NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৬


এস.এস.সি    ||    বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
অধ্যায় - ৬


১.
মালিক বলেন যে, এই যুগে বাংলার সুলতান, সুবেদার ও নবাবগণ ধর্মীয় উৎসব উপলক্ষে জনগণের সান্নিধ্যে আসতেন। এখানে কোন যুগের কথা বলা হয়েছে?
Ο ক) 
আধুনিক
Ο খ) 
মধ্যযুগ
Ο গ) 
প্রাচীন যুগ
Ο ঘ) 
উত্তরাধুনিক যুগ

  সঠিক উত্তর: (খ)

২.
মধ্যযুগের বাংলার হিন্দুদের সমাজব্যবস্থায় সর্বনিম্নের স্তরে কারা ছিল?
Ο ক) 
কায়স্থরা
Ο খ) 
শূদ্ররা
Ο গ) 
বৈশ্যরা
Ο ঘ) 
ব্রাহ্মণরা

  সঠিক উত্তর: (খ)

৩.
মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে নারীদের অবস্থান ছিল-
i. স্বামী স্ত্রীকে তার সম্পত্তি হিসেবে গণ্য করত
ii. অধিকাংশ ক্ষেত্রে সম্পত্তির ওপর স্ত্রীদের কোনো অধিকার ছিল না
iii. সমাজে সতীদাহ প্রথা প্রচলিত ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪.
নবজাত শিশুর নামকরণে কেন্দ্র করে পালিত অনুষ্ঠান-
Ο ক) 
আকিকা
Ο খ) 
খাতনা
Ο গ) 
মিলাদ
Ο ঘ) 
মহররম

  সঠিক উত্তর: (ক)

৫.
বেগম বাজার মসজিদ নির্মাণের আমল হিসেবে কোনটি অধিক উপযোগী?
Ο ক) 
১৬৭৬ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৬৭৭ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৬৭৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৬৭৯ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ক)

৬.
মধ্যযুগের বাংলার মুসলিম ছেলে মেয়েদের মক্তবে প্রেরণ করা হত কেন?
Ο ক) 
খেলাধুলার জন্য
Ο খ) 
ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য
Ο গ) 
জ্যোতিষশাস্ত্র শিক্ষার জন্য
Ο ঘ) 
তর্কশাস্ত্র শিক্ষার জন্য

  সঠিক উত্তর: (খ)

৭.
মধ্যযুগের বাংলার অভিজাত মুসলমানরা কী ধরনের ছিলেন?
Ο ক) 
পরিশ্রমী
Ο খ) 
দয়ালু
Ο গ) 
ভোগ-বিলাসী
Ο ঘ) 
কষ্টসহিষ্ণু

  সঠিক উত্তর: (গ)

৮.
‘লাইলী মজনু’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Ο ক) 
দৌলত কাজী
Ο খ) 
চাঁদ কাজী
Ο গ) 
বাহরাম খান
Ο ঘ) 
আলাওল

  সঠিক উত্তর: (গ)

৯.
আলাউদ্দিন হুসেন শাহের বড় সোনা মসজিদ নির্মাণের অন্যতম উদ্দেশ্য ছিল কোনটি?
Ο ক) 
কামরূপ বিজয়কে স্মরণ করে রাখা
Ο খ) 
আসাম বিজয়কে স্মরণ করে রাখা
Ο গ) 
উড়িষ্যা বিজয়কে স্মরণ করে রাখা
Ο ঘ) 
হুগলি বিজয়কে স্মরণ করে রাখা

  সঠিক উত্তর: (খ)

১০.
তৎকালীন সময়ে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে ব্যাংকিং প্রথার বিকাশ ঘটে। এর পেছনে যথার্থ কারণ-
i. লেনদেন বৃদ্ধি
ii. সঞ্চয় বৃদ্ধি
iii. হিসাব-নিকাশ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১১.
মধ্যযুগে বিভিন্ন দেশে বাংলার পোশাকের ব্যাপক চাহিদা ছিল। এর যৌক্তিক কারণ কোনটি?
Ο ক) 
দামি
Ο খ) 
উন্নতমান
Ο গ) 
সস্তা
Ο ঘ) 
পাতলা

  সঠিক উত্তর: (খ)

১২.
কারা মুসলমান রীতিনীতি অনুযায়ী বিবাহকার্য সম্পন্ন করতেন?
Ο ক) 
মৌলভিরা
Ο খ) 
পীরগণ
Ο গ) 
ওলিগণ
Ο ঘ) 
ফকিরগণ

  সঠিক উত্তর: (ক)

১৩.
মাকসুদ বলেন, এক সময় বাংলার সস্তায় জিনিসপত্র পাওয়া যেত। সে সময়টি-
i. চতুদর্শ শতাব্দীতে
ii. মধ্যযুগে
iii. আধুনিক যুগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪.
মধ্যযুগের হিন্দু সমাজের নিম্নস্তরের ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) 
ব্রাহ্মণ
Ο খ) 
কায়স্থ
Ο গ) 
বৈশ্য
Ο ঘ) 
শূদ্র

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
বড় সোনা মসজিদকে বারদুয়ারী মসজিদ বলা হয় কেন?
Ο ক) 
বারটি জানালা আছে বলে
Ο খ) 
বারটি গম্বুজ আছে বলে
Ο গ) 
বারটি দরজা আছে বলে
Ο ঘ) 
বারটি মিনার আছে বলে

  সঠিক উত্তর: (গ)

১৬.
‘বাকলা’ বর্তমানে বাংলাদেশের কোন জেলার নাম?
Ο ক) 
চট্টগ্রাম
Ο খ) 
বরিশাল
Ο গ) 
ঢাকা
Ο ঘ) 
নোয়াখালী

  সঠিক উত্তর: (খ)

১৭.
গৌড়ের ছোট সোনা মসজিদের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) 
আকারে ছোট
Ο খ) 
আকারে বড়
Ο গ) 
ছোট ছোট তারকা চিহ্ন
Ο ঘ) 
ছোট ছোট মিনার

  সঠিক উত্তর: (ক)

১৮.
মধ্যযুগে বাঙালি বণিকেরা তুলা আমদানি করতো কোথা থেকে?
Ο ক) 
কাশ্মীর
Ο খ) 
গুজরাট
Ο গ) 
দিল্লি
Ο ঘ) 
আহমেদাবাদ

  সঠিক উত্তর: (খ)

১৯.
কামাল গার্মেন্টস শিল্পের মালিক। নানাবিধ কারণে এ শিল্পের ব্যাপক প্রসার ঘটছে। মুসলমান শাসনামলে বঙ্গেও জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ ঘটে। কারণ-
i. বাণিজ্যিক প্রয়োজন
ii. শাসনকার্য পরিচালনা
iii. নৌযুদ্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২০.
কয়টি ধর্মের ওপর নির্ভর করে মধ্যযুগে বাংলার সামাজিক রীতিনীতি গড়ে উঠেছিল?
Ο ক) 
একটি
Ο খ) 
দুটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (খ)

২১.
বাংলার নবাবি শাসনের অবসানের পেছনে কোন কারণটি অধিক দায়ী?
Ο ক) 
শাসক বর্গের নৈতিক অবনতি
Ο খ) 
শাসক বর্গের স্বেচ্ছাচারিতা
Ο গ) 
শাসক বর্গের অযোগ্যতা
Ο ঘ) 
শাসক বর্গের অদক্ষতা

  সঠিক উত্তর: (ক)

২২.
বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে সুলতানগণ কী করছেন?
Ο ক) 
বিদ্যালয় প্রতিষ্ঠা
Ο খ) 
পাঠাগার প্রতিষ্ঠা
Ο গ) 
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
Ο ঘ) 
পৃষ্ঠপোষকতা

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
মধ্যযুগে বাংলার বাণিজ্যিক তৎপরতা বৃদ্ধি পায় কেন?
Ο ক) 
এদেশের শিল্প পণ্যের ব্যাপক চাহিদার কারণে
Ο খ) 
এদেশের শিল্প পণ্যের ব্যাপক উৎপাদনের কারণে
Ο গ) 
এদেশের কাঁচামাল উৎকৃষ্ট মানের কারণে
Ο ঘ) 
এদেশের মানুষের উত্তম আচরণের কারণে

  সঠিক উত্তর: (ক)

২৪.
মধ্যযুগে বাংলায় ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম নিদর্শন-
i. পাগড়ির ব্যবহার
ii. টুপির ব্যবহার
iii. পায়জামার ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
তানভীর সাহেব সপরিবারে ভারতে চলে যান। কৃষ্টি রীতিনীতির পার্থক্য থাকা সত্তেও তারা সেখানে সমাদৃত হয়। মধ্যযুগেও পৃথক শ্রেণির মুসলমানদের মধ্যে বিরোধ ছিল না। কারণ-
i. প্রচুর অর্থসম্পত্তি থাকায়
ii. শাসকদের উদারতা
iii. শাসকদের পৃষ্ঠপোষকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৬.
কোনটি হিন্দু সমাজের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য?
Ο ক) 
স্বামীভক্তি
Ο খ) 
পিতৃভক্তি
Ο গ) 
মাতৃভক্তি
Ο ঘ) 
গুরুভক্তি

  সঠিক উত্তর: (ক)

২৭.
করিম বাগেরহাট জেলায় ঘুরতে যায়।� এ জেলার অন্যতম স্থাপত্য কীর্তি কোনটি?
Ο ক) 
ষাট গম্বুজ মসজিদ
Ο খ) 
আদিনা মসজিদ
Ο গ) 
একলাখী মসজিদ
Ο ঘ) 
বড় সোনা মসজিদ

  সঠিক উত্তর: (ক)

২৮.
মধ্যযুগে বাংলায় কয় বছর পর্যন্ত পাঠশালা শিক্ষা গ্রহণ করতে হতো?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

২৯.
মধ্যযুগের মুসলমান বাঙালিদের সমাজব্যবস্থা বিন্যস্ত ছিল-
i. উচ্চশ্রেণিতে
ii. মধ্যমশ্রেণিতে
iii. নিম্নশ্রেণিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০.
ছোট সোনা মসজিদ বিখ্যাত-
i. স্থাপত্যশিল্পের জন্য
ii. কারুকার্যের জন্য
iii. নির্মাণশৈলীর জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১.
মধ্যযুগের বাংলার হিন্দু সমাজে নারীদের কোন অধিকার ছিল না-
i. কুসংস্কারের জন্য
ii. অশিক্ষিত সমাজব্যবস্থার জন্য
iii. পুরুষশাসিত সমাজব্যবস্থার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
মধ্যযুগের বাংলার অধিবাসীদের বৃহত্তম অংশ ছিল-
Ο ক) 
চাকরিজীবী
Ο খ) 
ব্যবসায়ী
Ο গ) 
কৃষক
Ο ঘ) 
উকিল

  সঠিক উত্তর: (গ)

৩৩.
আদিনা মসজিদের উত্তর পার্শ্বে কবর নির্মিত হয়েছিল?
Ο ক) 
ইলিয়াস শাহ
Ο খ) 
মুবারক শাহ
Ο গ) 
গিয়াসউদ্দিন আজম শাহ
Ο ঘ) 
সিকান্দার শাহ

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
ষাট গম্বুজ মসজিদ কোন জেলার অবস্থিত?
Ο ক) 
খুলনা
Ο খ) 
বাগেরহাট
Ο গ) 
যশোর
Ο ঘ) 
কুষ্টিয়ায়

  সঠিক উত্তর: (খ)

৩৫.
করিম মিয়া একজন কৃষক। কৃষি কাজ করতে গিয়ে প্রয়োজনীয় সামগ্রীর অভাবে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। মধ্যযুগেও কৃষিক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা ছিল। কারণ তখন-
i. চাষপদ্ধতি অনুন্নত ছিল
ii. সেচব্যবস্থার অভাব ছিল
iii. বীজের অভাব ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৬.
কায়স্থরা অন্তর্গত ছিল-
Ο ক) 
উঁচু শ্রেণির
Ο খ) 
মধ্যম শ্রেণির
Ο গ) 
নিচু শ্রেণির
Ο ঘ) 
নিম্ন মধ্যম শ্রেণির

  সঠিক উত্তর: (খ)

৩৭.
মধ্যযুগে বাঙালি তুলা আমদানি করতো কেন?
Ο ক) 
তুলার বালিশ তৈরির জন্য
Ο খ) 
তুলা দিয়ে কম্বল তৈরির জন্য
Ο গ) 
তুলা দিয়ে বস্ত্র তৈরির জন্য
Ο ঘ) 
তুলা দিয়ে কাগজ তৈরির জন্য

  সঠিক উত্তর: (গ)

৩৮.
মধ্যযুগে বাংলার হিন্দু সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল কোনটি?
Ο ক) 
ধর্মীয় উদারতা
Ο খ) 
ধর্মীয় সহিষ্ণুতা
Ο গ) 
ধর্মীয় অসহিষ্ণুতা
Ο ঘ) 
ধর্মীয় স্বাধীনতা

  সঠিক উত্তর: (গ)

৩৯.
খিচুরি তখনকার সমাজে কী খাদ্য ছিল?
Ο ক) 
প্রিয়
Ο খ) 
অপ্রিয়
Ο গ) 
অপছন্দীয়
Ο ঘ) 
মুখরোচক

  সঠিক উত্তর: (ক)

৪০.
একলাখী মসজিদ আসলে কী?
Ο ক) 
একটি মসজিদ
Ο খ) 
একটি কবর
Ο গ) 
একটি দরগাহ
Ο ঘ) 
একটি মন্দির

  সঠিক উত্তর: (খ)

৪১.
মধ্যযুগে মুসলমান শাসকগণ কেমন রাজ্যপ্রাসাদে বাস করতেন?
Ο ক) 
সাধারণ
Ο খ) 
অসাধারণ
Ο গ) 
জমকালো
Ο ঘ) 
চমকহীন

  সঠিক উত্তর: (গ)

৪২.
মধ্যযুগে বাংলার উল্লেখ্যযোগ্য কৃতিত্ব ছিল-
i. পাটের তৈরি বস্ত্রের
ii. রেশমের তৈরি বস্ত্রের
iii. তুলার তৈরি বস্ত্রের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
মধ্যযুগে বাংলার হিন্দুরা লক্ষ্মীপূজা পালন করতো কেন?
Ο ক) 
জ্ঞান অর্জনের জন্য
Ο খ) 
ভাগ্যের পরিবর্তরেন জন্য
Ο গ) 
বৈরাগী হওয়ার জন্য
Ο ঘ) 
সাধক হওয়ার জন্য

  সঠিক উত্তর: (খ)

৪৪.
মধ্যযুগে বাংলার মুসলিম অভিজাতদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল কোনটি?
Ο ক) 
ন্যায়পরায়ণতা
Ο খ) 
দানশীলতা
Ο গ) 
উদারতা
Ο ঘ) 
ভোগবিলাসিতা

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
আদিনা মসজিদ কত খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়?
Ο ক) 
১৩৭০
Ο খ) 
১৩৬৯
Ο গ) 
১৩৬৮
Ο ঘ) 
১৩৬৭

  সঠিক উত্তর: (খ)

৪৬.
গিয়াসউদ্দিন আযম শাহের কবর কোথায় অবস্থিত?
Ο ক) 
সোনারগাঁওয়ে
Ο খ) 
মহাস্থানগড়ে
Ο গ) 
ময়নামতিতে
Ο ঘ) 
পাহাড়পুরে

  সঠিক উত্তর: (গ)

৪৭.
রাজদরবারে মনোরঞ্জনের জন্য কিসের প্রচলন ছিল?
Ο ক) 
গান-বাজনা
Ο খ) 
নাটক
Ο গ) 
হেরেম
Ο ঘ) 
পুঁথি পড়া

  সঠিক উত্তর: (গ)

৪৮.
মধ্যযুগে মুসলিম সংস্কৃতির বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা ছিল-
i. শাসকদের
ii. উলেমাদের
iii. তৃতীয়শ্রেণির
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৯.
মধ্যযুগে বাংলার ব্যবসা-বাণিজ্যের সিংহভাগই ছিল-
Ο ক) 
আমদানি
Ο খ) 
রপ্তানি
Ο গ) 
ফেরী
Ο ঘ) 
অভ্যন্তরীণ

  সঠিক উত্তর: (খ)

৫০.
কোনটি মধ্যযুগের মুসলমান সমাজের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য?
Ο ক) 
স্বজনপ্রীতি
Ο খ) 
বন্ধুপ্রীতি
Ο গ) 
ধর্মপ্রীতি
Ο ঘ) 
মানবপ্রীতি

  সঠিক উত্তর: (গ)

৫১.
মধ্যযুগে বাংলার মসলিন কাপড়ের অন্যতম বাজার ছিল কোথায়?
Ο ক) 
ইউরোপে
Ο খ) 
আফ্রিকায়
Ο গ) 
আমেরিকায়
Ο ঘ) 
অস্ট্রেলিয়ায়

  সঠিক উত্তর: (ক)

