NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ১৫ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ৮: বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা


এস.এস.সি    ||    বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
অধ্যায় - ৮: বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা


১.
প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দেন?
Ο ক) 
প্রধানমন্ত্রী
Ο খ) 
রাষ্ট্রপতি
Ο গ) 
অর্থমন্ত্রী
Ο ঘ) 
স্পিকার

  সঠিক উত্তর: (খ)

২.
ভারত, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের আইনসভা কেমন?
Ο ক) 
এককক্ষবিশিষ্ট
Ο খ) 
দ্বিকক্ষবিশিষ্ট
Ο গ) 
তিনকক্ষবিশিষ্ট
Ο ঘ) 
চারকক্ষবিশিষ্ট

  সঠিক উত্তর: (খ)

৩.
বঙ্গীয় স্থানীয় আইন পাস হয় কত সালে?
Ο ক) 
১৯৭৫
Ο খ) 
১৮৮০
Ο গ) 
১৮৮৫
Ο ঘ) 
১৮৯০

  সঠিক উত্তর: (গ)

৪.
রাষ্ট্রপতি কাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন?
Ο ক) 
সংসদের অধিকাংশ সদস্যের আস্থাভাজন ব্যক্তিকে
Ο খ) 
স্পিকারের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তিকে
Ο গ) 
সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত ব্যক্তিকে
Ο ঘ) 
কোনো দলের প্রধানকে

  সঠিক উত্তর: (ক)

৫.
অধ্যাদেশ জারির বিষয়ে বলা হয় -
i. প্রধানমন্ত্রী যেকোনো সময় অধ্যাদেশ জারি করতে পারেন
ii. বিশেষ কারণে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন
iii. প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ বাতিল করতে পারেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬.
রাষ্ট্রীয় এবং সরকারি সকল আয়-ব্যয়ে সংসদের কী ভূমিকা রয়েছে?
Ο ক) 
আয়-ব্যয়ে সংসদের সম্মতির প্রয়োজন হয়
Ο খ) 
আয়-ব্যয়ে সংসদের কোনো ভূমিকা নেই
Ο গ) 
আয়-ব্যয়ে সংসদ পরামর্শ প্রদান করে
Ο ঘ) 
আয়-ব্যয়ে সংসদের কাছে হিসাব দিতে হয়

  সঠিক উত্তর: (ক)

৭.
বাংলাদেশের সংসদের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা কাদের ভোটে নির্বাচিত হন?
Ο ক) 
স্পিকারের
Ο খ) 
সংসদ সদস্যদের
Ο গ) 
ডেপুটি স্পিকারের
Ο ঘ) 
প্রধানমন্ত্রীর

  সঠিক উত্তর: (খ)

৮.
শাসন বিভাগের অপর নাম কী?
Ο ক) 
প্রশাসনিক বিভাগ
Ο খ) 
নির্বাহী বিভাগ
Ο গ) 
প্রধান বিভাগ
Ο ঘ) 
আন্তঃপ্রধান বিভাগ

  সঠিক উত্তর: (খ)

৯.
ঢাকা সিটি কর্পোরেশনকে আইনের মাধ্যমে কয়টি কর্পোরেশনে বিভক্ত করা হয়েছে?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

১০.
কোন কাজটি সংসদ করতে পারে না?
Ο ক) 
সংসদ দ্বিকক্ষ করতে আইন প্রণয়ন
Ο খ) 
রাষ্ট্রপতির ক্ষমতা হ্রাস করতে আইন প্রণয়ন
Ο গ) 
প্রধানমন্ত্রীর ক্ষমতা বৃদ্ধি করতে আইন প্রণয়ন
Ο ঘ) 
সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন

  সঠিক উত্তর: (ঘ)

১১.
রাষ্ট্রীয় কোনো মন্ত্রীকে কে পদত্যাগ করতে বলতে পারেন?
Ο ক) 
রাষ্ট্রপতি
Ο খ) 
স্পিকার
Ο গ) 
ডেপুটি স্পিকার
Ο ঘ) 
প্রধানমন্ত্রী

  সঠিক উত্তর: (ঘ)

১২.
প্রশাসনকি কাঠামোর পদসোপাননীতি অনুযায়ী সর্বনিম্ন প্র্রশাসনিক কর্মকর্তা কে?
Ο ক) 
বিভাগীয় কমিশনার
Ο খ) 
সহকারী সচিব
Ο গ) 
জেলা প্রশাসক
Ο ঘ) 
উপ সচিব

  সঠিক উত্তর: (খ)

১৩.
প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে?
Ο ক) 
স্পিকার
Ο খ) 
ডেপুটি স্পিকার
Ο গ) 
প্রধান বিচারপতি
Ο ঘ) 
রাষ্ট্রপতি

  সঠিক উত্তর: (ঘ)

১৪.
বাংলাদেশ সরকারের রাজস্ব বিষয়ক কর্মকর্তা কে?
Ο ক) 
জেলা প্রশাসক
Ο খ) 
মেয়র
Ο গ) 
বিভাগীয় কমিশনার
Ο ঘ) 
রাজস্ব কর্মকর্তা

  সঠিক উত্তর: (গ)

১৫.
বর্তমানে একটি ইউনিয়ন কয়টি ওয়ার্ডে বিভক্ত?
Ο ক) 
তিন
Ο খ) 
পাঁচ
Ο গ) 
আট
Ο ঘ) 
নয়

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যেকোনো দন্ড -
i. মওকুফ করার
ii. হ্রাস করার
iii. স্থগিত করার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭.
বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে -
i. জেলা প্রশাসন
ii. পৌরসভা
iii. সিটি কর্পোরেশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৮.
সরকারের কয়টি অঙ্গ রয়েছে?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (খ)

১৯.
জেলা প্রশাসক তার কাজের জন্য কার কাছে দায়ী?
Ο ক) 
স্থানীয় সংসদ সদস্যের
Ο খ) 
সংসদের
Ο গ) 
বিভাগীয় কমিশনারের
Ο ঘ) 
সরকারের

  সঠিক উত্তর: (গ)

২০.
শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয় সংসদে -
i. নিন্দা প্রস্তাবের মাধ্যমে
ii. মুলতুবি প্রস্তাবের মাধ্যমে
iii. অনাস্থা প্রস্তাবের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১.
কোনটি প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান?
Ο ক) 
উপজেলা পরিষদ
Ο খ) 
জেলা পরিষদ
Ο গ) 
পৌরসভা
Ο ঘ) 
ইউনিয়ন পরিষদ

  সঠিক উত্তর: (ঘ)

২২.
এক কক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন দেশের উদাহরণ নিচের কোনটি?
Ο ক) 
যুক্তরাষ্ট্র
Ο খ) 
যুক্তরাজ্য
Ο গ) 
ভারত
Ο ঘ) 
বাংলাদেশ

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা দেয় কোন বিভাগ?
Ο ক) 
বিচার
Ο খ) 
শাসন
Ο গ) 
নির্বাহী
Ο ঘ) 
আইন

  সঠিক উত্তর: (ক)

২৪.
বর্তমানে বাংলাদেশে মোট কতটি পৌরসভা আছে?
Ο ক) 
৩০০
Ο খ) 
৩১০
Ο গ) 
৩১৬
Ο ঘ) 
৩২৫

  সঠিক উত্তর: (গ)

২৫.
জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা কাদের ভোটে নির্বাচিত হন?
Ο ক) 
জনগণের
Ο খ) 
মন্ত্রিদের
Ο গ) 
সংসদ সদস্যদের
Ο ঘ) 
সংসদের মহিলা সদস্যদের

  সঠিক উত্তর: (গ)

২৬.
বর্তমানে বাংলাদেশে কতটি ইউনিয়ন পরিষদ আছে?
Ο ক) 
৪,৬৫২
Ο খ) 
৪,৪৬০
Ο গ) 
৪,৪৬৮
Ο ঘ) 
৪,৪৮০

  সঠিক উত্তর: (গ)

২৭.
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে -
i. যুক্তরাষ্ট্রে
ii. ভারতে
iii. ব্রিটেনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনী অনুযায়ী জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০ করা হয়েছে?
Ο ক) 
দ্বাদশ
Ο খ) 
ত্রয়োদশ
Ο গ) 
চতুর্দশ
Ο ঘ) 
পঞ্চদশ

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
স্থানীয় শাসন বলতে বোঝায় -
i. ইউনিয়ন শাসনব্যবস্থাকে
ii. জেলা শাসনব্যবস্থাকে
iii. উপজেলা শাসনব্যবস্থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩০.
কোনটির ওপর জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব ন্যস্ত?
Ο ক) 
সংবিধানের
Ο খ) 
আদালতের
Ο গ) 
সংসদের
Ο ঘ) 
পুলিশের

  সঠিক উত্তর: (খ)

৩১.
কাকে কেন্দ্র করে মন্ত্রিসভার গঠন ও কার্যাবলি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়?
Ο ক) 
রাষ্ট্রপতিকে কেন্দ্র করে
Ο খ) 
প্রধানমন্ত্রকে কেন্দ্র করে
Ο গ) 
জাতীয় সংসদকে কেন্দ্র করে
Ο ঘ) 
জেলা প্রশাসনকে কেন্দ্র করে

  সঠিক উত্তর: (খ)

৩২.
প্রধানমন্ত্রী কীভাবে মন্ত্রিসভা গঠন করেন?
Ο ক) 
রাষ্ট্রপতির সাথে পরামর্শ করে
Ο খ) 
সংসদ সদস্যদের সাথে পরামর্শ করে
Ο গ) 
একক ক্ষমতা ও ইচ্ছা মোতাবেক
Ο ঘ) 
সংসদ সদস্য ও স্পিকারের পরামর্শ মোতাবেক

  সঠিক উত্তর: (গ)

৩৩.
বাংলাদেশের আইনসভার নাম কী?
Ο ক) 
পার্লামেন্ট
Ο খ) 
ন্যাশনাল অ্যাসেম্বলি
Ο গ) 
কংগ্রেস
Ο ঘ) 
জাতীয় সংসদ

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
জনাব কবির একজন সংসদ সদস্য। তিনি কোন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন?
Ο ক) 
মন্ত্রীকে
Ο খ) 
সেনাপ্রধানকে
Ο গ) 
ডেপুটি স্পিকারকে
Ο ঘ) 
বিচারপতিকে

  সঠিক উত্তর: (গ)

৩৫.
একটি জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা কতজন?
Ο ক) 
১৩
Ο খ) 
২১
Ο গ) 
১৮
Ο ঘ) 
১৭

  সঠিক উত্তর: (খ)

৩৬.
বাংলাদেশে সংসদীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় কোন সংশোধনীর মাধ্যমে?
Ο ক) 
একাদশ
Ο খ) 
দ্বাদশ
Ο গ) 
ত্রয়োদশ
Ο ঘ) 
চতুর্দশ

  সঠিক উত্তর: (খ)

৩৭.
বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?
Ο ক) 
১৩
Ο খ) 
১৪
Ο গ) 
১৫
Ο ঘ) 
১৬

  সঠিক উত্তর: (গ)

৩৮.
স্থানীয় স্বায়ত্তশাসন গুরুত্বপূর্ণ। কারণ এর ফলে -
i. কেন্দ্রীয় সরকারের কার্যভার লাঘব হয়
ii. জাতীয় নেতৃত্ব সৃষ্টি হয়
iii. আমলাতান্ত্রিক রাজধানী টিকিয়ে রাখার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৯.
বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রধান কর্মকর্তা কে?
Ο ক) 
সচিব
Ο খ) 
জেলা প্রশাসক
Ο গ) 
বিভাগীয় কমিশনার
Ο ঘ) 
অতিরিক্ত সচিব

  সঠিক উত্তর: (গ)

৪০.
সুপ্রিম কোর্টের এটর্নি জেনারেলকে কে নিয়োগ দেন?
Ο ক) 
প্রধানমন্ত্রী
Ο খ) 
স্পিকার
Ο গ) 
রাষ্ট্রপতি
Ο ঘ) 
ডেপুটি স্পিকার

  সঠিক উত্তর: (গ)

৪১.
বাংলাদেশে প্রশাসনিক ক্ষেত্রে কোন ব্যবস্থাটি প্রবর্তিত?
Ο ক) 
যুক্তরাষ্ট্রীয়
Ο খ) 
প্রাদেশিক
Ο গ) 
এককেন্দ্রিক
Ο ঘ) 
বহুকেন্দ্রিক

  সঠিক উত্তর: (গ)

