NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৭


এস.এস.সি    ||    বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
অধ্যায় - ৭


১.
সিরাজউদ্দৌলা কত বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন?
Ο ক) 
২০ বছর
Ο খ) 
২১ বছর
Ο গ) 
২২ বছর
Ο ঘ) 
২৩ বছর

  সঠিক উত্তর: (গ)

২.
‘ক’ নামক ক্ষমতা লাভের মাধ্যমে কোম্পানি দায়িত্বহীন শাসকে পরিণত হয়। ‘ক’ এর সাদৃশ্য রয়েছে-
Ο ক) 
দ্বৈত শাসন
Ο খ) 
দেওয়ানি লাভের মাধ্যমে
Ο গ) 
বক্সারের যুদ্ধে জয়ের মাধ্যমে
Ο ঘ) 
পলাশীর যুদ্ধের জয়ের মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

৩.
ওলন্দাজ ভারতবর্ষের কোথায় তাদের বাণিজ্য কুঠি নির্মাণ করেন?
Ο ক) 
চুঁচুড়া
Ο খ) 
চট্টগ্রাম
Ο গ) 
বোম্বাই
Ο ঘ) 
গোয়া

  সঠিক উত্তর: (ক)

৪.
ইংরেজদের সাথে মীর কাশেমের অন্যতম কারণ কোনটি?
Ο ক) 
আন্তঃবাণিজ্য শুল্ক উঠিয়ে দেওয়া
Ο খ) 
মীর কাশিমের অর্থ প্রদানে ব্যর্থ  হওয়া
Ο গ) 
সেনাবাহিনীতে বিদেশিদের নিয়োগ দেওয়া
Ο ঘ) 
ইংরেজদের প্রতি কটুক্তি করা

  সঠিক উত্তর: (ক)

৫.
পলাশীর যুদ্ধের নবাবের পরাজয়ের কারণ-
i. মীর জাফরের অসহোগিতা
ii. নবাবের অদূরদর্শিতা
iii. শত্রুপক্ষের একাত্মতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬.
ফররুখ শিয়ারের ফরমানকে ইস্টইন্ডিয়া কোম্পানির ম্যাগনাকার্টা বলা হয় কেন?
i. কোম্পানি নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার লাভ করে
ii. বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায়
iii. এ ফরমান বলে কোম্পানি অপ্রতিরোধ ক্ষমতা লাভ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭.
মীর কাশিম কীভাবে এলিসকে পাটনা থেকে বিতাড়িত করেন?
Ο ক) 
সফল প্রতিরোধের মাধ্যমে
Ο খ) 
অস্ত্রসহ প্রতিরোধের মাধ্যমে
Ο গ) 
কঠোর প্রতিরোধের মাধ্যমে
Ο ঘ) 
যুদ্ধের মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

৮.
পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন কে?
Ο ক) 
আলীবর্দী খান
Ο খ) 
শায়েস্তা খান
Ο গ) 
মুর্শিদকুলি খান
Ο ঘ) 
সরফরাজ খান

  সঠিক উত্তর: (খ)

৯.
মি.ক কর্তৃক অনুমোদিত ফরমান ইস্টইন্ডিয়া কোম্পানির ম্যাগনাকাটা নামে পরিচিত। উক্ত ফরমানটির সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) 
সম্রাট ফখরুদ্দিনের ফরমান
Ο খ) 
সম্রাট আওরঙ্গজেবের ফরমান
Ο গ) 
সম্রাট আকবরের ফরমান
Ο ঘ) 
সম্রাট ফররুখ শিয়ারের ফরমান

  সঠিক উত্তর: (ঘ)

১০.
লর্ড ক্লাইভের সময় বাংলা কত সালে দুর্ভিক্ষ হয়-
Ο ক) 
১১৭০ সালে
Ο খ) 
১১৭৬ সালে
Ο গ) 
১৭৭০ সালে
Ο ঘ) 
১৭৭৬ সালে

  সঠিক উত্তর: (খ)

১১.
বক্সারের যুদ্ধ সংঘটিত হওয়ার পেছনে কারণ ছিল-
i. মীর কাশিমের স্বাধীনচেতা মনোভাব
ii. মুঙ্গের রাজধানী স্থানান্তর
iii. আন্তঃশুল্ক উঠিয়ে নেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২.
পর্তুগিজরা কত সালে হুগলিতে উপনিবেশ গড়ে তোলে?
Ο ক) 
১৯৪৮ সাল
Ο খ) 
১৫৩৮ সাল
Ο গ) 
১৫৭৯ সাল
Ο ঘ) 
১৬০২ সাল

  সঠিক উত্তর: (গ)

১৩.
পলাশী যুদ্ধের চেয়ে বক্সারের যুদ্ধের গুরুত্ব বেশি। কথাটি বলার কারণ কী?
Ο ক) 
বক্সার যুদ্ধ দীর্ঘদিন যাবৎ স্থায়ী ছিল
Ο খ) 
পলাশীর তুলনায় বক্সারের অধিক মানুষ নিহত হয়
Ο গ) 
বক্সারের যুদ্ধ জয়ের মাধ্যমে ইংরেজরা অপ্রতিরোদ্ধ ক্ষমতার অধিকারী হয়
Ο ঘ) 
বক্সারে পরাজয়ের মাধ্যমে মীর কাশিম ক্ষমতাচ্যুত হয়

  সঠিক উত্তর: (গ)

১৪.
চিরস্থায়ী বন্দোবস্ত অন্যতম সুবিধা হচ্ছে-
i. বাজেট প্রণয়নের সুবিধা
ii. পরিকল্পনা বাস্তবায়নে সুবিধা
iii. সুনির্দিষ্ট রাজস্ব আয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের যথার্থ কারণ কোনটি?
Ο ক) 
পণ্য উৎপাদন
Ο খ) 
অর্থ উপার্জন
Ο গ) 
পোশাক উৎপাদন
Ο ঘ) 
বাণিজ্য করা

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
নিচের কোন সালটির ছিয়াত্তরের মন্বন্তরের সাথে সাদৃশ্য রয়েছে?
Ο ক) 
১৭৭০
Ο খ) 
১৭৮০
Ο গ) 
১৭৮৫
Ο ঘ) 
১৭৯০

  সঠিক উত্তর: (ক)

১৭.
মীর কাশিম কিসের প্রতি সচেতন ছিলেন?
Ο ক) 
নিজের স্বাস্থ্যর প্রতি
Ο খ) 
রাজ্যের প্রতি
Ο গ) 
প্রজাদের প্রতি
Ο ঘ) 
গরিবের কল্যাণের প্রতি

  সঠিক উত্তর: (গ)

১৮.
সাদেক বলেন,এই শাসনের ফলে কোম্পানি লাভ কে দায়িত্বহীন ক্ষমতা, আর নবাব পরিণত হয় ক্ষমতাহীন শাসকে। সাদিক কোন শাসনের প্রতি ইঙ্গিত করেছেন?
Ο ক) 
দ্বৈত্তশাসন
Ο খ) 
ইংরেজ শাসন
Ο গ) 
ফরাসি শাসন
Ο ঘ) 
পঞ্চনীতি শাসন

  সঠিক উত্তর: (ক)

১৯.
আশিক ১৭৯৩ সালে বাংলায় একটি ব্যবস্থার কথা বলেন। যাতে জমিদারশ্রেণি ভূমির মালিক হয়। আশিক কোন ব্যবস্থার প্রতি ইঙ্গিত করেছেন?
Ο ক) 
পাঁচসালা বন্দোবস্ত
Ο খ) 
দশসালা বন্দোবস্ত
Ο গ) 
চিরস্থায়ী বন্দোবস্ত
Ο ঘ) 
একসালা বন্দোবস্ত

  সঠিক উত্তর: (গ)

২০.
পর্তুগিজরা কোথায় উপনিবেশ গড়ে তোলে?
Ο ক) 
কালিকটে
Ο খ) 
চট্টগ্রামে
Ο গ) 
সাতগাঁওয়ে
Ο ঘ) 
হুগলিতে

  সঠিক উত্তর: (ঘ)

২১.
মীর কাশিমের চারিত্রিক বৈশিষ্ট্য বিবেচনা করলে বলা যায় তিনি ছিলেন-
i. সুদক্ষ শাসক
ii. দূরদর্শী রাজনীতিবিদ
iii. স্বাধীনচেতা মানুষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২.
কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?
Ο ক) 
পদ্মা
Ο খ) 
মেঘনা
Ο গ) 
যমুনা
Ο ঘ) 
ভাগীরথী

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
আলীবর্দী খান কর্তৃক সিরাজউদ্দৌলাকে নবাব মনোনীত করার কারণ-
i. নিজের পুত্র সন্তান ছিল না
ii. দৌহিত্রকে খুব ভালোবাসতেন
iii. জামায়তগণ অযোগ্য ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

২৪.
দিনেমাররা এদেশ ত্যাগ করে কখন?
Ο ক) 
১৮৪২ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৮৪৩ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৮৪৪ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৮৪৫ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
কৃষকরা সরাসরি জমিদার কর্তৃক শোষিত হওয়ার ক্ষেত্রে কোনটি অধিক উপযোগী?
Ο ক) 
পাঁচসালা বন্দোবস্ত
Ο খ) 
আটসালা বন্দোবস্ত
Ο গ) 
দশসালা বন্দোবস্তু
Ο ঘ) 
চিরস্থায়ী বন্দোবস্তু

  সঠিক উত্তর: (ক)

২৬.
পণ্ডিচেরীতে ফরাসি উপনিবেশ কখন গড়ে ওঠে?
Ο ক) 
১৬৭১ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৬৭২ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৬৭৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৬৭৪ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (গ)

২৭.
মীর কাশিমকে কীভাবে ক্ষমতায় বসানো হয়?
Ο ক) 
জোর করে
Ο খ) 
যুদ্ধ করে
Ο গ) 
কৌশলে
Ο ঘ) 
শর্তসাপেক্ষে

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
ক্যাপ্টেন হকিন্স সম্রাট জাহাঙ্গীরের সাথে সাক্ষাৎ করেন কারণ-
i. বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে
ii. মিত্রতা স্থাপনের জন্য
iii. বাণিজ্যিক কুঠি স্থাপনের অনুমতি লাভের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
বাংলায় ১৭৭০ খ্রি. দুর্ভিক্ষ হয়েছিল। এর জন্য বেশি দায়ী কোনটি?
Ο ক) 
কোম্পানির দুনীর্তি
Ο খ) 
হেস্টিংসের দ্বৈত শাসন প্রবর্তন
Ο গ) 
নবাবের অদূরদর্শিতা
Ο ঘ) 
প্রাকৃতিক কারণ

  সঠিক উত্তর: (খ)

৩০.
রবার্ট ক্লাইভের দ্বৈত শাসনের ফলে ঘটে-
i. কোম্পানির লাভ করে দায়িত্বহীন ক্ষমতা
ii. বাংলার মানুষ হত দরিদ্র ও অসহায় হয়ে পড়ে
iii. নবাব পরিণত হয় ক্ষমতাহীন শাসকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১.
দ্বৈত্তশাসন ব্যবস্থার কখন অবসান ঘটে?
Ο ক) 
১৭৭০ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৭৭১ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৭৭২ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৭৭৩ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (গ)

৩২.
মাহফুজ বাংলার দুইশত বছরের স্বাধীনতা হরণকারী একটি যুদ্ধে সেনাপতির বিশ্বাসঘাতকতার কথা বলেন। মাহফুজের বর্ণিত যুদ্ধটি হলো-
i. ১৭৫৭ সালের ২৩ জুনের যুদ্ধ
ii. পলাশীর যুদ্ধ
iii. বিদারার যুদ্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৩.
ভারতবর্ষে ডাচরা কোম্পানির সনদ অনুযায়ী বাণিজ্য কুঠি স্থাপন করে-
i. কালিকটে
ii. বাকুড়ায়
iii. চুঁচুড়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৪.
দিনেমাররা কোন রকম মুনাফা ছাড়াই� বাংলা ত্যাগে বাধ্য হয়। কথাটির যথার্থতা নিরূপণে বলা যায়-
i. দিনেমাররা লাভজনক ব্যবসা করতে ব্যর্থ হয়
ii. ইংরেজ শক্তির বিরুদ্ধে টিকে থাকা কঠিন হয়ে পড়েছিল
iii. এদেশীয় ব্যবসায় ধরন বুঝে ওঠা কঠিন হয়ে দাঁড়িয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৫.
মীর কাশিম একজন দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন। কথাটির যথার্থতা মেলে-
i. দস্তক নামক ছাড়পত্র বাতিল করেন
ii. স্বাধীনভাবে শাসনের জন্য রাজধানী স্থানান্তর করেন
iii. ইংরেজদের সাথে সুসম্পর্ক স্থাপন করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৬.
দিনেমাররা বাংলার শ্রীরামপুরে কখন কুঠি স্থাপন করেন?
Ο ক) 
১৬৭৩ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৬৭৪ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৬৭৫ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৬৭৬ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
ক্যাপ্টেন হকিন্স কত খ্রি. জাহাঙ্গীরের সাথে সাক্ষাত করেন?
Ο ক) 
১৬০০ খ্রি.
Ο খ) 
১৬০২ খ্রি.
Ο গ) 
১৬০৫ খ্রি.
Ο ঘ) 
১৬০৮ খ্রি.

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
১৭৬০ সালে ইংরেজরা মীরজাফরকে ক্ষমতাচ্যুত করার কারণ-
i. অতিরিক্ত অর্থ প্রদান অক্ষম ছিলেন
ii. স্বাধীনচেতা শাসক ছিলেন
iii. ওলন্দাজদের সাথে আঁতাত করেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৯.
১৮৪৫ সালে দিনেমাররা ইংরেজদের কাছে বাণিজ্যকুঠি বিক্রি করে দেয়। কথাটির দ্বারা প্রকাশ পেয়েছে-
Ο ক) 
দিনেমাররা ব্যবসায়িক সফলতা লাভে ব্যর্থ হয়েছে
Ο খ) 
ইংরেজরা তাদের বিতাড়িত করেছে
Ο গ) 
ইংরেজদের সাথে চুক্তির শর্তপূরণের জন্য
Ο ঘ) 
ডাচ্ কোম্পানির বোর্ড অব ডিরেক্টরের নির্দেশ ছিল

  সঠিক উত্তর: (ক)

৪০.
পর্তুগিজরা এ দেশে সাম্রাজ্য বিস্তার করে কীভাবে?
Ο ক) 
সমুদ্রপথে আবিস্কার করে
Ο খ) 
ব্যবসা-বাণিজ্যকে মূলধন করে
Ο গ) 
রাজনীতিতে অংশগ্রহণ করে
Ο ঘ) 
যুদ্ধ বিগ্রহের মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

৪১.
ইংরেজরা ভারতবর্ষে সর্বপ্রথম কোথায় তাদের বাণিজ্য কুঠি নির্মাণ করেন?
Ο ক) 
মাদ্রাজে
Ο খ) 
সুরাটে
Ο গ) 
কালিকটে
Ο ঘ) 
দমনে

  সঠিক উত্তর: (খ)

৪২.
ছিয়াত্তরের মন্বন্তরে বাংলায় কতজন লোক মারা যায়?
Ο ক) 
প্রায় অর্ধেক
Ο খ) 
এক তৃতীয়াংশ
Ο গ) 
এক চতুর্থাংশ
Ο ঘ) 
এক পঞ্চমাংশ

  সঠিক উত্তর: (খ)

৪৩.
দ্বৈত্তশাসন ব্যবস্থার ফলে তৈরি হয়েছিল-
i. জনগণের মাঝে বিশৃঙ্খলা
ii. প্রশাসনিক বিশৃঙ্খলা
iii. রাজনৈতিক অস্থিরতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
মুর্শিদকুলী খান দখল করে নেন-
i. দেওয়ান পদ
ii. নায়ক পদ
iii. সুবেদার পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৫.
মীরজাফরকে সরিয়ে মীর কাশিমকে ক্ষমতায় বসানোর কারণ কী?
Ο ক) 
ইংরেজরা উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়
Ο খ) 
মীরজাফর অযোগ্য শাসক ছিল
Ο গ) 
মীর কাশিমের ষড়যন্ত্র
Ο ঘ) 
ওলন্দাজদের সাথে মীরজাফরের সখ্যতা

  সঠিক উত্তর: (ক)

৪৬.
পলাশীর যুদ্ধে নবাবের পতনের অন্যতম কারণ ছিল কোনটি?
Ο ক) 
নবাবের সেনাবাহিনীর দুর্বলতা
Ο খ) 
নবাবের বিচক্ষণতার অভাব
Ο গ) 
নবাবের প্রয়োজনীয় অস্ত্রের অভাব
Ο ঘ) 
নবাবের প্রয়োজনীয় অর্থের অভাব

  সঠিক উত্তর: (খ)

৪৭.
ফরাসি চন্দনগরে কীভাবে তাদের কুঠিকে সুরক্ষিত করে?
Ο ক) 
রাস্তা-ঘাট নির্মাণ করে
Ο খ) 
ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে
Ο গ) 
দুর্গ নির্মাণ করে
Ο ঘ) 
ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করে

  সঠিক উত্তর: (গ)

৪৮.
হলওয়েল সিরাজের বিরুদ্ধে মিথ্যা কাহিনী প্রচার করে। এর যথার্থ কারণ কী?
Ο ক) 
নবাবকে হেয় করা
Ο খ) 
ব্যাক্তিগত স্বার্থসিদ্ধি
Ο গ) 
রাজনৈতিক স্বার্থে
Ο ঘ) 
বাণিজ্যিক স্বার্থে

