NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ১৫ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ১৫: বাংলাদেশের কতিপয় সামাজিক সমস্যা ও এর প্রতিকার


এস.এস.সি    ||    বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
অধ্যায় - ১৫: বাংলাদেশের কতিপয় সামাজিক সমস্যা ও এর প্রতিকার


১.
বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদে অনুসমর্থন করে কত সালে?
Ο ক) 
১৯৮৮
Ο খ) 
১৯৮৯
Ο গ) 
১৯৯০
Ο ঘ) 
১৯৯১

  সঠিক উত্তর: (গ)

২.
মামুন দরিদ্র কৃষকের সন্তান। ‘শিক্ষার বিনিময়ে খাদ্য’ কর্মসূচির মাধ্যমে তার কোন সমস্যার প্রতিকার করা যায়?
Ο ক) 
কিশোর অপরাধ
Ο খ) 
যৌতুক প্রথা
Ο গ) 
জনসংখ্যা বৃদ্ধি
Ο ঘ) 
বেকারত্ব

  সঠিক উত্তর: (ক)

৩.
সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের ফল কী?
Ο ক) 
সমাজ স্থিতিশীল হয়
Ο খ) 
নৈরাজ্য সৃষ্টি হয়
Ο গ) 
বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়
Ο ঘ) 
দুর্নীতি বেড়ে যায়

  সঠিক উত্তর: (খ)

৪.
প্যারোল কী?
Ο ক) 
কিশোর অপরাধীদের সংশোধনের প্রতিষ্ঠান
Ο খ) 
মাদকাসক্তি নিরাময় কেন্দ্র
Ο গ) 
ভোটদানের আধুনিক পদ্ধতি
Ο ঘ) 
সরকারের জরুরি নির্দেশনা

  সঠিক উত্তর: (ক)

৫.
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন - ২০১১ অনুযায়ী মানব পাচারের জন্য দায়ী অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি?
Ο ক) 
সশ্রম মৃত্যুদন্ডসহ দুইলক্ষ টাকা অর্থদন্ড
Ο খ) 
মৃত্যুদন্ডসহ পাঁচলক্ষ টাকা অর্থদন্ড
Ο গ) 
বিনাশ্রম কারাদন্ডসহ পাঁচলক্ষ টাকা অর্থদন্ড
Ο ঘ) 
মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড

  সঠিক উত্তর: (খ)

৬.
বাংলাদেশে কিশোর অপরাধ বৃদ্ধির কারণ কোনটি?
Ο ক) 
শিক্ষার অভাব
Ο খ) 
অতিরিক্ত অর্থ
Ο গ) 
পারিবারিক বিশৃঙ্খলা
Ο ঘ) 
জনসংখ্যার বিস্ফোরণ

  সঠিক উত্তর: (গ)

৭.
জাতীয় স্বাস্থ্যনীতির অন্যতম লক্ষ্য -
i. শিশু ও মাতৃমৃত্যুহার হ্রাস করা
ii. ২০১৪ সালের মধ্যে মা ও শিশু মৃত্যুর হার কমানো
iii. ২০১২ সালের মধ্যে মা ও শিশু মৃত্যুর হার হ্রাস করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮.
নারী সহিংস আচরণের শিকার হয় -
i. পুরুষের দ্বারা
ii. নারীর দ্বারা
iii. শিশুর দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯.
যৌতুকের দাবিকে কেন্দ্র করে বিয়ের পরে ঘটে থাকে -
i. স্ত্রী নির্যাতন
ii. বিবাহ বিচ্ছেদ
iii. পারিবারিক স্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০.
HIV - এর ঘনত্ব অত্যন্ত কম কোন মাধ্যমে?
Ο ক) 
বীর্য
Ο খ) 
যোনিরস
Ο গ) 
মূত্র
Ο ঘ) 
থুতু

  সঠিক উত্তর: (গ)

১১.
সরকারি চাকরিতে কর্মরত নারীদের মাতৃত্বকালীন ছুটির গেজেট প্রকাশ করা হয় কবে?
Ο ক) 
৯ জানুয়ারি ২০০১
Ο খ) 
৯ জানুয়ারি ২০১১
Ο গ) 
১১ জানুয়ারি ২০০১
Ο ঘ) 
১১ জানুয়ারি ২০১১

  সঠিক উত্তর: (ঘ)

১২.
কিশোররা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে -
i. আকাশ সংস্কৃতির প্রভাবে
ii. প্রতিষ্ঠা লাভের আশায়
iii. বাবা-মার কর্মব্যস্ততায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩.
এইডস কেন হয়?
Ο ক) 
সংক্রমিত রোগির চোখের পানির সংস্পর্শে
Ο খ) 
এইচআইভি ভাইরাস আক্রমণ করলে
Ο গ) 
সংক্রমিত রোগির থালা বাসন ব্যবহার করলে
Ο ঘ) 
আক্রান্ত রোগির সাথে আলিঙ্গন করলে

  সঠিক উত্তর: (খ)

১৪.
কোনো ব্যক্তি যদি এসিড দ্বারা কারো দৃষ্টিশক্তি নষ্ট করে তাহলে উক্ত ব্যক্তি দন্ডিত হবেন -
i. যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে
ii. অনধিক চৌদ্দ বছর কারাদন্ডে
iii. অনুর্ধ্ব এক লক্ষ টাকার অর্থদন্ডে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৫.
লমব্রোসো ছিলেন একজন -
Ο ক) 
অপরাধ বিজ্ঞানী
Ο খ) 
সমাজবিজ্ঞানী
Ο গ) 
দার্শনিক
Ο ঘ) 
নৃবিজ্ঞানী

  সঠিক উত্তর: (ক)

১৬.
কোনটি প্রতিটি সমাজের জন্য একটি উদ্বেগজনক সমস্যা?
Ο ক) 
যৌতুক প্রথা
Ο খ) 
এইডস
Ο গ) 
শিশুশ্রম
Ο ঘ) 
কিশোর অপরাধ

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
নারী ও শিশু নির্যাতন দমন আইন - ২০০০ অনুসারে যৌন হয়রানিমূলক আচরণে অপরাধী ব্যক্তি দন্ডিত হবেন -
i. অনুর্ধ্ব ৭ বছর সশ্রম কারাদন্ড
ii. সর্বনিম্ন ২ বছর সশ্রম কারাদন্ড
iii. যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮.
সামাজিক রীতিনীতি মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে তখন কী ঘটে?
Ο ক) 
বিশৃঙ্খলা সৃষ্টি হয়
Ο খ) 
নৈতিক অবনতি শুরু হয়
Ο গ) 
সমাজে ভাঙন শুরু হয়
Ο ঘ) 
দুর্নীতি শুরু হয়

  সঠিক উত্তর: (খ)

১৯.
বাংলাদেশে যৌতুক প্রথা উচ্ছেদের জন্য কোন পদক্ষেপটি গ্রহণ করা যায়?
Ο ক) 
সামাজিক সচেতনতা বৃদ্ধি
Ο খ) 
মহিলাদের জন্য কর্মক্ষেত্র তৈরি
Ο গ) 
সামাজিক বর্জন পদ্ধতি
Ο ঘ) 
সরকারি পদক্ষেপ

  সঠিক উত্তর: (ক)

২০.
যৌন হয়রানি -
i. একটি সামাজিক বিপর্যয়
ii. ভয়াবহ সহিংসতা
iii. নৈতিকতার চরম অবক্ষয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২১.
সামাজিক বিশৃঙ্খলা যখন চরমে পৌঁছে তখন সমাজে কী দেখা দেয়?
Ο ক) 
সামাজিক অসংগতি
Ο খ) 
সামাজিক অবক্ষয়
Ο গ) 
সামাজিক নৈরাজ্য
Ο ঘ) 
দারিদ্র‌্য

  সঠিক উত্তর: (গ)

২২.
কিশোর শ্রমিকদের স্বাভাবিক কাজের সময়সীমা দৈনিক কত ঘন্টা?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

২৩.
বাংলাদেশে সামাজিক সমস্যাগুলোর মধ্যে সর্বাধিক অমানবিক ও বেদনাদায়ক সমস্যা কোনটি?
Ο ক) 
জনসংখ্যা সমস্যা
Ο খ) 
বেকার সমস্যা
Ο গ) 
যৌতুক প্রথা
Ο ঘ) 
অপরাধ

  সঠিক উত্তর: (গ)

২৪.
কোনটি সামাজিক চাপ প্রদানকারী প্রতিষ্ঠান?
Ο ক) 
উচ্চ আদালত
Ο খ) 
গ্রাম আদালত
Ο গ) 
উপজেলা পরিষদ
Ο ঘ) 
জেলা পরিষদ

  সঠিক উত্তর: (খ)

২৫.
বাংলাদেশে ঘুষ-দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটার কারণ কী?
Ο ক) 
শিক্ষার অভাব
Ο খ) 
মূল্যবোধের অবক্ষয়
Ο গ) 
অপরাধ প্রবণতা
Ο ঘ) 
ভৌগোলিক সীমাবদ্ধতা

  সঠিক উত্তর: (খ)

২৬.
কিশোর অপরাধ বিচারের মূল আইন হিসেবে ধরা হয় কোন আইনকে?
Ο ক) 
নারী ও শিশু নির্যাতন দমন আইন - ২০০০
Ο খ) 
জাতীয় শিশুশ্রম নিরসন নীতি - ২০১০
Ο গ) 
বাংলাদেশ শিশু আইন - ১৯৭৪
Ο ঘ) 
বাংলাদেশ শিশু সনদ - ২০০০

  সঠিক উত্তর: (গ)

২৭.
বাংলাদেশে অধিকাংশ নারী শ্রমিক কোন ক্ষেত্রে কাজ করে?
Ο ক) 
কৃষি জমিতে
Ο খ) 
পোশাক শিল্পে
Ο গ) 
চা শিল্পে
Ο ঘ) 
ব্যবসা-বাণিজ্যে

  সঠিক উত্তর: (খ)

২৮.
সমাজ ব্যবস্থায় নৈরাজ্য সৃষ্টির জন্য কোন কারণটি দায়ী?
Ο ক) 
চিত্তবিনোদনের অভাব
Ο খ) 
সামাজিক মূল্যবোধের অবক্ষয়
Ο গ) 
প্রাকৃতিক দুর্যোগ
Ο ঘ) 
দারিদ্র‌্য

  সঠিক উত্তর: (খ)

২৯.
বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক এসিড নিয়ন্ত্রণ (সংশোধনী) আইন কত সালে পাস হয়?
Ο ক) 
২০০০
Ο খ) 
২০০২
Ο গ) 
২০১০
Ο ঘ) 
২০১১

  সঠিক উত্তর: (গ)

৩০.
সমাজে নারীর প্রতি সহিংসতার কারণ হলো -
i. দারিদ্রর‌্য
ii. সামাজিক কুপ্রথা
iii. সামাজিক বিশৃঙ্খলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩১.
বাংলাদেশ শিশু আইন ১৯৭৪-এর সংজ্ঞানুযায়ী কত বছরের কম বয়সীরা শিশু হিসেবে বিবেচ্য?
Ο ক) 
১৫
Ο খ) 
১৬
Ο গ) 
১৭
Ο ঘ) 
১৮

  সঠিক উত্তর: (খ)

৩২.
সামাজিক সমস্যার কীভাবে সৃষ্টি হয়?
Ο ক) 
দারিদ্র‌্যতা থেকে
Ο খ) 
প্রশাসনিক দুরবস্থা থেকে
Ο গ) 
সামাজিক বিশৃঙ্খলা হতে
Ο ঘ) 
শ্রমবিভাগ হতে

  সঠিক উত্তর: (গ)

৩৩.
কাদের দ্বারা নারী পারিবারিক সহিংসতার শিকার হয়?
Ο ক) 
সন্ত্রাসীদের দ্বারা
Ο খ) 
সাধারণত স্বজনদের দ্বারা
Ο গ) 
প্রতিবেশীদের দ্বারা
Ο ঘ) 
শাশুড়ি-ননদ দ্বারা

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
যৌতুক প্রথা কোন সমাজে উৎপত্তি লাভ করে?
Ο ক) 
হিন্দু
Ο খ) 
মুসলমান
Ο গ) 
বৌদ্ধ
Ο ঘ) 
খ্রিষ্টান

  সঠিক উত্তর: (ক)

৩৫.
শৈশবে নারীর প্রতি বঞ্চনার অভিজ্ঞতা একজন পুরুষসে সহিংস করে তোলে, এর মূল কারণ হলো -
Ο ক) 
ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ
Ο খ) 
মূল্যবোধের অবক্ষয়
Ο গ) 
গোঁড়ামিপূর্ণ মনোভাব
Ο ঘ) 
আধিপত্যভাব

  সঠিক উত্তর: (ক)

৩৬.
সময়ের প্রেক্ষিতে কোনো একটি সমাজে ব্যাপক সামাজিক পরিবর্তন সাধিত হলো। সে সমাজে আর কোন বিষয়টিতে পরিবর্তন দেখা যাবে?
Ο ক) 
সহনশীলতায়
Ο খ) 
সামাজিক রীতিনীতিতে
Ο গ) 
সামাজিক মূল্যবোধে
Ο ঘ) 
আইনের শাসনে

  সঠিক উত্তর: (গ)

৩৭.
AIDS রোগে আক্রান্ত হলে ব্যক্তির ওজন কয় মাসের মধ্যে শতকরা ১১ ভাগের বেশি কমে যায়?
Ο ক) 
১ মাস
Ο খ) 
২ মাস
Ο গ) 
৩ মাস
Ο ঘ) 
৪ মাচ

  সঠিক উত্তর: (খ)

৩৮.
সমাজে নৈরাজ্য সৃষ্টির কারণ -
i. আইনশৃঙ্খলার অবনতি
ii. মূল্যবোধের অবক্ষয়
iii. প্রার্থী ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
সামাজিক বিশৃঙ্খলার চরম রূপকে কী বলা হয়?
Ο ক) 
সামাজিক নৈরাজ্য
Ο খ) 
সামাজিক বিশৃঙ্খলা
Ο গ) 
সামাজিক ভাঙন
Ο ঘ) 
সামাজিক অসংগতি

  সঠিক উত্তর: (ক)

৪০.
কোনটি নারীর প্রতি সহিংসতার চরম রূপ?
Ο ক) 
যৌনপীড়ন
Ο খ) 
পতিতাবৃত্তি
Ο গ) 
যৌতুক সম্পর্কিত নির্যাতন
Ο ঘ) 
কন্যা শিশুকে মারপিট

  সঠিক উত্তর: (খ)

৪১.
বাংলাদেশে নারীরা নির্যাতনের বিষয় বাইরে প্রকাশ করে না -
i. লোকলজ্জার ভয়ে
ii. পারিবারিক মর্যাদার ভয়ে
iii. আর্থিক ক্ষতির ভয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪২.
একটি সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটবে যদি -
i. ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হয়
ii. আইনের শাসনের দুর্বলতা থাকে
iii. মানুষের সহনশীলতার অভাব থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
বাংলাদেশে কোন মৌসুমে কিশোর অপরাধ কমে যায়?
Ο ক) 
বর্ষাকালে
Ο খ) 
শরৎকালে
Ο গ) 
গ্রীষ্মকালে
Ο ঘ) 
বসন্তকালে

  সঠিক উত্তর: (ক)

৪৪.
শিশুশ্রম বিলোপ সাধনে কতকগুলো সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে কোন আইনে?
Ο ক) 
শ্রম আইন - ২০০৬
Ο খ) 
শিশু অধিকার সনদ - ২০১০
Ο গ) 
জাতীয় শিশুশ্রম নিরসন নীতি - ২০০৬
Ο ঘ) 
বাংলাদেশ শিশু আইন - ১৯৭৪

  সঠিক উত্তর: (গ)

৪৫.
রাণী একজন পোশাক শ্রমিক। প্রায়ই বাসায় ফিরতে তার রাত হয়। সে কোন ধরনের নির্যাতনের শিকার হতে পারে?
Ο ক) 
অপহরণ
Ο খ) 
যৌন নির্যাতন
Ο গ) 
হত্যা
Ο ঘ) 
ছিনতাই

  সঠিক উত্তর: (খ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
শৈশব থেকেই পিতা-মাতার পরিবারিক দ্বন্ধ, ঝগড়া-বিবাদ, মারামারি মধ্যে লিমনের বয়ঃপ্রাপ্তি ঘটেছে। পাড়া-প্রতিবেশীর মধ্যেও সে একই আচরণ লক্ষ্য করেছে। নিজের বিয়ের পর তার সংসারেও প্রতিদিন একই ঘটনা ঘটছে। লিমনের পরিবার এ সমস্যা থেকে মুক্তি পেতে সমাজকর্মীর শরণাপন্ন হয়েছে।
৪৬.
স্ত্রীর প্রতি লিমনের সহিংস আচরণের মূল কারণ কী?
Ο ক) 
যৌতুক প্রাপ্তির বাসনা
Ο খ) 
চরম দারিদ্র্যের মধ্যে বড় হওয়া
Ο গ) 
পাড়া-প্রতিবেশীর প্রভাব
Ο ঘ) 
শৈশবে বঞ্চনার অভিজ্ঞতা

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
লিমনের পরিবারের জন্য সমাজকর্মী যে পদক্ষেপ গ্রহণ করতে পারেন, তা হলো -
i. সুস্থ পরিবার গঠন বিষয়ে উদ্বুদ্ধকরণ
ii. প্রচলিত আইন সম্পর্কে সচেতন করা
iii. আইনরক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২টি মন্তব্য:

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...