NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ১৫ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ৬: বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ


এস.এস.সি    ||    বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
অধ্যায় - ৬: বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ


১.
মেঘনার উপনদী কোনটি?
Ο ক) 
বুড়িগঙ্গা
Ο খ) 
করতোয়া
Ο গ) 
আত্রাই
Ο ঘ) 
গোমতী

  সঠিক উত্তর: (ঘ)

২.
তিস্তা নদীর উৎপত্তি কোথায়?
Ο ক) 
সিলেটে লুসাই পাহাড়ে
Ο খ) 
সিলেটের জয়ন্তিয়া সরোবরে
Ο গ) 
পার্বত্য চট্টগ্রামে
Ο ঘ) 
সিকিমের পার্বত্য অঞ্চলে

  সঠিক উত্তর: (ঘ)

৩.
কোন সংস্থা যাত্রীবাহী জলযানের ব্যবস্থা করে থাকে?
Ο ক) 
আই ডব্লিউ টি এ
Ο খ) 
বি আই ডব্লিউ টি এ
Ο গ) 
বি আর টি সি
Ο ঘ) 
বি আর টি এ

  সঠিক উত্তর: (ক)

৪.
কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার?
Ο ক) 
২৮০
Ο খ) 
৩২০
Ο গ) 
৩৪০
Ο ঘ) 
৩৯০

  সঠিক উত্তর: (খ)

৫.
পদ্মার উপনদী কোনটি?
Ο ক) 
কুমার
Ο খ) 
ভৈরব
Ο গ) 
মহানন্দা
Ο ঘ) 
মধুমতী

  সঠিক উত্তর: (গ)

৬.
বাংলাদেশের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত?
Ο ক) 
বাকলিয়া
Ο খ) 
কাপ্তাই
Ο গ) 
তালিমাবাদ
Ο ঘ) 
মহেশখালী

  সঠিক উত্তর: (খ)

৭.
তিস্তা নদীর গতিপথ পরিবর্তনের কারণ কী?
Ο ক) 
১৯৯৮ সালের প্রবল বন্যা
Ο খ) 
১৯৮৮ সালের প্রবল বন্যা
Ο গ) 
১৯৮৭ সালের প্রবল বন্যা
Ο ঘ) 
১৮৯৭ সালের ভূমিকম্প

  সঠিক উত্তর: (গ)

৮.
কোন নদীটির দুইটি নাম?
Ο ক) 
মেঘনা
Ο খ) 
কর্ণফুলী
Ο গ) 
মাতামুহুরী
Ο ঘ) 
পদ্মা

  সঠিক উত্তর: (ঘ)

৯.
বাংলাদেশে ‘অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ’ গঠন করা হয় কত সালে?
Ο ক) 
১৯৬০
Ο খ) 
১৯৫৮
Ο গ) 
১৯৭২
Ο ঘ) 
১৯৭৩

  সঠিক উত্তর: (খ)

১০.
কুশিয়ারা ও সুরমা নদী আজমিরিগঞ্জের কাছে কী নামে অগ্রসর হয়েছে?
Ο ক) 
মেঘনা
Ο খ) 
যমুনা
Ο গ) 
কালনী
Ο ঘ) 
আড়িয়াল খাঁ

  সঠিক উত্তর: (গ)

১১.
কোন শহরটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
সিলেট
Ο গ) 
গাজীপুর
Ο ঘ) 
নারায়ণগঞ্জ

  সঠিক উত্তর: (ঘ)

১২.
বাংলাদেশের সকল নদ-নদীর গন্তব্য কোথায়?
Ο ক) 
কৃষ্ণ সাগরে
Ο খ) 
আরব সাগরে
Ο গ) 
বঙ্গোপসাগরে
Ο ঘ) 
ভারত মহাসাগরে

  সঠিক উত্তর: (গ)

১৩.
নদী প্রবাহ হারালে ক্ষতিগ্রস্ত হবে -
i. মানুষ
ii. পশুপাখি
iii. গাছ-তরুলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪.
কোন মহাদেশের দেশগুলো সহজে প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে?
Ο ক) 
ইউরোপ
Ο খ) 
আমেরিকা
Ο গ) 
এশিয়া
Ο ঘ) 
আফ্রিকা

  সঠিক উত্তর: (গ)

১৫.
কোনটি পৃথিবীর সবচাইতে ঘনবসতিপূর্ণ দেশ?
Ο ক) 
বাংলাদেশ
Ο খ) 
ভারত
Ο গ) 
চীন
Ο ঘ) 
মিয়ানমার

  সঠিক উত্তর: (ক)

১৬.
উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে বনাঞ্চলকে কতটি ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১৭.
গজারি বৃক্ষের বৈশিষ্ট্য হলো -
i. ঋতুভেদে সকল পাতা ঝরে পড়ে
ii. এর পাতাগুলো চিরসবুজ থাকে
iii. এটি লবণাক্ত মাটিতে জন্মায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮.
তুলা, চা, ডাল, মরিচের উৎপাদন বেশ ভালো হয় -
i. ভারতে
ii. বাংলাদেশে
iii. মিয়ানমারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৯.
বাংলাদেশে নদীপথের বাণিজ্যকে কত সালে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়?
Ο ক) 
১৯৬৫
Ο খ) 
১৯৭০
Ο গ) 
১৯৭২
Ο ঘ) 
১৯৭৬

  সঠিক উত্তর: (গ)

২০.
কোনটির কারণে আমাদের দেশের মৎস্য সম্পদ নষ্ট হতে বাধ্য?
Ο ক) 
ভূতাত্ত্বিক অবস্থার
Ο খ) 
জলবায়ুগত অবস্থার
Ο গ) 
বৃষ্টি শূন্যতার
Ο ঘ) 
নদীর নাব্যতার

  সঠিক উত্তর: (গ)

২১.
কর্ণফুলীর প্রধান উপনদী হচ্ছে -
i. কাসালাং
ii. হালদা
iii. পশুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২.
বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎস কোন দেশ?
Ο ক) 
মায়ানমার
Ο খ) 
নেপাল
Ο গ) 
ভারত
Ο ঘ) 
ভুটান

  সঠিক উত্তর: (গ)

২৩.
বাংলাদেশের অর্থনীতিতে নদ-নদীর প্রভাব অপরিসীম হওয়ার কারণ -
i. নদী পরিবহন ও যোগাযোগের প্রধান মাধ্যম
ii. সেচে, শিল্পে, বিদ্যুৎ উৎপাদনে পানির প্রয়োজন হয়
iii. কৃষি, শিল্প ও ব্যবসা নদীর ওপর নির্ভারশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
মাতামুহুরী নদীর উৎপত্তি স্থল কোথায়?
Ο ক) 
সাইভার পর্বত
Ο খ) 
লুসাই পাহাড়
Ο গ) 
মানস সরোবর
Ο ঘ) 
গঙ্গোত্রী হিমবাহ

  সঠিক উত্তর: (ক)

২৫.
তিস্তা নদী বাংলাদেশের কোন অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
Ο ক) 
পঞ্চগড়
Ο খ) 
ডিমলা
Ο গ) 
কুমিল্লা
Ο ঘ) 
বড়লেখা

  সঠিক উত্তর: (খ)

২৬.
কখন ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি ময়মনসিংহের মধ্য দিয়ে প্রবাহিত হতো?
Ο ক) 
১৯৮৭ সালের আগে
Ο খ) 
১৭৮৭ সালের আগে
Ο গ) 
১৮১৭ সালের আগে
Ο ঘ) 
১৮৮৭ সালের আগে

  সঠিক উত্তর: (খ)

২৭.
বাংলাদেশের নদ-নদীর সংখ্যা কতটি?
Ο ক) 
৭৩০টি
Ο খ) 
৬৫০টি
Ο গ) 
৭০০টি
Ο ঘ) 
৮০০টি

  সঠিক উত্তর: (গ)

২৮.
ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের কোন অঞ্চল ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছে?
Ο ক) 
উত্তর-পূর্বাঞ্চল
Ο খ) 
উত্তর-পশ্চিমাঞ্চল
Ο গ) 
উত্তর-দক্ষিণাঞ্চল
Ο ঘ) 
দক্ষিণ-পশ্চিমাঞ্চল

  সঠিক উত্তর: (খ)

২৯.
কখন মানুষ নদীতীরবর্তী সমতল ভূমিতে বসবাস শুরু করে?
Ο ক) 
প্রাচীনযুগে
Ο খ) 
মধ্যযুগে
Ο গ) 
প্রস্তুর যুগে
Ο ঘ) 
ব্রোঞ্জযুগে

