NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ১১: জীবের প্রজনন


এস.এস.সি    ||    জীববিজ্ঞান
অধ্যায় - ১১: জীবের প্রজনন


১.
অন্তঃনিষেক হয় কোন ধরনের প্রাণীতে?
Ο ক) 
পানিতে বাসকারী
Ο খ) 
জলে বাসকারী
Ο গ) 
ডাঙ্গায় বাসকারী
Ο ঘ) 
উভচর প্রাণীতে

  সঠিক উত্তর: (গ)

২.
সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে কোনটি?
Ο ক) 
পোলেন টিউব
Ο খ) 
পুংদন্ড
Ο গ) 
পুংজননকোষ
Ο ঘ) 
পুংস্তবক

  সঠিক উত্তর: (গ)

৩.
যুক্তধানী শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
Ο ক) 
Epipetalous
Ο খ) 
Syngenesious
Ο গ) 
Syncarpous
Ο ঘ) 
Malegamet

  সঠিক উত্তর: (খ)

৪.
জনন মাতৃকোষে কোন পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে?
Ο ক) 
অ্যামাইটোসিস
Ο খ) 
মাইটোসিস
Ο গ) 
মিয়োসিস
Ο ঘ) 
অস্বাভাবিক মাইটোসিস

  সঠিক উত্তর: (গ)

৫.
জননকোষ সৃষ্টির পূর্বশর্ত কোনটি?
Ο ক) 
অ্যামাইটোসিস কোষ বিভাজন
Ο খ) 
মাইটোসিস কোষ বিভাজন
Ο গ) 
মিয়োসিস কোষ বিভাজন
Ο ঘ) 
অস্বাভাবিক কোষ বিভাজন

  সঠিক উত্তর: (গ)

৬.
ভিত্তি কোষ থেকে কোনটি গঠিত হয়?
Ο ক) 
ভ্রূণ
Ο খ) 
ভ্রূণধারক
Ο গ) 
বীজপত্র
Ο ঘ) 
ভ্রূণমূল

  সঠিক উত্তর: (খ)

৭.
ধানের পরাগায়ন কোনটি দ্বারা ঘটে?
Ο ক) 
বায়ু
Ο খ) 
পতঙ্গ
Ο গ) 
প্রাণী
Ο ঘ) 
পাতি

  সঠিক উত্তর: (ক)

৮.
উচ্চ শ্রেণির উদ্ভিদের জনন অঙ্গ কী?
Ο ক) 
বীজ
Ο খ) 
ফল
Ο গ) 
মূল
Ο ঘ) 
ফুল

  সঠিক উত্তর: (ঘ)

৯.
অমরাতে প্রচুর ---- থাকে।
Ο ক) 
রক্তরস
Ο খ) 
রক্তনালি
Ο গ) 
রক্ত কণিকা
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (খ)

১০.
অশস্যল বীজ কোনটি?
Ο ক) 
মটর
Ο খ) 
গম
Ο গ) 
রেড়ি
Ο ঘ) 
ধান

  সঠিক উত্তর: (ক)

১১.
স্পোরোফাইটের প্রথম কোষ কোনটি?
Ο ক) 
শুক্রাণু
Ο খ) 
ডিম্বাণু
Ο গ) 
জাইগোট
Ο ঘ) 
মরুলা

  সঠিক উত্তর: (গ)

১২.
টেস্টোস্টেরন নিঃসৃত হয় কোনটি হতে?
Ο ক) 
ডিম্বাশয়
Ο খ) 
অগ্নাশয়
Ο গ) 
শুক্রাশয়
Ο ঘ) 
মলাময়

  সঠিক উত্তর: (গ)

১৩.
নিচের কোনটিতে একগুচ্ছ গরাগদন্ড থাকে?
Ο ক) 
শিমুল
Ο খ) 
সূর্যমুখী
Ο গ) 
জবা
Ο ঘ) 
সব কয়টি

  সঠিক উত্তর: (গ)

১৪.
গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কী বলে?
Ο ক) 
প্রকৃত ফল
Ο খ) 
অপ্রকৃত ফল
Ο গ) 
নীরস ফল
Ο ঘ) 
গুচ্ছ ফল

  সঠিক উত্তর: (ক)

১৫.
পরাগরেণু অঙ্কুরিত হয়ে কিসে পরিণত হয?
Ο ক) 
পুংজননে
Ο খ) 
যুক্তধানীতে
Ο গ) 
পরাগথলিতে
Ο ঘ) 
পোলেন টিউবে

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
উন্নত উদ্ভিদে –
i. দুই ধরনের জনন কোষ একই দেহে সৃষ্টি হয়
ii. এদের ভিন্নবাসী উদ্ভিদ বলে
iii. এদের সহবাসী উদ্ভিদ বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭.
প্রকৃত ফলের উদাহরণ কোনটি?
Ο ক) 
আম
Ο খ) 
আপেল
Ο গ) 
চালতা
Ο ঘ) 
আঙ্গুর

  সঠিক উত্তর: (ক)

১৮.
পানি পরারী ফুল কোনটি?
Ο ক) 
কচুরী
Ο খ) 
পাতশ্যাওলা
Ο গ) 
কলমি
Ο ঘ) 
পদ্ম

  সঠিক উত্তর: (খ)

১৯.
একটি অপরিণত পরাগধানী কোন কলা দ্বারা গঠিত হয়?
Ο ক) 
সরল
Ο খ) 
জটিল
Ο গ) 
ভাজক
Ο ঘ) 
জাইলেম

  সঠিক উত্তর: (গ)

২০.
প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপকে কী বলে?
Ο ক) 
ফল
Ο খ) 
বীজ
Ο গ) 
ফুল
Ο ঘ) 
মূল

  সঠিক উত্তর: (গ)

২১.
চালতা কোন ফলের উদাহরণ?
Ο ক) 
অপ্রকৃত
Ο খ) 
প্রকৃত
Ο গ) 
গুচ্ছ
Ο ঘ) 
সরল

  সঠিক উত্তর: (ক)

২২.
ত্রিমিলন কী?
Ο ক) 
পুং জননকোষ ও স্ত্রী জননকোষের মিলন
Ο খ) 
পুং জননকোষ ও প্রতিপাদ কোষের মিলন
Ο গ) 
পুং জননকোষ ও সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলন
Ο ঘ) 
পুং জননকোষ ও ডিম্বাণুর মিলন

  সঠিক উত্তর: (গ)

২৩.
পরাগধানী একগুচ্ছে থাকলে তাকে কী বলে?
Ο ক) 
যুক্তধানী
Ο খ) 
বিযুক্তধানী
Ο গ) 
দললগ্ন
Ο ঘ) 
দলমন্ডল

  সঠিক উত্তর: (ক)

২৪.
পানিপরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে –
i. ফুলের সুগন্ধ নেই
ii. আকারে ক্ষুদ্র ও হালকা
iii. ফুল মধুগ্রন্থিযুক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৫.
ভ্রূণ মাতৃগর্ভে গড়ে প্রায় কত সপ্তাহ অবস্থান করে?
Ο ক) 
৩৬
Ο খ) 
৩৮
Ο গ) 
৪০
Ο ঘ) 
৪২

  সঠিক উত্তর: (গ)

২৬.
সস্যকোষের প্রকৃতি কীরূপ?
Ο ক) 
হ্যাপ্লয়েড
Ο খ) 
ডিপ্লয়েড
Ο গ) 
ট্রিপ্লয়েড
Ο ঘ) 
টেট্রাপ্লয়েড

  সঠিক উত্তর: (গ)

২৭.
গর্ভাবস্থায় অমরা কী কাজে লাগে?
Ο ক) 
ভ্রূণ ও মাতৃ জরায়ুর টিস্যুর সম্পর্ক স্থাপনে
Ο খ) 
ভ্রূণ ও মাতৃদেহের শ্বসনতন্ত্রের সম্পর্ক স্থাপনে
Ο গ) 
ভ্রূণ ও মাতৃদেহের স্নায়ুতন্ত্রের সম্পর্ক স্থাপনে
Ο ঘ) 
ভ্রূণ ও মাতৃদেহের রেচনতন্ত্রের সম্পর্ক স্থাপনে

  সঠিক উত্তর: (ক)

২৮.
হরমোন –
i. স্বল্পমাত্রায় নিঃসৃত হয়
ii. দৈহিক বৃদ্ধি করে
iii. একটা শর্করা জাতীয় পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৯.
জরায়ুর অন্তঃগাত্রে ভ্রূণের সংস্থাপন হওয়ার পর থেকে শিশু ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সময়কে কী বলে?
Ο ক) 
গর্ভধারণ
Ο খ) 
ভ্রূণ পরিস্ফুটনকাল
Ο গ) 
গর্ভাবস্থা
Ο ঘ) 
অমরাবিন্যাসকাল

  সঠিক উত্তর: (গ)

৩০.
হরমোন কীসের মাধ্যমে বাহিত হয়?
Ο ক) 
এনজাইম
Ο খ) 
স্নায়ু
Ο গ) 
লসিকা
Ο ঘ) 
রক্ত

  সঠিক উত্তর: (ঘ)

৩১.
n সংখ্যক ক্রোমোজোম থাকে –
i. জাইগোটে
ii. ডিম্বাণুতে
iii. শুক্রাণুতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩২.
গর্ভযন্ত্রের মাঝের কোষটিকে কী বলে?
Ο ক) 
জাইগোট
Ο খ) 
ভ্রূণ
Ο গ) 
শুক্রাণু
Ο ঘ) 
ডিম্বাণু

  সঠিক উত্তর: (ঘ)

৩৩.
যুক্তধানী ফুলের –
i. পরাগদন্ড একগুচ্ছে থাকে
ii. পরাগধানী একগুচ্ছে থাকে
iii. উদাহরণ হচ্ছে সূর্যমুখী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৪.
জাইগোট কত প্রস্থ ক্রোমোজোম বহন করে?
Ο ক) 
এক
Ο খ) 
দুই
Ο গ) 
তিন
Ο ঘ) 
চার

  সঠিক উত্তর: (খ)

৩৫.
যে শাখায় ফুলগুলো বিশেষ নিয়মে সাজানো থাকে ফুলসহ তাকে কী বলে?
Ο ক) 
পুষ্পমঞ্জরি
Ο খ) 
মঞ্জরিদন্ড
Ο গ) 
পুষ্পাক্ষ
Ο ঘ) 
মঞ্জরিপত্র

  সঠিক উত্তর: (ক)

৩৬.
স্ব-পরাগায়ন হয় –
i. কুমড়া ফুলে
ii. শিমুল ফুলে
iii. ধুতুরা ফুলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৭.
বহিঃনিষেক হয় কোন প্রাণীতে?
Ο ক) 
পাখি
Ο খ) 
মাছ
Ο গ) 
বাদুর
Ο ঘ) 
ইঁদুর

  সঠিক উত্তর: (খ)

৩৮.
নিষেকের পর গর্ভাশয় ও মাইক্রোপাইল পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
Ο ক) 
ফল ও বীজরন্ধ্র
Ο খ) 
ফলত্বক ও বীজনাভি
Ο গ) 
বীজ ও বীজের বোঁটা
Ο ঘ) 
টেস্টা ও বীজমূল

  সঠিক উত্তর: (ক)

৩৯.
গর্ভাবস্থার সময়কাল সাধারণত কত?
Ο ক) 
৪০-৫০ সপ্তাহ
Ο খ) 
৩৮-৪০ সপ্তাহ
Ο গ) 
৩০-৪০ সপ্তাহ
Ο ঘ) 
৩৫-৪০ সপ্তাহ

  সঠিক উত্তর: (খ)

৪০.
কোন অংশটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক?
Ο ক) 
দলমন্ডল
Ο খ) 
বৃতি
Ο গ) 
পুষ্পাক্ষ
Ο ঘ) 
পুংস্তবক

  সঠিক উত্তর: (ক)

৪১.
প্রজননের জন্য অত্যাবশ্যকীয় অংশ কতটি?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (খ)

৪২.
পরাগায়ন –
i. ফুল উৎপাদনের পূর্বশর্ত
ii. ফল উৎপাদনের পূর্বশর্ত
iii. বীজ উৎপাদনের পূর্বশর্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৩.
পরাগায়ন কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৪৪.
ডিপ্লয়েড গৌণ কেন্দ্রিকা সৃষ্টির পর দুই মেরুর –
i. কেন্দ্রিকাগুলো কোষ সৃষ্টি করে
ii. কেন্দ্রিকাগুলোতে সাইটোপ্লাজম যুক্ত হয়
iii. কেন্দ্রিকাগুলো নষ্ট হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৫.
দলমন্ডল বাইরের দিক থেকে কততম স্তবক?
Ο ক) 
প্রথম
Ο খ) 
দ্বিতীয়
Ο গ) 
তৃতীয়
Ο ঘ) 
চতুর্থ

  সঠিক উত্তর: (খ)

৪৬.
একই গাছের ভিন্ন দুটি ফুলে পরাগায়নকে কী বলে?
Ο ক) 
যুক্ত পরাগায়ন
Ο খ) 
পর-পরাগায়ন
Ο গ) 
স্ব-পরাগায়ন
Ο ঘ) 
নিষেক

  সঠিক উত্তর: (গ)

৪৭.
HIV – ভাইরাস কোনটির গঠনে বিঘ্ন ঘটায়?
Ο ক) 
এন্টিজোন
Ο খ) 
এন্টিবডি
Ο গ) 
ইস্ট্রোজেন
Ο ঘ) 
থাইরক্সিন

  সঠিক উত্তর: (খ)

৪৮.
প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ –
i. নিম্ন শ্রেণির উদ্ভিদের জনন অঙ্গ
ii. এর নাম ফুল
iii. উচ্চ শ্রেণির উদ্ভিদের জনন অঙ্গ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৯.
পুংকেশরের দন্ডের ন্যায় অংশকে কী বলে?
Ο ক) 
পরাগধানী
Ο খ) 
পরাগনারী
Ο গ) 
পুংদন্ড
Ο ঘ) 
পরাগদন্ড

  সঠিক উত্তর: (গ)

৫০.
জীবাণু প্রবেশের কত মাস পর এইডসের লক্ষণ প্রকাশ পায়?
Ο ক) 
প্রায় ছয় মাস
Ο খ) 
প্রায় চার মাস
Ο গ) 
প্রায় তিন মাস
Ο ঘ) 
প্রায় পাঁচ মাস

  সঠিক উত্তর: (ক)

৫১.
অমরা হতে নিঃসৃত হয় –
Ο ক) 
টেস্টোস্টেরন
Ο খ) 
অ্যান্ড্রোজেন
Ο গ) 
গোনাডোট্রপিক
Ο ঘ) 
থাইরয়েড

  সঠিক উত্তর: (গ)

৫২.
পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) 
ক্ষুদ্র ও হালকা
Ο খ) 
পানিতে ভাসতে পারে
Ο গ) 
বড় ও রঙিন
Ο ঘ) 
মধু গ্রন্থিবিহীন

  সঠিক উত্তর: (গ)

৫৩.
অন্তঃনিষেক –
i. প্রক্রিয়াটিতে সঙ্গমের প্রয়োজন হয়
ii. ডাঙায় বসবাসকারীদের ভেতর কম দেয়া যায়
iii. হাঙ্গর মাছে দেখা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৪.
পুংস্তবক এর প্রতিটি অংশকে কী বলে?
Ο ক) 
পুংকেশর
Ο খ) 
পুংদন্ড
Ο গ) 
পরাগধানী
Ο ঘ) 
যুক্তধানী

  সঠিক উত্তর: (ক)

৫৫.
হরমোন কী ধরনের পদার্থ?
Ο ক) 
জৈব রাসায়নিক
Ο খ) 
রাসায়নিক
Ο গ) 
ভৌত
Ο ঘ) 
জৈব

  সঠিক উত্তর: (ক)

৫৬.
কত সপ্তাহ পর ভ্রূণকে ফিটাস বলা হয়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 
২৮
Ο ঘ) 
৩৮

  সঠিক উত্তর: (খ)

৫৭.
ভ্রূণ বৃদ্ধির চতুর্থ সপ্তাহে –
i. হৃৎপিন্ড ও সংবহনতন্ত্র গঠিত হয়
ii. চোখ ও মেরুরুজ্জ দৃশ্যমান হয়
iii. মুকুলের মত অঙ্গাণু গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের কতটি দেশে AIDS রোগের বিস্তার ঘটেছে?
Ο ক) 
১০০
Ο খ) 
১২০
Ο গ) 
১৩৫
Ο ঘ) 
১৬৪

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
প্রকৃত ফলের উদাহরণ হচ্ছে –
i. আম
ii. কাঁঠাল
iii. চালতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬০.
গর্ভপত্রের কতটি অংশ থাকে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৬১.
কত বয়সের পর মেনোপজ শুরু হয়?
Ο ক) 
২০-৩০
Ο খ) 
৩০-৪০
Ο গ) 
৪০-৫০
Ο ঘ) 
৫০-৬০

  সঠিক উত্তর: (গ)

৬২.
থাইরক্সিন হরমোনের কাজ কী?
Ο ক) 
মানসিক বিকাশ
Ο খ) 
জরায়ুজ সংকোচন নিয়ন্ত্রণ
Ο গ) 
জরায়ুর বৃদ্ধি
Ο ঘ) 
অমরা বৃদ্ধি

  সঠিক উত্তর: (ক)

৬৩.
শাখার বৃদ্ধি পুষ্প উৎপাদনের ফলে থেমে গেলে তাকে কী বলে?
Ο ক) 
নিয়ত পুষ্পমঞ্জরি
Ο খ) 
অনিয়ত পুষ্পমঞ্জরি
Ο গ) 
অসীম পুষ্পমঞ্জরি
Ο ঘ) 
সসীম পুষ্পমঞ্জরি

  সঠিক উত্তর: (ক)

৬৪.
নিষেকের কত সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়?
Ο ক) 
১০
Ο খ) 
১১
Ο গ) 
১২
Ο ঘ) 
১৩

  সঠিক উত্তর: (গ)

৬৫.
একটি আদর্শ ফুলের কতটি অত্যাবশ্যকীয় অংশ থাকে?
Ο ক) 
৩টি
Ο খ) 
৫টি
Ο গ) 
৭টি
Ο ঘ) 
৯টি

  সঠিক উত্তর: (খ)

৬৬.
ফল গঠনের প্রক্রিয়া শুরু হয় –
i. নিষিক্তকরণ প্রক্রিয়ার শেষে
ii. নিষিক্তকরণ প্রক্রিয়ার শুরুতে
iii. গর্ভাশয়ে উদ্দীপনার সৃষ্টি হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৭.
তুমি কীভাবে পতঙ্গপরাগী ফুল শনাক্ত করবে?
Ο ক) 
মধুগ্রন্থির উপস্থিতিতে
Ο খ) 
হালকা পরাগরেণুর উপস্থিতিতে
Ο গ) 
ক্ষুদ্র আকারের ভিত্তিতে
Ο ঘ) 
শুষ্ক গর্ভমুন্ডের ভিত্তিতে

  সঠিক উত্তর: (ক)

৬৮.
রঙ-বেরঙের বৃতি কী কাজে সাহায্য করে?
Ο ক) 
সালোকসংশ্লেষণে
Ο খ) 
অভিস্রবণে
Ο গ) 
ব্যাপনে
Ο ঘ) 
পরাগায়নে

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
বর্তমান বিশ্বে একটি মারাত্মক ঘাতক ব্যাধি হিসেবে পরিচিত কোনটি?
Ο ক) 
ক্যানসার
Ο খ) 
এইডস
Ο গ) 
টিউবারকুলেসিস
Ο ঘ) 
থ্যালাসেমিয়া

  সঠিক উত্তর: (খ)

৭০.
প্রায় একই সময় দুটো পুংজনন কোষের একটি ডিম্বাণু ও অপরটি গৌণ কেন্দ্রিকার সাথে মিলিত হওয়াকে কী বলে?
Ο ক) 
নিষেক
Ο খ) 
অভিযোজন
Ο গ) 
পরাগায়ন
Ο ঘ) 
দ্বি-নিষেক

  সঠিক উত্তর: (ঘ)

৭১.
অনিয়ত পুষ্পমঞ্জরি শনাক্ত করা যায় –
i. পুষ্পদন্ডের বৃদ্ধির ভিত্তিতে
ii. পুষ্পদন্ড শীর্ষে পুষ্প উৎপাদনের ভিত্তিতে
iii. পরিণত পুষ্পের অবস্থানের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭২.
এইডস রোগের জীবাণু দেহে প্রবেশের কতদিন পর রোগের লক্ষণ প্রকাশ পায়?
Ο ক) 
১ মাস
Ο খ) 
৩ মাস
Ο গ) 
৬ মাস
Ο ঘ) 
১০ মাস

  সঠিক উত্তর: (গ)

৭৩.
ভ্রূণে ডিপ্লয়েড ক্রোমোজোম পুনঃস্থাপিত হয় কোন প্রক্রিয়ায়?
Ο ক) 
উজেনেসিস
Ο খ) 
গ্যামেটোজেনেসিস
Ο গ) 
ফার্টিলাইজেশন
Ο ঘ) 
মিয়োটিক ভিডিশন

  সঠিক উত্তর: (গ)

৭৪.
পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে –
i. আকারে ছোট হয়
ii. রঙ্গিন হয়
iii. আকারে বড় হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৫.
বহিঃনিষেক কোন ধরনের প্রাণীতে হয়?
Ο ক) 
মাটিতে বসবাসকারী
Ο খ) 
উড়ন্ত প্রাণীতে
Ο গ) 
পানিতে বসবাসকারী
Ο ঘ) 
সবখানে

  সঠিক উত্তর: (খ)

৭৬.
বৃতির প্রধান কাজ হলো –
Ο ক) 
ভিতরের অংশগুলোকে রোদ, বৃষ্টি, পোকামাকড় হতে রক্ষা করা
Ο খ) 
ফুলকে আকর্ষণীয় করা
Ο গ) 
পরাগায়নে সাহায্য করা
Ο ঘ) 
নিষেকে সাহায্য করা

  সঠিক উত্তর: (ক)

৭৭.
এইডস সম্পর্কিত তথ্য হলো –
i. এটি ১৯৮১ সালে আবিষ্কৃত হয়
ii. বর্তমান বিশ্বের প্রায় ২ কোটি ৩০ লক্ষ লোক আক্রান্ত
iii. এর কার্যকরী কোনো ওষুধ আবিষ্কৃত হয় নি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
দলমন্ডলের ক্ষেত্রে দৃশ্যমান হয় –
i. দলমন্ডল যেকোনো ফুলের সবচেয়ে আকর্ষণীয় অংশ
ii. পাপড়িগুলো মিলিতভাবে অবস্থান করতে পারে
iii. পাঁচটি পেটাল বা পাপড়ি মিলিতভাবে এ দলমন্ডল গঠন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৯.
প্রাথমিক ভ্রূণ কয় কোষী?
Ο ক) 
চার কোষী
Ο খ) 
ত্রি কোষী
Ο গ) 
দ্বি কোষী
Ο ঘ) 
এক কোষী

  সঠিক উত্তর: (ক)

৮০.
যৌন জননে কয়টি বিপরীতধর্মী জননকোষ পরস্পরের সাথে মিলিত হয়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৮১.
নতুন স্পোরোফাইটের গঠনের ক্ষেত্রে –
i. জাইগোটের বিভাজনে দুটো কোষ সৃষ্টি হয়
ii. জাইগোটের বিভাজন অনুপ্রস্থে ঘটে
iii. সস্যের পরিস্ফুটন ঘটতে শুরু করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
জাইগোটের বিভাজন কীভাবে ঘটে?
Ο ক) 
অনুদৈর্ঘ্যে
Ο খ) 
অনুপ্রস্থে
Ο গ) 
বৃত্তীয়ভাবে
Ο ঘ) 
সমান্তরালে

  সঠিক উত্তর: (খ)

৮৩.
কিসের সাহায্যে ভ্রূণ জরায়ুর গাত্রে সংস্থাপিত হয়?
Ο ক) 
গর্ভাশয়
Ο খ) 
গর্ভমূল
Ο গ) 
অমরা
Ο ঘ) 
হরমোন

  সঠিক উত্তর: (গ)

