এস.এস.সি ||
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ১: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) |
১. |
কোন রাজনৈতিক দল পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রতি অন্ধ আনুগত্য পোষণ করে? |
Ο ক) |
মুসলিম আওয়ামী লীগ |
Ο খ) |
কৃষক প্রজা পার্টি |
Ο গ) |
গণতান্ত্রিক দল |
Ο ঘ) |
মুসলিম লীগ |
সঠিক উত্তর: (ঘ)
২. |
পূর্ব বাংলার সাধারণ মানুষ বঞ্চিত হয় কোন ক্ষেত্রে? |
Ο ক) |
অর্থনৈতিক ক্ষেত্রে |
Ο খ) |
প্রশাসনিক ক্ষেত্রে |
Ο গ) |
সামাজিক ক্ষেত্রে |
Ο ঘ) |
সর্বক্ষেত্রে |
সঠিক উত্তর: (ঘ)
৩. |
ব্রিটিশরা ভারতবর্ষকে বিভক্ত করে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দেয়। এ বিভক্তির ক্ষেত্রে ব্যাপক প্রভাব ছিল কোন তত্ত্বের? |
Ο ক) |
বিকেন্দ্রীকরণ তত্ত্ব |
Ο খ) |
কেন্দ্রীকরণ তত্ত্ব |
Ο গ) |
দ্বিজাতি তত্ত্ব |
Ο ঘ) |
বহুজাতিক তত্ত্ব |
সঠিক উত্তর: (গ)
৪. |
ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী কী পালিত হয়? |
Ο ক) |
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস |
Ο খ) |
আন্তর্জাতিক জন্মভূমি দিবস |
Ο গ) |
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস |
Ο ঘ) |
বিশ্ব ভাষা ও সংস্কৃতি দিবস |
সঠিক উত্তর: (গ)
৫. |
বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সকলকে কী করে বলে তুমি মনে কর? |
Ο ক) |
জাগ্রত |
Ο খ) |
ঐক্যবদ্ধ |
Ο গ) |
চেতনাহীন |
Ο ঘ) |
উগ্র |
সঠিক উত্তর: (খ)
৬. |
‘আরেক ফাল্গুন’ কী? |
Ο ক) |
নাটক |
Ο খ) |
প্রবন্ধ |
Ο গ) |
উপন্যাস |
Ο ঘ) |
ছোটগল্প |
সঠিক উত্তর: (গ)
৭. |
ভাষা আন্দোলন থেকে শিক্ষালাভ করা যায়- i. অধিকার আদায়ের ii. জাতীয়তাবোধ সৃষ্টির iii. দেশপ্রেমের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮. |
কে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা হিসেবে উর্দুকে গ্রহণের প্রস্তাব করেছিলেন? |
Ο ক) |
ইয়াহিয়া খান |
Ο খ) |
স্যার সলিমুল্লাহ |
Ο গ) |
মোহাম্মদ আলী জিন্নাহ |
Ο ঘ) |
শহীদ সোহরাওয়ার্দী |
সঠিক উত্তর: (গ)
৯. |
১৯৪৭ সালের ১৪ আগস্ট রাতে কী ঘটেছিল? |
Ο ক) |
উর্দুকে পাকিস্তাতনের রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব করা হয় |
Ο খ) |
ভরতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান |
Ο গ) |
ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি |
Ο ঘ) |
ব্রিটিশ ভাইসরয়ের পদত্যাগ |
সঠিক উত্তর: (খ)
১০. |
কত সাল থেকে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হচ্চে? |
Ο ক) |
১৯৫২ |
Ο খ) |
১৯৫৩ |
Ο গ) |
১৯৫৪ |
Ο ঘ) |
১৯৫৫ |
সঠিক উত্তর: (খ)
১১. |
ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণের উদ্দেশ্য কী? |
Ο ক) |
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন |
Ο খ) |
মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন |
Ο গ) |
রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন |
Ο ঘ) |
