NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১১ (1-250)


এস.এস.সি    ||    বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
অধ্যায় - ১১


১.
মৌলিক গণতন্ত্রের ভোটে আইয়ুব খান কত সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন?
Ο ক) 
১৯৬০
Ο খ) 
১৯৬১
Ο গ) 
১৯৬২
Ο ঘ) 
১৯৬৩

  সঠিক উত্তর: (ক)

২.
আগরতলা মামলার ট্রাইব্র্যুনালে প্রধান বিচারপতি ছিলেন কে?
Ο ক) 
এস এ সরকার
Ο খ) 
এম আর খান
Ο গ) 
এস এ রহমান
Ο ঘ) 
মুকসুমুল হাকিম

  সঠিক উত্তর: (গ)

৩.
আইয়ুব খান কার নিকট ক্ষমতা হস্তান্তর করে?
Ο ক) 
বঙ্গবন্ধুর নিকট
Ο খ) 
ইস্কান্দা মির্জার নিকট
Ο গ) 
ইয়াহিয়া খানের নিকট
Ο ঘ) 
ভাসানীর নিকট

  সঠিক উত্তর: (গ)

৪.
প্রাথমিক অবস্থায় মৌলিক গণতন্ত্র কয় স্তরে?
Ο ক) 
এক
Ο খ) 
দুই
Ο গ) 
তিন
Ο ঘ) 
চার

  সঠিক উত্তর: (ঘ)

৫.
১৯৬৯ সালে জনতা আগরতলা মামলার বিচারপতির বাসভবনে আগুন ধরিয়ে দেন কেন?
Ο ক) 
কিশোর ছাত্র মতিউরকে হত্যা করার জন্য
Ο খ) 
সার্জেন্ট জহুরুল হককে নৃশংসভাবে গুলি করে হত্যার জন্য
Ο গ) 
ছাত্রনেতা আসাদুজ্জামানকে গুলি করে হত্যার জন্য
Ο ঘ) 
প্রক্টর শামসুজ্জোহাকে বেয়োনেট চার্জে হত্যার জন্য

  সঠিক উত্তর: (খ)

৬.
স্যার টমাস উইলিয়াম এমপি কোন দেশের আইনজীবী ছিলেন?
Ο ক) 
যুক্তরাষ্ট্রের
Ο খ) 
ভারতের
Ο গ) 
যুক্তরাজ্যের
Ο ঘ) 
ইরানের

  সঠিক উত্তর: (গ)

৭.
দীর্ঘ দিন যুদ্ধের পর ‘ক’ নামক দেশটি স্বাধীনতা লাভ করল। ‘ক’ নিচের কোনটিকে সমর্থন করছে?
Ο ক) 
ভারত
Ο খ) 
পাকিস্তান
Ο গ) 
বাংলাদেশ
Ο ঘ) 
সুদান

  সঠিক উত্তর: (গ)

৮.
মৌলিক গণতন্ত্রকে সীমিত গণতন্ত্র বলা হয়। এর যথার্থ কারণ কী?
Ο ক) 
নির্দিষ্ট সংখ্যক লোকের ভোটাধিকার ছিল
Ο খ) 
নির্দিষ্ট সংখ্যক জনগণ প্রেসিডেন্ট নির্বাচন করতে পারত
Ο গ) 
কেবল জেলা পরিষদে নির্বাচিত সদস্যরাই প্রেসিডেন্ট নির্বাচন করত
Ο ঘ) 
কেবল ইউনিয়ন পরিষদের মনোনীত ব্যক্তিদের মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হত

  সঠিক উত্তর: (খ)

৯.
শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
Ο ক) 
২২ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο খ) 
২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο গ) 
২৪ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο ঘ) 
২৫ ফেব্রুয়ারি ১৯৬৯

  সঠিক উত্তর: (খ)

১০.
আইয়ুব খান কত তারিখে� গণ-অভ্যুত্থানের পরিবেশ শান্ত্র করার জন্য গোলটেবিল বৈঠক আহবান করেন?
Ο ক) 
১৮ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο খ) 
১৯ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο গ) 
২০ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο ঘ) 
২১ ফেব্রুয়ারি ১৯৬৯

  সঠিক উত্তর: (খ)

১১.
বঙ্গবন্ধু শচীন্দ্রলালের� মাধ্যমে কাকে বার্তা পাঠিয়ে সশস্ত্র আন্দোলনে সহযোগিতা কামনা করেন?
Ο ক) 
জওহরলাল নেহেরুকে
Ο খ) 
আনন্দ মোহন বসুকে
Ο গ) 
মনমোহন সিংকে
Ο ঘ) 
অজয় কুমার দাসকে

  সঠিক উত্তর: (ক)

১২.
১৯৬৯ সালে আইয়ুব খানের গোলটেবিল বৈঠকের আমন্ত্রিত ছিলেন-
i. মওলানা ভাসানী
ii. এ.কে. ফজলুল হক
iii. শেখ মুজিবুর রহমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৩.
পাকিস্তানিরা বা পাক সেনাবাহিনী কত তারিখে হত্যাযজ্ঞ চালায়?
Ο ক) 
২৫ মার্চ
Ο খ) 
২৬ মার্চ
Ο গ) 
২৭ মার্চ
Ο ঘ) 
২৮ মার্চ

  সঠিক উত্তর: (ক)

১৪.
১৯৬৯ সালের ৮-১৪ জানুয়ারি পূর্ব পাকিস্তানে ব্যপক গণআন্দোলন গড়ে ওঠে-
i. ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যেগে
ii. ডাক-এর উদ্যেগে
iii. গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের উদ্যেগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
পহেলা বৈশাখ পালনকে হিন্দু প্রভাব বলে উল্লেখ করেন কারা?
Ο ক) 
ভারতীয়রা
Ο খ) 
পূর্ব পাকিস্তানিরা
Ο গ) 
আরবীয়রা
Ο ঘ) 
পশ্চিম পাকিস্তানিরা

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
আগরতলা ষড়যন্ত্র মামলায় কয় জন অভিযুক্ত ছিল?
Ο ক) 
৩৪ জন
Ο খ) 
৩৫ জন
Ο গ) 
৩৬ জন
Ο ঘ) 
৩৭ জন

  সঠিক উত্তর: (খ)

১৭.
১১ দফা আন্দোলনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল-
i. বাক স্বাধীনতা
ii. ট্রেড ইউনিয়ন গঠন
iii. জরুরি আইন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিল মোট জনসংখ্যার কত ভাগ?
Ο ক) 
প্রায় ৫৫%
Ο খ) 
প্রায় ৫৬%
Ο গ) 
প্রায় ৫৭%
Ο ঘ) 
প্রায় ৫৮%

  সঠিক উত্তর: (খ)

১৯.
কার মৃত্যু ইস্কান্দার মির্জার সেনা শাসন প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি করে দেয়?
Ο ক) 
আইয়ুব খান
Ο খ) 
আব্দুল হামিদ
Ο গ) 
ইয়াহিয়া খান
Ο ঘ) 
শাহেদ আলী

  সঠিক উত্তর: (ঘ)

২০.
‘ক’ অঞ্চলে দাবিদাওয়াকে নস্যাৎ করার জন্য জনাব মোরশেদ ‘D’ এর নামে ষড়যন্ত্র মামলা করেন। ‘D’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোন চরিত্রের?
i সার্জেন্ট জহুরুল হক
ii. আসাদুজ্জামান
iii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২১.
পূর্ব পাকিস্তান কখনও অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পুর্ণ ছিল না কেন?
Ο ক) 
পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের জন্য
Ο খ) 
পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের অনিহার জন্য
Ο গ) 
পূর্ব পাকিস্তানে পর্যাপ্ত কাঁচামালের অভাব ছিল বলে
Ο ঘ) 
পূর্ব পাকিস্তানের মানুষ অলস ছিল বলে

  সঠিক উত্তর: (ক)

২২.
১৯৬২ সালে ফরেন সার্ভিসের পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব ছিল কত শতাংশ?
Ο ক) 
২০.৬%
Ο খ) 
২০.৭%
Ο গ) 
২০.৮%
Ο ঘ) 
২০.৯%

  সঠিক উত্তর: (গ)

২৩.
বঙ্গবন্ধুর ছয়দফা কর্মসূচি পূর্ব পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে কত সালে?
Ο ক) 
১৯৬৫
Ο খ) 
১৯৬৬
Ο গ) 
১৯৬৭
Ο ঘ) 
১৯৬৮

  সঠিক উত্তর: (খ)

২৪.
১৯৫৫-১৯৬৭ সালের মধ্যে শিক্ষা খাতে মোট বরাদ্দের মধ্যে পশ্চিম পাকিস্তানের জন্য বরদ্দ ছিল কত মিলিয়ন রুপি?
Ο ক) 
২০৮৪
Ο খ) 
২০৮৫
Ο গ) 
২০৮৬
Ο ঘ) 
২০৮৭

  সঠিক উত্তর: (ক)

২৫.
সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে?
Ο ক) 
১৯৬৯ সালের ৫ জানুয়ারি
Ο খ) 
১৯৬৯ সালের ৬ জানুয়ারি
Ο গ) 
১৯৬৯ সালের ৭ জানুয়ারি
Ο ঘ) 
১৯৬৯ সালের ৮ জানুয়ারি

  সঠিক উত্তর: (ক)

২৬.
ছয় দফা আন্দোলনের বাঙালির মুক্তির সনদ বলা হয় কারণ?
Ο ক) 
এটির মাধ্যমে বাঙালির জাতীয় চিন্তার সন্নিবেশ ঘটেছিল
Ο খ) 
এটি মধ্যে পাকিস্তানিদের মৃত্যুর পরোয়ানা ছিল
Ο গ) 
এটি বাঙালির আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছিল
Ο ঘ) 
এটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে একটি বড় আন্দোলন

  সঠিক উত্তর: (গ)

২৭.
আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে ছয়দফা গৃহিত হয় কত সালে?
Ο ক) 
১৯৬৬
Ο খ) 
১৯৬৭
Ο গ) 
১৯৬৮
Ο ঘ) 
১৯৬৯

  সঠিক উত্তর: (ক)

২৮.
১৯৬৫ সালে প্রশাসনিক দিক থেকে পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে কেন?
Ο ক) 
পাক-ভারত যুদ্ধের জন্যে
Ο খ) 
পাক-চৈনিক যুদ্ধের জন্যে
Ο গ) 
পাক-আফগান যুদ্ধের জন্যে
Ο ঘ) 
পাক-শ্রীলঙ্কা যুদ্ধের জন্য

  সঠিক উত্তর: (ক)

২৯.
দিনে দিনে ছয়দফায় জনপ্রিয়তা বৃদ্ধি পেলে আইয়ুব সরকার কাকে গ্রেফতারের নির্দেশ দেন?
Ο ক) 
মওলানা ভাসানীকে
Ο খ) 
বঙ্গবন্ধুকে
Ο গ) 
সোহরাওয়ার্দীকে
Ο ঘ) 
ফজলুল হককে

  সঠিক উত্তর: (খ)

৩০.
শামিমের বাবা ষাট-এর দশকের মানুষ। শামিম তার বাবার কাছ থেকে জানতে পারলো যে ষাট-এর দশকে একটি বড় আন্দোলন হয়েছিল যা আইয়ুববিরোধী আন্দোলকে গতি সঞ্চায়িত করেছিল। শামিম কোন আন্দোলনের কথা জানতে পারলো?
Ο ক) 
বাষট্টি শিক্ষা আন্দোলন
Ο খ) 
বাষট্টির গণআন্দোলন
Ο গ) 
মৌলিক গণতন্ত্রবিরোধী আন্দোলন
Ο ঘ) 
সামরিক সরকারিরোধী আন্দোলন

  সঠিক উত্তর: (ক)

৩১.
নতুন সংবিধান কখন ঘোষণা করা হয়?
Ο ক) 
১৯৬২সালের ১ মার্চ
Ο খ) 
১৯৬২সালের ২ মার্চ
Ο গ) 
১৯৬২সালের ৩ মার্চ
Ο ঘ) 
১৯৬২সালের ৪ মার্চ

  সঠিক উত্তর: (ক)

৩২.
কত সালে গণ-অভ্যুত্থানের মুখে বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার মুক্তি দিতে বাধ্য হয়?
Ο ক) 
১৯৬৮
Ο খ) 
১৯৬৯
Ο গ) 
১৯৭০
Ο ঘ) 
১৯৭১

  সঠিক উত্তর: (খ)

৩৩.
১৯৬৫ সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ৪২০০০ কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল কত জন?
Ο ক) 
২৮০০
Ο খ) 
২৯০০
Ο গ) 
৩০০০
Ο ঘ) 
৩১০০

  সঠিক উত্তর: (খ)

৩৪.
মৌলিক গণতন্ত্র কী?
Ο ক) 
সরকার পদ্ধতি
Ο খ) 
নতুন নির্বাচন কাঠামো
Ο গ) 
গণতন্ত্রের নতুন নাম
Ο ঘ) 
গণতন্ত্রের একটি শাখা

  সঠিক উত্তর: (খ)

৩৫.
১৮ জানুয়ারি ১৯৬৯ সালে ছাত্র সংগ্রাম পরিষেদ ধর্মঘট পালন করেন কেন?
Ο ক) 
পুলিশের নির্যাতনের প্রতিবাদে
Ο খ) 
বঙ্গবন্ধুকে গ্রেফতারের প্রতিবাদে
Ο গ) 
ভাসানীকে গ্রেফতারের প্রতিবাদে
Ο ঘ) 
সেনাবাহিনীর নির্যাতনের প্রতিবাদে

  সঠিক উত্তর: (ক)

৩৬.
পাকিস্তান সৃষ্টির পর থেকেই শাসনব্যবস্থায় লক্ষ করা যায় এক ধরনের-
i. স্বৈরাতান্ত্রিক প্রবণতা
ii. গণতান্ত্রিক প্রবণতা
iii. আমলাতান্ত্রিক প্রবণতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৭.
১৯৬৬ সালের তাসখন্দে যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় তা কোন দেশের মধ্য সংগঠিত হয়?
Ο ক) 
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
Ο খ) 
ভারত-চীন
Ο গ) 
পাকিস্তান-আফগানিস্তান
Ο ঘ) 
পাকিস্তান-ভারত

  সঠিক উত্তর: (ক)

৩৮.
মৌলিক গণতন্ত্র কয় স্তরবিশিষ্ট ছিল?
Ο ক) 
এক
Ο খ) 
দুই
Ο গ) 
তিন
Ο ঘ) 
চার

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ কত দিন স্থায়ী ছিল?
Ο ক) 
১৫ দিন
Ο খ) 
১৬ দিন
Ο গ) 
১৭ দিন
Ο ঘ) 
১৮ দিন

  সঠিক উত্তর: (গ)

৪০.
পূর্ব পাকিস্তান ৫২-৭১ সাল পর্যন্ত যত আন্দোলন করেছে তার মূল কারণ ছিল পশ্চিম পাকিস্তানের-
i. নিপীড়ন
ii. বঞ্চনা
iii. বৈষম্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
পশ্চিম পাকিস্তানে খুব সহজেই পূর্ব পাকিস্তানের অর্থ পাচার হতো। এর যথার্থ কারণ কী?
Ο ক) 
কেন্দ্রীয় ব্যাংক বীমা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দফতর ছিল পশ্চিম পাকিস্তানে
Ο খ) 
পূর্ব পাকিস্তানের উদ্বৃত্ত আর্থিক সঞ্চয় পশ্চিম পাকিস্তানে জমা থাকত
Ο গ) 
প্রাদেশিক সরকারের হাতে মুদ্রাব্যবস্থা নিয়ন্ত্রণে ছিল
Ο ঘ) 
পূর্ব বাংলা অর্থনৈতিকভাবে সচ্ছল ছিল

  সঠিক উত্তর: (ক)

৪২.
পাকিস্তানের সর্বমোট ৩৫টি বৃত্তির মধ্যে পূর্ব-পাকিস্তানের জন্য কতটি বরাদ্দ ছিল?
Ο ক) 

Ο খ) 
১০
Ο গ) 
১৫
Ο ঘ) 
২০

  সঠিক উত্তর: (ক)

৪৩.
১৯৬৫ সালে কাশ্মীরেকে কেন্দ্র করে সংঘটিত দ্বিতীয় যুদ্ধে অংশ নেয়-
i. ভারত
ii. শ্রীলঙ্কা
iii. পাকিস্তান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৪.
পশ্চিম পাকিস্তান বাঙালি সংস্কৃতিতে আঘাত হানার জন্য নিষিদ্ধ করার চেষ্টা করে-
i. রবীন্দ্র সঙ্গীত
ii. নজরুলের কাব্য
iii. রবীন্দ্র রচনাবলি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৫.
কোনটি উনসত্তরের গণ-আন্দোলনের ঘটনা?
Ο ক) 
ছাত্রদের ১১ দফার দাবিতে ধর্মঘট পালন ও ১৪৪ ধারা ভঙ্গ
Ο খ) 
শহীদ মতিয়ুরের লাশ নিয়ে ঢাকার বিক্ষুদ্ধ জনতার বিশাল মিছিল
Ο গ) 
পুলিশের গুলিতে জব্বার-রফিক-সালাম-বরকত শহীদ
Ο ঘ) 
সার্জেন্ট জহুরুল হক ও ড. জোহা হত্যা

  সঠিক উত্তর: (গ)

৪৬.
১৯৬৮ সালের নভেম্বর মাসে ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন এক সময় ছড়িয়ে পড়ে-
i. সাধারণ মানুষের মধ্যে
ii. গ্রামের কৃষক শ্রমিকের মধ্যে
iii. শহরের শ্রমিকদের মধ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
পাকিস্তান রাষ্ট্রের সকল পরিকল্পনা প্রনীত হয়?
Ο ক) 
পূর্ব পাকিস্তানে
Ο খ) 
পশ্চিম পাকিস্তানে
Ο গ) 
লাহোরে
Ο ঘ) 
ঢাকায়

  সঠিক উত্তর:

৪৮.
পূর্ব-বাংলার স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে কোন প্রস্তাবে?
Ο ক) 
তাসখন্দ প্রস্তাবে
Ο খ) 
কাশ্মীর প্রস্তাবে
Ο গ) 
লাহোর প্রস্তাবে
Ο ঘ) 
পাঞ্জাব প্রস্তাবে

  সঠিক উত্তর: (গ)

৪৯.
বঙ্গবন্ধুসহ আগরতলা মামলার মুক্তি উপলক্ষে কত তারিখে সংবর্ধনা আয়োজন করা হয়?
Ο ক) 
২১ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο খ) 
২২ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο গ) 
২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο ঘ) 
২৪ ফেব্রুয়ারি ১৯৬৯

  সঠিক উত্তর: (গ)

৫০.
কোন নির্বাচনে ছয় দফা ছিল মূল ইশতেহার?
Ο ক) 
১৯৫৪ সালের
Ο খ) 
১৯৫৮ সালের
Ο গ) 
১৯৬৬ সালের
Ο ঘ) 
১৯৭০ সালের

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কী অভিযোগ এনে আগরতলা ষড়যন্ত্র মামলা করে?
Ο ক) 
রাষ্ট্রদ্রোহিতা
Ο খ) 
বিদেশের সাথে আতাঁত
Ο গ) 
আইয়ুব সরকারের বিরোধিতা
Ο ঘ) 
সরকারের সাথে অসহযোগিতা

  সঠিক উত্তর: (ক)

৫২.
সকল রাজনৈতিক দলের সমন্বয়ে আইয়ুবিরোধী মোর্চা গঠনের আহবান জানান কে?
Ο ক) 
ফজলুল হক
Ο খ) 
সোহরাওয়ার্দী
Ο গ) 
মোনায়েম খান
Ο ঘ) 
আইয়ুব খান

  সঠিক উত্তর: (খ)

৫৩.
১৯৪৭ সালের পাক-ভারত যুদ্ধের অবসান হয় কীভাবে?
Ο ক) 
কোসিগিনের মধ্যস্থায়
Ο খ) 
সোভিয়েতের মধ্যস্থায়
Ο গ) 
জাতিসংঘের হস্তক্ষেপ
Ο ঘ) 
হিটলারের হস্তক্ষেপ

  সঠিক উত্তর: (গ)

৫৪.
১৯৬২ সালের ছাত্র আন্দোলন কী নামে পরিচিত?
Ο ক) 
বাষট্রির শিক্ষা আন্দোলন
Ο খ) 
বাষট্রির গণতন্ত্র আন্দোলন
Ο গ) 
বাষট্রির গন আন্দোলন
Ο ঘ) 
বাষট্রির সামরিক আন্দোলন

  সঠিক উত্তর: (ক)

৫৫.
আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কারণ-
i. দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সোহরাওয়ার্দীকে গ্রেফতার
ii. ছাত্রদের উপর পুলিশি নির্যাতন
iii. আইয়ুব খান কর্তৃক নতুন সংবিধান ঘোষণা।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৬.
আইয়ুব খান রাওয়ালাপিণ্ডিতে গোল টেবিল বৈঠকের আহ্বান করেন। এটি কী প্রমাণ করে?
i �আগরতলা মামলা মিথ্যা ছিল
ii. গণ-অভ্যুত্থানে তিনি ভয় পেয়েছিলেন
iii. জনগণের কাছে নতি স্বীকার করেছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৭.
পূর্ব বাংলায় কখনো মূলধন গড়ে ওঠেনি। এর যথার্থ কারণ হলো-
i �প্রাদেশিক সরকারে হাতে অর্থনৈতিক নিয়ন্ত্রণ
ii. উদ্ধৃত্ত সামরিক বাহিনী পশ্চিম পাকিস্তানে জমা থাকত
iii. কেন্দ্রীয় ব্যাংক, বীমা প্রভৃতির সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৮.
১৯৬২ সালে কত তারিখে পাকিস্তানে দলীয় রাজনীতির অধিকার আবার ফিরে আসে?
Ο ক) 
৬ জুন
Ο খ) 
৮ জুন
Ο গ) 
১০ জুন
Ο ঘ) 
১২ জুন

  সঠিক উত্তর: (খ)

৫৯.
পাকিস্তান রাষ্ট্রের কীভাবে জন্ম হয়?
Ο ক) 
লাহোর প্রস্তাব অনুসারে
Ο খ) 
ঢাকা প্রস্তাব অনুসারে
Ο গ) 
দিল্লি প্রস্তাব অনুসারে
Ο ঘ) 
ইসলামাবাদ অনুসারে

  সঠিক উত্তর: (ক)

৬০.
ইস্কান্দার মির্জার সময়কালে কোন বাহিনী রাজনীতিতে ব্যাপক প্রভাব দেখায়?
Ο ক) 
সেনাবাহিনী
Ο খ) 
নৌবাহিনী
Ο গ) 
বিমানবাহিনী
Ο ঘ) 
সামরিক বাহিনী

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
বঙ্গবন্ধুকে ঐতিহাসিক আগরতলা মামলায় অভিযুক্ত করে ট্রাইব্যুনালে বিচার শুরু করা হয় কত সালে?
Ο ক) 
১৯৬৬
Ο খ) 
১৯৬৭
Ο গ) 
১৯৬৮
Ο ঘ) 
১৯৬৯

  সঠিক উত্তর: (গ)

৬২.
ছয়দফাকে আমাদের বাঁচার দাবি আখ্যায়িত করেন কে?
Ο ক) 
মওলানা ভাসানী
Ο খ) 
এ.কে. ফজলুল হক
Ο গ) 
শেখ মুজিবুর রহমান
Ο ঘ) 
আইয়ুব খান

  সঠিক উত্তর: (ক)

৬৩.
১৯৬৬ সালের নির্বাচনে কোন দল জয়ী হয়?
Ο ক) 
মুসলিম লীগ
Ο খ) 
আওয়ামী লীগ
Ο গ) 
কনভেনশন মুসলিম লীগ
Ο ঘ) 
কাউন্সিল মুসলিম লীগ

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
বাংলাদেশে সামরিক সরকার ব্যবস্থা চালু করেন এরশাদ এবং একই সাথে আস্থা ভোটনীতি চালু করেন। এরশাদের সাথে মিল রয়েছে কার?
Ο ক) 
আইয়ুব খান
Ο খ) 
ইস্কান্দার মির্জা
Ο গ) 
ইয়াহিয়া খান
Ο ঘ) 
নূরুল আমিন

  সঠিক উত্তর: (ক)

৬৫.
ইদ্রিস তার বাবার কাছ থেকে জানতে পারলো� পশ্চিম পাকিস্তান বাঙালি নেতৃবৃন্দের উপর দমন, নিপীড়ন চালিয়ে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ অচল করে রাখে। ইদ্রিস পূর্ব পাকিস্তানের উপর কোন ধরনের বৈষম্যের কথা জানতে পারলো?
Ο ক) 
অর্থনৈতিক
Ο খ) 
প্রশাসনিক
Ο গ) 
রাজনৈতিক
Ο ঘ) 
সাময়িক

  সঠিক উত্তর: (গ)

৬৬.
দেশবিরোধী ষড়যন্ত্র অভিযোগে সোহরাওয়ার্দী কত তারিখে গ্রেফতার হন?
Ο ক) 
১৯৬২ সালের ২৬ জানুয়ারি
Ο খ) 
১৯৬২ সালের ২৮ জানুয়ারি
Ο গ) 
১৯৬২ সালের ৩০ জানুয়ারি
Ο ঘ) 
১৯৬২ সালের ০১ ফেব্রুয়ারি

  সঠিক উত্তর: (গ)

৬৭.
গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য পাকিস্তানি শাসকরা অনীহা প্রকাশ করে-
i. জাতীয় নির্বাচন দিতে
ii. সামরিক সরকার ব্যবস্থা চালু করতে
iii. প্রাদেশিক নির্বাচন দিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬৮.
পাকিস্তানের নৌবাহিনীর লেফটেন্যান্ট কমাণ্ডার মোয়াজ্জেম হোসেন এক দল সৈন্যবাহিনী নিয়ে বঙ্গবন্ধু সাথে দেখা করেন কত সালে?
Ο ক) 
১৯৬০
Ο খ) 
১৯৬১
Ο গ) 
১৯৬২
Ο ঘ) 
১৯৬৩

  সঠিক উত্তর: (গ)

৬৯.
পাকিস্তান রাষ্ট্রের জন্ম কিসের ভিত্তিতে?
Ο ক) 
ছয় দফার ভিত্তিতে
Ο খ) 
১৯৩৫ সালের ভারত শাসন আইনের ভিত্তিতে
Ο গ) 
দ্বিজাতিতত্বের ভিত্তিতে
Ο ঘ) 
লাহোর প্রস্তাবের ভিত্তিতে

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
কাশ্মির নেতা হিসেবে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
Ο ক) 
শেখ আয়াতুল্লাহ
Ο খ) 
শেখ জামাল
Ο গ) 
শেখ রাসেল
Ο ঘ) 
শেখ আব্দুল্লাহ

  সঠিক উত্তর: (ঘ)

৭১.
বঙ্গবন্ধু কত তারিখে ৬ ও ১১ দফার প্রশ্নে আইয়ুব খানের সাথে গোলটেবিল বৈঠক করেন?
Ο ক) 
২৫ ফেব্রুয়ারি
Ο খ) 
২৬ ফেব্রুয়ারি
Ο গ) 
২৭ ফেব্রুয়ারি
Ο ঘ) 
২৮ ফেব্রুয়ারি

  সঠিক উত্তর: (খ)

৭২.
‘বঙ্গবন্ধু’ কথাটি কার ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
শেখ মুজিবুর রহমান
Ο খ) 
জিয়াউর রহমান
Ο গ) 
এরশাদ
Ο ঘ) 
জিল্লুর রহমান

  সঠিক উত্তর: (ক)

৭৩.
সেনাবাহিনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. শামসুজ্জোহাকে বেয়োনেট চার্জ করে হত্যা করে?
Ο ক) 
১৮ ফেব্রুয়ারি
Ο খ) 
১৯ ফেব্রুয়ারি
Ο গ) 
২০ ফেব্রুয়ারি
Ο ঘ) 
২১ ফেব্রুয়ারি

  সঠিক উত্তর: (ক)

৭৪.
ইস্কান্দার মির্জার সামরিক শাসনের প্রধান সামরিক আইন প্রশাসক কে ছিলেন?
Ο ক) 
আইয়ুব খান
Ο খ) 
ইস্কান্দার মির্জা
Ο গ) 
ইয়াহিয়া খান
Ο ঘ) 
নাজিম উদদীন

  সঠিক উত্তর: (ক)

৭৫.
তুহিনদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের গ্রাম ও পাশের গ্রামের উন্নয়নের জন্য যথাক্রমে ১০০০০০ ও ২০০০০ টাকা বরাদ্দ করলেন। তুহিনদের গ্রামের প্রতি চেয়ারম্যান দৃষ্টিভঙ্গি কোন ধরনের বৈষম্য?
Ο ক) 
সামাজিক
Ο খ) 
রাজনৈতিক
Ο গ) 
প্রশাসনিক
Ο ঘ) 
অর্থনৈতিক

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে আইয়ুববিরোধী চেতনা জাগ্রত হওয়ার কারণ কী?
Ο ক) 
পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা অরক্ষিত থাকা
Ο খ) 
যুদ্ধে ভারতের পরাজয়
Ο গ) 
যুদ্ধে পাকিস্তান বাহিনীর পরাজয়
Ο ঘ) 
প্রচুর পাক-সেনার মৃত্যু

  সঠিক উত্তর: (ক)

৭৭.
আইয়ুব খান বঙ্গবন্ধুকে প্যারলে মুক্তিদানের প্রস্তাব দেয় কেন?
Ο ক) 
বঙ্গবন্ধুর ভালো আচরণে মুগ্ধ হয়ে
Ο খ) 
গণআন্দোলনের জন্যে
Ο গ) 
গোলটেবিল বৈঠকে যোগদানের জন্যে
Ο ঘ) 
পূর্ব বাংলার মানুষ শান্ত হওয়া জন্যে

  সঠিক উত্তর: (গ)

৭৮.
১৯৫৫-১৯৬৭ সালের মধ্যে শিক্ষা খাতে মোট বরাদ্দের পূর্ব-পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল কত মিলিয়ন রূপি?
Ο ক) 
৭৯৫
Ο খ) 
৭৯৬
Ο গ) 
৭৯৭
Ο ঘ) 
৭৯৮

  সঠিক উত্তর: (গ)

৭৯.
ইস্কান্দার মির্জার সামরিক শাসনের সময় পূর্ব বাংলায় সামরিক প্রশাসক কে ছিলেন?
Ο ক) 
ওমরাও খান
Ο খ) 
ইয়াহিয়া খান
Ο গ) 
আইয়ুব খান
Ο ঘ) 
নূরুল আমিন

  সঠিক উত্তর: (গ)

৮০.
১৯৬২ সালে ছাত্ররা সরকারবিরোধী প্রতিক্রিয়া ব্যক্ত করেন কেন?
Ο ক) 
বঙ্গবন্ধুকে গ্রেফতার করায়
Ο খ) 
নাজিম উদদীনকে গ্রেফতার করায়
Ο গ) 
ফজলুল হককে গ্রেফতার করায়
Ο ঘ) 
সোহরাওয়ার্দীকে গ্রেফতার করায়

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
ছয়দফা কর্মসূচিতে আতঙ্কিত হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধর পাকড় শুরু করে কোন সরকার?
Ο ক) 
আইয়ুব
Ο খ) 
ইস্কান্দার
Ο গ) 
ইয়াহিয়া
Ο ঘ) 
মোনায়েম

  সঠিক উত্তর: (ক)

৮২.
পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দ্বারা বৈষম্যের স্বীকার হয়-
i. রাজনৈতিক ক্ষেত্রে
ii. প্রশাসনিক ক্ষেত্রে
iii. অর্থনৈতিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের শিক্ষাব্যবস্থায় আঘাত হানতে চেয়েছিল কীভাবে?
Ο ক) 
আরবি ভাষায় বাংলা লেখার ষড়যন্ত্রের মাধ্যমে
Ο খ) 
আরবি ভাষায় হিন্দি লেখার ষড়যন্ত্রের মাধ্যমে
Ο গ) 
আরবি ভাষায় উর্দু লেখার মাধ্যমে
Ο ঘ) 
উর্দুর পরিবর্তে বাংলাকে রাষ্ট্রভাষা করার মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

৮৪.
মুহাম্মদ আলী জিন্নাহর বোনের নাম কী?
Ο ক) 
আসমা জিন্নাহ
Ο খ) 
রাহিমা জিন্নাহ
Ο গ) 
রুমা জিন্নাহ
Ο ঘ) 
ফাতেমা জিন্নাহ

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
পাকিস্তানের পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্ভুক্ত-
i. প্রথম পঞ্চবার্ষিকী
ii. দ্বিতীয় পঞ্চবার্ষিকী
iii. তৃতীয় পঞ্চবার্ষিকী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
১৯৪৭ সালে কাশ্মীর যুদ্ধে অংশগ্রহণ করে-
i. পাকিস্তান
ii. আফগানিস্তান
iii. ভারত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৮৭.
১৯৬২ সালের ৩০ জানুয়ারি জনাব ‘D’ কে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ গ্রেফতার করা হয়। জনাব ‘D’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) 
মওলানা ভাসানী
Ο খ) 
সোহরাওয়ার্দী
Ο গ) 
এ কে ফজলুল হক
Ο ঘ) 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

  সঠিক উত্তর: (খ)

৮৮.
বাঙালির মুক্তির সনদ বলে নিচের কোনটিকে চিহ্নিত করা যায়?
Ο ক) 
ছয় দফা
Ο খ) 
এগারো দফা
Ο গ) 
ভাষা আন্দোলন
Ο ঘ) 
৭০-এর নির্বাচন

  সঠিক উত্তর: (ক)

৮৯.
১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচিত সরকারকে কীভাবে উচ্ছেদ করে?
Ο ক) 
মিথ্যা অপবাদ দিয়ে
Ο খ) 
অন্যায়ভাবে
Ο গ) 
সম্মানজনকভাবে
Ο ঘ) 
ন্যায়ভাবে

  সঠিক উত্তর: (খ)

৯০.
কার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন যাত্রা শুরু হয়?
Ο ক) 
আইয়ুব খানের
Ο খ) 
খাজা নাজিমুদ্দীনের
Ο গ) 
শেখ মুজিবুর রহমানের
Ο ঘ) 
ইস্কান্দার মির্জার

  সঠিক উত্তর: (গ)

৯১.
১৯৬৪ সালে NDF থেকে বেরিয়ে আসে কোন দল?
Ο ক) 
নেজামে ইসলাম
Ο খ) 
আওয়ামী লীগ
Ο গ) 
কাউন্সিল মুসলিম লীগ
Ο ঘ) 
ন্যাশনাল আওয়ামী লীগ

  সঠিক উত্তর: (খ)

৯২.
পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তীকালের সবচেয়ে বড় আন্দোলন হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
ভাষা আন্দোলন
Ο খ) 
যুক্তফ্রন্ট গঠন
Ο গ) 
উনসত্তরের গণঅভ্যুত্থান
Ο ঘ) 
সত্তরের নির্বাচন

  সঠিক উত্তর: (গ)

৯৩.
কোন নেতার দীর্ঘদিনের ইচ্ছা চিল ভারত আক্রমণ করে কাশ্মীর দখল করা?
Ο ক) 
ইয়াহিয়া খান
Ο খ) 
মোনায়েম খান
Ο গ) 
আইয়ুব খান
Ο ঘ) 
নাজিম উদদীন

  সঠিক উত্তর: (গ)

৯৪.
পাকিস্তানে বাংলা ভাষার পরিবর্তে কোন ভাষাকে শিক্ষার মাধ্যমে করা হয়?
Ο ক) 
ফার্সি
Ο খ) 
উর্দু
Ο গ) 
ইংরেজি
Ο ঘ) 
সংস্কৃত

  সঠিক উত্তর: (খ)

৯৫.
‘B’ এর নিহত হওয়ার মাধ্যমে ‘D’ বিরোধী আন্দোলন আরও সোচ্চার হয়। ‘B’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোন চরিত্রটির?
i �আসাদুজ্জামান
ii. শহীদ সোহরাওয়ার্দী
iii. সার্জেন্ট জহুরুল হক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৬.
১৯৬২ সালে সোহরাওয়ার্দীকে গ্রেফতার করা হয় কেন?
Ο ক) 
দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে
Ο খ) 
দেশে বিশৃঙ্গখলা সৃষ্টির অভিযোগে
Ο গ) 
হত্যা ষড়যন্ত্রের অভিযোগে
Ο ঘ) 
সামাজিক অপরাধে অভিযোগে

  সঠিক উত্তর: (ক)

৯৭.
১৯৬৬-৬৯ সালের গণআন্দোলন কিছুটা স্তিমিত হয়ে পড়ে কেন?
Ο ক) 
আওয়ামী নেতৃবৃন্দ কারারুদ্ধ হলে
Ο খ) 
কনভেনশন মুসলিম লীগ নেতৃবৃন্দ কারারুদ্ধ হলে
Ο গ) 
নেজামে ইসলাম নেতৃবৃন্দ কারারুদ্ধ হলে
Ο ঘ) 
ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ কারারুদ্ধ হলে

  সঠিক উত্তর: (ক)

৯৮.
এন ডি এফ কীভাবে নিস্ক্রিয় হয়ে পড়ে?
Ο ক) 
নেজামে ইসলাম আলাদা হওয়ার মাধ্যমে
Ο খ) 
আওয়ামী লীগ বের হয়ে এলে
Ο গ) 
ন্যাশনাল আওয়ামী পার্টি বের হয়ে এলে
Ο ঘ) 
মুসলিম লীগ দল থেকে পৃথক হলে

  সঠিক উত্তর: (খ)

৯৯.
আইয়ুব সরকার আগরতলা মামলা প্রত্যাহারে বাধ্য হন। এটি কী প্রমাণ করে?
Ο ক) 
আইয়ুব সরকার পূর্ব বাংলার জনগণকে ভয় পেয়েছিলেন
Ο খ) 
কৌশলে নিজ ক্ষমতা রক্ষা করতে চেয়েছিলেন
Ο গ) 
পূর্ব পাকিস্তানের প্রবল প্রতিবাদে আইয়ুব সরকারের পতনের পথ উন্মেচন করেছিল
Ο ঘ) 
বঙ্গবন্ধুর বিরুদ্ধে মামলা মিথ্যা প্রমাণিত হয়েছিল

  সঠিক উত্তর: (গ)

১০০.
বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন করে থাকে। এতে তারা নির্যাতন ও দমননীতির শিকার হয়। উল্লিখিত আন্দোলনের সাথে কোন আন্দোলনের মিল রয়েছে?
Ο ক) 
৫ দফা
Ο খ) 
৬ দফা
Ο গ) 
১১ দফা
Ο ঘ) 
২১ দফা

  সঠিক উত্তর: (গ)

১০১.
নিমি ও সিমি উভয়ই দশম শ্রেণির ছাত্রী। তাদের পড়ার জন্য তার বাবা উভয়ের জন্য যথাক্রমে ৫০০০ ও ১৫০০ টাকা বরাদ্দ করলেন। এর মধ্যে দিয়ে কোন বৈষম্য ফুটে ওঠে?
Ο ক) 
অর্থনৈতিক বৈষম্য
Ο খ) 
সামরিক বৈষম্য
Ο গ) 
শিক্ষাক্ষেত্রে বৈষম্য
Ο ঘ) 
প্রশাসনিক বৈষম্য

  সঠিক উত্তর: (গ)

১০২.
১৯৬৮ সালের ৫ আগষ্ট বঙ্গবন্ধুর পক্ষে বিষেশ ট্রাইব্র্যুনালের বৈধতা চ্যালেঞ্জ করেন কে?
Ο ক) 
স্যার টমাস
Ο খ) 
মুকসুমুল হাকিম
Ο গ) 
এস এ রহমান
Ο ঘ) 
এম আর খান

  সঠিক উত্তর: (ক)

১০৩.
আইয়ুব খান কাকে অপসারণ করে নিজেকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেন?
Ο ক) 
মোনায়েম খানকে
Ο খ) 
ইয়াহিয়াকে
Ο গ) 
ইস্কান্দার মির্জাকে
Ο ঘ) 
নাজিম উদদীনকে

  সঠিক উত্তর: (গ)

১০৪.
কার ষড়যন্ত্রে কয়েকবার পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা পতন হয়?
Ο ক) 
আইয়ুব খানের
Ο খ) 
ইয়াহিয়ার
Ο গ) 
খন্দকার মোশতাকের
Ο ঘ) 
ইস্কান্দার মির্জার

  সঠিক উত্তর: (ঘ)

১০৫.
আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডাকসুর সংগ্রশালা থেকে ১৯৬৯ সালের ৫ জানুয়ারি গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠনের নাম জানতে পারে। এর ফলে আরিফ কোন আন্দোলন সম্পর্কে জানতে পারলো?
Ο ক) 
৬ দফা আন্দোলন
Ο খ) 
১১ দফা আন্দোলন
Ο গ) 
ভাষা আন্দোলন
Ο ঘ) 
স্বাধীনতা আন্দোলন

  সঠিক উত্তর: (খ)

১০৬.
বাঙালি সংস্কৃতিতে আঘাত হানার জন্য কার লেখা সঙ্গীত ও রচনাবলি পাকিস্তানিরা নিষিদ্ধ করার চেষ্টা করে?
Ο ক) 
কাজী নজরুল ইসলাম
Ο খ) 
জীবনান্দ দাস
Ο গ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) 
মোতাহের হোসেন

  সঠিক উত্তর: (গ)

১০৭.
জমির সাহেব দেশের কৃতী সন্তান ছিলেন বিধায় তাকে ‘Z’ নামক স্থানে সংবর্ধনা দেওয়া হয়। এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) 
কার্জন হল
Ο খ) 
রেসকোর্স ময়দানে
Ο গ) 
সোহরাওয়ার্দী উদ্যান
Ο ঘ) 
রমনা বটমূল

  সঠিক উত্তর: (খ)

১০৮.
১৯৬৫ সালে আইয়ুব খান ও তার দল কনভেনশন মুসলিম লীগ জয়লাভ করেন-
i. প্রেসিডেন্ট নির্বাচনে
ii. জাতীয় পরিষদ নির্বাচনে
iii. প্রাদেশিক পরিষদ নির্বাচনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৯.
পশ্চিম পাকিস্তানিরা কাদের নিরক্ষর রাখার চেষ্টা করে?
Ο ক) 
পাকিস্তানিদের
Ο খ) 
বাঙালিদের
Ο গ) 
সাঁওতালদের
Ο ঘ) 
উপজাতিদের

  সঠিক উত্তর: (খ)

১১০.
ছয় দফা কেন এত বেশি জনপ্রিয় হয়েছিল?
Ο ক) 
এতে বাঙালির সব চাওয়া-পাওয়া ছিল
Ο খ) 
এতে পাকিস্তানিদের হটানোর কৌশল ছিল
Ο গ) 
এতে জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছিল
Ο ঘ) 
এতে জনমতের প্রভাব ছিল

  সঠিক উত্তর: (গ)

১১১.
১৯৬৪ সালের দিকে এনডিএফ নিস্ক্রিয় হওয়ার কারণ হলো-
Ο ক) 
আইয়ুব খানের দমননীতি
Ο খ) 
সোহরাওয়ার্দীর মৃত্যু
Ο গ) 
N.D.F থেকে আওয়ামী লীগের বেরিয়ে আসা
Ο ঘ) 
আইয়ুব খানের সাথে আওয়ামী লীগের আঁতাত

  সঠিক উত্তর: (খ)

১১২.
কাশ্মীরকে নিয়ে দ্বিতীয়বারের মতো ভারত-পাকিস্তানের যুদ্ধ বাধে কখন?
Ο ক) 
১৯৬৫ সালে
Ο খ) 
১৯৬৬ সালে
Ο গ) 
১৯৬৭ সালে
Ο ঘ) 
১৯৬৮ সালে

  সঠিক উত্তর: (ক)

১১৩.
বিচারকাজ চলার সমময় আইয়ুববিরোধী আন্দোলন আরও জোরদার হয়। এর যথার্থ কারণ কী?
i �আগরতলা মামলা প্রত্যাহার করার দাবি
ii. বঙ্গবন্ধু শেখ মুজিবের মুক্তি দান
iii. সার্জেন্ট জহরুল হকের হত্যার বিচার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১৪.
কাশ্মীর নেতা শেখ আব্দুল্লাহকে কোন সালে গ্রেফতার করা হয়?
Ο ক) 
১৯৬৫
Ο খ) 
১৯৬৬
Ο গ) 
১৯৬৭
Ο ঘ) 
১৯৬৮

  সঠিক উত্তর: (ক)

১১৫.
ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন-
i. দেশের সংবিধান বাতিল করে
ii. কেন্দ্র ও প্রাদেশিক আইন পরিষদ ভেঙে দিয়ে
iii. মন্ত্রিসভা বরখাস্ত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৬.
১৯৬৯ সালে পুলিশের গুলিতে নিহত হয়-
i. আসাদুজ্জামান
ii. কিশোর মতিউর
iii. ড. শামসুজ্জোহা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১৭.
শরীফ কমিশনের সুপারিশ করার কারণ কোনটি?
Ο ক) 
জনসমর্থন না থাকা
Ο খ) 
ছাত্র আন্দোলন
Ο গ) 
অনুমোদন না পাওয়া
Ο ঘ) 
শিক্ষদের বিরোধিতা

  সঠিক উত্তর: (খ)

১১৮.
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচির পেশ করেন। এ কমসূচির পূর্ব পাকিস্তানের জনগণের নিকট সমর্থন লাভ করে-
Ο ক) 
ম্যাগনাকার্টা বা মুক্তি সনদরূপে
Ο খ) 
কৌশলী ও মুক্তি সনদরূপে
Ο গ) 
স্বাধীন ও গণতান্ত্রিক সনদরূপে
Ο ঘ) 
পরিশীলিত ও পরিমার্জিত সনদরূপে

  সঠিক উত্তর: (ক)

১১৯.
আগরতলা মামলার বিচারকার্য পরিচালনার জন্য কী গঠন করা হয়?
Ο ক) 
বিশেষ আইন
Ο খ) 
বিশেষ ফৌজ
Ο গ) 
বিশেষ আইনজ্ঞ
Ο ঘ) 
বিশেষ ট্রাইব্যুনাল

  সঠিক উত্তর: (ঘ)

১২০.
আইয়ুব খান ছয়দফা ঘোষণা করেন-
i. রাষ্ট্রদোহী বলে
ii. পাকিস্তানের প্রতি হুমকি বলে
iii. মুক্তির সনদ বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২১.
ইস্কান্দার মির্জা কাকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করেন?
Ο ক) 
আইয়ুব খানকে
Ο খ) 
ওমরাও খানকে
Ο গ) 
শাহেদ খানকে
Ο ঘ) 
আতহার আলীকে

  সঠিক উত্তর: (ক)

১২২.
আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের ভোটে ১৯৬০ সালে কত বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ঘ)

১২৩.
১৯৬৮ সালের কত তারিখে মওলানা ভাসানী তথা বিরোধীগুলোর ডাকে গোটা পূর্ব পাকিস্তানের হরতাল পালিত হয়?
Ο ক) 
৬ ডিসেম্বর
Ο খ) 
৭ ডিসেম্বর
Ο গ) 
৮ ডিসেম্বর
Ο ঘ) 
৯ ডিসেম্বর

  সঠিক উত্তর: (গ)

১২৪.
মৌলিক গণতন্ত্রের নির্বাচনী ইউনিট ছিল কতটি?
Ο ক) 
৭৫০০০
Ο খ) 
৮০,০০০
Ο গ) 
৮৫,০০০
Ο ঘ) 
৯০,০০০

  সঠিক উত্তর: (খ)

১২৫.
শিল্পক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে কেন পশ্চিম পাকিস্তানের উপর নির্ভরশীল থাকতে হতো?
Ο ক) 
শিল্প প্রতিষ্ঠানের মালিক পূর্ব-পাকিস্তানিরা ছিল বলে
Ο খ) 
শিল্প প্রতিষ্ঠানের মালিক পশ্চিম পাকিস্তানিরা ছিল বলে
Ο গ) 
শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার কোনো পরিবেশ পূর্ব পাকিস্তানের ছিল না বলে
Ο ঘ) 
পূর্ব পাকিস্তানে শিল্প কাঁচামালের অভাব ছিল বলে

  সঠিক উত্তর: (খ)

১২৬.
১৯৬২ সালের কত তারিখে আইয়ুব খান নতুন সংবিধান ঘোষণা দেন?
Ο ক) 
১ মার্চ
Ο খ) 
২ মার্চ
Ο গ) 
৩ মার্চ
Ο ঘ) 
৪ মার্চ

  সঠিক উত্তর: (ক)

১২৭.
পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য ও নিপীড়নমূলক নীতির প্রতিবাদে যে আন্দোলনের সূত্রপাত ঘটে তা হলে-
i �স্বাধিকার
ii. স্বাধীনতা
iii. ছয় দফা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২৮.
১৯৫৬ সালে ডেপুটি স্পিকার কে ছিলেন?
Ο ক) 
আলী মির্জা
Ο খ) 
শওকত আলী
Ο গ) 
শাহেদ আলী
Ο ঘ) 
আব্দুল হামিদ

  সঠিক উত্তর: (গ)

১২৯.
১৯৬৬ সালে পাকিস্তানের সেনাসদস্যের কত শতাংশ ছিল বাঙালি?
Ο ক) 
৪%
Ο খ) 
৫%
Ο গ) 
৬%
Ο ঘ) 
৭%

  সঠিক উত্তর: (ক)

১৩০.
‘আমাদের বাঁচার দাবি’ পুস্তিকাটি কার নামে প্রকাশিত হয়?
Ο ক) 
আইয়ুব খান
Ο খ) 
মওলানা ভাসানীর
Ο গ) 
বঙ্গবন্ধুর
Ο ঘ) 
লিয়াকত আলী খানের

  সঠিক উত্তর: (গ)

১৩১.
ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি কে ছিলেন?
Ο ক) 
এস এ রহমান
Ο খ) 
এম আর খান
Ο গ) 
মুকসুমুল হাকিম
Ο ঘ) 
উইলিয়াম

  সঠিক উত্তর: (ক)

১৩২.
ছয় দফার ক্ষেত্রে দ্রুত ব্যাপক জনমত গড়ে ওঠে কেন?
Ο ক) 
বাঙালির বাঁচার দাবি ছিল
Ο খ) 
বাঙালির অধিকার রক্ষার দাবি ছিল
Ο গ) 
বঙ্গবন্ধুকে নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল
Ο ঘ) 
পূর্ব বাংলাকে স্বাধীন ঘোষণা হয়েছিল

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান জন্ম নিলে কোন রাজ্যকে কেন্দ্র করে তাদের মাঝে বৈরিতার সূত্রপাত হয়?
Ο ক) 
গুজরাট
Ο খ) 
মালব
Ο গ) 
কাশ্মীর
Ο ঘ) 
পাঞ্জাব

  সঠিক উত্তর: (গ)

১৩৪.
১৯৬৮ সালের ৬ ডিসেম্বর জুলুম প্রতিরোধ দিবস পালনের জন্য জনসভার আয়োজন করেন-
i. ন্যাশনাল আওয়ামী পার্টি
ii.পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশন
iii. পূর্ব পাকিস্তান কৃষক সমিতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৫.
পূর্ব পাকিস্তানের মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয় কবে?
Ο ক) 
১৯৬৯ সালের ১০ ফেব্রুয়ারি
Ο খ) 
১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি
Ο গ) 
১৯৬৯ সালের ২০ ফেব্রয়ারি
Ο ঘ) 
১৯৬৯ সালের ২৫ ফেব্রুয়ারি

  সঠিক উত্তর: (খ)

১৩৬.
আগরতলা মামলার শুনানি পুনরায় শুরু হয়-
i �২৭ জুলাই ১৯৬৮
ii. ২৯ জুলাই ১৯৬৮
iii. ৩১ জুলাই ১৯৬৮
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (খ)

১৩৭.
পাকিস্তানের সামরিক বাহিনীর শীর্ষ পদ দখল করে রেখেছিল কারা?
Ο ক) 
বাঙালিরা
Ο খ) 
গুজরাটিরা
Ο গ) 
পাঞ্জাবিরা
Ο ঘ) 
মারাঠিরা

  সঠিক উত্তর: (গ)

১৩৮.
১৯৬৮ সালের কত তারিখে জুলুম প্রতিরোধ দিবস পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল পল্টন ময়দানে একটি জনসভার আয়োজন করে?
Ο ক) 
প্রেসিডেন্ট
Ο খ) 
গর্ভনর
Ο গ) 
গনভবন
Ο ঘ) 
এলার্ট

  সঠিক উত্তর: (খ)

১৩৯.
আইয়ুব খান কত তারিখে ঘোষনা দেন যে, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আর প্রার্থী হবেন না?
Ο ক) 
২০ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο খ) 
২১ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο গ) 
২২ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο ঘ) 
২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

  সঠিক উত্তর: (খ)

১৪০.
পশ্চিম পাকিস্তানে সমৃদ্ধি ঘটে কীভাবে?
Ο ক) 
সমাজ, রাজনীতি বৈষম্য ও নিপীড়নমূলক নীতির জন্য
Ο খ) 
পূর্ব-পাকিস্তানকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করে
Ο গ) 
পূর্ব পাকিস্তানকে রাজনৈতিক ও সামরিক অধিকার প্রদান করে
Ο ঘ) 
পশ্চিম পাকিস্তানে নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে

  সঠিক উত্তর: (ক)

১৪১.
গণতন্ত্রকে উপেক্ষা করে পশ্চিম পাকিস্তানিরা দেশ শাসন করতে থাকে-
i. স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে
ii. একনায়কতান্ত্রিক পদ্ধতিতে
iii. সামরিকতন্ত্রের পদ্ধতিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪২.
ইস্কান্দার মির্জা দেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেন কেন?
Ο ক) 
সামরিক শাসন জারি করার ফলে
Ο খ) 
গণতন্ত্র প্রতিষ্ঠার ফলে
Ο গ) 
রাজনৈতিক দলের বিশৃঙ্খলার ফলে
Ο ঘ) 
দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্যে

  সঠিক উত্তর: (ক)

১৪৩.
মওলানা ভাসানী কত তারিখে ঘোষনা দেন যে, ‘প্রয়োজন হলে ফরাসি বিপ্লবের মতো জেল ভেঙে মুজিবকে মুক্ত করে আনব?
Ο ক) 
১৫ ফেব্রুয়ারি
Ο খ) 
১৬ ফেব্রুয়ারি
Ο গ) 
১৭ ফেব্রুয়ারি
Ο ঘ) 
১৮ ফেব্রুয়ারি

  সঠিক উত্তর: (খ)

১৪৪.
মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করা হয় কত সালে?
Ο ক) 
১৯৫৯
Ο খ) 
১৯৬০
Ο গ) 
১৯৬১
Ο ঘ) 
১৯৬২

  সঠিক উত্তর: (ক)

১৪৫.
জমির সাহেব একটি ইংরেজি ছবিতে দেখেন ‘D’ ও ‘B’ নামক দেশের যুদ্ধের অবসান ঘটে ‘ক’ নামক চুক্তির মাধ্যমে। ‘ক’ কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) 
লণ্ডন চুক্তি
Ο খ) 
তাসখন্দ চুক্তি
Ο গ) 
কাশ্মীর চুক্তি
Ο ঘ) 
প্যারিস চুক্তি

  সঠিক উত্তর: (খ)

১৪৬.
শরীফ কমিশন শিক্ষাসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে কখন?
Ο ক) 
১৯৬২ সালের আগষ্ট মাসে
Ο খ) 
১৯৬২ সালের সেপ্টেম্বর মাসে
Ο গ) 
১৯৬২ সালের অক্টোবর মাসে
Ο ঘ) 
১৯৬২ সালের নভেম্বর মাসে

  সঠিক উত্তর: (ক)

১৪৭.
সুনিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভ্রমণে গিয়ে জানতে পেলেন যে এখানে একজন প্রক্টর ১৯৬৯ সালের সেনাবাহিনীর বেয়োনেট চার্জে মৃত্যু হয়। সুনিল কার নাম জানতে পেলেন?
Ο ক) 
সার্জেন্ট জহরুল হক
Ο খ) 
আসাদুজ্জামান
Ο গ) 
সার্জেন্ট শামসুল হক
Ο ঘ) 
ড. শামসুজ্জোহা

  সঠিক উত্তর: (ঘ)

১৪৮.
আগরতলা মামলার মুক্তি উপলক্ষে ২৩ ফেব্রুয়ারি কোথায় সংবর্ধনা আয়োজন করা হয়?
Ο ক) 
রেসকোর্স ময়দানে
Ο খ) 
রমনা পার্কে
Ο গ) 
ভিক্টোরিয়া পার্কে
Ο ঘ) 
ভূবনমহন পার্কে

  সঠিক উত্তর: (ক)

১৪৯.
জনাব ‘D’ এর স্বৈরশাসন থেকে মুক্তির জন্য ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ একত্রিত হয়ে ‘Y’ �নামক আন্দোলন করে। ‘Y’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) 
উনসত্তরের গণ-অভ্যুত্থান
Ο খ) 
৭১ এর আন্দোলন
Ο গ) 
এগারো দফা আন্দোলন
Ο ঘ) 
ছয় দফা আন্দোলন

  সঠিক উত্তর: (ক)

১৫০.
পুলিশ নির্যাতনের প্রতিবাদে ছাত্ররা পূর্ব পাকিস্তানে হরতাল পালন করে কত তারিখে?
Ο ক) 
১৮ জানুয়ারি ১৯৬৯
Ο খ) 
১৯ জানুয়ারি ১৯৬৯
Ο গ) 
২০ জানুয়ারি ১৯৬৯
Ο ঘ) 
২১ জানুয়ারি ১৯৬৯

  সঠিক উত্তর: (গ)

১৫১.
মৌলিক গণতন্ত্রের আওতায় পাকিস্তানের উভয় অংশে কয়টি নির্বাচনি ইউনিট নিয়ে দেশের নির্বাচকমণ্ডলী গঠিত হয়?
Ο ক) 
৫০,০০০
Ο খ) 
৬০,০০০
Ο গ) 
৭০,০০০
Ο ঘ) 
৮০,০০০

  সঠিক উত্তর: (ঘ)

১৫২.
ইস্কান্দার মির্জার নানা কার্যক্রম আমাদের কোন ধারাকে ব্যহত করে?
Ο ক) 
সমাজতন্ত্রের বিকাশ
Ο খ) 
গণতন্ত্রের বিকাশ
Ο গ) 
পুঁজিবাদের বিকাশ
Ο ঘ) 
স্বৈরতন্ত্রের বিকাশ

  সঠিক উত্তর: (খ)

১৫৩.
ফাতেহা জিন্নাহ কে ছিলেন?
Ο ক) 
আইয়ুব খানের বোন
Ο খ) 
ইস্কান্দার মির্জার বোন
Ο গ) 
জুলফিকার আলী ভুট্টোর বোন
Ο ঘ) 
মুহাম্মদ আলী জিন্নাহর বোন

  সঠিক উত্তর: (ঘ)

১৫৪.
বাঙালির আশা আকাঙ্ক্ষা প্রতীক হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
ভাষা আন্দোলন
Ο খ) 
যুক্তফ্রন্ট
Ο গ) 
ছয় দফা
Ο ঘ) 
এগারো দফা

  সঠিক উত্তর: (গ)

১৫৫.
পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়-
Ο ক) 
লাহোর প্রস্তাব অনুসারে
Ο খ) 
কাশ্মীরে প্রস্তাব অনুসারে
Ο গ) 
তাসখন্দ চুক্তি অনুসারে
Ο ঘ) 
সুয়েজ পরিকল্পনা অনুসারে

  সঠিক উত্তর: (ক)

১৫৬.
শিল্পক্ষেত্রে পূর্ব পাকিস্তান কাদের উপর নির্ভরশীল ছিল?
Ο ক) 
ভারতের
Ο খ) 
শ্রীলঙ্কার
Ο গ) 
মায়ানমারের
Ο ঘ) 
পশ্চিম পাকিস্তানের

  সঠিক উত্তর: (ঘ)

১৫৭.
১৯৫৮ সালের ৭ অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সংসদীয় সরকার উৎখাত করেন, এর যথার্থ কারণ হলো-
i. সামরিক শাসন জারি করা
ii. একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা
iii. কেন্দ্রীয় আইন পরিষদ সুদৃঢ় করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৮.
ছাত্র অসন্তোষ মওলানা ভাসানীর নেতৃত্বে গণআন্দোলনে পরিণত হয় কত সালে?
Ο ক) 
১৯৬৬
Ο খ) 
১৯৬৭
Ο গ) 
১৯৬৮
Ο ঘ) 
১৯৬৯

  সঠিক উত্তর: (গ)

১৫৯.
১৯৪৭-১৯৭০ পর্যন্ত পাকিস্তানের আমদানি ব্যয় পূর্ব পাকিস্তানির জন্য কত শতাংশ ছিল?
Ο ক) 
৩১.১%
Ο খ) 
৩১.২%
Ο গ) 
৩১.৩%
Ο ঘ) 
৩১.৪%

  সঠিক উত্তর: (ক)

১৬০.
১৯৬৯ সালের মার্চ মাসে কত লোক সেনাবাহিনীর গুলিতে নিহত হন?
Ο ক) 
৮০
Ο খ) 
৮৫
Ο গ) 
৯০
Ο ঘ) 
৯৫

  সঠিক উত্তর: (গ)

১৬১.
আইয়ুব খানের ক্ষমতা ত্যাগের মূল কারণ কী?
Ο ক) 
সামরিক অভ্যুত্থান
Ο খ) 
পাকিস্তানের ব্যপক দুর্ভিক্ষ
Ο গ) 
গণঅভ্যুত্থান
Ο ঘ) 
পাকিস্তানের বিদেশি সাহায্য বন্ধ হওয়া

  সঠিক উত্তর: (গ)

১৬২.
আইয়ুব খান কত তারিখে সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন?
Ο ক) 
২৪ মার্চ
Ο খ) 
২৫ মার্চ
Ο গ) 
২৬ মার্চ
Ο ঘ) 
২৭ মার্চ

  সঠিক উত্তর: (খ)

১৬৩.
জনাব জুবায়ের দেশের জনগণের অধিকার আদায়ের জন্য অনেক সংগ্রাম করেন বিধায় তাকে ‘E’ নামক উপাধি দেওয়া হয়। জনাব জুবায়েরর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) 
আইয়ুব খান
Ο খ) 
ইয়াহিয়া খান
Ο গ) 
শেখ মুজিবুর রহমান
Ο ঘ) 
মওলানা ভাসানী

  সঠিক উত্তর: (গ)

১৬৪.
পূর্ব পাকিস্তানিদের সাথে সামরিক বৈষম্য কীভাবে করা হতো?
Ο ক) 
সামরিক বাহিনীর অধিকাংশই এদের দখলে ছিল
Ο খ) 
সামরিক বাহিনীর সিংহভাগ দায়বার এদের বহন করতে হতো
Ο গ) 
বাঙালিদের সামরিক বাহিনী থেকে দূরে রাখার নীতি ছিল
Ο ঘ) 
বাংলার প্রতিরক্ষা প্রতি অবহেলা দেখানো হতো

  সঠিক উত্তর: (ঘ)

১৬৫.
পশ্চিম পাকিস্তানিরা বাংলাকে কোন বর্ণে শেখার ষড়যন্ত্র করে?
Ο ক) 
উর্দু
Ο খ) 
ইংরেজি
Ο গ) 
হিন্দি
Ο ঘ) 
আরবি

  সঠিক উত্তর: (ঘ)

১৬৬.
মৌলিক গণতন্ত্রের থানা পরিষদ স্তরটি কোথায় ছিল?
Ο ক) 
পূর্ব বাংলায়
Ο খ) 
পূর্ব পাকিস্তানে
Ο গ) 
পশ্চিম বাংলায়
Ο ঘ) 
পশ্চিম পাকিস্তানে

  সঠিক উত্তর: (ক)

১৬৭.
মৌলিক গণতন্ত্রের স্তরগুলো হলো-
i. ইউনিয়ন পরিষদ
ii. জেলা পরিষদ
iii. তহশিল পরিষদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬৮.
১৯৬২ সালে পাকিস্তানের মন্ত্রণালয়গুলোতে শীর্ষস্থানীয় কর্মকর্তার ৯৫৪ জনের মধ্যে বাঙালি ছিল কয় জন?
Ο ক) 
১১৬ জন
Ο খ) 
১১৭ জন
Ο গ) 
১১৮ জন
Ο ঘ) 
১১৯ জন

  সঠিক উত্তর: (ঘ)

১৬৯.
NDF এর নিস্ক্রিয়তার কারণ কী?
Ο ক) 
কনভেনশন মুসলিম লীগের বেরিয়ে যাওয়া
Ο খ) 
আওয়ামী লীগ-এর বেরিয়ে যাওয়া
Ο গ) 
নেজামে ইসলাম-এর বেরিয়ে যাওয়া
Ο ঘ) 
কাউন্সিল মুসলিম লীগের বেরিয়ে যাওয়া

  সঠিক উত্তর: (খ)

১৭০.
সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠনে ভূমিকা রাখে-
i. মতিয়া চৌধুরী
ii. রাশেদ খান মেনন
iii. তোফায়েল আহমেদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭১.
রাশেদ ব্রিটিনের প্রখ্যাত আইনজীবী স্যার উইলিয়াম এমপিকে নিয়ে আলোচনা করছিল। উক্ত নামটি বাংলাদেশের কোন ঘটনার সাথে জড়িত?
Ο ক) 
ভাষা আন্দোলন
Ο খ) 
৭০-এর নির্বাচন
Ο গ) 
গণঅভ্যুত্থান
Ο ঘ) 
আগরতলা মামলা

  সঠিক উত্তর: (ঘ)

১৭২.
গণঅভ্যুত্থান সফলতা তথা পরিপূর্ণতা পায় কত তারিখে?
Ο ক) 
২২ মার্চ ১৯৬৯
Ο খ) 
২৩ মার্চ ১৯৬৯
Ο গ) 
২৪ মার্চ ১৯৬৯
Ο ঘ) 
২৫ মার্চ ১৯৬৯

  সঠিক উত্তর: (ঘ)

১৭৩.
অনুচ্ছেদে যে বৈষম্যের কথা বলা হয়েছে সেখানে বাঙালিদের জন্য কত শতাংশ বরাদ্দ ছিল?
Ο ক) 
৫%
Ο খ) 
১০%
Ο গ) 
১৫%
Ο ঘ) 
২০%

  সঠিক উত্তর: (ক)

১৭৪.
কত তারিখ আওয়ামী লীগ ‘নির্যাতন প্রতিরোধ দিবস’ পালন করে?
Ο ক) 
৮ ডিসেম্বর
Ο খ) 
৯ ডিসেম্বর
Ο গ) 
১০ ডিসেম্বর
Ο ঘ) 
১২ ডিসেম্বর

  সঠিক উত্তর: (গ)

১৭৫.
আইয়ুবিরোধী আন্দোলনের জন্য সরকার কত তারিখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়?
Ο ক) 
৫ ফেব্রুয়ারি
Ο খ) 
৬ ফেব্রুয়ারি
Ο গ) 
৭ ফেব্রুয়ারি
Ο ঘ) 
৮ ফেব্রুয়ারি

  সঠিক উত্তর: (গ)

১৭৬.
বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটে কত সালে?
Ο ক) 
১৯৬৮
Ο খ) 
১৯৬৯
Ο গ) 
১৯৭০
Ο ঘ) 
১৯৭১

  সঠিক উত্তর: (খ)

১৭৭.
কাকে ক্ষমতা থেকে সরিয়ে ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন?
Ο ক) 
আইয়ুব খানকে
Ο খ) 
ইয়াহিয়া খানকে
Ο গ) 
মালিক ফিরোজ খানকে
Ο ঘ) 
নূরুল আমিন সরকারকে

  সঠিক উত্তর: (গ)

১৭৮.
পাকিস্তান সরকার বারবার বঙ্গবন্ধুকে গ্রেফতার করে জেলে পাঠান কেন?
Ο ক) 
রাজনৈতিক কর্মকাণ্ড রুদ্ধ করার জন্য
Ο খ) 
পশ্চিম পাকিস্তানকে অচল করার জন্য
Ο গ) 
বঙ্গবন্ধুর অনৈতিক কার্যকলাপের জন্য
Ο ঘ) 
বঙ্গবন্ধুর জনপ্রিয়তার জন্য

  সঠিক উত্তর: (ক)

১৭৯.
ছয় দফাকে আখ্যায়িত করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
আমাদের ন্যায্য দাবি
Ο খ) 
আমাদের মৌলিক দাবি
Ο গ) 
আমাদের বাঁচার দাবি
Ο ঘ) 
আমাদের শেষ দাবি

  সঠিক উত্তর: (গ)

১৮০.
পাকিস্তানি শাসকদের দেশ শাসনের মাধ্যমে হিসেবে অধিক যুক্তিযুক্ত-
i স্বৈরতন্ত্র
ii. একনায়কতন্ত্র
iii. সামরিকতন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮১.
আইয়ুব খানের দল হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
আওয়ামী মুসলিম লীগ
Ο খ) 
মোর্চা
Ο গ) 
এনডিএফ
Ο ঘ) 
কনভেনশন মুসলিম লীগ

  সঠিক উত্তর: (ঘ)

১৮২.
ভারত-পাকিস্তান যুদ্ধের ফলে এদেশে কী প্রভাব পড়ে?
Ο ক) 
আইয়ুববিরোধী চেতনা নিস্ক্রিয় হয়ে পড়ে
Ο খ) 
পাকিস্তানি শক্তির পতন ঘটে
Ο গ) 
কাশ্মীর ভারতের অধীনে যায়
Ο ঘ) 
আইয়ুববিরোধী চেতনা প্রবলভাবে জাগ্রত হয়

  সঠিক উত্তর: (ঘ)

১৮৩.
সাকিব তার স্কুলে ছাত্রদের সুযোগ-সুবিধার জন্য ছয়টি দফার একটি প্রস্তাব শিক্ষকদের কাছে পেশ করেন। সাকিবের মধ্যে আমরা কার প্রতিচ্ছবি দেখতে পাই?
Ο ক) 
মওলানা ভাসানী
Ο খ) 
এ.কে. ফজলুল হক
Ο গ) 
শেখ মুজিবুর রহমান
Ο ঘ) 
এ.কে. আজাদ

  সঠিক উত্তর: (গ)

১৮৪.
তুহিন ইতিহাসের ছাত্র হিসাবে ১৯৪৭ ও ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের মধ্যে মিল খোঁজার চেষ্টা করছে। সে ক্ষেত্রে কোনটিকে সে গ্রহণ করবে?
Ο ক) 
তাসখন্দ সমস্যা
Ο খ) 
পাঞ্জাব সমস্যা
Ο গ) 
কাশ্মীর সমস্যা
Ο ঘ) 
লাহোর সমস্যা

  সঠিক উত্তর: (গ)

১৮৫.
বাঙালিদের পক্ষে চাকরি লাভ সহজ ছিল না এর যৌক্তিক কারণ কোনটি?
i �ভৌগোলিক দূরত্ব
ii. পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া অধিকার
iii. বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i  ও iii

  সঠিক উত্তর: (গ)

১৮৬.
সামরিক বাহিনীর বৈষম্যের কারণে সশস্ত্র বিপ্লবের জন্য সংগঠিত হতে থাকে-
i. বাঙালি অফিসার
ii. বাঙালি সেনাসদস্য
iii. পশ্চিম পাকিস্তানি অফিসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮৭.
১৯৬৩ সালে বঙ্গবন্ধু গোপনে কোথায় গমন করেন?
Ο ক) 
ত্রিপুরায়
Ο খ) 
আগরতলায়
Ο গ) 
কলকাতায়
Ο ঘ) 
নয়াদিল্লিতে

  সঠিক উত্তর: (ক)

১৮৮.
১৯৬৭ সালে ঢাকার জন্য ব্যয় করা হয় কত কোটি টাকা?
Ο ক) 
২০
Ο খ) 
২৫
Ο গ) 
৩০
Ο ঘ) 
৩৫

  সঠিক উত্তর: (খ)

১৮৯.
ছয় দফা কর্মসূচি ঘোষণার যথার্থ কারণ হল-
i পাকিস্তানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি
ii. পূর্ব বাংলাকে দেশ হিসেবে স্বীকৃতি
iii. পাকিস্তানি ঔপনিবেশিক শোষণ থেকে মুক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৯০.
১৯৬২ সালের ছাত্রদে সংবিধানবিরোধী আন্দোলনের সমর্থন ব্যক্ত করেন-
i. বুদ্ধিজীবী
ii. শিক্ষক
iii. রাজনীতিবিদদের অনেকেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯১.
ইস্কান্দার মির্জা কত সালে সামরিক শাসন জারি করেন?
Ο ক) 
১৯৫২
Ο খ) 
১৯৫৪
Ο গ) 
১৯৫৬
Ο ঘ) 
১৯৫৮

  সঠিক উত্তর: (ঘ)

১৯২.
পাকিস্তানের বৈদেশিক সাহায্য বরাদ্দের ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পায় কত শতাংশ?
Ο ক) 
২৬.২%
Ο খ) 
২৬.৪%
Ο গ) 
২৬.৬%
Ο ঘ) 
২৬.৮%

  সঠিক উত্তর: (গ)

১৯৩.
জনাব ‘ক’ ছিলেন ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট। ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) 
ইস্কান্দার মির্জা
Ο খ) 
স্পিকার শাহেদ আলী
Ο গ) 
আইয়ুব খান
Ο ঘ) 
ইয়াহিয়া খান

  সঠিক উত্তর: (ক)

১৯৪.
বঙ্গবন্ধুসহ মামলার সকল অভিযুক্তরা কত তারিখে মুক্তি পান?
Ο ক) 
১৯ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο খ) 
২০ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο গ) 
২১ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο ঘ) 
২২ ফেব্রুয়ারি ১৯৬৯

  সঠিক উত্তর: (গ)

১৯৫.
বঙ্গবন্ধু কত তারিখে ১১ দফা দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে ছয়দফা ও এগারো দফা বাস্তবায়নে বলিষ্ঠ প্রতিশ্রুতি দেন?
Ο ক) 
২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο খ) 
২৪ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο গ) 
২৫ ফেব্রুয়ারি ১৯৬৯
Ο ঘ) 
২৬ ফেব্রুয়ারি ১৯৬৯

  সঠিক উত্তর: (ক)

১৯৬.
কে পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের প্রথম পেসিডেন্ট মনোনীত হন?
Ο ক) 
মুহম্মদ আলী জিন্নাহ
Ο খ) 
ইস্কান্দার মির্জা
Ο গ) 
আইয়ুব খান
Ο ঘ) 
মালিক ফিরোজ খান

  সঠিক উত্তর: (খ)

১৯৭.
কার মৃত্যুর খবরে ১৬ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে ঢাকাবাসী প্রচণ্ড ক্রোধে গর্জে উঠে?
Ο ক) 
সার্জেন্ট জহুরুল হকের
Ο খ) 
মাহবুব উদ্দিন চৌধুরীর
Ο গ) 
সার্জেন্ট আবদুল জলিলের
Ο ঘ) 
এম.এম. এম. রহমানের

  সঠিক উত্তর: (ক)

১৯৮.
ফিরোজ তার বোনকে বলল যে, আগরতলা ষড়যন্ত্র মামলার একজন অন্যতম আসামিকে গুলি করে হত্যা করলে মূলত গণ-অভ্যুত্থান চরম আকার রূপ নেয়? ফিরোজ কার নাম বলল?
Ο ক) 
এম.এম.এম. রহমানের
Ο খ) 
সার্জেন্ট জহুরুল হকের
Ο গ) 
এ.কে. এম.তাজুল ইসলামের
Ο ঘ) 
সার্জেন্ট আবদুল জলিলের

  সঠিক উত্তর: (খ)

১৯৯.
আইয়ুব সরকার কার কাছে নতি স্বীকার করে আগরতলা মামলা প্রত্যাহার করেন?
Ο ক) 
পশ্চিম পাকিস্তানের
Ο খ) 
ভারতের জনগণের
Ο গ) 
পূর্ব পাকিস্তানের
Ο ঘ) 
আগরতলার জনগণের

  সঠিক উত্তর: (গ)

২০০.
পাকিস্তানি শাসকরা জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন দিতে অনীহা প্রকাশ করেন কেন?
Ο ক) 
নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে
Ο খ) 
নির্বাচন দিলে বিশৃঙ্খলা হবে বলে
Ο গ) 
গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য
Ο ঘ) 
সমাজতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য

  সঠিক উত্তর: (গ)

২০১.
১৯৬৫ সালের ২৩ মার্চ কে পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের পেসিডেন্ট মনোনীত হন?
Ο ক) 
এ.কে. ফজলুল হক
Ο খ) 
মোহাম্মদ আলী জিন্নাহ
Ο গ) 
খাজা নাজিমউদ্দীন
Ο ঘ) 
জেনারেল ইস্কান্দার মির্জা

  সঠিক উত্তর: (ঘ)

২০২.
১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধ শুরু হয় কত তারিখে?
Ο ক) 
৫ আগস্ট
Ο খ) 
৬ আগস্ট
Ο গ) 
৭ আগস্ট
Ο ঘ) 
৮ আগস্ট

  সঠিক উত্তর: (খ)

২০৩.
১৯৬৫ সালে ভারতের কাশ্মীরে উত্তেজনা ছড়িয়ে পড়ে কেন?
Ο ক) 
আবদুল নাশের গ্রেফতার হলে
Ο খ) 
ওবায়দুল্লাহ গ্রেফতার হলে
Ο গ) 
শেখ আবদুল্লাহ গ্রেফতার হলে
Ο ঘ) 
আইয়ুব খান গ্রেফতার হলে

  সঠিক উত্তর: (গ)

২০৪.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হলেন কত সালে?
Ο ক) 
১৯৬২
Ο খ) 
১৯৬৪
Ο গ) 
১৯৬৬
Ο ঘ) 
১৯৬৮

  সঠিক উত্তর: (খ)

২০৫.
ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলার কারণ কী?
Ο ক) 
বাঙালিকে স্বাধিকার আদায়ে সোচ্চার করেছিল
Ο খ) 
বাঙালিকে ঐক্যবদ্ধ করেছিল
Ο গ) 
পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের একত্র করেছিল
Ο ঘ) 
বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছিল

  সঠিক উত্তর: (ক)

২০৬.
প্রতিযোগিতামূলক পরীক্ষা বাঙালি ছাত্রদের সাফল্য সহজ ছিল না। কেন?
Ο ক) 
উর্দুকে রাষ্ট্রভাষার মর্যাদা না দেওয়ার জন্য
Ο খ) 
ফার্সিকে রাষ্ট্রভাষা মর্যাদা না দেওয়ার জন্য
Ο গ) 
বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য
Ο ঘ) 
আরবিকে রাষ্ট্রভাষার মর্যাদা না দেওয়ায়

  সঠিক উত্তর: (গ)

২০৭.
কত তারিখে ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হন?
Ο ক) 
১৯৫৬ সালের ২২ মার্চ
Ο খ) 
১৯৫৬ সালের ২৩ মার্চ
Ο গ) 
১৯৫৬ সালের ২৪ মার্চ
Ο ঘ) 
১৯৫৬ সালের ২৫ মার্চ

  সঠিক উত্তর: (খ)

২০৮.
পাকিস্তানের দু’অংশে সম্পূর্ণ আলাদা ছিল-
i. ভাষা
ii. সাহিত্য
iii. সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০৯.
আগরতলা মামলার সাক্ষী ছিল কত জন?
Ο ক) 
২২৫
Ο খ) 
২২৬
Ο গ) 
২২৭
Ο ঘ) 
২২৮

  সঠিক উত্তর: (গ)

২১০.
সাকিব তার বাবার কাজ থেকে জানতে পারলো যে তিনি যখন পাকিস্তানি সৈন্যবাহিনীতে যোগ দেন তখন ৬০% পাঞ্জাবি, ৩৫% পাঠান, এবং মাত্র ৫% বাঙালি ও অন্যান্যদের জন্য বরাদ্দ ছিল। সাকিব তার পিতার কাছ থেকে পূর্ব পাকিস্তানের প্রতি কোন বৈষম্যের কথা জানতে পারলো?
Ο ক) 
প্রশাসনিক
Ο খ) 
রাজনৈতিক
Ο গ) 
সামরিক
Ο ঘ) 
অর্থনৈতিক

  সঠিক উত্তর: (গ)

২১১.
কত সালের নির্বাচনের মূল ইস্তেহার ছিল ছয়দফা কর্মসূচি?
Ο ক) 
১৯৬৮
Ο খ) 
১৯৬৯
Ο গ) 
১৯৭০
Ο ঘ) 
১৯৭১

  সঠিক উত্তর: (গ)

২১২.
NDF কত সালে নিস্ক্রিীয় হয়ে পড়ে?
Ο ক) 
১৯৬৪
Ο খ) 
১৯৬৫
Ο গ) 
১৯৬৬
Ο ঘ) 
১৯৬৭

  সঠিক উত্তর: (ক)

২১৩.
কোন ব্যক্তির নেতৃত্বে ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়?
Ο ক) 
তোফায়েল আহমেদ
Ο খ) 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Ο গ) 
মতিয়া চৌধুরী
Ο ঘ) 
আ.স.ম. আব্দুর রব

  সঠিক উত্তর: (ক)

২১৪.
আইয়ুব খানের দীর্ঘদিনের আশা ছিল কী?
Ο ক) 
ভারত দখল করা
Ο খ) 
বাংলাদেশ দখল করা
Ο গ) 
কাশ্মীর দখল করা
Ο ঘ) 
কলকাতা দখল করা

  সঠিক উত্তর: (গ)

২১৫.
সংখ্যাগরিষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও মন্ত্রিসভায় বাঙালি প্রতিনিধির সংখ্যা কম। এটি কী প্রমাণ করে?
i �বাঙালিরা রাজনীতি থেকে দূরে ছিল
ii. পশ্চিম পাকিস্তানিদের দ্বারা বাংলায় রাজনৈতিক পরিবেশ অচল ছিল
iii. বাঙালির রাজনৈতিক অধিকাররকে উপক্ষে করা হতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২১৬.
ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল কয় দফা আন্দোলন?
Ο ক) 
চার
Ο খ) 
পাঁচ
Ο গ) 
ছয়
Ο ঘ) 
সাত

  সঠিক উত্তর: (গ)

২১৭.
COP-এর অন্তর্ভুক্ত-
i. ন্যাপ
ii. নেজামে ইসলাম
iii. আওয়ামী লীগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১৮.
১৯৫৬ সালে ইস্কান্দার মির্জা ইসলামি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মনোনীত হন। এর ফলে শাসনব্যবস্থা কী ধরনের প্রভাব পড়ে?
Ο ক) 
সামরিক শাসন জারি
Ο খ) 
গণতান্ত্রিক শাসন জারি হয়
Ο গ) 
সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়
Ο ঘ) 
রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়

  সঠিক উত্তর: (ক)

২১৯.
আগরতলা মামলাটি কত সালে দায়ের করা হয়?
Ο ক) 
১৯৬৬ সালের ডিসেম্বর
Ο খ) 
১৯৬৮ সালের জানুয়ারি
Ο গ) 
১৯৬৯ সালের এপ্রিল
Ο ঘ) 
১৯৭০ সালের জুন

  সঠিক উত্তর: (খ)

২২০.
আগরতলা মামলার সরকার পক্ষের সাক্ষী ছিল কত জন?
Ο ক) 
১০
Ο খ) 
১১
Ο গ) 
১২
Ο ঘ) 
১৩

  সঠিক উত্তর: (খ)

২২১.
আগরতলা মামলায় কার নেতৃত্বে একটি ডিফেল টিম গঠন করা হয়?
Ο ক) 
আবদুস সালাম খান
Ο খ) 
নিজামুল হক
Ο গ) 
মিনাজউর রহমান
Ο ঘ) 
এম.এ আজিজ

  সঠিক উত্তর: (ক)

২২২.
পাকিস্তান প্রতিষ্ঠায় পরবর্তীকালের সবচেয়ে বড় আন্দোলন ছিল কোনটি?
Ο ক) 
ভাষা আন্দোলন
Ο খ) 
শিক্ষা আন্দোলন
Ο গ) 
ছয়দফা আন্দোলন
Ο ঘ) 
গণআন্দোলন/অভ্যুত্থান

  সঠিক উত্তর: (ঘ)

২২৩.
এন. ডি,এফ এর মধ্যে অর্ন্তভুক্ত ছিল-
i. আওয়ামী লীগ
ii. কাউন্সিল মুসলিম লীগ
iii. নেজামে ইসলাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২৪.
কাশ্মীরকে কেন্দ্র করে যুদ্ধ সংগঠিত হয়-
i. ১৯৪৭ সালে
ii. ১৯৬৫ সালে
iii. ১৯৬৭ সালে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২৫.
জনতা সরকারি পত্রিকা দৈনিক পাকিস্তান ও মর্নিং নিউজ অফিসে আগুন লাগিয়ে দেয় কত তারিখে?
Ο ক) 
২১ জানুয়ারি ১৯৬৯
Ο খ) 
২২ জানুয়ারি ১৯৬৯
Ο গ) 
২৩ জানুয়ারি ১৯৬৯
Ο ঘ) 
২৪ জানুয়ারি ১৯৬৯

  সঠিক উত্তর: (ক)

২২৬.
পাকিস্তান সরকার ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় কেন?
Ο ক) 
প্রবল গণ-আন্দোলনের কারণে
Ο খ) 
প্রবল গণ-আন্দোলনের কারণে
Ο গ) 
প্রবল বিক্ষোভের কারণে
Ο ঘ) 
প্রবল জনতা অসন্তোষের কারণে

  সঠিক উত্তর: (ক)

২২৭.
সিমি তার শিক্ষকের কাছ থেকে ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের জন্য অন্যতম দায়ী একজন নেতার নাম জানতে পারলো?
Ο ক) 
ইয়াহিয়া
Ο খ) 
মোনায়েম খান
Ο গ) 
ইস্কান্দার মির্জা
Ο ঘ) 
আইয়ুব খান

  সঠিক উত্তর: (ঘ)

২২৮.
‘A’ দেশের জাতীয় নেতাদের �‘B’ দেশের সরকার অন্যায়ভাবে বন্দী করে । এখানে এদেশের প্রতি কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছে?
Ο ক) 
সামাজিক
Ο খ) 
প্রশাসনিক
Ο গ) 
রাজনৈতিক
Ο ঘ) 
সাংস্কৃতিক

  সঠিক উত্তর: (গ)

২২৯.
ছয়দফা কর্মসূচিতে ৩য় দফার দেশের দু’অংশে বিনিময়ের জন্য কয়টি মুদ্রার কথা বলা হয়েছে?
Ο ক) 
এক
Ο খ) 
দুই
Ο গ) 
তিন
Ο ঘ) 
চার

  সঠিক উত্তর: (খ)

২৩০.
আইয়ুব খান পরিস্থিতি শান্ত করতে কোথায় গোলটেবিল বৈঠক আহ্বান করেন?
Ο ক) 
লাহোরে
Ο খ) 
ইসলামাবাদে
Ο গ) 
রাওয়ালপিণ্ডিতে
Ο ঘ) 
ঢাকায়

  সঠিক উত্তর: (গ)

২৩১.
তুহিন একটি সাময়িকী পড়ে ৩৫ জন আসামির নাম জানতে পারলো যারা আগরতলা মামলার আসামি। তাদের মধ্যে অন্তর্ভুক্ত-
i. হাবিলদার মুজিবুর রহমান
ii. মাহফুজুল বারী
iii. সার্জেন্ট সামসুল হক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩২.
পশ্চিম পাকিস্তান সরকার কর্তৃক আগরতলা ষড়যন্ত্র মামলার যথার্থ কারণ কী?
i �বঙ্গবন্ধুর রাজনৈতিক ক্ষমতা হ্রাস
ii. ছয় দফার জনপ্রিয়তা কমানো
iii. সশস্ত্র আন্দোলনের পরিকল্পনা নস্যাৎ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩৩.
১৯৫৪ সালে পাকিস্তান সরকার যুক্তফ্রন্টের নির্বাচিত সরকারকে অন্যায়ভাবে উচ্ছেদ করে। এতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
Ο ক) 
প্রশাসনিক বৈষম্য
Ο খ) 
রাজনৈতিক বৈষম্য
Ο গ) 
সামরিক বৈষম্য
Ο ঘ) 
সামাজিক বৈষম্য

  সঠিক উত্তর: (খ)

২৩৪.
আগরতলা মামলার আসামিদের মধ্যে অন্তর্ভুক্ত-
i. নুর মোহাম্মদ
ii. রুহুল কুদ্দুস সিএসপি
iii. বিধান কৃষ সেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩৫.
কত সালে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়?
Ο ক) 
১৯৬০ সালে
Ο খ) 
১৯৬২ সালে
Ο গ) 
১৯৬৪ সালে
Ο ঘ) 
১৯৬৬ সালে

  সঠিক উত্তর: (ঘ)

২৩৬.
১৯৬২ সালের ছাত্ররা একটানা কত দিন ধর্মঘট পালন করেন?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ঘ)

২৩৭.
গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠিত হয় কয়টি রাজনৈতিক দল নিয়ে?
Ο ক) 
ছয়
Ο খ) 
সাত
Ο গ) 
আট
Ο ঘ) 
নয়

  সঠিক উত্তর: (গ)

২৩৮.
ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের উদ্দেশ্য ছিল-
i ১৯৭০ সালের নির্বাচনে জয়ী হওয়া
ii. গণতন্ত্র পুনরুদ্ধার করা
iii. ১৯৫৬ সালের সংবিধানে ফিরে যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৩৯.
আইয়ুব খানের শাসনামসলে মোট বাজেটের কয় ভাগ সামরিক বাজেট ছিল?
Ο ক) 
৫০%
Ο খ) 
৬০%
Ο গ) 
৭০%
Ο ঘ) 
৮০%

  সঠিক উত্তর: (খ)

২৪০.
আইয়ুব খান কনভেনশন মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। এটি কিসের পরিচায়ক?
i �দলীয় রাজনীতি বৈধ
ii. সামরিক আইন স্থগিত
iii. আইয়ুব সরকার একক শাসক ব্যর্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৪১.
দু অঞ্চলের মাঝে সম্পূর্ণ আলাদা ছিল-
i ভাষা
ii. সাহিত্য
iii. সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪২.
ভারত রাষ্ট্রের জন্ম হয় কত সালে?
Ο ক) 
১৯৪৭
Ο খ) 
১৯৪৮
Ο গ) 
১৯৪৯
Ο ঘ) 
১৯৫০

  সঠিক উত্তর: (ক)

২৪৩.
কোন কর্মসূচিতে বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত প্রকাশ আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং মুক্তি সনদ বলে মনে করা হয়?
Ο ক) 
ছয়দফা
Ο খ) 
গণ-অভ্যুত্থান
Ο গ) 
৭০-এর নির্বাচন
Ο ঘ) 
৫২-এর ভাষা আন্দোলন

  সঠিক উত্তর: (ক)

২৪৪.
বঙ্গভঙ্গ ছয়দফা কর্মসূচির মূল কারণ কী?
Ο ক) 
পূর্ব পাকিস্তানের বৈষম্যের হাত থেকে রক্ষা
Ο খ) 
পশ্চিম পাকিস্তানের বৈষম্যের হাত থেকে রক্ষা
Ο গ) 
ভারত-পাকিস্তানের বিভাজন
Ο ঘ) 
ভারতের শোষণা থেকে পাকিস্তানকে রক্ষা

  সঠিক উত্তর: (ক)

২৪৫.
১৯৬২ সালের কত তারিখ পর্যন্ত প্রতিদিন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়?
Ο ক) 
১৫ আগস্ট-১০ সেপ্টেম্বর
Ο খ) 
১৬ আগস্ট-১১ সেপ্টেম্বর
Ο গ) 
১৭ আগস্ট-১২ সেপ্টেম্বর
Ο ঘ) 
১৮ আগস্ট-১৩ সেপ্টেম্বর

  সঠিক উত্তর: (ক)

২৪৬.
সার্জেন্ট জহুরুল হককে কীভাবে হত্যা করা হয়?
Ο ক) 
অমানবিকভাবে
Ο খ) 
পৈশাচিক কায়দায়
Ο গ) 
গোপনে
Ο ঘ) 
গুলি করে

  সঠিক উত্তর: (ঘ)

২৪৭.
১৯৬২ সালের কত তারিখে ছাত্ররা ধর্মঘট ডাকে?
Ο ক) 
১ ফেব্রুয়ারি
Ο খ) 
২ ফেব্রুয়ারি
Ο গ) 
৩ ফেব্রুয়ারি
Ο ঘ) 
৪ ফেব্রুয়ারি

  সঠিক উত্তর: (ক)

২৪৮.
পূর্ব-বাংলার প্রতি রাজনৈতিক প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক বৈষম্য এবং নিপীড়নমূলক নীতি অনুসরণ করে কারা?
Ο ক) 
পশ্চিম পাকিস্তান
Ο খ) 
উত্তর ভারত
Ο গ) 
দক্ষিণ ভারত
Ο ঘ) 
পূর্ব পাকিস্তান

  সঠিক উত্তর: (ক)

২৪৯.
জন্মলগ্ন থেকে পাকিস্তানে কয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়?
Ο ক) 
একটি
Ο খ) 
দুটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (গ)

২৫০.
গণঅভ্যুত্থানের সময় পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন কে?
Ο ক) 
নুরুল আমিন সরকার
Ο খ) 
নাজিম উদদীন
Ο গ) 
মোনায়েম খান
Ο ঘ) 
আইয়ুব খান

  সঠিক উত্তর: (গ)




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...