NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ১০: সমন্বয়


এস.এস.সি    ||    জীববিজ্ঞান
অধ্যায় - ১০: সমন্বয়


১. কোনটির প্রভাবে উদ্ভিদকান্ডের অতিবৃদ্ধি ঘটে?
Ο ক)  অক্সিন
Ο খ)  ইথিলিন
Ο গ)  ভার্নালিন
Ο ঘ)  জিবেরেলিন

  সঠিক উত্তর: (ঘ)

২. নিউরনের প্রলম্বিত অংশ কয় ধরনের?
Ο ক)  তিন
Ο খ)  দুই
Ο গ)  চার
Ο ঘ)  পাঁচ

  সঠিক উত্তর: (খ)

৩. উদ্ভিদের চলন কোথায় দেখা যায়?
Ο ক)  নিম্ন অঞ্চলে
Ο খ)  বর্ধিষ্ণু অঞ্চলে
Ο গ)  নিম্নত্বকে
Ο ঘ)  উর্ধ্বত্বকে

  সঠিক উত্তর: (খ)

৪. কীসের ফলে মানসিক, শারীরিক, সামাজিক ও আর্থিক ক্ষতিসাধন হয়?
Ο ক)  নৈতিক শিক্ষার অভাবে
Ο খ)  মাদকদ্রব্য সেবনে
Ο গ)  অভাব অনটনে
Ο ঘ)  বেকারত্বের

  সঠিক উত্তর: (ঘ)

৫. স্নায়ুকোষ কোন নির্যাস তৈরি করে?
Ο ক)  ডোপামিল
Ο খ)  ইনসুলিন
Ο গ)  থাইরোট্রাপিন
Ο ঘ)  থাইরক্সিন

  সঠিক উত্তর: (ক)

৬. নিচের কোনটি মস্তিষ্কের রোগ?
Ο ক)  যক্ষ্মা
Ο খ)  হার্ট অ্যাটাক
Ο গ)  এপিলেপসি
Ο ঘ)  বাত

  সঠিক উত্তর: (গ)

৭. সাধারণত প্যারালাইসিস কেন হয়?
Ο ক)  ব্রঙ্কাইটসের ফলে
Ο খ)  হৃৎপিন্ডের স্ট্রোকের ফলে
Ο গ)  যক্ষার ফলে
Ο ঘ)  মস্তিষ্কের স্ট্রোকের ফলে

  সঠিক উত্তর: (ঘ)

৮. উদ্দীপনা বা তাড়নার বেগ সেকেন্ডে কত?
Ο ক)  ২০০ মিটার
Ο খ)  ৩০০ মিটার
Ο গ)  ৪০০ মিটার
Ο ঘ)  ১০০ মিটার

  সঠিক উত্তর: (ঘ)

৯. সেরিবেলামের ভিতর দিকে কী থাকে?
Ο ক)  লোহিত পদার্থ
Ο খ)  ধূসর পদার্থ
Ο গ)  শ্বেত পদার্থ
Ο ঘ)  কালো পদার্থ

  সঠিক উত্তর: (গ)

১০. কোন বয়সে মৃগী রোগের ব্যপকতা বেশি দেখা যায়?
Ο ক)  ৩০-৩৫ বছর
Ο খ)  ২৫-৩০ বছর
Ο গ)  ১০-২৫ বছর
Ο ঘ)  ৫-২০ বছর

  সঠিক উত্তর: (ঘ)

১১. আয়োডিনের উৎস-
i. কলা, কচু
ii. সামুদ্রিক মাছ
iii. ফলমূল
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২. অ্যাক্সনের চারদিকে পাতলা আবরণটি কী?
Ο ক)  পনস
Ο খ)  মেননজেস
Ο গ)  নিউরিলেমা
Ο ঘ)  নিলস

  সঠিক উত্তর: (গ)

১৩. ডায়াবেটিস কয় ধরনের হয়?
Ο ক)  তিন
Ο খ)  চার
Ο গ)  দুই
Ο ঘ)  পাঁচ

  সঠিক উত্তর: (গ)

১৪. আলাদা করে শনাক্ত করা যায় না, এমন হরমোন হলো-
i. পুস্টুলেটেড হরমোন
ii. ফ্লোরিজেন ভার্নালিন
iii. অক্সিন, জিবেরেলিন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫. মানুষের চোখ বের হয়ে আসার রোগ কেন হয়?
Ο ক)  প্যারাথাইরয়েড গ্রন্থির সমস্যায়
Ο খ)  থাইরয়েড গ্রন্থির সমস্যায়
Ο গ)  থাইমাস গ্রন্থির সমস্যায়
Ο ঘ)  এডরোল গ্রন্থির সমস্যায়

  সঠিক উত্তর: (খ)

১৬. ফলের মোচন বিলম্বিত করা হয় কোন ফাইটোহরমোন প্রয়োগে?
Ο ক)  জিবেরেলিন
Ο খ)  অক্সিন
Ο গ)  ইথিলিন
Ο ঘ)  সাইটোকাইনিন

  সঠিক উত্তর: (খ)

১৭. মানবদেহে স্নায়ুতন্ত্রের কাজ হলো-
i. বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করা
ii. উদ্দীপনা অনুযায়ী প্রতিদেন সৃষ্টি করা
iii. স্মৃতি সংরক্ষণ সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮. মস্তিষ্কের রক্তক্ষরণ কীভাবে নির্ণয় করা হয়?
Ο ক)  বেরিয়াম এক্স-রে করে
Ο খ)  সিটি স্ক্যান করে
Ο গ)  আল্ট্রাসনোগ্রাফি
Ο ঘ)  ইসিজি করে

  সঠিক উত্তর: (খ)

১৯. ফল পাকাতে সাহায্য করে কোন ফাইটোহরমোনটি?
Ο ক)  ইথিলিন
Ο খ)  জিবেরেলিন
Ο গ)  অক্সিন
Ο ঘ)  সাইটোকাইনিন

  সঠিক উত্তর: (ক)

২০. কোনো ব্যক্তির স্ট্রোক হয়েছে তা ধারণা করা যায়-
i. হঠাৎ বমি প্রচন্ড মাথা ব্যথা দেখে
ii. কয়েক মিনিটের মধ্যে অজ্ঞান হয়ে গেলে
iii. মাংসপেশি শিথিল হয়ে গেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২১. উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ উদ্ভিদ দেহে বিশেষ বস্তুর প্রভাবে হয়ে থাকে, কোন বিজ্ঞানী ও মত প্রকাশ করেন?
Ο ক)  বিজ্ঞানী বেলিস
Ο খ)  বিজ্ঞানী স্টারলিং
Ο গ)  বিজ্ঞানী স্যাকস
Ο ঘ)  বিজ্ঞানী ডারউইন

  সঠিক উত্তর: (গ)

২২. আদি উদ্ভিদের জননকোষ কিসের সাহায্য চলাচল করে?
Ο ক)  ফ্লাজেলার সাহায্য
Ο খ)  উপাঙ্গের সাহায্যে
Ο গ)  কোস আবরণীর সাহায্যে
Ο ঘ)  জনন অঙ্গের সাহায্যে

  সঠিক উত্তর: (ক)

২৩. উদ্ভিদের চলনকে কয়টি ভাগে ভাগ করা যায়?
Ο ক)  একটি
Ο খ)  তিনটি
Ο গ)  দুটি
Ο ঘ)  চারটি

  সঠিক উত্তর: (গ)

২৪. অক্সিন এর প্রভাবে-
i. অভিস্রবণ ও শ্বসন ক্রিয়ার হার বাড়ে
ii. শ্বসন ক্রিয়ার হার কমে
iii. বীজহীন ফল উৎপাদন করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৫. মানবদেহে হরমোন উৎপাদনকারী প্রধান গ্রন্থি কোনটি?
Ο ক)  পিনিয়াল
Ο খ)  থাইরয়েড
Ο গ)  পিটুইটারী
Ο ঘ)  থাইমাস

  সঠিক উত্তর: (গ)

২৬. IAA-এর পূর্ণরূপ কোনটি?
Ο ক)  ইন্ডোল অক্সালিক এসিড
Ο খ)  ইন্ডোল অ্যাসিটিক এসিড
Ο গ)  ইন্ডোল এসকরবিক এসিড
Ο ঘ)  ইন্ডোল অ্যাবসিসিক এসিড

  সঠিক উত্তর: (খ)

২৭. প্যারালাইসিস সাধারণত কিসের কারণে হয়?
Ο ক)  বহুমূত্র
Ο খ)  এপিলেপসি
Ο গ)  পারকিনসন
Ο ঘ)  মস্তিষ্কের স্ট্রোক

  সঠিক উত্তর: (ঘ)

২৮. নিচের কোনটি নিকোটিনের মাত্রা বাড়ায়?
Ο ক)  তামাক
Ο খ)  পান
Ο গ)  সুপারি
Ο ঘ)  লেবুর রস

  সঠিক উত্তর: (ক)

২৯. আয়োডিনের অন্যতম মূল উৎস কোনটি?
Ο ক)  স্বাদুপানির মাছ
Ο খ)  সামুদ্রিক মাছ
Ο গ)  হাওড়ের মাছ
Ο ঘ)  প্লাবন ভূমির মাছ

  সঠিক উত্তর: (খ)

৩০. ফটেট্রিপিক চলন এক ধরনের-
i. সামগ্রিক চলন
ii. সোজা চলন
iii. বক্র চলন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩১. পারকিনসন রোগ প্রতিকার করা যায়-
i. নিয়মিত ফিজিওথেরাপি দিয়ে
ii. পরিমিত খাদ্য গ্রহণ করে
iii. সুস্থ জীবনযাপন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২. হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?
Ο ক)  নালি থেকে
Ο খ)  নালিহীন গ্রন্থি থেক
Ο গ)  স্নায়ুতন্ত্র থেকে
Ο ঘ)  পৌষ্টিকতন্ত্র থেকে

  সঠিক উত্তর: (খ)

৩৩. জনন অঙ্গ থেকে পুরুষে কোন হরমোন নিঃসৃত হয়?
Ο ক)  ইস্ট্রোজেন
Ο খ)  ইনসুলিন
Ο গ)  এডরেনালিন
Ο ঘ)  টেস্টোস্টেরন

  সঠিক উত্তর: (ঘ)

৩৪. উদ্ভিদে আলো-অন্ধকারের ছন্দকে কী বলে?
Ο ক)  বোটানিক্যাল ক্লক
Ο খ)  নমিনক্লেচার ক্লক
Ο গ)  বায়োলজিক্যাল ব্লক
Ο ঘ)  নেচারাল ব্লক

  সঠিক উত্তর: (গ)

৩৫. কোনটিকে রাসায়নিক দূত হিসেবে অভিহিত করা হয়?
Ο ক)  হরমোন
Ο খ)  এনজাইম
Ο গ)  নিউরন
Ο ঘ)  রক্ত

  সঠিক উত্তর: (ক)

৩৬. কোনটির প্রভাবে ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়?
Ο ক)  IAA
Ο খ)  ICA
Ο গ)  IBA
Ο ঘ)  IDA

  সঠিক উত্তর: (ক)

৩৭. মস্তিষ্কে কয়েক সেকেন্ড রক্ত বন্ধ থাকাকে কী বলে?
Ο ক)  স্ট্রোক
Ο খ)  অ্যাটাক
Ο গ)  প্যারালাইসিস
Ο ঘ)  ডায়াবেটিস

  সঠিক উত্তর: (ক)

৩৮. পাতা ঝরার জন্য দায়ী কে?
Ο ক)  বীজহীন ফল
Ο খ)  ফুল ফোটা
Ο গ)  কোষ বিভাজন
Ο ঘ)  মূল সৃষ্টি

  সঠিক উত্তর: (খ)

৩৯. কোন রোগটি বংশগত বলে ধরা হয়?
Ο ক)  এপিলেসিস
Ο খ)  পারকিনসন
Ο গ)  প্যারালাইসিস
Ο ঘ)  স্ট্রোক

  সঠিক উত্তর: (খ)

৪০. পারকিনসন রোগ হলে-
i. খাবার গিলতে কষ্ট হয়
ii. সোজাসুজি হাটতে সমস্যা হয়
iii. হাঁটা শুরু করার সময় সমস্যা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪১. করোটিক স্নায়ু নিয়ন্ত্রণ করে-
i. হৃদপিন্ডের কাজ
ii. হাত, পা, সঞ্চালন
iii. পাকস্থলীর কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪২. এপিলেপসির কারণ হতে পারে-
i. জন্মগত মস্তিষ্ক বিকৃতি
ii. এইডস ও টিউমার
iii. এনসেফলাইটিস
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৩. কিসের কারণে প্রাণী তার কার্যকলাপ বা আচরণের পরিবর্তন করে থাকে?
Ο ক)  এনজাইম
Ο খ)  হরমোন
Ο গ)  প্রোটিন
Ο ঘ)  লসিকা

  সঠিক উত্তর: (খ)

৪৪. অক্সিনের প্রভাবে-
i. অভিস্রবণ বৃদ্ধি পায়
ii. সালোকসংশ্লেষণের হার কমে যায়
iii. �শ্বসনের হার বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৫. প্রাণীর মতো প্রতিটি উদ্ভিদ কোষেও বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম কীভাবে প্রতিনিয়ত চলতে থাকে?
Ο ক)  বিরতি দিয়ে
Ο খ)  স্বাভাবিক
Ο গ)  একযোগে
Ο ঘ)  আলাদাভাবে

  সঠিক উত্তর: (গ)

৪৬. মেরুরজ্জুতে-
i. শ্বেত পদার্থ থাকে বাইরে
ii. কালো পদার্থ থাকে মাঝে
iii. ধূসর পদার্থ থাকে ভিতরে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৭. হরমোনের কাজ নিয়ন্ত্রণ করে কে?
Ο ক)  স্নায়ুতন্ত্র
Ο খ)  দেহ
Ο গ)  নালিহীন গ্রন্থি
Ο ঘ)  এনজাইম

  সঠিক উত্তর: (ক)

৪৮. উদ্ভিদের পুষ্প সৃষ্টিতে কোনটির প্রভাব আছে বলে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন?
Ο ক)  আলো
Ο খ)  বাতাস
Ο গ)  উষ্ণতা
Ο ঘ)  কোমলতা

  সঠিক উত্তর: (গ)

৪৯. চার্লস ডারউইন উদ্ভিদের কোন অংশের উপর আলোর প্রভাব পরীক্ষা করেন?
Ο ক)  ভ্রুণ
Ο খ)  পত্রমূল
Ο গ)  পাতার শীর্ষ
Ο ঘ)  ভ্রুণমুকুলাবরণী

  সঠিক উত্তর: (ঘ)

৫০. অগ্রমুকুলের কোষগুলো কী কোষ?
Ο ক)  বিভাজন কোষ
Ο খ)  ভাজক কোষ
Ο গ)  স্থায়ী কোষ
Ο ঘ)  বৃদ্ধিকারক

  সঠিক উত্তর: (খ)

৫১. আকারে সবচেয়ে ক্ষুদ্র গ্রন্থিটির নাম কী?
Ο ক)  থাইরয়েড
Ο খ)  গোনাড
Ο গ)  এডরেনাল
Ο ঘ)  পিটুইটারী

  সঠিক উত্তর: (ঘ)

৫২. পারকিনসের প্রভাবে মাংসপেশি অকার্যকর হয় কখন?
Ο ক)  বয়স কম থাকলে
Ο খ)  বয়স বাড়ার সাথে সাথে
Ο গ)  নির্দিষ্ট বয়সে
Ο ঘ)  খুব অল্প বয়সে

  সঠিক উত্তর: (খ)

৫৩. সেরিব্রাম কোন পর্দা দ্বারা আবৃত থাকে?
Ο ক)  মেনেনজেস
Ο খ)  নিউরন
Ο গ)  সেরিব্রাম কর্টেক্স
Ο ঘ)  সেরিব্রাল হেমিস্ফিয়ার

  সঠিক উত্তর: (ক)

৫৪. হরমোনের প্রভাবে উদ্ভিদের-
i. বৃদ্ধি ও বিকাশ ঘটে
ii. বিভিন্ন অঙ্গ সৃষ্টি হয়
iii. সকল কাজ নিয়ন্ত্রিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৫. করোটিক-সুষুম্নাস্নায়ু কত প্রকার?
Ο ক)  তিন
Ο খ)  দুই
Ο গ)  চার
Ο ঘ)  পাঁচ

  সঠিক উত্তর: (খ)

৫৬. উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্পায়নে আলোর মতো কিসের প্রভাব রয়েছে?
Ο ক)  তাপ ও জলবায়ু
Ο খ)  চাপ ও তাপমাত্রা
Ο গ)  তাপ ও শৈত্যের
Ο ঘ)  তাপমাত্রা ও বৃষ্টিপাত

  সঠিক উত্তর: (গ)

৫৭. অক্সিন ব্যবহারের ফলে কী উৎপাদন করা সম্ভব হয়েছে?
Ο ক)  পাতা
Ο খ)  কান্ড
Ο গ)  বীজ
Ο ঘ)  বীজহীন ফল

  সঠিক উত্তর: (ঘ)

৫৮. উদ্ভিদে আলা-অন্ধকারের ছন্দকে কী বলে?
Ο ক)  বায়োলজিক্যাল সিস্টেম
Ο খ)  বায়োলজিক্যল ক্লক
Ο গ)  বায়োলজিক্যাল হ্যাজার্ড
Ο ঘ)  বায়োলজিক্যাল ফিউশন

  সঠিক উত্তর: (খ)

৫৯. চার্লস ও ডারউইন হরমোনের অস্তিত্ব প্রমাণ করে কত সালে?
Ο ক)  ১৯৮৯ সালে
Ο খ)  ১৯৮৩ সালে
Ο গ)  ১৮৮৩ সালে
Ο ঘ)  ১৮৮৯ সালে

  সঠিক উত্তর: (গ)

৬০. হরমোন-এর নামকরণ করেন কোন বিজ্ঞানী?
Ο ক)  চার্লস ও ডারউইন
Ο খ)  ফ্যারাডে
Ο গ)  স্যাকস
Ο ঘ)  বেলিস ও স্টারলিং

  সঠিক উত্তর: (ঘ)

৬১. ডেনড্রাইট ও অ্যাক্সনে সংযোগস্থলকে কী বলে?
Ο ক)  সিন্যাপস
Ο খ)  নিউরিলেমা
Ο গ)  এপিথেলিয়াম টিস্যু
Ο ঘ)  নিউরন

  সঠিক উত্তর: (ঘ)

৬২. উদ্ভিদের জৈব রাসায়নিক পদার্থটি কি?
Ο ক)  হরমোন
Ο খ)  ফাইটো হরমোন
Ο গ)  অক্সিন
Ο ঘ)  জিবারেলিন

  সঠিক উত্তর: (খ)

৬৩. কাদের ডায়াবেটিস হয়?
Ο ক)  বয়স্কদের
Ο খ)  শিশুদের
Ο গ)  যুবক-যুবতীদের
Ο ঘ)  ছোট-বড় সবার

  সঠিক উত্তর: (ঘ)

৬৪. সেরিবেলামের কাজ হল-
i. পেশির টান নিয়ন্ত্রণ
ii. দেহের ভারসাম্য রক্ষা
iii. বাকশক্তি নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৫. প্রয়োজন অপেক্ষা কম অথবা বেশি পরিমাণ হরমোন নিঃসৃত হলে দেহে নানারকমত কিসের প্রতিক্রিয়া সৃষ্টি হয়?
Ο ক)  বাঞ্ছিত
Ο খ)  অবাঞ্ছিত
Ο গ)  প্রতিবেদন
Ο ঘ)  স্বাভাবিক

  সঠিক উত্তর: (খ)

৬৬. কোষ বৃদ্ধির জন্য কোন হরমোন ব্যবহৃত হয়?
Ο ক)  জিবেরেলিন
Ο খ)  সাইটোকাইনিন
Ο গ)  ইথিলিন
Ο ঘ)  অক্সিন

  সঠিক উত্তর: (খ)

৬৭. মেরুরজ্জীয় স্নায়ুর সংখ্যা কত?
Ο ক)  ৩২ জোড়া
Ο খ)  ৩১ জোড়া
Ο গ)  ৩০ জোড়া
Ο ঘ)  ২৯ জোড়া

  সঠিক উত্তর: (খ)

৬৮. উদ্ভিদদেহে অশনাক্তকৃত হরমোনদের কী বলে?
Ο ক)  প্রোস্টেট হরমোন
Ο খ)  প্রি-পুস্টুলেটেড হরমোন
Ο গ)  পুস্টুলেটেড হরমোন
Ο ঘ)  প্রি-প্রোস্টেড হরমোন

  সঠিক উত্তর: (গ)

৬৯. চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি বাকশক্তির নিয়ন্ত্রণ করে কোনটি?
Ο ক)  পনস
Ο খ)  মেডুলা অবলংগাটা
Ο গ)  মেনিনজেস
Ο ঘ)  সেরিব্রাম

  সঠিক উত্তর: (ঘ)

৭০. নিচের কোনটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র?
Ο ক)  মস্তিষ্ক
Ο খ)  সুষম্নাকান্ড
Ο গ)  সুষুস্নাস্নায়ু
Ο ঘ)  সিমপ্যাথেটিক স্নায়ু

  সঠিক উত্তর: (গ)

৭১. কোনো কোনো উদ্ভিদের মূলেও কী পাওয়া যায়?
Ο ক)  অক্সিন
Ο খ)  ফ্লোরিজেন
Ο গ)  সাইটোকাইনেসিস
Ο ঘ)  অ্যামাইটোসিস

  সঠিক উত্তর: (গ)

৭২. ইন্ডোল অ্যাসিটিক এসিডের প্রভাবে-
i. ক্যালাস নামক এক প্রকার অনিয়ন্ত্রিত কোষগুচ্ছের সৃষ্টি হয়
ii. �ক্ষতস্থান পূরণ হয়
iii. ফলের মোচন বিলম্বিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৩. শীতের গম গরমকালে লাগাতে হলে বীজ রোপনের পরে কত উষ্ণতা প্রয়োগ করতে হয়?
Ο ক)  0 - ৬0 সে.
Ο খ)  0 - ৫0 সে.
Ο গ)  0 - ৫0 সে.
Ο ঘ)  0 - ৫0 সে.

  সঠিক উত্তর: (খ)

৭৪. উদ্দীপনা বা তাড়না মস্তিষ্কে পৌঁছানোর গতিবেগ কত?
Ο ক)  ১০ মি./সে.
Ο খ)  ১০০ মি./সে.
Ο গ)  ১০ সে.মি./সে.
Ο ঘ)  ১০০ সে.মি./সে.

  সঠিক উত্তর: (ঘ)

৭৫. উদ্ভিদেহে বিদ্যমান বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থকে কী বলে?
Ο ক)  ফটোহরমোন
Ο খ)  ফাইটোহরমোন
Ο গ)  ফিটোহরমোন
Ο ঘ)  ফ্রুক্সোহরমোন

  সঠিক উত্তর: (খ)

৭৬. সেরিবেলাম কোথায় অবস্থিত?
Ο ক)  পনসের পৃষ্ঠীয় দেশে
Ο খ)  মধ্য মস্তিষ্কের অগ্রভাগে
Ο গ)  পনসের অঙ্কীয়দেশে
Ο ঘ)  অগ্রমস্তিষ্কে

  সঠিক উত্তর: (ক)

৭৭. উদ্ভিদের অঙ্কুরিত বীজকে কী প্রদান করা হলে তাদের ফুল ধারনের সময় এগিয়ে আসে?
Ο ক)  তাপ
Ο খ)  চাপ
Ο গ)  শৈত্যে
Ο ঘ)  পানি

  সঠিক উত্তর: (গ)

৭৮. উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বিকাশের ক্ষেত্রে লক্ষণীয় প্রভাব আছে-
i. বায়ু চাপের
ii. উষ্ণতার
iii. আলোর
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭৯. ফলে বিভিন্ন সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে ভিন্ন ভিন্ন উপাদান উৎপন্ন হয়ে নতুন কিসের সৃষ্টি হয়?
Ο ক)  ফলের
Ο খ)  ফুলের
Ο গ)  অঙ্গের
Ο ঘ)  মূলের

  সঠিক উত্তর: (গ)

৮০. মেরু রজ্জুতে কী থাকে?
Ο ক)  শ্বেত পদার্থ ও ধূসর পদার্থ
Ο খ)  কালো পদার্থ ও লাল পদার্থ
Ο গ)  ধূসর পদার্থ
Ο ঘ)  কালো পদার্থ

  সঠিক উত্তর: (ক)

৮১. ফুট ফোটাতে এবং বীজের সুপ্তাবস্থা কাটাতে কোন হরমোন ব্যবহার করা হয়?
Ο ক)  সাইটোকাইনিন
Ο খ)  অক্সিন
Ο গ)  জিবেরেলিন
Ο ঘ)  ইথিলিন

  সঠিক উত্তর: (গ)

৮২. সেরিব্রামকে কী বলা হয়?
Ο ক)  নিম্ন মস্তিষ্ক
Ο খ)  মধ্য মস্তিষ্ক
Ο গ)  গুরু মস্তিষ্ক
Ο ঘ)  লঘু মস্তিষ্ক

  সঠিক উত্তর: (গ)

৮৩. ডায়াবেটিস টাইপ-১ রোগীর ক্ষেত্রে-
i. দেহে ইনসুলিন একেবারে তৈরি হয় না
ii. দেহে ইনসুলিন সামান্য তৈরি হয়
iii. দেহে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন প্রবেশ করাতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৮৪. খাটো উদ্ভিদে জিবেরেলিন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও কী হয়?
Ο ক)  খাটো
Ο খ)  মোটা
Ο গ)  অধিক লম্বা
Ο ঘ)  সরু

  সঠিক উত্তর: (গ)

৮৫. মস্তিষ্কের সবচেয়ে পিছনের অংশটি হলো-
i. পনস
ii. মেডুলা অবলংগাটা
iii. সেরিবেলাম
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৮৬. স্ত্রী জনন অঙ্গ থেকে নিঃসৃত হরমোন কী?
Ο ক)  ইস্ট্রোজেন
Ο খ)  টেস্টোস্টেরন
Ο গ)  ইনসুলিন
Ο ঘ)  প্রোর‌্যাকটিন

  সঠিক উত্তর: (ক)

৮৭. অক্সিন হরমোনটি কে আবিষ্কার করেন?
Ο ক)  চার্লস ডারউইন
Ο খ)  বেলিস
Ο গ)  স্টারলিং
Ο ঘ)  স্যাকস

  সঠিক উত্তর: (ক)

৮৮. সামগ্রিক চলন দেখা যায়-
i. Volvok এ
ii. ফার্ন এ
iii. Chlamydomenas এ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৮৯. আইলেটস অব ল্যাংগারহ্যানস কোষগুচ্ছ কীভাবে দেহকে সুস্থ রাখে?
Ο ক)  প্রোটিন বিপাক নিয়ন্ত্রণের মাধ্যমে
Ο খ)  শর্করা বিপাক নিয়ন্ত্রণের মাধ্যমে
Ο গ)  পিত্তরস ক্ষরণে সহায়তার মাধ্যমে
Ο ঘ)  জরুরি বিপাকে সাহায্যের মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

৯০. দীর্ঘ অন্ধকার দীর্ঘদিবা উদ্ভিদে কী উৎপাদনে ব্যাঘাত ঘটায়?
Ο ক)  ফল
Ο খ)  পুষ্প
Ο গ)  মূল
Ο ঘ)  পাতা

  সঠিক উত্তর: (খ)

৯১. উদ্ভিদ দেহের বিভিন্ন, শারীরবৃত্তীয় ক্রিয়ার মধ্যে কী পরিলক্ষিত হয়?
Ο ক)  উদ্ভিদের খাদ্য সঞ্চয়
Ο খ)  সালোকসংশ্লেষণ
Ο গ)  সমন্বয়
Ο ঘ)  গ্লাইকোলাইসিস

  সঠিক উত্তর: (গ)

৯২. নিউরন তন্তুর ভিতর দিয়ে উদ্দীপনা বা তাড়না শেষ পর্যন্ত কোথায় পৌঁছায়?
Ο ক)  সুষুম্নাকান্ডে
Ο খ)  অ্যাক্সনে
Ο গ)  মস্তিষ্কে
Ο ঘ)  কোষদেহে

  সঠিক উত্তর: (গ)

৯৩. সাইটোকাইনিন হরমোন প্রাপ্তির ক্ষেত্রে সঠিক কোনটি?
Ο ক)  ফল, সস্য ও ডাবের পানি
Ο খ)  সস্য, সবজি ও আখের রস
Ο গ)  রাফেজযুক্ত সবজি, বীট ও আখের রস
Ο ঘ)  ভূ-নিম্নস্থ সবজি, সস্য ও তালের রস

  সঠিক উত্তর: (ক)

৯৪. দুই কশেরুকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে কত জোড়া মেরুরজ্জীয় স্নায়ু বের হয়?
Ο ক)  ১২ জোড়া
Ο খ)  ২১ জোড়া
Ο গ)  ২১ জোড়া
Ο ঘ)  ৩২ জোড়া

  সঠিক উত্তর: (গ)

৯৫. মস্তিষ্কে রক্তক্ষরণকে চলতি কথায় কী বলে?
Ο ক)  মৃগী রোগ
Ο খ)  পক্ষাঘাত
Ο গ)  স্ট্রোক
Ο ঘ)  মেনিনজাইটিস

  সঠিক উত্তর: (গ)

৯৬. গৌণ বৃদ্ধি অর্থ কোনটি?
Ο ক)  লম্বায় বৃদ্ধি
Ο খ)  পার্শ্ব বৃদ্ধি
Ο গ)  উচ্চতায় বৃদ্ধি
Ο ঘ)  অভ্যন্তরীণ বৃদ্ধি

  সঠিক উত্তর: (খ)

৯৭. উদ্ভিদের চলন ঘটে-
Ο ক)  উদ্দীপকের কারণে
Ο খ)  পারস্পরিক ক্রিয়ার কারণে
Ο গ)  প্রভাবকের কারণে
Ο ঘ)  জলবায়ুগত কারণে

  সঠিক উত্তর: (গ)

৯৮. উদ্ভিদে সাইটোকাইনিনের ভূমিকা হল-
i. কোষের বৃদ্ধি সাধন
ii. অঙ্গের বিকাশ সাধন
iii. বার্ধক্য বিলম্বিত করা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৯. গোনাড গ্রন্থির ক্ষেত্রে-
i. যৌন আচরণ নিয়ন্ত্রণ করে
ii. পরিণত পুরুষে টেস্টোস্টেরন নিঃসরণ করে
iii. পরিণত স্ত্রীতে ইস্ট্রোজেন নিঃসরণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১০০. পশ্চাৎ মস্তিষ্কে গঠিত-
i. সেরিবেলাম দিয়ে
ii. পনস দিয়ে
iii. মেডুলা অবলংগাটা দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০১. জিবেরেলিনের প্রভাবে উদ্ভিদের কোন অংশ দৈর্ঘ্য বৃদ্ধি পায়?
Ο ক)  উদ্ভিদের পাতা
Ο খ)  উদ্ভিদের পর্বমধ্যগুলো
Ο গ)  উদ্ভিদের শাখা
Ο ঘ)  উদ্ভিদের মূল

