এস.এস.সি ||
জীববিজ্ঞান অধ্যায় - ১২: জীবের বংশগতি ও বিবর্তন |
১. |
জীবের সকল দৃশ্য ও অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম কী? |
Ο ক) |
জিন |
Ο খ) |
DNA |
Ο গ) |
RNA |
Ο ঘ) |
অনুলিপন |
সঠিক উত্তর: (ক)
২. |
β-থ্যালাসেমিয়া কখন হয়? |
Ο ক) |
α2β2 গ্লোবিউলিনের অভাবে |
Ο খ) |
αβ গ্লোবিউলিনের অভাবে |
Ο গ) |
β গ্লোবিউলিনের অভাবে |
Ο ঘ) |
γ গ্লোবিউলিনের অভাবে |
সঠিক উত্তর: (গ)
৩. |
‘জনসংখ্যা তত্ত্ব’ কার লেখা? |
Ο ক) |
উইলিয়াম হার্ভে |
Ο খ) |
রবার্ট ডারউইন |
Ο গ) |
রাসেল ওয়ালেস |
Ο ঘ) |
টমাস ম্যালথাস |
সঠিক উত্তর: (ঘ)
৪. |
Watson ও Crick কে কোন কাজের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়? |
Ο ক) |
DNA অণুর double helix বর্ণনার জন্য |
Ο খ) |
টিস্যুর আণুবীক্ষণিক বর্ণনার জন্য |
Ο গ) |
অণুবীক্ষণ যন্ত্র তৈরির জন্য |
Ο ঘ) |
পেনিসিলিন আবিষ্কারের জন্য |
সঠিক উত্তর: (ক)
৫. |
জীনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? |
Ο ক) |
৩ ভাগে |
Ο খ) |
৪ ভাগে |
Ο গ) |
৫ ভাগে |
Ο ঘ) |
২ ভাগে |
সঠিক উত্তর: (ঘ)
৬. |
DNA-কে ক্রোমোজোমের প্রধান উপাদান বলার কারণ – i. DNA কোষের স্থায়ী পদার্থ ii. জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহন করে iii. এটি এক হাজার নিউক্লিটাইড সমন্বয়ে গঠিত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭. |
মানবদেহে অটোসোম সংখ্যা কত? |
Ο ক) |
১ জোড়া |
Ο খ) |
১১ জোড়া |
Ο গ) |
২২ জোড়া |
Ο ঘ) |
২৩ জোড়া |
সঠিক উত্তর: (গ)
৮. |
চার্লস রবার্ট ডারউেইন জাহাজে চড়ে যেসব দেশ ভ্রমণ করেন সেগুলো হল – i. নিউজিল্যান্ড ii. অস্ট্রেলিয়া iii. নেপাল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৯. |
DNA অনুলিপনের ক্ষেত্রে – i. একটি নতুন ও একটি পুরাতন সূত্র দিয়ে তৈরি হয় ii. হাইড্রোজেন বন্ধন ভেঙে যায় iii. কোষ মরে যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১০. |
প্রতি প্যাঁচে কতটি হাইড্রোজেন বন্ড থাকে? |
Ο ক) |
২৬টি |
Ο খ) |
২৫টি |
Ο গ) |
২৭টি |
Ο ঘ) |
২৮টি |
সঠিক উত্তর: (খ)
১১. |
প্রকট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী কোন ধরনের জিন? |
Ο ক) |
প্রচ্ছন্ন জিন |
Ο খ) |
প্রকট জিন |
Ο গ) |
লোকাস |
Ο ঘ) |
ক্রোমোজোম |
সঠিক উত্তর: (খ)
১২. |
সাইটোসিন ও থায়ামিনকে কী বলে? |
Ο ক) |
পিউরিন |
Ο খ) |
গুয়ানিন |
Ο গ) |
এডিনিন |
Ο ঘ) |
পাইরিডিমিন |
সঠিক উত্তর: (ঘ)
১৩. |
কোন বিজ্ঞানী কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? |
Ο ক) |
লিউয়েন হুক |
Ο খ) |
আল বিরুনী |
Ο গ) |
চার্লস রবার্ট ডারউইন |
Ο ঘ) |
মালপিজি |
সঠিক উত্তর: (গ)
১৪. |
বিটা (β) থ্যালাসেমিয়া বেশি পরিলক্ষিত হয় – i. ভূ-মধ্যসাগরীয় এলাকায় ii. দক্ষিণ পূর্ব এশিয়া iii. আফ্রিকায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৫. |
সেক্স ক্রোমোজোম দুটি কী নামে পরিচিত? |
Ο ক) |
X ও X |
Ο খ) |
Y ও Y |
Ο গ) |
X ও Y |
Ο ঘ) |
Z ও Z |
সঠিক উত্তর: (গ)
১৬. |
কোষের সর্বত্র বিরাজমান থাকে কে? |
Ο ক) |
DNA |
Ο খ) |
RNA |
Ο গ) |
CNA |
Ο ঘ) |
TMA |
সঠিক উত্তর: (খ)
১৭. |
নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে বিস্তৃত এবং সূত্রাকার ক্রোমাটিন দ্বারা গঠিত কোনটি? |
Ο ক) |
নিউক্লিওলাস |
Ο খ) |
ক্রোমোজোম |
Ο গ) |
DNA |
Ο ঘ) |
RNA |
সঠিক উত্তর: (খ)
১৮. |
বংশবাহিত রক্তজনিত সমস্যা কোনটি? |
Ο ক) |
আর্থ্রাইটিস |
Ο খ) |
ক্যান্সার |
Ο গ) |
থ্যালাসেমিয়া |
Ο ঘ) |
সর্দি |
সঠিক উত্তর: (গ)
১৯. |
মাতা-পিতার যেসব বৈশিষ্ট্যাবলি বংশানুক্রমে সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয় তা হলো – i. আকৃতিগত ii. প্রকৃতিগত iii. পরিবেশগত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২০. |
একটি আমগাছের DNA বের করতে তুমি সংগ্রহ করবে – i. সজীব আমপাতা ii. আমের বাকল iii. কাঁচা আম নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২১. |
ডিএনএ – এর অপর নাম কী? |
Ο ক) |
ডিএনএ-To |
Ο খ) |
ডিএনএ-M |
Ο গ) |
ডিএনএ-টাইপিং |
Ο ঘ) |
ডিএনএ-CM |
সঠিক উত্তর: (গ)
২২. |
RNA – এর পূর্ণরূপ কী? |
Ο ক) |
Ribonucleic acid |
Ο খ) |
Rebonucleic acid |
Ο গ) |
Restrinucleic acid |
Ο ঘ) |
Raninnucleic acid |
সঠিক উত্তর: (ক)
২৩. |
কুলির থ্যালাসেমিয়া বলা হয় কোনটিকে? |
Ο ক) |
γ-থ্যালাসেমিয়াকে |
Ο খ) |
α-থ্যালাসেমিয়াকে |
Ο গ) |
β-থ্যালাসেমিয়াকে |
Ο ঘ) |
পাই থ্যালাসেমিয়াকে |
সঠিক উত্তর: (গ)
২৪. |
জৈবিক নমুনার অন্তর্ভুক্ত – i. হাড়, দাঁত ii. লালা, সিমেন iii. পা, হাত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৫. |
হেলিক্সের একটি পূর্ণ ঘূর্ণনে কয়টি নিউক্লিওটাইড থাকে? |
Ο ক) |
১০টি |
Ο খ) |
১২টি |
Ο গ) |
৮টি |
Ο ঘ) |
১১টি |
সঠিক উত্তর: (ক)
২৬. |
থ্যালাসেমিয়া রোগ হতে পারে – i. থ্যালাসেমিয়া মেজর ii. থ্যালাসেমিয়া মাইনর iii. বিটা থ্যালাসেমিয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৭. |
পিউরিন ও পাইরিমিডিনের মধ্যে সর্বদা কী বন্ড থাকে? i. রাসায়নিক বন্ড ii. ধাতব বন্ড iii. হাইড্রোজেন বন্ড নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৮. |
পাইরিমিডিনে কোনটি থাকে? |
Ο ক) |
সাইটোসিন |
Ο খ) |
গুয়ানিন |
Ο গ) |
ইউরাসিল |
Ο ঘ) |
অ্যাডেনিন |
সঠিক উত্তর: (গ)
২৯. |
গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে বিভিন্ন প্রাণীর নমুনা সংগ্রহ করেন কে? |
Ο ক) |
লিনিয়াস |
Ο খ) |
চার্লস রবার্ট ডারউইন |
Ο গ) |
আল বিরুনী |
Ο ঘ) |
লিউয়েন হুক |
সঠিক উত্তর: (খ)
৩০. |
কত জোড়া ক্রোমোজোমকে সেক্স-ক্রোমোজোম বলা হয়? |
Ο ক) |
১ জোড়া |
Ο খ) |
১১ জোড়া |
Ο গ) |
২২ জোড়া |
Ο ঘ) |
২৩ জোড়া |
সঠিক উত্তর: (ক)
৩১. |
থ্যালাসেমিয়া রোগীদের কী সমৃদ্ধ ফল খেতে নিষেধ করা হয়? |
Ο ক) |
প্রোটিন |
Ο খ) |
সালফার |
Ο গ) |
আয়রন |
Ο ঘ) |
ফসফরাস |
সঠিক উত্তর: (গ)
৩২. |
DNA-কে Hybridized করা হয় কীসের মাধ্যমে? |
Ο ক) |
রেস্ট্রিকশন এনজাইম |
Ο খ) |
লাইগেজ এনজাইম |
Ο গ) |
ডিএনএ প্রোব |
Ο ঘ) |
প্রোনি জাইমেজ |
সঠিক উত্তর: (গ)
৩৩. |
কোন রোগে আক্রান্ত রোগী রক্ত শূন্যতায় ভোগে? |
Ο ক) |
এইডস |
Ο খ) |
ক্যান্সার |
Ο গ) |
আর্থ্রাইটিস |
Ο ঘ) |
থ্যালাসেমিয়া |
সঠিক উত্তর: (ঘ)
৩৪. |
কোন রোগে লোহিত রক্ত কণিকা নষ্ট হয়? |
Ο ক) |
আর্থ্রাইটিস |
Ο খ) |
আমাশয় |
Ο গ) |
অস্টিওপেরিসেস |
Ο ঘ) |
থ্যালাসেমিয়া |
সঠিক উত্তর: (ঘ)
৩৫. |
DNA replication পদ্ধতিতে কোন বন্ধন ভেঙে আলাদা হয়? |
Ο ক) |
হাইড্রোজেন |
Ο খ) |
সিগমা |
Ο গ) |
পাই |
Ο ঘ) |
আয়নিক |
সঠিক উত্তর: (ক)
৩৬. |
লিনিয়ান সোসাইটির অবস্থান কোথায়? |
Ο ক) |
ফ্রান্স |
Ο খ) |
লন্ডন |
Ο গ) |
জাপান |
Ο ঘ) |
আমেরিকা |
সঠিক উত্তর: (খ)
৩৭. |
কোন বিজ্ঞানীদ্বয় DNA অণুর দ্বি-সূত্রী কাঠামোর বর্ণনা দেন? |
Ο ক) |
Watson |
Ο খ) |
Crick |
Ο গ) |
Al Nafis |
Ο ঘ) |
Watson & Crick |
সঠিক উত্তর: (ঘ)
৩৮. |
জনসংখ্যা নিয়ন্ত্রণে কী গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা রাখে? |
Ο ক) |
পানি |
Ο খ) |
বাতাস |
Ο গ) |
প্রাকৃতিক দুর্যোগ |
Ο ঘ) |
সূর্যরশ্মি |
সঠিক উত্তর: (গ)
৩৯. |
DNA টেস্টের বিজ্ঞানভিত্তিক ব্যবহারিক পদ্ধতিকে কী বলা হয়? |
Ο ক) |
RNA ফিঙ্গার প্রিন্টিং |
Ο খ) |
থ্যালাসেমিয়া |
Ο গ) |
DNA ফিঙ্গার প্রিন্টিং |
Ο ঘ) |
অটোরেযিও গ্রাফ |
সঠিক উত্তর: (গ)
৪০. |
‘The Origin of Species by Means of Natural Selection’ বইটির প্রথম দিনে বিক্রিত সংখ্যা কত? |
Ο ক) |
৮০০ কপি |
Ο খ) |
৯০০ কপি |
Ο গ) |
১০০০ কপি |
Ο ঘ) |
১২০০ কপি |
সঠিক উত্তর: (ঘ)
৪১. |
অধিকাংশ RNA-তে কয়টি পলিনিউক্লিটাইড সূত্র থাকে? |
Ο ক) |
তিনটি |
Ο খ) |
দুইটি |
Ο গ) |
একটি |
Ο ঘ) |
চারটি |
সঠিক উত্তর: (গ)
৪২. |
থ্যালাসেমিয়ার ক্ষেত্রে প্রযোজ্য – i. তীব্রতর হলে মায়ের পেটেই শিশুর মৃত্যু হয় ii. জটিল রক্তশূন্যতায় ভোগে iii. ওজন কমে যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪৩. |
যকৃত নষ্ট হলে কোন রোগটি দেখা দেয়? |
Ο ক) |
আমাশয় |
Ο খ) |
আর্থ্রাইটিস |
Ο গ) |
জন্ডিস |
Ο ঘ) |
ম্যালেরিয়া |
সঠিক উত্তর: (গ)
৪৪. |
মানবদেহে ক্রেমোজোমের সংখ্যা কত? |
Ο ক) |
২২ জোড়া |
Ο খ) |
২৩ জোড়া |
Ο গ) |
১ জোড়া |
Ο ঘ) |
১১ জোড়া |
সঠিক উত্তর: (খ)
৪৫. |
আর.এন.এ তে থাকে – i. রাইবোজ শর্করা ii. অজৈব ফসফেট iii. নাইট্রোজেনঘটিত বেস নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৬. |
প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য জীবের সহজাত ক্ষমতা কোনটি? |
Ο ক) |
প্রজনন |
Ο খ) |
ব্যাধি |
Ο গ) |
দৈহিক বৃদ্ধি |
Ο ঘ) |
মানসিক বিকাশ |
সঠিক উত্তর: (ক)
৪৭. |
‘বেস’ অর্থ কী? |
Ο ক) |
অম্ল |
Ο খ) |
ক্ষারক |
Ο গ) |
মূখ্য |
Ο ঘ) |
অম্লযান |
সঠিক উত্তর: (খ)
৪৮. |
DNA তে কোন ধরনের বেস পাওয়া যায়? |
Ο ক) |
ফসফরাস |
Ο খ) |
সালফার |
Ο গ) |
নাইট্রোজেন |
Ο ঘ) |
কার্বন |
সঠিক উত্তর: (গ)
৪৯. |
কত সালে DNA অণুর আণবিক গঠন আবিষ্কৃত হয়? |
Ο ক) |
১৯৪৩ |
Ο খ) |
১৯৬৩ |
Ο গ) |
১৮৪৮ |
Ο ঘ) |
১৯৫৩ |
সঠিক উত্তর: (ঘ)
৫০. |
বিজ্ঞানী ডারউইন কত সালে জাহাজে চাকরি নেন? |
Ο ক) |
১৮১৩ |
Ο খ) |
১৮৩১ |
Ο গ) |
১৮০৩ |
Ο ঘ) |
১৮৬১ |
সঠিক উত্তর: (খ)
৫১. |
ডারউইনের মতে কিসের ফলে নিজেকে রক্ষার জন্য নানা রকম শারীরিক পরিবর্তন ঘটে? |
Ο ক) |
অল্প পরিশ্রমের ফলে |
Ο খ) |
প্রতিকূল পরিবেশের |
Ο গ) |
অবিরাম সংগ্রামের |
Ο ঘ) |
প্রাকৃতিক নির্বাচনের |
সঠিক উত্তর: (গ)
৫২. |
কোনটি লিঙ্গ নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে? |
Ο ক) |
সেক্স ক্রোমোজোম |
Ο খ) |
অটোসোম |
Ο গ) |
RNA |
Ο ঘ) |
DNA |
সঠিক উত্তর: (ক)
৫৩. |
কোন ধরনের প্রক্রিয়া DNA কে নমুনা থেকে আলাদা করে? |
Ο ক) |
জৈবিক প্রক্রিয়ায় |
Ο খ) |
রাসায়নিক প্রক্রিয়ায় |
Ο গ) |
গ্লাইক্লোলাইসিস প্রক্রিয়ায় |
Ο ঘ) |
হাইব্রিডাইজ প্রক্রিয়ায় |
সঠিক উত্তর: (খ)
৫৪. |
আলফ্রেড রাসেল কী ছিলেন? |
Ο ক) |
গণিতবিদ |
Ο খ) |
জনসংখ্যাতত্ত্ববিদ |
Ο গ) |
জীববিজ্ঞানী |
Ο ঘ) |
প্রকৃতিবিদ |
সঠিক উত্তর: (ঘ)
৫৫. |
RNA সম্পর্কে বলা যায় – i. DNA ভাইরাসের ক্রোমোজোমে স্থায়ী উপাদান হিসেবে পাওয়া যায় ii. অধিকাংশ RNA-তে একটি পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে iii. DNA দ্বারা গঠিত নয় এমন ভাইরাসে নিউক্লিক এসিড হিসেবে RNA থাকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৫৬. |
ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলার কারণ – i. মাতা-পিতা হতে জিন সন্তানের দেহে বহন করে ii. বংশগতির ধারা অক্ষুন্ন রাখে iii. প্রজাতির বৈশিষ্ট্যভেদে এর ডিপ্লয়েড সংখ্যা ২-৮০০ হতে পারে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৭. |
লিউকোমিয়া আক্রান্ত রোগীদের কী খাওয়া উচিত নয়? |
Ο ক) |
ক্যারোটিন সমৃদ্ধ ফল |
Ο খ) |
ভিটামিন সমৃদ্ধ ফল |
Ο গ) |
অম্লীয় ফল |
Ο ঘ) |
লৌহ সমৃদ্ধ ফল |
সঠিক উত্তর: (ঘ)
৫৮. |
ওয়ালেস তার অভিমতগুলো লিনিয়ান সোসাইটিতে পেশ করে – i. ১৮৫৮ সালের ২ জুলাই ii. ১৮৫৯ সালের ১ জুলাই iii. ১৮৫৮ সালের ১ জুলাই নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৫৯. |
জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক ও বাহক কী? |
Ο ক) |
RNA |
Ο খ) |
TMA |
Ο গ) |
DNA |
Ο ঘ) |
CNA |
সঠিক উত্তর: (গ)
৬০. |
মাতা-পিতার বৈশিষ্ট্যাবলি কীভাবে সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয়? |
Ο ক) |
বংশানুক্রমে |
Ο খ) |
প্রকৃতিগতভাবে |
Ο গ) |
প্রযুক্তিগতভাবে |
Ο ঘ) |
অনুসরণের মাধ্যমে |
সঠিক উত্তর: (ক)
৬১. |
জন্মের পূর্বেই মায়ের পেটে শিশু মৃত্যুর অন্যতম কারণ কী? |
Ο ক) |
জন্ডিস |
Ο খ) |
পোলিও |
Ο গ) |
আর্থ্রাইটিস |
Ο ঘ) |
তীব্র থ্যালাসেমিয়া |
সঠিক উত্তর: (ঘ)
৬২. |
‘The Origin of Species by Means of Natural Selection’ বইটি কার লেখা? |
Ο ক) |
চার্লস রবার্ট ডারউইন |
Ο খ) |
টমাস ম্যালথাস |
Ο গ) |
উইলিয়াম হার্ভে |
Ο ঘ) |
ক্যারোলাস লিনিয়াস |
সঠিক উত্তর: (ক)
৬৩. |
কোন রোগীদের চোখে স্নায়ু কোষের রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে? |
Ο ক) |
গ্লুকোমা |
Ο খ) |
কনজাংটিভাইটিস |
Ο গ) |
কালার ব্লাইন্ড |
Ο ঘ) |
মায়োপিয়া |
সঠিক উত্তর: (গ)
৬৪. |
প্রজাতির বৈশিষ্ট্যভেদে কোষে ক্রোমোজোমের ডিপ্লয়েড সংখ্যা – |
Ο ক) |
৪-৮০০ |
Ο খ) |
২-১০০০ |
Ο গ) |
২-১৬০০ |
Ο ঘ) |
২-১২০০ |
সঠিক উত্তর: (গ)
৬৫. |
কাদের মধ্যে আন্তঃপ্রজাতিক প্রতিযোগিতা দেখা যায়? |
Ο ক) |
রুইমাছ-রুইমাছে |
Ο খ) |
সাপ-বেজী |
Ο গ) |
বিড়াল-বিড়ালে |
Ο ঘ) |
বানর-বানরে |
সঠিক উত্তর: (খ)
৬৬. |
কোন ধরনের বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে অবিকল স্থানান্তরিত হয়? |
Ο ক) |
পারিবারিক |
Ο খ) |
প্রকৃতিকগত |
Ο গ) |
স্বকীয় |
Ο ঘ) |
নিশ্চল |
সঠিক উত্তর: (গ)
৬৭. |
মাতা-পিতা হতে প্রথম বংশদরে জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে কী বলে? |
Ο ক) |
প্রচ্ছন্ন বৈশিষ্ট্য |
Ο খ) |
প্রকট বৈশিষ্ট্য |
Ο গ) |
লোকাস |
Ο ঘ) |
ফিনোটাইপ বৈশিষ্ট্য |
সঠিক উত্তর: (খ)
৬৮. |
কোনটি প্রোটিন সংশ্লেষণ করে? |
Ο ক) |
CNA |
Ο খ) |
DNA |
Ο গ) |
TMA |
Ο ঘ) |
DCM |
সঠিক উত্তর: (খ)
৬৯. |
সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য কী থাকে? |
Ο ক) |
একটি নির্দিষ্ট প্রোটিন |
Ο খ) |
একটি নির্দিষ্ট জিন |
Ο গ) |
একটি নির্দিষ্ট শর্করা |
Ο ঘ) |
একটি নির্দিষ্ট এনজাইম |
সঠিক উত্তর: (খ)
৭০. |
বংশগতিবিদ্যার জনক কে? |
Ο ক) |
মেন্ডেল |
Ο খ) |
উইলিয়াম হার্ভে |
Ο গ) |
অ্যারিস্টটল |
Ο ঘ) |
জর্জ বেনথাম |
সঠিক উত্তর: (ক)
৭১. |
পেন্টোজ সুগারকে কী বলা হয়? |
Ο ক) |
ডি-অক্সিরাইবোজ |
Ο খ) |
রাইবোজ |
Ο গ) |
গ্লুকোজ |
Ο ঘ) |
নাইট্রোজেন |
সঠিক উত্তর: (খ)
৭২. |
বাংলাদেশে প্রতিবছর কতজন শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করে? |
Ο ক) |
৪০০০ |
Ο খ) |
৫০০০ |
Ο গ) |
৬০০০ |
Ο ঘ) |
৭০০০ |
সঠিক উত্তর: (ঘ)
৭৩. |
স্নায়ু কোষে একটি পিগমেন্ট না থাকলে কোন রঙের পার্থক্য করা যায় না? |
Ο ক) |
সবুজ ও নীল |
Ο খ) |
লাল ও সবুজ |
Ο গ) |
সাদা ও কালো |
Ο ঘ) |
লাল ও নীল |
সঠিক উত্তর: (খ)
৭৪. |
DNA – এর পূর্ণরূপ কী? |
Ο ক) |
Deoxyribonucleic acid |
Ο খ) |
Double nucleic acid |
Ο গ) |
Deoxynucleic acid |
Ο ঘ) |
Dihydronucleic acid |
সঠিক উত্তর: (ক)
৭৫. |
ইংরেজ প্রকৃতি বিজ্ঞানী কে? |
Ο ক) |
উইলিয়াম হার্ভে |
Ο খ) |
চার্লস বরার্ট ডারউইন |
Ο গ) |
ক্যারোলাস লিনিয়াস |
Ο ঘ) |
থিওফ্রাসটাস |
সঠিক উত্তর: (খ)
৭৬. |
গোলাকার DNA দেখা যায় – i. E.coli ii. Bacillus iii. Homo sapiens নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭৭. |
যে সমস্ত ভাইরাস DNA দ্বারা গঠিত নয় তাদের নিউক্লিক এসিড হিসেবে কী থাকে? |
Ο ক) |
DNA |
Ο খ) |
CMA |
Ο গ) |
RNA |
Ο ঘ) |
TMA |
সঠিক উত্তর: (গ)
৭৮. |
ডারউইনের আলোড়ন সৃষ্টিকারী বইটি সম্পর্কে সঠিক তথ্য হলো – i. বইটি ১৮৫৯ সালে প্রকাশিত হয় ii. প্রথম দিনে ১২০০ কপি বিক্রিত হয় iii. প্রথম বইটির ১৫০০ কপি ছাপানো হয়েছিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭৯. |
সর্বপ্রথম ক্রোমোজোম কে আবিষ্কার করেন? |
Ο ক) |
Al Nafis |
Ο খ) |
William Harvey |
Ο গ) |
Watson |
Ο ঘ) |
Strasburger |
সঠিক উত্তর: (ঘ)
৮০. |
বংশগতির প্রধান উপাদান কী? |
Ο ক) |
ক্রোমোজোম |
Ο খ) |
নিউক্লিয়াস |
Ο গ) |
DNA |
Ο ঘ) |
RNA |
সঠিক উত্তর: (ক)
৮১. |
রং শনাক্তকারী পিগমেন্টের অবস্থান কোথায়? |
Ο ক) |
অলফ্যাক্টরি স্নায়ুতে |
Ο খ) |
ট্রাকলিয়ার স্নায়ুতে |
Ο গ) |
চোখের কোষে |
Ο ঘ) |
ভেগাস স্নায়ুতে |
সঠিক উত্তর: (গ)
৮২. |
Watson ও Crick-এর মতে নাইট্রোজেন বেসগুলো কয় ধরনের? |
Ο ক) |
২ ধরনের |
Ο খ) |
৩ ধরনের |
Ο গ) |
৪ ধরনের |
Ο ঘ) |
৫ ধরনের |
সঠিক উত্তর: (ক)
৮৩. |
কোনটি প্রতিরূপ সৃষ্টি করতে পারে না? |
Ο ক) |
DNA |
Ο খ) |
CNA |
Ο গ) |
RNA |
Ο ঘ) |
TMA |
সঠিক উত্তর: (গ)
৮৪. |
বংশগতির ভৌত ভিত্তিকে কী বলে আখ্যায়িত করা হয়? |
Ο ক) |
সেন্ট্রোসোম |
Ο খ) |
নিউক্লিয়াস |
Ο গ) |
মাইটোকন্ড্রিয়া |
Ο ঘ) |
ক্রোমোজোম |
সঠিক উত্তর: (ঘ)
৮৫. |
সর্বপ্রথম DNA কে আবিষ্কার করেন? |
Ο ক) |
AL Nafis |
Ο খ) |
Watson |
Ο গ) |
Miescher |
Ο ঘ) |
Sir Marifia |
সঠিক উত্তর: (গ)
৮৬. |
লোহিত রক্তের দুটি প্রোটিন জিন নষ্টের কারণে কী উৎপাদিত হয়? |
Ο ক) |
পূর্ণ লোহিত রক্তকোষ |
Ο খ) |
ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ |
Ο গ) |
বিশুদ্ধ লোহিত কণিকা |
Ο ঘ) |
শ্বেত রক্তকণিকা |
সঠিক উত্তর: (খ)
৮৭. |
কোনটি RNA-ভাইরাস? |
Ο ক) |
DCM |
Ο খ) |
TMV |
Ο গ) |
CNA |
Ο ঘ) |
DNA |
সঠিক উত্তর: (খ)
৮৮. |
চার্লস রবার্ট ডারউইন কত বছর ধরে সমুদ্রে পরিভ্রমণ করেন? |
Ο ক) |
৩ বছর |
Ο খ) |
৪ বছর |
Ο গ) |
৫ বছর |
Ο ঘ) |
৬ বছর |
সঠিক উত্তর: (গ)
৮৯. |
চার্লস রবার্ট ডারউইন সম্পর্কে সঠিক তথ্য হলো – i. তিনি ইংরেজ প্রকৃতি বিজ্ঞানী ii. তিনি বিভিন্ন প্রাণীর নমুনা সংগ্রহ করেন iii. তিনি ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্র ছিলেন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৯০. |
বৈজ্ঞানিক দৃষ্টিতে কন্যা সন্তান জন্মকালে কাউকে দায়ী করলে কাকে করতে হবে? |
Ο ক) |
সমাজকে |
Ο খ) |
মাতাকে |
Ο গ) |
পিতাকে |
Ο ঘ) |
পরিবারকে |
সঠিক উত্তর: (গ)
৯১. |
লোহিত রক্ত কোষ কয় ধরনের প্রোটিন দ্বারা তৈরি? |
Ο ক) |
৩ ধরনের |
Ο খ) |
২ ধরনের |
Ο গ) |
৪ ধরনের |
Ο ঘ) |
৫ ধরনের |
সঠিক উত্তর: (খ)
৯২. |
XY ক্রোমোজোম নিয়ে যে শিশু পৃথিবীতে আসবে সে হবে – |
Ο ক) |
ছেলে |
Ο খ) |
মেয়ে |
Ο গ) |
মৃত |
Ο ঘ) |
প্রতিবন্ধী |
সঠিক উত্তর: (ক)
৯৩. |
অ্যাডেনিন ও গুয়ানিনকে কী বলে? |
Ο ক) |
অ্যাডেনিন |
Ο খ) |
পাইরিমিডিন |
Ο গ) |
পিউরিন |
Ο ঘ) |
গুয়ানিন |
সঠিক উত্তর: (গ)
৯৪. |
RNA-এর বৈশিষ্ট্য হলো – i. এক সূত্রক ii. কোষের সর্বত্র অবস্থান করে iii. প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯৫. |
মহাবিশ্বের কোথায় জীবনের স্পন্দন দেখা যায়? |
Ο ক) |
বুধ |
Ο খ) |
পৃথিবী |
Ο গ) |
শুক্র |
Ο ঘ) |
মঙ্গল |
সঠিক উত্তর: (খ)
৯৬. |
অধিকাংশ RNA-তে পলিনিউক্লিওটাইড সূত্র থাকে কয়টি? |
Ο ক) |
১টি |
Ο খ) |
২টি |
Ο গ) |
৩টি |
Ο ঘ) |
৪টি |
সঠিক উত্তর: (ক)
৯৭. |
ডিম্বাণু সৃষ্টির সময় প্রতিটি ডিম্বাণু কী লাভ করে? |
Ο ক) |
১টি Y ক্রোমোজোম |
Ο খ) |
১টি X ক্রোমোজোম |
Ο গ) |
২টি X ক্রোমোজোম |
Ο ঘ) |
২টি Y ক্রোমোজোম |
সঠিক উত্তর: (খ)
৯৮. |
থ্যালাসেমিয়া মেজর রোগীদের কত বছর বয়সে মৃত্যুর ঝুঁকি থাকে? |
Ο ক) |
১০-১৫ বছর |
Ο খ) |
১৫-২০ বছর |
Ο গ) |
২০-৩০ বছর |
Ο ঘ) |
২৫-২৮ বছর |
সঠিক উত্তর: (গ)
৯৯. |
আলফা (a) থ্যালাসেমিয়া বেশি পরিলক্ষিত হয় – i. ভূ-মধ্যসাগরীয় এলাকায় ii. দক্ষিণ-পূর্ব এশিয়া iii. মধ্যপ্রাচ্যে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১০০. |
Plysical basis of heredity বলা হয় কাকে? |
Ο ক) |
জিন |
Ο খ) |
ক্রোমোজোম |
Ο গ) |
DNA |
Ο ঘ) |
লোকাস |
সঠিক উত্তর: (খ)
১০১. |
ভূমধ্যসাগরীয় এলাকাবাসীদের মাঝে কোন ধরনের থ্যালাসেমিয়া বেশি পরিলক্ষিত হয়? |
Ο ক) |
β-থ্যালাসেমিয়া |
Ο খ) |
α-থ্যালাসেমিয়া |
Ο গ) |
ɸ-থ্যালাসেমিয়া |
Ο ঘ) |
δ-থ্যালাসেমিয়া |
সঠিক উত্তর: (ক)
১০২. |
জীবের সকল বিপাকীয় কার্যাবলি নিয়ন্ত্রণ করে কে? |
Ο ক) |
DNA |
Ο খ) |
RNA |
Ο গ) |
TMA |
Ο ঘ) |
DCM |
সঠিক উত্তর: (ক)
১০৩. |
মানুষের দেহকোষ ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে – i. ২২ জোড়া অটোসোম ii. ২৩ জোড়া অটোসোম iii. ১ জোড়া সেক্স ক্রোমোজোম নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১০৪. |
বংশগতিবিদ্যার জনক মেন্ডেল সম্পর্কে বলা যায় – i. তিনি জিন তত্ত্বের সূচনা করেন ii. বংশগতি সম্বন্ধে দুটি মৌলিক সূত্র প্রবর্তন করেন iii. তার প্রদত্ত সূত্র দুটিকে মেন্ডেলবাদ বলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০৫. |
১৯৩৮ সালে কোন বিজ্ঞানী DNA এর মৌলিক ধারণা দেন? |
Ο ক) |
Lenene |
Ο খ) |
AL Nafis |
Ο গ) |
Ris |
Ο ঘ) |
Francis |
সঠিক উত্তর: (গ)
১০৬. |
ক্রোমোজোমের দৈর্ঘ্য সাধারণত – |
Ο ক) |
৩.৫-৩০.০০ মাইক্রন |
Ο খ) |
২-২৫ মাইক্রন |
Ο গ) |
৩.৫-২৬.০০ মাইক্রন |
Ο ঘ) |
০.২-২.০ মাইক্রন |
সঠিক উত্তর: (ক)
১০৭. |
ক্রোমোজোমের কাজ কী? |
Ο ক) |
মাতা-পিতা থেকে জিন সন্তান-সন্ততিতে নিয়ে যাওয়া |
Ο খ) |
সন্তান থেকে জিন পরিবেশে ছড়িয়ে দেওয়া |
Ο গ) |
খাদ্য সরবরাহ করা |
Ο ঘ) |
দেহের ভার বহন করা |
সঠিক উত্তর: (ক)
১০৮. |
একটি বৈশিষ্ট্যের জন্য সাধারণত কয়টি জিন থাকে? |
Ο ক) |
৩টি |
Ο খ) |
৫টি |
Ο গ) |
২টি |
Ο ঘ) |
১টি |
সঠিক উত্তর: (ঘ)
১০৯. |
RNA-পাইরিমিডিনে থাকে – i. সাইটোসিন ii. গুয়ানিন iii. সাইটোসিন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১১০. |
কতটি উপাদানকে একত্রে নিউক্লিওটাইড বলে? |
Ο ক) |
২ |
Ο খ) |
৩ |
Ο গ) |
৪ |
Ο ঘ) |
৫ |
সঠিক উত্তর: (খ)
১১১. |
বিটা (β) থ্যালাসেমিয়ার অন্য নাম কী? |
Ο ক) |
মেজর থ্যালাসেমিয়া |
Ο খ) |
কুলির থ্যালাসেমিয়া |
Ο গ) |
মাইনর থ্যালাসেমিয়া |
Ο ঘ) |
আলফা (α) থ্যালাসেমিয়া |
সঠিক উত্তর: (খ)
১১২. |
থ্যালাসেমিয়ার চিকিৎসা সম্পর্কে বলা যায় – i. নির্দিষ্ট সময় পরপর রক্ত প্রদান করতে হয় ii. নির্দিষ্ট ঔষধ সেবন করাতে হয় iii. লৌহ সমৃদ্ধ ফল বা ঔষধ খাওয়ানো থেকে বিরত রাখতে হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১১৩. |
‘The Origin of Species by Means of Natural Selection’ বইটির প্রকাশকাল কোনটি? |
Ο ক) |
১৯৫৬ |
Ο খ) |
১৮৫৮ |
Ο গ) |
১৯৫৯ |
Ο ঘ) |
১৯২৩ |
সঠিক উত্তর: (গ)
১১৪. |
গ্রীক Soma শব্দটির অর্থ কী? |
Ο ক) |
কোষ |
Ο খ) |
স্নায়ু |
Ο গ) |
দেহ |
Ο ঘ) |
মাথা |
সঠিক উত্তর: (গ)
১১৫. |
আদিকোষের DNA সাধারণত দেখতে কেমন? |
Ο ক) |
গোলাকার |
Ο খ) |
সূত্রাকার |
Ο গ) |
সর্পিলকার |
Ο ঘ) |
বহুভুজাকার |
সঠিক উত্তর: (ক)
১১৬. |
চোখের স্নায়ুকোষের রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকলে – i. লাল ও সবুজ রঙের পার্থক্য করা যায় না ii. নীল ও হলুদ রঙের পার্থক্য করা যায় না iii. নীল ও লাল রঙের পার্থক্য করা যায় না নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১১৭. |
১৮৩১ সালে কোন বিজ্ঞানী H. M. S Beagle জাহাজের একজন প্রকৃতিবিদ হিসেবে চাকরি গ্রহণ করেন? |
Ο ক) |
ডারউইন |
Ο খ) |
মেন্ডেল |
Ο গ) |
হাক্সলি |
Ο ঘ) |
ব্রাউন |
সঠিক উত্তর: (ক)
১১৮. |
জীব প্রজাতির পৃথিবীতে আবির্ভাব ও টিকে থাকার জন্য অভিযোজন প্রক্রিয়াকে কী বলে? |
Ο ক) |
জৈব বিবর্তন |
Ο খ) |
জিন প্রযুক্তি |
Ο গ) |
জিন প্রকৌশল |
Ο ঘ) |
অজৈব বিবর্তন |
সঠিক উত্তর: (ক)
১১৯. |
১ মাইক্রন সমান কত মি.মি.? |
Ο ক) |
১/১০০ মি.মি. |
Ο খ) |
১/১০০০ মি.মি. |
Ο গ) |
১/১০ মি.মি. |
Ο ঘ) |
১/১০০০০ মি.মি. |
সঠিক উত্তর: (খ)
১২০. |
এগারোজ জেল ব্যবহৃত হয় – i. DNA Finger Printing-এ ii. Electrophoresis-এ iii. PCR-এ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১২১. |
ক্ষারগুলো শায়িত (Flat) ভাবে প্রধান অক্ষের সাথে কীভাবে অবস্থান করে? |
Ο ক) |
আনুভূমিক |
Ο খ) |
লম্ব |
Ο গ) |
সমতল |
Ο ঘ) |
বাঁকা |
সঠিক উত্তর: (খ)
১২২. |
ডিম্বাশয়ে ডিম্বাণু সৃষ্টির সময় কোন ধরনের বিভাজন ঘটে? |
Ο ক) |
মাইটোসিস |
Ο খ) |
অ্যামাইটোসিস |
Ο গ) |
দ্বিবিভাজন |
Ο ঘ) |
মিয়োসিস |
সঠিক উত্তর: (ঘ)
১২৩. |
সন্তানের লিঙ্গ নির্ধারিত গ্যামেট হলো – i. হেটারোগ্যামেট ii. পিতার গ্যামেট iii. মাতার গ্যামেট নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১২৪. |
DNA এনজাইমকে কেটে টুকরা করা যায় কোনটির সাহায্যে? |
Ο ক) |
এনজাইম |
Ο খ) |
সীমাবদ্ধ এনজাইম |
Ο গ) |
সেলুলোজ |
Ο ঘ) |
প্যাপটাইড |
সঠিক উত্তর: (খ)
১২৫. |
কোনটি লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক রোগের নাম? |
Ο ক) |
থ্যালাসেমিয়া |
Ο খ) |
অর্থ্রাইটিস |
Ο গ) |
অস্টিওপেরিসেস |
Ο ঘ) |
আমাশয় |
সঠিক উত্তর: (ক)
১২৬. |
ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কী বলে? |
Ο ক) |
লোকাস |
Ο খ) |
সেন্ট্রোসোম |
Ο গ) |
ফ্যাক্টর |
Ο ঘ) |
রাইবোসোম |
সঠিক উত্তর: (ক)
১২৭. |
রক্তের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম কী? |
Ο ক) |
বর্ণান্ধতা |
Ο খ) |
থ্যালাসেমিয়া |
Ο গ) |
পঙ্গুত্ব |
Ο ঘ) |
বাকহীনতা |
সঠিক উত্তর: (খ)
১২৮. |
সূক্ষ্ম সূতার ন্যায় DNA দেখা যায় – i. ব্যাকটেরিয়ায় ii. মানুষে iii. কুনোব্যাঙ-এ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১২৯. |
মেন্ডেলের গবেষণালব্ধ উদ্ভিদটির নাম কী? |
Ο ক) |
মটরশুঁটি |
Ο খ) |
বরবটি |
Ο গ) |
তুলসী |
Ο ঘ) |
অর্জুন |
সঠিক উত্তর: (ক)
১৩০. |
মোমেন ভাই একজন পুলিশ কর্মকর্তা। তিনি অপরাধের কারণ উদঘাটনে ব্যবহার করবেন নিচের কোনটি? |
Ο ক) |
DNA সিক্যুয়েন্সিং |
Ο খ) |
DNA ফিঙ্গার প্রিন্টিং |
Ο গ) |
DNA হাইব্রিডাইজিশন |
Ο ঘ) |
DNA অনুলিপণ |
সঠিক উত্তর: (খ)
১৩১. |
পৃথিবীতে দুইটি প্রাণী বা প্রাণীগোষ্ঠী সম্পূর্ণ এক রকম নয় – এটি কে লক্ষ্য করেছিলেন? |
Ο ক) |
ডারউইন |
Ο খ) |
টমাস ম্যালথাস |
Ο গ) |
অ্যারিস্টটল |
Ο ঘ) |
লিনিয়াস |
সঠিক উত্তর: (ক)
১৩২. |
ডাইনোসর কখন বিলুপ্ত হয়? |
Ο ক) |
একশত বছর আগে |
Ο খ) |
দুইশত বছর আগে |
Ο গ) |
পাঁচশত বছর আগে |
Ο ঘ) |
হাজার বছর আগে |
সঠিক উত্তর: (ঘ)
১৩৩. |
ক্রোমোজোমের প্রস্থ সাধারণত – |
Ο ক) |
৩.৫-৩০.০০ মাইক্রন |
Ο খ) |
২.০-২.৫ মাইক্রন |
Ο গ) |
০.২-২.০-২৬.০০ মাইক্রন |
Ο ঘ) |
৩.৫-২৬.০ মাইক্রন |
সঠিক উত্তর: (গ)
১৩৪. |
সাধারণত প্রতি ১০ জনে কত পুরুষ কালার ব্লাইন্ড হতে দেখা যায়? |
Ο ক) |
৩ জন |
Ο খ) |
১ জন |
Ο গ) |
২ জন |
Ο ঘ) |
একাধিক |
সঠিক উত্তর: (খ)
১৩৫. |
Y ক্রোমোজোম X ক্রোমোজোমের তুলনায় কেমন? |
Ο ক) |
বড় |
Ο খ) |
ছোট |
Ο গ) |
মোটা |
Ο ঘ) |
সমান |
সঠিক উত্তর: (খ)
১৩৬. |
কত সালে DNA অনুলিপন প্রক্রিয়া প্রস্তাবিত হয়? |
Ο ক) |
১৯৬৪ |
Ο খ) |
১৯৬৬ |
Ο গ) |
১৯১৮ |
Ο ঘ) |
১৮৫৬ |
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. |
কোনটি ক্রোমোজোমের প্রধান উপাদান? |
Ο ক) |
RNA |
Ο খ) |
mRNA |
Ο গ) |
DNA |
Ο ঘ) |
সেন্ট্রোসোম |
সঠিক উত্তর: (গ)
১৩৮. |
জৈব বিবর্তন তত্ত্ব প্রতিষ্ঠায় অবদান রয়েছে – i. এরিস্টটলের ii. ডারউইনের iii. রাসেল ওয়ালেসের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৩৯. |
DNA-এর কোন আলোকরশ্মি শোষণের ক্ষমতা অত্যন্ত বেশি? |
Ο ক) |
কমলা |
Ο খ) |
বেগুনি |
Ο গ) |
অতি বেগুনি |
Ο ঘ) |
নীল |
সঠিক উত্তর: (গ)
১৪০. |
একই প্রজাতির বিভিন্ন সদস্যদের জীবন সংগ্রামে আন্তঃপ্রজাতিক প্রতিযোগিতা হয় – i. রুই মাছে – রুই মাছে ii. সাপে – বেজীতে iii. বানরে – বানরে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৪১. |
বংশগতির নিয়ন্ত্রক কে? |
Ο ক) |
RNA |
Ο খ) |
জিন |
Ο গ) |
CNA |
Ο ঘ) |
রাইবোজ |
সঠিক উত্তর: (খ)
১৪২. |
কোনটি ক্রোমোজোমের স্থায়ী পর্দা? |
Ο ক) |
RNA |
Ο খ) |
DNA |
Ο গ) |
mRNA |
Ο ঘ) |
শর্করা |
সঠিক উত্তর: (খ)
১৪৩. |
প্রাণীরা বেঁচে থাকার জন্য সংগ্রাম করে মূলত – i. খাদ্যকে কেন্দ্র করে ii. বাসস্থান ও প্রজননকে কেন্দ্র করে iii. শিল্পকে কেন্দ্র করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৪৪. |
অজ্ঞতার জন্য কন্যা সন্তান প্রসব করায় সমাজ কাকে দায়ী করে? |
Ο ক) |
পিতাকে |
Ο খ) |
পরিবারকে |
Ο গ) |
মাতাকে |
Ο ঘ) |
প্রকৃতিকে |
সঠিক উত্তর: (গ)
১৪৫. |
ডিএনএ টেস্টের ক্ষেত্রে মূল্যবান জৈবনিক নমুনা হতে পারে – i. সাইন্যাপস ii. সিমেন iii. হাড় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৪৬. |
টমাস ম্যালথাস এর জীবনকাল কোনটি? |
Ο ক) |
১৭৫৬-১৮২২ |
Ο খ) |
১৬৮৯-১৭৫৪ |
Ο গ) |
১৭৬৬-১৮৩৪ |
Ο ঘ) |
১৭৬১-১৮৩৬ |
সঠিক উত্তর: (গ)
১৪৭. |
প্রাচীনকালের কোন প্রাণী বলিষ্ঠ হওয়া সত্ত্বেও পরিবেশের সঙ্গে সুষ্ঠুভাবে অভিযোজিত না হতে পারায় বিলুপ্ত হয়েছে? |
Ο ক) |
উমব্যাট |
Ο খ) |
স্ফেনোডন |
Ο গ) |
ডাইনোসর |
Ο ঘ) |
টাপির |
সঠিক উত্তর: (গ)
১৪৮. |
আলফ্রেড রাসেল ওয়ালেস কখন তার মতামতগুলো ডারউনকে লিখে পাঠান? |
Ο ক) |
১৭৭৪ সালে |
Ο খ) |
১৮৫৮ সালে |
Ο গ) |
১৮৫৯ সালে |
Ο ঘ) |
১৮৭০ সালে |
সঠিক উত্তর: (খ)
১৪৯. |
DNA অণু ভেঙ্গে দুটি অণু গঠন করতে কত তাপমাত্রার প্রয়োজন? |
Ο ক) |
৯০০ |
Ο খ) |
৮০০ |
Ο গ) |
৮৫০ |
Ο ঘ) |
১০০০ |
সঠিক উত্তর: (ঘ)
১৫০. |
সর্বপ্রথম কত সালে DNA আবিষ্কার করা হয়? |
Ο ক) |
১৮৯০ |
Ο খ) |
১৮৬৮ |
Ο গ) |
১৮৭০ |
Ο ঘ) |
১৮৭১ |
সঠিক উত্তর: (খ)
১৫১. |
কোন রং সঠিকভাবে চিনতে না পারাকে কী বলে? |
Ο ক) |
জন্মান্ধ |
Ο খ) |
বর্ণান্ধতা |
Ο গ) |
প্রতিবন্ধী |
Ο ঘ) |
কালা |
সঠিক উত্তর: (খ)
১৫২. |
একটি কাতলা মাছ এক ঋতুতে কতগুলো ডিম দেয়? |
Ο ক) |
২-৮ লক্ষ |
Ο খ) |
৪-৫ লক্ষ |
Ο গ) |
৩-৫ লক্ষ |
Ο ঘ) |
৫-৬ লক্ষ |
সঠিক উত্তর: (গ)
১৫৩. |
অটোসোমগুলি অংশ গ্রহণ করে – i. ভ্রূণ গঠনে ii. লিঙ্গ নির্ধারণে iii. দেহ গঠনে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৫৪. |
বর্তমান শতাব্দীতে ডিএনএ প্রযুক্তি কীসে ব্যবহার করা হয়? |
Ο ক) |
চিকিৎসাবিজ্ঞানে |
Ο খ) |
জাহাজ শিল্পে |
Ο গ) |
ব্যবসা বাণিজ্যে |
Ο ঘ) |
ঘরের কাজে |
সঠিক উত্তর: (ক)
১৫৫. |
কোন রোগের চিকিৎসায় নির্দিষ্ট সময় পরপর রক্ত প্রদান করতে হয়? |
Ο ক) |
অর্থ্রাইটিস |
Ο খ) |
থ্যালাসেমিয়া |
Ο গ) |
অস্টিওপোরিসেস |
Ο ঘ) |
ম্যালেরিয়া |
সঠিক উত্তর: (খ)
১৫৬. |
এক জোড়া প্রতিরূপ ক্রোমোজোম জিন কীভাবে অবস্থান করে? |
Ο ক) |
একাকী |
Ο খ) |
জোড়ায় জোড়ায় |
Ο গ) |
লম্ব |
Ο ঘ) |
সমতলে |
সঠিক উত্তর: (খ)
১৫৭. |
কোন প্রাণী প্রজাতিটি কালের গর্ভে হারিয়ে গেছে? |
Ο ক) |
বাঘ |
Ο খ) |
হরিণ |
Ο গ) |
ডাইনোসর |
Ο ঘ) |
পেঙ্গুইন |
সঠিক উত্তর: (গ)
১৫৮. |
নাইট্রোজেন ঘটিত বেস হলো – i. এডিনিন ii. গুয়ানিন iii. সাইটোসিন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. |
বর্ণান্ধতা রোগের ক্ষেত্রে প্রযোজ্য হলো – i. প্রতি ১০ জনে ১ জন পুরুষ এ রোগে আক্রান্ত হয় ii. খুব কম মহিলাই এ অসুখে ভোগেন iii. লাল ও সবুজ পার্থক্য করতে পারে না নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৬০. |
DNA-এর বিভিন্ন ব্যান্ড আলাদা করতে কী ব্যবহার করা হয়? |
Ο ক) |
এগার জেল |
Ο খ) |
এগারোজ জেল |
Ο গ) |
স্বচ্ছ জেল |
Ο ঘ) |
প্রোটিন জেল |
সঠিক উত্তর: (খ)
১৬১. |
Chromosome শব্দটি কোন দেশীয় শব্দের সমন্বয়ে গঠিত? |
Ο ক) |
জাপানি |
Ο খ) |
ইতালি |
Ο গ) |
গ্রীক |
Ο ঘ) |
জার্মানি |
সঠিক উত্তর: (গ)
১৬২. |
নিচের কোনটি বাত রোগে সেবন করা হয়? |
Ο ক) |
পেনিসিলিন |
Ο খ) |
টেট্রাসাইক্লিন |
Ο গ) |
রিবোফ্লাবিন |
Ο ঘ) |
হাইড্রক্সি-ক্লোরাকুইনিন |
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. |
PCR এর পূর্ণরূপ কী? |
Ο ক) |
Polyimerase chain reaction |
Ο খ) |
Penta chain range |
Ο গ) |
Paptide chain reaction |
Ο ঘ) |
Polyhydrate chain reaction |
সঠিক উত্তর: (ক)
১৬৪. |
গ্রেগর জোহান মেন্ডেল কোন দেশের ধর্মযাজক ছিলেন? |
Ο ক) |
আমেরিকা |
Ο খ) |
অস্ট্রেলিয়া |
Ο গ) |
জার্মান |
Ο ঘ) |
অস্ট্রিয়া |
সঠিক উত্তর: (ঘ)
১৬৫. |
নিষেকে কয়টি শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়? |
Ο ক) |
২টি |
Ο খ) |
৩টি |
Ο গ) |
১টি |
Ο ঘ) |
৪টি |
সঠিক উত্তর: (গ)
১৬৬. |
ডারউইন ১৮৫৮ সালের কত তারিখ তার Natural Selection তত্ত্বটি পেশ করেন? |
Ο ক) |
১ জুন |
Ο খ) |
১ জুলাই |
Ο গ) |
১ আগস্ট |
Ο ঘ) |
১ অক্টোবর |
সঠিক উত্তর: (খ)
১৬৭. |
প্রজাতি শনাক্তকরণে ভূমিকা রাখে কোনটি? |
Ο ক) |
RNA |
Ο খ) |
TMA |
Ο গ) |
DNA |
Ο ঘ) |
DCM |
সঠিক উত্তর: (গ)
১৬৮. |
কোন রঙের সর্বজনীন বর্ণান্ধতা বলে? |
Ο ক) |
লাল-নীল |
Ο খ) |
লাল-বেগুনি |
Ο গ) |
লাল-সবুজ |
Ο ঘ) |
লাল-আসমানী |
সঠিক উত্তর: (গ)
১৬৯. |
প্রকৃতি বিজ্ঞানী ডারউইন যে জাহাজে চাকরি নেন তার নাম কী? |
Ο ক) |
H. M. S. Beagle |
Ο খ) |
M. H. S. Beagle |
Ο গ) |
B. M. Rustam |
Ο ঘ) |
M. K. P. Hamja |
সঠিক উত্তর: (ক)
১৭০. |
পিতা-মাতার বৈশিষ্ট্যগুলো সন্তানের দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াই হলো – |
Ο ক) |
বিবর্তন |
Ο খ) |
বংশগতি |
Ο গ) |
ক্রোমোজোম |
Ο ঘ) |
DNA |
সঠিক উত্তর: (খ)
১৭১. |
যে পরিবেশ জীবন প্রবাহ ও জনমিতির মানদন্ডে বিবর্তনে যে যত বেশি খাপ খাওয়াতে পারবে সেই প্রজাতিটি টিকে থাকবে তাকে কী বলে? |
Ο ক) |
জীববিদ্যা |
Ο খ) |
অভিযোজন |
Ο গ) |
বংশগতিবিদ্যা |
Ο ঘ) |
প্রাণিভূগোল |
সঠিক উত্তর: (খ)
১৭২. |
আলফা (α) থ্যালাসেমিয়া রোগ হয় যখন α-গ্লোবিউলিন তৈরির – |
Ο ক) |
জিন উপস্থিত |
Ο খ) |
জিন অনুপস্থিত |
Ο গ) |
জিন দ্বারা |
Ο ঘ) |
লোকাস দ্বারা |
সঠিক উত্তর: (খ)
১৭৩. |
কুকুরের পূর্বপুরুষ ছিল কোনটি? |
Ο ক) |
বাঘ |
Ο খ) |
নেকড়ে |
Ο গ) |
শিয়াল |
Ο ঘ) |
সিংহ |
সঠিক উত্তর: (খ)
১৭৪. |
একটি সূত্রের এডিনিন অন্য সূত্রের থাইমিনের সাথে কয়টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে? |
Ο ক) |
৩টি |
Ο খ) |
২টি |
Ο গ) |
৪টি |
Ο ঘ) |
৫টি |
সঠিক উত্তর: (খ)
১৭৫. |
ডিএনএ টেস্টের জন্য প্রাথমিক চাহিদা কোনটি? |
Ο ক) |
জৈবিক নমুনা |
Ο খ) |
ভৌত নমুনা |
Ο গ) |
রাসায়নিক নমুনা |
Ο ঘ) |
ভৌত-রাসায়নিক নমুনা |
সঠিক উত্তর: (ক)
১৭৬. |
প্রতিটি প্রাণীর জন্য খাদ্য ও বসবাসযোগ্য স্থান কী রকম? |
Ο ক) |
অবাধ |
Ο খ) |
সীমিত |
Ο গ) |
সংকীর্ণ |
Ο ঘ) |
ব্যাপক |
সঠিক উত্তর: (খ)
১৭৭. |
TMV-এর পূর্ণরূপ কী? |
Ο ক) |
Tobacco Mass Virus |
Ο খ) |
Tobacco Main Virus |
Ο গ) |
Tobacco Mosaic Virus |
Ο ঘ) |
Tobacco Malic Virus |
সঠিক উত্তর: (গ)
১৭৮. |
লিউকোমিয়া রোগে কোন অঙ্গটি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে? |
Ο ক) |
যকৃত |
Ο খ) |
কিডনি |
Ο গ) |
হৃৎপিন্ড |
Ο ঘ) |
বৃক্ক |
সঠিক উত্তর: (ক)
১৭৯. |
DNA কোনটির পলিমার? |
Ο ক) |
নিউক্লিওটাইড |
Ο খ) |
পেপ্টাইড |
Ο গ) |
গ্লুকোজ |
Ο ঘ) |
অ্যামাইনো এসিড |
সঠিক উত্তর: (ক)
১৮০. |
কোনটি শারীরবৃত্তীয়, ভ্রূণ দেহ গঠনে অংশগ্রহণ করে? |
Ο ক) |
ক্রোমোজোম |
Ο খ) |
এনজাইম |
Ο গ) |
নাইট্রোসেলুলোজ |
Ο ঘ) |
অটোসোম |
সঠিক উত্তর: (ঘ)
১৮১. |
কোন রংয়ের ক্ষেত্রে বর্ণান্ধতা দেখা যায়? |
Ο ক) |
লাল |
Ο খ) |
নীল |
Ο গ) |
বেগুনী |
Ο ঘ) |
আসমানী |
সঠিক উত্তর: (ক)
১৮২. |
কোনটি জেনেটিক ডিসঅর্ডার? |
Ο ক) |
বর্ণান্ধতা |
Ο খ) |
কালাজ্বর |
Ο গ) |
মাথাব্যাথা |
Ο ঘ) |
শ্বেতপ্রদর |
সঠিক উত্তর: (ক)
১৮৩. |
হাইড্রক্সি-ক্লোরোকুইনিন কোন রোগের জন্য খাওয়া যায়? |
Ο ক) |
ডায়াবেটিস |
Ο খ) |
বাত |
Ο গ) |
বর্ণান্ধতা |
Ο ঘ) |
থ্যালাসেমিয়া |
সঠিক উত্তর: (খ)
১৮৪. |
বর্তমানে অল্প নমুনা ব্যবহার করে কোন পদ্ধতিতে নির্ভুলভাবে শনাক্তকরণ সম্ভব? |
Ο ক) |
PRC |
Ο খ) |
CPR |
Ο গ) |
RCP |
Ο ঘ) |
PCR |
সঠিক উত্তর: (ঘ)
১৮৫. |
কোন রোগের ঔষধ সেবনে চোখের রঙিন পিগমেন্ট নষ্ট হতে পারে? |
Ο ক) |
উদরাময় |
Ο খ) |
জন্ডিস |
Ο গ) |
বাত রোগ |
Ο ঘ) |
অস্টিওপোরিসিস |
সঠিক উত্তর: (খ)
১৮৬. |
নিউক্লিওটাইড গঠিত হয় – i. পাঁচ কার্বনযুক্ত শর্করা ii. নাইট্রোজেনঘটিত বেস iii. অজৈব ফসফেট নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮৭. |
রহিম একজন ডাক্তার। তিনি DNA টেস্ট ব্যবহার করেন কোনটিতে? |
Ο ক) |
ভাইরাসজনিত রোগে |
Ο খ) |
প্রোটোজোয়াজনিত রোগে |
Ο গ) |
বাত রোগে |
Ο ঘ) |
ডায়াবেটিস রোগে |
সঠিক উত্তর: (ক)
১৮৮. |
চার্লস রবার্ট ডারউইন ছিলেন – i. একজন ইংরেজ প্রকৃতি বিজ্ঞানী ii. এইচ.এম.এস. বিগল জাহাজের মালিক iii. কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৮৯. |
কোন বিজ্ঞানীদ্বয় DNA অনুলিপন প্রক্রিয়ার প্রস্তাব করেন? |
Ο ক) |
Watson & Crick |
Ο খ) |
Harvey & Linnaeus |
Ο গ) |
Aristotle & Linnaeus |
Ο ঘ) |
Ibn Sina & Crick |
সঠিক উত্তর: (ক)
১৯০. |
প্রকৃতিবিদ আলফ্রেড রাসেল ওয়ালেস কোথায় বসবাস করতেন? |
Ο ক) |
ব্রুনাই |
Ο খ) |
ফ্রান্স |
Ο গ) |
যুক্তরাজ্য |
Ο ঘ) |
গ্রিস |
সঠিক উত্তর: (ক)
১৯১. |
ইউরাসিল কোথায় পাওয়া যায়? |
Ο ক) |
ডি.এন.এ |
Ο খ) |
আর.এন.এ |
Ο গ) |
জিন |
Ο ঘ) |
লোকাস |
সঠিক উত্তর: (খ)
১৯২. |
মি. সোহেলের ক্রোমোজোম কোনটি? |
Ο ক) |
XY |
Ο খ) |
XXX |
Ο গ) |
XX |
Ο ঘ) |
YY |
সঠিক উত্তর: (ক)
১৯৩. |
বিজ্ঞানী Strasburger কত সালে ক্রোমোজোম আবিষ্কার করেন? |
Ο ক) |
১৭৮৩ |
Ο খ) |
১৮৭৫ |
Ο গ) |
১৯০৩ |
Ο ঘ) |
১৮৪৭ |
সঠিক উত্তর: (খ)
১৯৪. |
β-গ্লোবিউলিন প্রোটিন উৎপাদন ব্যাহত হলে কী হয়? |
Ο ক) |
δ-থ্যালাসেমিয়া |
Ο খ) |
ɸ-থ্যালাসেমিয়া |
Ο গ) |
β-থ্যালাসেমিয়া |
Ο ঘ) |
α-থ্যালাসেমিয়া |
সঠিক উত্তর: (গ)
১৯৫. |
ফ্রান্সিস হ্যারি কম্পটন কোন দেশের বিজ্ঞানী? |
Ο ক) |
গ্রিক |
Ο খ) |
মার্কিন |
Ο গ) |
ইংল্যান্ড |
Ο ঘ) |
জার্মানি |
সঠিক উত্তর: (গ)
১৯৬. |
একটি ক্রোমোজোমের প্রস্থ সর্বোচ্চ কতটুকু হতে পারে? |
Ο ক) |
2 মাইক্রন |
Ο খ) |
3 মাইক্রন |
Ο গ) |
4 মাইক্রন |
Ο ঘ) |
5 মাইক্রন |
সঠিক উত্তর: (ক)
১৯৭. |
জিন দীর্ঘসময় ধরে এক সাথে অবস্থান করলে – i. স্বকীয়তা বজায় থাকে ii. গ্যামেট সৃষ্টির সময় পৃথক হয় iii. জিনের স্বকীয়তা বিনষ্ট করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৯৮. |
DNA এর প্যাঁচটি হয় ডান থেকে কোন দিকে? |
Ο ক) |
উপর |
Ο খ) |
নিচ |
Ο গ) |
বাম |
Ο ঘ) |
পাশে |
সঠিক উত্তর: (গ)
১৯৯. |
Chromosome শব্দটি সর্বপ্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন? |
Ο ক) |
জর্জেস ক্যুভিয়ে |
Ο খ) |
ক্যারেলোস লিনিয়াস |
Ο গ) |
ভালডেয়ার |
Ο ঘ) |
মালপিজি |
সঠিক উত্তর: (গ)
২০০. |
DNA অণু কীরূপ? |
Ο ক) |
দ্বিসূত্রক |
Ο খ) |
সর্পিল |
Ο গ) |
দ্বিসূত্রক এবং সর্পিল |
Ο ঘ) |
একসূত্রক এবং সর্পিল |
সঠিক উত্তর: (গ)
২০১. |
DNA কাটা হয় কী দ্বারা? |
Ο ক) |
রেস্ট্রিকশন এনজাইম |
Ο খ) |
লাইগেজ এনজাইম |
Ο গ) |
সূক্ষ্ম ইলেকট্রিক ছুরি |
Ο ঘ) |
নাইট্রোসেলুলোজ |
সঠিক উত্তর: (ক)
২০২. |
বংশগতির রাসায়নিক ভিত্তি কোনটি? |
Ο ক) |
ক্রোমোজোম |
Ο খ) |
নিউক্লিয়াস |
Ο গ) |
এডিনিন |
Ο ঘ) |
গুয়ানিন |
সঠিক উত্তর: (ক)
২০৩. |
প্রকৃত কোষের DNA কেমন হয়? |
Ο ক) |
সূক্ষ্ম সূতার ন্যায় |
Ο খ) |
গোলাকার |
Ο গ) |
চক্রাকার |
Ο ঘ) |
ত্রিভুজাকার |
সঠিক উত্তর: (ক)
২০৪. |
জীব প্রজাতির পৃথিবীতে আবির্ভাব ও টিকে থাকার প্রক্রিয়াকে কী বলে? |
Ο ক) |
Organic evolution |
Ο খ) |
Inorganic evolution |
Ο গ) |
Natural evolution |
Ο ঘ) |
Artificial evolution |
সঠিক উত্তর: (ক)
২০৫. |
সাধারণত বর্ণান্ধতা দেখা যায় – i. লাল রংযের ক্ষেত্রে ii. বেগুনী রংয়ের ক্ষেত্রে iii. সবুজ রংয়ের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২০৬. |
একটি ইলিশ মাছ নদীর অববাহিকায় আকারভেদে কতগুলো ডিম দেয়? |
Ο ক) |
২-৮ লক্ষ |
Ο খ) |
৩-১০ লক্ষ |
Ο গ) |
৯-১০ লক্ষ |
Ο ঘ) |
৫-৬ লক্ষ |
সঠিক উত্তর: (খ)
২০৭. |
পৃথিবীর জীবদের আবির্ভাবস্থল কোথায়? |
Ο ক) |
মঙ্গল গ্রহে |
Ο খ) |
চন্দ্রে |
Ο গ) |
ইউরেনাসে |
Ο ঘ) |
ভূমন্ডলে |
সঠিক উত্তর: (ঘ)
২০৮. |
কোন ধরনের পরিবর্তনের ফলে জীবে জীবে ভেদ বা পার্থক্য সৃষ্টি হয়? |
Ο ক) |
রাসায়নিক পরিবর্তন |
Ο খ) |
শারীরিক পরিবর্তন |
Ο গ) |
ভৌত পরিবর্তন |
Ο ঘ) |
মানসিক পরিবর্তন |
সঠিক উত্তর: (খ)
২০৯. |
জিনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে কত ভাগে ভাগ করা যায়? |
Ο ক) |
২ |
Ο খ) |
৩ |
Ο গ) |
৪ |
Ο ঘ) |
৫ |
সঠিক উত্তর: (ক)
২১০. |
Polymerase Chain Reaction কী? |
Ο ক) |
এক ধরনের এনজাইম |
Ο খ) |
এক ধরনের যন্ত্র |
Ο গ) |
এক ধরনের সুপার কম্পিউটার |
Ο ঘ) |
এক ধরনের প্রোটিন |
সঠিক উত্তর: (খ)
২১১. |
চার্লস রবার্ট ডারউইন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? |
Ο ক) |
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের |
Ο খ) |
কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের |
Ο গ) |
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের |
Ο ঘ) |
বোস্টন বিশ্ববিদ্যালয়ের |
সঠিক উত্তর: (খ)
২১২. |
শিশুরা জটিল রক্তশূন্যতা রোগে ভোগে কখন? |
Ο ক) |
জন্মের পর প্রথম বছরে |
Ο খ) |
জন্মের পর দ্বিতীয় বছরে |
Ο গ) |
জন্মের পর চতুর্থ বছরে |
Ο ঘ) |
জন্মের পর |
সঠিক উত্তর: (ক)
২১৩. |
পুরুষ লোকের ডিপ্লয়েড কোষ কয়টি সেক্স ক্রোমোজোম থাকে? |
Ο ক) |
তিনটি |
Ο খ) |
চারটি |
Ο গ) |
দুইটি |
Ο ঘ) |
পাঁচটি |
সঠিক উত্তর: (গ)
২১৪. |
ডারউইনের Natural Selection সম্পর্কিত বইয়ের ১২০০ কপি বিক্রি হতে কত সময় লেগেছিল? |
Ο ক) |
১ দিন |
Ο খ) |
২ দিন |
Ο গ) |
৩ দিন |
Ο ঘ) |
৪ দিন |
সঠিক উত্তর: (ক)
২১৫. |
আমেরিকায় কোন ধরনের থ্যালাসেমিয়া দেখা যায়? |
Ο ক) |
β-থ্যালাসেমিয়া |
Ο খ) |
α-থ্যালাসেমিয়া |
Ο গ) |
ɸ-থ্যালাসেমিয়া |
Ο ঘ) |
δ-থ্যালাসেমিয়া |
সঠিক উত্তর: (ক)
২১৬. |
জিনের অবস্থান কোথায়? |
Ο ক) |
নিউক্লিয়াসে |
Ο খ) |
মাইটোকন্ড্রিয়ায় |
Ο গ) |
ক্রোমোজোমে |
Ο ঘ) |
সাইটোপ্লাজমে |
সঠিক উত্তর: (গ)
২১৭. |
বংশগতি বস্তুর অন্তর্ভুক্ত – i. ক্রোমোজোম ii. জিন iii. ডি এন এ ও আর এন এ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২১৮. |
বিবর্তন জীববিজ্ঞানের কী ধরনের শাখা? |
Ο ক) |
বিশেষ শাখা |
Ο খ) |
ফলিত শাখা |
Ο গ) |
বিশুদ্ধ শাখা |
Ο ঘ) |
প্রাচীন শাখা |
সঠিক উত্তর: (গ)
২১৯. |
RNA কত প্রকার? |
Ο ক) |
২ প্রকার |
Ο খ) |
৩ প্রকার |
Ο গ) |
৪ প্রকার |
Ο ঘ) |
৫ প্রকার |
সঠিক উত্তর: (খ)
২২০. |
মানুষের ২৩ জোড়া ক্রোমোজোমকে একত্রে বলা হয় – i. নিউক্লিয়াস ii. হিমোফিলিয়া iii. অপটিক এট্রফি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২২১. |
বিবর্তনের মাধ্যমে কিসের উদ্ভব ঘটে? |
Ο ক) |
ডাইনোসর |
Ο খ) |
জিন প্রযুক্তি |
Ο গ) |
নতুন জীব |
Ο ঘ) |
নতুন প্রজাতি |
সঠিক উত্তর: (ঘ)
২২২. |
RNA ভাইরাসের ক্রোমোজোমে স্থায়ী উপাদান হিসেবে কোনটি পাওয়া যায়? |
Ο ক) |
DNA |
Ο খ) |
RNA |
Ο গ) |
এডিনিন |
Ο ঘ) |
সাইটোসিন |
সঠিক উত্তর: (খ)
২২৩. |
মিস প্রিয়ার ক্রোমোজোম কোনটি? |
Ο ক) |
XY |
Ο খ) |
XXY |
Ο গ) |
XX |
Ο ঘ) |
YY |
সঠিক উত্তর: (গ)
২২৪. |
DNA-তে কত কার্বনবিশিষ্ট শর্করা থাকে? |
Ο ক) |
৪ |
Ο খ) |
৫ |
Ο গ) |
৬ |
Ο ঘ) |
৭ |
সঠিক উত্তর: (খ)
২২৫. |
পৃথিবীতে মানবজাতির সংখ্যা বৃদ্ধি অসুস্থতা ও সীমিত খাদ্য সরবরাহের কারণে ব্যাহত হয় একথা কে মনে করতেন? |
Ο ক) |
ডারউইন |
Ο খ) |
আল নাফীস |
Ο গ) |
টমাস ম্যালথাস |
Ο ঘ) |
অ্যারিস্টটল |
সঠিক উত্তর: (গ)
২২৬. |
X ও Y ক্রোমোজোম আকৃতিতে – i. গোলাকার ii. লম্বা iii. রডের মতো নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২২৭. |
DNA-এর কাজ হলো – i. RNA সংশ্লেষ করা ii. জীবজগতে ভ্যারিয়েশন সৃষ্টি করতে সাহায্য করা iii. অণুনালিকা গঠন করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২২৮. |
ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুন্ন রাখে কোনটি? i. চুলের প্রকৃতি ii. মুখের দাঁত iii. চোখের রং নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২২৯. |
কোন বিজ্ঞানীর মতবাদ ডারউইনকে তাঁর নিজের মতবাদ প্রস্তাব করতে অনুপ্রেরণা দেয়? |
Ο ক) |
ফ্যানসিক ক্রীক |
Ο খ) |
টমাস ম্যালথাস |
Ο গ) |
জর্জ বেনথাম |
Ο ঘ) |
আলফ্রেড রাসেল ওয়ালেস |
সঠিক উত্তর: (ঘ)
২৩০. |
DNA হলো – i. ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড ii. নিউক্লিওটাইড এসিড iii. রাইবোনিউক্লিক এসিড নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৩১. |
গ্রীক Chroma শব্দের অর্থ কী? |
Ο ক) |
তুলি |
Ο খ) |
রং |
Ο গ) |
কাঠি |
Ο ঘ) |
সরু |
সঠিক উত্তর: (খ)
২৩২. |
জিনগুলো DNA অনুসূত্রে কীভাবে সাজানো থাকে? |
Ο ক) |
লম্ব |
Ο খ) |
আড়াআড়ি |
Ο গ) |
রৈখিক |
Ο ঘ) |
সমতল |
সঠিক উত্তর: (গ)
২৩৩. |
কত সালে মেন্ডেল মটরশুঁটি নিয়ে গবেষণা করেন? |
Ο ক) |
১৭৮৬ |
Ο খ) |
১৮৬৬ |
Ο গ) |
১৯১৩ |
Ο ঘ) |
১৮৭৬ |
সঠিক উত্তর: (খ)
২৩৪. |
একটি সূত্রের গুয়ানিন অন্য সূত্রের সাইটোনিনের সাথে কয়টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে? |
Ο ক) |
২টি |
Ο খ) |
৪টি |
Ο গ) |
৩টি |
Ο ঘ) |
৫টি |
সঠিক উত্তর: (গ)
২৩৫. |
কোনটি সেক্স-লিংকড ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য? |
Ο ক) |
মূক বধিরতা |
Ο খ) |
থ্যালাসেমিয়া |
Ο গ) |
হিমোফিলিয়া |
Ο ঘ) |
বহুমূত্র |
সঠিক উত্তর: (গ)
২৩৬. |
মেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুরা জন্মের কততম বছরে জটিল রক্তশূন্যতায় ভোগে? |
Ο ক) |
প্রথম |
Ο খ) |
দ্বিতীয় |
Ο গ) |
তৃতীয় |
Ο ঘ) |
চতুর্থ |
সঠিক উত্তর: (ক)
২৩৭. |
জীবের জাতিসত্তা অটুট রাখে কোনটি? |
Ο ক) |
TMA |
Ο খ) |
DNA |
Ο গ) |
RNA |
Ο ঘ) |
CNA |
সঠিক উত্তর: (খ)
২৩৮. |
TMV ভাইরাসে কী অনুপস্থিত থাকে? |
Ο ক) |
RNA |
Ο খ) |
CNA |
Ο গ) |
DNA |
Ο ঘ) |
TMA |
সঠিক উত্তর: (গ)
২৩৯. |
প্রজাতির বৈশিষ্ট্য কীভাবে বজায় থাকে? |
Ο ক) |
প্রাকৃতিকভাবে |
Ο খ) |
কৃত্রিমভাবে |
Ο গ) |
বংশানুক্রেম |
Ο ঘ) |
বিভাজনের মাধ্যমে |
সঠিক উত্তর: (গ)
২৪০. |
ক্রোমোজোম, জিন ইত্যাদি নিচের কোনটির অন্তর্ভুক্ত? |
Ο ক) |
Morpho logical Material |
Ο খ) |
Arotomo logical material |
Ο গ) |
Physio logical material |
Ο ঘ) |
Hereditary material |
সঠিক উত্তর: (ঘ)
২৪১. |
নিচের কোনগুলো বংশগতি বস্তু? |
Ο ক) |
ক্রোমোজোম, জিন, DNA ও RNA |
Ο খ) |
শর্করা, লিপিড, ভিটামিন ও পানি |
Ο গ) |
সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন ও গ্লুকোজ |
Ο ঘ) |
NH3, NO3, SO42- ও K+ |
সঠিক উত্তর: (ক)
২৪২. |
বাংলাদেশে সুবিচার পাবার নতুন পদ্ধতিটি কী? |
Ο ক) |
মোবাইল ফোন |
Ο খ) |
প্রত্যক্ষদর্শীর সাক্ষী |
Ο গ) |
DNA টেস্ট |
Ο ঘ) |
RNA টেস্ট |
সঠিক উত্তর: (গ)
২৪৩. |
পৃথিবীর সব জীবের ক্ষেত্রে কোন নিয়মটি প্রযোজ্য? |
Ο ক) |
চারিত্রিক |
Ο খ) |
প্রাকৃতিক |
Ο গ) |
ঘূর্ণননীতি |
Ο ঘ) |
নিজস্ব |
সঠিক উত্তর: (খ)
২৪৪. |
DNA-অণুর আণবিক গঠন আবিষ্কারের জন্য Watson ও্ Crick কত সালে নোবেল পান? |
Ο ক) |
১৯৫৩ |
Ο খ) |
১৯৬৩ |
Ο গ) |
১৮৫৩ |
Ο ঘ) |
১৮৬৩ |
সঠিক উত্তর: (খ)
২৪৫. |
DNA helix-এর প্রতিটি পূর্ণ ঘূর্ণনকে কোন এককে মাপা হয়? |
Ο ক) |
মিলিমিটার |
Ο খ) |
ফেমটোমিটার |
Ο গ) |
অ্যাংস্ট্রম |
Ο ঘ) |
সেন্টিমিটার |
সঠিক উত্তর: (গ)
২৪৬. |
নিচের কোন বিজ্ঞানী জাহাজে চাকরি করতেন? |
Ο ক) |
আল বিরুনী |
Ο খ) |
উইলিয়াম হার্ভে |
Ο গ) |
চার্লস রবার্ট ডারউইন |
Ο ঘ) |
লিউয়েন হুক |
সঠিক উত্তর: (গ)
২৪৭. |
জীবের স্বকীয় বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে কীভাবে পরিস্ফুটিত হয়? |
Ο ক) |
আকৃতিগতভাবে |
Ο খ) |
আংশিক |
Ο গ) |
নিশ্চলভাবে |
Ο ঘ) |
প্রায় অবিকল |
সঠিক উত্তর: (ঘ)
২৪৮. |
জীববিজ্ঞানের কোন শাখায় বংশগতি নিয়ে আলোচনা করা হয়? |
Ο ক) |
জীবপ্রযুক্তি |
Ο খ) |
জেনেটিক ইঞ্জিনিয়ারিং |
Ο গ) |
জেনেটিক্স |
Ο ঘ) |
হিস্টোলজি |
সঠিক উত্তর: (গ)
২৪৯. |
DNA এর দুইটি পলিনিউক্লিওটাইড সূত্র কীভাবে অবস্থান করে? |
Ο ক) |
সমান্তরালভাবে |
Ο খ) |
পার্শ্বীয়ভাবে |
Ο গ) |
আড়াআড়িভাবে |
Ο ঘ) |
বিপরীতভাবে |
সঠিক উত্তর: (ঘ)
২৫০. |
বিবর্তনে প্রকৃতির ভূমিকা ব্যাখ্যা করেন কে? |
Ο ক) |
গ্রেগর জোহান মেন্ডেল |
Ο খ) |
থিওডোর সোয়ান |
Ο গ) |
চার্লস রবার্ট ডারউইন |
Ο ঘ) |
রবার্ট হুক |
সঠিক উত্তর: (গ)
২৫১. |
‘Struggle for existance’ যুক্তিটির প্রস্তাবক কে? |
Ο ক) |
ডারউইন |
Ο খ) |
এরিস্টটল |
Ο গ) |
ম্যারথাস |
Ο ঘ) |
সক্রেটিস |
সঠিক উত্তর: (ক)
২৫২. |
ক্রোমোজোমের সম্পর্কে প্রযোজ্য – i. বংশগতির প্রধান উপাদান ii. বিজ্ঞানী Strasburger সর্বপ্রথম আবিষ্কার করেন iii. একটি ক্রোমোজোম দৈর্ঘ্য সাধারণত ৩.৫-৩০ মাইক্রন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৫৩. |
থ্যালাসেমিয়া কিসের বাহক হিসেবে কাজ করে? |
Ο ক) |
ভাইরাসের |
Ο খ) |
রক্তের বাহক |
Ο গ) |
জিনের |
Ο ঘ) |
গ্লোবিলিন |
সঠিক উত্তর: (গ)
২৫৪. |
বাবা-মা উভয় থেকে থ্যালাসেমিয়া জিন পেলে তাকে কী বলে? |
Ο ক) |
মেজর থ্যালাসেমিয়া |
Ο খ) |
মাইনর থ্যালাসেমিয়া |
Ο গ) |
α থ্যালাসেমিয়া |
Ο ঘ) |
β থ্যালাসেমিয়া |
সঠিক উত্তর: (ক)
২৫৫. |
Chromosome শব্দটি সর্বপ্রথম কত সালে ব্যবহার করা হয়? |
Ο ক) |
১৮৯০ |
Ο খ) |
১৮৮৮ |
Ο গ) |
১৮৮৭ |
Ο ঘ) |
১৮৮৯ |
সঠিক উত্তর: (খ)
২৫৬. |
সেক্স-ক্রোমোজোমের ক্ষেত্রে – i. ডিম্বাণু শুধু X বহন করে ii. শুক্রাণু শুধু Y বহন করে iii. ডিম্বাণু ও শুক্রাণু X বহন করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৫৭. |
DNA এর আণবিক ওজন কত? |
Ο ক) |
১০৫-১০১০ |
Ο খ) |
১০৬-১০৯ |
Ο গ) |
১০৭-১০৮ |
Ο ঘ) |
১০৩-১০৭ |
সঠিক উত্তর: (খ)
২৫৮. |
কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেনঘটিত বেস ও অজৈব ফসফেটকে একত্রে কী বলে? |
Ο ক) |
নিউক্লিওপ্রোটিন |
Ο খ) |
পলিস্যাকারাইড |
Ο গ) |
নিউক্লিওটাইড |
Ο ঘ) |
ডাইস্যাকারাইড |
সঠিক উত্তর: (গ)
২৫৯. |
একজন বর্ণান্ধ পুরুষের সাথে একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মহিলার বিয়ে হলে – i. প্রথম বংশধরে সবাই দৃষ্টিসম্পন্ন হবে ii. প্রথম বংশধরে পুত্র বর্ণান্ধ হবে iii. দ্বিতীয় বংশধরের একজন বর্ণান্ধ পুত্র হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৬০. |
DNA টেস্ট সুসম্পন্ন করার জন্য প্রথমত কোনটি প্রয়োজন? |
Ο ক) |
জৈবিক নমুনা |
Ο খ) |
শুক্রাণু |
Ο গ) |
ডিম্বাণু |
Ο ঘ) |
ক্রোমোজোম |
সঠিক উত্তর: (ক)
২৬১. |
পুরুষ লোকের ডিপ্লয়েড কোষে কোন ধরনের সেক্স ক্রোমোজোম থাকে? |
Ο ক) |
XX |
Ο খ) |
XY |
Ο গ) |
YY |
Ο ঘ) |
ZX |
সঠিক উত্তর: (খ)
২৬২. |
গ্রেগর জোহান মেন্ডেল ১৮৬৬ সালে জিনের কী নাম দিয়েছিলেন? |
Ο ক) |
ফ্যাক্টর |
Ο খ) |
ম্যাটার |
Ο গ) |
অ্যাটম |
Ο ঘ) |
কোয়ার্ক |
সঠিক উত্তর: (ক)
২৬৩. |
আমাদের নদ-নদীতে মাছের সংখ্যা বাড়াতে জেলেদের বিরত থাকতে হবে – i. জাটকা ধরা হতে ii. মা মাছ ধরা হতে iii. কাঁকড়া ধরা হতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৬৪. |
লাল-সবুজ ছাড়াও বর্ণান্ধতা দেখা যায় – i. নীল রঙের ক্ষেত্রে ii. আসমানী রঙের ক্ষেত্রে iii. হলুদ রঙের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৬৫. |
বংশগতির ভৌত ভিত্তি সম্পর্কে বলা যায় – i. এর সর্বোচ্চ দৈর্ঘ্য ৩০ মাইক্রন ii. এর সর্বনিম্ন প্রস্থ ২ মাইক্রন iii. বংশগতির ধারা অক্ষুন্ন রাখে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৬৬. |
DNA-তে কয় কার্বনবিশিষ্ট শর্করা বিদ্যমান? |
Ο ক) |
৩ কার্বনবিশিষ্ট |
Ο খ) |
৪ কার্বনবিশিষ্ট |
Ο গ) |
৬ কার্বনবিশিষ্ট |
Ο ঘ) |
৬ কার্বনবিশিষ্ট |
সঠিক উত্তর: (গ)
২৬৭. |
বংশগতি জীববিজ্ঞানের কী ধরনের শাখা? |
Ο ক) |
ফলিত শাখা |
Ο খ) |
বিশুদ্ধ শাখা |
Ο গ) |
বিশেষতি শাখা |
Ο ঘ) |
নতুন শাখা |
সঠিক উত্তর: (খ)
২৬৮. |
কোন জিনের বৈশিষ্ট্যটি প্রথম বংশধরে প্রকাশ পায় না? |
Ο ক) |
প্রকট জিন |
Ο খ) |
এলিলিক জিন |
Ο গ) |
প্রচ্ছন্ন জিন |
Ο ঘ) |
সেন্ট্রোমিয়ার জিন |
সঠিক উত্তর: (গ)
২৬৯. |
স্ত্রীলোকের ডিপ্লয়েড কোষে কয়টি সেক্স-ক্রোমোজোম থাকে? |
Ο ক) |
২টি |
Ο খ) |
৩টি |
Ο গ) |
৪টি |
Ο ঘ) |
১টি |
সঠিক উত্তর: (ক)
২৭০. |
মেরুদন্ডি প্রাণীর মধ্যে কোন প্রাণীটির প্রজনন সবচেয়ে ধীর গতিতে হয়? |
Ο ক) |
হরিণ |
Ο খ) |
হাতি |
Ο গ) |
মাছ |
Ο ঘ) |
ঘোড়া |
সঠিক উত্তর: (খ)
২৭১. |
মানুষের শ্বেতকণিকায় (White blood cell) ক্রোমোজোম থাকে – i. ২৩টি ii. ৪৬টি iii. ২৩ জোড়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৭২. |
অটোসোম অংশগ্রহণ করে – i. দেহ গঠনে ii. লিঙ্গ নির্ধারণে iii. ভ্রূণ গঠনে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৭৩. |
RNA উপস্থিত – i. TMV ii. যে কোনো ভাইরাস iii. Tobacco mosaic virus নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৭৪. |
স্ত্রীলোকের ডিপ্লয়েড কোষে কোন ধরনের সেক্স ক্রোমোজোম থাকে? |
Ο ক) |
XY |
Ο খ) |
XX |
Ο গ) |
YZ |
Ο ঘ) |
ZX |
সঠিক উত্তর: (খ)
২৭৫. |
Watson কোন দেশের বিজ্ঞানী? |
Ο ক) |
মার্কিন |
Ο খ) |
ইংরেজ |
Ο গ) |
গ্রিক |
Ο ঘ) |
জার্মানি |
সঠিক উত্তর: (ক)
২৭৬. |
থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে শিশু কোথা থেকে গ্যালাসেমিয়া জিন পেয়ে থাকে? |
Ο ক) |
মা |
Ο খ) |
বাবা |
Ο গ) |
মা ও বাবা উভয় |
Ο ঘ) |
পরিবার |
সঠিক উত্তর: (গ)
২৭৭. |
ডিম্বাণু পুরুষের বহনকারী কোন ক্রোমোজোম দ্বারা নিষিক্ত হয়? |
Ο ক) |
X |
Ο খ) |
Y |
Ο গ) |
XY |
Ο ঘ) |
X বা Y যেকোনো ১টি |
সঠিক উত্তর: (ঘ)
২৭৮. |
মাতা-পিতার কোন বৈশিষ্ট্যাবলি সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয়? |
Ο ক) |
আকৃতিগত |
Ο খ) |
প্রকৃতিগত |
Ο গ) |
আকৃতি ও প্রকৃতিগত |
Ο ঘ) |
স্বাভাবিক |
সঠিক উত্তর: (গ)
২৭৯. |
বাবা অথবা মা যে কোন একজনের কাছ থেকে থ্যালাসেমিয়া জিন পেলে তাকে কী বলে? |
Ο ক) |
α থ্যালাসেমিয়া |
Ο খ) |
β থ্যালাসেমিয়া |
Ο গ) |
মেজর |
Ο ঘ) |
মাইনর |
সঠিক উত্তর: (ঘ)
২৮০. |
স্নায়ুকোষে একাধিক পিগমেন্ট না থাকলে কোন রঙের পার্থক্য করা যায় না? |
Ο ক) |
নীল ও হলুদ |
Ο খ) |
লাল ও নীল |
Ο গ) |
আকাশী ও লাল |
Ο ঘ) |
সবুজ ও সাদা |
সঠিক উত্তর: (ক)
২৮১. |
বংশপরম্পরাজনিত রোগ কোনটি? |
Ο ক) |
আর্থ্রাইটিস |
Ο খ) |
থ্যালাসেমিয়া |
Ο গ) |
জন্ডিস |
Ο ঘ) |
অস্টিওপেরিসেস |
সঠিক উত্তর: (খ)
২৮২. |
বংশগতি সম্বন্ধে বিশদ আলোচনা ও গবেষণা করা হয় – |
Ο ক) |
শারীরবিদ্যায় |
Ο খ) |
পরিবেশবিদ্যায় |
Ο গ) |
অভিব্যক্তিবিদ্যায় |
Ο ঘ) |
বংশগতিবিদ্যায় |
সঠিক উত্তর: (ঘ)
২৮৩. |
DNA টেস্টের বিজ্ঞানভিত্তিক ব্যবহারিত পদ্ধতিকে বলা হয় – i. DNA ফিঙ্গার প্রিন্টিং ii. DNA টাইপিং iii. DNA টেস্টিং নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৮৪. |
কাদের মধ্যে অন্ত:প্রজাতিক প্রতিযোগিতা দেখা যায়? |
Ο ক) |
প্রজাপতি-মৌমাছি |
Ο খ) |
বানরে-বানরে |
Ο গ) |
সাপ-বেজী |
Ο ঘ) |
মানুষ-বাঘে |
সঠিক উত্তর: (খ)
২৮৫. |
কোন পদ্ধতিতে DNA অনুলিপিত হয়? |
Ο ক) |
রক্ষণশীল |
Ο খ) |
অর্ধরক্ষণশীল |
Ο গ) |
অনুলিপন |
Ο ঘ) |
লোকাস |
সঠিক উত্তর: (খ)
২৮৬. |
Electorphoresis ব্যবহৃত হয় – i. DNA ফিঙ্গার প্রিন্টিং এ ii. DNA জোড়া লাগাতে iii. ডিএনএ টাইপিং নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৮৭. |
একটি সূত্রের এডিনিন অন্য সূত্রের থাইমিনের সাথে কী দ্বারা যুক্ত থাকে? |
Ο ক) |
হাইড্রোজেন বন্ড |
Ο খ) |
অক্সিজেন বন্ড |
Ο গ) |
কার্বন বন্ড |
Ο ঘ) |
ক্লোরিন বন্ড |
সঠিক উত্তর: (ক)
২৮৮. |
কোনটি অভিব্যক্তির বা বিবর্তনের উপাদান? |
Ο ক) |
জীবের মৃত্যু |
Ο খ) |
জীবের অঙ্গহানি |
Ο গ) |
গাছের পানি সংরক্ষণের কৌশল |
Ο ঘ) |
নতুন জীবের উদ্ভব |
সঠিক উত্তর: (গ)
২৮৯. |
যেসব প্রোটিনের জিন নষ্টের কারণে থ্যালাসেমিয়া হয় – i. g-গ্লোবিউলিন ii. a-গ্লোবিউলিন iii. b-গ্লোবিউলিন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৯০. |
ডিএনএ প্রোবের সাথে হাইব্রিডাইজ করে কোনটি? |
Ο ক) |
একটিভ এনজাইম |
Ο খ) |
এলোস্টেরিক এনজাইম |
Ο গ) |
রেডিও একটিভ আইসোটোপ |
Ο ঘ) |
রেডিও একটিভ প্রোটন |
সঠিক উত্তর: (গ)
২৯১. |
বাংলাদেশে বর্তমানে প্রায় থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা কত? |
Ο ক) |
দেড় লাখ |
Ο খ) |
দুই লাখ |
Ο গ) |
এক লাখ |
Ο ঘ) |
পাঁচ লাখ |
সঠিক উত্তর: (গ)
উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: শাহিদের বোনের প্রথম বাচ্চা প্রসবের আগে প্রচন্ড পেট ব্যথা আরম্ভ হলো বোনের এ অবস্থা দেখে শাহিদ এ্যাম্বুলেন্সে করে জেলা সদর হাসপাতালে নিল। হাসপাতালে রাখার একদিন পর তার বোন একটি মৃত বাচ্চা প্রসব করল। এতে পরিবারের সবার মন ভীষণ খারাপ হয়ে গেল। |
২৯২. |
শাহিদের বোনের মৃত বাচ্চা হওয়ার কারণ – i. থ্যালাসেমিয়া ii. ক্যান্সার iii. বাত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৯৩. |
থ্যালাসেমিয়া মেজর রোগীদের কত বছর বয়সে মৃত্যু ঝুঁকি থাকে? |
Ο ক) |
২০-২৫ বছর |
Ο খ) |
২০-২৮ বছর |
Ο গ) |
২০-৩০ বছর |
Ο ঘ) |
২০-২৯ বছর |
সঠিক উত্তর: (গ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন