NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৮


এস.এস.সি    ||    বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
অধ্যায় - ৮


১.
ঈশ্বরচন্দ্রকে দয়ার সাগর বলা হয় কেন?
Ο ক) 
তার প্রচুর অর্থ ছিল বলে
Ο খ) 
তার দান দাক্ষিণ্যের জন্য
Ο গ) 
তার সম্পদ অনেক ছিল বলে
Ο ঘ) 
তার সম্পদের প্রতি লোভ ছিল বলে

  সঠিক উত্তর: (খ)

২.
ইংরেজরা তিতুমীরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে কত খ্রিস্টাব্দে?
Ο ক) 
১৮৩০
Ο খ) 
১৮৩১
Ο গ) 
১৮৩২
Ο ঘ) 
১৮৩৩

  সঠিক উত্তর: (খ)

৩.
বাংলায় নীল সরবরাহের প্রধান কেন্দ্র গড়ে ওঠে কেন?
Ο ক) 
বাংলা নীল চাষে উপযোগী ছিল
Ο খ) 
আমেরিকা নীল চাষ বন্ধ হয়ে গিয়েছিল
Ο গ) 
ব্রিটিশরা বাংলা সাম্রাজ্যবাদী নীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল
Ο ঘ) 
বাংলায় নীল সরবরাহ বেশি হতো

  সঠিক উত্তর: (খ)

৪.
হেনরি লুই ডিরোজিও কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৮০৯
Ο খ) 
১৮১০
Ο গ) 
১৮১১
Ο ঘ) 
১৮১২

  সঠিক উত্তর: (ক)

৫.
করিম একজন লেখকের ‘তুহফাতুল মুযাহহিদদীন’ বইটি পড়েন। এই লেখক ‘মনজারাতুল আদিয়ান’ নামক� আরও একটি গ্রন্থ লিখেছিলেন। এই লেখক হলেন-
i. ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা
ii. রাজা রামমোহন রায়
iii. আত্মীয় সভার প্রতিষ্ঠাতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসাধারণ যুগপ্রবর্তক মহাপুরুষ বলা হয়-
i. পাণ্ডিত্যের কারণে
ii. তেজস্বীতার কারণে
iii. সমাজ সংস্কারের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭.
নীল বিদ্রোহের অন্যতম ফলাফল কী ছিল?
Ο ক) 
ব্রিটিশদের বিজয়
Ο খ) 
কৃষকশ্রেণির বিজয়
Ο গ) 
জমিদারদের বিজয়
Ο ঘ) 
অভিজাতদের বিজয়

  সঠিক উত্তর: (খ)

৮.
মতিন তাঁর গ্রাম থেকে সকল কুসংস্কার দূরীকরণে সংকল্পবদ্ধ ছিলেন। মতিনের কর্যাবলির সাথে মিল রয়েছে-
Ο ক) 
সৈয়দ আহমদ এর কার্যাবলি
Ο খ) 
শরীয়ত উল্লাহর সংস্কার আন্দোলন
Ο গ) 
তিতুমীরের আন্দোলন
Ο ঘ) 
রামমোহনের সংস্কার

  সঠিক উত্তর: (খ)

৯.
বাংলায় ওয়াহাবীরা কার নেতৃত্বে সংঘঠিত হয়?
Ο ক) 
শরীয়ত উল্লাহ
Ο খ) 
আব্দুল লতিফ
Ο গ) 
তিতুমীর
Ο ঘ) 
আমীর আলী

  সঠিক উত্তর: (গ)

১০.
তিতুমীরের নেতৃত্বে পরিচালিত আন্দোলনের নাম কী?
Ο ক) 
তরিকায়ে কাদেরিয়া
Ο খ) 
তরিকায়ে মোহাম্মদীয়া
Ο গ) 
তরিকায়ে সুন্নি
Ο ঘ) 
তরিকায়ে চিশতিয়া

  সঠিক উত্তর: (খ)

১১.
আফতাব নীল বিদ্রোহের নেতৃত্বদানকারী কয়েকজন ব্যক্তির কথা বলেন। এর হলেন-
i. বিষ্ণুচরণ বিশ্বাস
ii. মেঘনা সর্দার
iii. বেনী মাধব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২.
হাজী মুহাম্মদ মুহসীন তাঁর অর্থ মুসলমানদের জন্য ব্যয় করেন। কেন?
Ο ক) 
মুসলমানরা অধিক ক্ষমতাশীল ছিল
Ο খ) 
বাংলার মুসলমানদের চরম দুর্দিন ছিল
Ο গ) 
মুসলমানদের সম্পদশালীতে পরিণত করার জন্য
Ο ঘ) 
মুসলমানদের ব্রিটিশ সরকারের সমর্থন লাভের উপযোগী করার জন্য

  সঠিক উত্তর: (খ)

১৩.
মাসুদ তিতুমীরের প্রধান ঘাঁটি সম্পর্কে বলেন। মাসুদ তার কথায় তিতুমীরের কোন ঘাঁটির কথা উল্লেখ করেছেন?
Ο ক) 
আমবাড়িয়ার
Ο খ) 
নারিকেলবাড়িয়ার
Ο গ) 
মঠবাড়িয়ার
Ο ঘ) 
ব্রাহ্মণবাড়িয়ার

  সঠিক উত্তর: (খ)

১৪.
রাজা রামমোহন রায় ছিলেন ভারতীয় রেনেসাঁর স্রষ্টা। কথাটির তাৎপর্য কী?
i. তারঁ হাত ধরে ভারতে নবজাগরণের যাত্রা শুরু হয়
ii. তিনি ইংরেজ প্রশাসকের সহায়তা দান করেছিলেন
iii. তিনি এদেশের ধর্ম, সমাজ ও রাজনীতিতে সংস্কারের পক্ষে ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৫.
বাংলার ফকির-সন্নাসী আন্দোলন কাদের বিরুদ্ধে ছিল?
Ο ক) 
ফরাসিদের
Ο খ) 
ওলন্দাজদের
Ο গ) 
ব্রিটিশদের
Ο ঘ) 
দিনেমারদের

  সঠিক উত্তর: (গ)

১৬.
সফল সমাজসংস্কারক হিসেবে যার নামটি অধিক যুক্তিযুক্ত-
i. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ii. রবীন্দ্রনাথ ঠাকুর
iii. কাজী নজরুল ইসলাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭.
নওয়াব আব্দুল লতিফকে সরকার প্রথমে বাহাদুর ও পরে নওয়াব উপাধিতে ভূষিত করেন। এ কথাটি দ্বারা প্রকাশ পেয়েছে-
i. তিনি চাকুরির ক্ষেত্রে কৃতিত্ব অর্জনে সক্ষম হয়েছিলেন
ii. ব্রিটিশ সরকারের সমর্থনপুষ্ট ছিলেন
iii. ব্রিটিশ সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৮.
মি. ‘Y’ হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরের জন্য সর্বত্মাক চেষ্টা করেন। কী প্রয়োজনে এটি করেছেন?
i. মুসলমান ছাত্ররা সেখানে লেখাপড়ার সুযোগ পাবে
ii. মুসলমানরা পাশ্চাত্য শিক্ষালাভের সুযোগ পাবে
iii. মুসলমানরা ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে পারবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
মাহফুজা একজন ব্যক্তির নেতৃত্বাধীন পরিচালিত ইয়াং বেঙ্গল আন্দোলনের কথা বলেন। এই ব্যক্তি ১৮০৯ সালে জন্মগ্রহণ করেন। মাহফুজ কোন ব্যক্তির বিষয়ে উল্লেখ করেছে?
Ο ক) 
ডিরোজিও
Ο খ) 
শরৎচন্দ্র
Ο গ) 
রামমোহন রায়
Ο ঘ) 
বঙ্কিচন্দ্র

  সঠিক উত্তর: (ক)

২০.
দুদু মিয়া কাকে লাঠিয়াল বাহিনীর সেনাপতি নিয়োগ করেন?
Ο ক) 
জহিরুদ্দিন মোল্লাকে
Ο খ) 
আমিন উদ্দিন মোল্লাকে
Ο গ) 
বাহারুদ্দিন মোল্লাকে
Ο ঘ) 
জালালউদ্দিন মোল্লাকে

  সঠিক উত্তর: (ঘ)

২১.
মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) 
১৭০৬
Ο খ) 
১৮৮৫
Ο গ) 
১৯০৬
Ο ঘ) 
১৯১২

  সঠিক উত্তর: (গ)

২২.
সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠিত হয়?
Ο ক) 
১৯১০ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৯১১ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৯১২ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৯১৩ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (খ)

২৩.
বেগম রোকেয়া কখন মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৯৩০ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৯৩১ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৯৩২ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৯৩৩ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (গ)

২৪.
কেন বাংলার নীলচাষিরা বিদ্রোহ ঘোষণা করেন?
Ο ক) 
প্রচুর নীল বাইরে পাচার হওয়ায়
Ο খ) 
নীলের উৎপাদন কম হওয়ায়
Ο গ) 
কৃত্রিম নীল আবিস্কার হওয়ায়
Ο ঘ) 
জমিদারশ্রেণির প্রচণ্ড অত্যাচারে

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার কোথায় নেতৃত্ব দেন?
Ο ক) 
যশোর
Ο খ) 
হুগলি
Ο গ) 
নদীয়া
Ο ঘ) 
চৌগাছা

  সঠিক উত্তর: (খ)

২৬.
ইয়াং বেঙ্গল আন্দোলনকারীদের অন্যতম উদ্দেশ্য ছিল কোনটি?
Ο ক) 
ব্রিটিশদের ব্যবসায়ে সহায়তা
Ο খ) 
প্রচুর অর্থ উপার্জন করা
Ο গ) 
ভারতীয়দের স্বার্থরক্ষা
Ο ঘ) 
সম্মান অর্জন করা

  সঠিক উত্তর: (গ)

২৭.
ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
Ο ক) 
১৮৫৫
Ο খ) 
১৮৫৭
Ο গ) 
১৮৫৯
Ο ঘ) 
১৮৬১

  সঠিক উত্তর: (খ)

২৮.
কার্তিক একজন ব্যক্তির কথা স্মরণ করেন যিনি রাস্তার পাশের মাইলস্টোনের সংখ্যায় হিসাব গুণে ইংরেজি গণনা শিখেন। যার অক্লান্ত প্রচেষ্টায় হিন্দু বিবাহ আইন পাস হয়। বিখ্যাত এই ব্যক্তি হলেন-
i. রাজা রামমোহন রায়
ii. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
iii. বাংলা গদ্যরীতির জনক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৯.
ফকির-সন্ন্যাসীরা কেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেন?
Ο ক) 
চাকরির জন্য
Ο খ) 
অর্থের জন্য
Ο গ) 
লুণ্ঠনের জন্য
Ο ঘ) 
অবাধ চলাফেরায় বাধা দেওয়ায়

  সঠিক উত্তর: (ঘ)

৩০.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রামে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন কেন?
Ο ক) 
সুনামের জন্য
Ο খ) 
গরিবদের চিকিৎসার জন্য
Ο গ) 
অর্থ উপার্জনের জন্য
Ο ঘ) 
মায়ের ইচ্ছা পূরণের জন্য

  সঠিক উত্তর: (ঘ)

৩১.
কত খ্রিস্টাব্দে কৃত্রিম নীল আবিস্কৃত হয়?
Ο ক) 
১৮৮২
Ο খ) 
১৮৯২
Ο গ) 
১৯০২
Ο ঘ) 
১৯১২

  সঠিক উত্তর: (খ)

৩২.
ইংরেজদের পক্ষে ফকির মজনু শাহকে চুড়ান্তভাবে পরাজিত করা কখনই সম্ভব হয়নি। কথাটির যথার্থতা নিরুপণে বলা যায়-
i. তাঁর যুদ্ধ কৌশল ছিল গেরিলা পদ্ধতি
ii. ইংরেজদের অস্ত্র ছিল তুলনামূলক হালকা
iii. ফকির মজনু শাহ অনেক কৌশলী ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৩.
জমির ও সৌমিক নামক দুই ভাই তৎকালীন নীল বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে জমির ও সৌমিকের সাদৃশ্য কোনটি?
i. নবীন মাধব ও বেনী মাধব
ii. বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার
iii. বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
কত খ্রিস্টাব্দে আবদুল লতিফ ইংরেজি শিক্ষা লাভ করেন কোথায়?
Ο ক) 
কলকাতায়
Ο খ) 
হুগলিতে
Ο গ) 
কাশ্মীরে
Ο ঘ) 
পাণ্ডুয়ায়

  সঠিক উত্তর: (ক)

৩৫.
রাজা রামমোহন রায়কে বাংলার নবজাগরণের স্রষ্টা বলার কারণ কী?
Ο ক) 
তিনি ধর্মীয় সংস্কার করেছিলেন
Ο খ) 
বাংলার সামাজিক ব্যবস্থার অভ্যন্তরীণ ও বাহ্যিক সংস্কার সাধন করেছিলেন
Ο গ) 
বাংলার মানুষের জাগরণে সহায়তা করেছিলেন
Ο ঘ) 
ব্রিটিশদের সহায়তার ইংল্যান্ডের ভাবধারা বাংলায় নিয়ে এসেছিলেন

  সঠিক উত্তর: (খ)

৩৬.
The spirit of Islam A short History of the Saracens গ্রন্থ দুটি লেখার কারণ কী?
i. ইসলাম ধর্মের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা
ii. ইসলামের অতীত গৌরবের কথা তুলে ধরা
iii. ইংরেজদের কাছে মুসলমানদের স্বার্থ তুলে ধরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৭.
‘সেন্ট্রাল মোহমেডান এসোসিয়েশন’ নামক সমিত গঠন করেন কে?
Ο ক) 
নওয়াব আব্দুল লতিফ
Ο খ) 
সৈয়দ আহমদ বেরেলভী
Ο গ) 
রাজা রামমোহন রায়
Ο ঘ) 
সৈয়দ আমীর আলী

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
নীল বিদ্রোহের সাথে ‘নীলদর্পণের’ সম্পর্ক নিবিড় কেন?
Ο ক) 
এর মাধ্যমে নীলকরদের অত্যাচার সর্বত্র ছড়িয়ে পড়ে
Ο খ) 
এটি ব্রিটিশদের সপক্ষে রায় দেয়
Ο গ) 
এটি ব্রিটিশদের নীলচাষে আরো উদ্বুদ্ধ করে
Ο ঘ) 
এটি ব্রিটিশদের নীলচাষে আরো সমর্থন যোগায়

  সঠিক উত্তর: (ক)

৩৯.
সৈয়দ আমীর আলী মুসলমানদের জন্য একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজন বোধ করতেন। এর যথার্থ কারণ হলো-
i. মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য এর প্রয়োজন
ii. মুসলমানদের দাবি ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এর প্রয়োজন রয়েছে
iii. মুসলমানদের অতীত গৌরব তুলে ধরার জন্য দরকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৪০.
ফকির সন্ন্যাসীরা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত-
i. ধর্মীয় উৎসব পালনের জন্য
ii. তীর্থস্থান দর্শনের জন্য
iii. ব্যবসা-বাণিজ্যের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪১.
বেগম রোকেয়াকে নারী আন্দোলনের পথিকৃৎ বলা হয় কেন?
Ο ক) 
তিনি নারীদের সমাজসেবী হিসেবে গড়ে তুলতে চেয়েছেন
Ο খ) 
তাঁর মাধ্যমে নারীরা পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে
Ο গ) 
তিনিই প্রথম নারীর অধিকার আদায়ে নারীদেরকে সচেষ্ট করেছিলেন
Ο ঘ) 
তিনি প্রথম পুরুষশাসিত সমাজকে ভেঙে দিয়েছিলেন

  সঠিক উত্তর: (গ)

৪২.
কেন আবদুল লতিফ মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালান?
Ο ক) 
ইংরেজ শিক্ষার গুরুত্ব বুঝতে পেরে
Ο খ) 
বাংলা ভাষায় গুরুত্ব অনুবাধন করে
Ο গ) 
ফার্সি ভাষা সম্পর্কে অবহিত হয়ে
Ο ঘ) 
ল্যাটিন ভাষায় শিক্ষিত হওয়ার জন্য

  সঠিক উত্তর: (ক)

৪৩.
নওয়াব আবদুল লতিফের অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) 
দানশীলতা
Ο খ) 
মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা
Ο গ) 
ডাক বিভাগের সংস্কার
Ο ঘ) 
মুদ্রা প্রবর্তন

  সঠিক উত্তর: (খ)

৪৪.
ইয়াং বেঙ্গল আন্দোলনের সাথে ডিরোজিও এর সম্পর্ক কেমন?
Ο ক) 
তিনি এর বিরোধী ছিলেন
Ο খ) 
তার নেতৃত্বেই এটি গঠিত হয়
Ο গ) 
তিনি এ আন্দোলনের একজন সদস্য ছিলেন মাত্র
Ο ঘ) 
এ আন্দোলনকে দমনে তিনি বিট্রিশদের সহায়তা করেছিলেন

  সঠিক উত্তর: (খ)

৪৫.
কতসালে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল ইংরেজি গালর্স স্কুলে উন্নীত হয়?
Ο ক) 
১৯১০
Ο খ) 
১৯১১
Ο গ) 
১৯৩১
Ο ঘ) 
১৯৪০

  সঠিক উত্তর: (গ)

৪৬.
বাংলার ফকির-সন্ন্যাসী আন্দোলন কখন শুরু হয়?
Ο ক) 
ষোল শতকের শেষার্ধে
Ο খ) 
সতেরো শতকের শেষার্ধে
Ο গ) 
আঠারো শতকের শেষার্ধে
Ο ঘ) 
উনিশ শতকের শেষার্ধে

  সঠিক উত্তর: (গ)

৪৭.
হাজী মুহম্মদ মহসীন হুগলিতে কয়টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
Ο ক) 
একটি
Ο খ) 
দুটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (ক)

৪৮.
রাজা রামমোহন রায় আত্মীয়সভা নামে সমিতি গঠন করেন কেন?
Ο ক) 
ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের জন্য
Ο খ) 
জমিদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য
Ο গ) 
নীলকরদের প্রতিহত করার জন্য
Ο ঘ) 
নিজ ধর্মীয় মতবাদ প্রচার করার জন্য

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
কৃষক বিদ্রোহের সময়কাল কত?
Ο ক) 
অষ্টাদশ শতকের শেষাবধি থেকে উনিশ শতকের শেষার্ধ
Ο খ) 
সপ্তদশ শতকের মাঝামাঝি থেকে অষ্টাদশ শতকের মাঝামাঝি
Ο গ) 
ষষ্ঠ শতকের শেষ  থেকে ৭ম শতকের শেষ
Ο ঘ) 
ষষ্ঠ শতকের মাঝামাঝি থেকে ৭ম শতকের প্রথমার্ধ

  সঠিক উত্তর: (ক)

৫০.
‘ফরয’ শব্দের অর্থ কী?
Ο ক) 
অবশ্য কর্তব্য
Ο খ) 
বিশেষ কর্তব্য
Ο গ) 
সাধারণ কর্তব্য
Ο ঘ) 
নৈতিক কর্তব্য

  সঠিক উত্তর: (ক)

৫১.
নওয়াব আব্দুল লতিফ কখন জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৮২৬ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৮২৭ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৮২৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৮২৯ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (গ)

৫২.
সুমন বলেন যে, ফরায়েজি আন্দোলনে প্রজাদেরকে অত্যাচার থেকে রক্ষা করার জন্য একটি বাহিনী করা হয়েছিল। এই বাহিনী ছিল-
i. লাঠিয়াল বাহিনী
ii. জালালউদ্দিন মোল্লার নেতৃত্বাধীন বাহিনী
iii. সাজোয়া বাহিনী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৩.
জালাল উদ্দিন মোল্লা কার আমলের লাঠিয়াল ছিলেন?
Ο ক) 
দুদু মিয়া
Ο খ) 
তিতুমীর
Ο গ) 
শরীয়ত উল্লাহ
Ο ঘ) 
সৈয়দ আহমদ

  সঠিক উত্তর: (গ)

৫৪.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে-
i. অগাধ পাণ্ডিত্য
ii. প্রখর স্মৃতিশক্তি
iii. তেজস্বীয়তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
ফরায়েজি আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল-
i. ধর্মীয় অনাচার দূর
ii. ব্রিটিশবিরোধী মনোভাব সৃষ্টি
iii. নীলকরদের নস্যাৎ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৬.
মুহম্মদ মুহসিন উদ্দীন আহমদ কার প্রকৃত নাম?
Ο ক) 
শরীয়ত উল্লাহ
Ο খ) 
দুদু মিয়া
Ο গ) 
সৈয়দ আহমদ
Ο ঘ) 
তিতুমীর

  সঠিক উত্তর: (খ)

৫৭.
কর্মজীবনে প্রবেশের সাথে সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিসে মনোযোগী হন?
Ο ক) 
ধর্মচর্চায়
Ο খ) 
ধর্মপ্রচারে
Ο গ) 
রাজনীতি চর্চায়
Ο ঘ) 
সাহিত্যচর্চায়

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
বিদ্রোহী ফকির দলের নেতার নাম ছিল কী?
Ο ক) 
শেরশাহ
Ο খ) 
আহমদ শাহ
Ο গ) 
ফিরোজ শাহ
Ο ঘ) 
মজনু শাহ

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
ফরায়েজি আন্দোলন দুর্বল হওয়ার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) 
হাজী শরীয়াতুল্লাহর মৃত্যু
Ο খ) 
দুদু মিয়ার মৃত্যু
Ο গ) 
যুদ্ধে পরাজয়
Ο ঘ) 
যোগ্য নেতৃত্বের অভাব

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
রাতে বাতি জ্বালিয়ে পড়ার ক্ষমতা ছিল না কার?
Ο ক) 
রাজা রামমোহন রায়ের
Ο খ) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
Ο গ) 
হাজী শরীয়াতুল্লাহর
Ο ঘ) 
তিতুমীরের

  সঠিক উত্তর: (খ)

৬১.
নীলচাষে কৃষকরা রাজি না হলে কী করা হতো?
Ο ক) 
মামলা
Ο খ) 
মকদ্দমা
Ο গ) 
যুদ্ধ
Ο ঘ) 
অত্যাচার

  সঠিক উত্তর: (ঘ)

৬২.
‘মনজারাতুল আদিয়ান’ গ্রন্থটি কে রচনা করেন?
Ο ক) 
আল ইয়াকুবী
Ο খ) 
আল মুকাদ্দাসী
Ο গ) 
আল খারেজমী
Ο ঘ) 
রাজা রামমোহন রায়

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
ইস্ট ইন্ডিয়া কোন ধরনের পত্রিকা?
Ο ক) 
দৈনিক
Ο খ) 
সাপ্তাহিক
Ο গ) 
পাক্ষিক
Ο ঘ) 
মাসিক

  সঠিক উত্তর: (ক)

৬৪.
রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজের উপাসনালয় প্রতিষ্ঠা করেন?
Ο ক) 
১৮৩০
Ο খ) 
১৮৩১
Ο গ) 
১৮৩২
Ο ঘ) 
১৮৩৩

  সঠিক উত্তর: (ক)

৬৫.
তিতুমীরের ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম মহত্ব ছিল-
i. দেশপ্রেম জাগ্রতকরণ
ii. অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো
iii. স্বাধীনতা পথ সুগম করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
ব্রিটিশরা নীলচাষে আগ্রহী হয়, কারণ-
i. লাভজনক ব্যবসা
ii. নীলের চাহিদা প্রচুর
iii. কৃষকরে প্রচুর লাভের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৭.
মীর নিসার আলী কোন ব্যক্তির প্রকৃত নাম?
Ο ক) 
তিতুমীর
Ο খ) 
আব্দুল লতিফ
Ο গ) 
শরীয়তউল্লাহ
Ο ঘ) 
দুদু মিয়া

  সঠিক উত্তর: (ক)

৬৮.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অসাধারণ যুগপ্রবর্তক মহাপুরুষ। কথাটি বিশ্লেষণ করলে দাড়াঁয়-
i. অসাধারণ মেধা ও অধ্যবসায়ের গুণে গুণাণ্বিত ছিলেন
ii. গদ্য সাহিত্যকে নবজীবনে দান করে নতুন যুগের সৃষ্টি করেন
iii. গদ্য সাহিত্যের জনক হিসেবে বাংলা সাহিত্যে এক নতুন অধ্যায়ের যোগ সাধন করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৮৯০
Ο খ) 
১৮৯১
Ο গ) 
১৮৯২
Ο ঘ) 
১৮৯৩

  সঠিক উত্তর: (খ)

৭০.
হাজী শরীয়তুল্লাহ কর্তৃক ধর্মীয় সংস্কার আন্দোলনের মধ্যে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) 
ফকির বিদ্রোহ
Ο খ) 
সন্ন্যাসী বিদ্রোহ
Ο গ) 
ফরায়েজি আন্দোলন
Ο ঘ) 
কুসংস্কারবোধ আন্দোলন

  সঠিক উত্তর: (গ)

৭১.
সৈয়দ আমীর আলী মুসলমানদের রাজনৈতিক ভাবেও সচেতন করতে চেয়েছেন। এ ক্ষেত্রে কোনটি অধিক উপযাগী?
Ο ক) 
The spirit of Islam নামক গ্রন্থ প্রণয়ন
Ο খ) 
A short History of the Saracens রচনা
Ο গ) 
কলকাতা মাদ্রাসায় ইংরেজি শিক্ষা চালু
Ο ঘ) 
কলকতার Central Mohamedan Association নামে সমিতি গঠন

  সঠিক উত্তর: (ঘ)

৭২.
তারিন আধুনিক ভারতের রূপকারের কথা বলেন যিনি ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন। তারিন এখানে কার কথা উল্লেখ করেছে?
Ο ক) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο খ) 
রাজা রামমোহন রায়
Ο গ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) 
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

  সঠিক উত্তর: (খ)

৭৩.
ফকির-সন্ন্যাসীরা কীভাবে জীবিকা নিবার্হ করত?
Ο ক) 
ভিক্ষাবৃত্তির মাধ্যমে
Ο খ) 
কৃষিকাজের মাধ্যমে
Ο গ) 
ব্যবসার মাধ্যমে
Ο ঘ) 
ঝাড়ফুকেঁর মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

৭৪.
তিতুমীরের অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) 
লাঠিয়াল বাহিনী গঠন
Ο খ) 
ব্রিটিশবিরোধী আন্দোলন
Ο গ) 
ওয়াহাবি আন্দোলন
Ο ঘ) 
যুক্তফ্রন্ট আন্দোলন

  সঠিক উত্তর: (খ)

৭৫.
দুদু মিয়া কর্তৃক বাহিনী গঠন করার উদ্দেশ্য ছিল-
i. জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ
ii. নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ
iii. ফরায়েজি প্রজাদের অত্যাচার থেকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
শাকিল বলেন যে একজন শাসক ব্রিটিশদের বিরুদ্ধে লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। শাকিলের বক্তব্যের সাথে মিল পাওয়া যায় নিচের কোন সংস্কারকের?
Ο ক) 
ক্ষুদিরাম
Ο খ) 
মজনু শাহ
Ο গ) 
ঈসা খাঁ
Ο ঘ) 
তিতুমীর

  সঠিক উত্তর: (ঘ)

৭৭.
হাজী মুহম্মদ মুহসীনের জন্ম কোথায়?
Ο ক) 
হুগলি
Ο খ) 
চব্বিশ পরগনা
Ο গ) 
বর্ধমান
Ο ঘ) 
নদীয়া

  সঠিক উত্তর: (ক)

৭৮.
সপ্তম ও অষ্টম শতাব্দীতে কারা বাংলার কৃষকের মুখের হাসি কেড়ে নেয়?
Ο ক) 
ইংরেজ বণিকরা
Ο খ) 
ফরাসি বণিকরা
Ο গ) 
ইতালীয় বণিকরা
Ο ঘ) 
কানাডিয়ান বণিকরা

  সঠিক উত্তর: (ক)

৭৯.
ফোর্ট উইলিয়াম কলেজের বিখ্যাত পণ্ডিত হিসেবে কোন নামের নিবিড়তা রয়েছে?
Ο ক) 
ঈশ্বরচন্দ্র
Ο খ) 
রাজা রামমোহন রায়
Ο গ) 
কবি নবীন চন্দ্র
Ο ঘ) 
মাইকেল মধূসূদন দত্ত

  সঠিক উত্তর: (ক)

৮০.
করিম বলেন যে, একজন বিখ্যাত ব্যক্তি ১৮৫৩ খ্রিস্টাব্দে মুসলমান ছাত্রদের ইংরেজি শিক্ষার সুফল শীর্ষক রচনা আয়োজন করেন। করিম কোন ব্যক্তির বিষয় আলোকপাত করছে?
Ο ক) 
নওয়াব আবদুল লতিফ
Ο খ) 
তিতুমীর
Ο গ) 
রাজা রামমোহন রায়
Ο ঘ) 
দুদু মিয়া

  সঠিক উত্তর: (ক)

৮১.
ইংরেজ সরকার ফকির-সন্ন্যাসীদের আখ্যায়িত করে-
i. ডাকাত-দস্যু বলে
ii. চোর বলে
iii. ছিনতাইকারী বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৮২.
ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রকৃতি ছিল-
i. ব্রিটিশবিরোধী
ii. গোঁড়া ধর্মীয় বিরোধী
iii. আধুনিক মনোভাব সম্পন্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
‘পার্থেনন’ নামক সাপ্তাহিক পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
Ο ক) 
১৮২০
Ο খ) 
১৮৩০
Ο গ) 
১৮৪০
Ο ঘ) 
১৮৫০

  সঠিক উত্তর: (খ)

৮৪.
ইংরেজদের তীব্র শোষণের শিকার হয় কে?
Ο ক) 
হিন্দু
Ο খ) 
মুসলমান
Ο গ) 
মধ্যব্ত্তি শ্রেণি
Ο ঘ) 
অসহায় কৃষক

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
কাসিম একজন নেতার কথা উল্লেখ করে যিনি ভারতবর্ষকে দারুল হারব বলে ঘোষণা করেন। তার উত্তরসূরী এই আন্দোলনকে পরবরর্তী সময় এগিয়ে নেয়। উক্ত নেতা হলেন-
i. ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা
ii. হাজী শরীয়তউল্লাহ
iii. দুদু মিয়ার পিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮৬.
যশোরের নীল বিদ্রোহের নেতা ছিলেন কারা?
Ο ক) 
নবীন মাধব ও বেণী মাধব
Ο খ) 
বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার
Ο গ) 
সেখন্দ সর্দার ও ভবানী পাঠক
Ο ঘ) 
বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস

  সঠিক উত্তর: (ক)

৮৭.
তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
Ο ক) 
বারাসাতে
Ο খ) 
নারিকেলবাড়িয়ায়
Ο গ) 
হুগলিতে
Ο ঘ) 
নদীয়ায়

  সঠিক উত্তর: (খ)

৮৮.
মিসেস জামান তাঁর সমাজের উন্নয়নের লক্ষ্যে বেশকিছু গ্রন্থ রচনা করেন। তেমনি নারীজীবনের উন্নয়নের জন্য গ্রন্থ রচনা করেন-
Ο ক) 
রাজা রামমোহন রায়
Ο খ) 
বেগম রোকেয়া
Ο গ) 
সৈয়দ আমীর আলী
Ο ঘ) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

  সঠিক উত্তর: (খ)

৮৯.
সৈয়দ আমীর আলীর A History of Saracens ও The spirit of Islam এর মাধ্যমে সম্পর্ক কীরূপ?
Ο ক) 
দুটি গ্রন্থের উদ্দেশ্য ভিন্ন
Ο খ) 
দুইটি গ্রন্থের মূল বক্তব্য একই
Ο গ) 
দুইটি গ্রন্থেই ইসলামের প্রচারের জন্য লিখিত হয়েছে
Ο ঘ) 
গ্রন্থ দুইটির একটিতে মুসলমানদের পরিচিতি অপরটিতে ব্রিটিশদের সমর্থন লাভের চেষ্টা হয়েছে

  সঠিক উত্তর: (খ)

৯০.
মিসেস জেবুন্নেছার �আর কোনো ভাই বোন না থাকায় তাঁর মায়ের সকল সম্পত্তির মালিক হন তিনি। জেবুন্নেছার কোন চরিত্রটিকে সমর্থন করছে?
Ο ক) 
হাজী মুহম্মদ মুহসীনের বোন
Ο খ) 
হাজী মুহম্মদ মুহসীনের মা
Ο গ) 
হাজী মুহম্মদ মুহসীন
Ο ঘ) 
হাজী মুহম্মদ মুহসীনের কন্যা

  সঠিক উত্তর: (গ)

৯১.
নীলের বিকল্প কী আবিস্কৃত হয়?
Ο ক) 
সাদা নীল
Ο খ) 
কালো নীল
Ο গ) 
প্রাকৃতিক নীল
Ο ঘ) 
কৃত্রিম নীল

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
বাংলায় নবজাগরণে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও হাত রয়েছে একথা বলার কারণ কী?
i. কিছু উদারচেতা ব্রিটিশ প্রশাসক দেশি ভাষা সাহিত্যের উন্নয়নে উৎসাহ দেখিয়েছেন
ii. নিজেদের প্রয়োজনে এ দেশীয়দের মাঝে পশ্চাত্য ভাবধারায় জ্ঞান বিজ্ঞান প্রসারে সহায়তা করেন
iii. খ্রিষ্টান মিশনারিদের প্রতিষ্ঠিত ছাপাখানাও ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৩.
বাংলার ওয়াহাবি সংগঠিত হয়েছিল-
i. তিতুমীরের নেতৃত্বে
ii. হাজী শরীয়াতুল্লাহর নেতৃত্বে
iii. মজনু শাহের নেতৃত্বে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৪.
মজনু শাহ কখন ইংরেজবিরোধী তৎপরতা শুরু করেন?
Ο ক) 
১৭৭১ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৭৭২ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৭৭৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৭৮৭ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ক)

৯৫.
রামমোহন কত সালে মারা যান?
Ο ক) 
১৮৩০
Ο খ) 
১৮৩৩
Ο গ) 
১৮৩৫
Ο ঘ) 
১৮৩৭

  সঠিক উত্তর: (খ)

৯৬.
হেনরি লুই ডিরোজিও কত বছর বয়সে মারা যায়?
Ο ক) 
একুশ
Ο খ) 
বাইশ
Ο গ) 
তেইশ
Ο ঘ) 
চব্বিশ

  সঠিক উত্তর: (গ)

৯৭.
হাজী মুহম্মদ মহসীনের বোন মারা যান কত খ্রিস্টাব্দে?
Ο ক) 
১৮০২
Ο খ) 
১৮০৩
Ο গ) 
১৮০৪
Ο ঘ) 
১৮০৫

  সঠিক উত্তর: (খ)

৯৮.
নীল চাষিরা কত সালে প্রচণ্ড বিদ্রোহে ফেটে পড়েন?
Ο ক) 
১৮৪৯ সালে
Ο খ) 
১৮৫৯ সালে
Ο গ) 
১৮৬৯ সালে
Ο ঘ) 
১৮৭৯ সালে

  সঠিক উত্তর: (খ)

৯৯.
করিম মিয়া কয়েকজন লোক যেমন: মুসা শাহ, সোবান শাহ, মজনু শাহ-এর কথা বলেন। যারা একটি আন্দোলনের সাথে জড়িত। এরা কোন আন্দোলনের সাথে জড়িত ছিল?
Ο ক) 
ফরায়েজি আন্দোলন
Ο খ) 
ফকির-সন্ন্যাসী আন্দোলন
Ο গ) 
অসহযোগ আন্দোলন
Ο ঘ) 
অহিংস আন্দোলন

  সঠিক উত্তর: (খ)

১০০.
ইংরেজদের শাসক হয়ে ওঠার যথার্থ কারণ হলো-
i. উপমহাদেশের শাসকদের দুর্বলতা
ii. উপমহাদেশের শাসকদের অযোগ্যতা
iii. উপমহাদেশের শাসকদের অদক্ষতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০১.
সন্ন্যাসীদের নেতার নাম ছিল কী?
Ο ক) 
মজনু শাহ
Ο খ) 
ভবানী পাঠক
Ο গ) 
মুসা শাহ
Ο ঘ) 
সোবান শাহ

  সঠিক উত্তর: (খ)

১০২.
কোন সময়ে এদেশে ইংরেজরা নীলচাষের প্রতি জোর প্রদান করেন?
Ο ক) 
১৭৭০-১৭৮০
Ο খ) 
১৭৮০-১৭৯০
Ο গ) 
১৭৯০-১৮০০
Ο ঘ) 
১৮০০-১৮১০

  সঠিক উত্তর: (ক)

১০৩.
তিতুমীরের ধর্মীয় সংস্কারের কৃষক তাঁতিরা সাড়া দেন কেন?
i. জমিদাররা মুসলিম প্রজাদের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করে
ii. নানা নির্যাতনমূলক আচরণ করত
iii. ব্রিটিশ সরকার এদের সমর্থন দিয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

১০৪.
সেন্ট্রাল মোহমেডান এসোসিয়েশন কখন গঠিত হয়?
Ο ক) 
১৮৭৬ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৮৭৭ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৮৭৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৮৭৯ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (খ)

১০৫.
হাজী মুহম্মদ মুহসীন একটি ফান্ড গঠন করে তাঁর সমস্ত সম্পত্তি দান করেন। এ যথার্থ কারণ কোনটি?
i. বাংলার মুসলমানদের আর্থিক উন্নতি সাধন
ii. মক্তব, মাদ্রাসা প্রতিষ্ঠা
iii. দারিদ্র মানুষের শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১০৬.
মি. ‘M’ তাঁর এলাকায় কুসংস্কার দূর করে একেশ্বরবাদের ভিত্তিতে হিন্দুধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছেন। কী প্রয়োজন তিনি এমন করেন?
i. হিন্দুধর্মের সংস্কারের জন্য
ii. ব্রাক্ষ সমাজ প্রতিষ্ঠার জন্য
iii. সমাজ সংস্কারের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৭.
মুসলমান নারী আন্দোলনের পথিকৃৎ হিসেবে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
বেগম রোকেয়া
Ο খ) 
বেগম সুফিয়া কামাল
Ο গ) 
বেগম ফয়জুন্নেসা
Ο ঘ) 
রাজিয়া চৌধুরানী

  সঠিক উত্তর: (ক)

১০৮.
দুদু মিয়া কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৮৬০
Ο খ) 
১৮৬২
Ο গ) 
১৮৬৪
Ο ঘ) 
১৮৬৬

  সঠিক উত্তর: (খ)

১০৯.
বেগম রোকেয়ার সময় মেয়েরা কেমন ছিল?
Ο ক) 
উগ্র
Ο খ) 
বেহায়া
Ο গ) 
লাজুক
Ο ঘ) 
খুবই পর্দাশীল

  সঠিক উত্তর: (ঘ)

১১০.
ফকির-সন্ন্যাসীদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল-
i. সরকারি কুঠি
ii. জমিদারের কাচারি
iii. নায়েব গোমস্তার বাড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১১.
নীলচাষকে কৃষকদের ‘ইচ্ছাধীন’ ঘোষণা করার ক্ষেত্রে কোন কমিশনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
নীল কমিশন
Ο খ) 
নাথান কমিশন
Ο গ) 
সায়মন কমিশন
Ο ঘ) 
মনির কমিশন

  সঠিক উত্তর: (ক)

১১২.
হেনরি লুই ডিরোজিওর মা কোন দেশীয় ছিলেন?
Ο ক) 
পর্তুগিজ
Ο খ) 
ইংরেজি
Ο গ) 
বাঙালি
Ο ঘ) 
ইরানি

  সঠিক উত্তর: (গ)

১১৩.
ইংরেজদের সাথে ফকির সন্ন্যাসীকে সম্পর্ক কেমন ছিল?
Ο ক) 
বন্ধুত্বপূর্ণ
Ο খ) 
সহযোগিতামূলক
Ο গ) 
সংঘর্ষমূলক
Ο ঘ) 
সমঝোতামূলক

  সঠিক উত্তর: (গ)

১১৪.
ব্রাহ্মণিকাল ম্যাগাজিন পত্রিকার প্রকাশক কে ছিলেন?
Ο ক) 
আব্দুল লতিফ
Ο খ) 
ভবানী পাঠক
Ο গ) 
রাজা রামমোহন রায়
Ο ঘ) 
সৈয়দ আহমদ

  সঠিক উত্তর: (গ)

১১৫.
হাজী শরীয়তুল্লাহর পুত্রের নাম কী?
Ο ক) 
দুদু মিয়া
Ο খ) 
তোতা মিয়া
Ο গ) 
ছাদেক মিয়া
Ο ঘ) 
জালাল উদ্দিন

  সঠিক উত্তর: (ক)

১১৬.
ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) 
হাজী ইকরামুল্লাহ
Ο খ) 
হাজী শরীয়তুল্লাহ
Ο গ) 
হাজী ইলিয়াস আলী
Ο ঘ) 
হাজী বারীউল্লাহ

  সঠিক উত্তর: (খ)

১১৭.
নওয়াব আব্দুল লতিফের সারা জীবনের কর্মের মূল উদ্দেশ্য ছিল কয়টি?
Ο ক) 
দুটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (খ)

১১৮.
হাজী মুহম্মদ মহসিনের পিতার নাম কী?
Ο ক) 
মুহম্মদ ফয়জুলাহ
Ο খ) 
মুহম্মদ গরিবুল্লাহ
Ο গ) 
মুহম্মদ হাবিবুল্লাহ
Ο ঘ) 
মুহম্মদ মহিবুল্লাহ

  সঠিক উত্তর: (ক)

১১৯.
হেনরি লুই ডিরোজিও-এর ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত-
i. তিনি ছিলেন দূর দৃষ্টিসম্পন্ন
ii. তিনি ছিলেন বাগ্মী
iii. তিনি ছিলেন বিশ্লেষণ ক্ষমতার অধিকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২০.
নীলচাষিরা কত খ্রিস্টাব্দে বিদ্রোহ করেন?
Ο ক) 
১৮৫৯
Ο খ) 
১৮৬৯
Ο গ) 
১৮৭৯
Ο ঘ) 
১৮৮৯

  সঠিক উত্তর: (ক)

১২১.
ইংরেজরা ফকির সন্ন্যাসীদের ওপর কড়া নজর রেখেছিলেন কেন?
Ο ক) 
ব্রিটিশদের বিরুদ্ধে নবাবকে সহায়তা করে ছিলেন
Ο খ) 
ইংরেজদের প্রধান শত্রু ছিল
Ο গ) 
ভারী অস্ত্র ব্যবহার করত
Ο ঘ) 
ইংরেজদের তুলনায় বেশি শক্তিশালী ছিল

  সঠিক উত্তর: (ক)

১২২.
বেগম রোকেয়া যথেষ্ট দক্ষতা অর্জন করেন-
i. বাংলা ভাষায়
ii. ইংরেজি ভাষায়
iii. আরবি ভাষায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২৩.
ফকির-সন্ন্যাসীরা জীবিকা নির্বাহ করত-
i. ভিক্ষাবৃত্তি করে
ii. মুষ্টি সংগ্রহ করে
iii. গান বাজনা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২৪.
পরিবর্তনের সূচনা করে প্রথম কারা?
Ο ক) 
বাংলার নিম্ন শ্রেণির হিন্দুরা
Ο খ) 
বাংলার শিক্ষিত শ্রেণি
Ο গ) 
বাংলার কৃষক, সাধারণ মানুষ
Ο ঘ) 
বাংলার মধ্যব্ত্তি শ্রেণিরা

  সঠিক উত্তর: (গ)

১২৫.
রাজিব বিদেশি একশ্রেণির বণিকের কথা বলেন। যাদের বুদ্ধি ছিল সবসময় সজাগ । এই কারণেই বাংলার উর্বর ফসলের ক্ষেতে তাদের দৃষ্টি পড়ে। ইতিহাসে এই বণিকগোষ্ঠী কারা?
Ο ক) 
ফরাসিরা
Ο খ) 
ইংরেজরা
Ο গ) 
ওলন্দাজরা
Ο ঘ) 
দিনেমাররা

  সঠিক উত্তর: (খ)

১২৬.
এ মহান ব্যক্তি আর্থিক সাহায্য করেছিলেন-
i. নবীনচন্দ্র সেনকে
ii. মাইকেল মধূসূদন দত্তকে
iii. রবীন্দ্রনাথ ঠাকুরকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২৭.
নওয়াব আব্দুল লতিফের সারা জীবনের কর্মের মূল উদ্দেশ্য ছিল-
i. মুসলমান সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ মনোভাব দূর করা
ii. মুসলমান সমাজের উন্নতি সাধন
iii. হিন্দু ও মুসলমানের মধ্যে মৈত্রী স্থাপন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৮.
বেগম রোকেয়া আাঞ্জুমান খাওয়াতীনে ইসলাম প্রতিষ্ঠা করেন কেন?
Ο ক) 
নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য
Ο খ) 
পুরুষের অধিকার প্রতিষ্ঠার জন্য
Ο গ) 
শিশুদের অধিকার জন্য
Ο ঘ) 
বৃদ্ধদের অধিকার প্রতিষ্ঠার জন্য

  সঠিক উত্তর: (ক)

১২৯.
দুদু মিয়া ছিলেন ফরায়েজিদের-
i. রাহবার
ii. গুরু
iii. ওস্তাদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩০.
ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতের দায়িত্ব লাভ করেন কে?
Ο ক) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο খ) 
রামমোহন রায়
Ο গ) 
কৃষ্ণ মোহন ব্যানার্জী
Ο ঘ) 
রাধানাথ সিকদার

  সঠিক উত্তর: (ক)

১৩১.
ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে-
i. নবদিগন্তের সূচনা করে
ii. নতুন যুগের সূচনা করে
iii. সংস্কৃত শিক্ষার উন্নতি ঘটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩২.
তিতুমীর ও তার অনুসারীরা সশস্ত্র প্রতিরোধের পথ অবলম্বন করেন কেন?
Ο ক) 
শান্তিপূর্ণভাবে বিচার না পেয়ে
Ο খ) 
সামরিক জ্ঞান বেশি ছিল বলে
Ο গ) 
সৈন্যসংখ্যা বেশি ছিল বলে
Ο ঘ) 
রাজনৈতিক ও কূটনৈতিক দক্ষতা ছিল বলে

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
সৈয়দ আমীর আলীর বিশ্বাসের ক্ষেত্রে সমর্থনযোগ্য-
i. ভারতের উন্নতির জন্য হিন্দু মুসলমানের কাজ করা দরকার
ii. ভারতের উন্নতির জন্য পুরুষদের কাজ করা দরকার
iii. ভারতের উন্নতির জন্য নারীদের কাজ করা দরকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩৪.
ডিরোজিও এর মৃত্যুর পরও তাঁর অনুসারীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছে। এটি কী প্রমাণ করে?
i. ডিরোজিও শক্তিশালী সংগঠন ছিলেন
ii. তাঁরা অনুসারীরা তাঁকে মনেপ্রাণে আদর্শ হিসেবে গ্রহণ করেছিল
iii. তাঁর ডিরোজিওর মতবাদে দারুণ বিশ্বাসী ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৫.
হাজী শরীয়তউল্লাহ ভারতবর্ষকে কী বলে ঘোষণা করেন?
Ο ক) 
দারুল হারব
Ο খ) 
দারুল বারক
Ο গ) 
দারুল কাদর
Ο ঘ) 
দারুল ফিজর

  সঠিক উত্তর: (ক)

১৩৬.
সাহাদাত বলেন যে, একজন বিখ্যাত সংস্কারকের নিরলস প্রচেষ্টার কারণে ১৮৫৬ খ্রি. বিধবা বিবাহ আইন পাস হয়। এই বিখ্যাত সংস্কারক কে?
Ο ক) 
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ο খ) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο গ) 
রাজা রামমোহন রায়
Ο ঘ) 
জীবনানন্দ দাস

  সঠিক উত্তর: (খ)

১৩৭.
রাজা রামমোহন রায় এর অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) 
ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন
Ο খ) 
অর্থনৈতিক পুনর্গঠন
Ο গ) 
ইংরেজি শিক্ষার প্রসার
Ο ঘ) 
জমিদারশ্রেণিকে উচ্ছেদ

  সঠিক উত্তর: (গ)

১৩৮.
মি. ‘X’ কুসংস্কার দূর করে আদি একেশ্বরবাদের ভিত্তিতে হিন্দুধর্ম পুন: প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন? এখানে ‘X’ চরিত্রটি কোনটিকে সমর্থন করছে?
Ο ক) 
দুদু মিয়া
Ο খ) 
নবীন চন্দ্র সেন
Ο গ) 
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
Ο ঘ) 
রাজা রামমোহন

  সঠিক উত্তর: (ঘ)

১৩৯.
নওয়াব আব্দুল লতিফের ক্ষেত্রে যে উপাধিটি সমর্থনযোগ্য-
i. খান বাহাদুর
ii. বিদ্যাসাগর
iii. নওয়াব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৪০.
নভেল রাজা রামমোহন রায়ের একটি সমাজ প্রতিষ্ঠার কথা বলেন। এছাড়াও তিনি ‘এ্যালো হিন্দু স্কুল’ প্রতিষ্ঠা করেছিলেন বলে নভেল জানান। এখানে কোন সমাজের কথা বলা হয়েছে?
Ο ক) 
আত্মীয় সমাজ
Ο খ) 
ব্রাহ্মসমাজ
Ο গ) 
লোকসমাজ
Ο ঘ) 
করীঙ্গ সমাজ

  সঠিক উত্তর: (খ)

১৪১.
দয়ার সাগর কথাটি কার ক্ষেত্রে প্রযোজ্য?
Ο ক) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
Ο খ) 
রাজা রামমোহন রায়ের
Ο গ) 
হাজী মুহম্মদ মহসীনের
Ο ঘ) 
বেগম রোকেয়ার

  সঠিক উত্তর: (ক)

১৪২.
তিতুমীরের বিরুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন কে?
Ο ক) 
মেজর স্কট
Ο খ) 
মেজর এলিট
Ο গ) 
মেজর এডামস
Ο ঘ) 
মেজর মনরো

  সঠিক উত্তর: (ক)

১৪৩.
রাজা রামমোহন রায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠায় বিরোধিতা করেন কেন?
Ο ক) 
ইংরেজি শিক্ষার প্রয়োজন অনুভব করে
Ο খ) 
সংস্কৃত ভাষাকে ঘৃণা করতেন বলে
Ο গ) 
তিনি ইংরেজি জানতেন বলে
Ο ঘ) 
ব্রিটিশদের নিকট থেকে উপঢৌকন পেয়ে

  সঠিক উত্তর: (ক)

১৪৪.
বেনী মাধব ও বৈদ্যনাথের মধ্যে কোন ধরনের সম্পর্ক রয়েছে?
Ο ক) 
উভয়েই নীল বিদ্রোহী নেতা
Ο খ) 
উভয়েই কৃষক নেতা
Ο গ) 
উভয়েই জমিদারদের তোষামোদকারী
Ο ঘ) 
উভয়েই ব্রিটিশদের সমর্থনপুষ্ট এদেশীয় এজেন্ট

  সঠিক উত্তর: (ক)

১৪৫.
তানিয়া একজন ব্যক্তি কর্তৃক সম্পাদিত ‘ইস্ট ইন্ডিয়া’ নামক একটি দৈনিক পত্রিকার কথা বলেন। তিনি ‘হিসপাবাস’ নামক পত্রিকাও সম্পাদনা করতেন। তানিয়া কোন ব্যক্তির কথা বলছে?
Ο ক) 
রাজা রামমোহন রায়
Ο খ) 
হেনরি লুই ডিরোজিও
Ο গ) 
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο ঘ) 
সৈয়দ আমীর আলী

  সঠিক উত্তর: (খ)

১৪৬.
হাজী শরীয়তউল্লাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৮৪০
Ο খ) 
১৮৪১
Ο গ) 
১৮৪২
Ο ঘ) 
১৮৪৩

  সঠিক উত্তর: (ক)

১৪৭.
অবশ্য কর্তব্য দ্বারা কোন কাজকে বুঝায়?
Ο ক) 
ফরজ
Ο খ) 
সুন্নাত
Ο গ) 
ওয়াজিব
Ο ঘ) 
নফল

  সঠিক উত্তর: (ক)

১৪৮.
মাহমুদ ১৮৩১ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের কথা বলেন। মাহমুদ তৎকালীন যে আন্দোলনের কথা উল্লেখ করেছে তা হলো-
i. মীর নিসার আলীর আন্দোলন
ii. তেভাগা আন্দোলন
iii. তিতুমীরের আন্দোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৪৯.
তিতুমীর নারিকেলবাড়িয়ায় নির্মাণ করেন-
Ο ক) 
একটি ব্রিজ
Ο খ) 
একটি বাশেঁর কেল্লা
Ο গ) 
একটি মসজিদ
Ο ঘ) 
একটি মাদ্রাসা

  সঠিক উত্তর: (খ)

১৫০.
রেনেসাঁ শব্দের অর্থ কী?
Ο ক) 
নবজাগরণ
Ο খ) 
পুনর্জন্ম
Ο গ) 
নুতন আশা
Ο ঘ) 
নতুন স্বপ্ন

  সঠিক উত্তর: (ক)

১৫১.
আমরা নওয়াব আব্দুল লতিফকে স্মরণ করব-
i. মুসলমানদের শিক্ষিত করার প্রচেষ্টার জন্য
ii. হিন্দু ও মুসলমানদের মধ্যে মৈত্রী প্রতিষ্ঠার জন্য
iii. সামরিক প্রতিষ্ঠার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫২.
বিদ্যাসাগরের সাথে ডিরোজিওর সম্পর্ক কীরূপ?
Ο ক) 
ডিরোজিওর শিক্ষক ছিলেন
Ο খ) 
ডিরোজিওর ছাত্র ছিলেন
Ο গ) 
ডিরোজিওর আন্দোলনের পরোক্ষ অনুসারী ছিলেন
Ο ঘ) 
ডিরোজিওর ভ্রাতা ছিলেন

  সঠিক উত্তর: (খ)

১৫৩.
দুদু মিয়া কত সালে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৮৬৭
Ο খ) 
১৮৬০
Ο গ) 
১৮৬২
Ο ঘ) 
১৮৬৫

  সঠিক উত্তর: (গ)

১৫৪.
মহসীনের শিক্ষাজীবন শুরু হয়-
i. হুগলিতে
ii. মুর্শিদাবাদে
iii. কলকাতায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৫.
করিম একজন পণ্ডিত সম্পর্কে বলেন যিনি গভীর রাত পর্যন্ত রাস্তার গ্যাস বাতির নিচে পড়াশুনা করতেন। করিম কোন ব্যক্তির বিষয়ে উল্লেখ করেছে?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
ড. মোহাম্মদ শহীদুল্লাহ
Ο গ) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο ঘ) 
রাজা রামমোহন রায়

  সঠিক উত্তর: (গ)

১৫৬.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্মজীবনে প্রবেশের সঙ্গে সঙ্গে সাহিত্যচর্চায় মনোযোগী হন। কেন?
i. সাহিত্যের প্রতি দুর্বলতা ছিল
ii. বাংলা ভাষায় উন্নতমানের পাঠ্যপুস্তকের অভাব ছিল
iii. সাহিত্য বিষয়ে তাঁর অগাধ পাণ্ডিত্য ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৭.
মহসীনের গৃহশিক্ষকের নাম কী?
Ο ক) 
আগাসিরাজী
Ο খ) 
মাওয়ায়েজ সিরাজী
Ο গ) 
কুতুব সিরাজী
Ο ঘ) 
ফয়জুল্লাহ সিরাজী

  সঠিক উত্তর: (ক)

১৫৮.
কার নেতৃত্বে ভবানী পাঠককে হত্যা করা হয়?
Ο ক) 
লে.ব্রেনান
Ο খ) 
লে. আলেকজাণ্ডার
Ο গ) 
লে. ব্রায়ান
Ο ঘ) 
লে. চেলসি

  সঠিক উত্তর: (ক)

১৫৯.
হাজী শরীয়াতুল্লাহ ভারতবর্ষকে কী বলে ঘোষণা করেন?
Ο ক) 
দারুল আনাম
Ο খ) 
দারুল ক্বারার
Ο গ) 
দারুন নদওয়া
Ο ঘ) 
দারুল হারব

  সঠিক উত্তর: (ঘ)

১৬০.
বেগম রোকেয়া কোথায় মৃত্যুবরণ করেন?
Ο ক) 
কলকাতা
Ο খ) 
হুগলি
Ο গ) 
রংপুর
Ο ঘ) 
ফরিদপুর

  সঠিক উত্তর: (ক)

১৬১.
‘সম্বাদ কৌমুদী’ পত্রিকার প্রকাশক কে ছিলেন?
Ο ক) 
মাইকেল মধূসূদন দত্ত
Ο খ) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο গ) 
রাজা রামমোহন রায়
Ο ঘ) 
হাজী শরীয়তউল্লাহ

  সঠিক উত্তর: (গ)

১৬২.
কার নেতৃত্বে ইংরেজরা নারিকেলবাড়িয়া বাঁশের কেল্লা আক্রমণ করে?
Ο ক) 
মেজর স্কট
Ο খ) 
লে. আলেকজান্ডার
Ο গ) 
লে. ব্রেনান
Ο ঘ) 
লে. ব্রায়ান

  সঠিক উত্তর: (ক)

১৬৩.
ফরায়েজি আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল কোনটি?
Ο ক) 
অর্থনৈতিক মুক্তিলাভ
Ο খ) 
বিভিন্ন অত্যাচার হতে কৃষকদের রক্ষা
Ο গ) 
ব্রিটিশ নৌবহর ধ্বংস করা
Ο ঘ) 
খ্রিস্টানদের প্রতি অত্যাচার করা

  সঠিক উত্তর: (খ)

১৬৪.
ঈশ্বরচন্দ্র ছিলেন একজন সফল সমাজ সংস্কার। কথাটির যথার্থ কারণ হলো-
Ο ক) 
সমাজের প্রচলিত নানা ধরনের কুসংস্কারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান
Ο খ) 
তিনি অনেকগুলো বালিকা বিদ্যালয় স্থাপন করেন
Ο গ) 
তিনি বহু অনাথ ছেলেকে নিজ বাসা থেকে লেখাপড়া করাতেন
Ο ঘ) 
সংস্কৃত শিক্ষার সংস্কার করেন

  সঠিক উত্তর: (ক)

১৬৫.
শওকত জামান তাঁর গ্রামের মানুষের মাঝে নবজাগরণ সৃষ্টির উদ্দেশ্য বেশ কিছু গ্রন্থ রচনা করেন। উদ্দীপকের সাথে পার্থক্য রয়েছে-
Ο ক) 
সৈয়দ আমীর আলীর
Ο খ) 
বেগম রোকেয়া
Ο গ) 
স্যার সৈয়দ আহমেদ খান
Ο ঘ) 
তিতুমীর

  সঠিক উত্তর: (ঘ)

১৬৬.
হাজী মুহম্মদ মহসীন কেমন জীবনযাপন করতেন?
Ο ক) 
রাজকীয়ভাবে
Ο খ) 
গরিবদের মতো
Ο গ) 
রাজাদের মতো
Ο ঘ) 
অত্যন্ত সাধারণ

  সঠিক উত্তর: (ঘ)

১৬৭.
সৈয়দ আমীর আলী কত সালে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন?
Ο ক) 
১৯০৬
Ο খ) 
১৯১০
Ο গ) 
১৯১২
Ο ঘ) 
১৯১৮

  সঠিক উত্তর: (গ)

১৬৮.
বাংলার ওয়াহাবিরা কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল?
Ο ক) 
হাজী শরীয়াতুলাহর
Ο খ) 
এ.কে ফজলুল হকের
Ο গ) 
মাওলান ভাসানীর
Ο ঘ) 
তিতুমীরের

  সঠিক উত্তর: (ঘ)

১৬৯.
বীর সিংহগ্রাম কোথায়?
Ο ক) 
মেদেনীপুর
Ο খ) 
ফরিদপুর
Ο গ) 
যশোর
Ο ঘ) 
হুগলি

  সঠিক উত্তর: (ক)

১৭০.
সন্ন্যাসী আন্দোলন অবসানের যথার্থ কারণ কোনটি?
Ο ক) 
মজনু শাহের মৃত্যু
Ο খ) 
ভবানী পাঠকের মৃত্যু
Ο গ) 
করিম শাহের মৃত্যু
Ο ঘ) 
মাদার বকসের মৃত্যু

  সঠিক উত্তর: (খ)

১৭১.
শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির নিকট নীলকরদের চিত্র ছড়িয়ে পড়ে কীভাবে?
i. দীনবন্ধু মিত্রের নীলাদর্পণ নাটকের মাধ্যমে
ii. বিভিন্ন পত্রিকায় নীলকরদের অত্যাচরের কাহিনি ছাপার মাধ্যমে
iii. স্থানীয় পর্যায়ে নেতাদের নীলচাষীদের সহায়তা দানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭২.
তিতুমীর কত খ্রিস্টাব্দে নারিকেলবাড়িয়ায় খাঁটি স্থাপন করেন?
Ο ক) 
১৮৩০
Ο খ) 
১৮৩১
Ο গ) 
১৮৩২
Ο ঘ) 
১৮৩৩

  সঠিক উত্তর: (খ)

১৭৩.
‘সম্বাদ কৌমুলী’ পত্রিকার প্রকাশক কে ছিলেন?
Ο ক) 
রাজা রামমোহন রায়
Ο খ) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο গ) 
অক্ষয়কুমার মিত্র
Ο ঘ) 
বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়

  সঠিক উত্তর: (ক)

১৭৪.
হেনরি লুই ডিরোজিও কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৮৩০
Ο খ) 
১৮৩১
Ο গ) 
১৮৩২
Ο ঘ) 
১৮৩৩

  সঠিক উত্তর: (খ)

১৭৫.
বেগম রোকেয়ার পিতা কে ছিলেন?
Ο ক) 
ইব্রাহিম
Ο খ) 
জহিরুদ্দিন
Ο গ) 
আজিজ
Ο ঘ) 
কাশেম

  সঠিক উত্তর: (খ)

১৭৬.
রাজা রামমোহন রায়-এর অন্যতম অবদান হচ্ছে-
i. বাল্যবিবাহ রোধের প্রচেষ্টা
ii. একেশ্বরবাদী চিন্তা প্রতিষ্ঠার চেষ্টা
iii. সতীদাহ প্রথা রোধে প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭৭.
হাজী শরীয়তউল্লাহ পুত্রের নাম কী ছিল?
Ο ক) 
চাঁদ মিয়া
Ο খ) 
সামু মিয়া
Ο গ) 
দুদু মিয়া
Ο ঘ) 
সাজু মিয়া

  সঠিক উত্তর: (গ)

১৭৮.
এদেশ থেকে নীলচাষ কখন চিরতরে বন্ধ হয়ে যায়?
Ο ক) 
১৮৯১ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৮৯২ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৮৯৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৮৯৪ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (খ)

১৭৯.
ডিরোজিও ছিলেন রাজা রামমোহন রায়ের যোগ্য উত্তরসূরি। কথাটির যথার্থ কারণ হল-
Ο ক) 
ডিরোজিও ছিলেন রাজা রামমোহন রায়ের ছাত্র
Ο খ) 
রাম মোহন রায়ের চেতনা দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছেন
Ο গ) 
রামমোহন রায়ের আন্দোলনকে ডিরোজিও আরও বেগবান করে তোলেন
Ο ঘ) 
ডিরোজিও রাজা রামমোহনের ন্যায় ইংরেজি শিক্ষায় বিশ্বাসী ছিলেন

  সঠিক উত্তর: (গ)

১৮০.
কত খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় কলকাতায় ‘এ্যাংলো হিন্দু স্কুল’ প্রতিষ্ঠা করেন?
Ο ক) 
১৮২১
Ο খ) 
১৮২২
Ο গ) 
১৮২৩
Ο ঘ) 
১৮২০

  সঠিক উত্তর: (খ)

১৮১.
ফকির-সন্ন্যাসী দলের নেতা হিসেবে পরিচিত-
i. মজনু শাহ
ii. ভবানী শাহ
iii. তিুতমীর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮২.
আঞ্জুমান খাওয়াতীনে ইসলাম কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) 
১৯১১
Ο খ) 
১৯১৬
Ο গ) 
১৯৩১
Ο ঘ) 
১৯৪০

  সঠিক উত্তর: (খ)

১৮৩.
দুদু মিয়া কখন জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৮১৬ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৮১৭ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৮১৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৮১৯ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ঘ)

১৮৪.
Central Mohammedan Association গঠিত হওয়ার কারণ কী?
Ο ক) 
ব্রিটিশদের সহায়তা প্রদান
Ο খ) 
মুসলমানদের দাবি দাওয়ার প্রতি ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ
Ο গ) 
ব্রিটিশবিরোধী আন্দোলনের উদ্দেশ্যে জনমত গঠন
Ο ঘ) 
হিন্দুদের সমকক্ষ হিসেবে মুসলিমদের প্রতিষ্ঠা

  সঠিক উত্তর: (খ)

১৮৫.
ফরায়েজি আন্দোলনের অন্যতম প্রকৃতি ছিল-
i. ধর্মীয় কুসংস্কার দুর করা
ii. সামাজিক সংস্কার আনয়ন করা
iii. বিভিন্ন অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৬.
জনাব ওলী সর্বদা স্বাধীনভাবে ভ্রমনে আগ্রহী ছিলেন। কিন্তু তাঁর দেশের সরকারব্যবস্থা� তাঁর এই অবাধ চলাফেরা নিষেধাজ্ঞা জারি করে। এখানে জনাব ওলীর চরিত্রটি কোনটিকে সমর্থন করছে?
i. ফকির সন্ন্যাসীদের
ii. মজনুশাহের
iii. দুদু মিয়ার সমর্থক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৭.
সৈয়দ আহমদ শহীদের ভাবধারায় কে অনুপ্রাণিত ছিলেন?
Ο ক) 
মীর নিসার আলী
Ο খ) 
দুদু মিয়া
Ο গ) 
শরীয়ত উল্লাহ
Ο ঘ) 
গোলাম মাসুদ

  সঠিক উত্তর: (ক)

১৮৮.
ভবানী পাঠক কত সালে নিহত হন?
Ο ক) 
১৭৭২ সালে
Ο খ) 
১৭৭৩ সালে
Ο গ) 
১৭৭৮ সালে
Ο ঘ) 
১৭৮৭ সালে

  সঠিক উত্তর: (ঘ)

১৮৯.
নওয়াব আবদুল লতিফের সারাজীবনের কর্মের মূল উদ্দেশ্য ছিল-
i. হিন্দু-মুসলিম মৈত্রী প্রতিষ্ঠা করা
ii. মুসলমান সমাজের উন্নতি সাধন করা
iii. অর্থনৈতিক সংস্কার সাধন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৯০.
ফকির সন্ন্যাসীরা ব্রিটিশবিরোধী হয়ে উঠেছিল কেন?
i. ভিক্ষা ও মুষ্টি সংগ্রহকে বেআইনি বলে ঘোষণা করা হয়
ii. তাঁদেরকে ডাকাত-দস্যু বলে আখ্যায়াতি করা হয়
iii. তাঁদের অবাধ চলাফেরায় ইংরেজ সরকার বাধা দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯১.
মিলা তার গ্রামে সকল ধরনের কুসংস্কার দূর করে গ্রামে এক নব জাগরণের পরিবেশ তৈরি করেন। মিলার মতো বাংলার নবাজাগরণে ভূমিকা রাখেন-
Ο ক) 
হাজী শরীয়ত উল্লাহ
Ο খ) 
রাজা রামমোহন রায়
Ο গ) 
তিতুমীর
Ο ঘ) 
দুদু মিয়া

  সঠিক উত্তর: (খ)

১৯২.
বিবাহিত জীবনে বেগম রোকেয়া কার কাছ থেকে জ্ঞানচর্চার উৎসাহ লাভ করেছিলেন?
Ο ক) 
স্বামীর
Ο খ) 
শশুর
Ο গ) 
শাশুড়ি
Ο ঘ) 
ননদ

  সঠিক উত্তর: (ক)

১৯৩.
নওয়াব আব্দুল লতিফ ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি ও আধুনিক শিক্ষা চালু করেন। এটি কি প্রমাণ করে?
Ο ক) 
তিনি ব্রিটিশদের সমর্থনপুষ্ট ছিলেন
Ο খ) 
তিনি মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চেয়েছেন
Ο গ) 
মুসলমানদের স্বার্থ ইংরেজদের কাছে তুলে ধরতে চেয়েছেন
Ο ঘ) 
তিনি মুসলমানদেরকে হিন্দুদের সমকক্ষ হিসেবে গড়ে তুলতে চেয়েছেন

  সঠিক উত্তর: (খ)

১৯৪.
তিতুমীর কোন গ্রামে জন্ম গ্রহণ করেন?
Ο ক) 
রাধানগর
Ο খ) 
চাঁদপুর
Ο গ) 
নারিকেলবাড়িয়া
Ο ঘ) 
মাশাইল গ্রামে

  সঠিক উত্তর: (খ)

১৯৫.
সুসংঘটিত কৃষক আন্দোলনের সাথে কৃষক তাঁতি সম্পর্ক কেমন?
Ο ক) 
নিবিড়
Ο খ) 
বন্ধুত্বপূর্ণ
Ο গ) 
বৈরী
Ο ঘ) 
স্বার্থরক্ষামূলক

  সঠিক উত্তর: (ক)

১৯৬.
বাংলার কৃষকরা নির্যাতিত হয়েছিল-
i. ইংরেজদের দ্বারা
ii. জমিদারদের দ্বারা
iii. নীলকরদের দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯৭.
নওয়াব আব্দুল লতিফ কখন ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে যোগদান করেন?
Ο ক) 
১৮৪৬ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৮৪৭ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৮৪৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৮৪৯ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ঘ)

১৯৮.
ঈশ্বরচন্দ্রের পিতার নাম কী?
Ο ক) 
ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায়
Ο খ) 
ননী গোপাল দাস
Ο গ) 
অমলেশ দাশ বন্দ্যেপাধ্যায়
Ο ঘ) 
শ্রীকান্ত দাস

  সঠিক উত্তর: (ক)

১৯৯.
সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে কোথায় প্রথম বিদ্রোহ শুরু করেন?
Ο ক) 
বর্ধমান জেলায়
Ο খ) 
মালদহে
Ο গ) 
উত্তর বাংলায়
Ο ঘ) 
কলকাতায়

  সঠিক উত্তর: (ক)

২০০.
বেগম রোকেয়ার জন্ম কোন উপজেলা?
Ο ক) 
মিঠাপুকুর
Ο খ) 
গুরুদাশপুর
Ο গ) 
শেরপুর
Ο ঘ) 
লালপুর

  সঠিক উত্তর: (ক)

২০১.
কোন জেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়?
Ο ক) 
নদীয়া জেলায়
Ο খ) 
মেদেনীপুর
Ο গ) 
হুগলি
Ο ঘ) 
চব্বিশ পরগণা

  সঠিক উত্তর: (খ)

২০২.
পুলিশী নিষেধাজ্ঞা কখন জারি করা হয়?
Ο ক) 
১৮৩৬ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৮৩৭ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৮৩৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৮৩৯ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ঘ)

২০৩.
কত খ্রিস্টাব্দে হাজী মুহম্মদ মহসীন দেশ ভ্রমণে বের হন?
Ο ক) 
১৭৪২
Ο খ) 
১৭৫২
Ο গ) 
১৭৬২
Ο ঘ) 
১৭৭২

  সঠিক উত্তর: (গ)

২০৪.
বেগম রোকেয়া রচিত গ্রন্থ হলো-
i. অবরোধবাসিনী
ii. মতিচুর
iii. সুলতানার স্বপ্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০৫.
তিতুমীরের আন্দোলনের প্রকৃতি প্রথমদিকে কীরূপ ছিল?
Ο ক) 
ধর্মীয় সংস্কার
Ο খ) 
রাজনৈতিক সংস্কার
Ο গ) 
কুসংস্কারবিরোধী
Ο ঘ) 
কৃষকবিরোধী

  সঠিক উত্তর: (ক)

২০৬.
হাজী মুহম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৭৩৪
Ο খ) 
১৭৩৩
Ο গ) 
১৭৩২
Ο ঘ) 
১৭৩১

  সঠিক উত্তর: (গ)

২০৭.
ব্রিটিশ সরকার কত খ্রিস্টাব্দে ইন্ডিগো কমিশন গঠন করেন?
Ο ক) 
১৮৫৯
Ο খ) 
১৮৬০
Ο গ) 
১৮৬১
Ο ঘ) 
১৮৬২

  সঠিক উত্তর: (গ)

২০৮.
বিদ্যাসাগরের দান দাক্ষিণ্যের জন্য খ্যাতি ছিল কেন?
Ο ক) 
অনেক সম্পদের অধিবাসী ছিলেন
Ο খ) 
সচ্ছল না হয়েও বহু অনাথ ছাত্রকে নিজ বাড়ি রেখে লেখাপড়া করাতেন
Ο গ) 
তিনি বিভিন্ন প্রতিষ্ঠান প্রচুর অর্থ ব্যয় করতেন
Ο ঘ) 
পূজা-পার্বণে প্রচুর ব্যয় করতেন

  সঠিক উত্তর: (খ)

২০৯.
সৈয়দ আমীর আলী কখন জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৮৪৬ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৮৪৭ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৮৪৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৮৪৯ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ঘ)

২১০.
সৈয়দ আমীর আলী কত সালে লন্ডন কাউন্সিলের সভাপতি সদস্য হন?
Ο ক) 
১৮৭৩
Ο খ) 
১৮৯০
Ο গ) 
১৯০৬
Ο ঘ) 
১৯০৯

  সঠিক উত্তর: (ঘ)

২১১.
‘নীলদর্পণ’ নাটকের রচয়িতা কে?
Ο ক) 
দীনবন্ধু মিত্র
Ο খ) 
সত্যেন্দ্রনাথ দত্ত
Ο গ) 
রায় গুণাকর
Ο ঘ) 
সুনীল গাঙ্গোপাধ্যায়

  সঠিক উত্তর: (ক)

২১২.
কত সালে নওয়ান আব্দুল লতিফ সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন?
Ο ক) 
১৮৪৯
Ο খ) 
১৮৭৭
Ο গ) 
১৮৮৪
Ο ঘ) 
১৮৯০

  সঠিক উত্তর: (গ)

২১৩.
হাজী শরীয়তুল্লাহর উপদেশের মধ্যে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) 
নিয়মিত নামায পড়া
Ο খ) 
ভালো কাজ করা
Ο গ) 
জ্ঞানার্জন করা
Ο ঘ) 
অবৈধ কর থেকে বিরত থাকা

  সঠিক উত্তর: (ঘ)

২১৪.
বিধবা বিবাহ আইন চালু হয় কত সালে?
Ο ক) 
১৮৫০
Ο খ) 
১৮৫৬
Ο গ) 
১৮৬০
Ο ঘ) 
১৮৬৬

  সঠিক উত্তর: (খ)

২১৫.
নওয়াব আবদুল লতিফ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৮২৭
Ο খ) 
১৮২৮
Ο গ) 
১৮২৯
Ο ঘ) 
১৮৩০

  সঠিক উত্তর: (খ)

২১৬.
মোহামেডান লিটারেরি সোসাইটি কোথায় গড়ে ওঠে?
Ο ক) 
হুগলি
Ο খ) 
নদীয়া
Ο গ) 
যশোর
Ο ঘ) 
কলকাতা

  সঠিক উত্তর: (ঘ)

২১৭.
হাজী শরীয়ত উল্লাহ ভারতবর্ষকে দারুল হারব ঘোষণা করেন। এতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
Ο ক) 
ভারতবর্ষ ব্রিটিশ শাসনকে মেনে নিতে পারেননি
Ο খ) 
ইংরেজ রাজত্বকে ঘৃণার চোখে দেখতেন
Ο গ) 
ভারতবর্ষ মুসলমানদের বসবাসের অনুপযোগী হয়ে উঠেছিল
Ο ঘ) 
ভারতবর্ষে বিজাতীয় শক্তি চরমে উঠেছিল

  সঠিক উত্তর: (খ)

২১৮.
নওয়াব আব্দুল লতিফ মুসলিম সাহিত্য সমাজ গঠন করেন কেন?
i. হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে মৈত্রী প্রতিষ্ঠার লক্ষ্যে
ii. মুসলমানদের হিন্দুদের সমকক্ষ হিসেবে গড়ে তোলার জন্য
iii. ইংরেজ সরকারের বিরোধিতা করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

২১৯.
কলকাতা হিন্দু কলেজ কর্তৃপক্ষ ‘পার্থেনন’ পত্রিকা বন্ধ করে দেয়-
i. সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সমালোচনা করায়
ii. ধর্মীয় গোঁড়ামির সমালোচনা করায়
iii. প্রিন্সিপালের বিরুদ্ধে সমালোচনা করায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২০.
কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয়?
Ο ক) 
১৮৫৬
Ο খ) 
১৮৫৭
Ο গ) 
১৮৫৮
Ο ঘ) 
১৮৫৯

  সঠিক উত্তর: (ক)

২২১.
সন্নাসীদের নেতার নাম কী ছিল?
Ο ক) 
মুসা শাহ
Ο খ) 
সোবান শাহ
Ο গ) 
ভবানী পাঠক
Ο ঘ) 
মাদার বকস

  সঠিক উত্তর: (গ)

২২২.
সৌমিক সাহেবা একজন ধনবান ব্যক্তি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন উদার। তাঁর অর্থে অনেক দরিদ্র প্রতিভার ছাত্র লেখাপড়া করেছেন। সৌমিক সাহেবের সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) 
রাজা রামমোহন রায়
Ο খ) 
বিদ্যাসাগর
Ο গ) 
সৈয়দ আমীর আলী
Ο ঘ) 
নওয়াব আব্দুল লতিফ

  সঠিক উত্তর: (খ)

২২৩.
জনাব আবদে আলী ইসলাম অননুমোদিত সব বিশ্বাস, আচার-আচরণ ও অনুষ্ঠান ত্যাগ করে ইসলাম ধর্মে যা অবশ্য করণীয় তা পালনের নির্দেশ দেন। এটি কার মতাদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ?
Ο ক) 
হাজী মোহাম্মদ মহসীনের
Ο খ) 
হাজী শরীয়তউল্লাহর
Ο গ) 
হাজী রহিম আলীর
Ο ঘ) 
তিতুমীরের

  সঠিক উত্তর: (খ)

২২৪.
ফকির-সন্ন্যাসীরা সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেন?
Ο ক) 
১৭৫৯
Ο খ) 
১৭৬০
Ο গ) 
১৭৬১
Ο ঘ) 
১৭৬২

  সঠিক উত্তর: (খ)

২২৫.
মিজান সাহেব সারা জীবন বহু স্বেচ্ছাসেবামূলক কাজ করে তাঁর কৃতিত্বের জন্য বহু উপাধি লাভ করেছেন। এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন-
Ο ক) 
নওয়াব আব্দুল লতিফ
Ο খ) 
মীর নেসার আলী
Ο গ) 
সৈয়দ আমীর আলী
Ο ঘ) 
স্যার সৈয়দ আহমদ খান

  সঠিক উত্তর: (ক)

২২৬.
মি. আলম তরুণ সমাজকে খুব সহজেই প্রভাবিত করেছিলেন। এতে কোন ধরনের কারণ বিদ্যমান?
i. তিনি দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি ছিলেন
ii. তাঁর বিশ্লেষণ ক্ষমতা প্রখর ছিল
iii. তিনি অসাধারণ একজন ব্যক্তি ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

২২৭.
মুশফিক নীলচাষের বিরুদ্ধে কয়েকটি জেলায় বিদ্রোহের কথা বলেন। জেলাগুলো হলো-
i. যশোর
ii. হুগলি
iii. নদীয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২৮.
মি. ‘ক’ তাঁর এলাকায় জমিদারদের বিরুদ্ধে আন্দোলনের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র গঠন করেন। উক্ত প্রশিক্ষণ কেন্দ্রের সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) 
শাহ ওয়ালিউল্লাহর আস্তানা
Ο খ) 
তিতুমীরের বাঁশের কেল্লা
Ο গ) 
দুদু মিয়ার সরকার ব্যবস্থা
Ο ঘ) 
ব্রিটিশ নীল করদের কুঠি

  সঠিক উত্তর: (খ)

২২৯.
ইসলাম ধর্মের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ও ইসলামের অতীত গৌরবের কথা তুলে ধরার ক্ষেত্রে যে গ্রন্থটি অধিক উপযোগী-
i. The Prophet Mohammad (Sm)
ii. The Spirit of islam
iii. A short History of the saracens
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৩০.
‘তুহফাতুল মুয়াহহিদদীন’ রচনা করেন কে?
Ο ক) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο খ) 
রাজা রামমোহন রায়
Ο গ) 
হেনরি লুইস ডিরোজিও
Ο ঘ) 
আমীর আলী

  সঠিক উত্তর: (খ)

২৩১.
আফরোজা ফকির-সন্ন্যাসীদের আন্দোলন কথা বলেন? যারা একটি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে। এখানে কোন শক্তির বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয়েছে?
Ο ক) 
ফরাসি শক্তির
Ο খ) 
ইংজের শক্তির
Ο গ) 
ওলন্দাজ শক্তির
Ο ঘ) 
পাকিস্তানি শক্তির

  সঠিক উত্তর: (খ)

২৩২.
হাজী শরীয়তউল্লাহ কেন লাঠিয়াল বাহিনী গঠন করেন?
Ο ক) 
লুণ্ঠন বৃদ্ধিসাধন করার জন্য
Ο খ) 
জমিদারের অত্যাচার থেকে প্রজাদের রক্ষার্থে
Ο গ) 
জমিদারদের সম্পদ লুট করতে
Ο ঘ) 
ব্রিটিশদের এদেশ থেকে তাড়াতে

  সঠিক উত্তর: (খ)

২৩৩.
তিতুমীর কার নেতৃত্বে শক্তিশালী লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন?
Ο ক) 
দুদু মিয়া
Ο খ) 
গোলাম মাসুম
Ο গ) 
সৈয়দ আহমদ
Ο ঘ) 
গোলাম রসুল

  সঠিক উত্তর: (খ)

২৩৪.
একাডেমী এসোসিয়েশন কখন প্রতিষ্ঠিত হয়?
Ο ক) 
১৮২৬ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৮২৭ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৮২৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৮২৯ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (গ)

২৩৫.
তিতুমীর কেন ইংরেজ ও জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম করেন?
Ο ক) 
অর্থ উপার্জনের জন্য
Ο খ) 
সামরিক বিজ্ঞহতার কারণে
Ο গ) 
সমর বিজয়ী মনোভাবের কারণে
Ο ঘ) 
শোষণ ও নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য

