NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৫ (1-250)


এস.এস.সি    ||    বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
অধ্যায় - ১৫


১.
যুবকদের সেনাদলে ভর্তি করা হতো কত বছর বয়সে?
Ο ক) 
১০ বছর
Ο খ) 
২০ বছর
Ο গ) 
১৫ বছর
Ο ঘ) 
২৫ বছর

  সঠিক উত্তর: (খ)

২.
‘ক’ নামক এক শ্রেণি সমাজে বঞ্চিত ছিল এবং সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ছিল। নিচের কোন শ্রেণির সাথে মিল রয়েছে-
i. প্যাট্রিশিয়ান
ii. প্লেবিয়ান
iii. একীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

৩.
এথেন্সে সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত সংসদকে কী বলা হতো?
Ο ক) 
এরিডপেগাস
Ο খ) 
সলোন
Ο গ) 
একলেসিয়া
Ο ঘ) 
রাজতন্ত্র

  সঠিক উত্তর: (গ)

৪.
সিন্ধু সভ্যতার কোন নগরে এক বিরাট স্নানাগার আবিষ্কৃত হয়েছে?
Ο ক) 
হরপ্পায়
Ο খ) 
ইসলামাবাদে
Ο গ) 
মহেঞ্জোদারোতে
Ο ঘ) 
লাহোরে

  সঠিক উত্তর: (গ)

৫.
স্পার্টাদের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়-
i. তারা সমরতন্ত্র দ্বারা প্রভাবিত ছিল
ii. তারা গণতন্ত্র দ্বারা প্রভাবিত ছিল
iii. তারা রাজতন্ত্র দ্বারা প্রভাবিত ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬.
মিশরীয়রা দর্শন ও সাহিত্য চর্চায় কোনটি অনুপস্থিত ছিল?
Ο ক) 
হাসি
Ο খ) 
সুখ
Ο গ) 
আনন্দ
Ο ঘ) 
হতাশা

  সঠিক উত্তর: (ঘ)

৭.
আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান এটা জানা যায় কোন শাসন থেকে?
Ο ক) 
মিশরীয় শাসন
Ο খ) 
রোমান শাসন
Ο গ) 
মেসোপটেমিয় শাসন
Ο ঘ) 
চৈনিক শাসন

  সঠিক উত্তর: (খ)

৮.
সক্রেটিসের শিক্ষার মূল লক্ষ্য কি ছিল?
Ο ক) 
আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরকি গড়ে তোলা
Ο খ) 
সাংস্কৃতিক উন্নয়ন
Ο গ) 
অর্থনৈতিক উন্নয়ন
Ο ঘ) 
ব্যবসায় উন্নয়ন

  সঠিক উত্তর: (ক)

৯.
গ্রিসের যুক্তিবাদী দার্শনিকদের কী বলা হতো?
Ο ক) 
যু্ক্তিবাদী রক্ষক
Ο খ) 
বিশিষ্ট দার্শনিক
Ο গ) 
ফেসিস্ট
Ο ঘ) 
সফিস্ট

  সঠিক উত্তর: (ঘ)

১০.
স্বপ্না একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণে যায় যেটি প্রাচীনকালে মেম্ফিস নামে পরিচিত ছিল। মেস্ফিস স্থানটি প্রাচীনকালে কী ছিল?
Ο ক) 
রাজধানী
Ο খ) 
খেলার মাঠ
Ο গ) 
যুদ্ধক্ষেত্র
Ο ঘ) 
নদীবন্দর

  সঠিক উত্তর: (ক)

১১.
মিশরে কীভাবে চিত্রশিল্পের সূচনা হয়?
Ο ক) 
পারস্যের সংস্পর্শে
Ο খ) 
মন্দির সাজাতে গিয়ে
Ο গ) 
রং আবিষ্কার হওয়ায়
Ο ঘ) 
চিত্র শিল্পীদের মর্যাদা বৃদ্ধি হওয়ায়

  সঠিক উত্তর: (খ)

১২.
এথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গিঠত জোটের নাম ছিল কী?
Ο ক) 
ডেলিয়ান লীগ
Ο খ) 
পেলোপনেসীয় লীগ
Ο গ) 
আরব লীগ
Ο ঘ) 
যৌথ লীগ

  সঠিক উত্তর: (ক)

১৩.
প্রাচীন মিশরীয়রা সময় নির্ধারণের জন্য যেমন ঘড়ি আবিষ্কার করে-
i. সূর্যঘড়ি
ii. হাতঘড়ি
iii. জলঘড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৪.
মিশরের রাজাকে ‘ফারাও’ বলা হতো কেন?
Ο ক) 
নগরে ছিলেন বলে
Ο খ) 
বড় প্রাসাদে বাস করতে বা অগাধ ক্ষমতার অধিকারী ছিলেন বলে
Ο গ) 
নাগরিক অধিকার সংরক্ষণ করতেন বলে
Ο ঘ) 
বড় রাজ্যের রাজা ছিলেন বলে

  সঠিক উত্তর: (খ)

১৫.
মিশরীয়রা মৃতদেহকে মমি করতো কেন?
Ο ক) 
পচাতে
Ο খ) 
তাজা রাখতে
Ο গ) 
পূজা করতে
Ο ঘ) 
তাজা করতে

  সঠিক উত্তর: (খ)

১৬.
মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্যের ক্ষেত্রে সমর্থনযোগ্য হলো-
i. উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে
ii. নীলনদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো
iii. প্রাচীনকালে প্রতিবছর নীলনদে বন্যা হতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৭.
প্রাচীন মিশরের রাজাদের কী বলা হোত?
Ο ক) 
ফারাও
Ο খ) 
প্রভু
Ο গ) 
বাদশাহ
Ο ঘ) 
সম্রাট

  সঠিক উত্তর: (ক)

১৮.
আদিম যুগের মানুষ কিসের ব্যবহার জানত না?
Ο ক) 
মোবাইলের
Ο খ) 
কম্পিউটারের
Ο গ) 
ইন্টারনেটের
Ο ঘ) 
আগুনের

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
মহনবি (স) বৃক্ষরোপণকে সাদকায়ের জারিয়া বলেছেন। কারণ এতে-
i. মানুষ সার্বিকভাবে উপকৃত হয়
ii. সৃষ্টজীব উপকৃত হয়
iii. পরিবেশ ভারসাম্যপূর্ণ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২০.
সিন্ধু সভ্যতায় পরিবার ব্যবস্থা কেমন ছিল?
Ο ক) 
একক পরিবার
Ο খ) 
যৌথ পরিবার
Ο গ) 
অনুপরিবার
Ο ঘ) 
মার্তৃতান্ত্রিক পরিবার

  সঠিক উত্তর: (ক)

২১.
হরপ্পার সবচেয়ে আকর্ষণীয় ইমারত হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
গুদামঘর
Ο খ) 
স্নানাগার
Ο গ) 
টয়লেট
Ο ঘ) 
বৃহদাকার শস্যাগার

  সঠিক উত্তর: (ঘ)

২২.
রমযান মাসে ইবাদতে অধিক সওয়াব পাওয়া যায়, কারণ এ মাসে-
i. কুরআন নাযিল হয়েছে
ii. মর্যাদাপূর্ণ মাস
iii. শয়তানকে বন্দি করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
রোখসানা বই পড়ে জেনেছে, সিন্ধু সভ্যতা ব্যবসা-বাণিজ্যকে একটি পরিকল্পিত পদ্ধতির মধ্যে নিয়ে এসেছিল। রোখসানা কোন বিষয়ের দিকে ইঙ্গিত করেছে?
Ο ক) 
নগর পরিকল্পনার
Ο খ) 
পরিমাপ পদ্ধতির
Ο গ) 
শিল্পের উৎপাদনের
Ο ঘ) 
যোগাযোগ ব্যবস্থার

  সঠিক উত্তর: (খ)

২৪.
ঈজিয়ান সাগরের দীপপুঞ্জ এবং এশিয়া মাইনর উপকূলে কী আবিস্কৃত হয়?
Ο ক) 
গ্রিক সভ্যতা
Ο খ) 
উপদ্বীপ
Ο গ) 
সাগর
Ο ঘ) 
জলভূমি

  সঠিক উত্তর: (ক)

২৫.
গ্রিক জাতির পূর্বপুরুষরা কোন গোষ্ঠী থেকে আগত?
Ο ক) 
মেষ পালক গোষ্ঠী
Ο খ) 
সনাতন গোষ্ঠী
Ο গ) 
আর্য গোষ্ঠী
Ο ঘ) 
ডোরীয় গোষ্ঠী

  সঠিক উত্তর: (ক)

২৬.
কোন যুগ শেষ হলে মানুষ কৃষিকাজ শেখে?
Ο ক) 
পুরনো পাথরের যুগ
Ο খ) 
নতুন পাথরের যুগ
Ο গ) 
নবপলীয় যুগ
Ο ঘ) 
পরাপলীয় যুগ

  সঠিক উত্তর: (ক)

২৭.
‘ক’ নামক আইনটি পালন করা প্রত্যেক নাগরিকের জন্য বাধ্যতামূলক, এবং এটি লিখিত ও অলিখিত ছিল। নিচের কোন আইনের সাথে মিল রয়েছে-
i. জনগণের আইন
ii. প্রাকৃতিক আইন
iii. বেসামরিক আইন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (গ)

২৮.
রোমের অর্থনীতি কাদের ওপর নির্ভরশীল ছিল?
Ο ক) 
রাজাদের উপর
Ο খ) 
দাসদের উপর
Ο গ) 
সৈনিকদের উপর
Ο ঘ) 
অর্থনীতিবিদদের উপর

  সঠিক উত্তর: (খ)

২৯.
গ্রিস পরিবেষ্টিত-
i. আড্রিয়অটিক সাগর দ্বারা
ii. ভূমধ্যসাগর দ্বারা
iii. ঈজিয়ান সাগর দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০.
মিশরের ভৌগলিক অবস্থান বিশ্লেষণ করলে যেটি পাওয়া যায়-
i. সবুজ ভূীম রয়েছে
ii. অভ্যন্তরে মরু অঞ্চল
iii. দেশটি সরু ফালির মতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১.
মিশরীয়রা নীলনদের পানি খাল কেটে সঞ্চয় করে রাখতো কেন?
Ο ক) 
পান করতে
Ο খ) 
পূজা করতে
Ο গ) 
কৃষিকাজ করতে
Ο ঘ) 
লবণ উৎপাদন করতে

  সঠিক উত্তর: (গ)

৩২.
গ্রিক ও তগ্রিক সংস্কৃতির মিশ্রণে কিসের জন্ম হয়?
Ο ক) 
হেলেনিক সংস্কৃতিক
Ο খ) 
হেলেনিস্টক সংস্কৃতি
Ο গ) 
অপসংস্কৃতি
Ο ঘ) 
হিন্দু সংস্কৃতি

  সঠিক উত্তর: (খ)

৩৩.
গ্রিকদের কতজন দেবদেবী ছিল?
Ο ক) 
১০ জন
Ο খ) 
১১ জন
Ο গ) 
১২ জন
Ο ঘ) 
১৩ জন

  সঠিক উত্তর: (গ)

৩৪.
স্পার্টায় বালকদের কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে শিক্ষা দেওয়া হতো। উদ্দীপকের এ আচরণ নিচের কোনটিকে সমর্থন করে?
Ο ক) 
শিক্ষা ব্যবস্থান উন্নতি
Ο খ) 
সমরতন্ত্র প্রতিষ্ঠা
Ο গ) 
ভালো সৈনিক তৈরি
Ο ঘ) 
রাষ্ট্রের উন্নয়ন

  সঠিক উত্তর: (গ)

৩৫.
পেরিক্লিসের সময়কালকে গ্রিক সভ্যতার কী বলা হতো?
Ο ক) 
স্বর্ণযুগ
Ο খ) 
শিল্পযুগ
Ο গ) 
অন্ধকারযুগ
Ο ঘ) 
অর্থনীতির যুগ

  সঠিক উত্তর: (ক)

৩৬.
সভ্যতায় মিশরীয়দের অবদান-
i. লিখন পদ্ধতি
ii. কাগজের আবিষ্কার
iii. আধুনিক তথ্যপ্রযুক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৭.
গ্রিকদের কয়টি দেবদেবী ছিল?
Ο ক) 
১৩টি
Ο খ) 
১১টি
Ο গ) 
১২টি
Ο ঘ) 
১৩টি

  সঠিক উত্তর: (গ)

৩৮.
কিসের কারণে মিশরের কিছু অংশ জুড়ে শস্য শ্যামলা সবুজ ভুমি আছে?
Ο ক) 
নীলনদ
Ο খ) 
মরুভূমি
Ο গ) 
হোয়াংহো নদী
Ο ঘ) 
বনভূমি

  সঠিক উত্তর: (ক)

৩৯.
স্টার্টানদের কিসে উৎসাহ দেওয়া হতো না?
Ο ক) 
সামরিক শিক্ষায়
Ο খ) 
রাজনীতিতে
Ο গ) 
বাণিজ্যে
Ο ঘ) 
সাংস্কৃতিক ক্ষেত্রে

  সঠিক উত্তর: (গ)

৪০.
সিন্ধু সভ্যতার বিভিন্ন আকৃতির বাটখারা পাওয়া যায়। এ তথ্য থেকে কী প্রমাণিত হয়?
Ο ক) 
তারা বাটখারার ব্যবসায় করত
Ο খ) 
বাটখারা তৈরি তাদের পেশা ছিল
Ο গ) 
তারা হস্তশিল্প হিসেবে বাটখাটা তৈরি করত
Ο ঘ) 
তারা দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
আদিম যুগের মানুষ কীভাবে পশু শিকার করতো?
Ο ক) 
একাকী
Ο খ) 
লোহার অস্ত্র দিয়ে
Ο গ) 
বিষ প্রয়োগ করে
Ο ঘ) 
দলবদ্ধভাবে

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
প্রাচীন গ্রিসে রাষ্ট্র পরিচালনা হতো কয়টি সংসদের দ্বারা?
Ο ক) 
একটি
Ο খ) 
দুটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (খ)

৪৩.
সিন্ধু সভ্যতায় বড় বড় দ্রব্য মাপার জন্য দাড়িপাল্লাগুলো কিসের তৈরি ছিল?
Ο ক) 
পাথর
Ο খ) 
তামা
Ο গ) 
লোহা
Ο ঘ) 
ব্রোঞ্জ

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
স্ফিংকস দেখতে কেমন ছিল?
Ο ক) 
দেহটা সিংহের মতো কিন্তু মুখ মানুষের
Ο খ) 
দেহটা বাঘের মতো কিন্তু মুখ মানুষের
Ο গ) 
দেহটা হাতির মতো কিন্তু মুখ মানুষের
Ο ঘ) 
দেহটা ঘোড়ার মতো কিন্তু মুখ মানুষের

  সঠিক উত্তর: (ক)

৪৫.
স্পার্টায় অনেক শিশুকে পাহাড় থেকে ফেলে হত্যা করা হতো কেন?
Ο ক) 
কালো হওয়ার জন্য
Ο খ) 
বিকলাঙ্গতার জন্য
Ο গ) 
শৃঙ্খলার জন্য
Ο ঘ) 
অপুষ্টির জন্য

  সঠিক উত্তর: (খ)

৪৬.
মিশরে বার্ষিক বন্যার পর বছরে কতবার ফসল হতো?
Ο ক) 
১ বার
Ο খ) 
২ বার
Ο গ) 
৩ বার
Ο ঘ) 
৪ বার

  সঠিক উত্তর: (ক)

৪৭.
সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা যেটির পরিচালক-
i. শাসন ব্যবস্থার দক্ষতা
ii. অর্থনৈতিক সমৃদ্ধি
iii. যুদ্ধ বিগ্রহের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৮.
হিপোক্রেটিসের যথেষ্ট খ্যাতি ছিল কেন?
Ο ক) 
সাহিত্য রচনার কারণে
Ο খ) 
জ্যোতির্বিজ্ঞানের কারণে
Ο গ) 
নাটক রচনার কারণে
Ο ঘ) 
চিকিৎসা বিজ্ঞানের কারণে

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
ঢাকা ওয়াসা পয়ঃপ্রণালির জন্য ড্রেন নির্মাণ করে। এটি কোন সভ্যতা থেকে শিক্ষা নেওয়া?
Ο ক) 
রোমান
Ο খ) 
মিশরীয়
Ο গ) 
সিন্ধু
Ο ঘ) 
চৈনিক

  সঠিক উত্তর: (গ)

৫০.
মিশরে জমি উর্বর হতো কীভাবে?
Ο ক) 
সার ব্যবহার দ্বারা
Ο খ) 
পশুর মূত্র দ্বারা
Ο গ) 
বন্যার পানি দ্বারা
Ο ঘ) 
বৃষ্টির পানি দ্বারা

  সঠিক উত্তর: (গ)

৫১.
প্রাক রাজবংশীয় যুগে মিশর রাষ্ট্রটি ছিল-
Ο ক) 
ছোট ছোট নগর রাষ্ট্র
Ο খ) 
বৃহৎ রাষ্ট্র
Ο গ) 
সাম্রাজ্য
Ο ঘ) 
ছোট রাষ্ট্র

  সঠিক উত্তর: (ক)

৫২.
কামাল সিন্ধু সভ্যতার প্রাপ্ত বিভিন্ন সিল দেখে। সিলগুলো যেমন ছিল-
i. পাথরের
ii. তিনকোণা আকৃতির
iii. মহিষের চিহ্নযুক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৫৩.
এথেন্সকে কেন্দ্র করে কী গড়ে উঠেছে?
Ο ক) 
গ্রিক সভ্যতা
Ο খ) 
বিশাল সাম্রাজ্য
Ο গ) 
হেলেনিক সংস্কৃতি ভৌগোলিক পরিবেশ
Ο ঘ) 
ভৌগলিক পরিবেশ

  সঠিক উত্তর: (গ)

৫৪.
আমেনহোটেপ কখন ক্ষমতা গ্রহণ করেন?
Ο ক) 
১৩৭৪ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৩৭৫ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৩৭৬ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৩৭৭ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (খ)

৫৫.
মহেঞ্জোদারো ও হরপ্পা নগর নির্মাণ করা হতো?
Ο ক) 
টিলার উপর
Ο খ) 
উঁচু ভিতের উপর
Ο গ) 
পাহাড়ের উপর
Ο ঘ) 
মাটির ঢিবির উপর

  সঠিক উত্তর: (খ)

৫৬.
প্যানথিয়ন কিসের নাম?
Ο ক) 
মন্দিরের
Ο খ) 
মসজিদের
Ο গ) 
গির্জার
Ο ঘ) 
মূর্তির

  সঠিক উত্তর: (ক)

৫৭.
মহেঞ্জোদারোতে আবিস্কৃত স্নানাগারের দৈর্ঘ্য কত?
Ο ক) 
৩৫ ফুট
Ο খ) 
৩৭ ফুট
Ο গ) 
৩৯ ফুট
Ο ঘ) 
৪১ ফুট

  সঠিক উত্তর: (গ)

৫৮.
ওজন করার জন্য ব্যবহৃত সিন্ধু সভ্যতার বড় বাটখারাগুলো কেমন ছিল?
i. চারকোণা আকৃতির
ii. কোণাকৃতির
iii. গোলাকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৯.
কারা ৩৬৫ দিনে বছরের হিসাব আবিষ্কার করে?
Ο ক) 
চীনারা
Ο খ) 
সুমেরীয়রা
Ο গ) 
মিশরীয়রা
Ο ঘ) 
পারস্যরা

  সঠিক উত্তর: (গ)

৬০.
মিশরের প্রথম রাজা কে ছিলেন?
Ο ক) 
ফারাও
Ο খ) 
কারাবী
Ο গ) 
ফাতেহ
Ο ঘ) 
কারমান

  সঠিক উত্তর: (ক)

৬১.
রোমীয় প্রশাসনিক ব্যবস্থায় কিসের ক্ষমতা ছিল অপরীসীম?
Ο ক) 
গণসভার
Ο খ) 
আইসভার
Ο গ) 
রাজসভার
Ο ঘ) 
সিনেটের

  সঠিক উত্তর: (ঘ)

৬২.
মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি?
Ο ক) 
ফারাও ও খুফুর পিরামিড
Ο খ) 
কার্ক পিরামিড
Ο গ) 
লাবাজোর পিরামিড
Ο ঘ) 
পাথরের পিরামিড

  সঠিক উত্তর: (ক)

৬৩.
কয়টি ভাস্কর্য ফিদিয়াসকে খ্যাতির শীর্ষে রেখেছে?
Ο ক) 
একটি
Ο খ) 
দুটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (খ)

৬৪.
রোম সাম্রাজ্যের শাসনের দায়িত্ব নেন-
i. অক্টোভিয়াস সিজার
ii. মার্ক এন্টনি
iii. লেপিডাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৫.
মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে?
Ο ক) 
২২টি
Ο খ) 
২৩টি
Ο গ) 
২৪টি
Ο ঘ) 
২৫টি

  সঠিক উত্তর: (গ)

৬৬.
বিভাস মহেঞ্জোদারোর একটি বিরাট জানাগারের বৈশিষ্ট্য সম্পর্কে কয়েকটি তথ্য দেয়। তার যে তথ্য সঠিক-
i. স্নানাগারটি ৩৯ ফুট দীর্ঘ
ii. স্নানাগারটি ২৩ ফুট প্রশস্ত
iii. স্নানাগারটি ৮ ফুট গভীর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৭.
এথেন্সে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা হয় কার সময়ে?
Ο ক) 
সলোন
Ο খ) 
পেরিক্লিসের
Ο গ) 
আলেকডান্ডার
Ο ঘ) 
ক্রিসথেনিস

  সঠিক উত্তর: (খ)

৬৮.
মহেঞ্জোদারোর অবস্থান কোথায়?
Ο ক) 
পাকিস্তানের লারকানা জেলায়
Ο খ) 
ভারতের পাঞ্জাব প্রদেশে
Ο গ) 
পাকিস্তানের মুলতানে
Ο ঘ) 
ভারতের কাশ্মীরে

  সঠিক উত্তর: (ক)

৬৯.
খ্রি. পূর্ব ৪৫০ অব্দে প্লিবিয়অন ব্রোঞ্জপাতে কয়টি আইন লিখিতভাবে প্রণয়ন করে?
Ο ক) 
১০
Ο খ) 
১১
Ο গ) 
১২
Ο ঘ) 
১৩

  সঠিক উত্তর: (গ)

৭০.
সিন্ধু সভ্যতার মানুষ কোন শিল্পে পারদর্শী ছিল?
Ο ক) 
কাঠশিল্পে
Ο খ) 
হস্তশিল্পে
Ο গ) 
মৃৎশিল্পে
Ο ঘ) 
কারুশিল্পে

  সঠিক উত্তর: (গ)

৭১.
স্ফিংস ফারাওদের কিসের প্রতীক ছিল?
Ο ক) 
আভিজাত্য
Ο খ) 
শক্তি
Ο গ) 
মর্যাদা
Ο ঘ) 
দক্ষতা

  সঠিক উত্তর: (ক)

৭২.
মহেঞ্জোদারোতে সবচেয়ে আকর্ষণীয় ইমারতকে কী বলা হতো?
Ο ক) 
বিচারালয়
Ο খ) 
সভাকক্ষ
Ο গ) 
কোষাগার
Ο ঘ) 
অস্ত্রাগার

  সঠিক উত্তর: (গ)

৭৩.
গ্রিক ভাস্কর্য পৃথিবীর শিল্পকলার ইতিহাসে কিসের জন্ম দিয়েছিল?
Ο ক) 
তাম্র যুগের
Ο খ) 
রৌপ্য যুগের
Ο গ) 
স্বর্ণযুগের
Ο ঘ) 
অন্ধকার যুগের

  সঠিক উত্তর: (গ)

৭৪.
হোমার যুগের মানুষ কোন দবেতায় বিশ্বাসী ছিল?
Ο ক) 
সরস্বতী
Ο খ) 
বহু দেবতা
Ο গ) 
লক্ষ্মী
Ο ঘ) 
বিষ্ণু

  সঠিক উত্তর: (খ)

৭৫.
স্পার্টাকাস নিহত হওয়ার সময়কালের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
৭০ খ্রিস্টপূ্র্ব অব্দ
Ο খ) 
৭১ খ্রিস্টপূ্র্ব অব্দ
Ο গ) 
৭২ খ্রিস্টপূ্র্ব অব্দ
Ο ঘ) 
৭৩ খ্রিস্টপূ্র্ব অব্দ

  সঠিক উত্তর: (খ)

৭৬.
মিশরীয়দের প্রিয় রঙের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
সাদাকালো
Ο খ) 
কালো নীল
Ο গ) 
সাদা নীল
Ο ঘ) 
সাদা হলুদ

  সঠিক উত্তর: (ক)

৭৭.
রোমের দাসরা কার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে?
Ο ক) 
স্পার্টাকাসের
Ο খ) 
অক্টোভিয়াস সিজারের
Ο গ) 
মার্ক এন্টানির
Ο ঘ) 
লেপিডাসের

  সঠিক উত্তর: (ক)

৭৮.
ইরাবতী নদীর তীরে নির্মিত শস্যাগারটিতে কয়টি ভান্ডার ছিল?
Ο ক) 
১০টি
Ο খ) 
১২টি
Ο গ) 
১৪টি
Ο ঘ) 
১৬টি

  সঠিক উত্তর: (খ)

৭৯.
সিন্ধুবাসীদের মধ্যে কোন পূজা খুব জনপ্রিয় ছিল?
Ο ক) 
নারী পূজা
Ο খ) 
মূর্তিপূজা
Ο গ) 
মার্তৃপূজা
Ο ঘ) 
দেবপূজা

  সঠিক উত্তর: (গ)

৮০.
মিশরের ওপর লিবিয়দের আক্রমণ শুরু হয় কখন থেকে?
Ο ক) 
খ্রিষ্টপূর্ব সম্পম শতকের মাঝামাঝি
Ο খ) 
খ্রিষ্টপূর্ব অষ্টম শতকের মাঝামাঝি
Ο গ) 
খ্রিষ্টপূর্ব নবম শতকের মাঝামাঝি
Ο ঘ) 
খ্রিষ্টপূর্ব দশম শতকের মাঝামাঝি

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
চাঁদের নিজস্ব কোন আলো নেই এটি কারা প্রথম আবিষ্কার করেন?
Ο ক) 
গ্রিকরা
Ο খ) 
চৈনিকরা
Ο গ) 
রোমানরা
Ο ঘ) 
মুসলমানরা

  সঠিক উত্তর: (ক)

৮২.
মহেঞ্জোদারো শব্দের অর্থ কী?
Ο ক) 
মাটির ঢিবি
Ο খ) 
টিলা
Ο গ) 
মড়া মানুষের ঢিবি
Ο ঘ) 
পাহাড়

  সঠিক উত্তর: (গ)

৮৩.
প্রায় ২০০০ খ্রি. পূর্ব অব্দে রোমের আশপাশে কোন জাতি বসবাস করত?
Ο ক) 
লাতিন
Ο খ) 
ইংরেজ
Ο গ) 
আর্য
Ο ঘ) 
তুর্কি

  সঠিক উত্তর: (ক)

৮৪.
গ্রিসের ভৌগলিক পরিবেশ বিন্ন ছিল-
i. বৈচিত্রময় আবহাওয়ার কারণে
ii. উত্তপ্ত আবহাওয়ার কারণে
iii. সাগরের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৫.
মিশরীয়দের প্রিয় রং ছিল কোনটি?
Ο ক) 
সাদা কালো
Ο খ) 
লাল
Ο গ) 
সাদা লাল
Ο ঘ) 
বাদামী-ধূসর

  সঠিক উত্তর: (ক)

৮৬.
রোমের অভিজাত যুবকরা গ্রিসের বিভিন্ন বিখ্যাত বিদ্যাপীঠে যেত কেন?
Ο ক) 
রাজনীতি করার জন্য
Ο খ) 
আনন্দ লাভের জন্য
Ο গ) 
অর্থের জন্য
Ο ঘ) 
শিক্ষালাভের জন্য

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
পুরনো পাথরের যুগ শেষ হলে কোন যুগ শুরু হয়?
Ο ক) 
নতুন পাথরের যুগ
Ο খ) 
আদিম যুগ
Ο গ) 
মধ্য যুগ
Ο ঘ) 
আধুনিক যুগ

  সঠিক উত্তর: (ক)

৮৮.
হোমার যুগের অধিবাসীরা কোন পদ্ধতির সাথে পরিচিত ছিল?
Ο ক) 
লিখন পদ্ধতি
Ο খ) 
হেলেনিক সংস্কৃতি পদ্ধতি
Ο গ) 
মমি পদ্ধতি
Ο ঘ) 
ভূমিদাস পদ্ধতি

  সঠিক উত্তর: (ক)

৮৯.
কারা পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে?
Ο ক) 
মিশরীয়রা
Ο খ) 
চীনারা
Ο গ) 
সুমেরীয়রা
Ο ঘ) 
পারস্যরা

  সঠিক উত্তর: (গ)

৯০.
মহসিন একটি জাতির ইতিহাসে দেখতে পায় যে তারা ‘রে’ বা ‘আমন রেকে’ সূর্য দেবতা মনে করতো। এ জাতিটি ইতিহাসে কোন সভ্যতার অন্তর্ভূক্ত?
Ο ক) 
সিন্ধু সভ্যতার
Ο খ) 
পারস্য সভ্যতার
Ο গ) 
চৈনিক সভ্যতা
Ο ঘ) 
মিশরীয় সভ্যতার

  সঠিক উত্তর: (ঘ)

৯১.
নিচের কোন আবিষ্কারটি আশরাফ সাহেবের পণ্য বিক্রয়ের কাজকে সহজ করে দিয়েছে?
Ο ক) 
বাণিজ্য
Ο খ) 
পরিমাপব্যবস্থা
Ο গ) 
লেনদেনের সুবিধা
Ο ঘ) 
যোগাযোগের সুবিধা

  সঠিক উত্তর: (খ)

৯২.
প্যাপিরাস হলো এক ধরনের-
Ο ক) 
ছবি
Ο খ) 
কাগজ
Ο গ) 
গাছ
Ο ঘ) 
লিখন পদ্ধতি

  সঠিক উত্তর: (খ)

৯৩.
মিশর আফ্রিকা মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
Ο ক) 
উত্তর-পশ্চিম
Ο খ) 
উত্তর-পূর্ব
Ο গ) 
দক্ষিণ-পূর্ব
Ο ঘ) 
দক্ষিণ-পশ্চিম

  সঠিক উত্তর: (খ)

৯৪.
গ্রিসে নগর রাষ্ট্র গড়ে উঠে কীভাবে?
Ο ক) 
ভূমধ্যসাগর নিয়ে
Ο খ) 
প্রধান শহর নিয়ে
Ο গ) 
ক্ষুদ্রবিভক্ত অংশ নিয়ে
Ο ঘ) 
সমতল ভূমি নিয়ে

  সঠিক উত্তর: (গ)

৯৫.
প্রাক রাজবংশীয় যুগে মিশরের ছোট ছোট নগর রাষ্ট্রগুলোকে কী বলা হতো?
Ο ক) 
নোম
Ο খ) 
ফারাও
Ο গ) 
পিরামিড
Ο ঘ) 
এটন

  সঠিক উত্তর: (ক)

৯৬.
আমেনহোটেপ কোন দেবতার পূজারীতি চালু করেন?
Ο ক) 
চন্দ্র
Ο খ) 
সূর্য
Ο গ) 
কালী
Ο ঘ) 
শ্যামা

  সঠিক উত্তর: (খ)

৯৭.
সক্রেটিসকে মৃত্যুদন্ড দেওয়া হয় কেন?
Ο ক) 
রাষ্ট্রদ্রোহিতার জন্য
Ο খ) 
মরুণদের বিভ্রান্ত করার জন্য
Ο গ) 
কঠোর নিয়ম অমান্যের জন্য
Ο ঘ) 
প্রতিযোগিতায় হারার জন্য

  সঠিক উত্তর: (খ)

৯৮.
সক্রেটিসের শিক্ষার মূল লক্ষ্য কী ছিল?
Ο ক) 
আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা
Ο খ) 
সামাজিক উন্নয়ন
Ο গ) 
রাজনৈতিক উন্নয়ন
Ο ঘ) 
ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন

  সঠিক উত্তর: (ক)

৯৯.
তাহসান, রিফাত ও জামিল মিলিতভাবে বনে ঘুরে ফলমূল সংগ্রহ করে খাদ্য সংস্থান করে। তাদের সাথে কাদের সাদৃশ্য রয়েছে?
Ο ক) 
শাংদেব
Ο খ) 
চৌদের
Ο গ) 
মধ্যযুগের মানুষের
Ο ঘ) 
আদিম যুগের মানুষের

  সঠিক উত্তর: (ঘ)

১০০.
গ্রিসে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কার সময়কালটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
পিসিসট্রেটাস
Ο খ) 
ক্লিকথেনিস
Ο গ) 
পেরিক্লিস
Ο ঘ) 
এগরিক্লিস

  সঠিক উত্তর: (গ)

১০১.
সিন্ধু সব্যতায় আর্যরা কেমন ছিল?
Ο ক) 
দুর্বল
Ο খ) 
ভীত
Ο গ) 
শক্তিশালী
Ο ঘ) 
যুদ্ধবাজ

  সঠিক উত্তর: (গ)

১০২.
মেহজাবিন যে সভ্যতাটি সম্পর্কে গবেষণা করছে তা সিন্ধু তীরে গড়ে উঠেছিল। এ সভ্যতাকে বলা হয়-
i. হরপ্পা সংস্কৃতি
ii. হরপ্পা সভ্যতা
iii. সিন্ধু সভ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৩.
প্রাচীন মিশরের নিরবচ্ছিন্ন ও দীর্ঘ ইতিহাসের সূচনা হয় কখন?
Ο ক) 
খ্রি. পূ্র্ব ২০০০ অব্দে
Ο খ) 
খ্রি. পূ্র্ব ২৫০০ অব্দে
Ο গ) 
খ্রি. পূ্র্ব ৩০০০ অব্দে
Ο ঘ) 
খ্রি. পূ্র্ব ৩৫০০ অব্দে

  সঠিক উত্তর: (ঘ)

১০৪.
রোমে স্টোইকবাদী দর্শনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-
i. সম্রাট নিরোর উপদেষ্টা সেনেকা
ii. এপিকটেটাস দাস
iii. সম্রাট মার্কাস অরেলিয়াস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৫.
কাদের আক্রমণে সিন্ধু সভ্যতার পতন হয়?
Ο ক) 
মঙ্গোলীয়দের
Ο খ) 
আরবীয়দের
Ο গ) 
পারসিদের
Ο ঘ) 
আর্যদের

  সঠিক উত্তর: (ঘ)

১০৬.
মহেঞ্জোদারোতে আবিষ্কৃত স্নানাগারের গভীরতা কত ফুট?
Ο ক) 
৮ ফুট
Ο খ) 
১০ ফুট
Ο গ) 
১২ ফুট
Ο ঘ) 
১৪ ফুট

  সঠিক উত্তর: (ক)

১০৭.
প্রতি ৪ বছর পরপর অনুষ্ঠিত একটি খেলা গ্রিকদের মধ্যে সাংস্কৃতিক ঐক্য গড়ে তুলতে সাহায্য করেছিল। নিচের কোন খেলার সাথে মিল রয়েছে?
Ο ক) 
টি-২০ খেলা
Ο খ) 
অলিম্পিক খেলা
Ο গ) 
ফুটবল খেলা
Ο ঘ) 
মুষ্টিযুদ্ধ খেলা

  সঠিক উত্তর: (খ)

১০৮.
মিশরীয়রা কোনটি আমদানি করতো?
Ο ক) 
তুলা
Ο খ) 
যব
Ο গ) 
স্বর্ণ
Ο ঘ) 
গম

  সঠিক উত্তর: (গ)

১০৯.
রোমে কোনটির যথেষ্ট জনপ্রিয়তা ছিল?
Ο ক) 
যীশু দর্শন
Ο খ) 
গুরুজন দর্শন
Ο গ) 
মাজার দর্শন
Ο ঘ) 
স্টোইকবাদী দর্শন

  সঠিক উত্তর: (ঘ)

১১০.
রোমে লিখন পদ্ধততির উদ্ভব হয় কখন?
Ο ক) 
৫ম খ্রিস্টপূর্ব অব্দে
Ο খ) 
৬ষ্ঠ খ্রিস্টপূর্ব অব্দে
Ο গ) 
৭ম খ্রিস্টপূর্ব অব্দে
Ο ঘ) 
৮ম খ্রিস্টপূর্ব অব্দে

  সঠিক উত্তর: (গ)

১১১.
নালখাগড়া থেকে কাগজ বানাতো কারা?
Ο ক) 
মিশরীয়রা
Ο খ) 
গ্রিকরা
Ο গ) 
পারসিকরা
Ο ঘ) 
অ্যাসেরীয়রা

  সঠিক উত্তর: (ক)

১১২.
কার নেতৃত্বে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয়?
Ο ক) 
ভিক্টোরিয়া
Ο খ) 
রে
Ο গ) 
মেনেস
Ο ঘ) 
ত গান রে

  সঠিক উত্তর: (গ)

১১৩.
ফারাওদের আভিজাত্য ও শক্তির প্রতীক ছিল কী?
Ο ক) 
মসজিদ
Ο খ) 
মন্দির
Ο গ) 
গির্জা
Ο ঘ) 
স্ফিংকস

  সঠিক উত্তর: (ঘ)

১১৪.
খ্রিষ্টপূর্ব ৩২০০ অব্দে মিশরে রাজবংশের শাসন শুরু হয়। এতে বুঝা যায়-
Ο ক) 
এ সময় সমাজ শ্রেণি বিভক্ত হয়ে পড়ে
Ο খ) 
কৃষিকাকের বিকাশ ঘটে
Ο গ) 
ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে
Ο ঘ) 
যুদ্ধ-বিগ্রহ বৃদ্ধি পায়

  সঠিক উত্তর: (ক)

১১৫.
মিশরীয়রা কয়টি ব্যাঞ্চনবর্ণের বর্ণমালা আবিষ্কার করেন?
Ο ক) 
২১টি
Ο খ) 
২২টি
Ο গ) 
২৪টি
Ο ঘ) 
২৬টি

  সঠিক উত্তর: (গ)

১১৬.
স্পার্টানদের জীবনযাত্রার তাদের মূল লক্ষ্য কী ছিল?
Ο ক) 
কঠোর শৃঙ্খলা
Ο খ) 
আরাম-আয়েশ
Ο গ) 
কাব্য ও সাহিত্য রচনা
Ο ঘ) 
কৃষিকাজ করা

  সঠিক উত্তর: (ক)

১১৭.
ওভিদ কোন দেশের কবি ছিলেন?
Ο ক) 
গ্রিসের
Ο খ) 
ইংল্যান্ডের
Ο গ) 
রোমের
Ο ঘ) 
ফ্রান্সের

  সঠিক উত্তর: (গ)

১১৮.
রোমীয় প্রশাসনিক ব্যবস্থায় কয়টি প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা পালন করত?
Ο ক) 
একটি
Ο খ) 
দুটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (খ)

১১৯.
মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?
Ο ক) 
২৩টি
Ο খ) 
২৪টি
Ο গ) 
২৫টি
Ο ঘ) 
২৬টি

  সঠিক উত্তর: (খ)

১২০.
অলিম্পিক খেলার সূচনা হয় কোথায়?
Ο ক) 
রোমে
Ο খ) 
গ্রিসে
Ο গ) 
মিশরে
Ο ঘ) 
তুরস্কে

  সঠিক উত্তর: (খ)

১২১.
সংবিধান অনুযায়ী সামরিক সেনাপতির কাজ করতেন কয়জন রাজা?
Ο ক) 
একজন
Ο খ) 
দুইজন
Ο গ) 
তিনজন
Ο ঘ) 
চারজন

  সঠিক উত্তর: (খ)

১২২.
ফারাও চতুর্থ আমেনহেটেন কখন ক্ষমতা গ্রহণ করেন?
Ο ক) 
১১৩৫ খ্রি. পূর্বাব্দে
Ο খ) 
১২৭৫ খ্রি. পূর্বাব্দে
Ο গ) 
১৩৭৫ খ্রি. পূর্বাব্দে
Ο ঘ) 
১৪২৫ খ্রি. পূর্বাব্দে

  সঠিক উত্তর: (গ)

১২৩.
সিন্ধু সভ্যতার যুগে সমাজ কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল?
Ο ক) 
দুটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (ক)

১২৪.
গ্রিসের মধ্য দিয়ে রোমের যাত্রা শুরু হয়েছিল?
Ο ক) 
দ্বন্দ্বের
Ο খ) 
প্রাকৃতিক দুর্যোগের
Ο গ) 
যুদ্ধ বিগ্রহের
Ο ঘ) 
অর্থনৈতিক মন্দার

  সঠিক উত্তর: (গ)

১২৫.
মিশরীয় চিত্রশিল্পীরা অসাধারণ ছবি একেছেন-
i. সমাধিতে
ii. পিরামিডে
iii. মন্দিরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৬.
আদিম মানুষ কী দিয়ে হাতিয়ার তৈরি করতো?
Ο ক) 
কাঠ
Ο খ) 
বাঁশ
Ο গ) 
লোহা
Ο ঘ) 
পাথর

  সঠিক উত্তর: (ঘ)

১২৭.
শস্যাগারের সাথে যোগসূত্র রয়েছে-
i. হরপ্পা সভ্যতার
ii. মহেঞ্জোদারো সভ্যতার
iii. সিন্ধু সভ্যতার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৮.
হেলেনিস্টিক সংস্কৃতির জন্ম হয়-
i. গ্রিক সাংস্কৃতির ফলে
ii. অত্রিক সাংস্কৃতির ফলে
iii. রোমান সাংস্কৃতির ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

১২৯.
মিশর দেশটির কিছু অংশ জুড়ে শস্যশ্যামলা সবুজ ভূমি থাকার যথার্থ কারণ কোনটি?
Ο ক) 
লোহিত সাগর
Ο খ) 
ভূমধ্যসাগর
Ο গ) 
সাহার মরুভূমি
Ο ঘ) 
নীলনদ

  সঠিক উত্তর: (ঘ)

১৩০.
অত্যাচারীকে সাহায্য করা যায়-
i. জুলুম করতে সহায়তা করে
ii. জুলুম করা থেকে প্রতিরোধ করে
iii. জুলুম করা থেকে নিরুৎসাহিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৩১.
কোন সময়টাকে প্রাগ রাজবংশীয় যুগ বলা হয়?
Ο ক) 
খ্রি. পূর্ব ৫০০ থেকে ৩০০ অব্দে
Ο খ) 
খ্রি. পূর্ব ৫০০ থেকে ২০০ অব্দে
Ο গ) 
খ্রি. পূর্ব ৫০০০ থেকে ৩২০০ অব্দে
Ο ঘ) 
খ্রি. পূর্ব ৫০০০ থেকে ৩০০০ অব্দে

  সঠিক উত্তর: (খ)

১৩২.
প্রথমদিকে রোম কয় জন রাজার শাসনাধীন ছিল?
Ο ক) 
এক জন
Ο খ) 
দু জন
Ο গ) 
তিন জন
Ο ঘ) 
চার জন

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
সিন্ধু সভ্যতার আলোকে পরিকল্পনাবিদরা একটি শহর গড়ে তুলল। এ নতুন শহরে রয়েছে-
i. প্রশস্ত রাস্তা
ii. পয়ঃনিষ্কাশন ব্যবস্থা
iii. বৃহৎ মিলানায়তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৪.
প্লেটো কার শিষ্য ছিলেন?
Ο ক) 
সক্রেটিসের
Ο খ) 
এরিস্টটলের
Ο গ) 
থালেসের
Ο ঘ) 
আলেকডান্ডারের

  সঠিক উত্তর: (ক)

১৩৫.
মিশরে প্রথম বন্যার পর মানুষ কেন অবাক হয়?
Ο ক) 
প্রকৃতির ধ্বংস ও সৃষ্টির কৌশল দেখে
Ο খ) 
পানির স্রোত দেখে
Ο গ) 
প্রকৃতির তান্ডব দেখে
Ο ঘ) 
জমিতে নতুন মাটি দেখে

  সঠিক উত্তর: (ক)

১৩৬.
মিশরকে নীলনদের দান বলা হয়ে থাকে। এর যথার্থ কারণ হলো-
i. নীলনদের ওপর নির্ভরশীলতা
ii. নীলনদের দেবতা বলে
iii. নীলনদী মরুকরণ রোধ করে বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৩৭.
এথেন্স ও স্টার্টার মধ্যে কয়বার যুদ্ধ সংঘটিত হয়?
Ο ক) 
দুবার
Ο খ) 
তিনবার
Ο গ) 
চারবার
Ο ঘ) 
পাঁচবার

  সঠিক উত্তর: (খ)

১৩৮.
সিন্ধু সভ্যতার কয়টি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে?
Ο ক) 
১০
Ο খ) 
১১
Ο গ) 
১২
Ο ঘ) 
১৩

  সঠিক উত্তর: (ঘ)

১৩৯.
সিন্ধু সভ্যতায় তাঁতিরা কোন শিল্পে পারদর্শী ছিলেন?
Ο ক) 
মৃৎশিল্পে
Ο খ) 
বয়ন শিল্পে
Ο গ) 
পোশাক শিল্পে
Ο ঘ) 
রেশম শিল্পে

  সঠিক উত্তর: (খ)

১৪০.
ভৌগলিক অবস্থানের দিক দিয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্র কোনটি?
Ο ক) 
লিবিয়া
Ο খ) 
সিরিয়া
Ο গ) 
মিশর
Ο ঘ) 
ঘানা

  সঠিক উত্তর: (গ)

১৪১.
মিশরীয়রা কাকে সূর্যদেবতা মনে করতো?
Ο ক) 
‘রে’ কে
Ο খ) 
‘ওসিরিস’ কে
Ο গ) 
জুপিটারকে
Ο ঘ) 
আমেনহেটকে

  সঠিক উত্তর: (ক)

১৪২.
রোম নগরী প্রতিষ্ঠিত হয় কখন?
Ο ক) 
খ্রিস্টপূর্ব ৭৫১ অব্দে
Ο খ) 
খ্রিস্টপূর্ব ৭৫২ অব্দে
Ο গ) 
খ্রিস্টপূর্ব ৭৫৩ অব্দে
Ο ঘ) 
খ্রিস্টপূর্ব ৭৫৪ অব্দে

  সঠিক উত্তর: (গ)

১৪৩.
সক্রেটিসের শিষ্য ছিলেন কে?
Ο ক) 
প্লেটো
Ο খ) 
এসিস্টটল
Ο গ) 
আইনস্টাইন
Ο ঘ) 
পেরিক্লিস

  সঠিক উত্তর: (ক)

১৪৪.
প্রাচীন রোম কৃষিনির্ভর হওয়ার যথার্থ কারণ হলো-
Ο ক) 
কৃষি বিকাশে সুযোগ
Ο খ) 
শ্রমিক প্রতুলতা
Ο গ) 
মুনাফা বেশি
Ο ঘ) 
কম মজুরি

  সঠিক উত্তর: (ক)

১৪৫.
মিশরীয় চিত্রকলার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কোনটি যথার্থ?
Ο ক) 
সাদা রং ব্যবহার
Ο খ) 
লাল রং ব্যবহার
Ο গ) 
প্রাকৃতিক রং ব্যবহার
Ο ঘ) 
সবুজ রং ব্যবহার

  সঠিক উত্তর: (ক)

১৪৬.
রোম কয়টি পর্বত শ্রেণির ওপর অবস্থিত?
Ο ক) 
পাঁচটি
Ο খ) 
ছয়টি
Ο গ) 
সাতটি
Ο ঘ) 
আটটি

  সঠিক উত্তর: (গ)

১৪৭.
মিশরীয়রা কীভাবে লেখা শুরু করতো?
Ο ক) 
ডান দিক থেকে
Ο খ) 
বাম দিক থেকে
Ο গ) 
উপরের দিক থেকে
Ο ঘ) 
নিচের দিক থেকে

  সঠিক উত্তর: (ক)

১৪৮.
রোমানদের দালান কোঠা কীভাবে নির্মাণ করা হতো?
Ο ক) 
ইট আর বালি দিয়ে
Ο খ) 
ইট আর সিমেন্ট দিয়ে
Ο গ) 
ইট আর কংক্রিট দিয়ে
Ο ঘ) 
ইট আর টিন দিয়ে

  সঠিক উত্তর: (গ)

১৪৯.
শাসনকাজ পরিচালনাকারীদের কী বলা হতো?
Ο ক) 
ইফর
Ο খ) 
একলেসিয়া
Ο গ) 
কাউমিল অব এলডার্স
Ο ঘ) 
এরিওপেগাস

  সঠিক উত্তর: (ক)

১৫০.
সাদেক সাহেব বললেন, অন্যান্য সভ্যতার মতো মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা এবং চৈনিক সভ্যতার মধ্যে একটি বড় মিল রয়েছে। এখানে কোন মিলের কথা বলা হয়েছে?
Ο ক) 
সভ্যতাগুলো একই সময়ে গড়ে উঠেছিল
Ο খ) 
সভ্যতাগুলো সাগরের তীরে গড়ে উঠেছিল
Ο গ) 
সভ্যতাগুলোর নাগরিক সুবিধা একই ছিল
Ο ঘ) 
সভ্যতাগুলো নদী তীরে গড়ে উঠেছিল

  সঠিক উত্তর: (ঘ)

১৫১.
বৃহৎ স্নানাগার দেখলে প্রাচীন কোন নগরীর কথা মনে পড়ে?
Ο ক) 
মহেঞ্জোদারো
Ο খ) 
হরপ্পা
Ο গ) 
ইসলামাবাদ
Ο ঘ) 
ইনকা

  সঠিক উত্তর: (ক)

১৫২.
রোমান শাসন ব্যবস্থার পরিবর্তন ছিল নিম্নরূপ-
i. একনায়কতন্ত্র-প্রজাতন্ত্র
ii. রাজতন্ত্র-প্রজাতন্ত্র
iii. প্রজাতন্ত্র-গণতন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৫৩.
সিন্ধু সভ্যতার নগরের দুর্গগুলোর অস্তিত্ব থেকে ধারণা করা হয়, ঐ নগরের মানুষ-
Ο ক) 
শান্তিতে ছিল
Ο খ) 
শান্তিতে ছিল না
Ο গ) 
যুদ্ধবাজ ছিল
Ο ঘ) 
সমৃদ্ধশালী ছিল

  সঠিক উত্তর: (খ)

১৫৪.
মিশরীয় সভ্যতার গোড়াপত্তন করেন কে?
Ο ক) 
মেনেস
Ο খ) 
ফারও খুফু
Ο গ) 
ইখনাটন
Ο ঘ) 
হাম্বুরাবি

  সঠিক উত্তর: (ক)

১৫৫.
মিশরীয়রা বিজ্ঞানচর্চায় আগ্রহী ছিল কেন?
Ο ক) 
জ্ঞানচর্চার জন্য
Ο খ) 
ধর্মীয় কারণে
Ο গ) 
কৃষিকাজের প্রয়োজনে
Ο ঘ) 
বিজ্ঞান পছন্দ করত বলে

  সঠিক উত্তর: (খ)

১৫৬.
কোন দেশটিকে তিনটি মহাদেশে ঘিরে রেখেছে?
Ο ক) 
ইরাক
Ο খ) 
ইরান
Ο গ) 
পাকিস্তান
Ο ঘ) 
মিশর

  সঠিক উত্তর: (ঘ)

১৫৭.
সিন্ধু সভ্যতায় কয়টি ভাস্কর্য মূর্তি পাওয়া যায়?
Ο ক) 
১৩টি
Ο খ) 
২১টি
Ο গ) 
২৫টি
Ο ঘ) 
৪১টি

  সঠিক উত্তর: (ক)

১৫৮.
মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কী?
Ο ক) 
বর্ণলিপি
Ο খ) 
চিত্রলিপি
Ο গ) 
আদর্শ লিপি
Ο ঘ) 
পত্রলিপি

  সঠিক উত্তর: (খ)

১৫৯.
মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন?
Ο ক) 
মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল
Ο খ) 
অভিজাত সম্প্রদায় ধর্মের গুরুত্ব দিত
Ο গ) 
পুরোহিতরা দেশ শাসন করত
Ο ঘ) 
মিশরীয়রা ধর্মে বিশ্বাসী ছিল

  সঠিক উত্তর: (ক)

১৬০.
কোন প্রতিযোগিতায় গ্রিসের শ্রেষ্ঠ ক্রড়িাবিদরা অংশ নিত?
Ο ক) 
সাংস্কৃতিক প্রতিযোগিতায়
Ο খ) 
সাধারণ জ্ঞান প্রতিযোগিতায়
Ο গ) 
বিতর্ক প্রতিযোগিতায়
Ο ঘ) 
অলিম্পিক প্রতিযোগিতায়

  সঠিক উত্তর: (ঘ)

১৬১.
সিন্ধু সভ্যতায় পথের ধারে সারিবদ্ধ কী ছিল?
Ο ক) 
ল্যাম্পপোস্ট
Ο খ) 
নর্দমা
Ο গ) 
ডাস্টবিন
Ο ঘ) 
গাছ

  সঠিক উত্তর: (ক)

১৬২.
সিন্ধু সভ্যতার যুগে কয়টি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে?
Ο ক) 
১১টি
Ο খ) 
১২টি
Ο গ) 
১৩টি
Ο ঘ) 
১৪টি

  সঠিক উত্তর: (গ)

১৬৩.
সিন্ধু সভ্যতায় রাস্তার দুধারে সারিবদ্ধ ল্যাম্পপোস্ট ছিল। এতে সভ্যতাটির কোন দিকটি প্রকাশ পেয়েছে?
Ο ক) 
পরিস্কার পরিচ্ছন্নতা
Ο খ) 
সুপরিকল্পিত নগর ব্যবস্থা
Ο গ) 
সমৃদ্ধশালী নগর
Ο ঘ) 
শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা

  সঠিক উত্তর: (খ)

১৬৪.
দাসরা স্পার্টাকাশোর নেতৃত্বে বিদ্রোহ করে-
i. অমানুষিক নির্যাতনের কারণে
ii. ষড়যন্ত্রের কারণে
iii. ক্ষমতা দখলের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

১৬৫.
মিশরীয় সভ্যতায় কত খ্রি. পূর্ব অব্দ থেকে প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয়?
Ο ক) 
খ্রি. পূর্ব ৩২০০ অব্দে
Ο খ) 
খ্রি. পূর্ব ৩০০০ অব্দে
Ο গ) 
খ্রি. পূর্ব ২৮০০ অব্দে
Ο ঘ) 
খ্রি. পূর্ব ২৬০০ অব্দে

  সঠিক উত্তর: (ক)

১৬৬.
নিম্ন ও উচ্চ মিশরকে একত্রিত করেন কে?
Ο ক) 
ফারাও (মেনেস ও নারমার)
Ο খ) 
হাম্বুরাবি
Ο গ) 
ইখনাটন
Ο ঘ) 
ফারাও খুফু

  সঠিক উত্তর: (ক)

১৬৭.
বাংলাদেমের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প। এখানে নদীতে বাঁধ দিয়ে খরা সৌসুমে সেচ দেওয়া পদ্ধতির ক্ষেত্রে কোন সভ্যতার জ্ঞানকে কাজে লাগানো হয়েছে?
Ο ক) 
মিশরীয়
Ο খ) 
সিন্ধু
Ο গ) 
চৈনিক
Ο ঘ) 
মেসোপটেমিয়

  সঠিক উত্তর: (ক)

১৬৮.
রোমান সভ্যতার পটভূমির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-
i. ২৫২৩ বছর পূর্বে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল
ii. গ্রিক সভ্যতার অবসানের পরে গড়ে উঠেছিল
iii. রোম রাজার অধীনে একটি সভা ও সিনেট ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৬৯.
পৃথিবীর সবচেয়ে বড় নাট্যশালার ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
ভিয়েতনাম নাট্যশালা
Ο খ) 
লন্ডন নাট্যশালা
Ο গ) 
কলকাতা নাট্যশালা
Ο ঘ) 
কলোসিয়াম নাট্যশালা

  সঠিক উত্তর: (ঘ)

১৭০.
মহেঞ্জোদারোর স্থাপত্যের উল্লেখযোগ্য উদাহরণ হলো-
i. বৃহৎ মিলনায়তন
ii. বৃহৎ গ্রন্থাগার
iii. বৃহৎ বিশ্ববিদ্যালয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭১.
অলিম্পিক খেলা প্রতি কয় বছর পর পর অনুষ্ঠিত হয়?
Ο ক) 
দু বছর
Ο খ) 
তিন বছর
Ο গ) 
চার বছর
Ο ঘ) 
পাঁচ বছর

  সঠিক উত্তর: (গ)

১৭২.
সিন্ধু সভ্যতার যুগে পথের ধারে কী ছিল?
Ο ক) 
গাছপালা
Ο খ) 
ঘরবাড়ি
Ο গ) 
দোকানপাট
Ο ঘ) 
ল্যাম্পপোস্ট

  সঠিক উত্তর: (ঘ)

১৭৩.
খুফুর পিরামিডের উচ্চতা ছিল কত?
Ο ক) 
প্রায় সাড়ে তিন শ ফুট
Ο খ) 
প্রায় সাড়ে চার শ ফুট
Ο গ) 
প্রায় সাড়ে পাঁচ শ ফুট
Ο ঘ) 
প্রায় সাড়ে ছয় শ ফুট

  সঠিক উত্তর: (খ)

১৭৪.
ক্রিট দ্বীপে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
Ο ক) 
মিশরীয়
Ο খ) 
অ্যাশরীয়
Ο গ) 
মিনিয়ন
Ο ঘ) 
সিন্ধু

  সঠিক উত্তর: (গ)

১৭৫.
অন্যান্য নগররাষ্ট্র থেকে স্পার্টার বিচ্ছিন্ন হওয়ার যৌক্তিক কারণ হলো-
Ο ক) 
ভৌগলিক কারণ
Ο খ) 
সামরিক শক্তি
Ο গ) 
সামাজিক কারণ
Ο ঘ) 
রাজতন্ত্র

  সঠিক উত্তর: (ক)

১৭৬.
মুসলমানগণ কুরআন অধ্যয়ন করবে-
i. পার্থিব স্বার্থসিদ্ধির জন্য
ii. আধ্যাত্মিক উন্নতির জন্য
iii. সঠিক পথ প্রাপ্তির জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৭৭.
মিশরীয় সভ্যতা কত বছর স্থায়ী হয়েছিল?
Ο ক) 
২০০০ বছর
Ο খ) 
২১০০ বছর
Ο গ) 
২৪০০ বছর
Ο ঘ) 
২৫০০ বছর

  সঠিক উত্তর: (ঘ)

১৭৮.
সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজের মূল্যবান সম্পদ-এর পরিপ্রেক্ষিতে বলা যায়-
i. বিয়োগান্ত নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী
ii. হোমারের ‘ইলিয়ড’, ‘ওডিসি’ মহাক্যের অপূর্ব নিদর্শন
iii. ভার্জিলের ‘ইনিড’ বহু ভাষায় অনূদিত হয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

১৭৯.
রোমকে তিন ভাগ করে তিন জন শাসক শাসন করতেন। ইতিহাসে এই শাসনব্যবস্থা কী নামে পরিচিত?
Ο ক) 
যৌথ শাসন
Ο খ) 
যৌথ রাজতন্ত্র
Ο গ) 
ত্রয়ী শাসন
Ο ঘ) 
ত্রিত্ব শাসন

  সঠিক উত্তর: (গ)

১৮০.
গ্রিক সমাজে সাহিত্য ক্ষেত্রে চুড়ান্ত বিকাশ ঘটেছিল কোন রচনায়?
Ο ক) 
গল্প
Ο খ) 
ছড়া
Ο গ) 
নাটক
Ο ঘ) 
উপন্যাস

  সঠিক উত্তর: (গ)

১৮১.
চিকিৎসাবিজ্ঞানে কার যথেষ্ট খ্যাতি ছিল?
Ο ক) 
জিউস
Ο খ) 
ইউক্লিড
Ο গ) 
এনাক্সগোরাস
Ο ঘ) 
হিপাক্সেটস

  সঠিক উত্তর: (ঘ)

১৮২.
মিশরের উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল-
i. হস
ii. যব
iii. তুলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৩.
নীলনদ মিশরে কৃষিকাজের উন্নতিতে সহায়তা করেছিল-
i. পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে
ii. পলি দিয়ে জমির উর্বরতা বৃদ্ধি করে
iii. খরা মৌসুমে সেচ দেয়ার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৪.
স্পার্টায় কী অনুপস্থিত ছিল?
Ο ক) 
সমুদ্রবন্দর
Ο খ) 
সামরিক শক্তি
Ο গ) 
নগর রাষ্ট্র
Ο ঘ) 
গণতন্ত্র

  সঠিক উত্তর: (ক)

১৮৫.
সিন্ধু সভ্যতার উত্থান-পতন কখন হয়?
Ο ক) 
৩৫০০-১৩০০ খ্রি. পূর্বাব্দে
Ο খ) 
৩৫০০-১৪০০ খ্রি. পূর্বাব্দে
Ο গ) 
৩৫০০-১৫০০ খ্রি. পূর্বাব্দে
Ο ঘ) 
৩৫০০-১৬০০ খ্রি. পূর্বাব্দে

  সঠিক উত্তর: (গ)

১৮৬.
জুলিয়াস সিজার নিহত হন-
i. ব্রটাস এর ষড়যন্ত্রে
ii. ক্যাসিয়াস এর ষড়যন্ত্রে
iii. প্যাট্রিসিয়ানদের ষড়যন্ত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮৭.
রোম নগরীর অবস্থান ইতালির কোন অংশে?
Ο ক) 
উত্তরাংশে
Ο খ) 
পূর্বাংশে
Ο গ) 
দক্ষিণাংশে
Ο ঘ) 
মাঝামাঝি পশ্চিমাংশে

  সঠিক উত্তর: (ঘ)

১৮৮.
রোমে ত্রয়ীশাসন কেন চালু হয়েছিল?
Ο ক) 
রাজনৈতিক ঐক্যের জন্য
Ο খ) 
ধর্মীয় ঐক্যের জন্য
Ο গ) 
অর্থনৈতিক ঐক্যের জন্য
Ο ঘ) 
গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষার জন্য

  সঠিক উত্তর: (ঘ)

১৮৯.
সিন্ধু সভ্যতার অর্থনীতি মূলত নির্ভরশীল ছিল-
i. কৃষি
ii. মৎস চাষ
iii. উৎপন্ন ফসল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৯০.
প্লিবিয়ান বলতে কাদের বুঝাত?
Ο ক) 
অভিজাতদের
Ο খ) 
যাজকদের
Ο গ) 
সম্রাটদের
Ο ঘ) 
সাধারণ নাগরিকদের

  সঠিক উত্তর: (ঘ)

১৯১.
আদিম মানুষের যাযাবর জীবন শেষ হয় কেন?
Ο ক) 
পাথরের যুগ শুরু হওয়ায়
Ο খ) 
লোহার আবিষ্কার হওয়ায়
Ο গ) 
কৃষি কাজ উদ্ভাবন হওয়ায়
Ο ঘ) 
শিক্ষা বিস্তারের ফলে

  সঠিক উত্তর: (গ)

১৯২.
সিন্ধু সভ্যতার অধিবাসীরা কিসের ব্যবহার জানত না?
Ο ক) 
পাথরের হাতিয়ার
Ο খ) 
লোহা
Ο গ) 
কাঠ
Ο ঘ) 
তামা

  সঠিক উত্তর: (খ)

১৯৩.
আদিম যুগের পরের সময়কে পাথরের যুগ বলা হয় কেন?
Ο ক) 
পাথরে বসবাস করায়
Ο খ) 
পাথরের হাতিয়ার ব্যবহার করায়
Ο গ) 
পাথরের সহজলভ্যতার জন্য
Ο ঘ) 
পাথর মূল্যবান ছিল বলে

  সঠিক উত্তর: (খ)

১৯৪.
সুশীল মিশরীয়দের মতো ধর্মবিশ্বাসী ও আচরণ করে। সুশীল যেটি করে-
i. মাতৃপূজা
ii. মূর্তিপূজা
iii. জড়বস্তুর পূজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৯৫.
মহেঞ্জোদারোতে কী ছিল?
Ο ক) 
কোষাগার
Ο খ) 
স্নানাগার
Ο গ) 
শস্যাগার
Ο ঘ) 
বিশ্রামাগার

  সঠিক উত্তর: (খ)

১৯৬.
নীলনদ উপত্যকার আয়তন কত?
Ο ক) 
পাঁচ শ চল্লিশ মাইল
Ο খ) 
পাঁচ শ পঞ্চাশ মাইল
Ο গ) 
পাঁচ শ ষাট মাইল
Ο ঘ) 
পাঁচ শ সত্তর মাইল

  সঠিক উত্তর: (খ)

১৯৭.
‘ক’ এর পুনরায় ক্ষমতা দখল বিষয়ে স্পার্টা রাজাদের সর্বদা সতর্ক থাকতে হতো। নিচের উদ্দীপকের সাথে মিল রয়েছে-
i. হেলনট
ii. ইতালীয়
iii. ডোরীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

১৯৮.
পৃথিবীর মানুষের মধ্যে প্রথম বারের মতো ঈশ্বরের ধারণা দেন কে?
Ο ক) 
ইখনাটন
Ο খ) 
মেনেস
Ο গ) 
জিউপ
Ο ঘ) 
জুরিফ

  সঠিক উত্তর: (ক)

১৯৯.
ঐতিহাসিকরা রোমের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করেছেন?
Ο ক) 
দু্টি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
কয়েকটি

  সঠিক উত্তর: (ঘ)

২০০.
রোমান আইনের শাখা হলো-
i. বেসামরিক আইন
ii. জনগণের আইন
iii. প্রাকৃতিক আইন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০১.
গ্রিসে সাহিত্য ক্ষেত্রে চূড়ান্ত বিকাশ ঘটেছিল-
i. নাটক রচনায়
ii. গল্প রচনায়
iii. গান রচনায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

২০২.
পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন কারা?
Ο ক) 
মিশরীয় বিজ্ঞানীরা
Ο খ) 
মিশরীয় শিল্পীরা
Ο গ) 
গ্রিক বিজ্ঞানীরা
Ο ঘ) 
গ্রিক শিল্পীরা

  সঠিক উত্তর: (গ)

২০৩.
‘পলিটিক্স’ গ্রন্থটির রচয়িতার ক্ষেত্রে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
সক্রেটিস
Ο খ) 
এরিস্টটল
Ο গ) 
প্লেটো
Ο ঘ) 
পেরিক্লিস

  সঠিক উত্তর: (খ)

২০৪.
প্রত্নতাত্ত্বিক খনন কাজে সিন্ধু সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেছে। এ সভ্যতার ঘরগুলো তৈরি হতো কীভাবে?
Ο ক) 
লোহা দিয়ে
Ο খ) 
মাটি দিয়ে
Ο গ) 
রোদে পোড়ানো ইট দিয়ে
Ο ঘ) 
কাচ দিয়ে

  সঠিক উত্তর: (গ)

২০৫.
সিন্ধু সভ্যতার যুগে মানুষ কীভাবে বসবাস করত?
Ο ক) 
সমাজবদ্ধ পরিবেশে
Ο খ) 
পারিবারিক পরিবেশে
Ο গ) 
শান্তিময় পরিবেশে
Ο ঘ) 
ঘরোয়া পরিবেশে

  সঠিক উত্তর: (ক)

২০৬.
বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশের গণতন্ত্রের সাথে পেরিক্লিসের গণতন্ত্রের মিল রয়েছে কোনটিতে?
Ο ক) 
নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করে
Ο খ) 
নাগরিকদের আইন মানতে বাধ্য করে
Ο গ) 
নাগরিকদের স্বাধীন চলাচলে বাধাদান করে
Ο ঘ) 
নাগরিকদের উন্নত জীবনের ব্যবস্থা করে

  সঠিক উত্তর: (ক)

২০৭.
নীলনদের উপত্যকা কত মাইল বিস্তৃত?
Ο ক) 
৫০৫ মাইল
Ο খ) 
৫২৫ মাইল
Ο গ) 
৫৫০ মাইল
Ο ঘ) 
৫৭৫ মাইল

  সঠিক উত্তর: (গ)

২০৮.
কিসের নেজস্ব কোনো আলো নেই?
Ο ক) 
সূর্যের
Ο খ) 
চাঁদের
Ο গ) 
বাতির
Ο ঘ) 
বাল্বের

  সঠিক উত্তর: (খ)

২০৯.
রায়হান বলেন, লোহার আবিষ্কার সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এ শক্ত ধাতুর মাধ্যমে মানুষের জীবন-
Ο ক) 
গতিশীল হয়
Ο খ) 
কর্মময় হয়
Ο গ) 
যান্ত্রিক হয়
Ο ঘ) 
সৃষ্টিশীল হয়

  সঠিক উত্তর: (ক)

২১০.
রোমে দাস বিদ্রোহের যৌক্তিক কারণ হিসেবে কোনটি যথার্থ?
Ο ক) 
অনানুষিক নির্যাতন
Ο খ) 
গৃহযুদ্ধ
Ο গ) 
অর্থনৈতিক দুর্বলতা
Ο ঘ) 
ধনী-দরিদ্র সংঘাত

  সঠিক উত্তর: (ক)

২১১.
শমিশর দেশটি কিসের মতো গড়ে উঠেছে?
Ο ক) 
বাঁকা চাঁদের মতো
Ο খ) 
বৃত্তের মতো
Ο গ) 
সরু এক ফালির মতো
Ο ঘ) 
চতুর্ভূজের মতো

  সঠিক উত্তর: (গ)

২১২.
কয়টি স্তরের মাধ্যমে হায়ারোগ্লিফিকের উত্তরণ হয়?
Ο ক) 
একটি
Ο খ) 
দুটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (গ)

২১৩.
মিশরের রাজা ‘ফারও’ কীভাবে নির্বাচন করা হতো?
Ο ক) 
ভোটের মাধ্যমে
Ο খ) 
বংশানুক্রমিকভাবে
Ο গ) 
ক্ষমতাবলে
Ο ঘ) 
মল্লযুদ্ধের মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

২১৪.
প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠে-
i. ক্রিট দ্বীপ ও গ্রিস উপদ্বীপের মূল ভূখন্ড নিয়ে
ii. এশিয়া মাইনরের পশ্চিম উপকূল নিয়ে
iii. ঈজিয়ান সাগরের ক্ষুদ্রক্ষুদ্র দ্বীপ নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১৫.
সিন্ধু সভ্যতায় ব্যবহৃত বাটখারাগুলো কিসের তৈরি ছিল?
Ο ক) 
পাথরের
Ο খ) 
লোহার
Ο গ) 
বাঁশের
Ο ঘ) 
কাঠের

  সঠিক উত্তর: (ক)

২১৬.
নীলনদের উৎপত্তি কোথায়?
Ο ক) 
ভূমধ্যসাগরে
Ο খ) 
লেক ভিক্টোরিয়ায়
Ο গ) 
আরব সাগরে
Ο ঘ) 
লোহিত সাগরে

  সঠিক উত্তর: (খ)

২১৭.
সিন্ধু সভ্যতায় সবচেয়ে সরু রাস্তাটি প্রশস্তায় কতফুট ছিল?
Ο ক) 
৮ ফুট
Ο খ) 
৯ ফুট
Ο গ) 
১০ ফুট
Ο ঘ) 
১১ ফুট

  সঠিক উত্তর: (গ)

২১৮.
বিয়োগান্ত নাটকের জনক কে?
Ο ক) 
সোফিক্লিস
Ο খ) 
থুকিডাইসিস
Ο গ) 
এসকাইলাস
Ο ঘ) 
হোমার

  সঠিক উত্তর: (গ)

২১৯.
পেরিক্লিসের যুগে এথেন্স সর্বক্ষেত্রে উন্নতির চরম শিখরে আরোহণ করে। উক্তিটিতে বোঝানো হয়েছে-
i. তার সময়কালে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়
ii. তার সময়কে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ হয়
iii. নাগরিকদের সব রাজনৈতিক অধিকারের দাবি মেনে নেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২০.
এরিস্টটলের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
তিনি লেখক ছিলেন
Ο খ) 
তিনি সাহিত্যিক ছিলেন
Ο গ) 
তিনি নাট্যকার ছিলেন
Ο ঘ) 
তিনি দার্শনিক ছিলেন

  সঠিক উত্তর: (ঘ)

২২১.
মিশরের ভৌগলিক অবস্থান ও ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য কী?
Ο ক) 
নীলনদ
Ο খ) 
সাহারা মরুভূমি
Ο গ) 
পর্বতমালা
Ο ঘ) 
মালভূমি

  সঠিক উত্তর: (ক)

২২২.
নবম থেকে দ্বাদশ শতককে হোমারের যুগ বলা হয়। এ থেকে যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-
Ο ক) 
হোমারের মহাকাব্য ইতিহাসকে প্রবহমান রেখেছে
Ο খ) 
হোমার শ্রেণি শোষণ করতেন
Ο গ) 
এ যুগে অধিবাসীরা সমৃদ্ধশালী ছিলেন
Ο ঘ) 
এ যুগে সবাই সংস্কৃত ঐতিহ্যের অধিকারী ছিলেন

  সঠিক উত্তর: (ক)

২২৩.
মেষ পালক গোষ্ঠীর আদি বসতি কোথায় ছিল?
Ο ক) 
ঈজিয়ান সাগর তীরবর্তী তৃণভূমি
Ο খ) 
মাইনর সাগর তীরবর্তী তৃণভূমি
Ο গ) 
দানিয়ুব নদী তীরবর্তী তৃণভূমি
Ο ঘ) 
এডিজ নদীর তীরবর্তী তৃণভূমি

  সঠিক উত্তর: (গ)

২২৪.
সৃজনী তার পাঠ্যবইয়ে একটি সভ্যতা ও মহাকাব্যের ট্রয় নগরীসহ একশত নগরীর ধ্বংসস্তূপের বর্ণনা পড়ল। নিচের কোন সভ্যতার সাথে মিল রয়েছে-
i. এজিয়ান সভ্যতা
ii. প্রাক ক্লাসিকাল গ্রিক সভ্যতা
iii. রোমান সভ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২৫.
নানা সংস্কারের মধ্য দিয়ে রোমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এর পরিপ্রেক্ষিতে বলা যায়-
Ο ক) 
গণতন্ত্র প্রতিষ্ঠা জটিল কাজ
Ο খ) 
গণতন্ত্র নাগরিক অধিকার বঞ্চিত করে
Ο গ) 
রোমের গণতন্ত্র জটিল ছিল
Ο ঘ) 
রোমের গণতন্ত্র একদিনে হয়নি

  সঠিক উত্তর: (ঘ)

২২৬.
মিশরের দক্ষিণে কোন দেশ অবস্থিত?
Ο ক) 
দক্ষিণ সূদান
Ο খ) 
সুদান
Ο গ) 
আলজেরিয়া
Ο ঘ) 
মরক্কো

  সঠিক উত্তর: (খ)

২২৭.
মিশরীয়দের জীবনে কোন দেবতার গুরুত্ব ছিল অনেক বেশি?
Ο ক) 
সূর্য দেবতা
Ο খ) 
নীলনদের দেবতার
Ο গ) 
প্রাকৃতিক শক্তির দেবতার
Ο ঘ) 
শস্য দেবতার

  সঠিক উত্তর: (ক)

২২৮.
মিশরীয়রা কয়দিনে বছর আবিষ্কার করে?
Ο ক) 
২৮০ দিনে
Ο খ) 
৩০০ দিনে
Ο গ) 
৩৫৪ দিনে
Ο ঘ) 
৩৬৫ দিনে

  সঠিক উত্তর: (ঘ)

২২৯.
রোমান সভ্যতা কত বছর স্থায়ী হয়েছিল?
Ο ক) 
একশত বছর
Ο খ) 
তিনশত বছর
Ο গ) 
পাঁচশত বছর
Ο ঘ) 
ছয়শত বছর

  সঠিক উত্তর: (ঘ)

২৩০.
রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল কোন আইন?
Ο ক) 
সাধারণ আইন
Ο খ) 
প্রাকৃতিক আইন
Ο গ) 
জনগনের আইন
Ο ঘ) 
বেসামরিক আইন

  সঠিক উত্তর: (ঘ)

২৩১.
রোমান আইনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) 
দুটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (খ)

২৩২.
সিন্ধুনদের তীরে গড়ে উঠে কোন সভ্যতা?
Ο ক) 
মেসোপটেমিয়া
Ο খ) 
অ্যাসেরীয়
Ο গ) 
মিশরীয়
Ο ঘ) 
সিন্ধু

  সঠিক উত্তর: (ঘ)

২৩৩.
মহেঞ্জোদারোর স্নানাগারের মূল কক্ষটি কয়তলা ছিল?
Ο ক) 
১ তলা
Ο খ) 
২ তলা
Ο গ) 
৩ তলা
Ο ঘ) 
৪ তলা

  সঠিক উত্তর: (খ)

২৩৪.
গ্রিক দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিলেন কে?
Ο ক) 
থালেস
Ο খ) 
পেরিক্লিস
Ο গ) 
সক্রেটিস
Ο ঘ) 
প্লেটো

  সঠিক উত্তর: (গ)

২৩৫.
গ্রিকদের জ্ঞানের দেবীর নাম কী?
Ο ক) 
এথনো
Ο খ) 
এ্যাপোলো
Ο গ) 
জিউস
Ο ঘ) 
পোসিডন

  সঠিক উত্তর: (ক)

২৩৬.
সিন্ধু সভ্যতা কোন নদ বা নদীর তীরে গড়ে উঠেছিল?
Ο ক) 
সিন্ধু
Ο খ) 
নীল
Ο গ) 
পদ্মা
Ο ঘ) 
ভারতের যমুনা

  সঠিক উত্তর: (ক)

২৩৭.
মিশরীয়রা মন্দিরের দেওয়াল সাজাতে গিয়ে কোন শিল্পে সূচনা করে?
Ο ক) 
পোড়ামাটি শিল্পের
Ο খ) 
মৃৎ শিল্পের
Ο গ) 
চিত্রশিল্পের
Ο ঘ) 
বস্ত্রশিল্পের

  সঠিক উত্তর: (গ)

২৩৮.
হরপ্পা নগরী পাঞ্জাবের বর্তমান কোন জেলায় অবস্থিত?
Ο ক) 
মন্টোগামারী
Ο খ) 
লারকানা
Ο গ) 
ইসলামাবাদ
Ο ঘ) 
লাহোর

  সঠিক উত্তর: (ক)

২৩৯.
মধ্যযুগীয় রাজবংশের যে আমলে মিশরের সর্বত্র মন্দির নির্মাণ হতো-
i. একাদশ রাজবংশীয়দের আমলে
ii. দ্বাদশ রাজবংশীয়দের আমলে
iii. ত্রয়োদশ রাজবংশীয়দের আমলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৪০.
মেনেস যে রাষ্ট্র গড়ে তোলে তার রাজধানীর নাম কী?
Ο ক) 
কায়রো
Ο খ) 
মেম্ফিস
Ο গ) 
দোহা
Ο ঘ) 
দামেস্ক

  সঠিক উত্তর: (খ)

২৪১.
সিন্ধু উপত্যকার নগরগুলো কেমন ছিল?
Ο ক) 
এককেন্দ্রিক
Ο খ) 
শাসনতান্ত্রিক
Ο গ) 
প্রজাতান্ত্রিক
Ο ঘ) 
নিয়মতান্ত্রিক

  সঠিক উত্তর: (গ)

২৪২.
কাদের দাবির ফলে রোমান আইন সংকলিত হতে থাকে?
Ο ক) 
প্যাট্রিসিয়ানদের
Ο খ) 
প্লিবিয়ানদের
Ο গ) 
সম্রাটদের
Ο ঘ) 
যাজকদের

  সঠিক উত্তর: (খ)

২৪৩.
মিশরের প্রথম নরপতি কে?
Ο ক) 
মজেস
Ο খ) 
রামস
Ο গ) 
জুপিটার
Ο ঘ) 
মেনেস

  সঠিক উত্তর: (গ)

২৪৪.
মানিক সিন্ধু সভ্যতার অধিবাসী ছিল। সে শান্তিতে বসবাস করতে পারতো না কেন?
Ο ক) 
দুর্ভিক্ষের কারণে
Ο খ) 
বন্যার কারণে
Ο গ) 
শত্রুর আক্রমণে
Ο ঘ) 
খরার কারণে

  সঠিক উত্তর: (গ)

২৪৫.
সিন্ধু সভ্যতার লোকেরা তামা ও টিনের মিশ্রণে কী তৈরি করত?
Ο ক) 
কাঁসা
Ο খ) 
পিতল
Ο গ) 
ব্রোঞ্জ
Ο ঘ) 
অ্যালোমিনিয়াম

  সঠিক উত্তর: (গ)

২৪৬.
সিন্ধু সভ্যতার ঘরবাড়ি নির্মিত ছিল-
Ο ক) 
মাটি দিয়ে
Ο খ) 
পোড়া মটির ইট দিয়ে
Ο গ) 
পাথর দিয়ে
Ο ঘ) 
কাঠ দিয়ে

  সঠিক উত্তর: (খ)

২৪৭.
কোন সভ্যতা ভারতীয় উপমহাদেশের জনগণকে স্বাধীনতার প্রেরণা যুগিয়েছিল?
Ο ক) 
প্রাচীন সভ্যতা
Ο খ) 
মিশরীয় সভ্যতা
Ο গ) 
সিন্ধু সভ্যতা
Ο ঘ) 
গ্রিক সভ্যতা

  সঠিক উত্তর: (গ)

২৪৮.
এরিস্টটলের শিক্ষক কে ছিলেন?
Ο ক) 
সক্রেটিস
Ο খ) 
প্লেটো
Ο গ) 
থালেস
Ο ঘ) 
আলেকডান্ডার

  সঠিক উত্তর: (খ)

২৪৯.
নয়ন খ্রিষ্টধর্ম গ্রহণ করেন। এই ধর্মকে রোমানরা সরকারি ধর্মে পরিণত করেন। উদ্দীপকের সাথে মিল রয়েছে-
Ο ক) 
সম্রাট কন্সটানইটাইন
Ο খ) 
গ্যালেন রুফাসে
Ο গ) 
সম্রাট আলেকজান্ডার
Ο ঘ) 
লিভি

  সঠিক উত্তর: (ক)

২৫০.
রোমান লিখন পদ্ধতিতে কাদের প্রভাব রয়েছে?
Ο ক) 
মিশরীয়দের
Ο খ) 
সুমেরীয়দের
Ο গ) 
চৈনিকদের
Ο ঘ) 
গ্রিকদের

  সঠিক উত্তর: (ঘ)




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...