২৫১. |
ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে বাংলায় বৈপ্লবিক পরিবর্তন আসে কেন? |
Ο ক) |
মুসলমানদের বঙ্গ বিজয়ের ফলে |
Ο খ) |
এটি পালদের রাজধানী ছিল বলে |
Ο গ) |
এটি বখতিয়ার খলজির রাজধানী ছিল বলে |
Ο ঘ) |
এখানে ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি ছিল বলে |
সঠিক উত্তর: (ক)
২৫২. |
দৈবজ্ঞ, পণ্ডিত ও ব্রাহ্মণগণের বর্ণিত বিজয়ীর সাথে নিচের কোন শাসকের মিল রয়েছে? |
Ο ক) |
ইলিয়াস শাহের |
Ο খ) |
মুজাফফর শাহের |
Ο গ) |
বখতিয়ার খলজির |
Ο ঘ) |
মজনু শাহের |
সঠিক উত্তর: (গ)
২৫৩. |
বখতিয়ার খলজির সহযোদ্ধা ছিলেন- i. মুহম্মদ শিরন খলজি ii. আলী মর্দান খলজি iii. হুসামউদ্দীন ইওজ খলজি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. |
কীভাবে রাজা লক্ষণ সেন প্রাণ রক্ষা করেন? |
Ο ক) |
বখতিয়ারকে হত্যা করে |
Ο খ) |
সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে |
Ο গ) |
বিমান যোগে পালিয়ে |
Ο ঘ) |
নৌকা যোগে পালিয়ে |
সঠিক উত্তর: (ঘ)
২৫৫. |
আফতাম ইলিয়াস শাহি বংশের মধ্যবর্তী সময়ের একজন রাজার কথা বলেন। এই রাজা
বিভন্ন আচার-অনুষ্ঠান করে নিজের ছেলেকে মুসলিম থেকে ফিরিয়ে আনেন। আফতাবের
ভাষ্য মতে এই বিখ্যাত রাজা হলেন- i. রাজা গণেশ ii. জালালউদ্দিন মাহমুদের পিতা iii. ইব্রাহিম শর্কী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৫৬. |
গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি কোন আব্বাসীয় শাসকের নিকট থেকে স্বীকৃতিপত্র লাভ করেন। |
Ο ক) |
খলিফা আল নাসির |
Ο খ) |
খলিফা আল মুনতাসির |
Ο গ) |
খলিফা আল মামুন |
Ο ঘ) |
খলিফা হারুন-অর-রশীদ |
সঠিক উত্তর: (ক)
২৫৭. |
জনাব ‘D’ তাঁর গ্রামকে বলগাকপুর বলেছেন। ‘D’ এর সাথে সাদৃশ্য রয়েছে- |
Ο ক) |
সম্রাট বাবুরের |
Ο খ) |
সম্রাট হুমায়ূনের |
Ο গ) |
ইবনে বতুতা |
Ο ঘ) |
জিয়াউদ্দিন বারানীর |
সঠিক উত্তর: (ঘ)
২৫৮. |
কাদেরকে সামলুক বলা হয়? |
Ο ক) |
তুর্কিদের |
Ο খ) |
গ্রিকদের |
Ο গ) |
দাসদের |
Ο ঘ) |
আফগানদের |
সঠিক উত্তর: (গ)
২৫৯. |
শামসুদ্দিন ইলিয়াস শাহ নেপাল আক্রমণ করেন কত সালে? |
Ο ক) |
১৩৪৯ |
Ο খ) |
১৩৫০ |
Ο গ) |
১৩৫১ |
Ο ঘ) |
১৩৫২ |
সঠিক উত্তর: (খ)
২৬০. |
ইওয়াজ খলজি শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। এর যথার্থতা নিরুপণে বলা যায়- i. সূফী সাধকদের জায়গীর ও বৃত্তি প্রদান ii. লখনৌতিকে মুসলিম শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত করন iii. গৌড়ের জুমা মসজিদ নির্মাণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৬১. |
কেন ইলিয়াস শাহ, ‘শাহ-ই-বাঙ্গালা উপাধি গ্রহণ করেন? |
Ο ক) |
বাঙালিদের জাতীয় নেতা হিসেবে নিজেকে ঘোষণা করতে |
Ο খ) |
অধিক সৈন্যবাহিনীর অধিকারী হওয়াতে |
Ο গ) |
সম্রাট হিসেবে স্বীকৃতি পেতে |
Ο ঘ) |
শ্রেষ্ঠ সুলতান হিসেবে নিজেকে ঘোষণা করতে |
সঠিক উত্তর: (ক)
২৬২. |
নাসির উদ্দিন নুসরত শাহের অন্যতম কৃতিত্ব কোনটি? |
Ο ক) |
ন্যায়পরায়ণতা |
Ο খ) |
স্থাপত্য কীর্তি |
Ο গ) |
রাজনৈতিক বিজ্ঞতা |
Ο ঘ) |
সমরকুশলতা |
সঠিক উত্তর: (খ)
২৬৩. |
বখতিয়ার খলজির কয়জন সহযোদ্ধা ছিল? |
Ο ক) |
দু জন |
Ο খ) |
তিন জন |
Ο গ) |
চার জন |
Ο ঘ) |
পাঁচ জন |
সঠিক উত্তর: (খ)
২৬৪. |
বাংলার ইতিহাসের কম বছর মুসলমান সুলতানের স্বাধীন রাজত্বের যুগ? |
Ο ক) |
এক শ বছর |
Ο খ) |
দু শ বছর |
Ο গ) |
তিন শ বছর |
Ο ঘ) |
চার শ বছর |
সঠিক উত্তর: (খ)
২৬৫. |
অন্যান্য জমিদার সহজেই মুঘল সম্রাটের বশ্যতা স্বীকার করেন কেন? |
Ο ক) |
মুসা খান আত্মসমর্পণ করেছিলেন |
Ο খ) |
ঈশা খান আত্মসমপর্ণ করেছিলেন |
Ο গ) |
ইসলাম খান তাঁদের হাতে পরাজিত হয়েছিলেন |
Ο ঘ) |
জাহাঙ্গীর তাঁদের বাধ্য করেছিলেন |
সঠিক উত্তর: (ক)
২৬৬. |
রাজা গণেশ ও তার বংশধরেরা কত বছর রাজত্ব করেন? |
Ο ক) |
প্রায় পঁচিশ বছর |
Ο খ) |
প্রায় ত্রিশ বছর |
Ο গ) |
প্রায় পয়ঁত্রিশ বছর |
Ο ঘ) |
প্রায় চল্লিশ বছর |
সঠিক উত্তর: (খ)
২৬৭. |
মুনিম খান কে ছিলেন? |
Ο ক) |
কাশ্মীর শাসনকর্তা |
Ο খ) |
আহমেদাবাদের শাসনকর্তা |
Ο গ) |
জৌনপুরের শাসনকর্তা |
Ο ঘ) |
কাল্পীর শাসনকর্তা |
সঠিক উত্তর: (গ)
২৬৮. |
শায়েস্তা খান আরাকানী জলদস্যুদের উৎখাত করেন কে? |
Ο ক) |
তাদের সাতে যুদ্ধ হয়েছিল বলে |
Ο খ) |
তারা জনজীবনের জন্য হুমকিস্বরুপ ছিল বলে |
Ο গ) |
তারা শায়েস্তা খানকে বিতাড়িত করতে চেয়েছিল বলে |
Ο ঘ) |
তাদের সাথে ইংরেজদের বিরোধ ছিল বলে |
সঠিক উত্তর: (খ)
২৬৯. |
‘কদম রসুল’ কিসের নাম? |
Ο ক) |
গ্রন্থের নাম |
Ο খ) |
বাড়ির নাম |
Ο গ) |
গোত্রের নাম |
Ο ঘ) |
ভবনের নাম |
সঠিক উত্তর: (ঘ)
২৭০. |
ফখরুদ্দিন মুবারক শাহ এর পুত্রের নাম কী ছিল? |
Ο ক) |
নাসিরউদ্দীন মাহমুদ |
Ο খ) |
ইখতিয়ার উদ্দিন গাজী শাহ |
Ο গ) |
বুগরা খান |
Ο ঘ) |
তুঘলক খান |
সঠিক উত্তর: (খ)
২৭১. |
সৌন্দর্যরসিক কথাটি কার সাথে সাঞ্জস্যপূর্ণ? |
Ο ক) |
মুবারক শাহ |
Ο খ) |
ফিরোজ শাহ |
Ο গ) |
বরবক শাহ |
Ο ঘ) |
আহমদ শাহ |
সঠিক উত্তর: (গ)
২৭২. |
বার ভুঁইয়া কারা? |
Ο ক) |
বাংলায় জমিদার |
Ο খ) |
বিহারের রাজা |
Ο গ) |
মুঘল সেনাপতি |
Ο ঘ) |
আফগান সেনাপতি |
সঠিক উত্তর: (ক)
২৭৩. |
কামতা ও কামরূপ জয়ের ফলে আলাউদ্দিন হুসেন শাহ এর কোন কৃতিত্ব ফুটে উঠে? |
Ο ক) |
রাজনৈতিক বিজ্ঞতা |
Ο খ) |
ন্যায়পরায়ণতা |
Ο গ) |
সমরকুশলতা |
Ο ঘ) |
দানশীলতা |
সঠিক উত্তর: (গ)
২৭৪. |
বাংলায় প্রকৃত স্বাধীনতার প্রতিষ্ঠাতা ছিলেন ‘X’ । ‘X’ নিচের কোনটিকে নির্দেশ করছে? |
Ο ক) |
ফখরুদ্দিন মুবারক শাহ |
Ο খ) |
হুসেন শাহ |
Ο গ) |
ইলিয়াস শাহ |
Ο ঘ) |
গিয়াসউদ্দিন আজম শাহ |
সঠিক উত্তর: (গ)
২৭৫. |
আবীদ প্রথম দিকে বার ভুঁইয়াদের নেতার কথা বলেন। আবীদের তথ্য অনুযায়ী নিচের কোন নেতার সাথে মিল পাওয়া যায়? |
Ο ক) |
মুসা খান |
Ο খ) |
ঈসা খান |
Ο গ) |
চাঁদ রায় |
Ο ঘ) |
কেদার রায় |
সঠিক উত্তর: (খ)
২৭৬. |
গৌড় বিজয়ের কয় বৎসর পর বখতিয়ার খলজি তিব্বত অভিযান করেন? |
Ο ক) |
১ |
Ο খ) |
২ |
Ο গ) |
৩ |
Ο ঘ) |
৪ |
সঠিক উত্তর: (খ)
২৭৭. |