  সঠিক উত্তর: (খ)

১০২. এপিলেপসি রোগের অপর নাম কী?
Ο ক)  পক্ষাঘাত
Ο খ)  মৃগীরোগ
Ο গ)  পারকিনসন
Ο ঘ)  প্যারালাইসিস

  সঠিক উত্তর: (খ)

১০৩. ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধিকারী এসিডের নাম কী?
Ο ক)  অ্যাকরবিক এসিড
Ο খ)  ইন্ডোল অ্যাসেটিক এসিড
Ο গ)  কার্বনিক এসিড
Ο ঘ)  কার্বক্সিলিক এসিড

  সঠিক উত্তর: (খ)

১০৪. ধানের ব্যাকানি রোগের জীবাণু থেকে কোনটি পাওয়া যায়?
Ο ক)  অক্সিন
Ο খ)  জিবেরেলিন
Ο গ)  সাইটোকাইনিন
Ο ঘ)  ইথিলিন

  সঠিক উত্তর: (খ)

১০৫. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কতটি অংশ নিয়ে গঠিত?
Ο ক)  দুই
Ο খ)  তিন
Ο গ)  চার
Ο ঘ)  পাঁচ

  সঠিক উত্তর: (ক)

১০৬. হরমোন-
i. মস্তিষ্কের অধীনে কাজ করে
ii. সবই উত্তেজক পদার্থ
iii. এক প্রকার রাসায়নিক দ্রব্য
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০৭. মস্তিষ্ক থেকে কত জোড়া স্নায়ু নির্গত হয়?
Ο ক)  ১২
Ο খ)  ৩১
Ο গ)  ৪১
Ο ঘ)  ৫২

  সঠিক উত্তর: (খ)

১০৮. শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্থ হয় কেন?
Ο ক)  থাইরয়েড হরমোনের ঘাটতিতে
Ο খ)  হরমোনের ঘাটতিতে
Ο গ)  পিটুইটারী হরমোনের ঘাটতিতে
Ο ঘ)  থাইমক্সিন হরমোনের ঘাটতিতে

  সঠিক উত্তর: (ক)

১০৯. আইলেটস অফ ল্যাংগারহ্যানস কোথায় অবস্থিত?
Ο ক)  যকৃতে
Ο খ)  অগ্ন্যাশয়ে
Ο গ)  পিত্তে
Ο ঘ)  জনন অঙ্গে

  সঠিক উত্তর: (খ)

১১০. ইথিলিন হরমোনটি-
i. একটি গ্যাসীয় পদার্থ
ii. ফল পাকাতে সাহায্য করে
iii. ফুলের ঝড়ে পড়া ত্বরান্বিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১১. অভ্যন্তরীণ পরিবেশের উদ্দীপক-
i. গন্ধ আলো
ii. তাপ, রাসায়নিক বস্তু
iii. রাসায়নিক বস্তু, চাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১২. কীসের কারণে আকৃষ্ট হয়ে অনিষ্টকারী পোকা ফাদেঁ ও পানিতে ডুবে মারা যায়?
Ο ক)  হরমোন
Ο খ)  ফেরোমন
Ο গ)  অক্সিন
Ο ঘ)  ইথিলিন

  সঠিক উত্তর: (খ)

১১৩. ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে-
i. স্থুলকার ব্যক্তিদের
ii. রোগীর সংস্পর্শে থাকলে
iii. বাবা, মা, দাদা, দাদীর এ রোগ থাকলে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১১৪. মধ্য মস্তিষ্কের কাজ-
i. বাকশক্তি নিয়ন্ত্রণ
ii. বিভিন্ন পেশির কাজের সমন্বয়
iii. ভারসাম্য রক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১৫. স্যাকস কোন দেশের বিজ্ঞানী?
Ο ক)  জার্মান
Ο খ)  ইংল্যান্ড
Ο গ)  স্কটল্যান্ড
Ο ঘ)  আয়ারল্যান্ড

  সঠিক উত্তর: (ক)

১১৬. আইলেটস অফ ল্যাংগারহ্যানস-
i. শরীরের শর্করা বিপাকে সহায়তা করে
ii. ইনসুলিন হরমোন নিঃসরণ করে
iii. দেহের বিপাকীয় কার্যলাপ নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  i ও ii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১১৭. নিচের কোনটি পারকিনসন রোগের চিকিৎসা?
Ο ক)  নির্দিষ্ট মাত্রার ঔষধ
Ο খ)  ফিজিওথেরাপি
Ο গ)  কেমেরাথেরাপি
Ο ঘ)  অ্যাকুপাংচার

  সঠিক উত্তর: (খ)

১১৮. নিউরনের কোষদেহের সাইটোপ্লাজমে থাকে-
i. গলজিবস্তু
ii. নিসল দানা
iii. লাইসোজোম
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৯. বক্রচলন হল-
i. কান্ডের আলোকমুখী চলন
ii. মূলের অন্ধকারমুখী চলন
iii. জুস্পোরের চলন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২০. প্রস্রাবের সাথে গ্লুকোজ বের হয়ে যাওয়াকে কী বলে?
Ο ক)  এপিলেটসি
Ο খ)  পারকিনসন
Ο গ)  ডায়াবেটিস মেলিটাস
Ο ঘ)  গয়টার

  সঠিক উত্তর: (গ)

১২১. পাতা, ফুল ও ফলের ঝড়ে পড়া ত্বরান্বিত করে কোন হরমোন?
Ο ক)  ইথিলিন
Ο খ)  সাইটোকাইনিন
Ο গ)  উষ্ণতা
Ο ঘ)  কোমলতা

  সঠিক উত্তর: (গ)

১২২. উদ্ভিদের দেহে প্রাপ্ত হরমোন কোনটি?
Ο ক)  থাইরক্সিন
Ο খ)  সাইটোকাইনিন
Ο গ)  টেস্টোস্টেরন
Ο ঘ)  অ্যাডরেনালিন

  সঠিক উত্তর: (খ)

১২৩. নিউরনের সাইটোপ্লাজমের উদ্দীপনা পরিবহন করে কোনটি?
Ο ক)  নিলস দানা
Ο খ)  অ্যাক্সন
Ο গ)  সুষুম্মা কান্ড
Ο ঘ)  মেরুমজ্জা

  সঠিক উত্তর: (ক)

১২৪. সেকেন্ডারি জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টি হওয়ার ফলে কী হয়?
Ο ক)  কান্ড মোটা হয়
Ο খ)  কান্ড চিকন হয়
Ο গ)  ফুল ঝরে পড়ে
Ο ঘ)  কান্ড লম্বা হয়

  সঠিক উত্তর: (ক)

১২৫. পারকিনসন ডিজিজ সাধারণত কখন হয়?
Ο ক)  ২০ বছর বয়সের পর
Ο খ)  ৫০ বছর বয়সের পর
Ο গ)  ৩০ বছর বয়সের পর
Ο ঘ)  ৪০ বছর বয়সের পর

  সঠিক উত্তর: (খ)

১২৬. হরমোন কোষের কোন কাজটি পরিচালিত করে?
Ο ক)  তড়িৎ রাসায়নিক কাজ
Ο খ)  প্রাণরাসায়নিক কাজ
Ο গ)  জৈবিক কাজ
Ο ঘ)  রাসায়নিক কাজ

  সঠিক উত্তর: (খ)

১২৭. অক্সিন সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
Ο ক)  মেন্ডেল
Ο খ)  চার্লস ডারউইন
Ο গ)  কোল
Ο ঘ)  হ্যাগেন স্নিট

  সঠিক উত্তর: (খ)

১২৮. থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি?
Ο ক)  থাইমক্সিন
Ο খ)  থাইরক্সিন
Ο গ)  পারাথাইরক্সিন
Ο ঘ)  গ্লুকাগন

  সঠিক উত্তর: (খ)

১২৯. কর্টেক্স-
i. অসংখ্যা নিউরন দ্বারা গঠিত
ii. মেনিনজেসের ভেতরের অংশ
iii. ধূসর বর্ণের
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৩০. উদ্ভিদ জীবনে আবহাওয়া ও জলবায়ুজনিত প্রভাবক গুরুত্বপূর্ণ কেন?
Ο ক)  জীবনচক্র সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য
Ο খ)  প্রজনন সুষ্ঠূভাবে সম্পন্নের জন্য
Ο গ)  ফলের পরিপক্কতার জন্য
Ο ঘ)  দৈহিক বৃদ্ধির জন্য

  সঠিক উত্তর: (ক)

১৩১. পাতাগুলো আালোর সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে?
Ο ক)  ৮০ ডিগ্রি
Ο খ)  ৭০ ডিগ্রি
Ο গ)  ৯০ ডিগ্রি
Ο ঘ)  ৬০ ডিগ্রি

  সঠিক উত্তর: (গ)

১৩২. মেরুদন্ডের কশেরুকার ভেতরের ছিদ্রপথে কোনটি সুরক্ষিত থাকে?
Ο ক)  পনস
Ο খ)  সেরিব্রাম
Ο গ)  সেরিবেলাম
Ο ঘ)  মেরুরজ্জু

  সঠিক উত্তর: (ঘ)

১৩৩. ভ্রুণকান্ডের অগ্রাংশ অভিকের্ষের উদ্দীপনা অনুভব করতে পারে। একে কী বলে?
Ο ক)  Geoperception
Ο খ)  Movement of curvature
Ο গ)  Movement of locomotion
Ο ঘ)  Vernalization

  সঠিক উত্তর: (ক)

১৩৪. বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে কোনটি?
Ο ক)  জিবেরেলিন ও অক্সিন
Ο খ)  অক্সিন ও সাইটোকাইনিন
Ο গ)  সাইটোকাইনিন
Ο ঘ)  অ্যাডরেনালিন

  সঠিক উত্তর: (খ)

১৩৫. কর্টেক্সের রং কিরূপ?
Ο ক)  লাল
Ο খ)  ধূসর
Ο গ)  হলুদ
Ο ঘ)  সাদা

  সঠিক উত্তর: (খ)

১৩৬. উদ্ভিদে বিভিন্ন অঙ্গ বিকাশের ক্ষেত্রে আলো ও উষ্ণতার প্রভাব হলো-
i. ভিন্ন ভিন্ন উপাদান উৎপন্ন হয়ে নতুন অঙ্গের সৃষ্টি করে
ii. কোষের উপাদানগুলো উপরে স্থানান্তরিত হয়
iii. কোষের উপাদানগুলো নিচে স্থানান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৩৭. সুষুম্নাকান্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফতী অংশ করোটির মধ্যে অবস্থান করে তাকে কী বলে?
Ο ক)  সুষুম্নাস্নায়ু
Ο খ)  সুষুম্নাকান্ড
Ο গ)  মস্তিষ্ক
Ο ঘ)  করোটি

  সঠিক উত্তর: (গ)

১৩৮. প্যারাথাইরয়েড গ্রন্থি কাজ-
i. সোডিয়াম বিপাক নিয়ন্ত্রণ
ii. প্যারাথাইরক্সিন হরমোন নিঃসরণ
iii. ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩৯. শরীরে কোন অংশের মাংসপেশীয় কার্যাবলি নষ্ট হওয়াকে কী বলে?
Ο ক)  প্যারালাইসিস
Ο খ)  স্ট্রোক
Ο গ)  বহুমূত্র
Ο ঘ)  এপিলেপসি

  সঠিক উত্তর: (ক)

১৪০. নিউরিলেমা ও অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলটি কী?
Ο ক)  মায়োলিন
Ο খ)  পনস
Ο গ)  নিউরিলেমা
Ο ঘ)  মেনিনজেন

  সঠিক উত্তর: (ক)

১৪১. কোনটি দেহের সমন্বয়ে অংশ নেয়?
Ο ক)  হরমোন
Ο খ)  রক্ত
Ο গ)  লসিকা
Ο ঘ)  এনজাইম

  সঠিক উত্তর: (ক)

১৪২. নিউরনের প্রলম্বিত অংশ কত ধরনের?
Ο ক)  দুই
Ο খ)  তিন
Ο গ)  চার
Ο ঘ)  পাঁচ

  সঠিক উত্তর: (ক)

১৪৩. সামগ্রিক চলন ঘটে-
i. Volvox, Chlamydomonas এ
ii. ছত্রাক ও শৈবালে
iii. ডায়াটম ও গুল্মে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪৪. কোনটির অভাবে পাতায় মৃত অঞ্চলের সৃষ্টি হয়?
Ο ক)  Fe
Ο খ)  K
Ο গ)  Mn
Ο ঘ)  Mg

  সঠিক উত্তর: (খ)

১৪৫. কোনটি একজন ডায়াবেটিস আক্রান্ত রোগীর জন্য মহৌষধস্বরূপ?
Ο ক)  নিয়ন্ত্রিত খাওয়ার অভ্যাস
Ο খ)  ইনসুলিন ইনজেকশন
Ο গ)  পরিমিত ঔষধ সেবন
Ο ঘ)  সুশৃঙ্খল জীবন ব্যবস্থা

  সঠিক উত্তর: (ঘ)

১৪৬. অন্ধকারের দিকে ঘনত্ব বাড়ায়-
Ο ক)  জিবেরেলিন
Ο খ)  অক্সিন
Ο গ)  সাইটোকাইনিন
Ο ঘ)  ইথিলিন

  সঠিক উত্তর: (খ)

১৪৭. মাদকাসক্তি কুফলের ক্ষেত্রে-
i. মানসিক ক্ষতি
ii. শারীরিক ক্ষতি
iii. সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৮. স্নায়ুকলা গঠিত হয়-
i. কিছু সংখ্যক স্নাযু যোজক টিস্যু দ্বারা
ii. স্নায়ুকোষ বা নিউরনের সমন্বয়ে
iii. বিভিন্ন অঙ্গতন্ত্রের সমন্বয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪৯. ছোটদিনের উদ্ভিদের পুষ্পায়নে দৈনিক গড়ে কত ঘন্টা আলোর প্রয়োজন?
Ο ক)  ১০-১২ ঘন্টা
Ο খ)  ৯-১০ ঘন্টা
Ο গ)  ৮-১২ ঘন্টা
Ο ঘ)  ৭-৯ ঘন্টা

  সঠিক উত্তর: (গ)

১৫০. মানুষ মাদকাসক্ত হয়-
i. কৌতূহলবশত ও সহজ আনন্দ লাভের জন্য
ii. পরিবারে এর ব্যবহার ও সহজলভ্যতায়
iii. বেকারত্ব, হতাশা ও অভাবের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫১. ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রধান উপায় হলো কোনটি?
Ο ক)  ওষুধ নিয়ন্ত্রণ
Ο খ)  মহৌষধস্বরূপ
Ο গ)  স্বাভাবিক
Ο ঘ)  শৃঙ্গলরূপ

  সঠিক উত্তর: (খ)

১৫২. দেহের প্রত্যেক কাজের ও অনুভূমি কেন্দ্রের-
i. বাইরের স্তরের নাম কর্টেক্স
ii. ভিতরের স্তরে স্নায়ুতন্তু থাকে
iii. অবস্থান পশ্চাৎ মস্তিষ্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৩. অক্সিন হরমোনটি-
i. চার্লস ডারউইন আবিষ্কার করেন
ii. কোল ও স্নিট নামকরণ করেন
iii. চার্লস ডারউইন� ভ্রুণমুকুলাবরণীর উপর প্রভাব লক্ষ করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৪. কেউ কেউ ফাইটোহরমোনকে কী হিসেবে আখ্যায়িত করেন?
Ο ক)  ফ্লোরেজিন
Ο খ)  উদ্ভিদ বৃদ্ধিকারক বস্তু
Ο গ)  ইথিলিন
Ο ঘ)  ভার্নালিন

  সঠিক উত্তর: (খ)

১৫৫. মস্তিষ্কের সব থেকে পেছনের অংশ কোনটি?
Ο ক)  সেরিব্রাম
Ο খ)  মেডুলা অবলংগাটা
Ο গ)  পনস
Ο ঘ)  সেরিবেলাম

  সঠিক উত্তর: (গ)

১৫৬. স্বাধীন ও স্বতন্ত্রভাবে আপন কর্তব্য সম্পাদন করে কোন স্নায়ুতন্ত্র?
Ο ক)  কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
Ο খ)  স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র
Ο গ)  সুষুম্নাকান্ড
Ο ঘ)  নিউরন

  সঠিক উত্তর: (খ)

১৫৭. সামগ্রিক চলন দেখা যায় কোনটিতে?
Ο ক)  Volvox
Ο খ)  Spirogyra
Ο গ)  Padina
Ο ঘ)  Ulva

  সঠিক উত্তর: (ক)

১৫৮. উদ্ভিদের যেসকল হরমোন এখনো আলাদা করা যায়নি তাদের কী?
Ο ক)  স্টিমুলেটেড হরমোন
Ο খ)  আইসোলেটেড হরমোন
Ο গ)  নন-আইসোলেটেড হরমোন
Ο ঘ)  পস্টুলেটেড হরমোন

  সঠিক উত্তর: (ঘ)

১৫৯. ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কয়টি ‘D’ �মেনে চলা অত্যাবশ্যক?
Ο ক)  দুটি
Ο খ)  একটি
Ο গ)  তিনটি
Ο ঘ)  চারটি

  সঠিক উত্তর: (খ)

১৬০. মাদকাসক্ত হওয়ার কারণের মধ্যে রয়েছে-
i. নতুন অভিজ্ঞতা অর্জন
ii. সহজ আনন্দ লাভ
iii. পরিবারে মাদকদ্রব্যের ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬১. নালিবিহীন গ্রন্থিরসকে কী বলে?
Ο ক)  এনজাইম
Ο খ)  হরমোন
Ο গ)  ফেরোমেন
Ο ঘ)  উৎসেচক

  সঠিক উত্তর: (খ)

১৬২. সেরিব্রামের মাঝখানে খাঁজটি কী?
Ο ক)  মেননজেস
Ο খ)  গ্রোমটার
Ο গ)  নিউরন
Ο ঘ)  সেরিব্রাল হেমিস্ফিয়ার

  সঠিক উত্তর: (ঘ)

১৬৩. কোন হরমোন ফলের ভাঙতে সাহায্য করে কোনটি?
Ο ক)  জিবেরেলিন
Ο খ)  সাইটোকাইনিন
Ο গ)  অ্যাসিটিলিন
Ο ঘ)  অক্সিন

  সঠিক উত্তর: (ঘ)

১৬৪. প্যারা থাইরয়েড গ্রন্থির কাজ হলো-
i. শরীরে হরমোনের ভারসাম্য রক্ষা করে
ii. শরীরে ক্যালসিয়াম ও ফসফরসের বিপাক নিয়ন্ত্রণ করে
iii. রক্তের ক্যালসিয়ামের ভারসম্য রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৬৫. নালিবিহীন গ্রন্থি রস কী?
Ο ক)  হরমোন
Ο খ)  এনজাইম
Ο গ)  অগ্ন্যাশয় রস
Ο ঘ)  পিত্তরস

  সঠিক উত্তর: (ক)

১৬৬. অক্সিনের কাজ নয় কোনটি?
Ο ক)  কোষের দৈর্ঘ্য বৃদ্ধি
Ο খ)  শীর্ষ প্রকটতা
Ο গ)  মূল সৃষ্টি
Ο ঘ)  কুঁড়ির বৃদ্ধি রহিত করা

  সঠিক উত্তর: (ঘ)

১৬৭. সেরিবেলাম ও মেডুলা অবলংগাটার ভেতর সংযোগ স্থাপন করে কে?
Ο ক)  অগ্র মস্তিষ্ক
Ο খ)  পনস
Ο গ)  পশ্চাৎ মস্তিষ্ক
Ο ঘ)  সুষুম্না কান্ড

  সঠিক উত্তর: (খ)

১৬৮. ডায়াবেটিস রোগীর ঠিকমত চিকিৎসা না করা হলে-
i. রোগীর শ্বসন হার কমে যায়
ii. রোগী বেহুশ হয়ে পড়তে পারে
iii. রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬৯. মেডুলা অবলংগাটা থেকে কত জোড়া করোটিক স্নায়ু উৎপন্ন হয়?
Ο ক)  ৪ জোড়া
Ο খ)  ৮ জোড়া
Ο গ)  ১২ জোড়া
Ο ঘ)  ৩১ জোড়া

  সঠিক উত্তর: (খ)

১৭০. প্রত্যেক কাজের জ্ঞান, স্মৃতি ও বাকশক্তি নিয়ন্ত্রণ করে কোনটি?
Ο ক)  পনস
Ο খ)  মেডুলা অবলংগাটা
Ο গ)  মেনিনজেস
Ο ঘ)  সেরিব্রাম

  সঠিক উত্তর: (ঘ)

১৭১. স্ট্রোকের রোগীর মৃত্যু ঘটে যদি-
i. রক্ত মস্তিষ্কের গহ্বরে প্রবেশ করে
ii. রক্ত মাথার খুলিতে ঢুকে যায়
iii. রোগীর সমস্ত মুখমন্ডল লাল হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭২. উদ্দীপনা পরিবেশ থেকে মস্তিষ্কে প্রবাহিত হয় কীভাবে?
Ο ক)  জৈব উপায়ে
Ο খ)  অজৈব উপায়ে
Ο গ)  কণা আকারে
Ο ঘ)  তরঙ্গাকারে

  সঠিক উত্তর: (ঘ)

১৭৩. নিচের কোনটি হ্রস্বদিবা উদ্ভিদ?
Ο ক)  লেটুস
Ο খ)  সূর্যমুখী
Ο গ)  চন্দ্রমল্লিকা
Ο ঘ)  ঝিঙ্গা

  সঠিক উত্তর: (গ)

১৭৪. এডরেনাল গ্রন্থি হলো-
i. কিডনির ওপর অবস্থিত
ii. এডরেনালিন হরমোন নিঃসরণকারী
iii. কঠিন মানসিক চাপ পরিত্রাণকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭৫. পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে দেহের ভেতরে প্রবাহিত করে-
Ο ক)  রক্ত
Ο খ)  রক্তরস
Ο গ)  স্নায়ু কলা
Ο ঘ)  হরমোন

  সঠিক উত্তর: (গ)

১৭৬. হরমোন উদ্ভিদে-
i. পুষ্টি দ্রব্য হিসাবে থাকে
ii. �ক্ষুদ্র মাত্রায় উৎপন্ন হয়
iii. দেহের উন্নয়নে ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৭৭. থাইমাস গ্রন্থি হলো-
i. সোডিয়াম বিপাক নিয়ন্ত্রণ
ii. প্যারাথাইরক্সিন হরমোন নিঃসরণ
iii. ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৭৮. কোষ বিভাজনের সময় কোষের সাইটোকাইনেসিস ঘটায় কোনটি?
Ο ক)  অক্সিন
Ο খ)  জিবেরেলিন
Ο গ)  সাইটোকাইনন
Ο ঘ)  অ্যাবসিসিক অ্যাসিড

  সঠিক উত্তর: (গ)

১৭৯. সেরিব্রামের কাজ হলো-
i. প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ু তাড়না গ্রহণ করা
ii. দেহের নড়াচড়া তথা অনুভূতি সৃষ্টি করা
iii. স্মৃতি, ইচ্ছা, জ্ঞান,প্রভৃতি ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮০. উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে নিচের কোন হরমোন?
Ο ক)  অক্সিন
Ο খ)  সাইটোকাইনিন
Ο গ)  অ্যাবাসিসিক এসিড
Ο ঘ)  ফ্লোরিজেন

  সঠিক উত্তর: (ঘ)

১৮১. পিটুইটারি গ্রন্থির ক্ষেত্রে-
i. অগ্রমস্তিষ্কের তলদেশে অবস্থিত
ii. প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি
iii. আকারে সবচেয়ে বড়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮২. অধিকাংশ জিবেরেলিন উদ্ভিদের কোন অংশে পাওয়া যায়?
Ο ক)  উদ্ভিদের মূলে
Ο খ)  উদ্ভিদের কান্ডে
Ο গ)  উদ্ভিদের কান্ড শীর্ষে
Ο ঘ)  উদ্ভিদের বীজে

  সঠিক উত্তর: (ঘ)

১৮৩. মৃগী রোগী পানিতে পড়লে ডুবে মারা যায় কেন?
Ο ক)  শরীরের তাপমাত্রা কমে যায় বলে
Ο খ)  নিজ শক্তিতে উঠতে পারে না বলে
Ο গ)  উচ্চ রক্তচাপ বেড়ে যায় বলে
Ο ঘ)  শ্বাস-প্রশ্বাসের হার কমে যায় বলে

  সঠিক উত্তর: (খ)

১৮৪. ফাইটো অর্থ কী?
Ο ক)  আদি
Ο খ)  উদ্ভিদ
Ο গ)  প্রাণী
Ο ঘ)  ছত্রাক

  সঠিক উত্তর: (খ)

১৮৫. যে জৈব রাসায়নিক পদার্থের প্রভাব উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রিত হয় তাকে কী বলে?
Ο ক)  বৃদ্ধিকারক বস্তু
Ο খ)  স্টিমুলেটেড হরমোন
Ο গ)  আইসোলেটেড
Ο ঘ)  নন-আইসোলেটড হরমোন

  সঠিক উত্তর: (ক)

১৮৬. শ্বেত পদার্থ-
i. সেরিব্রামের ভিতরের স্তর
ii. সেরিবেলামের বাইরে স্তর
iii. মেরুরজ্জুর উপর ও নিচে স্নায়ু তাড়না বহন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৭. মস্তিষ্কের রক্তক্ষরণকে কী বলা হয়?
Ο ক)  প্যারালাইসিস
Ο খ)  স্ট্রোক
Ο গ)  পারকিনসন
Ο ঘ)  এপিলেপসি

  সঠিক উত্তর: (খ)

১৮৮. উদ্ভিদের চলনকে কত ভাগে ভাগ করা যায়?
Ο ক)  তিন ভাগে
Ο খ)  দুই ভাগে
Ο গ)  চার ভাগে
Ο ঘ)  পাঁচ ভাগে

  সঠিক উত্তর: (খ)

১৮৯. কান্ডের আলোর দিকে চলনকে কী বলে?
Ο ক)  নেগেটিভ ফটোট্রপিজম
Ο খ)  পজিটিভ ফটোট্রাপিজম
Ο গ)  নেগেটিভ জিওট্রপিজম
Ο ঘ)  পজিটিভ জিওট্রপিজম

  সঠিক উত্তর: (খ)

১৯০. সেরিবেলামের বাইরের দিকে কী থাকে?
Ο ক)  শ্বেত পদার্থ
Ο খ)  কালো পদার্থ
Ο গ)  ধূসর পদার্থ
Ο ঘ)  লোহিত পদার্থ

  সঠিক উত্তর: (গ)

১৯১. নিউরনের কোষদেহ গঠিত হয়-
i. প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দিয়ে
ii. নিউরনের গোলাকার বা ডিম্বাকার অংশ নিয়ে
iii. দুটি অংশ নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৯২. মস্তিষ্কের বোঁটা কোনটি?
Ο ক)  পনস
Ο খ)  নিউরন
Ο গ)  সুষুম্না শীর্ষক
Ο ঘ)  নেফ্রন

  সঠিক উত্তর: (গ)

১৯৩. নিচের কোন আয়োডিনের অন্যতম প্রধান উৎস?
Ο ক)  পুকুরের মাছ
Ο খ)  সামুদ্রিক মাছ
Ο গ)  গরুর মাংস
Ο ঘ)  মুরগীর মাংস

  সঠিক উত্তর: (খ)

১৯৪. চন্দ্রমল্লিকা কী ধরনের উদ্ভিদ?
Ο ক)  ছোট দিনের উদ্ভিদ
Ο খ)  বড় দিনের উদ্ভিদ
Ο গ)  ছোট রাত্রির উদ্ভিদ
Ο ঘ)  নিরপেক্ষ উদ্ভিদ

  সঠিক উত্তর: (ক)

১৯৫. ডোপামিন কী?
Ο ক)  অগ্ন্যাশয় উৎপন্ন নির্যাস
Ο খ)  যকৃতে উৎপন্ন নির্যাস
Ο গ)  স্নায়ুকোষে উৎপন্ন নির্যাস
Ο ঘ)  থাইমাসে উৎপন্ন নির্যাস

  সঠিক উত্তর: (গ)

১৯৬. এডরেনাল গ্রন্থির কাজ-
i. অত্যাবশ্যকীয় বিপাক নিয়ন্ত্রণ
ii. কঠিন মানসিক চাপ থেকে পরিত্রাণ
iii. এ্যাডরেনালিন হরমোন নিঃসরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯৭. উদ্ভিদের কান্ড ও শাখা-প্রশাখার সমসময় কোন দিকে চলন ঘটে?
Ο ক)  আলোর বিপরীত দিকে
Ο খ)  আলোর দিকে
Ο গ)  মূলের দিকে
Ο ঘ)  নিম্নদিকে

  সঠিক উত্তর: (খ)

১৯৮. অ্যাডরেনাল গ্রন্থি দেহের-
i. অত্যাবশ্যকীয় বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে
ii. জনন অঙ্গের বৃদ্ধি ঘটায়
iii. কঠিন মানসিক চাপ থেকে পরিত্রাণ ঘটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৯৯. মানবদেহের পিটুইটারি গ্রন্থি-
i. নালিযুক্ত গ্রন্থি
ii. সোমাটোট্রিপিন হরমোন নিঃসরণকারী
iii. অন্তঃক্ষরা গ্রন্তির অন্তর্গত
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২০০. নিচের কোনটিকে গুরুমস্তিষ্ক বলা হয়?
Ο ক)  পনস
Ο খ)  সেরিব্রাম
Ο গ)  মেডুলা
Ο ঘ)  সেরিবেলাম

  সঠিক উত্তর: (খ)

২০১. কোনটি উদ্ভিদের জনন সংশ্লিষ্ট অঙ্গের বিকাশের সাথে সম্পর্কিত হরমোন?
Ο ক)  ভার্নালিন
Ο খ)  ক্লোরিজেন
Ο গ)  অক্সিন
Ο ঘ)  অ্যাবসিসিক এসিড

  সঠিক উত্তর: (ক)

২০২. মধ্য মস্তিষ্কের কোন অংশটি দেহের ভারসাম্য রক্ষা করে?
Ο ক)  সেরিব্রাম
Ο খ)  পনস
Ο গ)  সেরিবেলাম
Ο ঘ)  মেডুলা অবলংগাটা

  সঠিক উত্তর: (খ)

২০৩. পনসের পৃষ্ঠীয় দেশে অবস্থিত খন্ডাংশটি কী?
Ο ক)  মেনেনজেস
Ο খ)  সেরিবেলাম
Ο গ)  সেরিব্রাল
Ο ঘ)  মেডুলা

  সঠিক উত্তর: (খ)

২০৪. উদ্ভিদের আলো-অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে পুষ্পধারী উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা হয়?
Ο ক)  দুটি
Ο খ)  একটি
Ο গ)  তিনটি
Ο ঘ)  চারটি

  সঠিক উত্তর: (গ)

২০৫. উদ্ভিদে পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায় কোন হরমোনের প্রভাবে?
Ο ক)  জিবেরেলিন
Ο খ)  অক্সিন
Ο গ)  ইথিলিন
Ο ঘ)  সাইটোকাইনিন

  সঠিক উত্তর: (খ)

২০৬. নিচের কোনটি গ্যাসীয় পদার্থ?
Ο ক)  অক্সিন
Ο খ)  জিবেরেলিন
Ο গ)  সাইটোকাইনিন
Ο ঘ)  ইথিলিন

  সঠিক উত্তর: (ঘ)

২০৭. ভার্নালাইজেশন কত তাপমাত্রায় ঘটে?
Ο ক)  ১০-  ১২ সে.
Ο খ)  ১৩-  ১৫ সে.
Ο গ)  ১৬-  ১৮ সে.
Ο ঘ)  ১৮-  ২০ সে.

  সঠিক উত্তর: (খ)

২০৮. কোনটিকে মৃগী রোগ বলা হয়?
Ο ক)  প্যারালাইসিস
Ο খ)  পারকিনসন
Ο গ)  এনসেফলাইটিস
Ο ঘ)  এপিলেপসি

  সঠিক উত্তর: (ঘ)

২০৯. নিউরনের প্রধান কাজ হলো-
i. উদ্দীপনা বহন করা
ii. একে স্নায়ুতন্তু বলে
iii. অ্যাক্সন তন্তু বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২১০. এডরেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কী?
Ο ক)  এডরেনালিন
Ο খ)  থাইমক্সিন
Ο গ)  প্যারাথাইরক্সিন
Ο ঘ)  থাইরক্সিন

  সঠিক উত্তর: (ক)

২১১. ফল গঠনে কোন হরমোন ব্যবহৃত হয়?
Ο ক)  জিবেরেলিন
Ο খ)  অক্সিন
Ο গ)  ভার্নালিন
Ο ঘ)  ইথিলিন

  সঠিক উত্তর: (ক)

২১২. নিউরনের প্রলম্বিত অংশ কোনটি?
Ο ক)  ডেনড্রাইট
Ο খ)  গলজিবস্তু
Ο গ)  মাইটোকন্ড্রিয়া
Ο ঘ)  চর্বি

  সঠিক উত্তর: (ক)

২১৩. কোনটির প্রভাবে ধমনিতে রক্ত প্রবাহ বন্ধ হয়?
Ο ক)  হরমোন
Ο খ)  আয়োডিন
Ο গ)  কোলেস্টেরল
Ο ঘ)  এনজাইম

  সঠিক উত্তর: (গ)

২১৪. সিন্যাপসের কোন তরল পদার্থ থাকে?
Ο ক)  গ্রেম্যাটার
Ο খ)  শ্বেতপদার্থ
Ο গ)  নিউরোহিউমার
Ο ঘ)  ফোরামেন ম্যাগনাম

  সঠিক উত্তর: (গ)

২১৫. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় কোনটি দিয়ে?
Ο ক)  মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র
Ο খ)  মস্তিষ্ক ও সুষুম্মা স্নায়ু
Ο গ)  মস্তিষ্ক
Ο ঘ)  সুষুম্মা কান্ড

  সঠিক উত্তর: (খ)

২১৬. পারকিনসন রোগের চিকিৎসা-
i. ইনসুলিন গ্রহণ
ii. ফিজিওথেরাপী গ্রহণ
iii. পরিমিত খাদ্য গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২১৭. বাহ্যিক পরিবেশের উদ্দীপক-
i. আলো, গন্ধ
ii. গন্ধ, স্পর্শ
iii. স্বাদ, স্পর্শ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১৮. প্রতিবর্তী ক্রিয়া বলতে উদ্দীপনার কী বুঝায়?
Ο ক)  স্বাভাবিকতা
Ο খ)  আকস্মিকতা ও স্বয়ংক্রিয়তা
Ο গ)  প্রতিবেদন ক্রিয়া
Ο ঘ)  প্রতিক্রিয়া

  সঠিক উত্তর: (খ)

২১৯. নিচের কোনটি থেকে আমরা আয়োডিন পাই?
Ο ক)  লেবু
Ο খ)  জাম্বুয়া
Ο গ)  কচু
Ο ঘ)  আপেল

  সঠিক উত্তর: (গ)

২২০. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-
i. মাদকদ্রব্য আইন প্রণয়ন করে
ii. মাদকাসক্তদের চিকিৎসার ব্যবস্থা করে
iii. মাদকদ্রব্য আইনের প্রয়োগ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২১. গলগন্ড রোগের অপর নাম কী?
Ο ক)  গয়টার
Ο খ)  রয়টার
Ο গ)  এপিকেপসি
Ο ঘ)  পারকিনসন

  সঠিক উত্তর: (খ)

২২২. স্ট্রোকের সময়-
i. নাড়ির স্পন্দন বেড়ে যায়
ii. প্রচন্ড মাথা ব্যথা হয়
iii. মাংসপেশি শিথিল হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২২৩. কোনটির মাধ্যমে হরমোন পরিবাহিত হয়?
Ο ক)  লসিকার মাধ্যমে
Ο খ)  এনজাইমের মাধ্যমে
Ο গ)  রক্তের মাধ্যমে
Ο ঘ)  নালির মাধ্যমে

  সঠিক উত্তর: (গ)

২২৪. স্বয়ংক্রিয় স্বায়ু দ্বারা পরিচালিত হয় কোনটি?
Ο ক)  অগ্ন্যাশয়
Ο খ)  জিহ্বা
Ο গ)  দাঁত
Ο ঘ)  কান

  সঠিক উত্তর: (ক)

২২৫. গয়টার রোগীর সংখ্যা অনেক বেশি-
i. বাংলাদেশের উত্তরবঙ্গে
ii. বাংলাদেশের দক্ষিণবঙ্গে
iii. হিমালয়ের পাদদেশে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২২৬. নেশা বস্তুর কারণে কোনটি হয়?
Ο ক)  চিন্তাশক্তি বাড়ে
Ο খ)  চিন্তাশক্তি কমে
Ο গ)  মানসিক উৎকর্ষতা বাড়ে
Ο ঘ)  সৃজনশীল কাজ করা যায়

  সঠিক উত্তর: (খ)

২২৭. বহুমূত্র রোগীর ক্ষেত্রে-
i. অধিক পিপাসা লাগে
ii. দুর্বলতা ও অবসাদ সৃষ্টি হয়
iii. ওজন বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২৮. প্রাকৃতি প্রধান হরমোনগুলি হলো-
i. অক্সিন
ii. জিবেরেলিন
iii. ইথিলিন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২৯. বাতাসে ফেরোমন নিঃসৃত হলে কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে?
Ο ক)  ১-২ কিলোমিটার
Ο খ)  ২-৪ কিলোমিটার
Ο গ)  ২-৩ কিলোমিটার
Ο ঘ)  ৪-৫  কিলোমিটার

  সঠিক উত্তর: (খ)

২৩০. থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন কী কাজে লাগে?
Ο ক)  শ্বসনে
Ο খ)  এন্টিবডি গঠনে
Ο গ)  বিপাকে
Ο ঘ)  জনন গ্রন্থির বৃদ্ধিতে

  সঠিক উত্তর: (গ)

২৩১. অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের সংযুক্ত করে কে?
Ο ক)  অগ্র মস্তিষ্ক
Ο খ)  পশ্চাৎমস্তিষ্ক
Ο গ)  মধ্যমস্তিষ্ক
Ο ঘ)  সুষুম্নাকান্ডের

  সঠিক উত্তর: (গ)

২৩২. অ্যাক্সনের চারদিকের পাতলা আবরণটিকে� কী বলে?
Ο ক)  নিউরিলেমা
Ο খ)  অ্যাক্সলেমা
Ο গ)  সিন্যাপস
Ο ঘ)  মায়োলিন

  সঠিক উত্তর: (ক)

২৩৩. উদ্ভিদে যেসব হরমোন পাওয়া যায় সেগুলো হলো-
i. জিবেরেলিন
ii. ডোপামিন
iii. অক্সিন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৩৪. কোন উদ্ভিদের পুষ্পায়নের দিনের আলো কোনো প্রভাব ফেলে না?
Ο ক)  বড় দিনের
Ο খ)  আলোক নিরপেক্ষ দিনের
Ο গ)  ছোট দিনের
Ο ঘ)  নিরপেক্ষ দিনের

  সঠিক উত্তর: (খ)

২৩৫. সেরিব্রাম সম্পূর্ণভাবে কয়টি অংশে বিভক্ত?
Ο ক)  তিনটি
Ο খ)  চারটি
Ο গ)  দুটি
Ο ঘ)  পাঁচটি

  সঠিক উত্তর: (গ)

২৩৬. দেহে সঞ্চালন তথা প্রত্যেক কাজের ও অনুভূতির কেন্দ্র কোনটি?
Ο ক)  সেরিব্রাম
Ο খ)  সেরিবেলাম
Ο গ)  পনস
Ο ঘ)  মেডুলা অবলংগাটা

  সঠিক উত্তর: (ক)

২৩৭. গ্রন্থিরাজ বলা হয় কাকে?
Ο ক)  পিটুইটারিকে
Ο খ)  থাইরয়েডকে
Ο গ)  নিউরনকে
Ο ঘ)  ইস্ট্রোজেনকে

  সঠিক উত্তর: (ক)

২৩৮. মেডুলা অবলংগাটার কাজ হলো-
i. খাদ্য গলধকরণ করা
ii. হৃদপিন্ড, ফুসফুস ও গলবিলের কাজ নিয়ন্ত্রণ করা
iii. শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩৯. প্রাকৃতিক প্রধান হরমোন কোনটি?
Ο ক)  অক্সিজেন
Ο খ)  ভার্নালিন
Ο গ)  ফ্লোরিজেন
Ο ঘ)  ইস্ট্রোজেন

  সঠিক উত্তর: (ক)

২৪০. তাড়না বা উদ্দীপনা পরিবেশ থেকে মস্তিষ্কে প্রবাহিত হয় কীভাবে?
Ο ক)  কণা আকারে
Ο খ)  তরঙ্গাকারে
Ο গ)  জৈব উপায়ে
Ο ঘ)  রাসায়নিক ভাবে

  সঠিক উত্তর: (খ)

২৪১. কাদের মৃগী রোগ দেখা দেয়?
Ο ক)  ব্রেইন স্ট্রোকের রোগীদের
Ο খ)  হার্ট স্ট্রোকের রোগীদের
Ο গ)  ইসমিক স্ট্রোকের রোগীদের
Ο ঘ)  এফাইসোমার রোগীদের

  সঠিক উত্তর: (গ)

২৪২. মানবদেহে হরমোন উৎপাদনকারী প্রধান গ্রন্থি কী?
Ο ক)  থাইরয়েড গ্রন্থি
Ο খ)  প্যারাথাইরয়েড গ্রন্থি
Ο গ)  পিটুইটারি গ্রন্থি
Ο ঘ)  থাইমাস গ্রন্থি

  সঠিক উত্তর: (গ)

২৪৩. হরমোনের উৎপত্তিস্থল কোনটি?
Ο ক)  নালিযুক্ত গ্রন্থি
Ο খ)  রক্ত
Ο গ)  নালিহীন গ্রন্থি
Ο ঘ)  লসিকা

  সঠিক উত্তর: (গ)

২৪৪. জনন অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করে কোনটি?
Ο ক)  প্যারাথাইরক্সিন
Ο খ)  থাইরক্সিন
Ο গ)  থাইমক্সিন
Ο ঘ)  ইনসুলিন

  সঠিক উত্তর: (গ)

২৪৫. বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয়-
i. ইথিলিন
ii. অক্সিন
iii. জিবেরেলিন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৪৬. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত-
i. মস্তিষ্ক দ্বারা
ii. সুষুম্না কান্ড দ্বারা
iii. ব্রংকিওল দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৪৭. সেরিব্রামের ভিতরের স্তরে থাকে-
i. স্নায়ুতন্তু
ii. স্নায়ুতন্তুর রং কালো
iii. স্নায়ুতন্তুর রং সাদা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৪৮. নিউরনের প্রলম্বিত অংশ-
i. কোষদেহ
ii. ডেনড্রাইট
iii. অ্যাক্সন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৪৯. প্যারালাইসিসের কারণ-
i. স্নায়ুরোগ
ii. স্ট্রোক
iii. সুষম্নাদন্ডের ক্ষয় ও রোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫০. মায়োলিন হল-
i. ডেনড্রাইট ও অ্যাক্সনের মধ্যবর্তী স্তর
ii. স্নেহ পদার্থের একটি স্তর
iii. নিউরিলেমা ও অ্যাক্সনের মধ্যবর্তী স্তর
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৫১. পনস কোথায় থাকে?
Ο ক)  সেরিবেলামের উপরে
Ο খ)  সেরিব্রাম ও করোটির মাঝখানে
Ο গ)  মেডুলা অবলংগাটা ও মধ্যমস্তিষ্কের মাঝখানে
Ο ঘ)  হাইপোথ্যালামাসের উপরে

  সঠিক উত্তর: (গ)

২৫২. পারকিনসন রোগ কত বয়সের পরে হয়?
Ο ক)  ৩০
Ο খ)  ৪০
Ο গ)  ৪৫
Ο ঘ)  ৫০

  সঠিক উত্তর: (ঘ)

২৫৩. পাতায় উৎপন্ন ফ্লোরিজেন কোথায় স্থানান্তরিত হয়?
Ο ক)  মূলে
Ο খ)  কান্ডের গোড়ায়
Ο গ)  পাতার কিনারায়
Ο ঘ)  পত্রমূলে

  সঠিক উত্তর: (ঘ)

২৫৪. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র পরিচালনা করে-
i. পেশির সঞ্চালন
ii. অন্ত্র, পাকস্থলীর কাজ
iii. পাকস্থলী, অগ্ন্যাশয়ের কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৫৫. কোনটি মস্তিষ্কের সুরক্ষা প্রদান করে?
Ο ক)  স্কাল
Ο খ)  করোটি
Ο গ)  করোটিকা
Ο ঘ)  স্কেলিটন

  সঠিক উত্তর: (খ)

২৫৬. কোনটির অভাব হলে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়?
Ο ক)  আয়রন
Ο খ)  পটাশিয়াম
Ο গ)  আয়োডিন
Ο ঘ)  ক্যালসিয়াম

  সঠিক উত্তর: (গ)

২৫৭. সেরিবেলামের অবস্থান কোথায়?
Ο ক)  অগ্রমস্তিষ্ক
Ο খ)  পনসের পৃষ্ঠীয় দেশে
Ο গ)  পনসের অঙ্কীয় দেশে
Ο ঘ)  মধ্যমস্তিষ্কে

  সঠিক উত্তর: (খ)

২৫৮. শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণকে ত্বরাণ্বিত করার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক)  ভার্নালাইজেশন
Ο খ)  ফটোলাইসিস
Ο গ)  ইমবাইবিশন
Ο ঘ)  ফটোট্রপিজম

  সঠিক উত্তর: (ক)

২৫৯. স্ট্রোকে মানুষের মৃত্যুর ক্ষেত্রে প্রযোজ্য কারণ কোনটি?
Ο ক)  মস্তিষ্কের গহ্বর ও খুলিতে রক্ত প্রবেশ
Ο খ)  মস্তিষ্কের গহ্বর ও খুলিতে পানি প্রবেশ
Ο গ)  সুষুম্নাকান্ড ও স্নায়ুরজ্জু ক্ষতিগ্রস্ত হওয়া
Ο ঘ)  মস্তিষ্ক ও এটলাস কশেরুকা ক্ষতিগ্রস্ত হওয়া

  সঠিক উত্তর: (ক)

২৬০. ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করা যায়-
i. সুশৃঙ্খল জীবনযাপন করে
ii. খাদ্য নিয়ন্ত্রণ করে
iii. মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৬১. মস্তিষ্কের গ্রেম্যাটার বা ধূসর পদার্থের কাজ কী?
Ο ক)  দেহের ভারসাম্য রক্ষা
Ο খ)  মেরুদন্ডের ভিতর অন্তঃযোগাযোগ রক্ষা করা
Ο গ)  ঐচ্ছিক পেশির কার্য নিয়ন্ত্রণ
Ο ঘ)  বিভিন্ন পেশির সমন্বয় সাধন

  সঠিক উত্তর: (খ)

২৬২. সাইটোকাইনিন হরমোনটি পাওয়া যায়-
i. ফল ও সস্যে
ii. ফুল ও মূলে
iii. ডাবের পানিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৬৩. আলোর বিপরীত দিকে মূলের চলনকে কী বলে?
Ο ক)  পজিটিভ ফটোট্রপিজম
Ο খ)  নেগেটিভ জিওট্রপিজম
Ο গ)  নেগেটিভ ফটোট্রপিজম
Ο ঘ)  পজিটিভ জিওট্রপিজম

  সঠিক উত্তর: (গ)

২৬৪. রক্তে গ্লুকোজ মাত্রা কে নিয়ন্ত্রণ করে?
Ο ক)  প্রোর‌্যাকটিন
Ο খ)  ইস্ট্রোজেন
Ο গ)  ইনসুলিন
Ο ঘ)  থাইরক্সিন

  সঠিক উত্তর: (খ)

২৬৫. প্রতিটি নিউরন কতিটি প্রধান অংশ নিয়ে গঠিত?
Ο ক)  দুইটি
Ο খ)  তিনটি
Ο গ)  চারটি
Ο ঘ)  পাঁচটি

  সঠিক উত্তর: (ক)

২৬৬. প্রতিটি নিউরনের কয়টি অংশ?
Ο ক)  একটি
Ο খ)  দুইটি
Ο গ)  তিনটি
Ο ঘ)  চারটি

  সঠিক উত্তর: (গ)

২৬৭. জনন অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করে-
i. থাইমাস গ্রন্থি
ii. গোনাড গ্রন্থি
iii. থাইরয়েড গ্রন্থি
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৬৮. কোনটির প্রভাব উদ্ভিদের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধিত হয়?
Ο ক)  এনজাইম
Ο খ)  সূর্যলোক
Ο গ)  হরমোন
Ο ঘ)  খনিজ পদার্থ

  সঠিক উত্তর: (গ)

২৬৯. তুমি বীজহীন ফল উৎপাদনে ব্যবহার করবে-
i. অক্সিন
ii. জিবেরেলিন
iii. সাইটোকাইনিন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৭০. মেডুলা অবলংগাটা-
i. মস্তিষ্কের সামনের অংশ
ii. এর সামনে রয়েছে পনস
iii. এর পেছনে আছে সুষুম্না কান্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৭১. স্নায়ুতন্ত্রের পরিচালক কোনটি?
Ο ক)  সুষম্না কান্ড
Ο খ)  মেরুরজ্জু
Ο গ)  মস্তিষ্ক
Ο ঘ)  সুষম্না স্নায়ু

  সঠিক উত্তর: (গ)

২৭২. ভারসাম্য রক্ষা করা কোন মস্তিষ্কের কাজ?
Ο ক)  অগ্র মস্তিষ্ক
Ο খ)  মধ্য মস্তিষ্ক
Ο গ)  পশ্চাৎ মস্তিষ্ক
Ο ঘ)  পনস

  সঠিক উত্তর: (খ)

২৭৩. পিটুইটারি গ্রন্থির আকার কেমন?
Ο ক)  বড়
Ο খ)  মাঝারি
Ο গ)  সবচেয়ে ক্ষুদ্র
Ο ঘ)  স্বাভাবিক

  সঠিক উত্তর: (গ)

২৭৪. প্রাণীর প্রয়োজনীয় সমন্বয় কাজ স্নায়ু ছাড়াও কী দ্বারা প্রভাবিত হতে পারে?
Ο ক)  ইথিলিন
Ο খ)  ফ্লোরিজেন
Ο গ)  হরমোন
Ο ঘ)  ভার্নালিন

  সঠিক উত্তর: (গ)

২৭৫. পরিণত বয়সে পুরুষে জনন অঙ্গ হতে কোনটি নিঃসৃত হয়?
Ο ক)  ইস্ট্রোজেন
Ο খ)  থাইমেসিন
Ο গ)  টেস্টোস্টেরন
Ο ঘ)  অক্সিটোসিন

  সঠিক উত্তর: (গ)

২৭৬. সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়?
Ο ক)  ফুলের মধ্যে
Ο খ)  ডাবের পানিতে
Ο গ)  উদ্ভিদের পাতায়
Ο ঘ)  উদ্ভিদের কান্ডে

  সঠিক উত্তর: (খ)

২৭৭. পস্টুলেটেড হরমোন কোনটি?
Ο ক)  ফ্লোরিজেন
Ο খ)  অক্সিন
Ο গ)  জিবেরেলিন
Ο ঘ)  সাইটোকাইনিন

  সঠিক উত্তর: (ক)

২৭৮. নিচের কোন হরমোনটি অক্সিনের সাথে যুক্ত হয়ে কোষ বিবাজনকে উদ্দীপিত করে?
Ο ক)  জিবেরেলিন
Ο খ)  ইথিলিন
Ο গ)  ভার্নালিন
Ο ঘ)  সাইটোকাইনিন

  সঠিক উত্তর: (ঘ)

২৭৯. নিচের কোন বড় দিনের উদ্ভিদ?
Ο ক)  চন্দ্রমল্লিকা
Ο খ)  ডালিয়া
Ο গ)  লেটুস
Ο ঘ)  শসা

  সঠিক উত্তর: (গ)

২৮০. যখন আরো তীর্ষকভাবে একদিকে লাগে তখন ভ্রুণমুকুলাবরণী কীভাবে পরিবর্তিত হয়?
Ο ক)  আালোয় উৎসের বিপরীতে বেঁকে যায়
Ο খ)  আলোর উৎসের দিকে বেঁকে যায়
Ο গ)  মাটির দিকে নুয়ে পড়ে
Ο ঘ)  খাড়া ভাবে বৃদ্ধি পায়

  সঠিক উত্তর: (খ)

২৮১. কোনটির কার্যকারিতার উপর মস্তিষ্ক ও মেরুরজ্জুর কোন প্রভাব নেই?
Ο ক)  কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
Ο খ)  পার্শ্বীয় স্নায়ুতন্ত্র
Ο গ)  ঐচ্ছিক পেশি
Ο ঘ)  স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র

  সঠিক উত্তর: (ঘ)

২৮২. খাদ্য শেষ হলে পিঁপড়া কী নিঃসরণ বন্ধ করে?
Ο ক)  অক্সিন হরমোন
Ο খ)  জিবোরেলিন হরমোন
Ο গ)  সাইটোকাইনি হরমোন
Ο ঘ)  ফেরোমন হরমোন

  সঠিক উত্তর: (ঘ)

২৮৩. সেরিবেলামের-
i. বাইরের দিকে ধূসর পদার্থ
ii. ভেতরের দিকে শ্বেত পদার্থ
iii. বাইরের দিকে লোহিত পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৮৪. পরিণত বয়সের লক্ষণসমূহ বিকশিত করতে ভূমিকা রাখে কোন গ্রন্থি নিঃসৃত হরমোন?
Ο ক)  থাইমাস গ্রন্থি
Ο খ)  পিটুইটারী গ্রন্থি
Ο গ)  পিনিয়াল গ্রন্থি
Ο ঘ)  গোনাড গ্রন্থি

  সঠিক উত্তর: (ঘ)

২৮৫. জিবেরেলিনের কার্যকারিতা রয়েছে-
i. ফুল ফোটাতে
ii. অংকুরোদগমে
iii. ফল পাকাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৮৬. হরমোন এক ধরনের-
i. পুষ্টি দ্রব্য
ii. জৈব রাসায়নিক পদার্থ
iii. নিয়ন্ত্রণকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৮৭. আইলেটস অফ ল্যাংগারহ্যানস থেকে নিচের কোনটি নিঃসৃত হয়?
Ο ক)  এডরেনোকর্টিকেট্রপিন
Ο খ)  টেস্টোস্টেরন
Ο গ)  ইস্ট্রোজেন
Ο ঘ)  ইনসুলিন

  সঠিক উত্তর: (ঘ)

২৮৮. ইন্ডোল অ্যাসিটিক এসিডের প্রভাবে-
i. ক্যাম্বিয়ামের কার্যকারিতা হ্রাস পায়
ii. ক্যালাস সৃষ্টি হয়
iii. ক্ষতস্থান পূরণ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৮৯. উদ্ভিদের বৃদ্ধিজনিত চলনের উদাহরণ কোনটি?
Ο ক)  মূলের এগিয়ে চলা
Ο খ)  পাতার বৃদ্ধি
Ο গ)  কান্ড শীর্ষ
Ο ঘ)  পত্রবৃন্ত

  সঠিক উত্তর: (ক)

২৯০. বাহ্যিক পরিবেশের উদ্দীপক কোনটি?
Ο ক)  আলো, গন্ধ
Ο খ)  চাপ, তাপ
Ο গ)  বায়ু, মাটি
Ο ঘ)  পানি, Co2

  সঠিক উত্তর: (ক)

২৯১. গলার ট্রাকিয়ার উপরের অংশে অবস্থিত কোনটি?
Ο ক)  পিটুইটারি গ্রন্থি
Ο খ)  থাইরয়েড গ্রন্থি
Ο গ)  থাইমাস গ্রন্থি
Ο ঘ)  এডরেনাল গ্রন্থি

  সঠিক উত্তর: (খ)

২৯২. অনুভূতিবাহী নিউরন কোথায় স্নায়ূ উদ্দীপনা প্রেরণ করে?
Ο ক)  গ্রাহক অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
Ο খ)  কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কার্যকরী অঙ্গে
Ο গ)  মেরুদন্ডের ভিতরে
Ο ঘ)  পনস থেকে গ্রাহক অঙ্গে

  সঠিক উত্তর: (ক)

২৯৩. কান্ডের আলোকমুখ চলন, মূলের অন্ধকারমুখী চলন, আকর্ষীর অবলম্বনকে পেঁচিয়ে ধরা কী ধরনের চলন?
Ο ক)  সোজা চলন
Ο খ)  সামগ্রিক চলন
Ο গ)  বক্র চলন
Ο ঘ)  নিম্নমুখী চলন

  সঠিক উত্তর: (গ)

২৯৪. পুস্টুলেটেড হরমোনের উদাহরণ-
i. ভার্নালিন
ii. অক্সিন
iii. ফ্লোরিজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৯৫. ডেনড্রাইট কোথায় দেখা যায়?
Ο ক)  কার্ডিয়াম
Ο খ)  কানেকটিভ টিস্যু
Ο গ)  এপিথেলিয়াস টিস্যু
Ο ঘ)  নিউরন

  সঠিক উত্তর: (ঘ)

২৯৬. নিউরন থেকে নিউরন উদ্দীপনা বাহিত হতে কোনটি অপরিহার্য?
Ο ক)  অ্যাক্সন
Ο খ)  নিউরিলেমা
Ο গ)  র‌্যানাভিয়ার এর পর্ব
Ο ঘ)  অ্যাক্সলেমা

  সঠিক উত্তর: (ক)

২৯৭. শরীরের পেশির নড়াচড়ায় সাহায্য করে কোনটি?
Ο ক)  ডোপামিন
Ο খ)  পেডোমিন
Ο গ)  প্রোল্যাকটিন
Ο ঘ)  ট্রপিন

  সঠিক উত্তর: (ক)

২৯৮. অক্সিনের নামকরণ করেন-
i. কোল
ii. হ্যাগেন স্নিট
iii. চার্লস ডারউইন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৯৯. একজন ফল ব্যবসায়ী ব্যবসায়িক দিক লক্ষ রেখে কীভাবে ফল পাকাবে?
Ο ক)  ইথিলিন ব্যবহার করে
Ο খ)  জিবেরেলিন ব্যবহার করে
Ο গ)  সাইটোকাইনিন ব্যবহার করে
Ο ঘ)  অক্সিন ব্যবহার করে

  সঠিক উত্তর: (ক)

৩০০. উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো-
i. অত্যন্ত জটিল
ii. সুশৃঙ্খল নিয়ম মেনে চলে
iii. চলমান
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০১. উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে-
i. আলো ও উষ্ণতার প্রভাব লক্ষণীয়
ii. অক্সিন হরমোন অত্যন্ত জরুরি
iii. অ্যাবাসিসিক এসিড অত্যন্ত জরুরি
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩০২. প্রতিবর্তী ক্রিয়া বলতে বোঝায়?
i. উদ্দীপনা আকস্মিকতা
ii. মস্তিষ্কচালিত প্রতিক্রিয়া
iii. স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩০৩. পনসের অবস্থান কোথায়?
Ο ক)  অগ্র মস্তিষ্কের মাঝে
Ο খ)  পশ্চাৎ মস্তিষ্কের পেছনে
Ο গ)  মধ্য মস্তিষ্কের পেছনে
Ο ঘ)  মধ্য মস্তিষ্কের অগ্রভাগে

  সঠিক উত্তর: (গ)

৩০৪. কোন গ্রন্থিটি ট্রাকিয়ার উপরের অংশে অবস্থিত?
Ο ক)  পিটুইটারী
Ο খ)  থাইরয়েড
Ο গ)  থাইমাস
Ο ঘ)  গোনাড

  সঠিক উত্তর: (খ)

৩০৫. ইথিলিনের প্রভাবে-
i. কান্ডের বৃদ্ধি ঘটে
ii. সাইটোকাইনেসিস ঘটে
iii. মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩০৬. পারকিনসন রোগীর বয়োবৃদ্ধির ক্ষেত্রে-
i. মাংসপেশি আরো অকার্যকর হয়ে যায়
ii. চলাফেরা ও লেখাপড়ায় কষ্ট হয়
iii. হাত ও পা অসার হয়ো আসা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩০৭. ফ্লোরিজেন কোথায় উৎপন্ন হয়?
Ο ক)  উদ্ভিদের কান্ডে
Ο খ) 
Ο গ)  উদ্ভিদের পাতায়
Ο ঘ)  উদ্ভিদের মূলে

  সঠিক উত্তর: (খ)

৩০৮. কোন রোগের জীবাণু ধান গাছের অতি বৃদ্ধি ঘটায়?
Ο ক)  ধানের ব্লাস্ট রোগ
Ο খ)  ব্যাকনি রোগ
Ο গ)  ধানের ব্লাইট রোগ
Ο ঘ)  ধানের স্মার্ট রোগ

  সঠিক উত্তর: (খ)

৩০৯. উদ্ভিদের প্রতিটি কোষই কি উৎপাদন সক্ষম?
Ο ক)  পানি
Ο খ)  অক্সিজেন
Ο গ)  খাদ্য
Ο ঘ)  হরমোন

  সঠিক উত্তর: (ঘ)

৩১০. কোনটিকে গুরুমস্তিষ্কে বলা হয়?
Ο ক)  সেরিব্রাম
Ο খ)  পনস
Ο গ)  সেরিবেলায়
Ο ঘ)  মেডুলা অবলংগাটা

  সঠিক উত্তর: (ক)

৩১১. ফ্লোরিজেন সাহায্য করে-
i. পাতা সৃষ্টিতে
ii. ফল তৈরিতে
iii. ফুল ফোটাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩১২. বাণিজ্যিক ইনসুলিনের নিষ্কাশনে কী তৈরি হয়?
Ο ক)  সাধারণ লবণ
Ο খ)  জিংক লবণ
Ο গ)  কার্বহাইড্রেট
Ο ঘ)  প্রোটিন

  সঠিক উত্তর: (খ)

৩১৩. উদ্ভিদের বিভিন্ন বিকাশে কোনটির প্রভাব লক্ষণীয়?
Ο ক)  আলো ও উষ্ণতা
Ο খ)  পানি
Ο গ)  মাটি
Ο ঘ)  বায়ু

  সঠিক উত্তর: (ক)

৩১৪. পিঁপড়া খাদ্যের খোঁজ পেলে খাদ্য উৎস থেকে বাসায় আসার পথে কী নিঃসৃত করে?
Ο ক)  অক্সিন
Ο খ)  ফেরোমন
Ο গ)  ফ্লোরিজেন
Ο ঘ)  ইথিলিন

  সঠিক উত্তর: (খ)

৩১৫. শীর্ষমুকুল কাটার ফলে পার্শ্বমুকুল সৃষ্টিতে কোনটি কাজ করে?
Ο ক)  অক্সিন
Ο খ)  জিবেরেলিন
Ο গ)  সাইটোকাইনিন
Ο ঘ)  অ্যাবাসিসিক এসিড

  সঠিক উত্তর: (ক)

৩১৬. উদ্ভিদের জীবনচক্রের পর্যাযগুলি-
i. সুশৃঙ্খল নিয়ম মেনে চলে
ii. বিশৃঙ্খলভাবে চলে
iii. স্বাভাবিক নিয়মে চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i

  সঠিক উত্তর: (ঘ)

৩১৭. প্যারাথাইরয়েড গ্রন্থির কার্যকারিতা ব্যাঘাতে সৃষ্ট সমস্যা কোনটি?
Ο ক)  টিটানি
Ο খ)  গলগন্ড
Ο গ)  মিক্সিকিমা
Ο ঘ)  এডিসন্স

  সঠিক উত্তর: (ক)

৩১৮. কোনটি সাইটোকাইনিনের কাজ?
Ο ক)  বীজহীন ফল উৎপাদন
Ο খ)  ফল গঠন
Ο গ)  উদ্ভিদের বিকাশে
Ο ঘ)  বার্ধক্য বিলম্বিত করা

  সঠিক উত্তর: (ঘ)

৩১৯. নিরপেক্ষ দিনের উদ্ভিদ কোনটি?
Ο ক)  সিম
Ο খ)  ডালিয়া
Ο গ)  তামাক
Ο ঘ)  সূর্যমুখী

  সঠিক উত্তর: (ঘ)

৩২০. প্রকৃতপক্ষে পরপর অবস্থিত দুটি নিউরনের সন্ধিস্থল হলো-
i. অ্যাক্সন
ii. সিন্যাপস
iii. নিউরন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ও ii

  সঠিক উত্তর: (খ)

৩২১. অধিকাংশ জিবেরেলিন উদ্ভিদের কোথায় পাওয়া যায়?
Ο ক)  পাকা বীজ
Ο খ)  চারাগাছ
Ο গ)  বীজপত্র
Ο ঘ)  পত্রের বধিষ্ণু অঞ্চল

  সঠিক উত্তর: (ক)

৩২২. স্নায়ু যোজক টিস্যু কী দ্বারা গঠিত?
Ο ক)  নিউরন
Ο খ)  কর্টেক্স
Ο গ)  সেরিবেলাম
Ο ঘ)  পনস

  সঠিক উত্তর: (ক)

৩২৩. ফ্লোরিজেন উৎপন্ন হয় গাছের কোন অংশে?
Ο ক)  পাতায়
Ο খ)  মূলে
Ο গ)  কান্ডে
Ο ঘ)  ফুলে

  সঠিক উত্তর: (ক)

৩২৪. একটি খাটো উদ্ভিদ তুমি কীভাবে লম্বা করতে পার?
Ο ক)  সাইাটোকাইনিন হরমোন প্রয়োগে
Ο খ)  ইথিলিন হরমোন প্রয়োগে
Ο গ)  অক্সি হরমোন প্রয়োগে
Ο ঘ)  জিবেরেলিন হরমোন প্রয়োগে

  সঠিক উত্তর: (গ)

৩২৫. অক্সিন প্রয়োগে কি গজায়?
Ο ক)  মূল
Ο খ)  কান্ড
Ο গ)  পাতা
Ο ঘ)  ফুল

  সঠিক উত্তর: (ক)

৩২৬. উল্লেখিত হরমোনের কাজ-
i. খাদ্য সংগ্রহে সহায়তা করা
ii. অন্য জাতের শত্রুকে খুঁজে বের করা
iii. স্ব-জাতি সঙ্গীকে আকৃষ্ট করা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩২৭. কান্ডের মোটা হওয়ার সাথে জড়িত কোনটি?
Ο ক)  ভার্টিকালচার
Ο খ)  পরগায়ন
Ο গ)  পিথ
Ο ঘ)  ক্যাম্বিয়াম বলয়

  সঠিক উত্তর: (ঘ)

৩২৮. ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায় কেন?
Ο ক)  ইন্ডোল অ্যাসিটিক এসিডের প্রভাবে
Ο খ)  সাইটোকাইনিনের প্রভাবে
Ο গ)  জিবেরেলিনের প্রভাবে
Ο ঘ)  ইথিলিনের প্রভাবে

  সঠিক উত্তর: (ক)

৩২৯. অক্সিন প্রয়োগে-
i. শাখা কলমে মূল গজায়
ii. ফলের অকাল ঝড়ে পড়া রোধ হয়
iii. পাতার বৃদ্ধি ঘটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৩০. অ্যাক্সনের মূল অক্ষের আবরণটিকে কী বলে?
Ο ক)  নিউরিলেমা
Ο খ)  অ্যাক্সনিমা
Ο গ)  মায়োলিন
Ο ঘ)  অ্যাক্সলেমা

  সঠিক উত্তর: (ঘ)

৩৩১. কঠিন মানসিক চাপ পরিত্রাণে সাহায্য করে কোনটি?
Ο ক)  থাইরয়েড
Ο খ)  থাইমাস
Ο গ)  এডরেনাল
Ο ঘ)  প্যারাথাইরয়েড

  সঠিক উত্তর: (গ)

৩৩২. স্নায়ুতন্ত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়?
Ο ক)  তিনটি
Ο খ)  দুটি
Ο গ)  চারটি
Ο ঘ)  পাঁচটি

  সঠিক উত্তর: (খ)

৩৩৩. ফাইটোহরমোনের ক্ষেত্রে-
i. উদ্ভিদ হ্রাসকারক বস্তু
ii. এটি প্রতিটি উদ্ভিদকোষ উৎপাদনে সক্ষম
iii. ভার্নালিন জনন সংশ্লিষ্ট অঙ্গের সঙ্গে সর্ম্পকযুক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৩৪. স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকারীতার একক কী?
Ο ক)  নিউরিলেমা
Ο খ)  নিউরন
Ο গ)  স্নায়ুরজ্জু
Ο ঘ)  মেরুরজ্জু

  সঠিক উত্তর: (খ)

৩৩৫. ব্যথার উদ্দীপনা গ্রহণ করে কোনটি?
Ο ক)  নিউরনের ডেনড্রাইট
Ο খ)  অ্যাক্সন
Ο গ)  মস্তিষ্ক
Ο ঘ)  সুষুম্মাকান্ড

  সঠিক উত্তর: (ক)

৩৩৬. বাংলাদেশে কত সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়?
Ο ক)  ১৯৭৬
Ο খ)  ১৯৮৩
Ο গ)  ১৯৮৯
Ο ঘ)  ১৯৯০

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৭. সিন্যাপসের মধ্য দিয়ে কোন পদ্ধতিতে স্নায়ু তাড়না প্রবাহিত হয়?
Ο ক)  জৈব রাসায়নিক
Ο খ)  যান্ত্রিক
Ο গ)  তড়িৎ রাসায়নিক
Ο ঘ)  বিকিরণ

  সঠিক উত্তর: (গ)

৩৩৮. নিসল দানা কোথায় পাওয়া যায়?
Ο ক)  নিউরনের সাইটোপ্লাজমে
Ο খ)  অ্যাক্সনে
Ο গ)  নিউক্লিয়াসে
Ο ঘ)  ডেনড্রনে

  সঠিক উত্তর: (ক)

৩৩৯. স্নায়ুতন্ত্রের কাজ হলো-
i. উত্তেজনায় সাড়া প্রদান করা
ii. দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে পারস্পরিক সংযোগ সাধন করা
iii. শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪০. উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে কোন কোন উদ্দীপক?
Ο ক)  তাপ ও আলো
Ο খ)  চাপ ও তাপমাত্রা
Ο গ)  আলো ও অভিকর্ষ
Ο ঘ)  আবহাওয়া ও জলবায়ু

  সঠিক উত্তর: (গ)

৩৪১. উদ্ভিদের ফুল ও জনন সংশিষ্ট অঙ্গের বিকাশে সাহায্য করে-
Ο ক)  ইথিলিন
Ο খ)  ভার্নালিন
Ο গ)  জিবেরেলিন
Ο ঘ)  অক্সিন

  সঠিক উত্তর: (খ)

৩৪২. পেশির নাড়াচাড়ার সহায়তার জন্য স্নায়ুকোষ নিচের কোন নির্যাসটি তৈরি করে?
Ο ক)  ডোপামিন
Ο খ)  ফেরোমন
Ο গ)  ভার্নালিন
Ο ঘ)  প্রোল্যাকটিন

  সঠিক উত্তর: (ক)

৩৪৩. উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন হলো-
i. মূলের এগিয়ে চলা, কান্ডের বৃদ্ধি প্রভৃতি
ii. ট্রপিক চলন
iii. আদি উদ্ভিদের স্পেপার বা জনন কোষ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৪৪. মূলে পানি অভিমুখী চলনকে কী বলে?
Ο ক)  এনট্রপিক চলন
Ο খ)  হাইড্রোট্রপিক চলন
Ο গ)  ট্রপিক চলন
Ο ঘ)  ফটোট্রপিক চলন

  সঠিক উত্তর: (খ)

৩৪৫. বিজ্ঞানী এবল কত সালে ইনসুলিনের স্ফটিক পৃথক করেন?
Ο ক)  ১৯২০ সালে
Ο খ)  ১৯২২ সালে
Ο গ)  ১৯২৬ সালে
Ο ঘ)  ১৯৩২ সালে

  সঠিক উত্তর: (গ)

৩৪৬. কোনটি থেকে উদ্ভূত স্নায়ুগুলো অঙ্গ প্রত্যঙ্গ চালনা করে?
Ο ক)  স্নায়ু কান্ড
Ο খ)  করোটি
Ο গ)  স্নায়ুমজ্জা
Ο ঘ)  মেরুরজ্জু

  সঠিক উত্তর: (খ)

৩৪৭. নবজাতক শিশুদের থাইমাস গ্রন্থি কি কাজে লাগে?
Ο ক)  রোগ প্রতিরোধ ক্ষমতার বিকাশ নিয়ন্ত্রণে
Ο খ)  মানসিক বিকাশ নিয়ন্ত্রণে
Ο গ)  দৈহিক বৃদ্ধি ঘটাতে
Ο ঘ)  হাড়ের বৃদ্ধি ঘটাতে

  সঠিক উত্তর: (ক)

৩৪৮. সেরিবেলাম এর কাজ হলো-
i. দেহের পেশির টান নিয়ন্ত্রন করা
ii. চলনে সমন্বয় সাধন করা
iii. দেহের ভারসাম্য রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৯. পাতা, ফুল ও ফলের ঝড়ে পড়া ত্বরান্বিত করে-
Ο ক)  ভার্নালিন
Ο খ)  ইথিলিন
Ο গ)  সাইটোকাইনিন
Ο ঘ)  ফ্লোরিজেন

  সঠিক উত্তর: (খ)

৩৫০. চোখ বের হয়ে আসা কোন গ্রন্থির সমস্যার জন্য হয়ে থাকে?
Ο ক)  প্যারাহাইরয়োড
Ο খ)  থাইরয়েড
Ο গ)  থাইমাস
Ο ঘ)  হাইপোথ্যালামাস

  সঠিক উত্তর: (খ)

৩৫১. কোন গ্রন্থি থেকে নিসৃত হরমোন সংখ্যায় সবচেয়ে বেশি?
Ο ক)  পিটুইটার
Ο খ)  থাইমাস
Ο গ)  থাইরয়ে
Ο ঘ)  পিনিয়াল

  সঠিক উত্তর: (ক)

৩৫২. শসা ও সূর্যমুখী কোন দিনের উদ্ভিদ?
Ο ক)  বড়দিনের
Ο খ)  ছোট দিনের
Ο গ)  আলোক নিরপেক্ষ দিনের
Ο ঘ)  নিরপেক্ষ দিনের

  সঠিক উত্তর: (গ)

৩৫৩. মস্তিষ্কের মধ্যে সবচেয়ে বড় অংশ কোনটি?
Ο ক)  সেরিবেলাম
Ο খ)  পনস
Ο গ)  সেরিব্রাম
Ο ঘ)  মেডুলা অবলংগাটা

  সঠিক উত্তর: (গ)

৩৫৪. ডায়াবেটিস রোগ শনাক্ত করা যায়-
i. ঘন ঘন প্রস্রাব হলে
ii. প্রচন্ড মাথা হলে
iii. ক্ষুদা বেড়ে গেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৫৫. মস্তিষ্ক থেকে উৎপন্ন কোন স্নায়ু কাজ নিয়ন্ত্রণ করে?
Ο ক)  মেরু মজ্জা
Ο খ)  করোটিকা স্নায়ু
Ο গ)  অ্যাক্সন
Ο ঘ)  সুষুম্মাকান্ড

  সঠিক উত্তর: (খ)

৩৫৬. কোনো পতঙ্গ ফেরোমন নিঃসৃত করলে কত কিমি, দূর থেকে তার সঙ্গীরা আকৃষ্ট হয়?
Ο ক)  ২-৪
Ο খ)  ২-৮
Ο গ)  ৪-৮
Ο ঘ)  ৪-১৬

  সঠিক উত্তর: (ক)

৩৫৭. করোটিক স্নায়ুর সংখ্যা কতটি?
Ο ক)  ১২টি
Ο খ)  ২৪টি
Ο গ)  ৪৮টি
Ο ঘ)  ৮৪টি

  সঠিক উত্তর: (খ)

৩৫৮. একটি নিউরনে সর্বনিম্ব কতটি ডেনড্রাইট থাকে?
Ο ক)  শূন্য
Ο খ)  এক
Ο গ)  দুই
Ο ঘ)  তিন

  সঠিক উত্তর: (ক)

৩৫৯. আমাদের দেশে মাদকদ্রব্য হিসেবে পরিচিত-
i. আফিম, সিগারেট
ii. পান, ভাং
iii. মরফিন, কোকেন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৬০. কোনটি সেরিব্রামকে আবৃত করে রাখে?
Ο ক)  প্লুরা
Ο খ)  টনোপ্লাস্ট
Ο গ)  মেনিনজেস
Ο ঘ)  পেরিকার্ডিয়াম

  সঠিক উত্তর: (গ)

৩৬১. কোনটি এক ধরনের বক্রচলন?
Ο ক)  ভার্ণালাইজেশন
Ο খ)  ফটোট্রপিক
Ο গ)  অভিকর্ষ উপলব্ধি
Ο ঘ)  সামগ্রিক চলন

  সঠিক উত্তর: (খ)

৩৬২. কোনটির প্রয়োগে শাখা কলামে মূল গজায় এবং ফলের অকালে ঝরে পড়া রোধ হয়?
Ο ক)  জিবেরেলিন
Ο খ)  অক্সিন
Ο গ)  ফ্লোরিজেন
Ο ঘ)  ইথিলিন

  সঠিক উত্তর: (খ)

৩৬৩. কত সালে ইনসুলিনের স্ফটিক আবিষ্কৃত হয়?
Ο ক)  ১৯০৭
Ο খ)  ১৯১৭
Ο গ)  ১৯২৭
Ο ঘ)  ১৯৩৭

  সঠিক উত্তর: (গ)

৩৬৪. মস্তিষ্কের মধ্যে বড় অংশ হলো-
Ο ক)  নিউরন
Ο খ)  কর্টেক্স
Ο গ)  সেরিব্রাম
Ο ঘ)  মেনেনজেস

  সঠিক উত্তর: (গ)

৩৬৫. জিবেরেলিনের প্রভাবে কোনটি হয়?
Ο ক)  বীজহীন ফল
Ο খ)  ফুল ফোটা
Ο গ)  কোষ বিভাজন
Ο ঘ)  মূল সৃষ্টি

  সঠিক উত্তর: (খ)

৩৬৬. আক্রান্ত ব্যক্তির শরীর খিচুনী ও কাঁপুনি দিতে থাকে কোন রোগে?
Ο ক)  পারকিনসন
Ο খ)  এপিলেপসি
Ο গ)  স্ট্রোক
Ο ঘ)  প্যারালাইসিস

  সঠিক উত্তর: (খ)

৩৬৭. কোন হরমোনটি গ্যাসীয় পদার্থ?
Ο ক)  অক্সিন
Ο খ)  জিবেরেলিন
Ο গ)  সাইটোকাইনিন
Ο ঘ)  ইথিলিন

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৮. ব্যাক্তির আরচণ, স্বভাব ও আবেগ প্রবণতার উপর কিসের প্রভাব অপরিসীম?
Ο ক)  অক্সিনের
Ο খ)  ফেরোমনের
Ο গ)  হরমোনের
Ο ঘ)  জিবেরেলিনের

  সঠিক উত্তর: (গ)

৩৬৯. কিটোসিস রোগের কারণ কী?
Ο ক)  লিপিডের বিপাকে
Ο খ)  প্রোটিনের বিপাক
Ο গ)  শর্করার বিপাক
Ο ঘ)  হরমোনের কার্যকারিতা

  সঠিক উত্তর: (ক)

৩৭০. নিকোটিন গ্রহণে কোনটির কার্যকারিতা নষ্ট হয়?
Ο ক)  ফুসফুস
Ο খ)  স্নায়ুকোষ
Ο গ)  কিডনি
Ο ঘ)  গলবিল

  সঠিক উত্তর: (খ)

৩৭১. অ্যাক্সনের মূল অক্ষের আবরণীটির নাম কী?
Ο ক)  মায়োলিন
Ο খ)  পনস
Ο গ)  অ্যাক্সলেমা
Ο ঘ)  মেনিনজেস

  সঠিক উত্তর: (গ)

৩৭২. বাহ্যিক পরিবেশের উদ্দীপক হলো-
i. আলো, গন্ধ, স্বাদ এবং স্পর্শ
ii. চাপ, তাপ, বিভিন্ন রাসায়নিক বস্তু
iii. চোখ, কান , নাক প্রভৃতির উদ্দীপনা জাগায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৭৩. নিচের কোনটি বক্রচলন?
Ο ক)  ছত্রাকের চলন
Ο খ)  ফটোট্রপিক চলন
Ο গ)  শৈবালের চলন
Ο ঘ)  Volvoa-এর চলন

  সঠিক উত্তর: (খ)

৩৭৪. উদ্ভিদের কী প্রস্ফুটন দিবাদৈর্ঘ্যের উপর অধিক নির্ভরশীল?
Ο ক)  ভ্রুণ
Ο খ)  পুষ্প
Ο গ)  ফল
Ο ঘ)  বীজ

  সঠিক উত্তর: (খ)

৩৭৫. ইনসুলিন হরমোনটি-
i. গ্লুকোজের বিপাক নিয়ন্ত্রণ করে
ii. দৈহিক বৃদ্ধি ঘটায়
iii. জনন অঙ্গের বৃদ্ধি ঘটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  i ও iii
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

৩৭৬. থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত থাইমক্সিন হরমোনটির কাজ হলো-
i. জনন অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করা
ii. দৈহিক বৃদ্ধিতে সাহায্য করা
iii. মানসিক বিকাশে সাহায্য করা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii
Ο গ)  i
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৩৭৭. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কী?
Ο ক)  ইনসুলিন
Ο খ)  থাইরক্সিন
Ο গ)  থাইমক্সিন
Ο ঘ)  থাইরোট্রপিন

  সঠিক উত্তর: (ঘ)

৩৭৮. গোনাড গ্রন্থি অবস্থিত-
i. ছেলেদের গ্রীবা অঞ্চলে
ii. মেয়েদের ডিম্বাশয়ে
iii. ছেলেদের শুক্রাশয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৭৯. চন্দ্রমল্লিকার কোন অংশ আলোক পর্যায়ের উদ্দীপক উপলব্ধির স্থান বলে পরিগণিত হয়?
Ο ক)  কান্ড
Ο খ)  মূল
Ο গ)  পত্র
Ο ঘ)  ফুল

  সঠিক উত্তর: (গ)

৩৮০. স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যগত একক কী?
Ο ক)  স্নায়ুরজ্জু
Ο খ)  নিউরন
Ο গ)  নিউরেলাম
Ο ঘ)  মেরুরজ্জু

  সঠিক উত্তর: (খ)

৩৮১. মানবদেহে হরমোন পরিবাহিত হয় কোনটির মাধ্যমে?
Ο ক)  লসিকার মাধ্যমে
Ο খ)  রক্তের মাধ্যমে
Ο গ)  নিউরনের মাধ্যমে
Ο ঘ)  আন্ত্রিক রসের মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

৩৮২. বড় দিনের উদ্ভিদের পুষ্পায়নে দৈনিক গড়ে কত ঘন্টা আলোর প্রয়োজন?
Ο ক)  ১১-১৩ ঘন্টা
Ο খ)  ১৪-১৫ ঘন্টা
Ο গ)  ১২-১৬ ঘন্টা
Ο ঘ)  ১২-১৪ ঘন্টা

  সঠিক উত্তর: (গ)

৩৮৩. পশ্চাৎ মস্তিষ্ক গঠিত হয়-
i. সেরিবেলাম, পনস ও মেডুলা অবলংগাটা নিয়ে
ii. শুধুমাত্র সেরিবেলাম নিয়ে
iii. শুধুমাত্র পনস নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  i ও iii
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

৩৮৪. উদ্ভিদের বৃদ্ধি বর্ধক হরমোন কোনটি?
Ο ক)  অ্যাসিটিলিন
Ο খ)  সাইটোসিন
Ο গ)  সাইটোকাইনিন
Ο ঘ)  অক্সিজিনেজ

  সঠিক উত্তর: (গ)

৩৮৫. কোনটি ফল পাকাতে সাহায্য করে?
Ο ক)  অক্সিন
Ο খ)  জিবেরেলিন
Ο গ)  ইথিলিন
Ο ঘ)  সাইটোকাইনিন

  সঠিক উত্তর: (গ)

৩৮৬. নিকোটিনের মাত্রা বাড়ে-
i. তামাক ব্যবহারে
ii. সিগারেট ব্যবহারে
iii. চা ব্যবহারে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৮৭. থাইরয়েডজনিত সমস্যা হতে মুক্তি পেতে খাদ্য তালিকায় স্থান দিতে হবে-
i. মাংস
ii. সামুদ্রিক মাছ
iii. কলা ও ফলমূল
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৮৮. বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয় নিচের কোনটি?
Ο ক)  সাইটোকাইনিন
Ο খ)  অক্সিন
Ο গ)  ইথিলিন
Ο ঘ)  অ্যাবসিসিক এসিড

  সঠিক উত্তর: (খ)

৩৮৯. মস্তিষ্কের কতটি অংশে বিভক্ত?
Ο ক)  দুই
Ο খ)  তিন
Ο গ)  চার
Ο ঘ)  পাঁচ

  সঠিক উত্তর: (খ)

৩৯০. থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি?
Ο ক)  থাইরক্সিন
Ο খ)  প্যারাথাইরক্সিন
Ο গ)  থাইমক্সিন
Ο ঘ)  থাইরোট্রপিন

  সঠিক উত্তর: (গ)

৩৯১. নিউরিলেমা পরিবেষ্টিত অ্যাক্সনকে কী বলে?
Ο ক)  নিউরিলেমা
Ο খ)  অ্যাক্সনিমা
Ο গ)  মায়োলিন
Ο ঘ)  অ্যাক্সলেমা

  সঠিক উত্তর: (ঘ)

৩৯২. কোন ধরনের রোগে আক্রান্ত রোগীদের মৃগী রোগ দেখা যায়?
Ο ক)  হেমারিক স্ট্রোক
Ο খ)  থ্রোমাবিক স্ট্রোক
Ο গ)  ইসমিক স্ট্রোক
Ο ঘ)  এমবলিক স্ট্রোক

  সঠিক উত্তর: (গ)

৩৯৩. বীজের উষ্ণতা বৃদ্ধির মাধ্যমে পুষ্প প্রস্ফুটন প্রক্রিয়াটি কী?
Ο ক)  ফার্মেন্টেশন
Ο খ)  ভার্নালাইজেশন
Ο গ)  ফটোপিরিয়ডিজম
Ο ঘ)  অসমোসিস

  সঠিক উত্তর: (খ)

৩৯৪. অক্সিন এর প্রভাবে অভিস্রবণ ও শ্বসন ক্রিয়ার কি হয়?
Ο ক)  হার কমে
Ο খ)  হার স্বাভাবিক থাকে
Ο গ)  অতিরিক্ত কমে
Ο ঘ)  হার বৃদ্ধি পায়

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৫. ব্যাকনি রোগটি-
i. ধানের একটি রোগ
ii. ছত্রাকজনিত রোগ
iii. ধান গাছের বৃদ্ধি রোধ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৯৬. প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কোনটি?
Ο ক)  মস্তিষ্ক
Ο খ)  হরমোন
Ο গ)  সুষুম্নাকান্ড
Ο ঘ)  নিউরন

  সঠিক উত্তর: (গ)

৩৯৭. স্নায়ুতন্ত্রের প্রধান কাজ কী?
Ο ক)  দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করা
Ο খ)  দেহের সাড়া প্রদান করা
Ο গ)  মস্তিষ্ককে কর্মক্ষম করা
Ο ঘ)  রক্ত পরিবহন করা

  সঠিক উত্তর: (ক)

৩৯৮. উদ্ভিদের চলন ঘটে কিসের কারণে?
Ο ক)  প্রভাবকের
Ο খ)  স্বতস্ফূর্তভাবে
Ο গ)  প্রাকৃতিক
Ο ঘ)  কৃত্রিমভাবে

  সঠিক উত্তর: (ক)

৩৯৯. ইনসুলিন হরমোন নিঃসরণকারী গ্রন্থি কোনটি?
Ο ক)  প্যারাথাইরয়েড
Ο খ)  পিটুইটারি
Ο গ)  গোনাড
Ο ঘ)  আইলেটস অব ল্যাংগারহ্যানস

  সঠিক উত্তর: (ঘ)

৪০০. গুরুমস্তিষ্কের ডান ও বাম খন্ড সংযুক্ত থাকে কী দ্বারা?
Ο ক)  স্নায়ুতন্ত্র
Ο খ)  স্নাযুকোষ
Ο গ)  সাইন্যাপস
Ο ঘ)  পিথ

  সঠিক উত্তর: (ক)

৪০১. গাইড জনন অঙ্গগুলো নিঃসৃত হরমোন-
i. প্রাণীর জনন চক্র ও যৌন আচরণ নিয়ন্ত্রণ করে
ii. পুরুষ প্রাণীতে টেস্টস্টেরন হরমোন উৎপাদন করে
iii. স্ত্রী প্রাণীতে ইস্ট্রোজেন হরমোন উৎপনন ঘটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪০২. আলোক নিরপেক্ষ উদ্ভিদ-
i. ডালিয়া
ii. শসা
iii. সূর্যমুখী
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪০৩. অক্সিন হলো-
i. বৃদ্ধিবর্ধক
ii. মূলের শীর্ষে অধিক বিদ্যমান
iii. চার্লস ডারউইন কর্তৃক সর্বপ্রথম আবিষ্কৃত
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪০৪. কোন বিজ্ঞানী ইনসুলিনের স্ফটিক পৃথক করেন?
Ο ক)  বিজ্ঞানী হাবল
Ο খ)  বিজ্ঞানী এবল
Ο গ)  বিজ্ঞানী মোরস
Ο ঘ)  বিজ্ঞানী সিডস

  সঠিক উত্তর: (খ)

অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও:
রিতা কতকগুলো ডালিয়ার চারা লাগাল। কয়েক মাসের মধ্যে চারাগুলো দৈহিক বৃদ্ধি ঘটলেও কোনো ফুল ধরল না।
৪০৫. রিতার লাগানো গাছটির কীভাবে দৈহিক বৃদ্ধি ঘটেছে?
Ο ক)  অক্সিন হরমোনে প্রভাবে
Ο খ)  সাইটোকাইনিন হরমোনের প্রভাবে
Ο গ)  জিবেরেলিন হরমোনের প্রভাবে
Ο ঘ)  অ্যাবসিসিক এসিডের প্রভাবে

  সঠিক উত্তর: (ক)

৪০৬. রিতার লাগানো গাছে ফুল না আসার সম্ভাব্য কারণ-
i. দীর্ঘদিনে লাগানো
ii. ফ্লোরিজেন হরমোনের অভাব
iii. অক্সিন হরমোনের অভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

Collected From: http://www.online-dhaka.com/

1 টি মন্তব্য:

  1. বেশ ভালো লাগলো ভিজিট করে।
    নিচের লিংকটি ভিটিজ করতে পারেন।
    www.onesigmaeducation.com

    উত্তরমুছুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...