NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৪ (251-442)

২৫১.
বাংলার প্রাচীনতম অধিবাসীদের ভাষা ছিল-
i. কোল শাখার ভাষার মতো
ii. মোন শাখার ভাষার মতো
iii. ক্ষের শাখার ভাষার মতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৫২.
প্রাচীন বাংলায় বাঙালির প্রধান খাদ্য ছিল-
i. ভাত
ii. মাছ
iii. মাংস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫৩.
সহজিয়া ধর্মমতে কার স্থান সবার উপরে?
Ο ক) 
পিতার
Ο খ) 
মাতার
Ο গ) 
আল্লাহর
Ο ঘ) 
গুরুর

  সঠিক উত্তর: (ঘ)

২৫৪.
সেন যুগে শুরু হয়-
i. বিষ্ণু পূজা
ii. শিব পূজা
iii. দেব-দেবীর পূজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫৫.
বিধবা নারীদের বিলাস বর্জন ও কৃষ্ণ সাধনের ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী ছিল?
Ο ক) 
নিরামিষ আহার
Ο খ) 
ডাল ভাত আহার
Ο গ) 
মাছ-ভাত আহার
Ο ঘ) 
বিশেষ আহার

  সঠিক উত্তর: (ক)

২৫৬.
প্রাচীন কালে বৌদ্ধ ও জৈন ভিক্ষুরা স্ব স্ব ধর্ম প্রচার করতেন-
i. বিহার তৈরি করে
ii. স্তূপ তৈরি করে
iii. সংঘরাম তৈরি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৫৭.
প্রিয়া বলল ‘X’ নামক ভাষা হতে অষ্টম বা নবম শতকে বাংলা ভাষার সৃষ্টি হয়। উদ্দীপকের সাথে সাদৃশ্য রয়েছে কোন ভাষার?
Ο ক) 
সংস্কৃত
Ο খ) 
প্রাকৃত
Ο গ) 
অপভ্রংশ
Ο ঘ) 
মাগধী

  সঠিক উত্তর: (গ)

২৫৮.
বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠিত হতো কখন?
Ο ক) 
প্রাচীনকালে
Ο খ) 
মধ্যযুগে
Ο গ) 
মৌর্য যুগে
Ο ঘ) 
আধুনিককালে

  সঠিক উত্তর: (ক)

২৫৯.
আর্য রাজাদের ভূমি দানের মাধ্যমে যে উদ্দেশ্য পরিলক্ষিত হয়-
Ο ক) 
পুণ্য অর্জন
Ο খ) 
স্বর্গ লাভ
Ο গ) 
জনপ্রিয়তা
Ο ঘ) 
শক্তি অর্জন

  সঠিক উত্তর: (ক)

২৬০.
‘X’ গারো, চাকমারা, টিপরা প্রভৃতি উপজাতি নিয়ে আলোচনা করার সময় জানতে পারে যে এরা-
Ο ক) 
কিরাত জাতি
Ο খ) 
অস্ট্রিক জাতি
Ο গ) 
দ্রাবিড় জাতি
Ο ঘ) 
সাঁওতাল জাতি

  সঠিক উত্তর: (ক)

২৬১.
পাল আমলে নির্মিত বিহার হলো-
i. জগদুল বিহার
ii. দেবীকোট বিহার
iii. কনকস্তূপ বিহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬২.
প্রাচীন যুগের বাংলার কারুকার্যময় স্থাপত্য শিল্প হলো-
i. হর্ম্য
ii. মন্দির
iii. স্তূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬৩.
প্রাচীন বাংলায় জনপথে চলার জন্য কাঠ দিয়ে নির্মিত হত-
i. নৌকা
ii. পাল্কি
iii. জাহাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৬৪.
দ্যুত পতিপদ নামে একটি বিশেষ উৎসব কোন মাসের শুল্কা প্রতিপদে অনুষ্ঠিত হতো?
Ο ক) 
চৈত্র
Ο খ) 
ভাদ্র
Ο গ) 
কার্তিক
Ο ঘ) 
ফাল্গুন

  সঠিক উত্তর: (গ)

২৬৫.
প্রাচীন বাংলায় শিক্ষিত সমাজে সম্মান ও মর্যাদা বেশ উচ্চ ছিল-
i. মাতার
ii. পত্নির
iii. ছেলের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৬৬.
বিদেশ ভ্রমণে বাঙালিদের কোন সুনাম ছিল না, কারণ-
i. সমুদ্র পাড়ি
ii. বিলেতকে তারা ঘৃণা করত
iii. বিদেশিরা বিধর্ম ছিল বলে মনে করত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬৭.
বৌদ্ধধর্ম বাংলা-বিহারে ছাড়িয়ে আন্তজার্তিক মর্যাদা প্রতিষ্ঠা লাভ করেছিল কোন যুগে?
Ο ক) 
মৌর্য
Ο খ) 
পাল
Ο গ) 
গুপ্ত
Ο ঘ) 
সেন

  সঠিক উত্তর: (খ)

২৬৮.
প্রাচীন বাংলায় জমির প্রকত মালিক ছিল কে?
Ο ক) 
কৃষক
Ο খ) 
মজুর
Ο গ) 
রাজা
Ο ঘ) 
বর্গাচাষি

  সঠিক উত্তর: (গ)

২৬৯.
ডোম্মনপালের তাম্রশাসন কোথায় পাওয়া যায়?
Ο ক) 
হরিপুরে
Ο খ) 
সুন্দরবনে
Ο গ) 
পাহাড়পুরে
Ο ঘ) 
বগুড়ায়

  সঠিক উত্তর: (খ)

২৭০.
বাংলার পূর্বতম প্রাপ্ত ত্রিপুরায় মহাযান বৌদ্ধধর্ম সুপ্রতিষ্ঠিত হয়েছিল কত শতকে?
Ο ক) 
পঞ্চম
Ο খ) 
ষষ্ঠ
Ο গ) 
সপ্তম
Ο ঘ) 
অষ্টম

  সঠিক উত্তর: (খ)

২৭১.
‘ক’ পূজা ছিল কৌমের লোকদের নিকট ঐক্যের প্রতীক। এটি সমর্থন করছে কোন পূজাকে?
Ο ক) 
মনসা পূজাকে
Ο খ) 
শ্মশান কালীর পূজা
Ο গ) 
বনদূর্গা পূজা
Ο ঘ) 
ধ্বজ পূজা

  সঠিক উত্তর: (ঘ)

২৭২.
সুখরাত্রিব্রুত কোন মাসে পালিত হতো?
Ο ক) 
চৈত্র
Ο খ) 
কার্তিক
Ο গ) 
বৈশাখ
Ο ঘ) 
শ্রাবণ

  সঠিক উত্তর: (খ)

২৭৩.
প্রাচীনকালে বাংলা কোন শিল্পের জন্য বিখ্যাত ছিল?
Ο ক) 
চিনি শিল্প
Ο খ) 
কাগজ শিল্প
Ο গ) 
পাট শিল্প
Ο ঘ) 
বস্ত্র শিল্প

  সঠিক উত্তর: (ঘ)

২৭৪.
বাংলায় মধ্যযুগের সূচনা হয় কীভাবে?
Ο ক) 
মুসলমান সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে
Ο খ) 
হিন্দু সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে
Ο গ) 
বৌদ্ধ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে
Ο ঘ) 
খ্রিষ্টান সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

২৭৫.
বর্ম ও সেন রাজাদের পৃষ্ঠপোষকতার ফলে বৈদিক ধর্ম আরও প্রসার লাভ করে-
i. দশম শতকে
ii. একাদশ শতকে
iii. দ্বাদশ শতকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৭৬.
প্রাচীন বাংলার সম্ভতা কেমন ছিল?
Ο ক) 
গ্রামকেন্দ্রিক
Ο খ) 
শহরকেন্দ্রিক
Ο গ) 
নগরকেন্দ্রিক
Ο ঘ) 
রাজধানীকেন্দ্রিক

  সঠিক উত্তর: (ক)

২৭৭.
বৌদ্ধধর্ম বাংলা তথা ভারতবর্ষ হতে বিলুপ্ত হয় কত শতকে?
Ο ক) 
নবম
Ο খ) 
দশম
Ο গ) 
একাদশ
Ο ঘ) 
দ্বাদশ

  সঠিক উত্তর: (ঘ)

২৭৮.
প্রাচীনকালে শূদ্রদের পেশা ছিল-
i. কৃষিকাজ
ii. ব্যবসায় করা
iii. মাছ শিকার করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৭৯.
শারমিন শৈবধর্ম সম্পর্কে গবেষণা করতে গিয়ে কয়েকজন রাজার নাম জানতে পারেন যারা পরম ধার্মিক ছিল। শারমিন জানতে পারেন-
i. অশোকের নাম
ii. শশাঙ্কের নাম
iii. ভাস্কর-বর্মার নাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৮০.
কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম বাংলায় বেশি প্রসার লাভ করে?
Ο ক) 
গৌড়রাজ অশোক
Ο খ) 
লক্ষণ সেন
Ο গ) 
বিজয় সেন
Ο ঘ) 
কেশব সেন

  সঠিক উত্তর: (ক)

২৮১.
মৌর্য শাসনের পূর্বে বাঙালির রাজনৈতিক পরিচয় গড়ে ওঠেনি। কথাটি বলার কারণ কী?
Ο ক) 
সমাজ বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল
Ο খ) 
রাজনৈতিক ধারণার অভাব ছিল
Ο গ) 
এ ধরনের পরিচয় অপ্রয়োজনীয় ছিল
Ο ঘ) 
পঞ্চায়েতের দ্বারা নিষিদ্ধ ছিল

  সঠিক উত্তর: (গ)

২৮২.
কয়েক বছর পূর্বে কোথায় কয়েকটি বিহারের সন্ধান পাওয়া গেছে?
Ο ক) 
কুমিল্লার ময়নামতিতে
Ο খ) 
কুমিল্লায়
Ο গ) 
লাল মাইয়ের
Ο ঘ) 
কুমিল্লার বড় কামতায়

  সঠিক উত্তর: (ক)

২৮৩.
জাতি হিসেবে আর্যদের পরিচয় কী ছিল?
Ο ক) 
আলপাইন
Ο খ) 
দ্রাবিড়
Ο গ) 
রাখাইন
Ο ঘ) 
নিষাদ

  সঠিক উত্তর: (ঘ)

২৮৪.
বাংলায় কত শতক হতে কটি ভাঙা ও অর্থ ভাঙা মন্দিরের নিদর্শন পাওয়া যায়?
Ο ক) 
পঞ্চম
Ο খ) 
ষষ্ঠ
Ο গ) 
সপ্তম
Ο ঘ) 
অষ্টম

  সঠিক উত্তর: (ঘ)

২৮৫.
কবির সাহেব জাতীয় জাদুঘরে পর্যবেক্ষণ করে দেখলেন প্রাচীনকালে ‘H’ নামের কাপড়ের খুবই সমাদর ছিল। ‘H’ দ্বারা কোনটিকে নির্দেশ করা হয়েছে?
Ο ক) 
জামদানি শাড়ি
Ο খ) 
রেশমী শাড়ি
Ο গ) 
মসলিন শাড়ি
Ο ঘ) 
মোট কাপড়

  সঠিক উত্তর: (গ)

২৮৬.
সমাজবদ্ধ হয়ে বসবাস করা কার স্বভাব?
Ο ক) 
মানুষের
Ο খ) 
জিনের
Ο গ) 
ফেরেশতার
Ο ঘ) 
পশুপাখির

  সঠিক উত্তর: (ক)

২৮৭.
এখন পর্যন্ত মোট কতটি চর্যাপদ পাওয়া গেছে?
Ο ক) 
৪০ টি
Ο খ) 
৪৩ টি
Ο গ) 
৪৫ টি
Ο ঘ) 
৪৭ টি

  সঠিক উত্তর: (ঘ)

২৮৮.
প্রাচীনকালে পুরুষেরা কীভাবে ধুতি পরত?
Ο ক) 
মালকোচা দিয়ে
Ο খ) 
হাঁটুর নিচে
Ο গ) 
নাভীর নিচে
Ο ঘ) 
নাভীর উপরে

  সঠিক উত্তর: (ক)

২৮৯.
বৌদ্ধধর্ম বাংলায় বেশি প্রসারলাভ করে কার রাজত্বকালে?
Ο ক) 
শশাঙ্ক
Ο খ) 
ধর্মপাল
Ο গ) 
অশোক
Ο ঘ) 
বিজয় সেন

  সঠিক উত্তর: (গ)

২৯০.
প্রাচীন বাংলায় একমাত্র কার পরধর্ম বিদ্বেষের কাহিনী আছে?
Ο ক) 
শ্রীকৃষ্ণের
Ο খ) 
রামের
Ο গ) 
সামন্তসেনের
Ο ঘ) 
শশাংকের

  সঠিক উত্তর: (ঘ)

২৯১.
বাংলার প্রাচীন ধর্মশাস্ত্র মহাপাতক বলে গণ্য করা হয়েছে-
i. ব্রক্ষ্ম হত্যা
ii. সুরা পান
iii. পরদ্বার গমন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯২.
বাংলায় তুর্কিরা আগমন করে কত শতকে?
Ο ক) 
নবম
Ο খ) 
দশম
Ο গ) 
একাদশ
Ο ঘ) 
ত্রয়োদশ

  সঠিক উত্তর: (ঘ)

২৯৩.
সূর্য দেবতা খুব প্রতিপত্তি লাভ করে কোন যুগে?
Ο ক) 
পাল
Ο খ) 
সেন
Ο গ) 
গুপ্ত
Ο ঘ) 
মৌর্য

  সঠিক উত্তর: (খ)

২৯৪.
অষ্টধাতু ও কালো কষ্টিপাথর ব্যবহার করা হতো কেন?
Ο ক) 
মূর্তি নির্মাণের জন্য
Ο খ) 
অলংকার তৈরির জন্য
Ο গ) 
মন্দির নির্মাণের জন্য
Ο ঘ) 
বিহার নির্মাণের জন্য

  সঠিক উত্তর: (ক)

২৯৫.
বঙ্গ দেশে টিনের প্রচলন শুরু হয় কোন যুগে?
Ο ক) 
মধ্য
Ο খ) 
আধুনিক
Ο গ) 
উত্তরাধুনিক
Ο ঘ) 
প্রাচীন

  সঠিক উত্তর: (ঘ)

২৯৬.
সোমপুর বিহারে বাস করেন-
i. বোধিভদ্র
ii. শশাঙ্ক
iii. অতীতশ দীপঙ্কর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৯৭.
বাংলা চিরকালই কৃষিপ্রধান দেশ। এতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
Ο ক) 
বাংলায় কৃষিপ্রণ্যের সমৃদ্ধি রয়েছে
Ο খ) 
বেশির মানুষই কৃষিকাজে নিয়োজিত
Ο গ) 
কৃষিক্ষেত্রের পরিমাণ বেশি
Ο ঘ) 
কৃষিকাজের জন্য বাংলার আবহাওয়া খুবই উপযোগী

  সঠিক উত্তর: (ঘ)

২৯৮.
প্রাচীন সমাজে সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করতেন কারা?
Ο ক) 
ব্রাক্ষণরা
Ο খ) 
ক্ষত্রিয়রা
Ο গ) 
বৈশ্যরা
Ο ঘ) 
শূদ্ররা

  সঠিক উত্তর: (ক)

২৯৯.
তন্ময় তাদের জেলার একটি গ্রামে বেড়াতে গিয়ে দেখল যে, সে গ্রামের লোক অতিথিদের পান-সুপারি খেতে দেয়, শীবের গীত গায় এবং মেয়েরা কপালে সিঁদুর দেয়। তন্ময়ের দেখা গ্রামটির সাথে মিল রয়েছে প্রাচীন বাংলার কোন সমাজের?
Ο ক) 
আর্য
Ο খ) 
মৌর্য
Ο গ) 
গুপ্ত
Ο ঘ) 
কৌম

  সঠিক উত্তর: (ঘ)

৩০০.
প্রাচীন কোটিবর্ষ নগরীর ধ্বংসস্তূপের পোড়ামাটির ফলকগুলো হলো-
i. মৌর্য যুগের
ii. শূঙ্গ যুগের
iii. গুপ্ত যুগের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০১.
বাংলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে মিশে যায় কোন জাতি?
Ο ক) 
গৌড়
Ο খ) 
আর্য
Ο গ) 
আলপাইন
Ο ঘ) 
বাঙালি

  সঠিক উত্তর: (গ)

৩০২.
গরুর গাড়ির অনেক কদর ছিল, কারণ-
i. যাতায়াতের প্রধান মাধ্যম ছিল
ii. নববধূকে শ্বশুর বাড়িতে আনার ক্ষেত্রে ব্যবহৃত হতো
iii. দ্রুত যাতায়াত করা যেত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩০৩.
চট্রগ্রামের কেওয়ারিতে নির্মিত মন্দিরটি-
Ο ক) 
তামার তৈরি
Ο খ) 
রূপার তৈরি
Ο গ) 
স্বর্ণের তৈরি
Ο ঘ) 
ব্রোঞ্জের তৈরি

  সঠিক উত্তর: (ঘ)

৩০৪.
কার রাজত্বকালে উত্তরবঙ্গে জৈন সম্প্রদায় বিদ্যমান ছিল?
Ο ক) 
গোপাল-এর
Ο খ) 
ধর্মপাল-এর
Ο গ) 
অশোক-এর
Ο ঘ) 
লক্ষ্মণ সেন-এর

  সঠিক উত্তর: (গ)

৩০৫.
‘ক’ যুগের পর বাংলায় বৌদ্ধ ধর্ম সহজিয়া ধর্মরূপে জনপ্রিয় হয়ে উঠেছিল। উদ্দীপকের সাথে সাদৃশ্য রয়েছে কোন যুগের?
Ο ক) 
সেন
Ο খ) 
পাল
Ο গ) 
গুপ্ত
Ο ঘ) 
আর্য

  সঠিক উত্তর: (খ)

৩০৬.
জমির সাহেব দেখলেন ‘A’ অঞ্চলের মানুষের শরীরে বর্ণ, গঠনেও ক্ষেত্রে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। ‘A’ কোন অঞ্চলকে নির্দেশ করছে?
Ο ক) 
বাংলাদেশ
Ο খ) 
ইন্দোনেশিয়া
Ο গ) 
মালয়েশিয়া
Ο ঘ) 
চীন

  সঠিক উত্তর: (ক)

৩০৭.
বৌদ্ধধর্মের প্রধান কেন্দ্র ছিল কোনটি?
Ο ক) 
হরি সংঘ
Ο খ) 
বুদ্ধ সংঘ
Ο গ) 
বৌদ্ধ সংঘ
Ο ঘ) 
বৌদ্ধ বিহার

  সঠিক উত্তর: (গ)

৩০৮.
প্রাচীন বাংলায় যাতায়াতের প্রধান মাধ্যম কী ছিল?
Ο ক) 
গরুর গাড়ি
Ο খ) 
শকট
Ο গ) 
জাহাজ
Ο ঘ) 
বাস

  সঠিক উত্তর: (ক)

৩০৯.
বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল কাদের জন্য?
Ο ক) 
বিধবাদের
Ο খ) 
নারীদের
Ο গ) 
সধবাদের
Ο ঘ) 
পুরুষদের

  সঠিক উত্তর: (ঘ)

৩১০.
বাংলায় হিন্দুদের দৈনন্দিন জীবনে কিসের প্রবল প্রভাব ছিল?
Ο ক) 
ধর্মশাস্ত্রের
Ο খ) 
গণিতশাস্ত্রের
Ο গ) 
চিকিৎসা শাস্ত্রের
Ο ঘ) 
বিজ্ঞান শাস্ত্রের

  সঠিক উত্তর: (ক)

৩১১.
প্রাচীন বাংলায় ব্রাক্ষ্মণদের ক্ষেত্রে প্রযোজ্য-
i. সমাজের মূল ক্ষমতা ছিল
ii. শাস্ত্রজ্ঞান চর্চা করতে পারত
iii. অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১২.
উপমহাদেশের ইতিহাসে পাহাড়পুরের মন্দিরের গুরুত্ব অপরিসীম যে কারণে-
i. স্থাপত্য শিল্পের গভীর প্রভাব
ii. বার্মা ও জাভার বহু প্রাচীন মন্দিরের অনুকরণে তৈরি
iii. কারুকার্যের আধিক্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১৩.
জীবিকা পরধর্ম বিদ্বেষের কাহিনী নিয়ে আলোচনা করছিলেন। প্রাচীন বাংলায় একমাত্র কার পরধর্ম বিদ্বেষের কাহিনি আছে?
Ο ক) 
অশোকের
Ο খ) 
শশাঙ্কের
Ο গ) 
ধর্মপালের
Ο ঘ) 
রামপালের

  সঠিক উত্তর: (খ)

৩১৪.
নবম ও দশম শতকে বাংলায় প্রচলিত ছিল-
i. সংস্কৃত ভাষা
ii. শৌরসেনী অপভ্রংশ ভাষা
iii. মাগধী ভাষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১৫.
বাংলা ভাষার উৎপত্তি হয় কোন ভাষা থেকে?
Ο ক) 
তৎসম
Ο খ) 
তদ্ভব
Ο গ) 
সংস্কৃত
Ο ঘ) 
অপভ্রংশ

  সঠিক উত্তর: (ঘ)

৩১৬.
দ্রাবিড়দের প্রধান ভাষা কোনটি?
Ο ক) 
মোন
Ο খ) 
ক্ষ্মের
Ο গ) 
তামিল
Ο ঘ) 
উর্দু

  সঠিক উত্তর: (গ)

৩১৭.
গৌড়ের রাজধানী কোনটি?
Ο ক) 
রিয়াদ
Ο খ) 
কর্ণসুবর্ণ
Ο গ) 
নয়াদিল্লি
Ο ঘ) 
উড়িষ্যা

  সঠিক উত্তর: (খ)

৩১৮.
প্রাচীন বাংলায় প্রচলিত ছিল-
i. জন্মষ্টমী
ii. দশহরা
iii. ভ্রাতৃদ্বিতীয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১৯.
‘উমা’ শব্দের অর্থ কী?
Ο ক) 
দুর্গার অর্চনা
Ο খ) 
পিতার অর্চনা
Ο গ) 
গুরুর অর্চনা
Ο ঘ) 
ভগবানের অর্চনা

  সঠিক উত্তর: (ক)

৩২০.
পাল রাজাগণ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক হয়েও অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এতে তাদের যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-
Ο ক) 
ধর্মানুরাগী
Ο খ) 
পরমতসহিষ্ণু
Ο গ) 
বিনয়ী
Ο ঘ) 
শান্তিকামী

  সঠিক উত্তর: (খ)

৩২১.
ইটের তৈরি বিহার প্রস্তুত শুরূ হলো যে কারণে-
i. বৌদ্ধ ও জৈন সংঘে প্রচারকের সংখ্যা বাড়ার জন্য
ii. বিহারের রূপের পরিবর্তন করার জন্য
iii. ধর্ম প্রচারের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২২.
বাংলায় বৌদ্ধ ধর্মের প্রভাব খুব বৃদ্ধি পেয়েছিল কেন?
Ο ক) 
পাল বংশের আগমনের ফলে
Ο খ) 
সেন বংশের আগমনের ফলে
Ο গ) 
গুপ্ত বংশের আগমনের ফলে
Ο ঘ) 
বৌদ্ধ-বিহার নির্মিত হওয়ার ফলে

  সঠিক উত্তর: (ক)

৩২৩.
পূর্ব ও উত্তর বাংলায় বহু পূর্বকাল হতে নানা সময়ে এসেছিল-
i. মঙ্গোলীয়রা
ii. অস্ট্রো-এশিয়াটিকরা
iii. দ্রাবিড়রা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২৪.
মি. ‘B’ একটি পত্রিকা থেকে জানতে পারলেন যে, ‘ক’ সমাজের প্রধান বৈশিষ্ট্য জাতিভেদে প্রথা। ‘ক’ নিচের কোনটিক নির্দেশ করছে?
Ο ক) 
কৌম সমাজ
Ο খ) 
আর্য সমাজ
Ο গ) 
ব্রাক্ষ সমাজ
Ο ঘ) 
বণিক সমাজ

  সঠিক উত্তর: (খ)

৩২৫.
মৃদুল চক্রবর্তী বিহারের রূপের পরিবর্তন নিয়ে আলোচনা করছেন। এ পরিবর্তন হয়েছিল যে যুগে-
Ο ক) 
পাল
Ο খ) 
মৌর্য
Ο গ) 
সেন
Ο ঘ) 
গুপ্ত

  সঠিক উত্তর: (ক)

৩২৬.
বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কত খ্রিষ্টাপূর্ব শতকে?
Ο ক) 
প্রথম
Ο খ) 
দ্বিতীয়
Ο গ) 
তৃতীয়
Ο ঘ) 
চতুর্থ

  সঠিক উত্তর: (ঘ)

৩২৭.
সম্প্রতি উয়ারী-বটেশ্বর কত বছরের পুরাতন ধ্বংসাবশেষ পাওয়া গেছে?
Ο ক) 
২০০০ বছরের
Ο খ) 
২৫০০ বছরের
Ο গ) 
৩০০০ বছরের
Ο ঘ) 
৩৫০০ বছরের

  সঠিক উত্তর: (খ)

৩২৮.
পরম সহিষ্ণু ছিলেন-
i. খড়গ বংশের রাজারা
ii. চন্দ্র বংশের রাজা-মহারাজারা
iii. পাল বংশের রাজারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২৯.
উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
Ο ক) 
সাভারে
Ο খ) 
গাজীপুরে
Ο গ) 
নরসিংদীতে
Ο ঘ) 
মানিকগঞ্জে

  সঠিক উত্তর: (গ)

৩৩০.
সহজিয়া ধর্মমতে বিশ্বাসীরা বিদ্রুপ করতেন-
i. শৈবধর্মকে
ii. জৈনধর্মকে
iii. বৌদ্ধধর্মকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৩১.
প্রাচীনকালে বাংলার অধিবাসীদের বেশির ভাগ লোকের বাস ছিল কোথায়?
Ο ক) 
শহরে
Ο খ) 
গ্রামে
Ο গ) 
বিদেশে
Ο ঘ) 
শিল্প নগরেৱ

  সঠিক উত্তর: (খ)

৩৩২.
প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন মন্দিরটির কোনটি?
Ο ক) 
কান্তজির মন্দির
Ο খ) 
দেবকোটের মন্দির
Ο গ) 
বরাকরের মন্দির
Ο ঘ) 
কাশ্মিরের মন্দির

  সঠিক উত্তর: (গ)

৩৩৩.
সবচেয়ে প্রাচীন শৈব সম্প্রদায় কোনটি?
Ο ক) 
বৈষ্ণব
Ο খ) 
ব্রাহ্মণ
Ο গ) 
জৈন
Ο ঘ) 
পাশুপত

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৪.
প্রাচীনকালের লেখকেরা তাদের পুস্তকের পাণ্ডুলিপি তৈরি করতেন-
i. তালপাতায়
ii. কাঠে
iii. কাগজে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৩৫.
সেন রাজাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। কথাটি বলার কারণ হলো-
i. তাদের প্রভাবে সাধারণ হিন্দু সমাজ দুর্বল হয়ে পড়েছিল
ii. তাদের হাতে মূল ক্ষমতা ছিল
iii. বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিধন করেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iiও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৬.
প্রাচীনকালে মানুষ ছোট ছোট খাল পার হতো কীভাবে?
Ο ক) 
পুল দিয়ে
Ο খ) 
ব্রীজ দিয়ে
Ο গ) 
সাঁকো দিয়ে
Ο ঘ) 
কালভার্ট দিয়ে

  সঠিক উত্তর: (গ)

৩৩৭.
প্রাচীন বাংলায় বর্ণ প্রথার ক্ষেত্রে প্রযোজ্য-
i. এক জাতির মধ্যে বিবাহ হতো
ii. ব্রাক্ষ্মণরা সবার সাথে মিশতো
iii. উচ্চ শ্রেণির বর ও নিম্ব শ্রেণির কন্যার মধ্যে বিবাহ চালু ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৩৮.
বাংলার বুকে খুব দ্রুত প্রসারলাভ করে-
i. বৈদিক ধর্ম
ii. ব্রাক্ষ্মণ্য ধর্ম
iii. জৈন ধর্ম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৩৯.
শারদ্যেৎসব নামে একপ্রকার নৃত্যগীতের অনুষ্ঠান হতো কোন দিনে?
Ο ক) 
জন্মাষ্টমীতে
Ο খ) 
বিজয় দশমীতে
Ο গ) 
মুসবাত্রিব্রততে
Ο ঘ) 
উত্তরাসনে

  সঠিক উত্তর: (খ)

৩৪০.
প্রাচীন বাংলায় লোহার তৈরি জিনিসপত্রের মধ্যে ছিল-
i. দা
ii. কুড়াল
iii. লাঙল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪১.
প্রাচীন বাংলার ধর্মজগতে কোন ধর্মটি বিশেষ স্থান দখল করে আছে?
Ο ক) 
ইসলাম
Ο খ) 
হিন্দু
Ο গ) 
বৌদ্ধ
Ο ঘ) 
খ্রিস্ট

  সঠিক উত্তর: (গ)

৩৪২.
কোন শাসনামলে বৌদ্ধ সংস্কৃতিতে দুর্দশা নেমে আসে?
Ο ক) 
সেন আমলে
Ο খ) 
পাল আমলে
Ο গ) 
মৌর্য আমলে
Ο ঘ) 
গুপ্ত আমলে

  সঠিক উত্তর: (ক)

৩৪৩.
কোথায় প্রস্তর নির্মিত মন্দির পাওয়া গেছে?
Ο ক) 
দিনাজপুর জেলায়
Ο খ) 
রংপুর জেলায়
Ο গ) 
কুমিল্লা জেলায়
Ο ঘ) 
নরসিংদি জেলায়

  সঠিক উত্তর: (ক)

৩৪৪.
প্রাচীন বাংলার বন্দরগুলোর অন্তর্ভুক্ত ছিল-
i. নবাবশিকা
ii. তাম্রলিপ্ত
iii. সপ্তগ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৫.
পাহাড়পুরের ভাস্কর্য শিল্পকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
Ο ক) 
৩ শ্রেণিতে
Ο খ) 
৪ শ্রেণিতে
Ο গ) 
৫ শ্রেণিতে
Ο ঘ) 
৬ শ্রেণিতে

  সঠিক উত্তর: (ক)

৩৪৬.
জৈন ধর্মের প্রবর্তক কে?
Ο ক) 
বর্ধমান মহাবীর
Ο খ) 
গৌড়বাজ শশাঙ্ক
Ο গ) 
ভাস্কর বর্মা
Ο ঘ) 
লক্ষণ সেন

  সঠিক উত্তর: (ক)

৩৪৭.
দ্বাদশ শতকের শেষদিকে প্রথমে বগধ ও পরে উত্তর বাংলার বৌদ্ধ বিহার ও মন্দিরগুলো ধ্বংস হয় কীভাবে?
Ο ক) 
গ্রিক আক্রমণের ফলে
Ο খ) 
পারসিক আক্রমণের ফলে
Ο গ) 
তুর্কি আক্রমণের ফলে
Ο ঘ) 
আফগান আক্রমণের ফলে

  সঠিক উত্তর: (গ)

৩৪৮.
নিগ্রহন্ত নামে পরিচিতি কোন সম্প্রদায় থেকে যায়-
Ο ক) 
মুসলমান
Ο খ) 
জৈন
Ο গ) 
হিন্দু
Ο ঘ) 
বৌদ্ধ

  সঠিক উত্তর: (খ)

৩৪৯.
বাংলায় জাতিভেদ প্রথা চালু হওয়ার কারণ কী?
Ο ক) 
বাংলায় দ্রাবিড়দের দীর্ঘকাল বসবাস
Ο খ) 
বাংলায় কুষানদের দীর্ঘকাল বসবাস
Ο গ) 
বাংলায় নিষাদদের দীর্ঘকাল বসবাস
Ο ঘ) 
বাংলায় আর্যদের দীর্ঘকাল বসবাস

  সঠিক উত্তর: (ঘ)

৩৫০.
মানুষের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার যথার্থ কারণ হলো-
i. সামাজিক
ii. রাজনৈতিক
iii. অর্থনৈতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫১.
বিভিন্ন লিপিমালায় বৈষ্ণব ধর্মের উন্নতির প্রমাণ পাওয়া যায়-
i. পাল যুগে
ii. চন্দ্র যুগে
iii. কম্বোজ যুগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫২.
বাংলায় বৌদ্ধ ও জৈন ভিক্ষুরা কীভাবে ধর্ম প্রচার করতেন?
Ο ক) 
স্থাপত্যের নিদর্শন দিয়ে
Ο খ) 
বিহার ও সংঘরাম তৈরি করে
Ο গ) 
প্রাচীন শিলালিপির মাধ্যমে
Ο ঘ) 
সোমপুর বিহারে মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

৩৫৩.
প্রাচীন যুগে বাংলার ধর্মজীবন খুব উন্নত ছিল। তা জানা যায়-
i. চীনা তথ্য হতে
ii. জাপান তথ্য হতে
iii. তিব্বতীয় তথ্য হতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৫৪.
প্রাচীন বাংলা নির্মিত হয়েছিল-
i. জৈনস্তূপ
ii. বৌদ্ধস্তূপ
iii. খ্রিষ্টান স্তূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও iii
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৫৫.
প্রাচীনকাল হতে বাংলায় বৌদ্ধ ও জৈব ভিক্ষুরা বিহার ও সংঘরাম তৈরি করে স্ব-স্ব ধর্ম প্রচার করতেন। কিন্তু একে স্থাপত্য কর্ম হিসাবে অগ্রাহ্য করা হতো কেন?
Ο ক) 
এগুলোর মধ্যে ঐতিহাসিক তথ্য নেই বলে
Ο খ) 
ইট-পাথরের কাঠামোর ওপর বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হতো বলে
Ο গ) 
ঐতিহাসিকদের কাছে এটি অমূল্যবান বলে
Ο ঘ) 
এগুলোর প্রকৃত ইতিহাস জানার উৎসের অভাব বলে।

  সঠিক উত্তর: (ক)

৩৫৬.
প্রাচীন বাংলার সমাজে নারীদের যে অবস্থা পরিলক্ষিত হয়-
i. জীবন দুর্বিষহ হয়ে উঠে
ii. চরম অভিশাপ নেমে আসে
iii. উত্তরাধিকার থেকে বঞ্চিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৭.
ব্রাক্ষণগণই সমাজে শ্রেষ্ঠ ছিল। কথাটি বলার কারণ হলো-
i. পূজা পার্বণের অধিকার একমাত্র তাদের ছিল
ii. ব্যবসা বাণিজ্য তাদের ওপর নির্ভর করত
iii. অধ্যয়ন, অধ্যাপনার অধিকার একমাত্র তাদের ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৫৮.
কোনটি রামপালের রাজত্বকালে রচিত চিত্র শিল্পে শ্রেষ্ঠ নিদর্শন?
Ο ক) 
অস্ট সাহস্রিকা প্রজ্ঞা পারমিতা
Ο খ) 
রামচরিত
Ο গ) 
জীবনচরিত
Ο ঘ) 
গীতাঞ্জলী

  সঠিক উত্তর: (ক)

৩৫৯.
খ্রিস্ট্রপূর্ব চতুর্থ শতকে বাংলায় প্রভাব ছিল-
i. বৈদিক ধর্মের
ii. বৌদ্ধধর্মের
iii. জৈনধর্মের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৬০.
প্রাচীনকালে বাংলায় কয়টি বর্ণ ছিল?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ঘ)

৩৬১.
বাংলায় এক স্থান হতে অন্য স্থানে মালামাল আনা-নেওয়া সহজ ছিল কেন?
Ο ক) 
আকাশ পথে যোগাযোগ সহজ ছিল বলে
Ο খ) 
স্থলপথে যোগাযোগ সহজ ছিল বলে
Ο গ) 
রেলপথে যোগাযোগ সহজ ছিল বলে
Ο ঘ) 
জলপথে যোগাযোগ সহজ ছিল বলে

  সঠিক উত্তর: (ঘ)

৩৬২.
বিহারগুলোতে তিব্বত ও অন্যান্য অঞ্চল হতে অনেকে আগমন করতেন কেন?
Ο ক) 
আত্নরক্ষার জন্য
Ο খ) 
ধর্ম প্রচারের জন্য
Ο গ) 
বৈদেশিক বাণিজ্যের জন্য
Ο ঘ) 
পৃষ্ঠপোষকতা অর্জনের জন্য

  সঠিক উত্তর: (ক)

৩৬৩.
চীন দেশের ভ্রমণকারী হলেন-
i. �লামাতারানাথ
ii. ফা-হিয়েন
iii. হিউয়েন-সাং
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৬৪.
অতি সম্প্রতি উয়ারী-বটেশ্বর কত বছরের পুরাতন এক নগর-কেন্দ্রীক ধ্বংসাবশেষ পাওয়া গেছে?
Ο ক) 
২০০০
Ο খ) 
২৫০০
Ο গ) 
৩০০০
Ο ঘ) 
৩৫০০

  সঠিক উত্তর: (খ)

৩৬৫.
বাংলাদেশের নানা স্থানে বহু নিদর্শন পাওয়া গেছে প্রাচীন বাংলায়-
i. স্থাপত্যের
ii. ভাস্কর্যের
iii. চিত্রশিল্পের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৬.
মধ্যদেশে হতে এসে ব্রাক্ষণেরা বঙ্গদেশের নানা জায়গায় বসতি স্থাপন করেছিল-এটি কোন যুগের তাম্রশাসন হতে জানা যায়?
Ο ক) 
পাল
Ο খ) 
গুপ্ত
Ο গ) 
সেন
Ο ঘ) 
মৌর্য

  সঠিক উত্তর: (খ)

৩৬৭.
বাংলার পূর্বতম প্রাপ্ত ত্রিপুরায় মহাযান বৌদ্ধ ধর্ম সুপুতিষ্ঠিত হয়েছিল-
Ο ক) 
৫ম শতকের গোড়ার দিকে
Ο খ) 
ষষ্ঠ শতকের গোড়ার দিকে
Ο গ) 
৭ম শতকের গোড়ার  দিকে
Ο ঘ) 
৮ম শতকের গোড়ার দিকে

  সঠিক উত্তর: (খ)

৩৬৮.
জৈন ধর্মের প্রবর্তক বর্ধমান মহাবীর রাঢ় দেশে আগমনের পর স্থানীয় লোকেরা-
i. তাঁ ধর্ম গ্রহণ করেননি
ii. দুব্যবহার করেছেন
iii. মারামারি করেছেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৬৯.
প্রাচীনকালের মানুষ কীভাবে সংসার চালাত?
Ο ক) 
ব্যবসায় করে
Ο খ) 
পশু শিকার করে
Ο গ) 
মাছ শিকার করে
Ο ঘ) 
ভূমি চাষ করে

  সঠিক উত্তর: (ঘ)

৩৭০.
পাল যুগের নির্মিত মূর্তিগুলোর মধ্যে যে বিষয়টি পরিলক্ষিত হয়-
i. শিল্পকৌশল
ii. সৌন্দর্যবোধ
iii. রেখাচিত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৭১.
‘ক’ এবং ‘খ’ রাজাদের পৃষ্ঠপোষকতায় একাদশ ও দ্বাদশ শতকে বৈদিক ধর্ম আরও প্রসার লাভ করে। ‘ক’ ও ‘খ’ কোনটিকে নির্দেশ করে?
i. বর্ম
ii. সেন
iii. পাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৭২.
ব্রাক্ষণরা সমাজের সকলের সাথে মেলামেশা করত না, কারণ-
i. জাত নষ্ট হওয়ার ভয়ে
ii. নিজেদের মর্যাদা রক্ষার জন্য
iii. আত্ন অহংকারের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৭৩.
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকদের দানের মধ্যে পরিলক্ষিত হয় যে বিষয়টি-
i. প্রচলিত বৃক্ষপূজা
ii. পূজা-পার্বণে আম্র পল্লব
iii. ধান ছড়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৭৪.
নিগ্রহন্ত জৈনরা সংখ্যাখরিষ্ঠ ছিল-
i. সমতটে
ii. বগুড়ায়
iii. পুণ্ড্রবর্ধনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৭৫.
বৌদ্ধ ধর্মের প্রধান কেন্দ্র ছিল?
Ο ক) 
বৌদ্ধ সংঘ
Ο খ) 
বিহার
Ο গ) 
মন্দির
Ο ঘ) 
প্যাগোডা

  সঠিক উত্তর: (ক)

৩৭৬.
বাৎসায়ন বাঙালি নারীদের সুখ্যাতি বর্ণনায় বলেন-
i. মৃদু ভাষিণী
ii. কোমলাঙ্গি
iii. অনুরাগবর্তী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৭৭.
কোন যুগে বিষ্ণু,শিব, পার্বতী প্রভৃতি দেব-দেবীর পূজা করা হয়?
Ο ক) 
পাল যুগ
Ο খ) 
সেন যুগ
Ο গ) 
গুপ্ত যুগ
Ο ঘ) 
মৌর্য যুগ

  সঠিক উত্তর: (খ)

৩৭৮.
প্রাচীন বাংলার প্রধান ফসল ছিল নিচের কোনটি?
Ο ক) 
পাট
Ο খ) 
ইক্ষু
Ο গ) 
নীল
Ο ঘ) 
ধান

  সঠিক উত্তর: (ঘ)

৩৭৯.
৯৮. বিষয়বস্তু ও শিল্প কৌশলের দিক থেকে বিচার করলে পাহাড়পুড়ের ভাস্কর্য শিল্পকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৩৮০.
পাহাড়পুরের ভাস্কর্যে খোদিত আছে-
i. রামায়ণ-মহাভারত
ii. হরিচন্দ্র
iii. কৃষ্ণলীলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৮১.
কোন বংশের আগমনের ফলে বাংলায় বৌদ্ধধর্মের প্রভাব খুব বৃদ্ধি পেয়েছিল?
Ο ক) 
মৌর্য
Ο খ) 
পাল
Ο গ) 
গুপ্ত
Ο ঘ) 
সেন

  সঠিক উত্তর: (খ)

৩৮২.
বহু ক্ষুদ্র ক্ষুদ্র ইটের তৈরি স্তূপ পাওয়া গেছে-
i. শাহাজানপুরের বড়বিলে
ii. রাজশাহীর পাহাড়পুরে
iii. বাকুড়ার বহুলাড়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৮৩.
ব্রাক্ষণ্য ধর্মে বিশ্বাসী ছিলেন-
i. বর্ম রাজারা
ii. মৌর্য রাজারা
iii. সেন রাজারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৮৪.
এখন পর্যন্ত সর্বমোট কতটি চর্যাপদ পাওয়া গেছে?
Ο ক) 
৪১ টি
Ο খ) 
৪৩ টি
Ο গ) 
৪৫ টি
Ο ঘ) 
৪৭ টি

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৫.
বাংলায় একটি নতুন ব্রাক্ষণ্য ধর্মের আবির্ভাব ঘটে কোন যুগে?
Ο ক) 
পাল
Ο খ) 
মৌর্য
Ο গ) 
সেন
Ο ঘ) 
গুপ্ত

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৬.
গুপ্ত-পূর্ব যুগের কয়েকটি পোড়ামাটির মূর্তি আবিস্কৃত হয়েছে-
i. পুষ্করণে
ii. তমলুকে
iii. মহাস্থানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৭.
ঢাকা জেলার কোন গ্রামে রাজা দেব খড়গের বৌঞ্জ স্তুপ পাওয়া গেছে?
Ο ক) 
আশরাফপুর
Ο খ) 
মিরপুর
Ο গ) 
হাতিরপুল
Ο ঘ) 
কোনপাড়ায়

  সঠিক উত্তর: (ক)

৩৮৮.
বাংলার নারী-পুরুষরা পরিধান করত-
i. ফতুয়া
ii. শাড়ি
iii. ধুতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৮৯.
প্রাচীন যুগে বাংলার ধর্মজীবনে কেমন ছিল?
Ο ক) 
অনুন্নত
Ο খ) 
উন্নত
Ο গ) 
ভঙ্গুর
Ο ঘ) 
দুর্বল

  সঠিক উত্তর: (খ)

৩৯০.
সুমন্ত বড়য়া বললেন ‘ক’ ধর্ম প্রসারের সাথে� সেখানেই ছোট-বড় অসংখ্যা স্তূপ নির্মিত হয়েছে। উদ্দীপকের সাথে সাদৃশ্য রয়েছে কোন ধর্মের?
Ο ক) 
ইসলাম ধর্ম
Ο খ) 
হিন্দু ধর্ম
Ο গ) 
বৌদ্ধ ধর্ম
Ο ঘ) 
খ্রিষ্টান ধর্ম

  সঠিক উত্তর: (গ)

৩৯১.
মিন্টু তার দাদার কাছ থেকে জানতে পারল যে প্রাচীনকাল ‘G’ নামকের বাণিজ্যিক মান কম ছিল। ‘G’ কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) 
কাগজের টাকা
Ο খ) 
রুপার মুদ্রা
Ο গ) 
তামার মুদ্রা
Ο ঘ) 
কড়ি

  সঠিক উত্তর: (ঘ)

৩৯২.
স্থানীয় ধর্ম বিশ্বাসের প্রভাবের ফলে আর্য যে বিষয়টি পরিলক্ষিত হয়-
i. বিবর্তন দেখা দেয়
ii. পরিবর্তন দেখা দেয়
iii. জটিলতা বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৩.
সপ্তম শতকে নিগ্রহন্ত জৈনদের প্রভাব সবেচেয়ে বেশি ছিল-
i. উত্তরবঙ্গে
ii. দক্ষিণবঙ্গে
iii. পূর্ববঙ্গে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৪.
দ্রুত প্রসার লাভ করলেও কালক্রমে পরিবর্তন দেখা দেয়-
i. বৈদিক ধর্মে
ii. জৈন ধর্মে
iii. ব্রাক্ষণ ধর্মে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৯৫.
কখন বাংলার মুদ্রার প্রচলন শুরু হয়?
Ο ক) 
দ্বিতীয় শতকে
Ο খ) 
তৃতীয় শতকে
Ο গ) 
চতুর্থ শতকে
Ο ঘ) 
পঞ্চম শতকে

  সঠিক উত্তর: (গ)

৩৯৬.
বাংলায় প্রবেশকৃত বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষের মধ্যে অন্যতম হলো-
i. আর্য
ii. অস্ট্রিক
iii. ভোট চীনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৭.
বঙ্গদেশ কৃষির জন্য প্রসিদ্ধ ছিল। এর যথার্থতা নিরূপণ বলা যায়-
i. পাট ছিল সোনালি আঁশ
ii. ধান ছিল প্রধান ফসল
iii. মাছ-ভাত ছিল বাঙালির প্রধান বৈশিষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৯৮.
কুটির শিল্পে প্রাচীন বাংলা সমৃদ্ধ ছিল। কথাটি বলার কারণ কী?
Ο ক) 
গ্রামের লোকদের দরকারি সবকিছু গ্রামেই তৈরি হতো
Ο খ) 
শহুরে লোকদের প্রয়োজনে ছোট ছোট কারখানার সৃষ্টি হয়েছিল
Ο গ) 
কৃষির পরে কুটির শিল্পই ছিল অর্থনৈতিক মেরুদণ্ড
Ο ঘ) 
কুটির শিল্পের উৎপাদিত পণ্যের অনেক কদর ছিল

  সঠিক উত্তর: (গ)

৩৯৯.
প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের বাহন ছিল-
i. ঘোড়ার গাড়ি
ii. গরুর গাড়ি
iii. নৌকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪০০.
বাঙালিকে সংকর জাতি বলা হয় কেন?
Ο ক) 
বিভিন্ন ধরনের ভাষার সংমিশ্রণের কারণে
Ο খ) 
বিভিন্ন সংস্কৃতির মিশ্রণের কারণে
Ο গ) 
জনপ্রকৃতিতে বিভ্ন্নি মানবগোষ্ঠীর ধারা মিলিত হয়েছে
Ο ঘ) 
বাঙালির গায়ের রং ভিন্ন বলে

  সঠিক উত্তর: (গ)

৪০১.
প্রাচীনকাল থেকে বিশ্বখ্যাত কোন কাপড় বাংলায় তৈরি হতো?
Ο ক) 
রেয়ন
Ο খ) 
রেশমী
Ο গ) 
মসলিন
Ο ঘ) 
পশমী

  সঠিক উত্তর: (গ)

৪০২.
বর্তমান যুগের জন্মাষ্টমী, নীতিপাঠ, হোলি উৎসব কোন যুগের ক্রিয়াকলাপের ফলাফল?
Ο ক) 
পাল
Ο খ) 
সেন
Ο গ) 
গুপ্ত
Ο ঘ) 
মৌর্য

  সঠিক উত্তর: (খ)

৪০৩.
সোমপুর বিহারটি নির্মাণ করেন কে?
Ο ক) 
ধর্মপাল
Ο খ) 
দেবপাল
Ο গ) 
মহীপাল
Ο ঘ) 
গোপাল

  সঠিক উত্তর: (ক)

৪০৪.
বাংলার মধ্যযুগের সূচনা শুরু হয় কোন সমাজ প্রতিষ্ঠার মধ্যদিয়ে?
Ο ক) 
হিন্দু
Ο খ) 
মুসলিম
Ο গ) 
বৌদ্ধ
Ο ঘ) 
খ্রিষ্টান

  সঠিক উত্তর: (খ)

৪০৫.
জীবন বাঁচাতে প্রথমত কয়েকটি মৌলিক জিনিসের প্রয়োজন। এতে মৌলিক বিষয়ের যেটির কথা বলা হয়েছে-
i. খাদ্য
ii. বাসস্থান
iii. শিক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪০৬.
লালাবাগের শাহী জমিকে কী বলা হতো?
Ο ক) 
শাহজাদা আলম
Ο খ) 
ইসলাম খান
Ο গ) 
শায়েস্তা খান
Ο ঘ) 
কাসিম খান

  সঠিক উত্তর: (খ)

৪০৭.
জনাব ‘ X’ এর বাড়িতে পূর্বে ‘Y’ দের কোন মর্যাদা ছিল না। ‘Y’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) 
পুরুষদের
Ο খ) 
ক্রীতদাসদের
Ο গ) 
নারীদের
Ο ঘ) 
বৃদ্ধ মহিলাদের

  সঠিক উত্তর: (গ)

৪০৮.
মহারাজ বৈন্যগুপ্তের সহায়তার পূর্ব বাংলায় শৈবধর্ম ছড়িয়ে পড়েছিল কত শতকে?
Ο ক) 
পঞ্চম
Ο খ) 
ষষ্ঠ
Ο গ) 
সপ্তম
Ο ঘ) 
অষ্টম

  সঠিক উত্তর: (খ)

৪০৯.
এদেশে নানা প্রকার ধর্ম-সম্প্রদায় ও ধর্মানুষ্ঠান গড়ে উঠেছিল কীভাবে?
Ο ক) 
পৌরাণিক দেব-দেবী প্রতিমাকে আশ্রয় করে
Ο খ) 
বৈদিক ধর্মের প্রসারের মাধ্যমে
Ο গ) 
সরাসরি রাষ্ট্রের সহায়তা লাভের মাধ্যমে
Ο ঘ) 
পশু বলি প্রথা বৃদ্ধির মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

৪১০.
প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন মন্দির বলে ধারণা করা হয় নিচের কোনটি?
Ο ক) 
বরাকরের মন্দির
Ο খ) 
বৌদ্ধ মন্দির
Ο গ) 
কান্তজি মন্দির
Ο ঘ) 
শিভ মন্দির

  সঠিক উত্তর: (ক)

৪১১.
বৌদ্ধ ও জৈন ভিক্ষুদের ধর্ম প্রচারকে স্থাপত্য কর্ম বলা চলে না যে কারণে-
i. ইট-পাথরের কাঠামোর উপর বাঁশ দিয়ে বিহার ও সংঘরাম তৈরি হতো বলে
ii. ইট-পাথরের উপর কাঠ দিয়ে তৈরি বিহার ও সংঘরাম হতো বলে
iii. বিহার ও সংঘরামগুলো কারুকার্যময় ছিল বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪১২.
বাঙালি সংকর জাতি। একথাটির তাৎপর্য হলো-
i. জনপ্রকৃতিতে বিভিন্ন মানব গোষ্ঠীর ধারা মিলিত হয়েছে
ii. বাঙালি সংস্কৃতি বহু সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছে
iii. বাঙালি গায়ের বর্ণ শ্যামলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪১৩.
মানুষ কোন ধরনের জীব?
Ο ক) 
সামাজিক
Ο খ) 
রাজনৈতিক
Ο গ) 
অর্থনৈতিক
Ο ঘ) 
সাংস্কৃতিক

  সঠিক উত্তর: (ক)

৪১৪.
বিষ্ণুর রেখাচিত্রটি পাওয়া যায় কোন তাম্র শাসনে?
Ο ক) 
ডোম্মনপালের
Ο খ) 
ধর্মপালের
Ο গ) 
দেবপালের
Ο ঘ) 
মহীপালের

  সঠিক উত্তর: (ক)

৪১৫.
বাংলাদেশের মানুষের প্রধান পেশা কী?
Ο ক) 
ব্যবসা বাণিজ্য
Ο খ) 
শিক্ষকতা
Ο গ) 
চিকিৎসা
Ο ঘ) 
কৃষি

  সঠিক উত্তর: (ঘ)

৪১৬.
‘কাম-মহোৎসবে’ বাদ্য সহকারে অশ্লীল গানের রীতি প্রচলিত ছিল কোন মাসে?
Ο ক) 
ভাদ্র
Ο খ) 
ফাল্গুন
Ο গ) 
চৈত্র
Ο ঘ) 
মাঘ

  সঠিক উত্তর: (গ)

৪১৭.
প্রাচীন বাংলায় ধর্ম-কর্মের বিভ্ন্নিতা দেখা দিয়েছিল-
i. বর্ণের বিভিন্নতার জন্য
ii. শ্রেণির বিভিন্নতার জন্য
iii. কৌমের বিভিন্নতার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪১৮.
প্রাচীন বাংলার সমাজকে কী বলা হতো?
Ο ক) 
দাস সমাজ
Ο খ) 
গুপ্ত সমাজ
Ο গ) 
মৌর্য সমাজ
Ο ঘ) 
কৌম সমাজ

  সঠিক উত্তর: (ঘ)

৪১৯.
প্রাচীন বাংলার ফলবান বৃক্ষের মধ্যে ছিল-
i. আম
ii. কাঠাঁল
iii. ডালিম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২০.
প্রাচীনকালে বঙ্গদেশে কোনটি সবচেয়ে কম মান� হিসেবে ব্যবহৃত হতো?
Ο ক) 
কড়ি
Ο খ) 
টাকা
Ο গ) 
মুদ্রা
Ο ঘ) 
পয়সা

  সঠিক উত্তর: (ক)

৪২১.
ধর্মপাল নির্মাণ করেন-
i. বিক্রমশীল বিহার
ii. ওদন্তপুর বিহার
iii. সোমপুর বিহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২২.
বৈশ্যদের কাজ ছিল কী?
Ο ক) 
যুদ্ধ করা
Ο খ) 
ব্যবসায় বাণিজ্য করা
Ο গ) 
পূজা-পার্বণ করা
Ο ঘ) 
মাছ শিকার

  সঠিক উত্তর: (খ)

৪২৩.
বঙ্গোলীয় বা ভোট চীনা গোষ্ঠীর নানা জাতি-উপজাতির অন্তর্ভুক্ত হলো-
i. গারো
ii. কোচ
iii. কাছাড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২৪.
প্রাচীন বাংলার তৈরি যুদ্ধাশস্ত্রের অন্তভুক্ত ছিল-
i. তীর
ii. বর্শা
iii. তলোয়ার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২৫.
নিচের কোন উৎসবে স্ত্রী-পুরুষ সকলে যোগদান করত?
Ο ক) 
সরস্বতী পূজায়
Ο খ) 
ঘুড়ি উৎসবে
Ο গ) 
নববর্ষ উৎসবে
Ο ঘ) 
হোলি উৎসবে

  সঠিক উত্তর: (ঘ)

৪২৬.
প্রাচীনকালে বিনিময় প্রথা ছিল-
i. ক্রয়বিক্রয়
ii. ব্যবসায় বাণিজ্য
iii. আমদানি রপ্তানিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪২৭.
কোন দেবতাকে সকল রোগের আরোগ্য বার্তা বলে পূজা করা হতো?
Ο ক) 
সূর্য
Ο খ) 
চন্দ্র
Ο গ) 
সুখরাত্রি
Ο ঘ) 
গাছ

  সঠিক উত্তর: (ক)

৪২৮.
অতি প্রাচীনকাল হতে বাংলায় বিহার ও সংঘরাম তৈরি করে স্ব স্ব ধর্ম প্রচার করতেন-
i. বৌদ্ধ ভিক্ষুরা
ii. শৈব ভিক্ষুরা
iii. জৈন ভিক্ষুরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪২৯.
জনাব করিম একটি সাময়িকীতে দেখেন প্রাচীনকালে ‘Y’ দের বাবড়ী চুল কাধেঁর উপর ঝুলে থাকত। ‘Y’ নিচের কোনটিকে সমর্থন করছে?
Ο ক) 
ধনীদের
Ο খ) 
রাজার
Ο গ) 
নারীদের
Ο ঘ) 
পুরুষদের

  সঠিক উত্তর: (ঘ)

৪৩০.
বিজয়া দশমীর দিন কোন উৎসব পালন করা হতো?
Ο ক) 
কাম-মহাৎসব
Ο খ) 
উমা
Ο গ) 
শাবরোৎসব
Ο ঘ) 
হোলাকা

  সঠিক উত্তর: (গ)

৪৩১.
বৌদ্ধ বিহার ছিল-
i. বরেন্দ্র
ii. ত্রিপুরায়
iii. রাঢ় অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৩২.
প্রাচীনকালে কোন মাসে এক ধরনের অশ্লীল গানের রীতি প্রচলিত ছিল?
Ο ক) 
পৌষ মাসে
Ο খ) 
মাঘ মাসে
Ο গ) 
ফাল্গুন মাসে
Ο ঘ) 
চৈত্র মাসে

  সঠিক উত্তর: (ঘ)

৪৩৩.
প্রাচীন বাংলার প্রধান ফসল কী ছিল?
Ο ক) 
পাট
Ο খ) 
ধান
Ο গ) 
তুলা
Ο ঘ) 
সর্ষে

  সঠিক উত্তর: (খ)

৪৩৪.
কীভাবে দেব-দেবীর মূর্তিগুলো নির্মিত হয়েছিল?
Ο ক) 
শাস্ত্রীয় অনুশাসন অনুসারে
Ο খ) 
সামাজিক অনুশাসন অনুসারে
Ο গ) 
রাজনৈতিক অসুশাসন অনুসারে
Ο ঘ) 
ধর্মীয় অনুশাসন অনুসারে

  সঠিক উত্তর: (ক)

৪৩৫.
গুপ্ত যুগে বাংলায় যে নতুন ব্রাক্ষণ্য ধর্মের আবির্ভাব ঘটে তাকে বলে-
Ο ক) 
সনাতন ধর্ম
Ο খ) 
সংস্কৃত ধর্ম
Ο গ) 
পৌরাণিক ধর্ম
Ο ঘ) 
বৌদ্ধধর্ম

  সঠিক উত্তর: (গ)

৪৩৬.
প্রাচীন যুগে বাংলার ধর্ম জীবন ছিল খুব উন্নত এবং পরধর্ম সহিষ্ণুতা বাঙালি চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল এটি জানা যায়-
i. চীনা তথ্য হতে
ii. তিব্বতীয় তথ্য হতে
iii. গ্রিক তথ্য হতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৩৭.
বাংলার সবচেয়ে প্রাচীন স্তুপের নিদর্শন হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
পাহাড়পুরের ব্রোঞ্জ স্তূপ
Ο খ) 
মহাস্থানগড়ের ব্রোঞ্জ স্তূপ
Ο গ) 
ময়নামতির ব্রোঞ্জ স্তূপ
Ο ঘ) 
আশরাফপুরের ব্রোঞ্জ স্তূপ

  সঠিক উত্তর: (ঘ)

৪৩৮.
প্রাচীনকাল হতেই বঙ্গদেশ কৃষির জন্য প্রসিদ্ধ ছিল, কারণ-
i. বাংলার অর্থনৈতি কৃষির উপর নির্ভর করে গড়ে উঠেছে
ii. শিল্প বাণিজ্য বাঙালিরা অদক্ষ ছিল
iii. ধান, পাট, সর্ষে ইত্যাদির জন্য বাংলায় খ্যাতি ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৩৯.
‘কাম-মহাৎসব’ কোন মাসে অনুষ্ঠিত হত?
Ο ক) 
চৈত্র
Ο খ) 
বৈশাখ
Ο গ) 
জ্যৈষ্ঠ
Ο ঘ) 
শ্রাবণ

  সঠিক উত্তর: (ক)

৪৪০.
গুপ্তযুগের মূর্তিগুলো কেমন ছিল?
Ο ক) 
কদাকার
Ο খ) 
কদর্য
Ο গ) 
নিম্নমানের
Ο ঘ) 
উন্নতমানের

  সঠিক উত্তর: (ঘ)

অনুচ্ছেদটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
বাবু অজিত রায় তার দেহাবশেষ পুঁতে রাখার জন্য শশ্মানের উপর মাটির টিবি তৈরি করেন এবং মাটির টিবি রক্ষা করার জন্য একটি বিশেষ স্থাপত্য পদ্ধতি ব্যবহার করা হয়।
৪৪১.
অনুচ্ছেদটির সাথে প্রাচীন বাংলার কোন স্থাপত্যের মিল লক্ষ করা যায়?
Ο ক) 
মন্দির
Ο খ) 
বিহার
Ο গ) 
স্তূপ
Ο ঘ) 
সংঘরাম

  সঠিক উত্তর: (গ)

৪৪২.
উক্ত স্থাপত্যকর্ম থেকে জানা যায়-
Ο ক) 
প্রাচীন বাংলার স্থাপত্য কর্ম
Ο খ) 
প্রাচীন বাংলার ইতিহাস
Ο গ) 
প্রাচীন বাংলার নির্মাণ শৈলী
Ο ঘ) 
প্রাচীন বাংলার কারূকাজ

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...