NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || ভূগোল ও পরিবেশ অধ্যায় - ৪: পৃথিবীর বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন


এস.এস.সি    ||    ভূগোল ও পরিবেশ
অধ্যায় - ৪: পৃথিবীর বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন


১.
বিস্ফোরক আগ্নেয় শিলা কোনটি?
Ο ক) 
ব্রেসিয়া
Ο খ) 
রায়োলাইট
Ο গ) 
ব্যাসল্ট
Ο ঘ) 
অ্যান্ডেসাইট

  সঠিক উত্তর: (ক)

২.
গুরুমন্ডলের নিম্নভাগ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত স্তরকে কী বলে?
Ο ক) 
অশ্মমন্ডল
Ο খ) 
কেন্দ্রমন্ডল
Ο গ) 
নমনীয়মন্ডল
Ο ঘ) 
লঘুমন্ডল

  সঠিক উত্তর: (খ)

৩.
এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয় কোনটি?
Ο ক) 
খনিজ
Ο খ) 
শিলা
Ο গ) 
হীরা
Ο ঘ) 
জিপসাম

  সঠিক উত্তর: (ক)

৪.
ভূত্বক মূলক কী দ্বারা গঠিত?
Ο ক) 
বিভিন্ন বায়বীয় পদার্থের সংমিশ্রণে
Ο খ) 
নমনীয় পদার্থের সংমিশ্রণে
Ο গ) 
খনিজের মিশ্রণে শিলা দ্বারা
Ο ঘ) 
শিলা ও পানির মিশ্রণে

  সঠিক উত্তর: (গ)

৫.
ভৌগলিক দিক থেকে পৃথিবীর ভূমিরূপ কয় প্রকার?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (খ)

৬.
যে সব শক্তির প্রভাবে নানা স্থান থেকে ক্ষয়প্রাপ্ত শিলাগুলো এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চিত হয়-
i. বায়ুপ্রবাহ ii. নদী প্রবাহ iii. হিমবাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭.
পলি সঞ্চিত হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে কী বলে?
Ο ক) 
আগ্নেয় শিলা
Ο খ) 
পাললিক শিলা
Ο গ) 
রূপান্তরিত শিলা
Ο ঘ) 
ল্যাকোলিথ পর্বত

  সঠিক উত্তর: (খ)

৮.
ঊর্ধ্ব গুরুমন্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
Ο ক) 
৫০০ কিমি.
Ο খ) 
৬০০ কিমি.
Ο গ) 
৭০০ কিমি.
Ο ঘ) 
৮০০ কিমি.

  সঠিক উত্তর: (গ)

৯.
অ্যাপোলেশিয়ান সমভূমিগুলো এক প্রকার-
i. ক্ষয়জাত সমভূমি ii. পাদদেশীয় সমভূমি iii. পর্বত মধ্যবর্তী সমভূমি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০.
পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছিল আগ্নেয় শিলাকে কী বলা হয়?
Ο ক) 
গ্রাফাইট শিলা
Ο খ) 
প্রাথমিক শিলা
Ο গ) 
মাধ্যমিক শিলা
Ο ঘ) 
পর্যায়িত শিলা

  সঠিক উত্তর: (খ)

১১.
মরু এলাকা হচ্ছে-
i. মুষ্ক, প্রায় বৃষ্টিহীন ii. গাছপালা শূন্য iii. আদ্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২.
সমভূমি উপযোগী-
i. বসবাসের জন্য ii. কৃষিকাজের জন্য iii. রাস্তাঘাট নির্মাণের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত হয় কোনটি?
Ο ক) 
খনিজ
Ο খ) 
শিলা
Ο গ) 
হীরা
Ο ঘ) 
জিপসাম

  সঠিক উত্তর: (খ)

১৪.
অশ্মমন্ডলের নিচে প্রায় ২,৮৮৫� কিলোমিটার পর্যন্ত গুরুমন্ডলকে কী বলে?
Ο ক) 
গুরুমন্ডল
Ο খ) 
পাতাল
Ο গ) 
নমনীয়মন্ডল
Ο ঘ) 
অশ্মমন্ডল

  সঠিক উত্তর: (ক)

১৫.
থিতানো লবণকে কী হিসেবে ধরা হয়?
Ο ক) 
কাদা
Ο খ) 
পলি
Ο গ) 
পাথর
Ο ঘ) 
চুন

  সঠিক উত্তর: (খ)

১৬.
ধীর পরিবর্তন সংঘটিত হয়-
i. সূর্যতাপ দ্বারা ii. নদী দ্বারা iii. হিমবাহ দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর:

১৭.
কোয়ার্টজাইট কিসের দ্বারা তৈরি?
Ο ক) 
কোয়ার্টজ ও বেলেপাথর
Ο খ) 
কোয়ার্টজ ও চুনাপাথর
Ο গ) 
কোয়ার্টজ ও গ্রানাইট
Ο ঘ) 
কোয়ার্টজ ও ক্যালসাইট

  সঠিক উত্তর: (ক)

১৮.
মহাদেশীয় ভূত্বকের উন্মুক্ত অংশের কত ভাগ পাললিক শিলা?
Ο ক) 
৭০ ভাগ
Ο খ) 
৭৫ ভাগ
Ο গ) 
৬৫ ভাগ
Ο ঘ) 
৮০ ভাগ

  সঠিক উত্তর: (খ)

১৯.
আগ্নেয় শিলার অপর নাম কী?
Ο ক) 
স্তরীভূত শিলা
Ο খ) 
অস্তরীভূত শিলা
Ο গ) 
ভঙ্গুর শিলা
Ο ঘ) 
জীবাশ্ম শিলা

  সঠিক উত্তর: (খ)

২০.
সৃষ্টির সময় পৃথিবী কিরূপ ছিল?
Ο ক) 
শীতল
Ο খ) 
বাষ্পীয় কুন্ডলী
Ο গ) 
উত্তপ্ত গ্যাসপিন্ড
Ο ঘ) 
গ্যাসপিন্ড

  সঠিক উত্তর: (গ)

২১.
লাভা কঠিনাকার ধারণ করে কোন শিলায় পরিণত হয়?
Ο ক) 
জিপসাম
Ο খ) 
ডায়াটম
Ο গ) 
ডোলোমাইট
Ο ঘ) 
রায়োলাইট

  সঠিক উত্তর: (ঘ)

২২.
ভূগর্ভের উত্তপ্ত তরল পদার্থ ম্যাগমা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা অন্যকোনো কারণে বেরিয়ে এস শীতল হয়ে জমাট বেঁধে কোন শিলার সৃষ্টি হয়?
Ο ক) 
অন্তঃজ আগ্নেয় শিলা
Ο খ) 
বহিঃজ আগ্নেয় শিলা
Ο গ) 
বিস্ফোরক আগ্নেয় শিলা
Ο ঘ) 
ব্যাসল্ট আগ্নেয় শিলা

  সঠিক উত্তর: (খ)

২৩.
মরু এলাকায় মৃত্তিকা দৃঢ় সংঘবদ্ধ নয় কারণ-
i. গাছপালা কম থাকায় ii. দিনের বেলায় সূর্যের প্রখর তাপ� iii. রাতের শীতলতায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
সিয়াল স্তরের প্রধান উপাদান দুটি কী?
Ο ক) 
লোহা ও নিকেল
Ο খ) 
অ্যালুমিনিয়াম ও লোহা
Ο গ) 
অ্যালুমিনিয়াম ও সোডিয়াম
Ο ঘ) 
সিলিকন ও অ্যালুমিনিয়াম

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
পাললিক শিলা তৈরি করতে চাইলে-
Ο ক) 
আগ্নেয় শিলাকে রেখে দিতে হবে যেন ক্ষয়প্রাপ্ত হয়
Ο খ) 
প্রাকৃতিক অবস্থায় রেখে দিতে হবে যেন ক্ষয়প্রাপ্ত হয়
Ο গ) 
চূর্ণবিচূর্ণ করতে হবে
Ο ঘ) 
অত্যাধিক চাপে রাখতে হবে