মাতৃভাষার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন |
সঠিক উত্তর: (ক)
১২. |
‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ কবে? |
Ο ক) |
২১ ফেব্রুয়ারি |
Ο খ) |
২৬ মার্চ |
Ο গ) |
১৯ জুন |
Ο ঘ) |
২১ আগস্ট |
সঠিক উত্তর: (ক)
১৩. |
কাকে আহবায়ক করে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নুতনভাবে গঠিত হয়? |
Ο ক) |
শেখ মুজিব |
Ο খ) |
শামসুল হক |
Ο গ) |
আব্দুল মতিন |
Ο ঘ) |
মহিউদ্দিন আহমেদ |
সঠিক উত্তর: (গ)
১৪. |
২১ দফার ভিত্তিতে যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়েছিল- i. আওয়ামী লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দলের সমন্বয়ে ii. কৃষক-শ্রমিক পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ও ন্যাপের সমন্বয়ে iii. নজামে ইসলাম, গণতন্ত্রীদল ও আওয়ামী মুসলিম লীগের সমন্বয়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৫. |
পূর্ব বাংলার জনগণ জাতীয়ভাবে নিজেদের বিকাশের জন্য কী পদক্ষেপ গ্রহণ করেছিল? |
Ο ক) |
শাসকদের সঙ্গে আঁতাত |
Ο খ) |
মাতৃভাষা বাংলাকে রক্ষা |
Ο গ) |
সামরিক শক্তি অর্জন |
Ο ঘ) |
বুদ্ধিবৃত্তিক আন্দোলন |
সঠিক উত্তর: (খ)
১৬. |
‘ভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে গঠিত হয়েছিল কী নামে? |
Ο ক) |
রাষ্ট্রভাষা আন্দোলন সংগ্রাম পরিষদ |
Ο খ) |
বাংলা সংগ্রাম পরিষদ |
Ο গ) |
বাংলা ভাষা বাস্তবায়ন পরিষদ |
Ο ঘ) |
পূর্ব বাংলা সংগ্রাম পরিষদ |
সঠিক উত্তর: (ক)
১৭. |
পাকিস্তানের মোট জনসংখ্যার শতকরা কত ভাগ ছিল পূর্ব পাকিস্তানের জনসংখ্যা? |
Ο ক) |
৫২% |
Ο খ) |
৫৫% |
Ο গ) |
৫৬% |
Ο ঘ) |
৪৫% |
সঠিক উত্তর: (গ)
১৮. |
ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস ‘আরেক ফাল্গুনের’ রচয়িতা কে? |
Ο ক) |
জহির রায়হান |
Ο খ) |
হুমায়ুন আহমেদ |
Ο গ) |
আখতারুজ্জামান ইলিয়াস |
Ο ঘ) |
শহীদুল্লাহ কায়সার |
সঠিক উত্তর: (ক)
১৯. |
পাকিস্তান সৃষ্টির কয়েক বছর আগে থেকেই রাষ্ট্রভাষা ‘বাংলা’ নাকি ‘উর্দু’ হবে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার কারণ কী ছিল? |
Ο ক) |
এ অঞ্চলে কেবল বাঙালিদের বসবাস তাই |
Ο খ) |
পাকিস্তানের অর্ধেকের বেশি জনসংখ্যা বাঙালি |
Ο গ) |
বাঙলা একটি অতি পুরাতন ভাষা তাই |
Ο ঘ) |
বাংলা তুলনামুলক সহজ ভাষা তাই |
সঠিক উত্তর: (খ)
২০. |
পাকিস্তানের স্বধীনতার পূর্বে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেছিলেন- i. ড. মুহাম্মদ শহীদুল্লাহ ii. চৌধুরী খালিকুজ্জামান iii. ড. জিয়াউদ্দিন আহমদ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২১. |
১৯৪৮ সালের মার্চ মাসে কে পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন? |
Ο ক) |
নাজিমুদ্দিন খান |
Ο খ) |
লিয়াকত আলী খান |
Ο গ) |
মোহাম্মদ আলী জিন্নাহ |
Ο ঘ) |
ইস্কান্দার মীর্জা |
সঠিক উত্তর: (গ)
২২. |
কত সালে ‘গণ আজাদী লীগ’ গঠিত হয়েছিল? |
Ο ক) |
১৯৪৭ সালে |
Ο খ) |
১৯৪৮ সালে |
Ο গ) |
১৯৪৯ সালে |
Ο ঘ) |
১৯৫০ সালে |
সঠিক উত্তর: (ক)
২৩. |
পাকিস্তান সরকার কোন অক্ষরে বাংলা লেখার প্রচলন করতে চেয়েছিল? |
Ο ক) |
ইংরেজি |
Ο খ) |
উর্দু |
Ο গ) |
ফারসি |
Ο ঘ) |
আরবি |
সঠিক উত্তর: (ঘ)
২৪. |
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রত্যক্ষ বা চূড়ান্ত ফলাফল হলো- i. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ii. ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ iii. ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i,ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৫. |
পাকিস্তান সরকার ১৯৫২ সালের ১২ ফেব্রুয়ারি নিষিদ্ধ করে কোন পত্রিকাটি? |
Ο ক) |
ইত্তেফাক |
Ο খ) |
অবজারভার |
Ο গ) |
আজাদী |
Ο ঘ) |
সমকাল |
সঠিক উত্তর: (খ)
২৬. |
একুশের গান কে রচনা করেন? |
Ο ক) |
আহমেদ ইমতিয়াজ বুলবুল |
Ο খ) |
আব্দুল জব্বার |
Ο গ) |
আব্দুল গাফ্ফার চোধুরী |
Ο ঘ) |
আব্দুল লতিফ |
সঠিক উত্তর: (গ)
২৭. |
কখন পাকিস্তান সরকার অবজারভার পত্রিকা নিষিদ্ধ করে? |
Ο ক) |
১৯৫২ সালের ২৬ জানুয়ারি |
Ο খ) |
১৯৫২ সালের ৩০ জানুয়ারি |
Ο গ) |
১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারি |
Ο ঘ) |
১৯৫২ সালের ১২ ফেব্রুয়ারি |
সঠিক উত্তর: (ঘ)
২৮. |
১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি পুলিশের হামলায় কে শহিদ হন? |
Ο ক) |
শফিউর |
Ο খ) |
বরকত |
Ο গ) |
জব্বার |
Ο ঘ) |
রফিক |
সঠিক উত্তর: (ক)
২৯. |
১৯৪৭ সালে প্রথমে কোনটি ঘটেছিল? |
Ο ক) |
পাকিস্তান প্রতিষ্ঠা নিশ্চিত হওয়া |
Ο খ) |
গণ আজাদী লীগ প্রতিষ্ঠা |
Ο গ) |
তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা |
Ο ঘ) |
করাচির শিক্ষা সম্মেলন |
সঠিক উত্তর: (ক)
৩০. |
পূর্ব পাকিস্তানকালীন সময়ে সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল কী? |
Ο ক) |
ধর্ম |
Ο খ) |
ভৌগোলিক নৈকট্য |
Ο গ) |
ভাষা |
Ο ঘ) |
পেশা |
সঠিক উত্তর: (গ)
৩১. |
গণপরিষদে বাংলা ব্যবহারের দাবি অগ্রাহ্য হলে ঢাকায় ধর্মঘট পালিত হয় কোন মাসে? |
Ο ক) |
ফেব্রুয়ারি |
Ο খ) |
জানুয়ারি |
Ο গ) |
মার্চ |
Ο ঘ) |
মে |
সঠিক উত্তর: (ক)
৩২. |
“উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা” কে ঘোষণা করেন? |
Ο ক) |
খাজা নাজিমউদ্দীন |
Ο খ) |
নূরুল আমিন |
Ο গ) |
আইয়ুব খান |
Ο ঘ) |
মোহাম্মদ আলী জিন্নাহ |
সঠিক উত্তর: (ঘ)
৩৩. |
বাঙালি জাতীয়তাবাদের বিকাশে সকলকে ঐক্যবদ্ধ করে- i. ভাষা আন্দোলন ii. স্বদেশি আন্দোলন iii. ফরায়েজি আন্দোলন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i,ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৪. |
ভাষা আন্দোলন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কখন ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা’ সংগ্রাম পরিষদ’ গঠিত হয়? |
Ο ক) |
৩ মার্চ, ১৯৫২ |
Ο খ) |
২ মার্চ, ১৯৫১ |
Ο গ) |
২ মার্চ, ১৯৪৭ |
Ο ঘ) |
২মার্চ, ১৯৪৮ |
সঠিক উত্তর: (ঘ)
৩৫. |
ভাষা আন্দোলন বাঙালি জাতির� মধ্যে কী জাগিয়ে তোলে? |
Ο ক) |
গণসচেতনতা |
Ο খ) |
ভয়ভীতি |
Ο গ) |
ঐক্য ও স্বাধীনতার চেতনা |
Ο ঘ) |
ভাষা ও তার মূল্যায়ন |
সঠিক উত্তর: (গ)
৩৬. |
কোন সংগঠন ১৯৪৭ সালে মাতৃভাষায় ‘শিক্ষা দান’ এর দাবি জানায়? |
Ο ক) |
গণ আজাদী লীগ |
Ο খ) |
আওয়ামী মুসলিম লীগ |
Ο গ) |
তমদ্দুন মজলিশ |
Ο ঘ) |
বেঙ্গল ভলান্টিয়ার্স |
সঠিক উত্তর: (ক)
৩৭. |
১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করলে এর বিরোধিতা কে করেন? |
Ο ক) |
শেরে বাংলা এ.কে. ফজলুল হক |
Ο খ) |
ড. মুহম্মদ শহীদুল্লাহ |
Ο গ) |
ড. জিয়াউদ্দিন আহমদ |
Ο ঘ) |
খাজা নাজিমুদ্দীন |
সঠিক উত্তর: (ক)
৩৮. |
ভাষা আন্দোলন কীভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধের ভিত্তি রচনা করেছিল? |
Ο ক) |
পাকিস্তানি সেনাবাহিনী সম্পর্কে আগাম ধারণা প্রাপ্তির মাধ্যমে |
Ο খ) |
ভাষা আন্দোলনের মাধ্যমে পাকিস্তানিদের সাথে গোপন চুক্তি হয় |
Ο গ) |
একুশের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রোহে উদ্বুদ্ধ করেছে |
Ο ঘ) |
ভাষা আন্দোলন বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে শক্তি যুগিয়েছে |
সঠিক উত্তর: (গ)
৩৯. |
‘ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়...........’ গানটির সুরকার কে? |
Ο ক) |
গাজী মাজহারুল আনোয়ার |
Ο খ) |
শ্যামল ঘোষ |
Ο গ) |
মুনীর চৌধুরী |
Ο ঘ) |
আব্দুল লতিফ |
সঠিক উত্তর: (ঘ)
৪০. |
১১ মার্চ সাধারণ ধর্মঘট চলাকালে কতজন গ্রেফতার হয়? |
Ο ক) |
৫০ জন |
Ο খ) |
৫৭ জন |
Ο গ) |
৬৯ জন |
Ο ঘ) |
৭৯ জন |
সঠিক উত্তর: (গ)
৪১. |
১৯৫২ সালের ৩০ জানুয়ারির পরবর্তী সময়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন কে? |
Ο ক) |
অলি আহাদ |
Ο খ) |
শামসুল হক |
Ο গ) |
আব্দুল মতিন |
Ο ঘ) |
কাজী গোলাম মাহবুব |
সঠিক উত্তর: (গ)
৪২. |
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারি পালনের পূর্বে এদিনটিকে কী দিবস হিসেবে পালন করা হতো? |
Ο ক) |
জাতীয় শোক দিবস |
Ο খ) |
মাতৃভাষা দিবস |
Ο গ) |
শহিদ দিবস |
Ο ঘ) |
কলো দিবস |
সঠিক উত্তর: (গ)
৪৩. |
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের উদ্দেশ্য ছিল- |
Ο ক) |
রাষ্ট্রভাষার দাবি আদায়ের জন্য |
Ο খ) |
রাষ্ট্রভাষা উর্দু থাকুক |
Ο গ) |
রাষ্ট্রভাষা হবে বাংলা ও আরবি |
Ο ঘ) |
রাষ্ট্রভাষা হবে হিন্দি |
সঠিক উত্তর: (ক)
৪৪. |
একুশের শহিদদের স্মরণে ‘স্মৃতির মিনার’ কবিতাটি লিখেছিলেন কে? |
Ο ক) |
আলাউদ্দিন আল আজাদ |
Ο খ) |
মাহবুব উল আলম চৌধুরী |
Ο গ) |
আলতাফ মাহমুদ |
Ο ঘ) |
আবদুল গাফ্ফার চৌধুরী |
সঠিক উত্তর: (ক)
৪৫. |
বাঙালি জাতীয়তাবাদের বিকাশে কোনটির অবদান অনেক বেশি? |
Ο ক) |
ভাষা আন্দোলন |
Ο খ) |
মুক্তিযুদ্ধ |
Ο গ) |
গণঅভ্যুত্থান |
Ο ঘ) |
যুক্তফ্রন্ট সরকার |
সঠিক উত্তর: (ক)
৪৬. |
রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী? |
Ο ক) |
সোহরাওয়ার্দী উদ্যান |
Ο খ) |
রমনা পার্ক |
Ο গ) |
বোটানিক্যাল গার্ডেন |
Ο ঘ) |
জিয়া উদ্যান |
সঠিক উত্তর: (ক)
৪৭. |