  সঠিক উত্তর: (ঘ)

২৩৬.
হাজী মুহম্মদ মুহসীন বিশাল সম্পত্তির মালিক হন কীভাবে
i. বোনের মৃত্যুর কারণে
ii. তাঁর বোন নিঃসন্তান ছিলেন
iii. গুপ্তধন লাভ করেছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৩৭.
হাজী মুহম্মদ মুহসীন বিশাল সম্পত্তির মালিক হন কীভাবে?
Ο ক) 
পিতার একমাত্র উত্তরাধিকার হিসেবে
Ο খ) 
নিঃসন্তান বোনের মৃত্যুর কারণে
Ο গ) 
গুপ্তধন প্রাপ্তির মাধ্যমে
Ο ঘ) 
ব্যবসা-বাণিজ্য করে

  সঠিক উত্তর: (খ)

২৩৮.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনন্য অবদান হচ্ছে-
i. সতীদাহ প্রথারোধ
ii. বিধবা বিবাহ প্রচলন
iii. অর্থনৈতিক পুনর্গঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৩৯.
তিতুমীরের হজ পালন করে দেশে প্রত্যাবর্তন করেন কত খ্রিস্টাব্দে?
Ο ক) 
১৮২৭
Ο খ) 
১৮২৮
Ο গ) 
১৮২৯
Ο ঘ) 
১৮৩০

  সঠিক উত্তর: (ক)

২৪০.
রাজা রামমোহন রায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠান বিরোধী ছিলেন কেন?
i. সংস্কৃতবিরোধী ছিলেন
ii. ইংরেজ শিক্ষার প্রতি দুর্বলতা ছিল
iii. এ দেশীয়দের সংস্কৃতের বদলে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৪১.
হেনরি লুই ডিরোজিওর অন্যতম অবদান হচ্ছে-
i. সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সমালোচনা করা
ii. ইয়াং বেঙ্গল আন্দোলনকে বেগবান করা
iii. ধর্মীয় কুসংস্কারের সমালোচনা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪২.
মিসেস জামান নারীদের করুণ দশার জন্য অনেক বই লিখেছেন। মিসেস জামানের রচনার সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
i. অবরোধবাহিনী
ii. সুলতানার স্বপ্ন
iii. পদ্মরাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৩.
হাজী শরীয়তউল্লাহ কেন ধর্মীয় সংস্কার আন্দোলনের উদ্যেগ গ্রহণ করেন?
Ο ক) 
ইসলামের প্রচার করার জন্য
Ο খ) 
ইসলামে অনৈসলামিক রীতিনীতি বন্ধ করার জন্য
Ο গ) 
অন্যান্য ধর্মাবলম্বীদের অত্যাচার করার জন্য
Ο ঘ) 
হিন্দুদের প্রতি অত্যাচার করার জন্য

  সঠিক উত্তর: (খ)

২৪৪.
রাজা রামমোহন রায় প্রকাশক ছিলেন-
i. সম্বাদ কৌমুদী পত্রিকার
ii. মিরাতুল আখবার পত্রিকার
iii. ব্রাহ্মণিক ম্যাগাজিনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৫.
তিতুমীর মক্কা শরীফ যান কেন?
Ο ক) 
যুদ্ধ করতে
Ο খ) 
ইসলাম প্রচার করতে
Ο গ) 
হজ পালন করতে
Ο ঘ) 
অর্থ উপার্জন করতে

  সঠিক উত্তর: (গ)

২৪৬.
‘নীল কমিশন’ গঠিত হয় কখন?
Ο ক) 
১৮৬০ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৮৬১ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৮৬২ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৮৬৩ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (খ)

২৪৭.
তিতুমীরের প্রকৃত নাম কী?
Ο ক) 
মীর আজাদ আলী
Ο খ) 
মীর নিসার আলী
Ο গ) 
মীর শওকত আলী
Ο ঘ) 
মীর কদম আলী

  সঠিক উত্তর: (খ)

২৪৮.
ইংরেজদের ব্যবসায়ী বুদ্ধি ছিল সজাগ। কথাটির যথার্থ কারণ হলো-
i. বাংলার উর্বর ফসলের দিকে তাদেঁর দৃষ্টি নিক্ষেপ করেছিল
ii. খাবার ফসলের পরিবর্তে বাণিজ্য ফসল উৎপাদনে আগ্রহী ছিল
iii. বাংলাকে নীল সরবরাহের প্রধান কেন্দ্রে পরিণত করেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৯.
হাজী মুহম্মদ মুহসীন যেসব দেশ ভ্রমণ করে ২৭ বছর পর দেশে ফিরেন, সে দেশগুলো-
i. আরব
ii. মিসর
iii. পারস্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫০.
নওয়াব আব্দুল লতিফ কোথায় জন্মগ্রহন করেন?
Ο ক) 
কুমিল্লায়
Ο খ) 
ফরিদপুরে
Ο গ) 
শরীয়তপুরে
Ο ঘ) 
মাদারীপুরে

  সঠিক উত্তর: (খ)

২৫১.
স্কুল পরিদর্শক থাকাকালে ঈশ্বরচন্দ্র কতটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন?
Ο ক) 
৩৫ টি
Ο খ) 
৩৬ টি
Ο গ) 
৩৭ টি
Ο ঘ) 
৩৮ টি

  সঠিক উত্তর: (ক)

২৫২.
তিতুমীরের বাঁশের কেল্লা দুঃসাহস ও দেশপ্রেমের প্রতীক। উক্তিটি কী বুঝানো হয়েছে?
Ο ক) 
বাঁশের কেল্লা ছিল তিতুমীরের আন্দোলনের মূল কেন্দ্র
Ο খ) 
বাঁশের কেল্লাকে ঘিরেই এ আন্দোলন শুরু হয়
Ο গ) 
ব্রিটিশ শক্তির বিরুদ্ধে বাঁশের কেল্লাই ছিল আন্দোলকারীদের একমাত্র শক্তি ও অনুপ্রেরণা
Ο ঘ) 
বাঁশের কেল্লা ছিল ব্রিটিশ কামানের চেয়েও অধিক শক্তিশালী

  সঠিক উত্তর: (গ)

২৫৩.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের নাম কী ছিল?
Ο ক) 
রামবতী দেবী
Ο খ) 
যশোবতী দেবী
Ο গ) 
ভাগবতী দেবী
Ο ঘ) 
প্রয়সীবতী দেবী

  সঠিক উত্তর: (গ)

২৫৪.
দুদু মিয়া কখন মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৮৬০ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৮৬১ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৮৬২ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৮৬৩ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (গ)

২৫৫.
হাজী শরীয়াতুল্লাহ কত বছর মক্কায় অবস্থান করেন?
Ο ক) 
বিশ
Ο খ) 
একুশ
Ο গ) 
বাইশ
Ο ঘ) 
তেইশ

  সঠিক উত্তর: (ক)

২৫৬.
মজনু শাহ কত সালে ইংরেজবিরোধী তৎপরতা শুরু করেন?
Ο ক) 
১৭৫০ খ্রি.
Ο খ) 
১৭৬০ খ্রি.
Ο গ) 
১৭৭১ খ্রি.
Ο ঘ) 
১৭৮৬ খ্রি.

  সঠিক উত্তর: (গ)

২৫৭.
চার্টার আইন কখন গৃহীত হয়?
Ο ক) 
১৮৩০ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৮৩১ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৮৩২ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৮৩৩ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ঘ)

২৫৮.
হাজী শরীয়াতুল্লাহ কখন জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৭৮০ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৭৮১ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৭৮২ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৭৮৩ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (গ)

২৫৯.
ব্রিটেনের নীলের চাহিদা বৃদ্ধি পায়-
i. শিল্পের উন্নতির জন্য
ii. কাপড়ের রং করার জন্য
iii. রপ্তানি করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৬০.
দুদু মিয়া আন্দোলনে শান্তিপ্রিয়নীতি পরিহার করেন কেন?
i. জমিদারদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছেন
ii. নীলকরদের অত্যাচারে অসহনীয় হয়ে উঠেছিল
iii. কেবল ধর্মীয় সংস্কারই মুসলমানের উন্নয়নে যথেষ্ট নয়-এ কথা তিনি বুঝতে পেরেছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬১.
মহসীনের শিক্ষাজীবন শুরু কোথায়?
Ο ক) 
ত্রিপুরায়
Ο খ) 
বর্ধমানে
Ο গ) 
মেদিনীপুর
Ο ঘ) 
হুগলিতে

  সঠিক উত্তর: (ঘ)

২৬২.
বিদ্রোহী ফকির দলের নেতার নাম কী ছিল?
Ο ক) 
ভবানী পাঠক
Ο খ) 
মজনু শাহ
Ο গ) 
চেরাগ আলী শাহ
Ο ঘ) 
মাদার বকস

  সঠিক উত্তর: (খ)

২৬৩.
বিধবাবিবাহ আইন পাশ হয় কখন?
Ο ক) 
১৮৫৫ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৮৫৬ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৮৫৭ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৮৫৮ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (খ)

২৬৪.
পৃথক একটি সংগঠন থাকা প্রয়োজন, একথাটি কার ক্ষেত্রে প্রযোজ্য-
Ο ক) 
রাজা রামমোহন রায়
Ο খ) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο গ) 
হাজী মুহম্মদ মহসীন
Ο ঘ) 
সৈয়দ আমীর আলী

  সঠিক উত্তর: (ঘ)

২৬৫.
নওয়াব আব্দুল লতিফের ব্যক্তিত্ব প্রকাশ পায় কীভাবে?
Ο ক) 
কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে
Ο খ) 
মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠার মাধ্যমে
Ο গ) 
মুসলিম মহিলা সমিতি গঠনের মাধ্যমে
Ο ঘ) 
মুসলিম লীগ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

২৬৬.
নীল বিদ্রোহের নেতা হিসেবে যুক্তিযুক্ত নাম হলো-
i. নবীন মাধব
ii. বেনী মাধব
iii. বিশ্বনাথ সর্দার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬৭.
কত খ্রিস্টাব্দে আবদুল লতিফ ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন?
Ο ক) 
১৮৪৭
Ο খ) 
১৮৪৮
Ο গ) 
১৮৪৯
Ο ঘ) 
১৮৫০

  সঠিক উত্তর: (গ)

২৬৮.
সৈয়দ আমীর আলী কখন মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন?
Ο ক) 
১৯১০ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৯১১ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৯১২ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৯১৩ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (গ)

২৬৯.
জনাব ওমর মুসলমান সমাজের নবজাগরণের জন্য সামাজিক সংস্কারের পাশাপাশি তাঁদের রাজনৈতিকভাবেও সচেতন করতে চেয়েছিলেন। জনাব ওমর যে চরিত্রকে সমর্থন করছে-
i. সৈয়দ আমীর আলী
ii. নওয়াব আব্দুল লতিফ
iii. দুদু মিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৭০.
মেট্রোপলিটন ইনস্টিউশন-এর প্রতিষ্ঠাতা কে?
Ο ক) 
রাজা রামমোহন
Ο খ) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο গ) 
ডিরোজিও
Ο ঘ) 
প্যারিচাঁদ মিত্র

  সঠিক উত্তর: (খ)

২৭১.
আফিফা নারিকেলবাড়িয়ার সেই বাশেঁর কেল্লার কথা বলেন। যেটি নির্মাণ করেন এক মহৎ ব্যক্তি। আফিফার বক্ত্যব্যের সাথে নিচের কোন ব্যক্তির কর্মকাণ্ড সাদৃশ্যপূর্ণ?
Ο ক) 
ইলামিত্র
Ο খ) 
প্রফুল্ল চন্দ্র
Ο গ) 
ক্ষুদিরাম
Ο ঘ) 
তিতুমীর

  সঠিক উত্তর: (ঘ)

২৭২.
আব্দুল লতিফকে নওয়াব উপাধি দেওয়া হয় কেন?
Ο ক) 
কর্মজীবনে কৃতিত্বের জন্য
Ο খ) 
উন্নয়মূলক কাজের জন্য
Ο গ) 
ব্রিটিশদের তোষামোদী করার জন্য
Ο ঘ) 
মুসলিম লীগ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

২৭৩.
হাজী মুহম্মদ মহসীন মাদ্রাসার উন্নতি সাধনের উদ্দেশ্য প্রচুর অর্থ দান করেন-
i. ঢাকায়
ii. চট্টগ্রামে
iii. যশোরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭৪.
হাজী মুহম্মদ মহসীন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৮১১
Ο খ) 
১৮১২
Ο গ) 
১৮১৩
Ο ঘ) 
১৮১৪

  সঠিক উত্তর: (খ)

২৭৫.
তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন কীভাবে?
Ο ক) 
সামাজিক সংস্কারের মাধ্যমে
Ο খ) 
রাজনৈতিক মতাদর্শ দ্বারা প্রভাবিত করে
Ο গ) 
ধর্মীয় সংস্কারের মাধ্যমে
Ο ঘ) 
কৃষকদের জোরপূর্বক আন্দোলনে বাধ্য করে

  সঠিক উত্তর: (গ)

২৭৬.
বেগম রোকেয়ার বড় বোন �কে?
Ο ক) 
আজিজুন্নাহার
Ο খ) 
ফজিলাতুন্নেসা
Ο গ) 
করিমুন্নেসা
Ο ঘ) 
শামসুন্নাহার

  সঠিক উত্তর: (গ)

২৭৭.
ভবানী পাঠকের মৃত্যুর সাথে সাথে সন্ন্যাসী আন্দোলনের অবসান ঘটে। এটি কী প্রমাণ করে?
Ο ক) 
এ আন্দোলন অনেকটা দুর্বল ছিল
Ο খ) 
ভবানী পাঠকই ছিল এ আন্দোলনের প্রাণ
Ο গ) 
ভবানী পাঠক দুর্বল সংগঠক ছিলেন
Ο ঘ) 
ব্রিটিশরা এ আন্দোলকে নস্যাৎ করতে সক্ষম হয়েছিল

  সঠিক উত্তর: (খ)

২৭৮.
হাজী শরীয়তউল্লাহ বাংলায় জুম্মা ও দুই ঈদের নামাজ বর্জনের নির্দেশ দিয়েছিল। এটি কী প্রমাণ করে?
i. ইংরেজ রাজত্বকে তিনি ঘৃণার চোখে দেখছেন
ii. মুসলমানদের ইসলাম ধর্মের গুরুত্ব বুঝিয়েছেন
iii. ইংরেজদের প্রতি তাঁর ধর্মের গুরুত্ব বুঝিয়েছেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৭৯.
ফকির-সন্ন্যাসীরা নিরাপত্তার জন্য নিজেদের সঙ্গে-
Ο ক) 
লাঠি রাখত
Ο খ) 
বোমা রাখত
Ο গ) 
হালকা অস্ত্র রাখত
Ο ঘ) 
ভারী অস্ত্র রাখত

  সঠিক উত্তর: (গ)

২৮০.
হেনরি লুইস ডিরোজিও কোথায় জন্মগ্রহন করেন?
Ο ক) 
কলকাতা
Ο খ) 
হুগলি
Ο গ) 
লন্ডন
Ο ঘ) 
স্কটল্যান্ড

  সঠিক উত্তর: (ক)

২৮১.
মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) 
আব্দুল লতিফ
Ο খ) 
সৈয়দ আহমদ
Ο গ) 
আমীর আলী
Ο ঘ) 
স্যার সৈয়দ আহমদ খান

  সঠিক উত্তর: (ক)

২৮২.
তিতুমীর জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ান-
i. কৃষকদের নির্যাতন হতে রক্ষা করতে
ii. ব্রিটিশ শোষণ থেকে প্রজাসাধারণকে রক্ষা করতে
iii. নিজের সম্মান বৃদ্ধি করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৮৩.
তিতুমীরের লাঠিয়াল বাহিনীর প্রধান কে ছিলেন?
Ο ক) 
গোলাম মাসুদ
Ο খ) 
গোলাম কিবরিয়া
Ο গ) 
গোলাম মাওলা
Ο ঘ) 
গোলাম মোহাম্মদ

  সঠিক উত্তর: (ক)

২৮৪.
মোহামেডান লিটারেরি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
Ο ক) 
সৈয়দ আমীর আলী
Ο খ) 
হাজী মুহম্মদ মহসীন
Ο গ) 
রাজা রামমোহন রায়
Ο ঘ) 
নওয়াব আবদুল লতিফ

  সঠিক উত্তর: (খ)

২৮৫.
কত সালে হুগলিতে ইমামবাড়া প্রতিষ্ঠিত হয়?
Ο ক) 
১৮৩০
Ο খ) 
১৮৪৮
Ο গ) 
১৮৫৬
Ο ঘ) 
১৮৭০

  সঠিক উত্তর: (খ)

২৮৬.
রাধানগর গ্রাম কোথায় অবস্থিত?
Ο ক) 
হুগলি
Ο খ) 
চব্বিশ পরগণা
Ο গ) 
নদীয়া
Ο ঘ) 
যশোর

  সঠিক উত্তর: (ক)

২৮৭.
সিদ্দিক সাহেব তাঁর গ্রামের বাড়িতে কৃষকদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণের মাধ্যমে চা চাষে বাধ্য করেন। উদ্দীপকের সাথে মিল রয়েছে?
Ο ক) 
বিট্রিশদের নীল চাষকরণ
Ο খ) 
ব্রিট্রিশদের কফি চাষকরণ
Ο গ) 
জমিদারদের জমি চাষকরণ
Ο ঘ) 
ছোট কৃষকদের পাট চাষে বাধ্যকরণ

  সঠিক উত্তর: (ক)

২৮৮.
প্রসেনজিৎ ১৭৭৪ সালে জন্মগ্রহণকারী একজন মহানায়কের কথা বলেন। যাকে ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয়। ইতিহাস বিখ্যাত এই নায়ক হলেন-
i. রাজা রামমোহন রায়
ii. এ্যাংলো হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা
iii. সত্যজিৎ রায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৮৯.
অষ্টাদশ শতাব্দীতে কোন ফসলের চাষে ইংরেজরা বেশ আগ্রহ দেখায়?
Ο ক) 
নীল
Ο খ) 
ধান
Ο গ) 
পাট
Ο ঘ) 
আখ

  সঠিক উত্তর: (ক)

২৯০.
দুদু মিয়ার আসল নাম কী?
Ο ক) 
মুহম্মদ জালাল উদ্দিন
Ο খ) 
মুহম্মদ নাসির উদ্দিন
Ο গ) 
মুহম্মদ মুহসিন উদ্দিন আহমদ
Ο ঘ) 
মুহম্মদ কুতুব উদ্দিন

  সঠিক উত্তর: (গ)

২৯১.
হাজী শরীয়ত উল্লাহ ভারতবর্ষকে দারুল হারব বলার কারণ কী?
Ο ক) 
তিনি ইংরেজ রাজত্বকে ঘৃণার চোখে দেখতেন
Ο খ) 
বাংলার মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে সরে গিয়েছিল
Ο গ) 
বাংলার সংস্কৃতিতে বিধর্মী ও বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছিল
Ο ঘ) 
বাংলায় ব্রিটিশদের প্রভাব বৃদ্ধি পেয়েছিল

  সঠিক উত্তর: (গ)

২৯২.
পার্থেনন কিসের নাম?
Ο ক) 
ইংরেজি দৈনিক পত্রিকার নাম
Ο খ) 
ইংরেজি সাপ্তাহিক পত্রিকা নাম
Ο গ) 
ইংরেজি পাক্ষিক পত্রিকার নাম
Ο ঘ) 
ইংরেজি মাসিক পত্রিকার নাম

  সঠিক উত্তর: (খ)

২৯৩.
সাদেক বলেন যে, হাজার হাজার কৃষক জমিদার ও নীলকর সাহেবদের নির্যাতন থেকে বাঁচার জন্য এই আন্দোলনে যোগদান করে। সাদেক এখানে আন্দোলনের কথা বলেছে?
Ο ক) 
বাতিনী আন্দোলন
Ο খ) 
রেঁনেসা আন্দোলন
Ο গ) 
ফরায়েজি আন্দোলন
Ο ঘ) 
আলীগড় আন্দোলন

  সঠিক উত্তর: (গ)

২৯৪.
ভারতবাসীকে পাশ্চাত্য ভাবধারায় জ্ঞান বিজ্ঞান দর্শনে উজ্জীবিত করেন কে?
Ο ক) 
ব্যামফিলড ফুলার
Ο খ) 
ক্লাইভ
Ο গ) 
হেস্টিংস
Ο ঘ) 
হার্ডিঞ্জ

  সঠিক উত্তর: (গ)

২৯৫.
কত খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন?
Ο ক) 
১৮২৮
Ο খ) 
১৮২৯
Ο গ) 
১৮৩০
Ο ঘ) 
১৮৩১

  সঠিক উত্তর: (ক)

২৯৬.
ইংরেজ বাহিনীর গোলার আঘাতে বাঁশের কেল্লা উড়ে যায়। এটি কি প্রমাণ করে?
i. ইংরেজ অস্ত্রের কাছে বাঁশের কেল্লা ছিল নিতান্তই নগণ্য বস্তু
ii. বাঁশের কেল্লার পতনের মধ্য দিয়ে তিতুমীরের বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে
iii. ইংরেজ ও জমিদারদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে বাঁশের কেল্লা ধ্বংস হয়?
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯৭.
বেগম রোকেয়া সাহিত্যেচর্চার বিষয়বস্তু হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
নারী সমাজ
Ο খ) 
পুরুষ সমাজ
Ο গ) 
আধুনিক সমাজ
Ο ঘ) 
আদিম  সমাজ

  সঠিক উত্তর: (ক)

২৯৮.
হাজী শরীয়তউল্লাহ ইংরেজ রাজত্বকে ঘৃণার চোখে দেখতেন কোন কারণে?
Ο ক) 
ইংরেজরা ইংরেজিতে কথা বলত বলে
Ο খ) 
ইংরেজরা এদেশের প্রজাসাধারণের ওপর নির্যাতন করত বলে
Ο গ) 
ইংরেজরা আর্থিকভাবে সচ্ছল ছিল বলে
Ο ঘ) 
ইংরেজরা সেনাবাহিনী গঠন করেছে বলে

  সঠিক উত্তর: (খ)

২৯৯.
রামমোহন রায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা বিপক্ষে ছিলেন কেন?
Ο ক) 
ইংরেজি শিক্ষা প্রসারে বিশ্বাসী ছিলেন
Ο খ) 
সংস্কৃত ভাষাকে অপছন্দ করতেন
Ο গ) 
ইংরেজদের সমর্থনপুষ্ট ছিলেন
Ο ঘ) 
হিন্দুধর্মের সংস্কার সাধনের জন্য

  সঠিক উত্তর: (ক)

৩০০.
মুসলিম মেয়েদের বন্দীদশা থেকে মুক্তি দেন কে?
Ο ক) 
বেগম রোকেয়া
Ο খ) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο গ) 
রাজা রামমোহন রায়
Ο ঘ) 
লর্ড ক্যানিং

  সঠিক উত্তর: (ক)

৩০১.
রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের রূপকার বলা হয়। উক্তিটি কী প্রমাণ করে?
Ο ক) 
তিনি ভারতের পুনর্জন্ম দান করেছে
Ο খ) 
ভারতে নবজাগরণের সহায়তা করেছেন
Ο গ) 
ভারতে আর্থ-সামাজিক ও রাজনৈতিক ধারায় পরিবর্তন এনেছেন
Ο ঘ) 
ভারতীয়দের আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছেন

  সঠিক উত্তর: (খ)

৩০২.
নীল বিদ্রোহের অন্যতম পটভূমি ছিল-
i. নীলকরদের অত্যাচার
ii. আইনের সাহায্য না পাওয়া
iii. বিনামূল্যে বীজ সরবরাহ বন্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০৩.
বাংলাদেশে কখন নীল চাষ শুরু হয়?
Ο ক) 
১৬০০-১৬৫০ শতকে
Ο খ) 
১৬৭০-১৭০০ শতকে
Ο গ) 
১৭৭০-১৭৮০ শতকে
Ο ঘ) 
১৭৮৫-১৭৯৫ শতকে

  সঠিক উত্তর: (গ)

৩০৪.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বলছ বয়সে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন?
Ο ক) 
একুশ
Ο খ) 
বাইশ
Ο গ) 
তেইশ
Ο ঘ) 
চব্বিশ

  সঠিক উত্তর: (ক)

৩০৫.
হাজী শরীয়তউল্লাহ ভারতবর্ষকে কী বলে ঘোষণা করেন?
Ο ক) 
দারুল হারব
Ο খ) 
দারুল বারক
Ο গ) 
দারুল কাদর
Ο ঘ) 
দারুল ফিজর

  সঠিক উত্তর: (ক)

৩০৬.
তারেক ১৮২২ সালে প্রতিষ্ঠিত কলকাতা ‘এ্যাংলো হিন্দু কলেজের’ কথা বলেন যিনি কলেজটি প্রতিষ্ঠা করেন। তিনি ‘সম্বাদ কৌমুদী’ পত্রিকারও প্রকাশক ছিলেন। তিনি হলেন-
i. আধুনিক ভারতের রুপকার
ii. রাজা রামমোহন রায়
iii. ঈশ্বরচন্দ্র রামমোহন রায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩০৭.
মাহমুদ হাজী শরীয়তউল্লাহর আন্দোলনের কথা বলেন। এ আন্দোলনের মাধ্যমে ফরজ পালনের তাগিদ দেওয়া হয়। মাহমুদ কোন আন্দোলনের কথা উল্লেখ করেছে?
Ο ক) 
খারেজি
Ο খ) 
ফরায়েজি
Ο গ) 
জাহেরি
Ο ঘ) 
কাদেরিয়া

  সঠিক উত্তর: (খ)

৩০৮.
হাজী শরীয়ত উল্লাহ আন্দোলনকে ‘ফরায়েজি আন্দোলন’ বলার কারণ কী?
Ο ক) 
শরীয়ত নির্দেশিত ফরজ প্রতিষ্ঠাই মূল লক্ষ্য
Ο খ) 
ফরায়েজি কোন ব্যক্তির নাম
Ο গ) 
ফরজ পালন মুসলমানদের অবশ্য কর্তব্য
Ο ঘ) 
ফরায়েজ নামক কোন সংঘের অনুসারী বলে

  সঠিক উত্তর: (ক)

৩০৯.
নওয়াব আব্দুল লতিফকে সরকার ‘খান বাহাদুর’ উপাধি ভূষিত করে কেন?
Ο ক) 
কর্মজীবনের কৃতিত্বের জন্য
Ο খ) 
তাঁর মেধার জন্য
Ο গ) 
তাঁর যোগ্যতার জন্য
Ο ঘ) 
তাঁর সাহসের জন্য

  সঠিক উত্তর: (ক)

৩১০.
বাংলার বারো মাসে কত পাবর্ণ লেগে থাকত?
Ο ক) 
তেরো
Ο খ) 
চৌদ্দ
Ο গ) 
পনেরো
Ο ঘ) 
ষোল

  সঠিক উত্তর: (ক)

৩১১.
কেন ইংরেজরা তিতুমীরের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন?
Ο ক) 
তিতুমীরের শক্তি বৃদ্ধিতে শঙ্কিত হয়ে
Ο খ) 
তিতুমীরকে ধর্ম প্রচারে বাধা দিতে
Ο গ) 
তিতুমীরকে তাদের দলে অন্তর্ভূক্ত করতে
Ο ঘ) 
তিতুমীরের অর্থনৈতিক সমৃদ্ধিতে ক্ষুদ্ধ হয়ে

  সঠিক উত্তর: (ক)

৩১২.
ভবানী পাঠকের লে. ব্রেনান হত্যা করেছিলেন কেন?
Ο ক) 
বিট্রিশদের সহায়তা করার জন্য
Ο খ) 
জমিদারদের বিরোধিতা করার জন্য
Ο গ) 
মীর কাশিমকে সহায়তা করার জন্য
Ο ঘ) 
সন্ন্যাসীদে আন্দোলনে নেতৃত্ব দানের জন্য

  সঠিক উত্তর: (ঘ)

৩১৩.
বেগম রোকেয়া কখন জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৮৮০ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৮৮১ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৮৮২ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৮৮৩ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (ক)

৩১৪.
ইংরেজরা কেন ফকির-সন্ন্যাসীদের প্রতি কড়া নজর রাখে?
Ο ক) 
নবাবকে সাহায্য করার জন্য
Ο খ) 
ভিক্ষা বৃত্তি করার জন্য
Ο গ) 
ধর্ম প্রচার করার জন্য
Ο ঘ) 
ডাকাতি করার জন্য

  সঠিক উত্তর: (ক)

৩১৫.
শাহীন একজন নেতার কথা বলেন যিনি ১৮৬০ খ্রিস্টাব্দে কলকাতার কারাগার থেকে মুক্তি পান এবং ১৮৬২ খ্রি. এই দেশপ্রেমিক বিপ্লবীর মৃত্যু ঘটে। এখানে কোন নেতার কথা উল্লেখ করা হয়েছে?
Ο ক) 
তিতুমীর
Ο খ) 
রামমোহন রায়
Ο গ) 
হাজী শরীয়তউল্লাহ
Ο ঘ) 
দুদু মিয়া

  সঠিক উত্তর: (ঘ)

৩১৬.
বেগম রোকেয়া নারীদের করূণ দশা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। এতে যে বিষয়টি পরিলক্ষিত হয়-
Ο ক) 
তিনি পুরুষ বিদ্বেষী ছিলেন
Ο খ) 
নারী সমাজের অবহেলা সম্পর্কে নারীকেই সচেতন করতে চেয়েছিলেন
Ο গ) 
পুরুষের পাশাপাশি নারীও স্বাধীনতা চেয়েছিলেন
Ο ঘ) 
নারীর প্রতি বেষম্য দূরীকরণে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন

  সঠিক উত্তর: (ঘ)

৩১৭.
ফকির-সন্ন্যাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে-
i. ভিক্ষাকে বেআইনি ঘোষণা করায়
ii. ফকির বেআইনি দস্যু বলায়
iii. অর্থনৈতিক কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩১৮.
বাংলায় নীল বিদ্রোহের অন্যতম প্রকৃতি ছিল কোনটি?
Ο ক) 
সশস্ত্র বিদ্রোহ
Ο খ) 
সেনাবাহিনীর বিদ্রোহ
Ο গ) 
সাহিত্যিকদের বিদ্রোহ
Ο ঘ) 
কৃষক বিদ্রোহ

  সঠিক উত্তর: (ঘ)

৩১৯.
কেন ব্রিটিশ বণিকরা বাংলাতে নীলজচাষের প্রতি গুরুত্বরোপ করেন?
Ο ক) 
কৃষকদের ইচ্ছা থাকার ফলে
Ο খ) 
খাবারের ফসলের চাহিদা কম থাকায়
Ο গ) 
আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ বন্ধ হওয়ায়
Ο ঘ) 
এখানকার জমি অনুর্বর হওয়ায়

  সঠিক উত্তর: (গ)

৩২০.
পার্থেনন কী?
Ο ক) 
ইংরেজি সাপ্তাহিক পত্রিকা
Ο খ) 
ম্যাগাজিন
Ο গ) 
দৈনিক পত্রিকা
Ο ঘ) 
ষান্মাসিক পত্রিকা

  সঠিক উত্তর: (ক)

৩২১.
ইংরেজরা সর্বপ্রথম বাংলার কোন দিকটি ধ্বংস করেছিল?
Ο ক) 
কুটির শিল্প
Ο খ) 
পাট শিল্প
Ο গ) 
বস্ত্র শিল্প
Ο ঘ) 
চিনি শিল্প

  সঠিক উত্তর: (ক)

৩২২.
The spirt of Islam এর গ্রন্থের লেখক কে?
Ο ক) 
সৈয়দ আমীর আলী
Ο খ) 
স্যার সৈয়দ আহমদ খান
Ο গ) 
সৈয়দ আহমদ বেরেলভী
Ο ঘ) 
নওয়াব আব্দুল লতিফ

  সঠিক উত্তর: (ক)

৩২৩.
ইয়াং বেঙ্গল আন্দোলনকারীরা চার্টার আইনের বিরোধিতা করেছিলেন কেন?
Ο ক) 
অনেক ধারা ছিল বলে
Ο খ) 
ভারতীয় স্বার্থের বিরুদ্ধে ছিল বলে
Ο গ) 
ব্রিটিশ শাসক কর্তৃক অনুমোদ্তি হয়েছে বলে
Ο ঘ) 
ধর্মবিরোধী ধারা সন্নিবেশিত হয়েছিল বলে

  সঠিক উত্তর: (খ)

৩২৪.
বিখ্যাত দার্শনিক এরিস্টটলের একজন ছাত্র ছিলেন প্লেটো। আর কৃষ্ণ মোহন ব্যানার্জি ছাত্র ছিলেন-
Ο ক) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসারের
Ο খ) 
এটিস্টটলের
Ο গ) 
ডিরোজিওর
Ο ঘ) 
প্লেটোর

  সঠিক উত্তর: (গ)

৩২৫.
বাংলায় তিতুমীরের কয়টি ধারা প্রবাহমান ছিল?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (খ)

৩২৬.
হাজী শরীয়ত উল্লাহর জন্মসাল কত?
Ο ক) 
১৮৬১
Ο খ) 
১৭৮২
Ο গ) 
১৬৫০
Ο ঘ) 
১৬৩০

  সঠিক উত্তর: (খ)

৩২৭.
সুসংঘটিত কৃষক আন্দোলনের পরিসমাপ্তি ঘটে কীভাবে?
Ο ক) 
গোলাম মাসুমের লাঠিয়াল বাহিনী ধ্বংসের মাধ্যমে
Ο খ) 
তিতুমীর বাহিনীর পরাজয়ের মাধ্যমে
Ο গ) 
কৃষকদের আত্মহুতির মাধ্যমে
Ο ঘ) 
কৃষকদের বিজয়ের মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

৩২৮.
ফকির সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে অবতীর্ণ হয়, কারণ ইংরেজরা-
i. তাদেরকে ডাকাত-দস্যু মনে করত
ii. তীর্থস্থান দর্শনের উপর করারোপ করত
iii. তাদের চলাফেরায় বাধার সৃষ্টি করত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২৯.
বেগম রোকেয়া আঞ্জুমান খাওয়াতী ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন কেন?
i. নারী শিক্ষার প্রসারের জন্য
ii. আইনগত অধিকার প্রতিষ্ঠায় সচেতন করার জন্য
iii. মহিলাদের কর্মসংস্থান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩০.
ব্রিটিশ সরকার রাজবন্দি হিসেবে দুদু মিয়াকে কোন কারাগারে আাটক রাখেন?
Ο ক) 
কলকাতা
Ο খ) 
মুর্শিদাবাদ
Ο গ) 
অযোধ্যা
Ο ঘ) 
বিহার

  সঠিক উত্তর: (ক)

৩৩১.
হাজী মুহম্মদ মুহসীন কত বছর পর দেশে ফিরে আসেন?
Ο ক) 
২০ বছর
Ο খ) 
২৪ বছর
Ο গ) 
২৭ বছর
Ο ঘ) 
৩০ বছর

  সঠিক উত্তর: (গ)

৩৩২.
‘হিসপাবাস’ পত্রিকাটি সম্পাদনা করেন কে?
Ο ক) 
রামমোহন রায়
Ο খ) 
আমীর আলী
Ο গ) 
ডিরোজিও
Ο ঘ) 
বেগম রোকেয়া

  সঠিক উত্তর: (গ)

৩৩৩.
নওয়াব আব্দুল লতিফ কোথায় ইংরেজি শিক্ষালাভ করেন?
Ο ক) 
কলকাতা মাদ্রাসা
Ο খ) 
ফোর্ট উইলিয়াম কলেজে
Ο গ) 
সংস্কৃত কলেজে
Ο ঘ) 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে

  সঠিক উত্তর: (ক)

৩৩৪.
নীল চাষিরা অনেকটা বাধ্য হয়েই বিদ্রোহ শুরু করেন। এ কথাটির দ্বারা প্রকাশ পায়-
Ο ক) 
নীল চাষিরা নীল চাষে ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন
Ο খ) 
নীল চাষ অলাভজনক ছিল
Ο গ) 
নীল চাষিরা অনেক বাধ্যছিল নীল চাষে
Ο ঘ) 
নীলকরদের দ্বারা নীল চাষিরা অনেক নির্যাতিত হতো

  সঠিক উত্তর: (ক)

৩৩৫.
ভারতের আধুনিক পুরুষ হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) 
শরীয়াতুল্লাহ
Ο খ) 
তিতুমীর
Ο গ) 
রাজা রামমোহন রায়
Ο ঘ) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

  সঠিক উত্তর: (গ)

৩৩৬.
বেগম রোকেয়া অবরোধবাসিনী, পদ্মরাগ রচনা করেছেন। তাঁর রচনা সমাজের কী প্রভাব ফেলেছে?
i. নারীরা করুণ দশা সমাজের কাছে তুলে ধরেছে
ii. সমাজের কুসংস্কার সম্পর্কে সচেতন করতে চেয়েছেন
iii. নারীদের আত্মমর্যাদাবোধ জাগ্রত করার চেষ্টা করছেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৭.
ফকির-সন্ন্যাসীরা জীবিকা নির্বাহ করতো-
i. ভিক্ষাবৃত্তির মাধ্যমে
ii. ব্যবসার মাধ্যমে
iii. মুষ্টি সংগ্রহের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৩৮.
আঞ্জুমান খাওয়াতীনে ইসলাম কখন প্রতিষ্ঠিত হয়?
Ο ক) 
১৯১৫ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৯১৬ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৯১৭ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৯১৮ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (খ)

৩৩৯.
রাজা রামমোহন রায়ের ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করার কারণ হলো-
i. ধর্মীয় সংস্কার
ii. অর্থ উপার্জন
iii. ধর্মীয় শিক্ষাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৪০.
মুহসীনের গৃহশিক্ষক কে ছিলেন?
Ο ক) 
আগা মুহম্মদ
Ο খ) 
আগা সিরাজী
Ο গ) 
আগা খান
Ο ঘ) 
আগা রশীদ

  সঠিক উত্তর: (খ)

৩৪১.
ফকির-সন্ন্যাসীরা কীভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতো?
Ο ক) 
সরাসরি
Ο খ) 
বোমা নিক্ষেপের দ্বারা
Ο গ) 
গেরিলা পদ্ধতিতে
Ο ঘ) 
দলগতভাবে

  সঠিক উত্তর: (গ)

৩৪২.
ভারতবর্ষকে ‘দারুল হারব’ বলে ঘোষণা করেন কে?
Ο ক) 
তিতুমীর
Ο খ) 
শরীয়ত উল্লাহ
Ο গ) 
দুদু মিয়া
Ο ঘ) 
ইবনে বতুতা

  সঠিক উত্তর: (খ)

৩৪৩.
‘নীল দর্পণ’ নাটকটি কার লেখা?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুরের
Ο খ) 
দীনবন্ধু মিত্রের
Ο গ) 
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
Ο ঘ) 
নীহাররঞ্জন রায়ের

  সঠিক উত্তর: (খ)

৩৪৪.
কলকাতা মাদ্রাসায় ইংরেজি শিক্ষা চালু হয় কত সালে?
Ο ক) 
১৮৩০
Ο খ) 
১৮৮৪
Ο গ) 
১৯০০
Ο ঘ) 
১৯৩০

  সঠিক উত্তর: (খ)

৩৪৫.
মুসলমান মেয়েদের বন্দিদশা থেকে মুক্তির ডাক দানকারী হিসেবে কে অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
বেগম রোকেয়া
Ο খ) 
বেগম ফয়জুন্নেসা
Ο গ) 
রাজা রামমোহন রায়
Ο ঘ) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

  সঠিক উত্তর: (ক)

৩৪৬.
ব্যাপক নীল চাষ হতো-
i. ফরিদপুরে
ii. যশোরে
iii. ঢাকায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৭.
আসফাক একজন ইতিহাস বিখ্যাত ব্যক্তির কথা বলতে গিয়ে বলেন, বাংলা গদ্যরীতির জনক অথচ দারিদ্রদের কারণে রাতে বাতি জ্বালিয়ে লেখাপড়া করতে পারেন নি। আসফাকের বক্তব্যর সাথে সাদৃশ্য পাওয়া যায় নিচের যে ব্যক্তির, তিনি হলেন-
i. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ii. ঠাকুর দাস বন্দোপাধ্যায়ের পুত্র
iii. রামবতী দাসের পুত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৪৮.
শিক্ষিত বাঙালিদের মনে সর্বপ্রথম নবজাগরণের সূচনা হয়। এটি কী ধরনের প্রভাব ফেলে?
i. দেশবাসীর মধ্যে স্বাতন্ত্র্যবোধ ও আত্মমর্যাদাবোধ তীব্রভাবে জাগ্রত হয়
ii. জাতীয়তাবাদী চেতনায় প্রাথমিক ভিত রচিত হয়
iii. রাজনীতি ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৯.
হাজী শরীয়তউল্লাহ-এর অনুসারীদের ফরায়েজি বলা হয় কেন?
Ο ক) 
তারা ফরজনগরের অধিবাসী বলে
Ο খ) 
তারা মক্কা থেকে এসেছে বলে
Ο গ) 
শুধু ইসলামের ফরজ কাজগুলো আদায় করে বলে
Ο ঘ) 
ফরজিয়া মতবাদে তারা বিশ্বাসী ছিল বলে

  সঠিক উত্তর: (গ)

৩৫০.
লীনা ভবানী পাঠকের কথা বলেন। যিনি ছিলেন একটি দলের নেতা। লীনার তথ্যে মতে তিনি নিচের কোন দলের সাথে সম্পৃক্ত ছিলেন?
Ο ক) 
ফকির
Ο খ) 
ব্যবসায়ী
Ο গ) 
সন্ন্যাসী
Ο ঘ) 
পাঠক

  সঠিক উত্তর: (গ)

৩৫১.
টুপুর একদিন তাঁর বোনের সাথে হাঁটার সময় মাইল স্টোনের সংখ্যা গুনতে গুনতে ইংরেজি সংখ্যা গণনা শিখেছিল। টুপুর যে চরিত্র� সমর্থন করছে-
i. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ii. মাইকেল মধুসূদন দত্ত
iii. দীনবন্ধু মিত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৫২.
কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়?
Ο ক) 
তার অনেক গদ্য সাহিত্য ছিল বলে
Ο খ) 
তিনি সুন্দরভাবে গদ্য রচনা করতে পারতেন বলে
Ο গ) 
তিনি গদ্য সাহিত্যের নবজীবন দান করেছেন বলে
Ο ঘ) 
তিনি শিশুদের নিয়ে গদ্য রচনা করেছেন বলে

  সঠিক উত্তর: (গ)

৩৫৩.
রাজা রামমোহন রায় গভর্নর জেনারেল লর্ড আমহার্স্টকে চিঠি লেখেন-
i. আধুনিক শিক্ষায় অর্থ ব্যয় করতে
ii. সংস্কৃত শিক্ষায় অনুদান প্রদান করতে
iii. ইংরেজি শিক্ষায় পৃষ্ঠপোষকতা প্রদান করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৫৪.
ডিরোজিও কীভাবে ভারতীয় সমাজকে প্রভাবিত করেছিলেন?
Ο ক) 
অর্থদান করে
Ο খ) 
অসাধারণ পাণ্ডিত্য দ্বারা
Ο গ) 
জোরপূর্বক
Ο ঘ) 
সংগীত পরিবেশনের দ্বারা

  সঠিক উত্তর: (খ)

৩৫৫.
ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে?
Ο ক) 
১৭৫৭
Ο খ) 
১৭৭৬
Ο গ) 
১৭৮৯
Ο ঘ) 
১৮০০

  সঠিক উত্তর: (গ)

৩৫৬.
ব্রিটিশ সরকার কত সালে ‘নীল কমিশন’ গঠন করে?
Ο ক) 
১৮৩০
Ο খ) 
১৮৪০
Ο গ) 
১৮৫১
Ο ঘ) 
১৮৬১

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৭.
কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়?
Ο ক) 
মাইকেল মধুসূদন দত্তকে
Ο খ) 
রামধীনি গুপ্তকে
Ο গ) 
প্যারিচাঁদ মিত্রকে
Ο ঘ) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৮.
বাংলার কৃষকরা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্রধারণ করেন-
i. ব্রিটিশদের অর্থনৈতিক শোষণের জন্য
ii. ব্রিটিশদের নানা ধরনের অত্যাচারের জন্য
iii. ব্রিটিশদের ধর্মপ্রচারকে বাধাদানের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৫৯.
ডিরোজিওর অনুসারীদের আন্দোলন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রভাবিত করেছিল কীভাবে?
i. তাঁরা বুঝিয়েছে যে এদেশীয়রা ব্রিটিশ কর্তৃক শাসিত ও শোষিত হচ্ছে
ii. তাঁদের প্রকাশিত প্রত্রিকা সমাজের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে সমালোচনা করে
iii. তাঁদের বাগ্মিতা ও বিশ্লেষণ ক্ষমতা ছিল প্রখর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৬০.
রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় কেন?
Ο ক) 
প্রচুর অর্থসম্পদ থাকার কারণে
Ο খ) 
প্রচুর ইংরেজি জানার কারণে
Ο গ) 
বাংলার নবজাগরণে অসামান্য অবদানের জন্য
Ο ঘ) 
একজন দক্ষ কূটনৈতিক ছিলেন বলে

  সঠিক উত্তর: (গ)

৩৬১.
ভারতের প্রথম আধুনিক পুরুষ কে ছিলেন?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
রাজা রামমোহন রায়
Ο গ) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο ঘ) 
সুনীল গঙ্গোপাধ্যায়

  সঠিক উত্তর: (খ)

৩৬২.
যারা ফরয পালন করে তারা কী?
Ο ক) 
মুত্তাকী
Ο খ) 
ইমানদার
Ο গ) 
ফরায়েজী
Ο ঘ) 
সাহেবী

  সঠিক উত্তর: (গ)

৩৬৩.
১৮৫৯ খ্রিস্টাব্দে কৃষকরা কিসের চাষ না করার পক্ষে দৃঢ় অবস্থান নেয়?
Ο ক) 
ধান
Ο খ) 
পাট
Ο গ) 
তামাক
Ο ঘ) 
নীল

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৪.
হাজী শরীয়তউল্লাহ আন্দোলনের ডাক দেন-
i. বিভিন্ন অনাচার দূর করার জন্য
ii. ধর্মীয় কুসংস্কার দূর করার জন্য
iii. ব্রিটিশ রাজত্বকে নস্যাৎ করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৫.
ফরায়েজিদের গুরু হিসেবে কোন নামটি সমর্থনযোগ্য?
Ο ক) 
শরীয়তুল্লাহ
Ο খ) 
তিতুমীর
Ο গ) 
জালাল উদ্দিন
Ο ঘ) 
দুদু মিয়া

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৬.
সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমেরি স্কুল কোথায় প্রতিষ্ঠিত হয়?
Ο ক) 
কলকাতা
Ο খ) 
হুগলি
Ο গ) 
রংপুর
Ο ঘ) 
যশোর

  সঠিক উত্তর: (ক)

৩৬৭.
হাজী মুহম্মদ মহসীনের পিতার নাম কী ছিল?
Ο ক) 
মুহম্মদ সাদেকুল্লাহ
Ο খ) 
মুহাম্মদ মহিবুল্লাহ
Ο গ) 
মুহম্মদ ফয়জুল্লাহ
Ο ঘ) 
মুহাম্মদ আনোয়ারুল্লাহ

  সঠিক উত্তর: (গ)

৩৬৮.
মি. Alom এর এলাকায় কতিপয় বহিরাগত ব্যক্তিগত শাসন প্রতিষ্ঠা করেন। কিন্তু তিনি এর বিরোধিতা করেন । মি. Alom� চরিত্রটি কোনটিকে সমর্থন করছে?
i. হাজী শরীয়ত উল্লাহ
ii. দুদু মিয়া
iii. মীর নেসার আলী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

অনুচ্ছেদটি পড় এবং নিচের �৩টি প্রশ্নের উত্তর দাও:
মি. ‘x’ একজন ধর্মীয় সংস্কারক ছিলেন। তাঁর সংস্কারের মূল উদ্দেশ্যেই ছিল এক ধরনের সংগ্রামের মধ্যেই অধিকার প্রতিষ্ঠা করা।
৩৬৯.
মি. ‘X’ চরিত্রটি নিচের কোন ব্যক্তিকে সমর্থন করছে?
Ο ক) 
তিতুমীর
Ο খ) 
দুদু মিয়া
Ο গ) 
হাজী শরীয়ত উল্লাহ
Ο ঘ) 
সৈয়দ আমীর আলী

  সঠিক উত্তর: (খ)

৩৭০.
মি. ‘X’ এর অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসের সাথে সাদৃশ্যপূর্ণ-
Ο ক) 
জোরপূর্বক
Ο খ) 
সশস্ত্র সংগ্রাম
Ο গ) 
শান্তিপ্রিয় নীতি অবলম্বন
Ο ঘ) 
তোষামোদের মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

৩৭১.
উদ্দীপকে মি. ‘X’ এর নীতিতে কোন চিত্রটি ফুটে উঠেছে?
i. ধর্মীয় গোঁড়ামি
ii. যুদ্ধনীতিতে বিশ্বাসী
iii. শান্তিপ্রিয় নীতিতে বিশ্বাসী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

HSC-2024 ফলাফল দেখুন সহজে

  HSC-2024 ফলাফল দেখুন সহজে সবার আগে                 যশোর বোর্ড   একক ফলাফল যশোর বোর্ড College ফলাফল সকল বোর্ড সার ্ভার -1   সকল বোর্...