৪২.
একটি ইউনিয়ন পরিষদে থাকবেন -
i. একজন নির্বাচিত চেয়ারম্যান
ii. দশজন নির্বাচিত সাধারণ সদস্য
iii. তিনজন নির্বাচিত মহিলা সদস্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪৩.
বর্তমানে জাতীয় সংসদের আসন কতটি?
Ο ক) 
৩০০
Ο খ) 
৩১৫
Ο গ) 
৩৪৫
Ο ঘ) 
৩৫০

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
কোনটি স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সবচেয়ে কার্যকর প্রতিষ্ঠান?
Ο ক) 
গ্রাম সরকার
Ο খ) 
ইউনিয়ন পরিষদ
Ο গ) 
উপজেলা প্রশাসন
Ο ঘ) 
বিভাগীয় প্রশাসন

  সঠিক উত্তর: (খ)

৪৫.
জাতীয় সংসদের ওপর ন্যস্ত -
i. ইউনিয়ন পরিষদ নির্বাচন
ii. ন্যায়পাল নির্বাচন
iii. রাষ্ট্রপতি নির্বাচন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৬.
জেলা পরিষদের ঐচ্ছিক কাজ কোনটি?
Ο ক) 
উপজেলা ও পৌরসভাকে সহায়তা
Ο খ) 
জেলার সকল উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা
Ο গ) 
বাঁধ নির্মাণ ও মেরামত
Ο ঘ) 
আত্মকর্মসংস্থান সৃষ্টি

  সঠিক উত্তর: (গ)

৪৭.
রাষ্ট্রীয় অর্থব্যয়ে জাতীয় সংসদ -
i. তীক্ষ্ণ দৃষ্টি রাখে
ii. প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে
iii. প্রয়োজনে অনুমতি দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
পুলিশ বিভাগে কর্মরত একজন সদস্য অসদুপায় অবলম্বন করল। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মূল কর্তৃত্ব কোন বিভাগের?
Ο ক) 
আইন বিভাগ
Ο খ) 
শাসন বিভাগ
Ο গ) 
বিচার বিভাগ
Ο ঘ) 
আপিল বিভাগ

  সঠিক উত্তর: (খ)

৪৯.
আমাদের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি?
Ο ক) 
১৫
Ο খ) 
৪৫
Ο গ) 
৫০
Ο ঘ) 
৩০

  সঠিক উত্তর: (গ)

৫০.
বিচার বিভাগের প্রধান কাজ কী?
Ο ক) 
অপরাধীকে শাস্তি দেওয়া
Ο খ) 
আইন মান্য করা
Ο গ) 
আইন প্রণয়ন করা
Ο ঘ) 
অপরাধীকে গ্রেফতার করা

  সঠিক উত্তর: (ক)

৫১.
সরকারের বিভিন্ন বিভাগ কাজ করে থাকে -
i. রাষ্ট্রের উন্নয়নের লক্ষ্যে
ii. রাষ্ট্রকে নিরাপত্তা দিতে
iii. একটি সুন্দর ও উন্নত জীবন নির্বাহের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫২.
রাষ্ট্রপতি কোন অবস্থার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করেন?
Ο ক) 
দেশে কোনো ধরনের যুদ্ধ কিংবা গোলযোগ দেখা দিলে
Ο খ) 
দেশে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে
Ο গ) 
দেশের অর্থনীতি চাঙ্গা করার প্রয়োজন দেখা দিলে
Ο ঘ) 
দেশের সংবিধান পরিবর্তন বা সংশোধন দরকার হলে

  সঠিক উত্তর: (ক)

৫৩.
বাংলাদেশের আমলাতান্ত্রিক নির্দেশগুলো কীভাবে যায়?
Ο ক) 
সচিব থেকে সহকারী সচিব পর্যন্ত
Ο খ) 
নিচ থেকে ওপরের দিকে
Ο গ) 
ওপর থেকে নিচের দিকে
Ο ঘ) 
মন্ত্রণালয় থেকে জেলা পর্যন্ত

  সঠিক উত্তর: (গ)

৫৪.
কোনো দেশের আইনসভা কেমন হতে পারে?
Ο ক) 
এককক্ষবিশিষ্ট
Ο খ) 
দ্বিকক্ষবিশিষ্ট
Ο গ) 
এককক্ষ এবং দ্বিকক্ষবিশিষ্ট
Ο ঘ) 
তিনকক্ষবিশিষ্ট

  সঠিক উত্তর: (গ)

৫৫.
আদালত মানুষের আশ্রয়স্থল -
i. ন্যায়বিচার লাভের জন্য
ii. আত্মমর্যাদা প্রতিষ্ঠার জন্য
iii. অধিকার প্রতিষ্ঠার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৬.
জেলার বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে পালনের জন্য জেলা প্রশাসককে কী বলা যায়?
Ο ক) 
জেলার পরিচালক, তত্ত্বাবধায়ক ও নিয়ন্ত্রক
Ο খ) 
জেলার প্রধান শাসক ও পর্যবেক্ষক
Ο গ) 
জেলার প্রধান বিচারক ও রাজস্ব কর্মকর্তা
Ο ঘ) 
জেলার প্রধান প্রকৌশলী ও নিয়ন্ত্রক

  সঠিক উত্তর: (ক)

৫৭.
দেশের আইন প্রণয়নের ক্ষমতা কোন বিভাগের ওপর ন্যস্ত?
Ο ক) 
শাসন বিভাগের ওপর
Ο খ) 
বিচার বিভাগের ওপর
Ο গ) 
জাতীয় সংসদের ওপর
Ο ঘ) 
গ্রাম আদালতের ওপর

  সঠিক উত্তর: (গ)

৫৮.
কোনটি প্রতিটি মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত?
Ο ক) 
পরিদপ্তর
Ο খ) 
বোর্ড
Ο গ) 
কর্পোরেশন
Ο ঘ) 
অধিদপ্তর

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কতটি?
Ο ক) 
৪৮০টি
Ο খ) 
৪৯০টি
Ο গ) 
৪৮৫টি
Ο ঘ) 
৫১০টি

  সঠিক উত্তর: (গ)

৬০.
মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার পদবি কী?
Ο ক) 
সচিব
Ο খ) 
মন্ত্রী
Ο গ) 
উপসচিব
Ο ঘ) 
কমিশনার

  সঠিক উত্তর: (ক)

৬১.
যেকোনো দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে প্রযোজনে অধ্যাদেশ জারি করতে পারেন কে?
Ο ক) 
স্পিকার
Ο খ) 
প্রধান বিচারপতি
Ο গ) 
প্রধানমন্ত্রী
Ο ঘ) 
রাষ্ট্রপতি

  সঠিক উত্তর: (ঘ)

৬২.
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?
Ο ক) 
ডায়েট
Ο খ) 
কংগ্রেস
Ο গ) 
নেচেট
Ο ঘ) 
হাউজ অব কমন্স

  সঠিক উত্তর: (খ)

৬৩.
রাষ্ট্রে বিচার বিভাগের কাজ -
i. আইন ভঙ্গকারীকে শাস্তি দেওয়া
ii. ন্যায় বিচার প্রতিষ্ঠা করা
iii. আইন বিভাগকে সহযোগিতা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৪.
জেলা প্রশাসন প্রশাসনিক কাঠামোর কোন স্তরে অন্তর্ভুক্ত?
Ο ক) 
দ্বিতীয়
Ο খ) 
তৃতীয়
Ο গ) 
চতুর্থ
Ο ঘ) 
পঞ্চম

  সঠিক উত্তর: (খ)

৬৫.
অধিকাংশ মুসলিম রাষ্ট্রের আইনসভা কী নামে পরিচিত?
Ο ক) 
ডায়েট
Ο খ) 
মজলিশ
Ο গ) 
কংগ্রেস
Ο ঘ) 
জাতীয় সংসদ

  সঠিক উত্তর: (খ)

৬৬.
‘বাংলাদেশ জাতীয় সংসদ নামে একটি আইনসভা থাকবে’ - সংবিধানের কত নং অনুচ্ছেদে একথা বলা হয়েছে?
Ο ক) 
৬৩
Ο খ) 
৬৪
Ο গ) 
৬৫
Ο ঘ) 
৬৬

  সঠিক উত্তর: (গ)

৬৭.
কোনটির অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী দালানকোঠা নির্মাণ করতে হয়?
Ο ক) 
জেলা পরিষদের
Ο খ) 
উপজেলা পরিষদের
Ο গ) 
পৌরসভার
Ο ঘ) 
ইউনিয়ন পরিষদের

  সঠিক উত্তর: (গ)

৬৮.
সংসদে প্রণীত আইন কীভাবে কার্যকর হয়?
Ο ক) 
স্পিকারের অনুমোদনের পর
Ο খ) 
রাষ্ট্রপতির সম্মতি লাভের পর
Ο গ) 
প্রধানমন্ত্রীর সম্মতি লাভের পর
Ο ঘ) 
স্পিকার ও প্রধানমন্ত্রীর সম্মতি লাভের পরে

  সঠিক উত্তর: (খ)

৬৯.
প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে কে সংসদ ভেঙে দিতে পারেন?
Ο ক) 
রাষ্ট্রপতি
Ο খ) 
স্পিকার
Ο গ) 
ডেপুটি স্পিকার
Ο ঘ) 
সংসদ উপনেতা

  সঠিক উত্তর: (ক)

৭০.
মহাহিসাবরক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগ দেন কে?
Ο ক) 
রাষ্ট্রপতি
Ο খ) 
প্রধানমন্ত্রী
Ο গ) 
সচিব
Ο ঘ) 
স্পিকার

  সঠিক উত্তর: (ক)

৭১.
ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে কোন বিভাগ?
Ο ক) 
নির্বাহী
Ο খ) 
বিচার
Ο গ) 
শাসন
Ο ঘ) 
আইন

  সঠিক উত্তর: (খ)

৭২.
স্থানীয় প্রশাসনের মুখ্য উদ্দেশ্য হলো কেন্দ্রীয় সরকারের পক্ষে -
i. আইনশৃঙ্খলা রক্ষা
ii. জনকল্যাণমূলক কাজ বাস্তবায়ন
iii. রাজস্ব আদায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭৩.
কোনো সাজাপ্রাপ্ত আসামির জন্য রাষ্ট্রপতি কী করতে পারেন?
Ο ক) 
সাজা বাড়াতে পারেন
Ο খ) 
সাজা কমাতে কেবল সুপারিশ করতে পারেন
Ο গ) 
সাজা রহিত করতে পারেন
Ο ঘ) 
কিছু্ই করতে পারেন না

  সঠিক উত্তর: (গ)

৭৪.
ইউনিয়ন পরিষদের গঠনে ব্যাপক পরিবর্তন আনা হয় কত সালে?
Ο ক) 
১৯৭৬
Ο খ) 
১৯৮৫
Ο গ) 
১৯৯৭
Ο ঘ) 
১৯৯৮

  সঠিক উত্তর: (গ)

৭৫.
বাংলাদেশের সংবিধানে দ্বাদশ সংশোধনী আনা হয় কত সালে?
Ο ক) 
১৯৯১
Ο খ) 
১৯৯৩
Ο গ) 
১৯৯৭
Ο ঘ) 
২০০১

  সঠিক উত্তর: (ক)

৭৬.
মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে কী বলা হয়?
Ο ক) 
মন্ত্রী
Ο খ) 
মহাপরিচালক
Ο গ) 
সচিব
Ο ঘ) 
পরিচালক

  সঠিক উত্তর: (গ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হবে ৩৩০ জন। ৩০০ জন নির্বাচিত এবং ৩০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। বর্তমানে মহিলাদের জন্য সংরক্ষিত আসন বৃদ্ধি করে ৫০-এ উন্নীত করা হয়েছে।
৭৭.
সংসদের মহিলা সদস্যগণ নির্বাচিত হন -
i. সাধারণ ভোটে
ii. সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে
iii. জনগণের ভোটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৮.
যুদ্ধ ঘোষণা বা কোনো যুদ্ধে অংশগ্রহণের জন্য কার অনুমতি নিতে হবে?
Ο ক) 
আইন বিভাগ
Ο খ) 
বিচার বিভাগ
Ο গ) 
শাসন বিভাগ
Ο ঘ) 
প্রতিরক্ষা মন্ত্রণালয়

  সঠিক উত্তর: (ক)

২টি মন্তব্য:

HSC-2024 ফলাফল দেখুন সহজে

  HSC-2024 ফলাফল দেখুন সহজে সবার আগে                 যশোর বোর্ড   একক ফলাফল যশোর বোর্ড College ফলাফল সকল বোর্ড সার ্ভার -1   সকল বোর্...