এস.এস.সি ||
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ৯: বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন |
১. |
নির্বাচন কমিশন পরিচালনা করে - i. জাতীয় সংসদ নির্বাচন ii. ইউনিয়ন পরিষদ নির্বাচন iii. পৌর কর্পোরেশন নির্বাচন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২. |
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অপরাধের জন্য জরিমানাসহ ক্ষেত্র বিশেষে শাস্তি হতে পারে - i. সর্বোচ্চ ১০ বছর ii. সর্বোচ্চ ৭ বছর iii. সর্বোচ্চ ২ বছর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩. |
নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কী গঠিত হয়? |
Ο ক) |
সচিবালয় |
Ο খ) |
আইনসভা |
Ο গ) |
শাসন বিভাগ |
Ο ঘ) |
বিচার বিভাগ |
সঠিক উত্তর: (খ)
৪. |
কখন আইয়ুব খান সামরিক শাসন জারি করেন? |
Ο ক) |
১০৫২ সালে |
Ο খ) |
১৯৫৫ সালে |
Ο গ) |
১৯৫৮ সালে |
Ο ঘ) |
১৯৫৯ সালে |
সঠিক উত্তর: (গ)
৫. |
রাষ্ট্র পরিচালনায় সৃজনশীল নেতৃত্ব এবং তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রয়োজন - i. রাজনৈতিক দল ও যোগ্য নেতৃবৃন্দ ii. রাজনীতিবিদদের ঘন ঘন দল পরিবর্তন iii. রাজনৈতিক দলের সুনির্দিষ্ট গঠনতন্ত্র নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬. |
রাষ্ট্র পরিচালনায় কীভাবে ক্ষমতার হাত বদল হয়? |
Ο ক) |
পেশিশক্তির মাধ্যমে |
Ο খ) |
নির্বাচনের মাধ্যমে |
Ο গ) |
অস্ত্রের মাধ্যমে |
Ο ঘ) |
ক্ষমতার ভাগাভাগির মাধ্যমে |
সঠিক উত্তর: (খ)
৭. |
উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে কত সালে? |
Ο ক) |
১৯৪৫ |
Ο খ) |
১৯৪৬ |
Ο গ) |
১৯৪৭ |
Ο ঘ) |
১৯৪৮ |
সঠিক উত্তর: (গ)
৮. |
১৯৫৮ সালের সামরিক শাসন জারির পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে কোন ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি সোচ্চার হয়? |
Ο ক) |
প্রত্যক্ষ গণতন্ত্র |
Ο খ) |
পার্লামেন্টারি গণতন্ত্র |
Ο গ) |
প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র |
Ο ঘ) |
বিশুদ্ধ গণতন্ত্র |
সঠিক উত্তর: (খ)
৯. |
পরোক্ষ নির্বাচনে মধ্যবর্তী নির্বাচনি সংস্থা চূড়ান্তভাবে কী নির্বাচন করে? |
Ο ক) |
আঞ্চলিক প্রতিনিধি |
Ο খ) |
রাষ্ট্রপ্রধান |
Ο গ) |
মন্ত্রী |
Ο ঘ) |
বিচারপতি |
সঠিক উত্তর: (খ)
১০. |
কতোতম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়েছে? |
Ο ক) |
চুতুর্থ সংশোধনী |
Ο খ) |
অষ্টম সংশোধনী |
Ο গ) |
দশম সংশোধনী |
Ο ঘ) |
দ্বাদশ সংশোধনী |
সঠিক উত্তর: (ঘ)
১১. |
“রাজনৈতিক দল বলতে কমবেশি সংগঠিত একদল লোককে বোঝায়, যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে কর্মসূচি বাস্তবায়ন করতে চায়।” - উক্তিটি কে করেছেন? |
Ο ক) |
গেটেল |
Ο খ) |
ম্যাকাইভার |
Ο গ) |
গেজ |
Ο ঘ) |
