃপক্ষ
Ο খ) 
স্থায়ী কর্তৃপক্ষ
Ο গ) 
অস্থায়ী কর্তৃপক্ষ
Ο ঘ) 
কেন্দ্রীয় কর্তৃপক্ষ

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
সার্বভৌমের আদর্শকে কী বলা হয়?
Ο ক) 
আইন
Ο খ) 
নিয়ম
Ο গ) 
নির্দেশ
Ο ঘ) 
হুকুম

  সঠিক উত্তর: (ক)

২৬.
রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান -
i. প্রাচীন যুগে
ii. মধ্যযুগে
iii. লৌহযুগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৭.
১৯৭১ সালের পূর্বে বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে পারেনি কোন কারণে?
Ο ক) 
জনসংখ্যার অভাব ছিল
Ο খ) 
নির্দিষ্ট ভূখন্ড ছিল না
Ο গ) 
সার্বভৌমত্ব ছিল না
Ο ঘ) 
প্রশাসনিক ক্ষমতা ছিল না বলে

  সঠিক উত্তর: (গ)

২৮.
বাংলাদেশের অনেক রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিতগুলো অন্যতম। এর কোনটি বাংলাদেশের জন্য ঐচ্ছিক কাজ বলে তুমি মনে কর?
Ο ক) 
শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ
Ο খ) 
আঞ্চলিক জোট গঠন
Ο গ) 
আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন
Ο ঘ) 
কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন

  সঠিক উত্তর: (ক)

২৯.
রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কাজ কী?
Ο ক) 
অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা
Ο খ) 
অন্য রাষ্ট্রের সাথে চুক্তি সম্পাদন
Ο গ) 
নাগরিকদের স্বাস্থ্যরক্ষা করা
Ο ঘ) 
সরকারি কর্মচারীদের কাজ তদারক

  সঠিক উত্তর: (খ)

৩০.
রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া যায় কোনটিকে?
Ο ক) 
সুনির্দিষ্ট জনসংখ্যা নেই যার
Ο খ) 
কখনো সার্বভৌমত্ব থাকে, কখনো থাকে না যার
Ο গ) 
নির্দিষ্ট সরকার ব্যবস্থাপনা নেই যার
Ο ঘ) 
নির্দিষ্ট আয়তনের ভূখন্ড থাকলেও কিছু অংশ অমীমাংসিত যার

  সঠিক উত্তর: (ক)

৩১.
সুশাসন থাকলে রাষ্ট্রে নাগরিকেরা কী পায়?
Ο ক) 
আইনের বাধ্যবাধকতা
Ο খ) 
পরাধীনতা আর গ্লানি
Ο গ) 
স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধা
Ο ঘ) 
অবাধ স্বাধীনতা

  সঠিক উত্তর: (গ)

৩২.
রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন?
Ο ক) 
চারটি
Ο খ) 
পাঁচটি
Ο গ) 
ছয়টি
Ο ঘ) 
সাতটি

  সঠিক উত্তর: (গ)

৩৩.
মানুষের ওপর কীসের প্রভাব অপরিসীম?
Ο ক) 
আেইনের
Ο খ) 
প্রথার
Ο গ) 
ধর্মের
Ο ঘ) 
রীতিনীতির

  সঠিক উত্তর: (গ)

৩৪.
২১ বর্গ কি.মি. এলাকা এবং ৯৩০০ জনসংখ্যা নিয়ে নাউরো রাষ্ট্রটি গঠিত। এ রাষ্ট্রটির ক্ষেত্রে কোন দার্শনিকের সংজ্ঞার প্রতিফলন ঘটেছে?
Ο ক) 
অধ্যাপক বার্জেস
Ο খ) 
এরিস্টটল
Ο গ) 
অধ্যাপক গার্নার
Ο ঘ) 
গেটেল

  সঠিক উত্তর: (খ)

৩৫.
‘রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি জনসমাজ, যারা নির্দিষ্ট ভূখন্ডে স্থায়িভাবে বসবাস করে; যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ঐ জনসমাজ স্বভাবতই অনুগত।’ - কথাটি কে বলেছেন?
Ο ক) 
এরিস্টটল
Ο খ) 
সক্রেটিস
Ο গ) 
অধ্যাপক গার্নার
Ο ঘ) 
আর এম ম্যাকাইভার

  সঠিক উত্তর: (গ)

৩৬.
সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের কোন ধরনের উপাদান?
Ο ক) 
গৌণ
Ο খ) 
ঐচ্ছিক
Ο গ) 
মুখ্য
Ο ঘ) 
অনৈচ্ছিক

  সঠিক উত্তর: (গ)

৩৭.
নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ ক?
Ο ক) 
বিচার বিভাগ
Ο খ) 
আইনের সাম্য
Ο গ) 
আইনের প্রাধান্য
Ο ঘ) 
আইন মন্ত্রণালয়

  সঠিক উত্তর: (গ)

৩৮.
আইনের সর্বোৎকৃষ্ট সংজ্ঞা কে দিয়েছেন?
Ο ক) 
অস্টিন
Ο খ) 
হল্যান্ড
Ο গ) 
উড্রো উইলসন
Ο ঘ) 
এরিস্টটল

  সঠিক উত্তর: (গ)

৩৯.
গ্রিক নগররাষ্ট্রে দাস এবং নারীদের কী করা হতো না?
Ο ক) 
নাগরিক হিসেবে গণ্য করা হতো না
Ο খ) 
বিক্রি করা হতো না
Ο গ) 
অন্য দেশে পাচার করা হতো না
Ο ঘ) 
খাদ্য প্রদান করা হতো না

  সঠিক উত্তর: (ক)

৪০.
নাগরিকের দায়িত্ব হলো -
Ο ক) 
রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
Ο খ) 
অধিক সংখ্যক লোককে শিল্পকারখানায় কাজে লাগানো
Ο গ) 
দক্ষ জনশক্তি তৈরি করা
Ο ঘ) 
রাজনৈতিক সংগঠন গড়ে তোলা

  সঠিক উত্তর: (ক)

৪১.
‘যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ-সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলা হয়’ - উক্তিটি কার?
Ο ক) 
এরিস্টটলের
Ο খ) 
লাস্কির
Ο গ) 
গার্নারের
Ο ঘ) 
ম্যাকাইভারের

  সঠিক উত্তর: (খ)

৪২.
‘স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র।’ - কথাটি কে বলেছেন?
Ο ক) 
এরিস্টটল
Ο খ) 
প্লেটো
Ο গ) 
সক্রেটিস
Ο ঘ) 
ম্যাকিয়াভেলি

  সঠিক উত্তর: (ক)

৪৩.
রাষ্ট্র মূলত কোন ধরনের সমাজ?
Ο ক) 
জনসংখ্যাকেন্দ্রিক সমাজ
Ο খ) 
প্রকৃতিকেন্দ্রিক সমাজ
Ο গ) 
জীবনযাপনকেন্দ্রিক সমাজ
Ο ঘ) 
ভূখন্ডভিত্তিক সমাজ

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
রাষ্ট্র যদি জীবদেহ হয় তাহলে সরকার কী?
Ο ক) 
চোখস্বরূপ
Ο খ) 
মস্তিষ্কস্বরূপ
Ο গ) 
হাতস্বরূপ
Ο ঘ) 
কলিজাস্বরূপ

  সঠিক উত্তর: (খ)

৪৫.
আইনের অনুশাসন বলতে প্রধান কয়টি ধারনাকে বুঝায়?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (খ)

৪৬.
‘আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম, যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রণীত হয়’ - উক্তিটি কার?
Ο ক) 
টি. এইচ. গ্রীন
Ο খ) 
হল্যান্ড
Ο গ) 
উড্রো উইলসন
Ο ঘ) 
এরিস্টটল

  সঠিক উত্তর: (খ)

৪৭.
একজন নাগরিকের কর্তব্য হলো -
i. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন
ii. নিয়মিত কর প্রদান
iii. রাষ্ট্রের সেবামূলক কাজে অংশগ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
আইন কী?
Ο ক) 
মানুষের জীবনের কর্ম
Ο খ) 
মানবজীবনের শৃঙ্খলিত কর্মকান্ড
Ο গ) 
মানব রচিত বিধি
Ο ঘ) 
মানুষের জীবনযাপনের জন্য অনুসরণকৃত লিখিত বিধান

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
এরিস্টটল তার ধারণায় কাদেরকে নাগরিক শ্রেণিভুক্ত করেননি?
Ο ক) 
নারীদের
Ο খ) 
অধিকাংশ জনগণকে
Ο গ) 
দাসীদের
Ο ঘ) 
শিশুদের

  সঠিক উত্তর: (খ)

৫০.
‘সার্বভৌম’ শব্দ দ্বারা কেমন ক্ষমতাকে বোঝায়?
Ο ক) 
সামরিক
Ο খ) 
স্থায়ী
Ο গ) 
চরম ও চূড়ান্ত
Ο ঘ) 
অলিক

  সঠিক উত্তর: (গ)

৫১.
আদনান বাধ্যতামূলকভাবে একটি বৃহৎ ভৌগোলিক প্রতিষ্ঠানের সদস্য। সে চাইলেও এ প্রতিষ্ঠানের সদস্যপদ ত্যাগ করতে পারে না। সে নিচের কোন প্রতিষ্ঠানের সদস্য?
Ο ক) 
সমাজ
Ο খ) 
পাড়ার ক্লাব
Ο গ) 
রাষ্ট্র
Ο ঘ) 
সম্প্রদায়ের

  সঠিক উত্তর: (গ)

৫২.
নাগরিকদের অন্যতম দায়িত্ব হচ্ছে -
i. সংবিধান মেনে চলা
ii. আইনের প্রতি সম্মান দেখানো
iii. রাষ্ট্রের সুবিধা ভোগ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৩.
দেশের অবকাঠামোগত উন্নয়নের শ্রেণিভুক্ত -
i. মুদ্রাস্ফীতি রোধ
ii. বিমান যোগাযোগ স্থাপন
iii. সেতু বিনির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৫৪.
শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য রাষ্ট্র -
i. শ্রম নীতিমালা প্রণয়ন করে
ii. ন্যূনতম সঠিক মজুরি নির্ধারণ করে
iii. কাজের সময় নির্ধারণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
রাষ্ট্র গঠনের তৃতীয় অপরিহার্য উপাদান কী?
Ο ক) 
নির্দিষ্ট ভূখন্ড
Ο খ) 
সার্বভৌমত্ব
Ο গ) 
সরকার
Ο ঘ) 
প্রশাসন

  সঠিক উত্তর: (গ)

৫৬.
শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য রাষ্ট্র কী প্রণয়ন করে?
Ο ক) 
শ্রমিক নেতা
Ο খ) 
শ্রম নীতিমালা
Ο গ) 
শ্রমিক-মালিক স্বার্থ
Ο ঘ) 
কাজের পরিবেশ

  সঠিক উত্তর: (খ)

৫৭.
আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কোনটি?
Ο ক) 
সংবিধান
Ο খ) 
বিচারকের রায়
Ο গ) 
প্রথা
Ο ঘ) 
সামাজিক রীতিনীতি

  সঠিক উত্তর: (গ)

৫৮.
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ কোনটি?
Ο ক) 
প্রাকৃতিক সম্পদ
Ο খ) 
প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী
Ο গ) 
কর্মক্ষম জনগোষ্ঠী
Ο ঘ) 
শিক্ষিত জনগোষ্ঠী

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
বাংলাদেশের সর্বোচ্চ কোর্টের নাম কী?
Ο ক) 
হাইকোর্ট
Ο খ) 
জজ কোর্ট
Ο গ) 
সুপ্রিম কোর্ট
Ο ঘ) 
ম্যাজিস্ট্রেট কোর্ট

  সঠিক উত্তর: (গ)

৬০.
কোনটি রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করেছে?
Ο ক) 
সরকারি
Ο খ) 
বেসরকারি
Ο গ) 
সার্বভৌম
Ο ঘ) 
আইন

  সঠিক উত্তর: (গ)

৬১.
রাষ্ট্র নাগরিকদের কীভাবে গড়ে তুলতে চায়?
Ο ক) 
সম্পদ দিয়ে
Ο খ) 
চাকরি দিয়ে
Ο গ) 
শিক্ষা দিয়ে
Ο ঘ) 
নিরাপত্তা দিযে

  সঠিক উত্তর: (গ)

৬২.
রাষ্ট্রের উন্নয়নমূরক ও জনহিতকর কাজ হচ্ছে -
i. বনায়ন কর্মসূচি
ii. সমাজে দুর্নীতি প্রতিরোধ
iii. প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৩.
আইনের লক্ষণীয় বৈশিষ্ট্য হলো -
i. আইন সর্বজনীন
ii. আইন মেনে চলতে হয়
iii. আইন ভঙ্গকারীকে শাস্তি পেতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
মানুষের গোত্রভিত্তিক বসবাস ছিল -
i. আদিমকালে
ii. প্রাচীনকালে
iii. প্রাগৈতিহাসিককালে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৫.
সার্বভৌম ক্ষমতার কতটি দিক রয়েছে?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
ছয়টি

  সঠিক উত্তর: (ক)

৬৬.
আইনের অন্যতম বৈশিষ্ট্য -
i. এটা সর্বজনীন
ii. সকলের নিকট মান্য
iii. অনেকের নিকট দন্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৭.
আইনের অন্যতম বৈশিষ্ট্য কী?
Ο ক) 
আইন কখনো তার রীতিনীতি ভঙ্গ করে না
Ο খ) 
আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে
Ο গ) 
আইন সকলের জন্য সমান নয়
Ο ঘ) 
যথাযথ কর্তৃপক্ষ বা রাষ্ট্র আইন নিয়ন্ত্রণ করে না

  সঠিক উত্তর: (খ)

৬৮.
“আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতকগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রণীত হয়” - উক্তিটি কার?
Ο ক) 
এইচ টি গ্রিন
Ο খ) 
হল্যান্ড
Ο গ) 
উড্রো উইলসন
Ο ঘ) 
আইনবিদ কোক

  সঠিক উত্তর: (খ)

৬৯.
রাষ্ট্রের উদ্ভব হয়েছে জনসমষ্টির -
i. সর্বজনীন কল্যাণ হতে
ii. ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা হতে
iii. পারস্পরিক সম্পর্ক হতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
দক্ষিণ এশিয়ার একটি দেশে জনাব আকমল চৌধুরী বসবাস করেন। তিনি দেখলেন দেশটির জনগণ তাদের প্রচলিত আইনকানুন মানতে বাধ্য। দেশটির সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত।
৭০.
অনুচ্ছেদে রাষ্ট্রের কোন উপাদানটির প্রতিফলন ঘটেছে?
Ο ক) 
জনসমষ্টি
Ο খ) 
সার্বভৌমত্ব
Ο গ) 
নির্দিষ্ট ভূখন্ড
Ο ঘ) 
আইন বিভাগ

  সঠিক উত্তর: (খ)

৭১.
দেশটির এই ধরনের ক্ষমতার রয়েছে -
i. অভ্যন্তরীণ দিক
ii. বাহ্যিক দিক
iii. কেন্দ্রীয় দিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

1 টি মন্তব্য:

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...