NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ৫: খাদ্য, পুষ্টি এবং পরিপাক(1-250)


এস.এস.সি    ||    জীববিজ্ঞান
অধ্যায় - ৫: খাদ্য, পুষ্টি এবং পরিপাক


১.
মিশ্র আমিষের অপর নাম কী?
Ο ক) 
প্রাণিজ আমিষ
Ο খ) 
উদ্ভিজ্জ আমিষ
Ο গ) 
সম্পূরক আমিষ
Ο ঘ) 
যৌগিক আমিষ

  সঠিক উত্তর: (গ)

২.
অ্যামাইনো এসিড সংশ্লেষণের জন্য কোন পুষ্টি উপাদান প্রয়োজন?
Ο ক) 
দস্তা
Ο খ) 
তামা
Ο গ) 
লৌহ
Ο ঘ) 
সালফার

  সঠিক উত্তর: (ক)

৩.
দাঁতের অংশ –
i. মুকুট
ii. মুল
iii. গ্রিবা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪.
অজীর্নতা নিয়ন্ত্রণ করার কৌশল হলো –
Ο ক) 
অতি ভোজন করা
Ο খ) 
খাবার চিবিয়ে না খাওয়া
Ο গ) 
ধূমপান পরিহার করা
Ο ঘ) 
খাবার গিলে খাওয়া

  সঠিক উত্তর: (গ)

৫.
কোনটি অজীর্ণতা বা বদহজমের লক্ষণ?
Ο ক) 
ডায়াবেটিস বা বিষণ্নতা
Ο খ) 
পেটে ব্যথা
Ο গ) 
ঘন ঘন মল ত্যাগ
Ο ঘ) 
দুগ্ধজাত দ্রব্য হজম না হওয়া

  সঠিক উত্তর: (ক)

৬.
ম্যাক্রোনিউট্রিয়েন্টের অপর নাম কী?
Ο ক) 
ম্যাক্রো ‍উপাদান
Ο খ) 
ম্যাক্রোমলিকুল
Ο গ) 
ম্যাক্রোঅণু
Ο ঘ) 
মুখ্য উপাদান

  সঠিক উত্তর: (ক)

৭.
যকৃতে উদ্বৃত্ত গ্লুকোজ কীরূপে সঞ্চয় করে রাখে?
Ο ক) 
ল্যাকটোজ রূপে
Ο খ) 
গ্লাইকোজেন রূপে
Ο গ) 
এনজাইম রূপে
Ο ঘ) 
তরল আকারে

  সঠিক উত্তর: (খ)

৮.
নিম্নের পুষ্টি উপাদানের অভাবে উদ্ভিদের বর্ধনশীল সৃষ্টি বা অগ্রভাগ মরে যায়।
i. সালফার
ii. ক্যালসিয়াম
iii. বোরন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯.
ভিটামিন ‘ডি’ পাওয়া যায় কোনটিতে?
Ο ক) 
দুগ্ধজাত দ্রব্য
Ο খ) 
অঙ্কুরিত ছোলা
Ο গ) 
মলা মাছ
Ο ঘ) 
ঈস্ট

  সঠিক উত্তর: (ক)

১০.
কোনটি এক শর্করার উৎস?
Ο ক) 
চাল
Ο খ) 
চিনি
Ο গ) 
দুধ
Ο ঘ) 
ফলের রস

  সঠিক উত্তর: (ঘ)

১১.
বৃহদান্ত্র কয়টি অংশে বিভক্ত?
Ο ক) 
৩টি
Ο খ) 
৫টি
Ο গ) 
৬টি
Ο ঘ) 
৮টি

  সঠিক উত্তর: (ক)

১২.
উদ্ভিদের স্বাভাবিক বিপাকীয়কার্যে কোনটি প্রয়োজন?
Ο ক) 
কপার
Ο খ) 
আয়রন
Ο গ) 
দস্তা
Ο ঘ) 
বোরন

  সঠিক উত্তর: (গ)

১৩.
নিচের কোনটির কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে?
Ο ক) 
পায়খানার বেগ চেপে রাখলে
Ο খ) 
ধূমপান পরিহার করলে
Ο গ) 
পরিশ্রমের পরিমাণ বেশি হলে
Ο ঘ) 
আন্ত্রিক গোলযোগ না থাকলে

  সঠিক উত্তর: (ক)

১৪.
১০০ গ্রাম কাতলা মাছ থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
Ο ক) 
১১০
Ο খ) 
১১১
Ο গ) 
১১২
Ο ঘ) 
১১৪

  সঠিক উত্তর: (খ)

১৫.
নাভির চারদিকে ব্যথা অনুভূত হওয়া কোন রোগের লক্ষণ?
Ο ক) 
আমাশয়
Ο খ) 
ডায়রিয়া
Ο গ) 
অ্যাপেনডিসাইটিস
Ο ঘ) 
ডায়াবেটিস

  সঠিক উত্তর: (গ)

১৬.
হাইড্রোক্লোরিক এসিড নিচের কোনটিকে মেরে ফেলে?
Ο ক) 
ভাইরাস
Ο খ) 
ব্যাকটেরিয়া
Ο গ) 
ছত্রাক
Ο ঘ) 
কৃমি

  সঠিক উত্তর: (খ)

১৭.
দ্বি-শর্করার উৎস হলো –
i. মধু ও ফলের রস
ii. চিনি ও দুধ
iii. চাল, গম ও সবজি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৮.
চর্বি জাতিয় খাদ্যের মুখ্য কাজ কোনটি?
Ο ক) 
শক্তি উৎপাদন করা
Ο খ) 
তাপ উৎপাদন করা
Ο গ) 
কোষের কার্যাদি নিয়ন্ত্রণ করা
Ο ঘ) 
তাপের সমতা রক্ষা করা

  সঠিক উত্তর: (খ)

১৯.
বিশ্রামরত অবস্থায় যে শক্তি ব্যয় হয় তাকে কী বলে?
Ο ক) 
যান্ত্রিক শক্তি
Ο খ) 
যৌগিক শক্তি
Ο গ) 
মৌলিবিপাক শক্তি
Ο ঘ) 
পেশি শক্তি

  সঠিক উত্তর: (গ)

২০.
নিউক্লিক এসিডের গাঠনিক উপাদান কোনটি?
Ο ক) 
পটাসিয়াম
Ο খ) 
ম্যাগনেসিয়াম
Ο গ) 
লৌহ
Ο ঘ) 
নাইট্রোজেন

  সঠিক উত্তর: (ঘ)

২১.
মুখে গ্রহণকৃত খাদ্যদ্রব্য পিচ্ছিল করে কোনটি?
Ο ক) 
মিউসিলেজ
Ο খ) 
মিউটেজ
Ο গ) 
মিউসিন
Ο ঘ) 
ইনভার্টেজ

  সঠিক উত্তর: (ঘ)

২২.
মানবদেহে পানির কাজগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (খ)

২৩.
দাঁত মাড়ির সাথে আটকানো থাকে কোনটির সাহায্যে?
Ο ক) 
ডেন্টিন
Ο খ) 
এনামেল
Ο গ) 
দন্তমজ্জা
Ο ঘ) 
সিমেন্ট

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
চিনি পরিবহনে কোন উপাদানের পরোক্ষ প্রভাব রয়েছে?
Ο ক) 
আয়রন
Ο খ) 
নাইট্রোজেন
Ο গ) 
বোরন
Ο ঘ) 
তামা

  সঠিক উত্তর: (গ)

২৫.
উদ্ভিদের পানি থেকে গ্রহণকৃত পুষ্টি উপাদান হলো –
Ο ক) 
কার্বন ও অক্সিজেন
Ο খ) 
হাইড্রোজেন ও নাইট্রোজেন
Ο গ) 
হাইড্রোজেন ও অক্সিজেন
Ο ঘ) 
বোরন ও নাইট্রোজেন

  সঠিক উত্তর: (গ)

২৬.
ডায়রিয়ার উপসর্গ কোনটি?
Ο ক) 
পাতলা পায়খানা হওয়া
Ο খ) 
বুক জ্বালা করা
Ο গ) 
বুক ব্যাথা করা
Ο ঘ) 
টক ঢেঁকুর উঠা

  সঠিক উত্তর: (ক)

২৭.
লালা রসে থাকে –
i. এনজাইম
ii. পানি
iii. হরমোন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৮.
কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা রোগ হয়?
Ο ক) 
ভিটামিন ‘বি’
Ο খ) 
ভিটামিন ‘এ’
Ο গ) 
ভিটামিন ‘কে’
Ο ঘ) 
ভিটামিন ‘বি১২

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
সাইটোক্রোমের সাংগঠনিক উপাদান কোনটি?
Ο ক) 
আয়রন
Ο খ) 
পটাসিয়াম
Ο গ) 
ক্যালসিয়াম
Ο ঘ) 
ম্যাগনেসিয়াম

  সঠিক উত্তর: (ক)

৩০.
উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে বিভিন্নরূপে কোন খাদ্য জমা থাকে?
Ο ক) 
আমিষ
Ο খ) 
শর্করা
Ο গ) 
চর্বি
Ο ঘ) 
স্নেহ

  সঠিক উত্তর: (খ)

৩১.
শারীরিক শ্রমের মাধ্যমে আমাদের শরীর কত শতাংশ শক্তি লাভ করে?
Ο ক) 
১৫-২০%
Ο খ) 
২০-৩০%
Ο গ) 
৪৫-৬০%
Ο ঘ) 
৫৫-৭০%

  সঠিক উত্তর: (খ)

৩২.
চিনিতে শর্করা কীরূপে থাকে?
Ο ক) 
গ্লুকোজ
Ο খ) 
সুক্রোজ
Ο গ) 
শ্বেতসার
Ο ঘ) 
গ্যালাকটোজ

  সঠিক উত্তর: (ঘ)

৩৩.
দেহের সকল প্রকার রসে কোনটি দ্রবীভূত অবস্থায় থাকে?
Ο ক) 
হরমোন
Ο খ) 
এনজাইম
Ο গ) 
ভিটামিন
Ο ঘ) 
খনিজ লবণ

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
সুস্বাস্থ্যের জন্য আদর্শ বিএমআই মান কোনটি?
Ο ক) 
১৮.৮-২৯.৯
Ο খ) 
২৫-২৯.৯
Ο গ) 
৩৫-৩৯.৯
Ο ঘ) 
৩০-৩৪.৯

  সঠিক উত্তর: (ক)

৩৫.
সূর্যের বেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে কোন ভিটামিন তৈরি হয়?
Ο ক) 
ভিটামিন ‘বি’
Ο খ) 
ভিটামিন ‘এ’
Ο গ) 
ভিটামিন ‘সি’
Ο ঘ) 
ভিটামিন ‘ডি’

  সঠিক উত্তর: (ঘ)

৩৬.
নিচের কোনটি আয়োডিনের অভাবজনিত লক্ষন?
Ο ক) 
দাঁতের মাড়ি ফুলে যাওয়া
Ο খ) 
দেহের হাড়গুলো দুর্বল হওয়া
Ο গ) 
থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়া
Ο ঘ) 
পেট বড় হয়ে যাওয়া

  সঠিক উত্তর: (গ)

৩৭.
গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় অবস্থান করে?
Ο ক) 
যকৃতের গায়ে
Ο খ) 
পাকস্থলীর প্রাচীরে
Ο গ) 
ক্ষুদ্রান্ত্রের ভিলাই-এ
Ο ঘ) 
অগ্ন্যাশয়ে

  সঠিক উত্তর: (খ)

৩৮.
সরল গলগন্ডের লক্ষণ কোনটি?
Ο ক) 
বুক ধড়ফড় করা
Ο খ) 
ক্ষুধা বেড়ে যাওয়া
Ο গ) 
ঠান্ডা সত্য করতে না পারা
Ο ঘ) 
অধিক ঘাম হওয়া

  সঠিক উত্তর: (গ)

৩৯.
নিচের কোন গ্রুপটিতে উদ্ভিদের পুষ্টির জন্য অপরিহার্য ও বেশি পরিমাণে?
Ο ক) 
C, H, O, S, Zn, Fe, P, B
Ο খ) 
C, H, O, N, P, K, Ca, Mg, S
Ο গ) 
C, H, O, Cu, Ca, N, P, K
Ο ঘ) 
C, H, O, N, P, K, Mn, Fe, Mg

  সঠিক উত্তর: (খ)

৪০.
পেটে কৃমির উপস্থিতি কোন পরীক্ষার দ্বারা নির্ণয়ে করা যায়?
Ο ক) 
মূত্র
Ο খ) 
মল
Ο গ) 
এন্ডোসকপি
Ο ঘ) 
এক্স-রে

  সঠিক উত্তর: (খ)

৪১.
ছেদন দাঁতের কাজ কী?
Ο ক) 
খাবার কেটে টুকরা করা
Ο খ) 
খাবার ছেড়া
Ο গ) 
খাবার চর্বন করা
Ο ঘ) 
খাবার পেষণ করা

  সঠিক উত্তর: (খ)

৪২.
১০০ গ্রাম ডিম থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
Ο ক) 
১৭০
Ο খ) 
১৭১
Ο গ) 
১৭৩
Ο ঘ) 
১৭৪

  সঠিক উত্তর: (গ)

৪৩.
কোন উপাদান কোষের কার্যাদি নিয়ন্ত্রণ করে?
Ο ক) 
ভিটামিন
Ο খ) 
খনিজ লবণ
Ο গ) 
পানি
Ο ঘ) 
খাদ্য উপাদান

  সঠিক উত্তর: (গ)

৪৪.
কোনটির অভাবে উদ্ভিদের কোষের বৃদ্ধি ও বিভাজন হ্রাস পায়?
Ο ক) 
ম্যাগনেসিয়াম
Ο খ) 
নাইট্রোজেন
Ο গ) 
ফসফরাস
Ο ঘ) 
পটাসিয়াম

  সঠিক উত্তর: (খ)

৪৫.
বায়বীয় শ্বসন কোন পুষ্টি উপাদানের উপর নির্ভরশীর?
Ο ক) 
সালফার
Ο খ) 
ফসফরাস
Ο গ) 
আয়রন
Ο ঘ) 
কার্বন

  সঠিক উত্তর: (গ)

৪৬.
অক্সিজেনকে দেহকোষে পৌঁছানোর কাজে সাহায্য করে কোনটি?
Ο ক) 
তরল খাবার
Ο খ) 
পানি
Ο গ) 
খনিজ লবণ
Ο ঘ) 
ভিটামিন

  সঠিক উত্তর: (খ)

৪৭.
কিসের মাধ্যমে ডেন্টিন অংশে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ হয়?
Ο ক) 
ডেন্টিন
Ο খ) 
এনামেল
Ο গ) 
সিমেন্ট
Ο ঘ) 
দন্তমজ্জা

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
সুষম খাদ্যতালিকায় কোন খাবারের পরিমাণ সবচেয়ে বেশি উল্লেখ আছে?
Ο ক) 
আমিষ
Ο খ) 
শর্করা
Ο গ) 
স্নেহ
Ο ঘ) 
ভিটামিন

  সঠিক উত্তর: (খ)

৪৯.
মুখগহ্বরের পরের অংশ কোনটি?
Ο ক) 
অন্ননালি
Ο খ) 
গলবিল
Ο গ) 
অন্ত্র
Ο ঘ) 
পাকস্থলি

  সঠিক উত্তর: (খ)

৫০.
পিত্তলবণের সংস্পর্শে কোন পদার্থ সাবানের ফেনার মতো পরিণত হয়?
Ο ক) 
ভিটামিন পদার্থ
Ο খ) 
স্নেহ পদার্থ
Ο গ) 
আমিষ
Ο ঘ) 
শর্করা

  সঠিক উত্তর: (খ)

৫১.
কোন ধরনের প্রাণীরা সেলুলোজ হজম সক্ষম?
Ο ক) 
মানুষ
Ο খ) 
গৃহপালিত প্রাণী
Ο গ) 
বাঘ
Ο ঘ) 
গবাদিপশু

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
পাকস্থলী থেকে বৃহদান্ত্র পর্যন্ত বিস্তৃত কোনটি?
Ο ক) 
বৃহদান্ত্র
Ο খ) 
ক্ষুদ্রান্ত্র
Ο গ) 
লালাগ্রন্থি
Ο ঘ) 
যকৃত

  সঠিক উত্তর: (খ)

৫৩.
কৃমিজনিত রোগ প্রতিরোধে করণীয় –
Ο ক) 
স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার
Ο খ) 
খাবার আগে হাত মুছা
Ο গ) 
অল্প সেদ্ধ শাকসবজি খাওয়া
Ο ঘ) 
বিশুদ্ধ পানি পান করা

  সঠিক উত্তর: (ক)

৫৪.
যেসব গ্রন্থির রস খাদ্য পরিপাকে অংশ নেয় তাদেরকে কী বলে?
Ο ক) 
লালাগ্রন্থি
Ο খ) 
যকৃত
Ο গ) 
ইলিয়াম
Ο ঘ) 
পৌষ্টিক গ্রন্থি

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
প্রয়োজনীয়তার পরিমাণের উপর ভিত্তি করে অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৫৬.
দেহে শক্তি উৎপাদন করে কোন ধরনের খাদ্য?
Ο ক) 
আমিষ
Ο খ) 
শর্করা
Ο গ) 
স্নেহ ও চর্বি
Ο ঘ) 
ভিটামিন

  সঠিক উত্তর: (খ)

৫৭.
দেহের বৃদ্ধি ও সুস্থ থাকার জন্য কোনটি অত্যাবশ্যক?
Ο ক) 
স্নেহ
Ο খ) 
ভিটামিন
Ο গ) 
পানি
Ο ঘ) 
খনিজ লবণ

  সঠিক উত্তর: (খ)

৫৮.
অজীর্ণতাকে আমরা কী বলে থাকি?
Ο ক) 
আমাশয়
Ο খ) 
বদহজম
Ο গ) 
কোষ্ঠকাঠিন্য
Ο ঘ) 
অ্যাপেনডিসাইটিস

  সঠিক উত্তর: (খ)

৫৯.
বৃহদান্ত্রের সিকামের সাথে কোনটি যুক্ত থাকে?
Ο ক) 
মলাশয়
Ο খ) 
অ্যাপেনডিক্স
Ο গ) 
গ্রিবা
Ο ঘ) 
কোলন

  সঠিক উত্তর: (খ)

৬০.
নিচের খাদ্যগুলো থেকে ক্যালসিয়াম ও ফসফরাস উভয়ই পাওয়া যায় –
i. বাদাম
ii. দুধ
iii. ডাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬১.
পিত্তরসের কাজ কী?
Ο ক) 
খাদ্যকে অম্লীয় করা
Ο খ) 
খাদ্যকে স্বাভাবিক করা
Ο গ) 
খাদ্যকে ক্ষারীয় করা
Ο ঘ) 
খাদ্যকে অপরিবর্তিত রাখা

  সঠিক উত্তর: (গ)

৬২.
১.২৫ মিটার উচ্চতা বিশিষ্ট ৫০ কেজি ওজনের একজন ব্যক্তির বিএমআই কত?
Ο ক) 
১৬
Ο খ) 
৩২
Ο গ) 
৩৬
Ο ঘ) 
১৯

  সঠিক উত্তর: (খ)

৬৩.
যেসব বস্তু খাওয়ার পর দেহে শোষিত হয়ে বিভিন্ন কার্য সম্পাদন করে তাকে কী বলে?
Ο ক) 
খাদ্য
Ο খ) 
পুষ্টি
Ο গ) 
পাতা
Ο ঘ) 
দহন

  সঠিক উত্তর: (ক)

৬৪.
রাফেজ মানবদেহের কোন রোগের আশঙ্কা কমায় বলে ধারণা করা হয়?
Ο ক) 
ডায়াবেটিস
Ο খ) 
ক্যান্সার
Ο গ) 
উচ্চরক্তচাপ
Ο ঘ) 
ডায়রিয়া

  সঠিক উত্তর: (খ)

৬৫.
কোনটি চিবুকের নিচে থাকে?
Ο ক) 
প্যারোটিড গ্রন্থি
Ο খ) 
ম্যাক্সিলারি
Ο গ) 
লিঙ্গুয়াল গ্রন্থি
Ο ঘ) 
যকৃত

  সঠিক উত্তর: (গ)

৬৬.
বৃহদান্ত্রের কাজ হলো –
Ο ক) 
খাদ্যবস্তু থেকে লবণ ও পানি শোষণ করে রক্তে স্থানান্তর করা
Ο খ) 
খাদ্যবস্তুকে নরম করা
Ο গ) 
খাদ্য উপাদানকে কোষে পৌঁছে দেওয়া
Ο ঘ) 
খাদ্যের দূষিত পদার্থ সংগ্রহ করা

  সঠিক উত্তর: (ক)

৬৭.
পিত্তরসে কোন গুণটি থাকে?
Ο ক) 
ক্ষারীয়
Ο খ) 
এসিডিয়
Ο গ) 
মিষ্টি স্বাদ
Ο ঘ) 
বর্ণহীন

  সঠিক উত্তর: (ক)

৬৮.
দ্বি-শর্করা কোনটি?
Ο ক) 
গ্লুকোজ
Ο খ) 
শ্বেতসার
Ο গ) 
গ্লাইকোজেন
Ο ঘ) 
ল্যাকটোজ

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
কোনটি খাদ্যের অম্লভাব প্রশমিত করে?
Ο ক) 
পিত্তরস
Ο খ) 
যকৃত
Ο গ) 
ইলিয়াম
Ο ঘ) 
লালারস

  সঠিক উত্তর: (ক)

৭০.
দ্বি-শর্করা হলো –
i. গ্লুকোজ
ii. সুক্রোজ
iii. ল্যাকপৈজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭১.
INFS এর পূর্ণনাম কী?
Ο ক) 
The Institute of Natural Food Science
Ο খ) 
The Institute of Nutritional Food Science
Ο গ) 
The Institute of Nutrition and Food Science
Ο ঘ) 
The International Nutritional Food Science

  সঠিক উত্তর: (গ)

৭২.
পুষ্টি উপাদানের অভাব হলে উদ্ভিদে কি লক্ষণ প্রকাশ পায়?
Ο ক) 
উপাদানঘটিত লক্ষণ
Ο খ) 
অভাবজনিত লক্ষণ
Ο গ) 
বিশেষ লক্ষণ
Ο ঘ) 
শারীরতাত্ত্বিক লক্ষণ

  সঠিক উত্তর: (খ)

৭৩.
হাড় ভঙ্গুর হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ?
Ο ক) 
রাতকানা
Ο খ) 
রক্তশূন্যতা
Ο গ) 
আমাশয়
Ο ঘ) 
রিকেটস

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
বৃহদান্ত্রের অংশ –
i. ইলিয়াম
ii. সিকাম
iii. কোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৫.
উদ্ভিদ মাটি থেকে ‘ম্যাগনেসিয়াম’ কি অবস্থায় শোষণ করে?
Ο ক) 
Mg+
Ο খ) 
Mg++
Ο গ) 
Mg-
Ο ঘ) 
Mg--

  সঠিক উত্তর: (খ)

৭৬.
উদ্ভিদ অক্সিজেন, হাইড্রোজেন ও কার্বন ব্যতীত অন্যসব উপাদান কোথা থেকে শোষণ করে?
Ο ক) 
মাটি
Ο খ) 
পানি
Ο গ) 
বায়ু
Ο ঘ) 
প্রাণী

  সঠিক উত্তর: (ক)

৭৭.
গ্লাইকোজেন এর উৎস কোনটি?
Ο ক) 
মধু
Ο খ) 
চিনি
Ο গ) 
দুধ
Ο ঘ) 
সবুজ পাতা

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
কোন উপাদান কোষ অঙ্গাণুসমূহকে ধারণ করে?
Ο ক) 
ভিটামিন
Ο খ) 
খনিজ লবণ
Ο গ) 
পানি
Ο ঘ) 
খাদ্য উপাদান

  সঠিক উত্তর: (গ)

৭৯.
উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের ক্ষেত্রে –
i. উপাদান মোট ১৬টি
ii. সালফার হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট
iii. একটির কাজ অপরটি দিয়ে সম্পন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮০.
ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য হলো –
i. কলিজা
ii. সবুজ শাকসবজি
iii. মলা-ঢেলা মাছ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
নিচের কোনটি কৃমি বিস্তারে সহায়তা করে?
Ο ক) 
দূষিত খাদ্য
Ο খ) 
আঁশযুক্ত খাবার
Ο গ) 
এনজাইমের ঘাটতি
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ক)

৮২.
ম্যাক্রো নিউট্রিয়েন্ট কোনটি?
Ο ক) 
ম্যাংগানিজ (Mn)
Ο খ) 
লৌহ (Fe)
Ο গ) 
নাইট্রোজেন (N)
Ο ঘ) 
বোরন (B)

  সঠিক উত্তর: (গ)

৮৩.
ডায়রিয়া সেরে যাওয়ার পর কত দিন পর্যন্ত রোগীকে বাড়তি খাবার দিতে হয়?
Ο ক) 
৭দিন
Ο খ) 
১০ দিন
Ο গ) 
১৫ দিন
Ο ঘ) 
৩০ দিন

  সঠিক উত্তর: (ক)

৮৪.
রাতকানা রোগটি কোন ভিটামিনেরা অভাবে হয়?
Ο ক) 
ভিটামিন ‘এ’
Ο খ) 
ভিটামিন ‘বি’
Ο গ) 
ভিটামিন ‘সি’
Ο ঘ) 
ভিটামিন ‘ডি’

  সঠিক উত্তর: (ক)

৮৫.
উদ্ভিদের শীর্ষ ও পার্শ্বমুকুল ঝরে যায় কোনটির অভাবে?
Ο ক) 
নাইট্রোজেন
Ο খ) 
ফসফরাস
Ο গ) 
পটাসিয়াম
Ο ঘ) 
লৌহ

  সঠিক উত্তর: (গ)

৮৬.
নাইট্রোজেন, ফসফরাস ও পটাসিয়ামের অভাব দূর করতে তোমাকে কী পদক্ষেপ গ্রহণ করতে হবে?
Ο ক) 
অভাবজনিত লক্ষণ প্রকাশ পাওয়া গাছগুলো পুঁতে ফেলব
Ο খ) 
চাষকৃত ফসলের আরও উন্নত জাত ব্যবহার করব
Ο গ) 
N.P.K বহনকারী সার প্রয়োগ করব
Ο ঘ) 
সেচের পানির সাথে উক্ত উপাদানগুলো প্রয়োগ করব

  সঠিক উত্তর: (গ)

৮৭.
নিচের খাদ্যগুলো থেকে ক্যালসিয়াম ও লৌহ দুটিই পাওয়া যায় –
i. কলিজা ও পনির
ii. সবুজ শাক-সবজি
iii. কচুশাক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৮৮.
ভিটামিন ‘সি’ পাওয়া যায় কোনটিতে?
Ο ক) 
রঙিন শাকসবজি
Ο খ) 
সবুজ শাকসবজি
Ο গ) 
ফুলকপি
Ο ঘ) 
বাধাকপি

  সঠিক উত্তর: (ঘ)

৮৯.
ফল পাকাতে কোন পদার্থটি ব্যবহার করা যায়?
Ο ক) 
কার্বাইড
Ο খ) 
সরবেট
Ο গ) 
এসিটিক এসিড
Ο ঘ) 
চুন

  সঠিক উত্তর: (ক)

৯০.
অগ্ন্যাশয় রসে বিদ্যমান কোনটি?
Ο ক) 
মলটেজ
Ο খ) 
ল্যাকটেজ
Ο গ) 
লাইপেজ
Ο ঘ) 
সুক্রোজ

  সঠিক উত্তর: (গ)

৯১.
নিচের কোনটি মাছের কোষের সাথে যৌগ তৈরি করে?
Ο ক) 
ফরমালিন
Ο খ) 
কীটনাশক
Ο গ) 
এন্টিবায়োটিক
Ο ঘ) 
হেভি মেটাল

  সঠিক উত্তর: (ক)

৯২.
নিচের উপাদানগুলোর অভাবে পাতা হালকা সবুজ রং ধারণ করে –
i. ফসফরাস
ii. ম্যাগনেসিয়াম
iii. সালফার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৩.
খাদ্য চর্বন ও পেষণ উভয় কাজ করে –
i. ছেদন
ii. পেষণ
iii. অগ্রপেষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৪.
কোন খাদ্য উপাদানটি বিভিন্ন রাসায়নিক বিক্রিযায় উদ্দীপনা যোগায়?
Ο ক) 
পানি
Ο খ) 
খনিজ লবণ
Ο গ) 
ভিটামিন
Ο ঘ) 
আমিষ

  সঠিক উত্তর: (ঘ)

৯৫.
সরল খাদ্য জটিল উপাদানে পরিণত করতে সাহায্য করে কোনটি?
Ο ক) 
এনজাইম
Ο খ) 
হরমোন
Ο গ) 
ভিটামিন
Ο ঘ) 
খনিজ লবণ

  সঠিক উত্তর: (ক)

৯৬.
১০০ গ্রাম গরুর মাংস থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
Ο ক) 
৬২
Ο খ) 
৯৫
Ο গ) 
৬৬
Ο ঘ) 
৬৭

  সঠিক উত্তর: (ঘ)

৯৭.
ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি?
Ο ক) 
কলিজা
Ο খ) 
মাংস
Ο গ) 
দুধ
Ο ঘ) 
আলু

  সঠিক উত্তর: (গ)

৯৮.
কোন রোগে মল ত্যাগ কষ্টদায়ক হয়?
Ο ক) 
ডায়রিয়া
Ο খ) 
আমাশয়
Ο গ) 
অজীর্ণতা
Ο ঘ) 
কোষ্ঠকাঠিন্য

  সঠিক উত্তর: (ঘ)

৯৯.
কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত খাদ্য হলো –
i. আমিষ
ii. শর্করা
iii. চর্বি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০০.
ফুল ফোটার সময় উদ্ভিদের কান্ড শুকিয়ে যায় কোনটির অভাবে?
Ο ক) 
নাইট্রোজেন
Ο খ) 
ফসফরাস
Ο গ) 
ক্যালসিয়াম
Ο ঘ) 
লৌহ

  সঠিক উত্তর: (গ)

১০১.
হাড়, দাঁত, পেশি গঠনে সাহায্যকারী খাদ্য উপাদানটির নাম কী?
Ο ক) 
ভিটামিন
Ο খ) 
খনিজ লবণ
Ο গ) 
শর্করা
Ο ঘ) 
আমিষ

  সঠিক উত্তর: (খ)

১০২.
ডায়রিয়ায় কী সমস্যা সৃষ্টি হয়?
Ο ক) 
পানি ও লবণ বেরিয়ে যায়
Ο খ) 
দেহের পানি বেড়ে যায়
Ο গ) 
মানসিকভাবে চাপ হওয়া
Ο ঘ) 
দাঁতে ব্যথা

  সঠিক উত্তর: (ক)

১০৩.
মৌলবিপাক শক্তি ব্যয় হয় –
i. শ্বাস-প্রশ্বাসে
ii. পেশির সংকোচন-প্রসারণে
iii. দর্শন কাজে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৪.
নিচের কোনটির অভাবে পাতায় লাল ও বেগুনি দাগ দেখা যায়?
Ο ক) 
লৌহ
Ο খ) 
সালফার
Ο গ) 
বোরন
Ο ঘ) 
ফসফরাস

  সঠিক উত্তর: (খ)

১০৫.
১০০ গ্রাম গরুর দুধের ঘি থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
Ο ক) 
৭০০
Ο খ) 
৯২৩
Ο গ) 
৯০০
Ο ঘ) 
৯২৫

  সঠিক উত্তর: (গ)

১০৬.
কোন প্রক্রিয়ার উপর তামার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে?
Ο ক) 
শ্বসন
Ο খ) 
ব্যাপন
Ο গ) 
অভিস্রবণ
Ο ঘ) 
প্রস্বেদন

  সঠিক উত্তর: (ক)

১০৭.
কৃমিজনিত রোগের লক্ষণ হলো –
Ο ক) 
বমি বমি ভাব
Ο খ) 
পিঠে ব্যাথা
Ο গ) 
সবল বোধ করা
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ক)

১০৮.
উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো মাটিতে কী হিসেবে থাকে?
Ο ক) 
লবণ
Ο খ) 
মৌল
Ο গ) 
যৌগ
Ο ঘ) 
আয়ন

  সঠিক উত্তর: (ক)

১০৯.
হাঙ্গরের তেলে কোন ভিটামিন পাওয়া যায়?
Ο ক) 
ভিটামিন ‘বি’
Ο খ) 
ভিটামিন ‘এ’
Ο গ) 
ভিটামিন ‘সি’
Ο ঘ) 
ভিটামিন ‘ডি’

  সঠিক উত্তর: (ঘ)

১১০.
উত্তেজক পদার্থ গ্রহণ থেকে বিরত থেকে কোন রোগটি প্রতিরোধ করা সম্ভব?
Ο ক) 
আমাশয়
Ο খ) 
অ্যাপেনডিসাইটিস
Ο গ) 
আলসার
Ο ঘ) 
কোষ্ঠকাঠিন্য

  সঠিক উত্তর: (গ)

১১১.
দুই অণু বিশিষ্ট শর্করার উৎস কোনটি?
Ο ক) 
মধু
Ο খ) 
ফলের রস
Ο গ) 
আটা
Ο ঘ) 
দুধ

  সঠিক উত্তর: (ঘ)

১১২.
ভিটামিন ‘বি’ এর উৎস কোনটি?
Ο ক) 
গাজর
Ο খ) 
আমরা
Ο গ) 
কমলা
Ο ঘ) 
ঈস্ট

  সঠিক উত্তর: (ঘ)

১১৩.
সিগেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে কোন রোগটি হয়?
Ο ক) 
কোষ্ঠকাঠিন্য
Ο খ) 
আমাশয়
Ο গ) 
গ্যাস্ট্রিক আলসার
Ο ঘ) 
ডায়রিয়া

  সঠিক উত্তর: (খ)

১১৪.
মাইক্রোনিউট্রিয়েন্টের অপর নাম কী?
Ο ক) 
মাইক্রোউপাদান
Ο খ) 
মাইক্রোমলিকুল
Ο গ) 
মাইক্রো অণু
Ο ঘ) 
গৌণ উপাদান

  সঠিক উত্তর: (ক)

১১৫.
উদ্ভিদের দরকারী ফসফরাসের প্রধান উৎস কোনটি?
Ο ক) 
এম.পি
Ο খ) 
টি.এস.পি
Ο গ) 
ফসফরাস ঘটিত বিভিন্ন সার
Ο ঘ) 
মাটি

  সঠিক উত্তর: (ঘ)

১১৬.
নিচের কোনটির সাহায্যে শরীরের ওজন কমানো যায়?
Ο ক) 
অতিরিক্ত খাবার গ্রহণ
Ο খ) 
ঘুম
Ο গ) 
শরীরচর্চা
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (গ)

১১৭.
ফলের রসে শর্করা কিরূপে থাকে?
Ο ক) 
গ্লুকোজ
Ο খ) 
শ্বেতসার
Ο গ) 
সুক্রোজ
Ο ঘ) 
ল্যাকটোজ

  সঠিক উত্তর: (ক)

১১৮.
শর্করা ও আমিষের তুলনায় চর্বিতে ক্যালরি বেশি থাকে প্রায় কত গুণ?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

১১৯.
বাণিজ্যিক রঙ দেহের কোন অঙ্গের কার্যকারিতা নষ্ট করে?
Ο ক) 
পাকস্থলি
Ο খ) 
হৃৎপিন্ড
Ο গ) 
অন্ননালী
Ο ঘ) 
যকৃত

  সঠিক উত্তর: (ঘ)

১২০.
ভোজ্যতেলের মধ্যে উৎকৃষ্ট কোনটি?
Ο ক) 
সয়াবিনের তেল
Ο খ) 
সরিষার তেল
Ο গ) 
তিলের তেল
Ο ঘ) 
ভূট্টার তেল

  সঠিক উত্তর: (ক)

১২১.
আলসার মারাত্মক হলে কোনটি ঘটে?
Ο ক) 
পাতলা পায়খানা
Ο খ) 
বমি
Ο গ) 
মাথা ব্যথা
Ο ঘ) 
কোষ্ঠকাঠিন্য

  সঠিক উত্তর: (খ)

১২২.
নিচের কোন শিরা দিয়ে শোষিত রক্ত যকৃতে আসে?
Ο ক) 
হেপাটিক শিরা
Ο খ) 
সাবক্লেভিয়ান শিরা
Ο গ) 
অন্ত:স্থ জুগুলার শিরা
Ο ঘ) 
পোর্টাল শিরা

  সঠিক উত্তর: (ক)

১২৩.
শর্করা ও আমিষের তুলনায় চর্বিতে কয়গুণ ক্যালরি থাকে?
Ο ক) 
দ্বিগুণ
Ο খ) 
তিনগুণ
Ο গ) 
চারগুণ
Ο ঘ) 
পাঁচগুণ

  সঠিক উত্তর: (ক)

১২৪.
ফরমালিনযুক্ত খাবার খেলে কোন রোগটি হতে পারে?
Ο ক) 
আলসার
Ο খ) 
ক্যান্সার
Ο গ) 
এইডস
Ο ঘ) 
মাথাব্যাথ

  সঠিক উত্তর: (খ)

১২৫.
কোন খাদ্যের শ্বেতসার সহজে হজম হয় না?
Ο ক) 
পাঁকা ফলের
Ο খ) 
কাঁচা খাদ্যের
Ο গ) 
সিদ্ধ খাদ্যের
Ο ঘ) 
অর্ধসিদ্ধ খাদ্যের

  সঠিক উত্তর: (খ)

১২৬.
কোনটি পিত্তরস তৈরি করে?
Ο ক) 
হৃদপিন্ড
Ο খ) 
যকৃত
Ο গ) 
পাকস্থলী
Ο ঘ) 
গলবিল

  সঠিক উত্তর: (খ)

১২৭.
মাইক্রো উপাদান কোনটি?
Ο ক) 
বোরণ (B)
Ο খ) 
আয়রন (Fe)
Ο গ) 
কার্বন (C)
Ο ঘ) 
ক্যালসিয়াম (Ca)

  সঠিক উত্তর: (ক)

১২৮.
উদ্ভিদের মূল, কান্ড, ফুল ও ফল উৎপাদন ও বর্ষনে সাহায্য করে কোন উপাদান?
Ο ক) 
নাইট্রোজেন
Ο খ) 
পটাসিয়াম
Ο গ) 
ফসফরাস
Ο ঘ) 
ক্যালসিয়াম

  সঠিক উত্তর: (খ)

১২৯.
ফুলের কুঁড়ির জন্ম ব্যহত হয় কোন পুষ্টি উপাদানের অভাবে?
Ο ক) 
নাইট্রোজেন
Ο খ) 
ফসফরাস
Ο গ) 
বোরন
Ο ঘ) 
লৌহ

  সঠিক উত্তর: (ঘ)

১৩০.
খাদ্য-মিশ্রিত মন্ড কপাটিকা ভেদ করে কোথায় প্রবেশ করে?
Ο ক) 
ক্ষুদ্রান্ত্রে
Ο খ) 
সিকামে
Ο গ) 
ডুওডেনামে
Ο ঘ) 
ইলিয়ামে

  সঠিক উত্তর: (ক)

১৩১.
কোন জাতীয় খাদ্য সাধারণত পাকস্থলিতে পরিপাক হয় না?
Ο ক) 
শর্করা এবং আমিষ
Ο খ) 
শর্করা এবং স্নেহ
Ο গ) 
স্নেহ এবং ভিটামিন
Ο ঘ) 
আমিষ এবং স্নেহ

  সঠিক উত্তর: (খ)

১৩২.
২৫ মিটার উচ্চতা এবং ৫০ কেজি ওজনের একজন ব্যক্তির বিএমআই কত?
Ο ক) 

Ο খ) 
১৬
Ο গ) 
৩২
Ο ঘ) 
৪৮

  সঠিক উত্তর: (গ)

১৩৩.
আনারস কোন ভিটামিনের উৎস?
Ο ক) 
ভিটামিন ‘ই’
Ο খ) 
ভিটামিন ‘ডি’
Ο গ) 
ভিটামিন ‘এ’
Ο ঘ) 
ভিটামিন ‘সি’

  সঠিক উত্তর: (ঘ)

১৩৪.
খাদ্য সংরক্ষণে অনুমোদিত রাসায়নিক হলো –
i. সোডিয়াম বাই সালফেট
ii. ডিডিটি
iii. ক্যালসিয়াম এপারনেট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩৫.
খাদ্য সংরক্ষণের মাধ্যমে অটুট থাকে –
i. খাদ্যের খাদ্যমান
ii. খাদ্যের জারন
iii. খাদ্যের গ্রহণযোগ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩৬.
কোন ব্যক্তির দৈনিক ক্যালরি চাহিদা ২০০০ কিলোক্যালরি হলে তার কত লিটার পানি প্রয়োজন?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১৩৭.
কোন পদার্থের উপস্থিতির জন্য দেহে রক্ত সঞ্চালন সম্ভব হয়?
Ο ক) 
পানি
Ο খ) 
এনজাইম
Ο গ) 
হরমোন
Ο ঘ) 
ভিটামিন

  সঠিক উত্তর: (ক)

১৩৮.
প্রোটিনের অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?
Ο ক) 
পটাসিয়াম
Ο খ) 
ম্যাগনেসিয়াম
Ο গ) 
সালফার
Ο ঘ) 
নাইট্রোজেন

  সঠিক উত্তর: (ঘ)

১৩৯.
রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দ্বারা কোন গ্রন্থির বৃদ্ধি রোধ করা হয়?
Ο ক) 
পরিপাক গ্রন্থি
Ο খ) 
অ্যাডরিনাল গ্রন্থি
Ο গ) 
পৌষ্টিক গ্রন্থি
Ο ঘ) 
থাইরয়েড গ্রন্থি

  সঠিক উত্তর: (ঘ)

১৪০.
অগ্ন্যাশয় রস যকৃত-অগ্ন্যাশয় নালিরূপে কোথায় প্রবেশ করে?
Ο ক) 
সিকামে
Ο খ) 
যকৃতে
Ο গ) 
ডিওডেনামে
Ο ঘ) 
ফুসফুসে

  সঠিক উত্তর: (গ)

১৪১.
আমিষের গাঠনিক উপাদান হলো –
i. কার্বন ও হাইড্রোজেন ও অক্সিজেন
ii. নাইট্রোজেন ও সালফার
iii. ফসফরাস ও আয়রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪২.
পেঁপে কোন রোগটির জন্য উপকারী?
Ο ক) 
অজীর্ণতা
Ο খ) 
আমাশয়
Ο গ) 
কোষ্ঠকাঠিন্য
Ο ঘ) 
আলসার

  সঠিক উত্তর: (গ)

১৪৩.
একজন লোকের দৈনিক প্রয়োজনীয় শক্তির পরিমাণ নির্ভর করে –
i. মৌলবিপাকের উপর
ii. দৈহিক পরিশ্রমের ধরনের উপর
iii. খাদ্যের প্রভাবের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৪.
ডিমের কোন অংশে স্নেহ পদার্থ থাকে?
Ο ক) 
কুসুম
Ο খ) 
সাদা অংশ
Ο গ) 
উভয় অংশে
Ο ঘ) 
স্নেহ থাকে না

  সঠিক উত্তর: (ক)

১৪৫.
আঁশযুক্ত খাবারের উপকারী দিক হলো –
i. ক্যান্সার হ্রাস করে
ii. স্থূলতা হ্রাস করে
iii. চর্বি জমার প্রবণতা হ্রাস করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৬.
সেলুলোজ ও রাফেজ কোন জাতীয় শর্করা?
Ο ক) 
সরল শর্করা
Ο খ) 
যৌগিক শর্করা
Ο গ) 
জটিল শর্করা
Ο ঘ) 
কোনটি নয়

  সঠিক উত্তর: (ঘ)

১৪৭.
রাসায়নিক গবেষণাগার বলা হয় কোনটিকে?
Ο ক) 
হৃদপিন্ডকে
Ο খ) 
পাকস্থলীকে
Ο গ) 
গলবিলকে
Ο ঘ) 
যকৃতকে

  সঠিক উত্তর: (ঘ)

১৪৮.
কোনটি পরিবহন ক্ষেত্রে ‘বোরন’ –এর পরোক্ষ প্রভাব রয়েছে?
Ο ক) 
প্রোটিন
Ο খ) 
পানি
Ο গ) 
লিপিড
Ο ঘ) 
চিনি

  সঠিক উত্তর: (ঘ)

১৪৯.
অধিকাংশ খনিজ উপাদান উদ্ভিদ কোন অঙ্গের মাধ্যমে গ্রহণ করে?
Ο ক) 
মূলের সাহায্যে
Ο খ) 
কান্ডের সাহায্যে
Ο গ) 
পাতার সাহায্যে
Ο ঘ) 
বায়ুমন্ডলের সাহায্যে

  সঠিক উত্তর: (ক)

১৫০.
নিচের কোনটি উদ্ভিদের কাঠামো তৈরি হয়?
Ο ক) 
সেলুলোজ ও লিগনিন
Ο খ) 
সেলুলোজ ও পেকটিন
Ο গ) 
পেকটিন ও লিগনিন
Ο ঘ) 
সেলুলোজ ও রাফেজ

  সঠিক উত্তর: (ঘ)

১৫১.
ফসফরাস ঘটিত সার কোনটি?
Ο ক) 
মিউরেট অব পটাস
Ο খ) 
ডি.এ.পি
Ο গ) 
ট্রিপল সুপার ফসফেট
Ο ঘ) 
ইউরিয়া

  সঠিক উত্তর: (গ)

১৫২.
আদর্শ খাদ্য পিরামিডের সর্বনিম্নস্তরে কোনটি থাকা উচিত?
Ο ক) 
পানি
Ο খ) 
আমিষ
Ο গ) 
শর্করা
Ο ঘ) 
স্নেহ

  সঠিক উত্তর: (গ)

১৫৩.
রাতকানা হলে দেহের কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়?
Ο ক) 
দেহত্বক
Ο খ) 
চোখের সংবেদী রড কোষ
Ο গ) 
দাঁত
Ο ঘ) 
মাথার চুল

  সঠিক উত্তর: (খ)

১৫৪.
দাঁতের ডেন্টিন অংশে পুষ্টি ও অক্সিজেন সরবরাহকারী উপাদানের নাম কী?
Ο ক) 
এনামেল
Ο খ) 
দন্তমজ্জা
Ο গ) 
সিমেন্ট
Ο ঘ) 
ডেন্টিন

  সঠিক উত্তর: (খ)

১৫৫.
কোনটি পরজীবী হিসেবে পোষক দেহে বাস করে?
Ο ক) 
সিগেলা
Ο খ) 
কৃমি
Ο গ) 
মাছি
Ο ঘ) 
কেঁচো

  সঠিক উত্তর: (খ)

১৫৬.
দাঁতের ডেন্টিনকে আবৃতকারী পাতলা আবরণের নাম কী?
Ο ক) 
ডেন্টিন
Ο খ) 
এনামেল
Ο গ) 
সিমেন্ট
Ο ঘ) 
দন্তমজ্জা

  সঠিক উত্তর: (গ)

১৫৭.
১০০০ কিলোক্যালরি সমান কত কিলোক্যালরি?
Ο ক) 
৫.২ কিলোজুল
Ο খ) 
১.২ কিলোজুল
Ο গ) 
৪.২ কিলোজুল
Ο ঘ) 
৩.২ কিলোজুল

  সঠিক উত্তর: (গ)

১৫৮.
১০০ গ্রাম চাউল থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
Ο ক) 
৩৪৫
Ο খ) 
৩৪৬
Ο গ) 
৩০০
Ο ঘ) 
৩১৫

  সঠিক উত্তর: (খ)

১৫৯.
শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে পরিণত হওয়াকে কী বলে?
Ο ক) 
অন্তঃশোষণ
Ο খ) 
আত্তীকরণ
Ο গ) 
উপশোষণ
Ο ঘ) 
গাঁজন

  সঠিক উত্তর: (খ)

১৬০.
নিচের কোনটি নিম্নমানের আমিষ?
Ο ক) 
মাছ
Ο খ) 
মাংস
Ο গ) 
ডাল
Ο ঘ) 
কলিজা

  সঠিক উত্তর: (গ)

১৬১.
গলগন্ড রোগ কয় ধরনের হয়ে থাকে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

১৬২.
উৎস অনুযায়ী স্নেহ পদার্থ কয় ধরনের?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

১৬৩.
অধিকাংশ খাদ্যে কয়টি উপাদান থাকে?
Ο ক) 
একটি
Ο খ) 
একাধিক
Ο গ) 
দুটি
Ο ঘ) 
অসংখ্য

  সঠিক উত্তর: (খ)

১৬৪.
আঁশযুক্ত খাদ্য কোনটি?
Ο ক) 
মাছ
Ο খ) 
মাংস
Ο গ) 
সবজি
Ο ঘ) 
ডিম

  সঠিক উত্তর: (গ)

১৬৫.
উদ্ভিদে পটাসিয়ামের অভাবে –
i. পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়
ii. উদ্ভিদের বৃদ্ধি কম হয়
iii. শীর্ষ ও পার্শ্ব মুকুল মরে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬৬.
নিচের কোনটি আমাশয় রোগের লক্ষণ?
Ο ক) 
বুকে ব্যথা
Ο খ) 
মলের সাথে শ্লেষ্মা বের হওয়া
Ο গ) 
বমি বমি ভাব বা বমি হওয়া
Ο ঘ) 
থাইরয়েডে সমস্যা

  সঠিক উত্তর: (খ)

১৬৭.
যকৃতের প্রতিটি খন্ড কী দ্বারা তৈরি?
Ο ক) 
সিমেন্ট
Ο খ) 
ডেন্টিন
Ο গ) 
এনামেল
Ο ঘ) 
লোবিউল

  সঠিক উত্তর: (ঘ)

১৬৮.
কোনটির অভাবে পাতায় ক্লোরোফিল সংশ্লেষণ ব্যাহত হয়?
Ο ক) 
N2
Ο খ) 
O2
Ο গ) 
CH4
Ο ঘ) 
লোহা

  সঠিক উত্তর: (ক)

১৬৯.
মাড়ির সবচেয়ে পেছনের বা শেষের দাঁত দুটোকে কী বলে?
Ο ক) 
কর্তন দাঁত
Ο খ) 
ছেদন দাঁত
Ο গ) 
পেষণ দাঁত
Ο ঘ) 
আক্কেল দাঁত

  সঠিক উত্তর: (ঘ)

১৭০.
দুধ, ডিম, কলিজা থেকে আমরা পাই –
Ο ক) 
ভিটামিন ‘এ’
Ο খ) 
ভিটামিন ‘বি’
Ο গ) 
ভিটামিন ‘সি’
Ο ঘ) 
ভিটামিন ‘ডি’

  সঠিক উত্তর: (ঘ)

১৭১.
পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?
Ο ক) 
ভিটামিন ‘এ’
Ο খ) 
ভিটামিন ‘ডি’
Ο গ) 
ভিটামিন ‘ই’
Ο ঘ) 
ভিটামিন ‘বি’ কমপ্লেক্স

  সঠিক উত্তর: (ঘ)

১৭২.
স্বাদ গ্রহণের জন্য কোন অঙ্গটি ব্যবহৃত হয়?
Ο ক) 
হাত
Ο খ) 
পাত
Ο গ) 
জিহ্বা
Ο ঘ) 
নাক

  সঠিক উত্তর: (গ)

১৭৩.
মানুষের অন্ত্রে বসবাসকারী পরজীবী –
i. গোলকৃমি
ii. সুতাকৃমি
iii. ফিতাকৃমি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭৪.
নিম্নলিখিত পুষ্টি উপাদানের অভাবে উদ্ভিদ ক্লোরোসিম হয় –
i. নাইট্রোজেন ও ক্যালসিয়াম
ii. ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন
iii. লৌহ ও সালফার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭৫.
যকৃত কী দিয়ে তৈরি?
Ο ক) 
পিত্তরস
Ο খ) 
অগ্ন্যাশয় রস
Ο গ) 
পিত্ত লবণ
Ο ঘ) 
হরমোন

  সঠিক উত্তর: (ক)

১৭৬.
লৌহঘটিত আমিষের অভাবজনিত রোগ কোনটি?
Ο ক) 
গলগন্ড
Ο খ) 
রাতকানা
Ο গ) 
রিকেটস
Ο ঘ) 
রক্তশূন্যতা

  সঠিক উত্তর: (ঘ)

১৭৭.
কোন ধরনের খাবার খাদ্যনালির ক্যান্সারের আশঙ্কা হ্রাস করে?
Ο ক) 
রাফেজযুক্ত খাবার
Ο খ) 
সেলুলোজযুক্ত খাবার
Ο গ) 
লিগনিনযুক্ত খাবার
Ο ঘ) 
কাইটিনযুক্ত খাবার

  সঠিক উত্তর: (ক)

১৭৮.
রাফেজযুক্ত খাবার বিষাক্ত বস্তুকে খাদ্যনালি থেকে কি করে?
Ο ক) 
পরিবহন করে
Ο খ) 
পরিশোষণ করে
Ο গ) 
পরিচলন করে
Ο ঘ) 
গ্রহণ করে

  সঠিক উত্তর: (খ)

১৭৯.
কোনটি ক্লোরোফিল অণুর একটি উপাদান?
Ο ক) 
পটাসিয়াম
Ο খ) 
ক্যালসিয়াম
Ο গ) 
ম্যাগনেসিয়াম
Ο ঘ) 
বোরন

  সঠিক উত্তর: (গ)

১৮০.
কোন রোগের প্রাদুর্ভাব বেড়ে গেলে কর্ণিয়া ঘোলাটে হয়ে যায়?
Ο ক) 
রাতকানা
Ο খ) 
রিকেটস
Ο গ) 
রক্তশূন্যতা
Ο ঘ) 
গলগন্ড

  সঠিক উত্তর: (ক)

১৮১.
কোন খাদ্য পানির চেয়ে হালকা?
Ο ক) 
আমিষ
Ο খ) 
শর্করা
Ο গ) 
স্নেহ
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (গ)

১৮২.
অণুজীব দ্বারা বায়বীয় নাইট্রোজেন সংবদ্ধনের জন্য আবশ্যক?
Ο ক) 
ম্যাগনেসিয়াম
Ο খ) 
ক্যালসিয়াম
Ο গ) 
মলিবডেনাম
Ο ঘ) 
ফসফরাস

  সঠিক উত্তর: (গ)

১৮৩.
খাদ্যে-আঁশ হলো –
i. কোষ প্রাচীরের সেলুলোজ
ii. কোষ প্রাচীরের পেকটিন
iii. কোষ প্রাচীরের লিগনিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮৪.
বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে কোনটি?
Ο ক) 
সেলুলোজ
Ο খ) 
পেকটিন
Ο গ) 
লিগনিন
Ο ঘ) 
রাফেজ

  সঠিক উত্তর: (ঘ)

১৮৫.
উদ্ভিদের বর্ধনশীল শীর্ষ অঞ্চল মরে যাওয়ার কারণ কী?
Ο ক) 
ক্যালসিয়ামের অভাবে
Ο খ) 
নাইট্রোজেনের অভাবে
Ο গ) 
ম্যাগনেসিয়ামের অভাবে
Ο ঘ) 
লৌহের অভাবে

  সঠিক উত্তর: (ক)

১৮৬.
আমিষে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে?
Ο ক) 
১২
Ο খ) 
১৬
Ο গ) 
২০
Ο ঘ) 
২৪

  সঠিক উত্তর: (খ)

১৮৭.
পেপসিন কী?
Ο ক) 
হরমোন
Ο খ) 
গ্লাইকোজেন
Ο গ) 
এনজাইম
Ο ঘ) 
শর্করা

  সঠিক উত্তর: (গ)

১৮৮.
ফসফরাসের অভাবজনিত লক্ষণ কোনটি?
Ο ক) 
ক্লোরোসিস হয়
Ο খ) 
শীর্ষ ও পার্শ্বমুকুল মরে যায়
Ο গ) 
পাতা, ফুল ও ফল ঝরে যেতে পারে
Ο ঘ) 
পাতা হালকা সবুজ হয়

  সঠিক উত্তর: (গ)

১৮৯.
নিচের পুষ্টি উপাদানের অভাবে পাতারসুর শিরার মধ্য স্থানে ক্লোরোসিম হয়।
i. ম্যাগনেসিয়াম
ii. লৌহ
iii. সালফার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৯০.
আন্ত্রিক রসে পাওয়া যায় –
Ο ক) 
অ্যামাইলেজ এনজাইম
Ο খ) 
লাইপেজ এনজাইম
Ο গ) 
ট্রিপসিন এনজাইম
Ο ঘ) 
ল্যাকটেজ এনজাইম

  সঠিক উত্তর: (ঘ)

১৯১.
কাঁদলে শিশুর চাঁদি বা তালু বসে যাওয়া কোন রোগের লক্ষণ?
Ο ক) 
কৃমিজনিত রোগ
Ο খ) 
আমাশয়
Ο গ) 
কোষ্ঠকাঠিন্য
Ο ঘ) 
ডায়রিয়া

  সঠিক উত্তর: (ঘ)

১৯২.
চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?
Ο ক) 
ভিটামিন ‘বি
Ο খ) 
ভিটামিন ‘বি
Ο গ) 
ভিটামিন ‘এ’
Ο ঘ) 
ভিটামিন ‘সি’

  সঠিক উত্তর: (গ)

১৯৩.
একজন পূর্ন বয়স্ক ব্যক্তির দেহের ওজনের কতভাগ পানি?
Ο ক) 
৪৫-৬০ ভাগ
Ο খ) 
৬৫-৭৫ ভাগ
Ο গ) 
৮০-৯০ ভাগ
Ο ঘ) 
৭৫-৯৫ ভাগ

  সঠিক উত্তর: (ক)

১৯৪.
আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি নিম্নরূপে পরিবর্তিত হয় –
i. থাইরয়েড গ্রন্থি ফুলে যায়
ii. দুটি গ্রন্থির যেকোনটি ফুলে যায়
iii. গ্রন্থি দুটি ফুলে গিয়ে, পরক্ষণেই স্বাভাবিক হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৯৫.
ভিটামিন ‘এ’ – এর উৎস কোনটি?
Ο ক) 
আনারস
Ο খ) 
কাচামরিচ
Ο গ) 
মাছ
Ο ঘ) 
মলামাছ

  সঠিক উত্তর: (ঘ)

১৯৬.
সাব-ম্যাক্সিলারি লালাগ্রন্থির অবস্থান কোথায়?
Ο ক) 
কানের সামনে
Ο খ) 
কানের নিচে
Ο গ) 
চোয়োলের নিচে
Ο ঘ) 
চিবুকের নিচে

  সঠিক উত্তর: (গ)

১৯৭.
একজন পূর্ণ বয়স্ক মানুষের প্রতি চোয়ালের মাঝখানে কতটি কর্তন দাঁত থাকে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

১৯৮.
কীসের সংক্রমণের কারণে অ্যাপেনডিসাইটিস হয়?
Ο ক) 
কোলনের
Ο খ) 
সিকামের
Ο গ) 
মলাশয়ের
Ο ঘ) 
অ্যাপেনডিক্সের

  সঠিক উত্তর: (ঘ)

১৯৯.
কোনটির অভাবে উদ্ভিদে সালোকসংশ্লেষণ ব্যাহত হয়?
Ο ক) 
হাইড্রোজেন
Ο খ) 
ম্যাগনেসিয়াম
Ο গ) 
কার্বন
Ο ঘ) 
লৌহ

  সঠিক উত্তর: (খ)

২০০.
মূল বর্ধনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান কোনটি?
Ο ক) 
নাইট্রোজেন
Ο খ) 
ক্যালসিয়াম
Ο গ) 
ফসফরাস
Ο ঘ) 
অক্সিজেন

  সঠিক উত্তর: (গ)

২০১.
অগ্ন্যাশয় রসে কোন এনজাইম থাকে?
Ο ক) 
মলটেজ
Ο খ) 
ল্যাকটেজ
Ο গ) 
শুক্রোজ
Ο ঘ) 
লাইপেজ

  সঠিক উত্তর: (ঘ)

২০২.
পুষ্টি উপাদান থেকে নির্গত তাপশক্তির একক কী?
Ο ক) 
ওয়াট
Ο খ) 
ক্যালরি
Ο গ) 
মিটার
Ο ঘ) 
জুল

  সঠিক উত্তর: (খ)

২০৩.
আন্তর্জাতিক সংস্থার মতে, খাদ্যের শক্তিমূল্য প্রকাশের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা উচিত?
Ο ক) 
কিলোক্যালরি
Ο খ) 
কিলোজুল
Ο গ) 
মেগাজুল
Ο ঘ) 
জুল

  সঠিক উত্তর: (খ)

২০৪.
সুষম খাদ্যে থাকতে হবে –
i. প্রয়োজনীয় ভিটামিন, রাফেজ ও সেলুলোজ
ii. প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ
iii. প্রয়োজনীয় ভিটামিন, সুক্রোজ ও ল্যাকটোজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২০৫.
যকৃতে অ্যামাইনো এসিড কী জাতীয় পদার্থ শোষণে সাহায্য করে?
Ο ক) 
আমিষ
Ο খ) 
শর্করা
Ο গ) 
স্নেহ
Ο ঘ) 
ভিটামিন

  সঠিক উত্তর: (গ)

২০৬.
১০০ গ্রাম রান্নার তেল থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
Ο ক) 
৮০
Ο খ) 
৮২৫
Ο গ) 
৮৯৫
Ο ঘ) 
৯০০

  সঠিক উত্তর: (ঘ)

২০৭.
দৈনিক একজন ব্যক্তির প্রয়োজনীয় শক্তির পরিমাণ কতটি বিষযের উপর নির্ভর করে?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (খ)

২০৮.
সফট ও এনার্জি পানীয়জলে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) 
কার্বাইড
Ο খ) 
সরবেট
Ο গ) 
ডিডিটি
Ο ঘ) 
BCb এসিড

  সঠিক উত্তর: (খ)

২০৯.
নিচের কোনটির অভাবে উদ্ভিদের কান্ড দুর্বল ও ছোট হয়?
Ο ক) 
বোরন
Ο খ) 
সালফার
Ο গ) 
লৌহ
Ο ঘ) 
পটাসিয়াম

  সঠিক উত্তর: (গ)

২১০.
কোন জাতীয় খাদ্য পাকস্থলিতে অনেকক্ষণ থাকে?
Ο ক) 
আমিষ
Ο খ) 
শর্করা
Ο গ) 
চর্বি
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (গ)

২১১.
শুধুমাত্র কোন খাদ্যে নাইট্রোজেন উপাদান হিসেবে থাকে?
Ο ক) 
আমিষ
Ο খ) 
শর্করা
Ο গ) 
স্নেহ ও চর্বি
Ο ঘ) 
সুষম

  সঠিক উত্তর: (ক)

২১২.
দ্বি-শর্করা ও বহুশর্করা পরিপাকের মাধ্যমে কী ধরনের শর্করায় পরিণত হয়?
Ο ক) 
সরল
Ο খ) 
জটিল
Ο গ) 
যৌগিক
Ο ঘ) 
কোনোটি নয়

  সঠিক উত্তর: (ক)

২১৩.
ভোজ্য তেল কোন ধরনের খাদ্য?
Ο ক) 
উদ্ভিজ্জ স্নেহ খাদ্য
Ο খ) 
প্রাণীজ স্নেহ খাদ্য
Ο গ) 
যেকোনো স্নেহ খাদ্য
Ο ঘ) 
চর্বি জাতীয় খাদ্য

  সঠিক উত্তর: (ক)

২১৪.
পটাসিয়ামের উৎস কোনটি?
Ο ক) 
লাল শাক
Ο খ) 
কঁচু শাক
Ο গ) 
মাছ
Ο ঘ) 
ডাল

  সঠিক উত্তর: (গ)

২১৫.
খাদ্য সংরক্ষণের প্রচলিত উপায় –
i. আঁচার
ii. চিংড়ির নাপতে
iii. লোনা ইলিশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১৬.
কোনটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন?
Ο ক) 
ভিটামিন ‘ডি’
Ο খ) 
ভিটামিন ‘সি’
Ο গ) 
ভিটামিন ‘বি
Ο ঘ) 
ভিটামিন ‘বি

  সঠিক উত্তর: (ক)

২১৭.
ভোজ্য তেল হলো –
i. সয়াবিন, তিল ও বাদাম এর তেল
ii. সরিষা, সূর্যমুখী ও ভুট্টার তেল
iii. চর্বি, ঘি ও ডালডা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২১৮.
আমাশয় সৃষ্টির জন্য দায়ী কোনটি?
Ο ক) 
Entamoeba histolytica
Ο খ) 
Plasmodium vivax
Ο গ) 
Amoeba proteus
Ο ঘ) 
Fasciola hepatica

  সঠিক উত্তর: (ক)

২১৯.
কোনটির অভাবে উদ্ভিদের কঁচি পাতায় ক্লোরোসিস হয়?
Ο ক) 
বোরন
Ο খ) 
ম্যাগনেসিয়াম
Ο গ) 
ক্যালসিয়াম
Ο ঘ) 
পটাসিয়াম

  সঠিক উত্তর: (গ)

২২০.
এন্ডোসকপি বা বেরিয়াম এক্স-রের মাধ্যমে কোন রোগটি নির্ণয় করা যায়?
Ο ক) 
আলসার
Ο খ) 
অ্যাপেনডিসাইটিস
Ο গ) 
বাতজ্বর
Ο ঘ) 
ডায়াবেটিস

  সঠিক উত্তর: (ক)

২২১.
উদ্ভিদের সক্রিয়ভাবে বর্ধনশীল অঞ্চলের জন্য কোনটি প্রয়োজন?
Ο ক) 
ক্যালসিয়াম
Ο খ) 
পটাসিয়াম
Ο গ) 
বোরন
Ο ঘ) 
সালফার

  সঠিক উত্তর: (গ)

২২২.
উদ্ভিদ কোন উপাদানটি আয়ন হিসেবে মাটি থেকে গ্রহণ করে?
Ο ক) 
Mg
Ο খ) 
C
Ο গ) 
H
Ο ঘ) 
Cl

  সঠিক উত্তর: (ক)

২২৩.
অজীর্ণতা নিয়ন্ত্রণে কোনটি করা উচিত?
Ο ক) 
ঘন ঘন মল ত্যাগ
Ο খ) 
দুগ্ধজাত দ্রব্য গ্রহণ
Ο গ) 
ধূমপান পরিহার
Ο ঘ) 
আঁশযুক্ত খাবার পরিহার

  সঠিক উত্তর: (গ)

২২৪.
শুটকি সংরক্ষণে কোন পদার্থটি ব্যবহার করা হয়?
Ο ক) 
কার্বাইড
Ο খ) 
সরবেট
Ο গ) 
ডিডিটি
Ο ঘ) 
চুন

  সঠিক উত্তর: (গ)

২২৫.
নিচের কোনটির অভাবে উদ্ভিদের পাতা বেগুনি রং ধারণ করে?
Ο ক) 
ফসফরাস
Ο খ) 
নাইট্রোজেন
Ο গ) 
পটাসিয়াম
Ο ঘ) 
ক্যালসিয়াম

  সঠিক উত্তর: (ক)

২২৬.
কোনটি অম্লীয় অবস্থায় খাদ্যকে ক্ষারীয় করে পরিপাকের উপযোগী করে তোলে?
Ο ক) 
পাচক রস
Ο খ) 
লালারস
Ο গ) 
অগ্ন্যাশয় রস
Ο ঘ) 
পিত্তরস

  সঠিক উত্তর: (ঘ)

২২৭.
এক কিলোগ্রাম পানির উষ্ণতা ১ ডিগ্রি সেন্টগ্রেড বৃদ্ধি করতে কী পরিমাণ তাপের প্রয়োজন হয়?
Ο ক) 
এক কিলোজুল
Ο খ) 
এক মেগাজুল
Ο গ) 
এক কিলোক্যালরি
Ο ঘ) 
৪.২ কিলোজুল

  সঠিক উত্তর: (গ)

২২৮.
মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
Ο ক) 
হৃদপিন্ড
Ο খ) 
যকৃত
Ο গ) 
ফুসফুস
Ο ঘ) 
অগ্ন্যাশয়

  সঠিক উত্তর: (খ)

২২৯.
ভিলাসের মধ্যস্থলে লসিকা জালকের নাম কী?
Ο ক) 
সাইনোভিয়াল
Ο খ) 
ল্যাকটিয়াল
Ο গ) 
স্পাইরাল
Ο ঘ) 
জুডেনাল

  সঠিক উত্তর: (খ)

২৩০.
কোনটি বৃহদান্ত্রের অন্তর্ভুক্ত?
Ο ক) 
লালাগ্রন্থি
Ο খ) 
যকৃত
Ο গ) 
কোলন
Ο ঘ) 
পাকস্থলী

  সঠিক উত্তর: (গ)

২৩১.
উদ্ভিদ বায়ুমন্ডল থেকে গ্রহণ করে –
Ο ক) 
কার্বন ও অক্সিজেন
Ο খ) 
অক্সিজেন ও হাইড্রোজেন
Ο গ) 
কার্বন ও নাইট্রোজেন
Ο ঘ) 
পটাসিয়াম ও ক্যালসিয়াম

  সঠিক উত্তর: (ক)

২৩২.
অ্যাপেনডিসাইটিসের উপসর্গ –
i. বুক জ্বালা
ii. ক্ষুধা মন্দা
iii. বমি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৩৩.
খাদ্য পিরামিডের অঙ্গগুলোর আকার নিচ থেকে উপরের দিকে কি রকম হয়?
Ο ক) 
ক্রমান্বয়ে বড় হয়
Ο খ) 
ক্রমান্বয়ে ছোট হয়
Ο গ) 
বড় ছোট পরপর থাকে
Ο ঘ) 
কোনোটি নয়

  সঠিক উত্তর: (খ)

২৩৪.
টমেটো ও সূর্যমুখী উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন?
Ο ক) 
ম্যাগনেসিয়াম
Ο খ) 
ফসফরাস
Ο গ) 
তামা
Ο ঘ) 
সালফার

  সঠিক উত্তর: (গ)

২৩৫.
কোষ কলায় পানির পরিমাণ বৃদ্ধি পায় কোন উপাদানের ভূমিকায়?
Ο ক) 
লৌহ
Ο খ) 
নাইট্রোজেন
Ο গ) 
ম্যাগনেসিয়াম
Ο ঘ) 
ফসফরাস

  সঠিক উত্তর: (খ)

২৩৬.
উদ্ভিদের ক্ষেত্রে নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে?
Ο ক) 
দস্তা
Ο খ) 
লৌহ
Ο গ) 
বোরন
Ο ঘ) 
পটাসিয়াম

  সঠিক উত্তর: (ঘ)

২৩৭.
টক্সিক গলগন্ডের লক্ষণ কোনটি?
Ο ক) 
আলসেমি
Ο খ) 
শুকনো চামড়া
Ο গ) 
হৃদস্পন্দন বৃদ্ধি
Ο ঘ) 
পড়াশুনায় অমনোযোগী হওয়া

  সঠিক উত্তর: (গ)

২৩৮.
অগ্ন্যাশয় থেকে নিচের কোনটি নি:সৃত হয়?
Ο ক) 
ইনসুলিন
Ο খ) 
ট্রিপসিন
Ο গ) 
রেনিন
Ο ঘ) 
টায়ালিন

  সঠিক উত্তর: (ক)

২৩৯.
সুষম খাদ্যের বৈশিষ্ট্য হলো –
i. বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়
ii. আমিষ, চর্বি ও শর্করার অনুপাত ৪ : ১ : ১
iii. খাদ্য তালিকায় ফল ও টাটকা সবজি থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪০.
ডায়রিয়া রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত কোনটি খাওয়ানো শুরু করতে হবে?
Ο ক) 
আঁশযুক্ত খাবার
Ο খ) 
অধিক তেলযুক্ত খাবার
Ο গ) 
খাবার স্যালাইন
Ο ঘ) 
মশলাযুক্ত খাবার

  সঠিক উত্তর: (গ)

২৪১.
১০০ গ্রাম গোল আলু থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
Ο ক) 
৯৫
Ο খ) 
৯০
Ο গ) 
৯১
Ο ঘ) 
৯৭

  সঠিক উত্তর: (ঘ)

২৪২.
‘ক্যালসিয়াম’ কে উদ্ভিদ কী হিসেবে শোষণ করে?
Ο ক) 
Ca-
Ο খ) 
Ca--
Ο গ) 
Ca+
Ο ঘ) 
Ca++

  সঠিক উত্তর: (ঘ)

২৪৩.
আমিষের উৎস হলো –
i. মাছ, মাংস, ডিম, দুধ ও ডাল
ii. শিমের বীচি, শুঁটকি মাছ ও চিনাবাদাম
iii. চাল, গম, আলু ও শাক-সবজি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৪৪.
কোনটি ছাড়া দেহের গঠন ও অভ্যন্তরীণ কাজ চলতে পারে না?
Ο ক) 
ভিটামিন
Ο খ) 
হরমোন
Ο গ) 
এনজাইম
Ο ঘ) 
পানি

  সঠিক উত্তর: (ঘ)

২৪৫.
উদ্ভিদের কম পরিমাণে প্রয়োজনীয় পুষ্টিকে বলে –
i. ম্যাক্রোনিউট্রিয়েন্ট
ii. ম্যাক্রো উপাদান
iii. গৌণ পুষ্টি উপাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৬.
বাংলাদেশে সাধারণত লৌহঘটিত আমিষের অভাবে কোন রোগটি হয়ে থাকে?
Ο ক) 
রক্তশূন্যতা
Ο খ) 
রিকেটস
Ο গ) 
গলগন্ড
Ο ঘ) 
হাড্ডিসার

  সঠিক উত্তর: (ক)

২৪৭.
প্রতিটি চোয়ালে পেষণ দাঁতের সংখ্যা কয়টি?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (গ)

২৪৮.
বিএমআর এর মান নির্ভর করে –
i. বয়সের উপর
ii. লিঙ্গের উপর
iii. শরীরের রক্তচাপের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৪৯.
প্রতিটি চোয়ালে কর্তন দাঁতের সংখ্যা হলো –
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (খ)

২৫০.
পাকস্থলীর পরের অংশের নাম কী?
Ο ক) 
অন্ত্র
Ο খ) 
গলবিল
Ο গ) 
যকৃত
Ο ঘ) 
ফুসফুস

  সঠিক উত্তর: (ক)




1 টি মন্তব্য: