NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ১৫ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ৫: বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু


এস.এস.সি    ||    বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
অধ্যায় - ৫: বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু


১.
বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত?
Ο ক) 
দক্ষিণ
Ο খ) 
পূর্ব
Ο গ) 
দক্ষিণ-পশ্চিম
Ο ঘ) 
দক্ষিণ-পূর্ব

  সঠিক উত্তর: (ক)

২.
লালমাই অঞ্চলের মাটি কেমন?
Ο ক) 
লালচে
Ο খ) 
লাল
Ο গ) 
ধূসর
Ο ঘ) 
নীলাভ

  সঠিক উত্তর: (ক)

৩.
নেপালে মূলত কয়টি ঋতু পরিলক্ষিত হয়?
Ο ক) 
তিনটি
Ο খ) 
দুটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
ছয়টি

  সঠিক উত্তর: (খ)

৪.
বাংলাদেশের মোট বৃষ্টিপাতের কতভাগ বর্ষাকালে হয়ে থাকে?
Ο ক) 
পাঁচ ভাগের দুই ভাগ
Ο খ) 
পাঁচ ভাগের তিন ভাগ
Ο গ) 
পাঁচ ভাগের চার ভাগ
Ο ঘ) 
পাঁচ ভাগের পাঁচ ভাগ

  সঠিক উত্তর: (গ)

৫.
মধুপুর ও ভাওয়ারের সোপানভূমির মাটি কেমন?
Ο ক) 
কালো, ছাই রঙের
Ο খ) 
সাদা রঙের
Ο গ) 
নীলাভ রঙের
Ο ঘ) 
লালচে ও ধূসর

  সঠিক উত্তর: (ঘ)

৬.
টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে কত ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

৭.
সিলেটের পাহাড়িয়া অঞ্চলে কী পরিমাণ মৌসুমি বৃষ্টিপাত হয়?
Ο ক) 
৩৩৮ সে.মি.
Ο খ) 
৩৪০ সে.মি.
Ο গ) 
৩৪২ সে.মি.
Ο ঘ) 
৩৪৪ সে.মি.

  সঠিক উত্তর: (খ)

৮.
সাম্প্রতিককারের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত -
i. স্রোতজ সমভূমি
ii. চত্বরভূমি
iii. উপকূলীয় সমভূমি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৯.
লিনিয়ামোট আসাম থেকে ডাকার কোন স্থাপ পর্যন্ত বিস্তৃত?
Ο ক) 
নারায়ণগঞ্জ
Ο খ) 
টঙ্গী
Ο গ) 
পাগলা
Ο ঘ) 
ডেমরা

  সঠিক উত্তর: (গ)

১০.
খুলনা বাংলাদেশের কোন ভূমিকম্প বলয়ে অবস্থিত?
Ο ক) 
প্রথমটিতে
Ο খ) 
দ্বিতীয়টিতে
Ο গ) 
তৃতীয়টিতে
Ο ঘ) 
চতুর্থটিতে

  সঠিক উত্তর: (গ)

১১.
বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপানসমূহ মোট ভূমির কত এলাকা নিয়ে গঠিত?
Ο ক) 
৫%
Ο খ) 
৬%
Ο গ) 
৭%
Ο ঘ) 
৮%

  সঠিক উত্তর: (ঘ)

১২.
ভাওয়ালের সোপানভূমির বিশেষ বৈশিষ্ট্য হলো -
i. মাটির রং লালচে
ii. মাটির রং অনেকটা ধূসর
iii. মাটির রং বাদামি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩.
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের গড় উচ্চতা কত?
Ο ক) 
৪০০ মিটার
Ο খ) 
৬১০ মিটার
Ο গ) 
৫৫০ মিটার
Ο ঘ) 
৬০০ মিটার

  সঠিক উত্তর: (খ)

১৪.
নেপালে নভেম্বর হতে জানুয়ারি মাস পর্যন্ত -
i. অত্যন্ত শুষ্ক থাকে
ii. আর্দ্র থাকে
iii. বৃষ্টিহীন থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৫.
বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহের মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ যেসব এলাকায় অবস্থিত -
i. রাঙ্গামাটি
ii. বান্দরবান
iii. খাগড়াছড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
জানুয়ারি মাসে নেপালের কাঠমুন্ডুতে তাপমাত্রা কত থাকে?
Ο ক) 
৯ ডিগ্রি সে.
Ο খ) 
১০ ডিগ্রি সে.
Ο গ) 
১১ ডিগ্রি সে.
Ο ঘ) 
১২ ডিগ্রি সে.

  সঠিক উত্তর: (খ)

১৭.
নেপালে কয়টি ঋতু পরিলক্ষিত হয়?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
ছয়টি

  সঠিক উত্তর: (ক)

১৮.
আন্তঃবরফগলা পানিতে প্লাবনের সৃষ্টি হলে কোন ধরনের ভূমিরূপ গঠিত হয়?
Ο ক) 
চত্বরভূমি
Ο খ) 
প্লাবন সমভূমি
Ο গ) 
স্রোতজ সমভূমি
Ο ঘ) 
ব-দ্বীপ সমভূমি

  সঠিক উত্তর: (ক)

১৯.
বাংলাদেশের অবস্থান কোথায়?
Ο ক) 
পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার অববাহিকায়
Ο খ) 
পদ্মার অববাহিকায়
Ο গ) 
ঝিলাম ও গঙ্গার অববাহিকায়
Ο ঘ) 
ইরাবতির অববাহিকায়

  সঠিক উত্তর: (ক)

২০.
ভূমিকম্প কিরূপ দুর্যোগ?
Ο ক) 
সাধারণ
Ο খ) 
স্বাভাবিক
Ο গ) 
প্রাকৃতিক
Ο ঘ) 
কৃত্রিম

  সঠিক উত্তর: (গ)

২১.
বঙ্গোপসাগরে সাধারণত নিম্নচাপ সৃষ্টি হয় -
i. এপ্রিল মাসে
ii. জানুয়ারি মাসে
iii. মে মাসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২.
জুলাই মাসে কাঠমুন্ডুর তাপমাত্রা কত?
Ο ক) 
১০ ডিগ্রি সে.
Ο খ) 
২৪.৪ ডিগ্রি সে.
Ο গ) 
২৭.৪ ডিগ্রি সে.
Ο ঘ) 
২৮.৪ ডিগ্রি সে.

  সঠিক উত্তর: (খ)

২৩.
ভারতের মরু অঞ্চলের উত্তাপ কত ডিগ্রি সে. পর্যন্ত দেখা যায়?
Ο ক) 
২৩
Ο খ) 
২৭
Ο গ) 
৪৩
Ο ঘ) 
৪৮

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
মধুপুর ও ভাওয়ালের সোপান ভূমির অন্তর্ভুক্ত কোন জেলাগুলো?
Ο ক) 
ঢাকা, ফরিদপুর, রাজবাড়ি
Ο খ) 
ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলার অংশবিশেষ
Ο গ) 
নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী
Ο ঘ) 
বরগুনা, পটুয়াখালী, ভোলা

  সঠিক উত্তর: (খ)

২৫.
স্রোতজ সমভূমি বিস্তৃত -
i. খুলনা জেলায়
ii. ফরিদপুর জেলায়
iii. পটুয়াখালী জেলায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৬.
মায়ানমারে বর্ষাকালের ব্যাপ্তি কোন কোন মাসে?
Ο ক) 
মে-সেপ্টেম্বর
Ο খ) 
মে-অক্টোবর
Ο গ) 
জুন-সেপ্টেম্বর
Ο ঘ) 
জুন-অক্টোবর

  সঠিক উত্তর: (খ)

২৭.
মায়ানমারের গড় তাপমাত্রা গ্রীষ্মকালে কত ডিগ্রি সে. এ পৌঁছায়?
Ο ক) 
১৯
Ο খ) 
২৭
Ο গ) 
২৯
Ο ঘ) 
৩২

  সঠিক উত্তর: (গ)

২৮.
কোন পাহাড়টি উচ্চতায় সবচেয়ে নিচু?
Ο ক) 
লালমাই
Ο খ) 
চিকনাগুল
Ο গ) 
খাসিয়া
Ο ঘ) 
জয়ন্তিয়া

  সঠিক উত্তর: (ক)

২৯.
আকস্মিক পদ্ধতিতে ভূপরিবর্তনকারী শক্তির মধ্যে প্রধান -
i. ভূমিধস
ii. আগ্নেয়গিরি
iii. ভূমিকম্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩০.
কত সালে বাংলাদেশের ভূমিকম্প বলয় সংবলিত মানচিত্র তৈরি করা হযেছে?
Ο ক) 
১৯৮০
Ο খ) 
১৯৮৫
Ο গ) 
১৯৮৯
Ο ঘ) 
১৯৯৫

  সঠিক উত্তর: (গ)

৩১.
কোনগুলো দক্ষিণ এশিয়ার নদী?
Ο ক) 
মারে ডার্লিং, ইয়াংসিকিয়াং
Ο খ) 
টেমস, হোয়াংহো
Ο গ) 
পদ্মা, ইরাবতি
Ο ঘ) 
পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
বাংলাদেশে অধিক বৃষ্টিপাতের ফলে অনেক সময় কী সৃষ্টি হয়?
Ο ক) 
অতিবৃষ্টি ও ঝড়
Ο খ) 
অতিবৃষ্টি ও অকাল বন্যা
Ο গ) 
অনাবৃষ্টি ও দুর্যোগ
Ο ঘ) 
বন্যা ও সুনামি

  সঠিক উত্তর: (খ)

৩৩.
মায়ানমারে উত্তর-পূর্ব আয়ন বায়ু শীতকালে কোন দিকে প্রবাহিত হয়?
Ο ক) 
দক্ষিণ-পূর্ব
Ο খ) 
দক্ষিণ-পশ্চিম
Ο গ) 
উত্তর-পূর্ব
Ο ঘ) 
উত্তর-পশ্চিম

  সঠিক উত্তর: (খ)

৩৪.
গ্রীষ্মকালে মায়ানমারে নিম্নচাপের সৃষ্টি হয় কেন?
Ο ক) 
এ সময় সূর্য উত্তর গোলার্ধে অবস্থান করে
Ο খ) 
এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে
Ο গ) 
এ সময় মায়ানমারে সূর্যের উত্তাপ কমে যায়
Ο ঘ) 
এ সময় মায়ানমারের প্রাকৃতিক পরিবর্তন হয়

  সঠিক উত্তর: (ক)

৩৫.
ভারতের ওপর দিয়ে শীতকালে কোন মৌসুমি বায়ু প্রবাহিত হয়?
Ο ক) 
পূর্ব মৌসুমি
Ο খ) 
পশ্চিম মৌসুমি
Ο গ) 
উত্তর মৌসুমি
Ο ঘ) 
দক্ষিণ মৌসুমি

  সঠিক উত্তর: (খ)

৩৬.
বাংলাদেশের কোন জেলা ভূমিকম্পের ডেঞ্জার ফন্ট লাইনে অবস্থান করছে?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
চট্টগ্রাম
Ο গ) 
রংপুর
Ο ঘ) 
সিলেট

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
বর্ষা মৌসুমে অধিক বৃষ্টিপাত এবং বর্ষাকাল দেরিতে আসার কারণ কী?
Ο ক) 
আবহাওয়ার পরিবর্তন
Ο খ) 
পরিবেশের পরিবর্তন
Ο গ) 
বনভূমি ধ্বংস
Ο ঘ) 
জলবায়ু পরিবর্তন

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
জুন মাসের শেষে অতিরিক্ত তাপ ভারতের কোন এলাকায় প্রবল শক্তিসম্পন্ন নিম্নচাপ বলয়ের সৃষ্টি করে?
Ο ক) 
পশ্চিমবঙ্গে
Ο খ) 
উড়িষ্যায়
Ο গ) 
মেদিনীপুরে
Ο ঘ) 
পাঞ্জাবে

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
Ο ক) 
১.৩৭
Ο খ) 
১.৩৮
Ο গ) 
১.৪২
Ο ঘ) 
১.৪৮

  সঠিক উত্তর: (ক)

৪০.
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
Ο ক) 
লালমাই
Ο খ) 
মোদকমুয়াল
Ο গ) 
তাজিনডং
Ο ঘ) 
কিওক্রাডং

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
বিজ্ঞানীরা এ পর্যন্ত ভূমিকম্পের কয়টি কারণ চিহ্নিত করেছেন?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (খ)

৪২.
গ্রীষ্মকালে মায়ানমারের কোথায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়?
Ο ক) 
ইয়াঙ্গুনে
Ο খ) 
মান্দালয়ে
Ο গ) 
ভামোতে
Ο ঘ) 
টেনাসেরিমে

  সঠিক উত্তর: (খ)

৪৩.
বাংলাদেশে কোন ভূমিকম্প বলয়কে লঘু বলে বর্ণনা করা হয়েছে?
Ο ক) 
প্রথম
Ο খ) 
দ্বিতীয়
Ο গ) 
তৃতীয়
Ο ঘ) 
চতুর্থ

  সঠিক উত্তর: (গ)

৪৪.
বর্ষাকালের সময় কোন কোন মাসে খুব বেশি গরম পড়ে?
Ο ক) 
মে ও জুলাই
Ο খ) 
এপ্রিল ও আগস্ট
Ο গ) 
জুন ও সেপ্টেম্বর
Ο ঘ) 
মে ও অক্টোবর

  সঠিক উত্তর: (গ)

৪৫.
বাংলাদেশে শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা কত হয়?
Ο ক) 
২৮ ডিগ্রি সে.
Ο খ) 
২৯ ডিগ্রি সে.
Ο গ) 
৩০ ডিগ্রি সে.
Ο ঘ) 
৩১ ডিগ্রি সে.

  সঠিক উত্তর: (খ)

৪৬.
ভারতের জলবায়ুকে কয়টি ঋতুতে ভাগ করা হয়েছে?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (গ)

৪৭.
আসাদ কলকাতা যেতে চাইল। বাংলাদেশের কোন সীমান্ত এলাকা এর জন্য সুবিধাজনক?
Ο ক) 
পশ্চিম দিক দিয়ে
Ο খ) 
দক্ষিণ দিক দিয়ে
Ο গ) 
পূর্ব দিক দিয়ে
Ο ঘ) 
উত্তর দিক দিযে

  সঠিক উত্তর: (ক)

৪৮.
বাংলাদেশের কত ভাগ ভূমি নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি?
Ο ক) 
৭০%
Ο খ) 
৭৫%
Ο গ) 
৮০%
Ο ঘ) 
৮৫%

  সঠিক উত্তর: (গ)

৪৯.
জলবায়ুর পরিবর্তনের ফলে -
i. মানুষের পেশাগত পরিবর্তন ঘটছে
ii. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে
iii. বিভিন্ন প্রজাতির প্রাণী বিপন্ন হচ্ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
কোন ধরনের মাটি দ্বারা সমতল নদী অববাহিকা অঞ্চল সৃষ্ট?
Ο ক) 
বালি
Ο খ) 
কংকর মিশ্রিত
Ο গ) 
পলি
Ο ঘ) 
দোআঁশ

  সঠিক উত্তর: (গ)

৫১.
ভূ-পৃষ্ঠে অনুভূমিক পার্শ্বচাপের প্রভাব পড়ে?
Ο ক) 
আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে
Ο খ) 
ভূমিধসে
Ο গ) 
ভূ-ত্বকের কম্পনে
Ο ঘ) 
ভূমিকম্পের ঝাঁকুনিতে

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
ভূমিকম্পের বিপদ থেকে বাঁচতে হলে বিদ্যুৎ ও গ্যাস লাইন কী রকম রাখতে হবে?
Ο ক) 
বন্ধ করে
Ο খ) 
চলমান
Ο গ) 
স্বাভাবিক
Ο ঘ) 
ত্রুটিমুক্ত

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ অবস্থিত -
i. ইন্ডিয়ান প্লেট সীমানায়
ii. মায়ানমার প্লেট সীমানায়
iii. ইউরোপিয়ান প্লেট সীমানায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৪.
বাংলাদেশের কিছু অংশ দেবে যাচ্ছে কিংবা কিছু অংশ ওঠে যাচ্ছে এর ফলে -
i. ভূমিকম্পের সম্ভাবনা বাড়ছে
ii. ভূমিকম্পের সম্ভাবনা কমে যাচ্ছে
iii. খনিজ সম্পদ উত্তোলনে সমস্যা দেখা দিচ্ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৫.
বাংলাদেশের পশ্চিমে কী অবস্থিত?
Ο ক) 
ভারতের নদীয়া
Ο খ) 
ভারতের ত্রিপুরা
Ο গ) 
ভারতের আসাম
Ο ঘ) 
ভারতের পশ্চিমবঙ্গ

  সঠিক উত্তর: (ঘ)

৫৬.
পৃথিবীর ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোকে কয়টি প্রধান অংশে ভাগ করা যায়?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (খ)

৫৭.
একটি পানির ঢাল প্রবাহিত হলে সর্বশেষ সেটি কোথায় গিয়ে পতিত হবে?
Ο ক) 
মেঘনা নদীতে
Ο খ) 
পদ্মা নদীতে
Ο গ) 
যমুনা নদীতে
Ο ঘ) 
বঙ্গোপসাগরে

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
গ্রীষ্ম ঋতুতে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কত হয়?
Ο ক) 
২০ ডিগ্রি সে.
Ο খ) 
২১ ডিগ্রি সে.
Ο গ) 
২২ ডিগ্রি সে.
Ο ঘ) 
২৩ ডিগ্রি সে.

  সঠিক উত্তর: (খ)

৫৯.
North westerlies কী?
Ο ক) 
দক্ষিণ-পশ্চিম বায়ু
Ο খ) 
আশ্বিনা বায়ু
Ο গ) 
উত্তর-পশ্চিম বায়ু
Ο ঘ) 
কালবৈশাখী

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
ভারতের জলবায়ু বিচিত্র হওয়ার কারণ কী?
Ο ক) 
দেশটি সাগরবেষ্টিত তাই
Ο খ) 
দেশটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেছে
Ο গ) 
দেশটিতে নদ-নদী কম
Ο ঘ) 
এটি বিশাল আয়তনের দেশ

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
সমুদ্রে ভূমিকম্প আঘাত হানলে -
i. সমুদ্রের পানি তীর থেকে নিচে নেমে যেতে পারে
ii. সমুদ্রের নিচে নেমে যাওয়া পানি ১৫-২০ মিটার উঁচু হয়ে কূলে আঘাত হানতে পারে
iii. অনেক সময় সুনামি আঘাত হানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬২.
নেপালের বার্ষিক গড় বৃষ্টিপাত কত সে.মি.
Ο ক) 
১৪৩
Ο খ) 
১৪৪
Ο গ) 
১৪৬
Ο ঘ) 
১৪৫

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
বাংলাদেশের জলবায়ু -
i. উষ্ণ
ii. শীতল
iii. সমভাবাপন্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৪.
ভূ-প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (খ)

৬৫.
গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কত হয়?
Ο ক) 
২৭ ডিগ্রি সে.
Ο খ) 
২৯ ডিগ্রি সে.
Ο গ) 
৩০ ডিগ্রি সে.
Ο ঘ) 
৩৮ ডিগ্রি সে.

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
ভূমিকম্পের অন্যতম কারণ কী?
Ο ক) 
পৃথিবীর অভ্যন্তরের শূন্যস্থান পূরণ
Ο খ) 
ভিত্তিশিলা ক্ষয় এবং ক্ষয়ের স্থানচ্যুতি
Ο গ) 
ভিত্তিশিলা চ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূ-আলোড়ন
Ο ঘ) 
পৃথিবীর অভ্যন্তরের তরল পদার্থের স্থানান্তর

  সঠিক উত্তর: (গ)

৬৭.
ভূমিকম্পের সময় জনসাধারণের করণীয় নিজেকে -
i. চিন্তামুক্ত রাখা
ii. ধীরস্থির রাখা
iii. শান্ত রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬৮.
নুড়ি, বালি ও কংকর মিশ্রিত লালচে মাটি কোথায় দেখা যায়?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
কুমিল্রা
Ο গ) 
ভোলা
Ο ঘ) 
বরগুনা

  সঠিক উত্তর: (খ)

৬৯.
বাংলাদেশে ভূমিকম্প বলয়ের কোনটি বিপজ্জনক?
Ο ক) 
প্রথম বলয়
Ο খ) 
দ্বিতীয় বলয়
Ο গ) 
তৃতীয় বলয়
Ο ঘ) 
চতুর্থ বলয়

  সঠিক উত্তর: (খ)

৭০.
বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে কোন প্লেটের সংঘর্ষের কারণে?
Ο ক) 
লিনিয়ামোট
Ο খ) 
টেকটনিক
Ο গ) 
ইন্ডিয়ান
Ο ঘ) 
কনসোর্টিয়াম

  সঠিক উত্তর: (খ)

৭১.
কোন দিকে বাংলাদেশের ভূখন্ড ক্রমশ ঢালু?
Ο ক) 
উত্তর হতে দক্ষিণে
Ο খ) 
পূর্ব হতে পশ্চিমে
Ο গ) 
দক্ষিণ হতে উত্তরে
Ο ঘ) 
পশ্চিম হতে পূর্বে

  সঠিক উত্তর: (ক)

৭২.
কোন মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষাকালে মায়ানমারে প্রচুর বৃষ্টিপাত হয়?
Ο ক) 
উত্তর-পূর্ব
Ο খ) 
দক্ষিণ-পূর্ব
Ο গ) 
উত্তর-পশ্চিম
Ο ঘ) 
দক্ষিণ-পশ্চিম

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত?
Ο ক) 
চট্টগ্রাম
Ο খ) 
খাগড়াছড়ি
Ο গ) 
বান্দরবান
Ο ঘ) 
রাঙ্গামাটি

  সঠিক উত্তর: (গ)

৭৪.
সাধারণত টিলার উচ্চতা কত হয়ে থাকে?
Ο ক) 
১০-৩০ মিটার
Ο খ) 
৩০-৯০ মিটার
Ο গ) 
৪০-৮০ মিটার
Ο ঘ) 
৬০-৭০ মিটার

  সঠিক উত্তর: (খ)

৭৫.
কী দিয়ে ইটের দেয়ালে প্রলেপ দিলে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়?
Ο ক) 
ইস্পাত
Ο খ) 
কংক্রিট ঢালাই
Ο গ) 
ফেরো সিমেন্ট
Ο ঘ) 
কাঠের ব্রেসিং

  সঠিক উত্তর: (গ)

৭৬.
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ গঠিত -
i. শেল পাথর দ্বারা
ii. চুনাপাথর দ্বারা
iii. কর্দম দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭৭.
বর্ষাকালে বাংলাদেশে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় সংঘটিত হয়?
Ο ক) 
পাবনায়
Ο খ) 
ঢাকায়
Ο গ) 
কুমিল্রায়
Ο ঘ) 
শ্রীমঙ্গলে

  সঠিক উত্তর: (ক)

৭৮.
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ বিস্তৃত -
i. ময়মনসিংহ জেলার উত্তরাংশে
ii. হবিগঞ্জ জেলার দক্ষিণাংশে
iii. সিলেট জেলার উত্তরাংশে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৯.
মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল বিরাজ করে -
i. বাংলাদেশে
ii. ভারতে
iii. মায়ানমারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
গড় হিসাবে বাংলাদেশে উষ্ণতম মাস কোনটি?
Ο ক) 
মার্চ
Ο খ) 
মে
Ο গ) 
এপ্রিল
Ο ঘ) 
জুন

  সঠিক উত্তর: (গ)

৮১.
ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূ-পৃষ্ঠস্থ স্থানের নাম কী?
Ο ক) 
চ্যুতি
Ο খ) 
কেন্দ্র
Ο গ) 
উপকেন্দ্র
Ο ঘ) 
উপত্যকা

  সঠিক উত্তর: (গ)

৮২.
কোন বায়ুর প্রভাবে এপ্রিল মাসে দেশের দক্ষিণ হতে উত্তর দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে বেশি হয়?
Ο ক) 
মৌসুমি বায়ু
Ο খ) 
স্থানীয় বায়ু
Ο গ) 
সাময়িক বায়ু
Ο ঘ) 
সামুদ্রিক বায়ু

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
বাংলাদেশের ভূমিকম্প বলয়সমূহ কী নামে পরিচিত?
Ο ক) 
বিপজ্জনক জোন
Ο খ) 
কনসোর্টিয়াম জোন
Ο গ) 
সিসমিক রিস্ক জোন
Ο ঘ) 
লিনিয়ামোট জোন

  সঠিক উত্তর: (গ)

৮৪.
বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পাহাড়সমূহ কোন অঞ্চলের পাহাড়ের উদাহরণ?
Ο ক) 
দক্ষিণাঞ্চলের
Ο খ) 
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের
Ο গ) 
পূর্বাঞ্চলের
Ο ঘ) 
দক্ষিণ-পূর্বাঞ্চলের

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
২০০১ সারে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল কত?
Ο ক) 
১.৪৮
Ο খ) 
১.৪৯
Ο গ) 
১.৪৬
Ο ঘ) 
১.৪৪

  সঠিক উত্তর: (ক)

৮৬.
ভারতের কোনো কোনো স্থানে কোন ঋতুতে ঘূর্ণিঝড়ের মাধ্যমে বৃষ্টিপাত হয়?
Ο ক) 
শীতকারে
Ο খ) 
গ্রীষ্মকালে
Ο গ) 
বর্ষাকালে
Ο ঘ) 
শরৎ ও হেমন্তকারে

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
শীতে ভারতের আকাশ থাকে -
i. স্বচ্ছ
ii. মেঘমুক্ত
iii. জলীয় বাষ্পপূর্ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৮.
১৯৭৪ সাল থেকে বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ কত কমেছে?
Ο ক) 
০.০৩ একর
Ο খ) 
০.০০৩ একর
Ο গ) 
০.০২ একর
Ο ঘ) 
০.০২৫ একর

  সঠিক উত্তর: (ক)

৮৯.
সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ এলাকা হলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের -
i. ক্যালিফোর্নিয়া
ii. জাপান
iii. আলাস্কা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
রিস্তানা ডিসেম্বর মাসের এক বিকেলে বাবা-মায়ের সাথে মেলায় যায়। হঠাৎ করেই বৃষ্টি শুরু হলে তারা দ্রুত একটি গাছের নিচে আশ্রয় নেয়। তবে সামান্য বৃষ্টিপাতের পরেই মেঘ কেটে যায়।
৯০.
রিস্তানার দেখা বৃষ্টিপাতটি কোন বায়ুর প্রভাবে ঘটেছে?
Ο ক) 
উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
Ο খ) 
উত্তর-পশ্চিম শীতল বায়ু
Ο গ) 
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
Ο ঘ) 
দক্ষিণ-পশ্চিম শুষ্ক বায়ু

  সঠিক উত্তর: (খ)

৯১.
উক্ত বৃষ্টিপাতটির ফলে কোন ফসল উৎপাদন করা যায়?
Ο ক) 
ভুট্টা
Ο খ) 
গম
Ο গ) 
পাট
Ο ঘ) 
তুলা

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...