NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || হিসাববিজ্ঞান অধ্যায় - ৫: হিসাব


এস.এস.সি    ||    হিসাববিজ্ঞান
অধ্যায় - ৫: হিসাব


১.
হিসাবের স্বর্ণসূত্র কী?
Ο ক) 
ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নতুন পদ্ধতি
Ο খ) 
ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সনাতন পদ্ধতি
Ο গ) 
ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের আধুনিক পদ্ধতি
Ο ঘ) 
সম্পত্তি, নামিক ও দায় হিসাব প্রভাবিত হয়

  সঠিক উত্তর: (খ)

২.
কোনো হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিট টাকার পার্থক্যকে বলা হয়-
Ο ক) 
লাভ
Ο খ) 
ক্ষতি
Ο গ) 
দায়
Ο ঘ) 
উদ্বৃত্ত

  সঠিক উত্তর: (ঘ)

৩.
চলমান জের ছকের মোট ঘর কয়টি?
Ο ক) 
৩টি
Ο খ) 
৪টি
Ο গ) 
৭টি
Ο ঘ) 
৮টি

  সঠিক উত্তর: (গ)

৪.
ব্যবসায়ে হিসাবসমূহের উদ্বৃত্ত নির্ণয় করা হয় কখন?
Ο ক) 
১ বছর পর
Ο খ) 
২ মাস পর
Ο গ) 
মালিকের ইচ্ছা অনুযায়ী
Ο ঘ) 
নির্দিষ্ট সময় পর

  সঠিক উত্তর: (ঘ)

৫.
প্রতিষ্ঠানের প্রয়োজনে যেসব ভাড়া হিসাব হতে পারে-
i. অফিস ভাড়া হিসাব
ii. উপভাড়া হিসাব
iii. যন্ত্রপাতি ভাড়া হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬.
ব্যবসায়ে পৃথক পৃথক ছক সংরক্ষণ করা হয় -
i. আয়ের জন্য
ii. দায়ের জন্য
iii. ব্যয়ের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭.
বছরের শেষে অগ্রিম পরিশোধিত বিজ্ঞাপন খরচ সমন্বয়ের ক্ষেত্রে হিসাব সমীকরণের ওপর কী প্রভাব পড়বে?
Ο ক) 
সম্পদ বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি
Ο খ) 
দায় বৃদ্ধি, স্বত্বাধিকার হ্রাস
Ο গ) 
দায় হ্রাস, স্বত্বাধিকার বৃদ্ধি
Ο ঘ) 
সম্পদ হ্রাস, স্বত্বাধিকার হ্রাস

  সঠিক উত্তর: (ক)

৮.
সাধারণ সঞ্চিতি হিসাবকে সমীকরণ পদ্ধতিতে কোন জাতীয় হিসাব বলা হয়?
Ο ক) 
সম্পদ হিসাব
Ο খ) 
দায় সম্পর্কিত হিসাব
Ο গ) 
ব্যয় সংক্রান্ত হিসাব
Ο ঘ) 
আয় সংক্রান্ত হিসাব

  সঠিক উত্তর: (খ)

৯.
উত্তোলন হিসাব কী করে?
Ο ক) 
সম্পদ হিসাব বৃদ্ধি করে
Ο খ) 
স্বত্বাধিকার হ্রাস করে
Ο গ) 
স্বত্বাধিকার বৃদ্ধি করে
Ο ঘ) 
নগদ বৃদ্ধি করে

  সঠিক উত্তর: (খ)

১০.
চেক মারফত পাওনা আদায় হলে ডেবিট হবে কোনটি?
Ο ক) 
ব্যাংক হিসাব
Ο খ) 
চেক হিসাব
Ο গ) 
পাওনাদার হিসাব
Ο ঘ) 
নগদান হিসাব

  সঠিক উত্তর: (ক)

১১.
মিসেস তানিয়া ৪০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন। এর ফলে ব্যবসায়ের-
i. সম্পদ বৃদ্ধি পায়
ii. সম্পদ হ্রাস পায়
iii. মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১২.
পাওনাদার কোন হিসাবের অন্তর্ভূক্ত?
Ο ক) 
সম্পদ হিসাব
Ο খ) 
দায় হিসাব
Ο গ) 
আয় হিসাব
Ο ঘ) 
মালিকানা স্বত্ব হিসাব

  সঠিক উত্তর: (খ)

১৩.
অর্থ অনাদায়ী হলে কোথায় লিপিবদ্ধ হবে?
Ο ক) 
বকেয়া বিল হিসাবে
Ο খ) 
দেনাদার হিসাবে
Ο গ) 
ঋণ হিসাবে
Ο ঘ) 
অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবে

  সঠিক উত্তর: (খ)

১৪.
একজন ব্যবসায়ীর কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় লেনদেনের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে কোন হিসাব বৃদ্ধি পাবে?
Ο ক) 
দায় হিসাব
Ο খ) 
আয় হিসাব
Ο গ) 
সম্পদ হিসাব
Ο ঘ) 
মালিকানা স্বত্ব হিসাব

  সঠিক উত্তর: (ক)

১৫.
‘অনাদায়ী পাওনা’ কোন জাতীয় হিসাব?
Ο ক) 
সম্পদ হিসাব
Ο খ) 
দায় হিসাব
Ο গ) 
ব্যয় হিসাব
Ο ঘ) 
আয় হিসাব

  সঠিক উত্তর: (গ)

১৬.
উত্তোলনের ফলে কোনটির পরিবর্তন হয়?
Ο ক) 
ব্যয় বৃদ্ধি পায়
Ο খ) 
ব্যয় হ্রাস পায়
Ο গ) 
মালিকানা স্বত্ব হ্রাস পায়
Ο ঘ) 
মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়

  সঠিক উত্তর: (গ)

১৭.
অগ্রিম আয় হিসাব হলো-
i. অগ্রিম উপভাড়া
ii. অগ্রিম শিক্ষানবিস সেলামী
iii. অগ্রিম ভাড়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৮.
বিনামূল্যে পণ্য বিতরণ কোন জাতীয় হিসাব?
Ο ক) 
বিজ্ঞাপন হিসাব
Ο খ) 
দায় হিসাব
Ο গ) 
সম্পত্তি হিসাব
Ο ঘ) 
ক্রয় হিসাব

  সঠিক উত্তর: (ক)

১৯.
প্রতিটি লেনদেন সম্পাদনে কয়টি হিসাবখাত প্রভাবিত হয়?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (খ)

২০.
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট টাকা পাওনা হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসাবকে কী বলে?
i. দেনাদার হিসাব
ii. পাওনাদার হিসাব
iii. দেনাদার বা পাওনাদার হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

২১.
অফিসের জন্যে দুটি চেয়ার ক্রয় কোথায় লেখা হবে?
Ο ক) 
ক্রয় হিসাব
Ο খ) 
আসবাবপত্র হিসাব
Ο গ) 
মনিহারি হিসাব
Ο ঘ) 
মজুদ পণ্য হিসাব

  সঠিক উত্তর: (খ)

২২.
‘দেনাদার’-কোন শ্রেণির হিসাব?
Ο ক) 
সম্পদ
Ο খ) 
দায়
Ο গ) 
মালিকানা স্বত্ব
Ο ঘ) 
আয়

  সঠিক উত্তর: (ক)

২৩.
প্রদেয় বিল কোন জাতীয় হিসাব?
Ο ক) 
দায় হিসাব
Ο খ) 
ব্যয় হিসাব
Ο গ) 
সম্পত্তি হিসাব
Ο ঘ) 
আয় হিসাব

  সঠিক উত্তর: (ক)

২৪.
বিক্রয় ফেরত একটি-
Ο ক) 
দায় হিসাব
Ο খ) 
সম্পদ হিসাব
Ο গ) 
আয় হিসাব
Ο ঘ) 
ব্যয় হিসাব

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
স্থায়ী সম্পদ হলো-
i. আসবাবপত্র
ii. সুনাম
iii. মোটর গাড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
মালিকানা স্বত্ব হ্রাসকারী হিসাবখাতটি হিসাবের কোন দিকে বসবে?
Ο ক) 
ডেবিট দিকে
Ο খ) 
ক্রেডিট দিকে
Ο গ) 
উভয় দিকে
Ο ঘ) 
সম্পত্তি হ্রাস হিসাবগুলোর দিকে

  সঠিক উত্তর: (ক)

২৭.
বাকিতে পণ্য ক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয়-
Ο ক) 
দেনাদার
Ο খ) 
পাওনাদার
Ο গ) 
সম্পদ
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (খ)

২৮.
কখন সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট হয়-
i. সম্পদ বৃদ্ধি পেলে
ii. মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে
iii. খরচ হ্রাস পেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
লেনদেন থেকে যেসব শিরোনামে হিসাব লেখা যায় না-
i. পণ্য হিসাব
ii. সংস্থাপন ব্যয় হিসাব
iii. আসবাবপত্র ক্রয় হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০.
চলমান জের ছকের ক্ষেত্রে সঠিক হচ্ছে-
i. এতে হিসাবের একটি শিরোনাম থাকে
ii. এটি ডেবিট ও ক্রেডিট অংশে বিভক্ত
iii. এর অপর নাম চারঘরা খতিয়ান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩১.
বিজ্ঞাপন হিসাবে লিপিবদ্ধ হয় -
i. পোস্টার লাগানোর খরচ
ii. ব্যানার খরচ
iii. টিভিতে পণ্য সম্পর্কে প্রচার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
ঋণ হিসাব একটি-
Ο ক) 
ব্যয় হিসাব
Ο খ) 
দায় হিসাব
Ο গ) 
সম্পদ হিসাব
Ο ঘ) 
আয় হিসাব

  সঠিক উত্তর: (খ)

৩৩.
কোনটি দায় হিসাব নয়?
Ο ক) 
প্রদেয় বিল হিসাব
Ο খ) 
পাওনাদার হিসাব
Ο গ) 
সাধারণ সঞ্চিতি হিসাব
Ο ঘ) 
অগ্রিম মজুরি হিসাব

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
হিসাব রাখলে ব্যবসায়ের - বের করা যায়।
Ο ক) 
লাভ-ক্ষতি
Ο খ) 
মুনাফা
Ο গ) 
সম্পদের পরিমাণ
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

৩৫.
ক্রয় ফেরতের অপর নাম কী?
Ο ক) 
আন্ত:ফেরত
Ο খ) 
বহি:ফেরত
Ο গ) 
অন্তর্মুখী ফেরত
Ο ঘ) 
পণ্য ফেরত

  সঠিক উত্তর: (খ)

৩৬.
কোনটি T ছকের বৈশিষ্ট্য?
Ο ক) 
হিসাবের একটি শিরোনাম থাকবে
Ο খ) 
হিসাবের কোড নম্বর থাকবে
Ο গ) 
উভয় অংশে চারটি করে মোট আটটি ঘর থাকবে
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
প্রদেয় বিল হিসাব একটি-
Ο ক) 
দায় হিসাব
Ο খ) 
ব্যয় হিসাব
Ο গ) 
সম্পদ হিসাব
Ο ঘ) 
আয় হিসাব

  সঠিক উত্তর: (ক)

৩৮.
ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি?
Ο ক) 
ঘটনা
Ο খ) 
আর্থিক পরিকল্পনা
Ο গ) 
লিখিত চুক্তি
Ο ঘ) 
আর্থিক লেনদেন

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
বিনিয়োগ হিসাব কোন ধরনের হিসাব?
Ο ক) 
সম্পদ হিসাব
Ο খ) 
আয় হিসাব
Ο গ) 
ব্যয় হিসাব
Ο ঘ) 
দায় হিসাব

  সঠিক উত্তর: (ক)

৪০.
অগ্রিম বীমা হিসাব-
Ο ক) 
সম্পদ হিসাব
Ο খ) 
আয় হিসাব
Ο গ) 
ব্যয় হিসাব
Ο ঘ) 
দায় হিসাব

  সঠিক উত্তর: (ক)

৪১.
হিসাবের ‘T’ ছকে মোট কলাম সংখ্যা-
Ο ক) 
৬টি
Ο খ) 
৭টি
Ο গ) 
৮টি
Ο ঘ) 
১০টি

  সঠিক উত্তর: (গ)

৪২.
‘দেনাদার’-কোন শ্রেণির হিসাব?
Ο ক) 
সম্পদ
Ο খ) 
দায়
Ο গ) 
মালিকানা স্বত্ব
Ο ঘ) 
আয়

  সঠিক উত্তর: (ক)

৪৩.
প্রতিষ্ঠানের প্রতিটি খাতের অবস্থা কোথায় প্রকাশিত হয়?
Ο ক) 
হিসাব ছকে
Ο খ) 
আর্থিক অবস্থার বিবরণীতে
Ο গ) 
মালিকানা স্বত্ব বিবরণীতে
Ο ঘ) 
বিশদ আয় বিবরণীতে

  সঠিক উত্তর: (ক)

৪৪.
মূলধন হিসাব একটি-
i. মালিকানা স্বত্ব হিসাব
ii. দায় সম্পর্কিত হিসাব
iii. সম্পদ হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৫.
কোনটি সম্পদ হিসাব?
Ο ক) 
মনিহারি ক্রয় হিসাব
Ο খ) 
উত্তোলন হিসাব
Ο গ) 
সঞ্চিতি তহবিল
Ο ঘ) 
ব্যবসায়ের সুনাম

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
ঋণ হিসাবে যুক্ত হতে পারে-
i. ব্যক্তির নাম
ii. প্রতিষ্ঠানের নাম
iii. দেনাদারের নাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪৭.
সজীব তার প্রতিষ্ঠানের জন্য ফাইল কেবিনেট ক্রয় করল। এটি কোথায় লিপিবদ্ধ হবে?
Ο ক) 
মনিহারি হিসাব
Ο খ) 
মজুদ পন্য হিসাব
Ο গ) 
আসবাবপত্র হিসাব
Ο ঘ) 
দেনাদার হিসাব

  সঠিক উত্তর: (গ)

৪৮.
উত্তোলন হিসাব একটি-
Ο ক) 
সম্পদ হিসাব
Ο খ) 
মালিকানা স্বত্ব হিসাব
Ο গ) 
আয় হিসাব
Ο ঘ) 
দায় হিসাব

  সঠিক উত্তর: (খ)

৪৯.
প্রাপ্য কমিশন কোন জাতীয় হিসাব?
Ο ক) 
আয়
Ο খ) 
ব্যয়
Ο গ) 
সম্পদ
Ο ঘ) 
দায়

  সঠিক উত্তর: (গ)

৫০.
উত্তরা ব্যাংক হিসাব কোন জাতীয় হিসাব?
Ο ক) 
দায় হিসাব
Ο খ) 
সম্পদ হিসাব
Ο গ) 
আয় হিসাব
Ο ঘ) 
সম্পদ বা দায় হিসাব

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
হ্রাসকারী হিসাব নামে পরিচিতি-
i. উত্তোলন হিসাব
ii. ক্রয় ফেরত ও ক্রয় বাট্টা
iii. বিক্রয় ফেরত ও বিক্রয় বাট্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
হিসাবের ডান পাশের অংশকে কী বলে?
Ο ক) 
ডেবিট
Ο খ) 
ব্যালেন্স
Ο গ) 
সমাপনী জের
Ο ঘ) 
ক্রেডিট

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
সরবরাহকারী কোন শ্রেণির হিসাব?
Ο ক) 
সম্পদ
Ο খ) 
দায়
Ο গ) 
মালিকানাস্বত্ব
Ο ঘ) 
আয়

  সঠিক উত্তর: (খ)

৫৪.
পণ্য চুরি কোন হিসাবে লিপিবদ্ধ হবে?
Ο ক) 
উত্তোলন হিসাব
Ο খ) 
ক্রয় হিসাব
Ο গ) 
মনিহারি হিসাব
Ο ঘ) 
মজুদ পণ্য হিসাব

  সঠিক উত্তর: (খ)

৫৫.
সাধারণত বিনিয়োগ হিসাবে কোন ধরণের অর্থ থাকে?
Ο ক) 
অলস অর্থ
Ο খ) 
চলমান অর্থ
Ο গ) 
ধারকৃত অর্থ
Ο ঘ) 
স্থায়ী অর্থ

  সঠিক উত্তর: (ক)

৫৬.
নিচের কোনটি হলে মালিকানা স্বত্ব হ্রাস পাবে?
Ο ক) 
ব্যয় বাড়লে
Ο খ) 
ব্যয় কমলে
Ο গ) 
দায় বাড়লে
Ο ঘ) 
দায় কমলে

  সঠিক উত্তর: (ক)

৫৭.
হিসাবের পাতার ডান দিককে কী বলে?
Ο ক) 
ডেবিট
Ο খ) 
লোকসান
Ο গ) 
ক্রেডিট
Ο ঘ) 
লাভ

  সঠিক উত্তর: (গ)

৫৮.
অগ্রিম প্রাপ্ত আয়ের অপর নাম কী?
Ο ক) 
সুবিধাজনক আয়
Ο খ) 
অনুপার্জিত আয়
Ο গ) 
প্রাতিষ্ঠানিক আয়
Ο ঘ) 
দেনাদার প্রদত্ত আয়

  সঠিক উত্তর: (খ)

৫৯.
মূলধন হিসাব একটি-
Ο ক) 
ব্যয় সম্পর্কিত হিসাব
Ο খ) 
দায় সম্পর্কিত হিসাব
Ο গ) 
মালিকানা স্বত্ব সম্পর্কিত হিসাব
Ο ঘ) 
আয় সম্পর্কিত হিসাব

  সঠিক উত্তর: (গ)

৬০.
সাধারণভাবে হিসাবের তিনটি উপাদান থাকে। এগুলো হল-
i. দাতা, গ্রহীতা ও টাকার অঙ্ক
ii. দাতা, গ্রহীতা ও বিবরণী
iii. নাম, দাতা ও গ্রহীতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (গ)

৬১.
একই শ্রেণিভুক্ত হিসাব কোনটি?
i. বেতন হিসাব
ii. বিক্রয় হিসাব
iii. বিজ্ঞাপন হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৬২.
লেনদেনের ফলে কোনটির ক্রমাগত হ্রাস বৃদ্ধি ঘটে?
Ο ক) 
সম্পদের পরিমাণ
Ο খ) 
চুক্তির পরিমাণ
Ο গ) 
ঘটনা পরিমাণ
Ο ঘ) 
ঋণের সুদের হার

  সঠিক উত্তর: (ক)

৬৩.
বকেয়া ভাড়া হিসাব একটি-
Ο ক) 
আয় হিসাব
Ο খ) 
সম্পদ হিসাব
Ο গ) 
ব্যয় হিসাব
Ο ঘ) 
দায় হিসাব

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
বহির্মুখী ফেরত কাকে বলে?
Ο ক) 
কাঁচামাল ফেরত
Ο খ) 
উৎপাদিত মাল ফেরত
Ο গ) 
বিক্রয় মাল ফেরত
Ο ঘ) 
ক্রয় ফেরত

  সঠিক উত্তর: (ঘ)

৬৫.
প্রতিষ্ঠানের প্রতিটি খাতের অবস্থা কোথায় প্রকাশিত হয়?
Ο ক) 
হিসাব ছকে
Ο খ) 
আর্থিক অবস্থার বিবরণীতে
Ο গ) 
মালিকানা স্বত্ব বিবরণীতে
Ο ঘ) 
বিশদ আয় বিরণীতে

  সঠিক উত্তর: (ক)

৬৬.
সুনাম সম্পদ হওয়ার কারণ কী?
Ο ক) 
ইহা অর্জন করা কঠিন
Ο খ) 
ইহা ব্যবসায়ের অলংকার
Ο গ) 
ইহা ব্যবসায়ের একমাত্র অবলম্বন
Ο ঘ) 
ইহা মুনাফা অর্জনে সাহায্য করে

  সঠিক উত্তর: (ঘ)

৬৭.
‘সুদ হিসাব’ আধুনিক পদ্ধতিতে কোন হিসাব?
Ο ক) 
সম্পদ হিসাব
Ο খ) 
আয় হিসাব
Ο গ) 
ব্যয় হিসাব
Ο ঘ) 
আয় বা ব্যয় হিসাব

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
কোনটি অফিস সাপ্লাইজ হিসাবে লিপিবদ্ধ করতে হয় না?
Ο ক) 
ঘড়ি
Ο খ) 
ক্যালকুলেটর
Ο গ) 
পেপার ওয়েট
Ο ঘ) 
কম্পিউটার

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
বাকিতে কলকব্জা ক্রয়ের ফলাফল কোনটি?
Ο ক) 
সম্পদ বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি
Ο খ) 
সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি
Ο গ) 
ব্যয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি
Ο ঘ) 
দায় বৃদ্ধি ও স্বত্বাধিকার বৃদ্ধি

  সঠিক উত্তর: (খ)

৭০.
হ্রাসকারী হিসাব নামে পরিচিত-
i. উত্তোলন হিসাব
ii. ক্রয় ফেরত ও ক্রয় বাট্টা
iii. বিক্রয় ফেরত ও বাট্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭১.
দেনাদার হতে পাওনা টাকা দ্রুত আদায়ের জন্য কিছু ছাড় দেওয়া হলে তাকে কী বলে?
Ο ক) 
কারবারি বাট্টা
Ο খ) 
প্রাপ্ত বাট্টা
Ο গ) 
প্রদত্ত বাট্টা
Ο ঘ) 
কোনোটিই না

  সঠিক উত্তর: (গ)

৭২.
অনাদায়ী কমিশন কোন ধরনের হিসাবের আওতাভুক্ত?
Ο ক) 
প্রাপ্য আয়
Ο খ) 
দেনাদার
Ο গ) 
বকেয়া ব্যয়
Ο ঘ) 
বকেয়া আয়

  সঠিক উত্তর: (ক)

৭৩.
কোনটি ক্রয়ের জন্যে অফিস সাপ্লাইজ নামে হিসাব হবে?
Ο ক) 
কম্পিউটার
Ο খ) 
পেপার ওয়েট
Ο গ) 
পেন্সিল
Ο ঘ) 
এসি

  সঠিক উত্তর: (খ)

৭৪.
মজুদ পণ্য বলতে মূলত কোনটিকে বোঝায়?
Ο ক) 
বছরের অবিক্রিত পণ্য
Ο খ) 
বছরের বিক্রিত পণ্য
Ο গ) 
প্রতিষ্ঠানের মূল্যবান পণ্য
Ο ঘ) 
বছরের শেষ তারিখে বিক্রিত পণ্য

  সঠিক উত্তর: (ক)

৭৫.
হিসাব সীকরণ অনুযায়ী হিসাব-
i. ব্যাংক হতে মালিকের জন্য ২,০০০ টাকা উত্তোলন
ii. ৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয়
iii. বাকিতে পণ্য বিক্রয় ৮,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (গ)

৭৬.
চলমান জের ছকে বিবরণের ঘর কয়টি?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (ক)

৭৭.
উত্তোলনের সুদ কী?
Ο ক) 
মালিকের আয়
Ο খ) 
ব্যবসায়ের ব্যয়
Ο গ) 
লাভ নয় বরং ব্যবসায়ের দায়
Ο ঘ) 
ব্যবসায়ের আয়

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
হিসাব বলতে কী বোঝায়?
Ο ক) 
কারবারের মোট আয়-ব্যয়সমূহ
Ο খ) 
কারবারের মোট সম্পদসমূহ
Ο গ) 
কারবারের সকল লেনদেনসমূহ
Ο ঘ) 
লেনদেনের শ্রেণিবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণী

  সঠিক উত্তর: (ঘ)

৭৯.
আসলাম তার ব্যবসায়ের জন্যে চলমান জের ছক পদ্ধতি ব্যবহার করেন। তার হিসাবের ছকে মোট টাকার কলাম কয়টি?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (গ)

৮০.
সুনাম হিসাব একটি-
Ο ক) 
মালিকানা স্বত্ব হিসাব
Ο খ) 
সম্পদ হিসাব
Ο গ) 
আয়/ব্যয় হিসাব
Ο ঘ) 
মূলত কোন হিসাব নয়

  সঠিক উত্তর: (খ)

৮১.
ক্রয় পরিবহন হিসাবের আরেক নাম কী?
Ο ক) 
বহি:পরিবহন হিসাব
Ο খ) 
আন্ত:পরিবহন হিসাব
Ο গ) 
বিক্রয় পরিবহন খরচ হিসাব
Ο ঘ) 
আন্ত:ক্রয় পরিবহন হিসাব

  সঠিক উত্তর: (খ)

৮২.
প্রতিষ্ঠানের অলস অর্থ দীর্ঘ মেয়াদের জন্য বিনিয়োগ করা হলে তা হয়-
i. সম্পদ
ii. দায়
iii. মালিকানা স্বত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৩.
হিসাবের বৈশিষ্ট্য হচ্ছে-
i. নির্দিষ্ট ছক বা কাঠামো
ii. দুটি পক্ষ
iii. ফলাফল নির্ণয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৪.
‘সুদ হিসাব’ কোন হিসাব?
Ο ক) 
সম্পদ হিসাব
Ο খ) 
আয় হিসাব
Ο গ) 
ব্যয় হিসাব
Ο ঘ) 
আয় বা ব্যয় হিসাব

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
সঞ্চিতি বা রিজার্ভ কোন ধরনের হিসাব?
Ο ক) 
সম্পদ হিসাব
Ο খ) 
দায় হিসাব
Ο গ) 
ব্যয় হিসাব
Ο ঘ) 
মালিকানা স্বত্ব হিসাব

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
বিক্রয় হিসাব একটি-
Ο ক) 
আয় হিসাব
Ο খ) 
সম্পদ হিসাব
Ο গ) 
ব্যয় হিসাব
Ο ঘ) 
দায় হিসাব

  সঠিক উত্তর: (ক)

৮৭.
দেনাদার অর্থ কী?
Ο ক) 
সুবিধা গ্রহণকারী
Ο খ) 
সুবিধা প্রদানকারী
Ο গ) 
সম্পদ হ্রাসকারী
Ο ঘ) 
দায় বৃদ্ধিকারী

  সঠিক উত্তর: (ক)

৮৮.
কোনটি দায় হিসাব?
Ο ক) 
বিজ্ঞাপন
Ο খ) 
মজুরি
Ο গ) 
বেতন
Ο ঘ) 
পাওনাদার

  সঠিক উত্তর: (ঘ)

৮৯.
বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ হবে-
i. ক্রয় হিসাবে
ii. পাওনাদার হিসাবে
iii. ঋণ হিসাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৯০.
হিসাব রাখার গুরুত্ব সবচেয়ে বেশি-
Ο ক) 
বিভিন্ন সমাজিক কার্যকলাপের ক্ষেত্রে
Ο খ) 
বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায় ক্ষেত্রে
Ο গ) 
লেখাপড়ার ক্ষেত্রে
Ο ঘ) 
পারিবারিক ক্ষেত্রে

  সঠিক উত্তর: (খ)

৯১.
বকেয়া বেতন কোন জাতীয় হিসাব-
Ο ক) 
আয় হিসাব
Ο খ) 
ব্যয় হিসাব
Ο গ) 
দায় হিসাব
Ο ঘ) 
সম্পদ হিসাব

  সঠিক উত্তর: (গ)

৯২.
আসবাবপত্র হিসাবে লেখা হবে কোনটি?
Ο ক) 
শো-কেজ ক্রয়
Ο খ) 
মেশিন ক্রয়
Ο গ) 
মেশিন সংস্থাপন
Ο ঘ) 
ফাইল কভার ক্রয়

  সঠিক উত্তর: (ক)

৯৩.
নগদ বাট্টা কোন হিসাব?
Ο ক) 
ব্যক্তিবাচক হিসাব
Ο খ) 
সম্পত্তি বাচক হিসাব
Ο গ) 
নামিক হিসাব
Ο ঘ) 
মূলধন হিসাব

  সঠিক উত্তর: (গ)

৯৪.
চলমান জের ছক অনুসরণ করে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়-
Ο ক) 
প্রতি সপ্তাহ শেষে
Ο খ) 
প্রতি মাস শেষে
Ο গ) 
প্রতিটি লেনদেন লিপিবদ্ধের পর
Ο ঘ) 
প্রতি দিনের শেষে

  সঠিক উত্তর: (গ)

৯৫.
স্বত্বাধিকার বৃদ্ধি পায়-
i. দায় বৃদ্ধি পেলে
ii. আয় বৃদ্ধি পেলে
iii. ব্যয় হ্রাস পেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৯৬.
একই শ্রেণিভুক্ত হিসাব কোনটি?
i. বেতন হিসাব
ii. বিক্রয় হিসাব
iii. বিজ্ঞাপন হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৯৭.
বাস্তব ক্ষেত্রে হিসাবে বিভিন্ন ছকের মধ্যে বিশেষ প্রচলিত-
Ο ক) 
চলমান জের ছক
Ο খ) 
স্থায়ী জের ছক
Ο গ) 
T ছক
Ο ঘ) 
আধুনিক ছক

  সঠিক উত্তর: (গ)

৯৮.
কোনটি কলকব্জা ও যন্ত্রপাতি হিসাবে লিপিবদ্ধ হবে?
Ο ক) 
শো-কেজ ক্রয়
Ο খ) 
মেশিনের সংস্থাপন ব্যয়
Ο গ) 
ফাইল কভার ক্রয়
Ο ঘ) 
ক্লীপ ক্রয়

  সঠিক উত্তর: (খ)

৯৯.
ডেবিট এবং ক্রেডিট সঠিকভাবে নির্ধারণের জন্য প্রয়োজন-
Ο ক) 
হিসাবের ডেবিট-ক্রেডিট নির্ণয় নীতি জানা
Ο খ) 
হিসাবের স্বর্ণসূত্র জানা
Ο গ) 
হিসাবের শ্রেণিবিভাগ জানা
Ο ঘ) 
উপরের সবকটি

  সঠিক উত্তর: (গ)

১০০.
কোনটি ব্যয় হিসাব?
Ο ক) 
বকেয়া বেতন হিসাব
Ο খ) 
প্রদেয় হুন্ডি হিসাব
Ο গ) 
আসবাবপত্র হিসাব
Ο ঘ) 
কুঋণ হিসাব

  সঠিক উত্তর: (ঘ)

১০১.
কোনো হিসাবের বাম দিককে কী বলে?
Ο ক) 
ক্রেডিট
Ο খ) 
উদ্বৃত্ত
Ο গ) 
ডেবিট
Ο ঘ) 
ডেবিট ও ক্রেডিট

  সঠিক উত্তর: (গ)

১০২.
আন্ত:ফেরত হিসাবের অপর নাম কী?
Ο ক) 
ক্রয় ফেরত হিসাব
Ο খ) 
বহি:ফেরত হিসাব
Ο গ) 
বিক্রয় ফেরত হিসাব
Ο ঘ) 
বহির্মুখী ফেরত হিসাব

  সঠিক উত্তর: (গ)

১০৩.
ব্যয় হিসাবের অন্তর্ভুক্ত কোনটি?
i. কুঋণ হিসাব
ii. বকেয়া বেতন হিসাব
iii. দেনাদার হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৪.
আমান একজন পাট ব্যবসায়ী। তার দায় এবং মালিকানাস্বত্ব নিচের কোনটির সমান হবে?
Ο ক) 
ডেবিটের
Ο খ) 
ক্রেডিটের
Ο গ) 
সম্পত্তির
Ο ঘ) 
আয়ের

  সঠিক উত্তর: (গ)

১০৫.
হিসাব হলো একটি-
i. ছক
ii. নমুনা
iii. বিবরণী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১০৬.
মি. রহিম একজন ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানে ‘সাধারণ সঞ্চিতি’ রাখার সিদ্ধান্ত নেন, কারণ-
i. প্রতিষ্ঠানের মুনাফাকে সঠিকভাবে বন্টন করার জন্য
ii. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা মজবুত করার জন্য
iii. প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০৭.
প্রাপ্য বিলে লিপিবদ্ধ হয়-
i. বিলের অর্থ আদায়
ii. বিল বাট্টাকরণ
iii. বিল পরিশোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১০৮.
অগ্রিম বেতন হিসাব কোন জাতীয় হিসাব?
Ο ক) 
ব্যয় বাচক হিসাব
Ο খ) 
আয় বাচক হিসাব
Ο গ) 
সম্পত্তি বাচক হিসাব
Ο ঘ) 
ব্যক্তিবাচক হিসাব

  সঠিক উত্তর: (গ)

১০৯.
হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব-
Ο ক) 
৩ প্রকার
Ο খ) 
৪ প্রকার
Ο গ) 
৫ প্রকার
Ο ঘ) 
৬ প্রকার

  সঠিক উত্তর: (গ)

১১০.
বিক্রয়কর্মী জাহিদকে বেতন প্রদান ১২,০০০ টাকা। এতে ব্যবসায়ের-
i. সম্পদ বৃদ্ধি পায়
ii. সম্পদ হ্রাস পায়
iii. মালিকানা স্বত্ব হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১১১.
বকেয়া বেতন কোন জাতীয় হিসাব?
Ο ক) 
আয় হিসাব
Ο খ) 
ব্যয় হিসাব
Ο গ) 
দায় হিসাব
Ο ঘ) 
সম্পদ হিসাব

  সঠিক উত্তর: (গ)

১১২.
প্রারম্ভিক মজুদ সম্পদ হিসাবের আওতাভুক্ত হলে, সমাপনী মজুদ-
Ο ক) 
মূলধন হিসাবের আওতাভুক্ত
Ο খ) 
সম্পদ হিসাবের আওতাভুক্ত
Ο গ) 
মালিকানা স্বত্ব হিসাবের আওতাভুক্ত
Ο ঘ) 
আয় হিসাবের আওতাভুক্ত

  সঠিক উত্তর: (খ)

১১৩.
মূলধনের ক্ষেত্রে নিচের কোন বিষয়টি সামঞ্জস্যপূর্ণ?
i. মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট
ii. মূলধন হ্রাস পেলে ডেবিট
iii. মূলধন হ্রাস পেলে ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১১৪.
অগ্রিম আয় হিসাব হলো-
i. অগ্রিম উপভাড়া
ii. অগ্রিম শিক্ষানবিশ সেলামি
iii. অগ্রিম ভাড়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১১৫.
মূলধন কোন শ্রেণির হিসাব?
Ο ক) 
মালিকানা স্বত্ব হিসাব
Ο খ) 
সম্পদ হিসাব
Ο গ) 
দায় হিসাব
Ο ঘ) 
আয় হিসাব

  সঠিক উত্তর: (ক)

১১৬.
হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাব খাতকে সাধারণত-
Ο ক) 
তিন শ্রেণীতে ভাগ করা হয়
Ο খ) 
দুই শ্রেণীতে ভাগ করা হয়
Ο গ) 
পাঁচ শ্রেণীতে ভাগ করা হয়
Ο ঘ) 
চার শ্রেণীতে ভাগ করা হয়

  সঠিক উত্তর: (গ)

১১৭.
হিসাবের বিভিন্ন প্রকার ছকের মধ্যে বিশেষ প্রচলিত-
Ο ক) 
A ছক
Ο খ) 
M ছক
Ο গ) 
T ছক
Ο ঘ) 
Z ছক

  সঠিক উত্তর: (গ)

১১৮.
নিচের কোনটি ক্রেডিট দিকে বসবে?
Ο ক) 
ব্যয় বৃদ্ধি
Ο খ) 
আয় বৃদ্ধি
Ο গ) 
দায় হ্রাস
Ο ঘ) 
সম্পত্তি বা স্থিতি

  সঠিক উত্তর: (খ)

১১৯.
ব্যয় বা ক্ষতির ফলে স্বত্বাধিকারের কী ঘটবে?
Ο ক) 
বৃদ্ধি পাবে
Ο খ) 
হ্রাস পাবে
Ο গ) 
স্থির থাকবে
Ο ঘ) 
অপরিবর্তিত থাকবে

  সঠিক উত্তর: (খ)

১২০.
কোনটি ‘চলমান জের’-ছকের বৈশিষ্ট্য?
Ο ক) 
হিসাবের ছকটি ডেবিট ও ক্রেডিট দুটি অংশে বিভক্ত
Ο খ) 
উভয় অংশে চারটি করে মোট আটটি ঘর থাকে
Ο গ) 
টাকার কলাম মোট ৪টি
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (গ)

১২১.
সনাতন পদ্ধতিতে হিসাবের ডেবিট-ক্রেডিট নির্ণয়ের তিনটি নিয়মকে কী বলে?
Ο ক) 
সনাতন সূত্র
Ο খ) 
আধুনিক সূত্র
Ο গ) 
চলমান সূত্র
Ο ঘ) 
স্বর্ণ সূত্র

  সঠিক উত্তর: (ঘ)

১২২.
ডেবিটের আভিধানিক অর্থ কী?
Ο ক) 
দেনা আছে
Ο খ) 
অপরিশোধযোগ্য
Ο গ) 
পাওনা আছে
Ο ঘ) 
পরিশোধযোগ্য

  সঠিক উত্তর: (ক)

১২৩.
প্রতিষ্ঠানের প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নীট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়?
Ο ক) 
হিসাব
Ο খ) 
জাবেদা
Ο গ) 
খতিয়ান
Ο ঘ) 
রেওয়ামিল

  সঠিক উত্তর: (ক)

১২৪.
নিচের কোন ক্ষেত্রে ডেবিট হবে?
Ο ক) 
আয় বৃদ্ধি পেলে
Ο খ) 
ব্যয় হ্রাস পেলে
Ο গ) 
ব্যয় বৃদ্ধি পেলে
Ο ঘ) 
দায় বৃদ্ধি পেলে

  সঠিক উত্তর: (গ)

১২৫.
বিক্রয় হিসাবে লিপিবদ্ধ থাকে-
i. কার্ডের মাধ্যমে বিক্রয়
ii. বিলের মাধ্যমে বিক্রয়
iii. চেকের মাধ্যমে বিক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৬.
স্থায়ী সম্পদ হলো-
i. আসবাবপত্র
ii. যন্ত্রপাতি
iii. মোটরগাড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৭.
হাবিব একটি কলম উৎপাদনকারী প্রতিষ্ঠানের হিসাবরক্ষক। সে তার ব্যবসায়িক লেনদেনের মাঝে ডেবিট করবে যখন-
i. সম্পদ বৃদ্ধি পাবে
ii. দায় হ্রাস পাবে
iii. ব্যয় হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১২৮.
বিক্রয় হিসাব-
i. সম্পদ হিসাব
ii. ব্যয় হিসাব
iii. আয় হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

১২৯.
হিসাবের দুদিক সমান করার কাজকে কী বলে?
Ο ক) 
সমতা
Ο খ) 
জের টানা
Ο গ) 
সমীকরণ
Ο ঘ) 
সমতাপ্রাপ্ত

  সঠিক উত্তর: (খ)

১৩০.
চলমান জের ছকে কয়টি টাকার কলাম থাকে?
Ο ক) 
৩টি
Ο খ) 
৪টি
Ο গ) 
৫টি
Ο ঘ) 
৬টি

  সঠিক উত্তর: (ঘ)

১৩১.
আসবাবপত্রের ওপর ১০% অবচয় রাখা হলো। এই লেনদেন কী কী হিসাব জড়িত?
Ο ক) 
আয় ও ব্যয়
Ο খ) 
ব্যক্তিবাচক ও সম্পত্তিবাচক
Ο গ) 
ব্যক্তিবাচক ও নামিক
Ο ঘ) 
নামিক ও সম্পত্তি বাচক

  সঠিক উত্তর: (ঘ)

১৩২.
T ছকের ক্ষেত্রে সঠিক হলো-
i. এতে ৮টি ঘর থাকে
ii. জা.পৃ. দুই বার লেখা হয়
iii. টাকার ঘর ৩টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
প্রাপ্যবিল হিসাব একটি-
i. দায় হিসাব
ii. সম্পদ হিসাব
iii. আয় হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

১৩৪.
সাধারণ সঞ্চিতি হিসাব কোন ধরনের হিসাব?
Ο ক) 
আয়
Ο খ) 
ব্যয়
Ο গ) 
আয় ও দায়
Ο ঘ) 
স্বত্বাধিকার

  সঠিক উত্তর: (ঘ)

১৩৫.
হিসাব সমীকরণ পদ্ধতিতে মূলধন কোন ধরনের হিসাব?
Ο ক) 
আয় হিসাব
Ο খ) 
সম্পদ হিসাব
Ο গ) 
দায় হিসাব
Ο ঘ) 
ব্যয় হিসাব

  সঠিক উত্তর: (গ)

১৩৬.
মনিহারি হিসাবের সাথে জড়িত-
i. কাগজ ক্রয়
ii. পেন্সিল ক্রয়
iii. স্কেল ক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৭.
লেনদেনের শ্রেণিবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে বলা হয়-
Ο ক) 
হিসাব
Ο খ) 
জাবেদা
Ο গ) 
খতিয়ান
Ο ঘ) 
রেওয়ামিল

  সঠিক উত্তর: (ক)

১৩৮.
হিসাবের ক্রেডিট দিক দ্বারা বোঝায়-
Ο ক) 
সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি
Ο খ) 
আয় বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি
Ο গ) 
দায় হ্রাস ও সমম্পদ বৃদ্ধি
Ο ঘ) 
আয় ও দায় বৃদ্ধি

  সঠিক উত্তর: (ঘ)

১৩৯.
হিসাব রাখা হয় না-
i. পণ্যের নামে
ii. মালের নামে
iii. চেকের নামে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪০.
মূলধন হিসাবের আওতাভূক্ত কোনটি?
Ο ক) 
স্থায়ী সম্পদ বিক্রয়
Ο খ) 
মালিকের প্রদত্ত অর্থ
Ο গ) 
প্রাপ্য বিল
Ο ঘ) 
মেশিন বিক্রয়লব্ধ অর্থ

  সঠিক উত্তর: (খ)

১৪১.
T হিসাব ছকের প্রত্যেক পার্শ্বে কয়টি করে কলাম থাকে?
Ο ক) 
দুইটি
Ο খ) 
চারটি
Ο গ) 
ছয়টি
Ο ঘ) 
সাতটি

  সঠিক উত্তর: (খ)

১৪২.
বিক্রিত পণ্য ফেরত আসলে কোন হিসাবে লিপিবদ্ধ করতে হয়?
Ο ক) 
বহি:ফেরত হিসাব
Ο খ) 
আন্ত:ফেরত হিসাবে
Ο গ) 
বিক্রয় হিসাবে
Ο ঘ) 
দেনাদার হিসাবে

  সঠিক উত্তর: (খ)

১৪৩.
ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাবের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো-
Ο ক) 
ব্যয় নিয়ন্ত্রণ
Ο খ) 
বাজেট প্রণয়ন
Ο গ) 
আর্থিক ফলাফল ও অবস্থা নিরূপণ করা
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (গ)

১৪৪.
অব্যবহৃত মনিহারি একটি-
i. আয় হিসাব
ii. সম্পদ হিসাব
iii. ব্যয় হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

১৪৫.
প্রত্যেক হিসাবের উপযুক্ত -থাকবে।
i. কাঠামো
ii. ছক
iii. শিরোনাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৬.
কোনো হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিট টাকার পার্থক্যকে বলা হয়-
Ο ক) 
লাভ
Ο খ) 
ক্ষতি
Ο গ) 
দায়
Ο ঘ) 
উদ্বৃত্ত

  সঠিক উত্তর: (ঘ)

১৪৭.
ব্যয় হিসাবের উদাহরণ হলো-
i. ক্রয় ফেরত
ii. ক্রয় বাট্টা
iii. ক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৮.
অফিস সরঞ্জাম হিসাবে অন্তর্ভুক্ত হবে-
i. কম্পিউটার ও এসি ক্রয়
ii. স্ট্যাপলার ও ক্যালকুলেটর ক্রয়
iii. ফটোকপি মেশিন ও প্রিন্টার ক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৪৯.
ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার সম্পদের ‘অবচয়ের’ ফলে-
i. সম্পদের কার্যক্ষমতা কমে যায়
ii. ব্যবসায়ের ক্ষতি হয় ও ব্যয় বৃদ্ধি পায়
iii. সম্পদের মূল্য হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫০.
হিসাব সমীকরণের সঠিক প্রকাশ হল-
i. সম্পদ = দায় + মালিকানা স্বত্ব
ii. সম্পদ - মালিকানা স্বত্ব = দায়
iii. সম্পদ + মালিকানা স্বত্ব = দায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ঘ)

১৫১.
ব্যবসায়ে নগদান হিসাবে অন্তর্ভুক্ত হবে-
i. নগদ প্রাপ্তি
ii. নগদ প্রদান
iii. ধারে পণ্য ক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৫২.
‘বাংলাদেশ রেলওয়ে হিসাব’ সমীকরণ পদ্ধতিতে কোন হিসাব?
Ο ক) 
সম্পদ হিসাব
Ο খ) 
দায় হিসাব
Ο গ) 
সম্পদ বা দায় হিসাব
Ο ঘ) 
ব্যয় হিসাব

  সঠিক উত্তর: (গ)

১৫৩.
বিলের মাধ্যমে ক্রয় বিলটি কী হবে?
Ο ক) 
প্রাপ্য বিল
Ο খ) 
প্রদেয় বিল
Ο গ) 
বাট্টাকৃত বিল
Ο ঘ) 
নগদ বিল

  সঠিক উত্তর: (খ)

১৫৪.
T ছকে হিসাব বইয়ের প্রত্যেক পাশে কয়টি করে কলাম থাকে?
Ο ক) 
চারটি
Ο খ) 
পাঁচটি
Ο গ) 
ছয়টি
Ο ঘ) 
তিনটি

  সঠিক উত্তর: (ক)

১৫৫.
নষ্ট পণ্য কোন হিসাবে লেখা হয়?
Ο ক) 
ক্রয় হিসাব
Ο খ) 
দেনাদার হিসাব
Ο গ) 
মনিহারি হিসাব
Ο ঘ) 
পণ্য হিসাব

  সঠিক উত্তর: (ক)

১৫৬.
সম্পত্তিবাচক হিসাব ডেবিট হওয়ার কারণ কী?
Ο ক) 
সম্পত্তি বিক্রয়
Ο খ) 
সম্পত্তি চলে যায়
Ο গ) 
সম্পদ বৃদ্ধি
Ο ঘ) 
সম্পদ হ্রাস

  সঠিক উত্তর: (গ)

১৫৭.
ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনের ফলে ক্রমাগত পরিবর্তন ঘটে-
i. সম্পদ ও দায়ের
ii. আয় ও ব্যয়ের
iii. মালিকানা স্বত্বের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৮.
কোনো লেনদেন দ্বারা ব্যাংকের জমাকৃত টাকা হ্রাস বা বৃদ্ধি পেলে তাকে কোন হিসাবে লিপিবদ্ধ করতে হবে?
Ο ক) 
ব্যাংক হিসাব
Ο খ) 
উত্তোলন হিসাব
Ο গ) 
নগদান হিসাব
Ο ঘ) 
দেনাদার হিসাব

  সঠিক উত্তর: (ক)

১৫৯.
বাংলাদেশ বিমান হিসাব একটি-
Ο ক) 
আয় হিসাব
Ο খ) 
সম্পদ হিসাব
Ο গ) 
দায় হিসাব
Ο ঘ) 
খ ও গ

  সঠিক উত্তর: (ঘ)

১৬০.
‘বাট্টা হিসাব’ সমীকরণ পদ্ধতিতে কোন হিসাব?
Ο ক) 
সম্পদ হিসাব
Ο খ) 
দায় হিসাব
Ο গ) 
মালিকানা স্বত্ব হিসাব
Ο ঘ) 
আয় বা ব্যয় হিসাব

  সঠিক উত্তর: (ঘ)

১৬১.
হিসাব সমীকরণ হলো-
i. A + E = L
ii. A = L + E
iii. A = L + (C + I - E - D)
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৬২.
কোনটি প্রদেয় বিল হিসাবে লিপিবদ্ধ হয়?
Ο ক) 
বিলের মাধ্যমে বিক্রয়
Ο খ) 
বিলের মাধ্যমে ক্রয়
Ο গ) 
দেনাদার হতে বিলে স্বীকৃতি লাভ
Ο ঘ) 
বিলের অর্থ আদায়

  সঠিক উত্তর: (খ)

১৬৩.
ট্রেডমার্ক হিসাব একটি-
Ο ক) 
ব্যয় সম্পর্কিত হিসাব
Ο খ) 
সম্পদ হিসাব
Ο গ) 
দায় হিসাব
Ο ঘ) 
খ বা গ

  সঠিক উত্তর: (ঘ)

১৬৪.
বিলের মাধ্যমে ক্রয় করা হলে বিলটি কী হবে?
Ο ক) 
প্রাপ্য বিল
Ο খ) 
প্রদেয় বিল
Ο গ) 
বাট্টাকৃত বিল
Ο ঘ) 
বিনিময় বিল

  সঠিক উত্তর: (খ)

১৬৫.
ক্যাশ হতে ভিক্ষুককে ১০ টাকা দেয়া হলে হিসাব সমীকরণের কী পরিবর্তন হয়েছে?
Ο ক) 
A ও L
Ο খ) 
A ও E
Ο গ) 
L ও E
Ο ঘ) 
অপরিবর্তিত রয়েছে

  সঠিক উত্তর: (খ)

১৬৬.
ঋণ কোন হিসাবের অন্তর্ভুক্ত?
Ο ক) 
মালিকানা স্বত্ব হিসাব
Ο খ) 
ব্যয় হিসাব
Ο গ) 
সম্পদ হিসাব
Ο ঘ) 
দায় হিসাব

  সঠিক উত্তর: (ঘ)

১৬৭.
মেহেরপুর ক্লাব কোন ধরনের হিসাব?
Ο ক) 
আয় ব্যয় হিসাব
Ο খ) 
ব্যক্তিবাচক হিসাব
Ο গ) 
সম্পত্তিবাচক হিসাব
Ο ঘ) 
ব্যবসায়িক হিসাব

  সঠিক উত্তর: (খ)

১৬৮.
প্রতিষ্ঠানের জন্যে ক্লীপ ক্রয় কোন হিসাবের আওতাভুক্ত?
Ο ক) 
ক্রয় হিসাব
Ο খ) 
মনিহারি হিসাব
Ο গ) 
বকেয়া মনিহারি হিসাব
Ο ঘ) 
দেনাদার হিসাব

  সঠিক উত্তর: (খ)

১৬৯.
স্থায়ী সম্পত্তির মেরামত লিপিবদ্ধ হয় কোথায়?
Ο ক) 
মেরামত হিসাবে
Ο খ) 
স্থায়ী সম্পদ হিসাবে
Ο গ) 
বকেয়া হিসাবে
Ο ঘ) 
মূলধন হিসাবে

  সঠিক উত্তর: (ক)

১৭০.
আয় হিসাবের উদাহরণ হলো-
i. বিক্রয়
ii. বিক্রয় ফেরত
iii. বিক্রয় বাট্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭১.
ঋণ পরিশোধ করা হলে হিসাব সমীকরণের ওপর কী প্রভাব পড়বে?
Ο ক) 
সম্পদ হ্রাস, স্বত্বাধিকার হ্রাস
Ο খ) 
সম্পদ বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি
Ο গ) 
সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি
Ο ঘ) 
সম্পদ হ্রাস, দায় হ্রাস

  সঠিক উত্তর: (ঘ)

১৭২.
কোনটি অগ্রিম খরচ?
Ο ক) 
অগ্রীম উপভাড়া
Ο খ) 
অগ্রীম বেতন
Ο গ) 
অগ্রীম বিনিয়োগের সুদ
Ο ঘ) 
অগ্রীম শিক্ষানবিশ সেলামি

  সঠিক উত্তর: (খ)

১৭৩.
A = L+E এখানে L দ্বারা কী বুঝায়?
Ο ক) 
মোট সম্পদ
Ο খ) 
মোট দায়
Ο গ) 
মোট স্বত্বাধিকারী
Ο ঘ) 
মোট আয়

  সঠিক উত্তর: (খ)

১৭৪.
নগদ ক্রয়ের ফলে কোনটির পরিবর্তন হয়?
Ο ক) 
ব্যয় ও সম্পদ বৃদ্ধি পায়
Ο খ) 
ব্যয় ও সম্পদ হ্রাস পায়
Ο গ) 
ব্যয় হ্রাস ও সম্পদ বৃদ্ধি পায়
Ο ঘ) 
ব্যয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস পায়

  সঠিক উত্তর: (ঘ)

১৭৫.
পাওনাদার বাট্টা সঞ্চিতি কী হিসাব?
Ο ক) 
সঞ্চিতি হিসাব
Ο খ) 
দায় হিসাব
Ο গ) 
মালিকানা স্বত্ব হিসাব
Ο ঘ) 
সম্পত্তিবাচক হিসাব

  সঠিক উত্তর: (গ)

১৭৬.
“অগ্রিম প্রদত্ত বীমা সেলামী” ব্যবসায়ের জন্য কী হিসেবে ব্যবহৃত হয়?
Ο ক) 
দায়
Ο খ) 
মুনাফা
Ο গ) 
সম্পদ
Ο ঘ) 
ব্যয়

  সঠিক উত্তর: (গ)

১৭৭.
অবচয় হিসাবকে কোন হিসাবে অভিহিত করা হয়?
Ο ক) 
সম্পদ হিসাব
Ο খ) 
আয় হিসাব
Ο গ) 
ব্যয় হিসাব
Ο ঘ) 
এটি হিসাব বহির্ভূত

  সঠিক উত্তর: (গ)

১৭৮.
ডেবিট-ক্রেডিট টাকার কলাম পাশাপাশি হবে কোন ছকে?
Ο ক) 
চলমান জের ছকে
Ο খ) 
হিসাবের T ছকে
Ο গ) 
প্রাথমিক ছকে
Ο ঘ) 
নগদান ছকে

  সঠিক উত্তর: (ক)

১৭৯.
ক্রয় কোন জাতীয় হিসাব?
Ο ক) 
দায় হিসাব
Ο খ) 
সম্পদ হিসাব
Ο গ) 
আয় হিসাব
Ο ঘ) 
ব্যয় হিসাব

  সঠিক উত্তর: (ঘ)

১৮০.
মালিক প্রতিষ্ঠানকে অর্থ, পণ্য, সম্পদ ও সুবিধা প্রদান করলে কী হিসাবে লিপিবদ্ধ হয়?
Ο ক) 
উত্তোলন
Ο খ) 
মূলধন
Ο গ) 
পাওনাদার
Ο ঘ) 
দেনাদার

  সঠিক উত্তর: (খ)

১৮১.
নিচের ছকটি কোন ধরনের ছক?
প্রতিষ্ঠানের নাম……
হিসাবের নাম……..
ডেবিট ক্রেডিট
তারিখ
বিবরণ
জা.পৃ.
টাকা
তারিখ
বিবরণ
জা.পৃ.
টাকা








i. T ছক
ii. চলমান জের ছক
iii. বিবরণী ছক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

১৮২.
প্রচারণার ও প্রচারের জন্য যেকোনো মাধ্যমে অর্থ ব্যয় করাকে বলে-
Ο ক) 
বিজ্ঞাপন
Ο খ) 
বিক্রয়
Ο গ) 
বিমা সেলামি
Ο ঘ) 
মনিহারি

  সঠিক উত্তর: (ক)

১৮৩.
হিসাবের শ্রেণিবিভাগ জানা প্রয়োজন কেননা এটির মাধ্যমে-
i. হিসাব সম্পর্কে সঠিকভাবে অবহিত হওয়া
ii. হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা যায়
iii. হিসাবের বিবিধ পক্ষ চিহ্নিত করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (খ)

১৮৪.
কোন ঘরটি উভয় ছকেই উল্লেখ থাকে?
Ο ক) 
ডেবিট টাকা
Ο খ) 
ক্রেডিট টাকা
Ο গ) 
জা. পৃ;
Ο ঘ) 
সবগুলোই

  সঠিক উত্তর: (গ)

১৮৫.
অগ্রিম বেতন কোন জাতীয় হিসাব?
Ο ক) 
সম্পদ হিসাব
Ο খ) 
আয় হিসাব
Ο গ) 
দায় হিসাব
Ο ঘ) 
মালিকানাস্বত্ব হিসাব

  সঠিক উত্তর: (ক)

১৮৬.
নষ্ট পণ্য কোন হিসাবে লেখা হয়ে?
Ο ক) 
ক্রয় হিসাব
Ο খ) 
দেনাদার হিসাব
Ο গ) 
মনিহারি হিসাব
Ο ঘ) 
খুচরা পণ্য হিসাব

  সঠিক উত্তর: (ক)

১৮৭.
হিসাব সমীকরণের P উপাদান দ্বারা কী বোঝায়?
Ο ক) 
Properties
Ο খ) 
Proprietorship
Ο গ) 
punctually
Ο ঘ) 
সম্পত্তি

  সঠিক উত্তর: (খ)

১৮৮.
বাংলাদেশ বিমান হিসাব একটি-
i. সম্পদ হিসাব
ii. আয় হিসাব
iii. দায় হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৯.
সনাতন পদ্ধতিতে হিসাব কত প্রকার?
Ο ক) 
দুই প্রকার
Ο খ) 
তিন প্রকার
Ο গ) 
চার প্রকার
Ο ঘ) 
পাঁচ প্রকার

  সঠিক উত্তর: (খ)

১৯০.
অগ্রিম কমিশন প্রদান সনাতন পদ্ধতিতে কোন ধরনের হিসাব?
Ο ক) 
নামিক হিসাব
Ο খ) 
দায় হিসাব
Ο গ) 
ব্যক্তিবাচক হিসাব
Ο ঘ) 
সম্পত্তিবাচক হিসাব

  সঠিক উত্তর: (গ)

১৯১.
নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি হিসাব খাতের কোনটি নিরূপণ প্রয়োজন?
Ο ক) 
নিট পরিমাণ
Ο খ) 
মোট পরিমাণ
Ο গ) 
মোট দায়
Ο ঘ) 
মোট ব্যয়

  সঠিক উত্তর: (ক)

১৯২.
প্রাপ্য আয় হিসাব একটি-
Ο ক) 
আয় হিসাব
Ο খ) 
দায় হিসাব
Ο গ) 
সম্পদ হিসাব
Ο ঘ) 
ব্যয় হিসাব

  সঠিক উত্তর: (গ)

১৯৩.
সম্পদের ক্ষেত্রে নিচের কোন বিষয়টি সামঞ্জস্যপূর্ণ?
i. সম্পদ ‍বৃদ্ধি পেলে ডেবিট
ii. সম্পদ হ্রাস পেলে ক্রেডিট
iii. সম্পদ ‍বৃদ্ধি পেলে ক্রেডিট এবং সম্পদ হ্রাস পেলে ডেবিট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৯৪.
জনাব রানা ‘রানা ট্রেডার্সের’ স্বত্বাধিকারী। ২০১২ সালে তার ৮০,০০০ টাকা আয় হলো। এতে তার ব্যবসায়ের-
i. মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়
ii. দায় বৃদ্ধি পায়
iii. সম্পদ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৯৫.
T ছকে তারিখের ঘর কয়টি?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
* জনাব জাহিদ ২০১২ সালের ১ জানুয়ারি নগদ ২,০০,০০০ টাকা ও ২০,০০০ টাকার প্রাইজবন্ড নিয়ে ব্যবসায় শুরু করেন। জানুয়ারি ১০ তারিখে জনাব সাজিদের নিকট হতে ২৫,০০০ টাকার পণ্য ক্রয় করেন।
১৯৬.
জনাব জাহিদ এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত?
Ο ক) 
২,৪৫,০০০ টাকা
Ο খ) 
২,২০,০০০ টাকা
Ο গ) 
২,০০,০০০ টাকা
Ο ঘ) 
১,৮০,০০০ টাকা

  সঠিক উত্তর: (খ)

১৯৭.
প্রতিষ্ঠানের ২৫,০০০ লেনদেনের ফলে হিসাব সমীকরণের-
i. A উপাদান হ্রাস পাবে
ii. L উপাদানের বৃদ্ধি পাবে
iii. E উপাদানের হ্রাস ঘটবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...