  সঠিক উত্তর: (ক)

৪৯.
শ্রীরাম সাহা দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলার ত্রিবাঙ্কুর ঘুরতে যান। এখানে গিয়ে তার একটি বণিকগোষ্ঠীর কথা মনে পড়ে। তার মনে পড়ে-
i. দিনেমারদের কথা
ii. ডেনিশদের কথা
iii. ওলন্দাজদের কথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫০.
সিরাজউদ্দৌলার সেনাপতির নাম কী?
Ο ক) 
রাজবল্লভ
Ο খ) 
আলীবর্দী খা
Ο গ) 
মীর জাফর আলী খাঁ
Ο ঘ) 
মীর কাশিম আলী খাঁ

  সঠিক উত্তর: (গ)

৫১.
সিরাজ ছিল ঘষেটি বেগমের প্রধান পারিবারিক শত্রু। এর যথার্থ কারণ হলো-
Ο ক) 
সিরাজ তার সৎপুত্র ছিল
Ο খ) 
সিরাজ তার ভ্রাতুষ্পত্র ছিল
Ο গ) 
সিরাজের কারণে শওকত জং ব্যর্থ হয়
Ο ঘ) 
সিরাজের সাথে পূর্বশত্রুতা ছিল

  সঠিক উত্তর: (গ)

৫২.
‘সিরাজউদ্দৌলার কোন সেনাপতি বিশ্বাস ঘাতকতা করে?
Ο ক) 
মোহনলাল
Ο খ) 
সিনফ্রে
Ο গ) 
মীরজাফর
Ο ঘ) 
মীরমদন

  সঠিক উত্তর: (গ)

৫৩.
ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যাকে বিয়ে করেন কত খ্রিস্টাব্দে?
Ο ক) 
১৬৬৮
Ο খ) 
১৬৭০
Ο গ) 
১৬৭২
Ο ঘ) 
১৬৭৪

  সঠিক উত্তর: (ক)

৫৪.
চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার আর্থ-সামাজিক কাঠামোতে সুদৃরপ্রসারী প্রভাব ফেলে-
i. জমির মালিকানা নির্ধারিত হয়
ii. জঙ্গলাকীর্ণ জমি চাষের যোগ্য হয়ে ওঠে
iii. বড় বড় জমিদারি ধ্বংস হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
হল্যান্ডের অধিবাসী কারা?
Ο ক) 
ডাচরা
Ο খ) 
পর্তুগিজরা
Ο গ) 
দিনেমার
Ο ঘ) 
ফরাসি

  সঠিক উত্তর: (ক)

৫৬.
নিজ স্বপ্ন� ব্যর্থ হওয়ার কারণে ‘y’ তার সৎ ছেলের বিরুদ্ধে ষড়ষন্ত্র শুরু করল। ‘y’এর সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) 
ঘষেটি বেগম
Ο খ) 
নূরজাহান
Ο গ) 
শামসুন্নাহার
Ο ঘ) 
আমেনা বেগম

  সঠিক উত্তর: (ক)

৫৭.
রাজা রাজবল্লভের পুত্রের নাম কী ছিল?
Ο ক) 
কৃষ্ণদাস
Ο খ) 
রঘুনাথ
Ο গ) 
অমিন্দ্রনাথ
Ο ঘ) 
বীপ্রদাস

  সঠিক উত্তর: (ক)

৫৮.
ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি সম্রাট আকবরের দরবারে হাজির হয়েছিলেন কেন?
Ο ক) 
অর্থ সাহায্যের জন্য
Ο খ) 
ন্যায়বিচারের জন্য
Ο গ) 
বাণিজ্যিক সুবিধা লাভের জন্য
Ο ঘ) 
সম্রাটের আমন্ত্রণে

  সঠিক উত্তর: (গ)

৫৯.
ইংরেজ বণিকরা যখন ব্যবসা বাণিজ্যে দৃঢ় অবস্থানে তখন কারা এদেশে আসে?
Ο ক) 
পতুর্গিজরা
Ο খ) 
ওলন্দাজরা
Ο গ) 
দিনেমাররা
Ο ঘ) 
ফরাসিরা

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
ইংরেজদের বিরুদ্ধে মীর কাশিমের অন্যতম গৃহিত পদক্ষেপ ছিল কোনটি?
Ο ক) 
ইংরেজদের বহিস্কার
Ο খ) 
ইংরেজদের ব্যাপকভাবে হত্যা
Ο গ) 
দস্তকের অপব্যবহার বন্ধ
Ο ঘ) 
ইংরেজদের হুমকি প্রদান

  সঠিক উত্তর: (খ)

৬১.
মামুন নবাব সিরাজউদ্দৌলার ন্যায় একজন স্বাধীনচেতা নবাবের কথা বলেন যিনি ইংরেজদের প্রভাবমুক্ত হতে চেয়েছেন। মামুন যে নবাবের প্রতি ইঙ্গিত করেছেন তিনি হলেন-
i. মীর কাশিম
ii. মীরজাফরের জামাতা
iii. মীর মিরন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬২.
কত খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্স ভারতবর্ষ আসেন?
Ο ক) 
১৬০৮
Ο খ) 
১৬১০
Ο গ) 
১৬১২
Ο ঘ) 
১৬১৪

  সঠিক উত্তর: (ক)

৬৩.
পলাশীর যুদ্ধের অন্যতম ফলাফল হচ্ছে-
i. নবাবের পরাজয়
ii. কোম্পানি শাসনের সূচনা
iii. কোম্পানি বাণিজ্য বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
মি. ‘গ’ এক ধরনের বাণিজ্যিক সনদের মাধ্যমে ‘খ’ অঞ্চলের সম্পদ লুণ্ঠনে একচেটিয়া ক্ষমতা লাভ করে। ‘খ’ নির্দেশ করছে-
i. বাংলা
ii. উড়িষ্যা
iii. বিহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৫.
আলীবর্দী খান সিরাজউদ্দৌলাকে ক্ষমতা অর্পণ করেন কেন?
Ο ক) 
তার পুত্র অযোগ্য ছিল
Ο খ) 
মোগল সম্রাটের চাপে
Ο গ) 
দৌহিত্রকে খুব ভালোবাসতেন
Ο ঘ) 
নিজের পুত্র সন্তান ছিল না বলে

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
অটোমান তুর্কিরা কখন কনস্টান্টিনোপল দখল করে নেয়?
Ο ক) 
১৪৫১ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৪৫২ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৪৫৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৪৫৪ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (গ)

৬৭.
নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে ক্ষুদ্ধ হয়েছিলেন কেন?
Ο ক) 
ইংরেজদের লোকসংখ্যা বৃদ্ধিতে
Ο খ) 
ইংজেরদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে
Ο গ) 
ইংরেজদের সেনাবাহিনী বৃদ্ধিতে
Ο ঘ) 
ইংরেজদের নৌশক্তি বৃদ্ধিতে

  সঠিক উত্তর: (খ)

৬৮.
পলাশী যুদ্ধের ফলে-
i. ইংরেজরা একচেটিয়া ব্যবসার অধিকার পায়
ii. মীর জাফর বাংলার সিংহাসনে বসে
iii. ফরাসিরা বাংলা থেকে বিদায় নেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
নবাব ফরাসিদের সাথে মৈত্রী সন্ধি স্থাপন করেন। এর মূল কারণ কী?
Ο ক) 
ফরাসিরা ইংরেজদের শত্রু ছিল
Ο খ) 
ফরাসিরা মুঘলদের মিত্র ছিল
Ο গ) 
ইংরেজ দমন করার জন্য
Ο ঘ) 
বাণিজ্যিক স্বার্থে একত্র হওয়া প্রয়োজন ছিল

  সঠিক উত্তর: (গ)

৭০.
নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতির নাম কী ছিল?
Ο ক) 
উমিচাঁদ
Ο খ) 
জগৎশেঠ
Ο গ) 
মীরজাফর
Ο ঘ) 
মীল মদন

  সঠিক উত্তর: (গ)

৭১.
ওলন্দাজ এ উপমহাদেশে আসেন কখন?
Ο ক) 
১৯০১ সালে
Ο খ) 
১৬০২ সালে
Ο গ) 
১৯০৩ সালে
Ο ঘ) 
১৬০৪ সালে

  সঠিক উত্তর: (খ)

৭২.
মীর কাশিম কত খ্রিস্টাব্দে বাংলার নবাব হন?
Ο ক) 
১৭৫৮
Ο খ) 
১৭৫৯
Ο গ) 
১৭৬০
Ο ঘ) 
১৭৬১

  সঠিক উত্তর: (গ)

৭৩.
ছিয়াত্তরের মন্বন্তরের বাংলার কয়জন মারা যায়?
Ο ক) 
প্রায় অর্ধেক
Ο খ) 
এক-তৃতীয়াংশ
Ο গ) 
এক-চতুর্থাংশ
Ο ঘ) 
এক-পঞ্চমাংশ

  সঠিক উত্তর: (খ)

৭৪.
দেওয়ানি লাভের মাধ্যমে ইংরেজরা বাংলার প্রকৃত শাসকের পরিণত হয়। এটি প্রমাণ করে-
i. এটি ছিল কোম্পানির রাজনৈতিক ও অর্থনৈতিক বিজয়
ii. সম্রাট ও নবাব ক্ষমতাহীন শাসকে পরিণত হয়
iii. মুঘলরা এদেশ থেকে পালাতে বাধ্য হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৭৫.
‘আ’ ও ‘ক’ ছিলেন ‘জ’ এর দৌহিত্র। ‘আ’ ও ‘ক’ কোন চরিত্রকে সমর্থন করছে-
i. শওকত জং
ii. রাজবল্লভ
iii. সিরাজউদ্দৌলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
উপমহাদেশে সর্বশেষ আগত ইউরোপীয় বণিক কোম্পানি কোনটি?
Ο ক) 
ইংরেজ ইস্ট ইন্ডিয়া
Ο খ) 
ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Ο গ) 
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Ο ঘ) 
ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি

  সঠিক উত্তর: (গ)

৭৭.
কোম্পানি মুঘল সম্রাটের নিকট থেকে বছরে কত টাকার বিনিময়ে দেওয়ানী লাভ করে?
Ο ক) 
২৪,০০০০
Ο খ) 
২৬,০০,০০০
Ο গ) 
২৮,০০,০০০
Ο ঘ) 
৩০,০০,০০০

  সঠিক উত্তর: (খ)

৭৮.
শায়েস্তা� খান পর্তুগিজদের বিতাড়িত করেন। এর যথার্থ কারণ হলো-
Ο ক) 
বিভিন্ন অপকর্ম ও দস্যুবৃত্তি
Ο খ) 
রাজনৈতিক দ্বন্ধ
Ο গ) 
বাণিজ্যিক দ্বন্ধ
Ο ঘ) 
ধর্মীয় বিদ্বেষ

  সঠিক উত্তর: (ক)

৭৯.
‘X’ নামক উপজাতি বাণিজ্যিক উদ্দেশ্যে রাজাপুরে এলেও ধীরে ধীরে তারা বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করে। এখানে ‘X’ উপজাতির সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) 
ওলন্দাজদের
Ο খ) 
দিনেমারদের
Ο গ) 
পর্তুগিজদের
Ο ঘ) 
ইংরেজদের

  সঠিক উত্তর: (গ)

৮০.
আতিফ মীরজাফরের�� জামাতা সম্পর্কে বলেন, তিনি এক সময় নবাবিতে বসেছিলেন। আতিক কোন নবাবের কথা বলেছেন?
Ο ক) 
সিরাজউদ্দৌলার
Ο খ) 
সুজাউদ্দৌল্লা
Ο গ) 
মীরজাফর
Ο ঘ) 
মীর কাশিম

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
কত খ্রিস্টাব্দ পর্যন্ত আলীবর্দী খান বাংলার নবাব ছিলেন?
Ο ক) 
১৭৫৬
Ο খ) 
১৭৫৮
Ο গ) 
১৭৬০
Ο ঘ) 
১৭৬২

  সঠিক উত্তর: (ক)

৮২.
কোন ব্যবস্থার মাধ্যমে জমিদাররা জমির মালিকে পরিণত হয়?
Ο ক) 
একসালা বন্দোবস্ত
Ο খ) 
পাঁচসালা বন্দোবস্ত
Ο গ) 
ইজারা প্রথা
Ο ঘ) 
চিরস্থায়ী বন্দোবস্ত

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
Ο ক) 
১৭৬৫
Ο খ) 
১৭৬৪
Ο গ) 
১৭৬৩
Ο ঘ) 
১৭৬২

  সঠিক উত্তর: (খ)

৮৪.
১৭৪০ থেকে ১৭৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত আলীবর্দী খান নবাব ছিলেন-
i. বাংলার
ii. বিহারের
iii. উড়িষ্যার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
বাংলায় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের পথ সুগমের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
মীর মদনের মৃত্যু
Ο খ) 
মীর জাফরের মৃত্যু
Ο গ) 
রর্বাট ক্লাইভের মৃত্যু
Ο ঘ) 
সিরাজউদ্দৌলার মৃত্যু

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
উপমহাদেশে পর্তুগিজ শক্তির অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল-
i. ব্যবসা-বাণিজ্য
ii. সাম্রাজ্যে বিস্তারের প্রচেষ্টা
iii. দস্যুবৃত্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
পলাশীর যুদ্ধের নবাবের পতনের যথার্থ কারণ-
i. মীর জাফরের বিশ্বাসঘাতকতা
ii. তরুণ নবাবের দৃঢ়তার অভাব
iii. নবাবের শত্রুপক্ষ ছিল ঐক্যবদ্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
কোন নবাবের শাসনামল থেকেই মুঘল রাজদরবারের রাজস্ব প্রেরণ বন্ধ হয়ে যায়?
Ο ক) 
মুর্শিদকুলী খান
Ο খ) 
আলীবর্দী খান
Ο গ) 
সিরাজউদ্দৌলা
Ο ঘ) 
সরফরাজ খান

  সঠিক উত্তর: (খ)

৮৯.
নবাব ইংরেজদের বিরুদ্ধে কলকাতা অভিযান করেন-
i. ইংরেজদের অবাধ্যতার কারণে
ii. ইংরেজদের দুর্গ সম্প্রসারণ ঠেকাতে
iii. ইংরেজদের অসৌজন্যমূলক প্রতিরোধে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯০.
ভাস্কো-ডা-গামা কর্তৃক সমুদ্রপথ আবিস্কার খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এর যথার্থ কারণ হলো-
i. যোগাযোগ ক্ষেত্রে নতুন যুগের সূচনা হয়
ii. উপমহাদেশে ব্যবসা-বাণিজ্যের পথ উন্মোচন হয়
iii. খ্রিস্টধর্ম প্রচারের পথ উন্মুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯১.
পর্তুগিজরা কত সালে হুগলিতে উপনিবেশ গড়ে তোলে?
Ο ক) 
১৪৯৮ সালে
Ο খ) 
১৫৩৮ সালে
Ο গ) 
১৫৭৯ সালে
Ο ঘ) 
১৬২০ সালে

  সঠিক উত্তর: (গ)

৯২.
ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের সাথে সাক্ষাৎ করেন কেন?
Ο ক) 
বাণিজ্যিক সুবিধা লাভের জন্য
Ο খ) 
বাণিজ্যিক কুঠি স্থাপনের অনুমতি লাভের জন্য
Ο গ) 
বাণিজ্যিক ভিত্তি মজবুত করার জন্য
Ο ঘ) 
ইংরেজ কোম্পানির ক্ষমতা বৃদ্ধির জন্য

  সঠিক উত্তর: (খ)

৯৩.
‘ক’ একটি বই থেকে জানতে পারল যে, ইউরোপে একবার শতবর্ষ ব্যাপী যুদ্ধ হয়েছিল। পাঠ্যবইয়ের আলোকে এ ধরনের যুদ্ধ সংঘটিত হয়-
i. ইংরেজ ও দিনেমারের মধ্যে
ii. ইংরেজ ও ফরাসিদের মধ্যে
iii. ফরাসি ও বিট্রিশদের মধ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৪.
পূর্ণিয়ার শাসনকর্তা কে ছিলেন?
Ο ক) 
রাজবল্লভ
Ο খ) 
শওকত জং
Ο গ) 
কৃষ্ণদাস
Ο ঘ) 
মানিক চাঁদ

  সঠিক উত্তর: (খ)

৯৫.
মি. ‘ক’ কর্তৃক প্রবর্তিত ‘খ’ নামক বন্দোবস্তই চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। ‘খ’ নির্দেশ করছে-
i. একসালা বন্দোবস্ত
ii. দশসালা বন্দোবস্ত
iii. পাঁচসালা বন্দোবস্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৬.
হলওয়েল বন্দীদশা থেকে মুক্ত হয়ে নবাবের নামে মিথ্যা কাহিনী প্রচার করে। এর যথার্থ কারণ হলো-
i. নবাবকে হেয় করা
ii. নবাবকে ক্ষমতাচ্যুত করা
iii. নবাবের বিরুদ্ধে কোম্পানিকে উস্কানি দেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৭.
তারেক চুঁচুড়া ও বাকুড়াতে বাণিজ্য কুঠি নির্মাণের কথা বলেন। তারেক ইঙ্গিত করেছেন-
i. ওলন্দাজ বণিকগোষ্ঠীর কথা
ii. ডাচ বণিকগোষ্ঠীর কথা
iii. পর্তুগিজ বণিকদের কথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৮.
‘ডেনিশ ইস্টইন্ডিয়া কোম্পানি’ গঠন করে কোন দেশীয় বণিক?
Ο ক) 
হল্যান্ড
Ο খ) 
দিনেমার
Ο গ) 
ফ্রান্স
Ο ঘ) 
ইংল্যান্ড

