NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৭: বাংলাদেশের শিল্প


এস.এস.সি    ||    ব্যবসায় উদ্যোগ
অধ্যায় - ৭: বাংলাদেশের শিল্প


১.
সর্বশেষ জাতীয় ‘শিল্পনীতি’ ঘোষিত হয় কত সালে?
Ο ক) 
২০০৯
Ο খ) 
২০১০
Ο গ) 
২০১১
Ο ঘ) 
২০১২

  সঠিক উত্তর: (খ)

২.
ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা গড়ে তুলেছেন কে?
Ο ক) 
সরকার
Ο খ) 
উদ্যোক্তা
Ο গ) 
ব্যবসায়ী
Ο ঘ) 
শিল্প মন্ত্রী

  সঠিক উত্তর: (ক)

৩.
নকশী কাঁথা কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) 
তাঁত শিল্প
Ο খ) 
বস্ত্র শিল্প
Ο গ) 
হস্ত শিল্প
Ο ঘ) 
নির্মাণ শিল্প

  সঠিক উত্তর: (গ)

৪.
মুক্তা লেখাপড়া শেষ করে নিজের গ্রামের বাড়িতে দুগ্ধ ও পোল্ট্রি উৎপাদন এবং বিপণনের ব্যবস্থা করে এখন বেশ স্বাবলম্বী। মুক্তার এ কাজটি কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) 
উৎপাদন শিল্প
Ο খ) 
সেবা শিল্প
Ο গ) 
কুটির শিল্প
Ο ঘ) 
মাঝারি শিল্প

  সঠিক উত্তর: (খ)

৫.
কুটির শিল্পের চাহিদা বৃদ্ধিতে কোন জ্ঞান অপরিহার্য হয়ে পড়ে?
Ο ক) 
পণ্য প্রচারণার জ্ঞান
Ο খ) 
বিক্রয়ের কৌশল জ্ঞান
Ο গ) 
পণ্য সংরক্ষণের জ্ঞান
Ο ঘ) 
ডিজাইন ও দক্ষ কারিগরি জ্ঞান

  সঠিক উত্তর: (ঘ)

৬.
যে শিল্প প্রতিষ্ঠানে ১০০-২৫০ জন শ্রমিক নিয়োজিত থাকে সে শিল্প প্রতিষ্ঠানকে কী শিল্প বলে?
Ο ক) 
ক্ষুদ্র শিল্প
Ο খ) 
মাঝারি শিল্প
Ο গ) 
বৃহৎ শিল্প
Ο ঘ) 
বিপণন শিল্প

  সঠিক উত্তর: (খ)

৭.
বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের কুটির শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ?
Ο ক) 
পরিবারের সচ্ছলতা বৃদ্ধি ও দরিদ্রতা দূর করতে
Ο খ) 
জনগণের কল্যাণ সাধন করতে
Ο গ) 
জাতীয় সম্পদের সংরক্ষণ করতে
Ο ঘ) 
আত্মনির্ভশীল জাতি গঠন করতে

  সঠিক উত্তর: (ক)

৮.
পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট শিল্পকে কী বলে?
Ο ক) 
ক্ষুদ্র শিল্প
Ο খ) 
কুটির শিল্প
Ο গ) 
উৎপাদন শিল্প
Ο ঘ) 
মাঝারি শিল্প

  সঠিক উত্তর: (খ)

৯.
সরকার কোন সংস্থার মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে সুযোগ সুবিধা প্রদান করছে?
Ο ক) 
বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা
Ο খ) 
বাংলাদেশ উন্নয়ন ব্যাংক
Ο গ) 
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা
Ο ঘ) 
বেসিক ব্যাংক লিমিটেড

  সঠিক উত্তর: (গ)

১০.
রায়হান গ্রুপের একটি প্রতিষ্ঠানে ৯৮ জন শ্রমিক কর্মরত। এটি কোন ধরনের শিল্প?
Ο ক) 
কুটির শিল্প
Ο খ) 
ক্ষুদ্র শিল্প
Ο গ) 
মাঝারি শিল্প
Ο ঘ) 
বৃহদায়তন শিল্প

  সঠিক উত্তর: (খ)

১১.
মি. সজলের ওয়েল্ডিং ওয়ার্কশপ, মোটর সাইকেল, জিপ, ট্রাক ও বাস মেরামতের কারখানা রয়েছে। মি. সজলের কারখানা কোন ধরনের শিল্প?
Ο ক) 
ক্ষুদ্র শিল্প
Ο খ) 
মাঝারি শিল্প
Ο গ) 
বৃহৎ শিল্প
Ο ঘ) 
ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প

  সঠিক উত্তর: (ঘ)

১২.
বিশ্বনাথ দিগরাজ বাজারে ভাড়া করা ঘরে দা, বটি, কোদাল, কাচি তৈরির কারখানা চালু করল। বিশ্বনাথের কারখানাটি কোন জাতীয় শিল্প?
Ο ক) 
ক্ষুদ্র শিল্প
Ο খ) 
লৌহ শিল্প
Ο গ) 
ইস্পাত শিল্প
Ο ঘ) 
ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে যে পদক্ষেপ নেয়া প্রয়োজন, তা হলো-
i. কাঁচামালের স হজলভ্যতা নিশ্চিত করা
ii. স্থানীয় ও বৈদেশিক চাহিদার ওপর গুরুত্বারোপ করা
iii. সরকারি সুযোগ-সুবিধার সহজলভ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪.
স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে গড়ে ওঠে-
i. ক্ষুদ্র শিল্প
ii. মাঝারি শিল্প
iii. কুটির শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
ছোট জায়গা, স্বল্প মূলধন, ব্যক্তিগত নৈপুণ্য ও সৃজনশীলতা এবং পারিবারিক সহযোগিতার ওপর ভিত্তি করে কোন শিল্প গড়ে ওঠে?
Ο ক) 
কুটির শিল্প
Ο খ) 
ক্ষুদ্র শিল্প
Ο গ) 
নির্মাণ শিল্প
Ο ঘ) 
মাঝারি শিল্প

  সঠিক উত্তর: (ক)

১৬.
মি. নওরাজ ১ কোটি টাকা ব্যয়ে একটি জুতা তৈরির কারখানা স্থাপন করেন। মূলধন বিনিয়োগ বিবেচনায় এ শিল্পটি কোন ধরনের শিল্প?
Ο ক) 
সেবামূলক মাঝারি শিল্প
Ο খ) 
উৎপাদনমুখী মাঝারি শিল্প
Ο গ) 
সেবামূলক ক্ষুদ্র শিল্প
Ο ঘ) 
উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প

  সঠিক উত্তর: (ক)

১৭.
দারিদ্র বিমোচনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে-
i. কুটির শিল্প
ii. ক্ষুদ্র শিল্প
iii. মাঝারি শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
ক্ষুদ্র ও শিল্পের উন্নতির জন্যে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন-
i. ক্ষুদ্র ও কুটির শিল্পকে বৃহদায়তন শিল্পের পরিপূরক হিসেবে গড়ে তুলতে হবে
ii. প্রয়জনীয় ক্ষেত্রে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির সুবিধা দিতে হবে
iii. সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
শাড়ি, লুঙ্গি, গামছা, চাদর ইত্যাদির সাথে সামঞ্জস্য দেখা যায়-
i. টেবিল ক্লথ, জামদানি, মাফলারের
ii. ব্যাগ, শীত বস্ত্র, হোসিয়ারির
iii. সতরঞ্জি, নকশী কাঁথা, কার্পেটের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২০.
বিনিয়োগের মাপকাঠিতে উৎপাদনমুখী শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) 
দুই
Ο খ) 
চার
Ο গ) 
ছয়
Ο ঘ) 
আট

  সঠিক উত্তর: (খ)

২১.
কুটির শিল্পে সর্বোচ্চ কতজন জনবল প্রয়োজন?
Ο ক) 
৭ জন
Ο খ) 
৮ জন
Ο গ) 
৯ জন
Ο ঘ) 
১০ জন

  সঠিক উত্তর: (ঘ)