  সঠিক উত্তর: (খ)

২৬.
ম্যাগমা ঠান্ডা হয়ে কোন শিলা হয়?
Ο ক) 
পাললিক শিলা
Ο খ) 
অপত্রায়ন শিলা
Ο গ) 
রূপান্তরিত শিলা
Ο ঘ) 
আগ্নেয় শিলা

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে না এসে ভূগর্ভে জমাট বেঁধে কোন শিলা তৈরি হয়?
Ο ক) 
অন্তঃজ আগ্নেয় শিলা
Ο খ) 
বহিঃজ আগ্নেয় শিলা
Ο গ) 
বিস্ফোরক আগ্নেয় শিলা
Ο ঘ) 
ব্যাসল্ট আগ্নেয় শিলা

  সঠিক উত্তর: (ক)

২৮.
কেন্দ্রমন্ডলের গুরুত্ব কত?
Ο ক) 
প্রায় ৩৪৮৬ কিমি.
Ο খ) 
প্রায় ৩৫৮৬ কিমি.
Ο গ) 
প্রায় ৩৪০০ কিমি.
Ο ঘ) 
প্রায় ৩৬৮৬ কিমি.

  সঠিক উত্তর: (ক)

২৯.
ব-দ্বীপ সমভূমি দেখতে-
i. ক্রিকোণাকার ii. গ্রীক শব্দ ‘আলফা’র মতো iii. গ্রীক শব্দ ‘ডেল্টা’র মতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩০.
ভূত্বকের নিচের অংশের নাম কী?
Ο ক) 
সিমা
Ο খ) 
সিয়াল
Ο গ) 
গুরুমন্ডল
Ο ঘ) 
অশ্মমন্ডল

  সঠিক উত্তর: (ক)

৩১.
গঠনপ্রণালি অনুসারে শিলাকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) 
৫ ভাগে
Ο খ) 
৩ ভাগে
Ο গ) 
৪ ভাগে
Ο ঘ) 
৬ ভাগে

  সঠিক উত্তর: (খ)

৩২.
মহাদেশীয় ভূত্বকের স্তরকে কী বলে?
Ο ক) 
সিমা স্তর
Ο খ) 
সিয়াল
Ο গ) 
গুরুমন্ডল
Ο ঘ) 
অশ্মমন্ডল

  সঠিক উত্তর: (খ)

৩৩.
কেন্দ্রমন্ডলের তরল বহিরাবরণটির গুরুত্ব কত?
Ο ক) 
৭০০ কিলোমিটার
Ο খ) 
১২১৬ কিলোমিটার
Ο গ) 
২২৭০ কিলোমিটার
Ο ঘ) 
২৮৮৫ কিলোমিটার

  সঠিক উত্তর: (গ)

৩৪.
কোনটি পাতালিক শিলার উদাহরণ?
Ο ক) 
পরফাইরি
Ο খ) 
ডেলোমাইট
Ο গ) 
চার্ট
Ο ঘ) 
গ্রানাইট

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
নিচের কোন দুটি আগ্নেয় শিলা?
Ο ক) 
কাদা ও কয়লা
Ο খ) 
গ্রানাইট ও স্লেট
Ο গ) 
ব্যাসল্ট ও গ্রানাইট
Ο ঘ) 
মার্বেল ও ব্যাসল্ট

  সঠিক উত্তর: (গ)

৩৬.
ভূমিরূপের পার্থক্য আছে-
i. আকৃতিগত ii. প্রকৃতিগত iii. গঠনগত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
পৃথিবীর বিভিন্ন স্তরকে কী বলে?
Ο ক) 
মন্ডল
Ο খ) 
অশ্মমন্ডল
Ο গ) 
গুরুমন্ডল
Ο ঘ) 
নমনীয়মন্ডল

  সঠিক উত্তর: (ক)

৩৮.
পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা কত ভাগ দখল করে আছে?
Ο ক) 
চার
Ο খ) 
পাঁচ
Ο গ) 
ছয়
Ο ঘ) 
সাত

  সঠিক উত্তর: (খ)

৩৯.
গ্রানাইট কোন জাতীয় শিলা?
Ο ক) 
পাললিক
Ο খ) 
রূপান্তরিত
Ο গ) 
আগ্নেয়
Ο ঘ) 
স্তরীভূত

  সঠিক উত্তর: (গ)

৪০.
আগ্লেয় শিলা তৈরি করতে চাইলে-
Ο ক) 
শিলাসমূহকে গলিয়ে ফেলতে হবে
Ο খ) 
চূর্ণবিচূর্ণ করতে হবে
Ο গ) 
গলিয়ে শীতল করতে হবে
Ο ঘ) 
সমুদ্রতলে রেখে দিতে হবে

  সঠিক উত্তর: (গ)

৪১.
পৃথিবীর উপরের স্তরটিকে কী বলে?
Ο ক) 
মন্ডল
Ο খ) 
অশ্মমন্ডল
Ο গ) 
গুরুমন্ডল
Ο ঘ) 
নমনীয়মন্ডল

  সঠিক উত্তর: (খ)

৪২.
গুরুমন্ডল কয় ভাগে বিভক্ত?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

৪৩.

১৮৫। নদীর গতিপথ ভাগ করা হয়-
i. নদী গভীরতার উপর ভিত্তি করে
ii. স্রোতের বেগের উপর ভিত্তি করে
iii. সমভূমির উপর ভিত্তি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৪.
কোন খনিজের কাঠিন্য সবচেয়ে বেশি?
Ο ক) 
টেলক
Ο খ) 
জিপসাম
Ο গ) 
ক্যালসাইট
Ο ঘ) 
হীরা

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
কোনটি থেকে গ্রাফাইট উৎপন্ন হয়?
Ο ক) 
চুনাপাথর
Ο খ) 
কয়লা
Ο গ) 
বেলেপাথর
Ο ঘ) 
গ্রানাইট

  সঠিক উত্তর: (খ)

৪৬.
কোন খনিজের কাঠিন্য সবচেয়ে কম?
Ο ক) 
হীরা
Ο খ) 
ক্যালসাইট
Ο গ) 
জিপসাম
Ο ঘ) 
টেলক

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
সৃষ্টির শুরুতে পৃথিবী কিরূপ অবস্থায় ছিল?
Ο ক) 
উত্তপ্ত গ্যাসপিন্ড
Ο খ) 
জ্বলন্ত গ্যাসপিন্ড
Ο গ) 
তরল গ্যাসীয়
Ο ঘ) 
কঠিন গ্যাসপিন্ড

  সঠিক উত্তর: (ক)

৪৮.
কোন শিলায় মহাদেশীয় ভূত্বকের উন্মূক্ত অংশের প্রায় ৭৫ ভাগ গঠিত?
Ο ক) 
পাললিক শিলায়
Ο খ) 
আগ্নেয় শিলায়
Ο গ) 
রূপান্তরিত শিলায়
Ο ঘ) 
স্তরীভূত শিলায়

  সঠিক উত্তর: (ক)

৪৯.
চূর্ণ পাললিক শিলার উদাহরণ হচ্ছে-
Ο ক) 
কয়লা ও চুনাপাথর
Ο খ) 
কর্দম, বেলেপাথর ও নুড়িপাথর
Ο গ) 
জোলোমাইট ও জিপসাম
Ο ঘ) 
লবণ ও জিপসাম

  সঠিক উত্তর: (খ)

৫০.
কোনটি জৈবিক পাললিক শিলা?
Ο ক) 
চুনাপাথর
Ο খ) 
বেলেপাথর
Ο গ) 
লবণ
Ο ঘ) 
জিপসাম


  সঠিক উত্তর: (ক)

৫১.
মহাদেশীয় ভূত্বক কী দ্বারা গঠিত?
Ο ক) 
সিলিকন ও অ্যালুমিনিয়াম
Ο খ) 
সিলিকন ও ম্যাপনেসিয়াম
Ο গ) 
সোডিয়াম ও অ্যালুমিনিয়াম
Ο ঘ) 
সোডিয়াম ও সিলিকন

  সঠিক উত্তর: (ক)

৫২.
সিমা কী দিয়ে তৈরি?
Ο ক) 
সিলিকন ও ম্যাগনেসিয়াম
Ο খ) 
লোহা ও নিকেল
Ο গ) 
ম্যাগনেসিয়াম ও কোবাল্ড
Ο ঘ) 
সিলিকন ও অ্যালুমিনিয়াম

  সঠিক উত্তর: (ক)

৫৩.
ক্ষয়জাত সমভূমির অন্তর্গত বাংলাদেশের-
i. প্লাবন সমভূমি ii. মধুপুরের চত্বর iii. বরেন্দ্রভূমি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৪.
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ-
i. ভূত্বকে ফাটল ii. ভূগর্ভের রাসায়নিক ক্রিয়া iii. ভূআন্দোলনের পার্শ্বচাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
গুরুমন্ডলীয় স্তরটি কত কিলোমিটার পুরু?
Ο ক) 
প্রায় ৩৪৮৬ কিলোমিটার
Ο খ) 
প্রায় ২৮৮৫ কিলোমিটার
Ο গ) 
প্রায় ২২৭০ কিলোমিটার
Ο ঘ) 
প্রায় ১২১৬ কিলোমিটার

  সঠিক উত্তর: (খ)

৫৬.
ম্যাগমা ভূত্বকের ফাটল দেয় ভূপৃষ্ঠে বের হয়ে আসলে তাকে কী বলে?
Ο ক) 
লাভা
Ο খ) 
গ্যাব্রো
Ο গ) 
টাফ
Ο ঘ) 
ব্রেসিয়া

  সঠিক উত্তর: (ক)

৫৭.
স্তরীভূত শিলার বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) 
নদীস্রোত, বায়ু বা হিমবাহ স্তরীভূত শিলা গঠনে ভূমিকা রাখে
Ο খ) 
নদীর পলল স্তরীভূত শিলা তৈরির প্রধান নিয়ামক
Ο গ) 
স্তরীভূত শিলা অত্যন্ত কঠিন
Ο ঘ) 
স্তরীভূত শিলা ভূপৃষ্ঠের কাছাকাছি স্তরে স্তরে সজ্জিত থাকে

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
কোন শিলা পলি দ্বারা গঠিত?
Ο ক) 
আগ্নেয় শিলা
Ο খ) 
রূপান্তরিত শিলা
Ο গ) 
পাললিক শিলা
Ο ঘ) 
ভূত্বক

  সঠিক উত্তর: (গ)

৫৯.
কেন্দ্রমন্ডলের প্রধান উপাদানগুলো কী কী?
Ο ক) 
সিলিকন ও অ্যালুমিনিয়াম
Ο খ) 
সিলিকন ও নিকেল
Ο গ) 
ম্যাগনেসিয়াম ও লৌহ
Ο ঘ) 
লোহা ও নিকেল

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
কোন শিলার কোনো স্তর নেই?
Ο ক) 
পাললিক শিলা
Ο খ) 
অপত্রায়ন শিলা
Ο গ) 
রূপান্তরিত শিলা
Ο ঘ) 
আগ্নেয় শিলা

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
কোন শিলায় কোনো জীবাশ্ম নেই?
Ο ক) 
পাললিক শিলা
Ο খ) 
অপত্রায়ন শিলা
Ο গ) 
রূপান্তরিত শিলা
Ο ঘ) 
আগ্নেয় শিলা

  সঠিক উত্তর: (ঘ)

৬২.
নিম্নগতিতে নদীর-
i. স্রোতের গতি বেড়ে যায় ii. গভীরতা কমে যায় iii. পার্শ্বক্ষয় হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬৩.
পাললিক শিলা গঠিত হয়-
Ο ক) 
গলিত পদার্থ জমে
Ο খ) 
লাভার মাধ্যমে
Ο গ) 
স্তরীভূত হয়ে
Ο ঘ) 
সাগরের তলদেশে জমাট বেঁধে

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
কোন জাতীয় শিলার প্রধান খনিজ উপাদানের নাম সিলিকন ও ম্যাগনেসিয়াম?
Ο ক) 
ব্যাসল্ট
Ο খ) 
মার্বেল পাথর
Ο গ) 
গ্রানাইট
Ο ঘ) 
চুনাপাথর

  সঠিক উত্তর: (ক)

৬৫.
গিরিখাত সাধারণত-
i. শুষ্ক অঞ্চলে সৃষ্টি হয় ii. অত্যন্ত সংকীর্ণ ও গভীর হয় iii. কঠিন শিলাস্তরে সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৬.
নদীর ক্ষয়জাত ভূমিরূপ হলো-
i. পলল কোণ ii. ক্যানিয়ন iii. জলপ্রপাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৭.
আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) 
২ ভাগে
Ο খ) 
৩ ভাগে
Ο গ) 
৪ ভাগে
Ο ঘ) 
৫ ভাগে

  সঠিক উত্তর: (ক)

৬৮.
সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত স্তরের নাম কী?
Ο ক) 
সিমা স্তর
Ο খ) 
সিয়াল
Ο গ) 
গুরুমন্ডল
Ο ঘ) 
অশ্মমন্ডল

  সঠিক উত্তর: (খ)

৬৯.
দক্ষিণ পূর্ব এশিয়ায় সুনামি হয়-
i. ২০১২ সালে ii. ২০১১ সালে iii. ২০০৪ সালে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর:

৭০.
মধ্যগতিতে নদী-
i. সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় ii. পার্শ্বক্ষয় বেশি হয় iii. ক্রমশ প্রশস্ততা কমে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭১.
মহাদেশীয় ভূত্বকরে শিলাস্তর কোন কোন উপাদান দ্বারা গঠিত?
Ο ক) 
সিলিকন ও ম্যাগনেসিয়াম
Ο খ) 
লোহা ও নিকেল
Ο গ) 
ম্যাগনেসিয়াম ও কোবাল্ড
Ο ঘ) 
সিলিকন ও অ্যালুমিনিয়াম

  সঠিক উত্তর: (ঘ)

৭২.
ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া হচ্ছে-
i. আকস্মিক পরিবর্তন ii. ভৌগলিক পরিবর্তন iii. ধীর পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৩.
টেলক কী?
Ο ক) 
শিলা
Ο খ) 
কর্দম
Ο গ) 
ব্যাসল্ট
Ο ঘ) 
খনিজ

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
ভূত্বকের নিচের স্তরকে কী বলে?
Ο ক) 
অশ্মমন্ডল
Ο খ) 
পাতাল
Ο গ) 
নমনীয়মন্ডল
Ο ঘ) 
গুরুমন্ডল

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
পৃথিবী বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন-
i. ১৩৭-১৫৭ মিটার বিস্তৃত ii. প্রায় ২.৪ কিলোমিটার গভীর iii. ৪৮২ কিলোমিটার দীর্ঘ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
ক্ষয়সাধন হয়ে থাকে-
i. বায়ুপ্রবাহ দ্বারা ii. নদীস্রোত দ্বারা iii. হিমবাহ দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৭.
উর্ধ্বগতি অবস্থায় নদী-
i. স্থলভাগকে ক্ষয় করে ii. পরিবহন করে iii. সঞ্চয় করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৮.
আগ্নেয় শিলা কোনটি?
Ο ক) 
জিপসাম
Ο খ) 
চুন
Ο গ) 
টাফ
Ο ঘ) 
কয়লা

  সঠিক উত্তর: (গ)

৭৯.
বিস্ফোরক শিলা হচ্ছে-
Ο ক) 
গ্রানাইট ও গ্যাব্রো
Ο খ) 
টাফ ও ব্রেসিয়া
Ο গ) 
সায়েনাইট ও টাফ
Ο ঘ) 
ব্রেসিয়া ও গ্রানাইট

  সঠিক উত্তর: (খ)

৮০.
কেন্দ্রমন্ডলের প্রধান গঠন উপাদান কী?
Ο ক) 
লোহা
Ο খ) 
মাটি
Ο গ) 
প্রস্তর
Ο ঘ) 
তামা

  সঠিক উত্তর: (ক)

৮১.
কোনটি আগ্নেয় শিলা?
Ο ক) 
কাঁকর ও কাদা
Ο খ) 
কেওলিন ও কয়লা
Ο গ) 
গ্রানাইট ও গ্যাব্রো
Ο ঘ) 
স্লেট ও চুনাপাথর

  সঠিক উত্তর: (গ)

৮২.
গুরুমন্ডল কোন শিলা দ্বারা গঠিত?
Ο ক) 
আগ্নেয়
Ο খ) 
পাললিক
Ο গ) 
ব্যাসল্ট
Ο ঘ) 
কঠিন

  সঠিক উত্তর: (গ)

৮৩.
বাংলাদেশের পলল সমভূমি দেখা যায়-
i. রাজশাহী জেলায় ii. রংপুর জেলায় iii. দিনাজপুর জেলায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮৪.
কয়লা কোন প্রকার শিলা?
Ο ক) 
রূপান্তরিত শিলা
Ο খ) 
রাসায়নিক পাললিক শিলা
Ο গ) 
যান্ত্রিক পাললিক শিলা
Ο ঘ) 
জৈবিক পাললিক শিলা

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
চুনাপাথর, প্রবাল ইত্যাদি হচ্ছে জৈবিক উপায়ে গঠিত পাললিক শিলা। সুতরাং আমরা বলতে পারি-
Ο ক) 
জৈব পদার্থ শিলার ভিতর স্তরীভূত হতে পারে
Ο খ) 
জৈব পদার্থ সবসময় বিশ্লিষ্ট হয়ে মিশে যায়
Ο গ) 
শিলা গঠনে সবসময় অজৈব পদার্থ প্রয়োজনীয়
Ο ঘ) 
আগ্নেয় শিলা প্রচন্ড ভঙ্গুর

  সঠিক উত্তর: (ক)

৮৬.
তামা কয়টি মৌল দ্বারা গঠিত?
Ο ক) 
একটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
অনেকগুলো

  সঠিক উত্তর: (ক)

৮৭.
একটিমাত্র মৌল দিয়ে গঠিত খনিজের নাম-
Ο ক) 
রূপা
Ο খ) 
নিকেল
Ο গ) 
লোহা
Ο ঘ) 
চুনাপাথর

  সঠিক উত্তর: (ক)

৮৮.
কোনটি আগ্নেয় শিলার উদাহরণ নয়?
Ο ক) 
ব্যাসল্ট
Ο খ) 
কয়লা
Ο গ) 
ডাইক
Ο ঘ) 
ল্যাকোলিথ

  সঠিক উত্তর: (খ)

৮৯.
প্রকৃতিতে খনিজ কী অবস্থায় পাওয়া যায়?
Ο ক) 
মিশ্রিত অবস্থায়
Ο খ) 
কেলাসিত অবস্থায়
Ο গ) 
ম্যাগমা অবস্থায়
Ο ঘ) 
জমাট বাঁধা অবস্থায়

  সঠিক উত্তর: (ক)

নিচের উদ্দীপকটি পড়ে দুইটি প্রশ্নের উত্তর দাও:
পলাশদের বাড়ি ব্রহ্মপুত্র নদীর তীরে। একদিন পলাশ তার চাচার সাথে নদীর ধারে ঘুরতে গিয়ে দেখল নদীতে তেমন স্রোত নেই। তার চাচা বলল, একসময় নদীর স্রোতের বেগ খুব বেশী ছিল।
৯০.
উদ্দীপকে উল্লেখিত নদীটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে?
Ο ক) 
প্রাথমিক অবস্থা
Ο খ) 
নিম্নগতি
Ο গ) 
মধ্যগতি
Ο ঘ) 
উর্ধ্বগতি

  সঠিক উত্তর: (খ)

৯১.
উদ্দীপকে উল্লেখিত নদীর বর্তমানে-
i. উপত্যকা গভীর
ii. নিম্নক্ষয় বন্ধ
iii. নদীবাহিত বালুকণা ও কাদা মোহনায় সঞ্চিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...