  সঠিক উত্তর: (ক)

৯৯.
‘জ’ নামক যুদ্ধ ছিল সৌমিক গ্রুপের ভাগ্য নির্ধারক যুদ্ধ। ‘জ’ কোন যুদ্ধের প্রতীকী রূপ?
Ο ক) 
পলাশী
Ο খ) 
বক্সার
Ο গ) 
কর্ণাটক
Ο ঘ) 
বিদার

  সঠিক উত্তর: (খ)

১০০.
লর্ড কর্নওয়ালিশ জমিদারদের সাথে দশশালা বন্দোবস্তের প্রস্তুতি নেন। এর যথার্থ কারণ হলো-
i. জমির উন্নতি
ii. জমির মালিকানা নির্ধারণ
iii. দীর্ঘমেয়াদি রাজস্ব ব্যবস্থা চালু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১০১.
পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে প্রাণপণ যুদ্ধ করেন?
i. মীর জাফর
ii. মীর মদন
iii. মোহন লাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১০২.
বিদারার যুদ্ধের অন্যতম ফলাফল কোনটি?
Ο ক) 
ইংরেজদের অর্থনেতিক বিপর্যয়
Ο খ) 
ওলন্দাজদের ভারতবর্ষ ত্যাগ
Ο গ) 
ওলন্দাজদের প্রাধান্য বিস্তার
Ο ঘ) 
ইংরেজদের পতন

  সঠিক উত্তর: (খ)

১০৩.
বক্সারের যুদ্ধ জয়ের মাধ্যমে ইংরেজগণ ক্ষমতা ও শক্তিতে অসম হয়ে ওঠে। এর যথার্থ কারণ হলো-
i. সম্রাট ও নবাবের দুর্বলতা প্রকাশ পায়
ii. বাংলার নবাবী আমলের পরিসমাপ্তি ঘটে
iii. বাংলা ইংরেজদের অধীনস্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৪.
বিদারার যুদ্ধ কখন সংঘটিত হয়?
Ο ক) 
১৭৫৬ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৭৫৭ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৭৫৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৭৫৯ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ঘ)

১০৫.
রিজিনা ম্যাডাম ক্লাসে বলেন, এই নবাব ছিলেন আলীবর্দী খানের মতো স্বাধীনচেতা। রিজিনা ম্যাডামের বর্ণনার সাথে নিচের কোন নবাবের সাদৃশ্য বিদ্যমান?
Ο ক) 
মীরজাফর
Ο খ) 
মীর কাশিম
Ο গ) 
মীর মদন
Ο ঘ) 
মীর মিরন

  সঠিক উত্তর: (খ)

১০৬.
আশিক চন্দননগরে প্রতিষ্ঠিত ১৬৯০ সালের একটি বণিকগোষ্ঠীর একটি কুঠির কথা বলেন। পরে এটি শক্তিশালী সুরক্ষিত বাণিজ্য কুঠিতে পরিণত হয়। এখানে কোন বণিকগোষ্ঠীর কথা বলা হয়েছে?
Ο ক) 
ইংরেজ
Ο খ) 
ফরাসি
Ο গ) 
পর্তুগিজ
Ο ঘ) 
ওলন্দাজ

  সঠিক উত্তর: (খ)

১০৭.
ওলন্দাজরা ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয় কেন?
Ο ক) 
ইংরেজ কোম্পানি বাধ্য করেছিল
Ο খ) 
শায়েস্তা খানের নির্দেশ ছিল
Ο গ) 
বিদারার যুদ্ধে পরাজিত হয়েছিল বলে
Ο ঘ) 
অর্থনৈতিক বিপর্যয়ের জন্য

  সঠিক উত্তর: (গ)

১০৮.
ওলন্দাজ কত খ্রিস্টাব্দে ভারতবর্ষ থেকে তাদের বাণিজ্য গুটিয়ে নেয়?
Ο ক) 
১৮০৪
Ο খ) 
১৮০৫
Ο গ) 
১৮০৬
Ο ঘ) 
১৮০৭

  সঠিক উত্তর: (খ)

১০৯.
কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়?
Ο ক) 
১৫০০
Ο খ) 
১৬০০
Ο গ) 
১৭০০
Ο ঘ) 
১৮০০

  সঠিক উত্তর: (খ)

১১০.
মীর কাশিম সিংহাসনে বসেন?
Ο ক) 
১৭৬০ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৭৬১ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৭৬২ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৭৬৩ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ক)

১১১.
‘খ’ কর্তৃক গৃহীত ‘গ’ নামক ব্যবস্থার ফলে দেশে অরাজকতা সৃষ্টি হয়। ‘গ’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
i. দ্বৈত শাসন
ii. পাঁচসালা বন্দোবস্ত
iii. চিরস্থায়ী বন্দোবস্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

১১২.
ইঙ্গ-ফরাসি যুদ্ধের ফলাফল ছিল-
i. ফরাসিদের পতন
ii. ইংরেজদের প্রাধান্য
iii. ওলন্দাজদের প্রাধান্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১৩.
পর্তুগিজদের মধ্যে কে প্রথম সমুদ্রপথে এদেশে আসেন?
Ο ক) 
ভাস্কো-দা-গামা
Ο খ) 
বখতিয়ার খলজী
Ο গ) 
ইব্রাহিম লোদী
Ο ঘ) 
আহমেদ শাহ

  সঠিক উত্তর: (ক)

১১৪.
কোম্পানি দেওয়ানি লাভের ফলে বাংলার অর্থনৈতিক মেরুদ্ণ্ড ভেঙে পড়ে-
i. প্রচুর অর্থম্পদ ইংল্যান্ডে পাচার হয়
ii. দেশীয় বণিকদের শুল্ক বৃদ্ধি পায়
iii. কোম্পানির অর্থনৈতিক শোষণ তীব্র মাত্রায় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৫.
কোম্পানির শাসনের পথ সুগম হয়-
i. বক্সারের যুদ্ধজয়ের ফলে
ii. দেওয়ানী লাভ করে
iii. সিরাজউদ্দৌলার নবাবির কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৬.
কার্তিক বলেন, একজন নবাবের স্বাধীনচেতা মনোভাবের কারণে বক্সারের যুদ্ধ হয়েছিল। কার্তিক কোন নবাবের প্রতি ইঙ্গিত করেছেন?
Ο ক) 
মীর কাশিম
Ο খ) 
মীরজাফর
Ο গ) 
মীর মিরন
Ο ঘ) 
মীর মদন

  সঠিক উত্তর: (ক)

১১৭.
আবিদ বলেন, ১৭৬০ খ্রিস্টাব্দে একজন লোক বাংলার নবাবিতে আরোহণ করেন। আবিদের বর্ণনায় কোন নবাবের কথা উল্লেখ করা হয়েছে?
Ο ক) 
মীরজাফর
Ο খ) 
মীরকাশিম
Ο গ) 
মীর মীরন
Ο ঘ) 
মীর মদন

  সঠিক উত্তর: (খ)

১১৮.
আশিক একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, এই ঘটনা সম্রাটকে একজন পেনশনভোগী ব্যক্তিকে পরিণত করে, আশিক কোন ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন?
Ο ক) 
দ্বৈত্তশাসন
Ο খ) 
দেওয়ানী লাভ
Ο গ) 
পলাশীর যুদ্ধ
Ο ঘ) 
উদয়নালার যুদ্ধ

  সঠিক উত্তর: (খ)

১১৯.
ভারতবর্ষ ইংরেজ শাসনব্যবস্থার বৈশিষ্ট্য ছিল-
i. ঔপনিবেশিক শাসন
ii. রাজনৈতিক স্থাপত্য
iii. ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২০.
নবাব নাজিমউদ্দৌল্লার সাথে ইংরেজদের কী ধরণের শর্ত হয়?
Ο ক) 
কোম্পানি নবাবকে বাৎসরিক ৫৩ লক্ষ টাকা দেবে
Ο খ) 
এলাহবাদ ক্ষতিপূরণ বাবদ কোম্পানি ৫০ লক্ষ টাকা আদায় করবে
Ο গ) 
সব ক্ষমতা কোম্পানির হাতে থাকবে
Ο ঘ) 
কোম্পানি নিজ যোগ্যতাবলে বাংলা, ব্হিার, উড়িষ্যার দেওয়ানি লাভ করবে

  সঠিক উত্তর: (ক)

১২১.
মি. ‘ক’ বাণিজ্যিক সুবিধা লাভের জন্য সিল্করোড আবিস্কার করেন। মি. ‘ক’ কেন চরিত্রটিকে সমর্থন করছে?
Ο ক) 
লিওনার্দ্যে দ্যা ভিঞ্চি
Ο খ) 
ভাস্কো-ডা-গামা
Ο গ) 
ক্যাপ্টেন হকিন্স
Ο ঘ) 
জেমস

  সঠিক উত্তর: (খ)

১২২.
মীর জাফরের পুত্রের নাম কী ছিল?
Ο ক) 
সুজাউদ্দৌলা
Ο খ) 
মীর কাশিম
Ο গ) 
শাহ আলম
Ο ঘ) 
নাজিমউদ্দৌলা

  সঠিক উত্তর: (ঘ)

১২৩.
সৌমিক তার বিরোধী দলের সাথে জয়ী হওয়ার জন্য ‘ক’ এর সাহায্য প্রার্থনা করে। ‘ক’ নিচের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছে?
i. মুঘল সম্রাট শাহ আলম
ii. অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লাহ
iii. সেনাপতি মীরমদন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১২৪.
ঘষেটি বেগম সিরাজউদ্দৌলার কী ছিলেন?
Ο ক) 
পুত্র
Ο খ) 
ভাই
Ο গ) 
ভাতিজা
Ο ঘ) 
খালা

  সঠিক উত্তর: (ঘ)

১২৫.
‘Y’ নামক বণিক গোষ্ঠী দ্বিতীয় বিদেশি বণিক হিসেবে উপমহাদেশে আসে। ‘Y’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) 
পর্তুগিজ
Ο খ) 
ডাচ
Ο গ) 
দিনেমার
Ο ঘ) 
ফরাসি

  সঠিক উত্তর: (খ)

১২৬.
তিথি তার গ্রামের বাড়িতে দেখে যে সেখানে কৃষকরা ঘুম থেকে উঠে নির্দিষ্ট দিনে চেয়ারম্যানকে খাজনা দেয়। তিথির গ্রামের বাড়ির প্রচলিত প্রথার সাথে মিল রয়েছে-
i. চিরস্থায়ী বন্দোবস্ত
ii. সূর্যাস্ত আইন
iii. একশালা বন্দোবস্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১২৭.
কত খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়?
Ο ক) 
১৭৭০
Ο খ) 
১৭৭১
Ο গ) 
১৭৭২
Ο ঘ) 
১৭৭৩

  সঠিক উত্তর: (ক)

১২৮.
শওকত জং ও সিরাজউদ্দৌলাহর সম্পর্ক কী?
Ο ক) 
খালাতো ভাই
Ο খ) 
চাচাতো ভাই
Ο গ) 
মামা-ভাগ্নে
Ο ঘ) 
চাচা-ভ্রাতুষ্পুত্র

  সঠিক উত্তর: (ক)

১২৯.
চিরস্থায়ী ব্যবস্থার প্রবর্তন করেন কে?
Ο ক) 
লর্ড ক্লাইভ
Ο খ) 
লর্ড মিন্টন
Ο গ) 
লর্ড কার্জন
Ο ঘ) 
লর্ড কর্নওয়ালিস

  সঠিক উত্তর: (ঘ)

১৩০.
কোম্পানির দেওয়ানী লাভের পরোক্ষ ফলাফল কোনটি?
Ο ক) 
শিল্পবিপ্লব
Ο খ) 
ফেব্রুয়ারি বিপ্লব
Ο গ) 
জুলাই বিপ্লব
Ο ঘ) 
কমলা বিপ্লব

  সঠিক উত্তর: (ক)

১৩১.
১৫৩৮ সালে পর্তুগিজরা শুল্কঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করে-
i. চট্টগ্রাম
ii. ঢাকা
iii. সাতগাঁও
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৩২.
পলাশীর যুদ্ধের অন্যতম কারণ ছিল-
i. ইংরেজদের উচ্চাকাঙ্ক্ষা
ii. ইংরেজদের চুক্তিভঙ্গ
iii. ইংরেজদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৩.
চুঁচুড়া ও বাকুঁড়ায় বাণিজ্যকুঠি স্থাপন করে কারা?
Ο ক) 
পর্তুগিজ
Ο খ) 
ইংরেজ
Ο গ) 
ওলন্দাজ
Ο ঘ) 
দিনেমার

  সঠিক উত্তর: (গ)

১৩৪.
রবাট ক্লাইভ যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে অযোধ্যার নবাব থেকে কত টাকা আদায় করেন?
Ο ক) 
৫০,০০,০০০
Ο খ) 
৬০,০০,০০০
Ο গ) 
৭০,০০,০০০
Ο ঘ) 
৮০,০০,০০০

  সঠিক উত্তর: (ক)

১৩৫.
নবাবের সেনাপতির নাম কী?
Ο ক) 
রবার্ট ক্লাইভ
Ο খ) 
কৃষ্ণদাস
Ο গ) 
মীর আলী
Ο ঘ) 
মীর জাফর

  সঠিক উত্তর: (ঘ)

১৩৬.
পতুর্গিজ নাবিক ভাস্কো-ডা-গামার সমুদ্রপথ আবিস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন?
i. পতুগিজদের ব্যবসাবাণিজ্যের পথ প্রসার হয়
ii. যোগাযোগ ক্ষেত্রে নতুন যুগের সূচনা হয়
iii. প্রাচ্য ও প্রতীচ্যের মাঝে পুনঃ বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৭.
মুঘল সম্রাট ফররুখশিয়ার কত খ্রিস্টাব্দে ফরমান জারি করেন?
Ο ক) 
১৭১৬
Ο খ) 
১৭১৭
Ο গ) 
১৭১৮
Ο ঘ) 
১৭১৯

  সঠিক উত্তর: (খ)

১৩৮.
চিরস্থায়ী ব্যবস্থায় জমিদারের প্রভাব বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে-
i. ভূমির স্থায়ী মালিকানা
ii. সূর্যাস্ত আইনের কঠোরতা
iii. ইচ্ছামত রাজস্ব আদায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩৯.
১৬১২ সালে কোথায় বাণিজ্যকুঠি স্থাপিত হয়?
Ο ক) 
সুরাট
Ο খ) 
সুতানটি
Ο গ) 
গোবিন্দপুর
Ο ঘ) 
মালদহ

  সঠিক উত্তর: (ক)

১৪০.
কোন পর্তুগিজ নাবিক প্রথম সমুদ্র পথে ভারতীয় উপমহাদেশে আসেন?
Ο ক) 
ভাস্কো-দা-গামা
Ο খ) 
ক্যাপ্টেন হকিন্স
Ο গ) 
স্যার টমাসরো
Ο ঘ) 
জব চার্নক

  সঠিক উত্তর: (ক)

১৪১.
মাহফুজ বাংলায় দ্বৈত্তশাসন প্রবর্তন একজন ইংরেজ ব্যক্তিত্বের কথা বলেন। মাহফুজের বর্ণিত ব্যক্তির সাথে কার মিল বিদ্যমান?
Ο ক) 
রবার্ট ভ্যান্সি টার্টের
Ο খ) 
রবার্ট হেস্টিংসের
Ο গ) 
রবার্ট ক্লাইভের
Ο ঘ) 
রবার্ট পারমিলটনের

  সঠিক উত্তর: (গ)

১৪২.
জব চার্ণক ১২০০ টাকার বিনিময়ে জমিদারিস্বত্ব লাভ করেন?
i. কোলকাতার
ii. সুতানটির
iii. গোবিন্দপুরের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৩.
১৭৮৬ খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসকে কোম্পানি শাসন দুর্নীতিমুক্ত ও সুসংগঠিত করতে ভারতে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়-
i. গভর্নর জেনারেল
ii. সেনা প্রধান
iii. মুখ্যমন্ত্রী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪৪.
একসালা বন্দোবস্ত উপকার হয়নি-
i. সরকারের
ii. জমিদারদের
iii. প্রজাদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৫.
নবাব সিরাজ আলীনগর সন্ধি করতে বাধ্য হন কেন?
Ο ক) 
ইংরেজ আচরণে ভীত হয়ে
Ο খ) 
নিজের দুর্বলতার কারণে
Ο গ) 
পারিবারিক স্বার্থে
Ο ঘ) 
চারিদিকে ষড়ষন্ত্র ও শত্রু পরিবেষ্টিত টের পেয়ে

  সঠিক উত্তর: (ঘ)

১৪৬.
সিরাজউদ্দৌলা আলীবর্দী খানের কী ছিলেন?
Ο ক) 
পুত্র
Ο খ) 
ভাই
Ο গ) 
ভাতিজা
Ο ঘ) 
দৌহিত্র

  সঠিক উত্তর: (ঘ)

১৪৭.
রাজা রাজবল্লভের পুত্রের নাম কী?
Ο ক) 
সিরাজউদ্দৌলা
Ο খ) 
মীর জাফর
Ο গ) 
কৃষ্ণদাস
Ο ঘ) 
বিপুল দাস

  সঠিক উত্তর: (গ)

১৪৮.
ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান ঘটান। এটি প্রমাণ করে-
i. দ্বৈত শাসন কোম্পানির লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিল
ii. দ্বৈত শাসনের কুফল হিসেবে ভয়াবহ দুর্ভিক্ষ হয়
iii. দ্বৈত শাসনের সুফলের চেয়ে কুফল বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

১৪৯.
চিরস্থায়ী বন্দোবস্তের ফলে-
i. জমিদারদের স্বার্থ সুরক্ষিত হয়
ii. প্রজাদের স্বার্থ সুরক্ষিত হয়
iii. প্রজাদের পুরোনো স্বত্ব বিলুপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৫০.
চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) 
রাজস্বের পরিমাণ সুনির্দিষ্ট হয়
Ο খ) 
কৃষকের সংখ্যা নির্ধারিত হয়
Ο গ) 
ভূমির সুষ্ঠু জরিপ হয়
Ο ঘ) 
কৃষকের সম্মান বৃদ্ধি পায়

  সঠিক উত্তর: (ক)

১৫১.
আলীবর্দী খানের কনিষ্ঠ কন্যার নাম কী?
Ο ক) 
আমেনা বেগম
Ο খ) 
আম্বিয়া বেগম
Ο গ) 
আছিয়া বেগম
Ο ঘ) 
আয়েশা বেগম

  সঠিক উত্তর: (ক)

১৫২.
রবার্ট ক্লাইভ কীভাবে একচেটিয়া ক্ষমতা লাভ করে?
Ο ক) 
দেওয়ানির নামে বাংলার সম্পদ লুণ্ঠন করে
Ο খ) 
রাজস্ব আহরণের মাধ্যমে
Ο গ) 
অর্থনৈতিক শোষণের মাধ্যমে
Ο ঘ) 
রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করে

  সঠিক উত্তর: (ক)

১৫৩.
শায়েস্তা খান জলদস্যুদের বিতাড়িত করেন কেন?
Ο ক) 
তাদের সাথে যুদ্ধ হয়েছিল বলে
Ο খ) 
তারা জনজীবনের জন্য হুমকিস্বরুপ ছিল বলে
Ο গ) 
তারা শায়েস্তা খানকে বিতাড়িত করতে চেয়েছিল বলে
Ο ঘ) 
তাদের সাথে ইংরেজদের বিরোধ ছিল বলে

  সঠিক উত্তর: (খ)

১৫৪.
নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করে বিপদের সম্মুখীন হয়েছিল কেন?
Ο ক) 
অর্থের অভাবে
Ο খ) 
নিরাপত্তার অভাবে
Ο গ) 
পারিবারিক ষড়যন্ত্রের কারণে
Ο ঘ) 
সেনাবাহিনীর অভাবে

  সঠিক উত্তর: (গ)

১৫৫.
নবাবের সকল পদক্ষেপ ছিল-
i. দেশ ও জনগণের বিরুদ্ধে
ii. দেশ ও জনগণের স্বার্থে
iii. ইংরেজদের স্বার্থ বিরোধী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৬.
আলীবর্দী খান মৃত্যুবরণ করেন কখন?
Ο ক) 
১৭৫৪ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৭৫৫ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৭৫৬ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৭৫৭ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (গ)

১৫৭.
ইংরেজ ও ফরাসিদের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। এর যৌক্তিক কারণ কোনটি?
Ο ক) 
ফরাসিরা বাণিজ্যিক সুবিধা লাভে আগ্রহী ছিল
Ο খ) 
ইংরেজদের ন্যায় ফরাসিরা এ দেশে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেছিল
Ο গ) 
মুঘল সরকারের উস্কানী
Ο ঘ) 
নিজেদের মধ্যকার পূর্ব দ্বন্ধ

  সঠিক উত্তর: (খ)

১৫৮.
নবাব সিরাজউদ্দৌলা আলীগড় সন্ধিতে স্বাক্ষর করার কারণ-
i. তার চারপাশে শত্রু ছিল
ii. নিরুপায় ছিলেন
iii. তার বিরুদ্ধে ষড়যন্ত্র সম্পর্কে অবগত ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৯.
চিরস্থায়ী বন্দোবস্ত বড় বড় জমিদাররা নিঃস্ব হয়ে যায় কেন?
Ο ক) 
রাজস্ব প্রদানে অনাগ্রহের কারণে
Ο খ) 
সূর্যাস্ত আইনের কবলে পড়ে
Ο গ) 
রাজস্ব বেশি আদায়ের ফলে
Ο ঘ) 
কৃষকদের ফসল বেশি হওয়ায়

  সঠিক উত্তর: (খ)

১৬০.
‘ক’ ব্যবস্থার মাধ্যমে জমিদাররা জমির মালিকে পরিণত হয়। ‘ক’ কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) 
একসালা বন্দোবস্তা
Ο খ) 
পাঁচসালা বন্দোবস্ত
Ο গ) 
ইজারা প্রথা
Ο ঘ) 
চিরস্থায়ী বন্দোবস্ত

  সঠিক উত্তর: (ঘ)

১৬১.
১৪৫৩ সালে প্রাচ্যের সাথে পাশ্চাত্যের বাণিজ্য বন্ধ হয়ে যায়। এর যথার্থ কারণ হলো-
Ο ক) 
১৪৫৩ সালে প্রাচ্যের সাথে পাশ্চাত্যের বাণিজ্য বন্ধ হয়ে যায়। এর যথার্থ কারণ হলো-
Ο খ) 
অটোম্যান তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করেছিল
Ο গ) 
জলপথে নাব্যতা সৃষ্টি হয়েছিল
Ο ঘ) 
রাজনৈতিক দ্বদ্ধ ছিল

  সঠিক উত্তর: (খ)

১৬২.
দশসালা বন্দোবস্ত কেন প্রবর্তন করা হয়?
Ο ক) 
কৃষকের ভূমিকর মুক্ত করার জন্য
Ο খ) 
সঠিকভাবে রাজস্ব আদায় করার জন্য
Ο গ) 
জমিদারের প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি করার জন্য
Ο ঘ) 
কৃষককে ভূমিহীন করার জন্য

  সঠিক উত্তর: (খ)

১৬৩.
ইংরেজ ও ফরাসিদের মধ্যে সংঘর্ষ অনিবার্য ছিল। কথাটির যৌক্তিক কারণ হলো-
i. রাজনৈতিক দ্বন্ধ
ii. পূর্ববিরোধের জের
iii. এ দেশে সাম্রাজ্য স্থাপনের প্রতিযোগিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬৪.
দ্বৈতশাসন ব্যবস্থার কখন অবসান ঘটে?
Ο ক) 
১৭৭০ সালে
Ο খ) 
১৭৭১ সালে
Ο গ) 
১৭৭২ সালে
Ο ঘ) 
১৭৭৩ সালে

  সঠিক উত্তর: (গ)

১৬৫.
মীর কাশিম কখন মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৭৭৬ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৭৭৭ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৭৭৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৭৭৯ খ্রিস্টাব্দ

  সঠিক উত্তর: (খ)

১৬৬.
শওকত জঙ্গ কোথাকার শাসনকর্তা ছিলেন?
Ο ক) 
মুর্শিদাবাদ
Ο খ) 
কলকাতা
Ο গ) 
পূর্ণিয়া
Ο ঘ) 
ঢাকা

  সঠিক উত্তর: (গ)

১৬৭.
ওলন্দাজদের সাথে ইংরেজদের বিরোধ ঘটে কোন কারণে?
Ο ক) 
ব্যবসা-বাণিজ্য নিয়ে
Ο খ) 
সিংহাসন নিয়ে
Ο গ) 
শাসনতন্ত্র নিয়ে
Ο ঘ) 
ধর্মীয় কারণে

  সঠিক উত্তর: (ক)

১৬৮.
মীর কাশিম নিরাপত্তার জন্য করেছিলেন-
i. দুর্গ নির্মাণ
ii. সেনাবাহিনী গঠন
iii. রাজধানীর চারদিকে পরিখা খনন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৬৯.
পতুগির্জরা কত খ্রিস্টাব্দে হুগলিতে উপনিবেশ গড়ে তোলে?
Ο ক) 
১৫৭৯
Ο খ) 
১৫৮০
Ο গ) 
১৫৮১
Ο ঘ) 
১৫৮২

  সঠিক উত্তর: (ক)

১৭০.
চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কখন?
Ο ক) 
১৭৯১ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৭৯২ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৭৯৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৭৯৪ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (গ)

১৭১.
চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কাদের স্বার্থ সুরক্ষিত হয়?
Ο ক) 
কৃষকের
Ο খ) 
শ্রমিকের
Ο গ) 
ব্যবসায়ির
Ο ঘ) 
জমিদারের

  সঠিক উত্তর: (ঘ)

১৭২.
ইঙ্গ-ফরাসি সংঘর্ষের ফলাফল কী হয়েছিল?
Ο ক) 
ইংরেজদের একক প্রাধ্যন্য
Ο খ) 
ইংরেজদের দুর্গ নির্মাণ
Ο গ) 
ইংরেজদের ধর্মীয় প্রচার
Ο ঘ) 
ইংরেজদের বাংলা ত্যাগ

  সঠিক উত্তর: (ক)

১৭৩.
নবাব আলীবর্দী খানের অন্যতম কৃতিত্ব হচ্ছে-
i. মারাঠা দমন
ii. ইংরেজ বণিকদের নিয়ন্ত্রণ
iii. ইংরেজদের বিতাড়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭৪.
১৬০২ সালে ‘X’ নামক দল ‘Y’ অঞ্চলের বিভিন্ন স্থানে কুঠি নির্মাণ করে। ‘X’এর সাথে সাদৃশ্য রয়েছে-
i. ওলন্দাজ
ii. ডাচ
iii. দিনেমার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

১৭৫.
অধ্যক্ষ এলিস কত খ্রিস্টাব্দে পাটনা কুঠির আক্রমণ করেন?
Ο ক) 
১৭৬২
Ο খ) 
১৭৬৩
Ο গ) 
১৭৬৪
Ο ঘ) 
১৭৬৫

  সঠিক উত্তর: (খ)

১৭৬.
দিনেমাররা ইংরেজদের কাছে বাণিজ্যকুঠি বিক্রি করে কেন?
Ο ক) 
লাভজনক ব্যবসা করতে ব্যর্থ হয়েছিল
Ο খ) 
ইংরেজদের সাথে চুক্তির শর্তপূরণের জন্য
Ο গ) 
রাজনৈতিক কারণে
Ο ঘ) 
বোর্ড অব ডিরেক্টরের অনুমতি ক্রমে

  সঠিক উত্তর: (খ)

১৭৭.
ফররুখ শিয়ারের ফরমান ছিল ইস্টইন্ডিয়া কোম্পানির মহাসনদ। কথাটির তাৎপর্য কী?
Ο ক) 
এর মাধ্যমে কোম্পানি বাণিজ্যিক কুঠি নির্মাণের অনুমোদন পায়
Ο খ) 
এর মাধ্যমে কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থে বৃদ্ধি পায়
Ο গ) 
এর মাধ্যমে কোম্পানি মুঘল সম্রাটের মিত্রে পরিণত হয়
Ο ঘ) 
এর মাধ্যমে কোম্পানি বাংলার সর্বেসর্বা হয়ে ওঠে

  সঠিক উত্তর: (খ)

১৭৮.
ইংল্যান্ডের পার্লামেন্ট নতুন ব্যবস্থা উদ্ভাবনের প্রয়োজনীতা অনুভব করে কেন?
Ο ক) 
কোম্পানির ভিশন পরিবর্তনের জন্য
Ο খ) 
এদেশীয় কৃষকদের কষ্ট লাঘবের জন্য
Ο গ) 
পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরির জন্য
Ο ঘ) 
বাংলা, বিহার, উড়িষ্যার সমস্যা সমাধানের জন্য

  সঠিক উত্তর: (ঘ)

১৭৯.
ওলন্দাজদের ভারতভর্ষ ত্যাগের সময়কাল হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
১৮০২ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৮০৩ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৮০৪ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৮০৫ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ঘ)

১৮০.
কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের অন্যতম ফলাফল কোনটি?
Ο ক) 
অর্থ-সম্পদ নিরাপদ রাখা
Ο খ) 
রাজনৈতিক স্বার্থ বিস্তার
Ο গ) 
সেনাবাহিনীর নিরাপত্তা বিধান
Ο ঘ) 
গভর্নরের নিরাপত্তা বিধান

  সঠিক উত্তর: (খ)

১৮১.
ইংরেজ ও ফরাসিদের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠে, কারণ-
i. ইংরেজদের ন্যায় ফরাসিরাও এ দেশে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখে
ii. ইংরেজদের ষড়ষন্ত্রের জন্য
iii. ফরাসি গোষ্ঠীর দুর্বলতার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৮২.
করিম ইংল্যান্ডের ইতিহাস পড়তে গিয়ে দেখে যে, ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস বিয়ের যৌতুক হিসেবে একটি শহর লাভ করেন। তিনি কোন শহর যৌতুক হিসেবে লাভ করেন?
Ο ক) 
কলকাতা
Ο খ) 
সিডনি
Ο গ) 
বোম্বাই
Ο ঘ) 
দিল্লি

  সঠিক উত্তর: (গ)

১৮৩.
মীর কাশিমের ক্ষেত্রে অধিক উপযোগী-
i. তিনি ছিলেন সুদক্ষ শাসক
ii. তিনি ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ
iii. তিনি ছিলেন পরাধীন মানুষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮৪.
ওয়ারেন হেস্টিংস-এর পাঁচসালা বন্দোবস্ত ব্যর্থ হওয়ার কারণ-
i. কৃষকদের প্রতি জমিদারের নির্যাতন
ii. উচ্চহারে রাজস্ব নির্ধারণ
iii. কৃষকের সচেতনতা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮৫.
কালিকটবন্দর কোথায় অবস্থিত?
Ο ক) 
ভারত
Ο খ) 
বাংলা
Ο গ) 
ইন্দোনেশিয়া
Ο ঘ) 
মালয়েশিয়া

  সঠিক উত্তর: (ক)

১৮৬.
মীর কাশিম কখন মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৭৭৬ সালে
Ο খ) 
১৭৭৭ সালে
Ο গ) 
১৭৭৮ সালে
Ο ঘ) 
১৭৭৯ সালে

  সঠিক উত্তর: (খ)

১৮৭.
নিচের কোনটির সাথে কর্ণওয়ালিসের সাদৃশ্য রয়েছে?
Ο ক) 
ব্যবসায়ি
Ο খ) 
ফকির
Ο গ) 
কৃষক
Ο ঘ) 
জমিদার

  সঠিক উত্তর: (ঘ)

১৮৮.
মীর কাশিম মুঙ্গেরকে সুসংগঠিত করেন-
i. প্রাচীন নির্মাণের দ্বারা
ii. অস্ত্র কারখানা নির্মাণের দ্বারা
iii. মসজিদ নির্মাণে দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮৯.
জনাব কাশিম মিয়া তার জমির কিছু অংশ বিক্রি করে খাজনা পরিশোধ করে। এটি নিম্নের কোন ব্যবস্থার অনুরূপ?
Ο ক) 
একসালা বন্দোবস্ত
Ο খ) 
আটসালা বন্দোবস্ত
Ο গ) 
চিরস্থায়ী বন্দোবস্ত
Ο ঘ) 
দশসালা বন্দোবস্ত

  সঠিক উত্তর: (গ)

১৯০.
মি. ‘ক’ বন্দীদশা থেকে মুক্তি পেয়ে মি. ‘খ’ এর বিরুদ্ধে মিথ্যা কাহিনী প্রচার শুরু করে। মি. ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) 
হলওয়েল
Ο খ) 
ওয়াটসন
Ο গ) 
ক্লাইভ
Ο ঘ) 
কার্জন

  সঠিক উত্তর: (ক)

১৯১.
ইংরেজরা হুগলিতে কখন বাণিজ্যে কুঠি স্থাপন করেন?
Ο ক) 
১৬৫৬ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৬৫৭ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৬৫৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৬৫৯ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (গ)

১৯২.
নবাবের পতনের কারণ হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) 
মীর মদনের অসহযোগিতা
Ο খ) 
মোহনলালের বিশ্বাসঘাতকতা
Ο গ) 
মীর জাফরের বিশ্বাসঘাতকতা
Ο ঘ) 
সিনকের অসহযোগিতা

  সঠিক উত্তর: (গ)

১৯৩.
আফতাব বাংলার ইতিহাস পড়তে গিয়ে ১৭৬৫ সালের ঘটনা পড়ল। আফতাবের পঠিত ঘটনার সাথে কোন ঘটনার সাদৃশ্যতা রয়েছে?
Ο ক) 
কোম্পানির দেওয়ানী লাভ
Ο খ) 
পলাশীর যুদ্ধ
Ο গ) 
বক্সারের যুদ্ধ
Ο ঘ) 
পানিপথের যুদ্ধ

  সঠিক উত্তর: (ক)

১৯৪.
নবাব সিরাজউদ্দৌলা কলকাতা দখল করেন কোন মাসে?
Ο ক) 
এপ্রিল
Ο খ) 
মে
Ο গ) 
জুন
Ο ঘ) 
জুলাই

  সঠিক উত্তর: (গ)

১৯৫.
মীর কাশিম রাজধানীর চারদিকে পরিখা খনন করেন কেন?
Ο ক) 
পানি সংরক্ষণের জন্য
Ο খ) 
মাছ চাষের জন্য
Ο গ) 
প্রকৃতি উপভোগের জন্য
Ο ঘ) 
নিরাপত্তার জন্য

  সঠিক উত্তর: (ঘ)

১৯৬.
হলওয়েলের বর্ণনায় অন্ধকূপে কতজন ইংরেজ মারা যায়?
Ο ক) 
১২১
Ο খ) 
১২৩
Ο গ) 
১২৫
Ο ঘ) 
১২৭

  সঠিক উত্তর: (খ)

১৯৭.
নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতালাভের পর প্রাথমিক সমস্যা ছিল-
i. ঘসেটি বেগমের ষড়যন্ত্র
ii. মীরজাফরের ঔদ্ধত্য
iii. শওকত জঙ্গ এর ষড়যন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৯৮.
নবাব সিরাজউদ্দৌলা পলাশীর প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্রধারণ করতে বাধ্য হয়েছিলেন, কারণ-
i. নবাবের নিষেধাজ্ঞা অমান্য করে ইংরেজরা কলকাতায় দুর্গ নির্মাণ অব্যাহত রাখে
ii. চুক্তি ভঙ্গ করে ইংরেজরা নবাবকে কর দিতে অস্বীকৃতি জ্ঞাপন কের
iii. নবাব ইংরেজদের সম্পদ দখল করতে আগ্রহ প্রকাশ করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৯৯.
দিনেমাররা কোন দেশের অধিবাসী?
Ο ক) 
সুইডেনের
Ο খ) 
ফিনল্যান্ডের
Ο গ) 
ডেনমার্কের
Ο ঘ) 
আয়ারল্যান্ডের

  সঠিক উত্তর: (গ)

২০০.
কেন বাংলা থেকে প্রচুর অর্থ সম্পদ ইংল্যান্ডে পাচার হতে থাকে?
Ο ক) 
বক্সারের যুদ্ধের ফলে
Ο খ) 
পলাশী যুদ্ধের ফলে
Ο গ) 
ফৌজদারি লাভের ফলে
Ο ঘ) 
দেওয়ানি লাভের ফলে

  সঠিক উত্তর: (ঘ)

২০১.
১৭৬৫ সালে ‘y’ গ্রুপ একটি ক্ষমতা বলে নিশাপুরের সর্বেসর্বা হয়ে ওঠে। ‘y’ গ্রুপ কোন ধরনের ক্ষমতা লাভ করেছিল?
Ο ক) 
নায়েব
Ο খ) 
সুবেদার
Ο গ) 
দেওয়ানি
Ο ঘ) 
রাজ্য অধিকার

  সঠিক উত্তর: (গ)

২০২.
দেওয়ানি লাভের পর প্রকৃতপক্ষে ইংরেজরাই বাংলার শাসকে পরিণত হয়-
i. অবাধ বাণিজ্যের সুবিধা লাভ করে
ii. সম্রাট ও নবাব উভয়েই ক্ষমতাহীন শাসকে পরিণত হয়
iii. কোম্পানির ক্ষমতা একচেটিয়া বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০৩.
বাংলার প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের পথ সুগম করে?
i. রবার্ট ক্লাইভের মৃত্যু
ii. সিরাজউদ্দৌলার পরাজয়
iii. সিরাজউদ্দৌলার মৃত্যু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২০৪.
মি. ‘ক’ তাঞ্জোর জেলায় তার বাণিজ্যকুঠির স্থাপন করে। এখানে মি. ‘ক’ কোন কোম্পানির প্রতিনিধিত্ব করছে?
Ο ক) 
ডাচ
Ο খ) 
দিনেমার
Ο গ) 
ইংরেজ
Ο ঘ) 
ফরাসি

  সঠিক উত্তর: (খ)

২০৫.
জনাব ‘চ’ তার চাচার নিকট থেকে কয়েকটি জমি ক্রয় করে নতুন নগরের পত্তন ঘটান। এই নতুন নগরের সাথে পরিচিত। জনাব ‘জ’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
i. সম্রাট আওরঙ্গজেব
ii. সম্রাট জাহাঙ্গীর
iii. সম্রাট ফররুখ শিয়ার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২০৬.
কলকাতা নগরী কোন নদীর তীরে অবস্থিত?
Ο ক) 
করতোয়া
Ο খ) 
নাফ
Ο গ) 
গঙ্গা
Ο ঘ) 
ভাগীরথী

  সঠিক উত্তর: (ঘ)

২০৭.
পলাশীর যুদ্ধের প্রধান কারণ কী?
Ο ক) 
নবাবের অদূরদর্শিতা
Ο খ) 
নবাবের অযোগ্যতা
Ο গ) 
নবাবের হঠকারিতা
Ο ঘ) 
পারিবারিক ও বাহ্যিক ষড়ষন্ত্র

  সঠিক উত্তর: (ঘ)

২০৮.
চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম কুফল হচ্ছে-
i. বড় বড় জমিদারি ধ্বংস হওয়া
ii. কৃষকদের প্রতি জমিদারের অত্যাচার বৃদ্ধি
iii. প্রজাস্বত্ব আইনের অনুপস্থিতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০৯.
লর্ড ক্লাইভের সময় বাংলা কত সালে দুর্ভিক্ষ হয়?
Ο ক) 
১১৭০ সালে
Ο খ) 
১১৭৬ সালে
Ο গ) 
১৭৭০ সালে
Ο ঘ) 
১৭৭৬ সালে

  সঠিক উত্তর: (খ)

২১০.
দিনেমাররা ভারতবর্ষ ত্যাগ করে কত খ্রিস্টাব্দে?
Ο ক) 
১৮৪৪
Ο খ) 
১৮৪৫
Ο গ) 
১৮৪৬
Ο ঘ) 
১৮৪৭

  সঠিক উত্তর: (খ)

২১১.
ইউরোপের সপ্তবর্ষব্যাপী যুদ্ধের স্থায়িত্বকাল কত?
Ο ক) 
১৭৫৬-১৭৬৩
Ο খ) 
১৭৫৭-১৭৬৪
Ο গ) 
১৭৫৮-১৭৬৫
Ο ঘ) 
১৭৫৯-১৭৬৬

  সঠিক উত্তর: (ক)

২১২.
পতুর্গিজরা উপমহাদেশে থেকে বিতাড়িত হয়-
i. দস্যুতার কারণে
ii. বিভিন্ন অপকর্মের জন্য
iii. ইংরেজদের কাছে পরাজিত হওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১৩.
ঘষেটি বেগম কেন সিরাজের বিরুদ্ধে ষড়ষন্ত্র করেন?
Ο ক) 
নিজ স্বামীর মনোনয়নের আশা করেছিলেন
Ο খ) 
নিজ পুত্রের মনোনয়নের আশা করেছিলেন
Ο গ) 
নিজ জামাতার মনোনয়নের প্রত্যাশা করেছিলেন
Ο ঘ) 
নিজ ভ্রাতৃষ্পুত্রের মনোয়নয়নের প্রত্যাশা করেছিলেন

  সঠিক উত্তর: (খ)

২১৪.
ইংরেজদের কাছে ফরাসিদের পরাজিত হওয়ার কারণ-
i. ইংরেজদের ষড়যন্ত্র
ii. উন্নত রণকৌশলের অভাব
iii. ফরাসিদের বাংলার নবাবের পক্ষ অবলম্বন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১৫.
বাংলার নবাব কেন দুর্ভিক্ষ এড়াতে ব্যর্থ হয়েছিল?
Ο ক) 
কোম্পানির লুণ্ঠনবৃত্তির জন্য
Ο খ) 
কোম্পানির সম্পদের অভাবে
Ο গ) 
নবাবের সেনাবাহিনীর বিশৃঙ্খলায়
Ο ঘ) 
নবাবের অভ্যন্তরীণ দুর্বলতার কারণ

  সঠিক উত্তর: (ক)

২১৬.
জমির সাহেব তার ভ্রাতুষ্পুত্রকে খুব ভালোবাসতেন বিধায় তার নামে সকল সম্পত্তি উইল করে দেন। জমির সাহেব কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছে?
Ο ক) 
মুর্শিদকুলী খান
Ο খ) 
সিরাজউদ্দৌলাহ
Ο গ) 
আলীবর্দী খান
Ο ঘ) 
শায়েস্তা খান

  সঠিক উত্তর: (গ)

২১৭.
রবার্ট ক্লাইভের ক্ষেত্রে প্রযোজ্য-
i. তিনি ছিলেন দূরদর্শী
ii. তিনি ছিলেন অজ্ঞ
iii. তিনি ছিলেন কূটবুদ্ধিসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২১৮.
দিনেমাররা উপমহাদেশে থেকে তাদের ব্যবসা-বাণিজ্য গুটিয়ে নেয়-
i. ব্যবসায়ে ক্ষতি হওয়ায়
ii. সামরিক শক্তির অভাবে
iii. বাণিজ্যিক ব্যর্থতার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২১৯.
‘ক’ এর সময় থেকে দিল্লিতে রাজস্ব পাঠানো একবারেই বন্ধ হয়ে যায়। ‘ক’ সমর্থন করছে নিচের কোন চরিত্রকে?
Ο ক) 
মুর্শিদ কুলি খান
Ο খ) 
আলীবর্দী খান
Ο গ) 
সিরাজউদ্দৌলাহ
Ο ঘ) 
মীরজাফর

  সঠিক উত্তর: (খ)

২২০.
১৬০৮ সালে এবং ১৬১৫ সালে জনাব ‘ড’ এর দূতরা ‘ণ’ এর সাথে বাণিজ্যিক সুবিধা আদায়ের লক্ষ্যে সাক্ষাৎ করে। ‘ড’ এর দূতের সাথে সাদৃশ্য রয়েছে-
i. ক্যাপ্টেন হকিন্স
ii. টমাসরো
iii. জেমস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২২১.
মীর জাফর কখন মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৭৬২ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৭৬৩ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৭৬৪ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৭৬৫ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ঘ)

২২২.
আলীবর্দী খানের সাথে সিরাজউদ্দৌলার কি ধরনের সম্পর্ক ছিল?
Ο ক) 
ভ্রাতুষ্পুত্র
Ο খ) 
দৌহিত্র
Ο গ) 
পুত্র
Ο ঘ) 
ভ্রাতা

  সঠিক উত্তর: (খ)

২২৩.
দেওয়ানী লাভের ফলে কোম্পানির শাসনের কোন দিক ফুটে উঠে?
Ο ক) 
আইনানুগ শাসন
Ο খ) 
অবৈধ শাসন
Ο গ) 
জোরপূর্বক শাসন
Ο ঘ) 
অন্যায়ের শাসন

  সঠিক উত্তর: (ক)

২২৪.
১৭৭০ সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়-
i. কোম্পানি সম্পদ লুণ্ঠনের ফলে
ii. ভয়াবহ খরার কারণে
iii. খাদ্যের অভাবের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২৫.
ফররুখ শিয়ারের ফরমানকে ব্রিটিশ কোম্পানির মহাসনদ বলা হয় কেন?
Ο ক) 
এর মাধ্যমে কোম্পানি জমিদার স্বত্ত লাভ করে
Ο খ) 
এর দ্বারা অবাধ বাণিজ্যের অনুমতি লাভ করে
Ο গ) 
রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পায়
Ο ঘ) 
এর মাধ্যমে কলকাতা শহরের অধিপতি হয়

  সঠিক উত্তর: (খ)

২২৬.
কোন যুদ্ধের ফলে মীর কাশিমের স্বাধীনতা রক্ষার চেষ্টা ব্যর্থ হয়?
Ο ক) 
পলাশীর যুদ্ধের
Ο খ) 
পানি পথের যুদ্ধের
Ο গ) 
প্রথম বিশ্বযুদ্ধের
Ο ঘ) 
বক্সার যুদ্ধের

  সঠিক উত্তর: (ঘ)

২২৭.
সম্রাট ফরুখশিয়ারের ফরমানকে কেন ম্যাগনাকার্টার সাথে তুলনা করা হয়েছে?
Ο ক) 
ইংরেজদের অবাধ সুযোগ-সুবিধা লাভের জন্য
Ο খ) 
ইংরেজদের অর্থের ক্ষতি হয়েছিল বলে
Ο গ) 
ইংরেজদের প্রতি ন্যায়বিচার করার জন্য
Ο ঘ) 
ইংরেজদের প্রতি দরদ প্রদর্শনের জন্য

  সঠিক উত্তর: (ক)

২২৮.
শায়েস্তা খান পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়িত করেন কেন?
Ο ক) 
অধিক পুরিমাণে কুঠি স্থাপন করেছিল তারা
Ο খ) 
তাদের বিভিন্ন অপকর্ম ও দস্যুতার জন্য
Ο গ) 
প্রতিহিংসাবশত তাদের বিতাড়িত করা হয়
Ο ঘ) 
রাজনৈতিক কারণে

  সঠিক উত্তর: (খ)

২২৯.
এ উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) 
পলাশীর যুদ্ধ
Ο খ) 
পানি পথের যুদ্ধ
Ο গ) 
প্রথম বিশ্বযুদ্ধ
Ο ঘ) 
দ্বিতীয় বিশ্বযুদ্ধ

  সঠিক উত্তর: (ক)

২৩০.
গিরিয়া, কাটোয়া ও উদয়ানালার যুদ্ধে ইংরেজ সেনাপতির নাম কী ছিল?
Ο ক) 
ওয়াটনস
Ο খ) 
এডামস
Ο গ) 
এ্যাণ্ডারসন
Ο ঘ) 
এলিচ

  সঠিক উত্তর: (খ)

২৩১.
লর্ড কর্নওয়ালিশের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ-
i. দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের জন্য
ii. জমির মালিকানা নির্ধারণের জন্য
iii. দীর্ঘমেয়াদি রাজস্ব ব্যবস্থা চালুর জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৩২.
চিরস্থায়ী বন্দোবস্ত কৃষকের ভাগ্য জমিদারের উপর নির্ভর করত কীভাবে?
Ο ক) 
কৃষকরা শারীরিকভাবে দুর্বল ছিল বলে
Ο খ) 
প্রজাস্বত্ত আইনের অনুপস্থিতির কারণে
Ο গ) 
জমিদাররা সম্পদের মালিক হওয়ায়
Ο ঘ) 
কৃষকরা সন্তানহীন হওয়ায়

  সঠিক উত্তর: (খ)

২৩৩.
বিহারের শাসনকর্তা কে ছিলেন?
Ο ক) 
মীর জাফর
Ο খ) 
রর্বাট ক্লাইভ
Ο গ) 
রামনারায়ণ
Ο ঘ) 
মীর কাশিম

  সঠিক উত্তর: (গ)

২৩৪.
পলাশীর যুদ্ধের সুদুরপ্রসারী পরিণতি ছিল কোনটি?
Ο ক) 
মীরজাফরের শাসন প্রতিষ্ঠা
Ο খ) 
মীরজাফরের স্বাধীন ক্ষমতালাভ
Ο গ) 
মীর কাসিমের ক্ষমতালাভ
Ο ঘ) 
ঘসেটি বেগমের ক্ষমতালাভ

  সঠিক উত্তর: (ক)

২৩৫.
ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ হয় কখন?
Ο ক) 
১৭০০ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৭০১ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৭০২ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৭০৩ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ক)

২৩৬.
দেওয়ানি লাভের মাধ্যমেই ইংরেজরা বাংলার অধিকর্তায় পরিণত হয়। এ কথাটি দ্বারা কী প্রকাশ পেয়েছে?
Ο ক) 
এটি কোম্পানির রাজনৈতিক বিজয়
Ο খ) 
এর মাধ্যমে কোম্পানি একচেটিয়া বাণিজ্যিক ক্ষমতা লাভ করে
Ο গ) 
উপমহাদেশে আধিপত্য বিস্তারের সুযোগ লাভ করে
Ο ঘ) 
এর মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক বিজয় লাভ করে

  সঠিক উত্তর: (ঘ)

২৩৭.
জনাব স্বপন রাজনৈতিক কারণে ‘ম’ দেশের এর রাজকন্যাকে বিবাহ করেন। ‘ম’ প্রতিনিধিত্ব করছে?
i. পর্তুগিজ
ii. ওলন্দাজ
iii. ডেনমার্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

২৩৮.
১৬২০ সালে ‘G’ নামক বণিকগোষ্ঠী ভারতের তাঞ্জোরে বাণিজ্যকুঠি স্থাপন করেন। ‘G’ বণিকগোষ্ঠীর সাথে সাদৃশ্য রয়েছে-
i. দিনেমার
ii. ফরাসি
iii. পর্তুগিজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

২৩৯.
হেস্টিংস এর পাঁচসালা বন্দোবস্ত ব্যর্থ হওয়ার কারণ-
i. চাহিদা অনুপাতে রাজস্ব আদায়ে ব্যর্থ হয়
ii. কৃষক তথা জমির উন্নয়ন ব্যর্থ হয়
iii. বোর্ড অব ডিরেক্টরের নিষেধাজ্ঞা ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

২৪০.
দশসালা বন্দোবস্ত চালু হয় কখন?
Ο ক) 
১৭৮৬ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৭৮৭ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৭৮৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৭৮৯ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ঘ)

২৪১.
প্রাচ্যের সাথে পাশ্চাত্যের ব্যবসা-বাণিজ্যের জন্য ভিন্ন জলপথ খুঁজতে হয়। কারণ-
i. ১৪৫৩ সালে তুর্কিদের আক্রমণ
ii. কনস্টান্টিপোলের পতন
iii. ফরাসি বিপ্লবের সূচনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৪২.
রর্বাট ক্লাইভ কিসের নামে বাংলার সম্পদ লুণ্ঠনের একচেটিয়া ক্ষমতা লাভ করে?
Ο ক) 
ফৌজদারি সনদের নামে
Ο খ) 
দেওয়ানি সনদের নামে
Ο গ) 
শিক্ষা সনদের নামে
Ο ঘ) 
নাগরিকত্ব সনদের নামে

  সঠিক উত্তর: (খ)

২৪৩.
লর্ড কর্নওয়ালিস জমিদারদের সাথে দশসালা বন্দোবস্ত করেন। এর যথার্থ কারণ হলো-
Ο ক) 
জমিদারদের জমির মালিকে পরিণত করা
Ο খ) 
জমির উন্নয়ন সাধন করা
Ο গ) 
রাজস্ব সমস্যা সমাধান
Ο ঘ) 
কৃষকদের জমি চাষে উৎসাহ দান

  সঠিক উত্তর: (গ)

২৪৪.
নবাব ‘চ’ এর বিরুদ্ধে পরিবারে সকলে ষড়যন্ত্র করলে ‘জ’ গোষ্ঠী আমৃত্যু তাকে সহায়তা করেছেন ‘জ’ কোন চরিত্রটিকে সমর্থন করছে?
i. মীরমদন
ii. মোহন লাল
iii. রাজবল্লভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৪৫.
ফরাসি কোম্পানি এ দেশ ত্যাগে বাধ্য হয় কেন?
Ο ক) 
ইংরেজদের কাছে পরাজিত হয়ে
Ο খ) 
মুঘলদের অসহযোগিতার কারণে
Ο গ) 
বাণিজ্যিক স্বার্থে
Ο ঘ) 
রাজনৈতিক স্বার্থে

  সঠিক উত্তর: (ক)

২৪৬.
বাংলায় ফরাসিদের একটি শক্তিশালী সুরক্ষিত বাণিজ্যিক কুঠি কোথায় ছিল?
Ο ক) 
সুতানটিতে
Ο খ) 
কলকাতায়
Ο গ) 
চন্দননগরে
Ο ঘ) 
হুগলিতে

  সঠিক উত্তর: (গ)

২৪৭.
উপমহাদেশে সাম্রাজ্যে স্থাপনে ইংরেজদের প্রধান বাধা ছিল ফরাসিরা। এর যথার্থ কারণ-
i. ফরাসিরা শক্তিশালী বণিক ছিল
ii. মুঘলদের সাথে ফরাসিদের সখ্য ছিল
iii. ইংরেজরা ফরাসিদের তুলনায় দুর্বল ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৪৮.
হল্যান্ডের অধিবাসী ওলন্দাজ বা ডাচরা বাণিজ্যিক উদ্দেশ্যে কত খ্রি. এ উপমহাদেশে আসে?
Ο ক) 
১৬০০ খ্রি.
Ο খ) 
১৬০২ খ্রি.
Ο গ) 
১৭০০ খ্রি.
Ο ঘ) 
১৭০৩ খ্রি.

  সঠিক উত্তর: (খ)

২৪৯.
পিটের ইন্ডিয়া এ্যাক্ট পার্লামেন্ট কখন গৃহীত হয়?
Ο ক) 
১৭৮১ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৭৮২ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৭৮৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৭৮৪ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ঘ)

২৫০.
আফতাব বলেন, পলাশীর যুদ্ধের পর একটি বিদেশি জাতি একচেটিয়া ব্যবসায়ের সুযোগ লাভ করে। আফতাব কোন জাতির কথা বলেছেন?
Ο ক) 
ইংরেজ
Ο খ) 
ডাচ
Ο গ) 
ফরাসি
Ο ঘ) 
দিনেমার

  সঠিক উত্তর: (ক)

২৫১.
কোম্পানির দেওয়ানি লাভের অভাবিত ক্ষমতা লাভ করে। এর যৌক্তিকতা নিরূপণে বলা যায়-
i. কোম্পানি দায়িত্বহীন শাসকে পরিণত হয়
ii. নবাব পরিণত হয় ক্ষমতহীন শাসকে
iii. প্রশাসনের সর্বত্র ইংরেজ ও তাদের এদেশীয় এজেন্টদের নিয়োজিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫২.
ভারতীয় উপমহাদেশে আগমনকারী সর্বশেষ ইউরোপীয় বণিক কোম্পানি কোনটি?
Ο ক) 
ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Ο খ) 
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Ο গ) 
ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Ο ঘ) 
ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি

  সঠিক উত্তর: (খ)

২৫৩.
ওলন্দাজরা কোন দেশের অধিবাসী ছিলেন?
Ο ক) 
ইংল্যান্ড
Ο খ) 
হল্যান্ড
Ο গ) 
স্কটল্যান্ড
Ο ঘ) 
আয়ারল্যান্ড

  সঠিক উত্তর: (খ)

২৫৪.
মীরজাফর ইংরেজদের বিরাগভাজন হয়েছিলেন-���������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������� ������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������������
i. ওলন্দাজদের সাথে যোগাযোগ করায়
ii. কোম্পানিকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করায়
iii. সেনাবাহিনী সংস্কার থেকে বিরত থাকায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৫৫.
ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলার ক্ষেত্রে কোনটি অধিক উপযোগী?
Ο ক) 
ইংল্যান্ডের একটি বণিকদল
Ο খ) 
চীনের একটি বণিকদল
Ο গ) 
রাশিয়ার একটি বণিকদল
Ο ঘ) 
আরবের একটি বণিকদল

  সঠিক উত্তর: (ক)

২৫৬.
ওলন্দাজরা এ উপমহাদেশে কখন আসেন?
Ο ক) 
১৬০১ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৬০২ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৬০৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৬০৪ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (খ)

২৫৭.
ইংরেজরা হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপনের জন্য কার অনুমোদন� লাভ করে?
Ο ক) 
রাজা দ্বিতীয় চার্লসের
Ο খ) 
সুবেদার শাহসূজার
Ο গ) 
শায়েস্তা খানের
Ο ঘ) 
আহমেদ শাহের

  সঠিক উত্তর: (খ)

২৫৮.
জনাব ‘ঙ’ স্বাধীনভাবে দেশ শাসনে বিশ্বাসী। ‘ঙ’ এর সাথে মিল রয়েছে-
Ο ক) 
মীরজাফর
Ο খ) 
মীর মোশারফ
Ο গ) 
মীরমদন
Ο ঘ) 
মীর কাশিম

  সঠিক উত্তর: (ঘ)

২৫৯.
সৌমিক সাহেব তার এলাকার রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে একটি অভিনব ব্যবস্থা চালু করেন। সৌমিক সাহেবের সাথে সাদৃশ্য রয়েছে। নিচের কোন চরিত্রটির?
Ο ক) 
লর্ড হেস্টিংস
Ο খ) 
লর্ড কর্নওয়ালিশ
Ο গ) 
লর্ড ক্লাইভ
Ο ঘ) 
লর্ড রিপন

  সঠিক উত্তর: (খ)

২৬০.
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন?
Ο ক) 
মুসলিমপট্টমে
Ο খ) 
সুরাটে
Ο গ) 
চন্দননগরে
Ο ঘ) 
বিহারে

  সঠিক উত্তর: (খ)

২৬১.
মি. ‘ক’ জমির মালিকানা নির্দিষ্ট করার জন্য এক ধরনের ব্যবস্থা গ্রহণ করেন। ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
i. লর্ড ক্লাইভ
ii. লর্ড হেস্টিংস
iii. লর্ড কর্নওয়ালিশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

২৬২.
ওলন্দাজরা এ উপমহাদেশে আসার কারণ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
যুদ্ধ করা
Ο খ) 
লুটতরাজ করা
Ο গ) 
বাণিজ্য করা
Ο ঘ) 
ডাকাতি করা

  সঠিক উত্তর: (গ)

২৬৩.
ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বিতীয় বাণিজ্য কুঠি ছিল কোথায়?
Ο ক) 
বালাসোতে
Ο খ) 
মসলিমপট্টমে
Ο গ) 
আগ্রায়
Ο ঘ) 
আহমেদাবাদে

  সঠিক উত্তর: (খ)

২৬৪.
চিরস্থায়ী বন্দোবস্তের ফলে-
i. জমিদারদের স্বার্থ সুরক্ষিত হয়
ii. প্রজাদের স্বার্থ সুরক্ষিত হয়
iii. প্রজাদের পুরনো স্বত্ব বিলুপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৬৫.
ঘসেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার সম্পর্ক কী হন?
Ο ক) 
খালা
Ο খ) 
ফুফু
Ο গ) 
মামি
Ο ঘ) 
চাচি

  সঠিক উত্তর: (ক)

২৬৬.
বাংলার সার্বভৌমত্ব উদ্ধারের শেষ চেষ্টা ব্যর্থ হওয়ার যোক্তিক কারণ কোনটি?
Ο ক) 
সিরাজউদ্দৌলার পরাজয়
Ο খ) 
মীর জাফরের পরাজয়
Ο গ) 
রবার্ট ক্লাইভের পরাজয়
Ο ঘ) 
মীর কাশেমের পরাজয়

  সঠিক উত্তর: (ঘ)

২৬৭.
পলাশীর যু্দ্ধে নবাবের পতনের জন্য নবাব অনেকাংশে দায়ী। কথাটির যৌক্তিকতা নিরূপণে বলা যায়-
i. নবাবে অদূরদর্শিতা
ii. সেনাপতির প্রতি অগাধ বিশ্বাস
iii. পারিবারিক ও বাহ্যিক ষড়যন্ত্রকে উপেক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬৮.
‘B’ এর শাসনামলে বাংলার সুবেদার ও নায়েব পদের দায়িত্ব একজনের ওপর বর্তায়। ‘B’ চরিত্রটি নিচের কোন চরিত্রকে সমর্থন করছে?
Ο ক) 
মুর্শিদকুলি খান
Ο খ) 
সরফরাজ খান
Ο গ) 
আলীবর্দী খান
Ο ঘ) 
শরফরাজ খান

  সঠিক উত্তর: (ক)

২৬৯.
লর্ড হেস্টিংস দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটান, কারণ-
i. প্রশাসনিক জটিলতা চরম পৌঁছেছিল
ii. সারা দেশে বিশৃঙ্খলা শুরু হয়েছিল
iii. লর্ড ক্লাইভের সাথে হেস্টিংসের দ্বন্ধ ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৭০.
‘ক’ এর পরাজয়ের মধ্যদিয়ে ‘খ’ গোষ্ঠী বিজয়পুরে আধিপত্য বিস্তারের ক্ষমতা লাভ করে। ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) 
মীরমদন
Ο খ) 
সিরাজউদ্দৌলাহ
Ο গ) 
মীরকাশিম
Ο ঘ) 
মীরজাফর

  সঠিক উত্তর: (গ)

২৭১.
ইংরেজ ও ফরাসিদের মধ্যে সংঘর্ষ অনিবার্য হওয়ার কারণ কী?
Ο ক) 
বাণিজ্যিক স্বার্থে
Ο খ) 
রাজনৈতিক কারণে
Ο গ) 
ধর্মীয় কারণে
Ο ঘ) 
পূর্বশত্রুতার কারণে

  সঠিক উত্তর: (ক)

২৭২.
দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটায় কে?
Ο ক) 
লর্ড ক্লাইভ
Ο খ) 
ওয়ারেন হেস্টিংস
Ο গ) 
লর্ড কর্নওয়ালিশ
Ο ঘ) 
শের শাহ

  সঠিক উত্তর: (খ)

২৭৩.
দ্বৈতশাসন ব্যর্থতায় পর্যবসিত হয়। যথেষ্ট প্রমাণ মেলে-
Ο ক) 
ইংল্যান্ডে অর্থসম্পদ পাচার হয়
Ο খ) 
অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে
Ο গ) 
দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়
Ο ঘ) 
প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়

  সঠিক উত্তর: (ঘ)

২৭৪.
পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের পিছনে কারণ হলো-
i. নানামুখী ষড়যন্ত্র
ii. নবাবের অদূরদর্শিতা
iii. মীর মদনের মৃত্যু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭৫.
লর্ড কর্নওয়ালিসের অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) 
দশসালা ব্যবস্থা প্রবর্তন
Ο খ) 
একসালা ব্যবস্থা প্রবর্তন
Ο গ) 
চিরস্থায়ী ব্যবস্থা প্রবর্তন
Ο ঘ) 
পাঁচসালা ব্যবস্থা প্রবর্তন

  সঠিক উত্তর: (গ)

২৭৬.
দ্বৈত্তশাসন ব্যবস্থার অবসান হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) 
১৭৭১
Ο খ) 
১৭৭২
Ο গ) 
১৭৭৩
Ο ঘ) 
১৭৭৪

  সঠিক উত্তর: (খ)

২৭৭.
জনাব ‘ক’ তার কোম্পানি স্বার্থে অযোগ্যতার অভিযোগে জনাব ‘গ’ কে চাকরিচ্যুত করেন। জনাব ‘ক’ ও ‘গ’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
i. মীরজাফর
ii. মীর কাশিম
iii. লর্ড ক্লাইভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭৮.
পঞ্চদশ শতকের শেষের দিকে সমুদ্রপথে আবিস্কার অতি জরুরি ছিল। এর যৌক্তিক কারণ হলো-
i. ভূমধ্যসাগরে আরবদের একচেটিয়া বাণিজ্য
ii. তুর্কিগণ কর্তৃক কনস্ট্যান্টিনোপল দখল
iii. ইউরোপীয়দের নতুন কিছু আবিস্কারের প্রয়োজনীতা অনুভব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৭৯.
সিরাজউদ্দৌলার কোন সেনাপতি বিশ্বাসঘাতকতা করে?
Ο ক) 
মোহনলাল
Ο খ) 
সিনফ্রে
Ο গ) 
মীর জাফর
Ο ঘ) 
মীর মদন

  সঠিক উত্তর: (গ)

২৮০.
‘ক’ নামক ব্যক্তির সহায়তায় ‘খ’ নামক কোম্পানি বাংলার প্রকৃত শাসকে পরিণত হয়। এখানে ‘ক’ নির্দেশ করছে-
i. লর্ড ক্লাইভ
ii. লর্ড হেস্টিংস
iii. লর্ড কর্নওয়ালিশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

২৮১.
আলীবর্দী খানের কয়জন মেয়ে ছিল?
Ο ক) 
দুই জন
Ο খ) 
তিন জন
Ο গ) 
চার জন
Ο ঘ) 
পাঁচ জন

  সঠিক উত্তর: (খ)

২৮২.
আসলাম মুর্শিদাবাদ� থেকে মুঙ্গের রাজধানী স্থানান্তরকারী একজন নবাবের কথা বলেন। আসলাম কোন নবাবের কথা বলেছেন।
Ο ক) 
সিরাজউদ্দৌলার
Ο খ) 
সুজাউদ্দৌল্লা
Ο গ) 
মীরজাফর
Ο ঘ) 
মীর কাশিম

  সঠিক উত্তর: (ঘ)

২৮৩.
আব্দুল মিয়া একজন বড় জমিদার ছিলেন। কিন্তু ইংরেজদের গৃহীত একটি ব্যবস্থার ফলে যে নিঃস্ব হয়। আব্দুল মিয়া যে ব্যস্থার ফলে নিঃস্ব হয়ে যায়-
i. চিরস্থায়ী ভূমি ব্যবস্থা
ii. লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ব্যবস্থা
iii. পাঁচসালা ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৮৪.
নবাব কলকাতা দখল করে কাকে এর দায়িত্বভার প্রদান করেন?
Ο ক) 
মানিকচাঁদকে
Ο খ) 
উমিচাঁদকে
Ο গ) 
মোহনলালকে
Ο ঘ) 
জগৎশেঠকে

  সঠিক উত্তর: (ক)

২৮৫.
ফোর্ট উইলিয়াম দুর্গ অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ-
i. বাণিজ্যিক স্বার্থ রক্ষার সহায়তা করেছিল
ii. রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছিল
iii. কলকাতা শহরের মর্যাদা বৃদ্ধি করেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

২৮৬.
দিনেমাররা কখন ইংরেজদের নিকট বাণিজ্য কুটি বিক্রি করে?
Ο ক) 
১৫৭৯ সাল
Ο খ) 
১৬০২ সাল
Ο গ) 
১৭৫৯ সাল
Ο ঘ) 
১৮৪৫ সাল

  সঠিক উত্তর: (ঘ)

২৮৭.
কত সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?
Ο ক) 
১৭৫৭ সালে
Ο খ) 
১৭৫৮ সালে
Ο গ) 
১৭৫৯ সালে
Ο ঘ) 
১৭৬০ সালে

  সঠিক উত্তর: (ক)

২৮৮.
ইংরেজ ও ফরাসি সংঘর্ষে ফরাসিদের পরাজয়ের কারণ-
i. ইংরেজদের ষড়যন্ত্র
ii. ইংরেজদের কূটকৌশল
iii. ইংরেজদের উন্নতি রণকৌশল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮৯.
‘ড’ অল্প বয়সে তার নানার উত্তরাধিকারী মনোনীত হওয়ায় তার বিরুদ্ধে পারিবারিক ষড়যন্ত্র শুরু হলো। এই ষড়যন্ত্র শুরু হলো। এই ষড়যন্ত্রকারীদের সাথে মিল রয়েছে-
i. ঘষেটি বেগম
ii. শওকত জং
iii. লর্ড ক্লাইভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

২৯০.
দ্বৈত শাসনই ছিল ছিয়াত্তরের মন্বতরের প্রধান কারণ। কথাটির যথার্থতার নিরুপণে বলা যায়-
Ο ক) 
নবাবের হাতে পর্যাপ্ত ক্ষমতা অভাব যা দুর্ভিক্ষ ঘটায়
Ο খ) 
প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয় যা দুর্ভিক্ষ ঘটায়
Ο গ) 
চরম শোষণ ও নির্যাতন বৃদ্ধি পায় যা দুর্ভিক্ষ ঘটায়
Ο ঘ) 
সারা দেশে বিশৃঙ্খলার কারণে দুভিক্ষ হয়

  সঠিক উত্তর: (গ)

২৯১.
পলাশী যুদ্ধ সংঘটিত হয় কখন?
Ο ক) 
১৭৫৭ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৭৫৮ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৭৫৯ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৭৬০ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ক)

২৯২.
তারিন কোনো বিশ্বাসঘাতককে একটি নামেই চিহ্নিত করেন। তারিনের বর্ণনায় কোন নামের মিল রয়েছে-
Ο ক) 
মীরবক্সী
Ο খ) 
মীরআলী
Ο গ) 
মীরজাফর
Ο ঘ) 
মীরমাহমুদ

  সঠিক উত্তর: (গ)

২৯৩.
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কখন?
Ο ক) 
১৬৬৪ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৬৬৫ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৬৬৬ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৬৬৭ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ক)

২৯৪.
শায়েস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম ও সন্ধীপ থেকে বিতাড়িত করে। এর যথার্থ কারণ হলো-
i. পর্তুগিজরা বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল
ii. দস্যুবৃত্তিতে লিপ্ত ছিল
iii. ব্যক্তিগত শত্রুতা ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

২৯৫.
১৭৬৫ সালে ইংরেজরাই বাংলার সত্যিকার শাসকে পরিণত হয়। কীভাবে?
Ο ক) 
অবাধ বাণিজ্যিক সুবিধা লাভের মাধ্যমে
Ο খ) 
দেওয়ানি লাভের মাধ্যমে
Ο গ) 
বক্সারের যুদ্ধে জয়ের মাধ্যমে
Ο ঘ) 
মীরজাফরকে হাতের পুতুলে পরিণত করে

  সঠিক উত্তর: (খ)

২৯৬.
পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কোন নদীর তীরে-
Ο ক) 
কর্ণফুলী
Ο খ) 
করতোয়া
Ο গ) 
সুরমা
Ο ঘ) 
ভাগীরথী

  সঠিক উত্তর: (ঘ)

২৯৭.
কোম্পানির ডাইরেক্টর সভার অনুমোদন কোনটি চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হয়?
Ο ক) 
একসালা বন্দোবস্ত
Ο খ) 
দুইসালা বন্দোবস্ত
Ο গ) 
পাঁচসালা বন্দোবস্ত
Ο ঘ) 
দশসালা বন্দোবস্ত

  সঠিক উত্তর: (ঘ)

২৯৮.
পতুগির্জদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন কে?
Ο ক) 
আলীবর্দী খান
Ο খ) 
শায়েস্তা খান
Ο গ) 
মুর্শিদকুলি খান
Ο ঘ) 
সরফরাজ খান

  সঠিক উত্তর: (খ)

২৯৯.
মীরমদন কোন যুদ্ধে নিহত হন?
Ο ক) 
পলাশীর যুদ্ধে
Ο খ) 
পানিপথের যুদ্ধে
Ο গ) 
প্রথম বিশ্বযু্দ্ধে
Ο ঘ) 
স্বাধীনতা যুদ্ধে

  সঠিক উত্তর: (ক)

৩০০.
‘Y’ কোম্পানি চন্দনগরে একটি সুরক্ষিত দুর্গ গড়ে তোলে। ‘Y’ কোম্পানি প্রতিনিধিত্ব করছে-
Ο ক) 
ডাচ কোম্পানির
Ο খ) 
ফরাসি কোম্পানি
Ο গ) 
ইংরেজ কোম্পানি
Ο ঘ) 
দিনেমার কোম্পানি

  সঠিক উত্তর: (খ)

৩০১.
ইংরেজ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে-
i. ফরুখশিয়রের ফরমানের পর
ii. ১৭১৭ সাল থেকে
iii. ১৫০০ সাল থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩০২.
ফররুখ শিয়ারের ফরমান ছিল ইস্টইন্ডিয়া কোম্পানির Mangna Charta কথাটির তাৎপর্য-
i. কোম্পানি বিনা শুল্কে বাণিজ্যের অনুমতি লাভ করে
ii. নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার লাভ করে
iii. রাজনৈতিক স্বার্থ বিস্তারের পথ উন্মেচন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০৩.
ফরাসিরা সর্বপ্রথম কোথায় কুঠির স্থাপন করে?
Ο ক) 
মুসলিমপট্রমে
Ο খ) 
পণ্ডিচেরী
Ο গ) 
সুরাট
Ο ঘ) 
কাশিমবাজার

  সঠিক উত্তর: (গ)

৩০৪.
লর্ড কর্নওয়ালিসকে ভারতের গভর্নর জেনারেল হিসেবে গ্রহণ করা হয় কেন?
Ο ক) 
জমিদারি স্বত্ব লাভের জন্য
Ο খ) 
রাজনৈতিক কারণে
Ο গ) 
কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত ও সুসংগঠিত করার জন্য
Ο ঘ) 
দুর্ভিক্ষ পরবর্তী ব্যবসা গ্রহণের জন্য

  সঠিক উত্তর: (গ)

৩০৫.
তারেক বলেন, ১৬০০ সালে বাংলার একটি শক্তিশালী বণিকগোষ্ঠী প্রতিষ্ঠিত হয়। তারেক কোন বণিকগোষ্ঠীর কথা উল্লেখ করেছে?
Ο ক) 
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Ο খ) 
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Ο গ) 
ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Ο ঘ) 
দিনেমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি

  সঠিক উত্তর: (খ)

৩০৬.
আলীবর্দী খানের শাসসকালের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
১৭৪০-১৭৫৫ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৭৪০-১৭৫৬ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৭৪০-১৭৫৭ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৭৪০-১৭৫৮ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (খ)

৩০৭.
পারিবারিক ষড়যন্ত্রই ছিল সিরাজউদ্দৌলার শাসনের প্রধান অন্তরায়। এর যৌক্তিকতা নিরুপণে বলা যায়-
i. খালা ঘষেটি বেগম কর্তৃক ষড়যন্ত্র
ii. খালাতো ভাই শওকত জং এর বিরোধিতা
iii. রাজা রাজবল্লভের বিরুদ্ধাচরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩০৮.
মীর কাশিম উল্লেখযোগ্য চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা যায় কোনটিকে?
Ο ক) 
ক্ষমতা লিপ্সা
Ο খ) 
অর্থ লিপ্সা
Ο গ) 
স্বাধীনচেতা
Ο ঘ) 
খামখেয়ালিপনা

  সঠিক উত্তর: (গ)

৩০৯.
‘X’ নামক যুদ্ধে জয়ের ফলে ‘Y’ গোষ্ঠীর আধিপত্য ক্রমে বেড়ে যায়।� ‘X’ নিচের কোনটিকে সমর্থন করছে?
i. পলাশী যুদ্ধে
ii. বিদরের যুদ্ধে
iii. বক্সারের যুদ্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩১০.
পলাশীর যুদ্ধের ফলে প্রকৃত ক্ষমতার কার হাতে ছিল?
Ο ক) 
মীর জাফরের হাতে
Ο খ) 
রবার্ট ক্লাইভের হাতে
Ο গ) 
সিরাজউদ্দৌলার হাতে
Ο ঘ) 
মোহনলালের হাতে

  সঠিক উত্তর: (খ)

৩১১.
ইংল্যাণ্ডের রাজা কর্তৃক পর্তুগিজ রাজকন্যাকে বিবাহের কারণ কী?
Ο ক) 
বোম্বাই শহর লাভের জন্য বাণিজ্যিক কারণে
Ο খ) 
সৌন্দর্যে বিমুগ্ধ হওয়ার কারণে
Ο গ) 
পর্তুগিজদের সাথে সখ্য বৃদ্ধির জন্য
Ο ঘ) 
রাজনৈতিক কারণে

  সঠিক উত্তর: (ক)

৩১২.
ইশতিয়াক একটি আইনের কথা বলেন, এই আইনের কঠোরতায় সকল জমিদারি ধ্বংস হয়ে যায়। ইশতিয়াক কোন আইনের প্রতি ইঙ্গিত করেছেন?
Ο ক) 
পারিবারিক আইন
Ο খ) 
সূর্যাস্ত আইন
Ο গ) 
মুসলিম আইন
Ο ঘ) 
বাণিজ্যিক আইন

  সঠিক উত্তর: (খ)

৩১৩.
ক্যাপ্টেন হকিন্স সম্রাট জাহাঙ্গীরের সাথে সাক্ষাৎ করেন। এর যথাথ কারণ হলো-
Ο ক) 
বাণিজ্যকুঠি স্থাপনের অনুমতি লাভ
Ο খ) 
ফরাসিদের বিরুদ্ধে ষড়ষন্ত্রের জন্য
Ο গ) 
রাজনৈতিক স্বার্থে লাভ
Ο ঘ) 
সম্রাটের প্রতি আনুগত্য লাভ

  সঠিক উত্তর: (ক)

৩১৪.
দ্বৈত্তশাসন ব্যবস্থার অন্যতম পরিণতি কোনটি?
Ο ক) 
শান্তি প্রতিষ্ঠা
Ο খ) 
দুর্ভিক্ষ
Ο গ) 
অর্থনৈতিক সমৃদ্ধি
Ο ঘ) 
রাজনৈতিক ক্ষমতাবৃদ্ধি

  সঠিক উত্তর: (খ)

৩১৫.
দ্বৈত শাসনের ফলে প্রশাসনিক জটিলতার সৃষ্টি হওয়ার কারণ-
i. নবাব ও সম্রাট ক্ষমতাহীন সরকারে পরিণত হয়
ii. কোম্পানি ক্ষমতাসীন কিন্তু দায়িত্বহীন সরকারে পরিণত হয়
iii. কোম্পানি অবাধ বাণিজ্যিক সুবিধা বাতিল হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩১৬.
পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করা দেশপ্রেমিক ছিলেন-
i. মীর মদন
ii. মোহন লাল
iii. সিন ফ্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১৭.
ইংল্যান্ডের পার্লামেন্ট নতুন ব্যবস্থা উদ্ভাবনের প্রয়োজনীতা উপলব্ধি করার কারণ-
i. রাজস্ব বৃদ্ধির জন্য
ii. রাজস্ব সমস্যা সমাধানের জন্য
iii. কৃষকদের অবস্থান উন্নয়নের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৩১৮.
জনাব ‘ক’ দস্যুবৃত্তির ও অত্যাচারে দায়ে ‘গ’ উপজাতিকে তার গ্রাম থেকে বের করে দেন। ‘গ’ উপজাতি কোনটিকে সমর্থন করছে?
i. পতুর্গিজ বণিকদের
ii. দিনেমার বণিকদের
iii. ওলন্দাজ বণিকদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৩১৯.
আকরাম স্যার ক্লাসে ১৯৪৭ সাল পর্যন্ত উপমহাদেশে টিকে থাকা একটি শক্তির কথা বলেন। আকরাম স্যারের বর্ণনার সাথে মিল রয়েছে-
i. পর্তুগিজ শক্তির
ii. ব্রিটিশ শক্তির
iii. ইংরেজ শক্তির
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩২০.
বক্সারের যুদ্ধ হয় কত খ্রি.-
Ο ক) 
১৭৬৪ খ্রি.
Ο খ) 
১৭৫৭ খ্রি.
Ο গ) 
১৭৬০ খ্রি.
Ο ঘ) 
১৭৬১ খ্রি.

  সঠিক উত্তর: (ক)

৩২১.
মীর কাশিমের স্বাধীন চেতা মনোভাবই বক্সার যুদ্ধের মূল কারণ এটি কী প্রমাণ করে?
Ο ক) 
মীর কাশিম দূরদর্শী শাসক ছিলেন
Ο খ) 
মীর কাশিম দুর্বল শাসক ছিলেন
Ο গ) 
ইংরেজদের হাতের পুতুলে পরিণত হয়েছিলেন
Ο ঘ) 
ইংরেজদের কাছ থেকে দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন

  সঠিক উত্তর: (ঘ)

৩২২.
কে দ্বৈতশাসন ব্যবস্থার প্রবর্তন করেন?
Ο ক) 
লর্ড ক্লাইভ
Ο খ) 
ওয়ারেন হেন্টিংস
Ο গ) 
লর্ড কর্নওয়ালিশ
Ο ঘ) 
লর্ড রিপন

  সঠিক উত্তর: (ক)

৩২৩.
রফিক পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের কথ বলেন। রফিকের বর্ণনায় কোন নবাবের কথা বুঝানো হয়েছে?
Ο ক) 
সুজাউদ্দৌল্লা
Ο খ) 
সিরাজউদ্দৌলা
Ο গ) 
নাজিমউদ্দৌল্লা
Ο ঘ) 
শফিউদ্দৌল্লা

  সঠিক উত্তর: (খ)

৩২৪.
টমাস রো, ক্যপ্টেন হকিন্স সম্রাট জাহাঙ্গীরের সাথে সাক্ষাৎ করেছিল। এর প্রকৃত কারণ ছিল-
i. সুরাটে বাণিজ্যকুঠি নির্মাণের অনুমতি লাভ
ii. বাণিজ্যিক সুবিধা আদায়
iii. রাজনৈতিক সম্পর্ক স্থাপন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩২৫.
কত বঙ্গাব্দে বাংলায় ছিয়াত্তরের মনন্তর হয়?
Ο ক) 
১১৭৪
Ο খ) 
১১৭৫
Ο গ) 
১১৭৬
Ο ঘ) 
১১৭৭

  সঠিক উত্তর: (গ)

৩২৬.
চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার আর্থসামাজিক কাঠামোতে কেমন প্রভাব ফেলে?
Ο ক) 
ইতিবাচক
Ο খ) 
নৈতিবাচক
Ο গ) 
সুদূরপ্রসারী
Ο ঘ) 
অকল্পনীয়

  সঠিক উত্তর: (গ)

৩২৭.
কোন বন্দোবস্তকে চিরস্থায়ী বলে ঘোষণা করা হয়?
Ο ক) 
পাঁচসালা
Ο খ) 
ছয়সালা
Ο গ) 
আটসালা
Ο ঘ) 
দশসালা

  সঠিক উত্তর: (ঘ)

৩২৮.
নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে ক্ষমতারোহণ করেন?
Ο ক) 
২০
Ο খ) 
২১
Ο গ) 
২২
Ο ঘ) 
২৩

  সঠিক উত্তর: (গ)

৩২৯.
চিরস্থায়ী ভূমি ব্যবস্থার অন্যতম প্রভাব হচ্ছে-
i. ব্রিটিশ শাসন সুদূঢ়করণ
ii. একনিষ্ঠ জমিদারশ্রেণি
iii. উদারনৈতিক শাসনব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৩০.
পলাশী যুদ্ধের প্রধান কারণ কী?
Ο ক) 
নবাবের অদূরদর্শিতা
Ο খ) 
নবাবের অযোগ্যতা
Ο গ) 
নবাবের হঠকারিতা
Ο ঘ) 
পারিবারিক ও বাহ্যিক ষড়যন্ত্র

  সঠিক উত্তর: (ঘ)

৩৩১.
মীর জাফরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়?
i. অযোগ্যতার
ii. অতিরিক্ত অর্থপ্রদানের অক্ষমতার
iii. ওলন্দাজদের সাথে আতাতের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩২.
বক্সারের যুদ্ধ সংঘটিত হয় কেন?
Ο ক) 
ইংরেজদের ঔদ্ধত আচরণের কারণে
Ο খ) 
মীর কাশিমের ষড়যন্ত্র হওয়ার কারণে
Ο গ) 
মীর কাশিমের স্বাধীনভাবে থাকার ইচ্ছার কারণে
Ο ঘ) 
ইংরেজদের সাথে শর্ত ভঙ্গের কারণে

  সঠিক উত্তর: (গ)

৩৩৩.
চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম প্রকৃতি হলো-
i. জমিদার জমির মালিক হবেন
ii. নজরানা ফি বাতিল করা হয়
iii. বিক্রয় ফি বাতিল করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৪.
উপমহাদেশে জমি ছিল কিসের প্রতীক?
Ο ক) 
সম্মানের
Ο খ) 
মর্যাদার
Ο গ) 
বংশের
Ο ঘ) 
আভিজাত্যের

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৫.
ওলন্দাজ শক্তির পতন ইংরেজ শক্তির ভারতে উত্থানের পথ সুগম করে। এটি প্রমাণ করে-
i. ওলন্দাজ শক্তিশালী বণিক ছিল
ii. ইংরেজ উত্থানের অন্যতম বাধা ছিল
iii. ইংরেজরা ওলন্দাজদের উত্থানে ভীত ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৩৬.
নবাব সিরাজউদ্দৌলার আসল নাম কী ছিল?
Ο ক) 
মির্জা আজম
Ο খ) 
মির্জা মোহাম্মদ
Ο গ) 
মির্জা বারী
Ο ঘ) 
মির্জা মোর্শেদ

  সঠিক উত্তর: (খ)

৩৩৭.
ইংল্যান্ডের রাজা ২য় চার্লস কাকে বিবাহ করেন?
Ο ক) 
ক্যাথরিন
Ο খ) 
ডায়ানা
Ο গ) 
২য় এলিজাবেথ
Ο ঘ) 
বিথ

  সঠিক উত্তর: (ক)

৩৩৮.
মীর জাফরের ক্ষমতাচ্যুত হওয়ার যৌক্তিক কারণ-
i. অযোগ্যতা
ii. অতিরিক্ত অর্থ প্রদানে অক্ষমতা
iii. ওলন্দাজদের সাথে আঁতাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৯.
শায়েস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম ও সন্দ্বীপ থেকে বিতাড়িত করেন, কারণ-
i. তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল
ii. এদেশীয়দের জোরপূর্বক খ্রিষ্টধর্মে পরিণত করছিল
iii. পারস্পরিক রেষারেষির কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৪০.
এ উপমহাদেশে ভাস্কো-দা-গামার আগমন ‘A’ ও ‘B’ ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে। ‘A’ ও ‘B’ এর সাদৃশ্য রয়েছে-
i. রাজনৈতিক
ii. ব্যবসা-বাণিজ্য
iii. যোগাযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৪১.
ফররুখ শিয়ারের ফরমানকে ইস্টইন্ডিয়া কোম্পানি ম্যাগনাকার্ট বলা হয় কেন?
i. কোম্পানি নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার লাভ করে
ii. বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায়
iii. এই ফরমান বলে কোম্পানি অপ্রতিরাধ ক্ষমতা লাভ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪২.
মি. ‘গ’ বাণিজ্যিক স্বার্থে ‘ঘ’ দেশীয় রাজকন্যাকে বিবাহ করেন। এ ধরনের বিবাহের ঘটনার সাথে পাঠ্যবইয়ের কোন দুটি চরিত্রের মিল রয়েছে?
Ο ক) 
দ্বিতীয় চার্লস ও ক্যাথরিরেন বিবাহ
Ο খ) 
জেকস ও ভিক্টোরিয়ার বিবাহ
Ο গ) 
জব চার্নক ও ক্যাথরিরেন বিবাহ
Ο ঘ) 
ক্যাপ্টেন হকিন্স ও এলিজাবেথের বিবাহ

  সঠিক উত্তর: (ক)

৩৪৩.
সর্বশেষ কোন কোম্পানির আগমন ঘটে?
Ο ক) 
ডাচ
Ο খ) 
দিনেমার
Ο গ) 
ফরাসি
Ο ঘ) 
ফারসি

  সঠিক উত্তর: (গ)

৩৪৪.
কোন নদীর তীরে পলাশী যুদ্ধ হয়?
Ο ক) 
ভাগীরথী
Ο খ) 
দামোদর
Ο গ) 
গঙ্গা
Ο ঘ) 
অজয়

  সঠিক উত্তর: (ক)

৩৪৫.
পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ কী?
i. মীর জাফরের অসহযোগিতা
ii. নবাবের অদূরদর্শিতা
iii. শত্রুপক্ষের একাত্মতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৬.
পলাশী যুদ্ধের মাঝে ছিল-
i. পারিবারিক ষড়যন্ত্র
ii. রাজন্যবর্গের ষড়যন্ত্র
iii. অভিজাতদের ষড়যন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৭.
আতিক বলেন, একদল বণিক ভারতের গোয়া, দিউ প্রভৃতি বন্দরে প্রথম কুঠি স্থাপন করেন। আরিফ কাদের কথা উল্লেখ করেছে?
Ο ক) 
ওলন্দাজদের
Ο খ) 
ইংরেজদের
Ο গ) 
পর্তুগিজদের
Ο ঘ) 
ডেনিশদের

  সঠিক উত্তর: (গ)

৩৪৮.
ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে নির্মিত হয়?
Ο ক) 
১৭০০ সালে
Ο খ) 
১৭০৫ সালে
Ο গ) 
১৭১৫ সালে
Ο ঘ) 
১৭৩০ সালে

  সঠিক উত্তর: (ক)

৩৪৯.
কোলকাতা কাউন্সিল কখন নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে?
Ο ক) 
১৭৬১ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৭৬২ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৭৬৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৭৬৪ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (গ)

৩৫০.
‘গ’ তার বড় বোনের নিকট থেকে জানতে পারল যে তাদের দেশে বেশ কিছু বণিক উপনিবেশ স্থাপন করার চেষ্টা করেছে। এসকল বণিকদের সাথে মিল রয়েছে-
i. ইংরেজ
ii. ফরাসি
iii. স্প্যানিশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৫১.
দ্বিতীয় চার্লস বিয়ের কত টাকার বিনিময় কালীঘাট, সুতানটি ও গোবিন্দপুর গ্রামের জমিদারি স্বত্ত লাভ করেন?
Ο ক) 
১০০০ টাকা
Ο খ) 
১১০০ টাকা
Ο গ) 
১২০০ টাকা
Ο ঘ) 
১৩০০ টাকা

  সঠিক উত্তর: (গ)

৩৫২.
নবাব সিরাজউদ্দৌলার মায়ের নাম কী ছিল?
Ο ক) 
ঘসেটি বেগম
Ο খ) 
আমেনা বেগম
Ο গ) 
ফাতেমা বেগম
Ο ঘ) 
আরজুমান্দ বেগম

  সঠিক উত্তর: (খ)

৩৫৩.
আসলাম বলেন, ইংরেজ সেনাপতিগণ কূটবুদ্ধি দিয়ে পলাশীর প্রান্তরে নবাবকে পরাজিত করেন। আসলামের বর্ণনায় ইঙ্গিত প্রদান করা হয়েছে-
i. ওয়াটসন-এর
ii. রবার্ট ক্লাইভ-এর
iii. ভ্যান্সিটার্ট-এর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৫৪.
কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়?
Ο ক) 
১৭৯১
Ο খ) 
১৭৯৩
Ο গ) 
১৭৯৫
Ο ঘ) 
১৭৯৭

  সঠিক উত্তর: (খ)

৩৫৫.
ওলন্দাজদের পতনের কারণ-
i. ইংরেজদের সাথে ব্যবসায়িক বিরোধ
ii. বাংলার শাসকদের সাথে বিরোধ
iii. দিনেমারের সাথে বিরোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৫৬.
‘ক’ দুর্ভিক্ষের হাত থেকে রক্ষার জন্য ‘গ’ নামক ব্যবস্থার অবসান ঘটান। ‘গ’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) 
দ্বৈতশাসন ব্যবস্থা
Ο খ) 
সুবেদারি ব্যবস্থা
Ο গ) 
দিওয়ানি পদ
Ο ঘ) 
নায়েব পদ

  সঠিক উত্তর: (ক)

৩৫৭.
পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে কোন ফরাসি সেনাপতি যুদ্ধ করেন?
Ο ক) 
গড ফ্রে
Ο খ) 
সিন ফ্রে
Ο গ) 
উইল ফ্রে
Ο ঘ) 
এ্যাণ্ডারসন

  সঠিক উত্তর: (খ)

৩৫৮.
পলাশীর যুদ্ধের প্রত্যক্ষ ফলাফল কোনটি?
Ο ক) 
ঔপনিবেশিক শাসনের পথ সুগম
Ο খ) 
ফরাসিদের বাণিজ্যবৃদ্ধি
Ο গ) 
মীরজাফরের শক্তিবৃদ্ধি
Ο ঘ) 
সিরাজউদ্দৌলার ক্ষমতাবৃদ্ধি

  সঠিক উত্তর: (ক)

৩৫৯.
বাংলার পণ্যের আকর্ষণেই বিদেশি বণিকদের আগমন ঘটে। এর যথার্থতা নিরুপণে বলা যায়-
i. বাংলার মসলিন জগৎ বিখ্যাত ছিল
ii. মশলার জন্য বাংলা বিখ্যাত ছিল
iii. উন্নতমানের কাঁচামাল উৎপাদনকেন্দ্র ছিল বাংলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৬০.
মীর কাশিম মুর্শিদাবাদ থেকে মুঙ্গের রাজধানী স্থানান্তর করেন কেন?
Ο ক) 
সৈন্যবাহিনী বৃদ্ধি করার জন্য
Ο খ) 
মুঙ্গের স্থাপত্যশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে
Ο গ) 
ইংরেজদের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য
Ο ঘ) 
অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য

  সঠিক উত্তর: (গ)

৩৬১.
‘Y’ নামক বণিক গোষ্ঠী দ্বিতীয় বিদেশি বণিক হিসেবে উপমহাদেশে আসে। ‘Y’ এর সাথে সাদৃশ রয়েছে-
Ο ক) 
পর্তুগিজ
Ο খ) 
ডাচ
Ο গ) 
দিনেমার
Ο ঘ) 
ফরাসি

  সঠিক উত্তর: (খ)

৩৬২.
ওলন্দাজরা কোন যুদ্ধে পরাজিত হয়?
Ο ক) 
বিদারার যুদ্ধে
Ο খ) 
পলাশীর যুদ্ধে
Ο গ) 
বালাকোটের যুদ্ধে
Ο ঘ) 
পানিপথের যুদ্ধে

  সঠিক উত্তর: (ক)

৩৬৩.
ইউরোপীয়রা ভারতবর্ষে আসে কেন?
Ο ক) 
ব্যবসা-বাণিজ্য করতে
Ο খ) 
লুণ্ঠন করতে
Ο গ) 
ডাকাতি করতে
Ο ঘ) 
ভ্রমণের উদ্দেশ্য

  সঠিক উত্তর: (ক)

৩৬৪.
দেওয়ানী লাভের ফলে কোম্পারনর যে লাভ হয় তা হলো-
i. রাজনৈতিক স্বীকৃতি
ii. অর্থনৈতিক সমৃদ্ধি
iii. ফেব্রুয়ারি বিপ্লব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৬৫.
পলাশীর যুদ্ধের ফলে এদেশের মানুষের ওপর কীরূপ প্রভাব পড়ে?
Ο ক) 
ভাগ্যের উন্নতি
Ο খ) 
ভাগ্যের বিপর্যয়
Ο গ) 
সম্পদ বৃদ্ধি
Ο ঘ) 
সাম্প্রদায়িক ষড়যন্ত্রের শিকার

  সঠিক উত্তর: (খ)

৩৬৬.
দ্বিতীয় চার্লস কীভাবে বোম্বাই শহর লাভ করেন?
Ο ক) 
বিয়ের যৌতুক হিসেবে
Ο খ) 
যুদ্ধের মাধ্যমে
Ο গ) 
বুদ্ধির মাধ্যমে
Ο ঘ) 
কৌশল

  সঠিক উত্তর: (ক)

৩৬৭.
উপমহাদেশের সাথে জনপথে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যায় কেন?
Ο ক) 
কনস্ট্যান্টিনোপল অটোমানরা দখল করে নিয়েছিল
Ο খ) 
আরবরা এ অঞ্চলে একচেটিয়া বাণিজ্য করত
Ο গ) 
উভয় অংশের জলপথের সংযোগস্থল অকেজো হয়ে পড়েছিল
Ο ঘ) 
উভয় অংশে বাণিজ্যিক বিরোধ ছিল

  সঠিক উত্তর: (ক)

৩৬৮.
আবিদ বলল যে, ১৪৫৩ সাল ছিল ইতিহাসে মাইফলক। কারণ এ বছর ইউরোপের একটি সাম্রাজ্যের পতন ঘটে। আবিদ এখানে ১৪৫৩ সালের কোন বিশেষ ঘটনারা কথা উল্লেখ করে?
Ο ক) 
ফরাসিদের পতন
Ο খ) 
জার্মানদের পতন
Ο গ) 
কনস্টান্টিনপোলের পতন
Ο ঘ) 
রোমের পতন

  সঠিক উত্তর: (গ)

৩৬৯.
চিরস্থায়ী ব্যবস্থায় গ্রামীণ সমাজের উন্নতি হয়-
i. জমিদার শ্রেণির উন্নতি হওয়ায়
ii. জমিদারদের পৃষ্ঠপোষকতায়
iii. জমিদারদের জমির স্থায়ী মালিক হওয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৭০.
সিরাজউদ্দৌলা কোলকাত দখল করেন কখন?
Ο ক) 
১৭৫৫ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৭৫৬ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৭৫৭ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৭৫৮ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (খ)

৩৭১.
মীর জাফরের পুত্রের নাম কী?
Ο ক) 
সুজাউদ্দৌলা
Ο খ) 
মীর কাশিম
Ο গ) 
শাহ আলম
Ο ঘ) 
নাজিম উদ্দৌলা

  সঠিক উত্তর: (ঘ)

৩৭২.
কত খ্রিস্টাব্দে বিদারার যুদ্ধ সংঘটিত হয়েছিল?
Ο ক) 
১৭৫৯
Ο খ) 
১৭৬০
Ο গ) 
১৬৬১
Ο ঘ) 
১৭৬২

  সঠিক উত্তর: (ক)

৩৭৩.
বাংলায় ইংরেজ শাসনের পথ সুগম হয় কখন?
Ο ক) 
পলাশীর যুদ্ধের পর
Ο খ) 
পানি পথের যুদ্ধের পর
Ο গ) 
বক্সার যুদ্ধের পর
Ο ঘ) 
মুক্তিযুদ্ধের পর

  সঠিক উত্তর: (গ)

৩৭৪.
মীর কাশিমের সাথে ইংরেজদের যুদ্ধের কারণ-
i. স্বাধীনচেতা মানুষ ছিলেন
ii. দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন
iii. তিনি অযোদ্ধার নবাবের আধিপত্য বিস্তারের সুযোগ লাভ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৭৫.
ইংরেজদের ফোর্টে উইলিয়াম দুর্গ ত্যাগের যথার্থ কারণ কোনটি?
Ο ক) 
শত্রুদের আক্রমণ
Ο খ) 
ঘনিষ্ঠজনের বিরোধিতা
Ο গ) 
যুদ্ধের ভীতি
Ο ঘ) 
নবাবের অতর্কিত আক্রমণ

  সঠিক উত্তর: (ঘ)

৩৭৬.
কত খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন?
Ο ক) 
১৭৭০
Ο খ) 
১৭৭২
Ο গ) 
১৭৭৪
Ο ঘ) 
১৭৭৬

  সঠিক উত্তর: (খ)

৩৭৭.
অন্ধকূপ হত্যা নামে মিথ্যা কাহিনী কে প্রচার করে?
Ο ক) 
হলওয়েল
Ο খ) 
রবার্ট ক্লাইভ
Ο গ) 
ওয়াটসন
Ο ঘ) 
হান্টার

  সঠিক উত্তর: (ক)

৩৭৮.
ওয়ারেন হেস্টিংস কর্তৃক পাঁচসালা বন্দোবস্ত চালুর যথার্থ কারণ কোনটি?
Ο ক) 
চাঁদা আদায়
Ο খ) 
রাজস্ব আদায়
Ο গ) 
খাজনা আদায়
Ο ঘ) 
অধিকার আদায়

  সঠিক উত্তর: (খ)

৩৭৯.
বাংলায় সাতশতকে কাদের ব্যবসায় বাণিজ্য একচেটিয়া?
Ο ক) 
বাঙালিদের
Ο খ) 
ইংরেজদের
Ο গ) 
পর্তুগিজদের
Ο ঘ) 
আরব বণিকদের

  সঠিক উত্তর: (ঘ)

৩৮০.
ট্রিবাঙ্কুর কোথায় অবস্থিত?
Ο ক) 
ভারতের তাঞ্জোরে
Ο খ) 
ইন্দোনেশিয়ার বালি উপদ্বীপে
Ο গ) 
চীনের সাংহাই অঞ্চলে
Ο ঘ) 
বাংলার শ্রীরামপুরে

  সঠিক উত্তর: (ক)

৩৮১.
আফতাব ইউরোপীয় একটি বণিক দলের কথা বলেন। যারা সর্বপ্রথম ভারতবর্ষে বাণিজ্য করতে আসে। আফতাবের বর্ণনার সাথে কাদের সাদৃশ্য রয়েছে?
Ο ক) 
ওলন্দাজদের
Ο খ) 
ইংরেজদের
Ο গ) 
পর্তুগিজদের
Ο ঘ) 
ডেনিশদের

  সঠিক উত্তর: (গ)

৩৮২.
মি. ‘ক’ এর দুর্বলতার সুযোগ মি. ‘খ’ এমন চুক্তি করে যার বিনিময়ে মি. ‘খ’ সর্বেসর্বা হয়ে যায়। মি. ‘খ’ এর চুক্তির সাথে মিল রয়েছে-
i. কোম্পানির দেওয়ানি লাভ
ii. কোম্পানি কর্তৃক নিয়ামতের পদ অধিকার
iii. কোম্পানি কর্তৃক সিংহাসন লাভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
জনাব বাসেত তার উল্লাছড়া চা-বাগান প্রথমে ১০ বছর পরে এক বছরের জন্য একটি বন্দোবস্ত দেয়। কিন্তু তার এই পদ্ধতি ফলপ্রসূ না হওয়ায় তিনি নির্দিষ্ট অর্থের বিনিময় ইজারাদারদের নিকট স্থায়ী বন্দোবস্ত দেন।
৩৮৩.
জনাব বাসেতের কর্মকাণ্ডের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল আছে?
Ο ক) 
ঋণ সালিশি আইন
Ο খ) 
প্রজাসত্ত্ব আইন
Ο গ) 
জমিদারির বিলোপ সাধন
Ο ঘ) 
চিরস্থায়ী বন্দোবস্ত

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৪.
অনুচ্ছেদে উল্লিখিত ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থার ফলে-
i. সরকারের আয়ের পরিমাণ নিশ্চিত হয়
ii. ব্রিটিশ শাসন দৃঢ় হয়
iii. বিভিন্ন জনকল্যাণমূলক কাজ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

1 টি মন্তব্য:

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...