২৫১. |
ভাষা আন্দোলনের শহিদদের মধ্যে নিচের কোন নামটি সামঞ্জস্যপূর্ণ- i. সালাম ii. কাদির iii. রফিক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৫২. |
১৯৪৮ সালের শিক্ষিত বাঙালি সমাজ কোন ভাষার দাবি নিয়ে সোচ্চার হয়েছিল? |
Ο ক) |
হিন্দি |
Ο খ) |
বাংলা |
Ο গ) |
চীনা |
Ο ঘ) |
উর্দু |
সঠিক উত্তর: (খ)
২৫৩. |
কারা বুঝতে পেরেছিল পশ্চিম পাকিস্তান ও তাদের দোসরদের দ্বারা বাঙালির প্রকৃত মুক্তি সম্ভব নয়? |
Ο ক) |
বাঙালিরা |
Ο খ) |
হিন্দিভাষীরা |
Ο গ) |
উর্দুভাষীরা |
Ο ঘ) |
ইংরেজরা |
সঠিক উত্তর: (ক)
২৫৪. |
১৯৫৮ সালে কে সামরিক শাসন জারি করেছিল? |
Ο ক) |
আইয়ুব খান |
Ο খ) |
ইয়াহিয়া খান |
Ο গ) |
লিয়াকত আলী |
Ο ঘ) |
মুহাম্মদ আলী |
সঠিক উত্তর: (ক)
২৫৫. |
নির্বাচনে প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কোন দিনটিকে সরকারি ছুটির দিন ঘোষণা করে? |
Ο ক) |
১৫ আগস্ট |
Ο খ) |
১৬ ডিসেম্বর |
Ο গ) |
২১ ফেব্রুয়ারি |
Ο ঘ) |
২৩ মার্চ |
সঠিক উত্তর: (গ)
২৫৬. |
১৯৪৮ সালের মে মাসে সোহরাওয়ার্দী ঢাকায় আলোচনায় বসেন কেন? |
Ο ক) |
পরামর্শ করার জন্য |
Ο খ) |
সমঝোতা করার জন্য |
Ο গ) |
সেবা করার জন্য |
Ο ঘ) |
নতুন রাজনৈতিক দল গঠনের জন্য |
সঠিক উত্তর: (ঘ)
২৫৭. |
কোনটি রচনার জন্য গণপরিষদ কর্তৃক একটি মূলনীতি কমিটি গঠন করা হয়েছিল? |
Ο ক) |
সংবিধান |
Ο খ) |
মহাকাব্য |
Ο গ) |
উপন্যাস |
Ο ঘ) |
কাব্যগ্রন্থ |
সঠিক উত্তর: (ক)
২৫৮. |
১৯৫৪ সালের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে- i. ভবিষ্যতে বলিষ্ঠ নেতৃত্বের ইঙ্গিত ii. মুসলিম লীগের জনপ্রিয়তা iii. যুক্তফ্রন্টের জনপ্রিয়তা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৫৯. |
পাকিস্তান কোন মাসে স্বাধীনতা লাভ করে? |
Ο ক) |
জানুয়ারি |
Ο খ) |
ফেব্রুয়ারি |
Ο গ) |
জুলাই |
Ο ঘ) |
আগস্ট |
সঠিক উত্তর: (ঘ)
২৬০. |
পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে কে বাংলাকে রাষ্ট্রভাষার দাবি জানান? |
Ο ক) |
নুরুল হক ভুঁইয়া |
Ο খ) |
ড. কাজী মোতাহের হোসেন |
Ο গ) |
ধীরেন্দ্রনাথ দত্ত |
Ο ঘ) |
সি আর দত্ত |
সঠিক উত্তর: (গ)
২৬১. |
পাকিস্তান সরকার কত খ্রিস্টাব্দে বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেন? |
Ο ক) |
১৯৫৪ |
Ο খ) |
১৯৫৬ |
Ο গ) |
১৯৫৮ |
Ο ঘ) |
১৯৬০ |
সঠিক উত্তর: (খ)
২৬২. |
১৯৫২ সালের পর থেকে কোন দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করা হয়? |
Ο ক) |
১১ ফেব্রুয়ারি |
Ο খ) |
২১ ফেব্রুয়ারি |
Ο গ) |
২৫ ফেব্রুয়ারি |
Ο ঘ) |
৩০ ফেব্রুয়ারি |
সঠিক উত্তর: (খ)
২৬৩. |
পাক হানাদার বাহিনী কত সালে শহিদ মিনারটি ভেঙে দিয়েছিল? |
Ο ক) |
১৯৪৮ সালে |
Ο খ) |
১৯৫৬ সালে |
Ο গ) |
১৯৬৬ সালে |
Ο ঘ) |
১৯৭১ সালে |
সঠিক উত্তর: (ঘ)
২৬৪. |
মুসলিম লীগের ত্যাগী বাঙালী নেতা ছিলেন- i. এ.কে. ফজলুল হক ii. হোসেন� শহীদ সোহরাওয়ার্দী iii. আবুল হাশিম নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৬৫. |
‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এর আহবায়ক মনোনীত হন কে? |
Ο ক) |
আবুল মনসুর আহমদ |
Ο খ) |
ড. কাজী মোতাহার হোসেন |
Ο গ) |
আবুল কাশেম |
Ο ঘ) |
নূরুল হক ভূঁইয়া |
সঠিক উত্তর: (ঘ)
২৬৬. |
১৯১৯ সালে আওয়ামী মুসলিম� লীগ গঠিত হয়। সংগঠন সম্পর্কে যে বক্তব্যটি সঠিক? i. মাওলানা ভাসানী সভাপতি হন ii. শামসুল হক সম্পাদক হন iii. ৪০ সদস্যবিশিষ্ট কমিটি হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৬৭. |
ক্ষমতাসীন রাজনৈতিক দল মুসলিম লীগের ওপর আস্থা হারিয়ে পূর্ব বাংলায় প্রতিষ্ঠিত হয়- i. গণআজাদী লীগ ii. নেজামে আজাদী iii. খিলাফত-ই-রাব্বানী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৬৮. |
বাংলাদেশের যে বিষয়টির আন্দোলন আন্তজার্তিক মর্যাদার ভূষিত হয়- |
Ο ক) |
ভাষা |
Ο খ) |
খেলাধুলা |
Ο গ) |
নৃত্য |
Ο ঘ) |
ধর্ম |
সঠিক উত্তর: (ক)
২৬৯. |
কিভাবে বাঙালি জাতি স্বাধীনতার দীক্ষা পায়? |
Ο ক) |
মুক্তিযুদ্ধের মাধ্যমে |
Ο খ) |
ভাষা আন্দোলনের মাধ্যমে |
Ο গ) |
তেভাগা আন্দোলনের মাধ্যমে |
Ο ঘ) |
ছয় দফা আন্দোলনের মাধ্যমে |
সঠিক উত্তর: (খ)
২৭০. |
আওয়ামী মুসলিম লীগ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয় কখন? |
Ο ক) |
১৯৫৫ সালে |
Ο খ) |
১৯৫৬ সালে |
Ο গ) |
১৯৫৭ সালে |
Ο ঘ) |
১৯৫৮ সালে |
সঠিক উত্তর: (ক)
২৭১. |
ছাত্রছাত্রীরা ১৪৪ ধারা ভঙ্গ করে কোন ধরনের স্লোগান দিতে দিতে মিছিল করেছিলেন? |
Ο ক) |
রাষ্ট্রভাষা বাংলা চাই |
Ο খ) |
রাষ্ট্রভাষা উর্দু চাই |
Ο গ) |
রাষ্ট্রভাষা ইংরেজি চাই |
Ο ঘ) |
রাষ্ট্রভাষা ফারসি চাই |
সঠিক উত্তর: (ক)
২৭২. |
পুরো পাকিস্তান কতভাগ মানুষের ভাষা ছিল বাংলা? |
Ο ক) |
৫৫.৪০ ভাগ |
Ο খ) |
৫৬.৪০ ভাগ |
Ο গ) |
৫৭.৪০ ভাগ |
Ο ঘ) |
৫৮.৪০ ভাগ |
সঠিক উত্তর: (খ)
২৭৩. |
কিসের মাধ্যমে পূর্ববাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষ ধারার সৃষ্টি হয়? |
Ο ক) |
ন্যায়বোধের মাধ্যমে |
Ο খ) |
ভাষা আন্দোলনের মাধ্যমে |
Ο গ) |
১৯৫৪ এর নির্বাচনের মাধ্যমে |
Ο ঘ) |
১৯৭০ এর নির্বাচনের মাধ্যমে |
সঠিক উত্তর: (গ)
২৭৪. |
১৯৫২ সালের পরের বছর থেকে প্রতিবছর কোন দিনটি বাঙালির জাতীয় ‘শহীদ দিবস’ হিসেবে উদযাপিত হয় আসছে? |
Ο ক) |
২১ ফেব্রুয়ারি |
Ο খ) |
২৬ মার্চ |
Ο গ) |
১৫ আগষ্ট |
Ο ঘ) |
১৬ ডিসেম্বর |
সঠিক উত্তর: (ক)
২৭৫. |
১৯৫৪ সালের নির্বাচনে সবচেয়ে ব্ড় দল ছিল কোনটি? |
Ο ক) |
আওয়ামী মুসলিম লীগ |
Ο খ) |
কৃষক শ্রমিক পার্টি |
Ο গ) |
পাকিস্তান জাতীয় কংগ্রেস |
Ο ঘ) |
মুসলিম লীগ |
সঠিক উত্তর: (ঘ)
২৭৬. |
পাকিস্তান জাতীয় কংগ্রেস ১৯৫৪ সালের নির্বাচনে কয়টি আসন লাভ করে? |
Ο ক) |
২৬টি |
Ο খ) |
২৭টি |
Ο গ) |
২৮টি |
Ο ঘ) |
২৯টি |
সঠিক উত্তর: (খ)
২৭৭. |
বাঙালি বুদ্ধিজীবীরা ১৯৪৮ সালে প্রবিাদমুখর হয়ে ওঠেন কেন? i. মাতৃভাষা বাংলাকে রক্ষায় ii. উর্দূকে রাষ্ট্রভাষা না করায় iii. বাংলাকে উপেক্ষিত করায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৭৮. |
১৯৫৬ সালের পাকিস্তানের সংবিধান কয়টি ধারা ছিল? |
Ο ক) |
২৩১টি |
Ο খ) |
২৩২টি |
Ο গ) |
২৩৩টি |
Ο ঘ) |
২৩৪টি |
সঠিক উত্তর: (ঘ)
২৭৯. |
সোহরাওয়ার্দী একটি বিরোধী দর গঠনের জন্য আলোচনায় বসেছিলেন? |
Ο ক) |
কুমিল্লায় |
Ο খ) |
কিশোরগঞ্জে |
Ο গ) |
ঢাকায় |
Ο ঘ) |
রংপুরে |
সঠিক উত্তর: (গ)
২৮০. |
১৯৪৮ সালের ১৮ নভেম্বর কোন প্রধানমন্ত্রী ঢাকায় এসেছিলেন? |
Ο ক) |
মুহাম্মদ আলী জিন্নাহ |
Ο খ) |
লিয়াকত আলী |
Ο গ) |
ইস্কেন্দার মির্জা |
Ο ঘ) |
আইয়ুব খান |
সঠিক উত্তর: (খ)
২৮১. |
পৃথিবীতে ভাষার জন্য প্রথম শহিদ কে? |
Ο ক) |
তিতুমীর |
Ο খ) |
শরীফ |
Ο গ) |
ক্ষুদিরাম |
Ο ঘ) |
সালাম |
সঠিক উত্তর: (ঘ)
২৮২. |
