এস.এস.সি ||
জীববিজ্ঞান অধ্যায় - ১৪: জীব প্রযুক্তি |
১. |
ToMV কী? |
Ο ক) |
টোবাকো মোজাইক ভাইরাস |
Ο খ) |
টোবাকো মাইল্ড ভাইরাস |
Ο গ) |
টমেটো মোজাইক ভাইরাস |
Ο ঘ) |
রিং-স্পট ভাইরাস |
সঠিক উত্তর: (গ)
২. |
কার্ল এরেকি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? |
Ο ক) |
জা্র্মানি |
Ο খ) |
হাঙ্গেরি |
Ο গ) |
ইংল্যান্ড |
Ο ঘ) |
রাশিয়া |
সঠিক উত্তর: (খ)
৩. |
ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায় কোন প্রযুক্তির মাধ্যমে? |
Ο ক) |
টিস্যুকালচার |
Ο খ) |
এপিকালচার |
Ο গ) |
সেরিকালচার |
Ο ঘ) |
অ্যাকুয়াকালচার |
সঠিক উত্তর: (ক)
৪. |
জীব প্রযুক্তির মাধ্যমে – i. ক্যান্সার নির্ণয় করা যায় ii. এন্টিবায়োটিক ও ভ্যাকসিন উৎপাদন করা যায় iii. গৃহনির্মাণ করা যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫. |
রিকম্বিনেন্ট DNA প্রস্তুত করার প্রথম ধাপ কোনটি? |
Ο ক) |
DNA ছেদন |
Ο খ) |
কাঙ্ক্ষিত DNA নির্বাচন |
Ο গ) |
পোষক নির্বাচন |
Ο ঘ) |
DNA লাইগেজ নির্বাচন |
সঠিক উত্তর: (খ)
৬. |
অণুজীবের সাহায্যে উৎপাদিত বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত থাকে? |
Ο ক) |
৮০% |
Ο খ) |
৭০% |
Ο গ) |
৬০% |
Ο ঘ) |
৫০% |
সঠিক উত্তর: (গ)
৭. |
জিনপ্রকৌশলের মাধ্যমে প্রস্তুতকৃত জীব – i. ট্রান্সজেনিক ii. GE iii. GMO নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮. |
জীবাণুমুক্ত তরল আবাদকে কী অবস্থার পর এক্সপ্লান্টগুলোকে স্থাপন করা হয়? |
Ο ক) |
গরম অবস্থার |
Ο খ) |
ঠান্ডা ও জমাট বাঁধা |
Ο গ) |
তরল অবস্থার |
Ο ঘ) |
গ্যাসীয় অবস্থার |
সঠিক উত্তর: (খ)
৯. |
গরুর দুধে Protein C জিন স্থানান্তরের কারণে কোনটির পরিমাণ বৃদ্ধি পায়? |
Ο ক) |
খাদ্যপ্রাণ |
Ο খ) |
আমিষ |
Ο গ) |
শর্করা |
Ο ঘ) |
স্নেহ |
সঠিক উত্তর: (খ)
১০. |
চেলাইকরণের প্রযুক্তি মানুষ কত বছর আগে রপ্ত করে? |
Ο ক) |
৬০০০ |
Ο খ) |
৭০০০ |
Ο গ) |
৮০০০ |
Ο ঘ) |
৯০০০ |
সঠিক উত্তর: (গ)
১১. |
আবাদি ফসলে নিফ জিন (Nif gene) স্থানান্তর করা গেলে কোনটির প্রয়োগ ছাড়াই ফসলের ফলন বৃদ্ধি করা যাবে? |
Ο ক) |
পানি |
Ο খ) |
ইনসুলিন |
Ο গ) |
হরমোন |
Ο ঘ) |
সার |
সঠিক উত্তর: (ঘ)
১২. |
বিটি ধান কোন দেশে উদ্ভাবিত হয়েছে? |
Ο ক) |
বাংলাদেশ |
Ο খ) |
জাপান |
Ο গ) |
মায়ানমার |
Ο ঘ) |
চীন |
সঠিক উত্তর: (ঘ)
১৩. |
জৈব সার তৈরিতে যে ধরনের অণুজীব ব্যবহার করা হয় তা হলো – i. ব্যাকটেরিয়া ii. নীলাভ সবুজ শৈবাল iii. ছত্রাক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৪. |
রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে প্রয়োজনীয় উপাদান হলো – i. পোষক ii. DNA লাইপেজ iii. রেস্ট্রিকশন এনজাইম নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৫. |
কত সালে বিজ্ঞানী মার্টিন মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া ও আলুগাছ লাভ করেন? |
Ο ক) |
১৯৫২ |
Ο খ) |
১৯৫৩ |
Ο গ) |
১৯৫৪ |
Ο ঘ) |
১৯৫৫ |
সঠিক উত্তর: (ক)
১৬. |
ভাইরাস মুক্ত আলু উৎপাদন করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? |
Ο ক) |
রুট কালচার |
Ο খ) |
ভ্রূণ কালচার |
Ο গ) |
মেরিস্টেম কালচার |
Ο ঘ) |
ক্যালাস কালচার |
সঠিক উত্তর: (গ)
১৭. |
কেন বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাদ্যমে রোগমুক্ত ডালিয়া ও আলু গাছ উদ্ভাবন করেন? |
Ο ক) |
বেণহাম হুকার |
Ο খ) |
জর্জ মরেল |
Ο গ) |
মার্টিন |
Ο ঘ) |
জোহান মেন্ডেল |
সঠিক উত্তর: (গ)
১৮. |
তুলা ও ভুট্টার মধ্যে একই সাথে যে দুটি বৈশিষ্ট্য অনুপ্রবেশ করানো হয়েছে – i. অধিক ফলনশীলতা ii. পোকামাকড় প্রতিরোধী iii. আগাছা সহিষ্ণুতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৯. |
টিস্যুকালচার পদ্ধতির অসুবিধা কোনটি? |
Ο ক) |
কাঙ্ক্ষিত এক্সপ্ল্যান্টের অভাব |
Ο খ) |
অত্যন্ত ব্যয়বহুল |
Ο গ) |
অধিক সময় লাগা |
Ο ঘ) |
অল্প চারা উৎপাদিত হওয়া |
সঠিক উত্তর: (খ)
২০. |
দুধের মান বৃদ্ধিতে গরুতে কোন জিন স্থানান্তর করা হয়েছে? |
Ο ক) |
Protein D |
Ο খ) |
ক্যালসিয়াম |
Ο গ) |
Protein C |
Ο ঘ) |
ল্যাকটোজ |
সঠিক উত্তর: (গ)
২১. |
Biotechnology সম্পর্কে বলা যায় – i. ইহা জীব বিজ্ঞানের একটি ফলিত শাখা ii. বিজ্ঞানের বিভিন্ন শাখায় বাস্তব সমস্যা সমাধানের নতুন দিগন্ত iii. ফসলের মান ও পরিমাণ বৃদ্ধিতে অবদান রাখছে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২২. |
গ্রেগর জোহান মেন্ডেল পেশায় ছিলেন – |
Ο ক) |
লেখক |
Ο খ) |
ধর্ম যাজক |
Ο গ) |
প্রকৌশলী |
Ο ঘ) |
চিত্রশিল্পী |
সঠিক উত্তর: (খ)
২৩. |
থাইল্যান্ড টিস্যুকালচার পদ্ধতির মাধ্যমে একবছরে কত মিলিয়ন অনুচারা তৈরি করে? |
Ο ক) |
৫০ |
Ο খ) |
৬০ |
Ο গ) |
৭০ |
Ο ঘ) |
৮০ |
সঠিক উত্তর: (ক)
২৪. |
সম্পূর্ণ প্রাণীর ক্লোনিংকে কী বলা হয়? |
Ο ক) |
জীব ক্লোনিং |
Ο খ) |
প্রোডাকটিভ |
Ο গ) |
সেল ক্লোনিং |
Ο ঘ) |
রিপ্রোডাকটিভ |
সঠিক উত্তর: (ক)
২৫. |
রক্তের DNA পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায় – i. সন্তানের মাতৃত্ব নির্ণয় ii. অপরাধীদের শনাক্তকরণ iii. সন্তানের পিতৃত্ব নির্ণয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৬. |
জীব প্রযুক্তির বিশেষ রূপ হিসেবে কোষ কেন্দ্রের জিনকণার পরিবর্তন ঘটিয়ে জীবদেহের গুণগত রূপান্তর ঘটানোই হলো – |
Ο ক) |
জিন প্রকৌশল |
Ο খ) |
বংশগতি বিদ্যা |
Ο গ) |
জিন প্রযুক্তির মূলনীতি |
Ο ঘ) |
ক্রোমোজোম বিদ্যা |
সঠিক উত্তর: (ক)
২৭. |
TMGMV কী? |
Ο ক) |
টোবাকো মোজাইক ভাইরাস |
Ο খ) |
টমেটো মোজাইক ভাইরাস |
Ο গ) |
টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস |
Ο ঘ) |
রিং স্পট ভাইরাস |
সঠিক উত্তর: (গ)
২৮. |
আবাদ মাধ্যমকে অটোক্লেভ যন্ত্রে কত মিনি রেখে জীবাণুমুক্ত করা হয়? |
Ο ক) |
১৫ মিনিট |
Ο খ) |
২০ মিনিট |
Ο গ) |
২৫ মিনিট |
Ο ঘ) |
১০ মিনিট |
সঠিক উত্তর: (খ)
২৯. |
পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন? |
Ο ক) |
উইলিয়াম হার্ভে |
Ο খ) |
ডাল্টন হুকার |
Ο গ) |
লুই পাস্তুর |
Ο ঘ) |
আলেকজান্ডার ফ্লোমিং |
সঠিক উত্তর: (ঘ)
৩০. |
উনিশ শতকে কোন বিশেষ আবিষ্কারের ফলে জীবপ্রযুক্তি নতুনরূপে অগ্রযাত্রা শুরু করে? |
Ο ক) |
মেন্ডেলের সূত্র |
Ο খ) |
ডারউইনের বিবর্তনবাদ |
Ο গ) |
ডি এন এ –এর ডাবল হেলিক্স মডেল |
Ο ঘ) |
লিনিয়াসের দ্বিপদ নামকরণ |
সঠিক উত্তর: (ক)
৩১. |
ইনসুলিন তৈরি করা হয় – i. ব্যাকটেরিয়া হতে ii. ভাইরাস হতে iii. ঈস্ট হতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩২. |
আগছানাশক রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সহনশীলতাসম্পন্ন কোন ফসলটির জাত উদ্ভাবন করা হয়েছে? |
Ο ক) |
গম |
Ο খ) |
ভুট্টা |
Ο গ) |
এন্টোমলজি |
Ο ঘ) |
জেনেটিক ইঞ্জিনিয়ারিং |
সঠিক উত্তর: (ঘ)
৩৩. |
টিস্যুকালচারের মাধ্যমে রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল কিসের চারা উৎপাদন করা হয়েছে? |
Ο ক) |
পেয়ারার চারা |
Ο খ) |
কলার চারা |
Ο গ) |
আমের চারা |
Ο ঘ) |
ডালিমের চারা |
সঠিক উত্তর: (খ)
৩৪. |
আগাছা সহিষ্ণু টমেটো জাত তৈরি করতে ব্যবহৃত হয় কোনটি? |
Ο ক) |
ভাইরাস |
Ο খ) |
ব্যাকটেরিয়া |
Ο গ) |
শৈবাল |
Ο ঘ) |
ছত্রাক |
সঠিক উত্তর: (খ)
৩৫. |
টিস্যুকালচারে নিচের কোনটিতে পুষ্টি ও বর্ধনের জন্য সকল প্রয়োজনীয় উপাদান সরবরাহ করা হয়? |
Ο ক) |
অটোক্লেভ |
Ο খ) |
অনুচারায় |
Ο গ) |
অ্যাগারে |
Ο ঘ) |
মিডিয়ামে |
সঠিক উত্তর: (ঘ)
৩৬. |
কার্ল এরেকি পেশায় ছিলেন – |
Ο ক) |
চিত্রশিল্পী |
Ο খ) |
প্রকৌশলী |
Ο গ) |
লেখক |
Ο ঘ) |
ধর্মযাজক |
সঠিক উত্তর: (খ)
৩৭. |
গোল্ডেন রাইস আবিষ্কার করে কোন দেশ? |
Ο ক) |
আমেরিকা |
Ο খ) |
রাশিয়া |
Ο গ) |
সুইডেন |
Ο ঘ) |
ফ্রান্স |
সঠিক উত্তর: (গ)
৩৮. |
জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা উৎপাদিত ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ফসলের জাত প্রতিরোধক্ষম – i. লেপিডোপটেরা বর্গের কীটপতঙ্গ ii. কলিওপটেরা বর্গের কীটপতঙ্গ iii. ডিওপটেরা বর্গের কীটপতঙ্গ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৯. |
কোন কোন পরিবেশ ছাড়া জোজোবা জন্মায় না? |
Ο ক) |
Arizona ও Washington |
Ο খ) |
Missour ও Indiana |
Ο গ) |
Arizona ও California |
Ο ঘ) |
Minnesota ও Connecticut |
সঠিক উত্তর: (গ)
৪০. |
উদ্ভিদের পুষ্টি ও বর্ধনের জন্য প্রয়োজনীয় সকল উপাদান সরবরাহ করা হয় কোথায়? |
Ο ক) |
মাটিতে |
Ο খ) |
টবে |
Ο গ) |
মিডিয়ামে |
Ο ঘ) |
পাতায় |
সঠিক উত্তর: (গ)
৪১. |
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট Pseudomonas ব্যাকটেরিয়াকে কী প্রদানের জন্য নির্দেশ দেন? |
Ο ক) |
শিগুড় |
Ο খ) |
প্যাটেন্ট |
Ο গ) |
সার্গেট |
Ο ঘ) |
মিক্সটার্ড |
সঠিক উত্তর: (খ)
৪২. |
জিন প্রকৌশলের মাধ্যমে সৃষ্ট নতুন বৈশিষ্ট্যসম্পন্ন GMO জীবকে কী বলা হয়? |
Ο ক) |
General Modified Organism |
Ο খ) |
Genetically Method Organ |
Ο গ) |
Transgenic |
Ο ঘ) |
Gene Modified Organism |
সঠিক উত্তর: (গ)
৪৩. |
ইন্টারফেরন কী? |
Ο ক) |
হেপাটাইটিস বি-ভাইরাসের টিকা |
Ο খ) |
হেপাটাইটিস সি-ভাইরাসের টিকা |
Ο গ) |
সিওডোমোনাম ব্যাকটেরিয়ার টিকা |
Ο ঘ) |
E. coli ব্যাকটেরিয়ার টিকা |
সঠিক উত্তর: (ক)
৪৪. |
বাহক DNA অনুলিপনের জন্য কী দরকার? |
Ο ক) |
একটি বাহক নির্বাচন |
Ο খ) |
একটি পোষক নির্বাচন |
Ο গ) |
একটি জীব নির্বাচন |
Ο ঘ) |
একটি টিস্যু নির্বাচন |
সঠিক উত্তর: (খ)
৪৫. |
জিন প্রকৌশলের মাধ্যমে সৃষ্ট তামাক গাছের প্রদর্শন হয় কখন – i. ১৯৮০ ii. ১৯৮৬ iii. ১৯৮৩ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪৬. |
টিস্যুকালচারের মাধ্যমে নিচের কোনটিকে পুষ্টিবর্ধক মিডিয়ামে জীবাণুমুক্ত অবস্থায় কালচার করা হয়? |
Ο ক) |
কান্ড |
Ο খ) |
শাখা |
Ο গ) |
প্রশাখা |
Ο ঘ) |
পরাগরেণু |
সঠিক উত্তর: (ঘ)
৪৭. |
পরিবেশের তেল ও হাইডোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করতে সক্ষম কোনটি? |
Ο ক) |
E. coli ব্যাকটেরিয়া |
Ο খ) |
Pseudomonas ব্যাকটেরিয়া |
Ο গ) |
ইন্টারফেরন |
Ο ঘ) |
T2 ফায ভাইরাস |
সঠিক উত্তর: (খ)
৪৮. |
টিস্যুকালচার প্রযুক্তির ধাপসমূহের অন্তর্ভুক্ত – i. মাতৃউদ্ভিদ নির্বাচন ii. DNA প্রস্তুতকরণ iii. জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪৯. |
কলিওপটেরা বর্গের অন্তর্ভুক্ত ক্ষতিকর কীটপতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধক্ষম কোনটি? |
Ο ক) |
আউশ ধান |
Ο খ) |
আমন ধান |
Ο গ) |
বিটি ধান |
Ο ঘ) |
বোরো ধান |
সঠিক উত্তর: (গ)
৫০. |
টিস্যুকালচার প্রযুক্তির ব্যবহার দেখা যায় – i. সিম্বিডিয়াম চারা উৎপাদনে ii. আলুগাছ উৎপাদনে iii. ডালিয়া উৎপাদনে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫১. |
জিনের মাধ্যমে মাতাপিতা থেকে সন্তানসন্ততিতে বর্তায় এমন রোগ হলো – i. হাঁপানি ii. ডায়রিয়া iii. থ্যালাসিমিয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৫২. |
Biotechnology শব্দের প্রবর্তক কে? |
Ο ক) |
গ্রেগর জাহান মেন্ডেল |
Ο খ) |
ক্যারোলাস লিনিয়াস |
Ο গ) |
কার্ল এরেকি |
Ο ঘ) |
লুই পাস্তুর |
সঠিক উত্তর: (গ)
৫৩. |
টিস্যুকালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে কী বলে? |
Ο ক) |
Slice plant |
Ο খ) |
Piece plant |
Ο গ) |
In plant |
Ο ঘ) |
Explant |
সঠিক উত্তর: (ঘ)
৫৪. |
লেট ব্লাইট ছত্রাক প্রতিরোধী জিন স্থানান্তরের জন্য তুমি লেট ব্লাইট প্রতিরোধী গোল আলুর জাত উদ্ভাবনে ব্যবহার করবে – i. টিস্যুকালচার ii. জেনেটিক ইঞ্জিনিয়ারিং iii. ভ্রূণবিদ্যা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৫৫. |
GMO বা রিকম্বিনেন্ট DNA প্রস্তুত করার সময় লাগে – i. প্লাজমিড ii. পোষক iii. মিডিয়াম নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৬. |
জৈব প্রযুক্তির মাধ্যমে মানব কল্যাণে ব্যবহার করা যায় – i. অণুজীব ii. উদ্ভিজ দ্রব্যাদি iii. প্রাণিজ সম্পদ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৭. |
টিস্যুকালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ ব্যবহার করা হয় তাকে কী বলে? |
Ο ক) |
পত্রাংশ |
Ο খ) |
