NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৩ (1-250)


এস.এস.সি    ||    বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
অধ্যায় - ৩


১.
‘ভুক্তির’ শাসনকর্তা নিযুক্ত হতেন-
i. সম্রাট নিজে
ii. রাজকুমার
iii. রাজপরিবারের সদস্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২.
সেন রাজাদের অধিকার ও ক্ষমতার কোনো সীমা ছিল না। এটি কী প্রমাণ করে?
i. রাজা ছিলেন সর্বেসর্বা
ii. ধর্মীয় ব্যপারেও তার হস্তক্ষেপ ছিল
iii. তিনি শাসন, সমর ও বিচার বিভাগের প্রধান ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩.
চন্দবংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
Ο ক) 
লড়হচন্দ্র
Ο খ) 
শ্রীচন্দ্র
Ο গ) 
সুবর্ণচন্দ্র
Ο ঘ) 
পূর্ণচন্দ্র

  সঠিক উত্তর: (খ)

৪.
ভুক্তিপতির সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ?
Ο ক) 
উপরিক
Ο খ) 
উপমা
Ο গ) 
উরপিক
Ο ঘ) 
উকরিপ

  সঠিক উত্তর: (ক)

৫.
বল্লাল সেনের শাসনকাল কোনটি?
Ο ক) 
১১৭৭-১২০৪ খ্রিষ্টাব্দ
Ο খ) 
১১৭৮-১২০৫ খ্রিষ্টাব্দ
Ο গ) 
১১৭৯-১২০৬ খ্রিষ্টাব্দ
Ο ঘ) 
১১৮০-১২০৭ খ্রিষ্টাব্দ

  সঠিক উত্তর: (খ)

৬.
ত্রৈলোকচন্দ্রের উপাধি কী ছিল?
Ο ক) 
মহারাজধিরাজ
Ο খ) 
পরমেশ্বর
Ο গ) 
পরমভট্টারক
Ο ঘ) 
পরম সৌগত

  সঠিক উত্তর: (ক)

৭.
ধর্মপালের পুত্রের নাম কী?
Ο ক) 
দেব পাল
Ο খ) 
সৌমিক পাল
Ο গ) 
কুম্ভ পাল
Ο ঘ) 
ইন্দ্র পাল

  সঠিক উত্তর: (ক)

৮.
গুপ্ত যুগে সামন্তরাজগণ গুপ্ত সম্রাটের অধীনে ছিল না। এটি কী প্রমাণ করে?
Ο ক) 
সামন্তরাজগণ প্রায় স্বাধীন ছিলেন
Ο খ) 
গুপ্ত রাজাগণ অপেক্ষাকৃত দুর্বল ছিল
Ο গ) 
অন্যের অধীনস্ত ছিল সামন্তগণ
Ο ঘ) 
সামন্তগণকে গুপ্তগণ স্বাধীনতা দান করেছিলেন

  সঠিক উত্তর: (ক)

৯.
পাল বংশের সর্বশেষ সফল শাসক কে ছিলেন?
Ο ক) 
মহীপাল
Ο খ) 
দেবপাল
Ο গ) 
বিগ্রহপাল
Ο ঘ) 
রামপাল

  সঠিক উত্তর: (ঘ)

১০.
মহীপাল প্রতিহত করেন-
i. গাঙ্গেয়দেবের আক্রমণ
ii. রাজেন্দ্র চোলের আক্রমণ
iii. বিজয়সেনের আক্রমণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১.
ত্রৈলোকচন্দ্রের উত্তরাধিকারী কে ছিলেন?
Ο ক) 
পূর্ণচন্দ্র
Ο খ) 
সুবর্ণচন্দ্র
Ο গ) 
শ্রীচন্দ্র
Ο ঘ) 
কল্যানচন্দ্র

  সঠিক উত্তর: (গ)

১২.
হর্ষবর্ধন শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন, কারণ-
i. রাজশ্রীকে উদ্ধারের জন্য
ii. প্রতিশোধ গ্রহণের জন্য
iii. দেবগুপ্তের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩.
একাদশ শতকের শেষভাগ দক্ষিণ-পূর্ব বাংলায় কোন রাজবংশ গড়ে ওঠে?
Ο ক) 
বর্ম
Ο খ) 
চন্দ্র
Ο গ) 
খড়গ
Ο ঘ) 
দেব

  সঠিক উত্তর: (ক)

১৪.
সোমা একটি উপন্যাস থেকে জানতে পারে যে, ‘ড’ নামক শাসনামলে ‘ঘ’ অঞ্চল বেশ কয়েকটি অংশে বিভক্ত ছিল। ‘ড’ নিচের কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) 
গুপ্ত যুগ
Ο খ) 
পাল যুগ
Ο গ) 
সেন যুগ
Ο ঘ) 
মুঘল যুগ

  সঠিক উত্তর: (ক)

১৫.
কল্যাণচন্দ্রের শাসনকাল কোনটি?
Ο ক) 
৯৭২-৯৯৭ খ্রিষ্টাব্দ
Ο খ) 
৯৭৩-৯৯৮ খ্রিষ্টাব্দ
Ο গ) 
৯৭৪-৯৯৯ খ্রিষ্টাব্দ
Ο ঘ) 
৯৭৫-১০০০ খ্রিষ্টাব্দ

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
জাত বর্মার পিতার নাম কী ছিল?
Ο ক) 
রাজেন্দ্র বর্মা
Ο খ) 
কান্তজী বর্মা
Ο গ) 
ব্রজ বর্মা
Ο ঘ) 
হরি বর্মা

  সঠিক উত্তর: (গ)

১৭.
শশাঙ্ক মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন-
i. পুষ্যভূতিদের দমন করতে
ii. মৌখরীদের দমন করতে
iii. রাজশ্রীকে বন্দী করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮.
পাল যুগে কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগের সর্বোচ্চ ছিলেন কে?
Ο ক) 
রাজা স্বয়ং
Ο খ) 
মন্ত্রী
Ο গ) 
নির্বাচিত প্রতিনিধি
Ο ঘ) 
রাজার স্ত্রী

  সঠিক উত্তর: (ক)

১৯.
গোচন্দ্র, ধর্মদিত্য ও সমাচারদেবের শাসনকাল ছিল কোনটি?
Ο ক) 
৫২৪-৫৯৯ খ্রিষ্টাব্দ
Ο খ) 
৫২৫-৬০০ খ্রিষ্টাব্দ
Ο গ) 
৫২৬-৬০১ খ্রিষ্টাব্দ
Ο ঘ) 
৫২৭-৬০২ খ্রিষ্টাব্দ

  সঠিক উত্তর: (খ)

২০.
দ্বিতীয় মহীপালের কনিষ্ঠ ভ্রাতা রামপালের শাসনকাল কোনটি?
Ο ক) 
১০৮০-১১২২ খিষ্টাব্দ
Ο খ) 
১০৮২-১১২৪ খিষ্টাব্দ
Ο গ) 
১০৮৪-১১২৬ খিষ্টাব্দ
Ο ঘ) 
১০৮৬-১১২৮ খিষ্টাব্দ

  সঠিক উত্তর: (খ)

২১.
ধর্মপালের শাসন প্রতিষ্ঠিত ছিল-
i. বাংলায়
ii. বিহারব্যাপী
iii. উড়িষ্যাব্যাপী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২.
‘ভুক্তির’ প্রধানের উপাধি কী ছিল?
Ο ক) 
উপরিক
Ο খ) 
মহামাত্র
Ο গ) 
মহারাজা
Ο ঘ) 
মহাসামন্ত

  সঠিক উত্তর: (ক)

২৩.
ধর্মপালের শাসনকাল কোনটি?
Ο ক) 
৭৮০-৮২০ খ্রিষ্টাব্দ
Ο খ) 
৭৮১-৮২১ খ্রিষ্টাব্দ
Ο গ) 
৭৮২-৮২২ খ্রিষ্টাব্দ
Ο ঘ) 
৭৮৩-৮২৩ খ্রিষ্টাব্দ

  সঠিক উত্তর: (খ)

২৪.
‘প্রাসিঅয়’ জাতির রাজধানী কোথায় ছিল?
Ο ক) 
পালিবোথরা
Ο খ) 
পাঞ্জাব
Ο গ) 
কাশ্মির
Ο ঘ) 
কুচবিহার

  সঠিক উত্তর: (খ)

২৫.
আধুনিক গবেষকগণের মতে গোপালের শাসনকাল কোনটি?
Ο ক) 
৭৫৫-৭৮০ খ্রিষ্টাব্দ
Ο খ) 
৭৫৬-৭৮১ খ্রিষ্টাব্দ
Ο গ) 
৭৫৭-৭৮২ খ্রিষ্টাব্দ
Ο ঘ) 
৭৫৮-৭৮৩ খ্রিষ্টাব্দ

  সঠিক উত্তর: (খ)

২৬.
কার মৃত্যূতে বাংলার ইতিহাসে এক দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের সূচনা হয়?
Ο ক) 
দেবগুপ্তের
Ο খ) 
সমুদ্রগুপ্তের
Ο গ) 
শশাঙ্কের
Ο ঘ) 
গোপালের

  সঠিক উত্তর: (গ)

২৭.
কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগের সর্বোচ্চ ছিলেন রাজা-
i. ধর্মীয় ব্যাপারে তার হস্তক্ষেপ ছিল
ii. সামাজ্য পরিচালনার ক্ষেত্রে তিনি ছিলেন প্রধান
iii. অর্থনৈতির ক্ষেত্রেও হস্তক্ষেপ করতেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
ধর্মপালের প্রচেষ্টায় উন্নতি সাধিত হয়েছিল-
i. ধর্মের ক্ষেত্রে
ii. শিক্ষায়
iii. শিল্পে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
শশাঙ্কের মৃত্যুর সময়কাল হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
৬৩৭ খ্রিষ্টাব্দের কিছু আগে
Ο খ) 
৬৩৭ খ্রিষ্টাব্দের কিছু পরে
Ο গ) 
৬৩৮ খ্রিষ্টাব্দের কিছু আগে
Ο ঘ) 
৬৩৮ খ্রিষ্টাব্দের কিছু পরে

  সঠিক উত্তর: (ক)

৩০.
গুপ্ত যুগের পূর্বে প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস জানা যায় না কেন?
Ο ক) 
ইতিহাসের উৎসের অভাবে
Ο খ) 
ইতিহাসবিদদের উদাসীনতার কারণে
Ο গ) 
কোনো ঐতিহাসিক ঘটনার অভাবে
Ο ঘ) 
ইতিহাস স্থবির বলে

  সঠিক উত্তর: (ক)

৩১.
সেন রাজত্বের অবসান ঘটে কত শতকে?
Ο ক) 
দশ শতকের প্রথম দশকে
Ο খ) 
এগার শতকের প্রথম দশকে
Ο গ) 
বার শতকের প্রথম দশকে
Ο ঘ) 
তের শতকের প্রথম দশকে

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?
Ο ক) 
৩১০ খ্রিষ্টাব্দে
Ο খ) 
৩২০ খ্রিষ্টাব্দে
Ο গ) 
৩৩০ খ্রিষ্টাব্দে
Ο ঘ) 
৩৪০ খ্রিষ্টাব্দে

  সঠিক উত্তর: (খ)

৩৩.
চন্দ্ররাজাদের শাসনের পতন ঘটে কীভাবে?
Ο ক) 
বর্ম রাজবংশের আক্রমণে
Ο খ) 
দেব বংশের আক্রমণে
Ο গ) 
দুই বৈদেশিক আক্রমণে
Ο ঘ) 
কান্তিদেবের আক্রমণে

  সঠিক উত্তর: (গ)

৩৪.
বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?
Ο ক) 
ত্রিবেনীর বিজয়পুর
Ο খ) 
কর্মান্ত বসাক
Ο গ) 
দেবপর্বত
Ο ঘ) 
বর্ধমানপুর

  সঠিক উত্তর: (ক)

৩৫.
কৌমতন্ত্র ভেঙে গিয়ে কোন অবস্থা গড়ে ওঠে?
Ο ক) 
ধনিকতন্ত্র
Ο খ) 
সমাজতন্ত্র
Ο গ) 
রাজতন্ত্র
Ο ঘ) 
পুজিঁবাদী

  সঠিক উত্তর: (গ)

৩৬.
শশাংক মৃত্যুবরণ করেন-
Ο ক) 
৬০৬ খ্রি. কিছু আগে
Ο খ) 
৬৩৭ খ্রি. কিছু আগে
Ο গ) 
৬৪১ খ্রি. কিছু আগে
Ο ঘ) 
৬৫৩ খ্রি. কিছু আগে

  সঠিক উত্তর: (খ)

৩৭.
দেবপাল আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়-
i. উড়িষ্যার ওপর
ii. কামরুপের ওপর
iii. বাংলার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
দেব রাজাদের শাসনকাল কোনটি?
Ο ক) 
প্রায় ৭৩৮-৭৯৮ খ্রিষ্টাব্দ
Ο খ) 
প্রায় ৭৪০-৮০০ খ্রিষ্টাব্দ
Ο গ) 
প্রায় ৭৪২-৮০২ খ্রিষ্টাব্দ
Ο ঘ) 
প্রায় ৭৪৪-৮০৪ খ্রিষ্টাব্দ

  সঠিক উত্তর: (খ)

৩৯.
কারা দক্ষিণ-পূর্ব বাংলার হরিকেল একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটান?
Ο ক) 
কান্তিদেবরা
Ο খ) 
দেবরা
Ο গ) 
খড়গরা
Ο ঘ) 
চন্দ্ররা

  সঠিক উত্তর: (ক)

৪০.
সোহেলের গ্রামটি তিনটি গ্রামের মাঝখানে অবস্থিত। হঠাৎ তাদের গ্রামটি দখল নিয়ে পাশ্ববর্তী তিনটি গ্রামের যুদ্ধ হয়। সোহেলদের গ্রামের সাথে মিল রয়েছে নিম্নের কোন অঞ্চলের?
Ο ক) 
উত্তর ভারতের
Ο খ) 
দক্ষিন ভারতের
Ο গ) 
পশ্চিম ভারতের
Ο ঘ) 
পূর্ব ভারতের

  সঠিক উত্তর: (ক)

৪১.
পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। ঠিক তেমনিভাবে সেন বংশ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কার নামটি প্রযোজ্য?
Ο ক) 
লক্ষণ সেন
Ο খ) 
বিশ্বরুপ সেন
Ο গ) 
বিজয় সেন
Ο ঘ) 
সামন্ত সেন

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
পাল বংশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন কে?
Ο ক) 
রাজ্যপাল
Ο খ) 
দ্বিতীয় গোপাল
Ο গ) 
দ্বিতীয় বিগ্রহপাল
Ο ঘ) 
মহীপাল

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
বাংলাদেশের সেন রাজবংশের সূচনা হয় কোন শতকে?
Ο ক) 
একাদশ
Ο খ) 
দ্বাদশ
Ο গ) 
এয়োদশ
Ο ঘ) 
চতুর্দশ

  সঠিক উত্তর: (খ)

৪৪.
কোন বংশের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাংলাদেশে নতুন যুগের সূচনা হয়?
Ο ক) 
গুপ্ত
Ο খ) 
পাল
Ο গ) 
সেন
Ο ঘ) 
পুণ্ড্র

  সঠিক উত্তর: (খ)

৪৫.
গুপ্ত সম্রাটদের শাসনাধীন বড় বিভাগের নাম কি ছিল?
Ο ক) 
বিষয়
Ο খ) 
মণ্ডল
Ο গ) 
বীথি
Ο ঘ) 
ভুক্তি

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
মহীপালের পৌত্র ন্যায়পালের রাজত্বকাল কোনটি?
Ο ক) 
১০৪০-১০৫২ খ্রিষ্টাব্দ
Ο খ) 
১০৪১-১০৫৪ খ্রিষ্টাব্দ
Ο গ) 
১০৪২-১০৫৬ খ্রিষ্টাব্দ
Ο ঘ) 
১০৪৩-১০৫৮ খ্রিষ্টাব্দ

  সঠিক উত্তর: (ক)

৪৭.
নারায়ণের একটি হ্ন্দিু মন্দিরের জন্য করমুক্ত ভূমি দান করেন কে?
Ο ক) 
রামপাল
Ο খ) 
দেবপাল
Ο গ) 
মহীপাল
Ο ঘ) 
ধর্মপাল

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
দেব রাজারা তাদের নামের সাথে বড় বড় উপাধি যুক্ত করতেন কেন?
Ο ক) 
প্রজাদের অধীনতা পাওয়ার জন্য
Ο খ) 
নিজেদের শক্তিশালী ভাবতেন তাই
Ο গ) 
সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠার জন্য
Ο ঘ) 
স্বাধীন রাজ্য সৃষ্টির জন্য

  সঠিক উত্তর: (খ)

৪৯.
উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলের সামন্তবর্গ কার সময়ে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন?
Ο ক) 
ধর্মপালের
Ο খ) 
দেবপালের
Ο গ) 
মহীপালের
Ο ঘ) 
দ্বিতীয় মহীপালের

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
মহীপালের মৃত্যুর পর তার সাম্রাজ্য আক্রমণ করে-
i. কলচুরি রাজা
ii. কর্ণাটের চালুক্য রাজা
iii. উড়িষ্যা ও কামরুপের রাজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
তাম্র শাসন থেকে জানা যায়, বঙ্গরাজ্যের শাসনকর্তা ছিল-
i. গোচন্দ্র
ii. ধর্মদিত্য
iii. সমাচারদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
পাল বংশের রাজাগণ কত বছর শাসন করেন?
Ο ক) 
তিনশত বছর
Ο খ) 
চারশত বছর
Ο গ) 
পাঁচশত বছর
Ο ঘ) 
ছয়শত বছর

  সঠিক উত্তর: (খ)

৫৩.
শশাঙ্কের রাজধানীর নাম কী?
Ο ক) 
কর্ণসুবর্ণ
Ο খ) 
মেদিনীপুর
Ο গ) 
উড়িষ্য
Ο ঘ) 
কঙ্গোদ

  সঠিক উত্তর: (ক)

৫৪.
যোগ্য উত্তরাধিকারীর অভাব গুপ্ত সাম্রাজ্যেকে বিভিন্ন অংশে বিভক্ত করে। এখানে যে বিষয়টি ফুটে উঠেছে-
i. গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার ফলে স্বাধীন রাজ্যের সৃষ্টি হয়
ii. সামন্ত রাজারা সংঘর্ষে জড়িয়ে পড়ে
iii. কোনো শক্তিশালী শাসক ছিল না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৫.
অমাত্যগণের মধ্যে বিশেষভাবে উল্লেখ্যযোগ্য ছিলেন কে?
Ο ক) 
মহাসন্ধি বিগ্রহিক
Ο খ) 
মহাপতিহার
Ο গ) 
অঙ্গরক্ষ
Ο ঘ) 
মহারাজাধিরাজ

  সঠিক উত্তর: (ক)

৫৬.
বর্ম বংশ দক্ষিণ-পূর্ব বাংলায় একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে কত শতকে?
Ο ক) 
অষ্টম
Ο খ) 
নবম
Ο গ) 
দশম
Ο ঘ) 
একাদশ

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
শশাঙ্কের মূত্যুর পর বাংলা দীর্ঘদিন অরাজকতার পরিপূর্ণ ছিল। এ দুদর্শা থেকে মুক্তি লাভের জন্য প্রয়োজন-
i. সংঘর্ষ
ii. নির্বাচিত যোগ্য শাসক
iii. কড়া শাসন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (খ)

৫৮.
বাংলার পাল রাজত্বের শুরু হয় কীভাবে?
Ο ক) 
গোপালের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে
Ο খ) 
স্বাধীন বঙ্গরাজ্যের উত্থানের ফলে
Ο গ) 
ভূ-স্বামীদের সংঘর্ষের মধ্যে দিয়ে
Ο ঘ) 
গুপ্ত রাজ্যের উত্থানের ফলে

  সঠিক উত্তর: (ক)

৫৯.
ত্রি-শক্তির সংঘর্ষে পরাজিত হলেও ধর্মপালের বিশেষ কোনো ক্ষতি হয়নি কেন?
i. বিজয়ের পর রাষ্ট্রকূটরাজ দাক্ষিণাত্যে ফিরে যান
ii. ধর্মপাল কনৌজ অধিকার করেন
iii. ধর্ম অনুসারী ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬০.
কৈবর্ত বিদ্রোহের নেতা হিসেবে কার নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
শুর পাল
Ο খ) 
সন্ধাকর নন্দী
Ο গ) 
দিব্য
Ο ঘ) 
রামপাল

  সঠিক উত্তর: (গ)

৬১.
কোন যুগে যুবরাজদের যথেষ্ট প্রভাব ছিল এবং জ্যেষ্ঠ রাজকুমার যুবরাজ হতেন?
Ο ক) 
পাল
Ο খ) 
সেন
Ο গ) 
মৌর্য
Ο ঘ) 
গুপ্ত

  সঠিক উত্তর: (খ)

৬২.
দেব রাজারা নিজেদের কী মনে করতেন?
Ο ক) 
অযোগ্য
Ο খ) 
দুর্বল
Ο গ) 
পরাধীন
Ο ঘ) 
শক্তিধর

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
হিউয়েন-সাং শশাংককে কী বলে আখ্যায়িত করেছেন?
Ο ক) 
জৈনধর্ম বিদ্বেষী
Ο খ) 
শৈবধর্ম বিদ্বেষী
Ο গ) 
হিন্দুধর্ম বিদ্বেষী
Ο ঘ) 
বৌদ্ধধর্ম বিদ্বেষী

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
বর্তমান সময়ে একজন রাষ্ট্রপ্রধান তার প্রতিপত্তি বৃদ্ধির জন্য অপর রাষ্ট্রপ্রধান পরিবারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঠিক তেমনি শশাংকের সময়ে নিজ শক্তি বৃদ্ধির জন্য কোন রাজা অপর রাজ্যের রাজকন্যাকে বিবাহ করেন?
Ο ক) 
রাজ্যবর্ধন
Ο খ) 
গ্রহবর্মণ
Ο গ) 
প্রভাকরবর্ধন
Ο ঘ) 
দেবগুপ্ত

  সঠিক উত্তর: (খ)

৬৫.
সেন আমলে পাওয়া যায়-
i. রাজবৈদ্যদের নাম
ii. পুরোহিতের নাম
iii. সকল দলিলে রাজার সীলমোহর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
প্রাচীন বাংলার ইতিহাস প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন?
Ο ক) 
অশোক
Ο খ) 
শশাংক
Ο গ) 
সমুদ্রগুপ্ত
Ο ঘ) 
দেবগুপ্ত

  সঠিক উত্তর: (খ)

৬৭.
মহীপাল কোথায় বিশাল বৌদ্ধ মন্দির নির্মাণ করেন?
Ο ক) 
নালন্দায়
Ο খ) 
মিথিলায়
Ο গ) 
মুর্শিদাবাদে
Ο ঘ) 
বারানসীতে

  সঠিক উত্তর: (ক)

৬৮.
বল্লাল সেনের সময়ে কোন ধর্ম দুর্বল হয়ে পড়ে?
Ο ক) 
জৈন
Ο খ) 
ব্রাক্ষ্মণ্য
Ο গ) 
শৈব
Ο ঘ) 
বৌদ্ধ

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
পাল আমলে রাজা হতেন-
i. মন্ত্রীদের
ii. আমাত্যবর্গের
iii. মহাসান্ধিবিগ্রহিকের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
সামন্ত রাজার গুপ্ত যুগে নিজেরা ভূমিদান করতে পারতেন না। এটি কী প্রমাণ করে?
Ο ক) 
সামন্তগণ গুপ্তদের অধীনে ছিল
Ο খ) 
কিছু কিছু ক্ষেত্রে সামন্ত প্রভুদের বাধা ছিল
Ο গ) 
গুপ্ত রাজাগণ অনেক শক্তিশালী ছিল
Ο ঘ) 
সামন্তগণ প্রায় স্বাধীন হলেও পরোক্ষভাবে গুপ্তদের অধীনস্ত ছিল

  সঠিক উত্তর: (ঘ)

৭১.
লক্ষণের শাসনামলে সাহিত্য শিল্প উন্নতির চরম শিখরে পৌঁছায়, এর যথার্থ কারণ হলো-
Ο ক) 
নিজে সুপপণ্ডিত ছিলেন
Ο খ) 
রাজ্যে বহু পণ্ডিত ছিল
Ο গ) 
তখন যুদ্ধবিগ্রহ ছিল না
Ο ঘ) 
ধর্মচর্চার উপযুক্ত ছিলেন

  সঠিক উত্তর: (ক)

৭২.
গোপালের পিতামহের নাম কী?
Ο ক) 
দয়িতবিষ্ণু
Ο খ) 
চুণ্ডাদেবী
Ο গ) 
গ্রহবর্মণ
Ο ঘ) 
গৌতম

  সঠিক উত্তর: (ক)

৭৩.
গোপালের সিংহাসন আরোহণ নিয়ে কে রুপকথার অবতারণা করেন?
Ο ক) 
মৌখরী রাজা গ্রহবর্মণ
Ο খ) 
বাংলার রাজা মগদাধি
Ο গ) 
থানেশ্বর রাজা প্রভাকরবর্ধন
Ο ঘ) 
তিব্বতের ঐতিহাসিক লামা তারনাথ

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
হরি বর্মা ক্ষমতা ছিলেন কত বছর?
Ο ক) 
৪৫
Ο খ) 
৪৬
Ο গ) 
৪৭
Ο ঘ) 
৪৮

  সঠিক উত্তর: (খ)

৭৫.
শশাংক মালরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন-
i. পুষ্যভূতিদের দমন করতে
ii. মৌখরীদের দমন করতে
iii. রাজ্যশ্রীকে বন্দী করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৬.
মৌর্য সাম্রাজ্যের পতনের পর আর্বিভাব ঘটে-
i. গুপ্ত বংশের
ii. শুঙ্গ বংশের
iii. কম্ব বংশের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭৭.
সেনদের সময় বিচার বিভাগের প্রধান কে ছিলেন?
Ο ক) 
বিচারক
Ο খ) 
সেনাপ্রধান
Ο গ) 
রাজা
Ο ঘ) 
যুবরাজ

  সঠিক উত্তর: (গ)

৭৮.
প্রাচীন বাংলার এক অস্থিতিশীল অবস্থান সৃষ্টি হয়-
i. মৌর্য শাসনের অবসানের পর
ii. সেন শাসনের অবসানের পর
iii. গুপ্ত শাসনের অবসানের পর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৯.
শশাঙ্ককে মহাসামন্ত বলা হয় কেন?
Ο ক) 
তিনি শক্তিশালী ছিলেন
Ο খ) 
গুপ্তদের অধীনে বড় অঞ্চলের শাসক ছিলেন
Ο গ) 
নিজেই উপাধী দিয়েছিলেন
Ο ঘ) 
স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা তাই

  সঠিক উত্তর: (খ)

৮০.
পাল বংশের পতন ঘটে কার হাতে?
Ο ক) 
অজয় সেনের
Ο খ) 
লক্ষণ সেনের
Ο গ) 
বিজয় সেনের
Ο ঘ) 
তপন সেনের

  সঠিক উত্তর: (গ)

৮১.
লক্ষণ সেনের সমসাময়িক অন্যান্য পণ্ডিতদের মধ্যে ছিলেন-
i. শ্রীধর দাস
ii. পশুপতি
iii. ঈশান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
কান্তিদেবের রাজধানী ছিল কোনটি?
Ο ক) 
বর্ধমানপুর
Ο খ) 
দেব পর্বত
Ο গ) 
কর্মান্ত বাসক
Ο ঘ) 
সিলহট

  সঠিক উত্তর: (ক)

৮৩.
বিজয় সেনের সিংসাহসনে আরোহণে যথার্থ কারণ কোনটি?
Ο ক) 
হেমন্ত সেনের মৃত্যু
Ο খ) 
লক্ষণ সেনের মৃত্যু
Ο গ) 
বিমল সেনের মৃত্যু
Ο ঘ) 
সামন্ত সেনের মৃত্যু

  সঠিক উত্তর: (ক)

৮৪.
বাংলার মানুষের মন বিষিয়ে গিয়েছিল কেন?
Ο ক) 
দীর্ঘদিনের অর্থমন্দা
Ο খ) 
দীর্ঘদিনের পরাধীনতা
Ο গ) 
দীর্ঘদিনের অরাজাকতা
Ο ঘ) 
দীর্ঘদিনের ইংরেজ শাসন

  সঠিক উত্তর: (গ)

৮৫.
লক্ষণ সেন কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১২০৪/০৫ খ্রিষ্টাব্দে
Ο খ) 
১২০৫/০৬ খ্রিষ্টাব্দে
Ο গ) 
১২০৬/০৭ খ্রিষ্টাব্দে
Ο ঘ) 
১২০৭/০৮ খ্রিষ্টাব্দে

  সঠিক উত্তর: (খ)

৮৬.
বিদ্যা ও বিদ্বানের প্রতি যথেষ্ঠ অনুরাগী ছিলেন কে?
Ο ক) 
বিজয় সেন
Ο খ) 
বল্লাল সেন
Ο গ) 
লক্ষণ সেন
Ο ঘ) 
কেশব সেন

  সঠিক উত্তর: (খ)

৮৭.
ধর্মপালের সাথে কনৌজ দখল করে নেন কে?
Ο ক) 
বিজয় সেন
Ο খ) 
নাগভট্র
Ο গ) 
প্রথম গোবিন্দ
Ο ঘ) 
বংস রাজ

  সঠিক উত্তর: (খ)

৮৮.
ইসমাইল ইহিহাসের ছাত্র। সে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে গবেষণা করছিল। ইসমাইল তার গবেষণার মাধ্যমে নিচের কার সম্পর্কে জানতে পারল?
Ο ক) 
গোপাল
Ο খ) 
ন্যায়পাল
Ο গ) 
দেবপাল
Ο ঘ) 
দ্বিতীয় মহীপাল

  সঠিক উত্তর: (ঘ)

৮৯.
মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?
Ο ক) 
৩১৯
Ο খ) 
৩২০
Ο গ) 
৩২১
Ο ঘ) 
৩২২

  সঠিক উত্তর: (গ)

৯০.
গুপ্তদের সময়ে রাজতন্ত্র কেমন ছিল?
Ο ক) 
সেন নির্ভর
Ο খ) 
সামন্ত নির্ভর
Ο গ) 
মৌর্য নির্ভর
Ο ঘ) 
প্রজ্য নির্ভর

  সঠিক উত্তর: (খ)

৯১.
শিক্ষক শ্রেণিকক্ষে বলেন পাল আমলের একজন শাসক বৌদ্ধধর্মের বড় পৃষ্ঠপোষক ছিলেন। তিনি বুদ্ধগয়ার মন্দির নির্মাণসহ মুঙ্গের রাজধানী স্থাপন করেন। শিক্ষক কোন শাসক সম্পর্কে বলেন?
Ο ক) 
রাজ্যপাল
Ο খ) 
বিগ্রহপাল
Ο গ) 
দ্বিতীয় গোপাল
Ο ঘ) 
দেবপাল

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
বাংলার নিরাপত্তা বিপন্ন হয় কেন?
Ο ক) 
কনৌজ-থানেশ্বর জোটের জন্য
Ο খ) 
প্রভাকরবর্মণের জন্য
Ο গ) 
শশাঙ্কেরর জন্য
Ο ঘ) 
যুদ্ধের জন্য

  সঠিক উত্তর: (ক)

৯৩.
গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে কীভাবে?
Ο ক) 
রাজ্য বৃদ্ধির ফলে
Ο খ) 
দুর্ধর্ষ পাহাড়ি জাতির আক্রমণে
Ο গ) 
গৌড় জনপদের ফলে
Ο ঘ) 
বঙ্গ জনপদের ফলে

  সঠিক উত্তর: (খ)

৯৪.
কোন ঐতিহাসিক লক্ষণ সেনের দানশীলতা ও ঔদার্যের ভূয়সী প্রশংসা করেছেন?
Ο ক) 
মিনহাজ
Ο খ) 
ফিরোজ শাহ
Ο গ) 
ফা-হিয়েন
Ο ঘ) 
হিউয়েন সাং

  সঠিক উত্তর: (ক)

৯৫.
গুপ্ত সম্রাটগণ তাদের রাজ্যকে কয়েকটি প্রশাসনের বিভক্ত করেন। এটি কিসের পরিচায়ক?
i. দূরদর্শিতা
ii. সুশাসক
iii. সুপ্রশাসক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৬.
ভাগলপুরের ২৪ মাইল পূর্বে ধর্মপালের নির্মিত মঠটি কী নামে পরিচিতি ছিল?
Ο ক) 
পরমেশ্বর মঠ
Ο খ) 
পরমভট্টারক মঠ
Ο গ) 
মহারাজাধিরাজ বিহার
Ο ঘ) 
বিক্রমশীল বিহার

  সঠিক উত্তর: (ঘ)

৯৭.
একাদশ শতকের শেষ ভাগে দক্ষিণ-পূর্ব বাংলার একটি স্বাধীন রাজ্যের সৃষ্টি করে। তাদের অধিকার ছিল ত্রিপুরা ও নোয়াখালী অঞ্চলের উপর বিস্তৃত। নিচের কোন বংশের সাথে উদ্দীপকের মিল রয়েছে?
Ο ক) 
সেন সাম্রাজ্যের দুর্বলতা
Ο খ) 
মৌর্য সাম্রাজ্যের দুর্বলতা
Ο গ) 
গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতা
Ο ঘ) 
পাল সাম্রাজ্যের দুর্বলতা

  সঠিক উত্তর: (ঘ)

৯৮.
শশাঙ্ক কত খ্রিষ্টাব্দের পূর্বেই রাজ সিংহাসনে আরোহণ করেন?
Ο ক) 
৬০৩ খ্রিষ্টাব্দের
Ο খ) 
৬০৪ খ্রিষ্টাব্দের
Ο গ) 
৬০৫ খ্রিষ্টাব্দের
Ο ঘ) 
৬০৬ খ্রিষ্টাব্দের

  সঠিক উত্তর: (ঘ)

৯৯.
মাৎসান্যায় কত বছরব্যাপী চলে?
Ο ক) 
পঞ্চাশ বছর
Ο খ) 
দেড়শ বছর
Ο গ) 
একশত বছর
Ο ঘ) 
দুইশত বছর

  সঠিক উত্তর: (গ)

১০০.
তৃতীয় গোপালের রাজত্বকাল কোনটি?
Ο ক) 
১১২৮-১১৪২ খ্রিষ্টাব্দ
Ο খ) 
১১২৯-১১৪৩ খ্রিষ্টাব্দ
Ο গ) 
১১৩০-১১৪৪ খ্রিষ্টাব্দ
Ο ঘ) 
১১৩১-১১৪৫ খ্রিষ্টাব্দ

  সঠিক উত্তর: (খ)

১০১.
হরি বর্মার পর রাজা হন কে?
Ο ক) 
ব্রজ বর্মা
Ο খ) 
জাত বর্মা
Ο গ) 
সামল বর্মা
Ο ঘ) 
ভোজ বর্মা

  সঠিক উত্তর: (গ)

১০২.
গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে-
i. হুনদের আক্রমণে
ii. শকদরে আক্রমণে
iii. যশোবর্মণের আক্রমণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০৩.
স্বপন তার ইতিহাস বই থেকে জানতে পারলো বাংলার ‘ক’ সাম্রাজ্য আস্তে আস্তে বহু স্বাধীন খণ্ড খণ্ড অংশে বিভক্ত হয়ে যায়। এর জন্য দায়ী ছিল-
Ο ক) 
উত্তরসূরিদের দুর্বলতা
Ο খ) 
প্রভুত্ব গ্রহন করা
Ο গ) 
অধীনতা স্বীকার
Ο ঘ) 
প্রজাদের স্বাধীনতা

  সঠিক উত্তর: (ক)

১০৪.
মহীপালের রাজত্বকাল ছিল কত বছর?
Ο ক) 
৪০ বছর
Ο খ) 
৪৫ বছর
Ο গ) 
৫০ বছর
Ο ঘ) 
৫৫ বছর

  সঠিক উত্তর: (গ)

১০৫.
পাল যুগের কেন্দ্রীয় সরকারের আয়ের অন্যতম উৎস কোনটি?
Ο ক) 
কর
Ο খ) 
রাজ্য দখল
Ο গ) 
সম্পদ লুট
Ο ঘ) 
সম্পদ বাজেয়াপ্ত

  সঠিক উত্তর: (ক)

১০৬.
ধর্মপাল কার নিকট আত্মসমর্পণ করেন?
Ο ক) 
নাগভট্রের নিকট
Ο খ) 
বৎস রাজের নিকট
Ο গ) 
তৃতীয় গোবিন্দের নিকট
Ο ঘ) 
জয়সিং-এর নিকট

  সঠিক উত্তর: (গ)

১০৭.
লক্ষণ সেন সাম্রাজ্যভুক্ত করেন-
i. কাশী
ii. মগধ
iii. কলিঙ্গ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৮.
দেববংশের রাজাগণ হলেন-
i. শ্রীশান্তিদেব
ii. শ্রীবীরদেব
iii. শ্রীভবদেব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৯.
বাংলার বিভিন্ন অংশ ছোট ছোট স্বাধীন রাজ্যের সৃষ্টি হয় কীভাবে?
Ο ক) 
পাল সাম্রাজ্যের বিরোধের ফলে
Ο খ) 
রামপালের মৃত্যুর ফলে
Ο গ) 
শক্তিশালী অনেক শাসক সৃষ্টির ফলে
Ο ঘ) 
ধর্মপালের মৃত্যুর ফলে

  সঠিক উত্তর: (ক)

১১০.
বাংলার শশাংকের মৃত্যুর পর কত বছর অরাজতকা ও বিশৃঙ্খলা চলছিল?
Ο ক) 
প্রায় ৮০ বছর
Ο খ) 
প্রায় ৯০ বছর
Ο গ) 
প্রায় ১০০ বছর
Ο ঘ) 
প্রায় ১১০ বছর

  সঠিক উত্তর: (গ)

১১১.
লিটন তার স্কুল থেকে বগুড়া থেকে পাঁচ মাইল দূরে মহাস্থানগড়ে (পুণ্ড্রনগর) শিক্ষা সফরে গিয়ে জানতে পারে এখানে প্রাচীনকালে একটি যুগের শাসন কেন্দ্র ছিল। লিটন কোন যুগ সম্পর্কে জানতে পারে?
Ο ক) 
পাল যুগ
Ο খ) 
সেন যুগ
Ο গ) 
গুপ্ত যুগ
Ο ঘ) 
মৌর্য যুগ

  সঠিক উত্তর: (ক)

১১২.
নিচের কোনটি রাজা কীর্তিবর্মণের প্রভাব?
Ο ক) 
স্বাধীন বঙ্গ রাজ্যের পতন
Ο খ) 
মহারাজাধিরাজ উপাধি
Ο গ) 
স্বাধীন রাজ্যের উদ্ভব
Ο ঘ) 
সামন্ত রাজার উত্থান

  সঠিক উত্তর: (ক)

১১৩.
‘রাজার ব্যক্তিগত ধর্মের সাথে রাজ্যশাসনের কোনো সম্পর্ক নেই’-এ কথাটি কার ক্ষেত্রে প্রযোজ্য?
Ο ক) 
রামপালের
Ο খ) 
মহীপালের
Ο গ) 
দেবপালের
Ο ঘ) 
ধর্মপালের

  সঠিক উত্তর: (ঘ)

১১৪.
কত শতকের প্রথমার্ধ গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে?
Ο ক) 
পঞ্চম
Ο খ) 
ষষ্ঠ
Ο গ) 
সপ্তম
Ο ঘ) 
অষ্টম

  সঠিক উত্তর: (খ)

১১৫.
বাংলায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় কাকে?
Ο ক) 
বিজয় সেনকে
Ο খ) 
হেমন্ত সেনকে
Ο গ) 
লক্ষণ সেনকে
Ο ঘ) 
সামন্ত সেনকে

  সঠিক উত্তর: (খ)

১১৬.
গোপালের শাসনের বাইরে থেকে যায় কোন অঞ্চল?
Ο ক) 
উত্তর-পূর্ব বাংলা
Ο খ) 
দক্ষিণ-পূর্ব বাংলা
Ο গ) 
পশ্চিম-পূর্ব বাংলা
Ο ঘ) 
উত্তর-দক্ষিণ বাংলা

  সঠিক উত্তর: (খ)

১১৭.
পাল সাম্রাজ্যের দুর্বল সময়ে আক্রমণ করে-
i. চন্দের বংশ
ii. কলচুরি বংশ
iii. দেব বংশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১৮.
পাটলিপুত্রের নন্দবংশীয় রাজার নাম কী?
Ο ক) 
মগধাদি
Ο খ) 
আলেকজান্ডার
Ο গ) 
গোপাল
Ο ঘ) 
শশাংক

  সঠিক উত্তর: (ক)

১১৯.
মহীপাল পাল সাম্রাজ্যের সৌভাগ্য রবি উদিত করেছিলেন। এ থেকে বলা যায়-
Ο ক) 
তিনি ভালো রাজা
Ο খ) 
তার রাজত্বকালে যুদ্ধ ছিল না
Ο গ) 
তিনে যোগ্য উত্তরসূরি
Ο ঘ) 
তিনি পাল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা

  সঠিক উত্তর: (গ)

১২০.
জাত বর্মার পর ক্ষমতায় আসেন কে?
Ο ক) 
ব্রজ বর্মার
Ο খ) 
হরি বর্মা
Ο গ) 
শ্যামল বর্মা
Ο ঘ) 
ভোজ বর্মা

  সঠিক উত্তর: (খ)

১২১.
‘শত্রু ধ্বসকারী’ হিসেবে কে পরিচিত ছিলেন?
Ο ক) 
গোপাল
Ο খ) 
গোপালের  পিতা
Ο গ) 
ধর্মপাল
Ο ঘ) 
গোপালের পিতামহ

  সঠিক উত্তর: (খ)

১২২.
বল্লাল সেনের লেখা গ্রন্থ হলো-
i. অর্থশাস্ত্র
ii. অদ্ভুতসাগর
iii. দানসাগর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১২৩.
বাংলার প্রায় একশ বছরের ও বিশৃঙ্খলার অবসান ঘটে কীভাবে?
Ο ক) 
গোপালের আগমনের মধ্য দিয়ে
Ο খ) 
ধর্মপালের আগমনের মধ্য দিয়ে
Ο গ) 
লক্ষণ সেনের আগমনের মধ্য দিয়ে
Ο ঘ) 
বিজয় সেনের আগমনের মধ্য দিয়ে

  সঠিক উত্তর: (ক)

১২৪.
সপ্তম শতকের পূর্বেই দক্ষিণ বাংলার সমতট রাজ্যে ‘ক’ ‘খ’ ও ‘গ’ প্রভৃতি বংশের স্বাধীন ও সামন্ত রাজাদের উত্থান ঘটে। নিচে উদ্দীপকসমূহের সাথে মিল রয়েছে কোন বংশের?
i. খড়গ
ii. রাঢ়
iii. ভদ্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৫.
কোন শাসনামল থেকে একজন প্রধানমন্ত্রী বা প্রধান সচিবের পদ সৃষ্টি হয়?
Ο ক) 
পাল
Ο খ) 
সেন
Ο গ) 
গুপ্ত
Ο ঘ) 
আর্য

  সঠিক উত্তর: (ক)

১২৬.
কৌম সমাজের শাসনতন্ত্রের নেতৃত্ব দিতেন কারা?
Ο ক) 
আইনজীবীরা
Ο খ) 
সমাজ বিশারদরা
Ο গ) 
পঞ্চায়েতরা
Ο ঘ) 
গ্রামের মাতব্বররা

  সঠিক উত্তর: (গ)

১২৭.
সর্বশ্রেষ্ঠ শাসকরাই তাদের রাজবংশকে উন্নতির চরম শিখরে নিয়ে গিয়েছিলেন। এ থেকে কী পরিলক্ষিত হয়-
i. তারা যোগ্য শাসক ছিলেন
ii. তারা সুনিপুণ যোদ্ধা ছিলেন
iii. তারা সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৮.
শশাংক প্রথম কোথায় রাজ্য স্থাপন করেন?
Ο ক) 
বঙ্গে
Ο খ) 
পুণ্ড্রে
Ο গ) 
গৌড়ে
Ο ঘ) 
সমতটে

  সঠিক উত্তর: (গ)

১২৯.
দক্ষিণ রাঢ় শুরু বংশের অধিকারে ছিল কত শতকে?
Ο ক) 
নবম
Ο খ) 
দশম
Ο গ) 
একাদশ
Ο ঘ) 
দ্বাদশ

  সঠিক উত্তর: (গ)

১৩০.
রাজার ব্যক্তিগত ধর্মের সাথে রাজ্য শাসনের কোনো সম্পর্ক নেই। কথাটি কার সাথে সাদৃশ্যপূর্ণ?
Ο ক) 
গোপালের
Ο খ) 
গোবিন্দের
Ο গ) 
ধর্মপালের
Ο ঘ) 
দেবপালের

  সঠিক উত্তর: (গ)

১৩১.
কোন বংশের শাসনামলে রানিকে রাজকীয় মর্যাদা দেওয়া হয়?
Ο ক) 
সেন
Ο খ) 
পাল
Ο গ) 
গুপ্ত
Ο ঘ) 
সুক্ষ

  সঠিক উত্তর: (ক)

১৩২.
উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় কার রাজত্বকালে?
Ο ক) 
শশাঙ্কের
Ο খ) 
গোপালের
Ο গ) 
আলেকজান্ডারের
Ο ঘ) 
সম্রাট অশোকের

  সঠিক উত্তর: (ঘ)

১৩৩.
প্রাচীনকালে তামার পাতে রাজার নির্দেশ বা ঘোষণা খোদাই করা হতো। নিচের কোনটির সাথে এর মিল রয়েছে?
Ο ক) 
তাম্রশাসন
Ο খ) 
প্রজাশাসন
Ο গ) 
মোঘলশাসন
Ο ঘ) 
মৌর্যশাসন

  সঠিক উত্তর: (ক)

১৩৪.
শত্রু ধ্বংসকারী কথাটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
গোপাল
Ο খ) 
শশাংক
Ο গ) 
দেবগুপ্ত
Ο ঘ) 
ব্যপট

  সঠিক উত্তর: (ঘ)

১৩৫.
ধর্মপালের সাথে কনৌজ যুদ্ধে পরাজিত হয় কে?
Ο ক) 
ধর্মপাল
Ο খ) 
বক্ষ্মরাজ
Ο গ) 
নাগভট্র
Ο ঘ) 
বিজয় সেন

  সঠিক উত্তর: (গ)

১৩৬.
পাল রাজত্বে দুর্যোগ আরও ঘনীভূত হয় কার আমলে?
Ο ক) 
দ্বিতীয় মহীপাল
Ο খ) 
দ্বিতীয় বিগ্রহপাল
Ο গ) 
শূর পাল
Ο ঘ) 
দ্বিতীয় গোপাল

  সঠিক উত্তর: (ক)

১৩৭.
দক্ষিণ পূর্ব বাংলায় বর্ম রাজবংশের প্রতিষ্ঠা হয় কীভাবে?
Ο ক) 
পাল রাজশক্তির দুর্বলতার জন্য
Ο খ) 
শ্রীচন্দ্রের দুর্বলতার জন্য
Ο গ) 
সেন রাজশক্তির দুর্বলতার জন্য
Ο ঘ) 
কান্তিদেবের দুর্বলতার জন্য

  সঠিক উত্তর: (ক)

১৩৮.
বর্ম রাজবংশের শেষ রাজা কে?
Ο ক) 
হরিবর্মা
Ο খ) 
জাতবর্মা
Ο গ) 
ভোজবর্মা
Ο ঘ) 
সামলবর্মা

  সঠিক উত্তর: (গ)

১৩৯.
সামন্ত সেনকে প্রথম রাজার উপাধি দেওয়া হয়নি কেন?
Ο ক) 
রাজ্য প্রতিষ্ঠা না করার জন্য
Ο খ) 
বহিরাগত হওয়ার কারণে
Ο গ) 
যোগ্য শাসক ছিলেন না
Ο ঘ) 
শক্তিশালী শাসক না হওয়ায়

  সঠিক উত্তর: (ক)

১৪০.
রাজ্যপার, দ্বিতীয় গোপাল ও দ্বিতীয় বিগ্রহপালের রাজত্বকাল কোনটি?
Ο ক) 
৯২০-৯৯৫ খিষ্টাব্দ
Ο খ) 
৯২১-৯৯৬ খিষ্টাব্দ
Ο গ) 
৯২২-৯৯৭ খিষ্টাব্দ
Ο ঘ) 
৯২৩-৯৯৮ খিষ্টাব্দ

  সঠিক উত্তর: (ক)

১৪১.
কোন রাজাদের শাসনকাল থেকে ধারাবাহিকভাবে বাংলার রাজেনৈতিক ইতিহাস সম্পর্কে ধারনা লাভ করা যায়?
Ο ক) 
সেন
Ο খ) 
পাল
Ο গ) 
মুঘল
Ο ঘ) 
সুলতানি

  সঠিক উত্তর: (খ)

১৪২.
কখন উত্তরবঙ্গ মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল-
Ο ক) 
দ্বিতীয়-তৃতীয় শতকে
Ο খ) 
তৃতীয়-চতুর্থ শতকে
Ο গ) 
চতুর্থ-পঞ্চম শতকে
Ο ঘ) 
পঞ্চম-ষষ্ঠ শতকে

  সঠিক উত্তর: (ক)

১৪৩.
শ্রীচন্দ্র মোট কত বছর রাজত্ব করেন?
Ο ক) 
৩০
Ο খ) 
৩৫
Ο গ) 
৪০
Ο ঘ) 
৪৫

  সঠিক উত্তর: (ঘ)

১৪৪.
সপ্তম শতকের গোড়ার দিকে গৌড় অঞ্চলের ক্ষমতা দখল করেন কে?
Ο ক) 
শশাঙ্ক
Ο খ) 
গোপাল
Ο গ) 
গৌতম
Ο ঘ) 
প্রভাকরবর্ধন

  সঠিক উত্তর: (ক)

১৪৫.
ধর্মপাল কোথায় বৌদ্ধবিহার নির্মাণ করেন?
Ο ক) 
সোমপুরে
Ο খ) 
পাহাড়পুরে
Ο গ) 
মহাস্থানগড়ে
Ο ঘ) 
ভাগলপুরে

  সঠিক উত্তর: (ঘ)

১৪৬.
শশাংকের রাজত্বকালে পশ্চিম দিক থেকে কোন শক্তি বাংলা অধিকারের জন্য বারবার চেষ্টা করছিল?
Ο ক) 
মৌখরী
Ο খ) 
পুষ্যভূতি
Ο গ) 
কান্যকুব্জ
Ο ঘ) 
থানেশ্বর

  সঠিক উত্তর: (ক)

১৪৭.
পুরো বাংলা গুপ্তদের শাসনাধীনে ছিল না কেন?
Ο ক) 
গুপ্তরা দুর্বল শাসক ছিলেন বলে
Ο খ) 
সামন্তপ্রভুরা স্বাধীন ছিল
Ο গ) 
বাংলার কিছু অংশ পালদের অধীনে ছিল
Ο ঘ) 
বাংলায় গুপ্ত শাসকরা আধিপত্য বিস্তারে অক্ষম ছিল

  সঠিক উত্তর: (খ)

১৪৮.
পাল বংশের স্থায়িত্ব ছিল কত বছর?
Ο ক) 
প্রায় একশ বছর
Ο খ) 
প্রায় দুইশত বছর
Ο গ) 
প্রায় তিনশ বছর
Ο ঘ) 
প্রায় চারশত বছর

  সঠিক উত্তর: (ঘ)

১৪৯.
শ্রীচন্দ্রকে চন্দ্রবংশের সর্বশ্রেষ্ঠ শাসক বলার কারণ কী?
i. সুযোগ্য উত্তরাধিকার
ii. চন্দ্রবংশের প্রতিপত্তি উন্নতির চরম শিখরে নিয়ে যান
iii. বিক্রমপুরে রাজধানী গড়ে তোলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

১৫০.
বরেন্দ্র উদ্ধারে রামপালকে সাহায্য করেন-
i. রাষ্ট্রকূট রাজ
ii. মগধ রাজ
iii. রাঢ় রাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫১.
সিমির নানা বাড়ি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর। সিমি তার মার সাথে নানাদের বাড়িতে যাবার পথে তার মা তাকে বললেন এটি একসময় একটি রাজবংশের রাজধানী ছিল। সিমির মা কোন রাজবংশের কথা সিমিকে বলেছেন?
Ο ক) 
বর্ম বংশ
Ο খ) 
খড়গ বংশ
Ο গ) 
দেব বংশ
Ο ঘ) 
কান্দিদেব বংশ

  সঠিক উত্তর: (ক)

১৫২.
কৈবর্ত বিদ্রোহের সময় রামপালকে সাহায্য করেন কে?
Ο ক) 
হেমন্ত সেন
Ο খ) 
বল্লাল সেন
Ο গ) 
বিজয় সেন
Ο ঘ) 
লক্ষণ সেন

  সঠিক উত্তর: (ক)

১৫৩.
গুপ্ত শাসনের অবসানের পর যেসব স্বাধীন রাজ্যের জন্ম হয় তাহলো-
i. পাঞ্জাব
ii. বঙ্গ
iii. গৌড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৫৪.
সাকিব রংপুর জেলার মাহীগঞ্জ, বগুড়া জেলার মহিপুর এবং দিনাজপুর জেলার মহীসন্তোষ ভ্রমণ করে আসলেন। সাকিব এই এলাকাগুলো ভ্রমণ করে কার ইতিহাস জানতে পারবেন?
Ο ক) 
ধর্মপালের
Ο খ) 
মহীপালের
Ο গ) 
গোপালের
Ο ঘ) 
ন্যায়পালের

  সঠিক উত্তর: (খ)

১৫৫.
একাদশ শতকে দক্ষিণ রাঢ় কোন বংশের অধিকারে ছিল?
Ο ক) 
খড়গ
Ο খ) 
বর্ম
Ο গ) 
চন্দ্র
Ο ঘ) 
শুর

  সঠিক উত্তর: (ঘ)

১৫৬.
সপ্তম শতকে বাংলার ইতিহাসে শশাঙ্ক একটি গুরুত্বপূর্ণ নাম কীভাবে?
Ο ক) 
স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা
Ο খ) 
অধিক শক্তিশালী শাসক
Ο গ) 
প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম নরপতি
Ο ঘ) 
ধর্ম বিদ্বেষী

  সঠিক উত্তর: (গ)

১৫৭.
সেনগণ রাজ্যকে কয়েকটি ভাগে বিভক্ত করেছিলেন, কারণ-
i. সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনার জন্য
ii. সঠিক উপায়ে রাজস্ব আদায়ের জন্য
iii. জনসংখ্যার সকল চাহিদা আদায়ের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৮.
গোপাল কার আশীর্বাদপুষ্ট ছিলেন?
Ο ক) 
কুৎসিত নাগ দেবীর
Ο খ) 
চুণ্ডাদেবীর
Ο গ) 
রাজস্বীর
Ο ঘ) 
চুণ্ডালী

  সঠিক উত্তর: (খ)

১৫৯.
শ্রীচন্দ্রের শাসনকাল কোনটি?
Ο ক) 
৯৩০-৯৭৫ খ্রিষ্টাব্দ
Ο খ) 
৯৩১-৯৭৬ খ্রিষ্টাব্দ
Ο গ) 
৯৩২-৯৭৭ খ্রিষ্টাব্দ
Ο ঘ) 
৯৩৩-৯৭৮ খ্রিষ্টাব্দ

  সঠিক উত্তর: (ক)

১৬০.
মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়েছিল-
i. কর্ণসুবর্ণে
ii. তাম্রলিপ্ততে
iii. সমতটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬১.
স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ο ক) 
অশোক
Ο খ) 
সমুদ্র গুপ্ত
Ο গ) 
চন্দ্রগুপ্ত মৌর্য
Ο ঘ) 
শশাংক

  সঠিক উত্তর: (ঘ)

১৬২.
পাল আমলে সামরিক বিভাগ কতটি ভাগে বিভক্ত ছিল?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (গ)

১৬৩.
মৌখরী ও পরবর্তী গুপ্তবংশীয় রাজাদের মধ্যে প্রায় কত বছর পুরুষাকুক্রমিক সংঘর্ষ ছিল?
Ο ক) 
২০
Ο খ) 
৩০
Ο গ) 
৪০
Ο ঘ) 
৫০

  সঠিক উত্তর: (ঘ)

১৬৪.
বল্লাল সেন দেশের বিভিন্ন অঞ্চল ধর্ম প্রচারক প্রেরণ করেছিলেন, কারণ-
i. ধর্ম প্রচারের জন্য
ii. তন্ত্র হিন্দুধর্মের পৃষ্ঠপোষক ছিলেন
iii. কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

১৬৫.
পাল সাম্রাজ্যের পতনের যথার্থ কারণ নিচের কোনটি?
Ο ক) 
দেবপালের অযোগ্যতা
Ο খ) 
দেবপালের অদক্ষতা
Ο গ) 
দেবপালের অসুস্থতা
Ο ঘ) 
দেবপালের মৃত্যু

  সঠিক উত্তর: (ঘ)

১৬৬.
রাজ্যশ্রীর সাথে কার বিয়ে হয়?
Ο ক) 
গ্রহবর্মনের
Ο খ) 
কনৌজের
Ο গ) 
থানেশ্বরের
Ο ঘ) 
শশাংকের

  সঠিক উত্তর: (ক)

১৬৭.
পাল আমলে শাসন বিভাগের সর্বোচ্চ স্থানে কে ছিলেন?
Ο ক) 
রাজা
Ο খ) 
রাজপুত্র
Ο গ) 
সেনাপতি
Ο ঘ) 
উজির

  সঠিক উত্তর: (ক)

১৬৮.
কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয় কার সময়ে?
Ο ক) 
ধর্মপালের
Ο খ) 
মহীপালের
Ο গ) 
রামপালের
Ο ঘ) 
দ্বিতীয় মহীপালের

  সঠিক উত্তর: (ঘ)

১৬৯.
বল্লাল সেনের বিশেষ উপাধি ছিল কোনটি?
Ο ক) 
মহারাজধিরাজ
Ο খ) 
অরিরাজ-বৃষব-শঙ্ককর
Ο গ) 
মহাভট্রারক
Ο ঘ) 
অরিরাজ নিঃশঙ্ক শঙ্কর

  সঠিক উত্তর: (ঘ)

১৭০.
দেব রাজাদের রাজধানী কোথায় ছিল?
Ο ক) 
বর্ধমানপুর
Ο খ) 
রোহিতগিরি
Ο গ) 
দেবপর্বত
Ο ঘ) 
গৌড়

  সঠিক উত্তর: (গ)

১৭১.
ইতিহাসে ‘ত্রি-শক্তি সংঘর্ষ’ হয়েছিলো কেন?
Ο ক) 
ধর্মপালর মৃত্যুর জন্য
Ο খ) 
উত্তর ভারতে আধিপত্য বিস্তারের জন্য
Ο গ) 
বাংলায় শাসন প্রতিষ্ঠার জন্য
Ο ঘ) 
সর্বশ্রেষ্ঠ শাসক হওয়ার জন্য

  সঠিক উত্তর: (খ)

১৭২.
দয়িতবিষ্ণু কী ছিলেন?
Ο ক) 
উপাসক
Ο খ) 
সর্ববিদ্যা বিশুদ্ধ
Ο গ) 
রাজা
Ο ঘ) 
চুণ্ডাদেবীর ভক্ত

  সঠিক উত্তর: (খ)

১৭৩.
‘রামচরিত’থেকে কোন শাসক সম্পর্কে জানা যায়?
Ο ক) 
ধর্মপালের
Ο খ) 
মহীপালের
Ο গ) 
দেবপালের
Ο ঘ) 
রামপালের

  সঠিক উত্তর: (খ)

১৭৪.
নাগভট্র ও ধর্মপালের মধ্যে যুদ্ধ হয় কেন?
Ο ক) 
নাগভট্র কনৌজ দখল করেন তাই
Ο খ) 
আধিপত্য রক্ষার জন্য
Ο গ) 
নাগভট্রকে ক্ষমতাচ্যুত করতে
Ο ঘ) 
সর্বশ্রেষ্ঠ শাসক হওয়ার জন্য

  সঠিক উত্তর: (ক)

১৭৫.
চন্দ্র বংশের শেষ রাজা কে ছিলেন?
Ο ক) 
ত্রৈলোক্যচন্দ্র
Ο খ) 
লড়হচন্দ্র
Ο গ) 
কল্যাণচন্দ্র
Ο ঘ) 
গোবিন্দচন্দ্র

  সঠিক উত্তর: (ঘ)

১৭৬.
বল্লাল সেনের আমলে কোন ধর্মের প্রতিপত্তি বৃদ্ধি পায়?
Ο ক) 
ব্রাক্ষণ্য
Ο খ) 
জৈন
Ο গ) 
খ্রিষ্টান
Ο ঘ) 
শৈব

  সঠিক উত্তর: (ক)

১৭৭.
দীর্ঘকাল বাংলা শাসন করেন কোন রাজবংশ?
Ο ক) 
মৌর্য রাজবংশ
Ο খ) 
গুপ্ত রাজবংশ
Ο গ) 
পাল রাজবংশ
Ο ঘ) 
সেন রাজবংশ

  সঠিক উত্তর: (গ)

১৭৮.
তৃতীয় বিগ্রহপালের মৃত্যুর পর কে ক্ষমতা লাভ করেন?
Ο ক) 
দ্বিতীয় গোপাল
Ο খ) 
দ্বিতীয় বিগ্রহপাল
Ο গ) 
দ্বিতীয় ধর্মপাল
Ο ঘ) 
দ্বিতীয় মহীপাল

  সঠিক উত্তর: (ঘ)

১৭৯.
সোমপুর বিহার কোথায় অবস্থিত?
Ο ক) 
বগুড়ায়
Ο খ) 
পাহাড়পুরে
Ο গ) 
মহাস্থানগড়ে
Ο ঘ) 
দিনাজপুরে

  সঠিক উত্তর: (খ)

১৮০.
বৌদ্ধ ধর্মলম্বী হয়েও সকল ধর্মের প্রজার প্রতি সমান পৃষ্ঠপোষকতার পরিচয় পাওয়া যায়-
i. ধর্মপালের প্রধানমন্ত্রী গর্গ ছিলেন ব্রাক্ষণ
ii. নারায়ণের হিন্দু মন্দিরের জন্য করমু্ক্ত ভূমি দান
iii. যাদের ভূমি দান করেছিলেন অধিকাংশই ব্রাক্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮১.
ধর্মপাল বৌদ্ধবিহার “বিক্রমশীল বিহার” নামে খ্যাত ছিল, কারণ-
i. বিক্রমশীল তার দ্বিতীয় নাম
ii. উপাধি অনুসারে
iii. জনপ্রিয়তার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

১৮২.
দক্ষিণ ভারতের কর্ণটি থেকে পূর্ব বাংলার রাজ্য স্থাপন করে কোন বংশ?
Ο ক) 
পাল বংশ
Ο খ) 
সেন বংশ
Ο গ) 
গুপ্ত বংশ
Ο ঘ) 
মৌর্য বংশ

  সঠিক উত্তর: (খ)

১৮৩.
বিজয় সেন স্বাধীনতার স্বীকৃতি পান কীভাবে?
Ο ক) 
বরেন্দ্র উদ্ধারে রামপালকে সাহায্য করার জন্য
Ο খ) 
তুমুল যুদ্ধ করে
Ο গ) 
সামন্ত রাজা বলে
Ο ঘ) 
রামপালের সাথে মিত্রতার জন্য

  সঠিক উত্তর: (ক)

১৮৪.
আলেকজান্ডারের ভারত ত্যাগের কত বছর পর মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয়?
Ο ক) 
এক
Ο খ) 
দুই
Ο গ) 
তিন
Ο ঘ) 
চার

  সঠিক উত্তর: (গ)

১৮৫.
পাল আমলে রাজাদের উপাধি ছিল-
i. পরমেশ্বর
ii. পরমভট্রারক
iii. মহারাজধিরাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৬.
মালদহের কাছাকাছি রামাবতিতে কে রাজধানী স্থাপন করেন?
Ο ক) 
মহীপাল
Ο খ) 
বিগ্রহপাল
Ο গ) 
দ্বিতীয় গোপাল
Ο ঘ) 
রামপাল

  সঠিক উত্তর: (ঘ)

১৮৭.
বল্লাল সেন শেষ জীবন অতিবাহিত করেন কীভাবে?
Ο ক) 
বানপ্রস্থ অবলম্বন করে
Ο খ) 
ত্রিবেনীতে বিলাসীভাবে
Ο গ) 
যাগ-যজ্ঞের মাধ্যমে
Ο ঘ) 
ধ্যানমগ্ন অবস্থায়

  সঠিক উত্তর: (ক)

১৮৮.
কন্ব বংশের ইতিহাস জানার জন্য আমাদের কাছে কী নেই?
Ο ক) 
যথেষ্ট উপাদান
Ο খ) 
লিখিত উপকরণ
Ο গ) 
প্রমাণ
Ο ঘ) 
ইতিহাসবিদ

  সঠিক উত্তর: (ক)

১৮৯.
পশ্চিমে শশাংকের রাজ্য কোন পর্যন্ত বিস্তৃত ছিল?
Ο ক) 
বারাণসী
Ο খ) 
দক্ষিণ রাঢ়
Ο গ) 
ত্রিবেণী
Ο ঘ) 
উত্তর রাঢ়

  সঠিক উত্তর: (ক)

১৯০.
গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসনকর্তাকে কী বলা হতো?
Ο ক) 
সামন্ত
Ο খ) 
মহাসামন্ত
Ο গ) 
শশাংক
Ο ঘ) 
মহাশশাংক

  সঠিক উত্তর: (খ)

১৯১.
চন্দ্র বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে?
Ο ক) 
শ্রীচন্দ্র
Ο খ) 
লডহচন্দ্র
Ο গ) 
গোবিন্দচন্দ্র
Ο ঘ) 
কল্যাণচন্দ্র

  সঠিক উত্তর: (ক)

১৯২.
সমতট একটি করদ রাজ্য ছিল কার সময়ে?
Ο ক) 
সমুদ্রগুপ্তের
Ο খ) 
প্রথম চন্দ্রগুপ্তের
Ο গ) 
ত্রৈলোক্যচন্দ্রের
Ο ঘ) 
দ্বিতীয় চন্দ্রগুপ্ত

  সঠিক উত্তর: (খ)

১৯৩.
হর্ষবর্ধনের সাথে মিত্রতা স্থাপন করেন কে?
Ο ক) 
শশাংক
Ο খ) 
দেবগুপ্ত
Ο গ) 
রাজ্যবর্ধন
Ο ঘ) 
ভাস্করবর্মা

  সঠিক উত্তর: (ঘ)

১৯৪.
সাম্রাজ্যের আকার বড় হয় কোন যুগে?
Ο ক) 
পাল যুগে
Ο খ) 
সেন যুগে
Ο গ) 
মুঘর যুগে
Ο ঘ) 
সুলতানি যুগে

  সঠিক উত্তর: (ক)

১৯৫.
রাজ্যবর্ধনের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?
Ο ক) 
জয়বর্ধন
Ο খ) 
শশাংক
Ο গ) 
হর্ষবর্ধন
Ο ঘ) 
দেবগুপ্ত

  সঠিক উত্তর: (গ)

১৯৬.
পাল বংশের সর্বশেষ সুফল শাসক কে?
Ο ক) 
শূর পাল
Ο খ) 
ধর্মপাল
Ο গ) 
মহীপাল
Ο ঘ) 
রামপাল

  সঠিক উত্তর: (ঘ)

১৯৭.
মৌখরী রাজবংশের অধীনে ছিল কোন রাজ্যটি?
Ο ক) 
কান্যকুজ
Ο খ) 
তাম্রলিপ্ত
Ο গ) 
ত্রিবেনী
Ο ঘ) 
সুবর্ণগ্রাম

  সঠিক উত্তর: (ক)

১৯৮.
গঙ্গা নদীর স্রোত হিসেবে সমর্থনযোগ্য-
i. ভাগীরথী
ii. বঙ্গোপসাগর
iii. পদ্মা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৯৯.
‘চ’ ও ‘হ’ অর্থনৈতিক জরিপের কাজে অঞ্চলে দেখে সেখানে মুদ্রা ও শস্য উভয় পন্থায়ই রাজস্ব আদায় হয়। ‘ঘ’ কোন যুগকে নির্দেশ করছে?
Ο ক) 
পাল
Ο খ) 
গুপ্ত
Ο গ) 
মৌর্য যুগ
Ο ঘ) 
সেন যুগ

  সঠিক উত্তর: (ক)

২০০.
বাংলা পুরোপুরি গুপ্ত সম্রাটের অধীনে ছিল না। এর যথার্থ কারণ কী?
i. কিছু অংশ মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল
ii. মহাসামন্তগণ প্রায় স্বাধীন ছিল
iii. গুপ্তগণ দুর্বল শাসক ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২০১.
পরম ভট্রারক কার উপাধি?
Ο ক) 
দেব রাজাদের
Ο খ) 
সেন রাজাদের
Ο গ) 
পাল রাজাদের
Ο ঘ) 
গুপ্ত রাজাদের

  সঠিক উত্তর: (ক)

২০২.
সেন শাসন অব্যাহত থাকে কত বছর?
Ο ক) 
এক বছর
Ο খ) 
তিন বছর
Ο গ) 
দুই বছর
Ο ঘ) 
চার বছর

  সঠিক উত্তর: (গ)

২০৩.
বাংলার গুপ্তবংশীয় রাজাগণ দুর্বল হয়ে পড়েন, কারণ-
i. পুরূষনুক্রমিক সংঘর্ষের জন্য
ii. চালুক্যরাজগণের ক্রমাগত আক্রমণ
iii. শশাঙ্কের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

২০৪.
ধর্মপালের উপাধি ছিল-
i. পরমেশ্বর
ii. পরমভট্রারক
iii. মহারাজধিরাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০৫.
শশাংকের সময়কালে মৌখরী রাজা কে ছিলেন?
Ο ক) 
গ্রহবর্মণ
Ο খ) 
অশোক
Ο গ) 
প্রভাকরবর্ধন
Ο ঘ) 
শশাংক

  সঠিক উত্তর: (ক)

২০৬.
সাত শতকে বাংলার ইতিহাসের সাথে কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
শশাঙ্ক
Ο খ) 
চন্দ্রগুপ্ত
Ο গ) 
দেবগুপ্ত
Ο ঘ) 
কনৌজ

  সঠিক উত্তর: (ক)

২০৭.
শশাংক-
i. শৈব ধর্মের উপাসক ছিলেন
ii. কামরুপে রাজাকে পরাজিত করেন
iii. মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২০৮.
দেবপাল কিসের প্রতি অতিশয় শ্রদ্ধাশীল ছিলেন?
Ο ক) 
ধর্মের
Ο খ) 
বিদ্যানের
Ο গ) 
পিতামাতার
Ο ঘ) 
শিক্ষরের

  সঠিক উত্তর: (খ)

২০৯.
গুপ্ত সম্রাট কীভাবে ভূক্তির শাসনকর্তা নিযুক্ত করতেন?
Ο ক) 
নিজে
Ο খ) 
প্রতিনিধির মাধ্যমে
Ο গ) 
পরীক্ষার মাধ্যমে
Ο ঘ) 
দক্ষতার মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

২১০.
ইতিহাস উৎসনির্ভর গুপ্ত যুগের পূর্বের ইতিহাস জানতে হলে আমরা একটি মাত্র উপাদানের সন্ধান পাই। নিম্নের কোন উপাদান গুপ্তযুগের ইতিহাসের একমাত্র উৎস?
Ο ক) 
বৈদেশিক বিবরণী
Ο খ) 
প্রত্নতাত্ত্বিক নির্দশন
Ο গ) 
শিলালিপি
Ο ঘ) 
অলিখিত উপাদান

  সঠিক উত্তর: (ক)

২১১.
উত্তর-পশ্চিম বাংলাতে গুপ্ত বংশের শাসন শেষ হয় কখন?
Ο ক) 
চতুর্থ
Ο খ) 
ষষ্ঠ
Ο গ) 
অষ্টম
Ο ঘ) 
দশম

  সঠিক উত্তর: (খ)

২১২.
গুপ্ত যুগের ভুক্তি ও বিষয়গুলোর সাথে সাদৃশ্য রয়েছে র্ব্তমান সময়ের কোনটির সাথে?
Ο ক) 
মহল্লা ও পাড়ার সাথে
Ο খ) 
পাড়া ও গ্রামের সাথে
Ο গ) 
গ্রাম ও অঞ্চলের সাথে
Ο ঘ) 
বিভাগ ও জেলার সাথে

  সঠিক উত্তর: (ঘ)

২১৩.
কর্মান্ত বাসক বর্তমান কোন জেলার প্রাচীন নাম?
Ο ক) 
বরিশাল
Ο খ) 
বগুড়া
Ο গ) 
নওগাঁ
Ο ঘ) 
কুমিল্লা

  সঠিক উত্তর: (ঘ)

২১৪.
‘ক’ বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা। কোনো রাজ্য সৃষ্টি না করায় প্রথম রাজার উপাধি থেকে বঞ্চিত হন। নিচের কার সাথে মিল রয়েছে?
Ο ক) 
সামন্ত সেন
Ο খ) 
গোবিন্দ সেন
Ο গ) 
হেমন্ত সেন
Ο ঘ) 
বিজয় সেন

  সঠিক উত্তর: (ক)

২১৫.
মৌর্যদের প্রাদেশিক রাজধানী ছিল কোনটি?
Ο ক) 
কর্ণসুবর্ণ
Ο খ) 
গৌড়
Ο গ) 
বঙ্গ
Ο ঘ) 
পুন্ড্রনগর

  সঠিক উত্তর: (ঘ)

২১৬.
‘দানসাগর’ ও ‘অদ্ভুদসাগর’ গ্রণ্থের লেখক কে?
Ο ক) 
টেক চাঁদঠাকুর
Ο খ) 
বল্লাল সেন
Ο গ) 
লক্ষণ সেন
Ο ঘ) 
বিশ্বরুপ সেন

  সঠিক উত্তর: (খ)

২১৭.
গুপ্ত বংশের কোন শাসক সমগ্র বাংলা জয় করেন?
Ο ক) 
প্রথম চন্দ্রগুপ্ত
Ο খ) 
সমুদ্রগুপ্ত
Ο গ) 
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ο ঘ) 
ত্রৈলোক্য চন্দ্রগুপ্ত

  সঠিক উত্তর: (খ)

২১৮.
ধর্মপাল কোন ধর্মের অনুসারী ছিলেন?
Ο ক) 
হিন্দুধর্মের
Ο খ) 
বৌদ্ধধর্মের
Ο গ) 
খ্রিষ্টান ধর্মের
Ο ঘ) 
শৈব ধর্মের

  সঠিক উত্তর: (খ)

২১৯.
সেন যুগে ভূমি বিষয়ে সকল দলিলেই সিলমোহর মারা হতো, কারণ-
i. রাজস্ব আদায়ে সতর্কতার জন্য
ii. সঠিকভাবে রাজস্ব আদায়ের জন্য
iii. �রাজার ক্ষমতা প্রকাশের� জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

২২০.
প্রকৃত ইতিহাসের রুপ পরিগ্রহ করে কখন থেকে?
Ο ক) 
আকবরের ভারত বিজয়ের পর থেকে
Ο খ) 
হুমায়ুনের সিংহাসন আরোহণের পর থেকে
Ο গ) 
বাবরের বাংলা বিজয়ের পর থেকে
Ο ঘ) 
আলেকজান্ডারের ভারত আক্রমণের পর থেকে

  সঠিক উত্তর: (ঘ)

২২১.
‘গঙ্গারিডই’ জাতির বাসস্থান কোথায় ছিল?
Ο ক) 
গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চলে
Ο খ) 
ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী অঞ্চলে
Ο গ) 
ভাগীরথী ও যমুনার মধ্যবর্তী অঞ্চলে
Ο ঘ) 
গঙ্গা ও ভাগীরথী মধ্যবর্তী অঞ্চলে

  সঠিক উত্তর: (খ)

২২২.
তানভীর সন্ধ্যাকর নন্দী রচিত ‘রামচরিত’ অধ্যায়ন করছিল। তানভীর রামচরিত অধ্যায়নের মাধ্যমে কার সম্পর্কে জানতে পারবে?
Ο ক) 
শূরপাল
Ο খ) 
রামপাল
Ο গ) 
ন্যায়পাল
Ο ঘ) 
বিগ্রহপাল

  সঠিক উত্তর: (খ)

২২৩.
‘মাৎস্যন্যয়’-এর ব্যপ্তি ছিল কত বছর?
Ο ক) 
৮০
Ο খ) 
৯০
Ο গ) 
১০০
Ο ঘ) 
১১০

  সঠিক উত্তর: (গ)

২২৪.
লক্ষণ সেনের রাজসভায় বহু পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তিবর্গের সমাবেশ ঘটেছিল্ শিল্প সাহিত্যের তার অবদান অনেক। উদ্দীপকের সাথে নিম্নের কোনটি সমর্থন করেছে-
i. তিনি সুপণ্ডিত
ii. তিনি বিদ্যেৎসাহী
iii. তিনি শিল্প সাহিত্যের অনুরাগী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২৫.
‘মহারাজধিরাজ’ কার উপাধি ছিল?
Ο ক) 
সুবর্ণচন্দ্র
Ο খ) 
পূর্ণচন্দ্র
Ο গ) 
ত্রৈলোক্যচন্দ্র
Ο ঘ) 
শ্রীচন্দ্র

  সঠিক উত্তর: (গ)

২২৬.
বিজয় সেন উত্তর ও উত্তর-পশ্চিম বাংলা কীভাবে দখল করেন?
Ο ক) 
ধর্মপালকে পরাজিত করে
Ο খ) 
রামপালকে পরাজিত করে
Ο গ) 
শুর বংশের কন্যাকে বিবাহ করে
Ο ঘ) 
মদনপালকে পরাজিত করে

  সঠিক উত্তর: (ঘ)

২২৭.
বিজয় সেনের উপাধি ছিল-
i. অরিরাজ-বৃষভ-শঙ্কর
ii. মহাধিরাজাধিরাজ
iii. পরম মহেশ্বর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২৮.
প্রাসিঅয় কিসের নাম?
Ο ক) 
বংশের নাম
Ο খ) 
গোত্রের নাম
Ο গ) 
জাতির নাম
Ο ঘ) 
অঞ্চলের নাম

  সঠিক উত্তর: (গ)

২২৯.
চন্দ্রগুপ্ত ভারতের এক অঞ্চলে কী স্থাপন করেন?
Ο ক) 
মৌর্য বংশের প্রভুত্ব
Ο খ) 
সমতট বাংলা
Ο গ) 
বঙ্গ রাজ্য
Ο ঘ) 
রাজধানী

  সঠিক উত্তর: (ক)

২৩০.
পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
Ο ক) 
গোপাল
Ο খ) 
ধর্মপাল
Ο গ) 
দেবপাল
Ο ঘ) 
মহীপাল

  সঠিক উত্তর: (খ)

২৩১.
দেব বংশের উত্থান ঘটে কোন শতকে?
Ο ক) 
ষষ্ঠ
Ο খ) 
সপ্তম
Ο গ) 
অষ্টম
Ο ঘ) 
নবম

  সঠিক উত্তর: (গ)

২৩২.
রামপাল রাজ্যভার গ্রহণ করে কী করতে সচেষ্ট হন?
Ο ক) 
বরেন্দ্র উদ্ধার
Ο খ) 
আভিজাত্য উদ্ধার
Ο গ) 
পুণ্ড্র উদ্ধার
Ο ঘ) 
বঙ্গ উদ্ধার

  সঠিক উত্তর: (ক)

২৩৩.
সেন যুগে ভূমি বিষয়ে সকল দলিলেই রাজার সীলমোহর মারা হতো। এতে যে বিষয়টি ফুটে উঠেছে-
Ο ক) 
সেনদের দূরদর্শিতা
Ο খ) 
সেনদের ক্ষমতা
Ο গ) 
সেনদের বুদ্ধিমত্তার প্রখরতা
Ο ঘ) 
রাজস্ব বিষয়ে সেনদের সর্তকতা

  সঠিক উত্তর: (ঘ)

২৩৪.
ভারত আক্রমন করেন কে?
Ο ক) 
শশাঙ্ক
Ο খ) 
পাটলিপুত্র
Ο গ) 
গোপাল
Ο ঘ) 
আলেকজন্ডার

  সঠিক উত্তর: (ঘ)

২৩৫.
তারনাথের মতে,� ধর্মপাল বৌদ্ধধর্ম শিক্ষার জন্য মোট কতটি শিক্ষাক্রম নির্মাণ করেন বা প্রতিষ্ঠা করেন?
Ο ক) 
৪০ টি
Ο খ) 
৪৫ টি
Ο গ) 
৫০ টি
Ο ঘ) 
৫৫ টি

  সঠিক উত্তর: (গ)

২৩৬.
শশাংকের মৃত্যুর পর গৌড় রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়-
i. হর্ষবর্ধনের হাতে
ii. রাজ্যবর্ধনের হাতে
iii. ভাস্করবর্মনের হাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৩৭.
বাংলার ইতিহাসে শশাঙ্ক বিশিষ্ট নাম, কারণ-
i. গুরুত্বপূর্ণ সার্বভৌম নরপতি
ii. ভালো যোদ্ধা তাই
iii. ভারতীয় রাজনীতিতে লিপ্ত হবার ক্ষমতা অর্জন করায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩৮.
দেবপালের সহযোগিতার মঠ প্রতিষ্ঠা হয়-
i. জাভায়
ii. সুমাত্রায়
iii. মালয়ের নালন্দায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩৯.
আলেকজান্ডারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল-
i. গঙ্গারিডই জাতি
ii. হুন জাতি
iii. প্রাসিঅয় জাতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৪০.
লিলি, একটি সাময়িকী পড়ে জানতে পারে যে ‘ড’ নামক বংশের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ‘ন’ অঞ্চলে নতুন যুগের সূচনা হয়। ‘ড’ কোন বংশকে নির্দেশ করছে?
Ο ক) 
পাল
Ο খ) 
গুপ্ত
Ο গ) 
সেন
Ο ঘ) 
আর্য

  সঠিক উত্তর: (ক)

২৪১.
ধর্মপালের প্রধানমন্ত্রী নাম কী ছিল?
Ο ক) 
বর্মণ
Ο খ) 
দেবপাল
Ο গ) 
ঋগবেদ
Ο ঘ) 
গর্গ

  সঠিক উত্তর: (ঘ)

২৪২.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা একজন খ্রিষ্টান হলেও তিনি তার মন্ত্রিপরিষদের সকল সদস্যকে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগ দেন। বারাক ওবামার সাথে মিল রয়েছে নিচের কোন শাসকের?
Ο ক) 
রামপালের
Ο খ) 
মহীপালের
Ο গ) 
দেবপালের
Ο ঘ) 
ধর্মপালের

  সঠিক উত্তর: (ঘ)

২৪৩.
গুপ্তদের রাজধানীর নাম কী?
Ο ক) 
গ্রিক
Ο খ) 
বঙ্গ
Ο গ) 
হুগলি
Ο ঘ) 
পুণ্ড্রনগর

  সঠিক উত্তর: (ঘ)

২৪৪.
ইলিয়াসের বাড়ি রংপুর জেলার মাহীগঞ্জে। সে মাহীগঞ্জের ইতিহাস বলতে গিয়ে পাল বংশের একজন বিখ্যাত শাসকের কথা বললেন। ইলিয়াস এখানে কার নাম উল্লেখ করেছেন?
Ο ক) 
রামপাল
Ο খ) 
দেবপাল
Ο গ) 
মহীপাল
Ο ঘ) 
দ্বিতীয় মহীপাল

  সঠিক উত্তর: (গ)

২৪৫.
ষাগ-যজ্ঞের পালনের মাধ্যমে যে আচরণ ফুঠে উঠে-
i. ধর্ম আচরণ
ii. ব্যক্তি আচরণ
iii. গোঁড়া হিন্দু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

২৪৬.
‘মহারাজাধিকার’ কার উপাধি ছিল?
Ο ক) 
সুবর্ণচন্দ্র
Ο খ) 
পূর্ণচন্দ্র
Ο গ) 
ত্রৈলোক্যচন্দ্র
Ο ঘ) 
শ্রীচন্দ্র

  সঠিক উত্তর: (গ)

২৪৭.
ধর্মপাল বিশ্বাস করতেন রাজার ব্যাক্তিগত ধর্মের সহিত রাজ্য শাসনের কোনো সম্পর্ক নেই। এ কথার তাৎপর্য হলো-
Ο ক) 
তিনি উদার ছিলেন
Ο খ) 
তিনি কোনো ধর্মের উপাসক ছিলেন না
Ο গ) 
অন্যান্য ধর্মের প্রতি বিদ্বেষ ছিল না
Ο ঘ) 
প্রজাদের আস্থা অর্জন

  সঠিক উত্তর: (গ)

২৪৮.
নারায়ণের হিন্দু মন্দির নির্মাণে ধর্মপাল কীভাবে ভূমি দান করেছিলেন?
Ο ক) 
সুদযুক্ত
Ο খ) 
সুদমুক্ত
Ο গ) 
শর্তযুক্ত
Ο ঘ) 
করমুক্ত

  সঠিক উত্তর: (ঘ)

২৪৯.
হরিকেল জনপদের স্বাধীন রাজ্যের রাজার নাম কী?
Ο ক) 
পূর্ণচন্দ্র
Ο খ) 
কান্তিদেব
Ο গ) 
ত্রীভবদেব
Ο ঘ) 
সুর্বণচন্দ্র

  সঠিক উত্তর: (খ)

২৫০.
ধর্মপাল ভাগলপুরে কী নির্মাণ করেন-
Ο ক) 
মঠ
Ο খ) 
রাজবাড়ি
Ο গ) 
তীর্থ মন্দির
Ο ঘ) 
হিন্দু

  সঠিক উত্তর: (ক)




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...