জিসবার্ট |
সঠিক উত্তর: (ক)
১২. |
সকল ভোটারকে একত্রিতভাবে কী বলা হয়? |
Ο ক) |
দলীয় কর্মী |
Ο খ) |
সমর্থকবৃন্দ |
Ο গ) |
নির্বাচনি প্রতিনিধি |
Ο ঘ) |
নির্বাচকমন্ডলী |
সঠিক উত্তর: (ঘ)
১৩. |
কে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদেরকে নিয়োগ দেন? |
Ο ক) |
প্রধানমন্ত্রী |
Ο খ) |
প্রধান বিচারপতি |
Ο গ) |
সেনাপ্রধান |
Ο ঘ) |
রাষ্ট্রপতি |
সঠিক উত্তর: (ঘ)
১৪. |
কে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় সর্বপ্রথম পরোক্ষভাবে সেনা হস্তক্ষেপ ঘটান? |
Ο ক) |
জেনারেল মঈন উ আহমেদ |
Ο খ) |
মেজর জিয়াউর রহমান |
Ο গ) |
হুসেইন মুহম্মদ এরশাদ |
Ο ঘ) |
খালেদ মোশাররফ |
সঠিক উত্তর: (ক)
১৫. |
কোনটি জনমত গঠনের মাধ্যম? |
Ο ক) |
রাজনৈতিক দল |
Ο খ) |
সংঘ |
Ο গ) |
সরকার |
Ο ঘ) |
রাষ্ট্র |
সঠিক উত্তর: (ক)
১৬. |
গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়? |
Ο ক) |
স্পার্টায় |
Ο খ) |
কলম্বিয়ায় |
Ο গ) |
গ্রিসের এথেন্সে |
Ο ঘ) |
ফ্রান্সের প্যারিসে |
সঠিক উত্তর: (গ)
১৭. |
কত সালে পাকিস্তানি পার্লামেন্টারি শাসনব্যবস্থা গৃহীত হয়? |
Ο ক) |
১৯৪৫ |
Ο খ) |
১৯৪৬ |
Ο গ) |
১৯৪৭ |
Ο ঘ) |
১৯৪৮ |
সঠিক উত্তর: (গ)
১৮. |
দীর্ঘকাল পর ইউরোপে গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে - i. ১৭শ শতাব্দীতে ii. ১৮শ শতাব্দীতে iii. ২০ শতাব্দীতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৯. |
প্রার্থীর প্রচারণার জন্য নির্বাচনি ব্যয় কিরূপ হবে? |
Ο ক) |
অত্যন্ত কম |
Ο খ) |
প্রচুর পরিমাণ |
Ο গ) |
নির্ধারিত পরিমাণ |
Ο ঘ) |
ইচ্ছামাফিক |
সঠিক উত্তর: (গ)
২০. |
দেশের সংবিধান প্রণয়ন করতে পাকিস্তান গণপরিষদ কত বছর সময় নেয়? |
Ο ক) |
৫, |
Ο খ) |
৭ |
Ο গ) |
৯ |
Ο ঘ) |
১১ |
সঠিক উত্তর: (গ)
২১. |
১৯৪৭ সালে পাকিস্তানি পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় পার্লামেন্টারি শাসনের নামে দেশ শাসন করতেন - i. রাষ্ট্রপতি ii. গভর্নর জেনারেল iii. আমলারা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২২. |
নির্বাচনি অপরাধ ও তার দন্ড নির্ধারণ করা হয়েছে কোন আদেশ অনুযায়ী? |
Ο ক) |
প্রতিনিধিত্ব |
Ο খ) |
গণ প্রতিনিধিত্ব |
Ο গ) |
প্রজাতন্ত্রিক |
Ο ঘ) |
গণপ্রজাতন্ত্রিক |
সঠিক উত্তর: (খ)
২৩. |
কোন দেশে কয়েকটি রাজ্যে প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা চালু আছে? |
Ο ক) |
রাশিয়ায় |
Ο খ) |
সুইজারল্যান্ডে |
Ο গ) |
গ্রিসে |
Ο ঘ) |
জার্মানিতে |
সঠিক উত্তর: (খ)
২৪. |
আব্রাহাম লিংকন কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? |
Ο ক) |
রাশিয়া |
Ο খ) |
আমেরিকা |
Ο গ) |
কানাডা |
Ο ঘ) |
ফ্রান্স |
সঠিক উত্তর: (খ)
২৫. |
নির্বাচনি কর্মকর্তা, কর্মচারিগণ কর্তৃক কতিপয় নির্দিষ্ট অপরাধের জন্য কারও বিরুদ্ধে আদালতের মামলা করা যাবে না কোনটির অনুমোদন ছাড়া? |
Ο ক) |
আদালতের |
Ο খ) |
জাতীয় সংসদের |
Ο গ) |
নির্বাচন কমিশনের |
Ο ঘ) |
সচিবালয়ের |
সঠিক উত্তর: (গ)
২৬. |
রাজনৈতিক দল আন্দোলন গড়ে তোলার কারণ কী? |
Ο ক) |
নাগরিকদের ন্যায্য অধিকার আদাযের লক্ষ্যে |
Ο খ) |
দলের স্বার্থে |
Ο গ) |
সরকারের বিরোধিতা করতে |
Ο ঘ) |
দেশপ্রেমমূলক মনোভাব ব্যক্ত করতে |
সঠিক উত্তর: (ক)
২৭. |
কোন দল ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে? |
Ο ক) |
মুসলিম লীগ |
Ο খ) |
আওয়ামী লীগ |
Ο গ) |
পিপলস পার্টি |
Ο ঘ) |
যুক্তফ্রন্ট |
সঠিক উত্তর: (খ)
২৮. |
নির্বাচনি আচরণবিধির ক্ষেত্রে কোনটির গুরুত্ব বেশি? |
Ο ক) |
নির্বাচনি প্রচারণা |
Ο খ) |
নির্বাচনকে অপশক্তি থেকে প্রভাবমুক্ত রাখা |
Ο গ) |
ভোটকেন্দ্রে প্রবেশাধিকার |
Ο ঘ) |
নির্বাচনি অনিয়ম |
সঠিক উত্তর: (ক)
২৯. |
সরকার ব্যবস্থা হিসেবে একটি ঐতিহাসিক প্রক্রিয়ার ফল হলো - i. গণতন্ত্র প্রতিষ্ঠা ii. গণতন্ত্রের মানোন্নয়ন iii. গণতান্ত্রিক চিন্তাধারা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩০. |
রাজনৈতিক দল গঠিত হয় - i. একক নেতৃত্বের সমন্বয়ে ii. একদল বিশিষ্ট বা সৃজনশীল নেতৃত্বের সমন্বয়ে iii. জনপ্রচেষ্টায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩১. |
“আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন” - উক্তিটি করেছেন কে> |
Ο ক) |
উইলোবী |
Ο খ) |
ফাইনার |
Ο গ) |
গেটেল |
Ο ঘ) |
ম্যাকাইভার |
সঠিক উত্তর: (খ)
৩২. |
রাজনৈতিক দল জনসমর্থন সৃষ্টি করে - i. সভা সমিতির মাধ্যমে ii. টকশোর মাধ্যমে iii. ভয় দেখিয়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৩. |
নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত কার্যক্রম শুরু হয় কখন? |
Ο ক) |
নির্বাচনি তফসিল ঘোষণার পূর্বে |
Ο খ) |
নির্বাচনি তারিখ ঘোষণার পূর্বে |
Ο গ) |
নির্বাচনি তফসিল ঘোষণার পরে |
Ο ঘ) |
নির্বাচনি তফসলি ঘোষণার মুহূর্তে |
সঠিক উত্তর: (গ)
৩৪. |
কোন ধারণাটি বর্তমান সময়ে সরকার পরিচালনার সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে? |
Ο ক) |
গণতান্ত্রিক |
Ο খ) |
রাজতান্ত্রিক |
Ο গ) |
সামন্ততান্ত্রিক |
Ο ঘ) |
একনায়কতান্ত্রিক |
সঠিক উত্তর: (ক)
৩৫. |
জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থায় প্রমাণিত হয় - i. জনগণই সকল ক্ষমতার উৎস ii. রাজতন্ত্র জনগণের ইচ্ছায় টিকে থাকে না iii. জনমতের সাথে শাসকদলের কোনো সম্পর্ক নেই নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৬. |
কী ধরনের শাসন জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়? |
Ο ক) |
সমাজতন্ত্র |
Ο খ) |
অভিজাততন্ত্র |
Ο গ) |
গণতন্ত্র |
Ο ঘ) |
রাজতন্ত্র |
সঠিক উত্তর: (গ)
৩৭. |
প্রতিনিধিত্বমূলক সরকার বলতে কী বোঝায়? |
Ο ক) |
মৌলিক সরকার |
Ο খ) |
সাধারণ সরকার |
Ο গ) |
বহুদলের সরকার |
Ο ঘ) |
দলীয় সরকার |
সঠিক উত্তর: (ঘ)
৩৮. |
‘ইলেক্ট্ররাল কলেজ’ অর্থ কী? |
Ο ক) |
শাসক |
Ο খ) |
প্রতিনিদি |
Ο গ) |
সরকার |
Ο ঘ) |
নির্বাচকমন্ডলি |
সঠিক উত্তর: (ঘ)
৩৯. |
মধ্যযুগে ইউরোপে অনেক সময় চলে গেছে - i. ধর্ম ও রাজার দ্বৈত শাসনে ii. স্বৈরতান্ত্রিক শাসনে iii. সামন্ততান্ত্রিক শাসনে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪০. |
কোন ধরনের নির্বাচন পদ্ধতি বাংলাদেশে চালু আছে? |
Ο ক) |
প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি |
Ο খ) |
পরোক্ষ নির্বাচন পদ্ধতি |
Ο গ) |
প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি |
Ο ঘ) |
সরাসরি নির্বাচন পদ্ধতি |
সঠিক উত্তর: (ক)
৪১. |
নির্বাচনি জনসভা করতে হলে কার অনুমতি লাগে? |
Ο ক) |
পুলিশ সুপারের |
Ο খ) |
জেলা প্রশাসকের |
Ο গ) |
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের |
Ο ঘ) |
নির্বাচন কমিশনের |
সঠিক উত্তর: (গ)
৪২. |
১৯৭৫ সালের পর বাংলাদেশ কত বছর সেনা শাসনের অধীনে ছিল? |
Ο ক) |
১০ |
Ο খ) |
১২ |
Ο গ) |
১৫ |
Ο ঘ) |
১৮ |
সঠিক উত্তর: (গ)
৪৩. |
রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচনের সময় প্রার্থীরা কীভাবে মনোনীত হন? |
Ο ক) |
স্থায়ীভাবে |
Ο খ) |
প্রাথমিকভাবে |
Ο গ) |
ক্ষণস্থায়ীভাবে |
Ο ঘ) |
নির্দিষ্ট সময়ের ভিত্তিতে |
সঠিক উত্তর: (খ)
৪৪. |
নির্বাচনি আচরণ লঙ্ঘিত হয় - i. জাল ভোট বা ছদ্মনামে ভোট দিলে ii. প্রার্থীর প্রতীক সম্পর্কে মিথ্যা বললে iii. ভোটদানে বাঁধা সৃষ্টি করলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৫. |
নির্বাচনি আচরণবিধি অনুযায়ী নির্বাচনি প্রচারণা করা হবে - i. দল বা প্রার্থী নির্বিশেষে প্রচারণার ক্ষেত্রে সবাই সমান সুযোগ ভোগ করে ii. কেউ কারও সভা ও মিছিলে বাধা প্রদান না করে iii. রাস্তার ওপর নির্বাচনি ক্যাম্প স্থাপন না করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৬. |
উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান হলে পাকিস্তানে কেমন শাসনব্যবস্থা গৃহীত হয়? |
Ο ক) |
পার্লামেন্টারি |
Ο খ) |
প্রেসিডেন্সিয়াল |
Ο গ) |
এরিস্টক্রেসী |
Ο ঘ) |
কমিউনিজম |
সঠিক উত্তর: (ক)
৪৭. |
“যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী তা-ই গণতন্ত্র।” - উক্তিটি কে করেছেন? |
Ο ক) |
আব্রাহাম লিংক |
Ο খ) |
জর্জ ওয়াশিংটন |
Ο গ) |
গেটেল |
Ο ঘ) |
জন এফ কেনেডি |
সঠিক উত্তর: (গ)
৪৮. |
জনগণ চাইলে পূর্ববর্তী সরকার ও দলকে প্রত্যাখ্যান করতে পারে কোন প্রক্রিয়ার মাধ্যমে? |
Ο ক) |
নির্বাচন |
Ο খ) |
ধর্মঘট |
Ο গ) |
বিদ্রোহ |
Ο ঘ) |
বিরোধিতা |
সঠিক উত্তর: (ক)
৪৯. |
নির্বাচন কমিশনের কাজ হচ্ছে - i. নির্বাচনের তারিখ ঘোষণা করা ii. নির্বাচনি তফসিল ঘোষণা iii. নির্বাচনে পক্ষপাতিত্ব করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫০. |
নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে - i. স্বাধীনভাবে ii. স্বতন্ত্রভাবে iii. নিরপেক্ষভাবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫১. |
আইনের দৃষ্টিতে সকলেই সমান কোন শাসন ব্যবস্থায়? |
Ο ক) |
সামন্ততান্ত্রিক |
Ο খ) |
রাজতান্ত্রিক |
Ο গ) |
গণতান্ত্রিক |
Ο ঘ) |
একনায়কতান্ত্রিক |
সঠিক উত্তর: (গ)
৫২. |
কোনটির ওপর মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত দায়িত্ব ন্যস্ত? |
Ο ক) |
দুর্নীতি দমন কমিশন |
Ο খ) |
নির্বাচন কমিশন |
Ο গ) |
শিক্ষা কমিশন |
Ο ঘ) |
রাজনৈতিক দল |
সঠিক উত্তর: (খ)
৫৩. |
গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে - i. জনগণের আত্মবিকাশের সুযোগ বৃদ্ধি পায় ii. সরকার দায়িত্ব পালনে সচেতন হয় iii. শাসন ব্যবস্থায় নিপীড়নমূলক আচরণ বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৪. |
বাংলাদেশ নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করে তার মধ্যে অন্যতম হলো - i. স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি ii. ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন iii. রাজনৈতিক দল পুনর্গঠন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৫. |
১৯৭২ সালে বাংলাদেশের তৎকালীন সরকারের উল্লেখযোগ্য সফল কর্মকান্ড ছিল - i. ২৪০টি দেশের স্বীকৃতি লাভ ii. জাতিসংঘ ও ওআইসি’র সদস্যপদ লাভ iii. নতুন সংবিধান তৈরি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৫৬. |
১৯৯১ সালের নির্বাচনের পর জাতীয় সংসদে সকল দলের ঐকমত্যের ভিত্তিতে সংবিধানের কততম সংশোধনী প্রণীত হয়? |
Ο ক) |
অষ্টম |
Ο খ) |
নবম |
Ο গ) |
দশম |
Ο ঘ) |
দ্বাদশ |
সঠিক উত্তর: (ঘ)
৫৭. |
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দলগুলো গুরুত্ব দেয় - i. জনগণের সমস্যা, অভাব, অভিযোগ ii. জনগণের সুবিধা, অসুবিধা iii. অন্য দলগুলোর সাথে বিরোধিতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৮. |
আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রচলনের কারণ কী? |
Ο ক) |
জনগণের শিক্ষা ও মানোন্নয়ন |
Ο খ) |
প্রত্যক্ষ গণতন্ত্র অসম্ভব বলে |
Ο গ) |
রাষ্ট্রের বিশালতা ও অধিক জনসংখ্যা |
Ο ঘ) |
গণতন্ত্র সর্বজন স্বীকৃত |
সঠিক উত্তর: (গ)
৫৯. |
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়ে - i. সংসদকে শক্তিশালীকরণের পদক্ষেপ নেয় ii. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সম্পাদন করে iii. বিভিন্ন নির্বাচনে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬০. |
পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয় কত সালে? |
Ο ক) |
১৯৪৮ |
Ο খ) |
১৯৫২ |
Ο গ) |
১৯৫৬ |
Ο ঘ) |
১৯৫৮ |
সঠিক উত্তর: (ঘ)
৬১. |
গণতন্ত্রকে মূর্খ ও অযোগ্যের শাসনব্যবস্থা বলেছেন - i. প্লেটো ii. এরিস্টটল iii. কার্ল মার্কস নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬২. |
কোন ধরনের গণতন্ত্র প্রচলন রাষ্ট্র ব্যবস্থার বিস্তৃতির কারণে প্রায় অসম্ভব? |
Ο ক) |
বিশুদ্ধ গণতন্ত্র |
Ο খ) |
পরোক্ষ গণতন্ত্র |
Ο গ) |
প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র |
Ο ঘ) |
জনমতের গণতন্ত্র |
সঠিক উত্তর: (ক)
৬৩. |
গণতন্ত্র কী ধরনের শাসন ব্যবস্থা? |
Ο ক) |
অনিয়ন্ত্রিত |
Ο খ) |
পরিকল্পনাহীন |
Ο গ) |
দায়িত্বশীল |
Ο ঘ) |
স্বৈরাচারী |
সঠিক উত্তর: (গ)
৬৪. |
গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার - উক্তিটি কার? |
Ο ক) |
গেটেলের |
Ο খ) |
আব্রাহাম লিংকনের |
Ο গ) |
রুজভেল্টের |
Ο ঘ) |
উড্রো উইলসনের |
সঠিক উত্তর: (খ)
৬৫. |
গণতন্ত্র কী ধরনের সরকার? |
Ο ক) |
স্বৈচ্ছাচারী |
Ο খ) |
নিয়ন্ত্রণমূলক |
Ο গ) |
জনকল্যাণমূলক |
Ο ঘ) |
দমনমূলক |
সঠিক উত্তর: (গ)
৬৬. |
তত্ত্বাবধায়ক সরকার ড. ফখরুদ্দিন আহমদের সময়ে উল্লেখযোগ্য ঘটনা হলো - i. অনেকগুলো অধ্যাদেশ জারি ii. দুর্নীতির বিচারে বিশেষ ট্রাইবুন্যাল গঠন iii. সেনা হস্তক্ষেপ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৭. |
গণতান্ত্রিক সরকারের গ্রহণযোগ্যতার কারণ হচ্ছে - i. সরকারের কাজের জবাবদিহিতার জন্য ii. স্বৈরাচারী ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য iii. ব্যক্তি ও বাক স্বাধীনতার স্বীকৃতির জন্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৮. |
রাজনৈতিক দলের উদ্দেশ্য - i. রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহ্নিত করা ও তার সমাধানে কর্মসূচি ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা ii. রাষ্ট্রের উন্নয়নমূলক নীতিমালা ও পরিকল্পনা জনগণের নিকট পেশ করে জনসমর্থন সৃষ্টি iii. বৈধ ও নিয়মমাফিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের শাসনভার গ্রহণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৯. |
কোন তত্ত্বাবধায়ক সরকার প্রধান এ যাবতকাল সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন? |
Ο ক) |
ইয়াজউদ্দিন আহম্মদ |
Ο খ) |
সাহাবুদ্দিন আহমদ |
Ο গ) |
জেনারেল মঈন উ আহমেদ |
Ο ঘ) |
ড. ফখরুদ্দিন আহমদ |
সঠিক উত্তর: (ঘ)
৭০. |
রাজনৈতিক দল বিচারে স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কয়টি রাজনৈতিক প্রশাসন এসেছে? |
Ο ক) |
দুইটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
চারটি |
Ο ঘ) |
পাঁচটি |
সঠিক উত্তর: (খ)
৭১. |
গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ - i. জনস্বার্থ বিরোধী সরকারকে প্রত্যাখ্যান করা যায় ii. জনগণের স্বার্থবিরোধী দলকে প্রত্যাখ্যান করা যায় iii. জনগণের প্রতি সরকারের আচরণের জবাব দেওয়া যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭২. |
প্রধান নির্বাচন কমিশনারের চাকরির মেয়াদ কত বছর? |
Ο ক) |
৩ |
Ο খ) |
৪ |
Ο গ) |
৫ |
Ο ঘ) |
৬ |
সঠিক উত্তর: (গ)
৭৩. |
বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের অবদান হলো - i. জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তি ii. সার্ক প্রতিষ্ঠান উদ্যোগ iii. প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৭৪. |
ভোটার তালিকা প্রণয়ন করে কে? |
Ο ক) |
সংসদীয় কমিটি |
Ο খ) |
জাতীয় সংসদ |
Ο গ) |
সংসদ সচিবালয় |
Ο ঘ) |
নির্বাচন কমিশন |
সঠিক উত্তর: (ঘ)
৭৫. |
প্রাচীন গ্রিসের গণতান্ত্রিক ব্যবস্থার অসুবিধা কী? i. রাষ্ট্রের সকলেই নাগরিকত্বের সম্মান পেত না ii. বিচারকার্যে নাগরিকগণ অংশগ্রহণ করতে পারতো না iii. নাগরিকের ধারণা সীমাবদ্ধ ছিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৭৬. |
“যারা কতকগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে তাকে রাজনৈতিক দল বলে।” - উক্তিটি কার? |
Ο ক) |
ম্যাকাইভারের |
Ο খ) |
গেটেলের |
Ο গ) |
উইলোবীর |
Ο ঘ) |
বার্টন্ড রাসেলের |
সঠিক উত্তর: (ক)
৭৭. |
ইউরোপে গণতন্ত্রের পুনর্জাগরণ ঘটে কোন শতাব্দীতে? |
Ο ক) |
দ্বাদশ ও ত্রয়োদশ |
Ο খ) |
সপ্তদশ ও অষ্টাদশ |
Ο গ) |
চতুর্দশ ও পঞ্চদশ |
Ο ঘ) |
ষষ্ঠদশ ও সপ্তদশ |
সঠিক উত্তর: (খ)
৭৮. |
পরোক্ষ গণতন্ত্রকে কী বলা হয়? |
Ο ক) |
সাধারণ গণতন্ত্র |
Ο খ) |
অসম্পূর্ণ গণতন্ত্র |
Ο গ) |
প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র |
Ο ঘ) |
বিরোধী গণতন্ত্র |
সঠিক উত্তর: (গ)
৭৯. |
গণভোট বলতে কী বুঝায়? |
Ο ক) |
সর্বসাধারণের ভোট |
Ο খ) |
আবালবৃদ্ধবনিতার ভোট |
Ο গ) |
জনমত যাচাইয়ের জন্য ভোট |
Ο ঘ) |
জনগণের জন্য ভোট |
সঠিক উত্তর: (গ)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশে এক বিশেষ ধরনের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয়েছিল। দল ভাঙা, দলগড়া, ভোট কারচুপি ও অকার্যকর নির্বাচন কমিশন প্রভৃতি ছিল এ শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। ১৫ বছর পর এ শাসন ব্যবস্থার অবসান ঘটে। |
৮০. |
ওপরের অংশে কোন শাসনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? |
Ο ক) |
জিয়া শাসন |
Ο খ) |
এরশাদ শাসন |
Ο গ) |
সেনা শাসন |
Ο ঘ) |
তত্ত্বাবধায়ক শাসন |
সঠিক উত্তর: (গ)
৮১. |
এ ধরনের শাসন অবসান আন্দোলনে কাদের প্রধান ভূমিকা ছিল? |
Ο ক) |
ছাত্রদের |
Ο খ) |
ছাত্র ও জনগণের |
Ο গ) |
শ্রমিকদের |
Ο ঘ) |
সাধারণ জনগণের |
সঠিক উত্তর: (খ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন