NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || হিসাববিজ্ঞান অধ্যায় - ২: লেনদেন


এস.এস.সি    ||    হিসাববিজ্ঞান
অধ্যায় - ২: লেনদেন


১.
কারবারী লেনদেনে যে পক্ষ সুবিধা পায় তাকে কী বলে?
Ο ক) 
পাওনাদার
Ο খ) 
ক্রেডিটর
Ο গ) 
ডেটর
Ο ঘ) 
ডানপক্ষ

  সঠিক উত্তর: (গ)

২.
ডেবিট নোটের সাহায্যে লেখা হয়-
Ο ক) 
ক্রয় বই
Ο খ) 
বিক্রয় বই
Ο গ) 
ক্রয় ফেরত বই
Ο ঘ) 
বিক্রয় ফেরত বই

  সঠিক উত্তর: (গ)

৩.
মাল ক্রয় ও বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল-
Ο ক) 
চালান
Ο খ) 
ভাউচার
Ο গ) 
ক্যাশবহি
Ο ঘ) 
ক্রেডিট নোট

  সঠিক উত্তর: (ক)

৪.
হিসাবরক্ষণের মূলভিত্তি কোনটি?
Ο ক) 
লেনদেন
Ο খ) 
জাবেদাভুক্তকরণ
Ο গ) 
খতিয়ানভুক্তকরণ
Ο ঘ) 
আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

  সঠিক উত্তর: (ক)

৫.
মালিকানা স্বত্ব বলতে কী বোঝায়?
Ο ক) 
সম্পত্তির ওপর পাওনাদারের অধিকার
Ο খ) 
সম্পত্তির ওপর মালিকের অধিকার
Ο গ) 
ক ও খ উভয়ই
Ο ঘ) 
সম্পত্তির ওপর ভোক্তার অধিকার

  সঠিক উত্তর: (খ)

৬.
A = L + E সমীকরণটির E উপাদানটি কী নির্দেশ করে?
Ο ক) 
সম্পদ
Ο খ) 
মালিকানা স্বত্ব
Ο গ) 
দায়
Ο ঘ) 
মুনাফা

  সঠিক উত্তর: (খ)

৭.
ক্রয় জাবেদার উৎস দলিল কোনটি?
Ο ক) 
পাওনাদার কর্তৃক প্রেরিত চালানপত্র
Ο খ) 
দেনাদার কর্তৃক প্রেরিত চালানপ্রত্র
Ο গ) 
পাওনালিপি
Ο ঘ) 
ভাউচার

  সঠিক উত্তর: (ক)

৮.
হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রধান উপাদান কোনটি?
Ο ক) 
লেনদেন
Ο খ) 
দুতরফা দাখিলা
Ο গ) 
হিসাব
Ο ঘ) 
জাবেদা

  সঠিক উত্তর: (ক)

৯.
অবচয় একটি কারবারি লেনদেন, কেননা-
i. এতে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে
ii. এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য
iii. এতে দুটি পক্ষ জড়িত রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০.
তারকা চিহ্নিত ঘরে টাকার পরিমাণ হবে-
হিবাব সমীকরণ
উপাদান
টাকা
উপাদান
টাকা
দায়
২,০০০
সম্পত্তি
১০,০০০
স্বত্বাধিকার
*

মোট=
১০,০০০
মোট=
১০,০০০
Ο ক) 
৭,০০০
Ο খ) 
৮,০০০
Ο গ) 
৯,০০০
Ο ঘ) 
১০,০০০

  সঠিক উত্তর: (খ)

১১.
ভাউচার কত প্রকার?
Ο ক) 
দুই প্রকার
Ο খ) 
তিন প্রকার
Ο গ) 
চার প্রকার
Ο ঘ) 
পাঁচ প্রকার

  সঠিক উত্তর: (ক)

১২.
চালান তৈরি করা হয়-
i. ক্রয় সংক্রান্ত তথ্য জানার জন্য
ii. বিক্রয় তথ্য জানার জন্য
iii. ব্যবসায়ের সার্বিক তথ্য প্রকাশের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৩.
নিচে দুইটি উদাহরণ দেওয়া হল-
i. সুনামের অবলোপন ২,০০০ টাকা
ii. যন্ত্রপাতির অবচয় ১,০০০ টাকা
এখানে লেনদেনের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?
Ο ক) 
আর্থিক অবস্থার পরিবর্তন
Ο খ) 
অদৃশ্যমান লেনদেন
Ο গ) 
দুটি পক্ষ বিদ্যমান
Ο ঘ) 
স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র

  সঠিক উত্তর: (খ)

১৪.
প্রতিষ্ঠানে চালান ব্যবহৃত হয়-
Ο ক) 
ক্রেতা ও বিক্রেতা বাকিতে মাল ক্রয়বিক্রয় করে প্রাথমিকভাবে ক্রয় ও বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করে
Ο খ) 
ক্রেতা ও বিক্রেতা নগদে মাল ক্রয় ও বিক্রয় প্রাথমিকভাবে ক্রয় ও বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করলে
Ο গ) 
ক্রেতা ও বিক্রেতা বাকি ও নগদ ফল ক্রয়বিক্রয় প্রাথমিকভাবে ক্রয় ও বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করলে
Ο ঘ) 
চালানের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানে ক্রয়বিক্রয়সহ যাবতীয় কার্যাবলি সম্পাদিত হলে

  সঠিক উত্তর: (ক)

১৫.
ক্যাশমেমো সাধারণত কয় প্রস্থে তৈরি হয়?
Ο ক) 
এক প্রস্থে
Ο খ) 
চার প্রস্থে
Ο গ) 
দুই প্রস্থে
Ο ঘ) 
তিন প্রস্থে

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
কে চালান তৈরি করে?
Ο ক) 
বিক্রেতা
Ο খ) 
ক্রেতা
Ο গ) 
সরকার
Ο ঘ) 
মধ্যস্থ কারবারি

  সঠিক উত্তর: (ক)

১৭.
পণ্য ক্রয়-বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি?
Ο ক) 
ডেবিট নোট
Ο খ) 
ডেবিট ভাউচার
Ο গ) 
চালান
Ο ঘ) 
ক্রেডিট

  সঠিক উত্তর: (গ)

১৮.
লেনদেন সর্বদা পরিবর্তন আনে-
Ο ক) 
মোট সম্পত্তির
Ο খ) 
মোট দায়ের
Ο গ) 
মোট মুনাফার
Ο ঘ) 
আর্থিক অবস্থার

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
স্বত্বাধিকার বৃদ্ধি পাবে যখন-
Ο ক) 
বিনিয়োগের মাধ্যমে
Ο খ) 
ব্যয়/খরচের মাধ্যমে
Ο গ) 
আয়/রাজস্বের মাধ্যমে
Ο ঘ) 
ক + গ

  সঠিক উত্তর: (ঘ)

২০.
ক্রেডিট ভাউচার-এর সাথে কী কী যুক্ত করে ক্যাশবুক লেখা হয়?
Ο ক) 
চালানের কপি ও ক্যাশমেমো
Ο খ) 
ডেবিট নোট
Ο গ) 
ক্রেডিট নোট
Ο ঘ) 
ক্যাশমেমো ও বেতন শিট

  সঠিক উত্তর: (ক)

২১.
“দুটি পক্ষ ব্যতীত লেনদেন হয় না।”-লেনদেনের এই বৈশিষ্ট্যকে কী বলে?
Ο ক) 
দাতা-গ্রহীতা
Ο খ) 
স্বয়ংসম্পূর্ণতা
Ο গ) 
পরিপূর্ণতা
Ο ঘ) 
দ্বৈতসত্তা

  সঠিক উত্তর: (ঘ)

২২.
প্রত্যেকটি লেনদেনের স্বপক্ষে কী থাকবে?
Ο ক) 
ভাউচার
Ο খ) 
ক্যাশমেমো
Ο গ) 
প্রমাণপত্র
Ο ঘ) 
চালান

  সঠিক উত্তর: (গ)

২৩.
ক্যাশবুকের ক্রেডিট দিকে লেখা হয়-
Ο ক) 
ডেবিট ভাউচার
Ο খ) 
ক্রেডিট ভাউচার
Ο গ) 
ডেবিট নোট
Ο ঘ) 
ক্রেডিট নোট

  সঠিক উত্তর: (ক)

২৪.
বাকিতে পণ্য বিক্রয় একটি-
Ο ক) 
আন্ত:লেনদেন
Ο খ) 
নগদ লেনদেন
Ο গ) 
অদৃশ্য লেনদেন
Ο ঘ) 
বহি:লেনদেন

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
লেনদেন চিহ্নিতকরণ হিসাবচক্রের কত তম ধাপ?
Ο ক) 
১ম ধাপ
Ο খ) 
২য় ধাপ
Ο গ) 
৩য় ধাপ
Ο ঘ) 
৪র্থ ধাপ

  সঠিক উত্তর: (ক)

২৬.
ব্যক্তিগত অর্থ হারিয়ে গেলে ব্যবসায়ে কী প্রভাব পড়ে?
Ο ক) 
ব্যবসায়ের কোন ক্ষতি হয়
Ο খ) 
ব্যবসায়ের সম্পদ হ্রাস পায়
Ο গ) 
কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হয়
Ο ঘ) 
কারবারী লেনদেন হয় না

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
ডেবিট ও ক্রেডিট নোটে উল্লেখ থাকতে হবে-
i. মালের বিবরণ
ii. ক্রেতা-বিক্রেতার স্বাক্ষর
iii. ভুলভ্রান্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
ঘটনা কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

২৯.
ডেবিট নোট ব্যবহৃত হয়-
Ο ক) 
ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে
Ο খ) 
ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য
Ο গ) 
নগদে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে
Ο ঘ) 
নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য

  সঠিক উত্তর: (ক)

৩০.
একটি ক্যাশমেমোতে কয়টি ঘর থাকে?
Ο ক) 
৪টি
Ο খ) 
৫টি
Ο গ) 
৬টি
Ο ঘ) 
৭টি

  সঠিক উত্তর: (খ)

৩১.
চালান বিক্রেতার নিকট কী নামে গণ্য হয়?
Ο ক) 
বহি:চালান
Ο খ) 
আন্ত:চালান
Ο গ) 
ক্রয় চালান
Ο ঘ) 
বিক্রয় চালান

  সঠিক উত্তর: (ক)

৩২.
ভাউচার কে অনুমোদন করেন?
Ο ক) 
ব্যবস্থাপক
Ο খ) 
ক্যাশিয়ার
Ο গ) 
ব্যবসায়ী
Ο ঘ) 
বিক্রেতা

  সঠিক উত্তর: (ক)

৩৩.
‘আলমারি ক্রয় ১০,০০০ টাকা’ উক্ত ঘটনায় হিসাব সমীকরণের কোন উপাদানকে প্রভাবিত করে?
Ο ক) 
E উপাদানকে
Ο খ) 
A উপাদানকে
Ο গ) 
A  এবং E উপাদানকে
Ο ঘ) 
A এবং L উপাদানকে

  সঠিক উত্তর: (খ)

৩৪.
কখন চালান বহি উভয়ের নিকট গ্রহণযোগ্য হয়?
Ο ক) 
বিক্রেতার স্বাক্ষর থাকলে
Ο খ) 
ক্রেতার স্বাক্ষর থাকলে
Ο গ) 
ক্রেতা-বিক্রেতার স্বাক্ষর না থাকলে
Ο ঘ) 
ক্রেতা-বিক্রেতার স্বাক্ষর থাকলে

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
বাকিতে কলকব্জা ক্রয়ের ফলাফল -
Ο ক) 
সম্পদ বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি
Ο খ) 
সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি
Ο গ) 
ব্যয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি
Ο ঘ) 
দায় বৃদ্ধি ও স্বত্বাধিকার বৃদ্ধি

  সঠিক উত্তর: (খ)

৩৬.
বিক্রয়ের উদ্দেশ্যে ২০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করলে লিপিবদ্ধ করতে হবে-
i. ডেবিট ভাউচারে
ii. ক্রেডিট ভাউচারে
iii. ডেবিট নোটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

৩৭.
লেনদেন সংক্রান্ত ঘটনা -
Ο ক) 
সব সময়ই দৃশ্যমান
Ο খ) 
দৃশ্যমান নাও হতে পারে
Ο গ) 
কখনই দৃশ্যমান নয়
Ο ঘ) 
দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
প্রতিটি লেনদেন কী দ্বারা পরিমাপযোগ্য?
Ο ক) 
চেকে
Ο খ) 
টাকায়
Ο গ) 
বিনিময় বিল
Ο ঘ) 
ব্যাংক ড্রাফটে

  সঠিক উত্তর: (খ)

৩৯.
বছরের শেষে বকেয়া ভাড়া সমন্বয়ের ক্ষেত্রে হিসাব সমীকরণের ওপর কী প্রভাব পড়বে সেটি চিহ্নিত কর।
Ο ক) 
সম্পদ বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি
Ο খ) 
দায় বৃদ্ধি, স্বত্বাধিকার হ্রাস
Ο গ) 
দায় হ্রাস, স্বত্বাধিকার বৃদ্ধি
Ο ঘ) 
সম্পদ হ্রাস, স্বত্বাধিকার হ্রাস

  সঠিক উত্তর: (খ)

৪০.
কোনটি লেনদেন নয়?
Ο ক) 
মায়ের সেবা
Ο খ) 
কর্মচারীর বেতন প্রদান
Ο গ) 
আসবাবপত্র ক্রয়
Ο ঘ) 
ভাড়া প্রদান

  সঠিক উত্তর: (ক)

৪১.
কোনটি লেনদেনের প্রমাণপত্র?
Ο ক) 
ক্যাশবই
Ο খ) 
পাকা বই
Ο গ) 
ভাউচার
Ο ঘ) 
খতিয়ান বই

  সঠিক উত্তর: (গ)

৪২.
লেনদেন বলতে বোঝায় -
Ο ক) 
দেনা-পাওনা
Ο খ) 
একটি হিসাব
Ο গ) 
পণ্য হিসাব
Ο ঘ) 
অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
হিসাব সমীকরণকে বর্ধিত করলে পাওয়া যায়-
Ο ক) 
A = L + (C-R-E+D)
Ο খ) 
A = L + (C+R-E-D)
Ο গ) 
A = E+ (C+R-L-D)
Ο ঘ) 
A = L+(C-D+R+E)

  সঠিক উত্তর: (খ)

৪৪.
কারবারের Income হলে-
Ο ক) 
হিসাব সমীকরণের E হ্রাস পায়
Ο খ) 
হিসাব সমীকরণের E বৃদ্ধি পায়
Ο গ) 
হিসাব সমীকরণের L হ্রাস পায়
Ο ঘ) 
হিসাব সমীকরণের L বৃদ্ধি পায়

  সঠিক উত্তর: (খ)

৪৫.
প্রতিটি লেনদেন কোথায় প্রভাব বিস্তার করে?
Ο ক) 
ব্যবসায়ের আয়তনের
Ο খ) 
হিসাব সমীকরণে
Ο গ) 
মালিকানা স্বত্ত্ব বিবরণীতে
Ο ঘ) 
নগদান বহিতে

  সঠিক উত্তর: (খ)

৪৬.
ডেবিট ও ক্রেডিট ভাউচারে অবশ্যই - প্রদান করতে হয়।
Ο ক) 
নোট খসড়া
Ο খ) 
নোট বই
Ο গ) 
ধারাবাহিক নম্বর
Ο ঘ) 
ধারাবাহিক পৃষ্ঠা নম্বর

  সঠিক উত্তর: (গ)

৪৭.
‘Give and take’ শব্দের অর্থ কী?
Ο ক) 
ঘটনা
Ο খ) 
সেবা
Ο গ) 
দেওয়া ও নেওয়া
Ο ঘ) 
ফরমায়েশ

  সঠিক উত্তর: (গ)

৪৮.
কোনটি স্বত্বাধিকারের বৃদ্ধি ঘটায়?
Ο ক) 
আয় বা লাভ
Ο খ) 
ব্যয়
Ο গ) 
ক্ষতি
Ο ঘ) 
ব্যয় বা ক্ষতি

  সঠিক উত্তর: (ক)

৪৯.
কীসের একত্রীকরণের ফলে লেনদেনের সৃষ্টি হয়?
Ο ক) 
দানকারী ও প্রদানকারী
Ο খ) 
গ্রহণকারী ও আদানকারী
Ο গ) 
প্রতিষ্ঠান ও গ্রহণকারী
Ο ঘ) 
গ্রহণকারী ও প্রদানকারী

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কী?
Ο ক) 
লেনদেন
Ο খ) 
জাবেদা
Ο গ) 
চালান
Ο ঘ) 
ক্রয় বহি

  সঠিক উত্তর: (ক)

৫১.
শিক্ষানবিস সেলামি লিপিবদ্ধের জন্য ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) 
ডেবিট ভাউচার
Ο খ) 
ক্রেডিট ভাউচার
Ο গ) 
ডেবিট নোট
Ο ঘ) 
ক্রেডিট নোট

  সঠিক উত্তর: (খ)

৫২.
দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে-
Ο ক) 
হিসাব
Ο খ) 
লেনদেন
Ο গ) 
মোট ক্ষতি
Ο ঘ) 
নিট লাভ

  সঠিক উত্তর: (খ)

৫৩.
লেনদেন সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক?
Ο ক) 
এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য
Ο খ) 
এটি আর্থিক অবস্থার অপরিবর্তন ঘটায়
Ο গ) 
সুবিধা আদান-প্রদান হতে পারে বা নাও পারে
Ο ঘ) 
এটিতে দুইয়ের অধিক পক্ষ জড়িত থাকবে

  সঠিক উত্তর: (ক)

৫৪.
যন্ত্রপাতির অবচয় একটি-
Ο ক) 
নগদ লেনদেন
Ο খ) 
বাকি লেনদেন
Ο গ) 
বহি:লেনদেন
Ο ঘ) 
অদৃশ্য লেনদেন

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
একটি চালান বহিতে কার স্বাক্ষর থাকে?
Ο ক) 
ক্রেতার
Ο খ) 
ক্রেতা, বিক্রেতা উভয়ের
Ο গ) 
বিক্রেতার
Ο ঘ) 
বাণিজ্য সংস্থার

  সঠিক উত্তর: (খ)

৫৬.
লেনদেন হিসাবভুক্ত করার জন্যে কী প্রয়োজন?
Ο ক) 
স্মারকলিপি
Ο খ) 
বিবরণপত্র
Ο গ) 
ব্যবসায়িক দলিলপত্র
Ο ঘ) 
পরিমেল নিয়ামবলি

  সঠিক উত্তর: (গ)

৫৭.
ক্যাশমেমো সাধারণত তিন প্রস্থ করা হয়, কেননা-
i. প্রথম প্রস্থ ক্রেতাকে দেওয়া হয় এবং দ্বিতীয় প্রস্থ বিক্রয় প্রতিষ্ঠানের হিসাব বিভাগে সংরক্ষিত থাকে
ii. প্রথম প্রস্থ বিক্রেতার নিকট থাকে এবং দ্বিতীয় প্রস্থ ক্রেতাকে দেওয়া হয়
iii. বিক্রেতার কপি হতে ধারে বিক্রয়ের সময় চালানের সাথে ক্যাশমেমো ক্রেতার নিকট পাঠানো হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

৫৮.
ডেবিট নোট ইস্যুর মাধ্যমে বিক্রেতার আর্থিক অবস্থার কীরূপ পরিবর্তন হয়?
Ο ক) 
সম্পত্তি বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি
Ο খ) 
সম্পত্তি বৃদ্ধি, দায় হ্রাস
Ο গ) 
সম্পত্তি বৃদ্ধি, দায় বৃদ্ধি
Ο ঘ) 
সম্পত্তি হ্রাস, দায় বৃদ্ধি

  সঠিক উত্তর: (গ)

৫৯.
নিচের কোন উক্তিটি লেনদেনের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ?
i. আর্থিক অবস্থার পরিবর্তন
ii. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য
iii. দৃশ্যমান ও অদৃশ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
ক্রেডিট নোট কে প্রস্তুুত করেন?
Ο ক) 
পরিবেশক
Ο খ) 
ক্রেতা
Ο গ) 
বিক্রেতা
Ο ঘ) 
হিসাবরক্ষক

  সঠিক উত্তর: (গ)

৬১.
লেনদেন হতে হলে সর্বদাই কীসের প্রয়োজন হবে?
Ο ক) 
বস্তুর বা সেবার বাস্তব বিনিময়ের
Ο খ) 
দুতরফা দাখিলা পদ্ধতির
Ο গ) 
সুষ্ঠর হিসাবরক্ষণের
Ο ঘ) 
নিট মুনাফার

  সঠিক উত্তর: (ক)

৬২.
বিক্রিত মূল্যের মোট মূল্যের ওপর যে পরিমাণ টাকা মওকুফ করে ক্রেতাকে মূল্য পরিশোধ করতে বলা হয় সেই মওকুফকৃত অর্থই হল -
Ο ক) 
নগদ বাট্টা
Ο খ) 
কারবারি বাট্টা
Ο গ) 
উভয়ই
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (খ)

৬৩.
চালান তৈরি করার দায়িত্ব কার?
Ο ক) 
বিক্রেতা
Ο খ) 
ক্রেতা
Ο গ) 
সরকার
Ο ঘ) 
মধ্যস্থ কারবারি

  সঠিক উত্তর: (ক)

৬৪.
মি. আরিফের নিকট থেকে ১,০০,০০০ টাকা প্রাপ্তি। এখানে সুবিধা প্রদানকারী পক্ষ হল-
Ο ক) 
মি. আরিফ
Ο খ) 
ব্যবসায় প্রতিষ্ঠান
Ο গ) 
নগদান হিসাব
Ο ঘ) 
যে টাকা পেল

  সঠিক উত্তর: (ক)

৬৫.
২০১২ সনের ২৮ জানুয়ারি ব্যবসায়ের মালিকের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এ ঘটনার দ্বারা A = L + E সমীকরণের-
Ο ক) 
A উপাদানের পরিবর্তন ঘটে
Ο খ) 
L উপাদানের পরিবর্তন ঘটে
Ο গ) 
E উপাদানের পরিবর্তন ঘটে
Ο ঘ) 
কোন পরিবর্তন ঘটে নি

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
চালান কী?
Ο ক) 
একটি কাগজ
Ο খ) 
এক প্রকার ভাউচার
Ο গ) 
ক্রয় ও বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (গ)

৬৭.
চালানে দেখানো হয় কোন বাট্টা?
Ο ক) 
নগদ
Ο খ) 
প্রদত্ত
Ο গ) 
প্রাপ্ত
Ο ঘ) 
কারবারি

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও স্বত্বাধিকারের কোনোরূপ পরিবর্তন সাধনকারী ঘটলে তাকে বলা হয়-
Ο ক) 
লেনদেন
Ο খ) 
আর্থিক লেনদেন
Ο গ) 
কারবারি লেনদেন
Ο ঘ) 
লেনদেনের প্রকৃতি

  সঠিক উত্তর: (গ)

৬৯.
‘স্বয়ংসম্পূর্ণ শব্দের অর্থ কী?
Ο ক) 
আলাদা
Ο খ) 
স্বতন্ত্র
Ο গ) 
আলাদা ও স্বতন্ত্র
Ο ঘ) 
অভিন্ন

  সঠিক উত্তর: (গ)

৭০.
লেনদেন সংক্রান্ত ঘটনা-
i. সর্বদা দৃশ্যমান
ii. দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে
iii. কখনই দৃশ্যমান নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

৭১.
লেনদেন সংক্রান্ত ঘটনা-
i. সর্বদা দৃশ্যমান
ii. দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে
iii. কখনই দৃশ্যমান নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (খ)

৭২.
সম্পত্তি ও দায় হ্রাসের উদাহরণ হলো-
i. বকেয়া বেতন পরিশোধ ৬.০০০ টাকা
ii. চেয়ার ক্রয় বাকিতে ৪,০০০ টাকা
iii. পাওনাদারকে পরিশোধ ১০.০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৭৩.
প্রতিটি লেনদেন পরিমাপযোগ্য-
Ο ক) 
মিটারে
Ο খ) 
লিটারে
Ο গ) 
টাকায়
Ο ঘ) 
কিলোগ্রামে

  সঠিক উত্তর: (গ)

৭৪.
সম্পত্তির ওপর মালিকের দাবি বা অধিকারকে বলা হয়-
Ο ক) 
সম্পত্তি
Ο খ) 
মালিকানা স্বত্ব
Ο গ) 
দায়
Ο ঘ) 
মূলধন

  সঠিক উত্তর: (খ)

৭৫.
A = L+E, এখানে E হচ্ছে -
Ο ক) 
ক্রেডিট ঘটায়
Ο খ) 
বৃদ্ধি ঘটায়
Ο গ) 
হ্রাস ঘটায়
Ο ঘ) 
সবকটি

  সঠিক উত্তর: (গ)

৭৬.
চালানের উল্লেখযোগ্য বিষয় হল-
i. কার নিকট থেকে পণ্য ক্রয় করা হল
ii. কখন ক্রয় করা হল
iii. কী পরিমাণ মাল ক্রয় করা হল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৭.
সব ধরনের ঘটনা লেনদেন নয়। কারণ-
Ο ক) 
সব ধরনের ঘটনার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় না
Ο খ) 
সকল ঘটনা আর্থিক মূল্যে নিরূপণ করা যায়
Ο গ) 
ঘটনার ফলে কোনো সম্পত্তির হস্তান্তর হতে পারে
Ο ঘ) 
ঘটনার ফলে কোনো দায়ের হস্তান্তর হতে পারে

  সঠিক উত্তর: (ক)

৭৮.
হিসাব সমীকরণের A উপাদানে বৃদ্ধি ঘটেছে-
i. মনিরের নিকট থেকে ৫,০০০ টাকার পণ্য ফেরত পাওয়া গেল
ii. ব্যাংক জমা টাকার ওপর সুদ পাওয়া গেল ২০০ টাকা
iii. বেতন দেওয়া হল ৫০০ টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

৭৯.
মালিকানা স্বত্বকে প্রভাভিত করার জন্য কয়টি উপাদান রয়েছে?
Ο ক) 
৫টি
Ο খ) 
৪টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
২টি

  সঠিক উত্তর: (খ)

৮০.
কোনটি লেনদেনের বৈশিষ্ট্য?
Ο ক) 
আর্থিক অবস্থার পরিবর্তন
Ο খ) 
হিসাবভুক্তকরণ
Ο গ) 
অদৃশ্যমান ঘটনা প্রকাশ করা
Ο ঘ) 
দৃশ্যমান ঘটনা প্রকাশ করা

  সঠিক উত্তর: (ক)

৮১.
ভবিষ্যৎ ঘটনা সংক্রান্ত লেনদেনের উদাহরণ হলো-
i. অনাদায়ী পাওনা সঞ্চিতি
ii. বাট্টা সঞ্চিতি
iii. আসবাবপত্র ক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৮২.
কারবারের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে কোনটি থাকে?
Ο ক) 
দায়
Ο খ) 
মূলধন
Ο গ) 
মালিকানা স্বত্ব
Ο ঘ) 
সম্পদ

  সঠিক উত্তর: (গ)

৮৩.
কোনটি ব্যবসায়ের জন্য শুধুমাত্র একটি ঘটনা?
Ο ক) 
জামালের নিকট হতে ধারে পণ্য ক্রয় ২,০০০ টাকা
Ο খ) 
পলাশের নিকট ৬,০০০ টাকা পণ্য বিক্রয়
Ο গ) 
তানিয়ার নিকট ২,০০০ টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান
Ο ঘ) 
পলাশ ২,৫০০ টাকার পণ্য ফেরত দিল

  সঠিক উত্তর: (গ)

৮৪.
কীসের ওপর ভিত্তি করে লেনদেনকে ক্রেতা-বিক্রেতা প্রাথমিক পর্যায়ে ক্রয় ও বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করেন?
Ο ক) 
ভাউচার
Ο খ) 
চালান
Ο গ) 
ক্যাশমেমো
Ο ঘ) 
ডেবিট নোট

  সঠিক উত্তর: (খ)

৮৫.
ক্রেডিট নোট কখন তৈরি করা হয়?
Ο ক) 
বাকিতে ক্রয় করার পর
Ο খ) 
বাকিতে বিক্রয় করার পর
Ο গ) 
বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে
Ο ঘ) 
বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে

  সঠিক উত্তর: (গ)

৮৬.
অবচয় ধার্য করা হলে হিসাব সমীকরণের হ্রাস ঘটে-
Ο ক) 
E উপকরণের
Ο খ) 
A উপকরণের
Ο গ) 
L উপকরণের
Ο ঘ) 
E ও A উপকরণের

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
নিচে দুইটি উদাহারণ দেওয়া হল-
i. মি. করিম থেকে ১,০০০ টাকার মাল ক্রয়
ii. মি. রহিমের নিকট বিক্রয় ২,০০০ টাকা
এ জাতীয় লেনদেনে উৎস দলিল হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
ভাউচার
Ο খ) 
চালান
Ο গ) 
ক্যাশমেমো
Ο ঘ) 
ডেবিট নোট ও ক্রেডিট নোট

  সঠিক উত্তর: (খ)

৮৮.
ক্রেডিট ভাউচারে কয়জনের স্বাক্ষর থাকে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

৮৯.
শিক্ষানবিস সেলামি লিপিবদ্ধের জন্যে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) 
ডেবিট ভাউচার
Ο খ) 
ক্রেডিট ভাউচার
Ο গ) 
ডেবিট নোট
Ο ঘ) 
ক্রেডিট নোট

  সঠিক উত্তর: (খ)

৯০.
কয়টি উপাদান মালিকানা স্বত্বকে প্রভাবিত করে?
Ο ক) 
৩টি
Ο খ) 
৪টি
Ο গ) 
৫টি
Ο ঘ) 
৬টি

  সঠিক উত্তর: (খ)

৯১.
কোনটি আর্থিক লেনদেন?
Ο ক) 
বাকিতে পণ্য ক্রয় ১,০০০ টাকা
Ο খ) 
পণ্য বিক্রয়ের ফরমায়েশ পাওয়া গেল ৫,০০০ টাকা
Ο গ) 
৩,০০০ টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ
Ο ঘ) 
মাসিক ২,০০০ টাকা ভাড়ায় অফিস নেওয়ার সিদ্ধান্ত

  সঠিক উত্তর: (ক)

৯২.
ব্যবসায়িক লেনদেন সংরক্ষণের উদ্দেশ্য হল-
i. লেনদেন স্থায়ীভাবে সংরক্ষণ
ii. আর্থিক ফলাফল নির্ণয়
iii. আর্থিক অবস্থা নির্ণয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৩.
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় পরিবর্তন ঘটায় এরূপ যেকোনো ঘটনাকে কী বলে?
Ο ক) 
ক্রয়বিক্রয়
Ο খ) 
লেনদেন
Ο গ) 
ব্যবসায়
Ο ঘ) 
হিসাব

  সঠিক উত্তর: (খ)

৯৪.
ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা বিক্রয়কৃত পণ্যের মূল্যের জন্য চালানসহ বিল কার নিকট দাখিল করে?
Ο ক) 
বিক্রেতার নিকট
Ο খ) 
ব্যবস্থাপকের নিকট
Ο গ) 
ক্রেতার নিকট
Ο ঘ) 
হিসাবরক্ষকের নিকট

  সঠিক উত্তর: (গ)

৯৫.
ব্যবসায়িক কার্যক্রম ও লেনদেন-
i. একই অর্থবোধক নয়
ii. একই অর্থবোধক
iii. একটি অপরটির পরিপূরক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

৯৬.
মালিকের মৃত্যুতে ব্যবসায়িক ক্ষতি হয় তবুও এটি লেনদেন নয়। কেননা-
Ο ক) 
ঘটনাটি অপ্রত্যাশিত হঠাৎ সংঘটিত হয়েছে
Ο খ) 
মালিকের মৃত্যু ব্যবসায় প্রতিষ্ঠান মেনে নিতে পারে নি
Ο গ) 
হিসাব সমীকরণের কোনো পরিবর্তন হয় নি
Ο ঘ) 
হিসাব সীমকরণে শুধুমাত্র E  উপাদানের পরিবর্তন হয়েছে

  সঠিক উত্তর: (গ)

৯৭.
কোনো ঘটনা লেনদেন হতে হলে তার মধ্যে অবশ্যই কী থাকতে হবে?
Ο ক) 
লেনদেনের সকল বৈশিষ্ট্য
Ο খ) 
লেনদেনের যেকোনো একটি বৈশিষ্ট্য
Ο গ) 
লেনদেনের একাধিক বৈশিষ্ট্য
Ο ঘ) 
লেনদেনের কমপক্ষে দুটি বৈশিষ্ট্য

  সঠিক উত্তর: (ক)

৯৮.
লেনদেনের পক্ষ দু’টি হল -
Ο ক) 
পাওনাদার ও দেনাদার
Ο খ) 
দাতা ও গ্রহীতা
Ο গ) 
ক্রেতা ও বিক্রেতা
Ο ঘ) 
মূল্য গ্রহণকারী ও প্রদানকারী

  সঠিক উত্তর: (খ)

৯৯.
ব্যবসায়িক লেনদেনের দলিলগুলো হল-
Ο ক) 
চালান, বিল, ক্যাশমেমো, ভাউচার প্রভৃতি
Ο খ) 
ক্রয় বই, বিক্রয় বই, জাবেদা বই
Ο গ) 
খতিয়ান, চালান, জাবেদা বই
Ο ঘ) 
রেওয়ামিল, ভাউচার, ডেবিট নোট

  সঠিক উত্তর: (ক)

১০০.
নিচের কোনটি ঐতিহাসিক ঘটনা?
Ο ক) 
অনাদায়ী পাওনা
Ο খ) 
অনাদায়ী পাওনা সঞ্চিতি
Ο গ) 
আগুনে পণ্য বিনষ্ট
Ο ঘ) 
ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকের মৃত্যু

  সঠিক উত্তর: (খ)

১০১.
নিচের কোনটিকে আন্ত:লেনদেন হিসেবে চিহ্নিত করা যায়?
Ο ক) 
বিজ্ঞাপন বাবদ ব্যয়
Ο খ) 
রহিমের নিকট হতে ধারে পণ্য ক্রয়
Ο গ) 
যন্ত্রপাতির অবচয় ধার্য করা
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (গ)

১০২.
বাকিতে ক্রয়কৃত পণ্য বিক্রেতার নিকট ফেরত পাঠানোর সময় ক্রেতা কর্তৃক বিক্রেতার নিকট যে চিঠি প্রেরণ করা হয় তাকে বলে-
Ο ক) 
ডেবিট ভাউচার
Ο খ) 
ক্রেডিট ভাউচার
Ο গ) 
ডেবিট নোট
Ο ঘ) 
ক্রেডিট নোট

  সঠিক উত্তর: (গ)

১০৩.
কোনটি ব্যবসায়িক লেনদেনের দলিল?
Ο ক) 
মাল ক্রয়
Ο খ) 
মজুরি প্রদান
Ο গ) 
মজুরি শিট
Ο ঘ) 
ক্ষতি

  সঠিক উত্তর: (গ)

১০৪.
বছরের শেষ তারিখে সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের ফলে-
Ο ক) 
স্বত্বাধিকার হ্রাস পাবে
Ο খ) 
স্বত্বাধিকার বৃদ্ধি ও সম্পত্তি বৃদ্ধি
Ο গ) 
সম্পত্তি বৃদ্ধি ও স্বত্বাধিকার হ্রাস
Ο ঘ) 
সম্পত্তি হ্রাস ও দায় হ্রাস

  সঠিক উত্তর: (খ)

১০৫.
ঘটনা ও লেনদেন সম্পর্কে কোন বিবরণটি ভুল?
Ο ক) 
সকল লেনদেন ঘটনা
Ο খ) 
সকল ঘটনাই লেনদেন
Ο গ) 
সকল লেনদেন ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়
Ο ঘ) 
সকল লেনদেন অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য

  সঠিক উত্তর: (খ)

১০৬.
কখন লেনদেনের সৃষ্টি হয়?
Ο ক) 
সুবিধা গ্রহণকারী ও সুবিধা প্রধানকারী পক্ষ একত্রিত হলে
Ο খ) 
শুধুমাত্র সুবিধা প্রদানকারী হিসাব রাখলে
Ο গ) 
শুধুমাত্র সুবিধা গ্রহণকারী হিসাব রাখলে
Ο ঘ) 
শুধুমাত্র হিসাবের খাতা সংরক্ষণ করলে

  সঠিক উত্তর: (ক)

১০৭.
নিচের কোনটি কারবারি লেনদেন?
Ο ক) 
মি. রফিক ৫০.০০০ টাকা মূলধন বিনিয়োগ করেন
Ο খ) 
তিনি ব্যবসায়ের জন্য ১,০০০ টাকায় একটি দোকান ভাড়া নেন
Ο গ) 
আরিফকে কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়
Ο ঘ) 
মূল্য তালিকা পাঠানোর ফরমায়েশ পাওয়া গেল

  সঠিক উত্তর: (ক)

১০৮.
ক্রেডিট ভাউচারে কয়জনের স্বাক্ষর থাকে?
Ο ক) 
তিন জনের
Ο খ) 
চার জনের
Ο গ) 
দুই জনের
Ο ঘ) 
এক জনের

  সঠিক উত্তর: (খ)

১০৯.
কারবারের লেনদেন পরিবর্তন আনে সর্বদা-
i. মোট সম্পত্তির
ii. মোট মুনাফার
iii. আর্থিক অবস্থার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (গ)

১১০.
প্রতিটি লেনদেনে জড়িত থাকে-
Ο ক) 
অনেক পক্ষ
Ο খ) 
দুটি পক্ষ
Ο গ) 
তিনটি পক্ষ
Ο ঘ) 
কোনো পক্ষই নয়

  সঠিক উত্তর: (খ)

১১১.
দায় হ্রাস এবং মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছে কোন লেনদেনটিতে?
Ο ক) 
নগদ ৫,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করল
Ο খ) 
পাওনাদারকে পরিশোধ ৩,০০০ টাকা
Ο গ) 
মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ ৫,০০০ টাকা
Ο ঘ) 
বাকিতে পণ্য ক্রয় ৭,০০০ টাকা

  সঠিক উত্তর: (গ)

১১২.
নিচের কোনটি অনার্থিক লেনদেন?
i. ৫,০০০ টাকার পণ্য সরবরাহের ফরমায়েশ প্রাপ্তি
ii. মাসিক ৩,০০০ টাকা বেতনে ব্যবসার ম্যানেজার নিয়োগ
iii. মালিকের পুত্রসন্তান জন্মগ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৩.
কখন মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়?
Ο ক) 
ব্যয় বৃদ্ধি পেলে
Ο খ) 
ক্ষতি হলে
Ο গ) 
আয় বৃদ্ধি পেলে
Ο ঘ) 
দায় বৃদ্ধি পেলে

  সঠিক উত্তর: (গ)

১১৪.
লেনদেন শব্দের অর্থ কী?
Ο ক) 
হিসাবনিকাশ
Ο খ) 
দেনাদার-পাওনাদার
Ο গ) 
মূল্যের আদান-প্রদান
Ο ঘ) 
লাভ-ক্ষতি নির্ণয়

  সঠিক উত্তর: (গ)

১১৫.
নিচের কোন ঘটনাটি লেনদেন?
Ο ক) 
কর প্রদানের চিঠি প্রাপ্তি
Ο খ) 
ক্যাশবাক্স থেকে টাকা হারানো
Ο গ) 
পণ্য ক্রয়ের চুক্তিপত্র স্বাক্ষর
Ο ঘ) 
নগদ সাহায্যদানের অঙ্গীকার

  সঠিক উত্তর: (খ)

১১৬.
ক্রয় ফেরত বই লেখা হয়-
Ο ক) 
ডেবিট নোটের সাহায্যে
Ο খ) 
ক্রেডিট নোটের সাহায্যে
Ο গ) 
আগমন চালানের সাহায্যে
Ο ঘ) 
ডেবিট ভাউচারের সাহায্যে

  সঠিক উত্তর: (ক)

১১৭.
সঠিক হিসাব সমীকরণ কোনটি?
Ο ক) 
দায় = সম্পত্তি
Ο খ) 
সম্পত্তি = দায় + স্বত্বাধিকার + মূলধন
Ο গ) 
সম্পত্তি = দায় + (মূলধন + আয় - খরচ - উত্তোলন)
Ο ঘ) 
সম্পত্তি = দায় + স্বত্বাধিকার + মূলধন + খরচ

  সঠিক উত্তর: (গ)

১১৮.
পাওনাদারের ১০০ টাকা দেওয়া হল। এ ঘটনার জন্য হিসাব সমীকরণের -
Ο ক) 
A উপকরণের নগদ টাকা বৃদ্ধি পায়
Ο খ) 
L উপকরণের পাওনা হ্রাস পায়
Ο গ) 
E উপকরণের মালিকের পাওনা হ্রাস পায়
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (ঘ)

১১৯.
ক্রেতার ক্রয়কৃত মাল ডেবিট করা হয়েছে, এ বিষয়টি জানানোর দরকার হয়-
Ο ক) 
ক্রেতাকে
Ο খ) 
ক্রেতা ও বিক্রেতাকে
Ο গ) 
বিক্রেতাকে
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (ক)

১২০.
লেনদেন হতে হলে-
i. আর্থিক অবস্থার পরিবর্তন হবে
ii. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে
iii. দৃশ্যমান বা অদৃশ্যমান হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২১.
হিসাব সমীকরণের সঠিক সমীকরণ কোনটি?
Ο ক) 
L = A+E
Ο খ) 
A = L+E
Ο গ) 
E = A+L
Ο ঘ) 
A+L+E = 0

  সঠিক উত্তর: (খ)

১২২.
ডেবিট ভাউচারে কোন শ্রেণির হিসাব লিপিবদ্ধ করা হয়?
Ο ক) 
সম্পদ
Ο খ) 
দায়
Ο গ) 
আয়
Ο ঘ) 
ব্যয়

  সঠিক উত্তর: (ঘ)

১২৩.
কোনটি ভুল? লেনদেনের দ্বারা-
i. মোট সম্পদ হ্রাস পেলে, মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে
ii. মোট সম্পদ বৃদ্ধি পেলে, মোট দায় হ্রাস পাবে
iii. একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১২৪.
কমিশন প্রাপ্তি কোন ভাউচারে লিপিবদ্ধ হবে?
Ο ক) 
ডেবিট নোট
Ο খ) 
ডেবিট ভাউচার
Ο গ) 
ডেবিট নোট
Ο ঘ) 
ক্রেডিট নোট

  সঠিক উত্তর: (খ)

১২৫.
প্রতিটি লেনদেনে কমপক্ষে কয়টি পক্ষ জড়িত থাকে?
Ο ক) 
একটি
Ο খ) 
দুটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (খ)

১২৬.
হিসাব সীকরণের E উপাদান প্রকাশ করে-
Ο ক) 
মালিকানা স্বত্ব
Ο খ) 
মোট সম্পত্তি
Ο গ) 
মোট আয়
Ο ঘ) 
মোট ব্যয়

  সঠিক উত্তর: (ক)

১২৭.
মি. x ১০% কারবারি বাট্টায় ২৮,০০০ টাকার পণ্য ক্রয় করেন। মি. x এর সংরক্ষিত বইতে এ বাট্টা কোথায় প্রদর্শিত হবে?
Ο ক) 
নগদান বইয়ে
Ο খ) 
রেওয়ামিলে
Ο গ) 
চালানে
Ο ঘ) 
জাবেদায়

  সঠিক উত্তর: (গ)

১২৮.
ব্যবসায় প্রতিষ্ঠানে যে সমস্ত দৈনন্দিন ঘটনা ঘটে, সেগুলোই লেনদেনের -
Ο ক) 
দলিল
Ο খ) 
ভিত্তি
Ο গ) 
উৎস
Ο ঘ) 
বৈশিষ্ট্য

  সঠিক উত্তর: (গ)

১২৯.
কার নিকট হতে পণ্য ক্রয় করা হল, কখন ক্রয় করা হল, কী পরিমাণ ক্রয় করা হল এবং কত দরে ক্রয় করা হল তা বিস্তারিত উল্লেখ থাকে-
Ο ক) 
ডেবিট ভাউচারে
Ο খ) 
ক্রেডিট ভাউচারে
Ο গ) 
চালানে
Ο ঘ) 
ক্যাশমেমোতে

  সঠিক উত্তর: (গ)

১৩০.
লেনদেনের সত্যতা নিশ্চিতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
স্মারকলিপি
Ο খ) 
পরিমেল নিয়মাবলি
Ο গ) 
প্রমাণপত্র
Ο ঘ) 
বিবরণপত্র

  সঠিক উত্তর: (গ)

১৩১.
জনাব আসাদ ১০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। বছরের মাঝামাঝি সময়ে ব্যবসায় থেকে তিনি ২,০০০ টাকার পণ্য উত্তোলন করেন, ৫,০০০ টাকার অতিরিক্ত মূলধন আনেন এবং ২,০০০ টাকার ব্যাংক ঋণ গ্রহণ করেন। বছর শেষে ব্যবসায়ের প্রকৃত লাভ হলে কারবারে জনাব আসাদের মালিকানা স্বত্বের পরিমাণ কত হবে?
Ο ক) 
১৫,০০০ টাকা
Ο খ) 
১৯,০০০ টাকা
Ο গ) 
১৩,০০০ টাকা
Ο ঘ) 
১৭,০০০ টাকা

  সঠিক উত্তর: (গ)

১৩২.
কিসের ওপর ভিত্তি করে ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা লেখা হয়?
Ο ক) 
চালানের
Ο খ) 
নগদান বইয়ের
Ο গ) 
বিল ও ক্যাশমেমোর
Ο ঘ) 
ক্রেডিট নোটের

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
নিচের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য?
Ο ক) 
অর্থের অবস্থার পরিবর্তন
Ο খ) 
স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র
Ο গ) 
দুটি পক্ষ
Ο ঘ) 
বর্ণিত সব কয়টি

  সঠিক উত্তর: (ঘ)

১৩৪.
কোনটি ব্যবসায়িক লেনদেন সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ?
i. ব্যবসায় পরিচালনা
ii. প্রকৃত আর্থিক অবস্থা নিষ্পন্ন
iii. ব্যবসায়ের লাভ-লোকসান নিরূপণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৫.
আয় বা লাভ হলে স্বত্বাধিকারের কী ঘটে?
Ο ক) 
বৃদ্ধি ঘটে
Ο খ) 
হ্রাস ঘটে
Ο গ) 
বৃদ্ধি এবং হ্রাস ঘটে
Ο ঘ) 
কোনো পরিবর্তন ঘটে না

  সঠিক উত্তর: (ক)

১৩৬.
পণ্য ক্রয় ও বিভিন্ন খরচের জন্য ব্যবহৃত ভাউচারকে বলে-
Ο ক) 
ডেবিট ভাউচার
Ο খ) 
ক্রেডিট ভাউচার
Ο গ) 
ডেবিট নোট
Ο ঘ) 
ক্যাশমেমো

  সঠিক উত্তর: (ক)

১৩৭.
মি. করিমের ব্যবসায়ে কোনটি লেনদেন নয়?
i. নগদ পণ্য বিক্রয়
ii. নগদ পণ্য ক্রয়
iii. ফরমায়েশ প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৮.
‘১০,০০০ টাকার যন্ত্রপাতি নগদে ক্রয়’ - এই লেনদেনটি হিসাব সমীকরণ A = L + E এর কোন কোন উপাদানের পরিবর্তন ঘটায়?
Ο ক) 
কেবলমাত্র A উপাদানের
Ο খ) 
A এবং E উপাদানের
Ο গ) 
A এবং L উপাদানের
Ο ঘ) 
E এবং Lউপাদানের

  সঠিক উত্তর: (ক)

১৩৯.
জনাব সাইদুর রহমান ১,০০০ টি পণ্য প্রতিটি ২০ টাকা দরে বিক্রয় করলেন। তিনি ৫% কারবারি বাট্টা দিলেন এক্ষেত্রে চালান বহিতে মোট কত টাকা লিপিবদ্ধ হবে?
Ο ক) 
২০,০০০ টাকা
Ο খ) 
১৯,০০০ টাকা
Ο গ) 
২১,০০০ টাকা
Ο ঘ) 
১,০০০ টাকা

  সঠিক উত্তর: (খ)

১৪০.
বাট্টা প্রদত্ত হলে হিসাব সমীকরণের কী ঘটে?
Ο ক) 
E উপকরণের হ্রাস ঘটে
Ο খ) 
A উপকরণের হ্রাস ঘটে
Ο গ) 
L উপকরণের হ্রাস ঘটে
Ο ঘ) 
E ও A উপকরণের হ্রাস ঘটে

  সঠিক উত্তর: (ঘ)

১৪১.
ব্যবসায়ে মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় -
Ο ক) 
সম্পদ
Ο খ) 
দায়
Ο গ) 
মূলধন
Ο ঘ) 
খরচ

  সঠিক উত্তর: (ক)

১৪২.
মালিকানা স্বত্ব বাড়লে কোনটি কমবে?
Ο ক) 
মোট সম্পদ
Ο খ) 
মোট উত্তোলন
Ο গ) 
মোট দায়
Ο ঘ) 
মোট ব্যয়

  সঠিক উত্তর: (গ)

১৪৩.
ক্যাশমেমোর কার্বনকপি কার কাছে থাকে?
Ο ক) 
বিক্রেতার
Ο খ) 
ক্রেতার
Ο গ) 
মালিকের
Ο ঘ) 
ব্যবস্থাপকের

  সঠিক উত্তর: (ক)

১৪৪.
লেনদেনের পক্ষ দুটি কারা?
Ο ক) 
পাওনাদার ও দেনাদার
Ο খ) 
দাতা ও গ্রহীতা
Ο গ) 
ক্রেতা ও বিক্রেতা
Ο ঘ) 
মূল্য গ্রহণকারী ও প্রদানকারী

  সঠিক উত্তর: (খ)

১৪৫.
লেনদেন সংক্রান্ত ঘটনা কেমন হতে পারে?
Ο ক) 
সবসময় দৃশ্যমান
Ο খ) 
আংশিক দৃশ্যমান
Ο গ) 
কখনও কখনও দৃশ্যমান
Ο ঘ) 
দৃশ্যমান এবং অদৃশ্যমান

  সঠিক উত্তর: (ঘ)

১৪৬.
লেনদেনের উৎপত্তি কোনটি থেকে?
Ο ক) 
ঘটনা থেকে
Ο খ) 
আদান-প্রদান থেকে
Ο গ) 
অর্থসম্পর্কীয় ঘটনা থেকে
Ο ঘ) 
অর্থসম্পর্কহীন ঘটনা থেকে

  সঠিক উত্তর: (গ)

১৪৭.
মুনাফা অর্জনের উদ্দেশ্য ব্যবহৃত পরিস্পদকে কী বলে?
Ο ক) 
দায়
Ο খ) 
সম্পদ
Ο গ) 
মূলধন
Ο ঘ) 
স্বত্তাধিকার

  সঠিক উত্তর: (খ)

১৪৮.
কোনটি অর্থ সম্পর্কীয় ঘটনা থেকে উৎপত্তি হয়?
Ο ক) 
হিসাবের
Ο খ) 
লেনদেনের
Ο গ) 
ব্যবসায়ের
Ο ঘ) 
হিসাব বিজ্ঞানের

  সঠিক উত্তর: (খ)

১৪৯.
লেনদেন হিসাববিজ্ঞানের -
Ο ক) 
কাঠি
Ο খ) 
পিলার
Ο গ) 
মূলভিত্তি
Ο ঘ) 
ব্যবসায়ের ভাষা

  সঠিক উত্তর: (গ)

১৫০.
করিম রহিমকে একটি কলম উপহার দিল। এটি-
Ο ক) 
একটি লেনদেন
Ο খ) 
একটি বিনিময়
Ο গ) 
কোনো লেনদেন নয়
Ο ঘ) 
পুঁজি

  সঠিক উত্তর: (গ)

১৫১.
অর্থ সম্পর্কীয় ঘটনা থেকে উৎপত্তি-
Ο ক) 
হিসাবের
Ο খ) 
লেনদেনের
Ο গ) 
ব্যবসায়ের
Ο ঘ) 
উপরের সবকটি

  সঠিক উত্তর: (খ)

১৫২.
লেনদেনের ক্ষেত্রে বহির্ভূত থাকে-
i. পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান
ii. পণ্য ক্রয়ের জন্যে চুক্তিবদ্ধ হওয়া
iii. চাকরির নিয়োগপত্র প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৩.
সম্পত্তির ওপর মালিকের দাবিকে কী বলা হয়?
Ο ক) 
মূলধন
Ο খ) 
মালিকানা স্বত্ব
Ο গ) 
পাওনাদার
Ο ঘ) 
মুনাফা

  সঠিক উত্তর: (খ)

১৫৪.
‘১৫,০০০ টাকার যন্ত্রপাতি বাকিতে ক্রয়’-এই লেনদেনটি হিসাব সমীকরণ, A = L + E -এর কোন কোন উপাদানের পরিবর্তন ঘটায়?
Ο ক) 
কেবলমাত্র A উপাদানের
Ο খ) 
A এবং E উপাদানের
Ο গ) 
E এবং L উপাদানের
Ο ঘ) 
A এবং L উপাদানের

  সঠিক উত্তর: (ঘ)

১৫৫.
কমিশন প্রাপ্তি কোন ভাউচারে লিপিবদ্ধ হবে?
Ο ক) 
ডেবিট নোট
Ο খ) 
ডেবিট ভাউচার
Ο গ) 
ক্রেডিট নোট
Ο ঘ) 
ক্রেডিট ভাউচার

  সঠিক উত্তর: (ঘ)

১৫৬.
ক্যাশমেমোর তৃতীয় প্রস্থ-
Ο ক) 
ক্রেতাকে দেওয়া হয়
Ο খ) 
বিক্রয় প্রতিষ্ঠানের হিসাব বিভাগে সংরক্ষিত থাকে
Ο গ) 
বিক্রেতাকে দেওয়া হয়
Ο ঘ) 
বিক্রয় প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগে সংরক্ষিত থাকে

  সঠিক উত্তর: (ঘ)

১৫৭.
বীমাকৃত পণ্য আগুনে বিনষ্ট হলে কী হবে?
Ο ক) 
লেনদেন
Ο খ) 
শুধু বীমাকারীর লেনদেন
Ο গ) 
ঘটনা
Ο ঘ) 
শুধু ব্যবসায়ের লেনদেন

  সঠিক উত্তর: (ক)

১৫৮.
সম্পত্তি দীর্ঘদিন ব্যবহারের ফলে যে মূল্যহ্রাস হয় তাকে কী বলে?
Ο ক) 
ব্যয়
Ο খ) 
ক্ষতি
Ο গ) 
অবচয়
Ο ঘ) 
মূল্যহ্রাস

  সঠিক উত্তর: (গ)

১৫৯.
লেনদেনের দ্বৈতসত্তা কীভাবে বিশ্লেষণ করা যায়?
Ο ক) 
একটি পক্ষ গ্রহণ করবে এবং অপর পক্ষ প্রদান করবে
Ο খ) 
কেবলমাত্র একটি পক্ষ গ্রহণ করবে
Ο গ) 
উভয়পক্ষ গ্রহণ করবে
Ο ঘ) 
কেবল অপর পক্ষ গ্রহণ করবে

  সঠিক উত্তর: (ক)

১৬০.
কোনটি অনগদ লেনদেন বলে বিবেচনা করা হয়?
Ο ক) 
বিক্রয়
Ο খ) 
ক্রয়
Ο গ) 
বেতন
Ο ঘ) 
অবচয়

  সঠিক উত্তর: (ঘ)

১৬১.
A = L + (C + R - E - D) এটি আধুনিক হিসাব সমীকরণের কোনটি?
Ο ক) 
সংক্ষিপ্ত রূপ
Ο খ) 
বর্ধিত রূপ
Ο গ) 
মৌলিক উপাদান
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (খ)

১৬২.
ডেবিট ভাউচারের সাথে কী যুক্ত করে তাতে ধারাবাহিকভাবে ভাউচার নম্বর প্রদানপূর্বক ক্যাশবুকের ক্রেডিট দিকে লিপিবদ্ধ করা হয়?
Ο ক) 
চালান
Ο খ) 
বিল
Ο গ) 
ক্যাশমেমো
Ο ঘ) 
চালান, বিল বা ক্যাশমেমো

  সঠিক উত্তর: (ঘ)

১৬৩.
ঘটনা ও লেনদেন-
Ο ক) 
একই অর্থবোধক নয়
Ο খ) 
একই অর্থবোধক
Ο গ) 
একটি আরেকটির পরিপূরক
Ο ঘ) 
উভয়ই পৃথক পৃথক হিসাব

  সঠিক উত্তর: (ক)

১৬৪.
কোনটি লেনদেনের বৈশিষ্ট্য বহির্ভুত?
Ο ক) 
অর্থের অঙ্কে পরিমাপযোগ্য
Ο খ) 
স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র
Ο গ) 
অদৃশ্যমান লেনদেন
Ο ঘ) 
ব্যয় নিয়ন্ত্রণ

  সঠিক উত্তর: (ঘ)

১৬৫.
লেনদেন হতে হলে সর্বদা-
Ο ক) 
বস্তুর বা সেবার বাস্তব বিনিময় নিষ্প্রয়োজন
Ο খ) 
বস্তুর বাস্তব বিনিময় নিষ্প্রয়োজন
Ο গ) 
সুষ্ঠ হিসাবরক্ষণের প্রয়োজন
Ο ঘ) 
নিট মুনাফার প্রয়োজন

  সঠিক উত্তর: (ক)

১৬৬.
ক্রেডিট নোটের সাহায্যে লেখা হয়-
Ο ক) 
ক্রয় ফেরত বই
Ο খ) 
বিক্রয় ফেরত বই
Ο গ) 
ক্রয় বই
Ο ঘ) 
বিক্রয় বই

  সঠিক উত্তর: (খ)

১৬৭.
যা কিছু মানুষের জীবনে ঘটে, তাকেই -
Ο ক) 
লেনদেন বলে
Ο খ) 
খতিয়ান বলে
Ο গ) 
ঘটনা বলে
Ο ঘ) 
রেওয়ামিল বলে

  সঠিক উত্তর: (গ)

১৬৮.
পণ্য বিক্রয় ও আয়ের জন্য ব্যবহৃত ভাউচারকে বলে-
Ο ক) 
ডেবিট ভাউচার
Ο খ) 
ক্রেডিট ভাউচার
Ο গ) 
নগদ ভাউচার
Ο ঘ) 
চালান

  সঠিক উত্তর: (খ)

১৬৯.
কারবার প্রতিষ্ঠানের অভিজ্ঞ ম্যানেজার মারা যাওয়ার প্রেক্ষিতে ব্যবসায়ের বিরাট ক্ষতি হওয়া সত্ত্বেও কেন ঘটনাটি লেনদেন হবে না?
Ο ক) 
ম্যানেজার কোনো পণ্য নয় বলে
Ο খ) 
 এটি কারবারের সাথে সম্পর্কহীন ঘটনা বলে
Ο গ) 
এটি একটি দুর্ঘটনা বলে
Ο ঘ) 
এটি টাকায় পরিমাপযোগ্য নয় বলে

  সঠিক উত্তর: (ঘ)

১৭০.
কোনটি অদৃশ্য লেনদেন?
Ο ক) 
আসবাবপত্রের অবচয়
Ο খ) 
ব্যবস্থাপকের মৃত্যু
Ο গ) 
ক্যাশ বাক্স থেকে অর্থ তছরুপ
Ο ঘ) 
মালিকের অজ্ঞাতে সম্পাদিত লেনদেন

  সঠিক উত্তর: (ক)

১৭১.
ঘটনা ও লেনদেনের মধ্যে সম্পর্ক কী?
Ο ক) 
একই অর্থবোধক
Ο খ) 
একই অর্থবোধক নয়
Ο গ) 
একটি আরেকটির পরিপূরক
Ο ঘ) 
পৃথক পৃথক হিসাব

  সঠিক উত্তর: (খ)

১৭২.
শিক্ষানবিশ সেলামি লিপিবদ্ধের জন্যে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) 
ডেবিট ভাউচার
Ο খ) 
ক্রেডিট ভাউচার
Ο গ) 
ডেবিট নোট
Ο ঘ) 
ক্রেডিট নোট

  সঠিক উত্তর: (খ)

১৭৩.
অদৃশ্য আর্থিক ঘটনাগুলো কী হবে?
Ο ক) 
লেনদেন বহির্ভূত
Ο খ) 
লেনদেন
Ο গ) 
সম্ভাব্য লেনদেন
Ο ঘ) 
হিসাব বহির্ভূত

  সঠিক উত্তর: (খ)

১৭৪.
ঋণ পরিশোধ করা হলে হিসাব সমীকরণের ওপর কী প্রভাব পড়বে?
Ο ক) 
সম্পদ হ্রাস, স্বত্বাধিকার হ্রাস
Ο খ) 
সম্পদ বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি
Ο গ) 
সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি
Ο ঘ) 
সম্পদ হ্রাস, দায় হ্রাস

  সঠিক উত্তর: (ক)

১৭৫.
স্বত্বাধিকারী হিসাবখাতে ডেবিট করা হয় কোনটি?
Ο ক) 
ব্যয় বা ক্ষতি
Ο খ) 
আয় বা লাভ
Ο গ) 
স্বত্বাধিকারের বৃদ্ধি
Ο ঘ) 
প্রাপ্ত লভ্যাংশ

  সঠিক উত্তর: (ক)

১৭৬.
ক্যাশমেমোর প্রথম প্রস্থ সরবরাহ করা হয়-
i. নগদ ক্রয় ২,৫০০ টাকা
ii. নগদ বিক্রয় ২,০০০ টাকা
নগদ ক্রয়বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা ক্রেতাকে কোনটি প্রদান করে?
Ο ক) 
ডেবিট ভাউচার
Ο খ) 
ক্রেডিট ভাউচার
Ο গ) 
ক্যাশমেমো
Ο ঘ) 
ডেবিট নোট ও ক্রেডিট নোট

  সঠিক উত্তর: (গ)

১৭৭.
‘ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন’-হিসাব সমীকরণ-
i. A উপাদান হ্রাস পাবে
ii. L উপাদান হ্রাস পাবে
iii. E উপাদান হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭৮.
প্রতিষ্ঠানের লেনদেনসমূহ হিসাব বইয়ে লিপিবদ্ধ হয় কার প্রয়োজনে?
Ο ক) 
প্রতিষ্ঠানের
Ο খ) 
বিপণন বিভাগের
Ο গ) 
হিসাব বিভাগের
Ο ঘ) 
মালিকপক্ষের

  সঠিক উত্তর: (ক)

১৭৯.
অর্থের দ্বারা পরিমাপযোগ্য হওয়া সত্ত্বেও কোন ঘটনা লেনদেন না হওয়ার কারণ-
i. ঘটনাটি দৃশ্যমান না হলে
ii. দুটি পক্ষ বা হিসাবখাত না থাকলে
iii. ঘটনার দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন না হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৮০.
নিচে দুইটি উদাহরণ দেওয়া হল-
i. আসবাবপত্রের ওপর অবচয় ধার্য করা হল ৫০০ টাকা
ii. কর্মচারীদের ১,০০০ টাকা বেতন পরিশোধ করা হল
এখানে হিসাব সমীকরণের কোন উপাদানটি প্রভাব পড়েছে?
Ο ক) 
সমীকরণের E ও L
Ο খ) 
সীকরণের L উপাদান
Ο গ) 
সমীকরণের A ও E উপাদান
Ο ঘ) 
সমীকরণের A ও E উপাদান

  সঠিক উত্তর: (গ)

১৮১.
চালানে নিচের কোনটি দেখানো হয়?
Ο ক) 
কারবারি বাট্টা
Ο খ) 
প্রাপ্ত বাট্টা
Ο গ) 
বরাদ্দকৃত বাট্টা
Ο ঘ) 
প্রদত্ত বাট্টা

  সঠিক উত্তর: (ক)

১৮২.
কারবারের জন্য ঋণ গ্রহণ করা হলে হিসাব সমীকরণের ওপর কী প্রভাব পড়বে?
Ο ক) 
সম্পদ হ্রাস, স্বত্বাধিকার হ্রাস
Ο খ) 
সম্পদ বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি
Ο গ) 
সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি
Ο ঘ) 
সম্পদ হ্রাস, দায় হ্রাস

  সঠিক উত্তর: (গ)

১৮৩.
মোট সম্পদের ওপর তৃতীয়পক্ষের দাবিই হচ্ছে -
Ο ক) 
মালিকানা স্বত্ব
Ο খ) 
দায়
Ο গ) 
সম্পদ
Ο ঘ) 
মূলধন

  সঠিক উত্তর: (খ)

১৮৪.
কোনটি কারবারি লেনদেন নয়?
Ο ক) 
পার্থের নিকট থেকে ৮,০০০ টাকার পণ্য খরিদ
Ο খ) 
সৌরভের নিকট একটি মূল্য তালিকা পাঠানো হল
Ο গ) 
কবিরের নিকট ৭০০০ টাকার পণ্য বিক্রয় করা
Ο ঘ) 
বিপ্লবের ১,০০০ টাকার পণ্য ফেরত দিল

  সঠিক উত্তর: (খ)

১৮৫.
কোনটির কারণে স্বত্বাধিকার কমে যায়?
Ο ক) 
আয় সংঘটিত হলে
Ο খ) 
ব্যয় সংঘটিত হলে
Ο গ) 
মালিক কর্তৃক উত্তোলন
Ο ঘ) 
খ + গ

  সঠিক উত্তর: (ঘ)

১৮৬.
হিসাব সমীকরণ হল-
Ο ক) 
দায় = সম্পত্তি + স্বত্বাধিকার
Ο খ) 
মূলধন = সম্পত্তি + দায়
Ο গ) 
সম্পত্তি = দায় + স্বত্বাধিকার
Ο ঘ) 
ডেবিট = ক্রেডিট

  সঠিক উত্তর: (গ)

১৮৭.
ম্যানেজারকে বেতন প্রদান করা হল ৪,০০০ টাকা। এতে সম্পত্তির পরিমাণ কী হবে?
i. সম্পত্তি বাড়বে
ii. সম্পত্তি কমবে
iii. সম্পত্তি অপরিবর্তিত থাকবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

১৮৮.
লেনদেনের উৎস কোনটি?
Ο ক) 
চালান
Ο খ) 
ভাউচার
Ο গ) 
ক্যাশমেমো
Ο ঘ) 
মাল ক্রয়

  সঠিক উত্তর: (ঘ)

১৮৯.
মালিকানা স্বত্ব বলতে কিসের ওপর অধিকার বোঝায়?
Ο ক) 
মূলধনের ওপর
Ο খ) 
সম্পত্তির ওপর
Ο গ) 
মূলধন ও সম্পত্তির ওপর
Ο ঘ) 
সম্পত্তি ও দায়ের ওপর

  সঠিক উত্তর: (খ)

১৯০.
সেনটেক্স লি. তাৎক্ষণিকভাবে ২,০০,০০০ টাকা নগদ প্রদান করে এবং তিন মাসের মধ্যে পরিশোধ্য ৫,০০,০০০ টাকার একটি বিল স্বাক্ষর করে, ৭,০০,০০০ টাকার একটি গাড়ি ক্রয় করল। এ লেনদেনের ফলে-
Ο ক) 
মোট সম্পত্তি ৭,০০,০০০ টাকা বৃদ্ধি পেল
Ο খ) 
মোট সম্পত্তি ২,০০,০০০ টাকা হ্রাস পেল
Ο গ) 
মোট দায় ৫,০০,০০০ টাকা বৃদ্ধি পেল
Ο ঘ) 
মোট দায় ২,০০,০০০ টাকা হ্রাস পেল

  সঠিক উত্তর: (গ)

১৯১.
কোনটি লেনদেন?
Ο ক) 
ম্যানেজারকে বেতন দেওয়া হল ৩০০০ টাকা
Ο খ) 
৩০০০ টাকার পণ্য সরবরাহের ফরমায়েশ গ্রহণ করেন
Ο গ) 
তিনি একটি আলমারি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন
Ο ঘ) 
তার ছেলেমেয়ের স্কুলের বেতন বাবদ ৫০০ টাকা প্রদান করেন

  সঠিক উত্তর: (ক)

১৯২.
“স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র” কোনটির বৈশিষ্ট্য?
Ο ক) 
দুতরফা দাখিলার
Ο খ) 
লেনদেনের
Ο গ) 
হিসাববিজ্ঞানের
Ο ঘ) 
জাবেদার

  সঠিক উত্তর: (খ)

১৯৩.
ক্রয়বিক্রয়, বিভিন্ন খরচ ও আয় নগদান বইয়ে লিপিবদ্ধ করার জন্য যে সাক্ষ্য-প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে বলা হয়-
Ο ক) 
চালান
Ο খ) 
ভাউচার
Ο গ) 
ক্যাশমেমো
Ο ঘ) 
বিল

  সঠিক উত্তর: (খ)

১৯৪.
যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে কী বলে?
Ο ক) 
অদৃশ্যমান ঘটনা
Ο খ) 
ঐতিহাসিক ঘটনা
Ο গ) 
দৃশ্যমান ঘটনা
Ο ঘ) 
সম্ভাব্য ঘটনা

  সঠিক উত্তর: (খ)

১৯৫.
লেনদেনের দ্বৈতসত্তা বলতে বোঝায়-
Ο ক) 
একটি পক্ষ বা হিসাব
Ο খ) 
দুবার হিসাব লিখন
Ο গ) 
দুটি পক্ষ বা হিসাব
Ο ঘ) 
দুতরফা দাখিলা পদ্ধতি

  সঠিক উত্তর: (গ)

১৯৬.
কোনটি স্বত্বাধিকারের হ্রাস ঘটায়?
Ο ক) 
আয়
Ο খ) 
ব্যয়
Ο গ) 
আয় বা লাভ
Ο ঘ) 
ব্যয় বা ক্ষতি

  সঠিক উত্তর: (ঘ)

১৯৭.
মেশিনের অবচয় ধার্য় করা হলো ৫০০ টাকা। এটি কোন ধরণের লেনদেন?
Ο ক) 
বকেয়া লেনদেন
Ο খ) 
দৃশ্যমান
Ο গ) 
নগদ লেনদেন
Ο ঘ) 
অদৃশ্যমান লেনদেন

  সঠিক উত্তর: (ঘ)

১৯৮.
ডেবিট নোট বা দেনা চিঠি তৈরি করেন-
Ο ক) 
বিক্রেতা
Ο খ) 
পরিবেশক
Ο গ) 
ক্রেতা
Ο ঘ) 
এজেন্ট

  সঠিক উত্তর: (গ)

১৯৯.
কোনটি লেনদেন নয়?
Ο ক) 
পণ্য ক্রয় ১০০ টাকা
Ο খ) 
পণ্য বিক্রয় ২০০ টাকা
Ο গ) 
ধারে ক্রয় ৩০০ টাকা
Ο ঘ) 
পণ্য সরবরাহের ফরমায়েশ ৪০০ টাকা

  সঠিক উত্তর: (ঘ)

২০০.
নিচের কোনটি অভ্যন্তরীণ লেনদেন?
Ο ক) 
বকেয়া বেতন
Ο খ) 
প্রদেয় বিল
Ο গ) 
অনাদায়ী পাওনা
Ο ঘ) 
বাকিতে বিক্রয়

  সঠিক উত্তর: (ক)

২০১.
প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু সব ঘটনা লেনদেন নয়- এটিকে নিচের কোনটি বলা হয়?
Ο ক) 
লেনদেন
Ο খ) 
ঘটনা
Ο গ) 
লেনদেনের বৈশিষ্ট্য
Ο ঘ) 
আদান-প্রদানের মূলমন্ত্র

  সঠিক উত্তর: (গ)

২০২.
কোনটির ফলে স্বত্বাধিকার বৃদ্ধি পায়?
Ο ক) 
বেতন প্রদান ৩,০০০ টাকা
Ο খ) 
বিনিয়োগের সুদ ২,০০০ টাকা
Ο গ) 
আসবাবপত্রের অবচয় ৮০০ টাকা
Ο ঘ) 
ঋণের সুদ ১,৬০০ টাকা

  সঠিক উত্তর: (খ)

২০৩.
মি. রহিম ব্যবসায়ের জন্য মাসিক ১,০০০ টাকায় একটি দোকান ভাড়া নেন। এটি লেনদেন না হওয়ার কারণ-
Ο ক) 
দোকান ভাড়া নেওয়ায় ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নি
Ο খ) 
এ ঘটনা দ্বারা A = L + E  হিসাব সমীকরণের পরিবর্তন ঘটেছে
Ο গ) 
এটি একটি বিচ্ছিন্ন লেনদেন
Ο ঘ) 
এটি কোনো ঘটনা নয়

  সঠিক উত্তর: (ক)

২০৪.
জনাব মানুনের দায় ছিল ৭,০০০ টাকা, স্বত্বাধিকার ছিল ৮,০০০ টাকা, তার সম্পত্তি কত?
Ο ক) 
৭,০০০ টাকা
Ο খ) 
১৫,০০০ টাকা
Ο গ) 
১,০০০ টাকা
Ο ঘ) 
৮,০০০ টাকা

  সঠিক উত্তর: (খ)

২০৫.
ব্যবসায় সংক্রান্ত দলিলপত্রের ভিত্তিতে-
Ο ক) 
লেনদেনসমূহ হিসাবভুক্ত করা হয়
Ο খ) 
লেনদেনের উদ্দেশ্য যাচাই করা হয়
Ο গ) 
ব্যবসায়ের আর্থিক অবস্থা নির্ণয় করা হয়
Ο ঘ) 
ব্যবসায়ের লাভ-ক্ষতি নির্ণয় করা হয়

  সঠিক উত্তর: (ক)

২০৬.
কারবারের লাভ হলে-
Ο ক) 
স্বত্বাধিকার হ্রাস পায়
Ο খ) 
স্বত্বাধিকার বৃদ্ধি পায়
Ο গ) 
দায় হ্রাস পায়
Ο ঘ) 
স্বত্বাধিকারে হ্রাস-বৃদ্ধি কিছুই ঘটে না

  সঠিক উত্তর: (খ)

২০৭.
হিসাবরক্ষণের মূল ভিত্তি কোনটি?
Ο ক) 
হিসাব
Ο খ) 
লেনদেন
Ο গ) 
জাবেদা
Ο ঘ) 
রেওয়ামিল

  সঠিক উত্তর: (খ)

২০৮.
ভাউচার কয় প্রকার?
Ο ক) 
পাঁচ প্রকার
Ο খ) 
চার প্রকার
Ο গ) 
তিন প্রকার
Ο ঘ) 
দুই প্রকার

  সঠিক উত্তর: (ঘ)

২০৯.
সম্পত্তি দীর্ঘদিন ব্যবহারের ফলে যে মূল্যহ্রাস হয় তাকে কী বলে?
Ο ক) 
ব্যয়
Ο খ) 
ক্ষতি
Ο গ) 
অবচয়
Ο ঘ) 
মূল্যহ্রাস

  সঠিক উত্তর: (গ)

২১০.
প্রাচীনকাল থেকে মানুষের জীবনে কোন ব্যবস্থার প্রয়োজন অত্যাধিক?
Ο ক) 
সমাজ
Ο খ) 
অর্থনৈতিক
Ο গ) 
হিসাব
Ο ঘ) 
বিপণন

  সঠিক উত্তর: (গ)

২১১.
মালের মোট মূল্যের ওপর ক্রেতাকে যে টাকা মওকুফ করা হয় তাকে কী বলে?
Ο ক) 
কারবারি বাট্টা
Ο খ) 
ক্রয় বাট্টা
Ο গ) 
প্রাপ্ত বাট্টা
Ο ঘ) 
প্রদত্ত বাট্টা

  সঠিক উত্তর: (ক)

২১২.
লেনদেন হতে হলে সর্বদা-
i. পণ্য বা সেবার বাস্তব বিনিময় প্রয়োজন হয়
ii. যথাযথ হিসাব সংরক্ষণের প্রয়োজন হয়
iii. নিট আয়ের প্রয়োজন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

২১৩.
চালান ক্রেতার নিকট কী নামে গণ্য হয়?
Ο ক) 
বহি:চালান
Ο খ) 
আন্ত:চালান
Ο গ) 
ক্রয় চালান
Ο ঘ) 
বিক্রয়  চালান

  সঠিক উত্তর: (খ)

২১৪.
প্রাচীনকালে মানুষ প্রাত্যহিক জীবনের প্রয়োজন মেটাতো কীভাবে?
Ο ক) 
ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে
Ο খ) 
বিনিময় প্রথার মাধ্যমে
Ο গ) 
পণ্য উৎপাদনের মাধ্যমে
Ο ঘ) 
পণ্য সংগ্রহের মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

২১৫.
রকিব খরিদ্দারের নিকট ১,০০০ টাকার পণ্য বিক্রয় করে তিন দিন পরে ২০০ টাকা পায়-
Ο ক) 
এখানে লেনদেন একটি
Ο খ) 
লেনদেন দুটি সম্পর্কহীন
Ο গ) 
লেনদেন দুটি সম্পর্কযুক্ত ও স্বতন্ত্র
Ο ঘ) 
লেনদেন দুটি সম্পর্কহীন ও স্বতন্ত্র

  সঠিক উত্তর: (গ)

২১৬.
মালিক কর্তৃক উত্তোলন করা হলে হিসাব সমীকরণের উপর কী প্রভাব পড়বে?
Ο ক) 
সম্পদ হ্রাস, স্বত্বাধিকার হ্রাস
Ο খ) 
সম্পদ বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি
Ο গ) 
সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি
Ο ঘ) 
সম্পদ হ্রাস, দায় হ্রাস

  সঠিক উত্তর: (ক)

২১৭.
হিসাবরক্ষণের নিয়মকানুন জানার পূর্বে কোনটি জানা অপরিহার্য?
Ο ক) 
লেনদেন সম্পর্কে
Ο খ) 
হিসাব সম্পর্কে
Ο গ) 
রেওয়ামিল সম্পর্কে
Ο ঘ) 
সবগুলোর সম্পর্কে

  সঠিক উত্তর: (ক)

২১৮.
পূর্বে ঘটে যাওয়া আর্থিক ঘটনাকে কী বলে?
Ο ক) 
ঐতিহাসিক ঘটনা
Ο খ) 
সামাজিক ঘটনা
Ο গ) 
অদৃশ্যমান ঘটনা
Ο ঘ) 
দৃশ্যমান ঘটনা

  সঠিক উত্তর: (ক)

২১৯.
ডেবিট নোট কী?
Ο ক) 
ক্রয় ফেরত সংক্রান্ত চিঠি
Ο খ) 
বিক্রয় ফেরত সংক্রান্ত চিঠি
Ο গ) 
সম্পত্তি ক্রয় সংক্রান্ত হিসাব
Ο ঘ) 
বাট্টা বরাদ্দের চিঠি

  সঠিক উত্তর: (ক)

২২০.
গ্রহণ ও প্রদান লেনদেন শব্দটির - অর্থ -
Ο ক) 
মূল অর্থ
Ο খ) 
আভিধানগত
Ο গ) 
সাধারণ
Ο ঘ) 
আর্থিক অর্থ

  সঠিক উত্তর: (খ)

২২১.
অবচয় ধার্য করা হলে হিসাব সমীকরণের কোন উপাদানের হ্রাস ঘটে?
Ο ক) 
E উপকরণের
Ο খ) 
A উপকরণের
Ο গ) 
L উপকরণের
Ο ঘ) 
A ও E উপকরণের

  সঠিক উত্তর: (ঘ)

২২২.
আয় ব্যয় সংক্রান্ত কোন কোন দলিল সংরক্ষণ করতে হয়?
Ο ক) 
বিল
Ο খ) 
ভাউচার
Ο গ) 
ক্যাশমেমো
Ο ঘ) 
উপরের সবকটি

  সঠিক উত্তর: (খ)

২২৩.
A = L+E সমীকরণটির E উপাদানটি কি নির্দেশ করে?
Ο ক) 
সম্পদ
Ο খ) 
মালিকানা স্বত্ব
Ο গ) 
দায়
Ο ঘ) 
মুনাফা

  সঠিক উত্তর: (খ)

২২৪.
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনগুলোর প্রত্যেকটি-
Ο ক) 
স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র
Ο খ) 
পরস্পর সম্পর্কযুক্ত
Ο গ) 
কখনো কখনো নির্ভরশীল ও স্বতন্ত্র
Ο ঘ) 
সর্বদা দৃশ্যমান

  সঠিক উত্তর: (ক)

২২৫.
‘আয়’ করার জন্য যে দলিল ব্যবহৃত হয় তাকে কী বলা হয়?
Ο ক) 
ডেবিট ভাউচার
Ο খ) 
ক্রেডিট ভাউচার
Ο গ) 
ডেবিট নোট
Ο ঘ) 
ক্রেডিট নোট

  সঠিক উত্তর: (খ)

২২৬.
লেনদেনের উৎস কী?
Ο ক) 
ক্রয়
Ο খ) 
বিক্রয়
Ο গ) 
অর্থ
Ο ঘ) 
দৈনন্দিন ঘটনা

  সঠিক উত্তর: (ঘ)

২২৭.
ভাউচার প্রস্তুত করেন কে?
Ο ক) 
পরিচালক
Ο খ) 
উপ-পরিচালক
Ο গ) 
ম্যানেজার
Ο ঘ) 
ক্যাশিয়ার

  সঠিক উত্তর: (ঘ)

২২৮.
পাওনালিপি তৈরি হয় কার বরাবর?
Ο ক) 
বিক্রেতার বরাবর
Ο খ) 
ক্রেতার বরাবর
Ο গ) 
পাওনাদারের বরাবর
Ο ঘ) 
দেনাদারের বরাবর

  সঠিক উত্তর: (গ)

২২৯.
কোন প্রয়োজনে ক্রেতা চালান, বিল ও ক্যাশ ভাউচারের সাথে যুক্ত করবে?
Ο ক) 
ক্রয় বহি প্রস্তুত করার জন্য
Ο খ) 
বিক্রয় বহি তৈরির জন্য
Ο গ) 
নগদান বহি তৈরির জন্য
Ο ঘ) 
খতিয়ান প্রস্তুতের জন্য

  সঠিক উত্তর: (গ)

২৩০.
আয় বৃদ্ধি পেলে স্বত্বাধিকার কী হয়?
Ο ক) 
বৃদ্ধি পায়
Ο খ) 
হ্রাস পায়
Ο গ) 
বৃদ্ধি পায় ও হ্রাস পায়
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

২৩১.
লেনদেন শব্দটির অভিধানগত অর্থ কোনটি?
Ο ক) 
প্রতিদান
Ο খ) 
সঞ্চয়পত্র
Ο গ) 
ভাব-বিনিময়
Ο ঘ) 
গ্রহণ ও প্রদান

  সঠিক উত্তর: (ঘ)

২৩২.
চালানে কী কী উল্লেখ থাকে?
i. পণ্যের পরিমাণ ও দর
ii. মূল্য পরিশোধের শর্ত
iii. ক্রেতা ও বিক্রেতার নাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩৩.
দোকান ভাড়া প্রদান করা হলে কোথায় লিপিবদ্ধ করতে হবে?
Ο ক) 
ডেবিট নোটে
Ο খ) 
ক্রেডিট নোটে
Ο গ) 
ডেবিট ভাউচারে
Ο ঘ) 
ক্রেডিট ভাউচারে

  সঠিক উত্তর: (গ)

২৩৪.
কখন স্বত্বাধিকার বৃদ্ধি পায়?
Ο ক) 
ব্যয় বৃদ্ধি পেলে
Ο খ) 
ক্ষতি হলে
Ο গ) 
আয় বৃদ্ধি পেলে
Ο ঘ) 
দায় বৃদ্ধি পেলে

  সঠিক উত্তর: (গ)

২৩৫.
লেনদেন হিসাববিজ্ঞানের মূলভিত্তি, কারণ
Ο ক) 
লেনদেনের ওপর ভিত্তি করেই হিসাবরক্ষণের যাবতীয় কার্যাবলি সম্পাদিত হয়
Ο খ) 
প্রাথমিকভাবে সংরক্ষিত লেনদেনই আংশিক হিসাব তৈরিতে সহায়তা করে
Ο গ) 
লেনদেন হল এমন একটি উৎস স্থল, যা বেশিরভাগ হিসাব তৈরিতে সহায়তাকারী
Ο ঘ) 
পূর্ণাঙ্গ হিসাব তৈরিতে লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

  সঠিক উত্তর: (ক)

২৩৬.
লেনদেন সর্বদা কীসের পরিবর্তন আনে?
Ο ক) 
মোট সম্পত্তির
Ο খ) 
মোট দায়ের
Ο গ) 
মোট মুনাফার
Ο ঘ) 
আর্থিক অবস্থার

  সঠিক উত্তর: (ঘ)

২৩৭.
কোনটি লেনদেন-এর বৈশিষ্ট্য?
Ο ক) 
অর্থের অংকে পরিমাপযোগ্য
Ο খ) 
স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র
Ο গ) 
অদৃশ্যমান লেনদেন
Ο ঘ) 
ব্যয় নিয়ন্ত্রণ

  সঠিক উত্তর: (ঘ)

২৩৮.
হিউসল এন্ড কোং-এর ২০০৮ সালের শুরুতে সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে ১২,০০,০০০ ও ৬,৮০,০০০ টাকা। ২০০৮ সালে সম্পত্তি বেড়েছে ১,৬০,০০০ টাকা ও দায় কমেছে ৬০,০০০ টাকা বছর শেবে স্বত্বাধিকার কত?
Ο ক) 
৭,৪০,০০০ টাকা
Ο খ) 
৮,৫০,০০০ টাকা
Ο গ) 
৫,৩০,০০০ টাকা
Ο ঘ) 
৬,২০,০০০ টাকা

  সঠিক উত্তর: (ক)

২৩৯.
ভাউচার হচ্ছে-
Ο ক) 
লেনদেনের প্রমাণপত্র
Ο খ) 
হিসাবের বই
Ο গ) 
ক্রেতার বিবরণ
Ο ঘ) 
বিক্রেতার বিবরণ

  সঠিক উত্তর: (ক)

২৪০.
কোনটি ব্যবসায়িক লেনদেনের উৎস?
Ο ক) 
মাল বিক্রয়
Ο খ) 
ভাউচার
Ο গ) 
ডেবিট নোট
Ο ঘ) 
উপরের সবকটি

  সঠিক উত্তর: (ক)

২৪১.
ব্যবসায়িক লেনদেনের দলিল কোনটি?
Ο ক) 
চালান
Ο খ) 
বিল
Ο গ) 
ক্যাশমেমো
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

২৪২.
সব ধরনের ঘটনা-
Ο ক) 
জাবেদা
Ο খ) 
খতিয়ান
Ο গ) 
লেনদেন
Ο ঘ) 
লেনদেন নয়

  সঠিক উত্তর: (ঘ)

২৪৩.
বিক্রয় ফেরত বই লেখা হয়-
Ο ক) 
ক্রেডিট ভাউচার দ্বারা
Ο খ) 
ক্রেডিট নোট দ্বারা
Ο গ) 
ডেবিট ভাউচার দ্বারা
Ο ঘ) 
ডেবিট নোট দ্বারা

  সঠিক উত্তর: (খ)

২৪৪.
লেনদেনের বৈশিষ্ট্য কয়টি?
Ο ক) 
পাঁচটি
Ο খ) 
ছয়টি
Ο গ) 
সাতটি
Ο ঘ) 
আটটি

  সঠিক উত্তর: (গ)

২৪৫.
লেনদেনের দ্বৈতসত্তা বলতে কী বোঝায়?
Ο ক) 
একটি পক্ষ বা হিসাব
Ο খ) 
দু’বার হিসাব লিখন
Ο গ) 
দুটি পক্ষ বা হিসাব
Ο ঘ) 
দুতরফা দাখিলা পদ্ধতি

  সঠিক উত্তর: (গ)

২৪৬.
ঘটনা দ্বারা আর্থিক অবস্থার-
i. পরিবর্তন হতে পারে
ii. পরিবর্তন হয়
iii. অপরিবর্তিত থাকতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২৪৭.
কোনটি অদৃশ্যমান লেনদেন?
i. নগদে আসবাবপত্র ক্রয় ৫,০০০ টাকা
ii. ৫,০০০ টাকার আসবাবপত্রের ওপর ৫% অবচয় ধার্য করা হল
iii. যন্ত্রপাতি ক্রয় ২০,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২৪৮.
সম্পদ বলতে বুঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা-
i. ব্যবসায়ের মালিকানাধীন থাকে
ii. মুনাফা অর্জনে ব্যবহৃত হয়
iii. দীর্ঘমেয়াদি সুবিধা প্রদান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৯.
ক্রেডিট নোট বলতে কী বোঝায়?
Ο ক) 
লেনদেনের ক্রেডিট হিসাব
Ο খ) 
প্রাপ্ত বাট্টার হিসাব
Ο গ) 
বিক্রয় ফেরত সংক্রান্ত চিঠি
Ο ঘ) 
আয় সংক্রান্ত হিসাব

  সঠিক উত্তর: (গ)

২৫০.
ঘটনা ও লেনদেন সম্পর্কে যে বিবরণটি সত্য নয়-
Ο ক) 
সকল লেনদেন ঘটনা
Ο খ) 
সব ঘটনাই লেনদেন
Ο গ) 
সকল লেনদেন ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে
Ο ঘ) 
লেনদেনগুলো অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়

  সঠিক উত্তর: (খ)

২৫১.
হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় কোনটি?
Ο ক) 
সম্পত্তি
Ο খ) 
ঘটনা
Ο গ) 
অর্থসম্পর্কিত ঘটনা
Ο ঘ) 
দায়

  সঠিক উত্তর: (গ)

২৫২.
ক্রেডিট ভাউচারকে ক্যাশবুকের- দিকে লেখা হয়।
Ο ক) 
ক্রেডিট দিকে
Ο খ) 
ডেবিট দিকে
Ο গ) 
সম্পত্তির দিকে
Ο ঘ) 
দায়ের দিকে

  সঠিক উত্তর: (খ)

২৫৩.
মোট সম্পত্তির বৃদ্ধির সাথে সম্পর্কিত হচ্ছে-
i. মোট দায়
ii. মালিকানা সত্ত্ব
iii. মোট আয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৫৪.
ক্যাশমেমোর কোন দিকে বিক্রয় প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা মুদ্রিত থাকে?
Ο ক) 
নিচে ডান দিকে
Ο খ) 
নিচে বাম দিকে
Ο গ) 
উপরিভাগে
Ο ঘ) 
মাঝখানে

  সঠিক উত্তর: (গ)

২৫৫.
ডেবিট নোট ইস্যুর মাধ্যমে ক্রেতার আর্থিক অবস্থান কীরূপ পরিবর্তন হয়?
Ο ক) 
সম্পত্তি বৃদ্ধি, দায় বৃদ্ধি
Ο খ) 
সম্পত্তি বৃদ্ধি, দায় হ্রাস
Ο গ) 
সম্পত্তি হ্রাস, দায় বৃদ্ধি
Ο ঘ) 
সম্পত্তি হ্রাস, দায় হ্রাস

  সঠিক উত্তর: (ঘ)

২৫৬.
ব্যবসা প্রতিষ্ঠানে যে সমস্ত দৈনন্দিন ঘটনা ঘটে সেগুলোকে লেনদেনের কী বলে?
Ο ক) 
দলিল
Ο খ) 
ভিত্তি
Ο গ) 
উৎস
Ο ঘ) 
বৈশিষ্ট্য

  সঠিক উত্তর: (গ)

২৫৭.
ঘটনা সম্পর্কে যুক্তিসংগত বিষয় হলো-
i. ঘটনা আর্থিক হতে পারে
ii. ঘটনা লেনদেন হলেও পারে নাও হতে পারে
iii. লেনদেন ঘটনার উৎস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
iii
Ο ঘ) 
ii

  সঠিক উত্তর: (ক)

২৫৮.
দ্বৈতসত্বা লেনদেনের একটি-
Ο ক) 
সুবিধা
Ο খ) 
প্রয়োজনীয়তা
Ο গ) 
উদ্দেশ্য
Ο ঘ) 
বৈশিষ্ট্য

  সঠিক উত্তর: (ঘ)

২৫৯.
ঘটনা সম্পর্কে নিচের কোন বিষয়টি সামঞ্জস্যপূর্ণ?
i. ঘটনা আর্থিক হতে পারে
ii. ঘটনা অনার্থিক হতে পারে
iii. ঘটনা লেনদেন হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৬০.
লেনদেন শব্দটির আভিধানিক অর্থ কী?
Ο ক) 
দেনা-পাওনা
Ο খ) 
চাওয়া-পাওয়া
Ο গ) 
গ্রহণ-বর্জন
Ο ঘ) 
গ্রহণ-প্রদান

  সঠিক উত্তর: (ঘ)

২৬১.
প্রতিষ্ঠানে ক্যাশমেমো ব্যবহৃত কারণ-
Ο ক) 
নগদ বিক্রয়ের হিসাব প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ ও সঠিকভাবে সংরক্ষণের জন্য
Ο খ) 
নগদ বিক্রয়কৃত পণ্যের প্রামাণ্য দলিল হিসাবে ব্যবহারের জন্য
Ο গ) 
নগদান বহি তৈরির সময় কোনো প্রকার অসদুপায় অবলম্বন রোধ করার জন্য
Ο ঘ) 
ক্যাশমেমোর কপিসমূহ বিভিন্ন পক্ষ যেমন- ক্রেতা, বিক্রেতা ও মধ্যস্থ কারীদের দেওয়ার জন্য

  সঠিক উত্তর: (ক)

২৬২.
A ও B এর নিকট ৫,০০০ টাকার মাল ধারে সরবরাহের ফরমায়েশ পাঠানোর দুই দিন পর মালের মূল্য পরিশোধ করে। এখানে কয়টি লেনদেন সংঘটিত হয়েছে এবং কয়টি ঘটনা ঘটেছে?
Ο ক) 
একটি লেনদেন ও একটি ঘটনা
Ο খ) 
দুইটি লেনদেন ও দুইটি ঘটনা
Ο গ) 
তিনটি লেনদেন ও তিনটি ঘটনা
Ο ঘ) 
দুইটি লেনদেন ও তিনটি ঘটনা

  সঠিক উত্তর: (ক)

২৬৩.
ক্যাশমেমোর উপরিভাগে মুদ্রিত থাকে-
i. বিক্রয় প্রতিষ্ঠানের নাম
ii. বিক্রয় প্রতিষ্ঠানের বিক্রেতার স্বাক্ষর
iii. বিক্রয় প্রতিষ্ঠানের ঠিকানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড়ো এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
ক্রমিক নং
লেনদেন
টাকা
১.
২.
৩.
৪.
৫.
ব্যবসায় আরম্ভ করেন
পণ্য ক্রয় ও বিক্রয় (৫০,০০০+ ৩০,০০০)
কারবারের জন্যে আলমারি ক্রয়ের সিদ্ধান্ত
ম্যানেজার নিয়োগের সম্ভব্য বেতন ধার্জ
শ্রমিকের মজুরি প্রদান
১,০০,০০০
৮০,০০০
৩০,০০০
৪০,০০০
২০,০০০

২৬৪.
উক্ত ব্যবসায়ের নগদ অর্থের লেনদেনের পরিমাণ কত?
Ο ক) 
২,০০,০০০ টাকা
Ο খ) 
২,৩০,০০০ টাকা
Ο গ) 
২,৪০,০০০ টাকা
Ο ঘ) 
২,৭০,০০০ টাকা

  সঠিক উত্তর: (ক)

২৬৫.
উক্ত ব্যবসায়ে লেনদেন নয় এমন অর্থের পরিমাণ কত?
Ο ক) 
৭০,০০০
Ο খ) 
৯০,০০০
Ο গ) 
১,১০,০০০
Ο ঘ) 
১,৫০,০০০

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...