কার নেতৃত্বে ‘তমদ্দুন মজলিশ’ নামক সংগঠনটি গড়ে ওঠে? |
Ο ক) |
আবুল কাশেম |
Ο খ) |
মওলানা ভাসানী |
Ο গ) |
আতাউর রহমান খান |
Ο ঘ) |
অলি আহাদ |
সঠিক উত্তর: (ক)
৪৮. |
বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হন কোন প্রাদেশিক সরকার? |
Ο ক) |
নাজিমউদ্দিন খানের |
Ο খ) |
নুরুল আমিনের |
Ο গ) |
ইস্কান্দার মীর্জার |
Ο ঘ) |
এ.কে. ফজলুল হকের |
সঠিক উত্তর: (খ)
৪৯. |
নিচের কোন নাটকটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নাটক? |
Ο ক) |
অয়োময় |
Ο খ) |
কোথাও কেউ নেই |
Ο গ) |
বহুব্রীহি |
Ο ঘ) |
কবর |
সঠিক উত্তর: (ঘ)
৫০. |
কোন প্রতিষ্ঠান ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়? |
Ο ক) |
ইউনিসেফ |
Ο খ) |
ইউনেস্কো |
Ο গ) |
ফাও |
Ο ঘ) |
ইউএসএইড |
সঠিক উত্তর: (খ)
৫১. |
প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করার প্রতিবাদে ধর্মঘট পালিত হয় কোন তারিখে? |
Ο ক) |
১৯৪৮ সালের ১১ মার্চ |
Ο খ) |
১৯৪৮ সালের ১৫ মার্চ |
Ο গ) |
১৯৫২ সালের ২৬ জানুয়ারি |
Ο ঘ) |
১৯৫২ সালের ৩০ জানুয়ারি |
সঠিক উত্তর: (ঘ)
৫২. |
১৯৪৭ সালের জুলাই মাসে কে উর্দকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব করেন? |
Ο ক) |
মোহাম্মদ আলী জিন্নাহ |
Ο খ) |
ড. জিয়াউদ্দিন আহমদ |
Ο গ) |
লিয়াকত আলী খান |
Ο ঘ) |
চৌধুরী খালিকুজ্জামান |
সঠিক উত্তর: (খ)
৫৩. |
পাকিস্তানের কেন্দ্রীয় সরকার পাকিস্তান সৃষ্টির পর থেকে পূর্ব পাকিস্তানের স্বতন্ত্র সাংস্কৃতিক সত্তাকে- i. ধ্বংস করতে সক্ষম হয় ii. ধ্বংস করার প্রচেষ্টা চালায় iii. লালন করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৫৪. |
কত তারিখে পাকিস্তান গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানানো হয়েছিল? |
Ο ক) |
১৯৪৭ সালের ২৩ ফেব্রুয়ারি |
Ο খ) |
১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি |
Ο গ) |
১৯৪৭ সালের ২ ফেব্রুয়ারি |
Ο ঘ) |
১৯৪৮ সালের ২ ফেব্রুয়ারি |
সঠিক উত্তর: (খ)
৫৫. |
আলীগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন? |
Ο ক) |
ড. জিয়াউদ্দিন আহমদ |
Ο খ) |
ড. মুহম্মদ শহীদুল্লাহ |
Ο গ) |
ড. শামসুল হক |
Ο ঘ) |
ধীরেন্দ্রনাথ দত্ত |
সঠিক উত্তর: (ক)
৫৬. |
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যাঁরা ভাষার জন্য জীবন দেন তাঁদের মধ্যে অন্যতম হলেন- i. আব্দুল জব্বার ii. মতিউর রহমান iii. শফিউর রহমান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i,ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৫৭. |
রাষ্ট্রভাষা বাংলা কত সালে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভূক্ত হয়? |
Ο ক) |
১৯৫২ |
Ο খ) |
১৯৫৩ |
Ο গ) |
১৯৫৬ |
Ο ঘ) |
১৯৫৮ |
সঠিক উত্তর: (গ)
৫৮. |
পাকিস্তানি শাসনপর্বে প্রথম জাতীয় মুক্তির আন্দোলন কোনটি? |
Ο ক) |
ভাষা আন্দোলন |
Ο খ) |
স্বাধিকার আন্দোলন |
Ο গ) |
উনসত্তরের গণঅভ্যুত্থান |
Ο ঘ) |
মুক্তিযুদ্ধ আন্দোলন |
সঠিক উত্তর: (ক)
৫৯. |
তমদ্দুন মজলিশ গড়ে ওঠে কেন? |