  সঠিক উত্তর: (ক)

৩০.
পদ্মা নদীর জন্মস্থান কোথায়?
Ο ক) 
তিব্বতের মানস সরোবরে
Ο খ) 
সিলেটের লুসাই পাহাড়ে
Ο গ) 
মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে
Ο ঘ) 
আসামে

  সঠিক উত্তর: (গ)

৩১.
কুশিয়ারা কোথায় কালনীর সাথে মিলিত হয়েছে?
Ο ক) 
চাঁদপুরে
Ο খ) 
দৌলতদিয়ায়
Ο গ) 
সুনামগঞ্জে
Ο ঘ) 
আজমিরিগঞ্জের কাছে

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীর নাম কী?
Ο ক) 
সুরমা
Ο খ) 
কর্ণফুলী
Ο গ) 
আত্রাই
Ο ঘ) 
মাতামুহুরী

  সঠিক উত্তর: (খ)

৩৩.
বাংলাদেশে যেসব অঞ্চলে রাবার চাষ শুরু হয়েছে সেগুলো হলো -
i. খাগড়াছড়ি অঞ্চলে
ii. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে
iii. সিলেট অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৪.
যমুনার উপনদী কোনটি?
Ο ক) 
আত্রাই
Ο খ) 
ধলেশ্বরী
Ο গ) 
পুনর্ভবা
Ο ঘ) 
শীতলক্ষ্যা

  সঠিক উত্তর: (ক)

৩৫.
আসামের নাগা মণিপুর অঞ্চলে কোন নদী অবস্থিত?
Ο ক) 
নাফ
Ο খ) 
সাঙ্গু
Ο গ) 
মাতামুহুরী
Ο ঘ) 
বরাক

  সঠিক উত্তর: (ঘ)

৩৬.
তিস্তা ব্যারেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে -
i. পানি সংরক্ষণে
ii. পানি নিষ্কাশনে
iii. বন্যা প্রতিরোধে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
কৃষি ও শিল্পের বিকাশে কোনটির ব্যবহার অপরিহার্য?
Ο ক) 
গ্যাস
Ο খ) 
তেল
Ο গ) 
কীটনাশক
Ο ঘ) 
পানি

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
ব্রহ্মপুত্র নদের জন্ম কোথায়?
Ο ক) 
সিলেটের লুসাই পাহাড়ে
Ο খ) 
তিব্বতের মানস সরোবরে
Ο গ) 
মধ্য হিমবাহের গঙ্গোত্রী হিমবাহে
Ο ঘ) 
ত্রিপুরায়

  সঠিক উত্তর: (খ)

৩৯.
বিশ্বসভ্যতার বিশেষ বৈশিষ্ট্য হলো -
i. সব সভ্যতাই নদীর তীরে বসবাস কেন্দ্রিক
ii. ঘন বনজঙ্গলের নিকট বসবাস
iii. মরুভূমি ও পাহাড়ি অঞ্চলে বসবাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪০.
মুন্সীগঞ্জের কাছে যে জলধারা মেঘনায় এসে যুক্ত হয়েছে -
i. বুড়িগঙ্গা
ii. ধলেশ্বরী
iii. গোমতী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪১.
বাংলাদেশের কোন জেলা দিয়ে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করেছে?
Ο ক) 
পঞ্চগড়
Ο খ) 
কুড়িগ্রাম
Ο গ) 
রংপুর
Ο ঘ) 
লালমনিরহাট

  সঠিক উত্তর: (খ)

৪২.
খুলনা-বরিশাল নৌপথে কোন নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ?
Ο ক) 
পশুরের
Ο খ) 
তিস্তার
Ο গ) 
ব্রহ্মপুত্রের
Ο ঘ) 
সাঙ্গুর

  সঠিক উত্তর: (ক)

৪৩.
ব্রহ্মপুত্রের নতুন ধারাটি দক্ষিণ গোয়ালন্দ পর্যন্ত কী নামে পরিচিত?
Ο ক) 
গঙ্গা
Ο খ) 
যমুনা
Ο গ) 
ধলেশ্বরী
Ο ঘ) 
কর্ণফুলী

  সঠিক উত্তর: (খ)

৪৪.
‘বাংলাদেশ শিপিং কর্পোরেশন’ কত সালে প্রতিষ্ঠা করা হয়?
Ο ক) 
১৯৭২
Ο খ) 
১৯৭৩
Ο গ) 
১৯৭৪
Ο ঘ) 
১৯৮০

  সঠিক উত্তর: (ক)

৪৫.
মেঘনা নদীর জন্ম কোন জেলায়?
Ο ক) 
সুনামগঞ্জ
Ο খ) 
সিলেট
Ο গ) 
ব্রাহ্মণবাড়িয়া
Ο ঘ) 
মৌলভীবাজার

  সঠিক উত্তর: (খ)

৪৬.
পশুর নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার?
Ο ক) 
২০৭
Ο খ) 
১৪২
Ο গ) 
২১৮
Ο ঘ) 
১৮০

  সঠিক উত্তর: (খ)

৪৭.
বাংলাদেশে কোন অংশে গরান বনভূমি অবস্থিত?
Ο ক) 
উত্তর-পূর্বাংশে
Ο খ) 
উত্তর-পশ্চিমাংশে
Ο গ) 
দক্ষিণ-পূর্বাংশে
Ο ঘ) 
দক্ষিণ-পশ্চিমাংশে

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
নদীর পানি কমে গেলে অস্তিত্ব বিপন্ন হতে পারে -
i. মাছ ও পশুপাখির
ii. মানুষ ও জীবজন্তুর
iii. গাছপালা ও তরুলতার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
কোন নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়ে?
Ο ক) 
পদ্মা
Ο খ) 
মেঘনা
Ο গ) 
কর্ণফুলী
Ο ঘ) 
যমুনা

  সঠিক উত্তর: (গ)

৫০.
ক্রান্তীয় পাতাঝরা বনভূমিতে বছরের কোন সময় গাছের পাতা সম্পূর্ণ ঝরে যায়?
Ο ক) 
গ্রীষ্মকালে
Ο খ) 
শীতকালে
Ο গ) 
শরৎকালে
Ο ঘ) 
বসন্তকালে

  সঠিক উত্তর: (খ)

৫১.
কোনটি ব্রহ্মপুত্রের উপনদী?
Ο ক) 
ধলেশ্বরী
Ο খ) 
ধরলা
Ο গ) 
মহানন্দা
Ο ঘ) 
গোমতী

  সঠিক উত্তর: (খ)

৫২.
মাতামুহুরী নদীর উৎপত্তিস্থল কোথায়?
Ο ক) 
সিলেটের লুসাই পাহাড়ে
Ο খ) 
লামার মাইভার পর্বত
Ο গ) 
সিকিমের পার্বত্য অঞ্চলে
Ο ঘ) 
সিলেটের জয়ন্তিয়া পাহাড়ে

  সঠিক উত্তর: (খ)

৫৩.
বাংলাদেশের উত্তরাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থায় কোন নদীর ভূমিকা সর্বাধিক?
Ο ক) 
মেঘনা
Ο খ) 
তিস্তা
Ο গ) 
যমুনা
Ο ঘ) 
মাতামুহুরী

  সঠিক উত্তর: (খ)

৫৪.
পশুর নদীর -
i. উৎপত্তি সিকিমের পার্বত্য অঞ্চলে
ii. দৈর্ঘ্য ১৪২ কি.মি.
iii. প্রস্থ ৪৩ মিটার থেকে ২.৫ কি.মি.
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৫৫.
বাংলাদেশে বর্তমানে মোট আয়তনের কত ভাগ বনভূমি রয়েছে?
Ο ক) 
১১
Ο খ) 
১৩
Ο গ) 
১৪
Ο ঘ) 
১৫

  সঠিক উত্তর: (খ)

৫৬.
নাফ নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার?
Ο ক) 
৪০
Ο খ) 
৫৬
Ο গ) 
৭৫
Ο ঘ) 
৮০

  সঠিক উত্তর: (খ)

