NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

সোমবার, ২০ এপ্রিল, ২০১৫

জে.এস.সি || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় : ৩য় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার


জে.এস.সি    ||    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায় : ৩য় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার


১.
এ্যাপ্লিকেশন সফটওয়্যার কী ভেদে বিভিন্ন রকম হয়?
Ο ক) 
আকারভেদে
Ο খ) 
ব্যবহারকারী ভেদে
Ο গ) 
কম্পিউটার ভেদে
Ο ঘ) 
কাজ ভেদে

  সঠিক উত্তর: (ঘ)

২.
কম্পিউটার ভাইরাস বহনকারী মাধ্যম নিচের কোনটি?
Ο ক) 
ওয়ার্ম
Ο খ) 
মজিলা
Ο গ) 
ভাইরাস
Ο ঘ) 
স্কাইপি

  সঠিক উত্তর: (ক)

৩.
বর্তমানে অধিকাংশ তথ্যের জন্য আমরা কীসের ওপর নির্ভর করি?
Ο ক) 
কম্পিউটার
Ο খ) 
রোবট
Ο গ) 
ইন্টারনেট
Ο ঘ) 
মোবাইল

  সঠিক উত্তর: (গ)

৪.
ইন্টারনেটে যারা হ্যাকিং করে তাদেরকে কী বলে?
Ο ক) 
হ্যাকার
Ο খ) 
ফায়ারওয়াল
Ο গ) 
নেটওয়ার্ক
Ο ঘ) 
ভাইরাস

  সঠিক উত্তর: (ক)

৫.
রুটকিটস কী?
Ο ক) 
এক ধরনের নেটওয়ার্ক
Ο খ) 
ইন্টারনেট ব্রাউজার
Ο গ) 
এক ধরনের ম্যালওয়্যার
Ο ঘ) 
হার্ডওয়্যার

  সঠিক উত্তর: (গ)

৬.
বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ম্যানেজার হলো-
i. Lastpass
ii. Lastic
iii. Keepass
নিচের কোনটি সঠ্কি?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৭.
কোনটি ক্ষতিকর সফটওয়্যার?
Ο ক) 
মাইক্রোসফট ওয়ার্ড
Ο খ) 
ট্রোজান হর্স
Ο গ) 
গুগল ক্রোম
Ο ঘ) 
মজিলা ফায়ারফক্স

  সঠিক উত্তর: (খ)

৮.
নেটওয়ার্ক কিছুক্ষণের জন্য অচল হয়ে গেলে পৃথিবীতে-
i. বিপর্যয় নেমে আসবে
ii. ভাইরাসের বিস্তার হবে
iii. নিয়ন্ত্রণহীন অবস্থা সৃষ্টি হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৯.
মেলিসিয়াস সফটওয়্যারকে সংক্ষেপে কী বলা হয়?
Ο ক) 
ভাইরাস
Ο খ) 
ম্যালওয়্যার
Ο গ) 
নেটওয়ার্ক
Ο ঘ) 
ইন্টারফেস

  সঠিক উত্তর: (খ)

১০.
কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখতে আমরা যে এন্টিভাইরাস ব্যবহার করতে পারি তা হলো-
i. নরটন
ii. অ্যাভাস্ট
iii. ক্যাসপারেস্কি
নিচের কোনটি সঠ্কি?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১.
স্প্যাম-এর আঘাত থেকে রাক্ষা করতে অপচয় হয়-
i. সময়
ii. সম্পদ
iii. মেধা
নিচের কোনটি সঠ্কি?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১২.
নিচের কোনটি এন্টিভাইরাস?
Ο ক) 
নিমডা
Ο খ) 
পিংপং
Ο গ) 
ক্যাসপারস্কি
Ο ঘ) 
এডওয়্যার

  সঠিক উত্তর: (গ)

১৩.
চেরনোবিল ভাপইরাসের অপর নাম কী?
Ο ক) 
ওয়ার্ম
Ο খ) 
জেরুজালেম
Ο গ) 
ভিয়েনা
Ο ঘ) 
সিআই এইচ

  সঠিক উত্তর: (ঘ)

১৪.
লিবরা অফিস কী ব্যবস্থাপনায় ব্যবহার করা হয়?
Ο ক) 
ব্যবসায়
Ο খ) 
অফিস ব্যবস্থাপনায়
Ο গ) 
কলকারখানায়
Ο ঘ) 
কথা বলায়

  সঠিক উত্তর: (খ)

১৫.
বর্তমানে কোনটির ব্যবহার সবাইকে একসাথে যুক্ত করেছে?
Ο ক) 
তথ্য
Ο খ) 
নেটওয়ার্ক
Ο গ) 
সার্ভার
Ο ঘ) 
ইন্টারকম

  সঠিক উত্তর: (খ)

১৬.
কিছু বিজ্ঞানী কম্পিউটার হ্যাকারদের কী নামে চিহ্নিত করে?
Ο ক) 
হ্যাকিং
Ο খ) 
হ্যাকার
Ο গ) 
ক্র্যাকার
Ο ঘ) 
ক্র্যাক

  সঠিক উত্তর: (গ)

১৭.
সাধারণত কম্পিউটারে কয় ধরনের প্রোগ্রামগুচ্ছ থাকে?
Ο ক) 
এক
Ο খ) 
দুই
Ο গ) 
তিন
Ο ঘ) 
চার

  সঠিক উত্তর: (খ)

১৮.
বিশ্বের প্রথম ইন্টারনেট ওয়ার্মের নাম কী?
Ο ক) 
মরিসওয়ার্ম
Ο খ) 
ট্রোজেন হর্স
Ο গ) 
ভাইরাস
Ο ঘ) 
ব্রেইন

  সঠিক উত্তর: (ক)

১৯.
সবাই সবার সাথে যুক্ত কিসের মাধ্যমে?
Ο ক) 
মোবাইল
Ο খ) 
রাউটার
Ο গ) 
নেটওয়ার্ক
Ο ঘ) 
মোবাইল ফোন

  সঠিক উত্তর: (খ)

২০.
শারীরিক উপস্থিতির প্রয়োজন হয় না কোথায়?
Ο ক) 
ব্যক্তি পরিচয়ে
Ο খ) 
ইন্টারনেটে
Ο গ) 
মোবাইলে
Ο ঘ) 
ভিডিও চ্যাটিংয়ে

  সঠিক উত্তর: (গ)

২১.
নিরাপত্তার অদৃশ্য দেয়ালকে কী বলা হয়?
Ο ক) 
ফয়ারওয়ার
Ο খ) 
ফায়ারওয়াল
Ο গ) 
ফায়ারফক্স
Ο ঘ) 
ফায়ার

  সঠিক উত্তর: (খ)

২২.
ম্যালওয়্যার কী?
Ο ক) 
ভালো সফটওয়্যার
Ο খ) 
হার্ডওয়্যার
Ο গ) 
গুগল
Ο ঘ) 
ব্যবহারকারী

  সঠিক উত্তর: (খ)

২৩.
যেকোনো ব্যক্তি তার অন্যলাইন পরিচয় প্রকাশ করে-
i. ওয়েবসাইটে
ii. ব্লগে
iii. কম্পিউটারে
নিচের কোনটি সঠ্কি?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৪.
ডাটা সেন্টারগুলোকে যে সকল দিক থেকে রক্ষা করা হয়-
i. যান্ত্রিক গোলযোগ
ii. আগুন
iii. ভূমিকম্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
বড় বড় তথ্যভান্ডারগুলোকে কী বলা হয়?
Ο ক) 
ড্রপবক্স
Ο খ) 
নেটওয়ার্ক
Ο গ) 
ডেটা সেন্টার
Ο ঘ) 
টপোলজি

  সঠিক উত্তর: (গ)

২৬.
ওরাকল কী ধরনের সফটওয়্যার?
Ο ক) 
মাঠ্টিমিডিয়া
Ο খ) 
ডেটাবেজ
Ο গ) 
অফিস
Ο ঘ) 
গান শোনার

  সঠিক উত্তর: (খ)

২৭.
১৯৮২ সালে কোন বাইরাসটি তার জন্ম স্থান ছেড়ে বেরিয়ে পড়ে?
Ο ক) 
ব্রেইন
Ο খ) 
ভিয়েনা
Ο গ) 
নিমডা
Ο ঘ) 
এলক ক্লোজার

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
সত্তর দশকে চিহ্নিত হওয়া ভাইরাস কোনটি?
Ο ক) 
এডওয়্যার
Ο খ) 
ক্রিপার
Ο গ) 
রুটকিটস
Ο ঘ) 
ডায়ালার

  সঠিক উত্তর: (খ)

২৯.
প্রতিবছর ২৬ এপ্রিল সক্রিয় হওয়া ভাইরাসের নাম কী?
Ο ক) 
এডওয়্যার
Ο খ) 
রুটকিটস
Ο গ) 
সিআইএস
Ο ঘ) 
ওয়ার্ম

  সঠিক উত্তর: (গ)

৩০.
ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত হলো-
i. এন্টিভাইরাস
ii. ট্রোজান হর্সে
iii. স্পাইওয়্যার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩১.
ম্যালওয়্যার প্রকাশিত হতে পারে-
i. প্রোগ্রামিং কোডে
ii. স্ক্রিপ্টে
iii. সক্রিয় তথ্যাধারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
কম্পিউটারে কোনো ধরনের কাজ করতে হলে কীসের মাধ্যমে করতে হয়?
Ο ক) 
প্রসেস
Ο খ) 
প্রোগ্রামিং
Ο গ) 
ইনপুট
Ο ঘ) 
মাল্টিমিডিয়া

  সঠিক উত্তর: (খ)

৩৩.
অনলাইনে সংঘটিত অপরাধকে কী বলে?
Ο ক) 
হ্যাকিং
Ο খ) 
হ্যাকার
Ο গ) 
ক্রাকার
Ο ঘ) 
সাইবরা

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
অনেকেই ব্যবহার করে এমন সিস্টেম হলো-
i. ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
ii. কলসেন্টার
iii. সাইবার ক্যাফে
নিচের কোনটি সঠ্কি?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
নিচের কোনটি ম্যালওয়্যার নয়?
Ο ক) 
পিংপং
Ο খ) 
সিআইএইচ
Ο গ) 
রিপার
Ο ঘ) 
নিমডা

  সঠিক উত্তর: (গ)

৩৬.
বিশ্বে কোন অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীর সংখ্যা বেশি?
Ο ক) 
ইউনিক্স
Ο খ) 
উইন্ডোজ
Ο গ) 
ম্যাক ওয়েস
Ο ঘ) 
লিনাক্স

  সঠিক উত্তর: (খ)

৩৭.
নিচের কোনটি ম্যালওয়্যার?
Ο ক) 
কম্পিউটার ভাইরাস
Ο খ) 
কম্পিউটার ওয়ার্ম
Ο গ) 
স্পাইওয়্যার
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
ইন্টারনেট ব্যবহার করে সংঘটিত অপরাধকে কী বলে?
Ο ক) 
হ্যাকিং
Ο খ) 
হ্যাকার
Ο গ) 
ক্রাকার
Ο ঘ) 
সাইবার

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার?
Ο ক) 
ম্যাকএফি
Ο খ) 
ভিয়েনা
Ο গ) 
ডার্ক এভেঙ্কার
Ο ঘ) 
নিমডা

  সঠিক উত্তর: (ক)

৪০.
কম্পিউটার ভাইরাস হলো-
i. রিপার
ii. কোড রেড ওয়ার্ম
iii. তাপরোসি ওয়ার্ম
নিচের কোনটি সঠ্কি?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪১.
আমাদের দেশে হ্যাকিংকে কী হিসেবে অভিহিত করা হয়?
Ο ক) 
উপকার
Ο খ) 
অপকার
Ο গ) 
ক্র্যাকার
Ο ঘ) 
অপরাধ

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
সিস্টেম সফটওয়্যার হলো-
i. লিবরা অফিস
ii. উইন্ডোজ
iii. লিনাক্স
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪৩.
কোন ক্ষতিকারক সফটওয়্যারের সংখ্যা সবচেয়ে বেশি?
Ο ক) 
রুটকিটস
Ο খ) 
ট্রোজান হর্স
Ο গ) 
ওডওয়ার
Ο ঘ) 
স্পাইওয়্যার

  সঠিক উত্তর: (খ)

৪৪.
ম্যালওয়্যারের কোন জিনিসগুলেঅ থাকে?
Ο ক) 
প্রোগ্রামিং কোড
Ο খ) 
স্ক্রিপ্ট
Ο গ) 
সক্রিয় তথ্যাধার
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
কাজের ধরনের ভিত্তিতে ভাইরাস কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৪৬.
ক্রিপার ভাইরাসকে মুছে ফেলতে পারত কোন সফটওয়্যার?
Ο ক) 
কপার
Ο খ) 
ডায়ালার
Ο গ) 
রুটকিটস
Ο ঘ) 
রিপার

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
ফেসবুকে ঢোকার সময় কোন সতর্কতা পদক্ষেপটি থাকে?
Ο ক) 
পাসওয়ার্ড
Ο খ) 
captcha
Ο গ) 
নাম
Ο ঘ) 
ঠিকানা

  সঠিক উত্তর: (ক)

৪৮.
ইন্টারনেটে বিদ্বেষ ছড়ানোর জন্য বাংলাদেশে বন্ধ করা হয়েছিল-
i. ইয়াহু
ii. ফেসবুক
iii. ইউটিউব
নিচের কোনটি সঠ্কি?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪৯.
আরপানেট ক্রিপার কী?
Ο ক) 
একটি ভাইরাস
Ο খ) 
একটি সার্ভার
Ο গ) 
root কম্পিউটার
Ο ঘ) 
একটি ওয়ার্ম

  সঠিক উত্তর: (ক)

৫০.
ব্রাউজার সফটওয়্যার হলো-
i. ইন্টারনেট এক্সপ্লোরার
ii. মজিলা ফায়ারফক্স
iii. গুগলক্রম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
একজন ব্যক্তির কয়টি অনলাইন পরিচয় থাকতে পারে?
Ο ক) 
একটি
Ο খ) 
দুটি
Ο গ) 
অনেক
Ο ঘ) 
তিনটি

  সঠিক উত্তর: (গ)

৫২.
কম্পিউটার ভাইরাস হলো-
i. অ্যানাকুর্নিকোভ
ii. কোড রেড ওয়ার্ম
iii. নিমডা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
নিচের কোনটিকে ম্যালওয়্যার বলা হয়?
Ο ক) 
এডওয়্যার
Ο খ) 
মরিসওয়ার্ম
Ο গ) 
স্পাইওয়্যার
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
পাসওয়ার্ড কেমন হওয়া উচিত?
Ο ক) 
কারো মোবাইল নাম্বার
Ο খ) 
কারো নাম
Ο গ) 
সহজে অনুমানযোগ্য নয়
Ο ঘ) 
সহজে অনুমানযোগ্য

  সঠিক উত্তর: (গ)

৫৫.
কম্পিউটার ভাইরাসের কারণে যা হতে পারে-
i. কম্পিউটারের গতি হ্রাস
ii. কম্পিউটার বন্ধ
iii. হার্ডডিস্ক ফর্মেট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৬.
কম্পিউটারের মেমোরিতে স্থায়ীভাবে অবস্থান করে কোন ভাইরাস?
Ο ক) 
সিআইএস
Ο খ) 
ডায়ালার
Ο গ) 
নিবাসী
Ο ঘ) 
অনিবাসী

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো-
i. মাইক্রোসফট অফিস
ii. ওরাকল
iii. গুগলক্রোম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
বিনা অনুমতিতে যারা অন্যের কম্পিউটারে প্রবেশ করে তাদেরকে কী বলে?
Ο ক) 
হ্যাকিং
Ο খ) 
হ্যাকার
Ο গ) 
ক্র্যাকার
Ο ঘ) 
ক্র্যাক

  সঠিক উত্তর: (খ)

৫৯.
কম্পিউটার ভাইরাস হলো-
i. জেনজালেম
ii. রিপার
iii. ডার্ক এভেঙ্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬০.
কোনটি ডেটাবেজ সফটওয়্যার?
Ο ক) 
মাইক্রোসফট অফিস
Ο খ) 
মাই এসকিউএল
Ο গ) 
ফটোশপ
Ο ঘ) 
পাওয়ার পয়েন্ট

  সঠিক উত্তর: (খ)

৬১.
কীসের কারণে মানুষ একে অপরের সাথে যুক্ত?
Ο ক) 
রেডিও
Ο খ) 
মোবাইল প্রযুক্তি
Ο গ) 
নেটওয়ার্ক
Ο ঘ) 
কম্পিউটার

  সঠিক উত্তর: (গ)

৬২.
কীসের সাহায্যে মানুষ তার জীবনকে দক্ষভাবে পরিচালিত করতে পারে?
Ο ক) 
রেডিও প্রযুুক্তি
Ο খ) 
মোবাইল প্রযুুুুক্তি
Ο গ) 
তথ্য প্রযুক্তি
Ο ঘ) 
কম্পিউটার

  সঠিক উত্তর: (গ)

৬৩.
কম্পিউটারের কার্যক্ষমতাকে নষ্ট করতে পারে-
i. কম্পিউটার ভাইরাস
ii. এন্টিভাইরাস
iii. ট্রোজান হর্স
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬৪.
কোনটি মানুষকে বিভ্রান্ত করে?
Ο ক) 
প্রযুক্তিবিষয়ক তথ্য
Ο খ) 
রাজনৈতিক তথ্য
Ο গ) 
ভূল বা মিথ্যা তথ্য
Ο ঘ) 
সঠিক তথ্য

  সঠিক উত্তর: (গ)

৬৫.
জনপ্রিয় কম্পিউটার এন্টিভাইরাস হলো-
i. পিংপং
ii. অ্যাভাস্ট
iii. ক্যাসপারেস্কি
নিচের কোনটি সঠ্কি?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৬৬.
কম্পিউটার ভাইরাস কী ধরনের সফটওয়্যার?
Ο ক) 
উপকারী
Ο খ) 
ক্ষতিকারক
Ο গ) 
দৃশ্যমান
Ο ঘ) 
নিষ্ক্রিয়

  সঠিক উত্তর: (খ)

৬৭.
কোন প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) 
রেডিও প্রযুক্তি
Ο খ) 
তথ্য প্রযুুক্তি
Ο গ) 
কম্পিউটার
Ο ঘ) 
মোবাইল প্রযুক্তি

  সঠিক উত্তর: (খ)

৬৮.
ভুল পরিচয় ও তথ্য দ্বারা সংঘটিত অপরাধকে কী বলে?
Ο ক) 
স্প্যাম
Ο খ) 
সাইবার যুদ্ধ
Ο গ) 
প্রতারণা
Ο ঘ) 
ক্রাকার

  সঠিক উত্তর: (গ)

৬৯.
অনেকে ইন্টারনেটে ভুল তথ্য দিয়ে মানুষকে কী করে?
Ο ক) 
বিভ্রান্ত করে
Ο খ) 
ক্ষতি করে
Ο গ) 
বিরক্ত করে
Ο ঘ) 
জ্ঞানী করে

  সঠিক উত্তর: (ক)

৭০.
কোন প্রোগ্রাম নিজের কপি তৈরি করতে পারে?
Ο ক) 
আভাস্ট
Ο খ) 
নরটন
Ο গ) 
ভাইরাস
Ο ঘ) 
পান্ডা

  সঠিক উত্তর: (গ)

৭১.
কীসের মাধ্যমে ম্যালও্যোরকে ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে?
Ο ক) 
ইন্টারনেট
Ο খ) 
কম্পিউটার
Ο গ) 
মোবাইল
Ο ঘ) 
ফ্যাক্স

  সঠিক উত্তর: (ক)

৭২.
কোনো কম্পিউটারে রক্ষিত তথ্য চুরি করে কোনটি?
Ο ক) 
ব্রাউজার
Ο খ) 
ডাটাবেজ
Ο গ) 
ম্যালওয়্যার
Ο ঘ) 
এন্টিভাইরাস

  সঠিক উত্তর: (গ)

৭৩.
কোনটি নেটওয়ার্ক ম্যালওয়্যার?
Ο ক) 
ওয়ার্ম
Ο খ) 
মজিলা
Ο গ) 
ভাইরাস
Ο ঘ) 
স্কাইপি

  সঠিক উত্তর: (ক)

৭৪.
প্রত্যেকটা নেটওয়ার্কের নিজস্ব কী থাকে?
Ο ক) 
রেডিও প্রযুক্তি
Ο খ) 
নিরাপত্তা ব্যবস্থা
Ο গ) 
রোবট
Ο ঘ) 
মোবাইল প্রযুক্তি

  সঠিক উত্তর: (খ)

৭৫.
ম্যালওয়্যার হলো-
i. কম্পিউটার ভাইরাস
ii. কম্পিউটার ওয়ার্ম
iii. ট্রোজান হর্স
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
Captcha পদ্ধতিতে তৈরি বিশেষ লেখাটি পড়ে সেটি টােইপ করতে পারে না-
i. মানুষ
ii. কম্পিউটার
iii. বোরট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৭৭.
বেশির ভাগ অনলাইনে কীসের শক্তিমাত্রা যাচাই এর সুযোগ থাকে?
Ο ক) 
কম্পিউটারের
Ο খ) 
মোবাইলের
Ο গ) 
প্রতীকের
Ο ঘ) 
পাসওয়ার্ডের

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
নিচের কোনটি পাসওয়ার্ডে ম্যানেজার?
Ο ক) 
Ms Word
Ο খ) 
Lastpass
Ο গ) 
Windows - xp
Ο ঘ) 
Unix

  সঠিক উত্তর: (খ)

৭৯.
কোনটির মাধ্যমে বর্তমানে ম্যালওয়্যার দ্রুত ছড়িয়ে পড়ছে?
Ο ক) 
ওয়ার্ম
Ο খ) 
কম্পিউটার
Ο গ) 
ইন্টারনেট
Ο ঘ) 
স্যাটেলাইট

  সঠিক উত্তর: (গ)

৮০.
মজিলা ফায়ারফক্স কী?
Ο ক) 
ওয়েবসােইট দেখার ব্রাউজার
Ο খ) 
ওয়েবসাইট
Ο গ) 
ডেটাবেজ
Ο ঘ) 
অফিস ব্যবস্থাপনা সফটওয়্যার

  সঠিক উত্তর: (ক)

৮১.
যতই দিন যাচ্ছে ততই বেশি আমরা নির্ভর করছি-
i. রোবট এর ওপর
ii. তথ্য প্রযুক্তির ওপর
iii. নেটওয়ার্ক এর ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮২.
�পাসওয়ার্ড ম্যানেজারের জন্য প্রয়োজন-
i. শব্দ
ii. বাক্য
iii. প্রতীক
নিচের কোনটি সঠ্কি?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
নিচের কোনটি এন্টিভাইরাস?
Ο ক) 
নরটন
Ο খ) 
আভাস্ট
Ο গ) 
পান্ডা
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৮৪.
ব্যক্তির অনলােইন পরিচয় কেমন হওয়া উচিত?
Ο ক) 
ভুল
Ο খ) 
মিথ্যা
Ο গ) 
বিশ্বাসজ্ঞাপক এবং সঠিক
Ο ঘ) 
অবিশ্বাসের

  সঠিক উত্তর: (গ)

৮৫.
যারা হ্যাকিং-এর সাথে জড়িত তাদের কী বলে?
Ο ক) 
হকার
Ο খ) 
হ্যাকার
Ο গ) 
রাউটার
Ο ঘ) 
ফিল্টার

  সঠিক উত্তর: (খ)

৮৬.
কোনটি ক্ষতিকর সফটওয়্যার?
Ο ক) 
মাইক্রোসফট ওয়ার্ড
Ο খ) 
ট্রোজান হর্স
Ο গ) 
গুগল ক্রোম
Ο ঘ) 
মজিলা ফায়ারফক্স

  সঠিক উত্তর: (খ)

৮৭.
ম্যালওয়্যার কী?
Ο ক) 
ভালো সফটওয়্যার
Ο খ) 
হার্ডওয়্যার
Ο গ) 
ভাইরাস
Ο ঘ) 
ক্ষতিকর সফটওয়্যার

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
কোন ম্যালওয়্যারের পুনরুৎপাদনের ক্ষমতা নেই?
Ο ক) 
এডওয়্যার
Ο খ) 
রুটকিটস
Ο গ) 
ডায়ালার
Ο ঘ) 
ওয়ার্ম

  সঠিক উত্তর: (ক)

৮৯.
বিধ্বংসী আচরণের ভাইরাস কোনটি?
Ο ক) 
এলক ক্লোজার
Ο খ) 
ব্রেইন
Ο গ) 
রুটকিটস
Ο ঘ) 
রিপার

  সঠিক উত্তর: (খ)

৯০.
কোনটি ছদ্মবেশী সফটওয়্যার?
Ο ক) 
ট্রোজান হর্স
Ο খ) 
ডেটাবেজ
Ο গ) 
ফটোশপ
Ο ঘ) 
নরটন

  সঠিক উত্তর: (ক)

৯১.
ব্রেইন ভাইরাস তৈরি হয় কোন দেশে?
Ο ক) 
ভারত
Ο খ) 
পাকিস্তান
Ο গ) 
আমেরিকা
Ο ঘ) 
জাপান

  সঠিক উত্তর: (খ)

৯২.
দুর্নীতি করা হয় কীভাবে?
Ο ক) 
ইন্টারনেটে
Ο খ) 
গোপনে
Ο গ) 
প্রকাশ্যে
Ο ঘ) 
ই-মেইলে

  সঠিক উত্তর: (খ)

৯৩.
কম্পিউটার ভাইরাস বহনকারী মাধ্যম নিচের কোনটি?
Ο ক) 
নেটওয়ার্ক
Ο খ) 
মডেম
Ο গ) 
পেনড্রাইভ
Ο ঘ) 
রাউটার

  সঠিক উত্তর: (গ)

৯৪.
মাইকেল ক্যালসি কে?
Ο ক) 
সিস্টেম ইঞ্জিনিয়ার
Ο খ) 
ডেভেলপার
Ο গ) 
একজন হ্যাকার
Ο ঘ) 
হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার

  সঠিক উত্তর: (গ)

৯৫.
তথ্য প্রযুক্তির সাহায্যে নেওয়ার ফলে মানুষেল জীবনকে পরিচালনা করা যায়-
i. সুন্দরভাবে
ii. সহজভাবে
iii. দক্ষভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৬.
Captcha কে পড়তে পারে?
Ο ক) 
মানুষ
Ο খ) 
কম্পিউটার
Ο গ) 
যন্ত্র
Ο ঘ) 
রোবট

  সঠিক উত্তর: (ক)

৯৭.
কম্পিউটার ভাইরাস বিষয়ে সর্বপ্রথম আলোকপাত করেন কে?
Ο ক) 
প্রেসপার একার্ট
Ο খ) 
উইলিয়াম রিচি
Ο গ) 
জন ভন নিউম্যান
Ο ঘ) 
লেডি এডা

  সঠিক উত্তর: (গ)

৯৮.
একটা বিশেষ লেখা পড়ে সেটি টাইপ করতে পারে-
i. মানুষ
ii. কম্পিউটার
iii. রোবট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
সুমন তার ভাইয়ের কম্পিউটারের সাহায্যে নিজের ই-মেইল অ্যাকাউন্টে প্রবেশ করেন। সুমন নিজের মেইল বক্সে অনেক আপত্তিকর মেইল দেখে কিচুটা বিব্রত হলেন। তার ভাই সুমনকে অপ্রয়োজনীয় মেইলগুলো সরাসরি মুছে দিতে বলল।
৯৯.
সুমনের মেইল বক্সের ই-মেইলগুলো হলো-
i. অপ্রয়োজনীয়
ii. উদ্দেশ্যমূলক
iii. আপত্তিকর
নিচের কোনটি সঠ্কি?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০০.
সুমনের মেইল বক্সের ই-মেইলগুলোকে কী বলে?
Ο ক) 
ভাইরাস
Ο খ) 
সাইবার যুদ্ধ
Ο গ) 
হ্যাকিং
Ο ঘ) 
স্প্যাম

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...