২২.
বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প হলো-
i. খাদ্য প্রকৃয়াজাতকরণ শিল্প, জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য শক্তি
ii. পর্যটন শিল্প, আইসিটি পণ্য ও আইসিটি ভিত্তিক সেবা, ভেষজ ঔষধ শিল্প
iii. চামড়া ও চামড়াজাত শিল্প, হাসপাতাল ও ক্লিনিক, অটোমোবাইল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
কুটির শিল্প কর্মসংস্থান সৃষ্টি করে-
i. পূর্ণকালীন
ii. খন্ডকালীন
iii. সন্ধ্যাকালীন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৪.
জনাব রহমান খুলনার ডাক বাংলার মোড়ে একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসায় করেন। সেখানে তার পরিবারের সদস্যদের দ্বারা উৎপাদিত পণ্য বেচা-কেনা করেন। জনাব রহমান জড়িত কোন শিল্পে?
Ο ক) 
ক্ষুদ্র শিল্পে
Ο খ) 
বৃহৎ শিল্পে
Ο গ) 
কুটির শিল্পে
Ο ঘ) 
ভারী শিল্পে

  সঠিক উত্তর: (গ)

২৫.
যেসব উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানে ২৫-৯৯ জন শ্রমিক কাজ করে সেসব শিল্পকে কোন ধরনের শিল্প বলে?
Ο ক) 
কুটির শিল্প
Ο খ) 
ক্ষুদ্র শিল্প
Ο গ) 
মাঝারি শিল্প
Ο ঘ) 
বৃহৎ শিল্প

  সঠিক উত্তর: (খ)

২৬.
খদ্দর কোন স্থানের শিল্প?
Ο ক) 
যশোর
Ο খ) 
কুমিল্লা
Ο গ) 
নোয়াখালী
Ο ঘ) 
সিলেট

  সঠিক উত্তর: (খ)

২৭.
কুটির শিল্পের প্রধান কর্মী কে?
Ο ক) 
শ্রমিক
Ο খ) 
পরিবারের সদস্যরা
Ο গ) 
খন্ডকালীন কর্মী
Ο ঘ) 
বেতনভুক্ত কর্মী

  সঠিক উত্তর: (খ)

২৮.
শিল্পের উৎপাদন সাধারণত কোন ভিত্তিতে হয়ে থাকে?
Ο ক) 
কারখানাভিত্তিক
Ο খ) 
চাহিদাভিত্তিক
Ο গ) 
মূলধনভিত্তিক
Ο ঘ) 
শ্রমভিত্তিক

  সঠিক উত্তর: (ক)

২৯.
রিয়াদের পরিবারের সদস্যরা মিলে মোমবাতি তৈরির কাজ করেন। এটি কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) 
কুটির শিল্প
Ο খ) 
ক্ষুদ্র শিল্প
Ο গ) 
বৃহৎ শিল্প
Ο ঘ) 
মাঝারি শিল্প

  সঠিক উত্তর: (ক)

৩০.
ক্ষুদ্র ও কুটির শিল্পে সাধারণত পুঁজির যোগান দেয় কে?
Ο ক) 
ব্যাংক
Ο খ) 
সরকার
Ο গ) 
উদ্যোক্তা
Ο ঘ) 
ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা

  সঠিক উত্তর: (গ)

৩১.
গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করে কোন শিল্প?
Ο ক) 
বৃহৎ শিল্প
Ο খ) 
কুটির শিল্প
Ο গ) 
সার শিল্প
Ο ঘ) 
চা শিল্প

  সঠিক উত্তর: (খ)

৩২.
শিল্পকে ব্যাপক অর্থে কয় ভাগে ভাগ করা হয়?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

৩৩.
দেশরক্ষা সামগ্রীর উৎপাদন শিল্প কার উদ্যোগে গড়ে ওঠে?
Ο ক) 
বিসিক শিল্পের উদ্যোগে
Ο খ) 
সরকারি উদ্যোগে
Ο গ) 
আত্মকর্মসংস্থানের
Ο ঘ) 
কোম্পানি ব্যবসায়ের উদ্যোগে

  সঠিক উত্তর: (খ)

৩৪.
স্কুল ব্যাগ, শিকা, কার্পেট কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) 
হস্ত শিল্প
Ο খ) 
তাঁত শিল্প
Ο গ) 
বস্ত্র শিল্প
Ο ঘ) 
পাটজাত শিল্প

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
কীসের ওপর শিল্পের সাফল্য গড়ে ওঠে?
Ο ক) 
মূলধনের
Ο খ) 
দক্ষ শ্রমশক্তির
Ο গ) 
আধুনিক প্রযুক্তির
Ο ঘ) 
বিদেশি বিশেষজ্ঞের

  সঠিক উত্তর: (খ)

৩৬.
ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশে প্রয়োজন-
i. দক্ষ জনশক্তির প্রাপ্যতা
ii. স্বল্প মজুরিতে শ্রমিকের প্রাপ্যতা
iii. পূর্ব অভিজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৭.
সেবামূলক ক্ষুদ্র শিল্পে শ্রমিকের সংখ্যা কতজন?
Ο ক) 
৫-১০ জন
Ο খ) 
১০-২৫ জন
Ο গ) 
২৫-৯৯ জন
Ο ঘ) 
৫০-১০০ জন

  সঠিক উত্তর: (খ)

৩৮.
জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫ লক্ষ টাকার নিচে হলে তাকে কোন শিল্প বলে?
Ο ক) 
মাঝারি শিল্প
Ο খ) 
বৃহৎ শিল্প
Ο গ) 
কুটির শিল্প
Ο ঘ) 
ক্ষুদ্র শিল্প

  সঠিক উত্তর: (গ)

৩৯.
মাঝারি শিল্পের ধরন কয়টি?
Ο ক) 
৭টি
Ο খ) 
৮টি
Ο গ) 
৯টি
Ο ঘ) 
১০টি

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
মনিপুরি কোন শিল্পের জন্যে বিখ্যাত?
Ο ক) 
ক্ষুদ্র শিল্প
Ο খ) 
বৃহদায়তন শিল্প
Ο গ) 
কুটির শিল্প
Ο ঘ) 
ঝিনুক শিল্প

  সঠিক উত্তর: (গ)

৪১.
উৎপাদন শিল্পে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পরিণত পণ্যে রূপান্তর করা হয়-
i. শ্রম ব্যবহারের মাধ্যমে
ii. যন্ত্র ব্যবহারের মাধ্যমে
iii. মেধা ব্যবহারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪২.
দেশের ইতিহাস ও ঐতিহ্য লালন এবং বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে-
i. কুটির
ii. ক্ষুদ্র
iii. মাঝারি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৩.
গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখছে-
i. কুটির শিল্প
ii. ক্ষুদ্র শিল্প
iii. বৃহৎ শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৪.
কোন শিল্প দেশের ও গৌরবের প্রতীক?
Ο ক) 
ক্ষুদ্র শিল্প
Ο খ) 
কুটির শিল্প
Ο গ) 
মাঝারি শিল্প
Ο ঘ) 
বৃহৎ শিল্প

  সঠিক উত্তর: (খ)

৪৫.
মোট জাতীয় উৎপাদনে ২০০৯-২০১০ আর্থিক বছরে মাঝারি ও বৃহৎ শিল্পের অবদান কত?
Ο ক) 
১২.৬৩%
Ο খ) 
১২.১৮%
Ο গ) 
১২.৬৮%
Ο ঘ) 
১৩.১২%

  সঠিক উত্তর: (গ)

৪৬.
কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পরিণত পণ্যে রূপান্তর করা হয় কোন শিল্পে?
Ο ক) 
সার
Ο খ) 
হর্টিকালচার
Ο গ) 
নির্মাণ
Ο ঘ) 
ফুল চাষ

  সঠিক উত্তর: (ক)

৪৭.
রূপগত উপযোগ সৃষ্টি করে কোনটি?
Ο ক) 
শিল্প
Ο খ) 
বাণিজ্য
Ο গ) 
গুদামজাতকরণ
Ο ঘ) 
বন্ধন

  সঠিক উত্তর: (ক)

৪৮.
লিয়াকত আলী নদী থেকে মৎস্য আহরণ করে স্থানীয় বাজারে বিক্রি করেন। তার এ কাজটি কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) 
উৎপাদন শিল্প
Ο খ) 
সেবা শিল্প
Ο গ) 
মাঝারি শিল্প
Ο ঘ) 
কুটির শিল্প

  সঠিক উত্তর: (খ)

৪৯.
সেবা শিল্পে ব্যবহার করা হয়-
i. যন্ত্রপাতি
ii. স্থায়ী সম্পদ
iii. মেধা সম্পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
কুটির শিল্প সাধারণত পরিচালিত হয়-
i. স্বামী-স্ত্রী দ্বারা
ii. পুত্র-কন্যা দ্বারা
iii. ভাই-বোন দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
গোলাপজল তৈরি কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) 
কুটির শিল্প
Ο খ) 
তাঁত শিল্প
Ο গ) 
নির্মাণ শিল্প
Ο ঘ) 
মাঝারি শিল্প

  সঠিক উত্তর: (ক)

৫২.
মি. অজিত একটি অটোমোবাইল সার্ভিসিং-এর মালিক। তার এ শিল্প কোন ধরনের?
Ο ক) 
সেবা শিল্প
Ο খ) 
উত্তপাদনমুখী শিল্প
Ο গ) 
নির্মাণ শিল্প
Ο ঘ) 
উত্তোলন শিল্প

  সঠিক উত্তর: (ক)

৫৩.
ক্ষুদ্র ও কুটির শিল্পের উত্তপাদন ব্যয় কোনটির জন্যে কম হয়?
Ο ক) 
সহজ শর্তে মূলধন পাওয়া যায় বলে
Ο খ) 
কাঁচামাল সহ্জলভ্য বলে
Ο গ) 
পণ্যের চাহিদ থাকে বলে
Ο ঘ) 
শ্রমিকের পর্যাপ্ত যোগান রয়েছে বলে

  সঠিক উত্তর: (খ)

৫৪.
কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো গড়ে ওঠে-
i. স্বল্প মূলধন ও স্থানীয় কাঁচামালের ভিত্তিতে
ii. ব্যক্তিগত নৈপুন্য ও সৃজনশীলতার ভিত্তিতে
iii. আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৫.
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে-
i. নিজের শ্রম ও মেধা খাটিয়ে
ii. স্থানীয় কাঁচামাল ব্যবহার করে
iii. দক্ষ শ্রমিক নিয়োগ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৬.
নিরঞ্জন দাস তার গ্রামের বাড়িতে মাটি দিয়ে হাড়ি, কলস, ফুলের টব ও বিভিন্ন ধরনের খেলনা তৈরি করে জীবিকা নির্বাহ করে। নিরঞ্জনের শিল্পটি কোন ধরনের শিল্প?
Ο ক) 
মৃৎ শিল্প
Ο খ) 
হস্ত শিল্প
Ο গ) 
খেলনা শিল্প
Ο ঘ) 
ক্ষুদ্র শিল্প

  সঠিক উত্তর: (ক)

৫৭.
ক্ষুদ্র শিল্প বলতে নিম্নের কোনটিকে বোঝায়?
Ο ক) 
যে শিল্প প্রতিষ্ঠানে ১০০ জন শ্রমিক নিয়োজিত
Ο খ) 
১০ কোটি টাকার বেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠান
Ο গ) 
স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন বাবদ ব্যয় ৫ লক্ষ থেকে ১ কোটি টাকা
Ο ঘ) 
পরিবারের সদস্যদের নিয়ে গঠিত শিল্প প্রতিষ্ঠান

  সঠিক উত্তর: (গ)

৫৮.
মি. রঞ্জন একটি কলম তৈরি কারখানা স্থাপন করলেন। সেখানে ৩০ জন শ্রমিক কাজ করে। মি. রঞ্জনের শিল্পটি কোন ধরনের?
Ο ক) 
কুটির শিল্প
Ο খ) 
ক্ষুদ্র শিল্প
Ο গ) 
মাঝারি শিল্প
Ο ঘ) 
সেবা শিল্প

  সঠিক উত্তর: (গ)

৫৯.
কোন শিল্পে স্বল্প মূলধন, ছোটখাটো ধরনের যন্ত্রপাতি ও সাধারণ কাঁচামাল ব্যবহৃত হয়?
Ο ক) 
বৃহৎ শিল্পে
Ο খ) 
পোশাক শিল্পে
Ο গ) 
কুটির শিল্পে
Ο ঘ) 
মাঝারি শিল্পে

  সঠিক উত্তর: (গ)

৬০.
সুফিয়ান একটি টেক্সটাইল শিল্পের মালিক। তার বাজার তথ্য প্রয়োজন-
i. পণ্য উৎপাদনে
ii. পণ্য বাজারজাতকরণে
iii. পণ্য সরবরাহের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬১.
যে শিল্প প্রতিষ্ঠানে ২৫০ জনের অধিক শ্রমিক নিয়োজিত থাকে তাকে কী বলে?
Ο ক) 
মাঝারি শিল্প
Ο খ) 
বৃহৎ শিল্প
Ο গ) 
ক্ষুদ্র শিল্প
Ο ঘ) 
সেবামূলক শিল্প

  সঠিক উত্তর: (খ)

৬২.
বাংলাদেশের ঐতিহ্য বলা হয় কোন শিল্পকে?
Ο ক) 
কুটির শিল্প
Ο খ) 
জাহাজ শিল্প
Ο গ) 
বন শিল্প
Ο ঘ) 
মাঝারি শিল্প

  সঠিক উত্তর: (ক)

৬৩.
যে শিল্প প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১০ কোটির অধিক কিন্তু ৩০ কোটির টাকার মধ্যে থাকে সে শিল্পকে কী শিল্প বলে?
Ο ক) 
বিপণন শিল্প
Ο খ) 
ক্ষুদ্র শিল্প
Ο গ) 
মাঝারি শিল্প
Ο ঘ) 
বৃহৎ শিল্প

  সঠিক উত্তর: (গ)

৬৪.
মাদুর তৈরি কোন শিল্পের অন্তর্ভুক্ত?
Ο ক) 
ক্ষুদ্র শিল্প
Ο খ) 
কুটির শিল্প
Ο গ) 
সেবা শিল্প
Ο ঘ) 
বৃহদায়তন শিল্প

  সঠিক উত্তর: (খ)

৬৫.
কোনটিতে অমিল পরিলক্ষিত হয়?
Ο ক) 
বস্ত্র শিল্প
Ο খ) 
সিমেন্ট শিল্প
Ο গ) 
পর্যটন শিল্প
Ο ঘ) 
চিনি শিল্প

  সঠিক উত্তর: (গ)

৬৬.
বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের অগ্রগতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. কুটির শিল্প
ii. ক্ষুদ্র শিল্প
iii. বৃহৎ শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৭.
কর্মংস্থানের বড় ক্ষেত্র কোনটি?
Ο ক) 
বৃহৎ শিল্প
Ο খ) 
বৈদেশিক শিল্প
Ο গ) 
সরকারি চাকরি
Ο ঘ) 
মাঝারি শিল্প

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
মি. রাজন একটি সিমেন্ট কারখানার মালিক। তার সিমেন্ট কারখানাটি কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) 
কুটির
Ο খ) 
বৃহৎ
Ο গ) 
সেবা
Ο ঘ) 
উৎপাদনমুখী

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
সুধীর দাস কামরাঙ্গীরচরে একটি চামড়া শিল্প প্রতিষ্ঠা করে। তার এ শিল্পটি কোন ধরনের?
Ο ক) 
উৎপাদন শিল্প
Ο খ) 
সেবা শিল্প
Ο গ) 
কুটির শিল্প
Ο ঘ) 
মাঝারি শিল্প

  সঠিক উত্তর: (ক)

৭০.
মোট জাতীয় উৎপাদনে ২০১০-২০১১ আর্থিক বছরে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান কত?
Ο ক) 
৫.১৪%
Ο খ) 
৫.১৮%
Ο গ) 
৫.২৬%
Ο ঘ) 
৫.২৯%

  সঠিক উত্তর: (ঘ)

৭১.
কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূলে প্রতিস্থাপন ব্যয় ৩০ কোটি টাকার অধিক হলে তাকে কী বলে?
Ο ক) 
উৎপাদনমুখী বৃহৎ শিল্প
Ο খ) 
সেবামূ্লক বৃহৎ শিল্প
Ο গ) 
মাঝারি শিল্প
Ο ঘ) 
ক্ষুদ্র শিল্প

  সঠিক উত্তর: (ক)

৭২.
বাংলাদেশের বৃহৎ শিল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-
i. সার শিল্প, সিমেন্ট শিল্প, কাগজ শিল্প
ii. বিদ্যুৎ শিল্প, গার্মেন্টস শিল্প, ইস্পাত শিল্প
iii. প্রকৌশল শিল্প, ঔষধ তৈরি শিল্প, পাট ও পাটজাত শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে-
i. কাঁচামাল ক্রয় নিশ্চিত করা গেলে
ii. উৎপাদন নিশ্চিত করা গেলে
iii. উতপাদিত পণ্যের বাজার নিশ্চিত করা গেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৪.
বাংলাদেশের কুটির শিল্প প্রধানত কী ভিত্তিক?
Ο ক) 
মূলধন
Ο খ) 
সঞ্চয়
Ο গ) 
পরিবার
Ο ঘ) 
শ্রম

  সঠিক উত্তর: (গ)

৭৫.
যেসব উৎপাদন মুখী শিল্প প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপণ ব্যয়সহ ৫০ লক্ষ থেকে ১০ কোটি টাকা মূলধন থাকে তাকে কোন শিল্প বলে?
Ο ক) 
ক্ষুদ্র শিল্প
Ο খ) 
কুটির শিল্প
Ο গ) 
বৃহৎ শিল্প
Ο ঘ) 
মাঝারি শিল্প

  সঠিক উত্তর: (ক)

৭৬.
ক্ষুদ্র শিল্প সম্পর্কে উপযুক্ত তথ্য হলো-
i. দেশজ কাঁচামাল, উপযুক্ত শ্রমিক ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করা যায়
ii. বৃহদায়তন শিল্পের কাঠামো শক্তিশালীকরণে সহায়তা করায় এর নিজস্ব কাঠামো দুর্বল থেকে যায়
iii. বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও শিল্পায়নে এ শিল্পের গুরুত্ব অপরিসীম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭৭.
শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হলে কার পৃষ্ঠপোষকতা প্রয়োজন?
Ο ক) 
উদ্যোক্তার
Ο খ) 
ব্যাংকের
Ο গ) 
সরকারের
Ο ঘ) 
প্রভাবশালী ব্যক্তির

  সঠিক উত্তর: (গ)

৭৮.
ক্ষুদ্র ও কুটির শিল্পে কাজ করার ফলে-
i. শিক্ষার সুযোগ সৃষ্টি হয়
ii. পরিবারের সচ্ছলতা বৃদ্ধি পায়
iii. দরিদ্রতা দূরীভূত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭৯.
ক্ষুদ্র ও কুটির শিল্প কোন ধরনের দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) 
শিল্পোন্নত দেশের
Ο খ) 
উন্নত দেশের
Ο গ) 
অনুন্নত দেশের
Ο ঘ) 
উন্নয়নশীল দেশের

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
বস্ত্র শিল্প কোন ধরনের শিল্প?
Ο ক) 
উৎপাদনমুখী শিল্প
Ο খ) 
সেবা শিল্প
Ο গ) 
কুটির শিল্প
Ο ঘ) 
প্রত্যক্ষ সেবা শিল্প

  সঠিক উত্তর: (ক)

৮১.
মেহেদী আশুলিয়াতে একটি চানাচুর তৈরির কারখানা স্থাপন করেন। কারখানাটি কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) 
হস্তশিল্প
Ο খ) 
মূল শিল্প
Ο গ) 
খাদ্য শিল্প
Ο ঘ) 
ঝিনুক শিল্প

  সঠিক উত্তর: (গ)

৮২.
দেশের কত ভাগ কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্গত?
Ο ক) 
৬৬ ভাগ
Ο খ) 
৭৬ ভাগ
Ο গ) 
৮৬ ভাগ
Ο ঘ) 
৯৬ ভাগ

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
কুটির শিল্প কয়টি সময়ে সেবা কার্য পরিচালনা করতে পারে?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (ক)

নিচের উদ্দীপকটি পড় এবং ২টি প্রশ্নের উত্তর দাও।
আব্দুর রহিম ধানমন্ডিতে একটি কনসালটেন্সি ফার্মে চাকরি করতেন। কর্তৃপক্ষের সাথে মতের অমিল হওয়ায় চাকরি ছেড়ে দেন। অন্য কোথাও চাকরি না খুঁজে তিনি নিজেই মতিঝিলে একটি কনসালটেন্সি ফার্ম স্থাপন করেন এবং বর্তমানে তার প্রতিষ্ঠানটি বেশ সুনাম ছড়িয়েছে।
৮৪.
আব্দুর রহিমের প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্প?
Ο ক) 
ক্ষুদ্র শিল্প
Ο খ) 
মাঝারি শিল্প
Ο গ) 
সেবা শিল্প
Ο ঘ) 
বৃহৎ শিল্প

  সঠিক উত্তর: (গ)

৮৫.
আব্দুর রহিমের সাফল্য লাভের পিছনে কোনটির ভূমিকা অধিক?
Ο ক) 
পেশগত অভিজ্ঞতা
Ο খ) 
মূলধন যোগান ও ব্যবহারের ক্ষমতা
Ο গ) 
ব্যবসায়ের অভিজ্ঞতা
Ο ঘ) 
সাফল্য লাভের তীব্র আকাঙ্খা

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...