৫৭.
১৯৮৭ সালে প্রবল বন্যার ফলে -
i. তিস্তার গতিপথ পরিবর্তিত হয়
ii. তিস্তা নদীর দুকুল আরো প্রশস্ত হয়
iii. ব্রহ্মপুত্রের একটি পরিত্যক্ত পথে তিস্তার প্রবাহ শুরু হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৮.
পানির অভাবে সংকটাপন্ন হয়ে ওঠে -
i. জীবনযাপন প্রণালি
ii. কৃষিজ উৎপাদন
iii. শিল্প উৎপাদন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
মেঘনা নদী -
i. ভৈরববাজার অতিক্রম করে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিল হয়েছে
ii. সিলেট জেলার সুরমা ও কুশিয়ারার মিলিতস্থলে সৃষ্টি হয়েছে
iii. তিব্বতের মানস সরোবরে উৎপত্তি হয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬০.
কোনটি মেঘনার উপনদী?
Ο ক) 
বোয়ালখালি
Ο খ) 
মহানন্দা
Ο গ) 
ভৈরব
Ο ঘ) 
বাউলাই

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
পদ্মা নদীর ভারতীয় অংশের নাম কী?
Ο ক) 
ইরাবতি
Ο খ) 
ঝিলাম
Ο গ) 
নাফ
Ο ঘ) 
গঙ্গা

  সঠিক উত্তর: (ঘ)

৬২.
বর্তমানকালে মানুষের সঙ্গে নদীর সম্পর্ক -
i. বহুমাত্রিক
ii. কৃত্রিম
iii. নিবিড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
বাংলাদেশে অনেকগুলো নদী নাব্যতা হারাচ্ছে -
i. পানিপ্রবাহ বেড়ে যাওয়ার ফলে
ii. পানিপ্রবাহ কমে যাওয়ার কারণে
iii. নদীর গতিপথ পরিবর্তনের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬৪.
যমুনার শাখা নদীর নাম কী?
Ο ক) 
ধলেশ্বরী
Ο খ) 
আত্রাই
Ο গ) 
বুড়িগঙ্গা
Ο ঘ) 
মধুমতী

  সঠিক উত্তর: (ক)

৬৫.
কোথায় শস্য উৎপাদন সীমিত আকারে হয়?
Ο ক) 
পশ্চিমবঙ্গে
Ο খ) 
মিয়ানমারে
Ο গ) 
হিমালয়ের পাদদেশে
Ο ঘ) 
নদী বিধৌত অঞ্চলে

  সঠিক উত্তর: (গ)

৬৬.
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে সংক্ষেপে কী বলা হতো?
Ο ক) 
IWTC
Ο খ) 
IWTC
Ο গ) 
BIWTC
Ο ঘ) 
BIWTA

  সঠিক উত্তর: (ক)

৬৭.
স্রোতজ বনভূমি দেখা যায় -
i. সিলেটে
ii. নোয়াখালীতে
iii. চট্টগ্রামে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
কোন দেশটি খনিজ সম্পদে বেশ অগ্রসর অবস্থানে আছে?
Ο ক) 
বাংলাদেশ
Ο খ) 
নেপাল
Ο গ) 
ভুটান
Ο ঘ) 
মিয়ানমার

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
বাংলাদেশের বনাঞ্চলকে কত ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

৭০.
দক্ষিণ এশিয়ার উল্লেখযোগ্য কৃষিপ্রধান দেশ হলো -
i. বাংলাদেশ
ii. ভারত
iii. নেপাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭১.
বাংলাদেশের পাতাঝরা বনভূমি অঞ্চল হলো -
i. টাঙ্গাইল
ii. রংপুর
iii. চট্টগ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭২.
কোনটি মহানন্দার উপনদী?
Ο ক) 
তিতাস
Ο খ) 
গড়াই
Ο গ) 
আত্রাই
Ο ঘ) 
ট্যাংগন

  সঠিক উত্তর: (ঘ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
নিরক্ষীয় অঞ্চলের লোকেরা আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে প্রকৃতি থেকে এক ধরনের শক্তি পেয়ে থাকে।
৭৩.
উদ্দীপকে শক্তির কোন উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
Ο ক) 
পানি
Ο খ) 
সূর্য
Ο গ) 
কয়লা
Ο ঘ) 
গ্যাস

  সঠিক উত্তর: (খ)

৭৪.
উক্ত উৎস থেকে প্রাপ্ত শক্তি আমাদের সহায়তা করে -
i. বিভিন্ন রোগের চিকিৎসা ক্ষেত্রে
ii. আরামদায়ক বসবাসের ক্ষেত্রে
iii. ফসল উৎপাদনের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২টি মন্তব্য:

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...