রাজা গণেশের গোপনে শক্তি সঞ্চয়ের কী কারণ? i. হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা ii. বৌদ্ধ রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করা iii. মুসলমানদের হটানো নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৭৮. |
‘জাহাঙ্গীরের’ ক্ষেত্রে প্রযোজ্য- i. বাংলার বারভুঁইয়াদের দমন সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালের কৃতিত্বপূর্ণ কাজ ii. জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীর নগর iii. জাহাঙ্গীরের আমল ‘নবাবি আমল’ নামে পরিচিত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৭৯. |
“মুঘিসউদ্দিন” কত সালে মৃত্যুবরণ করেন? |
Ο ক) |
১২৫৫ সাল |
Ο খ) |
১২৬০ সাল |
Ο গ) |
১২৭৫ সাল |
Ο ঘ) |
১২৮১ সাল |
সঠিক উত্তর: (ঘ)
২৮০. |
মুর্শিদকুলী খানের অন্যতম কৃতিত্ব হচ্ছে- i. রাজস্ব সংস্কার ii. অর্থনৈতিক সংস্কার iii. ন্যায়পরায়ণতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৮১. |
গণেশের পুত্রের নাম কী? |
Ο ক) |
জালালউদ্দীন মাহমুদ |
Ο খ) |
ইব্রাহিম শর্কি |
Ο গ) |
দেবেন্দ্রদাস |
Ο ঘ) |
মহেন্দ্রদের |
সঠিক উত্তর: (ক)
২৮২. |
শায়েস্তা খানের নগরী হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী? |
Ο ক) |
পিতা-পুত্র |
Ο খ) |
চাচা-ভাতিজা |
Ο গ) |
শ্বশুর-জামাতা |
Ο ঘ) |
দাদা-নাতি |
সঠিক উত্তর: (গ)
২৮৩. |
১২২৭-১২৮৭ পর্যন্ত ৬০ বছর ‘ক’ বংশীয়রা বাংলা শাসন করেন। ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির? |
Ο ক) |
হোসেন শাহী বংশ |
Ο খ) |
ইলিয়াসশাহী বংশ |
Ο গ) |
মামলুক বংশ |
Ο ঘ) |
রাজা গণেশের বংশ |
সঠিক উত্তর: (গ)
২৮৪. |
জালাল খান কত বছর রাজত্ব করেন? |
Ο ক) |
পাঁচ বছর |
Ο খ) |
ছয় বছর |
Ο গ) |
সাত বছর |
Ο ঘ) |
আট বছর |
সঠিক উত্তর: (ঘ)
২৮৫. |
বাংলায় মুঘলদের কী ছিল? |
Ο ক) |
সুবা |
Ο খ) |
মূলকেন্দ্র |
Ο গ) |
রাজধানী |
Ο ঘ) |
শহর |
সঠিক উত্তর: (ক)
২৮৬. |
রাজা মানসিংহ কত খ্রিস্টাব্দে বাংলার সুবাদার হয়ে আসেন? |
Ο ক) |
১৫৯৩ |
Ο খ) |
১৫৯৪ |
Ο গ) |
১৫৯৫ |
Ο ঘ) |
১৫৯৬ |
সঠিক উত্তর: (খ)
২৮৭. |
বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার সূচনা করেন কে? |
Ο ক) |
বখতিয়ার খলজি |
Ο খ) |
শিরন খলজি |
Ο গ) |
মর্দান খলজি |
Ο ঘ) |
হুসামউদ্দীন খলজি |
সঠিক উত্তর: (ক)
২৮৮. |
আজম শাহের রাজত্বকালে কেমন অভিযান প্রেরণ করেন? |
Ο ক) |
সফল |
Ο খ) |
বিফল |
Ο গ) |
সার্থক |
Ο ঘ) |
সময়োপযোগী |
সঠিক উত্তর: (খ)
২৮৯. |
বখতিয়ার খলজি কত খ্রিষ্টাব্দে গজনীতে আসেন? |
Ο ক) |
১১৯৪ খ্রিষ্টাব্দে |
Ο খ) |
১১৯৫ খ্রিষ্টাব্দে |
Ο গ) |
১১৯৬ খ্রিষ্টাব্দে |
Ο ঘ) |
১১৯৭ খ্রিষ্টাব্দে |
সঠিক উত্তর: (খ)
২৯০. |
প্রথমদিকে বার ভূইয়াদের নেতা ছিলেন কে? |
Ο ক) |
ঈসা খান |
Ο খ) |
চাঁদ রায় |
Ο গ) |
কেদার রায় |
Ο ঘ) |
বীর হামির |
সঠিক উত্তর: (ক)
২৯১. |
হাবসি শাসনের উচ্ছেদ করেন কে? |
Ο ক) |
সৈয়দ হোসেন |
Ο খ) |
সৈয়দ মাসুদ |
Ο গ) |
সৈয়দ আহম্মদ |
Ο ঘ) |
সৈয়দ খালেক |
সঠিক উত্তর: (ক)
২৯২. |
মুসা খানের পরাজয়ের ফলে- i. বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় ii. বার ভুঁইয়াদের শাসনের অবসান ঘটে iii. নবাবি শাসনের অবসান ঘটে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৯৩. |
ফিরোজ শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন কে? |
Ο ক) |
ইব্রাহিম |
Ο খ) |
কদর খান |
Ο গ) |
বুঘরা খান |
Ο ঘ) |
গিয়াসউদ্দীন বাহাদুর শাহ |
সঠিক উত্তর: (ঘ)
২৯৪. |
রুকনউদ্দিন বরবক শাহের উপাধি হলো- i. আল ফাজিল ii. আল দাখিল iii. আল কামিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৯৫. |
গিয়াসউদ্দিন ইওয়াস খলজি ছিলেন সর্বশ্রেষ্ঠ শাসক। এর যর্থাথতা নিরূপণে বলা যায়- |
Ο ক) |
রাজধানী দেবকোট থেকে গৌড়ে স্থানান্তর করেন |
Ο খ) |
তাঁর পৃষ্ঠপোষকতার শিল্প সাহিত্যের উন্নতি সাধিত হয়েছে |
Ο গ) |
তাঁর প্রচেষ্টায় বাংলায় মুসলিম রাজ্য সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় |
Ο ঘ) |
জনদরদী শাসক ছিলেন |
সঠিক উত্তর: (গ)
২৯৬. |
আসলাম শ্রীচৈতন্যের জীবনী পড়তে গিয়ে বলেন যে, তিনি একজন বিখ্যাত শাসকের সমসাময়িক। আসলাম কোন শাসকের বিষয়ে আলোকপাত করেছেন? |
Ο ক) |
ইলিয়াস শাহ |
Ο খ) |
আলাউদ্দিন হুসেন শাহ |
Ο গ) |
ফখরুদ্দিন মুবারক শাহ |
Ο ঘ) |
আলাউদ্দিন ফিরোজ শাহ |
সঠিক উত্তর: (খ)
২৯৭. |
শের শাহ বাংলা দখল করেন কখন? |
Ο ক) |
১৫৪০ খ্রিস্টাব্দে |
Ο খ) |
১৫৪১ খ্রিস্টাব্দে |
Ο গ) |
১৫৪২ খ্রিস্টাব্দে |
Ο ঘ) |
১৫৪৩ খ্রিস্টাব্দে |
সঠিক উত্তর: (ক)
২৯৮. |
ইলিয়াস শাহ জয় করেছিলেন- i. চম্পারণ ii. গোরক্ষপুর iii. কাশী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৯৯. |
ইলিয়াস শাহের বংশধর কীভাবে পুনরায় রাজত্ব শুরু করেন? |
Ο ক) |
নাসির খানকে হত্যা করে |
Ο খ) |
অভিজাতবর্গের সাহায্যে ক্ষমতায় আরোহণ করে |
Ο গ) |
আহমদ শাহকে ক্ষমতাচ্যূত করে |
Ο ঘ) |
আহমদ শাহের সহায়তা লাভের মাধ্যমে |
সঠিক উত্তর: (খ)
৩০০. |
আলী মর্দনে খলজিকে বন্দী করা হয়। কারণ- i. শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ii. বখতিয়ার খলজির হত্যাকারী ছিলেন iii. বিদ্রোহ দমনের জন্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩০১. |
তেলিয়াগর্হি কোথায় অবস্থিত? |
Ο ক) |
ত্রিহুতে |
Ο খ) |
বিহারে |
Ο গ) |
গৌড়ে |
Ο ঘ) |
রাজমহলে |
সঠিক উত্তর: (ঘ)
৩০২. |
আলাউদ্দিন হুসেন শাহ জয় করেন- i. ত্রিপুরা ii. কামরূপ iii. কামতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩০৩. |
সুলতান গিয়াসউদ্দীন ইওজ খলজি কার নিকট হতে স্বীকৃতি লাভ করেছিলেন? |
Ο ক) |
আব্বাসীয় খলিফা আল নাসিরর নিকট হতে |
Ο খ) |
আব্বাসীয় খলিফা আল আামিনের নিকট হতে |
Ο গ) |
আব্বাসীয় খলিফা আল মামুনের নিকট হতে |
Ο ঘ) |
আব্বাসীয় খলিফা হারুন অর রশীদের নিকট হতে |
সঠিক উত্তর: (ক)
৩০৪. |
১২২৭ থেকে ১২৮৭ পর্যন্ত বাংলার শাসনকে মামলুক শাসন বলা হয় কেন? |
Ο ক) |
শাসকদের সকলেই মামলুক বংশের অধিপতি ছিল |
Ο খ) |
তুর্কি বংশের একটি শাখা ছিল মামলুক |
Ο গ) |
শাসকদের অধিকাংশই দাস ছিল |
Ο ঘ) |
এ বংশের প্রতিষ্ঠাতার নাম ছিল মামলুক |
সঠিক উত্তর: (খ)
৩০৫. |
বখতিয়ার খলজি কোন সেন বংশীয় রাজাকে পরাজিত করেন? |