নতুন কুঁড়ি |
Ο গ) |
টেক্সপ্লান্ট |
Ο ঘ) |
এক্সপ্লান্ট |
সঠিক উত্তর: (ঘ)
৫৮. |
ট্রান্সজেনিক উদ্ভিদগুলো যেসব পরিবেশে জন্মাতে সক্ষম – i. লবণাক্ত মাটিতে ii. উচ্চ অম্লীয় মাটিতে iii. তাপ ও খরাপ্রবণ এলাকায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৯. |
উন্নত দেশসমূহে Genetic engineering ব্যবহৃত হচ্ছে – i. কয়লা খনিতে নাইট্রোজেন গ্যাস মুক্ত করার কাজে ii. বন ধ্বংসকারী পোকা দমন করায় iii. আকরিক থেকে ইউরেনিয়াম আহরণে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৬০. |
DNA কাটার জন্য বিশেষ এনজাইম কোনটি? |
Ο ক) |
লাইগেজ |
Ο খ) |
রেস্ট্রিকশন |
Ο গ) |
লেকটেজ |
Ο ঘ) |
লাইপেজ |
সঠিক উত্তর: (খ)
৬১. |
মূলযুক্ত চারাগুলোকে কিসে ধুয়ে অ্যাগারমুক্ত অবস্থায় মাটি ভরা ছোট ছোট পাত্রে স্থানান্তর করা হয়? |
Ο ক) |
এসিডে |
Ο খ) |
পানিতে |
Ο গ) |
ভিটামিনে |
Ο ঘ) |
খনিজ লবণে |
সঠিক উত্তর: (খ)
৬২. |
সিম্বিডিয়াম নামক অর্কিড প্রজাতির একটি মেরিস্টেম হতে এক বছরে ৪০০০০ চারা পাওয়া সম্ভব এ বিষয়টি প্রমাণ করে দেখান কে? |
Ο ক) |
জর্জ মরেল |
Ο খ) |
ডাল্টন হুকার |
Ο গ) |
কার্ল এরেকি |
Ο ঘ) |
জোহান মেন্ডেল |
সঠিক উত্তর: (ক)
৬৩. |
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কোনটির পরিবর্তন ঘটানো হয়? |
Ο ক) |
GMO |
Ο খ) |
RNA |
Ο গ) |
DNA |
Ο ঘ) |
মাইটোকন্ড্রিয়া |
সঠিক উত্তর: (গ)
৬৪. |
মডিফাইড ভুট্টা বীজ কোন দেশ আবিষ্কার করে? |
Ο ক) |
বাংলাদেশ |
Ο খ) |
ভারত |
Ο গ) |
সুইডেন |
Ο ঘ) |
স্পেন |
সঠিক উত্তর: (ঘ)
৬৫. |
Biotechnology শব্দটি কয়টি শব্দের সমন্বযে গঠিত হয়? |
Ο ক) |
২টি |
Ο খ) |
৩টি |
Ο গ) |
৪টি |
Ο ঘ) |
৫টি |
সঠিক উত্তর: (ক)
৬৬. |
সঠিক রোগ শনাক্তকরণে জীব প্রযুক্তির ইঞ্জিনিয়ারিং শাখার গবেষণার ফল – i. মনোক্লোনাল এন্টিবডি ii. DNA প্রাইমার iii. RNA পলিমারেজ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬৭. |
ডি এন এ ডাবল হেলিক্স মডেল আবিষ্কৃত হয় কত সালে? |
Ο ক) |
১৮৫৩ |
Ο খ) |
১৮৬৩ |
Ο গ) |
১৯৫৩ |
Ο ঘ) |
১৯৬৩ |
সঠিক উত্তর: (গ)
৬৮. |
টিস্যুকালচারে জীবাণুমুক্ত আবাদের জন্য প্রয়োজন – i. ২০1b/sq. inch চাপ ii. ১২১০ সে. তাপমাত্রা iii. অটোক্লেভ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৬৯. |
DNA অণুকে ছেদন করার জন্য নিচের কোনটি প্রয়োজন? |
Ο ক) |
লাইপেজ এনজাইম |
Ο খ) |
লাইগেজ এনজাইম |
Ο গ) |
স্টারটেজ এনজাইম |
Ο ঘ) |
রেস্ট্রিকশন এনজাইম |
সঠিক উত্তর: (ঘ)
৭০. |
যখন দুটি প্রচ্ছন্ন জিন বা দুটি প্রকট জিন একসঙ্গে থাকে তাকে কী বলে? |
Ο ক) |
প্রচ্ছন্ন জিন |
Ο খ) |
হেমোজাইগাস |
Ο গ) |
হেটারোজাইগাস |
Ο ঘ) |
জিন ক্লোনিং |
সঠিক উত্তর: (খ)
৭১. |
জিন প্রকৌশলের মাধ্যমে মাগুর, কমনকার্ড, লইট্টা ইত্যাদি মাছের আকার কত ভাগ বৃদ্ধি করা সম্ভব হয়েছে? |
Ο ক) |
৪০ |
Ο খ) |
৫০ |
Ο গ) |
৬০ |
Ο ঘ) |
৭০ |
সঠিক উত্তর: (গ)
৭২. |
বিটি ভুট্টা, বিটি তুলা, বিটি ধান যেসব কীটপতঙ্গ প্রতিরোধী তা হলো – i. কলিওপটেরা ii. লেপিডোপটেরা iii. লেটব্লাইট ছত্রাক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭৩. |
জিন প্রকৌশলের মাধ্যমে খুব দ্রুত কী পাওয়া যায়? |
Ο ক) |
কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন কোষ |
Ο খ) |
কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন পোষক |
Ο গ) |
কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ বা প্রাণী বা অণুজীব |
Ο ঘ) |
কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন বাহক |
সঠিক উত্তর: (গ)
৭৪. |
সিম্বিডিয়াম নামক কোন প্রজাতির একটি মেরিস্টেম হতে বছরে ৪০ হাজার চারা পাওয়া সম্ভব? |
Ο ক) |
অর্জুন |
Ο খ) |
গামার |
Ο গ) |
গর্জন |
Ο ঘ) |
অর্কিড |
সঠিক উত্তর: (ঘ)
৭৫. |
আগাছা সহিষ্ণু (Herbidice tolerant) জাত কোনগুলো? |
Ο ক) |
আদা, শশা, আলু, বেগুন |
Ο খ) |
টমেটো, সয়াবিন, ভুট্টা, তুলা, ক্যানেলা |
Ο গ) |
সরিষা, পেঁয়াজ, রসুন, গম |
Ο ঘ) |
ছোলা, ধান, গম, তিল, ধনিয়া |
সঠিক উত্তর: (খ)
৭৬. |
চারাগাছে যদি মূল উৎপন্ন না হয় তবে একটি নির্দিষ্ট উচ্চতা লাভের পর বিটপগুলোকে বিচ্ছিন্ন করে কোথায় রাখা হয়? |
Ο ক) |
ক্যালাস মাধ্যমে |
Ο খ) |
মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে |
Ο গ) |
জীবাণুমুক্ত আবাদ মাধ্যমে |
Ο ঘ) |
অ্যাগার মাধ্যমে |
সঠিক উত্তর: (খ)
৭৭. |
জীবপ্রযুক্তি প্রয়োগ হয় – i. গাঁজনে ii. টিস্যুকালচারে iii. ট্রান্সজেনিক জীব উৎপন্নে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৮. |
কোন ব্যাকটেরিয়ার জিন ব্যবহার করে রোগমুক্ত তুলা উৎপাদন করা যায়? |
Ο ক) |
Bacillus subtilis |
Ο খ) |
Bacillus polymyxa |
Ο গ) |
Bacillus alba |
Ο ঘ) |
Bacillus thuringiansis |
সঠিক উত্তর: (ঘ)
৭৯. |
জীব প্রযুক্তির মাধ্যমে সম্ভব হয়েছে – i. ক্যান্সার নির্ণয় ii. অ্যান্টিবায়োটিক উৎপাদন iii. ভ্যাকসিন উৎপাদন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৮০. |
কৌলিগত পরিবর্তনের মাধ্যমে মাগুর, লইট্টা, তেলাপিয়া প্রভৃতি মাছের আকার কতভাগ বাড়ানো সম্ভব? |
Ο ক) |
২০% |
Ο খ) |
৪০% |
Ο গ) |
৬০% |
Ο ঘ) |
৮০% |
সঠিক উত্তর: (গ)
৮১. |
রকেট ইঞ্জিন চালাতে কোন গাছের তেল ব্যবহার করা হয়? |
Ο ক) |
মাগুর |
Ο খ) |
বোঁয়াল |
Ο গ) |
হাঙ্গর |
Ο ঘ) |
তিমি |
সঠিক উত্তর: (ঘ)
৮২. |
জিন প্রকৌশলে কিসের পরীক্ষা করা হয়? |
Ο ক) |
Velocity |
Ο খ) |
Toxicity |
Ο গ) |
Weight |
Ο ঘ) |
Length |
সঠিক উত্তর: (খ)
৮৩. |
নিচের কোন গাছটি বিশেষ মরুভূমির পরিবেশ ছাড়া জন্মায় না? |
Ο ক) |
Shal |
Ο খ) |
Tulshi |
Ο গ) |
Jasminium |
Ο ঘ) |
Jojoba |
সঠিক উত্তর: (ঘ)
৮৪. |
টিস্যুকালচার আবাদে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন – i. গ্লুকোজ ii. ভিটামিন iii. ফাইটোহরমোন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৮৫. |
গ্রেগর জোহান মেন্ডেল জেনেটিক্সের কয়টি সূত্র আবিষ্কার করেন? |
Ο ক) |
৩টি |
Ο খ) |
২টি |
Ο গ) |
৪টি |
Ο ঘ) |
৫টি |
সঠিক উত্তর: (খ)
৮৬. |
Biology এবং Technology-র আন্তঃসম্পর্কিত বিষয় হলো – |
Ο ক) |
Biotechnology |
Ο খ) |
Biogeography |
Ο গ) |
Biostahisics |
Ο ঘ) |
Biochemistry |
সঠিক উত্তর: (ক)
৮৭. |
যখন দুটি জিনের একটি প্রচ্ছন্ন অপরটি প্রকট হয় তাকে কী বলে? |
Ο ক) |
হেটারোজাইগাস |
Ο খ) |
হোমোজাইগাস |
Ο গ) |
জীব ক্লোনিং |
Ο ঘ) |
সেল ক্লোনিং |
সঠিক উত্তর: (ক)
৮৮. |
উদ্ভিদ টিস্যুকালচারে উদ্ভিদের কোন কোন বিচ্ছিন্ন অংশ কোনো নির্দিষ্ট পুষ্টিবর্ধক মিডিয়ামে জীবাণুমুক্ত অবস্থায় কালচার করা হয় – i. পরাগরেণু, পর্ব ii. গাছের পাতা iii. শীর্ষ বা পার্শ্বমুকুল, মূলাংশ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৮৯. |
মেন্ডেল কত সালে জেনেটিক্স এর সূত্রসমূহ আবিষ্কার করেন? |
Ο ক) |
১৮৬০ |
Ο খ) |
১৮৬১ |
Ο গ) |
১৮৬২ |
Ο ঘ) |
১৮৬৩ |
সঠিক উত্তর: (ঘ)
৯০. |
আগে ইনসুলিন স্ফটিকাকারে সংশ্লেষণ করা হতো – i. গরুর অগ্ন্যাশয় থেকে ii. ভেড়ার অগ্ন্যাশয় থেকে iii. শূকরের অগ্ন্যাশয় থেকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৯১. |
জিন প্রকৌশলের মাধ্যমে DNA এর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে কোথায় স্থানান্তর করা সম্ভব হয়েছে? |
Ο ক) |
মানুষে |
Ο খ) |
ছাগলে |
Ο গ) |
পাখিতে |
Ο ঘ) |
গাছে |
সঠিক উত্তর: (ক)
৯২. |
কখন গাজনের ক্যালাস কালচারের মাধ্যমে উদ্ভিদ সৃষ্টি করা হয় – i. ১৯৫৬ ii. ১৯৪৯ iii. ১৯৫৮ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৯৩. |
Biology শব্দের অর্থ কী? |
Ο ক) |
প্রযুক্তি সম্পর্কে জ্ঞান |
Ο খ) |
মন সম্পর্কিত জ্ঞান |
Ο গ) |
শরীর সম্পর্কিত জ্ঞান |
Ο ঘ) |
জীব সম্পর্কে বিশেষ জ্ঞান |
সঠিক উত্তর: (ঘ)
৯৪. |
জোজোবা কী? |
Ο ক) |
গাছ |
Ο খ) |
মাছ |
Ο গ) |
গবাদিপশু |
Ο ঘ) |
জীবাশ্ম |
সঠিক উত্তর: (ক)
৯৫. |
বর্তমান সময়ে জীবপ্রযুক্তির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় – i. পরিবেশ রক্ষায় ii. স্বাস্থ্য ক্ষেত্রে iii. শিল্প ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৯৬. |
জীবপ্রযুক্তিতে ব্যবহৃত হয় – i. অণুজীব ii. টিস্যু iii. অ্যাগার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯৭. |
নিচের কোন দেশটি অর্কিড ফুল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে? |
Ο ক) |
ভারত |
Ο খ) |
মালদ্বীপ |
Ο গ) |
মায়ানমার |
Ο ঘ) |
থাইল্যান্ড |
সঠিক উত্তর: (ঘ)
৯৮. |
George Morel কোন দেশের বিজ্ঞানী? |
Ο ক) |
সুইডেন |
Ο খ) |
ফরাসি |
Ο গ) |
জার্মান |
Ο ঘ) |
যুক্তরাষ্ট্র |
সঠিক উত্তর: (খ)
৯৯. |
জীবপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে রোগগুলো সহজে ও সঠিকভাবে নির্ণয় করা যায় তা হলো – i. অ্যানথ্রাক্স ii. বার্ড ফ্লু iii. বোভাইন যক্ষ্মা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০০. |
আধুনিক জীব প্রযুক্তির মধ্যে রয়েছে – i. ক্ষতিকর পোকার আক্রমণ প্রতিহতকারী ফসল ও ফল উৎপাদন ii. হাঁস-মুরগি ও মাছের সমন্বিত চাষ iii. ইরি, বিরি ইত্যাদি উচ্চ ফলনশীল ধান উৎপাদন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০১. |
টিস্যু কালচারের একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত হয়েছে – |
Ο ক) |
ভাইরাস রোগাক্রান্ত ফুল করা |
Ο খ) |
আলুর টিউবারকে রোগমুক্ত করা |
Ο গ) |
ডালিয়াকে রোগাক্রান্ত করা |
Ο ঘ) |
চন্দ্রমল্লিকাকে রোগাক্রান্ত করা |
সঠিক উত্তর: (খ)
১০২. |
বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য তুমি বেছে নিবে – i. ডালিয়া ii. অর্কিড iii. আলু নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
ii |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১০৩. |
কোন গাছটির বংশবৃদ্ধি অত্যন্ত সময় সাপেক্ষ? |
Ο ক) |
জারুল |
Ο খ) |
ইপিল ইপিল |
Ο গ) |
জোজোবা |
Ο ঘ) |
চন্দ্রমল্লিকা |
সঠিক উত্তর: (গ)
১০৪. |
টিস্যুকালচারের মাধ্যমে অর্জিত সাফল্য হলো – i. রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল কলার চারা উৎপাদন ii. আলুর রোগমুক্ত বীজ মাইক্রোটিউবার উৎপাদন iii. চন্দ্রমল্লিকা, লিলি প্রভৃতি ফুল উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০৫. |
লেট ব্লাইট স্থানান্তরের মাধ্যমে কোনটির নতুন জাত উদ্ভাবনের গবেষণা চলছে? |
Ο ক) |
গম |
Ο খ) |
ভুট্টা |
Ο গ) |
ধান |
Ο ঘ) |
ছোলা |
সঠিক উত্তর: (খ)
১০৬. |
জীবপ্রযুক্তি শব্দের উৎপত্তি – i. Biology শব্দ হতে ii. Bios শব্দ হতে iii. Technology শব্দ হতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১০৭. |
১৯৮০ সালে ইন্টারফেরন উৎপাদনের জন্য কি করা হয় – i. জিন ক্লোনিং ii. জীবকোষ আলাদা iii. টিস্যুকালচার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১০৮. |
অর্কিড রপ্তানি করে – i. বাংলাদেশ ii. থাইল্যান্ড iii. সিঙ্গাপুর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১০৯. |
রিংস্পট ভাইরাস কোথায় পাওয়া যায়? |
Ο ক) |
পেঁপে গাছে |
Ο খ) |
আলু গাছে |
Ο গ) |
টমেটো গাছে |
Ο ঘ) |
আম গাছে |
সঠিক উত্তর: (ক)
১১০. |
Sperm whale এর তেল দিয়ে চালানো হয় – i. উড়োজাহাজ ii. রকেট iii. মোটরগাড়ি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১১১. |
টিস্যুকালচারের মাধ্যমে কোন কোন কাঠ উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন করা হয়েছে? |
Ο ক) |
আম, কাঁঠাল, জাম, লিচু, বাবলা |
Ο খ) |
কদম, জারুল, ইপিলইপিল, বকুল, সেগুন, নিম |
Ο গ) |
শিশু, নিম, কড়ই, মেহগনি, কাঠবাদাম |
Ο ঘ) |
নিম, তাল, মেহগনি, রেন্টি, কড়ই, গামারী |
সঠিক উত্তর: (খ)
১১২. |
টিস্যুকালচারের মাধ্যমে কোন কোন ফুলের উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন করা হয়েছে? |
Ο ক) |
জবা, যুঁই, পদ্ম, হাসনা হেনা |
Ο খ) |
টিউলিপ, রজনীগন্ধা, শাপলা |
Ο গ) |
চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস, লিলি, কার্নেশান |
Ο ঘ) |
বেলী, চাপা, কদম, শিমুল |
সঠিক উত্তর: (গ)
১১৩. |
উৎপাদিত মানব ইনসুলিন বাজারজাত সম্পর্কে সঠিক সাল হচ্ছে – i. ১৯৭২ ii. ১৯৮০ iii. ১৯৮২ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১১৪. |
কত সালে মার্টিন নামক বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া আলুগাছ উদ্ভব করেন? |
Ο ক) |
১৯৫৪ |
Ο খ) |
১৯৫২ |
Ο গ) |
১৯৫০ |
Ο ঘ) |
১৯৫৬ |
সঠিক উত্তর: (খ)
১১৫. |
নিচের কোনটির জিন ধানে স্থানান্তর করা সম্ভব হয়েছে? |
Ο ক) |
ভিটামিন ‘কে’ |
Ο খ) |
ভিটামিন ‘এ’ |
Ο গ) |
আয়রন |
Ο ঘ) |
ক্যালসিয়াম |
সঠিক উত্তর: (খ)
১১৬. |
পল বার্গ ১৯৭২ সালে প্রথম কী তৈরি করেন? i. mRNN অণু সৃষ্টি ii. রিকম্বিনেন্ট DNA অণু সৃষ্টি iii. দেহকোষ সৃষ্টি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১১৭. |
আবাদে স্থাপিত টিস্যু বারবার বিভাজনের মাধ্যমে সরাসরি কী তৈরি করে? |
Ο ক) |
উদ্ভিদ |
Ο খ) |
অণুচারা |
Ο গ) |
এক্সপ্লান্ট |
Ο ঘ) |
উন্নত গুণসম্পন্ন গাছ |
সঠিক উত্তর: (খ)
১১৮. |
কোনটির আক্রমণে আলুর লেট ব্লাইন্ড রোগ হয়? |
Ο ক) |
ভাইরাস |
Ο খ) |
ছত্রাক |
Ο গ) |
ব্যাকটেরিয়া |
Ο ঘ) |
প্রোটোজোয়া |
সঠিক উত্তর: (খ)
১১৯. |
টিস্যুকালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটি অঙ্গজ টুকরা হতে বছরে কী পরিমাণ চারা পাওয়া সম্ভব? |
Ο ক) |
৬০ কোটি |
Ο খ) |
৭০ কোটি |
Ο গ) |
৮৮ কোটি |
Ο ঘ) |
৮০ কোটি |
সঠিক উত্তর: (গ)
১২০. |
টিস্যুকালচারের মাধ্যমে কোন গাছটিকে ভারতবর্ষের জলবায়ু উপযোগী করে তোলা হয়েছে? |
Ο ক) |
গ্লাডিওলাস |
Ο খ) |
জোজোবো |
Ο গ) |
নিম |
Ο ঘ) |
কদম |
সঠিক উত্তর: (খ)
১২১. |
একই জিনের অসংখ্য নকল তৈরি করাকে কী বলে? |
Ο ক) |
সেল ক্লোনিং |
Ο খ) |
জিন ক্লোনিং |
Ο গ) |
ক্লোনিং |
Ο ঘ) |
ক্রোমোজোম |
সঠিক উত্তর: (খ)
১২২. |
বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি উদ্ভিদ জাতের বৈশিষ্ট্য – i. এসব উদ্ভিদ লবণ সঞিষ্ণু ii. খাদ্য তৈরি করতে পারে না iii. খরা প্রতিরোধী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১২৩. |
অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে কীসে পরিনত করে? |
Ο ক) |
কার্বন ডাই-অক্সাইড |
Ο খ) |
হাইড্রোকার্বনে |
Ο গ) |
অ্যালকোহলে |
Ο ঘ) |
ক্লোরোফরমে |
সঠিক উত্তর: (গ)
১২৪. |
গ্রেগর জোহান মেন্ডেল কোন দেশের বিজ্ঞানী ছিলেন? |
Ο ক) |
জার্মানি |
Ο খ) |
রাশিয়া |
Ο গ) |
অস্ট্রিয়া |
Ο ঘ) |
ইংল্যান্ড |
সঠিক উত্তর: (গ)
১২৫. |
জীব প্রযুক্তি ব্যবহারে দ্রুত প্রসার লাভ করছে – i. DNA থেরাপি ii. টেস্টটিউব নিষেকে শিশু জন্ম iii. ফরেনসিক মেডিসিন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১২৬. |
উড়োজাহাজ, রকেট চালাতে ব্যবহৃত তিমি মাছের তেলের বিকল্প হিসেবে কোন গাছ হতে প্রাপ্ত তেল ব্যবহার করা হয়? |
Ο ক) |
সূর্যমুখি |
Ο খ) |
জোজোবা |
Ο গ) |
পাম |
Ο ঘ) |
অলিভ |
সঠিক উত্তর: (খ)
১২৭. |
Alexander Fleming সম্পর্কে সঠিক তথ্য হচ্ছে – i. তিনি একজন অণুজীববিদ ii. তিনি পেনিসিলিন নামক এ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন iii. তিনি Birdman of India নামে পরিচিত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১২৮. |
অটোক্লেভ যন্ত্রে আবাদ মাধ্যমকে কত তাপমাত্রায় ও কত চাপে ২০ মিনিট ভিজিয়ে রাখলে জীবাণুমুক্ত হয়? |
Ο ক) |
১২০০ সে. ও ৫ ℓb/sq. inch |
Ο খ) |
১২১০ সে. ও ১৫ ℓb/sq. inch |
Ο গ) |
১১১০ সে. ও ১০ ℓb/sq. inch |
Ο ঘ) |
১১১০ সে. ও ১৫ ℓb/sq. inch |
সঠিক উত্তর: (খ)
১২৯. |
কৃষিতে জীব প্রযুক্তি ব্যবহার করা হয় – i. পতঙ্গ আক্রমণকারী ট্রান্সজোনিক উদ্ভিদ উদ্ভাবনে ii. নাইট্রোজেন সংবন্ধনে iii. টিস্যু কালচারে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৩০. |
টিস্যুমন্ড হতে অনুচারা উৎপাদনের জন্য সরবরাহ করতে হয় – i. আলো ii. বায়ু iii. UV রশ্মি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৩১. |
মালয়েশিয়ার কোন উদ্ভিদটির বংশবৃদ্ধি টিস্যুকালচার পদ্ধতিতে সম্পন্ন করা হয়? |
Ο ক) |
অর্জুন |
Ο খ) |
রাবার |
Ο গ) |
গামার |
Ο ঘ) |
অয়েল পাম |
সঠিক উত্তর: (ঘ)
১৩২. |
জিন প্রকৌশলের সুবিধা হলো – i. জীবনিরাপত্তা বিধান ii. কম সময়ে কাঙ্ক্ষিত ফল লাভ iii. খুবই সরল প্রক্রিয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৩৩. |
আবাদ মাধ্যমকে কোন যন্ত্রে রেখে জীবাণুমুক্ত করা হয়? |
Ο ক) |
অটোক্লেভ |
Ο খ) |
সেন্টিফিউগাল |
Ο গ) |
স্পেকটোফটোমিটার |
Ο ঘ) |
থার্মোফ্লাক্স |
সঠিক উত্তর: (ক)
১৩৪. |
TMV কী? |
Ο ক) |
টমেটো মোজাইক ভাইরাস |
Ο খ) |
রিং-স্পট ভাইরাস |
Ο গ) |
টোবাকো মোজাইক ভাইরাস |
Ο ঘ) |
টোবাকো মাইল্ড ভাইরাস |
সঠিক উত্তর: (গ)
১৩৫. |
সুপার ধানের ভাত খেলে অল্পবয়স্ক ছেলেমেয়েরা অন্ধ হবে না কারণ – i. সুপার ধানে ভিটামিন ‘এ’ উৎপাদনকারী জিন রয়েছে ii. এতে ভিটামিন ‘সি’ রয়েছে iii. সুপার ধান ভিটামিন ‘এ’ ও লোহাসমৃদ্ধ খাদ্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৩৬. |
টিস্যুকালচারের মাধ্যমে থাইল্যান্ডে উৎপাদিত অধিকাংশ অণুচারাই – |
Ο ক) |
অর্কিড |
Ο খ) |
নিম |
Ο গ) |
গজার |
Ο ঘ) |
গর্জন |
সঠিক উত্তর: (ক)
১৩৭. |
কোন কলায় মাতৃকা অনুপস্থিত? |
Ο ক) |
যোজক কলা |
Ο খ) |
আবরণী কলা |
Ο গ) |
পেশি কলা |
Ο ঘ) |
স্নায়ু কলা |
সঠিক উত্তর: (খ)
১৩৮. |
উড়োজাহাজ, রকেট প্রভৃতি ভারী ইঞ্জিন চালানোর জন্য তেল উৎপাদন করা হয় – i. যুঁই সাস্পেনসন হতে ii. তিমি মাছ হতে iii. জোজোবা গাছ হতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৩৯. |
ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়ার কতটি জিন ভেড়ার জীনোমে স্থানান্তর করা হয়েছে? |
Ο ক) |
১ |
Ο খ) |
২ |
Ο গ) |
৩ |
Ο ঘ) |
৪ |
সঠিক উত্তর: (খ)
১৪০. |
বিটি ভুট্টা, বিটি তুলা ইত্যাদি শস্যে কোনটির জিন প্রবেশ করানো হয়েছে? |
Ο ক) |
ব্যাকটেরিয়া |
Ο খ) |
ভাইরাস |
Ο গ) |
ছত্রাক |
Ο ঘ) |
প্রোটোজোয়া |
সঠিক উত্তর: (ক)
১৪১. |
এক্সপ্লান্ট স্থাপন করার পর আবাদ মাধ্যমকে কত তাপমাত্রায় নিয়ন্ত্রিত কক্ষে বর্ধনের জন্য রাখা হয়? |
Ο ক) |
১৫০ ± ২০ সে. |
Ο খ) |
২০০ ± ২০ সে. |
Ο গ) |
২৫০ ± ২০ সে. |
Ο ঘ) |
৩০০ ± ২০ সে. |
সঠিক উত্তর: (গ)
১৪২. |
টিস্যুকালচার করার জন্য প্রয়োজনীয় আবাদ মাধ্যম কোন প্রকৃতির? |
Ο ক) |
তরল মাধ্যম |
Ο খ) |
বায়বীয় মাধ্যম |
Ο গ) |
প্রায় কঠিন মাধ্যম |
Ο ঘ) |
কঠিন মাধ্যম |
সঠিক উত্তর: (গ)
১৪৩. |
DNA ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন কারা? |
Ο ক) |
কেলভিন ও ব্যাশাম |
Ο খ) |
হ্যাচ ও স্ল্যাক |
Ο গ) |
ওয়াটসন ও ক্রীক |
Ο ঘ) |
মেন্ডেল ও কার্ল এরেকি |
সঠিক উত্তর: (গ)
১৪৪. |
জুঁই সাস্পেনসন হতে কী উৎপাদিত হয়? |
Ο ক) |
সুগন্ধি আতর |
Ο খ) |
তেল |
Ο গ) |
চন্দন |
Ο ঘ) |
ধূপ |
সঠিক উত্তর: (ক)
১৪৫. |
জীবপ্রযুক্তির প্রাচীন উদাহরণ হলো – i. টিস্যুকালচার ii. চোলাইকরণ iii. গাঁজন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৪৬. |
কত সালে Biotechnology শব্দটি প্রবর্তিত হয়? |
Ο ক) |
১৯১৮ |
Ο খ) |
১৯১৯ |
Ο গ) |
১৯২০ |
Ο ঘ) |
১৯২১ |
সঠিক উত্তর: (খ)
১৪৭. |
Bacillus thuringiensis (Bt) নামক জিন শস্যে প্রবেশ করানোর কারণে কৌলিগতভাবে পরিবর্তিত শস্যসমূহকে কী নামে অভিহিত করা হয়? |
Ο ক) |
Bt Rice, Bt pulse |
Ο খ) |
Bt Corn, Bt Cotton |
Ο গ) |
Bt Potato, Bt, Chillix |
Ο ঘ) |
Bt Brassica, Bt Zinger |
সঠিক উত্তর: (খ)
১৪৮. |
একটি মাত্র জিন থেকে জিনগত হুবহু এক বা একাধিক জীব তৈরির পদ্ধতিকে কী বলে? |
Ο ক) |
সেল ক্লোনিং |
Ο খ) |
জীব ক্লোনিং |
Ο গ) |
ক্লোনিং |
Ο ঘ) |
জীব ক্লোনিং |
সঠিক উত্তর: (খ)
১৪৯. |
জেনেটিক ইঞ্জিনিয়ারিং – এর উদ্দেশ্য – i. নতুন ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন জীব সৃষ্টি করা ii. মানুষকে সর্বোত্তমভাবে লাভবান করা iii. জনসংখ্যা বৃদ্ধির গতি তরান্বিত করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৫০. |
মিডিয়ামসমূহকে জীবাণুমুক্ত করা হয় – i. মিডিয়ামে জীবাণুরা সহজে বংশবৃদ্ধি করায় ii. এরা এক্সপ্ল্যান্টকে নষ্ট করায় iii. জীবাণু মানুষের রোগ ছড়াতে সক্ষম হওয়ায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৫১. |
ধানে নিচের কোনটি যোগ করার প্রচেষ্টা চলছে? |
Ο ক) |
ক্যালসিয়াম |
Ο খ) |
আয়রন |
Ο গ) |
ক্লোরিন |
Ο ঘ) |
আয়োডিন |
সঠিক উত্তর: (খ)
১৫২. |
টিস্যুকালচার করার জন্য মাতৃ উদ্ভিদ হতে হবে – i. অবয়বহীন ii. রোগমুক্ত iii. উন্নত জাতের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৫৩. |
জিন প্রকৌশলের মাধ্যমে উদ্ভাবিত সুপার ধানে বিটা-ক্যারোটিন ও আয়রন তৈরির জিন প্রতিস্থাপনের অনুপাত হলো – |
Ο ক) |
৩ : ৪ |
Ο খ) |
৪ : ৩ |
Ο গ) |
৩ : ৫ |
Ο ঘ) |
৫ : ৩ |
সঠিক উত্তর: (খ)
১৫৪. |
GE এর পূর্ণরূপ কী? |
Ο ক) |
General Energy |
Ο খ) |
Genetically Engineered |
Ο গ) |
Gene Empaek |
Ο ঘ) |
Genetically Emltion |
সঠিক উত্তর: (খ)
১৫৫. |
GMO এর পূর্ণরূপ কী? |
Ο ক) |
Genetically Modified Organism |
Ο খ) |
Genarel Modified Organism |
Ο গ) |
Genetically Method Orgun |
Ο ঘ) |
Gene Modified Organism |
সঠিক উত্তর: (ক)
১৫৬. |
মানুষের বৃদ্ধির জন্য দায়ী হরমোন জিন স্থানান্তরের মাধ্যমে কোন প্রাণীর কৌলিগত পরিবর্তন ঘটানো হয়েছে? |
Ο ক) |
বাঘ |
Ο খ) |
গাধা |
Ο গ) |
ভেড়া |
Ο ঘ) |
তিমি |
সঠিক উত্তর: (গ)
১৫৭. |
পৃথক DNA খন্ডসমূহকে জোড়া লাগায় কোন এনজাইম? |
Ο ক) |
DNA লাইপেজ |
Ο খ) |
DNA লাইগেজ |
Ο গ) |
রেস্ট্রিকশন |
Ο ঘ) |
সুক্রোজ |
সঠিক উত্তর: (খ)
১৫৮. |
জিন থ্যারাপি পদ্ধতিতে দুরারোগ্য বংশগত যেসব ব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব তা হলো – i. মাথাব্যাথা ii. হৃদরোগ iii. হাঁপানি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৫৯. |
জিন প্রকৌশলের মাধ্যমে মাছের আকার ৬০ ভাগ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে – i. তেলাপিয়ার ii. মাগুরের iii. শিং মাছের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৬০. |
টিস্যুকালচার উদ্ভিদবিজ্ঞানের একটি অপেক্ষাকৃত – |
Ο ক) |
পুরাতন শাখা |
Ο খ) |
নতুন শাখা |
Ο গ) |
বিশুদ্ধ শাখা |
Ο ঘ) |
বিশেষিত শাখা |
সঠিক উত্তর: (খ)
১৬১. |
ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির জন্য ভেড়ার জিনোমে ব্যাকটেরিয়ার কয়টি জিন স্থানান্তর করা হয়? |
Ο ক) |
১টি |
Ο খ) |
২টি |
Ο গ) |
৩টি |
Ο ঘ) |
৪টি |
সঠিক উত্তর: (খ)
১৬২. |
বিটা ক্যারোটিন কী? |
Ο ক) |
ভিটামিন বি |
Ο খ) |
ভিটামিন সি |
Ο গ) |
ভিটামিন ই |
Ο ঘ) |
ভিটামিন এ |
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. |
ভাইরাল কোট প্রোটিন জিন দ্বারা ভাইরাস প্রতিরোধী কী ধরনের ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে? |
Ο ক) |
TWC |
Ο খ) |
ToMV |
Ο গ) |
TcMV |
Ο ঘ) |
TGM |
সঠিক উত্তর: (খ)
১৬৪. |
Watson এবং Crick কত সালে ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন? |
Ο ক) |
১৯১৯ |
Ο খ) |
১৮৬৩ |
Ο গ) |
১৮৫৩ |
Ο ঘ) |
১৯৫৩ |
সঠিক উত্তর: (ঘ)
১৬৫. |
বহুল ব্যবহৃত জীবপ্রযুক্তি হলো – i. জিন ক্লোনিং ii. জিন প্রকৌশল iii. টিস্যু কালচার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৬৬. |
কৌলিগতভাবে পরিবর্তিত E. coli ব্যাকটেরিয়া ও ঈস্ট ব্যবহৃত হয় – i. AIDS রোগের চিকিৎসায় ii. ক্যান্সার রোগের চিকিৎসায় iii. হেপাটাইটিস ‘বি’ রোগের চিকিৎসায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৬৭. |
ইনসুলিনের ব্যবসায়িক নাম কী? i. Somatotropin ii. Humulin iii. Codon নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৬৮. |
কোন দেশীয় বিজ্ঞানীগণ জীবপ্রযুক্তি ব্যবহার করে ইন্টারফেরন তৈরি করতে সক্ষম হয়েছেন? |
Ο ক) |
ফরাসি |
Ο খ) |
রাশিয়ান |
Ο গ) |
জার্মান |
Ο ঘ) |
ইটালিয়ান |
সঠিক উত্তর: (খ)
১৬৯. |
টিস্যুকালচারে অত্যাবশ্যকীয় – i. জীবাণুমুক্ত মিডিয়াম ii. পুষ্টি সমৃদ্ধ মিডিয়াম iii. পানিপূর্ণ মিডিয়াম নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৭০. |
টিস্যুকালচার প্রযুক্তির সুবিধা হলো – i. কম সময়ে বিপুল পরিমান চারা উৎপাদন করা যায় ii. বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ করা যায় iii. কম খরচে বেশি পরিমান ফল উৎপাদন করা যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৭১. |
ভেড়ার পশমের পরিমাণ ও গুণগতমান বৃদ্ধির জন্য ভেড়ার জিনোমে স্থানান্তর করা হয়েছে – i. CysE ii. CysM iii. CysP নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৭২. |
ফ্রান্সিস হ্যারি কম্পটন ক্রিক কোন দেশের বিজ্ঞানী ছিলেন? |
Ο ক) |
মার্কিন যুক্তরাষ্ট্র |
Ο খ) |
জার্মানি |
Ο গ) |
ইংল্যান্ড |
Ο ঘ) |
চীন |
সঠিক উত্তর: (গ)
১৭৩. |
কোন বিজ্ঞানী জেনেটিক্স এর সূত্রসমূহ আবিষ্কার করেন? |
Ο ক) |
কার্ল এরেকি |
Ο খ) |
লুই পাস্তুর |
Ο গ) |
ক্যারোলাস লিনিয়াস |
Ο ঘ) |
গ্রেগর জাহান মেন্ডেল |
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. |
মানবদেহে কতটি জেনেটিক ডিসঅর্ডার আছে বলে জানা যায়? |
Ο ক) |
২৫০ |
Ο খ) |
৩৫০ |
Ο গ) |
২৫০০ |
Ο ঘ) |
৩৫০০ |
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. |
একটি টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে (Natrient Medium)বর্ধিতকরণ প্রক্রিয়াই হলো – i. জিন প্রকৌশল ii. টিস্যুকালচার iii. রিকম্বিনেন্ট DNA নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৭৬. |
টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করা হয় – i. ডালিয়া ii. কাঁঠাল iii. যুঁই নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. |
জেমস ডেভি ওয়াটসন (James Dews Watson) কোন দেশের বিজ্ঞানী ছিলেন? |
Ο ক) |
রাশিয়া |
Ο খ) |
ফ্রান্স |
Ο গ) |
মার্কিন যুক্তরাষ্ট্র |
Ο ঘ) |
জার্মানি |
সঠিক উত্তর: (গ)
১৭৮. |
জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা সৃষ্ট নতুন বৈশিষ্ট্যসম্পন্ন জীবকে বলা হয় – i. GMD ii. GE iii. ট্রান্সজেনিক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৭৯. |
সুপার ধান উদ্ভাবনে ড্যাফোডিল ফুল থেকে প্রতিস্থাপন করা হয় – i. ৩টি বিটা জ্যানথিন ii. ৪টি বিটা ক্যারোটিন সংশ্লেষণকারী জিন iii. অতিরিক্ত আয়রন তৈরির তিনটি জিন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৮০. |
ট্রান্সজেনিক উদ্ভিদের উদাহরণ হল – i. টমেটো ii. জাম iii. কলা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৮১. |
টিস্যুকালচার প্রযুক্তির কৌশলকে কাজে লাগিয়ে ব্যাপক সাফল্য পাওয়া গেছে – i. উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে ii. উন্নত জাত উদ্ভাবনে iii. সুস্থ ও পুষ্ট বীজ উৎপাদনে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৮২. |
টিস্যুকালচারকরণে উদ্ভিদের যে অংশ ব্যবহার করা হয় তা হলো – i. মূলাংশ ii. পাতা iii. ভ্রূণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. |
টিস্যু কালচারের সুবিধা কী? |
Ο ক) |
ছত্রাক মুক্ত চারা উৎপাদন |
Ο খ) |
ব্যাকটেরিয়া মুক্ত চারা উৎপাদন |
Ο গ) |
কম সময়ে ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন চারা উৎপাদন |
Ο ঘ) |
ভাইরাস মুক্ত চারা উৎপাদন |
সঠিক উত্তর: (ঘ)
১৮৪. |
জিনপ্রকৌশলের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় – i. চিকিৎসা ক্ষেত্রে ii. প্রাণী উন্নয়নে iii. পরিবেশ রক্ষায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮৫. |
এক্সপ্লান্টের জন্য নির্বাচিত অঙ্গ কোনটি? |
Ο ক) |
উন্নত গুণসম্পন্ন |
Ο খ) |
স্বাস্থ্যবান |
Ο গ) |
রোগমুক্ত |
Ο ঘ) |
সবগুলো |
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. |
টিস্যুকালচারের উদ্দেশ্যে ব্যবহার করা উদ্ভিদের অংশ হলো – i. পর্বমধ্য ii. ভ্রূণ iii. ফুল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৮৭. |
আবাদ মাধ্যমকে কিসের পাত্রে নিয়ে তুলা বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে মুখ বন্ধ করা হয়? |
Ο ক) |
কাঠের পাত্রে |
Ο খ) |
কাচের পাত্রে (টেস্টটিউব, কনিক্যাল ফ্লাস্ক) |
Ο গ) |
চীনামাটির পাত্রে |
Ο ঘ) |
মাটির পাত্রে |
সঠিক উত্তর: (খ)
১৮৮. |
নতুন জাতের Pseudomonas ব্যাকটেরিয়া কে তৈরি করেছেন? |
Ο ক) |
ড. এম. কে. চক্রবর্তী |
Ο খ) |
ডেভিট প্রেইন |
Ο গ) |
সলিম আলী |
Ο ঘ) |
অ্যারিস্টটল |
সঠিক উত্তর: (ক)
১৮৯. |
একপ্ল্যান্ট মিডিয়ামে স্থাপন করার জন্য ব্যবহার করা হয় – i. ফরসেপ ii. নিডল iii. ড্রপার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৯০. |
GMO এর অপর নাম কী? |
Ο ক) |
GOM |
Ο খ) |
GML |
Ο গ) |
GE |
Ο ঘ) |
GLO |
সঠিক উত্তর: (গ)
১৯১. |
গ্রেনোলুসাইট ম্যাকরোফাজ কলোনী উদ্দীপক উপাদান ব্যবহৃত হয় কোনটির চিকিৎসায়? |
Ο ক) |
হার্ণিয়া |
Ο খ) |
সর্দি-জ্বর |
Ο গ) |
হেপাটাইটিস বি |
Ο ঘ) |
AIDS |
সঠিক উত্তর: (ঘ)
১৯২. |
ড. এম. কে. চক্রবর্তী যুক্তরাষ্ট্রে কিসের ওপর গবেষণা করেছেন? |
Ο ক) |
জিন ম্যাপিং |
Ο খ) |
জিন প্রকৌশল |
Ο গ) |
ক্যান্সার |
Ο ঘ) |
মাদক |
সঠিক উত্তর: (খ)
১৯৩. |
বহুমূত্র রোগের চিকিৎসায় ব্যবহৃত ইনসুলিন তৈরি হয় কোনটি থেকে? |
Ο ক) |
E. coli ব্যাকটেরিয়া এবং ঈস্ট হতে |
Ο খ) |
TMV ভাইরাস ও ঈস্ট হতে |
Ο গ) |
ToMV ভাইরাস ও ঈস্ট হতে |
Ο ঘ) |
E. coli ভাইরাস এবং TMV ভাইরাস হতে |
সঠিক উত্তর: (ক)
১৯৪. |
মানুষ জীবপ্রযুক্তির কতিপয় প্রয়োগ শুরু করে কখন? |
Ο ক) |
মানব সভ্যতার পূর্বে |
Ο খ) |
মানব সভ্যতার ঊষালগ্নে |
Ο গ) |
মানব সভ্যতার শেষে |
Ο ঘ) |
মানব সভ্যতার মধ্যেখানে |
সঠিক উত্তর: (খ)
১৯৫. |
টিস্যুকালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটি অঙ্গজ টুকরা হতে বছরে কত কোটি চারাগাছ পাওয়া সম্ভব? |
Ο ক) |
৮৮ |
Ο খ) |
৯০ |
Ο গ) |
৯২ |
Ο ঘ) |
৯৪ |
সঠিক উত্তর: (ক)
১৯৬. |
Recombinant DNA প্রস্তুত করার দ্বিতীয় ধাপ কোনটি? |
Ο ক) |
একটি কোষ নির্বাচন |
Ο খ) |
একটি জীব নির্বাচন |
Ο গ) |
একটি বাহক নির্বাচন |
Ο ঘ) |
একটি DNA নির্বাচন |
সঠিক উত্তর: (গ)
১৯৭. |
কোন বিজ্ঞানী তেল ও হাইড্রোকার্বন দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করতে সক্ষম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন? |
Ο ক) |
কার্ল এরোকি |
Ο খ) |
ড. মকসুদুল হক |
Ο গ) |
ড. এম. কে. চক্রবর্তী |
Ο ঘ) |
জর্জ মরেল |
সঠিক উত্তর: (গ)
১৯৮. |
আবাদ মাধ্যমকে নিতে হয় – i. টেস্টটিউবে ii. কনিক্যাল ফ্লাস্কে iii. ব্যুরেটে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৯৯. |
নিচের কোন ব্যাক্তি যুক্তরাষ্ট্রে জিন প্রকৌশলের উপর গবেষণা করেন? |
Ο ক) |
রাসেল ওয়ালস |
Ο খ) |
উইলিয়াম হার্ভে |
Ο গ) |
ডেভিট প্রেইন |
Ο ঘ) |
ড. এম. কে চক্রবর্তী |
সঠিক উত্তর: (ঘ)
২০০. |
রিং-স্পট ভঅইরাস (PRSV) প্রতিরোধে সক্ষম কিসের জাত উদ্ভাবন করা হয়েছে? |
Ο ক) |
আমের |
Ο খ) |
সরিষার |
Ο গ) |
পেঁপের |
Ο ঘ) |
শসার |
সঠিক উত্তর: (গ)
২০১. |
টিস্যুকালচার আবাদে স্থাপিত টিস্যু বারবার বিভাজনের মাধ্যমে তৈরি করে – i. ক্যালাস ii. অনুচারা iii. এক্সপ্লান্ট নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২০২. |
এক্সপ্ল্যান্ডে অনুচারা তৈরি – i. প্রতিটি জীবিত কোষ হতে ii. অনেকগুলো কোষ একত্রিত হয়ে iii. সম্পূর্ণ এক্সপ্ল্যান্ট হতে একটিমাত্র অনুচারা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২০৩. |
রিকম্বিনেন্ট সংযোগে উদ্ভাবিত উদ্ভিদকে কী বলে? |
Ο ক) |
মিউটেজেনিক উদ্ভিদ |
Ο খ) |
সংকরায়ন উদ্ভিদ |
Ο গ) |
ট্রান্সজনিক প্রাণী |
Ο ঘ) |
ট্রান্সজেনিক উদ্ভিদ |
সঠিক উত্তর: (ঘ)
২০৪. |
এক্সপ্লান্টের জন্য নির্বাচন করা উদ্ভিদের বৈশিষ্ট্য হলো – i. উদ্ভিদ স্বাস্থ্যবান ও নিরোগ ii. ভাইরাসমুক্ত হবে iii. আকারে উদ্ভিদ ছোট হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২০৫. |
জীবপ্রযুক্তির উন্মেষে বড় অবদান রয়েছে – i. কৌলিতত্ত্বের আবিষ্কার ii. অণুজীব আবিষ্কার iii. ডি এন এ ডাবল হেলিক্স মডেল আবিষ্কার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২০৬. |
জিন প্রকৌশলের মাধ্যমে নিকটবর্তী বা দূরবর্তী যে কোনো প্রজাতির মাঝে কয়টি জিন সরাসরি স্থানান্তর করা সম্ভব? |
Ο ক) |
একটি |
Ο খ) |
দুটি |
Ο গ) |
একাধিক |
Ο ঘ) |
তিনটি |
সঠিক উত্তর: (গ)
২০৭. |
জিনপ্রকৌশল পরিবর্তন ঘটানো হয় – i. জিনের ii. RNA-র iii. DNA-র নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২০৮. |
টিস্যুকালচার প্রযুক্তিতে আবাদ মাধ্যম জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? |
Ο ক) |
গ্লুকোজ |
Ο খ) |
সুক্রোজ |
Ο গ) |
ফাইটোহরমোন |
Ο ঘ) |
অ্যাগার |
সঠিক উত্তর: (ঘ)
২০৯. |
উদ্ভিদ টিস্যুকালচারে কালচার করা হয় – i. পরাগরেণু ii. শীর্ষ বা পার্শ্বমুকুল iii. পর্ব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২১০. |
১৯৭৭ সালে প্রথম মানব কী উৎপাদন করা হয় – i. ইনসুলিন উৎপাদন ii. প্রোটিন উৎপাদন iii. ইন্টারফেরন উৎপাদন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২১১. |
১৯৫৭ সালে ইন্টারফেরন আবিষ্কার করেন কে – i. Alec Issacs ii. H. G. Khorana iii. Lindenmann নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২১২. |
জিন প্রকৌশলে পরীক্ষা করা হয় কোনটি? |
Ο ক) |
কলমের পরিমাণ |
Ο খ) |
বিষাক্ততা |
Ο গ) |
ফসলের গুণগতমান |
Ο ঘ) |
জৈব নিরাপত্তা |
সঠিক উত্তর: (খ)
২১৩. |
টিস্যুকালচার ব্যবহার করে অধিক ফুল উৎপাদনকারী উদ্ভিদের চারা হলো – i. গ্লাডিওলাস ii. গোলাপ iii. কার্নেশান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২১৪. |
জিনগত রূপান্তরের মাধ্যমে কোনটি করা হয়েছে? |
Ο ক) |
ফসলের আকার বৃদ্ধি |
Ο খ) |
ফসলের রং পরিবর্তন |
Ο গ) |
ফসলের পুষ্টিমান উন্নয়ন |
Ο ঘ) |
ফসলের স্বাদ পরিবর্তন |
সঠিক উত্তর: (গ)
২১৫. |
বাস্তবিক অর্থে আধুনিক জীবপ্রযুক্তি কয়টি বিষয়ের সমন্বয়? |
Ο ক) |
১ |
Ο খ) |
২ |
Ο গ) |
৩ |
Ο ঘ) |
৪ |
সঠিক উত্তর: (গ)
২১৬. |
মানুষ প্রায় ৮০০০ বছর আগে কি ধরনের প্রযুক্তি জ্ঞান রপ্ত করেছিল? i. জিন প্রকৌশল প্রযুক্তি ii. গাঁজন iii. চোলাইকরণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২১৭. |
মানববৃদ্ধির হরমোন ব্যবহৃত হয় কোনটিতে? |
Ο ক) |
বেঁটেত্ব নিরসনে |
Ο খ) |
ক্যানসার নিরাময়ে |
Ο গ) |
ভাইরাসজনিত রোগের চিকিৎসায় |
Ο ঘ) |
মাছের উৎপাদন বাড়াতে |
সঠিক উত্তর: (ক)
২১৮. |
জোনাকি পোকার আলো সৃষ্টিকারী জিন কোন গাছে স্থানান্তর করা সম্ভব হয়েছে? |
Ο ক) |
ধান গাছে |
Ο খ) |
আম গাছে |
Ο গ) |
তামাক গাছে |
Ο ঘ) |
তাল গাছে |
সঠিক উত্তর: (গ)
২১৯. |
অণুজীব বা তার অংশ বিশেষ ব্যবহার করে নতুনবৈ বৈশিষ্ট্যসম্পন্ন জীব বা উপজাত দ্রব্য প্রস্তুত করাকে কী বলে? |
Ο ক) |
টিস্যুকালচার |
Ο খ) |
অণুজীব প্রযুক্তি |
Ο গ) |
জীবপ্রযুক্তি |
Ο ঘ) |
জেনেটিক্স |
সঠিক উত্তর: (গ)
২২০. |
নিচের কোনটির মধ্যে একই সাথে আগাছা সহিষ্ণু এবং পোকামাকড় প্রতিরোধী বৈশিষ্ট্য অনুপ্রবেশ করানো হয়েছে? |
Ο ক) |
তুলা |
Ο খ) |
ধান |
Ο গ) |
গম |
Ο ঘ) |
সবগুলো |
সঠিক উত্তর: (ক)
২২১. |
মালয়েশিয়ায় Oil Palm এর বংশবৃদ্ধি সম্পন্ন হয় কোন পদ্ধতিতে? |
Ο ক) |
টিস্যুকালচার |
Ο খ) |
ভালো বীজ |
Ο গ) |
অঙ্গজ জনন |
Ο ঘ) |
পার্থেনোজেনেসিস |
সঠিক উত্তর: (ক)
২২২. |
কত সালে ওয়াটসন ও ক্রীক কে নোবেল পুরষ্কার দেওয়া হয়? |
Ο ক) |
১৯৫৩ |
Ο খ) |
১৯৬২ |
Ο গ) |
১৯৫৬ |
Ο ঘ) |
১৯৬১ |
সঠিক উত্তর: (খ)
২২৩. |
হেপাটাইটিস বি-ভাইরাসের টিকা তৈরি করা হয় কোনটি হতে? |
Ο ক) |
ব্যাকটেরিয়া |
Ο খ) |
ভাইরাস |
Ο গ) |
ঈস্ট |
Ο ঘ) |
প্রোটোজোয়া |
সঠিক উত্তর: (গ)
উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: ১৯৯৬ সালে স্কটল্যান্ডের রসলিন ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী কেন্ডার ক্লোনিং-এর মাধ্যমে ডলি নামের ভেড়া সৃষ্টি করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন, কিন্তু সবশেষে তৈরি হলো ট্রানজেনিক ভেড়ী ট্রেসী। |
২২৪. |
উদ্দীপকে কোন বিজ্ঞানীর কথা বলা হয়েছে – |
Ο ক) |
অ্যারিস্টটল |
Ο খ) |
লিউয়েন হুক |
Ο গ) |
রবার্ট হুক |
Ο ঘ) |
ইয়েন উইলমুট ফিন ডরমেট |
সঠিক উত্তর: (ঘ)
২২৫. |
ট্রানজেনিক প্রাণী উদ্ভাবনের উদ্দেশ্য হলো – i. শক্তি সঞ্চিত করা ii. অতিরিক্ত বর্ধন ক্ষমতাসম্পন্ন প্রাণী উদ্ভাবন iii. ঔষধ হিসেবে ব্যবহারের জন্য স্বল্প সময়ে ব্যাপক পরিমাণ মূল্যবান প্রোটিন উৎপাদন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
i mean its very nice and very helpfull
উত্তরমুছুন