Ο ক) |
মাতৃভাষার দাবি আদায়ের জন্য |
Ο খ) |
স্বাধীনতা লাভের জন্য |
Ο গ) |
কৃষকের স্বার্থ প্রতিষ্ঠার জন্য |
Ο ঘ) |
শিক্ষার দাবি প্রতিষ্ঠার জন্য |
সঠিক উত্তর: (ক)
৬০. |
কোন ভাষা বিজ্ঞানী পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে গ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেন? |
Ο ক) |
ড. আনিসুজ্জামান |
Ο খ) |
পবিত্র সরকার |
Ο গ) |
ড. মুহম্মদ শহীদুল্লাহ |
Ο ঘ) |
হরপ্রসাদ শাস্ত্রী |
সঠিক উত্তর: (গ)
৬১. |
১৯৪৮ সালের ২১ মার্চ কে দ্ব্যর্থহীন কণ্ঠে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষনা করেন? |
Ο ক) |
আইয়ুব খান |
Ο খ) |
মোহাম্মদ আলী জিন্নাহ |
Ο গ) |
ইয়াহিয়া খান |
Ο ঘ) |
জুলফিকার আলী ভুট্টো |
সঠিক উত্তর: (খ)
৬২. |
পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা হচ্ছে- i. দেশের সর্বত্র উর্দু ভাষার ব্যবহার ii. গণপরিষদে শুধু উর্দু ও ইংরেজি ভাষার ব্যবহার iii. করাচির শিক্ষা সম্মেলনে রাষ্ট্রভাষঅ উর্দু সিদ্ধান্ত গ্রহণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৬৩. |
পূর্ব পাকিস্তাতনের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন ১৯৪৮ সালের কত তারিখে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন? |
Ο ক) |
৯ মার্চ |
Ο খ) |
১১ মার্চ |
Ο গ) |
১৫ মার্চ |
Ο ঘ) |
২০ মার্চ |
সঠিক উত্তর: (গ)
৬৪. |
২২ ফেব্রুয়ারি প্রথম শহিদ মিনার কে উদ্বোধন করেন? |
Ο ক) |
শহিদ শফিউরের মাতা |
Ο খ) |
শহিদ শফিউরের পিতা |
Ο গ) |
শহিদ বরকতের পিতা |
Ο ঘ) |
শহিদ সালামের মাতা |
সঠিক উত্তর: (খ)
৬৫. |
২২ ফেব্রুয়ারি শোক র্যালিতে পুলিশের গুলিতে শহিদ হন কোন ভাষা সৈনিক? |
Ο ক) |
আব্দুস সালাম |
Ο খ) |
শফিউর |
Ο গ) |
আবুল বরকত |
Ο ঘ) |
আব্দুল জব্বার |
সঠিক উত্তর: (খ)
৬৬. |
মোহাম্মদ আলী জিন্নাহকে অনুকরণ করে পাকিস্তানের উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিলেন কোন প্রধানমন্ত্রী? |
Ο ক) |
মোহাম্মদ আলী বগুড়া |
Ο খ) |
চৌধুরী মোহাম্মদ আলী |
Ο গ) |
লিয়াকত আলী খান |
Ο ঘ) |
খাজা নাজিমুদ্দীন |
সঠিক উত্তর: (ঘ)
৬৭. |
আমরা ২১ ফ্রেব্রুয়ারির সময় শহিদ মিনারে যাই। এটি ভাষা আন্দোলনের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত। এই স্মৃতি স্তম্ভ- i. বাঙালি যুবকদের রক্তদানের স্বীকৃতি ii. বাঙালিদের প্রথম প্রতিবাদের স্মারক iii. ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাস্তম্ভ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৮. |
বাংলা ভাষা ও সাহিত্যে ভাষঅ আন্দোলন একটি বিশেষ স্থান দখল করে আছে। এর ছাপ দেখা যায় বিশেষ রচানায়। যেমন জহির রায়হানের রচনা- |
Ο ক) |
কবর |
Ο খ) |
আরেক ফাল্গুন |
Ο গ) |
হাজার বছর ধরে |
Ο ঘ) |
সংশপ্তক |
সঠিক উত্তর: (খ)
৬৯. |
কোন ধরনের প্রতিষ্ঠান হিসেবে ‘তমদ্দুন মজলিশ’ গড়ে উঠেছিল? |
Ο ক) |
সাহায্যকারী প্রতিষ্ঠান |
Ο খ) |
সাংস্কৃতিক প্রতিষ্ঠান |
Ο গ) |
রাজনৈতিক প্রতিষ্ঠান |
Ο ঘ) |
অর্থনৈতিক প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (খ)
৭০. |
কেন্দ্রীয় শহিদ মিনার কে উন্মোচন করেন? |
Ο ক) |
শহিদ শফিউর রহমানের বাবা |
Ο খ) |
শহিদ জব্বারের বাবা |
Ο গ) |
শহিদ বরকতের বাবা |
Ο ঘ) |
শহিদ সালামের বাবা |
সঠিক উত্তর: (ক)
৭১. |
পাকিস্তানের শুরু থেকেই কাদের হাতে শাসনভার কেন্দ্রীভূত হতে থাকে? |
Ο ক) |
পূর্ব বাংলার ধনিক গোষ্ঠীর |
Ο খ) |
পশ্চিম পাকিস্তানের ধনিক গোষ্ঠীর |
Ο গ) |
পূর্ব বাংলার রাজনীতিবিদদের |
Ο ঘ) |
পশ্চিম পাকিস্তনের রাজনীতিবিদদের |
সঠিক উত্তর: (খ)
৭২. |
১৯৫২ সালের ২৬ জানুয়ারি এক জনসভায় খাজা নাজিমুদ্দীন জিন্নাহকে অনুকরণ করে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা প্রদান করেন। এ সময় খাজা নাজিমুদ্দীন কী দায়িত্বে ছিলেন? |
Ο ক) |
পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী |
Ο খ) |
পাকিস্তানের প্রধানমন্ত্রী |
Ο গ) |
পাকিস্তানের স্পিকার |
Ο ঘ) |
প্রাদেশিক আইনসভার স্পিকার |
সঠিক উত্তর: (খ)
৭৩. |
২১ ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে রচিত ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটি কে রচানা করেন? |
Ο ক) |
আব্দুল লতিফ |
Ο খ) |
আব্দুল গাফ্ফার চৌধুরী |
Ο গ) |
মাহবুবু-উল-আলম চৌধুরী |
Ο ঘ) |
আলাউদ্দিন আল আজাদ |
সঠিক উত্তর: (ক)
৭৪. |
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘের কোন অঙ্গ প্রতিষ্ঠান? |
Ο ক) |
ইউনিসেফ |
Ο খ) |
ফাও |
Ο গ) |
ইউএনডিপি |
Ο ঘ) |
ইউনেস্কো |
সঠিক উত্তর: (ঘ)
৭৫. |
ভাষা আন্দোলনের তাৎপর্য হলো- i. পরবর্তীকালের সকল আন্দোলনে অনুপ্রেরণা যোগায় ii. বাঙালিদের ঐক্য ও স্বাধীনতার চেতনায় অনুপ্রাণিত করে iii. এটি বাঙালিদের মুক্তির প্রথম আন্দোলন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৬. |
রেসকোর্স ময়দানের বর্তমান নাম কোনটি? |
Ο ক) |
ওসমানী উদ্যান |
Ο খ) |
জিয়া উদ্যান |
Ο গ) |
সোহরাওয়ার্দী উদ্যান |
Ο ঘ) |
চন্দ্রিমা উদ্যান |
সঠিক উত্তর: (গ)
৭৭. |
পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরেও দেশে ঐক্য প্রতিষ্ঠা হয়নি। এর কারণ হিসেবে মনে করা হয়- i. সম্পদের সুষম বন্টন না করা ii. স্বায়ত্তশাসনের দাবির প্রতি অভজ্ঞা করা iii. সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাকে মর্যাদা না দেওয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৮. |
‘তমদ্দুন মজলিশ’ প্রকাশিত ভাষা আন্দোলনের পুস্তিকাটির নম কী? |
Ο ক) |
উর্দু ভাষায় শিক্ষা দান |
Ο খ) |
পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু |
Ο গ) |
বাংলার ভাষা বাংলা |
Ο ঘ) |
বাংলা ভাষার যৌক্তিক দাবি |
সঠিক উত্তর: (খ)
৭৯. |
কে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা হিসেবে উর্দুকে গ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেছিলেন? |
Ο ক) |
ধীরেন্দ্রনাথ দত্ত |
Ο খ) |
এ.কে. ফজলুল হক |
Ο গ) |
হোসেন শহীদ সোহরাওয়ার্দী |
Ο ঘ) |
আবুল মুনসুর আহমেদ |
সঠিক উত্তর: (খ)
৮০. |
ভাষা শহিদদের স্মরণে নির্মিত প্রথম শহিদ মিনার উদ্বোধন করেছিলেন কে? |
Ο ক) |
শহিদ শফিউরের পিতা |
Ο খ) |
শহিদ আবুল বরকতের পিতা |
Ο গ) |
শহিদ আব্দুল জব্বারের পিতা |
Ο ঘ) |
শহিদ রফিকউদ্দিনের পিতা |
সঠিক উত্তর: (ক)
৮১. |
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৫২ সালের কত তারিখে দেশব্যাপী হরতার আহ্বান করেন? |
Ο ক) |
২০ জানুয়ারি |
Ο খ) |
১ ফেব্রুয়ারি |
Ο গ) |
২১ ফেব্রুয়ারি |
Ο ঘ) |
২৩ ফেব্রুয়ারি |
সঠিক উত্তর: (গ)
৮২. |
কখন পূর্ব বাংলার জনগণ পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র এবং দ্বিজাতি তত্ত্বের ভুলগুলো বুঝাতে শুরু করে? |
Ο ক) |
বঙ্গভঙ্গের পর |
Ο খ) |
বঙ্গভঙ্গ রদের পর |
Ο গ) |
ভাষা আন্দোলনের পর |
Ο ঘ) |
পাকিস্তান প্রতিষ্ঠার পর |
সঠিক উত্তর: (ঘ)
৮৩. |
কোন শহরে ১৯৪৭ সালের শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? |
Ο ক) |
পেশোয়ার |
Ο খ) |
লহোর |
Ο গ) |
করাচি |
Ο ঘ) |
রাওয়ালপিন্ডি |
সঠিক উত্তর: (গ)
৮৪. |
তমদ্দুন মজলিশ কখন গঠিত হয়? |
Ο ক) |
১৯৪৫ সালের ২ জানুয়ারি |
Ο খ) |
১৯৪৬ সালের ১৭ জুন |
Ο গ) |
১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর |
Ο ঘ) |
১৯৪৮ সালের ২ সেপ্টেম্বর |
সঠিক উত্তর: (গ)
৮৫. |
‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’- কবিতাটির রচয়িতা কে? |
Ο ক) |
কবি আলাউদ্দিন আল আজাদ |
Ο খ) |
কবি মাহবুব-উল-আলম চৌধুরী |
Ο গ) |
কবি শামসুর রহমান |
Ο ঘ) |
কবি জসীমউদ্দীন |
সঠিক উত্তর: (খ)
৮৬. |
ভাষা আন্দোলনের সময় চাকমারা সমর্থন করেছিল কোন ভাষাকে? |
Ο ক) |
উর্দু |
Ο খ) |
বাংলা |
Ο গ) |
চাকমা ভাষা |
Ο ঘ) |
আঞ্চলিক ভাষা |
সঠিক উত্তর: (খ)
৮৭. |
‘বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন’ করার প্রস্তাব গ্রহণ করা হয় কোন সংগঠনের যুবকর্মী সম্মেলনে? |
Ο ক) |
বেঙ্গল ভলান্টিয়ার্স |
Ο খ) |
আওয়ামী মুসলিম লীগ |
Ο গ) |
গণ আজাদী লীগ |
Ο ঘ) |
অর্থনৈতিক প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (ঘ)
নিচের উদ্দীকটি পড় এবং নিচের ২টি নং প্রশ্নের উত্তর দাও: জহির রায়হানের ‘একুশের গল্পে’ মমিন পড়লো ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করলে পুলিশ মিছিলের ওপর গুলি চালায় এতে রফিক, জব্বার, বরকত নিহত হন। মমিন বিষয়টা পড়ে খুব চিন্তিত। |
৮৮. |
মমিনের পঠিত গল্পে কোন আন্দোলনের কথা বলা হয়েছে? |
Ο ক) |
ভাষা আন্দোলন |
Ο খ) |
স্বাধীনতা সংগ্রাম |
Ο গ) |
গণঅভ্যুত্থান |
Ο ঘ) |
ছয় দফা আন্দোলন |
সঠিক উত্তর: (ক)
৮৯. |
উক্ত আন্দোলনের অর্জন� ছিল- i. সংস্কৃত ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দান ii. বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষঅর মর্যাদা দান iii. একুশে ফেব্রুয়ারির স্মরণে যুক্তফ্রন্টের একুশ দফা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
Thanks a lot.
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুনভালো পোস্ট।
উত্তরমুছুনThanks 😊
উত্তরমুছুন