এস.এস.সি ||
হিসাববিজ্ঞান অধ্যায় - ১০: আর্থিক বিবরণী |
১. |
আর্থিক বিবরণীতে দেখানো হয় - |
Ο ক) |
A.L.I |
Ο খ) |
A.L.E |
Ο গ) |
L.A.E |
Ο ঘ) |
L.C.I |
সঠিক উত্তর: (খ)
২. |
আর্থিক বিবরণীর সাধারণত কয়ভাগে ভাগ করা যায়? |
Ο ক) |
আটটি ভাগে |
Ο খ) |
সাতটি ভাগে |
Ο গ) |
পাঁচ ভাগে |
Ο ঘ) |
তিন ভাগে |
সঠিক উত্তর: (গ)
৩. |
একটি প্রতিষ্ঠানে বিশদ আয় বিবরণীর মাধ্যমে জানা যায় - i. পরিচালন মুনাফা ii. মোট মুনাফা iii. অপরিচালন নিট আয়/ব্যয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪. |
পণ্যের বিক্রয়মূল্য হতে মুনাফা বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলে - |
Ο ক) |
বিক্রীত পণ্যের মূল্য |
Ο খ) |
ক্রীত পণ্যের মূল্য |
Ο গ) |
মজুদ পণ্যের মূল্য |
Ο ঘ) |
মোট লাভ |
সঠিক উত্তর: (ক)
৫. |
আর্থিক বিবরণীর ভিত্তি কোনটি? |
Ο ক) |
খতিয়ান হিসাব |
Ο খ) |
রেওয়ামিল |
Ο গ) |
জাবেদা |
Ο ঘ) |
বিশদ আয় বিবরণী |
সঠিক উত্তর: (খ)
৬. |
কোনটি আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না? |
Ο ক) |
মোট মুনাফা |
Ο খ) |
নিট মুনাফা |
Ο গ) |
নিট ক্ষতি |
Ο ঘ) |
সম্ভাব্য আয় |
সঠিক উত্তর: (ঘ)
৭. |
মালিকের ভ্রমণ খরচ কী হবে? i. উত্তোলনের সাথে যোগ হবে ii. উত্তোলন থেকে বিয়োগ হবে iii. নগদের সাথে যোগ হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৮. |
আয়কর কীসের ওপর প্রদান করা হয়? i. নিট লাভের ওপর ii. মোট লাভের ওপর iii. মোট ব্যয়ের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৯. |
বকেয়া বেতন - |
Ο ক) |
কারবারের আয় |
Ο খ) |
কারবারের দেনা |
Ο গ) |
কারবারের সম্পদ |
Ο ঘ) |
কারবারের ব্যয় |
সঠিক উত্তর: (খ)
১০. |
তারণ্য অনুপাত নির্ণয়ে অগ্রিম ব্যয় বাদ দিতে হয় কেন? |
Ο ক) |
এটি আদায়যোগ্য বলে |
Ο খ) |
এটি পরিশোধনযোগ্য বলে |
Ο গ) |
এটি আদায়যোগ্য নয় বলে |
Ο ঘ) |
এটি হিসাবভুক্ত নয় বলে |
সঠিক উত্তর: (গ)
১১. |
অগ্রিম বীমা প্রিমিয়াম ব্যবসায়ের - |
Ο ক) |
লাভ হিসেবে বিবেচিত হয় |
Ο খ) |
দায় হিসেবে বিবেচিত হয় |
Ο গ) |
আয় হিসেবে বিবেচিত হয় |
Ο ঘ) |
সম্পদ হিসেবে বিবেচিত হয় |
সঠিক উত্তর: (ঘ)
১২. |
আর্থিক অবস্থার বিবরণী পূর্বে কী নামে পরিচিত ছিল? |
Ο ক) |
আর্থিক বিবরণী |
Ο খ) |
উদ্বৃত্তপত্র |
Ο গ) |
সম্পদ ও দায় বিবরণী |
Ο ঘ) |
আর্থিক ফলাফল বিবরণী |
সঠিক উত্তর: (খ)
১৩. |
মোট লাভ বিক্রয়মূল্যের ৭.৫%, মোট লাভ ৭,৫০০ টাকা হলে বিক্রয় মূল্য কত? i. ১,০০,০০০ ii. ১,৫০,০০০ iii. ১,২৫,০০০ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৪. |
কুঋণ ও কুঋণ সঞ্চিতি কীসের থেকে বাদ যায়? i. দেনাদার থেকে ii. পাওনাদার থেকে iii. মূলধন থেকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৫. |
ভবিষ্যৎ অনাদায়ী ঋণের বিপক্ষে কী তৈরি করা হয়? i. কুঋণ সঞ্চিতি ii. অনাদায়ী দেনা iii. বিবিধ দেনাদার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৬. |
বিশদ আয় বিবরণীর প্রধান উদ্দেশ্য হল - |
Ο ক) |
মোট লাভ বা ক্ষতি নির্ণয় করা |
Ο খ) |
মোট বিক্রয় নির্ণয় করা |
Ο গ) |
মোট ক্রয় নির্ণয় করা |
Ο ঘ) |
নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা |
সঠিক উত্তর: (ঘ)
১৭. |
আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতে প্রয়োজন হয় - i. সম্পদ (A) ii. দায় (L) iii. মূলধন (E) নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮. |
আর্থিক বিবরণী প্রণয়নের সময় কয়টি নীতির প্রতি দৃষ্টি রাখা হয়? |
Ο ক) |
৬টি |
Ο খ) |
৮টি |
Ο গ) |
১০টি |
Ο ঘ) |
৪টি |
সঠিক উত্তর: (খ)
১৯. |
নিচের কোন দায়টি সবচেয়ে দীর্ঘমেয়াদী? |
Ο ক) |
ঋণ |
Ο খ) |
প্রদেয় বিল |
Ο গ) |
মূলধন |
Ο ঘ) |
ব্যাংক জমাতিরিক্ত |
সঠিক উত্তর: (গ)
২০. |
বীমা করার উদ্দেশ্য হলো - i. ঝুঁকির বন্টন ii. দূর্ঘটনাজনিত ক্ষতিপূরণ iii. সম্পদ বৃদ্ধি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২১. |
পরোক্ষ পরিচালন আয় কোনটি? |
Ο ক) |
সেবা বিক্রয় |
Ο খ) |
পণ্য বিক্রয় |
Ο গ) |
কমিশন |
Ο ঘ) |
বাট্টা প্রাপ্তি |
সঠিক উত্তর: (ঘ)
২২. |
পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে পরিচালন ব্যয় কোনটি? |
Ο ক) |
বেতন |
Ο খ) |
প্রদত্ত কমিশন |
Ο গ) |
প্রদত্ত বাট্টা |
Ο ঘ) |
ব্যাংক চার্জ |
সঠিক উত্তর: (ক)
২৩. |
পাঠ্য বিইতে আর্থিক বিবরণীর কয়টি ধাপের ধারণা ও প্রস্তুত প্রণালী বর্ণনা করা হয়েছে? |
Ο ক) |
দুইটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
চারটি |
Ο ঘ) |
পাঁচটি |
সঠিক উত্তর: (খ)
২৪. |
কোনটিকে চলতি দায় বলা হয়? |
Ο ক) |
মজুদ পণ্য |
Ο খ) |
বিবিধ দেনাদার |
Ο গ) |
বকেয়া খরচসমূহ |
Ο ঘ) |
মূলধন |
সঠিক উত্তর: (গ)
২৫. |
হিসাব নিরীক্ষকের ফিস আর্থিক বিবরণীতে দেখানো হয় - |
Ο ক) |
পরিচালন ব্যয় হিসাবে |
Ο খ) |
অপরিচালন ব্যয় হিসাবে |
Ο গ) |
পরিচালন আয় হিসাবে |
Ο ঘ) |
আদৌ কোন হিসাবেই অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই |
সঠিক উত্তর: (ক)
২৬. |
একটি পরোক্ষ আয় হচ্ছে - |
Ο ক) |
বিক্রয় |
Ο খ) |
অনাদায়ী পাওনা |
Ο গ) |
শিক্ষানবিস সেলামি |
Ο ঘ) |
শিক্ষানবিস ভাতা |
সঠিক উত্তর: (গ)
২৭. |
আর্থিক অবস্থার বিবরণীতে �মোট দায়ের পরই কোনটি দেখানো হয়? |
Ο ক) |
সম্পত্তিসমূহ |
Ο খ) |
ব্যয়সমূহ |
Ο গ) |
মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত |
Ο ঘ) |
দাযের উদ্বৃত্ত |
সঠিক উত্তর: (গ)
২৮. |
রেওয়ামিল বহির্ভূত বিভিন্ন তথ্য চূড়ান্ত হিসাবের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় - i. অন্তর্ভুক্তিকরণ ii. সমন্বয়সাধন iii. সম্পূর্ণকরণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৯. |
১ জানুয়ারি ২০০৮ সালে ৬% হারে ঋণের পরিমাণ ৫,০০০ টাকা। ১ জুলাই ২০০৮ সালে ১,০০০ টাকা ঋণ পরিশোধ করা হয়। ২০০৮ সালে সুদের পরিমাণ কত হবে? |
Ο ক) |
৩০০ টাকা |
Ο খ) |
৩৬০ টাকা |
Ο গ) |
২৭০ টাকা |
Ο ঘ) |
২৪০ টাকা |
সঠিক উত্তর: (গ)
৩০. |
মি. সুজন একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী। তার ব্যবসাযের হিসাবরক্ষক রেওয়ামিল
তৈরি করে আর্থিক অবস্থা বিবরণী প্রণয়ন করেছেন। মি. সুজনের প্রতিষ্ঠানের
হিসাবরক্ষক কর্তৃক আর্থিক অবস্থা বিবরণী প্রণয়ন করার কারণ - i. ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানা যায় ii. এর মাধ্যমে ব্যবসায়ের প্রকৃত নিট মুনাফা জানা যায় iii. এর মাধ্যমে ব্যবসায়ের প্রকৃত মোট মুনাফা জানা যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩১. |
দুতরফা দাখিলা পদ্ধতি কোন নতির ওপর করা হয়? |
Ο ক) |
ব্যবসায়িক সত্তা নীতি |
Ο খ) |
চলমান প্রতিষ্ঠান নীতি |
Ο গ) |
দ্বৈতসত্তা নীতি |
Ο ঘ) |
হিসাবকাল ধারনা |
সঠিক উত্তর: (গ)
৩২. |
পাঠ্য বইতে আর্থিক বিবরণীর কোন ধাপটির আলোচনা করা হয়নি? |
Ο ক) |
বিশদ আয় বিবরণী |
Ο খ) |
মালিকানা স্বত্ব বিবরণী |
Ο গ) |
আর্থিক অবস্থার বিবরণী |
Ο ঘ) |
নগদ প্রবাহ বিবরণী |
সঠিক উত্তর: (ঘ)
৩৩. |
অনুপাত বিশ্লেষণের মাধ্যমে সম্ভব হয় - i. চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাই করা ii. নিট মুনাফার হার নির্ণয় করা iii. বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয় করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৪. |
দেনাদার কী জাতীয় সম্পত্তি? i. চলতি সম্পত্তি ii. স্থায়ী সম্পত্তি iii. কাল্পনিক সম্পত্তি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৫. |
বিশদ আয় বিবরণীর ইংরেজি রূপ কোনটি? |
Ο ক) |
Statement of comprehensive Income |
Ο খ) |
Income Statement |
Ο গ) |
Statement of Financial Position |
Ο ঘ) |
Balance Sheet |
সঠিক উত্তর: (ক)
৩৬. |
ট্রেডমার্ক কারবারের একটি - |
Ο ক) |
আয় |
Ο খ) |
ব্যয় |
Ο গ) |
দেনা |
Ο ঘ) |
সম্পদ |
সঠিক উত্তর: (ঘ)
৩৭. |
পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে মূল পরিচালন আয় কোনটি? |
Ο ক) |
প্রাপ্ত কমিশন |
Ο খ) |
বাড়ি ভাড়া আয় |
Ο গ) |
পণ্য বিক্রয় |
Ο ঘ) |
প্রাপ্ত বাট্টা |
সঠিক উত্তর: (গ)
৩৮. |
নিচের কোনটি অস্পর্শনীয় সম্পত্তি? |
Ο ক) |
ট্রেডমার্ক |
Ο খ) |
যন্ত্রপাতি |
Ο গ) |
নগদ টাকা |
Ο ঘ) |
মজুদ পণ্য |
সঠিক উত্তর: (ক)
৩৯. |
কোনো প্রতিষ্ঠানে প্রারম্ভিক মজুদ ৫০,০০০ টাকা, ক্রয় ২০,০০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ৪০,০০০ টাকা হলে সমাপনী মজুদ কত? |
Ο ক) |
২০,০০০ টাকা |
Ο খ) |
২৫,০০০ টাকা |
Ο গ) |
৩০,০০০ টাকা |
Ο ঘ) |
৪০,০০০ টাকা |
সঠিক উত্তর: (গ)
৪০. |
আর্থিক অবস্থা বিবরণীর ‘সম্পত্তি ও দায়’ উভয়দিক সমান হয় কেন? |
Ο ক) |
ব্যবসায়িক সত্তা নীতির জন্য |
Ο খ) |
ডেবিট, ক্রেডিট সমতা নীতির জন্য |
Ο গ) |
চলমান প্রতিষ্ঠান নীতির জন্য |
Ο ঘ) |
রক্ষণশীলতার নীতির জন্য |
সঠিক উত্তর: (খ)
৪১. |
মি. ফারুকের রেওয়ামিলে শিক্ষানবিস সেলামি আছে ৪,০০০ টাকা যা ৫ বছরের জন্য পাওয়া গেছে। এটি সমন্বয়ের ফলে - i. মি. ফারুকের আয় হ্রাস পাবে ৩,২০০ টাকা ii. আয় হ্রাস পাবে ৮,২০০ টাকা iii. হিসাব সমীকরণের গুণগত পরিবর্তন হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪২. |
আর্থিক বিবরণীর ধাপ কোনটি? |
Ο ক) |
ক্রয়-বিক্রয় হিসাব |
Ο খ) |
আয়-ব্যয় হিসাব |
Ο গ) |
নগদান হিসাব |
Ο ঘ) |
মালিকানা স্বত্ব বিবরণী |
সঠিক উত্তর: (ঘ)
৪৩. |
আর্থিক অবস্থার বিরণীতে প্রথম স্তরে কী লিপিবদ্ধ করা হয়? |
Ο ক) |
সম্পদসমূহ |
Ο খ) |
দায়সমূহ |
Ο গ) |
আয়সমূহ |
Ο ঘ) |
ব্যয়সমূহ |
সঠিক উত্তর: (ক)
৪৪. |
কোন নীতি অনুযায়ী মালিকের মূলধন ব্যবসায়ের জন্য একটি দায়? |
Ο ক) |
চলমান প্রতিষ্ঠান |
Ο খ) |
ব্যবসায়িক স্বত্বা |
Ο গ) |
হিসাবকাল |
Ο ঘ) |
বস্তুনিষ্ঠতা |
সঠিক উত্তর: (খ)
৪৫. |
‘মজুরি বকেয়া ৫০০ টাকা’ আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয় - i. বিশদ আয় বিবরণীতে খরচ হিসেবে ii. আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে iii. মালিকানা স্বত্ব বিবরণীতে মূলধন হিসেবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৬. |
সেবাদানকারী প্রতিষ্ঠানের উদাহরণ কোনটি? |
Ο ক) |
উৎপাদনকারী প্রতিষ্ঠান |
Ο খ) |
বিজ্ঞাপনী সংস্থা |
Ο গ) |
এক-মালিকানা প্রতিষ্ঠান |
Ο ঘ) |
যৌথ-মূলধনী প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (খ)
৪৭. |
বিক্রয়কৃত পণ্যের পরিবহন খরচকে কী বলা হয়? |
Ο ক) |
পরিবহন খরচ |
Ο খ) |
আন্তঃমুখী পরিবহন খরচ |
Ο গ) |
বহিঃমুখী পরিবহন খরচ |
Ο ঘ) |
যৌথ খরচ |
সঠিক উত্তর: (গ)
৪৮. |
কোনটি অস্পর্শনীয় সম্পত্তি? |
Ο ক) |
দালানকোঠা |
Ο খ) |
যন্ত্রপাতি |
Ο গ) |
ভূমি |
Ο ঘ) |
ট্রেডমার্ক |
সঠিক উত্তর: (গ)
৪৯. |
বছরের শেষে ব্যবসায়ী কী জানতে চায়? |
Ο ক) |
মোট লাভের পরিমাণ |
Ο খ) |
সম্পত্তি ও দায়দেনার পরিমাণ |
Ο গ) |
ব্যবসাযের লোকসান |
Ο ঘ) |
ব্যবসায়ের উদ্দেশ্য |
সঠিক উত্তর: (ক)
৫০. |
বীমা প্রিমিয়াম লিখা হয় - |
Ο ক) |
মালিকানা স্বত্ব বিবরণীতে |
Ο খ) |
বিশদ আয় বিবরণীতে |
Ο গ) |
আর্থিক অবস্থার বিবরণীতে |
Ο ঘ) |
নগদ প্রবাহ বিবরণীতে |
সঠিক উত্তর: (খ)
৫১. |
চলতি দায়ের উদাহরণ কোনটি? i. ঋণপত্র ii. প্যাটেন্ট iii. পাওনাদার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৫২. |
আর্থিক অবস্থা বিবরণীর সম্পত্তিসমূহের যোগফল দায় সমূহের যোগফলের - |
Ο ক) |
কম বেশি হয় |
Ο খ) |
সর্বদা সমান হয় |
Ο গ) |
বেশি হয় |
Ο ঘ) |
কম হয় |
সঠিক উত্তর: (খ)
৫৩. |
বিক্রিত পণ্যের মূল্য নির্ধারণে অন্তর্ভুক্ত হয় - i. প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, ক্রয় পরিবহন ii. সমাপনী মজুদ পণ্য, জাহাজ ভাড়া, ক্রয় পরিবহন iii. বিক্রয় বাট্টা, বিক্রয় ফেরত, আমদানি শুল্ক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৪. |
মোট মুনাফা হলো - |
Ο ক) |
পরিচালন মুনাফা + পরিচালন ব্যয় |
Ο খ) |
বিক্রয় - ক্রয় |
Ο গ) |
বিক্রিত পণ্যের ব্যয় + প্রারম্ভিক মজুদ পণ্য |
Ο ঘ) |
নিট মুনাফা - পরিচালনা ব্যয় |
সঠিক উত্তর: (খ)
৫৫. |
কোনটি বিশ্লেষণ করে ব্যবসায়ের মুনাফা অর্জন ক্ষমতা ও কার্যকরী মূলধনের অবস্থা ইত্যাদি বিষয়ে জানা যায়? |
Ο ক) |
মোট লাভ বা ক্ষতি |
Ο খ) |
নিট লাভ বা ক্ষতি |
Ο গ) |
খতিয়ান |
Ο ঘ) |
আর্থিক অবস্থার বিবরণী |
সঠিক উত্তর: (ঘ)
৫৬. |
সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনটি সঠিক? |
Ο ক) |
আয় - ব্যয় - নিট মুনাফা |
Ο খ) |
আয় - ব্যয় = নিট ক্ষতি |
Ο গ) |
আয় - ব্যয় = মোট মুনাফা |
Ο ঘ) |
আয় - ব্যায় = মোট ক্ষতি |
সঠিক উত্তর: (ক)
৫৭. |
মালিকানা স্বত্ব বিবরণীর সূত্র কোনটি? |
Ο ক) |
মূলধন + নিট লাভ + উত্তোলন - অতিরিক্ত মূলধন + আয়কর |
Ο খ) |
মূলধন + অতিরিক্ত মূলধন + নিট লাভ - (উত্তোলন + আয়কর) |
Ο গ) |
মূলধন + অতিরিক্ত মূলধন + নিট লাভ - (উত্তোলন - আয়কর) |
Ο ঘ) |
মূলধন + অতিরিক্ত মূলধন + নিট লাভ + (উত্তোলন + আয়কর) |
সঠিক উত্তর: (খ)
৫৮. |
প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের স্বীকৃত মাধ্যম কী? |
Ο ক) |
রেওয়ামিল |
Ο খ) |
বিশদ আয় বিবরণী |
Ο গ) |
নগদ প্রবাহ বিবরণী |
Ο ঘ) |
আর্থিক অবস্থা বিবরণী |
সঠিক উত্তর: (ঘ)
৫৯. |
কোন নীতি অনুযায়ী ব্যবসায়ের নির্দিষ্ট কোনো আয়ুষ্কাল নেই? |
Ο ক) |
ব্যবসায়িক স্বত্বা নীতি |
Ο খ) |
চলমান স্বত্বা নীতি |
Ο গ) |
হিসাবকাল নীতি |
Ο ঘ) |
বকেয়া ধারণা নীতি |
সঠিক উত্তর: (খ)
৬০. |
‘রপ্তানি শুল্ক’ ব্যবসায়ের একটি - |
Ο ক) |
প্রত্যক্ষ ব্যয় |
Ο খ) |
পরোক্ষ ব্যয় |
Ο গ) |
বিলম্বিত ব্যয় |
Ο ঘ) |
পরোক্ষ আয় |
সঠিক উত্তর: (খ)
৬১. |
কোনটি বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়? |
Ο ক) |
অফিস খরচ |
Ο খ) |
মালিক কর্তৃক পণ্য উত্তোলন |
Ο গ) |
কাঁচামাল |
Ο ঘ) |
পণ্য ক্রযের ভাড়া |
সঠিক উত্তর: (ক)
৬২. |
ব্যবসাযের হিসাব নিকাশের সত্যতা পরীক্ষা করার কাজকে কী বলে? |
Ο ক) |
নিরীক্ষা |
Ο খ) |
হিসাবরক্ষণ |
Ο গ) |
যাচাইকরণ |
Ο ঘ) |
অনুপাত বিশ্লেষণ |
সঠিক উত্তর: (ক)
৬৩. |
কোন নির্দিষ্ট সময়ে যে পণ্যদ্রব্য বিক্রয় হয় তার জন্য ব্যয়িত খরচের যোগফলকে কী বলা হয়? |
Ο ক) |
প্রারম্ভিক মজুদ পণ্য |
Ο খ) |
সমাপনী মজুদ পণ্য |
Ο গ) |
বিক্রীত পণ্যের মূল্য |
Ο ঘ) |
মোট ব্যয় |
সঠিক উত্তর: (গ)
৬৪. |
কোনটি পরোক্ষ খরচ? |
Ο ক) |
কারবারি খরচ |
Ο খ) |
নিরীক্ষা খরচ |
Ο গ) |
বীমা |
Ο ঘ) |
উপরের সবকটি |
সঠিক উত্তর: (ঘ)
৬৫. |
নিচের কোনটি দীর্ঘমেয়াদি দায়? |
Ο ক) |
সাধারণ সঞ্চিতি |
Ο খ) |
বন্ধকী ঋণ |
Ο গ) |
মূলধন |
Ο ঘ) |
সবগুলো |
সঠিক উত্তর: (খ)
৬৬. |
মোট সম্পত্তি কীসের সমান হবে? i. মোট দায়ের সমান ii. মোট দেনাদারের সমান iii. মোট বহিঃদায়ের সমান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬৭. |
প্রত্যেক ব্যবসায়ী স্বাভাবিক কারণেই জানতে চায় ---। |
Ο ক) |
ব্যবসায়ের লাভ-লোকসান |
Ο খ) |
ব্যবসায়ের লাভ |
Ο গ) |
ব্যবসায়ের লোকসান |
Ο ঘ) |
ব্যবসায়ের উদ্দেশ্য |
সঠিক উত্তর: (ক)
৬৮. |
বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য কয়টি? |
Ο ক) |
৪টি |
Ο খ) |
২টি |
Ο গ) |
৬টি |
Ο ঘ) |
৫টি |
সঠিক উত্তর: (খ)
৬৯. |
দেনাদারের ওপর বাট্টা সঞ্চিতি - এটি কীসের উদাহরণ? |
Ο ক) |
ব্যবসায়িক সংজ্ঞানীতি |
Ο খ) |
হিসাবকাল ধারনা |
Ο গ) |
বকেয়া ধারণা |
Ο ঘ) |
রক্ষণশীলতা নীতি |
সঠিক উত্তর: (ঘ)
৭০. |
আর্থিক অবস্থা বিবরণীর ইংরেজি রূপ কী? |
Ο ক) |
Balance Sheet |
Ο খ) |
Financial Statement |
Ο গ) |
Statement of Financial Position |
Ο ঘ) |
Statement of comprehensive Income |
সঠিক উত্তর: (গ)
৭১. |
আর্থিক অবস্থা বিবরণীর দায় হিসেবে দেখানো হয় - |
Ο ক) |
মূলধন জাতীয় আয় |
Ο খ) |
মূলধন জাতীয় ব্যয় |
Ο গ) |
মুনাফা জাতীয় আয় |
Ο ঘ) |
মুনাফা জাতীয় ব্যয় |
সঠিক উত্তর: (ক)
৭২. |
ব্যবসায়ের আর্থিক অবস্থা জানতে পারি কোনটির মাধ্যমে? |
Ο ক) |
বিশদ আয় বিবরণী ও মালিকানা স্বত্ব বিবরণীর মাধ্যমে |
Ο খ) |
আর্থিক অবস্থার বিবরণী ও নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে |
Ο গ) |
বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে |
Ο ঘ) |
বিশদ আয় বিবরণী ও নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে |
সঠিক উত্তর: (গ)
৭৩. |
বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয় ৩০,০০০ টাকা আয় বহির্ভূত যেহেতু - i. পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়নি ii. নগদ টাকা পাওয়া যায় নি iii. অর্থ পাওয়ার অধিকার সৃষ্টি হয় নি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৭৪. |
সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের নীতিগত ভিত্তি হল - |
Ο ক) |
সর্বদাই ক্রয়মূল্য |
Ο খ) |
সর্বদাই বর্তমান বাজারমূল্য |
Ο গ) |
ক্রয়মূল্য ও বর্তমান বাজারমূল্যের মধ্যে যেটি কম |
Ο ঘ) |
কোনোটিই নয় |
সঠিক উত্তর: (গ)
৭৫. |
মূলধন ১,০০,০০০ টাকা, ঋণ ৫০,০০০ টাকা ও সম্পত্তি ক্রয় ১,১০,০০০ টাকা হলে, সম্পদ ও দায়ের পার্থক্য কত? |
Ο ক) |
৫০,০০০ টাকা |
Ο খ) |
৪০,০০০ টাকা |
Ο গ) |
৩৫,০০০ টাকা |
Ο ঘ) |
১,০০,০০০ টাকা |
সঠিক উত্তর: (খ)
৭৬. |
বিশদ আয় বিবরণীর দ্বিতীয় ধাপ থেকে কোনটি জানা যায়? |
Ο ক) |
অপরিচালন মুনাফা |
Ο খ) |
পরিচালন মুনাফা |
Ο গ) |
নিট মুনাপা |
Ο ঘ) |
মোট মুনাপা |
সঠিক উত্তর: (খ)
৭৭. |
অপরিচালন আয়ের উদাহরণ - i. স্থায়ী সম্পদ বিক্রয় হতে মুনাফা ii. ব্যাংক জমাতিরিক্তের সুদ iii. উপভাড়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৭৮. |
মারিকের জীবন বীমার প্রিমিয়াম ও ছেলের স্কুলের বেতন প্রদান কী হবে? |
Ο ক) |
উত্তোলনের সাথে যোগ |
Ο খ) |
উত্তোলনের সাথে বিয়োগ |
Ο গ) |
নগদের সাথে যোগ |
Ο ঘ) |
মূলধনের সাথে যোগ |
সঠিক উত্তর: (ক)
৭৯. |
কীসের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়? |
Ο ক) |
কারবারের ফলাফল নির্ণয় করার জন্য |
Ο খ) |
কারবারের আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য |
Ο গ) |
ক ও খ |
Ο ঘ) |
কোনোটিই নয় |
সঠিক উত্তর: (গ)
৮০. |
অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন নীতি অনুযায়ী দেনাদার থেকে বাদ যায়? |
Ο ক) |
রক্ষণশীলতার নীতি |
Ο খ) |
হিসাবকাল ধারণা নীতি |
Ο গ) |
সামঞ্জস্যতার নীতি |
Ο ঘ) |
বকেয়া ধারণা নীতি |
সঠিক উত্তর: (ক)
৮১. |
আর্থিক বিবরণী বলতে বোঝায় - |
Ο ক) |
কারবারের বিশদ আয় বিবরণী |
Ο খ) |
কেবল কারবারের আর্থিক অবস্থা বিবরণী |
Ο গ) |
মূলত কারবারের একটি পৃথক ও স্বতন্ত্র হিসাব |
Ο ঘ) |
কারবারের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার ধারাবাহিক প্রক্রিয়া কাঠামোবদ্ধ সুশৃঙ্খল |
সঠিক উত্তর: (ঘ)
৮২. |
সাধারণত ব্যবসায়ের আর্থিক অবস্থা মজবুত করার জন্য মুনাফার একটি নির্দিষ্ট অংশ আলাদা রেখে যে তহবিল গঠন করা হয় তাকে - i. সঞ্চয় হিসাব বলে ii. অবচয় হিসাব বলে iii. সাধারণ সঞ্চিতি হিসাব বলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৮৩. |
মালিকানা স্বত্ব বিবরণীতে মূলধন হতে বাদ যায় কোনটি? |
Ο ক) |
জীবন বীমা প্রিমিয়াম |
Ο খ) |
নিট লাভ |
Ο গ) |
অতিরিক্ত মূলধন |
Ο ঘ) |
মোট আয় |
সঠিক উত্তর: (ক)
৮৪. |
শিক্ষানবিস সেলামি বিশদ আয় বিবরণীতে - |
Ο ক) |
পরিচালন আয় |
Ο খ) |
পরিচালন ব্যয় |
Ο গ) |
অপরিচালন আয় |
Ο ঘ) |
অপরিচালন ব্যয় |
সঠিক উত্তর: (গ)
৮৫. |
প্রদেয় কমিশন - আর্থিক বিবরণীতে - |
Ο ক) |
বিশদ আয় বিবরণীতে |
Ο খ) |
মালিকানা স্বত্ব বিবরণীতে |
Ο গ) |
আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদ হিসাবে |
Ο ঘ) |
আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় হিসাবে |
সঠিক উত্তর: (ঘ)
৮৬. |
চলতি অনুপাত কত হওয়া ভাল? |
Ο ক) |
৩ : ১ |
Ο খ) |
১ : ২ |
Ο গ) |
২ : ১ |
Ο ঘ) |
২ : ২ |
সঠিক উত্তর: (গ)
৮৭. |
কোনটি দীর্ঘমেয়াদি দায়? i. ঋণপত্র ii. বন্ধকি ঋণ iii. মূলধন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৮৮. |
নিট বিক্রয দেখাতে মোট বিক্রয় থেকে কোনটি বাদ দিতে হয়? |
Ο ক) |
বিক্রয় কমিশন |
Ο খ) |
বিক্রয় পরিবহন |
Ο গ) |
বিক্রয় বাট্টা |
Ο ঘ) |
মোট ক্রয়মূল্য |
সঠিক উত্তর: (গ)
৮৯. |
“সম্ভাব্য সকল প্রকার ক্ষতি ও ব্যয়কে হিসাবভুক্ত করা কিন্তু সম্ভাব্য আয়কে হিসাবভুক্ত না করা” - এটা কোন নীতি? |
Ο ক) |
রক্ষণশীলতার নীতি |
Ο খ) |
ব্যবসায়িক সত্তা নতি |
Ο গ) |
চলমান প্রতিষ্ঠান নীতি |
Ο ঘ) |
দ্বৈতসত্তার নতি |
সঠিক উত্তর: (ক)
৯০. |
রেওয়ামিলে ১০% ঋণ ৩০,০০০ টাকা এবং সমন্বয়ে বর্ণিত ৬ মাসের সুদ বকেয়া আছে। আর্থিক বিবরণীতে মোট কত টাকা ঋণ বাবদ বসবে? |
Ο ক) |
৩০,০০০ টাকা |
Ο খ) |
৩১,৫০০ টাকা |
Ο গ) |
২৮,৫০০ টাকা |
Ο ঘ) |
৩৩,০০০ টাকা |
সঠিক উত্তর: (খ)
৯১. |
পণ্য ক্রয়-বিক্রয় করে না কোন ধরনের প্রতিষ্ঠান? |
Ο ক) |
সাধারণ ব্যবসায় প্রতিষ্ঠান |
Ο খ) |
একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান |
Ο গ) |
সেবা প্রদানকারী প্রতিষ্ঠান |
Ο ঘ) |
উৎপাদনকারী প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (গ)
৯২. |
আয়কর কীসের ওপর প্রদান করা হয়? |
Ο ক) |
মোট লাভের উপর |
Ο খ) |
নিট লাভের উপর |
Ο গ) |
মোট ব্যয়ের উপর |
Ο ঘ) |
মোট আয়ের উপর |
সঠিক উত্তর: (খ)
৯৩. |
সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্যেই সঠিক - i. পণ্য ক্রয়-বিক্রয় করে না ii. সেবা প্রদান করে iii. মুনাফা অর্জন করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯৪. |
কোনটি অনুযায়ী আর্থিক বিবরণী ৫টি অংশে প্রস্তুত করা হয়? |
Ο ক) |
আন্তর্জাতিক হিসাব মান - ০১ (IAS-01) |
Ο খ) |
আন্তর্জাতিক হিসাব মান - ০২ (IAS-02) |
Ο গ) |
আন্তর্জাতিক হিসাব মান - ০৩ (IAS-03) |
Ο ঘ) |
আন্তর্জাতিক হিসাব মান - ০৪ (IAS-04) |
সঠিক উত্তর: (ক)
৯৫. |
বহির্মুখী ফেরত কাকে বলে? |
Ο ক) |
ক্রয় ফেরত |
Ο খ) |
বিক্রয় মাল ফেরত |
Ο গ) |
উৎপাদিত মাল ফেরত |
Ο ঘ) |
কাঁচামাল ফেরত |
সঠিক উত্তর: (ক)
৯৬. |
“সম্ভাব্য সকল প্রকার ক্ষতি ও ব্যয়কে হিসাবভুক্ত করা কিন্তু সম্ভাব্য আয়কে হিসাবভুক্ত না করা” এটি কোন নীতি? i. রক্ষণশীলতার নীতি ii. চলমান প্রতিষ্ঠান নীতি iii. দ্বৈতসত্তার নীতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৯৭. |
কোনটি অস্পর্শনীয় ও অদর্শনীয় সম্পত্তি? |
Ο ক) |
সুনাম |
Ο খ) |
কলকব্জা |
Ο গ) |
বিনিয়োগ |
Ο ঘ) |
ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন |
সঠিক উত্তর: (ক)
৯৮. |
অপরিচালন আয় - i. বিনিয়োগের সুদ ii. বিক্রয় iii. শিক্ষানবিস সেলামি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৯৯. |
বিনিয়োজিত মূলধনের ক্ষেত্রে কোনটি সঠিক? |
Ο ক) |
বিনিয়োজিত মূলধন = মোট সম্পত্তি - (স্পর্শনীয় সম্পত্তি + বিনিয়োগ + চলতি দায়) |
Ο খ) |
বিনিয়োজিত মূলধন = মোট সম্পত্তি - (অস্পর্শনীয় সম্পত্তি + বিনিয়োগ + দায়) |
Ο গ) |
বিনিয়োজিত মূলধন = মোট সম্পত্তি - (অস্পর্শনীয় সম্পত্তি + বিনিয়োগ + চলতি দায়) |
Ο ঘ) |
বিনিয়োজিত মূলধন = মোট সম্পত্তি - মোট দায় |
সঠিক উত্তর: (গ)
১০০. |
জনাব কাদের ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যবসায়ে ব্যবহারের জন্য ৫০,০০০ টাকা দিয়ে একটি আসবাবপত্র ক্রয় করেন। আসবাবপত্রের ওপর ৫% অবচয় ধরতে হবে। ৩১ ডিসেম্বর তারিখে হিসাবকাল শেষ হলে অবচয়ের পরিমাণ কত হবে? |
Ο ক) |
১,২৫০ টাকা |
Ο খ) |
১,৮৭৪ টাকা |
Ο গ) |
২,০৮৩ টাকা |
Ο ঘ) |
২,৫০০ টাকা |
সঠিক উত্তর: (ঘ)
১০১. |
অগ্রিম প্রদত্ত খরচ কারবারের - |
Ο ক) |
মোট লাভ হিসেবে বিবেচিত হয় |
Ο খ) |
নিট লাভ হিসেবে বিবেচিত হয় |
Ο গ) |
সম্পদ হিসেবে বিবেচিত হয় |
Ο ঘ) |
দায় হিসেবে বিবেচিত হয় |
সঠিক উত্তর: (গ)
১০২. |
আর্থিক অবস্থা বিবরণী তৈরির প্রধান উদ্দেশ্য কী? |
Ο ক) |
গাণিতিক বিশুদ্ধতা যাচাই |
Ο খ) |
কারবারের আর্থিক অবস্থা নিরূপণ |
Ο গ) |
লাভ-ক্ষতি নির্ণয় করা |
Ο ঘ) |
দায়দেনার অবস্থা নিরূপণ |
সঠিক উত্তর: (খ)
১০৩. |
কোন কারণে পাওনা অনাদায়ি হতে পারে? |
Ο ক) |
ধারে বিক্রয় কমে গেলে |
Ο খ) |
আর্থিক অবস্থার বিবরণীতে |
Ο গ) |
বিশদ আয় বিবরণীতে |
Ο ঘ) |
নগদ প্রবাহ বিবরণীতে |
সঠিক উত্তর: (গ)
১০৪. |
মূলধনের সুদ মালিকের আয় কিন্তু কারবারের - |
Ο ক) |
খরচ |
Ο খ) |
দায় |
Ο গ) |
আয় |
Ο ঘ) |
সম্পত্তি |
সঠিক উত্তর: (ক)
১০৫. |
যদি বিক্রিত পণ্যের ব্যয় ২০,০০০ টাকা এবং বিক্রয়ের ওপর মুনাফার হার ১০% হয় তবে বিক্রয়লব্ধ অর্থের পরিমাণ কত? |
Ο ক) |
২২,০০০ টাকা |
Ο খ) |
২২,৫০০ টাকা |
Ο গ) |
১৮,০০০ টাকা |
Ο ঘ) |
২২,২২২.২২ টাকা |
সঠিক উত্তর: (ঘ)
১০৬. |
অবচয় হলো - |
Ο ক) |
স্থায়ী সম্পদের ক্রয়কৃত মূল্য |
Ο খ) |
পুরাতন স্থায়ী সম্পদ বিক্রয়লব্ধ অর্থ |
Ο গ) |
ব্যবহারের ফলে স্থায়ী সম্পদের যে অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে |
Ο ঘ) |
পুরাতন স্থায়ী সম্পদের প্রতিস্থাপন ব্যয় |
সঠিক উত্তর: (গ)
১০৭. |
কোনটি মূলধন থেকে বিয়োগ করা হয়? |
Ο ক) |
মূল্য সংযোজন কর |
Ο খ) |
আয়কর |
Ο গ) |
নিট মুনাপা |
Ο ঘ) |
মূলধনের সুদ |
সঠিক উত্তর: (খ)
১০৮. |
বিশদ আয় বিবরণীতে বিশ্লেষিত হয় কোনটি? |
Ο ক) |
সকল আয় ও ব্যয় |
Ο খ) |
প্রত্যক্ষ আয় ও ব্যয় |
Ο গ) |
পরোক্ষ আয় ও ব্যয় |
Ο ঘ) |
সম্পদ ও দায়সমূহ |
সঠিক উত্তর: (ক)
১০৯. |
জনাব রহিমের হিসাবের বইতে বিশ্বনাথের হিসাব ডেবিট ব্যালেন্স ৫০০ টাকা কী বুঝায়? |
Ο ক) |
বিশ্বনাথের কাছে রহিমের দেনা ৫০০ টাকা |
Ο খ) |
রহিম বিশ্বনাথের থেকে পণ্য কিনেছে ৫০০ টাকা |
Ο গ) |
রহিমের কাছে বিশ্বনাথের দেনা ৫০০ টাকা |
Ο ঘ) |
বিশ্বনাথের কাছ থেকে ৫০০ টাকা পাওয়া গেছে |
সঠিক উত্তর: (গ)
১১০. |
উত্তোলনের ওপর সুদ কীভাবে দেখানো হয়? |
Ο ক) |
বিশদ আয় বিবরণীতে |
Ο খ) |
ব্যয় বিবরণীতে |
Ο গ) |
আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন থেকে বাদ দিয়ে |
Ο ঘ) |
বিশদ আয় বিবরণীতে এবং আর্থিক অবস্থা বিবরণীতে মূলধন থেকে বাদ দিয়ে |
সঠিক উত্তর: (ঘ)
১১১. |
নিট বিক্রয় দেখাতে মোট বিক্রয় থেকে কোনটি বাদ দিতে হয়? |
Ο ক) |
বিক্রয় ফেরত |
Ο খ) |
বিক্রয় বাট্টা |
Ο গ) |
ক ও খ দুটোই |
Ο ঘ) |
মোট ক্রয়মূল্য |
সঠিক উত্তর: (গ)
১১২. |
ব্যবসায় প্রতিষ্ঠানকে এর মালিক থেকে সম্পূর্ণ পৃথক বিবেচনা করা হয় কোন নীতিতে? |
Ο ক) |
চলমান প্রতিষ্ঠান নীতি |
Ο খ) |
রক্ষণশীলতার নীতি |
Ο গ) |
হিসাবকাল ধারণা নীতি |
Ο ঘ) |
ব্যবসায়িক সত্তা নীতি |
সঠিক উত্তর: (ঘ)
১১৩. |
হিসাববিজ্ঞানের নীতি হল - |
Ο ক) |
রক্ষণশীল নীতি |
Ο খ) |
চলমান প্রতিষ্ঠান নীতি |
Ο গ) |
ব্যবসায়িক সত্তা নীতি |
Ο ঘ) |
উপরের উল্লেখিত সবগুলো |
সঠিক উত্তর: (ঘ)
১১৪. |
স্থায়ী সম্পত্তির অবচয় আর্থিক অবস্থার বিবরণীতে কী করা হয়? |
Ο ক) |
অবচয় নামে সম্পত্তি থেকে বিয়োগ করতে হয় |
Ο খ) |
পুঞ্জিভূত অবচয় নামে সম্পত্তি থেকে বিয়োগ করতে হয় |
Ο গ) |
সম্পত্তি হিসাবে প্রদর্শিত হয় |
Ο ঘ) |
মূলধন হিসাবে প্রদর্শিত হয় |
সঠিক উত্তর: (খ)
১১৫. |
আর্থিক অবস্থা বিবরণীর দায়ের দিকে কী দেখানো হয়? |
Ο ক) |
মূলধনের পরিমাণ |
Ο খ) |
সম্পত্তির পরিমাণ |
Ο গ) |
স্থিতির পরিমাণ |
Ο ঘ) |
মূলধন ও সমস্ত দায়দেনার পরিমাণ |
সঠিক উত্তর: (ঘ)
১১৬. |
‘বিক্রিত পণ্যের ব্যয়’ নির্ণয় করা যায় কোনটির মাধ্যমে? |
Ο ক) |
প্রারম্ভিক মজুদ পণ্য + নিট ক্রয় - সমাপনী মজুদ পণ্য |
Ο খ) |
(মোট বিক্রয় - মোট ক্রয়) + সমাপনী মজুদ পণ্য |
Ο গ) |
প্রারম্ভিক মজুদ পণ্য + (নিট ক্রয় + ক্রয় সংক্রান্ত খরচ) - সমাপনী মজুদ পণ্য |
Ο ঘ) |
(প্রত্যক্ষ ব্যয় + পরোক্ষ ব্যয়) - সমাপনী মজুদ পণ্য |
সঠিক উত্তর: (গ)
১১৭. |
কোনটি আর্থিক অবস্থা বিবরণীর সম্পত্তির পাশে উল্লেখ করা হয়? |
Ο ক) |
ট্রেডমার্ক |
Ο খ) |
বিবিধ পাওনাদার |
Ο গ) |
দীর্ঘমেয়াদী ঋণ |
Ο ঘ) |
বীমা প্রিমিয়াম |
সঠিক উত্তর: (ক)
১১৮. |
কোন নীতির আলোকে আয়-ব্যয়কে মূলধন ও মুনাফা জাতীয় শ্রেণিতে বিভক্ত করা হয়? |
Ο ক) |
চলমান প্রতিষ্ঠান নীতি |
Ο খ) |
ব্যবসায়িক সত্তা নীতি |
Ο গ) |
দ্বৈতসত্তার নীতি |
Ο ঘ) |
রক্ষণশীলতার নীতি |
সঠিক উত্তর: (ক)
১১৯. |
আর্থিক বিবরণী প্রস্তুতের মুখ্য কারণ হল - i. কারবার প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করা ii. কারবার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ করা iii. কারবার প্রতিষ্ঠানের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১২০. |
‘বিজ্ঞাপন চার বছরের জন্য ১০,০০০ টাকা পরিশোধ’ - অপলোপনের পরিমাণ - |
Ο ক) |
২,৫০০ টাকা |
Ο খ) |
৭,৫০০ টাকা |
Ο গ) |
৪০,০০০ টাকা |
Ο ঘ) |
১০,০০০ টাকা |
সঠিক উত্তর: (ক)
১২১. |
পরিচালন আয় - i. আসবাবপত্র বিক্রয় ii. ধারে পণ্য বিক্রয় iii. নগদে পণ্য বিক্রয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১২২. |
আমদানি শুল্ক কোনটির সাথে জড়িত? |
Ο ক) |
পণ্য উৎপাদনের সাথে |
Ο খ) |
পণ্য বিক্রয়ের সাথে |
Ο গ) |
পণ্য ক্রয়ের সাথে |
Ο ঘ) |
লাভ-ক্ষতির সাথে |
সঠিক উত্তর: (গ)
১২৩. |
মূলধন সঞ্চিতি দেখানো হয় - |
Ο ক) |
বিশদ আয় বিবরণীতে চলতি দায় হিসাবে |
Ο খ) |
আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় হিসাবে |
Ο গ) |
আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদ হিসাবে |
Ο ঘ) |
আর্থিক অবস্থা বিবরণীতে মালিকানা স্বত্ব হিসাবে |
সঠিক উত্তর: (ঘ)
১২৪. |
হিসাবকাল ধারণা অনুযায়ী কোন হিসাব আয় বিবরণী ও আর্থিক অবস্থা বিবরণীতে লিপিবদ্ধ করতে হবে? |
Ο ক) |
আসবাবপত্র ক্রয় |
Ο খ) |
বকেয়া মজুরি |
Ο গ) |
বিনিয়োগের বকেয়া সুদ |
Ο ঘ) |
অগ্রীম প্রদত্ত বীমা সেলামি |
সঠিক উত্তর: (গ)
১২৫. |
নিট ক্ষতির ফলে কী হয়? |
Ο ক) |
মালিকানাস্বত্ব বৃদ্ধি পায় |
Ο খ) |
মালিকানাস্বত্ব অপরিবর্তিত থাকে |
Ο গ) |
মালিকানাস্বত্ব হ্রাস পায় |
Ο ঘ) |
মালিকের উত্তোলন বৃদ্ধি পায় |
সঠিক উত্তর: (গ)
১২৬. |
কোনটি স্বল্পমেয়াদি দায়? |
Ο ক) |
ঋণপত্র |
Ο খ) |
বন্ধকী ঋণ |
Ο গ) |
মূলধন |
Ο ঘ) |
প্রদেয় বিল |
সঠিক উত্তর: (ঘ)
১২৭. |
পাওনাদার আর্থিক অবস্থার বিবরণীর কোন অংশে থাকে? |
Ο ক) |
চলতি সম্পদ |
Ο খ) |
চলতি দায় |
Ο গ) |
স্থায়ী সম্পদ |
Ο ঘ) |
দীর্ঘমেয়াদি দেনা |
সঠিক উত্তর: (খ)
১২৮. |
সম্ভাব্য আয়ের ওপর ভিত্তি করে মালিক নিট লাভের অংশ নিয়ে গেলে ব্যবসায়ের কী ঘটে? |
Ο ক) |
সম্পত্তি বৃদ্ধি পায় |
Ο খ) |
ব্যয় বৃদ্ধি পায় |
Ο গ) |
ক্ষতিসাধন হয় |
Ο ঘ) |
আয় বৃদ্ধি পায় |
সঠিক উত্তর: (গ)
১২৯. |
প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার কাঠামোবদ্ধ সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়াকে কী বলে? |
Ο ক) |
আর্থিক অবস্থা |
Ο খ) |
আর্থিক বিবরণী |
Ο গ) |
বিশদ আয় বিবরণী |
Ο ঘ) |
আর্থিক অবস্থার বিবরণী |
সঠিক উত্তর: (খ)
১৩০. |
আর্থিক বিবরণীর উপাদান পাওয়া যায় - |
Ο ক) |
জাবেদায় |
Ο খ) |
নগদান বহিতে |
Ο গ) |
রেওয়ামিলে |
Ο ঘ) |
খতিয়ানে |
সঠিক উত্তর: (গ)
১৩১. |
মালিক কর্তৃক প্রদত্ত অর্থ ব্যবসায়ের জন্য কী? |
Ο ক) |
সম্পদ |
Ο খ) |
আয় |
Ο গ) |
দায় |
Ο ঘ) |
ব্যয় |
সঠিক উত্তর: (গ)
১৩২. |
কোনটি নির্ণয়ের জন্য মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করা হয়? |
Ο ক) |
মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত |
Ο খ) |
মালিকানা স্বত্বের প্রারম্ভিক উদ্বৃত্ত |
Ο গ) |
মালিকের মোট সম্পত্তি |
Ο ঘ) |
প্রতিষ্ঠানের মোট দায় |
সঠিক উত্তর: (ক)
১৩৩. |
দীর্ঘমেয়াদি দায় কোনটি? |
Ο ক) |
ব্যাংক জমাতিরিক্ত |
Ο খ) |
ঋণপত্র |
Ο গ) |
প্রদেয় বিল |
Ο ঘ) |
পাওনাদার |
সঠিক উত্তর: (খ)
১৩৪. |
কোনটি চলতি দায়? |
Ο ক) |
ঋণপত্র |
Ο খ) |
বন্ধকী ঋণ |
Ο গ) |
প্যাটেন্ট |
Ο ঘ) |
পাওনাদার |
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. |
অগ্রিম প্রাপ্ত আয় আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত হয় - i. বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট আয় হতে বিয়োগ হয়ে ii. আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে প্রদর্শন করে iii. আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসেবে প্রদর্শন করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৩৬. |
জনাব ফারুক একজন ব্যবসায়ী। তিনি পণ্য ক্রয়কালে যে সব খরচগুলো করেন তা হলো - i. আন্তঃপরিবহন খরচ ii. শিক্ষানবিস ভাতা iii. আমদানি শুল্ক ও জাহাজ ভাড়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৩৭. |
প্রারম্ভিক মজুদ পণ্য ৩০,০০০ টাকা। ক্রয় ১,৫০,০০০ টাকা, বিক্রয় ফেরত ৩,০০০ টাকা, বিক্রয় ২,১৩,০০০ টাকা, মোট লাভ ৪০,০০০ টাকা হলে সমাপনী মজুদ পণ্য কত টাকা? |
Ο ক) |
১০,০০০ টাকা |
Ο খ) |
৩০,০০০ টাকা |
Ο গ) |
৩৩,০০০ টাকা |
Ο ঘ) |
৫০,০০০ টাকা |
সঠিক উত্তর: (ক)
১৩৮. |
মোট লাভ বিক্রয় মূল্যের ৭.৫% মোট লাভ৭,৫০০ টাকা হলে বিক্রয়মূল্য কত? |
Ο ক) |
১,০০,০০০ টাকা |
Ο খ) |
১,২৫,০০০ টাকা |
Ο গ) |
১,৫০,০০০ টাকা |
Ο ঘ) |
২,০০,০০০ টাকা |
সঠিক উত্তর: (ক)
১৩৯. |
অগ্রিম প্রাপ্ত আয় কারবারের - |
Ο ক) |
দায় হিসেবে বিবেচিত হয় |
Ο খ) |
সম্পদ হিসেবে বিবেচিত হয় |
Ο গ) |
নিট লাভ হিসেবে বিবেচিত হয় |
Ο ঘ) |
মোট লাভ হিসেবে বিবেচিত হয় |
সঠিক উত্তর: (ক)
১৪০. |
পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ে পণ্য বিক্রয়লব্ধ অর্থ থেকে কী বাদ দিলে মোট লাভ পাওয়া যায়? |
Ο ক) |
বিক্রয় |
Ο খ) |
নিট লাভ |
Ο গ) |
মোট ব্যয় |
Ο ঘ) |
বিক্রিত পণ্যের ব্যয় |
সঠিক উত্তর: (ঘ)
১৪১. |
সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য সঠিক - i. পণ্য ক্রয়-বিক্রয় করে না ii. সেবা প্রদান করে iii. মুনাফা অর্জন করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৪২. |
স্পর্শনীয় সম্পদ কোনটি? |
Ο ক) |
ভূমি |
Ο খ) |
সুনাম |
Ο গ) |
ট্রেডমার্ক |
Ο ঘ) |
প্যাটেন্ট |
সঠিক উত্তর: (ক)
১৪৩. |
‘মাসুদ এন্টারপ্রাইজ’ এর ব্যবসায় হতে ৩১ ডিসেম্বর ২০১২ তারিখে জানা যায়: পণ্য ক্রয় ৫৮,০০০ টাকা, উপভাড়া ৭,০০০ টাকা, বিক্রয় ৯০,০০০ টাকা, শিক্ষানবিস সেলামি ৪,০০০ টাকা, ঋণের সুদ ৬,০০০ টাকা হলে অপরিচালন আয়ের পরিমাণ কত? |
Ο ক) |
১২,০০০ টাকা |
Ο খ) |
১৭,০০০ টাকা |
Ο গ) |
২২,০০০ টাকা |
Ο ঘ) |
১,০৯,০০০ টাকা |
সঠিক উত্তর: (খ)
১৪৪. |
সমন্বয়ের লেনদেনকে আর্থিক বিবরণীতে কয়বার দেখাতে হয়? |
Ο ক) |
একবার |
Ο খ) |
দুবার |
Ο গ) |
তিনবার |
Ο ঘ) |
চারবার |
সঠিক উত্তর: (খ)
১৪৫. |
কোন হিসাবের ভিত্তিতে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়? |
Ο ক) |
খতিয়ানের ভিত্তিতে |
Ο খ) |
রেওয়ামিলের ভিত্তিতে |
Ο গ) |
জাবেদার ভিত্তিতে |
Ο ঘ) |
সম্পত্তি ও দায়ের ভিত্তিতে |
সঠিক উত্তর: (খ)
১৪৬. |
প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানে কোনটি করা প্রয়োজন? |
Ο ক) |
আর্থিক বিবরণী তৈরি |
Ο খ) |
আর্থিক ফলাফল নির্ণয় |
Ο গ) |
আর্থিক বিবরণীর বিশ্লেষণ |
Ο ঘ) |
দায়-দেনা বিশ্লেষণ |
সঠিক উত্তর: (গ)
১৪৭. |
কোনটি কারবারের আর্থিক অবস্থা প্রদর্শন করে? |
Ο ক) |
জাবেদা |
Ο খ) |
আর্থিক অবস্থা বিবরণী |
Ο গ) |
রেওয়ামিল |
Ο ঘ) |
খতিয়ান |
সঠিক উত্তর: (খ)
১৪৮. |
সম্পত্তি দায়ের বিবরণী কোনটি? i. রেওয়ামিল ii. আর্থিক বিবরণী iii. আর্থিক অবস্থার বিবরণী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৪৯. |
কোন নীতির আলোকে সম্ভাব্য সকল প্রকার ক্ষতি ও ব্যয়কে হিসাবভুক্ত করা হয়? |
Ο ক) |
দ্বৈতসত্তার নীতি |
Ο খ) |
রক্ষণশীলতার নীতি |
Ο গ) |
চলমান প্রতিষ্ঠান নীতি |
Ο ঘ) |
ব্যবসায়িক সত্তা নীতি |
সঠিক উত্তর: (খ)
১৫০. |
মূলধন থেকে কোনটি বিয়োগ করতে হয়? |
Ο ক) |
মূলধনের সুদ |
Ο খ) |
নিট লাভ |
Ο গ) |
মোট ক্ষতি |
Ο ঘ) |
নিট ক্ষতি |
সঠিক উত্তর: (ঘ)
১৫১. |
হিসাব বিজ্ঞানের হিসাবসমূহ প্রত্যেক বছর একই পদ্ধতিতে করা হয় কোন নীতি অনুযায়ী? |
Ο ক) |
বস্তুনিষ্ঠতা |
Ο খ) |
চলমান প্রতিষ্ঠান |
Ο গ) |
হিসাবকাল |
Ο ঘ) |
সামঞ্জস্যতা |
সঠিক উত্তর: (ঘ)
১৫২. |
সুনাম ব্যবসায়ের একটি - |
Ο ক) |
স্পর্শনীয় সম্পত্তি |
Ο খ) |
দ্রুত রূপান্তরযোগ্য সম্পত্তি |
Ο গ) |
চলতি সম্পত্তি |
Ο ঘ) |
অস্পর্শনীয় সম্পত্তি |
সঠিক উত্তর: (ঘ)
১৫৩. |
একটি নির্দিষ্ট সময়ান্তে একজন ব্যবসায়ীর অবশ্যই জানা প্রয়োজন - i. ব্যবসায়ের লাভ-লোকসান ii. ব্যবসায়ের আর্থিক অবস্থা iii. ব্যবসায়ের কারবারি বাট্টার পরিমাণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৫৪. |
হিসাব রক্ষকের জ্ঞান অভিজ্ঞতা বুদ্ধিমত্তার দ্বারা লেনদেনসমূহ হিসাব ভুক্তকরণ করবো বুঝায় - |
Ο ক) |
চলমান প্রতিষ্ঠান নীতি |
Ο খ) |
রক্ষণশীলতার নীতি |
Ο গ) |
বস্তুনিষ্ঠতার নীতি |
Ο ঘ) |
বকেয়া ধারণা নীতি |
সঠিক উত্তর: (গ)
১৫৫. |
অগ্রীম প্রদত্ত বেতন কোন ধারণা অনুযায়ী আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হয়? |
Ο ক) |
রক্ষণশীলতার নীতি |
Ο খ) |
ক্রয়মূল্য নীতি |
Ο গ) |
সামঞ্জস্যতার নীতি |
Ο ঘ) |
বকেয়া ধারণা নীতি |
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. |
কোনটি প্রত্যক্ষ খরচ? |
Ο ক) |
শুল্ক |
Ο খ) |
ভাড়া |
Ο গ) |
অফিস খরচ |
Ο ঘ) |
কমিশন |
সঠিক উত্তর: (ক)
১৫৭. |
আর্থিক অবস্থার বিবরণী কখন প্রস্তুত করা হয়? i. একটি নির্দিষ্ট তারিখে ii. মাসের শেষে iii. বছরের শেষে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৫৮. |
সম্ভাব্য ক্ষতির জন্য সঞ্চিতি কারবারের একটি - |
Ο ক) |
দায় |
Ο খ) |
সম্পদ |
Ο গ) |
আয় |
Ο ঘ) |
ব্যয় |
সঠিক উত্তর: (ক)
১৫৯. |
কোনো নির্দিষ্ট সময় যে পণ্য বিক্রি হয় তার জন্য ব্যয়িত খরচের সমষ্টিকে বলে - |
Ο ক) |
বিক্রিত পণ্যের ব্যয় |
Ο খ) |
ক্রয়কৃত পণ্যের ব্যয় |
Ο গ) |
উৎপাদিত পণ্যের ব্যয় |
Ο ঘ) |
ধারে বিক্রিত পণ্যের ব্যয় |
সঠিক উত্তর: (ক)
১৬০. |
আসবাবপত্র ১০,০০০ টাকা, অবচয় ১৫% আয় বিবরণীতে কত টাকা লিপিবদ্ধ হবে? |
Ο ক) |
১০,০০০ টাকা |
Ο খ) |
১,০০০ টাকা |
Ο গ) |
১,৫০০ টাকা |
Ο ঘ) |
২,৫০০ টাকা |
সঠিক উত্তর: (গ)
১৬১. |
বাড়ি ভাড়া ৫০০ টাকা অগ্রীম পাওয়া গেছে। এটি কোন নীতি অনুযায়ী প্রাপ্ত বাড়ি ভাড়া থেকে বাদ যাবে? |
Ο ক) |
বকেয়া ধারণা |
Ο খ) |
হিসাব কাল ধারনা |
Ο গ) |
চলমান প্রতিষ্ঠান |
Ο ঘ) |
সামঞ্জস্যতা |
সঠিক উত্তর: (খ)
১৬২. |
মালিকের স্বত্বাধিকার ১২,০০০ টাকা। সম্পত্তি ২০,০০০ টাকা হলে দায় কত? i. ১২,০০০ টাকা ii. ৮,০৫০ টাকা iii. ১০,০৫০ টাকা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৬৩. |
সম্পত্তি ও দায়ের বিবরণী কোনটি? |
Ο ক) |
রেওয়ামিল |
Ο খ) |
আর্থিক বিবরণী |
Ο গ) |
আর্থিক অবস্থা বিবরণী |
Ο ঘ) |
কোনোটিই নয় |
সঠিক উত্তর: (গ)
১৬৪. |
নিচের কোনটি প্রত্যক্ষ খরচ? |
Ο ক) |
মজুরি |
Ο খ) |
বেতন |
Ο গ) |
কমিশন |
Ο ঘ) |
অফিস খরচ |
সঠিক উত্তর: (ক)
১৬৫. |
স্থায়ী সম্পত্তি কত প্রকার? |
Ο ক) |
৫ প্রকার |
Ο খ) |
৪ প্রকার |
Ο গ) |
২ প্রকার |
Ο ঘ) |
সম্পত্তিকে একভাগে দেখানো হয় |
সঠিক উত্তর: (গ)
১৬৬. |
স্থায়ী সম্পদের ক্ষয়কে বলা হয় - i. অবচয় ii. অবক্ষয় iii. অবলোপন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৬৭. |
সুনাম কারবারের - |
Ο ক) |
একটি আয় |
Ο খ) |
একটি দেনা |
Ο গ) |
একটি সম্পদ |
Ο ঘ) |
একটি ব্যয় |
সঠিক উত্তর: (গ)
১৬৮. |
কোন নীতি অনুযায়ী ব্যবসায়ের মালিককে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে পৃথক বিবেচনা করা হয়? |
Ο ক) |
চলমান প্রতিষ্ঠান |
Ο খ) |
রক্ষণশীলতা |
Ο গ) |
ব্যবসায়িক স্বত্বা |
Ο ঘ) |
সামঞ্জস্যতা |
সঠিক উত্তর: (গ)
১৬৯. |
‘অনাদায়ী পাওনার’ ক্ষেত্রে কোনটি সঠিক? |
Ο ক) |
দেনাদারের যে অংশ নিশ্চিত পাওয়া যাবে না |
Ο খ) |
দেনাদারের যে অংশ পাওয়া যেতেও পারে নাও পারে |
Ο গ) |
ভবিষ্যৎ ক্ষতি বিবেচনা করে যে সঞ্চিতি রাখা হয় |
Ο ঘ) |
এটি একটি সম্ভাব্য ক্ষতি |
সঠিক উত্তর: (ক)
১৭০. |
যদি প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা, সমাপনী মূলধন ৮৫,০০০ টাকা, মালিকের জন্য উত্তোলন ১৫,০০০ টাকা হয় তবে মুনাফা হবে - |
Ο ক) |
৩০,০০০ টাকা |
Ο খ) |
শূন্য |
Ο গ) |
১৫,০০০ টাকা |
Ο ঘ) |
১,৪০,০০০ টাকা |
সঠিক উত্তর: (ক)
১৭১. |
কোনটি মালিকানা স্বত্ব? |
Ο ক) |
মূলধন |
Ο খ) |
ব্যাংক জমাতিরিক্ত |
Ο গ) |
প্রদেয় বিল |
Ο ঘ) |
পাওনাদার |
সঠিক উত্তর: (ক)
১৭২. |
প্রারম্ভিক মজুদ পণ্য + নিট ক্রয় + ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ - সমাপনী মজুদ পণ্য এই সূত্রটি কীসের? |
Ο ক) |
উৎপাদিত পণ্যের ব্যয় |
Ο খ) |
বিক্রিত পণ্যের ব্যয় |
Ο গ) |
মোট লাভ |
Ο ঘ) |
নিট লাভ |
সঠিক উত্তর: (খ)
১৭৩. |
জনাব ইমতিয়াজের ব্যবসায় প্রতিষ্ঠানে ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখের মূলধন ৪০,০০০ টাকা, নিট লাভ ১০,০০০ টাকা, আয়কর ৪,০০০ টাকা, উত্তোলন ৫,০০০ টাকা এবং অতিরিক্ত মূলধন ৮,০০০ টাকা হলে মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত কত? |
Ο ক) |
৩৮,০০০ টাকা |
Ο খ) |
৪৮,০০০ টাকা |
Ο গ) |
৪৯,০০০ টাকা |
Ο ঘ) |
৫৫,০০০ টাকা |
সঠিক উত্তর: (গ)
১৭৪. |
নিট মুনাফা নির্ণয় বিশদ আয় বিবরণীর কততম ধাপ? |
Ο ক) |
প্রথম |
Ο খ) |
দ্বিতীয় |
Ο গ) |
তৃতীয় |
Ο ঘ) |
চতুর্থ |
সঠিক উত্তর: (গ)
১৭৫. |
নিচের কোনটিকে বেতন বলা হয়? |
Ο ক) |
কর্মচারীদের মাসিক প্রদত্ত অর্থ |
Ο খ) |
মজুরি প্রদান |
Ο গ) |
পরিবহন খরচ |
Ο ঘ) |
পাক্ষিক খরচ |
সঠিক উত্তর: (ক)
১৭৬. |
কারবারের মুনাফা জাতীয় ক্ষতি কোনটি? |
Ο ক) |
অগ্রিম প্রাপ্ত আয় |
Ο খ) |
বকেয়া আয় |
Ο গ) |
সমাপনী মজুদ পণ্য |
Ο ঘ) |
অবচয় |
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. |
নিট লাভ কোথায় স্থানান্তর করা হয়? |
Ο ক) |
আর্থিক অবস্থা বিবরণী সম্পত্তির দিকে |
Ο খ) |
মূলধনের সাথে যোগ করা হয় |
Ο গ) |
মূলধন থেকে বিয়োগ করা হয় |
Ο ঘ) |
বিবিধ দেনাদারের সাথে যোগ করা হয় |
সঠিক উত্তর: (খ)
১৭৮. |
রপ্তানি শুল্ক জড়িত - |
Ο ক) |
পণ্য ক্রয়ের সাথে |
Ο খ) |
লাভ-ক্ষতির সাথে |
Ο গ) |
পণ্য উৎপাদনের সাথে |
Ο ঘ) |
পণ্য বিক্রয়ের সাথে |
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. |
কোন নীতি অনুসারে মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন ব্যবসায়ের একটি দায়? |
Ο ক) |
ব্যবসায়িক সত্তা নতি |
Ο খ) |
চলমান প্রতিষ্ঠান নীতি |
Ο গ) |
হিসাবকাল ধারণা নতি |
Ο ঘ) |
দ্বৈত সত্তার নতি |
সঠিক উত্তর: (ক)
১৮০. |
প্যাকিং খরচ আর্থিক বিবরণীতে দেখানো হয় - |
Ο ক) |
নগদ প্রবাহ বিবরণীতে |
Ο খ) |
বিশদ আয় বিবরণীতে |
Ο গ) |
আর্থিক অবস্থা বিবরণীতে |
Ο ঘ) |
মালিকানা স্বত্ব বিবরণীতে |
সঠিক উত্তর: (খ)
১৮১. |
মালিক নিট লাভের অতিরিক্ত দাবি করলে কী হবে? |
Ο ক) |
মূলধন বৃদ্ধি পাবে |
Ο খ) |
মূলধন ভেঙে যাবে |
Ο গ) |
উত্তোলনের পরিমাণ বাড়বে |
Ο ঘ) |
নিট ক্ষতি হবে |
সঠিক উত্তর: (খ)
১৮২. |
কবির এন্ড ব্রাদার্স এর মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি হওয়ার কারণ কী? |
Ο ক) |
খরচ হ্রাস |
Ο খ) |
সম্পদ হ্রাস |
Ο গ) |
খরচ বৃদ্ধি |
Ο ঘ) |
সম্পদ বৃদ্ধি |
সঠিক উত্তর: (গ)
১৮৩. |
শিক্ষানবিস সেলামি ও বীমা সেলামি - |
Ο ক) |
দুটির একই অর্থ |
Ο খ) |
দুটির অর্থই ভিন্ন |
Ο গ) |
উভয়টিই খরচ |
Ο ঘ) |
উভয়টি প্রাপ্তি |
সঠিক উত্তর: (খ)
১৮৪. |
আর্থিক অবস্থার বিবরণীতে কয় স্তরে তথ্য লিপিবদ্ধ করা হয়? |
Ο ক) |
এক |
Ο খ) |
দুই |
Ο গ) |
তিন |
Ο ঘ) |
চার |
সঠিক উত্তর: (খ)
১৮৫. |
পরিচালন ব্যয়ের অংশ - i. ম্যানেজারের বেতন ii. স্থায়ী সম্পদের মেরামত iii. অনাদায়ী পাওনা সঞ্চিতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. |
রেওয়ামিল বহির্ভূত বিভিন্ন তথ্য আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় - |
Ο ক) |
টীকা লিখন |
Ο খ) |
সমন্বয় সাধন |
Ο গ) |
অন্তর্ভুক্তিকরণ |
Ο ঘ) |
সম্পূর্ণকরণ |
সঠিক উত্তর: (খ)
১৮৭. |
আর্থিক বিবরণীর ধাপ - i. বিশদ আয় বিবরণী ii. মালিকানা স্বত্ব বিবরণী iii. আর্থিক অবস্থার বিবরণী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. |
কোনটি সম্পত্তি নয়? |
Ο ক) |
সুনাম |
Ο খ) |
ট্রেডমার্ক |
Ο গ) |
প্যাটেন্ট |
Ο ঘ) |
অবচয় |
সঠিক উত্তর: (ঘ)
১৮৯. |
জামাল তার ব্যবসায়ের জন্য ২০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন। আসবাবপত্রের ব্যবহারজনিত মূল্য হ্রাস ১,০০০ টাকা। এক্ষেত্রে অবচয়ের হার কত? |
Ο ক) |
৪% |
Ο খ) |
৫% |
Ο গ) |
৮% |
Ο ঘ) |
১০% |
সঠিক উত্তর: (খ)
১৯০. |
আয় বিবরণীর বর্তমান নাম কী? |
Ο ক) |
শ্রেণিভিত্তিক আয় বিবরণী |
Ο খ) |
বিশদ আয় বিবরণী |
Ο গ) |
আর্থিক অবস্থার বিবরণী |
Ο ঘ) |
বিশদ বিবরণী |
সঠিক উত্তর: (খ)
১৯১. |
কোনটি বিশ্লেষণ করে একাধিক বছরের আর্থিক অবস্থার তুলনামূলক মূল্যায়ন সম্ভব? |
Ο ক) |
মোট লাভ বিশ্লেষণ |
Ο খ) |
নিট লাভ বিশ্লেষণ |
Ο গ) |
নগদ প্রবাহ বিশ্লেষণ |
Ο ঘ) |
অনুপাত বিশ্লেষণ |
সঠিক উত্তর: (ঘ)
১৯২. |
নিট অপরিচালন আয় - |
Ο ক) |
পরিচালন আয় - অপরিচালন ব্যয় |
Ο খ) |
অপরিচালন আয় - অপরিচালন ব্যয় |
Ο গ) |
অপরিচালন আয় - পরিচালন ব্যয় |
Ο ঘ) |
পরিচালন আয় - পরিচালন ব্যয় |
সঠিক উত্তর: (খ)
১৯৩. |
২০০৮ সালের ১ এপ্রিল ব্যবসায়ের জন্য ১,০০০ টাকা ঋণ করা হলে সুদের হার ১১% ২০০৮ সারের সুদ খরচ হয় - |
Ο ক) |
৫৫ টাকা |
Ο খ) |
৭২.৫০ টাকা |
Ο গ) |
১১০ টাকা |
Ο ঘ) |
৮২.৫০ টাকা |
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. |
পণ্য বিক্রয়লব্ধ অর্থ ব্যবসায়ে কী ধরনের আয়? |
Ο ক) |
পরোক্ষ আয় |
Ο খ) |
পরিচালন আয় |
Ο গ) |
মূল পরিচালন আয় |
Ο ঘ) |
অপরিচালন আয় |
সঠিক উত্তর: (গ)
১৯৫. |
অপরিচালন নিট আয়/ব্যয় নির্ণয় পদ্ধতি কোনটি? |
Ο ক) |
অপরিচালন মুনাফা যোগ অপরিচালন নিট আয় |
Ο খ) |
অপরিচালন আয় বাদ অপরিচালন ব্যয় |
Ο গ) |
মোট মুনাফা বাদ মোট ব্যয় |
Ο ঘ) |
পরিচালন আয় বাদ পরিচালন ব্যয় |
সঠিক উত্তর: (খ)
১৯৬. |
পাওনাদারের বাট্টা সঞ্চিতি বিশদ আয় বিবরণীতে দেখানো হয় - |
Ο ক) |
অপরিচালন আয় |
Ο খ) |
পরিচালন আয় |
Ο গ) |
পরিচালন ব্যয় |
Ο ঘ) |
অপরিচালন ব্যয় |
সঠিক উত্তর: (খ)
১৯৭. |
নিচের কোনটি স্থায়ী সম্পত্তি? |
Ο ক) |
মজুদ পণ্য |
Ο খ) |
ট্রেডমার্ক |
Ο গ) |
বিবিধ দেনাদার |
Ο ঘ) |
ব্যাংক জমা |
সঠিক উত্তর: (খ)
১৯৮. |
‘বিনিয়োগ’ কোন ধরনের সম্পত্তি? |
Ο ক) |
স্থায়ী সম্পত্তি |
Ο খ) |
দৃশ্যমান সম্পত্তি |
Ο গ) |
অদৃশ্যমান সম্পত্তি |
Ο ঘ) |
চলতি সম্পত্তি |
সঠিক উত্তর: (ঘ)
১৯৯. |
নিট লাভের ফলে কী হয়? i. মালিকানাস্বত্ব বৃদ্ধি পায় ii. মালিকানাস্বত্ব হ্রাস পায় iii. মালিকানাস্বত্ব অপরিবর্তিত থাকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২০০. |
যখন বিক্রিত পণ্যের ব্যয় ১৬,০০০ টাকা এবং বিক্রয় মূল্যের উপর ২০% মুনাফা করা হলে, বিক্রযের পরিমাণ হবে - |
Ο ক) |
২০,১৬০ টাকা |
Ο খ) |
১৩,৬০০ টাকা |
Ο গ) |
২১,০০০ টাকা |
Ο ঘ) |
২০,০০০ টাকা |
সঠিক উত্তর: (ঘ)
২০১. |
বিশদ আয় বিবরণীর ডেবিট ব্যালেন্স ৬,০০০ টাকা। ম্যানেজার লাভের ১০% কমিশন পেলে কমিশন কত? i. ৬০ টাকা ii. ৬০০ টাকা iii. ০.০০ টাকা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২০২. |
পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ে আয়ের প্রধান উৎস হল - |
Ο ক) |
আসবাবপত্র বিক্রয়লব্ধ অর্থ |
Ο খ) |
পণ্য বিক্রয়লব্ধ অর্থ |
Ο গ) |
বিনিয়োগের সুদ |
Ο ঘ) |
শিক্ষানবিস সেলামি |
সঠিক উত্তর: (খ)
২০৩. |
(IAS - 01) অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ কয়টি? |
Ο ক) |
৮টি |
Ο খ) |
৭টি |
Ο গ) |
৬টি |
Ο ঘ) |
৫টি |
সঠিক উত্তর: (ঘ)
২০৪. |
তারণ্য অনুপাত কত হওয়া ভাল? |
Ο ক) |
৩ : ১ |
Ο খ) |
১ : ১ |
Ο গ) |
২ : ১ |
Ο ঘ) |
১ : ২ |
সঠিক উত্তর: (খ)
২০৫. |
বেতন ও মজুরি দেখানো হয় - |
Ο ক) |
অপরিচালন ব্যয় হিসাবে |
Ο খ) |
অপরিচালন আয় হিসাবে |
Ο গ) |
পরিচালন ব্যয় হিসাবে |
Ο ঘ) |
আর্থিক অবস্থার বিবরণীতে |
সঠিক উত্তর: (গ)
২০৬. |
কোন নীতি অনুযায়ী অনাদায়ী পাওনা সঞ্চিতিকে দেনাদার হতে বাদ দিয়ে দেখানো হয়? |
Ο ক) |
চলমান প্রতিষ্ঠান |
Ο খ) |
ব্যবসায় স্বত্বা |
Ο গ) |
সামঞ্জস্যতা |
Ο ঘ) |
রক্ষণশীলতার |
সঠিক উত্তর: (ঘ)
২০৭. |
অপরিশোধিত ব্যয় সংশ্লিষ্ট হিসাবকালের - |
Ο ক) |
আয় ও দায় |
Ο খ) |
খরচ ও ব্যয় |
Ο গ) |
খরচ ও দায় |
Ο ঘ) |
আয় ও ব্যয় |
সঠিক উত্তর: (গ)
২০৮. |
‘অনাদায়ী পাওনা’ সৃষ্টি কারণ হতে পারে - i. দেনাদার মৃত্যু ii. দেনাদারের দেউলিয়া iii. দেনাদারের নিঁখোজ হওয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২০৯. |
ব্যবসায় পরিচালনা সংক্রান্ত স্বল্প পরিমাণে বিবিধ খরচের সমষ্টি হল - i. মনিহারি খরচ ii. দস্তুরি খরচ iii. কারবারি খরচ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (গ)
২১০. |
ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচের মধ্যে পড়ে - i. ক্রয় পরিবহন ii. আমদানি শুল্ক iii. মজুরি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২১১. |
বিক্রয় ১৮,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ২,৫০০ টাকা, সমাপনী মজুদ ১,৭০০ টাকা, ক্রয় ১৩,৪০০ টাকা এবং ক্রয় পরিবহন ৭০০ টাকা হলে, বিক্রিত পণ্যের ব্যয় কত? |
Ο ক) |
১৬,৬০০ টাকা |
Ο খ) |
১৪,৯০০ টাকা |
Ο গ) |
১৫,৯০০ টাকা |
Ο ঘ) |
১৮,৩০০ টাকা |
সঠিক উত্তর: (খ)
২১২. |
হিসাবরক্ষণ কার্যক্রম কীভাবে পরিচালিত হয়? |
Ο ক) |
আর্থিক অবস্থার বিবরণী ভিত্তিতে |
Ο খ) |
বিশদ আয় বিবরণী ভিত্তিতে |
Ο গ) |
কতিপয় নীতির ভিত্তিতে |
Ο ঘ) |
আর্থিক বিবরণী ভিত্তিতে |
সঠিক উত্তর: (গ)
২১৩. |
প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের স্বীকৃত মাধ্যম কী? i. রেওয়ামিল ii. বিশদ আয় বিবরণী iii. আর্থিক অবস্থার বিবরণী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২১৪. |
সুনাম, ট্রেডমার্ক, গ্রন্থস্বত্ব কী ধরনের সম্পত্তি? i. অদৃশ্যমান সম্পত্তি ii. দৃশ্যমান সম্পত্তি iii. অস্থায়ী সম্পত্তি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২১৫. |
বকেয়া আয় - |
Ο ক) |
আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পত্তি হিসাবে দেখানো হয় |
Ο খ) |
আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসাবে দেখানো হয় |
Ο গ) |
বিশদ আয় বিবরণীতে দেখানো হয় |
Ο ঘ) |
আর্থিক অবস্থার বিবরণীতে মোটেও কোনো দিকে দেখানো হয় না |
সঠিক উত্তর: (ক)
২১৬. |
অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্ষেত্রে সঠিক উক্তি হলো - i. এটি একটি নিশ্চিত ক্ষতি ii. এটি একটি সম্ভাব্য ক্ষতি iii. এটি আদায় হতেও পারে আবার নাও হতে পারে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২১৭. |
কোনটি সত্য? |
Ο ক) |
মুনাফা মূলধনের পরিবর্তন ঘটায় |
Ο খ) |
মুনাফা মূলধনের হ্রাস ঘটায় |
Ο গ) |
মূলধন শুধুই মুনাফা থেকে আসে |
Ο ঘ) |
মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটায় |
সঠিক উত্তর: (ঘ)
২১৮. |
‘সুনাম ও ট্রেডমার্ক’ কী রকম সম্পত্তি? |
Ο ক) |
চলতি |
Ο খ) |
অদৃশ্যমান |
Ο গ) |
অস্পর্শনীয় |
Ο ঘ) |
খ ও গ |
সঠিক উত্তর: (ঘ)
২১৯. |
বিক্রিত পণ্যের মূল্য নির্ধারণে অন্তর্ভুক্ত হয় - i. প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, মজুরি ইত্যাদি ii. সমাপনী মজুদ পণ্য, জাহাজ ভাড়া, ক্রয় পরিবহন ইত্যাদি iii. বিক্রয় বাট্টা, বিক্রয় ফেরত, আমদানি শুল্ক ইত্যাদি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২২০. |
বিক্রিত পণ্যের ব্যয় ১৬,৮০০ টাকা। বিক্রয় মূল্যের ওপর মুনাফার হার ১০% হলে বিক্রয়মূল্য কত হবে? |
Ο ক) |
১৮,৪৮০ টাকা |
Ο খ) |
১৬,৮০০ টাকা |
Ο গ) |
১৪,০০০ টাকা |
Ο ঘ) |
১৮,৬৬৭ টাকা |
সঠিক উত্তর: (ঘ)
২২১. |
সমাপনী মজুদ আর্থিক অবস্থা বিবরণীতে দেখানো হয় - |
Ο ক) |
মূলধনের সাথে যোগ করে |
Ο খ) |
দায়ের দিকে |
Ο গ) |
চলতি সম্পত্তির হিসাবে |
Ο ঘ) |
স্থায়ী সম্পদ হিসাবে |
সঠিক উত্তর: (গ)
২২২. |
ব্যবহারজনিত কারণে স্থায়ী সম্পদের যে ক্ষয় হয় তাকে কী বলে? |
Ο ক) |
প্রত্যক্ষ ব্যয় |
Ο খ) |
ব্যবহারজনিত ক্ষতি |
Ο গ) |
অবচয় |
Ο ঘ) |
অপচয় |
সঠিক উত্তর: (গ)
২২৩. |
ট্রেডমার্ক - |
Ο ক) |
একটি স্পর্শনীয় সম্পত্তি |
Ο খ) |
একটি চলতি সম্পত্তি |
Ο গ) |
একটি অস্পর্শনীয় সম্পত্তি |
Ο ঘ) |
কোনোটিই নয় |
সঠিক উত্তর: (গ)
২২৪. |
মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন ব্যবসায়ের একটি - i. দায় ii. সম্পত্তি iii. আয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২২৫. |
যে নীতি অনুযায়ী হিসাব বিজ্ঞানের হিসাবসমূহ প্রত্যেক বছরে একই পদ্ধতিতে অনুসরণ করে প্রস্তুত করা হয় তাকে বলা হয় - |
Ο ক) |
হিসাব কাল নীতি |
Ο খ) |
চলমান প্রতিষ্ঠান নীতি |
Ο গ) |
বকেয়া ধারনা নীতি |
Ο ঘ) |
সামঞ্জস্যতা নীতি |
সঠিক উত্তর: (ঘ)
২২৬. |
হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ধারণে ক্রয়মূল্য ও বাজারমূল্যের মধ্যে যেটি কম সেটি ধরা হয়? |
Ο ক) |
সমতার নীতি |
Ο খ) |
রক্ষণশীলতার নীতি |
Ο গ) |
স্বচ্ছতার নীতি |
Ο ঘ) |
দক্ষতার নীতি |
সঠিক উত্তর: (খ)
২২৭. |
যে নীতি অনুযায়ী স্থায়ী সম্পদসমূহের যে মূল্যে ক্রয় করা হয়েছিল সেই মূল্যেই প্রতি বছর আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয় সেই নীতিকে বলে - |
Ο ক) |
বকেয়া ধারণা নীতি |
Ο খ) |
হিসাব কাল |
Ο গ) |
রক্ষণশীলতায় নীতি |
Ο ঘ) |
ক্রয়মূল্য নীতি |
সঠিক উত্তর: (ঘ)
২২৮. |
স্বল্পকাল স্থায়ী এবং দ্রুত নগদ অর্থে রূপান্তরযোগ্য সম্পত্তিকে বলা হয় - |
Ο ক) |
স্থায়ী সম্পত্তি |
Ο খ) |
চলতি সম্পত্তি |
Ο গ) |
ক্ষণস্থায়ী সম্পত্তি |
Ο ঘ) |
অদৃশ্য সম্পত্তি |
সঠিক উত্তর: (খ)
২২৯. |
সম্পত্তির মূল্য হ্রাসের পরিমাণকে কী বলে? |
Ο ক) |
ক্ষতি |
Ο খ) |
লাভ |
Ο গ) |
অবচয় |
Ο ঘ) |
লাভ-ক্ষতি |
সঠিক উত্তর: (গ)
২৩০. |
বিজ্ঞাপনের উদ্দেশ্য কী? |
Ο ক) |
পণ্যের বিক্রয় কমানো |
Ο খ) |
পণ্যের বিক্রয় বৃদ্ধি করা |
Ο গ) |
চাহিদা সৃষ্টি না করা |
Ο ঘ) |
সরবরাহ কমানো |
সঠিক উত্তর: (খ)
২৩১. |
জনাব মান্নানের ব্যবসায়ে ৭০,০০০ টাকার যন্ত্রপাতি আছে। যন্ত্রপাতি সম্পর্কে বলা হয়েছে এর ওপর ৫% অবচয় দেখাতে হবে। তাহলে সম্পত্তি হিসাবে কত টাকা দেখাতে হবে? |
Ο ক) |
৩,৫০০ টাকা |
Ο খ) |
৬৩,০০০ টাকা |
Ο গ) |
৬৬,৫০০ টাকা |
Ο ঘ) |
৬৭,০০০ টাকা |
সঠিক উত্তর: (গ)
২৩২. |
মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন কারবারের একটি - |
Ο ক) |
দায় |
Ο খ) |
সম্পত্তি |
Ο গ) |
আয় |
Ο ঘ) |
লাভ |
সঠিক উত্তর: (ক)
২৩৩. |
ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায় কোনটির মাধ্যমে? |
Ο ক) |
বিশদ আয় বিবরণী |
Ο খ) |
আর্থিক অবস্থার বিবরণী |
Ο গ) |
আর্থিক বিবরণী |
Ο ঘ) |
সম্পদ ও দায় বিবরণী |
সঠিক উত্তর: (গ)
২৩৪. |
কোন হিসাবটি অপরিচালন আয় হিসাবে দেখানো হয়? |
Ο ক) |
ডক চার্জ |
Ο খ) |
বেতন |
Ο গ) |
ক্রয় পরিবহন |
Ο ঘ) |
বিনিয়োগের সুদ |
সঠিক উত্তর: (ঘ)
২৩৫. |
মালিক কর্তৃক পণ্য উত্তোলন কীভাবে দেখাতে হয়? |
Ο ক) |
ক্রয় থেকে বাদ দিয়ে এবং মূলধন থেকে বাদ দিয়ে |
Ο খ) |
বিশদ আয় বিবরণী |
Ο গ) |
ব্যয় বিবরণী |
Ο ঘ) |
মুনাফা থেকে বাদ দিয়ে |
সঠিক উত্তর: (ক)
২৩৬. |
কোন পেশা বা বৃত্তি শিক্ষা দেয়ার বিনিময়ে ব্যবসায় প্রতিষ্ঠান যে অর্থ গ্রহণ করে, তাকে বলা হয়- |
Ο ক) |
বৃত্তিমূলক আয় |
Ο খ) |
ব্যবসা বহির্ভূত আয় |
Ο গ) |
শিক্ষানবিস সেলামি |
Ο ঘ) |
শিক্ষানবিস ভাতা |
সঠিক উত্তর: (গ)
২৩৭. |
সম্পত্তির মূল্যহ্রাস সংক্রান্ত পরিমাণকে কী বলে? i. ক্ষতি ii. অবচয় iii. ব্যয় বিবরণী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৩৮. |
ব্যবসায় প্রতিষ্ঠানের লাভ-ক্ষতি নিরূপণের জন্য কোনটি প্রস্তুত করা হয়? |
Ο ক) |
ক্রয়-বিক্রয় হিসাব |
Ο খ) |
লাভ-ক্ষতি হিসাব |
Ο গ) |
আয়-ব্যয় বিবরণী |
Ο ঘ) |
বিশদ আয় বিবরণী |
সঠিক উত্তর: (ঘ)
২৩৯. |
চলতি সম্পদ কী? i. যা কেবল ১ বছরের মধ্যে টাকায় রূপান্তর করা যায় ii. যা কেবল ২ বছরের মধ্যে টাকায় রূপান্তর করা যায় iii. যা কেবল ৩ বছরের মধ্যে টাকায় রূপান্তর করা যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৪০. |
ব্যবসায় পরিচালনা সংক্রান্ত স্বল্প পরিমাণের বিবিধ খরচের সমষ্টি হল - |
Ο ক) |
মনিহারি খরচ |
Ο খ) |
দস্তুরি খরচ |
Ο গ) |
দপ্তর খরচ |
Ο ঘ) |
কারবারি খরচ |
সঠিক উত্তর: (ঘ)
২৪১. |
কোনটির উপর কোনো লাভ ধরা উচিত নয়? |
Ο ক) |
বাকিতে বিক্রীত পণ্য |
Ο খ) |
দরিদ্রদের কাছে বিক্রীত পণ্য |
Ο গ) |
অবিক্রীত পণ্য |
Ο ঘ) |
আত্মীয়দের কাছে বিক্রীত পণ্য |
সঠিক উত্তর: (গ)
২৪২. |
সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশদ আয় বিবরণীতে আয়ের অন্তর্ভুক্ত - i. সেবা থেকে আয় ii. সুদ আয় iii. ডিভিডেন্ট আয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৪৩. |
নতুন কুঋণ ৩,০০০ টাকা, বিবিধ দেনাদার ২০,০০০ টাকা, ৫% হারে কুঋণ সঞ্চিতি রাখা হলে কুঋণ সঞ্চিতির পরিমাণ কত? |
Ο ক) |
১,০০০ টাকা |
Ο খ) |
৮৫০ টাকা |
Ο গ) |
১,১৫০ টাকা |
Ο ঘ) |
৯৫০ টাকা |
সঠিক উত্তর: (খ)
২৪৪. |
সম্ভাব্য অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হয় যখন - |
Ο ক) |
দেনাদার দেউলিয়া হয়ে যায় |
Ο খ) |
দেনাদারকে খুঁজে পাওয়া যায় না |
Ο গ) |
দেনাদারের নিকট প্রাপ্য অর্থ নিশ্চিত পাওয়া যাবে না |
Ο ঘ) |
দেনাদারের নিকট প্রাপ্য অর্থ আদায় নাও হতে পারে |
সঠিক উত্তর: (ঘ)
২৪৫. |
কোন নীতির অনুপস্থিতিতে অবচয় ধার্য অর্থহীন? |
Ο ক) |
চলমান প্রতিষ্ঠান |
Ο খ) |
ব্যবসায়িক স্বত্বা |
Ο গ) |
রক্ষণশীলতা |
Ο ঘ) |
হিসাবকাল |
সঠিক উত্তর: (ক)
২৪৬. |
‘শিক্ষানবিস সেলামি’ একটি - |
Ο ক) |
প্রত্যক্ষ আয় |
Ο খ) |
পরোক্ষ আয় |
Ο গ) |
পরোক্ষ ব্যয় |
Ο ঘ) |
দায় বা ঋন |
সঠিক উত্তর: (খ)
২৪৭. |
কোন নীতি অনুযায়ী মুনাফা নির্ণয়ে রক্ষণশীল হতে হয়? |
Ο ক) |
বকেয়া ধারণা নীতি |
Ο খ) |
রক্ষণশীলতার নীতি |
Ο গ) |
ক্রয়মূল্য নীতি |
Ο ঘ) |
সামঞ্জস্যতার নীতি |
সঠিক উত্তর: (খ)
২৪৮. |
মূলধন কারবারের একটি - |
Ο ক) |
সম্পত্তি |
Ο খ) |
স্বল্পমেয়াদি দায় |
Ο গ) |
দীর্ঘমেয়াদি দায় |
Ο ঘ) |
মালিকানা স্বত্ব |
সঠিক উত্তর: (ঘ)
২৪৯. |
প্রধানত কয়টি কারণে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়? |
Ο ক) |
পাঁচটি |
Ο খ) |
চারটি |
Ο গ) |
তিনটি |
Ο ঘ) |
দুটি |
সঠিক উত্তর: (ঘ)
২৫০. |
কোনটি অস্পর্শনীয় সম্পত্তি নয়? |
Ο ক) |
সুনাম |
Ο খ) |
পেটেন্ট |
Ο গ) |
বিনিয়োগ |
Ο ঘ) |
ট্রেডমার্ক |
সঠিক উত্তর: (গ)
২৫১. |
অপূর্ণাঙ্গ হিসাব খাতগুলোকে পূর্ণাঙ্গ করার জন্য কোনটির প্রয়োজন হয়? |
Ο ক) |
জাবেদা দাখিলা |
Ο খ) |
সমন্বয় দাখিলা |
Ο গ) |
সমাপনী দাখিলা |
Ο ঘ) |
বিপরীত দাখিলা |
সঠিক উত্তর: (খ)
২৫২. |
ব্যবসায়ের ফলে স্থায়ী সম্পদের ক্ষয় প্রাপ্ত হওয়াকে বলে - |
Ο ক) |
অবচয় |
Ο খ) |
অবহার |
Ο গ) |
হ্রাস পাওয়া |
Ο ঘ) |
বাদ দেওয়া |
সঠিক উত্তর: (ক)
২৫৩. |
স্বল্পমেয়াদি দায় কোনটি? |
Ο ক) |
পাওনাদার |
Ο খ) |
প্রদেয় বিল |
Ο গ) |
ব্যাংক জমাতিরিক্ত |
Ο ঘ) |
উপরের সবকটি |
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. |
আর্থিক অবস্থার বিবরণী বলতে বোঝায় - i. লেনদেনের সংক্ষিপ্ত বিবরণী ii. ব্যবসায়ের দায় ও সম্পত্তিসমূহের বিবরণী iii. একটি পরিপূর্ণ হিসাব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৫৫. |
দ্রুত পরিশোধ্য দায়সমূহ আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় বসে? |
Ο ক) |
প্রথমে |
Ο খ) |
মধ্যে |
Ο গ) |
স্থায়ী ব্যয় |
Ο ঘ) |
এলোমেলোভাবে |
সঠিক উত্তর: (ক)
২৫৬. |
ডক চার্জ একটি - |
Ο ক) |
পরোক্ষ খরচ |
Ο খ) |
প্রত্যক্ষ খরচ |
Ο গ) |
আনুষঙ্গিক খরচ |
Ο ঘ) |
সাময়িক খরচ |
সঠিক উত্তর: (খ)
২৫৭. |
আর্থিক অবস্থার বিবরণীতে দায়সমূহ কয় ভাগে দেখানো হয়? |
Ο ক) |
৫ ভাগে |
Ο খ) |
৪ ভাগে |
Ο গ) |
৩ ভাগে |
Ο ঘ) |
২ ভাগে |
সঠিক উত্তর: (ঘ)
২৫৮. |
কোনটি স্পর্শনীয় সম্পত্তি? |
Ο ক) |
ট্রেডমার্ক |
Ο খ) |
সুনাম |
Ο গ) |
যন্ত্রপাতি |
Ο ঘ) |
প্যাটেন্ট |
সঠিক উত্তর: (গ)
২৫৯. |
বকেয়া খরচ বা বকেয়া ব্যয় - |
Ο ক) |
আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদ হিসাবে |
Ο খ) |
আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় হিসাবে |
Ο গ) |
বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না |
Ο ঘ) |
আর্থিক অবস্থা বিবরণীতে মোটেও কোনদিকে দেখানো হয় না |
সঠিক উত্তর: (খ)
২৬০. |
‘বন্ধকী ঋণ’ কারবারের কোন ধরনের দায়? |
Ο ক) |
চলতি দায় |
Ο খ) |
দীর্ঘমেয়াদি দায় |
Ο গ) |
স্বল্পমেয়াদি দায় |
Ο ঘ) |
মধ্যমেয়াদি দায় |
সঠিক উত্তর: (খ)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: ব্যবসায়ী মিজান তার কারবারের আর্থিক বিবরণী একটি নির্দিষ্ট সময়ে প্রতিবছর তৈরি করেন। তিনি প্রতিবছর আর্থিক বিবরণী তৈরি করার পর দেখেন সেখানে কিছু তথ্যগত ভুল থাকে। তাই তিনি এবার সিদ্ধান্ত নেন তার কারবারের লেনদেনগুলো সঠিকভাবে সঠিক জায়গায় লিপিবদ্ধ করবেন। |
২৬১. |
কারবারের সঠিক লাভ-ক্ষতি নিরূপণ করতে প্রয়োজন পড়ে - |
Ο ক) |
মুনাফাজাতীয় লেনদেনের |
Ο খ) |
মূলধনজাতীয় লেনদেনের |
Ο গ) |
বিলম্বিত মুনাফাজাতীয় লেনদেনের |
Ο ঘ) |
মূলধনায়িত লেনদেনের |
সঠিক উত্তর: (ক)
২৬২. |
মূলধন জাতীয় লাভ থেকে সৃষ্টি হয় - |
Ο ক) |
সাধারণ সঞ্চিতি |
Ο খ) |
অনাদায়ী পাওনা |
Ο গ) |
মূলধন সঞ্চিতি |
Ο ঘ) |
মুনাফা সঞ্চিতি |
সঠিক উত্তর: (গ)
আনসার কই?
উত্তরমুছুনসরি আনসার পাইছি :/
উত্তরমুছুন