৮৪.
দলমন্ডল –
i. সাধারণত রঙ্গিন হয়
ii. পাপড়ির সমন্বয়ে গঠিত
iii. পরাগায়নে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
প্রজনন সংক্রান্ত হরমোন গ্রন্থি কতটি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
ভ্রূণের উপাঙ্গ নাড়ানো মা বুঝতে পারে কত সপ্তাহে?
Ο ক) 
বিশ সপ্তাহে
Ο খ) 
আঠাশ সপ্তাহে
Ο গ) 
দ্বাদশ সপ্তাহে
Ο ঘ) 
আটত্রিশ সপ্তাহে

  সঠিক উত্তর: (ক)

৮৭.
একটি আদর্শ ফুলে কতটি অংশ থাকে?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
ডিম্বকরন্ধ্রের দিকের কোষ তিনটিকে কী বলে?
Ο ক) 
গর্ভযন্ত্র
Ο খ) 
গর্ভপত্র
Ο গ) 
গর্ভাশয়
Ο ঘ) 
গর্ভমুন্ড

  সঠিক উত্তর: (ক)

৮৯.
পুংস্তবক ও স্ত্রীস্তবকের যেকোনো একটি অনুপস্থিত থাকলে তাকে কী ফুল বলে?
Ο ক) 
একলিঙ্গ
Ο খ) 
উভলিঙ্গ
Ο গ) 
ক্লীব
Ο ঘ) 
সম্পূর্ণ

  সঠিক উত্তর: (ক)

৯০.
পৃথিবী হতে জীবের অস্তিত্ব চিরতরে বিলীন হয় না কেন?
Ο ক) 
প্রজননের জন্য
Ο খ) 
অভিযোজনের জন্য
Ο গ) 
বিবর্তনের জন্য
Ο ঘ) 
মিউটেশনের জন্য

  সঠিক উত্তর: (ক)

৯১.
বহিঃনিষেক –
i. হাঙ্গর মাছে হয় না
ii. প্রক্রিয়ায় সঙ্গমের প্রয়োজন হয় না
iii. পানিতে বাসকারীতে বেশি দেখা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
নিচের কোনগুলো ভিন্নবাসী উদ্ভিদের অন্তর্গত?
Ο ক) 
কুমড়া ও লাউ
Ο খ) 
শিম ও বরবটি
Ο গ) 
কলমি ও জবা
Ο ঘ) 
খেজুর ও পটল

  সঠিক উত্তর: (ঘ)

৯৩.
পুংকেশরের শীর্ষে থলের ন্যায় অংশকে কী বলে?
Ο ক) 
পরাগনারী
Ο খ) 
পরাগধানী
Ο গ) 
পুংদন্ড
Ο ঘ) 
যুক্তধানী

  সঠিক উত্তর: (খ)

৯৪.
পরাগধানী ও পুংদন্ডের সংযোগকারী অংশকে কী বলে?
Ο ক) 
পোলেন
Ο খ) 
যুক্তধানী
Ο গ) 
গর্ভাশয়
Ο ঘ) 
যোজনী

  সঠিক উত্তর: (ঘ)

৯৫.
হরমোন ক্রিয়া করে উৎসের –
i. ভেতর
ii. নিকটবর্তী স্থানে
iii. দূরবর্তী স্থানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৬.
পর-পরাগায়নের ফলে –
i. নতুন গুণের উদ্ভব ঘটে
ii. প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে
iii. নতুন ভ্যারাইটির সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৯৭.
অমরার গঠন সম্পন্ন হয় কত সপ্তাহে?
Ο ক) 
প্রথম
Ο খ) 
তৃতীয়
Ο গ) 
চতুর্থ
Ο ঘ) 
দ্বাদশ

  সঠিক উত্তর: (ঘ)

৯৮.
পতঙ্গ দ্বারা পরাগায়ন ঘটে –
i. জবা ফুলের
ii. কুমড়া ফুলের
iii. পাতাশ্যাওলার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৯.
সকল প্রকৃত ও অপ্রকৃত ফলকে কতভাগে ভাগ করা যায়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১০০.
যৌনাঙ্গ বৃদ্ধি ও যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে –
Ο ক) 
পিটুইটারি গ্রন্থি
Ο খ) 
থাইরয়েড গ্রন্থি
Ο গ) 
অ্যাড্রেনাল গ্রন্থি
Ο ঘ) 
অনাল গ্রন্থি

  সঠিক উত্তর: (গ)

১০১.
পাতাশ্যাওলার বৈশিষ্ট্য হচ্ছে –
i. স্ত্রীফুলের বৃন্ত লম্বা
ii. ফুলে সুগন্ধ আছে
iii. পুংফুলের বৃন্ত ছোট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১০২.
স্ত্রীস্তবকের অপর নাম কী?
Ο ক) 
গর্ভপত্র
Ο খ) 
গর্ভাশয়
Ο গ) 
গর্ভমুন্ড
Ο ঘ) 
গর্ভকেশর

  সঠিক উত্তর: (ঘ)

১০৩.
পোলেন টিউব –
i. পরাগরেণু হতে তৈরি হয়
ii. হতে পুংজনন কোষ উৎপন্ন হয়
iii. পুংদন্ডের বাইরে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৪.
HIV – এর প্রভাবে কমতে থাকে –
i. লোহিত কণিকা
ii. শ্বেত কণিকা
iii. এন্টিবডি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১০৫.
ভ্রূণ মায়ের রক্ত থেকে অক্সিজেন গ্রহণ করে কোনটির মাধ্যমে?
Ο ক) 
অমরা
Ο খ) 
জরায়ু
Ο গ) 
অ্যামিনিয়ন
Ο ঘ) 
রজ্জু

  সঠিক উত্তর: (ক)

১০৬.
কত সপ্তাহে মুকুলের মতো অঙ্গাণু গঠিত হয়?
Ο ক) 
২ সপ্তাহের পর
Ο খ) 
৩ সপ্তাহের পর
Ο গ) 
৪ সপ্তাহের পর
Ο ঘ) 
৫ সপ্তাহের পর

  সঠিক উত্তর: (ঘ)

১০৭.
তুমি আতা, বেরী, দেবদারু ফল কী হিসেবে শনাক্ত করবে?
Ο ক) 
যৌগিক ফল
Ο খ) 
সরল ফল
Ο গ) 
গুচ্ছ ফল
Ο ঘ) 
সরোসিস ফল

  সঠিক উত্তর: (গ)

১০৮.
পর-পরাগায়ন হয় –
i. শিমুল ফুলে
ii. পেঁপে ফুলে
iii. কুমড়া ফুলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৯.
স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টির শেষ পর্যায়ে সৃষ্ট গৌণ কেন্দ্রিকা কীরূপ?
Ο ক) 
হ্যাপ্লয়েড
Ο খ) 
ডিপ্লয়েড
Ο গ) 
ট্রিপ্লয়েড
Ο ঘ) 
টেট্রাপ্লয়েড

  সঠিক উত্তর: (খ)

১১০.
ফুলের বৃন্তশীর্ষে অবস্থানকারী গোলাকার অঙ্গটির নাম কী?
Ο ক) 
পুষ্পাক্ষ
Ο খ) 
বৃতি
Ο গ) 
দল
Ο ঘ) 
পুংস্তবক

  সঠিক উত্তর: (ক)

১১১.
প্রজনন না হলে জীবের কী হয়?
Ο ক) 
কোনো ক্ষতি হয় না
Ο খ) 
অস্তিত্ব বিলোপ হয়
Ο গ) 
সংখ্যা বৃদ্ধি পায়
Ο ঘ) 
জীব জগতের উন্নতি ঘটে

  সঠিক উত্তর: (খ)

১১২.
গলার স্বর বদলানোর ক্ষেত্রে কোন হরমোনটি কার্যকর ভূমিকা পালন করে?
Ο ক) 
টেস্টোস্টেরন
Ο খ) 
গানাডোট্রপিক
Ο গ) 
প্রোজেস্টেরন
Ο ঘ) 
রিলাক্সিন

  সঠিক উত্তর: (ক)

১১৩.
HIV ভাইরাসের গঠনের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
Ο ক) 
একসূত্রক RNA ও রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বিদ্যমান
Ο খ) 
দ্বিসূত্রক DNA ও রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বিদ্যমান
Ο গ) 
একসূত্রক RNA ও ক্যাসেমিয়ার বিদ্যমান
Ο ঘ) 
দ্বিসূত্রক DNA ও প্রোটিন আবরণ বিদ্যমান

  সঠিক উত্তর: (ক)

১১৪.
মেয়েদের কত বছর বয়সের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয়?
Ο ক) 
১৫
Ο খ) 
২০
Ο গ) 
২৫
Ο ঘ) 
২৮

  সঠিক উত্তর: (খ)

১১৫.
ক্লীব ফুলে –
i. পুংস্তবক থাকে না
ii. পাপড়ি থাকে না
iii. স্ত্রীস্তবক থাকে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১৬.
নিষেকের ফলে ভিন্ন জননকোষ দুইটি একীভূত হয়ে যে কোষ সৃষ্টি করে তাকে কী বলে?
Ο ক) 
জাইগোট
Ο খ) 
গর্ভাশয়
Ο গ) 
ভিত্তি কোষ
Ο ঘ) 
এপিক্যাল কোষ

  সঠিক উত্তর: (ক)

১১৭.
সকল প্রকৃত ও অপ্রকৃত ফলকে কত ভাগে ভাগ করা যায়?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (খ)

১১৮.
পুষ্পাক্ষ কী কাজে লাগে?
Ο ক) 
ফুলকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে
Ο খ) 
প্রতিকূল পরিবেশ হতে ফুলকে রক্ষা করতে
Ο গ) 
কীটপতঙ্গকে আকৃষ্ট করতে
Ο ঘ) 
জনন কাজে প্রত্যক্ষ অংশগ্রহণ করতে

  সঠিক উত্তর: (ক)

১১৯.
কোন গ্ল্যান্ড থেকে থাইরক্সিন নিঃসৃত হয়?
Ο ক) 
পিটুইটারি
Ο খ) 
প্যারোটিড
Ο গ) 
শুক্রাশয়
Ο ঘ) 
থাইরয়েড

  সঠিক উত্তর: (ঘ)

১২০.
জাইগোটের ক্ষেত্রে –
i. এটি স্পোরোফাইটের প্রথম কোষ
ii. এটি দ্বিপ্রস্থ (2n) ক্রোমোজোমবিশিষ্ট
iii. এটি একপ্রস্থ ক্রোমোজোমবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২১.
স্ত্রী গ্যামেটাফাইট কোষটি কোন পদ্ধতিতে বিভাজিত হয়?
Ο ক) 
মাইটোসিস
Ο খ) 
এমাইটোসিস
Ο গ) 
বিয়োজন
Ο ঘ) 
বিয়োজন বিভাজন

  সঠিক উত্তর: (ঘ)

১২২.
পুংকেশরের প্রধান অংশ হলো –
i. পুংদন্ড ও পরাগধানী
ii. পরাগধানী ও পরাগথলি
iii. যোজনী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২৩.
ভ্রূণের লিঙ্গের ভিন্নতা নির্ণয় করা যায় কখন?
Ο ক) 
দ্বাদশ সপ্তাহে
Ο খ) 
বিশ সপ্তাহে
Ο গ) 
ষোড়শ সপ্তাহে
Ο ঘ) 
আঠাশ সপ্তাহে

  সঠিক উত্তর: (গ)

১২৪.
পুষ্পাক্ষ –
i. ফুলকে আকর্ষণীয় করে তুলে
ii. বৃতির নিচে অবস্থান করে
iii. কীটপতঙ্গকে আকর্ষণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১২৫.
পরাগরেণু গর্ভমুন্ডে পতিত হওয়ার পর –
i. পরাগনালিকা বৃদ্ধি পায়
ii. এটি গর্ভদন্ড ভেদ করে
iii. ডিম্বাশয় তৈরি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২৬.
নিষেকের মাধ্যমে প্রজনন ঘটলে তাকে কী বলে?
Ο ক) 
অযৌন প্রজনন
Ο খ) 
যৌন প্রজনন
Ο গ) 
পরাগায়ন
Ο ঘ) 
গ্যামেটোজেনেসিস

  সঠিক উত্তর: (খ)

১২৭.
পরাগরেণু বিভাজনের ফলে উৎপন্ন বৃহৎ কোষটিকে কী বলে?
Ο ক) 
নালীকোষ
Ο খ) 
জেনোরেটিভ কোষ
Ο গ) 
পরাগনালী
Ο ঘ) 
রেণুরন্ধ্র

  সঠিক উত্তর: (ক)

১২৮.
নিষিক্ত ডিম্বাণুর ক্লীভেজের শেষ পর্যায়ে ভ্রূণের জরায়ুতে পৌঁছানোর পর্যায়কে কী বলে?
Ο ক) 
ব্লাস্টোসিস্ট
Ο খ) 
ব্লাস্টোমিয়ার
Ο গ) 
ট্রফোব্লাস্ট
Ο ঘ) 
নেমাটোসিস্ট

  সঠিক উত্তর: (ক)

১২৯.
জাইগোট প্রথম বিভাজনে কতটি কোষ সৃষ্টি করে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১৩০.
স্ব-পরাগায়নের গুরুত্ব কোনটি?
Ο ক) 
চরিত্রগত বিশুদ্ধতা
Ο খ) 
অনিশ্চিত পরাগায়ন
Ο গ) 
নতুন প্রজাতির সৃষ্টি
Ο ঘ) 
পরাগরেণু অপচয়

  সঠিক উত্তর: (ক)

১৩১.
গর্ভকেশর ফুলের কোথায় অবস্থান করে?
Ο ক) 
বাইরে
Ο খ) 
পুংকেশরের পাশে
Ο গ) 
কেন্দ্রে
Ο ঘ) 
বৃতির নিচে

  সঠিক উত্তর: (গ)

১৩২.
উদ্ভিদ প্রজননের প্রধান ধাপ কয়টি?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
থ্যালামাস –
i. গোলাকার আকৃতির
ii. মোচাকৃতির
iii. বৃন্ত শীর্ষে তাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩৪.
সাধারণত পোকামাকড় ফুলের কোন অংশে বসে মধু খায়?
Ο ক) 
পুষ্পাক্ষ
Ο খ) 
দল
Ο গ) 
বৃতি
Ο ঘ) 
স্ত্রীস্তবক

  সঠিক উত্তর: (খ)

১৩৫.
একটি শুক্রাণু কতটি ডিম্বাণুকে নিষিক্ত করে?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (ক)

১৩৬.
অপ্রকৃত ফল হলো –
i. আম
ii. আপেল
iii. চালতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩৭.
প্রজননের প্রধান ধাপ কতটি?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (ক)

১৩৮.
বয়ঃসন্ধিকাল কী?
Ο ক) 
কৈশোর ও তারুণ্যের সন্ধিকাল
Ο খ) 
শৈশব ও কৈশোরের সন্ধিকাল
Ο গ) 
তারুণ্য ও যৌবনের সন্ধিকাল
Ο ঘ) 
কৈশোর ও যৌবনের সন্ধিকাল

  সঠিক উত্তর: (ঘ)

১৩৯.
পানিপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) 
ফুল উজ্জ্বল বর্ণের হয়
Ο খ) 
পরাগরেণু খুব হালকা হয়
Ο গ) 
ফুল সাধারণত মিষ্টি গন্ধযুক্ত হয়
Ο ঘ) 
ফুল সাধারণত একলিঙ্গ হয়

  সঠিক উত্তর: (ঘ)

১৪০.
জাইগোট কোন ধরনের বিভাজনের সাহায্যে একটি নতুন জীবদেহে পরিণত হয়?
Ο ক) 
মাইটোসিস
Ο খ) 
অ্যামাইটোসিস
Ο গ) 
মিয়োসিস
Ο ঘ) 
দ্বি-বিভাজন

  সঠিক উত্তর: (ক)

১৪১.
অমরা অপর কী নামেও পরিচিত?
Ο ক) 
গর্ভদন্ড
Ο খ) 
গর্ভাশয়
Ο গ) 
গর্ভমূল
Ο ঘ) 
গর্ভফুল

  সঠিক উত্তর: (ঘ)

১৪২.
ধানের পরাগায়ন কিভাবে ঘটে?
Ο ক) 
বায়ুর সাহায্যে
Ο খ) 
পানির সাহায্যে
Ο গ) 
প্রাণীর সাহায্যে
Ο ঘ) 
পতঙ্গের সাহায্যে

  সঠিক উত্তর: (ক)

১৪৩.
গর্ভযন্ত্রের মাঝের টিস্যুকে কী বলে?
Ο ক) 
গর্ভমুন্ড
Ο খ) 
গর্ভপত্র
Ο গ) 
গর্ভাশয়
Ο ঘ) 
গর্ভযন্ত্র

  সঠিক উত্তর: (ঘ)

১৪৪.
Apical cell কীসে পরিণত হয়?
Ο ক) 
পরাগরেণুতে
Ο খ) 
জাইগোটে
Ο গ) 
গর্ভাশয়ে
Ο ঘ) 
ভ্রুণে

  সঠিক উত্তর: (ঘ)

১৪৫.
পরিণত অবস্থায় ডিম্বকটি কোনটিসহ বীজে পরিণত হয়?
i. সস্য
ii. বীজপত্র
iii. ভ্রূণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৪৬.
নিষেকের মৌলিক তাৎপর্য হচ্ছে –
i. পুংজননকে সক্রিয় করে তোলে
ii. ডিম্বাণুকে পরিস্ফুটনের জন্য সক্রিয় করে তোলে
iii. ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৪৭.
ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষটিকে কী বলে?
Ο ক) 
ভিত্তি কোষ
Ο খ) 
এপিক্যাল কোষ
Ο গ) 
সস্য কোষ
Ο ঘ) 
ধারক কোষ

  সঠিক উত্তর: (খ)

১৪৮.
সাধারণত কত সপ্তাহ পর্যন্ত গর্ভাবস্থা বিদ্যমান থাকে?
Ο ক) 
৩০-৪০
Ο খ) 
৩৫-৪০
Ο গ) 
৩৮-৪০
Ο ঘ) 
৪০-৪৫

  সঠিক উত্তর: (গ)

১৪৯.
পাখির মাধ্যমে বিস্তরণ ঘটে –
i. খেজুর বট
ii. মটরশুঁটি ও দোপাটি
iii. তেঁতুল ও বট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৫০.
বায়ুপরাগী ফুলের উদাহরণ কোনটি?
Ο ক) 
ধান
Ο খ) 
জবা
Ο গ) 
সরিষা
Ο ঘ) 
কুমড়া

  সঠিক উত্তর: (ক)

১৫১.
হালকা ও মধু গ্রন্থিযুক্ত ফুল বিদ্যমান –
Ο ক) 
জবাতে
Ο খ) 
কদমে
Ο গ) 
শিমুলে
Ο ঘ) 
ধানে

  সঠিক উত্তর: (ঘ)

১৫২.
প্রজননের জন্য অত্যাবশ্যক –
i. নিউক্লিয়াস
ii. পুংস্তবক
iii. স্ত্রীস্তবক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৫৩.
বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে –
i. ফুল আকারে বড়
ii. ফুল হালকা ধরনের
iii. মধুগ্রন্থিহীন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৫৪.
।পরাগরেণু বিভাজিত হয়ে তৈরি করে –
i. নালীকোষ
ii. জেনোরেটিভ কোষ
iii. রেণুরন্ধ্র কোষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৫.
মেয়েদের নারীসুলভ লক্ষণের সৃষ্টি হয় –
i. প্রোজেস্টেরনের প্রবাবে
ii. অ্যান্ড্রোজেনের প্রভাবে
iii. ইস্ট্রোজেনের প্রভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৫৬.
মেনোপজ কী?
Ο ক) 
প্রাক রজস্রাবীয় পর্ব
Ο খ) 
রজস্রাবীয় পর্ব
Ο গ) 
রজনিবৃত্তিকাল
Ο ঘ) 
রজনিরাময়কাল

  সঠিক উত্তর: (গ)

১৫৭.
প্রজনন সংক্রান্ত হরমোন নিঃসরণ করে –
i. থাইরয়েড গ্রন্থি
ii. অমরা
iii. প্যারোটিড গ্রন্থি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৮.
দলাংশের অপর নাম কী?
Ο ক) 
যুক্তদল
Ο খ) 
বিযুক্তদল
Ο গ) 
বৃতি
Ο ঘ) 
পাপড়ি

  সঠিক উত্তর: (ঘ)

১৫৯.
উন্নত শ্রেণির জীব কীভাবে প্রজাতির ধারা অব্যাহত রাখে?
Ο ক) 
অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে
Ο খ) 
মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে
Ο গ) 
মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে
Ο ঘ) 
ইন্টারফেজের মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

১৬০.
প্রজনন সংক্রান্ত হরমোন নিঃসরণ করে –
i. পিটুইটারি গ্রন্থি
ii. ওভারি
iii. অ্যাড্রেনাল গ্রন্থি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৬১.
সাধারণত কত বছর পর্যন্ত নারীদের ঋতুস্রাব চলতে থাকে?
Ο ক) 
৩৫-৪০
Ο খ) 
৪০-৪৫
Ο গ) 
৪০-৫০
Ο ঘ) 
৪৫-৫০

  সঠিক উত্তর: (গ)

১৬২.
বৃতি খন্ডিত না হলে তাকে কী বলে?
Ο ক) 
বিযুক্তবৃতি
Ο খ) 
অভিন্ন বৃতি
Ο গ) 
সমবৃতি
Ο ঘ) 
যুক্তবৃতি

  সঠিক উত্তর: (ঘ)

১৬৩.
পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে এবং কীটপতঙ্গকে আকর্ষণ করে –
i. বৃতি
ii. দলমন্ডল
iii. পুংকেশর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬৪.
নিচের কোন ফুলের পরাগদন্ড একগুচ্ছ?
Ο ক) 
জবা
Ο খ) 
মটর
Ο গ) 
শিমুল
Ο ঘ) 
সূর্যমুখী

  সঠিক উত্তর: (ক)

১৬৫.
একলিঙ্গ ফুলে –
i. পুংস্তবক থাকলে স্ত্রীস্তবক থাকে না
ii. স্ত্রীস্তবক থাকলে পুংকেশর থাকে না
iii. বৃতি থাকে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬৬.
জরায়ুর প্রাচীরে ভ্রূণের সংযুক্তিকে –
i. ভ্রূণ পরিস্ফুটন বলে
ii. ভ্রূণ সংস্থাপন বলে
iii. গর্ভধারন বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৬৭.
কোথায় পরাগ উৎপন্ন হয়?
Ο ক) 
পরাগনালীতে
Ο খ) 
পরাগধানীতে
Ο গ) 
যোজনীতে
Ο ঘ) 
স্তবকে

  সঠিক উত্তর: (খ)

১৬৮.
কচুতে পরাগায়নের মাধ্যম কী?
Ο ক) 
পানি
Ο খ) 
প্রাণী
Ο গ) 
বায়ু
Ο ঘ) 
পতঙ্গ

  সঠিক উত্তর: (খ)

১৬৯.
যুক্তধানী ফুলে কোনটি একগুচ্ছে থাকে?
Ο ক) 
পরাগধানী
Ο খ) 
পুংকেশর
Ο গ) 
পরাগদন্ড
Ο ঘ) 
পুংস্তবক

  সঠিক উত্তর: (ক)

১৭০.
পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে এমন পোকামাকড়, পশু, পাখি ইত্যাদিকে আকর্ষণ করে কোনটি?
Ο ক) 
বৃতি
Ο খ) 
পুংকেশর
Ο গ) 
পুংস্তবক
Ο ঘ) 
স্ত্রীস্তবক

  সঠিক উত্তর: (ক)

১৭১.
পুষ্পাক্ষের ওপর কতটি স্তবক পরপর সাজানো থাকে?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (গ)

১৭২.
বৃতির বর্ণ কীরূপ হলে তা খাদ্য প্রস্তুত কাজে অংশ নেয়?
Ο ক) 
নীলাভ
Ο খ) 
সবুজ
Ο গ) 
বিযুক্ত
Ο ঘ) 
যুক্ত

  সঠিক উত্তর: (খ)

১৭৩.
ভ্রূণ পোষক কলায় ডিম্বক রন্ধ্রে কাছাকাছি গণ প্রোটোপ্লাজম ও বড় নিউক্লিয়াসযুক্ত কোষটিতে কোন ধরনের বিভাজন ঘটে?
Ο ক) 
মাইটোসিস
Ο খ) 
অ্যামাইটোসিস
Ο গ) 
মিয়োসিস
Ο ঘ) 
অস্বাভাবিক মাইটোসিস

  সঠিক উত্তর: (গ)

১৭৪.
পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য হলো –
i. গর্ভমুন্ড পক্ষল ও আঠালো
ii. ফুল উজ্জ্বল বর্ণের
iii. পরাগরেণু আঠালো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৭৫.
প্রজনন প্রধানত কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

১৭৬.
কোনটি সৃষ্টির ফলে ক্রোমোজোমের সংখ্যা পুনরায় জনন মাতৃকোষের সমান হয়ে যায়?
Ο ক) 
জাইগোট
Ο খ) 
ডিম্বাণুযন্ত্র
Ο গ) 
প্রতিপাদ নিউক্লিয়াস
Ο ঘ) 
গর্ভাশয়

  সঠিক উত্তর: (ক)

১৭৭.
এইডস রোগী মারা যায় কেন?
Ο ক) 
অধিক এন্টিবডি তৈরি হয় বলে
Ο খ) 
লোহিত রক্তকণিকা বেড়ে যায় বলে
Ο গ) 
শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায় বলে
Ο ঘ) 
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বলে

  সঠিক উত্তর: (ঘ)

১৭৮.
HIV কোনটির ক্ষতিসাধন করে?
Ο ক) 
শ্বেত রক্তকণিকা
Ο খ) 
অনুচক্রিকা
Ο গ) 
রক্তরস
Ο ঘ) 
লোহিত রক্তকণিকা

  সঠিক উত্তর: (ক)

১৭৯.
অন্ত:নিষেক সংঘটিত হয় –
i. সাধারণত সঙ্গমের মাধ্যমে
ii. ডাঙায় বসবাসকারী প্রাণীদের মধ্যে
iii. জলে বসবাসকারী প্রাণীদের মধ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮০.
গৌণ কেন্দ্রিকায় কয়টি ভ্রূণথলির কেন্দ্রে এসে মিলিত হয়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১৮১.
নিচের চিত্রে নতুন চরিত্র ও প্রকরণ সৃষ্টির প্রক্রিয়া কোনটি?
Ο ক) 
A
Ο খ) 
B
Ο গ) 
A ও B
Ο ঘ) 
A ও C

  সঠিক উত্তর: (খ)

১৮২.
পতঙ্গ পরাগী ফুল কোনটি?
Ο ক) 
ধান
Ο খ) 
সরিষা
Ο গ) 
তাল
Ο ঘ) 
মাদার

  সঠিক উত্তর: (খ)

১৮৩.
পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু গর্ভপত্রের কিসে পতিত হয়?
Ο ক) 
গর্ভাশয়ে
Ο খ) 
গর্ভমুন্ড
Ο গ) 
গর্ভদন্ডে
Ο ঘ) 
জাইগোটে

  সঠিক উত্তর: (খ)

১৮৪.
উন্নত উদ্ভিদ সাধারণত –
i. সহবাসী
ii. ভিন্নবাসী
iii. যৌন প্রজননক্ষম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৮৫.
ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর কত দিনের মধ্যে সংস্থাপন হয়?
Ο ক) 
২-৩
Ο খ) 
৩-৪
Ο গ) 
৪-৫
Ο ঘ) 
৫-৬

  সঠিক উত্তর: (গ)

১৮৬.
পরাগরেণু বিভাজিত হয়ে কতটি কোষ তৈরি করে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১৮৭.
জেনোরেটিভ কোষ বিভাজিত হয়ে কী তৈরি করে?
Ο ক) 
পুংজনন কোষ
Ο খ) 
স্ত্রী জনন কোষ
Ο গ) 
রেণুরন্ধ্র
Ο ঘ) 
পরাগনালী

  সঠিক উত্তর: (ক)

১৮৮.
বৃন্তহীন ফুলকে কী বলা হয়?
Ο ক) 
সবৃন্তক ফুল
Ο খ) 
অবৃন্তক ফুল
Ο গ) 
সপুষ্পক ফুল
Ο ঘ) 
অপুষ্পক ফুল

  সঠিক উত্তর: (খ)

১৮৯.
মিয়োসিস কোষ বিভাজন –
i. জনন মাতৃকোষে ঘটে
ii. দেহকোষে ঘটে
iii. জননকোষ সৃষ্টির পূর্বশর্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৯০.
গর্ভযন্ত্রের বিপরীত দিকের কোষ তিনটিকে কী বলে?
Ο ক) 
প্রতিপাদ কোষ
Ο খ) 
ডিম্বাণু
Ο গ) 
গর্ভযন্ত্র
Ο ঘ) 
সহকারী কোষ

  সঠিক উত্তর: (ক)

১৯১.
উন্নত যেসব উদ্ভিদে দুই ধরনের জননকোষ একই দেহে সৃষ্টি হয়, তাদের কী বলে?
Ο ক) 
পরবাসী উদ্ভিদ
Ο খ) 
মিথোজীবী উদ্ভিদ
Ο গ) 
সহবাসী উদ্ভিদ
Ο ঘ) 
পরভোজী উদ্ভিদ

  সঠিক উত্তর: (গ)

১৯২.
উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে –
i. দুটি অত্যাবশ্যকীয় স্তবক বিদ্যমান
ii. সরিষা ও জবা এর অন্তর্গত
iii. কুমড়া ও তাল এর অন্তর্গত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৯৩.
পুংদন্ড ও পরাগধানী সংযোগকারী অংশটির নাম কী?
Ο ক) 
পরাগথলি
Ο খ) 
পরাগনালি
Ο গ) 
পোলেন টিউব
Ο ঘ) 
যোজনী

  সঠিক উত্তর: (ঘ)

১৯৪.
সপুষ্পক উদ্ভিদের জীবনচক্রে কতটি স্তর থাকে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১৯৫.
যে প্রক্রিয়ায় কোন জীব তার বংশধর সৃষ্টি করে তাকে কী বলে?
Ο ক) 
নিষেক
Ο খ) 
পরিস্ফুটন
Ο গ) 
প্রজনন
Ο ঘ) 
পরগায়ন

  সঠিক উত্তর: (গ)

১৯৬.
স্ত্রীরেণু মাতৃকোষ থেকে সৃষ্ট হ্যাপ্লয়েড কেন্দ্রিকাটি কতভাগে বিভক্ত হয়ে দুই মেরুতে অবস্থান নেয়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১৯৭.
সরিষা ফুলের পরাগায়ন কোনটি দ্বারা ঘটে?
Ο ক) 
বায়ু
Ο খ) 
পতঙ্গ
Ο গ) 
পানি
Ο ঘ) 
মানুষ

  সঠিক উত্তর: (খ)

১৯৮.
বিশ্বে বর্তমানে কত লোক AIDS এ আক্রান্ত?
Ο ক) 
২ কোটি ১০ লাখ
Ο খ) 
২ কোটি ২০ লাখ
Ο গ) 
২ কোটি ৩০ লাখ
Ο ঘ) 
২ কোটি ৪০ লাখ

  সঠিক উত্তর: (গ)

১৯৯.
সস্যকোষগুলির কেন্দ্রিকায় কত সংখ্যক ক্রোমোজোম থাকে?
Ο ক) 
n
Ο খ) 
2n
Ο গ) 
3n
Ο ঘ) 
4n

  সঠিক উত্তর: (গ)

২০০.
বৃতি খন্ডিত হলে তাকে কী বলে?
Ο ক) 
উপবৃতি
Ο খ) 
বিষমবৃতি
Ο গ) 
বিযুক্তবৃতি
Ο ঘ) 
যুক্তবৃতি

  সঠিক উত্তর: (গ)

২০১.
সাধারণত কোন ধরনের জীবে যৌন প্রজনন হয় না?
Ο ক) 
নিম্নশ্রেণি
Ο খ) 
মধ্যশ্রেণি
Ο গ) 
উচ্চশ্রেণি
Ο ঘ) 
উচ্চ-মধ্য শ্রেণি

  সঠিক উত্তর: (ক)

২০২.
স্ত্রী প্রজননতন্ত্রে থাকে –
i. জরায়ু
ii. ডিম্বনালী
iii. শুক্রনালী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২০৩.
রিলাক্সিন হরমোনের কাজ কী?
Ο ক) 
অমরা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা
Ο খ) 
ঋতুচক্র নিয়ন্ত্রণ করা
Ο গ) 
দাঁড়ি গোফ গজানো
Ο ঘ) 
যৌনাঙ্গ বৃদ্ধি

  সঠিক উত্তর: (খ)

২০৪.
গর্ভযন্ত্রে কতটি সহকারী কোষ থাকে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

২০৫.
পুরুষ প্রজনন অঙ্গে থাকে –
i. জরায়ু
ii. শুক্রাশয়
iii. শুক্রনালী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২০৬.
‘ভ্রূণ পূর্ণাঙ্গ প্রাপ্ত কিন্তু আকারে ছোট’ এটি কততম সপ্তাহের ঘটনা?
Ο ক) 
বিশ
Ο খ) 
চব্বিশ
Ο গ) 
আঠাশ
Ο ঘ) 
বত্রিশ

  সঠিক উত্তর: (গ)

২০৭.
মিয়োসিসের ফলে ক্রোমোসোমের সংখ্যা –
i. হ্রাস পায়
ii. মাতৃকোষের অর্ধেক হয়ে যায়
iii. দেহকোষের অর্ধেক হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২০৮.
অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন –
i. যৌনাঙ্গ বৃদ্ধি করে
ii. বিপাকে সহায়তা করে
iii. যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২০৯.
বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) 
ফুলের গোড়ায় মধু থাকে
Ο খ) 
গর্ভমুন্ড পক্ষল, বৃহৎ ও আঠালো হয়
Ο গ) 
পরাগরেণু আঠালো হয়
Ο ঘ) 
ফুল উজ্জ্বল বর্ণের

  সঠিক উত্তর: (খ)

২১০.
দুই মেরু থেকে একটি করে কেন্দ্রিকা ভ্রূণথলির কেন্দ্রে এসে –
i. পরস্পরের সাথে মিলিত হয়
ii. ডিপ্লয়েড গৌণ কেন্দ্রিকা সৃষ্টি করে
iii. হ্যাপ্লয়েড গৌণ কেন্দ্রিকা সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২১১.
ডিম্বাশয় তেকে নিঃসৃত হরমোন –
i. ঋতুচক্র নিয়ন্ত্রণ করে
ii. নারীসুলভ লক্ষণ প্রকাশ করে
iii. বিপাকে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২১২.
মাইটোটিক কোষ বিভাজন হয় –
i. জাইগোট সৃষ্টির আগে
ii. জাইগোট সৃষ্টির পরে
iii. নতুন জীবদেহ সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২১৩.
স্ত্রীরেণু মাতৃকোষ থেকে সৃষ্ট সর্বনিম্ন বড় কোষটির কেন্দ্রিকা কীরূপ?
Ο ক) 
হ্যাপ্লয়েড
Ο খ) 
ডিপ্লয়েড
Ο গ) 
ট্রিপ্লয়েড
Ο ঘ) 
টেট্রাপ্লয়েড

  সঠিক উত্তর: (ক)

২১৪.
বৃতির প্রতিটি খন্ডকে কী বলে?
Ο ক) 
পাপড়ি
Ο খ) 
পুষ্পপুট
Ο গ) 
বৃত্যাংশ
Ο ঘ) 
উপবৃত্যাংশ

  সঠিক উত্তর: (গ)

২১৫.
ভ্রূনপোষক কলার কাছাকাছি বড় কোষটি মিয়োসিস বিভাজনের মাধ্যমে কয়টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ঘ)

২১৬.
ভ্রূণ ডিম্বনালী থেকে জরায়ুতে পৌঁছালে তখন তাকে কী বলে?
Ο ক) 
ব্লাস্টোসিস্ট
Ο খ) 
টেট্রাস্পেনরিক
Ο গ) 
নিউসেলাস
Ο ঘ) 
অমরা

  সঠিক উত্তর: (ঘ)

২১৭.
পরাগরেণু বিভাজনের ফলে উৎপন্ন ক্ষুদ্র কোষটিকে কী বলে?
Ο ক) 
নালীকোষ
Ο খ) 
জেনোরেটিভ কোষ
Ο গ) 
পরাগনালী
Ο ঘ) 
রেণুরন্ধ্র

  সঠিক উত্তর: (খ)

২১৮.
নিষেক কত প্রকার?
Ο ক) 
এক প্রকার
Ο খ) 
দুই প্রকার
Ο গ) 
তিন প্রকার
Ο ঘ) 
চার প্রকার

  সঠিক উত্তর: (খ)

২১৯.
নিষেকের পূর্বশর্তের ক্ষেত্রে সঠিক কোনটি?
Ο ক) 
স্ত্রী ও পুং জননকোষের পূর্ণতাপ্রাপ্তি
Ο খ) 
স্ত্রী ও পুং জননকোষের সৃষ্টি
Ο গ) 
পরিণত স্ত্রী জননকোষ সৃষ্টি
Ο ঘ) 
পরিণত পুং জননকোষে সৃষ্টি

  সঠিক উত্তর: (ক)

২২০.
পুংকেশরের শীর্ষের থলের ন্যায় অংশটি –
i. পরাগধানী
ii. পরাগ উৎপন্ন করে
iii. পরাগধানীতে পুংগন্ড থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২১.
ফুলের বাইরের স্তবককে কী বলে?
Ο ক) 
পুষ্পাক্ষ
Ο খ) 
বৃতি
Ο গ) 
পাপড়ি
Ο ঘ) 
দলমন্ডল

  সঠিক উত্তর: (খ)

২২২.
নিয়ত পুষ্পমঞ্জরির ক্ষেত্রে –
i. পুষ্প উৎপাদনের বৃদ্ধি কমে যায়
ii. কানশিরা, জুঁই, জবা এর অন্তর্গত
iii. কাল্কাসুন্দা, মুলা, সরিষা এর অন্তর্গত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২৩.
সস্য কোষটি কী?
Ο ক) 
হ্যাপ্লয়েড
Ο খ) 
ডিপ্লয়েড
Ο গ) 
ট্রিপ্লয়েড
Ο ঘ) 
পলিপ্লয়েড

  সঠিক উত্তর: (গ)

২২৪.
দলমন্ডল হলো –
i. ফুলের দ্বিতীয় স্তবক
ii. সাধারণত রঙিন
iii. একটি অত্যাবশ্যকীয় স্তবক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২৫.
নিচের কোনটিতে অন্তঃনিষেক ঘটে?
Ο ক) 
হাঙ্গর
Ο খ) 
কড
Ο গ) 
তেলাপিয়া
Ο ঘ) 
মৃগেল

  সঠিক উত্তর: (ক)

২২৬.
উচ্চ শ্রেণির প্রাণীরা কোন ধরনের প্রজননের মাধ্যমে বংশধর সৃষ্টি করে?
Ο ক) 
যৌন
Ο খ) 
অযৌন
Ο গ) 
খন্ডায়ন
Ο ঘ) 
স্পোর

  সঠিক উত্তর: (ক)

২২৭.
পরাগায়নের মাধ্যম কোনটি?
Ο ক) 
বায়ু
Ο খ) 
পানি
Ο গ) 
পাখি
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

২২৮.
পরাগায়নের অপর নাম কী?
Ο ক) 
পরাগ বিকাশ
Ο খ) 
পরাগস্ফুটন
Ο গ) 
পরাগ সংযোগ
Ο ঘ) 
রেণুমিলন

  সঠিক উত্তর: (গ)

২২৯.
ভ্রূণপোষক কলা থেকে সৃষ্ট সর্বনিম্ন বড় কোষটি –
i. ভ্রূণথলিতে পরিণত হয়
ii. ডিপ্লয়েড কেন্দ্রিকা বিশিষ্ট
iii. এর কেন্দ্রিকা বিভক্ত হয়ে দুই মেরুতে অবস্থান নেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৩০.
AIDS এ আক্রান্তদের কত শতাংশ পুরুষ?
Ο ক) 
৩০
Ο খ) 
৪০
Ο গ) 
৫০
Ο ঘ) 
৬০

  সঠিক উত্তর: (খ)

২৩১.
নিষেকের প্রয়োজন কোনটিতে?
Ο ক) 
অযৌন জনন
Ο খ) 
যৌন জনন
Ο গ) 
অঙ্গজ জনন
Ο ঘ) 
খন্ডায়নে

  সঠিক উত্তর: (খ)

২৩২.
যখন কোনো ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক দুটিই উপস্থিত থাকে তখন তাকে কী বলে?
Ο ক) 
সপুষ্পক ফুল
Ο খ) 
উভলিঙ্গ ফুল
Ο গ) 
একলিঙ্গ ফুল
Ο ঘ) 
ক্লীব ফুল

  সঠিক উত্তর: (খ)

২৩৩.
একটি শুক্রাণু দ্বারা কয়টি ডিম্বাণু নিষিক্ত হয়?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (ক)

২৩৪.
যে শাখায় ফুলগুলি সজ্জিত থাকে তাকে কী বলে?
Ο ক) 
পুষ্পমঞ্জরী
Ο খ) 
মঞ্জরিদন্ড
Ο গ) 
পুষ্পাক্ষ
Ο ঘ) 
মঞ্জরিপত্র

  সঠিক উত্তর: (খ)

২৩৫.
ভ্রূণের বিকাশের সময় ভ্রূণকে জরায়ুর প্রাচীর সংলগ্ন হতে হয় কেন?
Ο ক) 
ব্লাস্টোসিস্ট পরবর্তী পর্যায় সম্পন্নের জন্য
Ο খ) 
ক্লীভেজ পরবর্তী পর্যায় সম্পন্নের জন্য
Ο গ) 
ট্রফোব্লাস্ট পরবর্তী পর্যায় সম্পন্নের জন্য
Ο ঘ) 
গ্যাস্ট্রুলা পরবর্তী পর্যায় সম্পন্নের জন্য

  সঠিক উত্তর: (ক)

২৩৬.
পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় –
i. বৃদ্ধি উদ্দীপক হরমোন
ii. অ্যান্ড্রোজেন
iii. উৎপাদনক হরমোন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৩৭.
HIV এর পূর্ণরূপ কী?
Ο ক) 
Herpes Immuno Deficiency Virus
Ο খ) 
Human Importent Deficiency Virus
Ο গ) 
Human Immune Deficiency Viro
Ο ঘ) 
Human Immune Deficiency Virus

  সঠিক উত্তর: (ঘ)

২৩৮.
গর্ভাশয়সহ ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে যখন ফলে পরিণত হয় তখন তাকে কী বলে?
Ο ক) 
প্রকৃত ফল
Ο খ) 
অপ্রকৃত ফল
Ο গ) 
গুচ্ছ ফল
Ο ঘ) 
যৌগিক ফল

  সঠিক উত্তর: (খ)

২৩৯.
পর-পরাগী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) 
নতুন চরিত্রের সৃষ্টি
Ο খ) 
কম জীবনী শক্তিসম্পন্ন বীজ সৃষ্টি
Ο গ) 
প্রজাতির বিশুদ্ধতা রক্ষা
Ο ঘ) 
কম অভিযোজন ক্ষমতাসম্পন্ন

  সঠিক উত্তর: (ক)

২৪০.
পুংস্তবক ও স্ত্রীস্তবক দুটোই অনুপস্থিত থাকলে তাকে কী ফুল বলা হয়?
Ο ক) 
উভলিঙ্গ
Ο খ) 
একলিঙ্গ
Ο গ) 
ক্লীব
Ο ঘ) 
অসম্পূর্ণ

  সঠিক উত্তর: (গ)

২৪১.
ফুলকে আকর্ষণীয়ভাবে তুলে ধরে কোনটি?
Ο ক) 
বৃতি
Ο খ) 
পুষ্পাক্ষ
Ο গ) 
দলমন্ডল
Ο ঘ) 
পুংস্তবক

  সঠিক উত্তর: (খ)

২৪২.
হরমোনের প্রভাবে ছেলেদের –
i. দাঁড়ি গোফ গজায়
ii. কাঁধ চওড়া হয়
iii. গলার স্বর বদলায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৩.
খাদ্য প্রস্তুতে অংশ নেয় কোনটি?
Ο ক) 
সবুজ বৃতি
Ο খ) 
হলুদ বৃতি
Ο গ) 
লাল বৃতি
Ο ঘ) 
বর্ণহীন বৃতি

  সঠিক উত্তর: (ক)

২৪৪.
জীবের ক্ষেত্রে কোনটি অবধারিত?
Ο ক) 
ডিম্বাণু সৃষ্টি
Ο খ) 
প্রজনন
Ο গ) 
মৃত্যু
Ο ঘ) 
খাদ্য গ্রহণ

  সঠিক উত্তর: (গ)

২৪৫.
কোন গ্রন্থি থেকে বৃদ্ধি উদ্দীপক হরমোন নিঃসৃত হয়?
Ο ক) 
পিটুইটারি
Ο খ) 
অমরা
Ο গ) 
অ্যাড্রেনাল
Ο ঘ) 
থাইরয়েড

  সঠিক উত্তর: (ক)

২৪৬.
বিশ্বের কতটি দেশে এইডসের বিস্তার ঘটেছে?
Ο ক) 
প্রায় ১২০টি
Ο খ) 
প্রায় ১৪০টি
Ο গ) 
প্রায় ১৬৪টি
Ο ঘ) 
প্রায় ১৭৭টি

  সঠিক উত্তর: (গ)

২৪৭.
অ্যাড্রেনাল গ্রন্থি নিঃসৃত হরমোন প্রয়োজন কেন?
Ο ক) 
মাতৃদেহে স্তন ও দুগ্ধ ক্ষরণের জন্য
Ο খ) 
দৈহিক ও মানসিক বৃদ্ধির জন্য
Ο গ) 
যৌনাঙ্গ বৃদ্ধি ও যৌন লক্ষণ প্রকাশের জন্য
Ο ঘ) 
ভ্রূণ ও অমরা বৃদ্ধির জন্য

  সঠিক উত্তর: (গ)

২৪৮.
দলমন্ডল ফুলের –
i. পরাগায়নে সহায়তা করে
ii. অত্যাবশ্যকীয় অংশকে রক্ষা করে
iii. পরাগরেণু উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৪৯.
ডিম্বাণু ও শুক্রাণু কত প্রস্থ ক্রোমোজোম বহন করে?
Ο ক) 
এক
Ο খ) 
দুই
Ο গ) 
তিন
Ο ঘ) 
চার

  সঠিক উত্তর: (ক)

২৫০.
নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে পরিপুষ্ট হয়ে কী গঠন করে?
Ο ক) 
ফল
Ο খ) 
বীজ
Ο গ) 
ফুল
Ο ঘ) 
পরাগ

  সঠিক উত্তর: (ক)

২৫১.
পর-পরাগায়নের সুবিধা হচ্ছে –
i. বীজ অধিক জীবনীশক্তি সম্পন্ন হওয়া
ii. বীজের অঙ্কুরোদগমের হার বৃদ্ধি পাওয়া
iii. বাহকের উপর কম নির্ভরশীলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৫২.
নারিকেল গাছের ফুলে কয়টি পুংকেশর থাকে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ঘ)

২৫৩.
ফুলের অত্যাবশ্যকীয় স্তবক কোনটি?
Ο ক) 
দলমন্ডল
Ο খ) 
বৃতি
Ο গ) 
স্ত্রীস্তবক
Ο ঘ) 
থ্যালামাস

  সঠিক উত্তর: (গ)

২৫৪.
সন্তান প্রসবের কয় মাস পর রক্তস্রাব আবার শুরু হয়?
Ο ক) 
এক মাস
Ο খ) 
দেড় মাস
Ο গ) 
তিন মাস
Ο ঘ) 
পাঁচ মাস

  সঠিক উত্তর: (খ)

২৫৫.
গর্ভপত্রের অংশ –
i. গর্ভকেশর
ii. গর্ভমুন্ড
iii. গর্ভদন্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৫৬.
ভ্রূণের অন্যতম কাজ –
i. ফুসফুসের মতো কাজ করা
ii. ভ্রূণের সংরক্ষণ করা
iii. খাদ্য সরবরাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫৭.
ফুলের প্রধান কাজ –
i. বীজ তৈরির মাধ্যমে খাদ্যশস্য সংরক্ষণ
ii. গর্ভাশয় পরিপক্ব করে ফল উৎপাদন
iii. ক্ষতিকর পতঙ্গকে দূরে সরিয়ে রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৫৮.
কোন গাছে দ্বিগুচ্ছ পরাগদন্ড থাকে?
Ο ক) 
জবা
Ο খ) 
মটর
Ο গ) 
শিমুল
Ο ঘ) 
সূর্যমুখী

  সঠিক উত্তর: (খ)

২৫৯.
কোন ধরনের ফুল আকারে বড় হয়?
Ο ক) 
পানিপরাগী
Ο খ) 
বায়ুপরাগী
Ο গ) 
প্রাণীপরাগী
Ο ঘ) 
পতঙ্গপরাগী

  সঠিক উত্তর: (ঘ)

২৬০.
ডিম্বাণু ও শুক্রাণুর মিলন প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) 
গ্যামেট
Ο খ) 
গর্ভাশয়
Ο গ) 
জাইগোট
Ο ঘ) 
নিষেক

  সঠিক উত্তর: (ঘ)

২৬১.
শিক্ষক শ্রেণিকক্ষে একটি পরাগরেণুর কেন্দ্রিকাটির বিভাজন দেখিয়ে একটি বৃহৎ ও একটি ক্ষুদ্র কোষ দেখালেন। বড় কোষটিকে কী বলো হয়?
Ο ক) 
জেনারেটিভ কোষ
Ο খ) 
জনন নিউক্লিয়াস
Ο গ) 
পুং জননকোষ
Ο ঘ) 
নালিকোষ

  সঠিক উত্তর: (ঘ)

২৬২.
শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের প্রভাবে –
i. গলার স্বর বদলায়
ii. ঋতুচক্র নিয়ন্ত্রিত হয়
iii. দাঁড়ি গজায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৬৩.
ভ্রূণপোষক কলার কাছাকাছি যে কোষটি আকারে সামান্য বড় হয় তার –
i. প্রোটোপ্লাজম ঘন
ii. কেন্দ্রিকা তুলনামূলকভাবে বড়
iii. কেন্দ্রিকা ছোট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৬৪.
স্ত্রীস্তবক কী দ্বারা গঠিত?
Ο ক) 
গর্ভপত্র
Ο খ) 
গর্ভদন্ড
Ο গ) 
গর্ভমুন্ড
Ο ঘ) 
গর্ভাশয়

  সঠিক উত্তর: (ক)

২৬৫.
ফিটাসের ক্ষেত্রে সঠিক তথ্য –
i. প্রায় ৮ সপ্তাহ পরের ভ্রূণ
ii. অঙ্গগুলো ছোট আকৃতিবিশিষ্ট
iii. হৃদস্পন্দন ও মস্তিষ্কের গঠন শুরু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৬৬.
গর্ভযন্ত্র বলতে কী বোঝায়?
Ο ক) 
ডিম্বক রন্ধ্রের দিকের তিনটি কোষ
Ο খ) 
ডিম্বাণু যন্ত্রের মাঝের নিউক্লিয়াস
Ο গ) 
ডিম্বাণুর দুই পাশের দুটি নিউক্লিয়াস
Ο ঘ) 
ডিম্বক মূলের দিকের তিনটি নিউক্লিয়াস

  সঠিক উত্তর: (ক)

২৬৭.
যে ফুলে পাঁচটি অংশের একটি অনুপস্থিত থাকে তাকে কী বলে?
Ο ক) 
সম্পূর্ণ ফুল
Ο খ) 
অসম্পূর্ণ ফুল
Ο গ) 
সবৃন্তক ফুল
Ο ঘ) 
অবৃন্তক ফুল

  সঠিক উত্তর: (খ)

২৬৮.
ত্রি-নিষেক কীভাবে ঘটে?
Ο ক) 
সেকেন্ডারি নিউক্লিয়াস ও একটি পুংগ্যামেটের মিলন
Ο খ) 
প্রতিপাদ কোষ ও একটি পুংগ্যামেটের মিলনে
Ο গ) 
একই সময়ে একটি পুংগ্যামেট, সেকেন্ডারি নিউক্লিয়াস ও অপর পুংগ্যামেটের মিলনে
Ο ঘ) 
সাহায্যকারী কোষ ও একটি পুংগ্যামেটের মিলনে

  সঠিক উত্তর: (ক)

২৬৯.
অমরা থেকে নিঃসৃত হয় কোনটি?
Ο ক) 
থাইরক্সিন
Ο খ) 
গোনাডোট্রপিক
Ο গ) 
রিলাক্সিন
Ο ঘ) 
ইস্ট্রোজেন

  সঠিক উত্তর: (খ)

২৭০.
বহুগুচ্ছ পরাগদন্ড বিশিষ্ট ফুলের উদাহরণ কোনটি?
Ο ক) 
শিমুল
Ο খ) 
মটর
Ο গ) 
জবা
Ο ঘ) 
সরিষা

  সঠিক উত্তর: (ক)

২৭১.
নালীকোষ বৃদ্ধি প্রাপ্ত হয়ে কিসে পরিণত হয়?
Ο ক) 
পুংজনন কোষ
Ο খ) 
স্ত্রীজনন কোষ
Ο গ) 
রেণুরন্ধ্র
Ο ঘ) 
পরাগনালী

  সঠিক উত্তর: (ঘ)

২৭২.
একটি পুংস্তবকে –
i. একাটি পুংকেশর থাকে
ii. একাধিক পুংকেশর থাকে
iii. পুংকেশরের দন্ডের ন্যায় পুংদন্ড থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭৩.
কোন ফুলের পরাগদন্ড দ্বিগুচ্ছ?
Ο ক) 
শিমুল
Ο খ) 
সূর্যমুখী
Ο গ) 
জবা
Ο ঘ) 
মটর

  সঠিক উত্তর: (ঘ)

২৭৪.
অমরার আম্বিলিকার কর্ড ভ্রূণের –
i. নাভির সাথে যুক্ত থাকে
ii. স্পাইনাল কর্ডের সাথে যুক্ত থাকে
iii. নাড়ির সাথে যুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৭৫.
প্রোটোপ্লাজম পূর্ণ কোষকে কী বলা হয়?
Ο ক) 
আর্কিস্পোরিয়াম
Ο খ) 
মাইক্রোস্পোর
Ο গ) 
ম্যাক্রোস্পোর
Ο ঘ) 
অ্যান্টিস্পো

  সঠিক উত্তর: (ক)

২৭৬.
ভ্রূণপোষক কলার কাছাকাছি বড় কোষটি বিভাজনের পর সৃষ্ট হ্যাপ্লয়েড কোষগুলোর কতটি নষ্ট হয়ে যায়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

২৭৭.
উভলিঙ্গ ফুলে –
i. পুংস্তবক থাকে
ii. পুংকেশর থাকে না
iii. গর্ভাশয় থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৭৮.
যুক্তগর্ভ পত্রীতে –
i. কতগুলো গর্ভপত্র নিয়ে স্ত্রীস্তবক গঠিত হয়
ii. গর্ভপত্র পরস্পরের সাথে যুক্ত থাকে
iii. গর্ভপত্র পরস্পরের সাথে বিযুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৭৯.
কত সপ্তাহ পর ভ্রূণকে ফিটাস বলে?
Ο ক) 
প্রায় ৪
Ο খ) 
প্রায় ৬
Ο গ) 
প্রায় ৮
Ο ঘ) 
প্রায় ১২

  সঠিক উত্তর: (গ)

২৮০.
কোন বয়সে ঋতুস্রাব চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়?
Ο ক) 
১৫ বছর
Ο খ) 
২৫ বছর
Ο গ) 
৪৫ বছর
Ο ঘ) 
৬০ বছর

  সঠিক উত্তর: (ঘ)

২৮১.
প্রাণী পরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) 
গন্ধ থাকে না
Ο খ) 
গন্ধ থাকতে পারে বা নাও থাকতে পারে
Ο গ) 
উগ্র গন্ধ থাকে
Ο ঘ) 
গন্ধ একদমই থাকে না

  সঠিক উত্তর: (খ)

২৮২.
পতঙ্গ ফুলের কিসে আকর্ষিত হয়?
Ο ক) 
ফুলের রঙে
Ο খ) 
ফুলের মধুতে
Ο গ) 
ফুলের বৃতিতে
Ο ঘ) 
ক ও খ উভয়ই

  সঠিক উত্তর: (ঘ)

২৮৩.
সন্তান প্রসবের প্রায় কত দিন পর স্বাভাবিক ঋতুস্রাব শুরু হয়?
Ο ক) 
৩০
Ο খ) 
৪৫
Ο গ) 
৬০
Ο ঘ) 
৬৫

  সঠিক উত্তর: (খ)

২৮৪.
পর-পরাগায়নের অসুবিধা হচ্ছে –
i. প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়
ii. প্রচুর পরাগরেণুর অপচয় হয়
iii. পরাগায়নের নিশ্চয়তা কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮৫.
শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কী বলে?
Ο ক) 
প্রকৃত ফল
Ο খ) 
অপ্রকৃত ফল
Ο গ) 
সরল ফল
Ο ঘ) 
গুচ্ছফল

  সঠিক উত্তর: (ক)

২৮৬.
স্ব-পরাগায়নের ফলে –
i. প্রজাতির গুণাগুণ অক্ষুন্ন থাকে
ii. ভ্যারাইটির সৃষ্টি হয়
iii. প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৮৭.
গাছের ছোট একটি শাখায় ফুলগুলো যে বিশেষ নিয়মে সাজানো থাকে তাকে কী বলে?
Ο ক) 
পুষ্প বিন্যাস
Ο খ) 
পুষ্পমঞ্জুরি
Ο গ) 
পুষ্পপট
Ο ঘ) 
পুষ্পধার

  সঠিক উত্তর: (খ)

২৮৮.
গর্ভযন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
Ο ক) 
এর মাঝের কোষটি ডিম্বাণু
Ο খ) 
এর মাঝের কোষটি প্রতিপাদ কোষ
Ο গ) 
এর পাশের কোষটি প্রতিপাদ কোষ
Ο ঘ) 
এর মাঝে গৌণ কেন্দ্রিকা

  সঠিক উত্তর: (ক)

২৮৯.
পানি পরাগী ফুলের বৈশিষ্ট্য –
i. ফুলগুলো হালকা
ii. ফুলগুলোর সুগন্ধ নেই
iii. স্ত্রী ফুলের বৃন্ত লম্বা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯০.
কোন গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ করে?
Ο ক) 
ডিম্বাশয়
Ο খ) 
অ্যাড্রেনাল
Ο গ) 
অমরা
Ο ঘ) 
পিটুইটারি

  সঠিক উত্তর: (ঘ)

২৯১.
বিযুক্তদল কাকে বলে?
Ο ক) 
পাপড়ি যুক্ত না থাকলে
Ο খ) 
পাপড়ি নিচের দিকে থাকলে
Ο গ) 
দলমন্ডল রঙ্গিন থাকলে
Ο ঘ) 
পাপড়ি না থাকলে

  সঠিক উত্তর: (ক)

২৯২.
AIDS কত সালে আবিষ্কৃত হয়?
Ο ক) 
১৯৬১ সালে
Ο খ) 
১৯৭১ সালে
Ο গ) 
১৯৮১ সালে
Ο ঘ) 
১৯৯১ সালে

  সঠিক উত্তর: (গ)

২৯৩.
নিষেকের সময় স্ফীত অগ্রভাগটি ফেটে পুংজনন কোষ কতটি ভ্রূণথলিতে মুক্ত হয়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

২৯৪.
বহিঃনিষেক হয় –
i. প্রাণিদেহের বাইরে
ii. প্রাণিদেহের ভেতরে
iii. বিভিন্ন মাছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৯৫.
দুটি বিপরীত লিঙ্গের প্রাণীর পুং ও স্ত্রী জনন কোষ উৎপন্ন করার প্রক্রিয়াকে বলে –
Ο ক) 
অযৌন জনন
Ο খ) 
যৌন জনন
Ο গ) 
অঙ্গজ জনন
Ο ঘ) 
মুকুলোদগম

  সঠিক উত্তর: (খ)

২৯৬.
গর্ভযন্ত্রের বিপরীত দিকের কতটি কোষকে প্রতিপাদ কোষ বলে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

২৯৭.
প্রাণিপরাগী ফুল কোনটি?
Ο ক) 
ধান
Ο খ) 
পাতাশ্যাওলা
Ο গ) 
সরিষা
Ο ঘ) 
কদম

  সঠিক উত্তর: (ঘ)

২৯৮.
শুক্রাশয় থেকে নিঃসৃত হয় –
i. প্রোজেস্টেরন
ii. টেস্টোস্টেরন
iii. অ্যান্ড্রোজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৯৯.
বয়ঃসন্ধিকালের কত বছর পর মেয়েরা প্রজনন ক্ষমতা লাভ করে?
Ο ক) 
১-২
Ο খ) 
১-৩
Ο গ) 
২-৪
Ο ঘ) 
২-৪

  সঠিক উত্তর: (ক)

৩০০.
এইডস এ আক্রান্ত নারীর সংখ্যা কত?
Ο ক) 
৩০ শতাংশ
Ο খ) 
২০ শতাংশ
Ο গ) 
৪০ শতাংশ
Ο ঘ) 
৫০ শতাংশ

  সঠিক উত্তর: (গ)

৩০১.
ভ্রূণ আবরণীর কাজ হলো –
i. ভ্রূণের পুষ্টি
ii. গ্যাসীয় আদান-প্রদান
iii. বর্জ্য নিষ্কাশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০২.
হরমোন সাহায্য করে –
i. বিপাকীয় কাজে
ii. শারীরবৃত্তীয় কাজে
iii. বিভিন্ন রাসায়নিক ক্রিয়া ঘটাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০৩.
জেনোরেটিভ কোষের বিভাজন হতে পারে –
i. পরাগধানীতে
ii. পরাগরেণুতে
iii. পরাগনালীতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩০৪.
জীব কীভাবে তার প্রজাতিকে বাঁচিয়ে রাখতে পারে?
Ο ক) 
অনুলিপন প্রক্রিয়ার মাধ্যমে
Ο খ) 
প্রতিবর্তন ক্রিয়ার মাধ্যমে
Ο গ) 
অনুবর্তন ক্রিয়ার মাধ্যমে
Ο ঘ) 
প্রতিরূপ সৃষ্টির মাধ্যমে

  সঠিক উত্তর: (ঘ)

৩০৫.
একক অপরিণত পরাগধানী –
i. চারটি খন্ডবিশিষ্ট অঙ্গে পরিণত হয়
ii. প্রতিটি খন্ডে প্রোটোপ্লাজম পূর্ণ থাকে
iii. ভাজক কলা দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০৬.
পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন –
i. জননগ্রন্থি বৃদ্ধি করে
ii. মাতৃদেহে স্তন ও দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে
iii. শুক্রাণু তৈরি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩০৭.
পরিনত অবস্থায় ডিম্বকটি বীজে পরিণত হয় –
i. সস্যসহ
ii. ভিত্তি কোষসহ
iii. ভ্রূণসহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩০৮.
হরমোন কী থেকে নিঃসৃত হয়?
Ο ক) 
নালিযুক্ত গ্রন্থি
Ο খ) 
নালিহীন গ্রন্থি
Ο গ) 
রক্ত
Ο ঘ) 
এনজাইম

  সঠিক উত্তর: (খ)

৩০৯.
প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে কোনটিতে?
Ο ক) 
স্ব-পরাগায়নে
Ο খ) 
পর-পরাগায়নে
Ο গ) 
পাখির মাধ্যমে পরাগায়নে
Ο ঘ) 
পানিতে পরাগায়নে

  সঠিক উত্তর: (ক)

৩১০.
অযৌন প্রজনন হতে পারে –
i. মুকুলোদগমের মাধ্যমে
ii. বিভাজনের মাধ্যমে
iii. গ্যামেট সৃষ্টির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩১১.
যে ফুলে পাঁচ অংশ উপস্থিত থাকে তাকে কী বলে?
Ο ক) 
অসম্পূর্ণ ফুল
Ο খ) 
সম্পূর্ণ ফুল
Ο গ) 
একলিঙ্গ ফুল
Ο ঘ) 
ক্লীব ফুল

  সঠিক উত্তর: (খ)

৩১২.
প্রাণী পরাগী ফুলের বৈশিষ্ট্য –
i. ফুলগুলো ছোট হলে পুষ্প মঞ্জরীতে সজ্জিত থাকে
ii. ফুলের রঙ আকর্ষণীয় হয়
iii. ফুলে গন্ধ থাকতে পারে বা নাও থাকতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১৩.
ভ্রূণথলির কেন্দ্রস্থলে নিউক্লিয়াস দুটির মিলনে সৃষ্টি হয় –
Ο ক) 
ডিম্বাণু
Ο খ) 
গৌণ নিউক্লিয়াস
Ο গ) 
নিউক্লিয়াস
Ο ঘ) 
গর্ভযন্ত্র

  সঠিক উত্তর: (খ)

৩১৪.
জেনোরেটিভ কোষটি বিভাজিত হয়ে কতটি কোষ তৈরি করে?
Ο ক) 
দুইটি
Ο খ) 
চারটি
Ο গ) 
ছয়টি
Ο ঘ) 
আটটি

  সঠিক উত্তর: (ক)

৩১৫.
ধুতুরার পুংকেশরের ক্ষেত্রে সঠিক কোনটি?
Ο ক) 
যুক্তধানী
Ο খ) 
একগুচ্ছ
Ο গ) 
বহুগুচ্ছ
Ο ঘ) 
দললগ্ন

  সঠিক উত্তর: (ঘ)

৩১৬.
থাইরক্সিন –
i. মানসিক বৃদ্ধি সাধন করে
ii. বিপাকে সহায়তা করে
iii. স্তনগ্রন্থির বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩১৭.
শাখার বৃদ্ধি অসীম হলে তাকে কী বলে?
Ο ক) 
নিয়ম পুষ্পমঞ্জরি
Ο খ) 
অনিয়ত পুষ্পমঞ্জরি
Ο গ) 
অসীম পুষ্পমঞ্জরি
Ο ঘ) 
সসীম পুষ্পমঞ্জরি

  সঠিক উত্তর: (খ)

৩১৮.
বায়ুপরাগী ফুল –
i. আকারে বড় হয়
ii. গর্ভমুন্ড শাখাবিহীন হয়
iii. মধুগ্রন্থি অনুপস্থিত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩১৯.
আলাদা দেহে দুই ধরনের জননকোষ হলে সেসব উদ্ভিদকে কী বলা হয়?
Ο ক) 
সহবাসী
Ο খ) 
ভিন্নবাসী
Ο গ) 
পরবাসী
Ο ঘ) 
পরজীবী

  সঠিক উত্তর: (খ)

৩২০.
ডিম্বকরন্ধ্রের দিকের কোষকে কী বলে?
Ο ক) 
ডিত্তি কোষ
Ο খ) 
এপিক্যাল কোষ
Ο গ) 
সস্য কোষ
Ο ঘ) 
ধারক কোষ

  সঠিক উত্তর: (ক)

৩২১.
পুংকেশর দলমন্ডরের সাথে যুক্ত হলে তাকে কী বলে?
Ο ক) 
যুক্তধানী
Ο খ) 
দললগ্ন
Ο গ) 
বিযুক্তধানী
Ο ঘ) 
দলখন্ড

  সঠিক উত্তর: (খ)

৩২২.
নিষিক্ত ডিম্বাণুর কোষ বিভাজনে ৭২ ঘন্টা পর কত কোষ বিশিষ্ট একটি গঠন সৃষ্টি হয়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 
১৬
Ο ঘ) 
২০

  সঠিক উত্তর: (গ)

৩২৩.
ভ্রূণপোষক কলার কাছাকাছি বড় কোষটি বিভাজিত হয়ে সৃষ্ট হ্যাপ্লয়েড কোষগুলোর মধ্যে কতটি বৃদ্ধি পেয়ে ভ্রূণথলিতে পরিণত হয়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৩২৪.
পুং ও স্ত্রী জননকোষের মিলনে তৈরি হয়?
Ο ক) 
সিনারজিড
Ο খ) 
ওভাম
Ο গ) 
মরুলা
Ο ঘ) 
জাইগোট

  সঠিক উত্তর: (ঘ)

৩২৫.
দ্বিগুচ্ছ পরাগদন্ড যুক্ত ফুলের –
i. পরাগধানী দু্ই গুচ্ছে থাকে
ii. উদাহরণ হচ্ছে মটর
iii. পরাগদন্ড দুই গুচ্ছে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩২৬.
হাইপোগাইনাস ফুলের গর্ভাশয় কোথায় থাকে?
Ο ক) 
দলের নিচে
Ο খ) 
বৃতির নিচে
Ο গ) 
বৃতির পাশে
Ο ঘ) 
দলের উপরে

  সঠিক উত্তর: (ঘ)

৩২৭.
অন্তঃনিষেক প্রক্রিয়া –
i. অধিকাংশ স্থলজ প্রাণীর অন্যতম বৈশিষ্ট্য
ii. স্ত্রীদেহের জননাঙ্গে ঘটে
iii. স্ত্রীদেহের বাইরে ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩২৮.
হরমোন কোন ধরনের পদার্থ?
Ο ক) 
স্নেহ জাতীয়
Ο খ) 
শর্করা জাতীয়
Ο গ) 
আমিষ জাতীয়
Ο ঘ) 
ভিটামিন

  সঠিক উত্তর: (গ)

৩২৯.
নিম্নশ্রেণির জীব কীসের মাধ্যমে জনন ঘটায়?
Ο ক) 
জটিল প্রক্রিয়ার
Ο খ) 
সরল প্রক্রিয়ার
Ο গ) 
কোষ বিভাজনের
Ο ঘ) 
খন্ডায়ন প্রক্রিয়ার

  সঠিক উত্তর: (গ)

৩৩০.
বৃদ্ধি উদ্দীপক হরমোন নিঃসৃত হয় –
Ο ক) 
পিটুইটারি গ্রন্থি থেকে
Ο খ) 
থাইরয়েড গ্রন্থি থেকে
Ο গ) 
অমরা থেকে
Ο ঘ) 
ডিম্বাশয়ের অনাল গ্রন্থি থেকে

  সঠিক উত্তর: (ক)

৩৩১.
সহবাসী উদ্ভিদে একই ফুলে কয় ধরনের জনন কোষ উৎপন্ন হয়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৩৩২.
স্ব-পরাগায়নের অসুবিধা হচ্ছে –
i. নতুন গুণের আবির্ভাব ঘটে না
ii. কম জীবনীশক্তি সম্পন্ন বীজের সৃষ্টি করে
iii. নতুন গাছের অভিযোজন ক্ষমতা কমে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৩.
ফুলের তৃতীয় স্তবক কোনটি?
Ο ক) 
পুষ্পাক্ষ
Ο খ) 
দলমন্ডল
Ο গ) 
বৃতি
Ο ঘ) 
পুংস্তবক

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৪.
পানিপরাগী ও প্রাণিপরাগী ফুল কীভাবে পৃথক করা যায়?
Ο ক) 
আকৃতির ভিত্তিতে
Ο খ) 
পরাগায়নের পদ্ধতির ভিত্তিতে
Ο গ) 
গর্ভমুন্ডের উপস্থিতির ভিত্তিতে
Ο ঘ) 
বৃতির উপস্থিতির ভিত্তিতে

  সঠিক উত্তর: (ক)

৩৩৫.
পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ কী?
Ο ক) 
পরাগধানী
Ο খ) 
পরাগনালী
Ο গ) 
নালীকোষ
Ο ঘ) 
পরাগরেণু

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৬.
সস্যকলা সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটি?
Ο ক) 
M ও Q
Ο খ) 
M ও P
Ο গ) 
M ও N
Ο ঘ) 
N ও P

  সঠিক উত্তর: (খ)

উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
রুমেলের মা হাফিজা তার ছেলের কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করলেন। দেখলেন, ছেলের গলার স্বরে পরিবর্তন এসেছে আবার আচরণও পাল্টেছে।
৩৩৭.
উল্লেখিত পরিবর্তনটি কিসের প্রভাবে হয়?
Ο ক) 
রক্ত
Ο খ) 
এনজাইম
Ο গ) 
হরমোন
Ο ঘ) 
এমনিতেই

  সঠিক উত্তর: (গ)

৩৩৮.
উল্লেখিত পরিবর্তন ছাড়াও এ বয়সে ছেলেদের –
i. গোফ দাঁড়ি গজায়
ii. গলার স্বর চিকন হয়
iii. কাঁধ চওড়া হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...