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিলের পরও যে কারণে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠতে পারেনি- i. কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে ii. ঘন ঘন মন্ত্রিসভা পতনের ফলে iii. যুক্তফ্রন্টের মধ্যে ক্ষমতার দ্বন্ধে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৮৩. |
২২ ফেব্রুয়ারী জনতা শহিদতের জন্য শোকামিছিল বের করলে পুলিশ যে ধরনের পদক্ষেপ নেয়- i. লাঠিচার্জ ii. গুলি ছোড়া iii. বেয়োনেট ব্যবহার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৮৪. |
রাজনৈতিক শূণ্যতা পূরণের ক্ষেত্রে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা ছিল সময়ের দাবি । এতে বোঝা হয়- i. শক্তিশালী বিরোধী দলের অভাব ছিল ii. রাজনৈতিক ব্যবস্থা দুর্বল ছিল iii. অর্থনৈতিক ব্যবস্থা দুর্বল ছিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৮৫. |
যুক্তফ্রন্ট সরকারের বিরুদ্ধে কোন দলটি ষড়যন্ত্র শুরু করেছিল? |
Ο ক) |
জাতীয় কংগ্রেস |
Ο খ) |
মুসলিম লীগ |
Ο গ) |
কৃষক-শ্রমিক লীগ |
Ο ঘ) |
আওয়ামী লীগ |
সঠিক উত্তর: (খ)
২৮৬. |
আফতাব ১৯৫৩ সালে গঠিত একটি জোটের কথা বলেন। ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে এটি গঠিত হয় মূলত চারটি দলের সমন্বয়ে। এখানে কোন জোটের কথা আফতাবের বক্তব্য দৃশ্যমান হয়? |
Ο ক) |
কংগ্রেস |
Ο খ) |
আজাদ হিন্দু ফৌজ |
Ο গ) |
যুক্তফ্রন্ট |
Ο ঘ) |
মুসলিম লীগ |
সঠিক উত্তর: (গ)
২৮৭. |
কত সালের নির্বাচনে জোটবদ্ধ হয়ে মুসলিম লীগকে পরাজিত করেছিল? |
Ο ক) |
১৯৪৮ সালের |
Ο খ) |
১৯৫০ সালের |
Ο গ) |
১৯৫২ সালের |
Ο ঘ) |
১৯৫৪ সালের |
সঠিক উত্তর: (ঘ)
২৮৮. |
তৎকালীন ক্ষমতাসীন দল মুসলিম লীগ কত আসন পেয়েছিল? |
Ο ক) |
৫টি |
Ο খ) |
৭টি |
Ο গ) |
৯টি |
Ο ঘ) |
১২টি |
সঠিক উত্তর: (গ)
২৮৯. |
সালাম যে ভাষায় কথা বলেন সে ভাষায় মর্যাদা রক্ষার জন্য অনেক আন্দোলনকারী ১৯৫২ সালে প্রাণ দিয়েছেন। সালাম কোন ভাষায় কথা বলেন? |
Ο ক) |
বাংলা |
Ο খ) |
উর্দু |
Ο গ) |
ফার্সি |
Ο ঘ) |
ইংরেজি |
সঠিক উত্তর: (ক)
২৯০. |
রাষ্ট্রভাষা হিসেবে উর্দু ঘোষণার ফলে কী হয়? |
Ο ক) |
সংখ্যাগরিষ্ঠের মতামত পরিলক্ষিত হয় |
Ο খ) |
সংখ্যাগরিষ্ঠের মতামত উপেক্ষিত হয় |
Ο গ) |
ইসলামী ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয় |
Ο ঘ) |
রাষ্ট্রের উন্নতি ঘটে |
সঠিক উত্তর: (খ)
২৯১. |
কত তারিখে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল? |
Ο ক) |
৫ জুন |
Ο খ) |
৩১ জানুয়ারি |
Ο গ) |
২১ মার্চ |
Ο ঘ) |
২৬ জানুয়ারি |
সঠিক উত্তর: (খ)
২৯২. |
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন পায়? |
Ο ক) |
২২১টি |
Ο খ) |
২২২টি |
Ο গ) |
২২৩টি |
Ο ঘ) |
২২৪টি |
সঠিক উত্তর: (গ)
২৯৩. |
মূলনীতি কমিটি তৃতীয় প্রতিবেদন কত সালে প্রকাশ করেছিল? |
Ο ক) |
১৯৪৭ সালে |
Ο খ) |
১৯৪৯ সালে |
Ο গ) |
১৯৫০ সালে |
Ο ঘ) |
১৯৫৩ সালে |
সঠিক উত্তর: (ঘ)
২৯৪. |
১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ হচ্ছে- i. অযাচিত শোষণনীতি ii. ন্যায়পরায়ণতা iii. দমননীতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৯৫. |
আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয়েছিল কোথায়? |
Ο ক) |
ঢাকায় |
Ο খ) |
ময়মনসিংহ |
Ο গ) |
গাজীপুর |
Ο ঘ) |
টাঙ্গাইলে |
সঠিক উত্তর: (খ)
২৯৬. |
পাকিস্তান সৃষ্টির পর সবচেয়ে বড় পটপরিবর্তন ছিল কোনটি? |
Ο ক) |
জামায়াত ইসলামীর ভাঙন |
Ο খ) |
আওয়ামী লীগের ভাঙন |
Ο গ) |
কৃষক প্রজাতন্ত্রের ভাঙন |
Ο ঘ) |
মুসলিম লীগের ভাঙন |
সঠিক উত্তর: (ঘ)
২৯৭. |
১৯৪৭ সালের দিকে পাকিস্তানের চরম সংকট দেখা দেয় কেন? |
Ο ক) |
ভ্রান্তনীতির কারণে |
Ο খ) |
ব্রিটিশ প্রশাসনের চাপে |
Ο গ) |
ভারত সরকারের চাপে |
Ο ঘ) |
অর্থনৈতিক কারণে |
সঠিক উত্তর: (ক)
২৯৮. |
লাহোর প্রস্তাব কত সালে করা হয়েছিল? |
Ο ক) |
১৯৩৫ সালে |
Ο খ) |
১৯৩৮ সালে |
Ο গ) |
১৯৪০ সালে |
Ο ঘ) |
১৯৪২ সালে |
সঠিক উত্তর: (গ)
২৯৯. |
ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ কত সালে প্রকাশিত হয়? |
Ο ক) |
১৯৪৬ সালে |
Ο খ) |
১৯৪৭ সালে |
Ο গ) |
১৯৪৮ সালে |
Ο ঘ) |
১৯৪৯ সালে |
সঠিক উত্তর: (খ)
৩০০. |
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায়- i. মুসলিম লীগ ii. সাংবাদিক সংঘ iii. পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩০১. |
কত সালে সামরিক শাসন জারি করলে সংবিধান স্থগিত করা হয়েছিল? |
Ο ক) |
১৯৫৮ সালে |
Ο খ) |
১৯৬০ সালে |
Ο গ) |
১৯৬২ সালে |
Ο ঘ) |
১৯৬৫ সালের |
সঠিক উত্তর: (ক)
৩০২. |
১৯৬৬ সালে কয়দফা দাবি উত্থাপনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের দলে পরিণত হয়? |
Ο ক) |
তিন দফা |
Ο খ) |
চার দফা |
Ο গ) |
পাঁচ দফা |
Ο ঘ) |
ছয় দফা |
সঠিক উত্তর: (ঘ)
৩০৩. |
আওয়ামী মুসলিম লীগের কমিটি কত সদস্যবিশিষ্ট হয়েছিল? |
Ο ক) |
১০ |
Ο খ) |
২০ |
Ο গ) |
৩০ |
Ο ঘ) |
৪০ |
সঠিক উত্তর: (ঘ)
৩০৪. |
যে কারণে পূর্ব বাংলার মানুষের জন্যে সংবিধান প্রয়োজন হয়- i. যুক্তফ্রন্ট প্রতিষ্ঠার জন্যে ii. প্রাদেশিক স্বায়ত্তশাসনের জন্যে iii. মুসলিম লীগ সরকারে কবল থেকে রক্ষা পাওয়ার জন্যে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩০৫. |
ভাষা আন্দোলনের তাৎপর্য হিসেবে নিচের কোনটি যথার্থ? i. বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ii. সরকারের সাথে আপস iii. অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩০৬. |
পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন ইংরেজির পাশাপাশি কোন ভাষা দিয়ে কার্যক্রম শুরু করার পরামর্শ দিয়েছিল? |
Ο ক) |
উর্দু |
Ο খ) |
বাংলা |
Ο গ) |
হিন্দি |
Ο ঘ) |
তামিল |
সঠিক উত্তর: (ক)
৩০৭. |
নিখিল ভারত মুসলিম লীগের নতুন নামকরণ করা হয়- |
Ο ক) |
মুসলিম লীগ |
Ο খ) |
পাকিস্তান মুসলিম লীগ |
Ο গ) |
পাকিস্তান লীগ |
Ο ঘ) |
ভারত লীগ |
সঠিক উত্তর: (খ)
৩০৮. |
১৯৬১ সালের ভাষার জন্য প্রাণ দিয়েছেন আসামের কিছু লোক। তাদের পূর্বে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল কারা? |
Ο ক) |
১৯৫২ সালে ইংরেজরা |
Ο খ) |
১৯৯০ সালে রুশরা |
Ο গ) |
১৯৫২ সালে বাঙালিরা |
Ο ঘ) |
১৯৫৮ সালে পাকিস্তানিরা |
সঠিক উত্তর: (গ)
৩০৯. |
মুসলিম লীগের পূর্ব পাকিস্তানের অনেক নেতা মর্মাহত হন যে কারণে- i. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য ii. মুসলিম লীগের অগণতান্ত্রিকতায় iii. দমননীতির কারণে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩১০. |
ড. মুহম্মদ শহীদুল্লাহ নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলনের প্রতিবাদ করেন কেন? |
Ο ক) |
বাংলা ভাষা উর্দু হরফে লেখার প্রস্তাব |
Ο খ) |
বাংলা ভাষা আরবি হরফে লেখার প্রস্তাবে |
Ο গ) |
বাংলা ভাষা ইংরেজি হরফে লেখার প্রস্তাবে |
Ο ঘ) |
বাংলা ভাষা ফারসি হরফে লেখার প্রস্তাবে |
সঠিক উত্তর: (খ)
৩১১. |
‘ব্যালট বিপ্লব’ কথাটি কোন নির্বাচনের ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত? |
Ο ক) |
১৯৫৪ সালের নির্বাচন |
Ο খ) |
১৯৫৮ সালের নির্বাচন |
Ο গ) |
১৯৬৯ সালের নির্বাচন |
Ο ঘ) |
১৯৭০ সালের নির্বাচন |
সঠিক উত্তর: (ক)
৩১২. |
১৯৪৬ সালের গণপরিষদের কাজ ব্যাহত হতে থাকে কেন? |
Ο ক) |
অর্থনৈতিক সংকটে |
Ο খ) |
শাসকগাষ্ঠীর অনীহায় |
Ο গ) |
লাহোর প্রস্তাবের কারণে |
Ο ঘ) |
দুর্ভিক্ষ দেখা দেওয়ায় |
সঠিক উত্তর: (খ)
৩১৩. |
ভাষা আন্দোলনের সাথে সম্পর্ক ঘটনা বলতে নিচের কোনটি সমর্থন করা যায়? i. ১৪৪ ধারা ভঙ্গ ii. তমদ্দুন মজলিশ গঠন iii. পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩১৪. |
পূর্ব বাংলা ভাষা কমিটি কত সালে গঠিত হয়েছিল? |
Ο ক) |
১৯৫২ |
Ο খ) |
১৯৫০ |
Ο গ) |
১৯৪৫ |
Ο ঘ) |
১৯৪৯ |
সঠিক উত্তর: (ঘ)
৩১৫. |
কত সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়? |
Ο ক) |
১৯৪৪ সালে |
Ο খ) |
১৯৪৫ সালে |
Ο গ) |
১৯৪৬ সালে |
Ο ঘ) |
১৯৪৭ সালে |
সঠিক উত্তর: (ঘ)
৩১৬. |
কত সালে প্যারিসে ইউনেস্কোর অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তজার্তিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? |
Ο ক) |
১৯৯৯ সালে ১৭ নভেম্বর |
Ο খ) |
১৯৯৭ সালে ২১ ফেব্রুয়ারি |
Ο গ) |
২০০০ সালের ১৮ নভেম্বর |
Ο ঘ) |
২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি |
সঠিক উত্তর: (ক)
৩১৭. |
কোন শরিফ দলের মধ্যে কোন্দলের সৃষ্টি হয়েছিল? |
Ο ক) |
যুক্তফ্রন্টের |
Ο খ) |
মহাজোটের |
Ο গ) |
জোট সরকারের |
Ο ঘ) |
বাম দলগুলোর |
সঠিক উত্তর: (ক)
৩১৮. |
কোন রাষ্ট্রের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে এটি ছিল বাঙালি জাতির প্রথম প্রতিবাদ ও বিদ্রোহ? |
Ο ক) |
ভারত |
Ο খ) |
বাংলাদেশ |
Ο গ) |
পাকিস্তান |
Ο ঘ) |
মায়ানমার |
সঠিক উত্তর: (গ)
৩১৯. |
কত সালে সংবিধান রচনার জন্য কমিটি গঠিত হয়েছিল? |
Ο ক) |
১৯৪৫ সালে |
Ο খ) |
১৯৪৭ সালে |
Ο গ) |
১৯৪৯ সালে |
Ο ঘ) |
১৯৫২ সালে |
সঠিক উত্তর: (গ)
৩২০. |
কেন্দ্রীয় সরকার পূর্ব বাংলায় কতবার গভর্নরের শাসন জারি করেছিল? |
Ο ক) |
দুইবার |
Ο খ) |
তিনবার |
Ο গ) |
পাঁচবার |
Ο ঘ) |
আটবার |
সঠিক উত্তর: (খ)
৩২১. |
ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল কত সালে? |
Ο ক) |
১৯৪৯ সালে ১০ মার্চ |
Ο খ) |
১৯৫২ সালে ১৫ মার্চ |
Ο গ) |
১৯৫০ সালে ১১ মার্চ |
Ο ঘ) |
১৯৫১ সালে ১০ ফেব্রুয়ারি |
সঠিক উত্তর: (গ)
৩২২. |
১৯৪৭ সালে উপমাহাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। যার অন্যতম হলো- i. পাকিস্তানের স্বাধীনতা ii. ভারতের স্বাধীনতা iii. ব্রিটিশ শাসনাবসান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩২৩. |
বর্তমান শহিদ মিনারটি কখন নির্মাণ করা হয়? |
Ο ক) |
১৯৭১ সালে |
Ο খ) |
১৯৭২ সালে |
Ο গ) |
১৯৭৩ সালে |
Ο ঘ) |
১৯৭৪ সালে |
সঠিক উত্তর: (খ)
৩২৪. |
জন্ম থেকেই আওয়ামী মুসলিম লীগ একজন কেমন চেতনায় বিশ্বাসী ছিল? i. সাম্প্রদায়িকতা ii. ধর্মনিরপেক্ষতা iii. অসাম্প্রদায়িকতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩২৫. |
গণপরিষদের কাজ ব্যাহত হতে থাকে কেন? |
Ο ক) |
শাসকগোষ্ঠীর অনীহায় |
Ο খ) |
অর্থের অভাবে |
Ο গ) |
নেতৃত্বের অভাবে |
Ο ঘ) |
শাসকগোষ্ঠীর উদারতার জন্যে |
সঠিক উত্তর: (ক)
৩২৬. |
পশ্চিম পাকিস্তানের কোন ক্ষমতাসীন দলটি পূর্ব বাংলাকে উপনিবেশে পরিণত করতে চেয়েছিল? |
Ο ক) |
আওয়ামী মুসলিম লীগ |
Ο খ) |
নেজামে ইসলামী |
Ο গ) |
মুসলিম লীগ |
Ο ঘ) |
কমিউনিস্ট পার্টি |
সঠিক উত্তর: (গ)
৩২৭. |
কমিটির সুপারিশ অনুযায়ী কোন জায়গার জনগণকে সবদিক থেকে বঞ্চিত করা হয়েছিল? |
Ο ক) |
দক্ষিণ বাংলার |
Ο খ) |
পশ্চিম বাংলার |
Ο গ) |
পূর্ব বাংলার |
Ο ঘ) |
উত্তর বাংলার |
সঠিক উত্তর: (গ)
৩২৮. |
১৯৯৯ সালে ১৭ নভেম্বর কোন শহর থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়েছিল? |
Ο ক) |
লণ্ডন |
Ο খ) |
প্যারিস |
Ο গ) |
নিউইয়র্ক |
Ο ঘ) |
জেনেভা |
সঠিক উত্তর: (খ)
৩২৯. |
১৯৫২ সালের খাজা নাজিমুদ্দীনের উক্তিকে কেন্দ্র করে ভাষা আন্দোলন- i. নতুন মাত্রা ও সর্বাত্মক রূপ লাভ করে ii. চূড়ান্ত পর্যায়ের সূচনা হয় iii. স্তিমিত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৩০. |
‘প্রভাতফেরী’ কথাটির সাথে সাদৃশ্য রয়েছে? |
Ο ক) |
২১ ফেব্রুয়ারির |
Ο খ) |
২৬ মার্চের |
Ο গ) |
১৪ ডিসেম্বরের |
Ο ঘ) |
১৬ ডিসেম্বরের |
সঠিক উত্তর: (ক)
৩৩১. |
পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে বাঙালি জাতি প্রতিবাদ ও বিদ্রোহ করেছিল কেন? |
Ο ক) |
বৈষম্যমূলক আচরণের জন্য |
Ο খ) |
একমুখী আচরণের জন্য |
Ο গ) |
বহুমুখী নীতির জন্য |
Ο ঘ) |
সরকারি লোক পশ্চিম পাকিস্তানের জন্য |
সঠিক উত্তর: (ক)
৩৩২. |
১৯৪৭ সালে দুটি রাষ্ট্র জন্মলাভ করে, যার একটি মুসলিম দেশ এবং দেশটি দুটি অংশে বিভক্ত। মুসলিম বলতে কোন দেশকে নির্দেশ করা হয়েছে? |
Ο ক) |
ইরান |
Ο খ) |
ইরাক |
Ο গ) |
মালয়েশিয়া |
Ο ঘ) |
পাকিস্তান |
সঠিক উত্তর: (ঘ)
৩৩৩. |
কত তারিখে ময়মনসিংহে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল? |
Ο ক) |
১৯৫৩ সালের ১৪ নভেম্বর |
Ο খ) |
১৯৫২ সালের ১৪ মার্চ |
Ο গ) |
১৯৫৬ সালের ২৮ জুন |
Ο ঘ) |
১৯৫৮ সালের ২৪ জুলাই |
সঠিক উত্তর: (ক)
৩৩৪. |
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কখন? |
Ο ক) |
৩১ জানুয়ারি |
Ο খ) |
২১ মার্চ |
Ο গ) |
২৩ এপ্রিল |
Ο ঘ) |
২৮ জুলাই |
সঠিক উত্তর: (ক)
৩৩৫. |
১৯৪৭ সালে পাকিস্তান জন্মের পর নিখিল ভারত মুসলিম লীগের কী নামকরণ করা হয়? |
Ο ক) |
আওয়ামী মুসলিম লীগ |
Ο খ) |
ন্যাশনাল মুসলিম লীগ |
Ο গ) |
পাকিস্তান মুসলিম লীগ |
Ο ঘ) |
ভারত মুসলিম লীগ |
সঠিক উত্তর: (গ)
৩৩৬. |
কার্তিক ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে নিহত কয়েকজন ছাত্রের নাম বলেন, যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন। কার্তিক বলেছে- i. আব্দুস সালামের কথা ii. আবুল বরকতের কথা iii. রফিক উদ্দিন আহমদের কথা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৩৭. |
ভাষা আন্দোলন পরবর্তীকালে জন্ম দেয়- i. সামাজিক আন্দোলনের ii. অর্থনৈতিক আন্দোলন iii. রাজনৈতিক আন্দোলনের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৩৮. |
উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্তের প্রতিবাদে কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে মিছিল বের হয়? |
Ο ক) |
১ লা ডিসেম্বর |
Ο খ) |
৩রা ডিসেম্বর |
Ο গ) |
৪ঠা ডিসেম্বর |
Ο ঘ) |
৬ই ডিসেম্বর |
সঠিক উত্তর: (ঘ)
৩৩৯. |
দুই বাংলা নিয়ে আবেগপ্রবণ বক্তব্য দিয়েছিলেন কে? |
Ο ক) |
সোহরাওয়ার্দী |
Ο খ) |
এ কে ফজলুল হক |
Ο গ) |
ভাসানী |
Ο ঘ) |
শামসুল হক |
সঠিক উত্তর: (খ)
৩৪০. |
যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা কে ছিলেন? |
Ο ক) |
আবুল কাশেম |
Ο খ) |
আবুল মনসুর আহমদ |
Ο গ) |
এ.কে. ফজলুল হক |
Ο ঘ) |
হোসেন শহীদ সোহরাওয়ার্দী |
সঠিক উত্তর: (খ)
৩৪১. |
পূর্ববাংলায় গভর্নরের শাসন জারি হয় কখন ? |
Ο ক) |
১৯৫৪ সালের ২৭ মে |
Ο খ) |
১৯৫৪ সালের ২৮ মে |
Ο গ) |
১৯৫৪ সালের ২৯ মে |
Ο ঘ) |
১৯৫৪ সালের ৩০ মে |
সঠিক উত্তর: (ঘ)
৩৪২. |
১৯৪৮ সালে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়- i. ভাষা আন্দোলনকে রাজনৈতিক রুপদানের জন্য ii. পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে অন্তর্ভুক্তির জন্য iii. আরবি হরফে বাংলা লেখার প্রতিবাদ জানাতে। নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৪৩. |
যুক্তফ্রন্ট নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ ও বাঙালির নেতৃত্বের প্রতি কাদের মনে ব্যপক অনাস্থা জন্ম নিয়েছিল? |
Ο ক) |
পাকিস্তানিদের |
Ο খ) |
বাঙালিদের |
Ο গ) |
ভারতীয়দের |
Ο ঘ) |
নেপালীয়দের |
সঠিক উত্তর: (খ)
৩৪৪. |
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যাপক নুরুল হক ভুঁঞা কোথায় অধ্যাপনা করতেন? |
Ο ক) |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
Ο খ) |
ঢাকা কলেজ |
Ο গ) |
জগন্নাথ কলেজ |
Ο ঘ) |
ঢাকা বিশ্ববিদ্যালয় |
সঠিক উত্তর: (ঘ)
৩৪৫. |
কাকে মুসলিম লীগ রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা দিয়েছিল? |
Ο ক) |
শেখ মুজিবুর রহমান |
Ο খ) |
শামসুল হক |
Ο গ) |
আব্দুল আজিজ |
Ο ঘ) |
এ কে ফজলুল হক |
সঠিক উত্তর: (ঘ)
৩৪৬. |
কেন্দ্রীয় মুসলিম লীগ সরকার ১৯৩৫ সালের ভারত শাসন আইনের কোন ধারা বলে যুক্তফ্রন্ট সরকার বাতিল করে? |
Ο ক) |
৯৩(ক) ধারা বলে |
Ο খ) |
৯২(খ) ধারা বলে |
Ο গ) |
৯৪(ক) ধারা বলে |
Ο ঘ) |
৯৪ (খ) ধারা বলে |
সঠিক উত্তর: (ক)
৩৪৭. |
বাংলা ভাষা সংস্কারের নামে ১৯৪৯ সালের মার্চ মাসে মাওলানা আকরাম খাঁকে সভাপতি করে কোন কমিটি গঠন করা হয়েছিল? |
Ο ক) |
পশ্চিম পাকিস্তান ভাষা কমিটি |
Ο খ) |
দক্ষিণ বঙ্গ ভাষা কমিটি |
Ο গ) |
পূর্ব বাংলা ভাষা কমিটি |
Ο ঘ) |
উত্তর বঙ্গ ভাষা কমিটি |
সঠিক উত্তর: (গ)
৩৪৮. |
১৯৫৬ সালের সংবিধানে কয়টি অনুচ্ছেদ ছিল? |
Ο ক) |
১১টি |
Ο খ) |
১২টি |
Ο গ) |
১৩টি |
Ο ঘ) |
১৪টি |
সঠিক উত্তর: (গ)
৩৪৯. |
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী বাঙালি জাতি কীভাবে মাতৃভাষা মর্যাদা রক্ষা করেছিল? |
Ο ক) |
গুলির বিনিময়ে |
Ο খ) |
অস্ত্রের বিনিময়ে |
Ο গ) |
রক্তের বিনিময়ে |
Ο ঘ) |
অর্থের বিনিময়ে |
সঠিক উত্তর: (গ)
৩৫০. |
কোন জাতি প্রথম পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ করেছিল? |
Ο ক) |
আফ্রিদি জাতি |
Ο খ) |
বাঙালি জাতি |
Ο গ) |
উর্দু ভাষাগোষ্ঠী |
Ο ঘ) |
হিন্দি ভাষাগোষ্ঠী |
সঠিক উত্তর: (খ)
৩৫১. |
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্যতম বৈশিষ্ট্য হলো- i. রাজনৈতিক রুপ পরিগ্রহ করে ii. বাংলা ভাষার দাবিতে সংগ্রাম iii. কঠোর কর্মসূচি গ্রহণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৫২. |
কোন রাজনৈতিক দল ফজলুল হককে রাষ্ট্রদ্রোহী বলে আখ্যায়িত করে? |
Ο ক) |
আওয়ামী মুসলিম লীগ |
Ο খ) |
মুসলিম লীগ |
Ο গ) |
পাকিস্তান জাতীয় কংগ্রেস |
Ο ঘ) |
খেলাফতে রব্বানী |
সঠিক উত্তর: (খ)
৩৫৩. |
১৪৪ ধারা অমান্য করার সিদ্ধান্তে অটুট থাকে- i. আবদুল মতিন ii. ওলি আহাদ iii. গোলাম মাহবুব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৫৪. |
শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস বাঙালির যে দিকটি বহিঃপ্রকাশ- i. অর্থনৈতিক সাম্যের ii. স্বদেশপ্রেমের iii. নিজ সংস্কৃতি প্রীতির নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৫৫. |
পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগের অনেক নেতা মর্মাহত হন। এর যথার্থ কারণ হলো- i. মুসলিম লীগের অগণতান্ত্রিক আচরণ ii. �দমন নীতি iii. বাংলা ভাষার অবমাননা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৫৬. |
১৯৫৪ সালের নির্বাচনে মোট কতটি আসন ছিল? |
Ο ক) |
৩০৭টি |
Ο খ) |
৩০৮টি |
Ο গ) |
৩০৯টি |
Ο ঘ) |
৩১০টি |
সঠিক উত্তর: (গ)
৩৫৭. |
ভাষা আন্দোলন ব্যপক রূপলাভ করে কখন? |
Ο ক) |
১৯৪৯ সালে |
Ο খ) |
১৯৫০ সালে |
Ο গ) |
১৯৫১ সালে |
Ο ঘ) |
১৯৫২ সালে |
সঠিক উত্তর: (ঘ)
৩৫৮. |
১৯৫৬ সালের সংবিধান প্রণীত হওয়ার পর কতদিন চালু ছিল? |
Ο ক) |
মাত্র এক বছর |
Ο খ) |
মাত্র দু’বছর |
Ο গ) |
মাত্র তিন বছর |
Ο ঘ) |
মাত্র চার বছর |
সঠিক উত্তর: (খ)
৩৫৯. |
বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রেরণা কোনটি? |
Ο ক) |
ভাষা আন্দোলন |
Ο খ) |
ছয় দফা আন্দোলন |
Ο গ) |
একুশ দফা আন্দোলন |
Ο ঘ) |
তেভাগা আন্দোলন |
সঠিক উত্তর: (ক)
৩৬০. |
প্রথম অবস্থায় নতুন রাষ্ট্র পাকিস্তান কোন আইন দ্বারা পরিচালিত হতে থাকে? |
Ο ক) |
১৯১৯ সালের মর্লি মিণ্টো আইন |
Ο খ) |
১৯৩৫ সালের ভারত শাসন আইন |
Ο গ) |
১৯৩৯ সালের সংস্কার আইন |
Ο ঘ) |
১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন |
সঠিক উত্তর: (ঘ)
৩৬১. |
যুক্তফ্রন্ট কত দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে? |
Ο ক) |
১১ দফা |
Ο খ) |
১২ দফা |
Ο গ) |
১৯ দফা |
Ο ঘ) |
২১ দফা |
সঠিক উত্তর: (ঘ)
৩৬২. |
ভাষা আন্দোলনের অন্যতম ফলাফল কোনটি? |
Ο ক) |
বাংলা রাষ্ট্রভাষা মর্যাদা লাভ |
Ο খ) |
বাংলাকে শুধু আঞ্চলিক ভাষা হিসেবে স্বীকৃতি |
Ο গ) |
বাংলাকে শুধু অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি |
Ο ঘ) |
বাংলাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি |
সঠিক উত্তর: (ক)
৩৬৩. |
সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা পাকিস্তানি শাসকদের কোনটি প্রকাশিত হয়েছে? |
Ο ক) |
ক্ষমতা |
Ο খ) |
বৈষম্য |
Ο গ) |
চাতুর্য |
Ο ঘ) |
রাজনৈতিক দূরদৃষ্টি |
সঠিক উত্তর: (খ)
৩৬৪. |
আওয়ামী মুসলিম লীগের নামে যে রাজনৈতিক দল গঠন হয়েছিল তার সভাপতি কে ছিলেন? |
Ο ক) |
মওলানা ভাসানী |
Ο খ) |
আবুল হাসিম |
Ο গ) |
এ কে ফজলুল হক |
Ο ঘ) |
গোলাম আজাদ |
সঠিক উত্তর: (ক)
৩৬৫. |
পূর্ব বাংলায় মুসলিম লীগের দুঃশাসনের বিরুদ্ধে কোন রাজনৈতিক দলটি সবচেয়ে বেশি শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল? |
Ο ক) |
আওয়ামী মুসলিম লীগ |
Ο খ) |
মুসলিম লীগ |
Ο গ) |
জাতীয় পার্টি |
Ο ঘ) |
বিএনপি |
সঠিক উত্তর: (ক)
৩৬৬. |
কয়টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়? |
Ο ক) |
তিন |
Ο খ) |
চার |
Ο গ) |
পাঁচ |
Ο ঘ) |
ছয় |
সঠিক উত্তর: (খ)
৩৬৭. |
আইয়ুব খান কত সালে সামরিক শাসন জারি করেন? |
Ο ক) |
১৯৫৬ |
Ο খ) |
১৯৫৮ |
Ο গ) |
১৯৬০ |
Ο ঘ) |
১৯৬২ |
সঠিক উত্তর: (খ)
৩৬৮. |
খ্রিস্টানরা পূর্ব বাংলার নির্বাচনে কয়টি আসন পেয়েছিল? |
Ο ক) |
১টি |
Ο খ) |
২টি |
Ο গ) |
৪টি |
Ο ঘ) |
৬টি |
সঠিক উত্তর: (ক)
৩৬৯. |
ধীরে ধীরে মুসলিম লীগ জনবিচ্ছিন্ন হতে থাকে কেন? |
Ο ক) |
অগণতান্ত্রিক হওয়ায় |
Ο খ) |
সংবিধানিক হওয়ায় |
Ο গ) |
পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য |
Ο ঘ) |
ছয় দফা আন্দোলনের কারণে |
সঠিক উত্তর: (ক)
৩৭০. |
ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত তারিখে সভা ও ছাত্র ধর্মঘটের আহ্বান করে? |
Ο ক) |
৩০ জানুয়ারি |
Ο খ) |
৩০ ফেব্রুয়ারি |
Ο গ) |
৩০ মার্চ |
Ο ঘ) |
৩০ এপ্রিল |
সঠিক উত্তর: (ক)
৩৭১. |
যুক্তফ্রন্ট সরকার বাতিল করে কোন ধরনের শাসনব্যবস্থা জারি করে? |
Ο ক) |
গভর্নরের শাসন |
Ο খ) |
স্থানীয় শাসন |
Ο গ) |
কেন্দ্রীয় শাসন |
Ο ঘ) |
সামরিক শাসন |
সঠিক উত্তর: (ক)
৩৭২. |
১৯৫৪ সালের নির্বাচনে শতকরা কতজন ভোটার ভোট দেয়? |
Ο ক) |
৩৩.৫০ ভাগ |
Ο খ) |
৩৪.১৯ ভাগ |
Ο গ) |
৩৬.২৫ ভাগ |
Ο ঘ) |
৩৭.১৯ ভাগ |
সঠিক উত্তর: (ঘ)
৩৭৩. |
যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য ছিলেন- i. আবু হোসেন সরকার ii. সৈয়দ আজিজুল হক iii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৭৪. |
পাকিস্তানের সংবিধান কত সালে রচিত হয়? |
Ο ক) |
১৯৫৪ |
Ο খ) |
১৯৫৫ |
Ο গ) |
১৯৫৫ |
Ο ঘ) |
১৯৫৬ |
সঠিক উত্তর: (ঘ)
৩৭৫. |
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহ্বানে কত তারিখে ধর্মঘট পালিত হয়? |
Ο ক) |
১০ মার্চ |
Ο খ) |
১১ মার্চ |
Ο গ) |
১২ মার্চ |
Ο ঘ) |
১৩ মার্চ |
সঠিক উত্তর: (খ)
৩৭৬. |
কত সালের নির্বাচন ছিল মুসলিম লীগের অন্যায় বৈষম্যমূলক ব্যর্থ শাসনের বিরুদ্ধে প্রতিবাদস্বরুপ? |
Ο ক) |
১৯৫৪ সাল |
Ο খ) |
১৯৫৬ সাল |
Ο গ) |
১৯৬০ সাল |
Ο ঘ) |
১৯৬৫ সাল |
সঠিক উত্তর: (ক)
৩৭৭. |
১৯৫৪ সালের নির্বাচনের অন্যতম তাৎপর্য হচ্ছে কোনটি? |
Ο ক) |
বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ |
Ο খ) |
বাঙালির স্বাধীনতা অর্জন |
Ο গ) |
বাঙালির অর্থনৈতিক সমৃদ্ধি |
Ο ঘ) |
বাঙালির ধর্মীয় অনুভূতির জাগরণ |
সঠিক উত্তর: (ক)
৩৭৮. |
কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল? |
Ο ক) |
১৯৪৭ সালে |
Ο খ) |
১৯৪৮ সালে |
Ο গ) |
১৯৫২ সালে |
Ο ঘ) |
১৯৫৪ সালে |
সঠিক উত্তর: (ঘ)
৩৭৯. |
তারেক ভাষা আন্দোলনের সাথে জড়িত কয়েকজন নেতার নাম বলেন। তারা হলেন- i. আবুল হাশেম ii. আব্দুল মতিন iii. গোলাম মাহবুব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৮০. |
কখন ভাষা আন্দোলন ব্যাপক রূপ লাভ করে? |
Ο ক) |
১৯৫২ সালে |
Ο খ) |
১৯৫৩ সালে |
Ο গ) |
১৯৫৫ সালে |
Ο ঘ) |
১৯৫৬ সালে |
সঠিক উত্তর: (ক)
৩৮১. |
পাকিস্তান দুই অংশের মধ্যে ছিল না- i. ইতিহাস ii. ঐতিহ্য iii. ভাষা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৮২. |
শেরে বাংলা এ.কে ফজলুল হকের নেতৃত্বে ১৪ সদস্যবিশিষ্ট মন্ত্রিপরিষদ গঠন করেছিল কারা? |
Ο ক) |
যুক্তফ্রন্ট |
Ο খ) |
মুসলিম লীগ |
Ο গ) |
তফসিলি ফেডারেশন |
Ο ঘ) |
কমিউনিস্ট পার্টি |
সঠিক উত্তর: (ক)
৩৮৩. |
রাতুলের যেদিন জন্ম হয় সেদিন বাংলা ভাষা আন্তজার্তিক মর্যাদায় ভূষিত হয়। রাতুলের জন্ম� সাল কত? |
Ο ক) |
১৯৫২ সাল |
Ο খ) |
১৯৫৬ সাল |
Ο গ) |
১৯৭১ সাল |
Ο ঘ) |
২০০০ সাল |
সঠিক উত্তর: (ঘ)
৩৮৪. |
আদমজী জুট মিলে কাদের মধ্যে গোলযোগ হয়েছিল? |
Ο ক) |
পাকিস্তানি ও বিহারিরা |
Ο খ) |
হিন্দি ও বিহারিরা |
Ο গ) |
বাঙালি ও বিহারিার |
Ο ঘ) |
বিহারি ও পাঞ্জাবিরা |
সঠিক উত্তর: (ক)
৩৮৫. |
আওয়ামী মুসলিম লীগের প্রথম যুগ্ম সম্পাদক কে ছিলেন? |
Ο ক) |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
Ο খ) |
এ কে ফজলুল হক |
Ο গ) |
আবুল হাসিম |
Ο ঘ) |
আবুল কালাম |
সঠিক উত্তর: (ক)
৩৮৬. |
কোন আদর্শের ভিত্তিতে পূর্ব বাংলায় স্বায়ত্তশাসনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছিল? |
Ο ক) |
পাকিস্তানি জাতীয়তাবাদী |
Ο খ) |
বাঙালি জাতীয়তাবাদী |
Ο গ) |
ইন্ডিয়ান জাতীয়তাবাদী |
Ο ঘ) |
নেপালি জাতীয়তাবাদী |
সঠিক উত্তর: (খ)
৩৮৭. |
কখন থেকে ‘আন্তজার্তিক মাতৃভাষা দিবস’ যথাযথভাবে পালিত হচ্ছে? |
Ο ক) |
১৯৯৯ সালে |
Ο খ) |
২০০০ সালে |
Ο গ) |
২০০১ সালে |
Ο ঘ) |
২০০২ সালে |
সঠিক উত্তর: (খ)
৩৮৮. |
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহ্বানে কত তারিখে ধর্মঘট পালিত হয়েছিল? |
Ο ক) |
১২ জুন |
Ο খ) |
২৫ জুলাই |
Ο গ) |
১১ মার্চ |
Ο ঘ) |
২১ ফেব্রুয়ারী |
সঠিক উত্তর: (গ)
৩৮৯. |
১৯৪৭ পরবর্তী পূর্ব বাংলা শুরু থেকেই কোন দলের সাথে অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েছিল? |
Ο ক) |
কম্যুনিস্ট পার্টির সাথে |
Ο খ) |
জাতীয় কংগ্রেসের সাথে |
Ο গ) |
মুসলিম লীগের সাথে |
Ο ঘ) |
কৃষক প্রজাতন্ত্রের সাথে |
সঠিক উত্তর: (গ)
৩৯০. |
কাদের অনিহায় গণপরিষদের কাজ ব্যাহত হয়েছিলেন? |
Ο ক) |
স্থানীয় চেয়ারম্যান |
Ο খ) |
শাসকগোষ্ঠী |
Ο গ) |
দলীয় সভাপতির |
Ο ঘ) |
রাজনৈতিক নেতাদের |
সঠিক উত্তর: (খ)
৩৯১. |
কত সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছিল? |
Ο ক) |
১৯৫৪ |
Ο খ) |
১৯৬৬ |
Ο গ) |
১৯৬৮ |
Ο ঘ) |
১৯৭০ |
সঠিক উত্তর: (ঘ)
৩৯২. |
১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয় কেন? |
Ο ক) |
সাম্প্রদায়িকতা দূর করতে |
Ο খ) |
সম্প্রদায়িকতা মানসিকতা সৃষ্টির জন্য |
Ο গ) |
রক্ষণশীলতার পরিচয় দিতে |
Ο ঘ) |
নির্বাচন উপলক্ষে |
সঠিক উত্তর: (ক)
৩৯৩. |
১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের বিরুদ্ধে কোন দলটি নিরুঙ্কুশ জয়লাভ করেছিল? |
Ο ক) |
জাতীয় কংগ্রেস |
Ο খ) |
মুসলিম লীগ |
Ο গ) |
যুক্তফ্রন্ট |
Ο ঘ) |
কৃষক প্রজাতন্ত্র |
সঠিক উত্তর: (গ)
৩৯৪. |
মুসলিম লীগের খাজা নাজিমুদ্দিন –আকরামের খাঁপন্থী ধারাটি ছিল- i. রক্ষণশীল ii. সংস্কারপন্থী iii. পশ্চিম পাকিস্তানের দোসর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৯৫. |
পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু খাজা নাজিমুদ্দীন ২৭ জানুয়ারি কোথায় ঘোষণা করেছিলেন? |
Ο ক) |
প্রেসক্লাবে |
Ο খ) |
বর্ধমান হাউজে |
Ο গ) |
পল্টন ময়দানে |
Ο ঘ) |
রমনা বটমূলে |
সঠিক উত্তর: (গ)
৩৯৬. |
কোন নির্বাচনে তরুণ নেতার কাছে মুসলিম লীগের বড় বড় নেতৃত্বের পরাজয় ঘটেছিল? |
Ο ক) |
৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন |
Ο খ) |
৬৯-এর নির্বাচন |
Ο গ) |
৭০ সালের নির্বাচন |
Ο ঘ) |
৭৩-এর সালের নির্বাচন |
সঠিক উত্তর: (ক)
৩৯৭. |
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোন দিনটি ভাষা শহিদদের সম্মানে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছে? |
Ο ক) |
৫ ফেব্রুয়ারি |
Ο খ) |
২১ ফেব্রুয়ারি |
Ο গ) |
৫ জুন |
Ο ঘ) |
১৫ আগস্ট |
সঠিক উত্তর: (খ)
৩৯৮. |
যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দায়িত্বপ্রাপ্ত বিভাগের ক্ষেত্রে সমর্থনযোগ্য? |
Ο ক) |
স্বাস্থ্য |
Ο খ) |
শিক্ষা |
Ο গ) |
কৃষি |
Ο ঘ) |
সমবায় |
সঠিক উত্তর: (গ)
৩৯৯. |
পাকিস্তানের জাতীয় পরিষদ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় কেন? |
Ο ক) |
সংবিধানের কারণে |
Ο খ) |
জেনারেল মোহাম্মদ আলীর নির্দেশে |
Ο গ) |
পরিষদের সদস্যদের কারণে |
Ο ঘ) |
প্রবল আন্দোলনের কারণে |
সঠিক উত্তর: (ঘ)
৪০০. |
যুক্তফ্রন্টের মন্ত্রিসভার শিক্ষার দায়িত্ব কে নেন? |
Ο ক) |
সৈয়দ আজিজুল হক |
Ο খ) |
আবু হেনা |
Ο গ) |
আবু হোসেন |
Ο ঘ) |
শেখ মুজিবুর রহমান |
সঠিক উত্তর: (ক)
৪০১. |
ঢাকার রোজ গার্ডেনের কর্মী সম্মেলন কয়জন শীর্ষ পর্যায়ে প্রতিনিধি অংশ নেয়? |
Ο ক) |
একশ |
Ο খ) |
দুইশ |
Ο গ) |
তিনশ |
Ο ঘ) |
চারশ |
সঠিক উত্তর: (গ)
৪০২. |
দুই পাকিস্তানের মধ্যে বিভক্তি দেখা দেয় প্রথম কী কারণে? |
Ο ক) |
ধর্মীয় |
Ο খ) |
ভাষার |
Ο গ) |
সামাজিক |
Ο ঘ) |
সামরিক |
সঠিক উত্তর: (খ)
৪০৩. |
কত সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে? |
Ο ক) |
১৯৬৬ সালে |
Ο খ) |
১৯৬৭ সালে |
Ο গ) |
১৯৬৯ সালে |
Ο ঘ) |
১৯৭০ সালে |
সঠিক উত্তর: (ঘ)
৪০৪. |
১৫ মার্চ খাজা নাজিমু্উদ্দিন আন্দোলনকারীদের সাথে যে বিষয়ে চুক্তি করেন- i. গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়া ii. তদন্ত কমিটি গঠন iii. শিক্ষার মাধ্যম বাংলা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪০৫. |
বাংলাদেশের ইতিহাসে কিসের মাধ্যমে রাজনৈতিক সংগ্রামের সূচনা হয়? |
Ο ক) |
ভাষা আন্দোলন |
Ο খ) |
ছয় দফা আন্দোলন |
Ο গ) |
লাহোর প্রস্তাব |
Ο ঘ) |
গণঅভ্যুত্থান |
সঠিক উত্তর: (ক)
৪০৬. |
কোন দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে? |
Ο ক) |
আওয়ামী লীগ |
Ο খ) |
বি.এন.পি |
Ο গ) |
জাতীয় পার্টি |
Ο ঘ) |
জামায়াত ইসলাম |
সঠিক উত্তর: (ক)
৪০৭. |
১৯৫৪ সালের নির্বাচনে সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয় কেন? |
Ο ক) |
আওয়ামী লীগকে পরাজিত করতে |
Ο খ) |
মুসলিম লীগকে পরাজিত করতে |
Ο গ) |
পাকিস্তান জাতীয় কংগ্রেসকে পরাজিত করতে |
Ο ঘ) |
নেজাম-ই-ইসলামীকে পরাজিত করতে |
সঠিক উত্তর: (খ)
৪০৮. |
পূর্ব বাংলায় গভর্নরের শাসন কত তারিখ পর্যন্ত বহাল ছিল? |
Ο ক) |
১৯৫২ সালের ২ জুন |
Ο খ) |
১৯৫৪ সালের ২ মার্চ |
Ο গ) |
১৯৫৪ সালের ২ জুন |
Ο ঘ) |
১৯৫৫ সালের ২ জুন |
সঠিক উত্তর: (ঘ)
৪০৯. |
মুখ্যমন্ত্রী� নুরুল আমিন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কর্মসূচি বাতিলের জন্য কোন শহরে ১৪৪ ধারা জারি করেছিল? |
Ο ক) |
লাহোর |
Ο খ) |
করাচি |
Ο গ) |
ঢাকা |
Ο ঘ) |
চট্টগ্রাম |
সঠিক উত্তর: (গ)
৪১০. |
রক্ষণশীল পশ্চিম পাকিস্তানিদের আজ্ঞাজবহ দোসর ছিল কোন ধারাটি? |
Ο ক) |
ইস্কান্দার-জিন্নাহপন্থী |
Ο খ) |
খাজা নাজিমুদ্দীন-লিয়াকত আলীপন্থী |
Ο গ) |
খাজা নাজিমুদ্দীন-আকরাম খাঁপন্থী |
Ο ঘ) |
এ কে ফজলুল হক আবুল কাসেমপন্থী |
সঠিক উত্তর: (গ)
৪১১. |
বিশ্বের ইতিহাসের অনন্য সাধারণ ঘটনা মাতৃভাষা কোন সম্প্রদায়ের স্বীকৃতি লাভ করেছিল? |
Ο ক) |
আফগান সম্প্রদায়ের |
Ο খ) |
আন্তজার্তিক সম্প্রদায়ের |
Ο গ) |
এশিয়া সম্প্রদায়ের |
Ο ঘ) |
আরব সম্প্রদায়ের |
সঠিক উত্তর: (খ)
৪১২. |
কোন ক্ষমতাসীন দলটির অভ্যন্তরীণ কোন্দল, ব্যর্থশাসন, অঞ্চলভেদে বৈষম্যমূলক নীতির কারণে নতুন নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছিল? |
Ο ক) |
জাতীয় কংগ্রেস |
Ο খ) |
জাতীয় কৃষক প্রজাতন্ত্র |
Ο গ) |
মুসলিম লীগ |
Ο ঘ) |
জাতীয় পার্টি |
সঠিক উত্তর: (গ)
৪১৩. |
১৯৫৬ সালের সংবিধানে কয়টি তফসিল ছিল? |
Ο ক) |
৩টি |
Ο খ) |
৪টি |
Ο গ) |
৫টি |
Ο ঘ) |
৬টি |
সঠিক উত্তর: (ঘ)
৪১৪. |
কত সালের জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করেন? |
Ο ক) |
১৯৬০ |
Ο খ) |
১৯৫৯ |
Ο গ) |
১৯৫৮ |
Ο ঘ) |
১৯৫৭ |
সঠিক উত্তর: (গ)
৪১৫. |
মুসলিম লীগ পকেট দলে পরিণত হওয়াতেই এর পতন ত্বরান্বিত হয়। পতন বলতে মুসলিম লীগের কোন অবস্থা প্রকাশ পেয়েছে? |
Ο ক) |
দুর্নীতি |
Ο খ) |
জনপ্রিয়তা হ্রাস |
Ο গ) |
দুঃশাসন |
Ο ঘ) |
স্বজনপ্রীতি |
সঠিক উত্তর: (খ)
৪১৬. |
২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রদের সভা জনসমুদ্রে পরিণত হয়। বর্তমান আমতলাটি কী নামে পরিচিত? |
Ο ক) |
ঢাকা মেডিক্যাল কলেজ চত্বর |
Ο খ) |
ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলী চত্বর |
Ο গ) |
আমতলী চত্বর |
Ο ঘ) |
মধুর ক্যান্টিন চত্বর |
সঠিক উত্তর: (ক)
৪১৭. |
১৯৭২ সালে পুনরায় শহিদ মিনার নির্মাণ করা হয় কেন? |
Ο ক) |
পুরাতন হওয়ায় |
Ο খ) |
হানাদার বাহিনী ভেঙে ফেলায় |
Ο গ) |
ঝড়ে ভেঙে যাওয়ায় |
Ο ঘ) |
নতুন নকশার কারণে |
সঠিক উত্তর: (খ)
৪১৮. |
কত তারিখে আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়েছিল? |
Ο ক) |
২৪ মার্চ |
Ο খ) |
২৫ ফেব্রুয়ারি |
Ο গ) |
২৪ জুন |
Ο ঘ) |
২৫ জুলাই |
সঠিক উত্তর: (গ)
৪১৯. |
পশ্চিম পাকিস্তানি নেতৃবর্গ শুরু থেকে কোন ভাষাভাষী ছিল? |
Ο ক) |
বাংলাভাষী |
Ο খ) |
উর্দুভাষী |
Ο গ) |
হিন্দি ভাষী |
Ο ঘ) |
ইংরেজি ভাষী |
সঠিক উত্তর: (খ)
৪২০. |
প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কোন ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেছিলেন? |
Ο ক) |
উর্দু |
Ο খ) |
বাংলা |
Ο গ) |
ইংরেজি |
Ο ঘ) |
পর্তুগিজ |
সঠিক উত্তর: (ক)
৪২১. |
পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী নিহত হয় কত সালে? |
Ο ক) |
১৯৪৫ সালে |
Ο খ) |
১৯৪৮ সালে |
Ο গ) |
১৯৫১ সালে |
Ο ঘ) |
১৯৫০ সালে |
সঠিক উত্তর: (গ)
৪২২. |
কার নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন ‘তমদ্দুন মজলিশ’ গঠিত হয়? |
Ο ক) |
ড. কাজী মোতাহার হোসেন |
Ο খ) |
অধ্যাপক আবুল কাশেম |
Ο গ) |
জনাব আবুল মনসুর আহমদ |
Ο ঘ) |
ড. মুহম্মদ শহীদুল্লাহ |
সঠিক উত্তর: (খ)
৪২৩. |
কোন ধরনের বৈষম্যের ফলে ভাষা আন্দোলন হয়েছিল? |
Ο ক) |
ধর্মীয় |
Ο খ) |
সাংস্কৃতিক |
Ο গ) |
অর্থনৈতিক |
Ο ঘ) |
সামরিক |
সঠিক উত্তর: (খ)
৪২৪. |
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের কোন দল সর্বোচ্চ আসন লাভ করেছিল? |
Ο ক) |
মুসলিম লীগ |
Ο খ) |
আওয়ামী মুসলিম লীগ |
Ο গ) |
কমিউনিস্ট পার্টি |
Ο ঘ) |
নেজামে ইসলামী |
সঠিক উত্তর: (খ)
৪২৫. |
মুসলিম লীগের চরম ভ্রান্তনীতির কারণে দেশে কী সৃষ্টি হয়েছিল? |
Ο ক) |
উন্নতি |
Ο খ) |
সংকট |
Ο গ) |
বিচ্ছিন্নতা |
Ο ঘ) |
বিভক্তি |
সঠিক উত্তর: (খ)
৪২৬. |
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক মনোনীত হয়েছিল কে? |
Ο ক) |
শেখ মুজিবুর রহমান |
Ο খ) |
ধীরেন্দ্রনাথ দত্ত |
Ο গ) |
মওলানা ভাসানী |
Ο ঘ) |
শামসুল আলম |
সঠিক উত্তর: (ঘ)
৪২৭. |
পাকিস্তান সৃষ্টির পর থেকেই মুসলিম লীগের অগণতান্ত্রিক আচরণ, দমননীতি কোন দুটির মধ্যে সীমাহীন বৈষম্য সৃষ্টি করেছিল? |
Ο ক) |
পূর্ব ও পশ্চিম পাকিস্তান |
Ο খ) |
পূর্ব ও উত্তর পাকিস্তান |
Ο গ) |
পশ্চিম ও দক্ষিণ পাকিস্তান |
Ο ঘ) |
পূর্ব ও দক্ষিণ পাকিস্তান |
সঠিক উত্তর: (ক)
৪২৮. |
শরিফ সাহেব সুপ্রিমকোর্টে ইংরেজিতে রায় লেখার পরিবর্তে বাংলায় রায় লেখার জন্য আন্দোলন করেন। শরিফ সাহেবের আন্দোলনের সাথে সামঞ্জস্য রয়েছে কোনটির? |
Ο ক) |
ভাষা আন্দোলনের |
Ο খ) |
শিক্ষা আন্দোলনের |
Ο গ) |
মানবাধিকার আন্দোলনের |
Ο ঘ) |
ধর্মসংস্কার আন্দোলনের |
সঠিক উত্তর: (ক)
৪২৯. |
১৫ মার্চ তীব্র আন্দোলনের মুখে কে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে একটি চুক্তি স্বাক্ষর করেন? |
Ο ক) |
লিয়াকত আলী |
Ο খ) |
মওলানা ভাসানী |
Ο গ) |
খাজা নাজিমুদ্দীন |
Ο ঘ) |
ইস্কান্দা মির্জা |
সঠিক উত্তর: (গ)
৪৩০. |
কত খ্রিস্টাব্দে প্রথম শহিদ দিবস পালিত হয়? |
Ο ক) |
১৯৫২ |
Ο খ) |
১৯৫৩ |
Ο গ) |
১৯৫৪ |
Ο ঘ) |
১৯৫৫ |
সঠিক উত্তর: (খ)
৪৩১. |
বর্তমান শহিদ মিনারটি কত সালে পুনরায় নির্মাণ করা হয়? |
Ο ক) |
১৯৭১ সালে |
Ο খ) |
১৯৭২ সালে |
Ο গ) |
১৯৭৩ সালে |
Ο ঘ) |
১৯৭৪ সালে |
সঠিক উত্তর: (খ)
৪৩২. |
পাকিস্তান সৃষ্টির পর থেকেই বাঙালি পশ্চিম জাতি পশ্চিম পাকিস্তানিদের নিকট যে ধরনের আচরণ পেয়ে থাকে- i. অবহেলা ii. সাম্যনীতি iii. শোষণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪৩৩. |
পাকিস্তান সৃষ্টিতে কয়েক বছরের মধ্যেই ক্ষমতাসীন মুসলীম লীগ ব্যতীত নতুন নতুন রাজনৈতিক দল গঠন আবশ্যক হয়ে পড়ে যে কারণে- i. মুসলিম লীগের অন্তকোন্দলের কারণে ii. মুসলিম লীগের ব্যর্থ শাসনের কারণে iii. অঞ্চলভেদে বৈষম্যমূলক নীতির ফলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৩৪. |
কোনটিকে বাংলা ভাষার গবেষণা প্রতিষ্ঠান ঘোষণা দিলে কেন্দ্রীয় সরকার ক্ষুদ্ধ হয়ে ওঠেছিল? |
Ο ক) |
কার্জন হলকে |
Ο খ) |
ডাকসুকে |
Ο গ) |
বর্ধমান হাউসকে |
Ο ঘ) |
জাতীয় জাদুঘরকে |
সঠিক উত্তর: (গ)
৪৩৫. |
নির্বাচনে যুক্তফ্রণ্টের প্রতীক কী ছিল? |
Ο ক) |
নৌকা |
Ο খ) |
হাতুড়ি |
Ο গ) |
মোরগ |
Ο ঘ) |
হাতি |
সঠিক উত্তর: (ক)
৪৩৬. |
বাঙালি জাতির স্বাধীনতার দাবি মূলত কিসের দাবি থেকে উৎপত্তি লাভ করে? |
Ο ক) |
ভাষার দাবি |
Ο খ) |
কর্মসংস্থানে দাবি |
Ο গ) |
সমাজতন্ত্রের দাবি |
Ο ঘ) |
স্বায়ত্তশাসনের দাবি |
সঠিক উত্তর: (ঘ)
৪৩৭. |
নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন কত তারিখে পল্টন ময়দানে ঘোষণা দেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু? |
Ο ক) |
২০ মার্চ |
Ο খ) |
১০ জানুয়ারি |
Ο গ) |
২৭ জানুয়ারি |
Ο ঘ) |
২১ ফেব্রুয়ারি |
সঠিক উত্তর: (গ)
৪৩৮. |
রাষ্ট্রভাষা প্রশ্নে প্রথম প্রতিবাদমুখর ছিল কারা? |
Ο ক) |
মুসলিম লীগ |
Ο খ) |
বাঙালি কৃষক সমাজ |
Ο গ) |
পাকিস্তানি বুদ্ধিজীবী সমাজ |
Ο ঘ) |
বাঙালি বুদ্ধিজীবী সমাজ |
সঠিক উত্তর: (ঘ)
৪৩৯. |
মুখ্যমন্ত্রী নূরুল আমিনের ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করার কারণটি বিশ্লেষণ করলে পাওয়া যায়- |
Ο ক) |
লাহোর প্রস্তাব ধামাচাপা দেওয়ার চেষ্টা |
Ο খ) |
ভাষা আন্দোলন প্রতিহত করার চেষ্টা |
Ο গ) |
৬ দফা দাবি নাকচ করার চেষ্টা |
Ο ঘ) |
১১ দফা দাবি নাকচ করার চেষ্টা |
সঠিক উত্তর: (খ)
৪৪০. |
২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন কে? |
Ο ক) |
আবুল গোলাম আজাদ |
Ο খ) |
আবুল মনসুর আহমেদ |
Ο গ) |
আবুল কাশেম |
Ο ঘ) |
আব্দুল ওহাব |
সঠিক উত্তর: (খ)
৪৪১. |
আসলাম ১৯৫১ সালে পাকিস্তানের একজন প্রধানমন্ত্রীর নিহত হওয়ার কথা বলেন। তিনি আততায়ী কর্তৃক নিহত হন। আসলামের বর্ণনার সাথে সাদৃশ্যতা রয়েছে কোন প্রধানমন্ত্রীর? |
Ο ক) |
খাজা নাজিমউদ্দিনের |
Ο খ) |
লিয়াকত আলী খানের |
Ο গ) |
জুলফিকার আলী ভুট্টোর |
Ο ঘ) |
মোহাম্মদ আলী খানের |
সঠিক উত্তর: (খ)
৪৪২. |
বাঙালিরা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত করেনি যে কারণে- i. সংখ্যাগরিষ্ঠের ভাষা বাংলা হওয়ায় ii. সংস্কৃতিতে আঘাত বলে iii. অর্থনৈতিক বৈষম্য বলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৪৩. |
তমদ্দুন মজলিশের উদ্যেগে ভাষা আন্দোলন রাজনৈতিক আন্দোলনে রুপ নেয় কত সালে? |
Ο ক) |
১৯৪৭ সালের অক্টোবরে |
Ο খ) |
১৯৪৭ সালের মার্চ |
Ο গ) |
১৯৪৮ সালের এপ্রিলে |
Ο ঘ) |
১৯৪৮ সালের জুনে |
সঠিক উত্তর: (ক)
৪৪৪. |
কোন মন্ত্রিপরিষদটি বাতিল করার জন্য কেন্দ্রীয় সরকার সুযোগ খুঁজছিল? |
Ο ক) |
প্রাদেশিক মন্ত্রিপরিষদ |
Ο খ) |
কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ |
Ο গ) |
যুক্তফ্রন্ট মন্ত্রিপরিষদ |
Ο ঘ) |
মুসলিম লীগ মন্ত্রিপরিষদ |
সঠিক উত্তর: (গ)
৪৪৫. |
কত দিন শাসনের পর যুক্তফ্রন্ট মন্ত্রিসভা অবসান হয়? |
Ο ক) |
৫১ দিন |
Ο খ) |
৫৩ দিন |
Ο গ) |
৫৬ দিন |
Ο ঘ) |
৫৯ দিন |
সঠিক উত্তর: (গ)
৪৪৬. |
২৩ ফেব্রুয়ারি নির্মিত শহিদ মিনারটি কারা ভেঙেছিল? |
Ο ক) |
আর্মি |
Ο খ) |
পুলিশ |
Ο গ) |
আনসার |
Ο ঘ) |
বিডিআর |
সঠিক উত্তর: (খ)
৪৪৭. |
ভাষা আন্দোলনের অন্যতম প্রকৃতি ছিল- i. পাকিস্তানদের বিরুদ্ধে বাঙালি জাতির প্রথম প্রতিবাদ ii. পাকিস্তানদের বিরুদ্ধে বাঙালি জাতির প্রথম বিদ্রোহ iii. পাকিস্তানের সাথে ধর্মীয় বিরোধ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৪৮. |
আওয়ামী মুসলিম লীগ দলটি কোন দুটি প্রদেশের বৈষম্য দূরীকরণ এর দাবি করেছিলেন? |
Ο ক) |
পূর্ব ও দক্ষিণ |
Ο খ) |
পশ্চিম ও উত্তর |
Ο গ) |
পূর্ব ও পশ্চিম |
Ο ঘ) |
পূর্ব ও উত্তর |
সঠিক উত্তর: (গ)
৪৪৯. |
কলকাতা সফরের পর এ কে ফজলুল হক কেন্দ্রীয় সরকারের বিরাগভাজন হন কেন? |
Ο ক) |
আবেগপ্রবণ বক্তব্য দেওয়ায় |
Ο খ) |
একটি চুক্তি স্বাক্ষর করায় |
Ο গ) |
বিলম্ব করায় |
Ο ঘ) |
উসকানিমূলক বক্তব্য দেওয়ায় |
সঠিক উত্তর: (ক)
৪৫০. |
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা পতনের পরও কেন ঘন ঘন সরকার বদল হতে থাকে? |
Ο ক) |
নির্বাচনে কারচুপি হওয়ায় |
Ο খ) |
অদক্ষতার কারণে |
Ο গ) |
হরতালের কারণে |
Ο ঘ) |
কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে |
সঠিক উত্তর: (ঘ)
৪৫১. |
যুক্তফ্রন্টের জয় কোন দলটি ভালো চোখে দেখছিল না? |
Ο ক) |
আওয়ামী লীগ |
Ο খ) |
কৃষক প্রজাতন্ত্র |
Ο গ) |
নেজামে ইসলামী |
Ο ঘ) |
মুসলিম লীগ |
সঠিক উত্তর: (ঘ)
৪৫২. |
কত সালে থেকে ২১ ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা হিসেবে আন্তজার্তিকভাবে পালিত হচ্ছে? |
Ο ক) |
১৯৯৫ সাল |
Ο খ) |
১৯৯৮ সাল |
Ο গ) |
২০০০ সাল |
Ο ঘ) |
২০১০ সাল |
সঠিক উত্তর: (গ)
৪৫৩. |
কত সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল? |
Ο ক) |
১৯৪৮ |
Ο খ) |
১৯৫০ |
Ο গ) |
১৯৫১ |
Ο ঘ) |
১৯৫২ |
সঠিক উত্তর: (গ)
৪৫৪. |
১৯৫৬ সালের সংবিধান কয়টি প্রস্তাবনা ছিল? |
Ο ক) |
১টি |
Ο খ) |
২টি |
Ο গ) |
৩টি |
Ο ঘ) |
৪টি |
সঠিক উত্তর: (ক)
৪৫৫. |
১৯৫৬ সালের পাকিস্তানের সংবিধানে কয়টি ধারা ছিল? |
Ο ক) |
২১৫টি |
Ο খ) |
২৩২টি |
Ο গ) |
২৩৪টি |
Ο ঘ) |
২৩৮টি |
সঠিক উত্তর: (গ)
৪৫৬. |
কত তারিখে যুক্তফ্রন্ট সরকার বাতিল ঘোষণা করা হয়? |
Ο ক) |
২৫ মে |
Ο খ) |
২৬ মে |
Ο গ) |
২৮ মে |
Ο ঘ) |
৩০ মে |
সঠিক উত্তর: (ঘ)
৪৫৭. |
মুসলিম লীগ ১৯৫১ সালের নির্বাচন নিয়ে টালবাহানা করে কেন? |
Ο ক) |
নানাবিদ কারণে |
Ο খ) |
প্রাকৃতিক দুর্যোগের কারণে |
Ο গ) |
পরাজয়ের আশংকায় |
Ο ঘ) |
রাজনৈতিক দাঙ্গার আশংকায় |
সঠিক উত্তর: (গ)
৪৫৮. |
কত সালের সংবিধান বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়া হয়? |
Ο ক) |
১৯৫৬ সালের |
Ο খ) |
১৯৬৬ সালের |
Ο গ) |
১৯৬৮ সালের |
Ο ঘ) |
১৯৭১ সালের |
সঠিক উত্তর: (ক)
৪৫৯. |
রাষ্ট্রভাষা ইতিহাসে রাজনৈতিক সংগ্রামের সূচনা কোনটি? |
Ο ক) |
ভাষা আন্দোলন |
Ο খ) |
একুশ দফা |
Ο গ) |
শিক্ষা আন্দোলন |
Ο ঘ) |
ছয়দফা দাবি |
সঠিক উত্তর: (ক)
৪৬০. |
যুক্তফ্রন্টের ১৪ সদস্যবিশিষ্ট বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব নেন কে? |
Ο ক) |
আবু হোসেন |
Ο খ) |
এ.কে. ফজলুল হক |
Ο গ) |
সৈয়দ আজিজুল হক |
Ο ঘ) |
শেখ মুজিবুর রহমান |
সঠিক উত্তর: (খ)
৪৬১. |
ভাষা আন্দোলনের সময় ১৪৪ ধারা ভঙ্গ বিষয়ে তুমি কোন মতামতটি সমর্থন কর? |
Ο ক) |
নেতিবাচক ফল বয়ে আনে |
Ο খ) |
ইতিবাচক ফল বয়ে আনে |
Ο গ) |
বৈষম্য বৃদ্ধি পায় |
Ο ঘ) |
সম্পর্কের অবনতি ঘটে |
সঠিক উত্তর: (খ)
৪৬২. |
সংবিধান রচনার জন্য গণপরিষদ কর্তৃক একটি মূলনীতি কমিটি গঠন করা হয় কখন? |
Ο ক) |
১৯৪৫ |
Ο খ) |
১৯৪৭ |
Ο গ) |
১৯৪৯ |
Ο ঘ) |
১৯৫১ |
সঠিক উত্তর: (গ)
৪৬৩. |
একটি রাষ্ট্রের শাসনকার্য পরিচালিত হয় কীভাবে? |
Ο ক) |
সংবিধানের মাধ্যমে |
Ο খ) |
চিন্তাবিদদের মাধ্যমে |
Ο গ) |
ইতিহাসের দ্বারা |
Ο ঘ) |
দার্শনিকদের সমন্বয়ে |
সঠিক উত্তর: (ক)
৪৬৪. |
সংবিধান রচনার জন্য মূলনীতি কমিটি কত সালে দ্বিতীয় প্রতিবেদন প্রকাশ করে? |
Ο ক) |
১৯৫০ সালে |
Ο খ) |
১৯৫১ সালে |
Ο গ) |
১৯৫২ সালে |
Ο ঘ) |
১৯৫৩ সালে |
সঠিক উত্তর: (গ)
৪৬৫. |
মুসলিম লীগের সোহরাওয়ার্দী-হাশিমপন্থী ধারাটি ছিল- i. উদার ii. গণতান্ত্রিক iii. সংস্কারপন্থী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৬৬. |
১৯৫৬ সালে কোথায় বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়া হয়েছিল? |
Ο ক) |
সংবিধানে |
Ο খ) |
বিশ্ববিদ্যালয়ে |
Ο গ) |
গণপরিষদে |
Ο ঘ) |
আইন পরিষদে |
সঠিক উত্তর: (ক)
৪৬৭. |
কে সংবিধান প্রণয়নের উদ্যোগ নিয়েছিল? |
Ο ক) |
রাষ্ট্রপতি |
Ο খ) |
প্রধানমন্ত্রী |
Ο গ) |
গভর্নর জেনারেল |
Ο ঘ) |
মুখ্যমন্ত্রী |
সঠিক উত্তর: (গ)
৪৬৮. |
১৯৫৪ সালের নির্বাচনে কোন দল শোচনীয় পরাজয় বরণ করে? |
Ο ক) |
যুক্তফ্রন্ট |
Ο খ) |
মুসলিম লীগ |
Ο গ) |
কমিউনিস্ট পার্টি |
Ο ঘ) |
আওয়ামী মুসলিম লী |
সঠিক উত্তর: (খ)
৪৬৯. |
গণপরিষদের কাজ ব্যাহত হওয়ার যথার্থ কারণ কোনটি? |
Ο ক) |
প্রাকৃতিক দুর্যোগ |
Ο খ) |
রাজনৈতিক অস্থিরতা |
Ο গ) |
জনগণের অনীহা |
Ο ঘ) |
শাসকগোষ্ঠীর অনীহা |
সঠিক উত্তর: (ঘ)
৪৭০. |
কোথায় বাঙালি ও বিহারী শ্রমিকযোগ হয়? |
Ο ক) |
আদমজী জুট মিলে |
Ο খ) |
সুরুজ মিয়া জুট মিলে |
Ο গ) |
ভাই ভাই জুট মিলে |
Ο ঘ) |
কবির জুট মিলে |
সঠিক উত্তর: (ক)
৪৭১. |
পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে যেটির ভিত্তিতে এক করা হয়- i. অর্থনীতি ii. জাতি iii. ধর্ম নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪৭২. |
নতুন দল গঠনের জন্য রোজ গার্ডেনে যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেই রোজ গার্ডেনটি কোথায় অবস্থিত ছিল? |
Ο ক) |
পশ্চিম পাকিস্তানে |
Ο খ) |
লাহোর |
Ο গ) |
করাচি |
Ο ঘ) |
ঢাকা |
সঠিক উত্তর: (ঘ)
৪৭৩. |
পাকিস্তানের শাসকগোষ্ঠী বাঙালিকে শোষণের কৌশল হিসেবে প্রথম কিসের ওপর আঘাত হানে? |
Ο ক) |
অর্থনীতি |
Ο খ) |
রাজনীতি |
Ο গ) |
ভাষা |
Ο ঘ) |
ধর্ম |
সঠিক উত্তর: (গ)
৪৭৪. |
১৯৫৬ সালের সংবিধানের অন্যতম প্রকৃতি ছিল কোনটি? |
Ο ক) |
রাষ্ট্রপতি শাসিত সরকার |
Ο খ) |
অনমনীয় সংবিধান |
Ο গ) |
সংসদীয় সরকার |
Ο ঘ) |
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা |
সঠিক উত্তর: (গ)
৪৭৫. |
পাকিস্তান সৃষ্টির সময়ই জাফর আহমেদ একটি বড় রাজনৈতিক দলের বয়োজ্যেষ্ঠ নেতা ছিলেন। জাফর আহমেদের প্রতিদ্বন্ধী দল ছিল কয়টি? |
Ο ক) |
২টি |
Ο খ) |
৩টি |
Ο গ) |
৫টি |
Ο ঘ) |
৬টি |
সঠিক উত্তর: (ক)
৪৭৬. |
ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? |
Ο ক) |
গোলাম আজাদ |
Ο খ) |
খাজা নাজিমুদ্দীন |
Ο গ) |
লিয়াকত আলী খান |
Ο ঘ) |
এ কে ফজলুল হক |
সঠিক উত্তর: (খ)
৪৭৭. |
যে ধরনের নেতারা আওয়ামী মুসলিম লীগ গড়ে তোলেন- i. ত্যাগী নেতারা ii. সংস্কারপন্থী iii. মুসলিম লীগের অগণতান্ত্রিকতায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৭৮. |
ভাষা আন্দোলন বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে। এতে যে রূপটি ফুটে ওঠে- i. বাঙালি প্রকৃত অর্থ স্বাধীন ছিল না ii. বাঙালি স্বাধীনতা ছিল iii. বাঙালি সংগ্রামী ছিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৭৯. |
কোন কোন অংশের নেতারা সমঝোতায় আসতে সক্ষম হয়েছিল? |
Ο ক) |
পশ্চিম ও পূর্ব |
Ο খ) |
দক্ষিণ ও পূর্ব |
Ο গ) |
পূর্ব ও উত্তর |
Ο ঘ) |
উত্তর ও পশ্চিম |
সঠিক উত্তর: (ক)
৪৮০. |
মুসলিম লীগ দ্বিমুখী ধারায় বিভক্ত হয় কেন? |
Ο ক) |
সমাজতান্ত্রিকতার জন্য |
Ο খ) |
ভ্রান্তনীতির জন্য |
Ο গ) |
গণতান্ত্রিকতার জন্য |
Ο ঘ) |
উদারনীতির জন্য |
সঠিক উত্তর: (খ)
৪৮১. |
‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয় কত খ্রিস্টাব্দে? |
Ο ক) |
১৯৫২ সালের ৩১ জানুয়ারি |
Ο খ) |
১৯৫২ সালের ৩০ জানুয়ারি |
Ο গ) |
১৯৫২ সালের ২৯ জানুয়ারি |
Ο ঘ) |
১৯৫২ সালের ২৮ জানুয়ারি |
সঠিক উত্তর: (ক)
৪৮২. |
প্রাদেশিক স্বায়ত্বশাসনের ওপর গুরুত্ব দিয়ে সংসদীয় সরকার পদ্ধতি দাবি করছিল কোন দলটি? |
Ο ক) |
মুসলিম লীগ |
Ο খ) |
প্রজাতন্ত্র পার্টি |
Ο গ) |
আওয়ামী মুসলীম লীগ |
Ο ঘ) |
বিএনপি |
সঠিক উত্তর: (গ)
৪৮৩. |
ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি? |
Ο ক) |
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ |
Ο খ) |
তমদ্দুন মজলিশ |
Ο গ) |
রাষ্ট্রভাষা মুক্তি পরিষদ |
Ο ঘ) |
রাষ্ট্রভাষা বঙ্গ পরিষদ |
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: একটি ধর্মভিত্তিক দল থেকে বেরিয়ে এসে তিনি প্রথমে এনডিপি নামক একটি দল গঠন করেন এবং পরবর্তীতে এন বর্ণটি বাদ দিয়ে দলটির নাম রাখা হয় ডিপি। |
৪৮৪. |
অনুচ্ছেদের সর্বশেষে উল্লিখিত দলটির গঠন প্রক্রিয়ার সাথে পাকিস্তান আমলের কোন দলের মিল পাওয়া যায়। |
Ο ক) |
আওয়ামী মুসলিম লীগ |
Ο খ) |
মুসলিম লীগ |
Ο গ) |
আওয়ামী লীগ |
Ο ঘ) |
নেজামে ইসলাম |
সঠিক উত্তর: (গ)
৪৮৫. |
উক্ত দলটি ছিল- i. সাম্প্রদায়িক ii. �ধর্মনিরপেক্ষ iii. প্রগতিশীল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন