NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৪: মালিকানার ভিত্তিতে ব্যবসায়(1-250)


এস.এস.সি    ||    ব্যবসায় উদ্যোগ
অধ্যায় - ৪: মালিকানার ভিত্তিতে ব্যবসায়


১.
কোনটি একমালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত?
i. চিত্রকর্মের দোকান
ii. ছবি তোলার দোকান
iii. মিষ্টির দোকান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২.
‘ক কোম্পানি লিমিটেড জাপানে গঠিত ও নিবন্ধিত হয়। পরবর্তীতে বাংলাদেশে কার্য পরিচালনার জন্য বাংলাদেশে বিদ্যমান কোম্পানি আইন অনুযায়ী পুণরায় নিবন্ধিত হয়। ‘ক’ কোম্পানি একটি-
Ο ক) 
বহুজাতিক কোম্পানি
Ο খ) 
বিদেশি কোম্পানি
Ο গ) 
আন্তর্জাতিক কোম্পানি
Ο ঘ) 
যৌথমূলধনী কোম্পানি

  সঠিক উত্তর: (ঘ)

৩.
কোনটি যৌথমূলধনী কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য?
i. ব্যবসায় একটি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান
ii. কোম্পানির মালিকানা থেকে ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা
iii. কোম্পানি ব্যবসায়ের সদস্যগণের দায় সীমিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪.
কোনটি এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র?
Ο ক) 
রেষ্টুরেন্ট
Ο খ) 
পাঁচ তারকা হোটেল
Ο গ) 
কয়লা উত্তোলন
Ο ঘ) 
ইস্পাত তৈরি

  সঠিক উত্তর: (ক)

৫.
রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
Ο ক) 
জনসেবা
Ο খ) 
জনকল্যাণ
Ο গ) 
মূলধন গঠন
Ο ঘ) 
ক ও খ

  সঠিক উত্তর: (ঘ)

৬.
শহরে বা পৌরসভা এলাকায় ব্যবসায় করতে হলে উদ্যোক্তাকে কী সংগ্রহ করতে হয়?
Ο ক) 
নিবন্ধনপত্র
Ο খ) 
ট্রেড লাইসেন্স
Ο গ) 
প্রত্যয়নপত্র
Ο ঘ) 
অনুমতি পত্র

  সঠিক উত্তর: (খ)

৭.
একমালিকানা ব্যবসায়ের যেকোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ ত্বরান্বিত হয় কেন?
Ο ক) 
মূলধনের পরিমাণ কম
Ο খ) 
কারবারের গন্ডি খুব ক্ষুদ্র
Ο গ) 
প্রত্যক্ষ নিয়ন্ত্রণ
Ο ঘ) 
মালিকের সিদ্ধান্তই চূড়ান্ত

  সঠিক উত্তর: (ঘ)

৮.
কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করে কোন কোম্পানি?
Ο ক) 
প্রাইভেট লি. কোম্পানি
Ο খ) 
পাবলিক লি. কোম্পানি
Ο গ) 
বিদেশি কোম্পানি
Ο ঘ) 
দেশি কোম্পানি

  সঠিক উত্তর: (খ)

৯.
কোম্পানি নিবন্ধনের জন্য বেশি প্রয়োজন-
Ο ক) 
কোম্পানির বিবরণপত্র
Ο খ) 
কোম্পানির স্মারকলিপি/সংঘস্মারক
Ο গ) 
কোম্পানির সংঘ-বিধি
Ο ঘ) 
কোম্পানির ঋণপত্র

  সঠিক উত্তর: (খ)

১০.
আইনের চোখে কোন ব্যবসায়ের পৃথক কোন সত্ত্বা নেই?
Ο ক) 
একমালিকানা ব্যবসায়
Ο খ) 
অংশীদারি ব্যবসায়
Ο গ) 
সমবায় ব্যবসায়
Ο ঘ) 
রাষ্ট্রীয় ব্যবসায়

  সঠিক উত্তর: (ক)

১১.
নামমাত্র অংশীদার কোন ব্যক্তি?
Ο ক) 
যে ব্যবসায় নাম মাত্র মূলধন বিনিয়োগ করে
Ο খ) 
যে ব্যবস্থাপনা ও পরিচালনায় অংশগ্রহণ করে কিন্তু বিনিয়োগ করে না
Ο গ) 
যে অংশীদার ফার্মে ব্যক্তির নামের সুনাম ব্যভার করতে দেয়
Ο ঘ) 
যে পূর্বে ব্যবসায়ের সাথে যুক্ত ছিলেন

  সঠিক উত্তর: (গ)

১২.
কোন প্রতিষ্ঠানে মালিকানা থেকে নিয়ন্ত্রণ পৃথক?
Ο ক) 
একমালিকানা কারবার
Ο খ) 
যৌথমূলধনী কারবার
Ο গ) 
সমবায় সমিতি
Ο ঘ) 
খ ও গ

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
আইনসৃষ্ট প্রতিষ্ঠান কোনটি?
Ο ক) 
অংশীদারি ব্যবসায়
Ο খ) 
কোম্পানি সংগঠন
Ο গ) 
সমবায় সংগঠন
Ο ঘ) 
একক মালিকানা

  সঠিক উত্তর: (খ)

১৪.
সমবায় সমিতির মূলনীতি কয়টি?
Ο ক) 
৮টি
Ο খ) 
৭টি
Ο গ) 
৬টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
‘জীবন বীমা কর্পোরেশন’ কোন মন্ত্রণালয়ের অধীন?
Ο ক) 
সমাজকল্যাণ
Ο খ) 
তথ্য
Ο গ) 
বীমা
Ο ঘ) 
অর্থ

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
একমালিকানা ব্যবসায়ের সবচেয়ে উপযুক্ত ক্ষেত্রগুলো হলো-
i. স্থানীয় চাহিদার পণ্য
ii. দ্রুত পরিবর্তনশীল চাহিদার পণ্য
iii. পচনশীল পণ্যের ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
২৯৭২ সালে ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভের পর কী উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক, আর্খিক ও বিমা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে?
i. সুসম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে
ii. সকল প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে
iii. জনকল্যাণ নিশ্চিত করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৮.
বাংলাদেশ ব্যাংক কোন মন্ত্রণালয়ের অধীন?
Ο ক) 
শিল্প
Ο খ) 
অর্থ
Ο গ) 
বাণিজ্য
Ο ঘ) 
তথ্য

  সঠিক উত্তর: (খ)

১৯.
কোন ব্যবসায় নিজস্ব নামে পরিচালিত হতে পারে না?
Ο ক) 
অংশীদারি ব্যবসায়
Ο খ) 
প্রাইভেট লি. কোম্পানি
Ο গ) 
পাবলিক লি. কোম্পানি
Ο ঘ) 
রাষ্ট্রীয় কারবার

  সঠিক উত্তর: (ক)

২০.
কোনটি নামমাত্র অংশীদারের বৈশিষ্ট্য?
i. অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না
ii. অংশীদারদের দায় সাধারণ অংশীদারদের মতো অসীম নয়
iii. অংশীদারদের ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১.
তারেক কোনো প্রকার অংশীদার না হয়েও নিজেকে সান হোটেলের একজন অংশীদার বলে পরিচয় দেয়। তারেক কে কোন ধরনের অংশীদার বলা যায়?
Ο ক) 
আপাতদৃষ্টিতে অংশীদার
Ο খ) 
সীমাবদ্ধ অংশীদার
Ο গ) 
আচরণে অনুমিত অংশীদার
Ο ঘ) 
প্রতিবন্ধ অংশীদার

  সঠিক উত্তর: (গ)

২২.
কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন হতে পারে- এটি অংশীদারি আইনের কত ধারায় বলা হয়েছে?
Ο ক) 
৪১
Ο খ) 
৪২
Ο গ) 
৪৩
Ο ঘ) 
৪৪

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
আমদের দেশে অধিকাংশ ব্যবসায় প্রতিষ্ঠানই একমালিকানা ব্যবসায়ের ভিত্তিতে গড়ে উঠেছে। এর পিছনে কারণ হলো-
i. এটি জীবিকা অর্জনের সহজ উপায়
ii. স্বল্প পুজিঁতে এরূপ ব্যবসায় গড়ে তোলা যায়
iii. দ্রুত বড়লোক হওয়ার সহজ উপায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৪.
যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ না করে শুধু শ্রম ও মেধা বিনিয়োগ করে তাকে কী বলে?
Ο ক) 
ঘুমন্ত পার্টনার
Ο খ) 
নামমাত্র অংশীদার
Ο গ) 
সাধারণ অংশীদার
Ο ঘ) 
কর্মী অংশীদার

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
সমিতির আবেদনক্রমে কে ইচ্ছা করলে প্রতিষ্ঠান পরিচালনার জন্য সরকারি কর্মচারী নিয়োগ দিতে পারেন?
Ο ক) 
সরকার
Ο খ) 
আদালত
Ο গ) 
ব্যবস্থাপনা কমিটি
Ο ঘ) 
নিবন্ধক

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ পড়ুয়া ১৭ জন ছাত্র চুক্তিবদ্ধ হয়ে আজিজ সুপার মার্কেটে একটি টি শার্টের দোকান দিল। ছাত্রদের সংগঠনটি কী প্রকৃতির?
Ο ক) 
ব্যাংকিং অংশীদারি সংগঠন
Ο খ) 
সাধারণ অংশীদারি সংগঠন
Ο গ) 
যোথ মূলধনী কোম্পানী
Ο ঘ) 
সমবায় সমিতি

  সঠিক উত্তর: (খ)

২৭.
সমবায় সমিতির ক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয়?
Ο ক) 
এটি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান
Ο খ) 
এর শেয়ার নির্বিঘ্নে হস্তান্তর করা যায় না
Ο গ) 
কোনো সদস্য মূলধনের এক পঞ্চমাংশের বেশি মালিক হতে পারে না
Ο ঘ) 
এর উদ্দেশ্য মুনাফা সর্বোচ্চকরণ করা

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
অংশীদারি ব্যবসায়ের সফলতা কীসের ওপর নির্ভর করে?
Ο ক) 
মূলধনের ওপর
Ο খ) 
শিক্ষাগত যোগ্যতার ওপর
Ο গ) 
পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর
Ο ঘ) 
সুনামের ওপর

  সঠিক উত্তর: (গ)

২৯.
স্বাধীনতার পর থেকে সমবায় সংগঠনের অবদান হলো-
i. জাতীয় উন্নয়ন
ii. স্বকর্মসংস্থান
iii. পুঁজিবাদ রক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩০.
মজিদ ও সাজিদ একটি অংশীদারি প্রতিষ্ঠান গঠন করতে চায়। তারা সাফল্য লাভ করবে যদি-
i. লিখিত চুক্তিতে আবদ্ধ হয়
ii. যদি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়
iii. ঝগড়া বিবাদ এড়ানোর জন্য লিখিত অঙ্গীকার করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩১.
অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রের বিষয়বস্ত কয়টি?
Ο ক) 
৮টি
Ο খ) 
১২টি
Ο গ) 
১৪টি
Ο ঘ) 
১৭টি

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
কৃত্রিম ব্যক্তিসত্তা হওয়ার কারণে কোম্পানি যেসব সুবিধা ভোগ করে থাকে সেগুলো হলো-
i. সিল ব্যবহার করতে হবে
ii. অন্যের সাথে চুক্তি ও লেনদেন করতে পারে
iii. প্রয়োজনে মামলা করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩.
দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে যে ব্যবসায় গঠন করে তাকে কী বলে?
Ο ক) 
একমালিকানা ব্যবসায়
Ο খ) 
সমবায় সমিতি
Ο গ) 
কোম্পানি সংগঠন
Ο ঘ) 
অংশীদারি ব্যবসায়

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
ঝুমু, নিপা ও নদী রং নামক� একটি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করছে। বর্তমানে ঝুমু ঋণগ্রস্থ� এবং আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়েছেন। এক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের বিলোপসাধন হবে?
Ο ক) 
বাধ্যতামূলক
Ο খ) 
বিশেষ ঘটনা সাপেক্ষে
Ο গ) 
আদালত কর্তৃক
Ο ঘ) 
বিজ্ঞপ্তি দ্বারা

  সঠিক উত্তর: (খ)

৩৫.
কোন কোম্পানি পরিচালনার জন্য কম পক্ষে ২ জন পরিচালক থাকতে হবে?
Ο ক) 
একমালিকানা
Ο খ) 
অংশীদারি
Ο গ) 
প্রাইভেট লিমিটেড
Ο ঘ) 
পাবলিক লিমিটেড

  সঠিক উত্তর: (খ)

৩৬.
প্রকৃত পক্ষে অংশীদারি ব্যবসায়ের পাওনাদার হল-
i. ঘুমন্ত অংশীদার
ii. আপাত দৃষ্টিতে অংশীদার
iii. সীমিত অংশীদার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৭.
মূলত অংশীদারি ব্যবসায় উদ্ভব হয়-
Ο ক) 
যৌথভাবে ব্যবসায় করার উদ্দেশ্যে
Ο খ) 
একমালিকানা ব্যবসায়ের অসুবিধা দূর করতে
Ο গ) 
বৃহৎ ব্যবসায় করার উদ্দেশ্যে
Ο ঘ) 
সমবায়ের অসুবিধা দূর করতে

  সঠিক উত্তর: (খ)

৩৮.
বাংলাদেশ ব্যাংকে কোথায় অবস্থিত?
Ο ক) 
মতিঝিল
Ο খ) 
লালবাগ
Ο গ) 
মগবাজার
Ο ঘ) 
উত্তরা

  সঠিক উত্তর: (ক)

৩৯.
সমবায় সমিতির পরিশোধিত শেয়ার মূলধনের ক্ষেত্রে উপযুক্ত তথ্য হলো-
i. ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির ক্ষেত্রে কমপক্ষে এক কোটি টাকা
ii. জাতীয় সমবায় সমিতির ক্ষেত্রে কমপক্ষে এক লক্ষ টাকা
iii. স্বেচ্ছায় গঠিত প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে কমপক্ষে বিশ হাজার টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪০.
কোনটি একমালিকানা ব্যবসায়ের জন্য বিশেষ উপযোগী?
Ο ক) 
শিল্প
Ο খ) 
কারখানা
Ο গ) 
আর্থিক প্রতিষ্ঠান
Ο ঘ) 
মুদি দোকান

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
একমালিকানা ব্যবসায় এর যেকোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ ত্বরান্বিত হয়, কারণ কী?
Ο ক) 
মূলধনের পরিমাণ কম
Ο খ) 
কারবারের গন্ডি খুব ক্ষুদ্র
Ο গ) 
প্রত্যক্ষ নিয়ন্ত্রণ
Ο ঘ) 
মালিকের সিদ্ধান্তিই চূড়ান্ত

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
অংশীদারি ব্যবসায়ে কখন আস্থা সংগঠন দেখা দেয়?
Ο ক) 
সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হলে
Ο খ) 
চুক্তি লিখিত না হলে
Ο গ) 
মুনাফা কম হলে
Ο ঘ) 
পারস্পরিক বিশ্বযোগ্যতা হারালে

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
কোন দেশের প্রায় ৮০% ব্যবসায় একমালিকানাভিত্তিক?
i. ইউরোপ
ii. মধ্যপ্রাচ্য
iii. আমেরিকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪৪.
সমবায় সমিতির অন্যতম বৈশিষ্ট্য হল-
i. একটি সাধারণ সিলমোহর আকারে
ii. সদস্যদের দায় অসীম
iii. সমিতির নামে যেকেউ মামলা করতে পারবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৫.
কোন ধরনের সমবায় সমিতির নামের শেষে লিমিটেড যুক্ত হয়?
Ο ক) 
বীমা সমবায় সমিতি
Ο খ) 
সসীমদায় সমবায় সমিতি
Ο গ) 
বহুমুখী সমবায় সমিতি
Ο ঘ) 
অসীমদায় সমবায় সমিতি

  সঠিক উত্তর: (খ)

৪৬.
‘অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়’- এটি বলা হয়েছে-
Ο ক) 
১৯৯৪ সালের কোম্পানি আইনে
Ο খ) 
১৯৩২ সালের অংশীদারি আইনে
Ο গ) 
১৯৫৭ সালের অংশীদারি নিবন্ধন আইনে
Ο ঘ) 
২০০৫ সালের কোম্পানি নিবন্ধন আইনে

  সঠিক উত্তর: (খ)

৪৭.
কোনটি সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যবসায় সংগঠন?
Ο ক) 
চায়ের দোকান
Ο খ) 
জুয়েলারি দোকান
Ο গ) 
কাপড়ের দোকান
Ο ঘ) 
ঔষধের দোকান

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
কোন ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় উপযোগী?
Ο ক) 
ক্ষুদ্রায়তনের সংগঠন
Ο খ) 
স্বল্প পুঁজির ব্যবসায়
Ο গ) 
কম ঝুঁকির ব্যবসায়
Ο ঘ) 
সকল ক্ষেত্রে

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
সাধারণ অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে কত জন?
Ο ক) 
১০ জন
Ο খ) 
২০ জন
Ο গ) 
৩০ জন
Ο ঘ) 
৪০ জন

  সঠিক উত্তর: (খ)

৫০.
বাংলাদেশ রেলওয়ে কোন মন্ত্রণালয়ের অধীন?
Ο ক) 
পরিবহন
Ο খ) 
যোগাযোগ
Ο গ) 
শিল্প
Ο ঘ) 
জ্বালানি

  সঠিক উত্তর: (খ)

৫১.
সর্বাধিকসংখ্যক লোপকের কর্সংস্থানের সুযোগ সৃষ্টি করে-
i. একমালিকানা সংগঠন
ii. অংশীদারি সংগঠন
iii. কোম্পানি সংগঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫২.
সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে কোথায়?
Ο ক) 
দক্ষিণ আমেরিকাতে
Ο খ) 
এশিয়াতে
Ο গ) 
অস্ট্রেলিয়াতে
Ο ঘ) 
ইঊরোপে

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
সমবায় সমিতির একজন ব্যক্তির সর্বোচ্চ শেয়ার ক্রয়ের সীমা কত?
Ο ক) 
৫,০০০ টাকা
Ο খ) 
৬,০০০ টাকা
Ο গ) 
মোট মূলধনের ১৫%
Ο ঘ) 
মোট মূলধনের ২৫%

  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
জনাব সুমন সম্প্রতি অংশীদারি ব্যবসায়ের মালিকানা কোম্পানিতে পরিণত করার মাধামে জনগনের নিকট শেয়ার বিক্রয় করার উদ্যোগ নেন। কী কারণে তিনি কোম্পানি ব্যবসায় গঠন করেন?
Ο ক) 
অসীম দায়
Ο খ) 
মূলধনের সীমাবদ্ধতা
Ο গ) 
স্থায়িত্বহীনতা
Ο ঘ) 
আইনগত সুবিধা

  সঠিক উত্তর: (খ)

৫৫.
সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সং খ্যা দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে কী বলা হয়?
Ο ক) 
প্রাইভেট লিমিটেড কোম্পানি
Ο খ) 
পাবলিক লিমিটেড কোম্পানি
Ο গ) 
অসীম দায় সম্পন্ন কোম্পানি
Ο ঘ) 
সাধারণ পরিমিত যৌথ মূলধনী কোম্পানি

  সঠিক উত্তর: (খ)

৫৬.
বাংলাদেশ পর্যটন সংস্থা একটি রাষ্ট্রীয় ব্যবসায়। এ ব্যবসায়ের লাভ হলে তা কোন কাজে ব্যয় হবে?
Ο ক) 
সরকারি ভ্রমণে
Ο খ) 
মন্ত্রীদের পর্যটন খাতে
Ο গ) 
বিনিয়োগ খাতে
Ο ঘ) 
জনকল্যাণে

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
চুক্তিতে উল্লেখ না থাকলে ব্যবসায় পরিচালনায় নিয়োজিত অংশীদার কত পারিশ্রমিক পাবে?
Ο ক) 
মাসিক ৫০০ টাকা হারে
Ο খ) 
বাৎসরিক ৫০০ টাকা হারে
Ο গ) 
অংশিদারের চাহিদানুযায়ী
Ο ঘ) 
কোনো পারিশ্রমিক দেয়া হয় না

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
যৌথ মূলধনী কম্পানিতে সদস্যদের দায় কীসের দ্বারা সীমাবদ্ধ?
Ο ক) 
শেয়ার মূল্য দ্বারা
Ο খ) 
প্রতিশ্রুতি দ্বারা
Ο গ) 
কর্তব্য দ্বারা
Ο ঘ) 
মুনাফা দ্বারা

  সঠিক উত্তর: (ক)

৫৯.
অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা-
i. সাধারণ ব্যবসায়ের ২ থেকে ২০ জন
ii. সাধারণ ব্যবসায়ের ৭ থেকে ২০ জন
iii. সাধারণ ব্যবসায়ের ২ থেকে ১০ জন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬০.
জীবন বীমা কর্পোরেশন কোন মন্ত্রণালয়ের অধীনে?
Ο ক) 
শিল্প মন্ত্রণালয়
Ο খ) 
বাণিজ্য মন্ত্রণালয়
Ο গ) 
অর্থ মন্ত্রণালয়
Ο ঘ) 
তথ্য মন্ত্রণালয়

  সঠিক উত্তর: (গ)

৬১.
কোম্পানির অস্তিত্ব কোন ধরনের?
Ο ক) 
ক্ষণস্থায়ী প্রকৃতির
Ο খ) 
চিরস্থায়ী প্রকৃতির
Ο গ) 
অস্থায়ী প্রকৃতির
Ο ঘ) 
নির্দিষ্ট মেয়াদী

  সঠিক উত্তর: (খ)

৬২.
শ্রাবণী ও তার বন্ধুরা মিলে একটি ব্যবসায় শুরু করেছিলেন। গত বছরই তারা প্রতিষ্ঠানটিকে যৌথ মূলধনী ব্যবসায়ে রূপান্ত্র করেন। ঐ বছর তাদের লাভ হয়েছিল ৯৫,০০০ টাকা। এ লাভ তারা কীভাবে পাবেন?
Ο ক) 
চুক্তি অনুযায়ী
Ο খ) 
সমান হারে
Ο গ) 
শেয়ার অনুপাতে
Ο ঘ) 
আইন অনুযায়ী

  সঠিক উত্তর: (গ)

৬৩.
অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার জন্য আবেদনপত্রে কয়টি বিষয়ের উল্লেখ করতে হয়?
Ο ক) 
৮টি
Ο খ) 
১২টি
Ο গ) 
১৪টি
Ο ঘ) 
১৬টি

  সঠিক উত্তর: (ক)

৬৪.
একটি কোম্পানি প্রকৃতপক্ষে জন্মলাভ করে কখন?
Ο ক) 
নিবন্ধনপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে
Ο খ) 
নিবন্ধনপত্র পাওয়ার আগে
Ο গ) 
নিবন্ধনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে
Ο ঘ) 
নিবন্ধনপত্র পাওয়ার কিছু সময় পর

  সঠিক উত্তর: (ক)

৬৫.
কারা পাবলিক লিমিটেড কোম্পানির মালিক?
Ο ক) 
পরিচালকগণ
Ο খ) 
কর্মীগণ
Ο গ) 
শেয়ারহোল্ডারগণ
Ο ঘ) 
জনসাধারণ

  সঠিক উত্তর: (খ)

৬৬.
জনাব মনির সততা ট্রেডার্সের একজন সক্রিয় অংশীদার। তিনি ২০১০ সালে তার মূল ধন উত্তোলন না করে তা ব্যবসায় জমা রাখেন। এ অবস্থায় জনাগ মনিরকে কীরূপ অংশীদার হিসেবে চিহ্নিত করা যেতে পারে?
Ο ক) 
আপাতদৃষ্টিতে অংশীদার
Ο খ) 
সীমিত অংশীদার
Ο গ) 
সাধারণ অংশীদার
Ο ঘ) 
নামমাত্র অংশীদার

  সঠিক উত্তর: (ক)

৬৭.
একমালিকানা কারবারকে সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় সংগঠন বলা হয় কেন?
Ο ক) 
প্রাচীনকালে শুরু হয়েছিল বিধায়
Ο খ) 
পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়েছিল বিধায়
Ο গ) 
একক মালিকানা বিধায়
Ο ঘ) 
আধুনিক নয় বিধায়

  সঠিক উত্তর: (খ)

৬৮.
অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন ক্রার সময় যে আবেদনপত্র দাখিল করতে হয় উক্ত পত্রটিতে-
i. অংশীদারদের মনোনীত যে কোন একজন কর্তৃক স্বাক্ষর করতে হয়
ii.সকল �অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হতে হয়
iii. যথাযথ পূরণপূর্বক তারিখ ও স্বাক্ষর প্রদান করতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৯.
অংশীদারদের মধ্যে লাভ-লোকসান বন্টনের অনুপাত থাকে কোথায়?
Ο ক) 
বিবরণপত্রে
Ο খ) 
স্মারকলিপিতে
Ο গ) 
চুক্তিপত্রে
Ο ঘ) 
পরিমেল নিয়মাবলীতে

  সঠিক উত্তর: (গ)

৭০.
বাংলাদেশে সর্বপ্রথম কোম্পানি আইন প্রচলিত ছিল কত সালের?
Ο ক) 
১৮৪৪ সালের
Ο খ) 
১৮৫০ সালের
Ο গ) 
১৯১৩ সালের
Ο ঘ) 
১৯৯৪ সালের

  সঠিক উত্তর: (গ)

৭১.
নিজস্ব ব্যবস্থাপনা কোন ব্যবসায় সংগঠনের বৈশিষ্ট্য?
Ο ক) 
একমালিকানা
Ο খ) 
অংশীদারি
Ο গ) 
যৌথমূলধনী
Ο ঘ) 
সমবায়

  সঠিক উত্তর: (ক)

৭২.
সমবায় সমিতি গঠনে উদ্যোগ গ্রহণকৃত কমিটির প্রধান কাজ কোনটি?
Ο ক) 
উপবিধি তৈরি
Ο খ) 
শেয়ার ক্রয় করা
Ο গ) 
মূলধন সংগ্রহ করা
Ο ঘ) 
নিবন্ধনপত্র সংগ্রহ করা

  সঠিক উত্তর: (ক)

৭৩.
একমালিকানা ব্যবসায়ের অসুবিধার মধ্যে পড়ে-
i. সীমিত দায়
ii. অধিক ব্যক্তিগত ঝুঁকি
iii. স্থায়িত্বের অভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (গ)

৭৪.
একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কী সংগ্রহ করতে হয়?
Ο ক) 
অনুমতিপত্র
Ο খ) 
ট্রেড লাইসেন্স
Ο গ) 
আমদানি লাইসেন্স
Ο ঘ) 
রপ্তানি লাইসেন্স

  সঠিক উত্তর: (খ)

৭৫.
তথ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান কোনটি?
i. বাংলাদেশ টেলিভিশন
ii. বাংলাদেশ বেতার
iii. জীবন বীমা কর্পোরেশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
কোন ধরনের ব্যবসায় ক্ষেত্রে শেয়ার মালিকানা হস্তান্তরযোগ্য এবং সদস্যদের দায় সীমাবদ্ধ?
Ο ক) 
সমবায় সমিতি
Ο খ) 
প্রাইভেট লিমিটেড কোম্পানি
Ο গ) 
পাবলিক লিমিটেড কোম্পানি
Ο ঘ) 
অসীম দায়সম্পন্ন কোম্পানি

  সঠিক উত্তর: (গ)

৭৭.
সমবায় সমিতি নিবন্ধনের জন্য কত টাকার ট্রেজারি চালান প্রয়োজন হয়?
i. ৫০ অথবা ৩০০ টাকার
ii. ১০০০ অথবা ৫০০০ টাকার
iii. ৩,০০০ অথবা ১০,০০০ টাকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
কোন সময়কালকে সমবায় শতবর্ষ বলা হয়?
Ο ক) 
১৮৪৪-১৯৪৪ সাল
Ο খ) 
১৯০৪-২০০৪ সাল
Ο গ) 
১৯০৮-২০০৮ সাল
Ο ঘ) 
১৮৬৯-১৯৬৯ সাল

  সঠিক উত্তর: (খ)

৭৯.
রচডেল সমিতি কারা গড়ে তুলেছিল?
Ο ক) 
ছাত্ররা
Ο খ) 
বিজ্ঞানীরা
Ο গ) 
তাঁতিরা
Ο ঘ) 
কৃষকেরা

  সঠিক উত্তর: (গ)

৮০.
বাংলাদেশে ব্যবসায়কে কয় ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) 
দুই ভাগে
Ο খ) 
পাঁচ ভাগে
Ο গ) 
তিন ভাগে
Ο ঘ) 
সাত ভাগে

  সঠিক উত্তর: (ক)

৮১.
যেসব পণ্যের চাহিদা ক্রেতাদের পরিবর্তনশীল রুচি, আগ্রহ ও ফ্যাশনের ওপর নির্ভরশীল সেগুলোর জন্য বেশি উপযুক্ত কোনটি?
Ο ক) 
একমালিকানা কারবার
Ο খ) 
অংশীদারি কারবার
Ο গ) 
যৌথমূলধনী কারবার
Ο ঘ) 
রাষ্ট্রীয় কারবার

  সঠিক উত্তর: (ক)

৮২.
‘পানি উন্নয়ন একাডেমী’ কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) 
ড. আব্দুর রহিম
Ο খ) 
ইঞ্জিনিয়ার নাহিদ ভুঁইয়া
Ο গ) 
ড. আক্তার হামিদ
Ο ঘ) 
স্থপতি গাজী ওয়াশিক মাহী

  সঠিক উত্তর: (গ)

৮৩.
কর্মী অংশীদার হলো-
i. মূ্লধন বিনিয়োগ করে
ii. মূলধন বিনিয়োগ করে না
iii. নিজস্ব শ্রম ও দক্ষতা সক্রিয়ভাবে নিয়োজিত রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮৪.
আইনের মাধ্যমে ব্যবসায় সৃষ্টির জন্য উপযুক্ত সংগঠন হবে-
Ο ক) 
একমালিকানা
Ο খ) 
অংশীদারি
Ο গ) 
কোম্পানি
Ο ঘ) 
সম্পদ

  সঠিক উত্তর: (গ)

৮৫.
সমবায় সমিতি কখন কার্যারম্ভ হতে পারে?
Ο ক) 
উদ্যোগ গ্রহণ করার পর
Ο খ) 
উপবিধি সমবায় বিভাগে দাখিল করার পর
Ο গ) 
কমিশনারের অনুমতি নেয়ার পর
Ο ঘ) 
নিবন্ধনপত্র পাবার পর

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
কোন প্রতিষ্ঠানে গণতান্ত্রিক ব্যবস্থাপনার চিত্র প্রতিফলিত হয়?
Ο ক) 
একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানে
Ο খ) 
অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে
Ο গ) 
যৌথমূলধনী ব্যবসায় প্রতিষ্ঠানে
Ο ঘ) 
পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠানে

  সঠিক উত্তর: (গ)

৮৭.
সাধারণ অংশীদারি ব্যবসায় বিলোপসাধন হয়-
i. সবাই একমত হয়ে বিলোপসাধন করলে
ii. বিজ্ঞপ্তি নিয়ে বিলোপসাধন করলে
iii. বাধ্যতামূলক বিলোপসাধন করলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
সোহান ও তার বন্ধুদের নিয়ে একটি সমবায় সমিতি গঠনের জন্যে সমবায় অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করল। আবেদনপত্রে কোন বিষয়টি অনুলিখিত থাকবে?
Ο ক) 
সমিতির সদস্যদের নাম
Ο খ) 
সমিতির ধরন/প্রকৃতি
Ο গ) 
সমিতির সিলমোহরের নমুনা
Ο ঘ) 
উদ্যোক্তাদের স্বাক্ষর

  সঠিক উত্তর: (খ)

৮৯.
সমবায় সমিতির উপবিধি কারা তৈরি করেন?
Ο ক) 
সমবায়ের সদস্যরা
Ο খ) 
স্থানীয় কমিশনার
Ο গ) 
সমবায় বিভাগ
Ο ঘ) 
সাংগঠনিক কমিটির সদস্যরা

  সঠিক উত্তর: (গ)

৯০.
সাধারণভাবে অংশীদারি ব্যবসায়ে অংশীদার কত ধরনের হয়ে থাকে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

৯১.
কী কারণে আদালতের নির্দেশে বিলোপসাধন ঘটে?
i. কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে
ii. কোনো অংশীদার দায়িত্বপালনে চিরতরে অসমর্থ হলে
iii. কোনো অংশীদার তার প্রাপ্য অংশ তৃতীয়পক্ষকে হস্তান্তরের মাধ্যমে চুক্তি ভঙ্গ করলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
চালের দোকান, ওষুধের দোকানের ক্ষেত্রে কোনটি অধিকতর উপযুক্ত?
Ο ক) 
একমালিকানা কারবার
Ο খ) 
অংশীদারি কারবার
Ο গ) 
যৌথমূলধনী কারবার
Ο ঘ) 
রাষ্ট্রীয় কারবার

  সঠিক উত্তর: (ক)

৯৩.
সমবায়ের আরেকটি নীতি কী?
Ο ক) 
পারস্পরিক মূল্যবোধ
Ο খ) 
পারস্পরিক সহযোগিতা
Ο গ) 
পারস্পরিক আস্থা
Ο ঘ) 
পারস্পরিক বিশ্বাস

  সঠিক উত্তর: (খ)

৯৪.
বাংলাদেশে কত সালের কোম্পানি আইন প্রচলিত?
Ο ক) 
১৯১৩ সালের
Ο খ) 
১৯৩২ সালের
Ο গ) 
১৯৯৪ সালের
Ο ঘ) 
২০০১ সালের

  সঠিক উত্তর: (গ)

৯৫.
সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় কত সালে?
Ο ক) 
১৮৪০ সালে
Ο খ) 
১৮৪২ সালে
Ο গ) 
১৮৪৪ সালে
Ο ঘ) 
১৮৪৬ সালে

  সঠিক উত্তর: (গ)

৯৬.
কোম্পানির পুঁজি সংগ্রহের উৎস-
i. শেয়ার বিক্রি
ii. ঋণপত্র বিক্রি
iii. মুনাফার সঞ্চিতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৭.
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের অধীনে। এটি কোন ধরনের শিল্প?
Ο ক) 
সেবা
Ο খ) 
উৎপাদন
Ο গ) 
তথ্য
Ο ঘ) 
পরিবহন

  সঠিক উত্তর: (ক)

৯৮.
পাবলিক লি. কোম্পানীর সদস্যসংখ্যা কত?
Ο ক) 
সর্বোচ্চ ৭ জন
Ο খ) 
সর্বোচ্চ ৫০ জন
Ο গ) 
শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ
Ο ঘ) 
গঠনতন্ত্র দ্বারা সীমাবদ্ধ

  সঠিক উত্তর: (গ)

৯৯.
বাংলাদেশের প্রেক্ষিতে সমবায় সমিতির অবস্থা কেমন?
Ο ক) 
যথেষ্ট ভালো
Ο খ) 
সন্তোষজনক
Ο গ) 
যথেষ্ট ভালো নয়
Ο ঘ) 
অধিক ভালো

  সঠিক উত্তর: (গ)

১০০.
পরিচালকের যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের প্রতিশ্রুতি সংক্রান্ত দলিল কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য?
Ο ক) 
প্রাইভেট লি. কোম্পানি
Ο খ) 
ঘরোয়া পরিমিত দায়সম্পন্ন কোম্পানি
Ο গ) 
পাবলিক লি. কোম্পানি
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (গ)

১০১.
কোন ধরনের অংশীদারি ব্যবসায় বাদী পক্ষের বিরুদ্ধে পাল্টা পাওনা দাবি করতে পারে?
Ο ক) 
লিখিত চুক্তির অংশীদারি ব্যবসায়
Ο খ) 
অলিখিত চুক্তির অংশীদারি ব্যবসায়
Ο গ) 
নিবন্ধিত অংশীদারি ব্যবসায়
Ο ঘ) 
অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়

  সঠিক উত্তর: (গ)

১০২.
কোনটি পাবলিক লি. কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য?
i. সর্বনিম্ন সদস্য ৭ জন
ii. সর্বোচ্চ সদস্যসংখ্যা শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ
iii. সর্বোচ্চ সদস্যসংখ্যা ৫০ জন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৩.
মি. জুয়েল ৩০ জন সদস্য নিয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের মাধ্যমে ‘জুয়েল সিমেন্ট কোং’ গঠন করেন। তার ব্যবসায়ে যেসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেগুলো হলো-
i. মূলধনের প্রাচুর্য
ii. সীমিত দায়
iii. কৃত্রিম ব্যক্তিসত্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৪.
রহিম ও করিম সম অংশীদারিত্বের ভিত্তিতে যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসায় শুরু করল। করিমের পূর্ব ব্যবসায়িক অভিজ্ঞতা থাকায় তা তার মূলধন সরূপ গ্ণ্য হবে। করিম শতকরা কত ভাগ মুনাফা পাবে?
Ο ক) 
শতকরা ৩০ ভাগ
Ο খ) 
শতকরা ৫০ ভাগ
Ο গ) 
শতকরা ৬০ ভাগ
Ο ঘ) 
শতকরা ৭০ ভাগ

  সঠিক উত্তর: (খ)

১০৫.
সমবায় সমিতি কৃত্রিম সত্তা হওয়ায় সকল কাজের বৈধতার জন্যে কী প্রয়োজন হয়?
Ο ক) 
পরিচালকদের স্বাক্ষর
Ο খ) 
সমবায় অফিসের সিল
Ο গ) 
সমিতির নিজ সিলমোহর ও নাম
Ο ঘ) 
সকল সদস্যদের মতামত সংবলিত স্বাক্ষর

  সঠিক উত্তর: (গ)

১০৬.
রহিম ও করীম সম অংশীদারিত্বের ভিত্তিতে যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা মূলধন বিনিয়োগ করে এক ব্যবসায় শুরু করল। করীমের পূর্ব ব্যবসায়িক অভিজ্ঞতা থাকায় তা তার মূলধনস্বরূপ গণ্য হবে। করীম শতকরা কতভাগ মুনাফা পাবে?
Ο ক) 
শতকরা ৩০ ভাগ
Ο খ) 
শতকরা ৫০ ভাগ
Ο গ) 
শতকরা ৬০ ভাগ
Ο ঘ) 
শতকরা ৭০ ভাগ

  সঠিক উত্তর: (খ)

১০৭.
কোন ব্যবসায়ের ওপর জনগণের আস্থা বেশি?
Ο ক) 
একমালিকানা ব্যবসায়ের
Ο খ) 
অংশীদারি ব্যবসায়ের
Ο গ) 
যৌথ মূলধনী ব্যবসায়ের
Ο ঘ) 
পাইকারি ব্যবসায়ের

  সঠিক উত্তর: (গ)

১০৮.
মি. করিম শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানির একজন শেয়ারহোল্ডার। তিনি প্রতিটি ১,০০০ টাকা দামের ৫টি শেয়ার ক্রয় করেন। কোম্পানিতে তার দায়ের সীমা কত?
Ο ক) 
১,০০০ টাকা
Ο খ) 
৫,০০০ টাকা
Ο গ) 
১০,০০০ টাকা
Ο ঘ) 
৫০,০০০ টাকা

  সঠিক উত্তর: (খ)

১০৯.
মারুফা একটি সমবায় সমিতির সদস্য। সমিতিতে তার দায় কীরূপ?
Ο ক) 
সম্পদ দ্বারা সীমাবদ্ধ
Ο খ) 
অসীম
Ο গ) 
শেয়ার দ্বারা সীমাবদ্ধ
Ο ঘ) 
কোনো দায় নেই

  সঠিক উত্তর: (গ)

১১০.
সমবায়ের উৎপত্তি ঘটে কোন ধরনের অনুপ্রেরণা থেকে?
Ο ক) 
একক প্রচেষ্টা
Ο খ) 
সম্মিলিত প্রচেষ্টা
Ο গ) 
রাজনৈতিক প্রচেষ্টা
Ο ঘ) 
জবরদখল

  সঠিক উত্তর: (খ)

১১১.
সমবায়ের মৌলিক আদর্শ কী?
Ο ক) 
গণতান্ত্রিক মূল্যবোধ
Ο খ) 
গণতান্ত্রিক চেতনা
Ο গ) 
গণতান্ত্রিক সাধনা
Ο ঘ) 
ক ও খ

  সঠিক উত্তর: (ঘ)

১১২.
একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব অনিশ্চিত, কারণ-
i. স্থায়িত্ব মালিকের কর্মক্ষমতার ওপর নির্ভরশীল
ii. মালিকের ইচ্ছার ওপর নির্ভরশীল
iii. যেকোনো মুহূর্তে বিলোপ ঘটতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৩.
“গ্যাস জাতীয় সম্পদ। এর অপচয় রোধ করে জাতীয় দায়িত্ব পালন করুন।”- এটি এক ধরণের-
Ο ক) 
জনসচেতনতামূলক প্রচার
Ο খ) 
বাণিজ্যিক বিজ্ঞাপন
Ο গ) 
একটি মানবিক আবেদন
Ο ঘ) 
একটি গুরুত্বপূর্ণ স্লোগান

  সঠিক উত্তর: (ক)

১১৪.
যেসব পণ্যের চাহিদা বিশেষ বিশেষ এলাকায় সীমাবদ্ধ সেসব পণ্যের জ্য উপযুক্ত কোনটি?
Ο ক) 
একমালিকানা কারবার
Ο খ) 
অংশীদারি কারবার
Ο গ) 
যৌথমূলধনী কারবার
Ο ঘ) 
রাষ্ট্রীয় কারবার

  সঠিক উত্তর: (ক)

১১৫.
রহিম, শফিক, জাভেদ মিলে অংশীদারি ব্যবসায় শুরু করেছে। শফিক ও রহিম জাভেদকে না জানিয়ে তার অংশ ক্রিমের কাছে হস্তান্তর করল।� এখন এ ব্যবসায়ের বিলোপসাধন হবে কোন উপায়ে?
Ο ক) 
সকলে এক মত হয়ে
Ο খ) 
বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে
Ο গ) 
বাধ্যতামূলকভাবে
Ο ঘ) 
আদালতের আদেশ অনুসারে

  সঠিক উত্তর: (ঘ)

১১৬.
মূলত অংশীদারি ব্যবসায় বলতে বোঝায়-
i. দুই বা ততোধিক ব্যক্তির মুনাফা অর্জনের সংগঠন
ii. অংশীদারদের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক
iii. সব অংশীদার স্বতন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১৭.
কোম্পানির জন্ম পত্রিকা বলা হয়-
Ο ক) 
স্মারকলিপিকে
Ο খ) 
নিবন্ধনপত্রকে
Ο গ) 
পরিমেল নিয়মাবলিকে
Ο ঘ) 
সংঘস্মারককে

  সঠিক উত্তর: (খ)

১১৮.
আদলতের নির্দেশে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন হওয়ার কারণ হলো-
i. কোনো অংশীদারের মৃত্যু হলে
ii. কোনো অংশীদারে মস্তিষ্ক বিকৃতি ঘটলে
iii. কোনো অংশীদার কর্তব্য পালনে চিরতরে অসমর্থ হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১৯.
সুমন ও মিঠু অংশীদারি ব্যবসায় গঠন করলেন, অংশীদারি ব্রবসায়ের মূলধন সংগৃহীত হবে-
Ο ক) 
চুক্তি অনুসারে
Ο খ) 
সমহারে
Ο গ) 
অসমহারে
Ο ঘ) 
আইনানুসারে

  সঠিক উত্তর: (ক)

১২০.
দায়িত্ব বিভাজন কোন ধরনের ব্যবসায়ে সমস্যার সৃষ্টি করে?
Ο ক) 
সমবায় সমিতি
Ο খ) 
একমালিকানা ব্যবসায়
Ο গ) 
অংশীদারি ব্যবসায়
Ο ঘ) 
কোম্পানি সংগঠন

  সঠিক উত্তর: (গ)

১২১.
অংশীদারি আইনের কত ধারায় সকলে একমত হয়ে বিলোপসাধনের কথা বলা হয়েছে?
Ο ক) 
৩৯ ধারায়
Ο খ) 
৪০ ধারায়
Ο গ) 
৪১ ধারায়
Ο ঘ) 
৪২ ধারায়

  সঠিক উত্তর: (খ)

১২২.
সীমিত দায় কথাটির তাৎপর্য কী?
Ο ক) 
কোম্পানির দায় সীমিত
Ο খ) 
কোম্পানির সদস্যদের দায়িত্ব সীমিত
Ο গ) 
ব্যবসায়ের সদস্যদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের মূল্য দ্বারা সীমিত
Ο ঘ) 
ব্যবসায়ের সদস্যদের দায় যৌথভাবে সীমিত

  সঠিক উত্তর: (গ)

১২৩.
একমালিকানা ব্যবসায় হল-
i. মুদি দোকান
ii. চায়ের দোকান
iii. সবজি দোকান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৪.
১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের একের অধিক বলতে কতজন সদস্যকে বোঝায়?
Ο ক) 
সর্বনিম্ন ১ জন এবং সর্বোচ্চ ৫০ জন
Ο খ) 
সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ১০ জন
Ο গ) 
সর্বনিম্ন ১ জন এবং সর্বোচ্চ ২০ জন
Ο ঘ) 
সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ২০ জন

  সঠিক উত্তর: (ঘ)

১২৫.
State- এর বাংলা রূপ কী?
Ο ক) 
অঙ্গরাজ্য
Ο খ) 
সোজাসুজি
Ο গ) 
রাষ্ট্র
Ο ঘ) 
একটি দেশের নাম

  সঠিক উত্তর: (গ)

১২৬.
বাংলাদেশের বর্তমান মোট ব্যবসায় সংগঠনের শতকরা কত ভাগেরও বেশি একমালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত?
Ο ক) 
৫০
Ο খ) 
৬০
Ο গ) 
৭০
Ο ঘ) 
৮০

  সঠিক উত্তর: (ঘ)

১২৭.
উন্নত ও অনুন্নত প্রায় সকল দেশেই কোন ব্যবসায়ের জনপ্রিয়তা পরিলক্ষিত হয়?
Ο ক) 
একমালিকানা
Ο খ) 
অংশীদারি
Ο গ) 
যৌথ মূলধনী
Ο ঘ) 
রাষ্ট্রীয় কারবার

  সঠিক উত্তর: (ক)

১২৮.
পাবলিক লি. কোম্পানির জন্যে ন্যূনতম কতজন প্রবর্তকের প্রয়োজন?
Ο ক) 
দুই জন
Ο খ) 
পাঁচ জন
Ο গ) 
সাত জন
Ο ঘ) 
দশ জন

  সঠিক উত্তর: (গ)

১২৯.
অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র লিখিত ও নিবন্ধিত হওয়া প্রয়োজন কেন?
i. ভবিষ্যত ভুল বোঝাবুঝি দূর করতে
ii. মনোমালিন্য এড়াতে
iii. বিরোধ ও মামলা নিরসনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩০.
সমবায় সমিতির মুখ্য উদ্দেশ্য-
Ο ক) 
মুনাফা অর্জন
Ο খ) 
মুনাফা বৃদ্ধি করা
Ο গ) 
সদস্যদের পাস্পরিক আর্থসামাজিক কল্যাণ সাধন
Ο ঘ) 
সদস্যদের পরিবারের ধনসম্পদ বৃদ্ধি করা

  সঠিক উত্তর: (গ)

১৩১.
‘একতাই বল’ কোন সংগঠনের মূলমন্ত্র?
Ο ক) 
অংশীদারি সংগঠনের
Ο খ) 
সমবায় সংগঠনের
Ο গ) 
প্রাইভেট লিমিটেড কোম্পানির
Ο ঘ) 
পাবলিক লিমিটেড কোম্পানির

  সঠিক উত্তর: (খ)

১৩২.
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি. কী নামে পরিচিত?
Ο ক) 
আড়ং দুধ
Ο খ) 
ফার্মফ্রেস
Ο গ) 
মিল্কভিটা
Ο ঘ) 
আড়ং ডেইরি

  সঠিক উত্তর: (গ)

১৩৩.
সাধারণত কোনটি অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে উল্লেখ থাকে?
i. অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা
ii. ব্যবসায়ের প্রকৃতি উদ্দেশ্য ও আওতা
iii. ব্যবসায়ের কার্যকাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৪.
সমবায় পরিচালনায় নীতি হিসেবে গৃহীত হয়-
i. গণতন্ত্র
ii. সততা
iii. আস্থা ও বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৫.
জনগণের স্বার্থ রক্ষা করে ব্যবসায় পরিচালনা করা কার লক্ষ্য?
Ο ক) 
রাষ্ট্রের
Ο খ) 
সমাজের
Ο গ) 
ক্রেতার
Ο ঘ) 
ব্যবসায়ীর

  সঠিক উত্তর: (ক)

১৩৬.
যেসব পণ্যের চাহিদা বিশেষ বিশেষ এলাকায় সীমাবদ্ধ সেসব পণ্যের জ্য উপযুক্ত কোনটি?
Ο ক) 
একমালিকানা কারবার
Ο খ) 
অংশীদারি কারবার
Ο গ) 
যৌথমূলধনী কারবার
Ο ঘ) 
রাষ্ট্রীয় কারবার

  সঠিক উত্তর: (ক)

১৩৭.
কয়টি প্রক্রিয়ায় অংশীদারি ব্যবসায়ের বিলোপ হতে পারে?
Ο ক) 
৩টি
Ο খ) 
৫টি
Ο গ) 
৭টি
Ο ঘ) 
৯টি

  সঠিক উত্তর: (খ)

১৩৮.
রাষ্ট্রীয়ভাবে ব্যবসায় প্রতিষ্ঠার কারণ কী?
i. শিল্পায়ন বৃদ্ধি করা
ii. মুদ্রা ও ব্যাংকিং ব্যবসায় নিয়ন্ত্রণ করা
iii. বিদেশি বিনিয়োগ বাড়ানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩৯.
ইউরোপ ও আমেরিকার প্রায় কত ভাগ ব্যবসায় একমালিকানা অনুযায়ী পরিচালিত হচ্ছে?
Ο ক) 
৪০%
Ο খ) 
৭০%
Ο গ) 
৮০%
Ο ঘ) 
৬০%

  সঠিক উত্তর: (গ)

১৪০.
ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ে সর্বনিম্ন কত জন সদস্য সংখ্যা প্রয়োজন?
Ο ক) 
২ জন
Ο খ) 
৫ জন
Ο গ) 
১০ জন
Ο ঘ) 
২০ জন

  সঠিক উত্তর: (ক)

১৪১.
লন্ড্রি, সেলুন, বিউটি পার্লারের জন্য কোন ধরণের ব্যবসায় বেশি উপযোগী?
Ο ক) 
একমালিকানা কারবার
Ο খ) 
অংশীদারি কারবার
Ο গ) 
যৌথমূলধনী কারবার
Ο ঘ) 
রাষ্ট্রীয় কারবার

  সঠিক উত্তর: (ক)

১৪২.
Co-operative Against Poverty- এর বাংলা রূপ কী?
Ο ক) 
দারিদ্র বিমোচন সমবায়
Ο খ) 
দারিদ্রের বিপক্ষে সমবায়
Ο গ) 
দারিদ্রের অনুকুলে সমবায়
Ο ঘ) 
দারিদ্র নির্মূলে সমবায়

  সঠিক উত্তর: (ক)

১৪৩.
বেঙ্গল কো-অপারেটিভ ফেডারেশন প্রতিষ্ঠা হয় কখন?
Ο ক) 
১৯১৮ সালে
Ο খ) 
১৯২০ সালে
Ο গ) 
১৯৪৪ সালে
Ο ঘ) 
২০১২ সালে

  সঠিক উত্তর: (ক)

১৪৪.
একমালিকানা ব্যবসায়ের উদাহরণ কোনটি?
Ο ক) 
আগুরা
Ο খ) 
বহুশাখা বিপণি
Ο গ) 
সবজি দোকান
Ο ঘ) 
স্বপ্ন

  সঠিক উত্তর: (গ)

১৪৫.
এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো-
i. আইন সৃষ্ট প্রতিষ্ঠান
ii. মালিকের স্বাধীনতা
iii. একক ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৪৬.
পৃথিবীর প্রথম সমবায় সমিতি কোনটি?
Ο ক) 
ইচডল
Ο খ) 
স্যানডন
Ο গ) 
রচডেল
Ο ঘ) 
বেসল্যান

  সঠিক উত্তর: (গ)

১৪৭.
কোন কোম্পানির প্রবর্তনের ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে?
Ο ক) 
অংশীদারি
Ο খ) 
সমবায়
Ο গ) 
যৌথমূলধনী
Ο ঘ) 
রাষ্ট্রীয়

  সঠিক উত্তর: (গ)

১৪৮.
কোনটির ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় সবচেয়ে উপযুক্ত?
Ο ক) 
রিয়েল এস্টেট
Ο খ) 
ফাইন্যান্সিয়াল
Ο গ) 
মৃৎশিল্প
Ο ঘ) 
চামড়া শিল্প

  সঠিক উত্তর: (গ)

১৪৯.
সমবায় সমিতিতে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন?
Ο ক) 
১০ জন
Ο খ) 
১২ জন
Ο গ) 
১৮ জন
Ο ঘ) 
২০ জন

  সঠিক উত্তর: (ঘ)

১৫০.
অংশীদারি ব্যবসায় সংগঠনের ক্ষেত্রে কোনটি অত্যাবশ্যক?
Ο ক) 
মূলধন
Ο খ) 
অভিজ্ঞতা
Ο গ) 
চুক্তি
Ο ঘ) 
শিক্ষাগত যোগ্যতা

  সঠিক উত্তর: (গ)

১৫১.
কোন ধরনের ব্যবসায়ে প্রত্যক্ষ তত্ত্ববধান সম্ভব?
Ο ক) 
সমবায় সমিতি
Ο খ) 
রাষ্ট্রীয় ব্যবসায়
Ο গ) 
এক মালিকানা ব্যবসায়
Ο ঘ) 
অংশীদারি ব্যবসায়

  সঠিক উত্তর: (গ)

১৫২.
মি. শাহজাহান ও কাসেম ২০০০০ টাকা মূলধন নিয়ে একটি মুদি দোকান স্থাপন করেন। ব্যবসায়টি কোন ধরনের?
Ο ক) 
একমালিকানা
Ο খ) 
অংশীদারি
Ο গ) 
সমবায়
Ο ঘ) 
যৌথ মূলধনী

  সঠিক উত্তর: (খ)

১৫৩.
যুব ও যুব মহিলা বলতে কত বছর সময়কালকে বোঝানো হয়েছে?
Ο ক) 
১৮-৩০ বছর
Ο খ) 
১৬-৩০ বছর
Ο গ) 
১৮-৩৫ বছর
Ο ঘ) 
১৬-৩৫ বছর

  সঠিক উত্তর: (গ)

১৫৪.
কে যৌথ মূলধনী কোম্পানি পরিচালনা করে?
Ο ক) 
সরকার
Ο খ) 
দেনাদারগণ
Ο গ) 
পরিচালকগণ
Ο ঘ) 
পাওনাদারগণ

  সঠিক উত্তর: (গ)

১৫৫.
সমবায় সমিতি কোন আদর্শে অনুপ্রাণিত?
Ο ক) 
একতা
Ο খ) 
সাম্য
Ο গ) 
সহযোগিতা
Ο ঘ) 
সততা

  সঠিক উত্তর: (খ)

১৫৬.
ইউরোপে কতভাগ ব্যবসায় এক মালিকানার ভিত্তিতে গঠিত?
Ο ক) 
৭০ ভাগ
Ο খ) 
৮০ ভাগ
Ο গ) 
৯০ ভাগ
Ο ঘ) 
৯৫ ভাগ

  সঠিক উত্তর: (খ)

১৫৭.
যৌথমূলধনী কারবারের সদস্যদের দ্বারা সরবরাহকৃত পুঁজিকে বলে-
Ο ক) 
পুঁজি
Ο খ) 
বিনিয়োগ
Ο গ) 
শেয়ার
Ο ঘ) 
শেয়ার মূলধন

  সঠিক উত্তর: (ঘ)

১৫৮.
বাংলাদেশে �কত সালের অংশীদারি আইন প্রচলিত?
Ο ক) 
১৯১৩ সাল
Ο খ) 
১৯২১ সাল
Ο গ) 
১৯৩২ সাল
Ο ঘ) 
১৯৩৯ সাল

  সঠিক উত্তর: (গ)

১৫৯.
রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠা করা হয় কেন?
Ο ক) 
জনকল্যাণের জন্যে
Ο খ) 
মুনাফা অর্জনের জন্যে
Ο গ) 
কর প্রদানের জন্যে
Ο ঘ) 
বিদেশি সাহায্যের জন্যে

  সঠিক উত্তর: (ক)

১৬০.
কোন দলিলে সমবায় সমিতির নাম, ঠিকানা, শেয়ার বিক্রয় পদ্ধতি প্রভৃতি উল্লেখ থাকে?
Ο ক) 
সংঘস্মারক
Ο খ) 
উপবিধি
Ο গ) 
নিবন্ধনপত্র
Ο ঘ) 
ট্রেড লাইসেন্স

  সঠিক উত্তর: (খ)

১৬১.
অংশীদারি ব্যবসায়ে দায় কেমন?
Ο ক) 
সীমিত
Ο খ) 
অসীম
Ο গ) 
বয়স ভিত্তিক
Ο ঘ) 
চুক্তি অনুযায়ী

  সঠিক উত্তর: (খ)

১৬২.
কোন অংশীদারের দায় ব্যবসায়ে নিয়োজিত মূলধনের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ?
Ο ক) 
আচরণে অনুমিত অংশীদার
Ο খ) 
নামমাত্র অংশীদার
Ο গ) 
সীমিত অংশীদার
Ο ঘ) 
সাধারণ অংশীদার

  সঠিক উত্তর: (গ)

১৬৩.
২০০৯ সালের হিসাবমতে সমবায় সমিতির সদস্যসংখ্যা কত?
Ο ক) 
৯৫,০৫,০৩৮ জন
Ο খ) 
৮৫,০৫,০৪৮ জন
Ο গ) 
৯৫,০৩,০৪৮ জন
Ο ঘ) 
৮৫,০৫,০৩৮ জন

  সঠিক উত্তর: (ঘ)

১৬৪.
সমবায় সমিতির সর্বোচ্চ সদস্য সংখ্যা-
Ο ক) 
১০ জন
Ο খ) 
১৫ জন
Ο গ) 
সীমাহীন
Ο ঘ) 
৭ জন

  সঠিক উত্তর: (গ)

১৬৫.
কোন ব্যবসায় প্রতিষ্ঠানের সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন হতে হয়?
Ο ক) 
অংশীদারি
Ο খ) 
সমবায়
Ο গ) 
প্রাইভেট লিমিটেড
Ο ঘ) 
পাবলিক লিমিটেড

  সঠিক উত্তর: (গ)

১৬৬.
জনাব জলিল সাহেব একজন সরকারি চাকরিজীবী। নিত্যপ্রয়েঅজনীয় দ্রব্য ন্যায্যমূল্যে ভোগের জন্য তিনি তার সমপেশাজীবী আরও ১০ জন ব্যক্তিকে নিয়ে একটি সমিতি গঠন� করেন। তাদের প্রতিষ্ঠিত সমিতিটি কী ধরণের?
Ο ক) 
উৎপাদক সমবায় সমিতি
Ο খ) 
কৃষক সমবায় সমিতি
Ο গ) 
ভোক্তা সমবায় সমিতি
Ο ঘ) 
চাকরিজীবী সমবায় সমিতি

  সঠিক উত্তর: (গ)

১৬৭.
ঘরোয়া সীমিত দায়সম্পন্ন কোম্পানি কোনটি?
Ο ক) 
অংশীদারি
Ο খ) 
সমবায়
Ο গ) 
প্রাইভেট লিমিটেড
Ο ঘ) 
পাবলিক লিমিটেড

  সঠিক উত্তর: (গ)

১৬৮.
ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে কত টাকার পরিশোধিত শেয়ার মূলধন থাকতে হয়?
Ο ক) 
এক লক্ষ টাকা
Ο খ) 
দশ লক্ষ টাকা
Ο গ) 
পঞ্চাশ লক্ষ টাকা
Ο ঘ) 
এক কোটি টাকা

  সঠিক উত্তর: (ঘ)

১৬৯.
কোনটি সাধারণ অংশীদারের বৈশিষ্ট্য?
i. স্বয়ংক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে
ii. অংশীদারদের দায় অসীম
iii. চুক্তি অনুযায়ী লাভ-ক্ষতির অংশ দায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭০.
সমবায়ের নীতিমালা হলো-
i. গণতন্ত্র
ii. সততা
iii. মিতব্যয়িতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৭১.
বিশ্বের প্রথম অংশীদারি আইন কোনটি?
Ο ক) 
ব্রিটিশ অংশীদারি আইন ১৮৩০
Ο খ) 
ব্রিটিশ চুক্তি আইন ১৯৭২
Ο গ) 
অংশীদারি আইন ১৯৩২
Ο ঘ) 
অংশীদারি আইন ১৯৯৪

  সঠিক উত্তর: (গ)

১৭২.
দেউলিয়া অংশীদারের দায় কে বহন করে?
Ο ক) 
দেউলিয়া অংশীদার
Ο খ) 
অবশিষ্ট অংশীদাররা
Ο গ) 
সরকার
Ο ঘ) 
শর্তযুক্ত অংশীদার

  সঠিক উত্তর: (খ)

১৭৩.
কোন অংশীদারের দায় অসীম নয়?
Ο ক) 
ঘুমন্ত অংশীদার
Ο খ) 
নামমাত্র অংশীদার
Ο গ) 
সীমিত অংশীদার
Ο ঘ) 
আচরণে অনুমিত অংশীদার

  সঠিক উত্তর: (খ)

১৭৪.
লিখিত চুক্তিকে কী বলে?
Ο ক) 
নিবন্ধন
Ο খ) 
দলিল
Ο গ) 
সনদ
Ο ঘ) 
আজ্ঞাপত্র

  সঠিক উত্তর: (খ)

১৭৫.
শাহীন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি তার সহযোগীদের নিয়ে একটি সমবায় সমিতি গঠন করতে চান। তিনি কোন ধরনের সমবায় সমিতি গঠন করতে পারবেন?
Ο ক) 
আহত সমবায় সমিতি
Ο খ) 
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
Ο গ) 
কল্যাণমুখী সমবায় সমিতি
Ο ঘ) 
মুক্তিযোদ্ধা সমবায় সমিতি

  সঠিক উত্তর: (ঘ)

১৭৬.
সমবায় সমিতি কোন মূলনীতির ওপর প্রতিষ্ঠিত?
Ο ক) 
একতা
Ο খ) 
সাম্য
Ο গ) 
সহযোগিতা
Ο ঘ) 
সততা

  সঠিক উত্তর: (ক)

১৭৭.
একমালিকানা ব্যবসায়ের আয়তন কীরূপ হয়?
Ο ক) 
বৃহৎ
Ο খ) 
মাঝারি
Ο গ) 
ছোট
Ο ঘ) 
মাঝারি ছোট

  সঠিক উত্তর: (গ)

১৭৮.
বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা সরকারকে কীসের মাধ্যমে জবাবদিহি করবে?
Ο ক) 
আবেদনপত্রের মাধ্যমে
Ο খ) 
মালিকের মাধ্যমে
Ο গ) 
সংসদের মাধ্যমে
Ο ঘ) 
পরিচালকের মাধ্যমে

  সঠিক উত্তর: (গ)

১৭৯.
সমবায় সমিতির জন্য কোনটি বাধ্যতামূলক?
Ο ক) 
ট্রেড লাইসেন্স
Ο খ) 
কার্যারম্ভের অনুমতিপত্র
Ο গ) 
নিবন্ধনপত্র
Ο ঘ) 
জেলা কমিশনারের সিলমোহর

  সঠিক উত্তর: (গ)

১৮০.
কোন ব্যবসায়ের প্রধান লক্ষ্য সদস্যদের কল্যাণ সাধন?
Ο ক) 
একমালিকানা ব্যবসায়
Ο খ) 
অংশীদারি ব্যবসায়
Ο গ) 
যৌথ মূলধনী ব্যবসায়
Ο ঘ) 
সমবায় সমিতি

  সঠিক উত্তর: (ঘ)

১৮১.
সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে ব্যক্তিবর্গের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ককে অংশীদারি ব্যবসায় বলে। - কথাটি অংশীদারি আইনের কততম ধারায় বলা হয়েছে?
Ο ক) 
২নং ধারায়
Ο খ) 
৪নং ধারায়
Ο গ) 
৭নং ধারায়
Ο ঘ) 
৩নং ধারায়

  সঠিক উত্তর: (খ)

১৮২.
রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত হয়-
i. জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে
ii. সরকারি অধ্যাদেশ ব্যতীত জাতয়িকরণের মাধ্যমে
iii. রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৮৩.
অন্যান্য কারবার সংগঠনের তুলনায় অংশীদারি কারবারের স্থায়িত্ব অনেকক কম, কারণ-
i. এতে জনগণের এবং নিজের পারস্পতিরক আস্থা ও বিশ্বাসের অভাব রয়েছে
ii. অংশীদারদের মতানৈক্য, দেউলিয়া কিংবা মৃত্যু হলে
iii. সিন্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল অংশীদারদের মতামতের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৪.
আইনের চোখে একমালিকানা ব্যবসায়ের-
i. বাধ্যবাধকতা নেই
ii. জবাবদিহিতা নেই
iii. নিয়ম-নীতি নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮৫.
কীভাবে পুঁজিবাদী সমাজব্যবস্থার ভিত মজবুত হতে থাকে?
i. শিল্পবিপ্লবের ফলে
ii. প্রযুক্তিনির্ভর ব্যবসায়ের ফলে
iii. সমন্বয়যুক্ত ব্যবসায়ের ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮৬.
‘চূড়ান্ত সদ্বিশ্বাস’ কথাটি যে ক্ষেত্রে প্রযোজ্য-
Ο ক) 
অংশীদারি কারবার
Ο খ) 
যৌথমূলধনী কোম্পানি
Ο গ) 
সমবায় সমিতি
Ο ঘ) 
রাষ্ট্রীয় কারবার

  সঠিক উত্তর: (ক)

১৮৭.
কোম্পানি ব্যবচসায়ের বিলোপসাধন হয় না-
i. শেয়ারহোল্ডারের মৃত্যুতে
ii. শেয়ারহোল্ডারের দেউলিয়াত্বে
iii. আইনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৮৮.
Co-operative- এর বাংলা কী?
Ο ক) 
সমিতি
Ο খ) 
সমবায়
Ο গ) 
ধারণা
Ο ঘ) 
সহযোগী

  সঠিক উত্তর: (খ)

১৮৯.
কোন কোম্পানির বিবরণ পত্র প্রচারের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ক্রয়ের জন্যে আহবান জানাতে পারে?
Ο ক) 
অংশীদারি ব্যবসায়
Ο খ) 
পাবলিক লিমিটেড
Ο গ) 
প্রাইভেট লিমিটেড
Ο ঘ) 
একমালিকানা ব্যবসায়

  সঠিক উত্তর: (খ)

১৯০.
অংশীদারি ব্যবসায় নিবন্ধিত হলেও কোন সুবিধা লাভ করতে পারে না?
Ο ক) 
সরকারি সযোগ-সুবিধা
Ο খ) 
মামলা-মোকদ্দমা
Ο গ) 
আইনগত সত্ত্বা
Ο ঘ) 
বিলোপসাধন

  সঠিক উত্তর: (গ)

১৯১.
মি. হানিফ এবং তার ছয়জন সহযোগী চুক্তিবদ্ধ করেছিলেন। �তারা এখন যৌথ মূলধনী কোম্পানি গঠন করতে চায়। �মি. হানিফ তার সহযোগীদের নিয়ে কোন ব্যবসায় গঠন করেছিলেন?
Ο ক) 
একমালিকানা
Ο খ) 
অংশীদারি
Ο গ) 
পাইকারি
Ο ঘ) 
কোম্পানি

  সঠিক উত্তর: (খ)

১৯২.
কৃত্রিম ও স্বাধীন� সত্তার অধিকারী ব্যবসায় প্রতিষ্ঠান কোনটি?
Ο ক) 
অংশীদারি ব্যবসায়
Ο খ) 
একমালিকানা ব্যবসায়
Ο গ) 
ব্যবসায় জোট
Ο ঘ) 
যৌথমূলধনী ব্যবসায়

  সঠিক উত্তর: (ঘ)

১৯৩.
জনাব মমিনুল অংশীদারি ব্যবসায় গঠনের জন্য আগ্রহী। এ জন্য তাকে কমপক্ষে কতজন ব্যক্তির মধ্যে চুক্তি সম্পাদন করতে হবে?
Ο ক) 
২ জন
Ο খ) 
৪জন
Ο গ) 
৬ জন
Ο ঘ) 
৮ জন

  সঠিক উত্তর: (ক)

১৯৪.
নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের সুবিধা কোনটি?
Ο ক) 
চুক্তিজনিত অধিকার আদায়ে মামলা দায়ের
Ο খ) 
সম্পত্তি পুনরুদ্ধার
Ο গ) 
ব্যবসায়ের বিলোপসাধন
Ο ঘ) 
বিশ্বাস ভঙ্গের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ

  সঠিক উত্তর: (ক)

১৯৫.
তুমি একটি যৌথ মূলধনী কোম্পানি গঠন করে শেয়ার বা মালিকানা পরিবারের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাও। এক্ষেত্রে তুমি কোন ধরনের যৌথ মূল ধনী কোম্পানি গঠনে আগ্রহী হবে?
Ο ক) 
প্রাইভেট লিমিটেদ কোম্পানি
Ο খ) 
পাবলিক লিমিটেড কোম্পানি
Ο গ) 
সাধারণ পরিমিত যৌথ মূলধনী কোম্পানি
Ο ঘ) 
গ্যারান্টি দ্বারা সীমিত দায় কোম্পানি

  সঠিক উত্তর: (ক)

১৯৬.
প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কতজন?
Ο ক) 
২ জন
Ο খ) 
৩ জন
Ο গ) 
৫ জন
Ο ঘ) 
৭ জন

  সঠিক উত্তর: (ক)

১৯৭.
একটি সমবায় সমিতির ক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয়?
i. এটি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নয়
ii. এর শেয়ার নির্বিঘ্নে হস্তান্তর করা যায় না
iii. এর উদ্দেশ্য মুনাফা সর্বোচ্চকরণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯৮.
কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে যেসব উক্তি সত্য সেগুলো হলো-
i. এটি একটি সেচ্ছামূলক প্রতিষ্ঠান
ii. গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালক নিয়োগ দান
iii. আনুষ্ঠানিকভাবে বিলোপ ঘটানো হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯৯.
অংশীদারি ব্যবসায়ে দ্বন্দ্ব ও আস্থার সংকট দেখা দিতে পারে-
i. মুনাফা বন্টনে
ii. কর্ম বিভাজনে
iii. চুক্তি সম্পাদনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২০০.
আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন - নয়।
Ο ক) 
ঐচ্ছিক
Ο খ) 
বাধ্যতামূলক
Ο গ) 
প্রয়োজন নেই
Ο ঘ) 
উপরের কোনোটিই নয়

  সঠিক উত্তর: (খ)

২০১.
কোন কারবারের জন্য নিবন্ধন বাধ্যতামূলক?
Ο ক) 
একমালিকানা
Ο খ) 
রাষ্ট্রীয়
Ο গ) 
যৌথমূলধনী
Ο ঘ) 
অংশীদারি

  সঠিক উত্তর: (গ)

২০২.
কোম্পানি নিজ নামে অন্যের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারে কীভাবে?
Ο ক) 
মূলধন বেশি বলে
Ο খ) 
সদস্য বেশি বলে
Ο গ) 
আইনগত অস্তিত্বের কারণে
Ο ঘ) 
বৃহৎ সংগঠন বলে

  সঠিক উত্তর: (গ)

২০৩.
অংশীদারি ব্যবসায় পরিচালনা দিক নির্দেশক হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) 
সদ্বিশ্বাস
Ο খ) 
চুক্তিপত্র
Ο গ) 
সদস্যদের যোগ্যতা
Ο ঘ) 
সুসম্পর্ক

  সঠিক উত্তর: (খ)

২০৪.
কত সালে ভারতীয় কোম্পানি আইন আবার নতুন করে পাস হয়?
Ο ক) 
১৯১৩ সালে
Ο খ) 
১৯৩২ সালে
Ο গ) 
১৯৩৫ সালে
Ο ঘ) 
১৯১৭ সালে

  সঠিক উত্তর: (ক)

২০৫.
একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কোনটি?
i. ছোট খাবারের দোকান
ii. মৃৎশিল্পের দোকান
iii. ব্যাংক ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২০৬.
দারিদ্র বিমোচনের লক্ষ্যে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য কত টাকার ট্রেজারি চালানের প্রয়োজন হয়?
Ο ক) 
৫০০ টাকা
Ο খ) 
২০০ টাকা
Ο গ) 
১০০ টাকা
Ο ঘ) 
৫০ টাকা

  সঠিক উত্তর: (ঘ)

২০৭.
অংশীদারিত্বের বাধ্যতামূলক সমাপ্তি ঘটার কারণ-
i. একজন ব্যতীত সকল অংশীদারের দেউলিয়া হওয়া
ii. এমন কিছু ঘটে যার ফলে ব্যবসায় বেআইনী হয়ে যায়
iii. ব্যবসায়ের পর পর কয়েক বছর ক্ষতি হওয়ার ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২০৮.
অংশীদারি ব্যবসায়ের ভিত্তি কোনটি?
Ο ক) 
চুক্তি
Ο খ) 
স্বারকলিপি
Ο গ) 
ট্রেড লাইসেন্স
Ο ঘ) 
নিবন্ধন

  সঠিক উত্তর: (ক)

২০৯.
আর্থিক প্রতিষ্ঠানের ওপর নতুন আইন জারি করলে ভাগ্য অংশীদারি প্রতিষ্ঠানটির কার্যক্রম অবৈধ হয়ে যায়। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিলোপসাধন ঘটবে কিভাবে?
Ο ক) 
বাধ্যতামূলক বিলোপসাধন
Ο খ) 
বিজ্ঞপ্তির দ্বারা বিলোপসাধন
Ο গ) 
আদালতের নির্দেশে বিলোপসাধন
Ο ঘ) 
সকল অংশীদারের সম্মতিক্রমে বিলোপসাধন

  সঠিক উত্তর: (ক)

২১০.
বাংলাদেশের রেলওয়ে কোন ধরনের সংগঠনের অন্তর্গত?
Ο ক) 
একমালিকানা সংগঠন
Ο খ) 
অংশীদারি সংগঠন
Ο গ) 
সমবায় সংগঠন
Ο ঘ) 
রাষ্ট্রীয় সংগঠন

  সঠিক উত্তর: (ঘ)

২১১.
কোনটি বহুজাতিক কোম্পানির অন্তর্ভুক্ত?
Ο ক) 
কেয়া
Ο খ) 
কিউট
Ο গ) 
লাক্স
Ο ঘ) 
প্রাণ

  সঠিক উত্তর: (গ)

২১২.
শাকসবজি ও ফলমূলের ক্ষেত্রে কোন ধরনের ব্যবসায় উপযুক্ত?
Ο ক) 
অংশীদারি
Ο খ) 
একমালিকানা
Ο গ) 
পারিবারিক ব্যবসায়
Ο ঘ) 
সমবায়

  সঠিক উত্তর: (খ)

২১৩.
বিভিন্ন ধর্ম এবং গোত্রের ১০ জন নিম্ন আয়ের কৃষক নিজেদের ভাগ্যোন্নয়ের লক্ষ্যে একটি সমবায় সমিতি গঠন করেন। এখানে কোন নীতিটি বাশি ভূমিকা রাখছে?
Ο ক) 
নিরপেক্ষতা
Ο খ) 
সততা
Ο গ) 
একতা
Ο ঘ) 
সাম্য

  সঠিক উত্তর: (ক)

২১৪.
কত সালে বাংলাদেশে নতুন কোম্পানি আইন প্রবর্তন করা হয়?
Ο ক) 
১৯৩২
Ο খ) 
১৯৪৪
Ο গ) 
১৯৮৫
Ο ঘ) 
১৯৯৪

  সঠিক উত্তর: (ঘ)

২১৫.
প্রাইভেট লি. কোম্পানি-
i. সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ
ii. শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়
iii. শেয়ারহোল্ডারদের দায় অসীম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২১৬.
সমবায়ের সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হল-
i. পারস্পরিক আস্থা
ii. পারস্পরিক বিশ্বাস
iii. পারস্পরিক সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২১৭.
প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
Ο ক) 
৪৯ জন
Ο খ) 
৫০ জন
Ο গ) 
৬০ জন
Ο ঘ) 
৭০ জন

  সঠিক উত্তর: (খ)

২১৮.
‘কার্যারম্ভ’ কোম্পানি গঠন প্রক্রিয়ার কততম পর্যায়?
Ο ক) 
তৃতীয়
Ο খ) 
চতুর্থ
Ο গ) 
পঞ্চম
Ο ঘ) 
ষষ্ঠ

  সঠিক উত্তর: (খ)

২১৯.
তুমি একটি অংশীদারি ফার্মে নামমাত্র অংশীদার হতে চাও। নামমাত্র অংশীদার হিসেবে তোমার বৈশিষ্ট্য হলো –
i. মূ্লধন বিনিয়োগ করবে
ii. পরিচালনায় অংশগ্রহণ করবে
iii. লাভ-ক্ষতি বন্টনে অংশগ্রহণ করবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২০.
পরিবর্তনশীল রুচি ও চাহিদার পণ্যের জন্য কোন ধরনের ব্যবসায় উপযুক্ত?
Ο ক) 
একমালিকানা ব্যবসায়
Ο খ) 
অংশীদারি ব্যবসায়
Ο গ) 
কোম্পানি সংগঠন
Ο ঘ) 
সমবায় সমিতি

  সঠিক উত্তর: (ক)

২২১.
তিতাস গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
নসিংদি
Ο গ) 
কুমিল্লা
Ο ঘ) 
ব্রাহ্মণবাড়িয়া

  সঠিক উত্তর: (ঘ)

২২২.
কোম্পানি গঠনের পর্যায় কয়টি?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (গ)

২২৩.
অংশীদারি ব্যবসায় শুরু করতে কী প্রয়োজন?
Ο ক) 
ট্রেড লাইসেন্স
Ο খ) 
চুক্তিপত্র
Ο গ) 
বৈদেশিক অনুদান
Ο ঘ) 
দেশীয় অনুদান

  সঠিক উত্তর: (খ)

২২৪.
“সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে” দ্বারা বুঝানো হয়-
Ο ক) 
পারস্পরিক সহযোগিতা
Ο খ) 
ঘৃণা
Ο গ) 
শৃঙ্খলা
Ο ঘ) 
শান্তি

  সঠিক উত্তর: (ক)

২২৫.
অংশীদারি ব্যবসায়ের দিকনির্দেশক হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) 
নিবন্ধনপত্র
Ο খ) 
প্রত্যয়নপত্র
Ο গ) 
চুক্তিপত্র
Ο ঘ) 
দলিলপত্র

  সঠিক উত্তর: (গ)

২২৬.
মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোন ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন যোগাড় করে কোন ব্যবসায় গঠন ও পরিচালনা করে তখন তাকে কি বলে?
Ο ক) 
অংশীদারি ব্যবসায়
Ο খ) 
একমালিকানা ব্যবসায়
Ο গ) 
কোম্পানি সংগঠন
Ο ঘ) 
সমবায় সমিতি

  সঠিক উত্তর: (খ)

২২৭.
সমবায় সংগঠনের বৈশিষ্ট্য কয়টি?
Ο ক) 
৪ টি
Ο খ) 
৬টি
Ο গ) 
৮টি
Ο ঘ) 
১০টি

  সঠিক উত্তর: (খ)

২২৮.
Sleeping Partner কী?
Ο ক) 
সাধারণ অংশীদার
Ο খ) 
ঘুমন্ত অংশীদার
Ο গ) 
সীমিত অংশীদার
Ο ঘ) 
নামমাত্র অংশীদার

  সঠিক উত্তর: (খ)

২২৯.
ব্যবসায়ের পরিধি বৃদ্ধির জন্যে কোন ধরনের ব্যবসায়ের উদ্ভব হয়?
Ο ক) 
একমালিকানা ব্যবসায়
Ο খ) 
অংশীদারি ব্যবসায়
Ο গ) 
কোম্পানি সংগঠন
Ο ঘ) 
সমবায় সমিতি

  সঠিক উত্তর: (খ)

২৩০.
কয়টি পর্যায়ে সমবায় সমিতি গঠন প্র্রক্রিয়া সম্পন্ন করা যায়?
Ο ক) 
৫ টি
Ο খ) 
৩ টি
Ο গ) 
৭ টি
Ο ঘ) 
৪ টি

  সঠিক উত্তর: (গ)

২৩১.
‘ফেরিওয়ালা ও ভ্রাম্যমাণ দোকান’- কোন ব্যবসায়ের অন্তর্ভুক্ত হওয়া বাঞ্ছনীয়?
Ο ক) 
একমালিকানা ব্যবসায়
Ο খ) 
অংশীদারি ব্যবসায়
Ο গ) 
যৌথমূলধনী ব্যবসায়
Ο ঘ) 
সমবায় সমিতি

  সঠিক উত্তর: (ক)

২৩২.
মূলধন সরবরাহ না করেও কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ে সদস্য হতে হলে কীসের প্রয়োজন হবে?
Ο ক) 
দক্ষতার
Ο খ) 
অভিজ্ঞতার
Ο গ) 
সুনামের
Ο ঘ) 
অংশীদারদের সম্মতি

  সঠিক উত্তর: (ঘ)

২৩৩.
সরকার জনগণের নিকট থেকে রাষ্ট্রীয় ব্যবসায়ের মূলধন সংগ্রহ করতে পারেন কীভাবে?
Ο ক) 
শেয়ার বিক্রি করে
Ο খ) 
চাঁদা আদায় করে
Ο গ) 
কর আদায় করে
Ο ঘ) 
ঋণপত্র ক্রয় করে

  সঠিক উত্তর: (ক)

২৩৪.
যে অবস্থার প্রেক্ষিতে সমবায় সংগঠনের উদ্ভব হয়-
i. শিল্প বিপ্লবের ফলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার উদ্ভব এবং মুষ্টিমেয় লোকের হাতে ধনসম্পদ কুক্ষিগত হওয়া
ii. ধনিক শ্রেণি কর্তৃক সমাজের দূর্বল ও শ্রমিক শ্রেণিকে শোষণ
iii. সমাজের দূর্বল ও শ্রমিক শ্রেণির আর্থসামাজিক কল্যাণ সাধন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩৫.
অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধ কত টাকার বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারে না?
Ο ক) 
১০০০
Ο খ) 
১০০
Ο গ) 
১০,০০০
Ο ঘ) 
৫০,০০০

  সঠিক উত্তর: (খ)

২৩৬.
সমবায় সমিতি গঠনের কয়টি ধাপ?
Ο ক) 
২ টি
Ο খ) 
৩ টি
Ο গ) 
৪ টি
Ο ঘ) 
৫ টি

  সঠিক উত্তর: (খ)

২৩৭.
একটি গ্রামে ১২ জন কৃষক মিলে এক একর জমি ক্রয় করে ধান উৎপাদন করে এবং উৎপাদিত ধান নিজেদের মধ্যে ভাগ করে নেয়। �কৃষকদের কাজটি অংশীদারি� বহির্ভূত কেন?
Ο ক) 
চুক্তিবদ্ধ সম্পর্কের অভাব
Ο খ) 
আইনগত সত্তার অভাব
Ο গ) 
পারস্পরিক আস্থার অভাব
Ο ঘ) 
পারস্পরিক প্রতিনিধিত্বের অভাব

  সঠিক উত্তর: (খ)

২৩৮.
কোন ব্যবসায়ের ব্যবস্থানায় নিয়তই নবতর দক্ষতার সংযোগ ঘটে?
Ο ক) 
যৌথমূলধনী ব্যবসায়
Ο খ) 
অংশীদারি ব্যবসায়
Ο গ) 
সমবায় ব্যবসায়
Ο ঘ) 
একমালিকানা ব্যবসায়

  সঠিক উত্তর: (ক)

২৩৯.
১৯০৪ সালে ভারত উপমহাদেশে কীভাবে সমবায়ের উদ্যোগ নেওয়া হয়?
Ο ক) 
বেসরকারিভাবে
Ο খ) 
সরকারিভাবে
Ο গ) 
আধা- সরকারিভাবে
Ο ঘ) 
সংগঠনের মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

২৪০.
মি. রনি, মি. হানি এবং মি. জনি একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। মি. রনি অবসর গ্রহণের পর তার ছেলে রাফি (নাবালক) ঐ প্রতিষ্ঠানের সকলের সম্মতিক্রমে কোন ধরণের অংশীদার হিসেবে পরিগণিত হবে?
Ο ক) 
সীমিত অংশীদার
Ο খ) 
ঘুমন্ত অংশীদার
Ο গ) 
সাধারণ অংশীদার
Ο ঘ) 
নামমাত্র অংশীদার

  সঠিক উত্তর: (ক)

২৪১.
‘বাংলাদেশ পর্যটন সংস্থা’ কোন ধরণের ব্যবসায়?
Ο ক) 
পরিবহন
Ο খ) 
শিল্প
Ο গ) 
সেবা
Ο ঘ) 
ব্যাংকিং

  সঠিক উত্তর: (গ)

২৪২.
বাংলাদেশে পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধন-
Ο ক) 
ঐচ্ছিক
Ο খ) 
বাধ্যতামূলক
Ο গ) 
বাধ্যতামূলক নয়
Ο ঘ) 
নিষ্প্রয়োজন

  সঠিক উত্তর: (খ)

২৪৩.
এক মালিকানার ব্যবসায়ের স্থায়িত্ব কার ওপর নির্ভরশীল?
Ο ক) 
সরকারের
Ο খ) 
মালিকের
Ο গ) 
নেতার
Ο ঘ) 
আইনের

  সঠিক উত্তর: (খ)

২৪৪.
অংশীদারি ব্যবসায় বৈশিষ্ট্য কয়টি?
Ο ক) 
৮টি
Ο খ) 
৭টি
Ο গ) 
৫টি
Ο ঘ) 
৩টি

  সঠিক উত্তর: (গ)

২৪৫.
বাংলাদেশে শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয় মূলত কখন থেকে?
Ο ক) 
১৯৪৭ সালের দেশ ভাগের পর থেকে
Ο খ) 
১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর থেকে
Ο গ) 
দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির পর থেকে
Ο ঘ) 
ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকে

  সঠিক উত্তর: (খ)

২৪৬.
সালাম, আবুল ও মারুফ চুক্তিবদ্ধ হয়ে একটি অংশীদারি ব্যবসায় শুরু করে। �বছর শেষে ব্যবসায়ে ৫০,০০০ টাকা লাভ হয়। এ লাভ কিভাবে বন্টিত হবে?
Ο ক) 
অংশীদারদের মধ্যে সমান ভাগে
Ο খ) 
আলাপ-আলোচনার মাধ্যমে
Ο গ) 
অংশীদারদের মূলধনের অনুপাতে
Ο ঘ) 
চুক্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী

  সঠিক উত্তর: (ঘ)

২৪৭.
২০০১ সমবায় আইনে বর্ণিত সমবায় সমিতি হল-
i. প্রাথমিক সমবায় সমিতি
ii. কেন্দ্রীয় সমবায় সমিতি
iii. জাতীয় সমবায় সমিতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৮.
যেসব ব্যবসায় ঝুঁকি একেবারেই কম সেগুলো জন্য কোনটি বেশি উপযুক্ত?
Ο ক) 
একমালিকানা কারবার
Ο খ) 
অংশীদারি কারবার
Ο গ) 
যৌথমূলধনী কারবার
Ο ঘ) 
রাষ্ট্রীয় কারবার

  সঠিক উত্তর: (ক)

২৪৯.
পচনজাতীয় পণ্য হল-
i. ফল-মূল ও শাক-সবজি
ii. চাল-ডাল ও ডিম
iii. মাছ-মাংস ও শাক-সবজি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৫০.
জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশে বেকার সমস্যা প্রকট। মজুরি ও বেতন ভিত্তিক অধিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কোন ব্যবসায় প্রতিষ্ঠানটি গঠন করা যেতে পারে?
Ο ক) 
একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান
Ο খ) 
অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান
Ο গ) 
যৌথ মূলধনী ব্যবসায় প্রতিষ্ঠান
Ο ঘ) 
সমবায় ব্যবসায় প্রতিষ্ঠান

  সঠিক উত্তর: (গ)


৩টি মন্তব্য:

HSC-2024 ফলাফল দেখুন সহজে

  HSC-2024 ফলাফল দেখুন সহজে সবার আগে                 যশোর বোর্ড   একক ফলাফল যশোর বোর্ড College ফলাফল সকল বোর্ড সার ্ভার -1   সকল বোর্...