NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

সোমবার, ২০ এপ্রিল, ২০১৫

জে.এস.সি || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় : ৪র্থ : স্প্রেডশিটের ব্যবহার


জে.এস.সি    ||    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায় : ৪র্থ : স্প্রেডশিটের ব্যবহার


১.
অ্যাবাকাস কী?
Ο ক) 
এক ধরনের লেখার উপায়
Ο খ) 
এক ধরনের গণনার যন্ত্র
Ο গ) 
এক ধরনের কথা বলার যন্ত্র
Ο ঘ) 
এক ধরনের গান শোনার যন্ত্র

  সঠিক উত্তর: (খ)

২.
এক্সেলের ওয়ার্কশিটের নির্দিষ্ট রেঞ্জ কতভাবে সিলেক্ট করা যায়?
Ο ক) 
একভাবে
Ο খ) 
দুইভাবে
Ο গ) 
তিনভাবে
Ο ঘ) 
চারভাবে

  সঠিক উত্তর: (খ)

৩.
ওয়ার্কশিটে E10 এর 10 দিয়ে কী বোঝানো হয়?
Ο ক) 
কলাম
Ο খ) 
শিট
Ο গ) 
সারি
Ο ঘ) 
সেল

  সঠিক উত্তর: (গ)

৪.
এক্সেলে যোগ করা যায় কতভাবে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৫.
কিছু সেলের সমষ্টিকে একত্রে কী বলে?
Ο ক) 
সেল সমষ্টি
Ο খ) 
সেল রেঞ্জ
Ο গ) 
কলাম
Ο ঘ) 
রো

  সঠিক উত্তর: (খ)

৬.
শিট ট্যাবের বাম দিকে অ্যারো বাটনগুলোকে কী বলা হয়?
Ο ক) 
অফিস বাটন
Ο খ) 
ট্যাব স্ক্রুলিং বাটন
Ο গ) 
শিট ট্যাব
Ο ঘ) 
স্ক্রুলবার

  সঠিক উত্তর: (খ)

৭.
ওয়ার্কশিটে কারসরকে বিভিন্ন সেলে নেওয়া যায়- কোন কি ব্যবহার করে?
Ο ক) 
হেল্প কি
Ο খ) 
F1 কি
Ο গ) 
ট্যাব কি
Ο ঘ) 
backspace কি

  সঠিক উত্তর: (গ)

৮.
নিচের কোনটি দ্বরা সেল ঠিকানা বোঝায়?
Ο ক) 
B
Ο খ) 
11
Ο গ) 
B11
Ο ঘ) 
BE

  সঠিক উত্তর: (গ)

৯.
ওয়ার্কশিটে ফাংশন কমান্ড পাওয়া যায় কোন ট্যাবে?
Ο ক) 
ফাইল
Ο খ) 
ইনসার্ট
Ο গ) 
ফর্মুলাস
Ο ঘ) 
ভিউ

  সঠিক উত্তর: (গ)

১০.
ওয়ার্কশিট প্রোগ্রামে print অপশনটি কোথায় থাকে?
Ο ক) 
মেনুবারে
Ο খ) 
শিট বাটনে
Ο গ) 
অফিস বাটনে
Ο ঘ) 
কুইক একসেস টুলবারে

  সঠিক উত্তর: (গ)

১১.
স্প্রেডশিটের অপর নাম কী?
Ο ক) 
কেস্প্রেড
Ο খ) 
নোটপ্যাড
Ο গ) 
ওয়ার্কবুক
Ο ঘ) 
একসেস প্রোগ্রাম

  সঠিক উত্তর: (গ)

১২.
ওয়ার্কশিটে লেখা সম্পাদনার সাহায্যে-
i. অক্ষর ছোট বড় করা যায়
ii. আকৃতি পরিবর্তন করা যায়
iii. রং পরিবর্তন করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
স্প্রেডশিটে ফর্মুলা হলো-
i. =AI - BI
ii. Sub
iii. =AI + BI
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৪.
েআইকনের মাধ্যমে কমান্ডগুলো সাজানো থাকে কীসের আওতায়?
Ο ক) 
মেনুর আওতায়
Ο খ) 
শিট ট্যাবের আওতায়
Ο গ) 
ফর্মুলা বারের আওতায়
Ο ঘ) 
টাইটেল বারের আওতায়

  সঠিক উত্তর: (ক)

১৫.
বিয়োগ করার জন্য ফর্মুলা বারে প্রথমেই কোনটি টাইপ করতে হয়?
Ο ক) 
=
Ο খ) 
*
Ο গ) 
/
Ο ঘ) 
+

  সঠিক উত্তর: (ক)

১৬.
বর্তমানে ব্যবহৃত স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি নির্ভর?
Ο ক) 
কাগজ
Ο খ) 
হার্ডওয়্যার
Ο গ) 
মোবাইল
Ο ঘ) 
সফটওয়্যার

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
সেলের কন্টেন্ট দেখানো হয় নিম্নোক্ত কোন বারে?
Ο ক) 
টাইটেল বার
Ο খ) 
ফরমুলা বার
Ο গ) 
স্ট্যাটাস বার
Ο ঘ) 
ওয়ার্কবুক

  সঠিক উত্তর: (খ)

১৮.
টাইটেল বার এক্সেল উইন্ডোর কোথায় থাকে?
Ο ক) 
বামপাশে
Ο খ) 
ডানপাশে
Ο গ) 
একেবারে উপরে
Ο ঘ) 
একেবারে নিচে

  সঠিক উত্তর: (গ)

১৯.
স্প্রেডশিটে সেল বলতে কি বোঝায়?
Ο ক) 
কোষদেহ
Ο খ) 
ওয়ার্কশিটের ছোট ছোট ঘর
Ο গ) 
সারি
Ο ঘ) 
কলাম

  সঠিক উত্তর: (খ)

২০.
নিচের কোনটি সেল রেঞ্জ?
Ο ক) 
AI
Ο খ) 
AI : B5
Ο গ) 
=AI + B5
Ο ঘ) 
10A

  সঠিক উত্তর: (খ)

২১.
এক্সেল ফাইলের এক্সটেনশন কোনটি?
Ο ক) 
.dic
Ο খ) 
.docx
Ο গ) 
.xls
Ο ঘ) 
.pptx

  সঠিক উত্তর: (গ)

২২.
ওয়ার্কশিটের সারি ও কলামের ছেদকৃত ছোট ছোট ঘরগুলোকে কী বলে?
Ο ক) 
cell
Ο খ) 
Range
Ο গ) 
Attribute
Ο ঘ) 
Address

  সঠিক উত্তর: (ক)

২৩.
স্বয়ংক্রিয়ভাবে করার পদ্ধতি আছে নিচের কোনটির?
Ο ক) 
বিয়োগ
Ο খ) 
যোগ
Ο গ) 
গুণ
Ο ঘ) 
ভাগ

  সঠিক উত্তর: (খ)

২৪.
কোন প্রোগ্রামের সাহায্যে বাজার ভবিষ্যদ্বাণী করা যায়?
Ο ক) 
MS Wwrd
Ο খ) 
MS Excel
Ο গ) 
MS Power point
Ο ঘ) 
MS Access

  সঠিক উত্তর: (খ)

২৫.
ওয়ার্কবুক উইন্ডোর নিচে বামদিকে কোনটি থাকে?
Ο ক) 
শিট ট্যাব
Ο খ) 
ফরমুলা বার
Ο গ) 
টুরবার
Ο ঘ) 
স্ট্যাটাস বার

  সঠিক উত্তর: (ক)

২৬.
এক্সেল হলো-
i. বর্ণভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম
ii. চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম
iii. গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২৭.
ওয়ার্কশিটে বাম থেকে ডান দিকে চলে আসা ঘরগুলোকে কী বলে?
Ο ক) 
ওয়ার্কশিট
Ο খ) 
রো
Ο গ) 
কলাম
Ο ঘ) 
সেল

  সঠিক উত্তর: (খ)

২৮.
জুম করার স্ক্রোল কোথায় থাকে?
Ο ক) 
স্ট্যাটাস বারের ডান দিকে
Ο খ) 
স্ট্যাটাস বারের বাম দিকে
Ο গ) 
েএ্যাড্রেস বারের ডান দিকে
Ο ঘ) 
েএ্যাড্রেস বারের বাম দিকে

  সঠিক উত্তর: (ক)

২৯.
ওয়ার্কশিট দিয়ে যে সব কাজ করা যায়-
i. লেখালেখির কাজ
ii. হিসাব-নিকাশের কাজ
iii. গ্রাফচিত্রের কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩০.
বিভিন্ন শিটে আসা যাওয়া করার জন্য ব্যবহার করা হয় কোনটি?
Ο ক) 
স্ট্যাটাস বার
Ο খ) 
অ্যাড্রেস বার
Ο গ) 
শিট ট্যাব
Ο ঘ) 
রিবন

  সঠিক উত্তর: (গ)

৩১.
নতুন এক্সেল ওয়ার্কবুক খোলা যায় কোনটির সাহায্যে?
Ο ক) 
কুইক অ্যাকসেস টুলবার
Ο খ) 
অফিস বাটন
Ο গ) 
টাইটেল বার
Ο ঘ) 
স্ট্যাটাস বার

  সঠিক উত্তর: (খ)

৩২.
পূর্বের সেভকৃত ওয়ার্কবুক খোলা হয় কোন বাটন দিয়ে?
Ο ক) 
শিট ট্যাব
Ο খ) 
অফিস বাটন
Ο গ) 
Program বাটন
Ο ঘ) 
run বাটন

  সঠিক উত্তর: (খ)

৩৩.
কোনটির আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়েছে?
Ο ক) 
কাগজকলম
Ο খ) 
চিহ্ন
Ο গ) 
ক্যালকুলেটর
Ο ঘ) 
গাছের বাকল

  সঠিক উত্তর: (গ)

৩৪.
ওয়ার্কবুক সংরক্ষণ করা যায় সেটির সাহায্যে-
i. অফিস বাটন
ii. কুইক অ্যাকসেস টুলবার
iii. টাইটেল বার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩৫.
ফর্মুলা বারে দেকা যায়-
i. সেল অ্যাড্রেস
ii. সেল কনটেন্ট
iii. ওয়ার্কবুক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩৬.
জটিল এবং দীর্ঘ হিসাবের জন্য উপযোগী কোনটি?
Ο ক) 
গাছের বাকল
Ο খ) 
ক্যালকুলেটর
Ο গ) 
কাগজ কলম
Ο ঘ) 
কম্পিউটার

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
ম্যাক্সিমাইজ বাটন এক্সেল সফটওয়্যাবের কোন বারে থাকে?
Ο ক) 
টুলবারে
Ο খ) 
টাইটেলবারে
Ο গ) 
স্ট্যাটাস বারে
Ο ঘ) 
ফরমুলাবারে

  সঠিক উত্তর: (খ)

৩৮.
ওয়ার্কবুকে অনেকগুলো কী থাকে?
Ο ক) 
সারি
Ο খ) 
কলাম
Ο গ) 
ওয়ার্কশিট
Ο ঘ) 
সারি ও কলাম

  সঠিক উত্তর: (গ)

৩৯.
এক্সেল উইন্ডোর একেবারে উপরে ওয়ার্কবুকের শিরোনাম লেখা থাকে কোন বারে?
Ο ক) 
স্ট্যাটাস বার
Ο খ) 
টাইলের বার
Ο গ) 
কুইক অ্যাকসেস টুলবার
Ο ঘ) 
শিট বার

  সঠিক উত্তর: (খ)

৪০.
ওয়ার্কবুক সংরক্ষণ করা যায় কোন বাটনের মাধ্যমে?
Ο ক) 
স্ট্যাটাস বার
Ο খ) 
টাইটেল বার
Ο গ) 
অফিস বাটন
Ο ঘ) 
হেল্প বাটন

  সঠিক উত্তর: (গ)

৪১.
Kspresd কী ধরনের সফটওয়্যার?
Ο ক) 
গান শোনার
Ο খ) 
ছবি আঁকার
Ο গ) 
হিসাব করার
Ο ঘ) 
লেখালেখির

  সঠিক উত্তর: (গ)

৪২.
টাইটেল বারের অবস্থান কোথায়?
Ο ক) 
স্ক্রিনের সবার নিচে
Ο খ) 
স্ক্রিনের সবার উপরে
Ο গ) 
ওয়ার্কশিটের ডানে
Ο ঘ) 
ওয়ার্কশিটের রামে

  সঠিক উত্তর: (খ)

৪৩.
এক্সেল প্রোগ্রামে যোগ করার পদ্ধতি কয়টি?
Ο ক) 
১টি
Ο খ) 
৩টি
Ο গ) 
২টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (গ)

৪৪.
একেকটা ওয়ার্কশিটে কী থাকে?
Ο ক) 
ওয়ার্কবুক
Ο খ) 
সারি ও কলাম
Ο গ) 
ইমেজ থাকে
Ο ঘ) 
কমান্ড ও বক্স

  সঠিক উত্তর: (খ)

৪৫.
নিচের কোনটি এক্সেল উইন্ডোর উপাদান?
Ο ক) 
ডেটাবেজ
Ο খ) 
ম্যাক্রো
Ο গ) 
ফরমুলা বার
Ο ঘ) 
ফর্ম

  সঠিক উত্তর: (গ)

৪৬.
চার্ট তৈরির সহজ উপায় কোনটি?
Ο ক) 
চার্ট উইজার্ড ব্যবহার করে
Ο খ) 
কী-বোর্ড ব্যবহার করে
Ο গ) 
মেনু কমান্ড ব্যবহার করে
Ο ঘ) 
মাউস ব্যবহার করে

  সঠিক উত্তর: (ক)

৪৭.
রিবনের ঠিক নিচে কোনটির অবস্থান?
Ο ক) 
টাইটেল বার
Ο খ) 
ফরমুলা বার
Ο গ) 
শিট ট্যাব
Ο ঘ) 
অফিস বাটন

  সঠিক উত্তর: (খ)

৪৮.
File Edit ইত্যাদি শব্দগুলো মূলত কি নির্দেশ করে?
Ο ক) 
ফাইলের নাম
Ο খ) 
শিরোনাম
Ο গ) 
অফিস বাটন অপশন
Ο ঘ) 
মেনুর নাম

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
সহজে পরীক্ষার রেজাল্ট তৈরির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি?
Ο ক) 
MS Excel
Ο খ) 
Ms Access
Ο গ) 
MS Word
Ο ঘ) 
MS Publisher

  সঠিক উত্তর: (ক)

৫০.
এক্সেল প্রোগ্রামে যোগ করা যায়-
i. স্বয়ংক্রিয়ভাবে
ii. ম্যানুয়ালি
iii. ক্লিক করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫১.
স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম হলো-
i. Lotus
ii. Excel
iii. Access
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৫২.
ওয়ার্কশিটে ডেটা বা তথ্য এন্ট্রি করা হয় কিভাবে?
Ο ক) 
ইন্টারনেটের মাধ্যমে
Ο খ) 
কীবোর্ড থেকে লেখা টাইপ করে
Ο গ) 
মোবাইলের সাহায্যে
Ο ঘ) 
কম্পিউটার থেকে

  সঠিক উত্তর: (খ)

৫৩.
নিচের কোনটি সারির নাম?
Ο ক) 
B
Ο খ) 
A10
Ο গ) 
10
Ο ঘ) 
12A

  সঠিক উত্তর: (গ)

৫৪.
আদিকালে মানুষ হিসাব-নিকাশ করতে কোনটি ব্যবহার করতো?
Ο ক) 
গাছের বাকল
Ο খ) 
কগজ
Ο গ) 
ক্যালকুলেটর
Ο ঘ) 
কলম

  সঠিক উত্তর: (ক)

৫৫.
কার্সরকে ওয়ার্কশিটের যেকোনো সেলে নেওয়া যায় কোন কী চেপে?
i. অ্যারো কী
ii. ট্যাব কী
iii. এন্টার কী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৬.
বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে কোন প্রোগ্রাম?
Ο ক) 
মাইক্রোসফট এক্সিস
Ο খ) 
মাইক্রোসফট এক্সেল
Ο গ) 
মাইক্রোসফট ওয়ার্ড
Ο ঘ) 
মাইক্রোসফট পাবলিশার

  সঠিক উত্তর: (খ)

৫৭.
নিচের কোন সফটওয়্যারে সূত্র ব্যবহারের সুযোগ রয়েছে?
Ο ক) 
স্প্রেডশিট
Ο খ) 
পাওয়ার পয়েন্ট
Ο গ) 
ওয়ার্ড
Ο ঘ) 
ই-মেইল

  সঠিক উত্তর: (ক)

৫৮.
গ্রাফ বা চার্ট তৈরি করার পর কোনো ডাটা পরিবর্তন করলে কী ঘটে?
Ο ক) 
গ্রাফ নিজে পরিবর্তন হয়
Ο খ) 
গ্রাফ পরিবর্তন হয় না
Ο গ) 
গ্রাফ মুছে যায়
Ο ঘ) 
গ্রাফ পরিবর্তন করে দিতে হয়

  সঠিক উত্তর: (ক)

৫৯.
ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ওয়ার্কশিট দেখার অপশন রয়েছে কোথায়?
Ο ক) 
রিবনে
Ο খ) 
অ্যাড্রেস বারে
Ο গ) 
টােইটেল বারে
Ο ঘ) 
স্ট্যাটাস বারে

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে কোন কাজটি করা হয়?
Ο ক) 
ডেটা সংগ্রহ
Ο খ) 
লেখালেখি
Ο গ) 
ছবি আঁকা
Ο ঘ) 
উপাত্ত বিশ্লেষণ

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
ম্যানুয়ালি যোগ করার জন্য ফলাফল সেলে প্রথমে কোনটি টাইপ করতে হয়?
Ο ক) 
+
Ο খ) 
=
Ο গ) 
সেল অ্যাড্রেস
Ο ঘ) 
সেল রেঞ্জ

  সঠিক উত্তর: (খ)

৬২.
অ্যাড্রেস বারের অবস্থান কোথায়?
Ο ক) 
ওয়ার্কশিটের ডানে
Ο খ) 
ওয়ার্কশিটৈর বামে
Ο গ) 
ওয়ার্কশিটৈর নিচে
Ο ঘ) 
ওয়ার্কশিটের উপরে

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
পূর্বে সংরক্ষিত এক্সেল ওয়ার্কবুক খোলা যায় কোনটির সাহায্যে?
Ο ক) 
টাইটেল বার
Ο খ) 
স্ট্যাটাস বার
Ο গ) 
অফিস বাটন
Ο ঘ) 
শিট ট্যাব

  সঠিক উত্তর: (গ)

৬৪.
উপরর দিক থেকে নিচের দিকে চলে আসা ঘরগুলোকে কী বলে?
Ο ক) 
ওয়ার্কশিট
Ο খ) 
সারি
Ο গ) 
কলাম
Ο ঘ) 
সেল

  সঠিক উত্তর: (গ)

৬৫.
কোন প্রোগ্রামের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়?
Ο ক) 
ডাটাবেজ
Ο খ) 
স্প্রেডশিট
Ο গ) 
ওয়ার্ড প্রসেসিং
Ο ঘ) 
অ্যানিমেশন প্রোগ্রাম

  সঠিক উত্তর: (খ)

৬৬.
ফরমুলাবার কয়টি অংশে বিভক্ত?
Ο ক) 
তিনটি
Ο খ) 
একটি
Ο গ) 
দুটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (গ)

৬৭.
নিচের কোন প্রোগ্রামের সাহায্যে যোগ-বিয়োগ করা যায়?
Ο ক) 
স্প্রেডশিট প্রোগ্রাম
Ο খ) 
ওয়ার্ড প্রোগ্রাম
Ο গ) 
কমান্ড প্রোমট
Ο ঘ) 
মাইক্রোসফট আউটলুক

  সঠিক উত্তর: (ক)

৬৮.
মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো কোন গুচ্ছে সাজানো থাকে?
Ο ক) 
কুইক টুলবার
Ο খ) 
মেনুবার
Ο গ) 
রিবন
Ο ঘ) 
স্ট্যাটাস বার

  সঠিক উত্তর: (গ)

৬৯.
উপাত্তের চিত্ররূপ দেওয়া যায় কোন সফটওয়্যারের মাধ্যমে?
Ο ক) 
একসেস
Ο খ) 
স্প্রেডশিট সফটওয়্যার
Ο গ) 
ওয়ার্ড
Ο ঘ) 
আউটলুক

  সঠিক উত্তর: (খ)

৭০.
সেল অ্যাড্রেস কোনটি?
Ο ক) 
A10
Ο খ) 
10A
Ο গ) 
A
Ο ঘ) 
9

  সঠিক উত্তর: (ক)

৭১.
নিচের কোনটি আবিষ্কারের পর জটিল ও দীর্ঘ হিসেবের সমস্যা দূর হয়েছে?
Ο ক) 
রেডিও
Ο খ) 
রকেট
Ο গ) 
কম্পিউটার
Ο ঘ) 
ল্যাপটপ

  সঠিক উত্তর: (গ)

৭২.
ফর্মুলা লেখার জন্য ফর্মুলা বার প্রথমেই কোনটি টাইপ করতে হয়?
Ο ক) 
+
Ο খ) 
=
Ο গ) 
*
Ο ঘ) 
-

  সঠিক উত্তর: (খ)

৭৩.
নিচের কোনটি কলামের নাম?
Ο ক) 
A
Ο খ) 
12
Ο গ) 
A12
Ο ঘ) 
12A

  সঠিক উত্তর: (ক)

৭৪.
কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে কী বলে?
Ο ক) 
সেল
Ο খ) 
সারি
Ο গ) 
কলাম
Ο ঘ) 
ওয়ার্কবুক

  সঠিক উত্তর: (ক)

৭৫.
কোন প্রোগ্রামকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়?
Ο ক) 
ডাটাবেজ
Ο খ) 
গ্রাফিক্স
Ο গ) 
স্প্রেডশিট
Ο ঘ) 
মাল্টিমিডিয়া

  সঠিক উত্তর: (গ)

৭৬.
কলাম ও সারির মিলনস্থলকে কী বলে?
Ο ক) 
রো
Ο খ) 
ওয়ার্কশিট
Ο গ) 
সেল
Ο ঘ) 
কলাম

  সঠিক উত্তর: (গ)

৭৭.
স্প্রেডশিট প্রোগ্রামে সংখ্যার ভিজুয়্যাল উপস্থাপন হলো কোনটি?
Ο ক) 
সেল
Ο খ) 
ফর্মুলা
Ο গ) 
ফাংশন
Ο ঘ) 
চার্ট গ্রাফ

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
এক্সেল উইন্ডোর উপরের বামদিকের কোনায় থাকে কোনটি?
Ο ক) 
টাইটেল বার
Ο খ) 
অফিস বাটন
Ο গ) 
স্ট্যাটাস বার
Ο ঘ) 
শিট ট্যাব

  সঠিক উত্তর: (খ)

৭৯.
স্প্রেডশিট প্রোগ্রাম ওপেন করলে ছোট ছোট ঘরবিশিষ্ট যে পাতাটি দেখা যায় তাকে কী বলে?
Ο ক) 
সেল
Ο খ) 
সারি
Ο গ) 
কলাম
Ο ঘ) 
ওয়ার্কশিট

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
শিট কপি বা মুভ করা যায় কোনটির মাধ্যমে?
Ο ক) 
রিবন
Ο খ) 
শিট ট্যাব
Ο গ) 
Elevator
Ο ঘ) 
স্টেটাস বার

  সঠিক উত্তর: (গ)

৮১.
সেলের বিষয়বস্তু দেকানো হয় কোথায়?
Ο ক) 
ফর্মুলা বারে
Ο খ) 
টাইটেল বারে
Ο গ) 
স্ট্যাটাস বারে
Ο ঘ) 
রিবনে

  সঠিক উত্তর: (ক)

৮২.
স্প্রেডশিটে নিচের কোনটি থাকে?
Ο ক) 
সারি
Ο খ) 
কলাম
Ο গ) 
ছক
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
এক্সেল প্রোগ্রামের সেলে ডাটা রাখা যায়-
i. বর্ণ
ii. সংখ্যা
iii. সিম্বল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৪.
কয়টি পদ্ধতিতে স্প্রেডশিট সফটওয়্যার ওপেন করা যায়?
Ο ক) 
উইন্ডো
Ο খ) 
হোমপেজ
Ο গ) 
স্প্রেডশিট
Ο ঘ) 
সফটওয়্যার

  সঠিক উত্তর: (খ)

৮৫.
কোনটিতে সেল রেফারেন্স প্রদর্শন করা হয়?
Ο ক) 
শিট ট্যাবে
Ο খ) 
কুইক অ্যাকসেস টুলবারে
Ο গ) 
ফরমুলা বারে
Ο ঘ) 
save বাটনে

  সঠিক উত্তর: (গ)

৮৬.
ভিসিক্যালক কখন উদ্ভাবিত হয়?
Ο ক) 
নব্বই দশকে
Ο খ) 
ষাট দশকে
Ο গ) 
সত্তর দশকের শেষের দিকে
Ο ঘ) 
একুশ শতকে

  সঠিক উত্তর: (গ)

৮৭.
বর্তমানে ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার কোনটি?
Ο ক) 
ভিসিক্যালক
Ο খ) 
এক্সিস
Ο গ) 
ওপেন অফিস ক্যালক
Ο ঘ) 
মাইক্রোসফট এক্সেল

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার কোনটি?
Ο ক) 
একসেস
Ο খ) 
ড্রিমওয়েভার
Ο গ) 
নেটবিনস
Ο ঘ) 
এক্সেল

  সঠিক উত্তর: (ঘ)

৮৯.
নিচের কোনটির অাভিধানিক অর্থ ছড়ানো বড় মাপের কাগজ?
Ο ক) 
স্প্রেডশিট
Ο খ) 
মাইক্রোসফট এক্সেল
Ο গ) 
ক্যালক
Ο ঘ) 
ওপেন অফিস ক্যালক

  সঠিক উত্তর: (ক)

৯০.
কোনটি সেলের অবস্থান ও সেলের বিষয়বস্তু দেকানোর বার?
Ο ক) 
ফরমুলা বার
Ο খ) 
শিট ট্যাব
Ο গ) 
টাইটেল বার
Ο ঘ) 
অফিস বাটন

  সঠিক উত্তর: (ক)

৯১.
ক্যালকুলেটর এর সাহায্যে কোন কাজটি করা যায় না?
Ο ক) 
যোগ
Ο খ) 
বিয়োগ
Ο গ) 
সহজ হিসাব
Ο ঘ) 
জটিল ও দীর্ঘ হিসাব

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
অ্যাবাকাস আবিষ্কারের পিছনে কারণ কী?
Ο ক) 
গান শোনা
Ο খ) 
কথা বলা
Ο গ) 
হিসাব রাখা
Ο ঘ) 
বেড়ানো

  সঠিক উত্তর: (গ)

৯৩.
এক্সেলে প্রতিটি মেনুর অধীনে কি থাকে?
Ο ক) 
কমান্ডঅপশন
Ο খ) 
ফাইল
Ο গ) 
ওয়ার্কশিট
Ο ঘ) 
শিরোনাম

  সঠিক উত্তর: (ক)

৯৪.
এক্সেল স্প্রেডশিট প্রোগ্রাম তৈরি করে কোন কোম্পানি?
Ο ক) 
অ্যাপল
Ο খ) 
সান
Ο গ) 
মাইক্রোসফট
Ο ঘ) 
আইবিএম

  সঠিক উত্তর: (গ)

৯৫.
রিবনের ঠিক নিচেই কোনটির অবস্থান?
Ο ক) 
ফর্মুলা
Ο খ) 
স্ট্যাটাস বার
Ο গ) 
শিট ট্যাব
Ο ঘ) 
টাইটেল বার

  সঠিক উত্তর: (ক)

৯৬.
একটি স্প্রেডশিট প্রোগ্রামের ওয়ার্কশিটে থাকে-
i. সারি
ii. কলাম
iii. সেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৭.
অফিস বাটনের পাশেই কোনটি থাকে?
Ο ক) 
শিট ট্যাব
Ο খ) 
স্ট্যাটাস বার
Ο গ) 
ফর্মুলাবার
Ο ঘ) 
কুইক অ্যাক্সেস টুলবার

  সঠিক উত্তর: (ঘ)

৯৮.
আর্থিক হিসাব সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) 
একসেস প্রোগ্রাম
Ο খ) 
ইন্টারনেট
Ο গ) 
আউটলুক
Ο ঘ) 
স্প্রেডশিট

  সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
তামান্না এন্টারপ্রাইজের রড সিমেন্টের ব্যবসা আছে। প্রতিদিন তাদের লেনদেন খাতায় লিখে হিসাব মেলাতে হিমশিম খেতে হয়।
৯৯.
তামান্না এন্টারপ্রাইজ সহজে হিসাব মেলানোর জন্য কোনর সফটওয়্যার ব্যবহার করবে?
Ο ক) 
ডাটাবেজ
Ο খ) 
স্প্রেডশিট
Ο গ) 
গ্রাফিক্স ডিজাইন
Ο ঘ) 
ওয়ার্ড প্রসেসিং

  সঠিক উত্তর: (খ)

১০০.
উক্ত সফটওয়্যার কাজ করে-
i. দ্রুত
ii. নির্ভুল
iii. স্বয়ংক্রিয়ভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

1 টি মন্তব্য:

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...