৫২.
সীমা রানি স্বামীর বাড়িতে প্রায়ই নির্যাতিত হয়। সে কোনো অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। মধ্যযুগের হিন্দুসমাজেও নারীদের কোনো অধিকার সমর্থনযোগ্য?
Ο ক) 
গঙ্গার জল মিষ্টি
Ο খ) 
গঙ্গার জল পরিস্কার
Ο গ) 
গঙ্গার জল পবিত্র
Ο ঘ) 
গঙ্গার জল ঘোলা

  সঠিক উত্তর: (গ)

৫৩.
কৌলিন্য প্রথার ব্যাপক প্রচলন ছিল-
i. ব্রাহ্মণদের মধ্যে
ii. বৈদ্যদের মধ্যে
iii. কায়স্থদের মধ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
মধ্যযুগে হিন্দু বালক-বালিকারা কোথায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করত?
Ο ক) 
নিজ গৃহে
Ο খ) 
মন্দিরে
Ο গ) 
পাঠশালায়
Ο ঘ) 
পাঠাগারে

  সঠিক উত্তর: (গ)

৫৫.
মধ্যযুগে বাংলায় ফার্সি ভাষা কোন কারণে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা লাভ করে?
Ο ক) 
ফার্সি ভাষা মধুর বলে
Ο খ) 
ফার্সি ভাষা সহজ বলে
Ο গ) 
শাসকবর্গের ভাষা ছিল বলে
Ο ঘ) 
ফার্সি ভাষা সম্মানের ছিল বলে

  সঠিক উত্তর: (গ)

৫৬.
মধ্যযুগের মসজিদের গম্বুজগুলো কেমন ছিল?
Ο ক) 
আঁকাবাঁকা
Ο খ) 
চোখ জুড়ানো
Ο গ) 
কারুকার্যখচিত
Ο ঘ) 
খাঁজকাটা

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
বাবলু সাত গম্বুজ মসজিদ দেখতে যায়। এটি কোন সুবাদারের নির্মাণ করেন?
Ο ক) 
মীর জুমলা
Ο খ) 
শায়েস্তা খান
Ο গ) 
ঈসা খান
Ο ঘ) 
বুখরা খান

  সঠিক উত্তর: (খ)

৫৮.
স্বাধীন বাংলার মুসলমান সুলতানদের প্রথম রাজধানী হিসেবে নিচের কোনটি সমর্থযোগ্য?
Ο ক) 
গৌড়
Ο খ) 
পাণ্ডুয়া
Ο গ) 
পুণ্ড্রনগর
Ο ঘ) 
সোনারগাঁ

  সঠিক উত্তর: (ক)

৫৯.
‘বাবা আদমের মসজিদ’ কত সালে নির্মিত হয়?
Ο ক) 
১৪৮২
Ο খ) 
১৪৮৩
Ο গ) 
১৪৮৪
Ο ঘ) 
১৪৮৫

  সঠিক উত্তর: (খ)

৬০.
মধ্যযুগের বাংলায় হিন্দু সমাজের গরিবদের সকালের নাস্তা হিসেবে কোনটি� সমর্থনযোগ্য?
Ο ক) 
গরম ভাত
Ο খ) 
পান্তা ভাত
Ο গ) 
মাছ ভাত
Ο ঘ) 
ডাল ভাত

  সঠিক উত্তর: (খ)

৬১.
মধ্যযুগে বাংলার ধমীয় অবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. বিভিন্ন ধর্মীয় উৎসবাদির উদযাপন
ii. হিন্দু মুসলিম সম্প্রীতি
iii. হিন্দু মুসলিম দাঙ্গা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬২.
ব্রাহ্মণদের মাঝে যারা চিকিৎসা বিদ্যার নিয়োজিত হতো তাদেরকে কী বলা হতো?
Ο ক) 
বৈদ্য
Ο খ) 
গোয়ালা
Ο গ) 
কামার
Ο ঘ) 
তাম্বুলী

  সঠিক উত্তর: (ক)

৬৩.
শায়েস্তা খান হোসেনী দালান নির্মাণ করেন কখন?
Ο ক) 
১৬৭৬ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৬৭৭খ্রিস্টাব্দে
Ο গ) 
১৬৭৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৬৭৯ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ক)

৬৪.
মধ্যযুগে একটি নস্যের ডিবায় কয় গজ মসলিন কাপড় রাখা যেত?
Ο ক) 
২০
Ο খ) 
৩০
Ο গ) 
১০
Ο ঘ) 
৪০

  সঠিক উত্তর: (ক)

৬৫.
মধ্যযুগে বাংলায হিন্দু সমাজে কারা ধর্ম-কর্মের কর্তৃত্ব করতো?
Ο ক) 
কায়স্থরা
Ο খ) 
শূদ্ররা
Ο গ) 
বৈশ্যরা
Ο ঘ) 
ব্রাহ্মণরা

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে কয়টি বর্ণ বিদ্যমান ছিল?
Ο ক) 
৫টি
Ο খ) 
৪টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
২টি

  সঠিক উত্তর: (খ)

৬৭.
মুঘল আমলে বাংলায় অনেক উন্নত স্থাপত্য ও চিত্রকলা নির্মিত হয়েছিল। এর যথার্থ কারণ-
i. মুঘলরা শৌখিন কারণ-
ii. মুঘলরা আর্থিক দিক থেকে স্বচ্ছল ছিল
iii. মুঘলরা আর্থিক কারণে এসব নির্মাণ করেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
মধ্যযুগে বাংলার অর্থনীতির অন্যতম মেরদণ্ড হচ্ছে কোনটি?
Ο ক) 
সূক্ষ্ম সুতীবস্ত্র
Ο খ) 
লোহাশিল্প
Ο গ) 
কাঁচশিল্প
Ο ঘ) 
স্বর্ণশিল্প

  সঠিক উত্তর: (ক)

৬৯.
মধ্যযুগের বাংলার কোন শিল্পের চাহিদা বিদেশে বেশি ছিল?
Ο ক) 
রেশম
Ο খ) 
লোহা
Ο গ) 
বস্ত্র
Ο ঘ) 
আকরিক

  সঠিক উত্তর: (গ)

৭০.
মধ্যযুগে বাংলার সমাজব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. প্রযুক্তিনির্ভর
ii. ধর্মীয় আচ্ছাদনা
iii. সাহিত্য মনোভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭১.
মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে নানা প্রকারের অনাচার অনুপ্রবেশ করেছিল কেন?
Ο ক) 
অর্থ কম থাকার কারণে
Ο খ) 
কৌলিন্য প্রথার জন্য
Ο গ) 
মানুষের সচেতনতার অভাবে
Ο ঘ) 
মানুষ ভোজন বিলাসী হওয়ার কারণে

  সঠিক উত্তর: (ক)

৭২.
কিসের ওপর ভিত্তি করে জাতিভেদ প্রথার সৃষ্টি হয়?
Ο ক) 
পোশাক
Ο খ) 
পেশা
Ο গ) 
মেধা
Ο ঘ) 
শারীরিক গড়ন

  সঠিক উত্তর: (খ)

৭৩.
মধ্যযুগে বাংলার মুসলমানদের মধ্যে কারা লুঙ্গি ও টুপি পরত?
Ο ক) 
অভিজাতরা
Ο খ) 
ডাক্তাররা
Ο গ) 
গরিবরা
Ο ঘ) 
উকিলরা

  সঠিক উত্তর: (গ)

৭৪.
মধ্যযুগে একজন অন্যজনকে দেখলে কী করতেন?
Ο ক) 
সালাম বিনিমিয়
Ο খ) 
হ্যাণ্ডশেক
Ο গ) 
হাসি দিতেন
Ο ঘ) 
ঢিল ছুড়তেন

  সঠিক উত্তর: (ক)

৭৫.
আফতাব গিয়াসউদ্দীন আযম শাহের মাজার দেখতে যায়। সে কোথায় যায়?
Ο ক) 
সোনারগাঁও
Ο খ) 
পাহাড়পুর
Ο গ) 
ময়নামতি
Ο ঘ) 
মহাস্থানগড়

  সঠিক উত্তর: (ক)

৭৬.
রাগমালা গ্রন্থটি কে রচনা করেন?
Ο ক) 
কবি আমিনুল্লাহ
Ο খ) 
কবি নাসিরউল্লাহ
Ο গ) 
কবি বাহরাম খান
Ο ঘ) 
কবি ফয়জুল্লাহ

  সঠিক উত্তর: (ঘ)

৭৭.
মুসলমান যুগে প্রতিবেশী আরাকারেনর বাংলা সাহিত্যের প্রসার ঘটে। এর যথার্থ কারণ কী?
Ο ক) 
সাংস্কৃতিক কারণ
Ο খ) 
রাজনৈতিক কারণ
Ο গ) 
অর্থনৈতিক কারণ
Ο ঘ) 
সামাজিক কারণ

  সঠিক উত্তর: (খ)

৭৮.
কিসের জল ধর্মপ্রাণ হিন্দুদের নিকট পবিত্র ছিল?
Ο ক) 
যমুনার
Ο খ) 
গঙ্গার
Ο গ) 
মেঘনার
Ο ঘ) 
পদ্মার

  সঠিক উত্তর: (খ)

৭৯.
স্বাধীন বাংলার মুসলমান সুলতানের রাজধানী প্রথমে কোথায় ছিল?
Ο ক) 
বঙ্গে
Ο খ) 
গৌড়ে
Ο গ) 
রাঢ়ে
Ο ঘ) 
পাণ্ডুয়ায়

  সঠিক উত্তর: (খ)

৮০.
মধ্যযুগে হিন্দু� সমাজে কিসের প্রচলন ছিল?
Ο ক) 
সাংস্কৃতিক অনুষ্ঠানের
Ο খ) 
বিবাহ বিচ্ছেদের
Ο গ) 
তাবিজ কবজের
Ο ঘ) 
জাতিভেদ প্রথার

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
সাধারণ মুসলমান মেয়েদের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণ হলো-
i. স্ত্রীশিক্ষার বিশেষ প্রচলন না থাকা
ii. মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক না থাকা
iii. বাল্য বিবাহের প্রচলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮২.
মহিলাদের নিত্য দিনের পোশাক কী ছিল?
Ο ক) 
ধুতি
Ο খ) 
সালোয়ার-কামিজ
Ο গ) 
শাড়ি
Ο ঘ) 
শাল

  সঠিক উত্তর: (গ)

৮৩.
বাঙালি বাণিকেরা রেশম আমাদানি করত-
Ο ক) 
ইরান থেকে
Ο খ) 
গুজরাট থেকে
Ο গ) 
ইরাক থেকে
Ο ঘ) 
চীন থেকে

  সঠিক উত্তর: (ঘ)

৮৪.
মধ্যযুগে অনেক মুসলমান কবি কোন কারণে বিজয় কাব্য রচনা করেন?
Ο ক) 
অর্থের লোভে
Ο খ) 
সম্মানের জন্য
Ο গ) 
ইসলামী আদর্শে অনুপ্রানিত হয়ে
Ο ঘ) 
ব্রাহ্মণদের পৃষ্ঠপোষকতার কারণে

  সঠিক উত্তর: (গ)

৮৫.
সুফি ও দরবেশের ক্ষেত্রে সমর্থনযোগ্য-
i. যথেষ্ট প্রভাবশালী
ii. ধর্মশাস্ত্রে সুপণ্ডিত
iii. আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
লালবাগ দূর্গের ভিতরে রয়েছে-
i. বিবি পরীর সমাধিসৌধ
ii. এর অভ্যন্তরে একটি মসজিদ ও একটি গম্বুজ আছে
iii. শায়েস্তা খানের সমাধিসৌধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৭.
মধ্যযুগের বাংলার সমাজব্যবস্থায় কোন দুটি ধর্মের প্রভাব বিদ্যমান ছিল?
Ο ক) 
হিন্দু ও মুসলমান
Ο খ) 
হিন্দু ও খ্রিস্টান
Ο গ) 
হিন্দু ও জৈন
Ο ঘ) 
ইসলাম ও খ্রিস্টান

  সঠিক উত্তর: (ক)

৮৮.
কোনিটি মধ্যযুগে বাংলায় ভাষা ও সাহিত্য বিকাশের অন্যতম রচনা করেন?
Ο ক) 
ব্রাহ্মণদের উদারতা
Ο খ) 
সুলতানগণের উদারতা
Ο গ) 
জনগণের আগ্রহ
Ο ঘ) 
ব্রাহ্মণ শ্রেণির পৃষ্ঠপোষকতা

  সঠিক উত্তর: (খ)

৮৯.
আরাকান রাজসভায় অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন কে?
Ο ক) 
বিজয়গুপ্ত
Ο খ) 
বিপ্রদাস
Ο গ) 
ফয়জুল্লাহ
Ο ঘ) 
দৌলত কাজী

  সঠিক উত্তর: (ঘ)

৯০.
মধ্যযুগে নিম্নশ্রেণির সরকারি� কর্মচারীদের নিয়ে কোন শ্রেণির সৃষ্টি হয়?
Ο ক) 
নিম্ন শ্রেণির
Ο খ) 
মধ্যব্ত্তি শ্রেণির
Ο গ) 
উচ্চব্ত্তি শ্রেণির
Ο ঘ) 
সাধারণ শ্রেণির

  সঠিক উত্তর: (খ)

৯১.
গরিব বা নিম্নশ্রেণির মুসলমানগণ কী পরত?
Ο ক) 
পাঞ্জাবি-টুপি
Ο খ) 
পায়জাম-টুপি
Ο গ) 
প্যান্ট-টুপি
Ο ঘ) 
লুঙ্গি-টুপি

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
কমলা স্বামীর বাড়িতে প্রায়ই নির্যাতিত হয়। সে তা স্বাধীন মতো প্রকাশ করতে পারে না। মধ্যযুগে হিন্দুসমাজে নারীরাও বিভিন্ন রকম অধিকার থেকে বঞ্চিত ছিল। কারণ-
i. পরনির্ভরশীলতা
ii. সৌন্দর্যের অভাব
iii. নারীদের সম্পত্তি ভাবা হতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৩.
তৎকালীন সময়ে হিন্দুরা ফার্সি ভাষা শিখত, কারণ-
i. চাকরি লাভের আশায়
ii. সাহিত্য রচনার জন্য
iii. প্রশাসনিক কাজের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৯৪.
মালাধর বসু বাংলায় অনুবাদ করেন-
i. শ্রীকৃষ্ণ বিজয়
ii. শ্রীমদভাগবত
iii. পুরাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৯৫.
মাহমুদ সাহেব তাঁর ছেলের আকিকা করেন। বাংলায় কখন এবং কোন সমাজে এটির প্রচলন দেখা যায়?
Ο ক) 
মধ্যযুগের মুসলিম সমাজে
Ο খ) 
মধ্যযুগে হিন্দু সমাজে
Ο গ) 
প্রাচীন যুগে মুসলিম সমাজে
Ο ঘ) 
আধুনিক যুগে বৌদ্ধ সমাজে

  সঠিক উত্তর: (ক)

৯৬.
মানিক তার বন্ধদের নিয়ে সুলতান যুগের স্থাপত্য দেখতে যাওয়ার জন্য মনোস্থিত করেন। মানিক ও তার বন্ধুরা কোথায় যাবে?
Ο ক) 
কদম রসুল মসজিদ
Ο খ) 
সাত গম্বুজ মসজিদ
Ο গ) 
লালবাগের কেল্লা
Ο ঘ) 
চকবাজারের মসজিদ

  সঠিক উত্তর: (খ)

৯৭.
মধ্যযুগে হিন্দুরা বিভিন্ন সামাজিক রীতিনীতি পালন করত। বর্তমানকালের রক্ষণশীল হিন্দুসমাজের লোকেরাও বিভিন্ন রীতিনীতি পালন করে থাকে। নিচের কোন ক্ষেত্রে উভয়ের মধ্যে সাদৃশ্য রয়েছে?
i. জন্ম
ii. বিবাহ
iii. মৃত্যু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৮.
নবজাতকের শিশুর নামকরণকে কেন্দ্র করে পালিত অনুষ্ঠান-
Ο ক) 
আকিকা
Ο খ) 
খাতনা
Ο গ) 
মিলাদ
Ο ঘ) 
মহরম

  সঠিক উত্তর: (ক)

৯৯.
ধর্ম সাধনার জন্য সুফি দরবেশরা কী প্রতিষ্ঠা করেছিলেন?
Ο ক) 
মসজিদ
Ο খ) 
দরগা
Ο গ) 
মাদ্রাসা
Ο ঘ) 
মাজার

  সঠিক উত্তর: (খ)

১০০.
আড়ম্বর ও জাঁকজমকের সাথে হিন্দুরা কী পূজা করত?
Ο ক) 
লক্ষ্মী পূজা
Ο খ) 
সরস্বতী পূজা
Ο গ) 
মনসা পূজা
Ο ঘ) 
দুর্গাপূজা

  সঠিক উত্তর: (ঘ)

১০১.
মধ্যযুগের হিন্দু সমাজে কোনটি কঠোরভাবে পালিত হতো?
Ο ক) 
দুর্গাপূজা
Ο খ) 
সরস্বতী পূজা
Ο গ) 
নববর্ষ
Ο ঘ) 
বর্ণপ্রথা

  সঠিক উত্তর: (ঘ)

১০২.
মাছ বিক্রেতাকে কী বলা হতো?
Ο ক) 
জেলে
Ο খ) 
পিঠারী
Ο গ) 
কাবারী
Ο ঘ) 
কশাই

  সঠিক উত্তর: (গ)

১০৩.
রাজদরবারের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি যথার্থ?
Ο ক) 
নৃত্য গীত
Ο খ) 
মল্লযুদ্ধ
Ο গ) 
জ্ঞানী-গুণীদের সমাবেশ
Ο ঘ) 
পুঁথি পড়া

  সঠিক উত্তর: (গ)

১০৪.
রবীন্দ্র হালদার তার সন্তানের জন্মের পর তাকে গঙ্গার জল দিয়ে ধৌত করেন। এটি কোন যুগে হিন্দুদের উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য ছিল?
Ο ক) 
মধ্যযুগের
Ο খ) 
প্রাচীন যুগের
Ο গ) 
আধুনিক যুগের
Ο ঘ) 
উত্তরাধুনিক যুগের

  সঠিক উত্তর: (ক)

১০৫.
আদিনা মসজিদ বাংলার মুসলমান শাসকদের কী ধরনের নিদর্শন?
Ο ক) 
স্থাপত্যশিল্পের
Ο খ) 
ধর্মীয় প্রীতি
Ο গ) 
প্রশাসনিক সংস্কার
Ο ঘ) 
অর্থনৈতিক প্রবৃত্তি

  সঠিক উত্তর: (ক)

১০৬.
করিম ডাক্তার, উকিল ও গায়ক সমাজের কথা বলেন। এরা কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
Ο ক) 
অভিজাত
Ο খ) 
মধ্যব্ত্তিশ্রেণি
Ο গ) 
নিম্নব্ত্তিশ্রেণি
Ο ঘ) 
নিম্নমধ্যব্ত্তি শ্রেণি

  সঠিক উত্তর: (খ)

১০৭.
বাংলা ভাষার চৈতন্য ভগবত-এর প্রথম রচয়িতা কে?
Ο ক) 
কানাহরি দত্ত
Ο খ) 
বৃন্দাবন দাস
Ο গ) 
কবি ফয়জুল্লাহ
Ο ঘ) 
ফকির গরীবউল্লাহ

  সঠিক উত্তর: (খ)

১০৮.
মাহফুজ খান জাহান আলীর সমাধি দেখতে মাহফুজকে যেতে হবে-
i. চট্রাগ্রাম
ii. বাগের হাট
iii. হরিণঘাটা নদীর তীরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০৯.
মুঘল যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন?
Ο ক) 
স্থাপত্য শিল্পের বিকাশ
Ο খ) 
শিক্ষার বিস্তার
Ο গ) 
রাজ্যের বিস্তার
Ο ঘ) 
ধর্মের প্রসার

  সঠিক উত্তর: (ক)

১১০.
ফারাজ পরী বিবির মাজার দেখতে যেতে চায়। সে যাবে-
i. শায়েস্তা খানের নির্মিত দুর্গে
ii. লালবাগ কেল্লায়
iii. বড় কাটরায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১১.
মধ্যযুগের মসলমান শাসকরা কেন ধর্মীয় উদারতা প্রদর্শন করেছিলেন?
Ο ক) 
জনপ্রিয়তার জন্য
Ο খ) 
সুনাম অর্জনের জন্য
Ο গ) 
হিন্দু-মুসলিম সম্প্রীতির জন্য
Ο ঘ) 
হিন্দুদের ধর্মান্তরিত করতে

  সঠিক উত্তর: (গ)

১১২.
লিমনের চাচার বাণিজ্যিক প্রসার বাংলার কোন আমলের সঙ্গে মিল পাওয়া যায়?
Ο ক) 
পাল
Ο খ) 
সেন
Ο গ) 
সুলতানি
Ο ঘ) 
মুঘল

  সঠিক উত্তর: (গ)

১১৩.
আমিন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে। মধ্যযুগে উচ্চশিক্ষার জন্য প্রয়োজন ছিল-
i. মসজিদ
ii. বক্তব
iii. মাদ্রাসা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১৪.
মধ্যযুগের বাংলার মুসলমান সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. কুরআন ও হাদিস শিক্ষা গ্রহণ করা
ii. ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা
iii. নিয়মিত নামায আদায় করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৫.
অভিজাত মুসলমানগণ কেমন ছিলেন?
Ο ক) 
ভোজনবিলাসী
Ο খ) 
ভোগবিলাসী
Ο গ) 
অভিলাষী
Ο ঘ) 
নৃত্যবিলাসী

  সঠিক উত্তর: (ক)

১১৬.
মুসলমান শাসনের পূর্বে বাংলার হিন্দুসমাজে জ্ঞান, বিজ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে ব্রাহ্মণদের একচেটিয়া অধিকার ছিল। এর যথার্থ কারণ-
i. অর্থসম্পদের প্রাচুর্য
ii. ধর্মীয় গোড়ামি
iii. বর্ণপ্রথার কুফল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৭.
অমিতাভ মধ্যযুগে বাংলার হিন্দুদের অনেকগুলো প্রচলিত প্রথার কথা বলেন। সেগুলো হলো-
i. পণপ্রথা
ii. কৌলিন্য প্রথা
iii. সতীদাহ প্রথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৮.
রহিম সাহেব একজন গার্মেন্টস মালিক। বিদেশে এ পোশাকের ব্যাপক চাহিদা রয়েছ। মধ্যযুগেও এ দেশের পোশাকের বিদেশে প্রচুর চাহিদা ছিল।
Ο ক) 
বস্ত্রের দাম কম ছিল
Ο খ) 
বস্ত্র উন্নত ছিল
Ο গ) 
বস্ত্র মোট ছিল
Ο ঘ) 
বস্ত্র পাতলা ছিল

  সঠিক উত্তর: (খ)

১১৯.
মামুন রাগমালা গ্রন্থটি পড়ে এক ধরনের জ্ঞান অর্জন করলো। এটি কোন ধরনের জ্ঞান?
Ο ক) 
মনস্তাত্ত্বিক জ্ঞান
Ο খ) 
সাধারণ জ্ঞান
Ο গ) 
সংগীত জ্ঞান
Ο ঘ) 
রাজনৈতিক জ্ঞান

  সঠিক উত্তর: (গ)

১২০.
মধ্যযুগে বাংলায় মুসলমানদের ধর্মীয় আচরণের অন্যতম দিক ছিল-
i. নৈতিক মান বজায় রাখা
ii. কঠোর নীতি অনুসরণ
iii. অর্থনৈতিক কার্যাবলির প্রবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২১.
মধ্যযুগে বাংলায় কেন হিন্দু ও মুসলমান ধর্মের প্রভাব বিদ্যমান ছিল?
Ο ক) 
সমাজে অন্য কোন ধর্মালম্বী ছিল না বলে
Ο খ) 
সামাজিক রীতিনীতি এ দুটি ধর্মকেন্দ্রিক ছিল বলে
Ο গ) 
সমাজে অন্যান্য ধর্মের লোকেরা অশিক্ষিত ছিল বলে
Ο ঘ) 
সমাজে হিন্দু-মুসলিমদের মাঝে ঘনিষ্টতা ছিল বলে

  সঠিক উত্তর: (খ)

১২২.
মুসলমান সমাজে কয়টি পৃথক শ্রেণি ছিল?
Ο ক) 
দুটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
পাঁচটি
Ο ঘ) 
ছয়টি

  সঠিক উত্তর: (ক)

১২৩.
কবি আলাওলের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি?
Ο ক) 
কঙ্কাবতী
Ο খ) 
পদ্মাবতী
Ο গ) 
মনসামঙ্গল
Ο ঘ) 
শূন্য পুরাণ

  সঠিক উত্তর: (খ)

১২৪.
ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন কে?
Ο ক) 
হুসেন শাহ
Ο খ) 
নুসরত শাহ
Ο গ) 
ওয়ালী মুহম্মদ
Ο ঘ) 
উলুখ খান জাহান

  সঠিক উত্তর: (ঘ)

১২৫.
মধ্যযুগে বাংলার মুসলমানরা সুফিদের প্রতি নিমগ্ন হতো তাদের-
i. আধ্যাত্মিক সাধনা দেখে
ii. টাকা পয়সা দেখে
iii. পাণ্ডিত্য দেখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১২৬.
মধ্য যুগে ধর্মপ্রাণ হিন্দুদের নিকট অত্যন্ত পবিত্র ছিল-
Ο ক) 
ব্রহ্মপুত্রের জল
Ο খ) 
ভাগীরথীর জল
Ο গ) 
গঙ্গার জল
Ο ঘ) 
যমুনার জল

  সঠিক উত্তর: (গ)

১২৭.
মুসলমান শাসকদের পূর্বে বাংলা সাহিত্য বিকাশের পথ রুদ্ধ হয়েছিল-
i. ব্রাহ্মণদের অসযোগিতারা কারণে
ii. অভিজাতদের অসহযোগিতার কারণে
iii. ব্রাহ্মণদের সংস্কৃতিচর্চার মনোভাবের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৮.
মধ্যযুগে বাংলা ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়েছিল। এর যথার্থ কারণ-
i. আরবি শব্দের ব্যবহার
ii. উর্দু শব্দের ব্যবহার
iii. ফার্সি শব্দের ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১২৯.
ধর্মপ্রাণ মুসলমানগণ দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়তেন?
Ο ক) 
দুই ওয়াক্ত
Ο খ) 
তিন ওয়াক্ত
Ο গ) 
চার ওয়াক্ত
Ο ঘ) 
পাঁচ ওয়াক্ত

  সঠিক উত্তর: (ঘ)

১৩০.
কোন প্রথার উপর ভিত্তি করে হিন্দু সমাজে বিবাহ রীতি প্রচলিত ছিল?
Ο ক) 
বর্ণ
Ο খ) 
গোত্র
Ο গ) 
দাস
Ο ঘ) 
কৌলিন্য

  সঠিক উত্তর: (ক)

১৩১.
বড় সোনা মসজিদের ক্ষেত্রে প্রযোজ্য-
i. ছোট সোনা মসজিদ
ii. এ মসজিদের আরেক নাম বারদুয়ারী মসজিদ
iii. এ মসজিদে সোনালি রঙ্গের গিলটি করা কারুকার্য ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৩২.
‘বড় সোনা মসজিদের’ আরেক নাম কী?
Ο ক) 
বারদুয়ারী
Ο খ) 
গুরদুয়ারী
Ο গ) 
তের দুয়ারী
Ο ঘ) 
দশ দুয়ারী

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
‘ছোট কাটরা’ কে নির্মাণ করেন?
Ο ক) 
শাহ সুজা
Ο খ) 
শায়েস্তা খান
Ο গ) 
মীর জুমলা
Ο ঘ) 
মুর্শিদকুলী খান

  সঠিক উত্তর: (খ)

১৩৪.
মসজিদ নির্মাণকে মুসলমান শাসকগণ কী কাজ বলে মনে করতেন?
Ο ক) 
অন্যায় কাজ
Ο খ) 
সুনামের কাজ
Ο গ) 
গৌরবের কাজ
Ο ঘ) 
পুণ্যের কাজ

  সঠিক উত্তর: (ঘ)

১৩৫.
গৌড়ের কদম রসুল নির্মাণ করা হয় কেন?
Ο ক) 
হযরত আবু বকর (র) এর স্মৃতি বহনে
Ο খ) 
হযরত মুহম্মদ (স) এর পাদচিহ্নের প্রতি সম্মান জানানোর জন্য
Ο গ) 
হযরত ওমর (র) এর হিজরত স্মরণে
Ο ঘ) 
মহানবি (স) এর হিজরত স্মরণে

  সঠিক উত্তর: (ক)

১৩৬.
বাংলার কৃষিভূমি কোন ধরনের?
Ο ক) 
অনুর্বর
Ο খ) 
অস্বাভাবিক উর্বর
Ο গ) 
মরুময়
Ο ঘ) 
অগ্নিময়

  সঠিক উত্তর: (খ)

১৩৭.
‘গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন?
Ο ক) 
ওয়ালী মুহম্মদ
Ο খ) 
আহম্মদ
Ο গ) 
জামাল আফগানী
Ο ঘ) 
মুজাফফর আহম্মেদ

  সঠিক উত্তর: (ক)

১৩৮.
মধ্যযুগে বাংলার শিয়া মুসলমানদের প্রিয় ধর্মীয় অনুষ্ঠান ছিল কোনটি?
Ο ক) 
শবে বরাত
Ο খ) 
শবে কদর
Ο গ) 
মহররম
Ο ঘ) 
ঈদুল আযহা

  সঠিক উত্তর: (গ)

১৩৯.
মুসলমান বাংলার স্থাপত্যশিল্পের উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে-
i. সমাধি সৌধ
ii. মসজিদ
iii. তোরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪০.
সুবাদার মীর জুমলার অন্যতম কৃতিত্ব হচ্ছে-
i. হাজীগঞ্জ দুর্গ নির্মাণ
ii. খিজিরপুর দুর্গ নির্মাণ
iii. পতুর্গিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহতকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪১.
মধ্যযুগের বাংলার শিল্পের প্রসারের প্রত্যক্ষ ফলাফল কোনটি?
Ο ক) 
আমদানি বৃদ্ধি
Ο খ) 
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
Ο গ) 
বাণিজ্যিক তৎপরতা বৃদ্ধি
Ο ঘ) 
রপ্তানি হ্রাস

  সঠিক উত্তর: (গ)

১৪২.
মধ্যযুগে উচ্চশিক্ষা গ্রহণের জন্য কী ছিল?
Ο ক) 
পাঠশালা
Ο খ) 
স্কুল
Ο গ) 
বিশ্ববিদ্যালয়
Ο ঘ) 
টোল

  সঠিক উত্তর: (ঘ)

১৪৩.
মধ্যযুগের হিন্দু সমাজে কোনটির প্রচলন ছিল?
Ο ক) 
বহু বিবাহ প্রথা
Ο খ) 
বিধবা বিবাহ প্রথা
Ο গ) 
সতীদাহ প্রথা
Ο ঘ) 
সতী নারী প্রথা

  সঠিক উত্তর: (গ)

১৪৪.
কোন কাব্যটি দৌলত উজির বাহরাম খান রচনা করেন?
Ο ক) 
ইউসুফ জোলেখা
Ο খ) 
লাইলী-মজনু
Ο গ) 
পদ্মাবতী
Ο ঘ) 
মায়াকানন

  সঠিক উত্তর: (খ)

১৪৫.
আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
Ο ক) 
ইলিয়াস শাহ
Ο খ) 
সিকান্দার শাহ
Ο গ) 
গিয়াসউদ্দিন আজম শাহ
Ο ঘ) 
নুসরাত শাহ

  সঠিক উত্তর: (খ)

১৪৬.
হিন্দুরা লক্ষ্মীপূজা করার কারণ কী?
Ο ক) 
জ্ঞানের লাভ
Ο খ) 
ভাগ্যের উন্নতি
Ο গ) 
শক্তির জন্য
Ο ঘ) 
সন্তান লাভে

  সঠিক উত্তর: (খ)

১৪৭.
কোন আমলে বাংলা সাহিত্য উন্নতি লাভ করে?
Ο ক) 
নবাবি
Ο খ) 
সুলতান
Ο গ) 
মুঘল
Ο ঘ) 
জমিদারি

  সঠিক উত্তর: (খ)

১৪৮.
মধ্যযুগে বাংলার নৌ-বাণিজ্য পরিচালিত হতো-
i. আরবীয় বণিকদের দ্বারা
ii. পারসিক বণিকদের দ্বারা
iii. রোমাণ বণিকদের দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৪৯.
পাণ্ডুয়ার জালালউদ্দীনের শাসনকালে নির্মিত মসজিদকে একলাখী মসজিদ বলা হয় কেন?
Ο ক) 
নির্মাণে এক লক্ষ শ্রমিক কাজ করে বলে
Ο খ) 
জায়গার দাম এক লক্ষ টাকা বলে
Ο গ) 
নির্মাণে এক লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে
Ο ঘ) 
এক সাথে এক লক্ষ মানুষ নামায পড়তে পারে বলে

  সঠিক উত্তর: (গ)

১৫০.
কলকাতা ও কাশিমবাজারে এ দেশের লোকেরা কী তৈরি করত?
Ο ক) 
গালিচা
Ο খ) 
দুধারী তরবারি
Ο গ) 
কামান
Ο ঘ) 
কোদাল

  সঠিক উত্তর: (গ)

১৫১.
মধ্যযুগের তৃতীয় শ্রেণি হিসেবে সমর্থনযোগ্য-
i. গায়ক
ii. কৃষক
iii. তাঁতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৫২.
ধর্মীয় শিক্ষার জন্য মুসলমান শিশুদের কোথায় পাঠানো হতো?
Ο ক) 
মসজিদে
Ο খ) 
মাদ্রাসায়
Ο গ) 
মক্তবে
Ο ঘ) 
মক্কায়

  সঠিক উত্তর: (গ)

১৫৩.
মধ্যযুগের মুসলিম অভিজাতরা কেন বহু বিবাহ করতেন?
Ο ক) 
সুলতানের পরামর্শে
Ο খ) 
অর্থের প্রাচুর্যের কারণে
Ο গ) 
অভ্যাসের কারণে
Ο ঘ) 
উজিরের পরামর্শে

  সঠিক উত্তর: (খ)

১৫৪.
মধ্যযুগে বাংলার হিন্দু রমণীদের অন্যতম অলংকার হচ্ছে-
i. সোনার ব্রেসলেট
ii. নাকপাশা
iii. কানবালা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৫.
বড় সোনা মসজিদের আরেক নাম হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
আদিনা মসজিদ
Ο খ) 
একলাখী মসজিদ
Ο গ) 
ছোট সোনা মসজিদ
Ο ঘ) 
বারদুয়ারী মসজিদ

  সঠিক উত্তর: (ঘ)

১৫৬.
বড় সোনা মসজিদের নাম বারদুয়ারির মসজিদ হওয়ার কারণ কী?
Ο ক) 
সোনালি রং
Ο খ) 
বারটা দরজা
Ο গ) 
গৌড়ের বৃহত্তম মসজিদ
Ο ঘ) 
আসাম বিজয়ের স্বারক

  সঠিক উত্তর: (খ)

১৫৭.
মধ্যযুগের বাংলায় মুসলিম সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি?
Ο ক) 
ধর্মীয় সংস্কৃতিক লালন
Ο খ) 
অর্থনৈতিক মুক্তির সংগ্রাম
Ο গ) 
রাজনৈতিক সংস্কার
Ο ঘ) 
সামাজিক কুসংস্কার

  সঠিক উত্তর: (ক)

১৫৮.
মধ্যযুগের বাংলার মুসলমানদের অন্যতম প্রিয় খাবার ছিল কোনটি?
Ο ক) 
শাক-সবজি
Ο খ) 
মাছ
Ο গ) 
ভাত
Ο ঘ) 
খিচুরি

  সঠিক উত্তর: (ঘ)

১৫৯.
কীভাবে হিন্দুসমাজে প্রথার সৃষ্টি হয়?
Ο ক) 
সম্পদের ওপর ভিত্তি করে
Ο খ) 
পেশার ওপর ভিত্তি করে
Ο গ) 
ক্ষমতার ওপর ভিত্তি করে
Ο ঘ) 
বংশমর্যাদার ওপর ভিত্তি করে

  সঠিক উত্তর: (খ)

১৬০.
মাসুদ মসজিদে খুতবা শুনার সময় তার মনে পড়লো বাংলার সেই মুসলমান যুগের কথা যেখানে ইমামের পরিবর্তে সুলতান খুতবা পাঠ করতেন। মাসুদের কোন যুগের কথা মনে পড়লো?
Ο ক) 
প্রাচীন যুগ
Ο খ) 
মধ্যযুগ
Ο গ) 
আধুনিক যুগ
Ο ঘ) 
চৈতন্য যুগ

  সঠিক উত্তর: (খ)

১৬১.
‘এক লাখী মসজিদের’ নামকরণের কারণ কী?
Ο ক) 
নির্মাণ ব্যয় এক লাখ টাকা
Ο খ) 
এক লাখ শ্রমিক লেগেছিল
Ο গ) 
এক লাখ পাথর লেগেছিল
Ο ঘ) 
এক লাখ দিন সময় লেগেছিল

  সঠিক উত্তর: (ক)

১৬২.
মধ্যযুগের হিন্দু সমাজে সন্তান জন্মের পর তাকে কী দিয়ে ধৌত করা হতো?
Ο ক) 
ঠাণ্ডা জল দিয়ে
Ο খ) 
গরম জল দিয়ে
Ο গ) 
পুকুরের জল দিয়ে
Ο ঘ) 
গঙ্গা জল দিয়ে

  সঠিক উত্তর: (ঘ)

১৬৩.
শায়েস্তা খানের অন্যতম কৃতিত্ব হচ্ছে-
i. লালবাগ দুর্গ নির্মাণ
ii. হোসেনী দালান
iii. ছোট কাটরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬৪.
মধ্যযুগের মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য-
i. দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন
ii. নিয়মিত কুরআন পাঠ করতেন
iii. নিয়মিত হাদিস পাঠ করতেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬৫.
কিসের ওপর ভিত্তি করে জাতিভেদে প্রথার সৃষ্টি হয়?
Ο ক) 
পোশাক
Ο খ) 
পেশা
Ο গ) 
মেধা
Ο ঘ) 
শারীরিক গঠন

  সঠিক উত্তর: (খ)

১৬৬.
সাধনা বিভিন্ন রকম সমস্যা থেকে পরিত্রাণের জন্য বিভিন্ন রকম পূজা করে। মধ্যযুগে হিন্দুরাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে বিভিন্ন ধরনের পূজা করত। উভয়ের উদ্দশ্যের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে-
i. সন্তান� লাভের আসা
ii. রোগমুক্তি
iii. ধনসম্পদ প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬৭.
ধর্ম-কর্মের ক্ষেত্রে কাদের একক কর্তৃত্ব ছিল?
Ο ক) 
ব্রাহ্মণ
Ο খ) 
কায়স্থ
Ο গ) 
বৈশ্য
Ο ঘ) 
শূদ্র

  সঠিক উত্তর: (ক)

১৬৮.
মধ্যযুগে বাংলার হিন্দুরা বিভিন্ন পৃথক পৃথক শ্রেণিতে বিভক্ত ছিল কেন?
Ο ক) 
পেশাগত কারণে
Ο খ) 
সম্মানের কারণে
Ο গ) 
শক্তির উপর ভিত্তি করে
Ο ঘ) 
ধর্মীয় কারণে

  সঠিক উত্তর: (ক)

১৬৯.
মধ্যযুগে বাংলার নারী সমাজের অনগ্রসরতার অন্যতম কারণ হচ্ছে-
i. উপযুক্ত শিক্ষার অভাব
ii. নারীদের সচেতনতার অভাবে
iii. নারীদের শারীরিক অক্ষমতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭০.
কারুকার্য খচিত মর্মর বেদির উপর হযরত মুহাম্মদ (স) এর পদাচিহ্ন সম্বলিত একখণ্ড প্রস্তর স্থাপিত হয়েছিল কোথায়?
Ο ক) 
বাবা আদমের মসজিদে
Ο খ) 
ছোট সোনা মসজিদে
Ο গ) 
কদম রসুল মসজিদে
Ο ঘ) 
ষাট গম্বুজ মসজিদে

  সঠিক উত্তর: (গ)

১৭১.
কেন মধ্য যুগে হিন্দু সম্প্রদায় ফার্সি ভাষায় শিক্ষা গ্রহণ করতেন?
Ο ক) 
সাহিত্য রচনা করতে
Ο খ) 
বিদেশি ভাষার প্রতি আগ্রহ
Ο গ) 
প্রশাসনিক কাজ করতে
Ο ঘ) 
রাজনৈতিক উদ্দেশ্যে

  সঠিক উত্তর: (খ)

১৭২.
ষাটগম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টি?
Ο ক) 
ষাটটি
Ο খ) 
সত্তরটি
Ο গ) 
সাতাত্তরটি
Ο ঘ) 
আটাশিটি

  সঠিক উত্তর: (গ)

১৭৩.
তৎকালীন সময়ে অধিকাংশ কৃষকই কী ছিল?
Ο ক) 
মুসলমান
Ο খ) 
হিন্দু
Ο গ) 
বৌদ্ধ
Ο ঘ) 
খ্রিস্টান

  সঠিক উত্তর: (খ)

১৭৪.
প্রদীপ চৈতন্য ভগবত পড়ে একজন মহৎ ব্যক্তি সম্পর্কে জানে। প্রদীপ কার কথা জানতে পারে?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
যীশু খ্রিস্ট
Ο গ) 
শ্রীচৈতন্যদেব
Ο ঘ) 
নানক শাহ

  সঠিক উত্তর: (গ)

১৭৫.
মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে বৈষম্য ছিল কেন?
Ο ক) 
বর্ণপ্রথা কঠোরভাবে মান্য করা হতো বলে
Ο খ) 
সুলতানের অত্যাচারের কারণে
Ο গ) 
টাকা পয়সা কম ছিল বলে
Ο ঘ) 
বেকার সমস্যা ছিল বলে

  সঠিক উত্তর: (ক)

১৭৬.
মুসলমান শাসন আমলে বিদেশিদের সাথে বঙ্গের বাণিজ্যিক তৎপরতা অভূতপূর্ব প্রসার লাভ করেছিল। কথাটি বিশ্লেষণ করলে দাঁড়ায়-
i. কৃষি ও শিল্পপণ্যের প্রাচুর্য
ii. বিদেশে পণ্যের ব্যাপক চাহিদা
iii. পণ্যের উন্নতমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭৭.
মধ্যযুগে বাংলায় হিন্দু ও মুসলমানদের রীতি নীতি নিয়ে বিরোধ দেখা যায় নি-
i. মুসলমান শাসকদের উদারতায়
ii. মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতায়
iii. হিন্দু শাসকদের উদারয়তায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭৮.
মুসলমান শাসনের সময় বাংলার সর্বত্র অসংখ্যা কী নির্মাণ হয়েছিল?
Ο ক) 
স্কুল
Ο খ) 
কলেজ
Ο গ) 
মসজিদ
Ο ঘ) 
মন্দির

  সঠিক উত্তর: (গ)

১৭৯.
মধ্যযুগের শাসক বর্গের ভাষার ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
ইংরেজি
Ο খ) 
ফারসি
Ο গ) 
উর্দু
Ο ঘ) 
আরবি

  সঠিক উত্তর: (খ)

১৮০.
খান জাহান আলী কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৪৫৯
Ο খ) 
১৪৬০
Ο গ) 
১৪৬১
Ο ঘ) 
১৪৬২

  সঠিক উত্তর: (ক)

১৮১.
‘চেহেল সেতুন’ কী?
Ο ক) 
একটি প্রাসাদ
Ο খ) 
একটি মসজিদ
Ο গ) 
একটি মাজার
Ο ঘ) 
একটি দরগা

  সঠিক উত্তর: (ক)

১৮২.
বাংলার স্বর্ণকার শ্রেণি বিখ্যাত ছিল কেন?
Ο ক) 
স্বর্ণের দামের কারণে
Ο খ) 
সূক্ষ্ম কারুকার্যের জন্য
Ο গ) 
স্বর্ণ উৎপাদন করতো বলে
Ο ঘ) 
স্বর্ণ বেশি দামে বিক্রি করতো বলে

  সঠিক উত্তর: (খ)

১৮৩.
কত টাকা ব্যয়ে পাণ্ডুয়ার এক লাখী মসজিদ নির্মাণ করা হয়?
Ο ক) 
এক লাখ
Ο খ) 
সোনারগাঁও
Ο গ) 
সিলেট
Ο ঘ) 
বাগেরহাট

  সঠিক উত্তর: (খ)

১৮৪.
মধ্যযুগে বাংলায় মুসলিম অভিজাতরা তাদের বিলাসিতাপূর্ণ করতো-
i. মদ্যপানের দ্বারা
ii. সুসজ্জিত প্রাসাদে বসবাসের দ্বারা
iii. অর্থের দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮৫.
মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে স্বামী তার স্ত্রীকে বিবেচনা করতো-
Ο ক) 
সম্পত্তি হিসেবে
Ο খ) 
অর্ধাঙ্গী হিসেবে
Ο গ) 
গৃহপরিচারিকা হিসেবে
Ο ঘ) 
দাসী হিসেবে

  সঠিক উত্তর: (ক)

১৮৬.
মাসুদ তার বন্ধুর সাথে মধ্যযুগে বাংলার এক ধরনের জনপ্রিয় কাপড়ের গল্প করেন। এটি কোন ধরনে কাপড়?
Ο ক) 
গ্রামীণ চেকের কাপড়
Ο খ) 
মোটা সুতি কাপড়
Ο গ) 
মসলিন কাপড়
Ο ঘ) 
রেশমী কাপড়

  সঠিক উত্তর: (গ)

১৮৭.
মধ্যযুগের বাংলায় মুসলমান সমাজ ব্যবস্থার সাথে সাদৃশ্য রয়েছে-
i. উচ্চ শ্রেণি
ii. মধ্যম� শ্রেণি
iii. নিম্ন শ্রেণি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৮.
হিন্দু সমাজে বহুবিবাহ প্রথার প্রচলন হওয়ার ক্ষেত্রে নিচের কোনটির ফল?
Ο ক) 
বর্ণ প্রথার
Ο খ) 
কৌলিন্য প্রথার
Ο গ) 
ধর্ম প্রথার
Ο ঘ) 
জাতি প্রথার

  সঠিক উত্তর: (খ)

১৮৯.
মুসলমানদের আগমনের পূর্বে বাংলায় বাস করত-
i. হিন্দু
ii. খ্রিস্টান
iii. বৌদ্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৯০.
মুঘল আমলে ভারতজুড়ে সুন্দর সুন্দর ইমারত গড়ে উঠার কারণ-
i. সুবাদারগণের উৎসাহ
ii. সম্রাটগণের উৎসাহ দান
iii. পদস্থ কর্মকর্তাদের উৎসাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯১.
হিন্দু� সমাজে ধর্মকর্মের ক্ষেত্রে কাদের একক কর্তৃত্ব ছিল?
Ο ক) 
ব্রাহ্মণদের
Ο খ) 
কায়স্থদের
Ο গ) 
বৈশ্যদের
Ο ঘ) 
শূদ্রদের

  সঠিক উত্তর: (ক)

১৯২.
বাংলায় মুসলমান শাসনকালে শিক্ষার দ্বার হিন্দু-মুসলমান সকলের জন্য উন্মুক্ত ছিল। কথাটি বিশ্লেষণ করলে দাঁড়ায়-
i. শাসকদের উদারতা
ii. রাজনৈতিক প্রভাব বিস্তার
iii. শিক্ষার প্রসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৯৩.
মধ্যযুগে বাংলায় শেখদের খানকাহ ও উলেমাদের গৃহ কোন উদ্দেশ্যে বাবহৃত হতো?
Ο ক) 
শিক্ষার উদ্দেশ্য
Ο খ) 
রাজনীতির  উদ্দেশ্য
Ο গ) 
অর্থনীতি চর্চায়
Ο ঘ) 
অস্ত্রগার হিসেবে

  সঠিক উত্তর: (ক)

১৯৪.
মসজিদটির নাম একলাখী মসজিদ হওয়ার যৌক্তিক কারণ-
Ο ক) 
এক লাখ শ্রমিক দিয়ে নির্মাণ করা হয়েছে বলে
Ο খ) 
এক লাখ লোকের নামাজের ব্যবস্থা আছে বলে
Ο গ) 
এক লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বলে
Ο ঘ) 
এক লাখ পীরের কবর এখানে আছে বলে

  সঠিক উত্তর: (গ)

১৯৫.
মুসলমান শাসন আমলে বঙ্গে জাহাজ নির্মাণ শিল্পের ব্যাপক প্রসারের কারণ হলো-
i. বাণিজ্যিক প্রয়োজন
ii. কৃষি কাজ
iii. নৌযুদ্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৯৬.
বাবা আদমের মসজিদ নির্মিত হয় কখন?
Ο ক) 
১৪৮১ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৪৮২ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৪৮৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৪৮৪ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (গ)

১৯৭.
বাংলায় মধ্যযুগের মুসলমান অভিজাতরা কীভাবে তাদের বিলাসিতা চর্চা করতো?
Ο ক) 
ভ্রমণের মাধ্যমে
Ο খ) 
আমোদ প্রমোদে লিপ্ত থেকে
Ο গ) 
দান খয়রাতের মাধ্যমে
Ο ঘ) 
বিদ্রোহ ঘোষণা করার মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

১৯৮.
হিন্দু সমাজের কোনটি মুসলমান� সমাজে প্রবেশ করে?
Ο ক) 
সুপ্রবাদ
Ο খ) 
গুরুবাদ
Ο গ) 
জিন্দাবাদ
Ο ঘ) 
এলাহাবাদ

  সঠিক উত্তর: (খ)

১৯৯.
ষষ্ঠ দিনে কিসের আয়োজন করা হতো?
Ο ক) 
দুর্গাপূজার
Ο খ) 
সরস্বতী পূজার
Ο গ) 
ষষ্ঠী পূজার
Ο ঘ) 
লক্ষ্মী পূজার

  সঠিক উত্তর: (গ)

২০০.
‘রসুল� বিজয়’ কাব্যটি কে রচনা করেন?
Ο ক) 
দৌলত উজির বাহরাম খান
Ο খ) 
দোনা গাজী
Ο গ) 
শাহ মুহম্মদ সগীর
Ο ঘ) 
জয়নুদ্দীন

  সঠিক উত্তর: (ঘ)

২০১.
তন্ময়ের মা সাপের দেবী মনসাকে পূজা করে। মধ্যযুগে হিন্দুরাও এ দেবীর পূজা করত। কারণ-
Ο ক) 
মনসা ধনরত্নের দেবী
Ο খ) 
মনসা বিদ্যার দেবী
Ο গ) 
মনসা শক্তিশালী দেবী
Ο ঘ) 
মনসা ভাগ্যের দেবী

  সঠিক উত্তর: (গ)

২০২.
মধ্যযুগে বাংলার হিন্দু সমাজের কতিপয় নারী কীভাবে নিজেদের স্বাধীন সত্তাকে বিকশিত করেছিল?
Ο ক) 
স্বামীর সেবা করে
Ο খ) 
স্বামীর বিরুদ্ধে বিদ্রোহ করে
Ο গ) 
স্বামীকে ত্যাগ করে
Ο ঘ) 
নিজ যোগ্যতা ও প্রতিভা বলে

  সঠিক উত্তর: (ঘ)

২০৩.
মসলিন বস্ত্র তৈরির প্রাণকেন্দ্র ছিল-
Ο ক) 
রাজশাহী
Ο খ) 
ঢাকা
Ο গ) 
কুষ্টিয়া
Ο ঘ) 
নোয়াখালী

  সঠিক উত্তর: (খ)

২০৪.
হুসেন শাহ ‘বারদুয়ারী মসজিদ’ নির্মাণ করেছিলেন কেন?
Ο ক) 
আসাম বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য
Ο খ) 
ত্রিপুরা বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য
Ο গ) 
গৌড় বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য
Ο ঘ) 
নিজের ঐতিহ্য স্মরণীয় করে রাখার জন্য

  সঠিক উত্তর: (ক)

২০৫.
মধ্যযুগে বাংলায় সংস্কৃত সাহিত্য চর্চা কেন্দ্র ছিল কোনটি?
Ο ক) 
চন্দ্রদ্বীপ
Ο খ) 
নবদ্বীপ
Ο গ) 
নিঝুম দ্বীপ
Ο ঘ) 
সন্ধীপ

  সঠিক উত্তর: (খ)

২০৬.
হিন্দুরা বিভিন্ন পূজা করত, কারণ-
i. সন্তান লাভের জন্য
ii. ভাগ্যের উন্নতির জন্য
iii. রোগমুক্তির জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০৭.
মধ্যযুগে বাংলার অভিজাত মুসলমানরা কী খেলতে পছন্দ করতেন?
Ο ক) 
ক্রিকেট
Ο খ) 
লুডু
Ο গ) 
দাবা
Ο ঘ) 
চৌগান

  সঠিক উত্তর: (ঘ)

২০৮.
মধ্যযুগে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল কোনটি?
Ο ক) 
ব্যবসা
Ο খ) 
কৃষি
Ο গ) 
শিল্প
Ο ঘ) 
পর্যটন

  সঠিক উত্তর: (খ)

২০৯.
আফতাব মধ্যযুগের বাংলার পীরশ্রেণির কথা বলেন। কোন সমাজে এটি দেখা যেত?
Ο ক) 
মুসলমান
Ο খ) 
বৌদ্ধ
Ο গ) 
হিন্দু
Ο ঘ) 
খ্রিস্টান

  সঠিক উত্তর: (ক)

২১০.
মধ্যযুগে বাংলায় জ্ঞান বৃদ্ধি বিকাশের অন্যতম পদ্ধতি ছিল-
i. ধর্মীয় সঙ্গীত
ii. লোক কাহিনী
iii. পুঁথি গাঁথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১১.
রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বাংলা সাহিত্যে বিখ্যাত কেন?
Ο ক) 
ফার্সি সাহিত্য চর্চায়
Ο খ) 
সংস্কৃত সাহিত্য চর্চায়
Ο গ) 
আরবি সাহিত্য চর্চায়
Ο ঘ) 
উর্দু সাহিত্য চর্চায়

  সঠিক উত্তর: (খ)

২১২.
মধ্যযুগে বাংলায় দ্রব্যসামগ্রী সস্তায় পাওয়া যেত-
i. ক্ষুদ্র শিল্পের চাহিদার জন্য
ii. কৃষিপণ্যের ব্যাপকতার জন্য
iii. বৃহৎ শিল্পের প্রসারতার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২১৩.
মধ্যযুগের বাংলার হিন্দু সমাজে বৈশ্যদের পেশা কী ছিল?
Ο ক) 
কৃষিকাজ
Ο খ) 
চাকরি
Ο গ) 
কামার
Ο ঘ) 
সুতার

  সঠিক উত্তর: (ক)

২১৪.
মধ্যযুগের বাংলার উৎপন্ন ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল-
i. ধান
ii. গম
iii. পাট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১৫.
মধ্যযুগের বাংলার মুসলমান শাসনামলে উলেমাশ্রেণির উল্লেখযোগ্য অবদান ছিল কোনটি?
Ο ক) 
রাজপ্রাসাদ নির্মাণ
Ο খ) 
ধর্মীয় চেতনা বৃদ্ধি
Ο গ) 
কুসংস্কার দূরীকরণ
Ο ঘ) 
মসজিদ নির্মাণ

  সঠিক উত্তর: (খ)

২১৬.
মধ্যযুগের বাংলার হিন্দুদের প্রধান খাদ্য কী ছিল?
Ο ক) 
মাছ
Ο খ) 
রুটি
Ο গ) 
ভাত
Ο ঘ) 
মাংস

  সঠিক উত্তর: (গ)

২১৭.
বড় কাটরা কোন নদীর তীরে অবস্থিত?
Ο ক) 
গোমতী
Ο খ) 
মেঘনা
Ο গ) 
পদ্মা
Ο ঘ) 
বুড়িগঙ্গা

  সঠিক উত্তর: (ঘ)

২১৮.
হিন্দুরা মুসলমানদের সংস্পর্শে আসার কারণ কী?
Ο ক) 
নৈতিক আদর্শ
Ο খ) 
পেশিশক্তি
Ο গ) 
ভয়
Ο ঘ) 
পেশা

  সঠিক উত্তর: (ক)

২১৯.
সাগর তার ভাইয়ের মাধ্যমে তার এক নেপালি বন্ধুর সাথে পরিচিত হয় কিন্তু সে তার ভাষা বুঝতে পারে না। মধ্যযুগে বাংলার সাধারণ জনগণও শাসকদের ভাষা বুঝত না কেননা, তখন-
i. শাসকদের ভাষা ছিল আরবি
ii. শাসকদের ভাষা ছিল ইংরেজি
iii. শাসকদের ভাষা ছিল ফার্সি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২২০.
বাংলায় নবাবি শাসনের অবসানের পেছনের কারণ হলো-
i. শাসকবর্গের নৈতিক অবক্ষয়
ii. শাসকবর্গের চারিত্রিক অবনতি
iii. শাসকবর্গের সামরিক যোগ্যতার অভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২১.
‘ইউসুফ জোলেখা’ প্রণয়মূলক কাব্যটি কে রচনা করেন?
Ο ক) 
শাহ মুহাম্মদ সগীর
Ο খ) 
আকরাম খাঁ
Ο গ) 
সোমেন চন্দ্র
Ο ঘ) 
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

  সঠিক উত্তর: (ক)

২২২.
মামুন শায়েস্তা খানের নির্মিত একটি স্থাপত্য কীর্তি দেখতে ঢাকায় যান। নিচের কোন স্থাপত্যটি দেখতে তিনি ঢাকায় যান?
Ο ক) 
বড় কাটরা
Ο খ) 
ছোট কাটরা
Ο গ) 
কদম রসূল
Ο ঘ) 
আদিনা মসজিদ

  সঠিক উত্তর: (খ)

২২৩.
জ্যোতি লালবাগ কেল্লা দেখতে যায়। সে এটি দেখতে গিয়ে জানতে পারে সে এটি বিখ্যাত শাসনামলে নির্মিত হয়। এটি কোন বিখ্যাত আমল?
Ο ক) 
সুলতানি আমল
Ο খ) 
কররানী আমল
Ο গ) 
মুঘল আমল
Ο ঘ) 
শূরী আমল

  সঠিক উত্তর: (গ)

২২৪.
কাটরা কী হিসেবে সমর্থনযোগ্য?
Ο ক) 
বিশ্রামাগার
Ο খ) 
অতিথিশালা
Ο গ) 
শৌচাগার
Ο ঘ) 
রান্নাঘর

  সঠিক উত্তর: (খ)

২২৫.
আব্দুল ছোট কাটরা, বড় কাটরা, লালবাগ কেল্লা ইত্যাদি ঘুরতে যান। এগুলো-
i. মুঘল আমলের
ii. সুবাদারি আমলের
iii. সুলতানের আমলের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২৬.
তপু ও রায়হান ঈদের দিন নামাজ শেষে দাওয়াত ও কুশল বিনিময় করে। কেননা এর মাধ্যমে-
Ο ক) 
ভ্রাতৃত্ব ভাব সুদৃঢ় হয়
Ο খ) 
সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়
Ο গ) 
সম্পত্তির মালিক হওয়া যায়
Ο ঘ) 
ধর্ম প্রসার লাভ করে

  সঠিক উত্তর: (ক)

২২৭.
মধ্যযুগের বাংলায় হিন্দুরা বিভিন্ন ধরনের পূজা করতো-
i. ভাগ্যের জন্য
ii. রোগমুক্তির জন্য
iii. জ্ঞান বৃদ্ধির জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২৮.
মধ্যযুগের বাংলার হিন্দুরা বিভিন্ন পেশায় নিয়োজিত হতো-
i. জীবনের তাগিদে
ii. জীবিকার তাগিদে
iii. সম্মানের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২৯.
মধ্যযুগে বাংলার নিম্নশ্রেণির হিন্দুরা মুসলমানদের সংস্পর্শে আসে-
i. উচ্চশ্রেণি হিন্দুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে
ii. মুসলমান সমাজে উচ্চতর নৈতিক আদর্শ
iii. ব্রাহ্মণ শ্রেণি কর্তৃক শূদ্রদের নির্যাতনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩০.
পীর ভক্তি বাংলার কোন যুগের নিদর্শন?
Ο ক) 
মধ্যযুগ
Ο খ) 
প্রাচীন যুগ
Ο গ) 
আধুনিক যুগ
Ο ঘ) 
উত্তরাধুনিক

  সঠিক উত্তর: (ক)

২৩১.
মধ্যযুগের শাসকগণের নিজ নিজ রাজ্যের মসজিদ, মাদ্রাসা ও খানকা নির্মাণের যৌক্তিক কারণ হলো-
i. আভিজাত প্রকাশ
ii. মুসলমানদের ঐক্য গঠন
iii. ধমীর্য় চেতনার প্রসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৩২.
মুসলমান সমাজ বিস্তৃতির সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) 
বঙ্গে ইসলাম বিস্তৃতি
Ο খ) 
হিন্দে ইসলাম বিস্তৃতি
Ο গ) 
আরবে ইসলাম বিস্তৃতি
Ο ঘ) 
মক্কায় ইসলাম বিস্তৃতি

  সঠিক উত্তর: (ক)

২৩৩.
মধ্যযুগে বাংলায় ধাতব শিল্পের বিকাশ ঘটে-
i. কৃষির উপকরণ তৈরির জন্য
ii. নিত্য ব্যবহার্য উপকরণ তৈরির জন্য
iii. যুদ্ধাস্ত্র তৈরির জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৩৪.
মধ্যযুগে বাংলায় মুসলমান শাসকরা মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন কেন?
Ο ক) 
অধিক সংখ্যক মুসলমান ছিল বলে
Ο খ) 
মুসলমানদের ঐক্য ও ধর্মী চেতনা প্রসারের জন্য
Ο গ) 
শাসকের সুনাম বৃদ্ধির জন্য
Ο ঘ) 
হিন্দুদের অত্যাচার থেকে বাঁচার জন্য

  সঠিক উত্তর: (খ)

২৩৫.
ছেলে-মেয়েদের মক্তবে প্রেরণ করা হতো কেন?
Ο ক) 
প্রাথমিক শিক্ষার জন্য
Ο খ) 
উচ্চতর শিক্ষার জন্য
Ο গ) 
ধর্মীয় শিক্ষার জন্য
Ο ঘ) 
মাধ্যমিক শিক্ষার  জন্য

  সঠিক উত্তর: (গ)

২৩৬.
একলাখী মসজিদে শিল্পকলায় কোন স্থাপত্য রীতির প্রতিফলন লক্ষ্য করা যায়?
Ο ক) 
মুসলিম স্থাপত্য রীতি
Ο খ) 
পারসিক রীতি
Ο গ) 
হিন্দু স্থাপত্য রীতি
Ο ঘ) 
মুঘল স্থাপত্য রীতি

  সঠিক উত্তর: (গ)

২৩৭.
খালিদ সাহেব একজন সম্ভান্ত ধনী মুসলমান। তিনি জনগণকে সাহায্য করা ছাড়াও বিভিন্ন রকম স্থাপনা নির্মাণ করেন। মধ্যযুগে শাসকগণও বিভিন্ন স্থানে স্থাপনা নির্মাণ করেছিলেন। কারণ-
i. ইসলামের গৌরবকে সুপ্রতিষ্ঠিত করতে
ii. রাজ্য কালকে স্মরণীয় করতে
iii. শাসনকালকে স্মরণীয় করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৩৮.
মুসলমানগণ� নিজেদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বভাবকে সুদৃঢ় করত-
i. কুশল বিনিময় করে
ii. দাওয়াত বিনিময় করে
iii. দান খয়রাত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৩৯.
কীভাবে মোল্লাগণ কার্য সম্পাদন করতেন?
Ο ক) 
রাজার নির্দেশে
Ο খ) 
হাদিস কোরআনের নির্দেশ অনুযায়ী
Ο গ) 
জমিদারের নির্দেশ
Ο ঘ) 
ফকির দরবেশের নির্দেশে

  সঠিক উত্তর: (খ)

২৪০.
মধ্যযুগে হিন্দু পুরুষদের সাধারণ পোশাক কী ছিল?
Ο ক) 
লুঙ্গি
Ο খ) 
পায়জামা
Ο গ) 
প্যান্ট
Ο ঘ) 
ধুতি

  সঠিক উত্তর: (ঘ)

২৪১.
মধ্যযুগ বাংলায় নারী শিক্ষার প্রচলন কেমন ছিল?
Ο ক) 
ব্যাপক
Ο খ) 
মোটামুটি
Ο গ) 
প্রচলন ছিল না
Ο ঘ) 
উল্লেখযোগ্য

  সঠিক উত্তর: (গ)

২৪২.
বাংলার মুসলিম সমাজে কয়টি শ্রেণির প্রভাব বিশেষভাবে লক্ষণীয়?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (ক)

২৪৩.
মধ্যযুগের অনেক হিন্দুর ফারসি ভাষায় শিক্ষা গ্রহণের যোক্তিকতা কোনটি?
Ο ক) 
সরকারি চাকরি লাভ
Ο খ) 
বেসরকারে চাকরি লাভ
Ο গ) 
পাণ্ডিত্য অর্জন
Ο ঘ) 
আভিজাত্য প্রকাশ

  সঠিক উত্তর: (ক)

২৪৪.
মসলিন বস্ত্রের চাহিদার কারণ কী ছিল?
Ο ক) 
মোটা
Ο খ) 
সূক্ষ্ম
Ο গ) 
রঙিন
Ο ঘ) 
সাদা

  সঠিক উত্তর: (খ)

২৪৫.
একলাখী মসজিদ কোথায় অবস্থিত?
Ο ক) 
গৌড়
Ο খ) 
টাঙ্গাইল
Ο গ) 
পাণ্ডুয়া
Ο ঘ) 
পাহাড়পুর

  সঠিক উত্তর: (গ)

২৪৬.
মধ্যযুগে বাংলার সামাজিক রীতিনীতি গড়ে ওঠার ক্ষেত্রে প্রভাব ছিল-
i. ইসলামধর্মের
ii. হিন্দুধর্মের
iii. বৌদ্ধধর্মের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৪৭.
‘দাখিল দরওয়াজ’ কে নির্মাণ করেন?
Ο ক) 
আলাউদ্দিন হোসেন শাহ
Ο খ) 
রুকনউদ্দীন বরবক শাহ
Ο গ) 
মুজাফফর শাহ
Ο ঘ) 
সিকান্দার শাহ

  সঠিক উত্তর: (খ)

২৪৮.
জঙ্গনামা ও হিতজ্ঞান বাণী গ্রন্থের কার রচিত?
Ο ক) 
হায়াৎ মাহমুদের
Ο খ) 
ফয়জুল্লাহর
Ο গ) 
মালাধর বসুর
Ο ঘ) 
বাহাদুর গাজীর

  সঠিক উত্তর: (ক)

২৪৯.
হামিদ সাহেব একজন ধনী মুসলমান। তিনি বেশ কয়েকটি উদ্দেশ্যে বিভিন্ন স্থানে মাদ্রাসা, মসজিদ ইত্যাদি নির্মাণ করেন। মধ্যযুগের শাসকগণও নিজ নিজ রাজ্যে এগুলো নির্মাণ করতেন। হামিদ সাহেব ও শাসকদের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য?
i. মুসলমান ঐক্য রক্ষা
ii. ব্যক্তিগত প্রভাব বৃদ্ধি
iii. ধর্মীয় চেতনা প্রসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৫০.
কৌশিক মধ্যযুগের বাংলার ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, শূদ্র ইত্যাদি শ্রেণির কথা বলেন। এই শ্রেণিসমূহ কোন ধর্মের?
Ο ক) 
মুসলিম
Ο খ) 
হিন্দু
Ο গ) 
বৌদ্ধ
Ο ঘ) 
খ্রিস্টান

  সঠিক উত্তর: (খ)

২৫১.
মধ্যযুগে বাংলার মুসলমান সমাজে কয়টি অভিজাত সম্প্রদায় গড়ে উঠেছিল?
Ο ক) 
একটি
Ο খ) 
দুটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (ক)

২৫২.
রহিম দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও বিশেষ কিছু গুণাবলি দ্বারা রাষ্ট্রের মর্যাদাপূর্ণ পদে চাকরি করেন । মধ্যযুগে সাধারণ লোকও একই ভাবে রাষ্ট্রের মর্যাদাপূর্ণ পদে বসতে পারত রহিম এবং তৎকালীন জনসাধারণের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
i. সুস্বাস্থ্য
ii. ব্যক্তিগত যোগ্যতা
iii. প্রতিভা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৫৩.
মধ্যযুগে হিন্দুরা আড়ম্বর ও জাঁকজমকের সাথে বিভিন্ন পূজা করত। এর পেছনে যথার্থ কারণ-
i. সন্তান লাভ
ii. রোগমুক্তি
iii. ভাগ্যের উন্নতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫৪.
মধ্যযুগের হিন্দুদের নিকট কোনটি ছিল অত্যন্ত প্রিয়?
Ο ক) 
গরম জল
Ο খ) 
পুকুরের জল
Ο গ) 
দিঘির জল
Ο ঘ) 
গঙ্গার জল

  সঠিক উত্তর: (ঘ)

২৫৫.
মধ্যযুগে কৃষককে সেচের জন্য কীসের ওপর নির্ভর করতে হতো?
Ο ক) 
মেশিনের
Ο খ) 
বৃষ্টির
Ο গ) 
নদীর
Ο ঘ) 
ভূমি মালিকের

  সঠিক উত্তর: (খ)

২৫৬.
‘মনসামঙ্গল’ রচিত হয়-
i. দ্বীজবংশী দাস কর্তৃক
ii. কানাহারি দত্ত কর্তৃক
iii. চন্দ্রাবতী কর্তৃক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৫৭.
উলেমাশ্রেণি কীভাবে সমাজে ধর্মীয় মনোভাব সৃষ্টি করতেন?
Ο ক) 
জোরপূর্বক
Ο খ) 
ইসলামি চিন্তাধারায় ব্যাখ্যা করে
Ο গ) 
ভয় দেখিয়ে
Ο ঘ) 
টাকা পয়সা দিয়ে

  সঠিক উত্তর: (খ)

২৫৮.
‘চৈতন্য ভগবত’ গ্রন্থটির রচয়িতা কে?
Ο ক) 
বৃন্দাবন দাস
Ο খ) 
দ্বীজবংশীদাস
Ο গ) 
চন্দ্রাবতী
Ο ঘ) 
বিপ্রদাস

  সঠিক উত্তর: (ক)

২৫৯.
বাঙালি ব্রাহ্মণেরা কী খেতেন?
Ο ক) 
ভাত
Ο খ) 
রুটি
Ο গ) 
ফুসকা
Ο ঘ) 
আমিষ

  সঠিক উত্তর: (ঘ)

২৬০.
মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার জন্য কাদেরকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো?
Ο ক) 
শেখ
Ο খ) 
সৈয়দ
Ο গ) 
মোল্লা
Ο ঘ) 
খান

  সঠিক উত্তর: (গ)

২৬১.
নিচের কোনটি কবি আলাওল এর রচিত কাব্য গ্রন্থ?
Ο ক) 
পদ্মাবতী
Ο খ) 
সিন্ধু হিন্দোল
Ο গ) 
বিষের বাশিঁ
Ο ঘ) 
গীতাঞ্জলি

  সঠিক উত্তর: (ক)

২৬২.
বঙ্গের মুসলমান সমাজে কয়টি পৃথক শ্রেণি বিশেষভাবে লক্ষণীয়?
Ο ক) 
দুটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (ক)

২৬৩.
মধ্যযুগের বাংলার মুসলিম সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি?
Ο ক) 
ধর্মপ্রীতি
Ο খ) 
ধর্মীয় অসহিষ্ণুতা
Ο গ) 
নীতিচর্চা
Ο ঘ) 
কাব্যচর্চা

  সঠিক উত্তর: (ক)

২৬৪.
শৈব ধর্মীয় মতবাদের বিশেষ বৈশিষ্ট্য-
Ο ক) 
নরবলি
Ο খ) 
যোগসাধনা
Ο গ) 
গঙ্গাস্নান
Ο ঘ) 
শক্তির উপাসনা

  সঠিক উত্তর: (খ)

২৬৫.
মধ্যযুগে নবদম্পতির জন্য কিসের ব্যবস্থা করা হতো?
Ο ক) 
বিশেষ শয্যার
Ο খ) 
বাসর শয্যার
Ο গ) 
নাইট শয্যার
Ο ঘ) 
স্পেশাল শয্যার

  সঠিক উত্তর: (খ)

২৬৬.
আতিক জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞান চর্চা করতে গিয়ে বলেন মধ্যযুগে বাংলায় এক শ্রেণির লোক এই শিক্ষাচর্চায় নিয়োজিত থাকতে। এরা কারা?
Ο ক) 
শাসকশ্রেণির
Ο খ) 
ব্রাহ্মণরা
Ο গ) 
কায়স্থরা
Ο ঘ) 
সভাকবিরা

  সঠিক উত্তর: (খ)

২৬৭.
মামুন পঞ্চপীর, সত্যপীর ও মানিক পীরের কথা বলেন। বাংলায় এদেশের উদ্ভব হয় কখন?
Ο ক) 
মধ্যযুগ
Ο খ) 
প্রাচীন যুগ
Ο গ) 
আধুনিক যুগ
Ο ঘ) 
চৈতন্য যুগে

  সঠিক উত্তর: (ক)

২৬৮.
ঢাকার বড় কাটরা নির্মাণ করেন কে?
Ο ক) 
শাহ সুজা
Ο খ) 
শায়েস্তা খাঁ
Ο গ) 
শাহজাদা আজম
Ο ঘ) 
সম্রাট হুমায়ূন

  সঠিক উত্তর: (ক)

২৬৯.
ঢাকার শাঁখারি পট্টিতে গিয়ে ফারাজের মনে পড়ল শঙ্খশিল্পের জন্য বাংলার একটি যুগ বিখ্যাত ছিল। এটি হলো-
i. চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীর বাংলা
ii. বাংলার মধ্যযুগ
iii. বাংলার প্রাচীনযুগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৭০.
তৎকালীন যুগে কোন ভাষা প্রায় রাষ্ট্রীয় ভাষার মর্যাদা লাভ করেছিল?
Ο ক) 
আরবি
Ο খ) 
ফার্সি
Ο গ) 
সংস্কৃতি
Ο ঘ) 
উর্দু

  সঠিক উত্তর: (গ)

২৭১.
বাণিজ্যিক প্রসারের ফলেই উক্ত আমলে গড়ে উঠেছিল-
i. সমুদ্র বন্দর
ii. নদী বন্দর
iii. স্থল বন্দর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৭২.
তৎকালীন হিন্দুসমাজে কয়টি বর্ণ ছিল?
Ο ক) 
একটি
Ο খ) 
দুটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (ঘ)

২৭৩.
কৃষ্ণদাস মধ্যযুগের বাংলার হিন্দু সমাজের সর্বনিম্ন শ্রেণির কথা বলেন। এই শ্রেণিসমূহ কোন ধর্মের?
Ο ক) 
মুসলিম
Ο খ) 
হিন্দু
Ο গ) 
বৌদ্ধ
Ο ঘ) 
খ্রিস্টাডন

  সঠিক উত্তর: (খ)

২৭৪.
হিন্দু সমাজে চারটি বর্ণের মধ্যে কী ছিল না?
Ο ক) 
সামাজিক ঐক্য
Ο খ) 
সামাজিক মেলামেশা
Ο গ) 
রাজনৈতিক ঐক্য
Ο ঘ) 
অর্থনৈতিক কার্যক্রম

  সঠিক উত্তর: (খ)

২৭৫.
হাজীগঞ্জ দুর্গ কোন জেলায় অবস্থিত?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
নারায়ণগঞ্জ
Ο গ) 
চাঁদপুর
Ο ঘ) 
কুমিল্লা

  সঠিক উত্তর: (খ)

২৭৬.
মধ্যযুগে বাংলায় মুসলমান কবিদের বিজয় কাব্য রচনার উদ্দেশ্য কী ছিল?
Ο ক) 
অর্থ উপার্জন করা
Ο খ) 
সম্মানলাভ করা
Ο গ) 
মুসলমানদের শ্রেষ্ঠত্বের বর্ণনা
Ο ঘ) 
ছড়া সাহিত্য

  সঠিক উত্তর: (গ)

২৭৭.
পঙ্কজনাথ সতীদাহ প্রথার কথা বলতে গিয়ে একটি যুগকে স্মরণ করেন। এখানে কোন যুগের কথা বুঝানো হয়েছে?
Ο ক) 
আধুনিক যুগ
Ο খ) 
মধ্যযুগ
Ο গ) 
উত্তরাধুনিক যুগ
Ο ঘ) 
প্রাচীন যুগ

  সঠিক উত্তর: (খ)

২৭৮.
মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে অন্যতম ধর্মীয় দিক ছিল-
i. দেব-দেবীর পূজা
ii. সপ্তমী স্নান
iii. দুর্গাপূজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭৯.
খানজাহান আলী মৃত্যুবরণ করেন কখন?
Ο ক) 
১৫৫৬ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৫৫৭ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৫৫৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৫৫৯ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ঘ)

২৮০.
কোন কাজকে মুসলমানগণ অত্যন্ত পূণ্যের কাজ মনে করতেন?
Ο ক) 
মাদ্রাসা নির্মাণ
Ο খ) 
মসজিদ নির্মাণ
Ο গ) 
দান খয়রাত
Ο ঘ) 
প্রাসাদ নির্মাণ

  সঠিক উত্তর: (খ)

২৮১.
মধ্যযুগের বাংলায় ব্যবসা বাণিজ্যের কাদের প্রাধান্য বেশি ছিল?
Ο ক) 
মুসলমানদের
Ο খ) 
হিন্দুদের
Ο গ) 
বৌদ্ধদের
Ο ঘ) 
খ্রিস্টানদের

  সঠিক উত্তর: (খ)

২৮২.
খানজাহান আলীর মাজার নির্মিত হয়েছে কোথায়?
Ο ক) 
খুলনায়
Ο খ) 
বাগেরহাট
Ο গ) 
যশোরে
Ο ঘ) 
কুষ্টিয়ায়

  সঠিক উত্তর: (খ)

২৮৩.
বড় কাটরা হতে ছোট কাটরার দূরত্ব কত?
Ο ক) 
১০০ গজ
Ο খ) 
২০০ গজ
Ο গ) 
৩০০ গজ
Ο ঘ) 
৪০০ গজ

  সঠিক উত্তর: (খ)

২৮৪.
বাংলার মুসলমান শাসকগণ অবদান রেখেছিলেন-
i. সামাজিক ক্ষেত্রে
ii. রাজনৈতিক ক্ষেত্রে
iii. শিক্ষাক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮৫.
মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে অনুপ্রবেশ করেছিল-
i. মুসলমানদের প্রভাব
ii. মুসলমানদের রীতিনীতি
iii. মুসলমানদের ভাবধারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮৬.
মধ্যযুগে কৃষকদের অধিকাংশ কী ছিল?
Ο ক) 
মুসলমান
Ο খ) 
হিন্দু
Ο গ) 
বৌদ্ধ
Ο ঘ) 
খ্রিস্টান

  সঠিক উত্তর: (খ)

২৮৭.
মধ্যযুগে বাংলা ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধ হওয়ার কারণ-
i. আরবি শব্দের ব্যবহার
ii. ফার্সি শব্দের ব্যবহার
iii. পর্তুগিজ শব্দের ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৮৮.
মধ্যযুগের মুসলমানদের ক্ষেত্রে সমর্থনযোগ্য-
i. ব্যবসা বাণিজ্য করা
ii. সামরিক চাকরিগ্রহণ
iii. উচ্চ রাজপদ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৮৯.
মধ্যযুগে বাংলার মুসলমান সমাজে একটি অভিজাত সম্প্রদায় গড়ে উঠিছিল। এর পেছনে যৌক্তিক কারণ-
i. যোগ্যতা
ii. প্রতিভা
iii. জ্ঞান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯০.
মুঘল যুগে কী নামে বেশ কয়েকটি দালান তৈরি করা হয়েছিল?
Ο ক) 
কাটরা
Ο খ) 
বাটরা
Ο গ) 
শাহী
Ο ঘ) 
তুর্কি

  সঠিক উত্তর: (ক)

২৯১.
ষাট গম্বুজ মসজিদের সাথে সামঞ্জস্য রয়েছে-
i. এটির গম্বুজ সাতাত্তরটি
ii. উলুখ খান জাহান এটি নির্মাণ করেন
iii. এটি মুসলমান শাসকদের গৌরবের বৃদ্ধি করেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯২.
মধ্যযুগে কীভাবে বিদেশে লেনদেন করা হতো?
Ο ক) 
ডাকের মাধ্যমে
Ο খ) 
ব্যাংক ড্রাফটের মাধ্যমে
Ο গ) 
হুণ্ডির মাধ্যমে
Ο ঘ) 
চেকের মাধ্যমে

  সঠিক উত্তর: (গ)

২৯৩.
ব্ত্তিশালী পরিবারে নিয়মিত কিসের চর্চা হতো?
Ο ক) 
ধর্মচর্চা
Ο খ) 
শিল্প ও সংস্কৃতির
Ο গ) 
গানের
Ο ঘ) 
সাহিত্যের

  সঠিক উত্তর: (খ)

২৯৪.
কামালের বাবা একজন কৃষক। তিনি কামালকে বলেন, মধ্যযুগে এ দেশে কৃষিকাজ একটি সম্মানজনক পেশা হিসেবে বিবেচিত হতো। এর পেছনে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলে
Ο খ) 
একর প্রতি এখানে অধিক ফসল ফলে বলে
Ο গ) 
কৃষি পেশার প্রতি মানুষের আস্থার কারণে
Ο ঘ) 
কৃষি পেশা হিসেবে সহজ মনে করা হতো বলে

  সঠিক উত্তর: (ক)

২৯৫.
পাঠশালার ব্যয়ভার প্রকাশ করতেন কারা?
Ο ক) 
বিত্তবান লোকেরা
Ο খ) 
গরিব লোকেরা
Ο গ) 
রাজনীতিবিদগণ
Ο ঘ) 
সরকার

  সঠিক উত্তর: (ক)

২৯৬.
মধ্যযুগে ছোট ছেলেমেয়েরা কী খেলতে ভালোবাসতো?
Ο ক) 
পুতুল
Ο খ) 
বৌচি
Ο গ) 
গেরু
Ο ঘ) 
চৌগান

  সঠিক উত্তর: (গ)

২৯৭.
পরি বিবির মাজার কোথায় অবস্থিত?
Ο ক) 
লালবাগ দুর্গে
Ο খ) 
আহসান মঞ্জিলে
Ο গ) 
ছোট কাটরায়
Ο ঘ) 
বড় কাটরায়

  সঠিক উত্তর: (খ)

২৯৮.
একলাখী মসজিদ নির্মিত হয় কখন?
Ο ক) 
১৪১৮-১৪২৩ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৪১৮-১৪২৪ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৪১৮-১৪২৫ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৪১৮-১৪২৬ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ক)

২৯৯.
তৎকালীন সময়ে বিভিন্ন স্থানে বাণিজ্যকেন্দ্র গড়ে উঠে, কারণ-
i. জাহাজ চলাচল উপযোগী নদী
ii. কম পরিবহণ খরচ
iii. সস্তা পণ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩০০.
ছোট সোনা মসজিদের নির্মাতা হিসেবে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
Ο ক) 
হুসেন শাহ
Ο খ) 
নুসরত শাহ
Ο গ) 
আলাউদ্দিন হুসেন শাহ
Ο ঘ) 
ওয়ালী মুহম্মদ

  সঠিক উত্তর: (ঘ)

৩০১.
বাংলায় মধ্যযুগের মুসলমান শাসকদের অন্যতম অবদান ছিল?
i. সাহিত্য ক্ষেত্রে
ii. সামাজিক ক্ষেত্রে
iii. রাজনৈতিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০২.
কায়স্থরা সমাজের কোন শ্রেণির অন্তগর্ত ছিল?
Ο ক) 
নিম্ন
Ο খ) 
মধ্যব্ত্তি
Ο গ) 
নিম্ন-মধ্যব্ত্তি
Ο ঘ) 
উচ্চবিত্ত

  সঠিক উত্তর: (খ)

৩০৩.
মুললিন বস্ত্র তৈরির প্রাণকেন্দ্র ছিল-
Ο ক) 
ঢাকা
Ο খ) 
কুমিল্লা
Ο গ) 
নোয়াখালী
Ο ঘ) 
রাজশাহী

  সঠিক উত্তর: (ক)

৩০৪.
কোন উদ্দেশে শিয়ারা তাজিয়া তৈরি করতো?
Ο ক) 
মহররমকে উদ্দেশ্য করে
Ο খ) 
শবে বরাতকে উদ্দেশ্য করে
Ο গ) 
শবে কদরকে উদ্দেশ্য করে
Ο ঘ) 
শবে মেরাজকে উদ্দেশ্য করে

  সঠিক উত্তর: (ক)

৩০৫.
পরী বিবির মাজার কোথায় অবস্থিত?
Ο ক) 
লালবাগ দুর্গে
Ο খ) 
আহসান মঞ্জিলে
Ο গ) 
ছোট কাটরায়
Ο ঘ) 
বড় কাটরায়

  সঠিক উত্তর: (ক)

৩০৬.
মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্যের উন্নতিতে সবচেয়ে বেশি ভূমিকা ছিল-
i. ক্ষুদ্র শিল্পের
ii. বস্ত্রশিল্পের
iii. বৃহৎ শিল্পের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩০৭.
বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল-
Ο ক) 
ব্যবসায় বাণিজ্য
Ο খ) 
পশুপালন
Ο গ) 
কৃষি
Ο ঘ) 
মৎস্য চাষ

  সঠিক উত্তর: (গ)

৩০৮.
বেগম বাজার মসজিদ কে নির্মাণ করেন?
Ο ক) 
শায়েস্তা খান
Ο খ) 
মুর্শিদকুলী খান
Ο গ) 
মুনায়েম খান
Ο ঘ) 
গাজান খান

  সঠিক উত্তর: (খ)

৩০৯.
মধ্যযুগে রাজদরবারে কিসের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হতো?
Ο ক) 
মর্যাদার
Ο খ) 
সম্মানের
Ο গ) 
আনুষ্ঠানিকতার
Ο ঘ) 
অনানুষ্ঠানিকতার

  সঠিক উত্তর: (গ)

৩১০.
মুসলমান বালক-বালিকার জন্য বাধ্যতামূলক ছিল-
Ο ক) 
মাদ্রাসা শিক্ষা
Ο খ) 
মাধ্যমিক শিক্ষা
Ο গ) 
প্রাথমিক শিক্ষা
Ο ঘ) 
উচ্চশিক্ষা

  সঠিক উত্তর: (গ)

৩১১.
মুসলমান যুগে প্রতিবেশী আরাকানের সাথে বাংলার কোন ধরনের সম্পর্ক ছিল?
Ο ক) 
সামাজিক
Ο খ) 
রাজনৈতিক
Ο গ) 
অর্থনৈতিক
Ο ঘ) 
সাংস্কৃতিক

  সঠিক উত্তর: (খ)

৩১২.
বাবা আদমের মসজিদ কোথায় অবস্থিত?
Ο ক) 
ঢাকার রামপালে
Ο খ) 
ঢাকার দোহাড়ে
Ο গ) 
ঢাকার কেরানীগঞ্জে
Ο ঘ) 
ঢাকার চকবাজারে

  সঠিক উত্তর: (ক)

৩১৩.
হাজীগঞ্জ দুর্গ নির্মাণ করেন কে?
Ο ক) 
শাহ সুজা
Ο খ) 
হুসেন শাহ
Ο গ) 
ওয়ালী মুহম্মদ
Ο ঘ) 
সুবাদার মীর জুমলা

  সঠিক উত্তর: (ঘ)

৩১৪.
মধ্যযুগে মুসলমান অভিজাত সম্প্রদায় নিজেদের একটি আলাদা শ্রেণি হিসেবে গড়ে তুলেছিলেন-
i. যোগ্যতা দিয়ে
ii. জ্ঞান দিয়ে
iii. প্রতিভা দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩১৫.
মধ্যযুগে মধ্যম শ্রেণির কী ছিল না?
Ο ক) 
রাজনৈতিক প্রভাব
Ο খ) 
সামাজিক প্রভাব
Ο গ) 
অর্থনৈতিক প্রভাব
Ο ঘ) 
ভৌগোলিক প্রভাব

  সঠিক উত্তর: (ক)

৩১৬.
মধ্যযুগে আর্থিক দিক হতে মধ্যম শ্রেণি কেমন ছিল?
Ο ক) 
অসচ্ছল
Ο খ) 
মোটামুটি সচ্ছল
Ο গ) 
দরিদ্র
Ο ঘ) 
ভিক্ষুক

  সঠিক উত্তর: (খ)

৩১৭.
বঙ্গের মাটিতে কৃষিজাত পণ্যের কী ছিল?
Ο ক) 
প্রাচুর্য
Ο খ) 
কমতি
Ο গ) 
অভাব
Ο ঘ) 
সমাদর

  সঠিক উত্তর: (ক)

৩১৮.
মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধনের অন্যতম ফলাফল কোনটি?
Ο ক) 
বাজার অর্থনীতি বৃদ্ধি
Ο খ) 
ব্যাংকিং প্রথার বিকাশ
Ο গ) 
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
Ο ঘ) 
সামাজিক সচেতনতা বৃদ্ধি

  সঠিক উত্তর: (খ)

৩১৯.
মধ্যযুগে বাংলায় হিন্দুসমাজ জীবনে কতকগুলো সামাজিক বিশ্বাস জন্মলাভ করেছিল। এর পেছনে যৌক্তিক কারণ-
i. জ্যোতিবিজ্ঞানীদের শাস্ত্রচর্চা
ii. অলৌকিক বিশ্বাস
iii. জ্ঞানী ব্যক্তিদের অভিজ্ঞতা ও কুসংস্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২০.
কোন সময়ে বাংলার হিন্দু সমাজে নারীদের তেমন কোনো অধিকার ছিল না?
Ο ক) 
প্রাচীন যুগে
Ο খ) 
আদিম যুগে
Ο গ) 
মধ্যযুগে
Ο ঘ) 
আধুনিক যুগে

  সঠিক উত্তর: (গ)

৩২১.
কীভাবে নারীরা তাদের স্বাধীন সত্তার বিকাশ ঘটিয়েছিল?
Ο ক) 
যোগ্যতা ও বুদ্ধিমত্তার দ্বারা
Ο খ) 
শারীরিক সৌন্দর্য দ্বারা
Ο গ) 
শক্তি দিয়ে
Ο ঘ) 
অর্থ দিয়ে

  সঠিক উত্তর: (ক)

৩২২.
বাংলায় মুঘল শাসনামলের অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. নির্মাণশৈলীর পৃষ্ঠপোষকতা
ii. স্থাপত্যশিল্পের বিকাশ
iii. লালবাগ কেল্লা নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২৩.
মধ্যযুগে মুসলিম অভিজাত মহিলাদের সাজসজ্জার অন্যতম দিক ছিল কোনটি?
Ο ক) 
সোনার অলংকার ব্যবহার
Ο খ) 
রূপার অলংকার ব্যবহার
Ο গ) 
প্রসাধনী ব্যবহার
Ο ঘ) 
সুগন্ধির ব্যবহার

  সঠিক উত্তর: (ক)

৩২৪.
বাংলায়� সুফি-সাধকগণ কখন থেকে আসতে থাকেন?
Ο ক) 
একদাশ শতক থেকে
Ο খ) 
দ্বাদশ শতক থেকে
Ο গ) 
ত্রয়োদশ শতক থেকে
Ο ঘ) 
চর্তুদশ শতক থেকে

  সঠিক উত্তর: (ক)

৩২৫.
তারেক শৈব, শাক্ত ইত্যাদি ধর্মীয় সম্প্রদায়ের কথা বলেন? এগুলো কোন যুগের সম্প্রদায়?
Ο ক) 
মধ্যযুগের
Ο খ) 
আধুনিক
Ο গ) 
প্রাচীন
Ο ঘ) 
উত্তরাধুনিক

  সঠিক উত্তর: (ক)

৩২৬.
মধ্যযুগের বাংলায় হিন্দুদের অন্যতম ধর্মকর্ম ছিল-
i. বিভিন্ন ধরনের স্নান
ii. পূজা পার্বণ
iii. যোগসাধনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২৭.
মধ্যযুগে বাংলার মুসলিম শাসকদের অন্যতম কৃতিত্ব ছিল-
i. জ্ঞানবিজ্ঞানে পৃষ্ঠপোষকতা
ii. স্থাপত্যশিল্পে পৃষ্ঠপোষকতা
iii. ধর্মীয় চেতনার প্রসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২৮.
ছোট সোনা মসজিদ উল্লেখযোগ্য হওয়ার কারণ হলো-
i. কারুকার্য
ii. সম্রাটের নাম
iii. স্থাপত্যকলার উৎকর্ষতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩২৯.
মামুন কবি সৈয়দ সুলতান, জইনুদ্দিন ও মোহাম্মদ খানের কথা বলেন। এরা কোন আমলের কবি?
Ο ক) 
সুলতানি আমল
Ο খ) 
মুঘল আমল
Ο গ) 
ইলিয়াস শাহী আমল
Ο ঘ) 
হুসেন শাহী আমল

  সঠিক উত্তর: (খ)

৩৩০.
শাকির বড় সোনা মসজিদ দেখতে গিয়ে যে আমলে এটি নির্মিত হয় সেই শাসকের কথা স্মরণ করে। শাকিল কোন শাসকের কথা স্মরণ করে?
Ο ক) 
আলাউদ্দিন হুসেন শাহ
Ο খ) 
ইসলাম খান
Ο গ) 
খান জাহান উলুগ
Ο ঘ) 
মাহমুদ খান

  সঠিক উত্তর: (ক)

৩৩১.
ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি?
Ο ক) 
৬০ টি
Ο খ) 
৭০ টি
Ο গ) 
৭৭ টি
Ο ঘ) 
৮০ টি

  সঠিক উত্তর: (ঘ)

৩৩২.
মধ্যযুগে বাংলার হিন্দু সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি?
Ο ক) 
কুসংস্কারমুক্ত সমাজ
Ο খ) 
সচেতন সমাজ
Ο গ) 
বর্ণপ্রথায় পিষ্ট সমাজ
Ο ঘ) 
শিক্ষিত  সমাজ

  সঠিক উত্তর: (গ)

৩৩৩.
মধ্যযুগে বাংলার হিন্দু সমাজের অন্যতম দিক হচ্ছে-
i. সতীদাহ
ii. দাসপ্রথা
iii. বর্ণপ্রথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৪.
মধ্যযুগে মুসলমান সমাজে সমাদর লাভ করার জন্য নিচের কোনটি অধিক উপযোগী ছিল?
Ο ক) 
পাগড়ি
Ο খ) 
টুপি
Ο গ) 
পাঞ্জাবি
Ο ঘ) 
ফতুয়া

  সঠিক উত্তর: (খ)

৩৩৫.
মধ্যযুগে উলেমাগণ কোন শিক্ষায় অভিক্ষ ছিলেন?
Ο ক) 
বাংলা
Ο খ) 
ইসলামি
Ο গ) 
ফারসি
Ο ঘ) 
উর্দু

  সঠিক উত্তর: (খ)

৩৩৬.
মধ্যযুগে অভিজাত ব্যক্তিগণ কী খেলতে পছন্দ করতেন?
Ο ক) 
দাবা
Ο খ) 
ফুটবল
Ο গ) 
ক্রিকেট
Ο ঘ) 
চৌগান

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৭.
‘হাজীগঞ্জ দুর্গ’ কোথায় নির্মাণ অবস্থিত?
Ο ক) 
মুন্সিগঞ্জ
Ο খ) 
নারায়ণগঞ্জ
Ο গ) 
ঢাকা
Ο ঘ) 
লক্ষ্মীপুর

  সঠিক উত্তর: (খ)

৩৩৮.
মুসলমান শাসনকালে রাজদরবারের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে যৌক্তিক হলো-
i. জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান
ii. জ্ঞানী-গুনীদের সমাবেশ
iii. পীর-দরবেশের সমাবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৩৯.
মধ্যযুগের বাংলায় মুসলিম শাসনকালে কে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা ভোগ করতো?
Ο ক) 
সুলতানের সহযোগী
Ο খ) 
শাসক
Ο গ) 
আমির-উমরা
Ο ঘ) 
উজির

  সঠিক উত্তর: (খ)

৩৪০.
‘কদম রসুল’ মসজিদ কে নির্মাণ করেন?
Ο ক) 
নসরৎ শাহ
Ο খ) 
আলাউদ্দিন হোসেন শাহ
Ο গ) 
সিকান্দার শাহ
Ο ঘ) 
তুঘলক শাহ

  সঠিক উত্তর: (ক)

৩৪১.
মধ্যযুগে বাংলার ইতিহাস হোসেন শাহের আমল কেন অমর হয়ে আছে?
Ο ক) 
বৃহৎ প্রাচীন নির্মাণের জন্য
Ο খ) 
দিগ্বিজয়ী হওয়ার জন্য
Ο গ) 
বিশাল সৈন্যবাহিনীর জন্য
Ο ঘ) 
কবি সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতার জন্য

  সঠিক উত্তর: (ঘ)

৩৪২.
শাহ গরীবুল্লাহ কোন ধরনের সাহিত্যিক ছিলেন?
Ο ক) 
ছড়া সাহিত্যিক
Ο খ) 
কথা সাহিত্যিক
Ο গ) 
পুঁথি সাহিত্যিক
Ο ঘ) 
মরমী সাহিত্যিক

  সঠিক উত্তর: (গ)

৩৪৩.
কোন কাব্য ফার্সি রচনার অনুবাদ?
Ο ক) 
রসুল বিজয়
Ο খ) 
রাগমালা
Ο গ) 
ইউসুফ জুলেখা
Ο ঘ) 
সাতনামা

  সঠিক উত্তর: (গ)

৩৪৪.
জনাব সাদেক মিয়া জমিতে মেশিন দিয়ে সেচ দেন। তিনি বললেন, এক সময় এ বাংলায় সেচের জন্য বৃষ্টির উপর নির্ভর করতে হয়। সাদেক মিয়া কোন যুগের কথা বলেছেন?
Ο ক) 
প্রাচীন যুগ
Ο খ) 
মধ্যযুগ
Ο গ) 
মৌর্য যুগ
Ο ঘ) 
আধুনিক যুগ

  সঠিক উত্তর: (খ)

৩৪৫.
মধ্যযুগে বাংলার বিখ্যাত সমুদ্র বন্দর ছিল কোনটি?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
রাজশাহী
Ο গ) 
বাকলা
Ο ঘ) 
চট্টগ্রাম

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৬.
মুঘল যুগে শাসকগণ কাটরা নামে দালান নির্মাণ করেন-
i. অতিথি শালার জন্য
ii. মক্তব হিসেবে ব্যবহারের জন্য
iii. কারখানা হিসাবে ব্যবহারের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৪৭.
মুসলমান শাসকগণ শাসনকালে স্মরণীয় করে রাখার জন্য নির্মাণ করেছিলেন-
i. বিভিন্ন প্রাসাদ
ii. বিভিন্ন মসজিদ
iii. বিভিন্ন দরগাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৮.
মধ্যযুগে বাংলার মুসলমানদের কাছে উল্লেখযোখ্য উৎসব ছিল-
i. মহররম উৎসব
ii. শব-ই-বরাত
iii. ঈদুল ফিতর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৯.
মধ্যযুগে বাংলায় হিন্দুদের মাঝে সাহিত্য প্রীতির অন্যতম, কারণ কোনটি?
Ο ক) 
ব্রাহ্মণদের উদ্দীপনা
Ο খ) 
ব্রাহ্মণদের উদারতা
Ο গ) 
মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতা
Ο ঘ) 
হিন্দু শাসকদের পৃষ্ঠপোষকতা

  সঠিক উত্তর: (গ)

৩৫০.
বাংলা সাহিত্যের প্রথম পদাবলী কাব্যের স্রষ্টা কে?
Ο ক) 
রঘুনাথ
Ο খ) 
সূর্য কাজী
Ο গ) 
চাঁদ কাজী
Ο ঘ) 
কেদার মিশ্র

  সঠিক উত্তর: (গ)

৩৫১.
মধ্যযুগের বাঙালি মুসলমানদের প্রতিদিনের খাদ্য ছিল-
i. ভাত
ii. মাছ
iii. শাকসবজি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫২.
সুলতানি যুগে হিন্দু কবিরাও সাহিত্য ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছিলেন। এর পেছনে যৌক্তিক কারণ-
i. শাসকদের উৎসাহ
ii. অর্থের প্রাপ্তি
iii. শাসকদের পৃষ্ঠপোষকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৫৩.
মুসলমানদে বর্ষপঞ্জী অনুসারে কোন দিনকে নববর্ষ হিসেবে পালন করা হয়?
Ο ক) 
বৈশাখের প্রথম দিন
Ο খ) 
জানুয়ারির প্রথম দিন
Ο গ) 
মুহররমের প্রথম দিন
Ο ঘ) 
রমজানের প্রথম দিন

  সঠিক উত্তর: (গ)

৩৫৪.
মধ্যযুগে বাংলায় মুসলমান সমাজব্যবস্থায় কয়টি শ্রেণির অস্তিত্ব ছিল?
Ο ক) 
একটি
Ο খ) 
দুটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (গ)

৩৫৫.
মধ্যযুগে হিন্দু ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে অন্যতম ছিল শাক্ত ধর্ম। এ ধর্মের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল-
i. যোগধারণা
ii. শক্তির উপাসনা
iii. নরবলি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৫৬.
মুসলমানদের পূর্বে শিক্ষা ও সংস্কৃতিক ক্ষেত্রে কোন শ্রেণির একচেটিয়া অধিকার বিদ্যমান ছিল?
Ο ক) 
ব্রাহ্মণ
Ο খ) 
কায়স্থ
Ο গ) 
বৈশ্য
Ο ঘ) 
শূদ্র

  সঠিক উত্তর: (ক)

৩৫৭.
মধ্যযুগে কিসের ওপর ভিত্তি করে হিন্দু সমাজে বিবাহ রীতি প্রচলিত ছিল?
Ο ক) 
আকার-আকৃতি
Ο খ) 
সৌন্দর্যের
Ο গ) 
যোগ্যতার
Ο ঘ) 
বর্ণপ্রথার

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৮.
কেন মুসলমান শাসকগণ নিজ নিজ রাজ্যে মাদ্রাসা, মসজিদ, খানকাহ প্রভৃতি নির্মাণ করত?
i. রাজ্যের প্রসারের জন্য
ii. মুসলমান ঐক্য রক্ষার জন্য
iii. ধর্মীয় চেতনার প্রসারের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৫৯.
মধ্যযুগে বাংলার হিন্দুরা ফার্সি ভাষা শিক্ষা গ্রহণ করতেন কেন?
Ο ক) 
উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য
Ο খ) 
সরকারি চাকরি লাভ করার জন্য
Ο গ) 
শাসকদের চাপ প্রয়োগের জন্য
Ο ঘ) 
ফার্সিতে কথা বলার জন্য

  সঠিক উত্তর: (খ)

৩৬০.
মধ্যযুগে বাংলার মুসলমানরা শব-ই-বরাত ইবাদাত করতো কেন?
Ο ক) 
টাকা পয়সার জন্য
Ο খ) 
সম্মানের জন্য
Ο গ) 
পরকালীন মুক্তির জন্য
Ο ঘ) 
আনন্দ পাওয়ার জন্য

  সঠিক উত্তর: (গ)

৩৬১.
মধ্যযুগের বাংলার হিন্দুসমাজে বিবাহ রীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. পণপ্রথা
ii. বাল্যবিবাহ
iii. যৌতুক প্রথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৬২.
মধ্যযুগে বাংলার মুঘলদের স্বর্ণযুগ বলা হয়-
i. নির্মাণ শিল্পের বিকাশের কারণে
ii. স্থাপত্য শিল্পের বিকাশের কারণে
iii. কাচশিল্পের উৎকর্ষ সাধনের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৬৩.
মধ্যযুগের বাংলার মুসলিম শাসকগণ কোন কাজকে অতিশয় পুণ্যের কাজ বলে বিবেচনা করতো?
Ο ক) 
দুর্গ নির্মাণ
Ο খ) 
মসজিদ নির্মাণ
Ο গ) 
সরাইখানা নির্মাণ
Ο ঘ) 
মন্দির নির্মাণ

  সঠিক উত্তর: (খ)

৩৬৪.
মধ্যযুগে বাংলায় রপ্তানি বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে-
i. ক্ষুদ্র শিল্পের উৎপাদন বৃদ্ধি
ii. কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি
iii. কাচশিল্পের প্রসারতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৬৫.
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কয়টি?
Ο ক) 
একটি
Ο খ) 
দুটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (খ)

৩৬৬.
মধ্যযুগে বাংলার অভিজাতরা কীভাবে নিজেদের আলাদা শ্রেণি হিসেবে গড়ে তোলে?
Ο ক) 
সুলতানকে তোষামোদের দ্বারা
Ο খ) 
নিজেদের প্রতিভা ও জ্ঞানের দ্বারা
Ο গ) 
শাসকের সাথে বিদ্রোহ করে
Ο ঘ) 
সুলতানকে উপঢৌকন দিয়ে

  সঠিক উত্তর: (খ)

৩৬৭.
ঢাকার শাখারিপট্টির সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) 
তাঁত শিল্পের
Ο খ) 
বস্ত্র শিল্পের
Ο গ) 
শঙ্খ শিল্পের
Ο ঘ) 
কুটির শিল্পের

  সঠিক উত্তর: (গ)

৩৬৮.
মধ্যযুগের বাংলায় মুসলিম শাসনামলে জুমা ও ঈদের নামাজে খুতবা পাঠ করতো কে?
Ο ক) 
ইমাম
Ο খ) 
মুয়াজ্জিন
Ο গ) 
সুলতান
Ο ঘ) 
উজির

  সঠিক উত্তর: (গ)

৩৬৯.
সুবাদার মীর জুমলা কেন খিজিরপুর দুর্গ নির্মাণ করেন?
Ο ক) 
সৌন্দর্য বৃদ্ধি করার জন্য
Ο খ) 
বন্যার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য
Ο গ) 
পর্যটকদের আগমনের জন্য
Ο ঘ) 
জলদস্যুদের আগমন প্রতিহত করার জন্য

  সঠিক উত্তর: (ঘ)

৩৭০.
যুথী লাইলী-মজনু কাব্য পড়তে গিয়ে তার বাংলার একটি যুগের কথা মনে পড়ে? এটি কোন যুগ?
Ο ক) 
প্রাচীন যুগ
Ο খ) 
মধ্য যুগ
Ο গ) 
আধুনিক যুগ
Ο ঘ) 
উত্তরাধুনিক যুগ

  সঠিক উত্তর: (খ)

৩৭১.
পরি বিবির সমাধি সৌধ কী দিয়ে নির্মিত?
Ο ক) 
শেল পাথর
Ο খ) 
মার্বেল পাথর
Ο গ) 
চুনাপাথর
Ο ঘ) 
কনক্রিট

  সঠিক উত্তর: (খ)

৩৭২.
‘বড় কাটরা’ কে নির্মাণ করেন?
Ο ক) 
ফরুকশিয়র
Ο খ) 
সুজাউদ্দিন
Ο গ) 
শাহ সুজা
Ο ঘ) 
আওরঙ্গজেব

  সঠিক উত্তর: (গ)

৩৭৩.
‘হোসেনী দালান’ কত খ্রিস্টাব্দে নির্মিত হয়?
Ο ক) 
১৬৭৬
Ο খ) 
১৬৭৫
Ο গ) 
১৬৭৪
Ο ঘ) 
১৬৭৩

  সঠিক উত্তর: (ক)

৩৭৪.
এদের শাসকগণ মুসলমান হলেও সংখ্যাগরিষ্ঠ জনগণ কী ছিল?
Ο ক) 
হিন্দু
Ο খ) 
বাঙালি
Ο গ) 
বৌদ্ধ
Ο ঘ) 
খ্রিস্টান

  সঠিক উত্তর: (খ)

৩৭৫.
মসলিন কী?
Ο ক) 
ধানের জাত
Ο খ) 
সুক্ষ্ম সুতি বস্ত্র
Ο গ) 
গমের জাত
Ο ঘ) 
আলুর জাত

  সঠিক উত্তর: (খ)

৩৭৬.
আলিম পাকিস্তানি গিয়ে সেখানকার পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে উর্দু ভাষা শেখে। মধ্যযুগে মুসলমান শাসকগণও বাংলা ভাষা শিক্ষার প্রয়োজন অনুভব করে। কারণ-
i. ইসলামি ধ্যানধারণার বিস্তার
ii. ভাবের আদান প্রদান
iii. শাসনকার্য পরিচালনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৭৭.
বাংলায় হিন্দু� সমাজে কোন পরিবার ছিল অধিক?
Ο ক) 
একক
Ο খ) 
অণু
Ο গ) 
যৌথ
Ο ঘ) 
একান্নবর্তী

  সঠিক উত্তর: (ঘ)

৩৭৮.
শৈব ধর্মের মূল উৎস কী?
Ο ক) 
বিষ্ণু
Ο খ) 
শিব
Ο গ) 
ব্রহ্মা
Ο ঘ) 
শীতলা

  সঠিক উত্তর: (খ)

৩৭৯.
মুঘল আমলের স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে-
i. লতাপাতার কারুকার্য খচিত
ii. খাঁজকাট আকৃতির
iii. বিশাল আকৃতির
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও ii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮০.
হিন্দু একবর্ণের সাথে অন্য বর্ণের বিবাহ বা আদান-প্রদান নিষিদ্ধ ছিল। যথার্থ কারণ কোনটি?
Ο ক) 
সম্পদের অসমতা
Ο খ) 
ধর্মীয় গোঁড়ামি
Ο গ) 
বর্ণপ্রথার কঠোরতা
Ο ঘ) 
চেহারার পার্থক্য

  সঠিক উত্তর: (গ)

৩৮১.
বৃন্দাবন দাস বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখেন কোন ক্ষেত্রে?
Ο ক) 
মরমী সাহিত্য
Ο খ) 
পুঁথি সাহিত্য
Ο গ) 
বৈষ্ণব সাহিত্য
Ο ঘ) 
ছড়া সাহিত্য

  সঠিক উত্তর: (গ)

৩৮২.
মাসুম উচ্চ শিক্ষা গ্রহণের জন্য টোলের কথা বলেন। এটি বাংলার কোন যুগের নিদর্শন?
Ο ক) 
প্রাচীন যুগের
Ο খ) 
আধুনিক যুগের
Ο গ) 
মধ্যযুগের
Ο ঘ) 
সভ্যতার যুগের

  সঠিক উত্তর: (গ)

৩৮৩.
মধ্যযুগের বাংলায় মুসলিম সমাজব্যবস্থায় কয়টি শ্রেণির অস্তিত্ব ছিল?
Ο ক) 
৬টি
Ο খ) 
৫টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৩টি

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৪.
গৌড়ের অবস্থিত ‘কদম রসুল’ এর বিশেষত্ব হলো-
i. নসরৎ শাহ এটি নির্মাণ করেছিলেন
ii. এটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্বসভ্যতার নিদর্শন
iii. এ ভবনের একটি কক্ষে কালো কারুকার্যখচিত মর্মর বেদীর উপরে হযরত মুহাম্মদ (স) –এর পদচিহ্ন সংবলিত একখণ্ড প্রস্তর স্থাপিত হয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৮৫.
মধ্যযুগে বাংলায় বিভিন্ন রকম ফসল উৎপন্ন হতো। এর যথার্থ কারণ কোনটি?
Ο ক) 
কৃষিভূমি উর্বর
Ο খ) 
সেচ ব্যবস্থার প্রসার
Ο গ) 
কৃষিভূমি অস্বাভাবিক উর্বর
Ο ঘ) 
কৃষিপণ্যের ব্যাপক চাহিদা

  সঠিক উত্তর: (গ)

৩৮৬.
মধ্যযুগের বাংলায় অভিজাত শ্রেণি রাষ্ট্রের মর্যাদাপূর্ণ পদে বসতেন-
i. যোগ্যতার দ্বারা
ii. প্রতিভার দ্বারা
iii. অর্থের দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৮৭.
বাঙালি হিন্দুদের সমাজজীবনে কোন পূজা সর্বাধিক উল্লেখযোগ্য?
Ο ক) 
সরস্বতী
Ο খ) 
কালী
Ο গ) 
চণ্ডী
Ο ঘ) 
দুর্গা

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৮.
বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে অবদান সবচেয়ে বেশি ছিল-
i. মুসলমান কবিদের
ii. হিন্দু কবিদের
iii. ইংরেজ কবিদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৮৯.
হিন্দুদের প্রধান খাদ্য ছিল কী?
Ο ক) 
রুটি
Ο খ) 
ভাত
Ο গ) 
পাঁঠার মাংস
Ο ঘ) 
লুচি

  সঠিক উত্তর: (খ)

৩৯০.
মধ্যযুগে বাংলায় হিন্দু সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) 
নারীদের সমান অধিকার
Ο খ) 
নারীদের প্রতি উদার মনোভাব
Ο গ) 
স্বামীভক্তি
Ο ঘ) 
নারীদের ইচ্ছায় স্বাধীনতা

  সঠিক উত্তর: (গ)

৩৯১.
মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে এক বর্ণের সাথে অন্য বর্ণের বিবাহ নিষিদ্ধ ছিল-
i. বর্ণপ্রথা কঠোরভাবে পালনের কারণে
ii. জাতিভেদ প্রথার কারণে
iii. অর্থের তারতম্যের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৯২.
চেহেল সেতুন নামটির সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) 
শায়েস্তা খানের
Ο খ) 
মুর্শিদ কুলী খানের
Ο গ) 
শাহ সুজার
Ο ঘ) 
হুসেন শাহের

  সঠিক উত্তর: (খ)

৩৯৩.
বাংলায় সুফি-সাধকগণ আসার যথার্থ কারণ কোনটি?
Ο ক) 
ব্যসায় বাণিজ্যে করা
Ο খ) 
জ্ঞানচর্চা করা
Ο গ) 
ভ্রমণ করা
Ο ঘ) 
ইসলাম ধর্ম প্রচার করা

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৪.
মধ্যযুগে বাংলার অর্থনীতিতে কৃষির ভূমিকা কীরূপ ছিল?
Ο ক) 
কম
Ο খ) 
সামান্য
Ο গ) 
অপরিসীম
Ο ঘ) 
মোটামুটি

  সঠিক উত্তর: (গ)

৩৯৫.
আতিক শুক্রবারে লালবাগের শাহী মসজিদে নামায পড়ে। এই মসজিদটি কোন আমলের?
Ο ক) 
মুঘল আমল
Ο খ) 
ইলিয়াস শাহী আমল
Ο গ) 
সুলতানি আমল
Ο ঘ) 
আদিনা মসজিদ

  সঠিক উত্তর: (খ)

৩৯৬.
পাঁচ পীরের দরগাহ কোথায় অবস্থিত?
Ο ক) 
চট্টগ্রাম
Ο খ) 
সোনারগাঁও
Ο গ) 
সিলেট
Ο ঘ) 
বাগেরহাট

  সঠিক উত্তর: (খ)

৩৯৭.
তৎকালীন সময়ে মুসলমানগণ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করত। মুসলমান সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল-
i. ধর্মপ্রীতি
ii. সাম্প্রদায়িকতা
iii. আধ্যাত্মিক সাধনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৯৮.
সাতনামা ও নীতিশাস্ত্র বার্তা গ্রন্থের রচয়িতার নাম কী?
Ο ক) 
কবি ফয়জুল্লাহ
Ο খ) 
কবি মোজাম্মেল
Ο গ) 
দোনা গাজী
Ο ঘ) 
বাহাদুর গাজী

  সঠিক উত্তর: (খ)

৩৯৯.
আলাউদ্দিন হুসেন শাহ-এর সময় বাংলা সাহিত্যের চরম উন্নতি ও বিকাশ সাধিত হয়। মুঘল যুগেও শাসকেরা প্রত্যক্ষ সাহায্য না করলেও বাংলা সাহিত্যের উন্নতি সাধিত হয় । কারণ-
i. জমিদারদের চেষ্টা
ii. জনগণের চেষ্টা
iii. ফকির দরবেশের চেষ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

অনুচ্ছেদটি পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও:
আলমগীর হোসেন একটি জমকালো অট্টালিকা নির্মাণ করেন। তার অট্টালিকায় জ্ঞানীগুণী ব্যক্তিরা আনাগোনা করেন। অত্র এলাকাবাসী ধর্মপরায়ণ ও শিক্ষিত ব্যক্তিদিগকে যথেষ্ট শ্রদ্ধা করত এবং এলাকার সমাজপতিরা শ্রদ্ধা প্রদর্শন হিসেবে ভাতা ও জমি বরাদ্দ করত। তাদের সমাজে খাতনা, আকিকা ও বিবাহ প্রচলিত ছিল।
৪০০.
উদ্দীপকের সাথে কোন শাসনামল সঙ্গতিপূর্ণ?
Ο ক) 
মুগল
Ο খ) 
সুলতানি
Ο গ) 
মুসলমান
Ο ঘ) 
হিন্দু

  সঠিক উত্তর: (গ)

৪০১.
উক্ত সমাজের প্রিয় খাবার কোনটি?
Ο ক) 
মোরগ পোলাও
Ο খ) 
ফিরনি
Ο গ) 
রেজালা
Ο ঘ) 
খিচুরি

  সঠিক উত্তর: (ঘ)

৪০২.
আলোচ্য সমাজের সাথে সংশ্লিষ্ট-
i. নৌকা বাইচ
ii. হোলিখেলা
iii. উত্তরাধিকারসূত্রে সরকারি পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...