Ο ক) |
বিজয় সেনকে |
Ο খ) |
বল্লাল সেনকে |
Ο গ) |
সামন্ত সেনকে |
Ο ঘ) |
লক্ষণ সেনকে |
সঠিক উত্তর: (ঘ)
৩০৬. |
নাসির খানকে হত্যার যথার্থ কারণ হলো- i. তার অযোগ্যতা ii. তার অদক্ষতা iii. অভিজাতবর্গের নেতিবাচক মনোভাব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (গ)
৩০৭. |
ঢাকার নাম ‘জাহাঙ্গীর নগর’ রাখেন কে? |
Ο ক) |
সুবাদার কুতুবউদ্দিন কোকা |
Ο খ) |
সুবাদার জাহাঙ্গীর কুলী খান |
Ο গ) |
সুবাদার ইসলাম খান |
Ο ঘ) |
সুবাদার খিজির খান |
সঠিক উত্তর: (গ)
৩০৮. |
ইসলাম খান কীভাবে বার ভুঁইয়াদের মোকাবেলা করেন? |
Ο ক) |
নৌবহরের সহায়তায় |
Ο খ) |
পদাতিক বাহিনীর সহায়তায় |
Ο গ) |
গোলাবারুদ ব্যবহার করে |
Ο ঘ) |
লৌহাস্ত্র ব্যবহার করে |
সঠিক উত্তর: (ক)
৩০৯. |
দাউদ কররনী কী উপাধি গ্রহন করেন? |
Ο ক) |
রাজা |
Ο খ) |
বাদশাহ |
Ο গ) |
ফকির |
Ο ঘ) |
দরবেশ |
সঠিক উত্তর: (খ)
৩১০. |
আলাউদ্দিন হুসেন শাহর সময়কাল দিল্লির কোন সুলতান বাংলা আক্রমণ করেন? |
Ο ক) |
ইব্রাহীম লোদি |
Ο খ) |
সিকান্দার লোদি |
Ο গ) |
ফিরোজ শাহ |
Ο ঘ) |
মুহম্মদ বিন তুঘলক |
সঠিক উত্তর: (খ)
৩১১. |
একজন বার ভূঁইয়া শাসক তাঁর শক্তি বৃদ্ধির জন্য ‘D’ নামক অঞ্চলে রাজধানী স্থাপন করেন। ‘D’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির? i. খিজিরপুর ii. কাতরাবু iii. সোনারগাঁ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩১২. |
আলী মর্দান খলজি কত সালে স্বাধীনতা ঘোষণা করেন? |
Ο ক) |
১২০৬ সালে |
Ο খ) |
১২০৮ সালে |
Ο গ) |
১২১০ সালে |
Ο ঘ) |
১২১২ সালে |
সঠিক উত্তর: (গ)
৩১৩. |
বখতিয়ার খলজির পর মুসলমান শাসন বাংলায় কত বছর স্থায়ী ছিল? |
Ο ক) |
প্রায় পাঁচ শ বছর |
Ο খ) |
প্রায় সাড়ে পাঁচ শ বছর |
Ο গ) |
প্রায় ছয় শ বছর |
Ο ঘ) |
প্রায় সাতশ বছর |
সঠিক উত্তর: (খ)
৩১৪. |
বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের ফলে- i. বাংলায় মুসলিম সংস্কৃতির বিকাশ ঘটে ii. বাংলায় জঙ্গিবাদ বৃদ্ধি পায় iii. বাংলায় সুশাসন প্রতিষ্ঠিত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩১৫. |
ইওয়াজ খলজি পুনরায় কীভাবে স্বাধীনতা ঘোষণা করে? |
Ο ক) |
সন্ধির শর্ত মান্য করে |
Ο খ) |
ইলতুৎমিশকে অর্থ প্রদান করে |
Ο গ) |
খুৎবায় দিল্লির সুলতানের নাম উচ্চারণ করে |
Ο ঘ) |
বিহারের শাসনকর্তাকে বিতাড়ন করে |
সঠিক উত্তর: (ঘ)
৩১৬. |
পাইকদের দল ভেঙে দেন কে? |
Ο ক) |
আহমদ শাহ |
Ο খ) |
ফিরোজ শাহ |
Ο গ) |
বরবক শাহ |
Ο ঘ) |
হুসেন শাহ |
সঠিক উত্তর: (ঘ)
৩১৭. |
বাংলায় মুসলমান শাসকদের মধ্যে নৌবাহিনীর গোড়াপত্তন করার ক্ষেত্রে কোন নামটি অধিক যুক্তিযুক্ত? |
Ο ক) |
বখতিয়ার খলজি |
Ο খ) |
শিরন খলজি |
Ο গ) |
হুসামউদ্দীন ইওজ খলজি |
Ο ঘ) |
ইওজ খলজি |
সঠিক উত্তর: (ঘ)
৩১৮. |
মুসা খানের ঘাঁটি হিসেবে নিচের কোন স্থানটি পরিচিত? |
Ο ক) |
ঢাকা |
Ο খ) |
সোনারাগাঁও |
Ο গ) |
মহাস্থানগড় |
Ο ঘ) |
ময়নামতি |
সঠিক উত্তর: (খ)
৩১৯. |
প্রখ্যাত কবি হাফিজ কোন দেশের অধিবাসী ছিলেন? |
Ο ক) |
সৌদি আরবের |
Ο খ) |
বাংলাদেশের |
Ο গ) |
পারস্যের |
Ο ঘ) |
আফগানিস্তানের |
সঠিক উত্তর: (গ)
৩২০. |
মালদহ হতে তাণ্ডার দুরত্ব কত? |
Ο ক) |
১৪ মাইল |
Ο খ) |
১৫ মাইল |
Ο গ) |
১৬ মাইল |
Ο ঘ) |
১৭ মাইল |
সঠিক উত্তর: (খ)
৩২১. |
হুসেন� শাহ কেমন মুসলমান ছিলেন? |
Ο ক) |
পথে মাত্র |
Ο খ) |
নীতিহীন |
Ο গ) |
নিষ্ঠাবান |
Ο ঘ) |
বিবেক বর্জিত |
সঠিক উত্তর: (গ)
৩২২. |
হাবসী শাসন মাত্র ছয় বছর স্থায়ী ছিল। এর প্রধান কারণ হিসেবে কোনটি যৌক্তিক? |
Ο ক) |
শাসকগণ অযোগ্য ছিল |
Ο খ) |
শাসকগণ অত্যাচারী ছিল |
Ο গ) |
অন্যায় অবিচার, বিদ্রোহ এ সময়ের প্রধান বৈশিষ্ট্য ছিল |
Ο ঘ) |
দুর্বল শাসক ছিল |
সঠিক উত্তর: (গ)
৩২৩. |
দাউদ কর্তৃক উজির লোদীকে হত্যার নির্দেশ দেওয়ার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী? |
Ο ক) |
ষড়যন্ত্রকারী কর্তৃক ভুল তথ্য |
Ο খ) |
ক্ষমতার লোভ |
Ο গ) |
অপকর্ম |
Ο ঘ) |
অদক্ষতার কারণে |
সঠিক উত্তর: (ক)
৩২৪. |
নাসিরউদ্দিন নুসরত শাহ-এর শাসনব্যবস্থার বৈশিষ্ট্য ছিল- i. হিন্দু-মুসলিম সম্প্রীতি ii. জনকল্যাণ iii. রাজস্ব সংস্কার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩২৫. |
কী কারণে গিয়াসউদ্দিন আযম শাহ খ্যাতি অর্জন করেছিলেন? |
Ο ক) |
সমরনিপুণতার জন্য |
Ο খ) |
প্রজারঞ্জক ব্যক্তিত্বের জন্য |
Ο গ) |
দানশীলতার জন্য |
Ο ঘ) |
দূরদর্শীতার জন্য |
সঠিক উত্তর: (খ)
৩২৬. |
নুসরত শাহ প্রথমে কার সাথে মিত্রতা স্থাপন করেন? |
Ο ক) |
হুসেন শাহের সাথে |
Ο খ) |
বাবরের সাথে |
Ο গ) |
বখতিয়ারের সাথে |
Ο ঘ) |
ফিরুজ শাহের সাথে |
সঠিক উত্তর: (ক)
৩২৭. |
লক্ষণাবতীর মুসলিমদের শাসনামলে কী নামে পরিচিত হয়? |
Ο ক) |
গৌড় |
Ο খ) |
দেবকোট |
Ο গ) |
বরেন্দ্র |
Ο ঘ) |
লখনৌতি |
সঠিক উত্তর: (ঘ)
৩২৮. |
ইলিয়াস শাহের গুরুত্বপূর্ণ সাফল্য ছিল নিচের কোনটি? |
Ο ক) |
পূর্ব বাংলা অধিকার |
Ο খ) |
পশ্চিম বাংলা অধিকার |
Ο গ) |
উত্তর বাংলা অধিকার |
Ο ঘ) |
দক্ষিণ বাংলা অধিকার |
সঠিক উত্তর: (ক)
৩২৯. |
সম্রাট হুমায়ূন কত দিন গৌড়ে ছিলেন? |
Ο ক) |
৪ মাস |
Ο খ) |
৫ মাস |
Ο গ) |
৬ মাস |
Ο ঘ) |
৭ মাস |
সঠিক উত্তর: (গ)
৩৩০. |
ইলিয়াস শাহ এর বিরুদ্ধে ফিরোজ শাহ এর আক্রমণ ব্যর্থ হয় কেন? |
Ο ক) |
সেনাবাহিনীর অযোগ্যতার কারণে |
Ο খ) |
রসদের কারণে |
Ο গ) |
বর্ষার কারণে |
Ο ঘ) |
দূরত্বের কারণে |
সঠিক উত্তর: (খ)
৩৩১. |
বাহরাম খানের মৃত্যু হয় কখন? |
Ο ক) |
১৩৩৮ খ্রিষ্টাব্দে |
Ο খ) |
১৩৩৯ খ্রিষ্টাব্দে |
Ο গ) |
১৩৪০ খ্রিষ্টাব্দে |
Ο ঘ) |
১৩৪১ খ্রিষ্টাব্দে |
সঠিক উত্তর: (ক)
৩৩২. |
সাহিত্য ও সংস্কৃতিতে আলাউদ্দিন শাহ এর অবদান ছিল- i. সাহিত্যিকদের পুরস্কার প্রদান ii. আরবি ও ফারসি ভাষার পৃষ্ঠপোষকতা iii. ন্যায়পরায়ণতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৩৩. |
ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান হিসেবে নিচের কোন নামটি সমর্থনযোগ্য? |
Ο ক) |
ফখরুদ্দীন |
Ο খ) |
সিরাজউদ্দীন |
Ο গ) |
ফিরোজ শাহ |
Ο ঘ) |
গিয়াসউদ্দীন আযম শাহ |
সঠিক উত্তর: (ঘ)
৩৩৪. |
বার ভুঁইয়াদের দমন করা হয় কার সময়ে? |
Ο ক) |
সম্রাট আকবরের সময়ে |
Ο খ) |
সম্রাট জাহাঙ্গীরের সময়ে |
Ο গ) |
সম্রাট আওরঙ্গজেবের সময়ে |
Ο ঘ) |
সম্রাট বাবরের সময়ে |
সঠিক উত্তর: (খ)
৩৩৫. |
নাসিরউদ্দীন মাহমুদ শাহ কখন মৃত্যুবরণ করেন? |
Ο ক) |
১৪৫৬ খ্রিস্টাব্দ |
Ο খ) |
১৪৫৭ খ্রিস্টাব্দ |
Ο গ) |
১৪৫৮ খ্রিস্টাব্দ |
Ο ঘ) |
১৪৫৯ খ্রিস্টাব্দ |
সঠিক উত্তর: (ঘ)
৩৩৬. |
মুসলমান হওয়ার পর যদুর নাম হয় কী? |
Ο ক) |
সাইফুদ্দীন হামযা |
Ο খ) |
মুবারক শাহ |
Ο গ) |
ইব্রাহিম শর্কি |
Ο ঘ) |
জালালউদ্দিন মাহমুদ |
সঠিক উত্তর: (ঘ)
৩৩৭. |
আজম শাহ কার সাথে বন্ধুত্ব স্থাপন করেন? |
Ο ক) |
খান জাহানের সাথে |
Ο খ) |
খান রাহমানের সাথে |
Ο গ) |
সিরাজউদ্দীনের সাথে |
Ο ঘ) |
ফখরুউদ্দীনের সাথে |
সঠিক উত্তর: (ক)
৩৩৮. |
মুহম্মদ আদিল নামটি কার ক্ষেত্রে সমর্থনযোগ্য? |
Ο ক) |
শের খানের |
Ο খ) |
মুবারিজ খানের |
Ο গ) |
তুঘান খানের |
Ο ঘ) |
সিরাজ খানের |
সঠিক উত্তর: (খ)
৩৩৯. |
বখতিয়ার খলজি নদীয়া জয় করেন কখন? |
Ο ক) |
১২০১ খ্রিষ্টাব্দে |
Ο খ) |
১২০২ খ্রিষ্টাব্দে |
Ο গ) |
১২০৩ খ্রিষ্টাব্দে |
Ο ঘ) |
১২০৪ খ্রিষ্টাব্দে |
সঠিক উত্তর: (ঘ)
৩৪০. |
হুসেন শাহের শাসনকালকে ইতিহাসে অমর করে রেখেছে- i. বাংলা সাহিত্যির উন্নতি ii. বাংলা গদ্যের উন্নতি iii. বাংলা সাহিত্যের বিকাশ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৪১. |
সাদিক তার বন্ধুদের জানায়, একজন সাধক বাংলার মুসলমানদের রক্ষা করতে জৌনপুরের সুলতানকে আমন্ত্রণ করেন সাদিকের তথ্যমতে কে এই সাধক? |
Ο ক) |
নূর-কুতুব-উল-আলম |
Ο খ) |
বাবা আদম শহিদ |
Ο গ) |
আমানত শাহ |
Ο ঘ) |
মখদুম শাহ |
সঠিক উত্তর: (ক)
৩৪২. |
বাংলার স্বাধীনতার সূচনা হয় কীসের মধ্য দিয়ে? |
Ο ক) |
বাহারাম খানের মৃত্যুর মধ্য দিয়ে |
Ο খ) |
ইওয়াজ খলজির পরাজয়ের মাধ্যমে |
Ο গ) |
ইলতুৎমিশের রাজ্য সম্প্রসারণের মাধ্যমে |
Ο ঘ) |
বুগরা খানের শাসনামলের মাধ্যমে |
সঠিক উত্তর: (ক)
৩৪৩. |
মুহম্মদ শাহের পুত্রের নাম কী? |
Ο ক) |
খিজির খান |
Ο খ) |
শাহবাজ খান |
Ο গ) |
হুমায়ূন |
Ο ঘ) |
আকবর |
সঠিক উত্তর: (ক)
৩৪৪. |
রুকনউদ্দিন বরবক শাহকে কেন উদার মনোভাব সম্পন্ন শাসক বলা হয়? |
Ο ক) |
অর্থনৈতিক পুনর্গঠনের ফলে |
Ο খ) |
বিমানবাহিনী গঠনের ফলে |
Ο গ) |
নৌবাহিনী গঠনের ফলে |
Ο ঘ) |
পণ্ডিতদের পৃষ্ঠপোষকতার ফলে |
সঠিক উত্তর: (ঘ)
৩৪৫. |
আলীবর্দীর প্রথম কন্যার নাম কী? |
Ο ক) |
ঘষেটি বেগম |
Ο খ) |
পরী বিবি |
Ο গ) |
মীর জুমলা |
Ο ঘ) |
রাজ্যশ্রী |
সঠিক উত্তর: (ক)
৩৪৬. |
সিকান্দার শাহকে অপসারণ করা হয় কেন? |
Ο ক) |
তিনি অযোগ্য শাসক ছিলেন |
Ο খ) |
দুর্বল শাসক ছিলেন |
Ο গ) |
অসুস্থ ছিলেন |
Ο ঘ) |
অত্যাচারী শাসক ছিলেন |
সঠিক উত্তর: (গ)
৩৪৭. |
সুলতান ইলতুৎমিশের পুত্রের নাম কী? |
Ο ক) |
নাসিরউদ্দীন মাহমুদ |
Ο খ) |
নাসিরউদ্দীন লস্কর |
Ο গ) |
নাসিরউদ্দীন খলজি |
Ο ঘ) |
ইওজ খলজি |
সঠিক উত্তর: (ক)
৩৪৮. |
কার কাছ থেকে আফগানদের হাতে বাংলায় শাসনভার চলে আসে? |
Ο ক) |
বাবরের |
Ο খ) |
হুমায়ুনের |
Ο গ) |
আকবরের |
Ο ঘ) |
জাহাঙ্গীরের |
সঠিক উত্তর: (খ)
৩৪৯. |
হোসেন শাহি বংশের শ্রেষ্ঠ সুলতান কে? |
Ο ক) |
নুসরত শাহ |
Ο খ) |
আলাউদ্দিন হুসেন শাহ |
Ο গ) |
মাহমুদ শাহ |
Ο ঘ) |
মুবারক শাহ |
সঠিক উত্তর: (খ)
৩৫০. |
জনাব ‘ক’ শাহ-ই-বান্দালা উপাধি গ্রহণ করে নিজেকে বাঙ্গালিদের নেতা হিসেবে ঘোষণা করেন। জনাব ‘ক’ নিচের কোনটিকে সমর্থন করেছে? |
Ο ক) |
ইলিয়াস শাহ |
Ο খ) |
ফখরুদ্দিন মুবারক শাহ |
Ο গ) |
আজম শাহ |
Ο ঘ) |
মাহমুদ শাহ |
সঠিক উত্তর: (ক)
৩৫১. |
‘Z’ দের হাতে ইলিয়াসশাহী বংশের পতন হয় । ‘Z’ কোনটিকে নির্দেশ করছে? |
Ο ক) |
হাবশী |
Ο খ) |
আর্মেনীয় |
Ο গ) |
পর্তুগীজ |
Ο ঘ) |
ইংরেজ |
সঠিক উত্তর: (ক)
৩৫২. |
বাংলাকে ‘বুলগাকপুর’ বলা হয় কেন? |
Ο ক) |
শাসকরা সুযোগ পেলেই বিদ্রোহ করত |
Ο খ) |
বাংলার লোকজন অশিক্ষিত ছিল |
Ο গ) |
বাংলা অর্থনৈতিকভাবে পঙ্গু ছিল |
Ο ঘ) |
এখানে নদনদী বেশি ছিল |
সঠিক উত্তর: (ক)
৩৫৩. |
শাহ সুজার শাসনামলে ইংরেজ ক্ষমতা বৃদ্ধি পায়। এর যথার্থ কারণ হলো- |
Ο ক) |
দুর্বল শাসক ছিলেন |
Ο খ) |
ইংরেজদের হাতের পুতুলে পরিণত হয়েছিলেন |
Ο গ) |
ইংরজরা বাড়তি সুবিধা লাভ করেছিল |
Ο ঘ) |
ইংরেজরা শাহ সুজার সাথে মিত্রতা স্থাপন করেছিল |
সঠিক উত্তর: (গ)
৩৫৪. |
কনৌজের যুদ্ধ সংঘটিত হয় কত সালে? |
Ο ক) |
১৫৩৯ |
Ο খ) |
১৫৪০ |
Ο গ) |
১৫৪১ |
Ο ঘ) |
১৫৪২ |
সঠিক উত্তর: (খ)
৩৫৫. |
তুর্কি শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন জনাব ‘X’। ‘X’ নিচের কোনটিকে সমর্থন করছে। |
Ο ক) |
মাসুদ জানি |
Ο খ) |
তুঘরিল |
Ο গ) |
বলবন |
Ο ঘ) |
কুতুবুদ্দিন আইবক |
সঠিক উত্তর: (খ)
৩৫৬. |
সমগ্র বাংলায় সুবাদারি প্রতিষ্ঠিত হয় কখন? |
Ο ক) |
মারাঠাদের দমনের পর |
Ο খ) |
বার ভুঁইয়াদের দমনের পর |
Ο গ) |
তিতুমীরের বিদ্রোহ দমনের পর |
Ο ঘ) |
বর্গীদের বিদ্রোহ দমনের পর |
সঠিক উত্তর: (খ)
৩৫৭. |
মধ্যযুগের কোন যুগকে পরবর্তী ইলিয়াস শাহি বংশের শাসন বলা হয়? |
Ο ক) |
গিয়াসউদ্দিন আজম শাহ-এর পরবর্তী সময় |
Ο খ) |
রাজা গণেশ ও তার বংশধরদের পতনের পর |
Ο গ) |
লোদীদের পরবর্তী শাসন |
Ο ঘ) |
হাবসিদের পরবর্তী শাসন |
সঠিক উত্তর: (খ)
৩৫৮. |
কোন শাসকের সময় বার ভূইয়াদের দমন করা হয়? |
Ο ক) |
সম্রাট হুমায়ূন |
Ο খ) |
সম্রাট আকবর |
Ο গ) |
সম্রাট জাহাঙ্গীর |
Ο ঘ) |
সম্রাট শাহজাহান |
সঠিক উত্তর: (গ)
৩৫৯. |
লক্ষণাবতী মুসলমান আমলে কী নামে পরিচিত হয়? |
Ο ক) |
লখনৌতি |
Ο খ) |
নখনৌতি |
Ο গ) |
লাখনীতি |
Ο ঘ) |
সুখনীতি |
সঠিক উত্তর: (ক)
৩৬০. |
ফখরুদ্দিন মুবারক শাহ এর অন্যতম কৃতিত্ব কোনটি? |
Ο ক) |
শক্তিশালী নৌবাহিনীর গঠন |
Ο খ) |
সামরিক বাহিনীর সংস্কার |
Ο গ) |
বাংলার স্বাধীনতা ঘোষণা |
Ο ঘ) |
রাজস্ব সংস্কার |
সঠিক উত্তর: (গ)
৩৬১. |
সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে শাহবাজ খানকে বাংলার সুবাদার করে পাঠান? |
Ο ক) |
১৫৮২ |
Ο খ) |
১৫৮৩ |
Ο গ) |
১৫৮৪ |
Ο ঘ) |
১৫৮৫ |
সঠিক উত্তর: (খ)
৩৬২. |
শায়েস্তা খানের শাসনামলের অন্যতম দিক ছিল- i. ইংরজ ক্ষমতা খর্ব ii. জলদস্যুদের উৎখাত iii. রাজ্য সম্প্রসারণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৬৩. |
ইওজ খলজির প্রশস্ত রাজপথ নির্মাণের ফলে- i. দেশের উন্নয়ন হবে ii. বন্যার কবল থেকে গৃহ রক্ষা পাবে iii. বন্যার কবল থেকে শস্যক্ষেত্র রক্ষা পাবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৬৪. |
গিয়াসউদ্দন বাহাদুর শাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? |
Ο ক) |
১৫৫৯ |
Ο খ) |
১৫৬০ |
Ο গ) |
১৫৬১ |
Ο ঘ) |
১৫৬২ |
সঠিক উত্তর: (খ)
৩৬৫. |
বাহরাম খানের রাজকর্মচারী হিসেবে সমর্থনযোগ্য হলো- i. ফখরা ii. ধর্মশালা রক্ষক iii. বর্মরক্ষক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৬৬. |
বাগের হাটের ‘মিঠা পুকুর’ নুসরত শাহের কোন কীর্তি বহন করে? |
Ο ক) |
সাহিত্যের পৃষ্ঠপোষকতা |
Ο খ) |
ন্যায়পরায়ণতা |
Ο গ) |
প্রজারঞ্জকতা |
Ο ঘ) |
সৃজনশীলতা |
সঠিক উত্তর: (গ)
৩৬৭. |
সুলতান ইলতুৎমিশের অন্যতম কৃতিত্ব কোনটি? |
Ο ক) |
রাজনৈতিক সংস্কার |
Ο খ) |
বাংলায় আধিপত্য বিস্তার |
Ο গ) |
সমর কুশলতা |
Ο ঘ) |
বিচক্ষণতা |
সঠিক উত্তর: (খ)
৩৬৮. |
আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন- i. সুশাসক ii. দূরদর্শী রাজনীতিবিদ iii. অত্যাচারী শাসক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৬৯. |
বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে নদিয়া জয় করেন? |
Ο ক) |
১২০৪ |
Ο খ) |
১২০৫ |
Ο গ) |
১২০৬ |
Ο ঘ) |
১২০৭ |
সঠিক উত্তর: (ক)
৩৭০. |
সুবাদারের বদলে নিচের সর্বাধিক স্বরণীয় কীর্তি নিচের কোনটি? |
Ο ক) |
সমাজ সংস্কার |
Ο খ) |
ধর্ম সংস্কার |
Ο গ) |
রাজস্ব সংস্কার |
Ο ঘ) |
শিক্ষা সংস্কার |
সঠিক উত্তর: (গ)
৩৭১. |
রাজা গণেশ কোথায় চাকরি নেন? |
Ο ক) |
সরকারি অফিসে |
Ο খ) |
বেসরকারি অফিসে |
Ο গ) |
মালিকানা অফিসে |
Ο ঘ) |
সুলতানের দরবারে |
সঠিক উত্তর: (ঘ)
৩৭২. |
বিহার জয় করে বখতিয়ার খলজি কার সাথে দেখা করেন? |
Ο ক) |
ইলতুৎমিশের |
Ο খ) |
কুতুবউদ্দিন আইবকের |
Ο গ) |
মোহম্মদ ঘুরীর |
Ο ঘ) |
গিয়াসউদ্দিন বলবনের |
সঠিক উত্তর: (খ)
৩৭৩. |
বাংলায় রামায়ণের রচয়িতা কে? |
Ο ক) |
বাল্মীকি |
Ο খ) |
কৃত্তিদাস |
Ο গ) |
হরপ্রসাদ শাস্ত্রী |
Ο ঘ) |
কানাহরি দ্ত্ত |
সঠিক উত্তর: (খ)
৩৭৪. |
হাবসি ক্রীতদাসরা সাম্রাজ্যে বিপদ ডেকে আনে- i. সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ii. বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে iii. সুলতানকে সাহয্য করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৭৫. |
বাংলার প্রথম মুসলিম বিজেতা কে? |
Ο ক) |
ইলিয়াস শাহ |
Ο খ) |
বখতিয়ার খলজী |
Ο গ) |
শিরণ খলজী |
Ο ঘ) |
হুসেন শাহ |
সঠিক উত্তর: (খ)
৩৭৬. |
আফগানরা মুঘলদের সাথে ‘X’ নামক যুদ্ধে পরজয় বরণ করে। এখানে ‘X’ �কোন যুদ্ধকে সমর্থন করছে? |
Ο ক) |
চৌসার যুদ্ধ |
Ο খ) |
রাজমহলের যুদ্ধ |
Ο গ) |
বক্সারের যুদ্ধ |
Ο ঘ) |
পলাশী যুদ্ধ |
সঠিক উত্তর: (খ)
৩৭৭. |
ঈশা খানের প্রথম রাজধানী ছিল কোথায়? |
Ο ক) |
কাতরাবু |
Ο খ) |
সোনারগাঁ |
Ο গ) |
লালবাগ |
Ο ঘ) |
সুবর্ণগ্রাম |
সঠিক উত্তর: (ক)
৩৭৮. |
তুঘরিল কী নামে দুর্গ নির্মাণ করেছিলেন? |
Ο ক) |
আন্দরকিল্লা |
Ο খ) |
নারকিল্লা |
Ο গ) |
বারকিল্লা |
Ο ঘ) |
মেহেরকিল্লা |
সঠিক উত্তর: (খ)
৩৭৯. |
বাংলায় মুসলমান শাসনের সূচনা হয় কখন? |
Ο ক) |
দ্বাদশ শতকের শুরুতে |
Ο খ) |
ত্রয়োদশ শতকের প্রারম্ভে |
Ο গ) |
চতুদর্শ শতকের শেষে |
Ο ঘ) |
পঞ্চদশ শতকের মাঝামাঝি |
সঠিক উত্তর: (খ)
৩৮০. |
মাসুদ মারাঠাদের ইতিহাস পড়ছিল। এই মারাঠারা বাংলা আক্রমণ করে- i. আলীবর্দী খানের আমলে ii. সিরাজ-উদ-দৌল্লার নানার আমলে iii. সরফরাজ-এর আমলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৮১. |
ইসলাম খান ঢাকায় রাজধানী স্থানান্তর করেন। এর যৌক্তিক কারণ কী? |
Ο ক) |
জমিদারদের আনুগত্য লাভ |
Ο খ) |
রাজধানীর নিরাপত্তা |
Ο গ) |
জমিদারকে বশীভূত করার জন্য সহজসাধ্য হবে |
Ο ঘ) |
মুসা খানকে দমন করার জন্য |
সঠিক উত্তর: (গ)
৩৮২. |
ফখরা ছিলেন জনাব ‘Z’ এর বর্মরক্ষক। ‘Z’ এর সাথে সাদৃশ্য রয়েছে- |
Ο ক) |
বাহরাম খান |
Ο খ) |
গিয়াসউদ্দিন বাহাদুর |
Ο গ) |
বখতিয়ার খলজি |
Ο ঘ) |
আলী মুবারক |
সঠিক উত্তর: (ক)
৩৮৩. |
কোন সুযোগ নিয়ে নাসিরউদ্দীন মাহমুদ লখনৌতি আক্রমণ করেন? |
Ο ক) |
ইওয়াজ খলজির অনুপস্থিতির |
Ο খ) |
লখনৌতির বিশৃঙ্খলার |
Ο গ) |
আমির উমারাহদের বিদ্রোহের |
Ο ঘ) |
ইওজ খলজির দুর্বলতার |
সঠিক উত্তর: (ক)
৩৮৪. |
কেন আলাউদ্দিন হুসেন শাহ হাবসিদের হত্যা করার নির্দেশ দেন? |
Ο ক) |
প্ররোচিত হয়ে |
Ο খ) |
হাবসিদের দৌরাত্ম হ্রাসের জন্য |
Ο গ) |
নতুন বাহিনী গঠনের জন্য |
Ο ঘ) |
নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করতে |
সঠিক উত্তর: (খ)
৩৮৫. |
শেরশাহের পুত্র জালাল খানের ক্ষেত্রে প্রযোজ্য- i. ‘ইসলাম খান’ নাম ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন ii. তিনি আট বছর রাজত্ব করেন iii. তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৮৬. |
ইলিয়াস শাহের স্বপ্ন ছিল? |
Ο ক) |
ডাক্তার হওয়া |
Ο খ) |
ইঞ্জিনিয়ার হওয়া |
Ο গ) |
ধনসম্পদের মালিক হওয়া |
Ο ঘ) |
বাংলার অধিপতি হওয়া |
সঠিক উত্তর: (ঘ)
৩৮৭. |
গিয়াসউদ্দীন আযম শাহের কৃতিত্বের প্রধান দিক ছিল কোনটি? |
Ο ক) |
রাজস্ব সংস্কার |
Ο খ) |
বিচক্ষণতা |
Ο গ) |
দুরদর্শীতা |
Ο ঘ) |
পিতা ও পিতামহের সাম্রাজ্য অক্ষুণ্ন রাখা |
সঠিক উত্তর: (ঘ)
৩৮৮. |
সুলতান আলাউদ্দিন হোসেন শাহ-এর ক্ষেত্রে যেটি� সমর্থনযোগ্য- i. শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান ii. সৈয়দ বংশের লোক iii. আরম দেশীয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৮৯. |
গিয়াসউদ্দিন আযম শাহকে ইলিয়াস শাহি বংশের সবচেয়ে জনপ্রিয় সুলতান বলা হয় কেন? |
Ο ক) |
অধিক সময় শাসনের জন্য |
Ο খ) |
কোনো যুদ্ধ না করার জন্য |
Ο গ) |
দক্ষ শাসন ও গুনাবলির জন্য |
Ο ঘ) |
বৈদেশিক যোগাযোগ রক্ষার জন্য |
সঠিক উত্তর: (গ)
৩৯০. |
বাংলায় হাবশী শাসনের অবসানের ক্ষেত্রে কার সাদৃশ্য রয়েছে? |
Ο ক) |
মাহমুদ শাহের |
Ο খ) |
শাহজাদার |
Ο গ) |
আন্দিলের |
Ο ঘ) |
মুজাফফর শাহের |
সঠিক উত্তর: (ঘ)
৩৯১. |
মুসা খানের আত্মসমর্পণের ফলাফল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
জমিদারগণের বশ্যতা স্বীকার |
Ο খ) |
রাজাদের বশ্যতা স্বীকার |
Ο গ) |
ইসলাম খানের বশ্যতা স্বীকার |
Ο ঘ) |
প্রজাদের বশ্যতা স্বীকার |
সঠিক উত্তর: (ক)
৩৯২. |
ইজ্জউদ্দীন কে ছিলেন? |
Ο ক) |
সাতগাঁওয়ের শাসনকর্তা |
Ο খ) |
বাহাউনের শাসনকর্তা |
Ο গ) |
গৌড়ের শাসনকর্তা |
Ο ঘ) |
মুর্শিদাবাদের শাসনকর্তা |
সঠিক উত্তর: (ক)
৩৯৩. |
আলাউদ্দিন আলী মর্দান খলজি খুব কঠোর শাসক ছিলেন। এ কারণে- i. বিক্ষোভ হয় ii. বিদ্রোহ হয় iii. শান্তি প্রতিষ্ঠা হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও ii |
সঠিক উত্তর: (ঘ)
৩৯৪. |
পরবর্তী ইলিয়াসশাহী বংশের প্রতিষ্ঠাতা কে? |
Ο ক) |
শামসুদ্দিন আহমদ শাহ |
Ο খ) |
নাসির খান |
Ο গ) |
নাসিরউদ্দিন মাহমুদ শাহ |
Ο ঘ) |
রুকনউদ্দিন বরবক শাহ |
সঠিক উত্তর: (গ)
৩৯৫. |
বাংলার বার ভুঁইয়ারা কোন এলাকায় তাদের প্রাধান্য বজায় রেখেছিল? |
Ο ক) |
উত্তর বাংলায় |
Ο খ) |
দক্ষিণ বাংলায় |
Ο গ) |
পূর্ব বাংলায় |
Ο ঘ) |
পশ্চিম বাংলা |
সঠিক উত্তর: (গ)
৩৯৬. |
নাসিরউদ্দীন মাহমুদের মৃত্যু হয় কত সালে- |
Ο ক) |
১২২৯ |
Ο খ) |
১২৩০ |
Ο গ) |
১২৩১ |
Ο ঘ) |
১২৩২ |
সঠিক উত্তর: (ক)
৩৯৭. |
ইলিয়াসশাহী বংশের সবচেয়ে জনপ্রিয় সুলতান কে ছিলেন? |
Ο ক) |
সিকান্দর শাহ |
Ο খ) |
ইলিয়াস শাহ |
Ο গ) |
গিয়াসউদ্দিন আযম শাহ |
Ο ঘ) |
ফিরোজ শাহ |
সঠিক উত্তর: (গ)
৩৯৮. |
প্রথম দিকে বার ভূইয়াদের নেতা কে ছিলেন? |
Ο ক) |
মুসা খান |
Ο খ) |
ঈশা খান |
Ο গ) |
কেদার রায় |
Ο ঘ) |
রাজা প্রতাপাদিত্য |
সঠিক উত্তর: (খ)
৩৯৯. |
শাসক হিসেবে রুকনউদ্দিন বরবক ছিলেন- i. দক্ষ শাসক ii. সব বিজয়ী শাসক iii. প্রকৃত সৌন্দর্য রসিক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪০০. |
রহিম চট্টগ্রামের ইতিহাস পড়তে গিয়ে জানেন যে, এটি কোন শাসকের বিষয়ে তথ্য জানতে পারে? |
Ο ক) |
মাহমুদ শাহের |
Ο খ) |
রুকনউদ্দিন বরবক শাহে |
Ο গ) |
ইলিয়াস শাহের |
Ο ঘ) |
মুবারক শাহের |
সঠিক উত্তর: (খ)
৪০১. |
সাইফুদ্দিন ফিরুজ শাহ-এর সময়কাল কত? |
Ο ক) |
১৪৮৭-১৪৮৮ খ্রি. |
Ο খ) |
১৪৮৭-১৪৯৯ খ্রি. |
Ο গ) |
১৪৮৭-১৪৯০ খ্রি. |
Ο ঘ) |
১৪৮৭-১৪৯১ খ্রি. |
সঠিক উত্তর: (গ)
৪০২. |
লোদি খান কে ছিলেন? |
Ο ক) |
লোদি বংশের সুলতান |
Ο খ) |
আকবরের পরামর্শদাতা |
Ο গ) |
সুলায়মান খান কররাণীর উজির |
Ο ঘ) |
আকবরের সেনাপতি |
সঠিক উত্তর: (গ)
৪০৩. |
গণেশের ছেলে যদুকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়। এর প্রকৃত কারণ কী? |
Ο ক) |
গণেশকে শাস্তি দেওয়া |
Ο খ) |
যদুকে শাস্তি দেওয়া |
Ο গ) |
মুসলমান শাসন পুনঃ প্রতিষ্ঠিত করা |
Ο ঘ) |
গণেশকে মুসলমানদের অধীনে আনা |
সঠিক উত্তর: (গ)
৪০৪. |
ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি কোন দেশের অধিবাসী ছিলেন? |
Ο ক) |
পাকিস্তানের |
Ο খ) |
আফগানিস্তানের |
Ο গ) |
তুরস্কের |
Ο ঘ) |
মিসরের |
সঠিক উত্তর: (খ)
৪০৫. |
ইসলাম শাহের রাজত্বকালে তাজ খান কররাণী সুনাম অর্জন করেছিলেন- i. কূটনৈতিক পরামর্শের কারণে ii. দক্ষ সেনা নৈপুণ্যতার কারণে iii. কদর খানকে হত্যা করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪০৬. |
পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কখন? |
Ο ক) |
১৭৫৭ সালের ২১ জুন |
Ο খ) |
১৭৫৭ সালের ২২ জুন |
Ο গ) |
১৭৫৭ সালের ২৩ জুন |
Ο ঘ) |
১৭৫৭ সালের ২৪ জুন |
সঠিক উত্তর: (গ)
৪০৭. |
‘ক’ নামক অঞ্চলে প্লেগ রোগ দেখা দিলে মুনির খান মারা যান। ‘ক’ নির্দেশ করছে- i. পাণ্ডুয়া ii. তাণ্ডা iii. রাজমহল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (খ)
৪০৮. |
হিন্দু-মুসলমান সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোনটি একটি উজ্জ্বল প্রচেষ্টা? |
Ο ক) |
ভণ্ড পীরের আরাধনা |
Ο খ) |
সত্য পীরের আরাধনা |
Ο গ) |
ভগবানের আরাধনা |
Ο ঘ) |
শ্রীকৃষ্ণের আরাধনা |
সঠিক উত্তর: (খ)
৪০৯. |
নিজ নামের মুদ্রা জারি করেছিলেন কে? |
Ο ক) |
বাহরাম খান |
Ο খ) |
বলবন |
Ο গ) |
ফখরুদ্দীন |
Ο ঘ) |
নাসিরউদ্দীন |
সঠিক উত্তর: (গ)
৪১০. |
ইব্রাহিম শর্কি বাংলায় আসেন কেন? |
Ο ক) |
দরবেশ নূব কুতুব আলমের নিমন্ত্রণের জন্য |
Ο খ) |
রাজা গণেশের সাথে মিত্রতা স্থাপনের জন্য |
Ο গ) |
গণেশের হাত থেকে মুসলমানদের রক্ষার জন্য |
Ο ঘ) |
গণেশকে বিতাড়িত করার জন্য |
সঠিক উত্তর: (গ)
৪১১. |
হুসেন শাহ হাবসীদের দমন করেন কেন? |
Ο ক) |
পূর্ববর্তী সুলতানের হত্যার পিছনে তাঁদের ভূমিকা ছিল |
Ο খ) |
তাঁদের ক্ষমতায় অতিষ্ঠ হয়ে |
Ο গ) |
সাম্রাজ্যে অরাজকতা ও বিশৃঙ্খলা দূরীকরণের জন্য |
Ο ঘ) |
সুলতানের বিরুদ্ধে তাঁরা ষড়যন্ত্র করেছিল |
সঠিক উত্তর: (ক)
৪১২. |
১২০৮ খ্রিষ্টাব্দে দেবকোটের শাসনকর্তার দায়িত্ব গ্রহণ করেন কে? |
Ο ক) |
বখতিয়ার খলজি |
Ο খ) |
মুহম্মদ শিরন খলজি |
Ο গ) |
আলী মর্দান খলজি |
Ο ঘ) |
হুসামউদ্দীন ইওয়াজ খলজি |
সঠিক উত্তর: (ঘ)
৪১৩. |
কদর খান কে ছিলেন? |
Ο ক) |
সোনারাগাঁও এর শাসনকর্তা |
Ο খ) |
লখনৌতির শাসনকর্তা |
Ο গ) |
বাদাউনের শাসনকর্তা |
Ο ঘ) |
মার্ভের শাসনকর্তা |
সঠিক উত্তর: (খ)
৪১৪. |
নূর কুতুব-উল-আলম কেন জৌনপুরের সুলতানকে বাংলায় আমন্ত্রণ জানান? |
Ο ক) |
রাজ্য বিস্তারের জন্য |
Ο খ) |
হিন্দুদের হত্যা করার জন্য |
Ο গ) |
বাংলা দখল করার জন্য |
Ο ঘ) |
মুসলমানদের রক্ষা করার জন্য |
সঠিক উত্তর: (ঘ)
৪১৫. |
মাহফুজ ১৫৬৫ সালে বাংলায় একজন শাসকের মৃত্যুর কথা বলেন যিনি একটি রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। মাহফুজ নিচের কোন শাসকের সম্বন্ধে আলোকপাত করেছেন? |
Ο ক) |
লোদি খান |
Ο খ) |
মাহমুদ খান |
Ο গ) |
তাজ খান |
Ο ঘ) |
বাহালুল খান |
সঠিক উত্তর: (গ)
৪১৬. |
রুকনউদ্দিন বরবক কর্তৃক নিয়োগকৃত ক্রীতদাসের সংখ্যা কত? |
Ο ক) |
৮০০০ |
Ο খ) |
৯০০০ |
Ο গ) |
১০০০০ |
Ο ঘ) |
১১০০০ |
সঠিক উত্তর: (ক)
৪১৭. |
তুঘরিল কী উপাধি নিয়ে স্বাধীনতা ঘোষণা করেন? |
Ο ক) |
মুঘিসউদ্দীন |
Ο খ) |
নাসিরউদ্দীন |
Ο গ) |
মুঘিলউদ্দীন |
Ο ঘ) |
মুহিউদ্দীন |
সঠিক উত্তর: (ক)
৪১৮. |
বাংলাদেশকে বুলগাকপুর বলার কারণ হচ্ছে- i. ধন-সম্পদের নগরী ii. বিদ্রোহের নগরী iii. জনগণের বিদ্রোহী মনোভাব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪১৯. |
সাদিক একজন বীরের কথা বলেন যিনি আফগানিস্তানের গরমশিরের। তিনি মাত্র ১৭ জন সৈন্য নিয়ে বঙ্গ জয় করেন। এখানে কোন বীরের কথা বুঝানো হয়েছে? |
Ο ক) |
কুতুবউদ্দীন আইবেকের |
Ο খ) |
ইলতুৎমিশের |
Ο গ) |
বখতিয়ার খলজির |
Ο ঘ) |
ইলিয়াস শাহের |
সঠিক উত্তর: (গ)
৪২০. |
আলাউদ্দিন খলজির শাসনব্যবস্থার অন্যতম লক্ষ ছিল- i. সুষ্ঠ শাসন ii. সুন্দর শাসন iii. কল্যাণমুখী শাসন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪২১. |
রাজা গণেশ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? |
Ο ক) |
১৪১৮ |
Ο খ) |
১৪১৯ |
Ο গ) |
১৪২০ |
Ο ঘ) |
১৪২১ |
সঠিক উত্তর: (ক)
৪২২. |
ইলিয়াস শাহের প্রতি ফিরুজ শাহ তুঘলক অত্যান্ত ক্ষুদ্ধ হন কেন? |
Ο ক) |
ইলিয়াস শাহ তাঁর রাজ্য সীমা বৃদ্ধি করেছিলেন |
Ο খ) |
দিল্লির সাথে সম্পর্কোচ্ছেদ করেছিলেন |
Ο গ) |
নিজ নামে মুদ্রা জারি ও খুৎবা পাঠ করায় |
Ο ঘ) |
দিল্লির সাথে গৃহীত সন্ধি ভঙ্গ করেন |
সঠিক উত্তর: (গ)
৪২৩. |
ইওয়াজ খলজির শিল্প ও সাহিত্যে অন্যতম কৃতিত্ব হচ্ছে- i. গৌড়ের জুমা মসজিদ নির্মাণ ii. সুফি ও সৈয়দদের আশ্রয় দান iii. সুধীগণকে সহায়তা দান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪২৪. |
ফখরুদ্দিন নিজ নামে মুদ্রা জারি করেন। এটি প্রমাণ করে- i. স্বাধীন শাসক ছিলেন ii. পরাধীন শাসক ছিলেন iii. তিনি ইংরেজদের অনুগত ছিলেন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (ক)
৪২৫. |
সুবাদার মীর জুমলার অন্যতম কৃতিত্ব কোনটি? |
Ο ক) |
প্রশাসনিক সংস্কার |
Ο খ) |
অর্থনৈতিক সমৃদ্ধি |
Ο গ) |
সামরিক যোগ্যতা |
Ο ঘ) |
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন |
সঠিক উত্তর: (গ)
৪২৬. |
বিহার বিজয়ের পর বখতিয়ার কার সাথে সাক্ষাৎ করেন? |
Ο ক) |
কুতুবউদ্দিন আইবকের সাথে |
Ο খ) |
হুমাসউদ্দীনের সাথে |
Ο গ) |
শিহাবউদ্দীন ঘোরীর সাথে |
Ο ঘ) |
হিজবরউদ্দীনের ঘোরীর সাথে |
সঠিক উত্তর: (ক)
৪২৭. |
আশিক হুসেন শাহি একজন শাসকের কথা উল্লেখ করেন যিনি হিন্দু ও মুসলমানদের সমন্বয়ে একটি রক্ষীদল গঠন করেন। এখানে কোন শাসকের কথা বলা হয়েছে? |
Ο ক) |
আলাউদ্দিন হুসেন শাহ |
Ο খ) |
নুসরত শাহ |
Ο গ) |
আলী শাহ |
Ο ঘ) |
মুবারক শাহ |
সঠিক উত্তর: (ক)
৪২৮. |
আবু মুজাফফর ইউসুফ শাহ-এর অন্যতম কৃতিত্ব হচ্ছে কোনটি? |
Ο ক) |
ডাক বিভাগের সংস্কার |
Ο খ) |
পিতৃ সাম্রাজ্য অক্ষুণ্ন রাখা |
Ο গ) |
রাজস্ব বিভাগের উন্নয়ন |
Ο ঘ) |
বিশাল সেনাবাহিনী গঠন |
সঠিক উত্তর: (খ)
৪২৯. |
ফখরুদ্দিন মুবারক শাহ তার রাজ্যসীমা দক্ষিণ-পশ্চিমে বৃদ্ধি করায় তার কোন কৃতিত্বটি ফটে উঠে? |
Ο ক) |
দানশীলতা |
Ο খ) |
দূরদর্শিতা |
Ο গ) |
বিচক্ষণতা |
Ο ঘ) |
সমরনিপুণতা |
সঠিক উত্তর: (ঘ)
৪৩০. |
কত সালে সুলতান ইলতুৎমিশ বাংলার দিকে দৃষ্টি দেন? |
Ο ক) |
১২১২ সালে |
Ο খ) |
১২১৪ সালে |
Ο গ) |
১২২০ সালে |
Ο ঘ) |
১২২৪ সালে |
সঠিক উত্তর: (ঘ)
৪৩১. |
ঈসা খান, মুসা খান নাম দুইটি জড়িয়ে আছে- i. বার ভুঁইয়াদের সাথে ii. স্বাধীন জমিদারির সাথে iii. সোনারগাঁও-এর ইতিহাসের সাথে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৩২. |
কেন পানিপথের যুদ্ধ সংঘটিত হয়? |
Ο ক) |
আফগানদের দমনের জন্য |
Ο খ) |
রাজ্যবিস্তারের জন্য |
Ο গ) |
অর্থনৈতিক পুনর্গঠনের জন্য |
Ο ঘ) |
সুনাম অর্জনের জন্য |
সঠিক উত্তর: (ক)
৪৩৩. |
বদাউনের শাসনকর্তার নাম কী ছিল? |
Ο ক) |
মালিক হুসামউদ্দিন |
Ο খ) |
মালিক ইওয়াজ উদ্দিন |
Ο গ) |
মালিক হিজবরউদ্দিন |
Ο ঘ) |
মালিক সফিউদ্দিন |
সঠিক উত্তর: (গ)
৪৩৪. |
শায়েস্তা খান ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে কাকে উৎসাহিত করতেন? |
Ο ক) |
দেশি বণিকগণকে |
Ο খ) |
বিদেশি বণিগণকে |
Ο গ) |
অভ্যন্তরীণ বণিকগণকে |
Ο ঘ) |
সমৃদ্ধশালী বণিকগণকে |
সঠিক উত্তর: (খ)
৪৩৫. |
সাদিক সোনারগাঁও জাদুঘরে গিয়ে ১৩৩৮ খ্রিস্টাব্দে একটি মুদ্রা সংরক্ষিত আছে। এটি কোন শাসকের আমলের মুদ্রা? |
Ο ক) |
ফখরুদ্দিন মুবারক শাহ |
Ο খ) |
ইখতিয়ার উদ্দিন গাজী শাহ |
Ο গ) |
ইলিয়াস শাহ |
Ο ঘ) |
বুগরা খান |
সঠিক উত্তর: (খ)
৪৩৬. |
লক্ষণ মাণিক্য কোন এলাকার জমিদার ছিলেন? |
Ο ক) |
ভুলুয়া |
Ο খ) |
ভাওয়াল |
Ο গ) |
সরাইল |
Ο ঘ) |
বিষ্ণুপুর |
সঠিক উত্তর: (ক)
৪৩৭. |
রুকনউদ্দিন বরবক শাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? |
Ο ক) |
১৪৭৪ |
Ο খ) |
১৪৭৬ |
Ο গ) |
১৪৭৮ |
Ο ঘ) |
১৪৪৮ |
সঠিক উত্তর: (ক)
৪৩৮. |
বাংলা থেকে বর্গীদের বিতাড়িত করেন কে? |
Ο ক) |
মুর্শিদকুলী খান |
Ο খ) |
সরফরাজ খান |
Ο গ) |
সুজাউদ্দিন খান |
Ο ঘ) |
আলীবর্দী খান |
সঠিক উত্তর: (ঘ)
৪৩৯. |
‘শ্রীকৃষ্ণ বিজয়’ গ্রন্থটির রচয়িতা কে? |
Ο ক) |
বঙ্কিম চন্দ্র |
Ο খ) |
শরৎচন্দ্র |
Ο গ) |
মালাধর বসু |
Ο ঘ) |
জয়দেব |
সঠিক উত্তর: (গ)
৪৪০. |
‘মামলুক’ কথাটি কার সাথে সাদৃশ্যপূর্ণ? |
Ο ক) |
কৃষকদের |
Ο খ) |
শ্রমিকদের |
Ο গ) |
নার্সদের |
Ο ঘ) |
দাসদের |
সঠিক উত্তর: (ঘ)
৪৪১. |
কার শাসনকালে বাংলায় শান্তি প্রতিষ্ঠিত হয়? |
Ο ক) |
সরফরাজের |
Ο খ) |
আলীবর্দীর |
Ο গ) |
শায়েস্তা খানের |
Ο ঘ) |
মুর্শিদকুলী খানের |
সঠিক উত্তর: (খ)
৪৪২. |
প্রাসাদ রক্ষীদলের প্রধান হিসেবে কার নামটি অধিক উপযোগী? |
Ο ক) |
ইউসুফ শাহ |
Ο খ) |
সুলতান শাহজাদা |
Ο গ) |
বরবক শাহ |
Ο ঘ) |
মাহমুদ শাহ |
সঠিক উত্তর: (খ)
৪৪৩. |
গিয়াসউদ্দীন কাকে সমাদার ও শ্রদ্ধা করতেন? |
Ο ক) |
কবি-সাহিত্যিকগণকে |
Ο খ) |
মাতাপিতাকে |
Ο গ) |
গুরুজনদেরকে |
Ο ঘ) |
ঋষিদেরকে |
সঠিক উত্তর: (ক)
৪৪৪. |
আরকানীদের চট্রগ্রাম থেকে বিতাড়িত করেন কে? |
Ο ক) |
আযম শাহ |
Ο খ) |
ফিরোজ শাহ |
Ο গ) |
বরবক শাহ |
Ο ঘ) |
হুসেন শাহ |
সঠিক উত্তর: (ঘ)
৪৪৫. |
সুজাউদ্দিন খান কিসের মর্যাদা নিয়ে সিংহাসনে বসেন? |
Ο ক) |
স্বাধীন মন্ত্রীর |
Ο খ) |
স্বাধীন সুলতানের |
Ο গ) |
স্বাধীন নবাবের |
Ο ঘ) |
পরাধীন নবাবের |
সঠিক উত্তর: (গ)
৪৪৬. |
রুকনউদ্দিন বরবক শাহ কেন হাবসি ক্রীতদাস ক্রয় করেন? |
Ο ক) |
যুদ্ধ জয় করার জন্য |
Ο খ) |
প্রশিক্ষিত নৌবাহিনী গঠন করার জন্য |
Ο গ) |
নিজস্ব বাহিনী গঠন করার জন্য |
Ο ঘ) |
বিক্রি করার উদ্দেশ্যে |
সঠিক উত্তর: (গ)
৪৪৭. |
রাজা লক্ষণ সেন পরাজিত হয় কেন? |
Ο ক) |
অকস্মাৎ আক্রমণের কারণে |
Ο খ) |
সেনাপতির অযোগ্যতার কারণে |
Ο গ) |
সৈন্য সংখ্যা কম হওয়ার কারণে |
Ο ঘ) |
সৈন্যদের অসন্তুষ্টির কারণে |
সঠিক উত্তর: (ক)
৪৪৮. |
খলজি মালিকগণের আলীমর্দানের বিরুদ্ধে একজোট হওয়ার প্রধান কারণ কী? |
Ο ক) |
শাসকের অযোগ্যতা |
Ο খ) |
কঠোর ও অত্যাচারী শাসক |
Ο গ) |
স্বেচ্ছাচারী শাসক |
Ο ঘ) |
দুর্বল শাসক |
সঠিক উত্তর: (খ)
৪৪৯. |
ইওজ খলজির মৃত্যুর পর ১২৮৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত কতজন শাসক বাংলা শাসন করেন? |
Ο ক) |
বারো জন |
Ο খ) |
তেরো জন |
Ο গ) |
চৌদ্দ জন |
Ο ঘ) |
পনের জন |
সঠিক উত্তর: (ঘ)
৪৫০. |
মানসিংহ কার ডাকে আগ্রায় ফিরে যান? |
Ο ক) |
ঋষির |
Ο খ) |
ফকিরের |
Ο গ) |
সম্রাটের |
Ο ঘ) |
মন্ত্রীর |
সঠিক উত্তর: (গ)
৪৫১. |
নুসরাত শাহ কর্তৃক দেশের বিভিন্ন স্থানে লাইব্রেরি স্থাপনের যথার্থ কারণ কোনটি? |
Ο ক) |
সুনাম প্রসার |
Ο খ) |
ধর্মের প্রসার |
Ο গ) |
শিক্ষার প্রসার |
Ο ঘ) |
গানের প্রসার |
সঠিক উত্তর: (গ)
৪৫২. |
বাংলায় মুঘল শাসন বেশি দূর বিস্তৃত হতে পারেনি কেন? |
Ο ক) |
আফগানরা বাঁধা দিয়েছিল |
Ο খ) |
বার ভূঁইয়াদের প্রবল বিরোধিতা ছিল |
Ο গ) |
কররানী শাসকদের প্রবল বিরোধিতা ছিল |
Ο ঘ) |
রাজমহলের উপজাতিরা বিদ্রোহ করছিল |
সঠিক উত্তর: (খ)
৪৫৩. |
শেরখানের ‘শেরশাহ উপাধি ধারণ করার কারণ কী? |
Ο ক) |
সম্রাট বাবরকে পরাজিত করার জন্য |
Ο খ) |
সম্রাট হুমায়ুনকে পরাজিত করার জন্য |
Ο গ) |
চুনার দুর্গ দখল করার জন্য |
Ο ঘ) |
বিহার প্রতীকী স্বরূপ |
সঠিক উত্তর: (খ)
৪৫৪. |
সমগ্র বাংলায় সুবাদারি প্রতিষ্ঠিত হয় কত সালে? |
Ο ক) |
১৬১০ |
Ο খ) |
১৬১২ |
Ο গ) |
১৬১৪ |
Ο ঘ) |
১৬১৬ |
সঠিক উত্তর: (ক)
৪৫৫. |
মুঘলরা প্রথম দিকে বাংলায় প্রবেশ করতে ব্যর্থ হয় কেন? |
Ο ক) |
স্বাধীন সুলতানদের কারণে |
Ο খ) |
জনগণের অসমর্থনের কারণে |
Ο গ) |
বার ভুঁইয়াদের কারণে |
Ο ঘ) |
পাল রাজাদের কারণে |
সঠিক উত্তর: (গ)
৪৫৬. |
রফিক বলল, ১২০৮ সালের দেবকোটের শাসনকর্তাই ১৫ বছর বাংলা শাসন করেন। রফিকের কথার কোন শাসকের বর্ণনা পাওয়া যায়? |
Ο ক) |
আলী মর্দান খলজি |
Ο খ) |
বখতিয়ার খলজি |
Ο গ) |
শিরন খলজি |
Ο ঘ) |
গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি |
সঠিক উত্তর: (ঘ)
৪৫৭. |
সম্রাট আকবর বাংলা আক্রমণ করেন কেন? i. দাউদ কররানীকে দমনের জন্য ii. পূর্ব শত্রুতার জের হিসেবে iii. বার ভুঁইয়াদের দমনের জন্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৫৮. |
বিহার থেকে সৈন্য সংখ্যা বৃদ্ধি পায় কীভাবে? |
Ο ক) |
বিভিন্ন রাজ্য জয়ের মাধ্যমে |
Ο খ) |
হিন্দুদের বাধ্য করেছিলেন |
Ο গ) |
তাঁর বীরত্বের আকৃষ্ট হয়ে ভাগ্যন্বেষী মুসলমানরা তাঁর দলে যোগদান করে |
Ο ঘ) |
ভাগবত ও ভিউলিকে শক্তিকেন্দ্রে পরিণত করার মাধ্যমে |
সঠিক উত্তর: (গ)
৪৫৯. |
পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দ সংঘটিত হয়? |
Ο ক) |
১৭৫৬ |
Ο খ) |
১৭৫৭ |
Ο গ) |
১৭৫৮ |
Ο ঘ) |
১৭৫৯ |
সঠিক উত্তর: (খ)
৪৬০. |
ইলিয়াস শাহ কত সালে ফিরোজাবাদের সিংহাসন আরোহণ করেন? |
Ο ক) |
১৩৪২ সাল |
Ο খ) |
১৩৪৬ সাল |
Ο গ) |
১৩৫০ সাল |
Ο ঘ) |
১৩৫৫ সাল |
সঠিক উত্তর: (ক)
৪৬১. |
বাংলার শেষ আফগান শাসক কে ছিলেন? |
Ο ক) |
তাজখান কররানী |
Ο খ) |
সুলায়মান কররানী |
Ο গ) |
দাউদ কররানী |
Ο ঘ) |
মুজাফফর শাহ কররানী |
সঠিক উত্তর: (গ)
৪৬২. |
বাংলায় শেষ আফগান শাসক হিসেবে কোন নামটি সমর্থনযোগ্য? |
Ο ক) |
দাউদ কররানী |
Ο খ) |
সুলায়মান কররানী |
Ο গ) |
তাজখান কররানী |
Ο ঘ) |
লোদী কররানী |
সঠিক উত্তর: (ক)
৪৬৩. |
শের খান চুনার দুর্গ ও বিহার অধিকার করেন। কারণ- i. নিজ শক্তির বৃদ্ধির জন্য ii. সমগ্র ভারতের আধিপতি হবার অভিপ্রায়ে iii. আফগানদের পরাজিত করার জন্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৬৪. |
কীভাবে ফখরুদ্দিন মুবারক শাহ স্বাধীন সুলতান হিসেবে আত্মপ্রকাশ করেন? |
Ο ক) |
নিজ নামে মুদ্রা জারি করে |
Ο খ) |
সেতু নির্মাণ করে |
Ο গ) |
ঢাক ঢোল পিটিয়ে |
Ο ঘ) |
কুচকাওয়াজের মাধ্যমে |
সঠিক উত্তর: (ক)
৪৬৫. |
গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন? |
Ο ক) |
নুসরত শাহ |
Ο খ) |
আলাউদ্দিন হুসেন শাহ |
Ο গ) |
সিকান্দার শাহ |
Ο ঘ) |
বাহারাম শাহ |
সঠিক উত্তর: (খ)
৪৬৬. |
ইসলাম খানের নৌবাহিনী গঠনের অন্যতম উদ্দেশ্য কোনটি? |
Ο ক) |
বার ভুঁইয়াদের দমন |
Ο খ) |
সামরিক বীরত্ব প্রদর্শন |
Ο গ) |
শাহাজাহানের বিদ্রোহ দমন |
Ο ঘ) |
টোডারমলের বিদ্রোহ দমন |
সঠিক উত্তর: (ক)
৪৬৭. |
কত খ্রিস্টাব্দে ঈসা খান মৃত্যুবরণ করেন? |
Ο ক) |
১৫৯৭ |
Ο খ) |
১৫৯৮ |
Ο গ) |
১৫৯৯ |
Ο ঘ) |
১৬০০ |
সঠিক উত্তর: (গ)
৪৬৮. |
পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় কত সালে? |
Ο ক) |
১৫৫৬ |
Ο খ) |
১৫৫৭ |
Ο গ) |
১৫৫৮ |
Ο ঘ) |
১৭৫৯ |
সঠিক উত্তর: (ক)
৪৬৯. |
শাসক হিসেবে ইলিয়াস শাহ ছিলেন একজন- i. বিচক্ষণ ii. দূরদর্শী iii. জনপ্রিয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৭০. |
সম্রাট জাহাঙ্গীর রাজত্বকালের কৃতিত্বপূর্ণ কার্য হচ্ছে কোনটি? |
Ο ক) |
মারাঠা বিদ্রোহ দমন |
Ο খ) |
বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা |
Ο গ) |
পর্তুগিজদের দমন |
Ο ঘ) |
রাজস্ব সংস্কার |
সঠিক উত্তর: (খ)
৪৭১. |
শায়েস্তা খাঁ-কে দুই মেয়াদে বাংলায় সুবাদার নিয়োগ দেওয়া হয়। এটি প্রমাণ করে? i. দক্ষ শাসক ছিলেন ii. প্রজারঞ্জক শাসক ছিলেন iii. জোর পূর্বক ক্ষমতা দখল করেছিলেন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৭২. |
গণেশ মৃত্যুবরণ করেন কখন? |
Ο ক) |
১৪১৬ খ্রিস্টাব্দে |
Ο খ) |
১৪১৫ খ্রিস্টাব্দে |
Ο গ) |
১৪১৭ খ্রিস্টাব্দে |
Ο ঘ) |
১৪১৮ খ্রিস্টাব্দে |
সঠিক উত্তর: (ঘ)
৪৭৩. |
আঠারো শতকের বাংলায় মুঘল শাসন নবাবি আমল নামে পরিচিত। এর যথার্থ কারণ কী? |
Ο ক) |
সুবাদারি প্রথার বিলোপ সাধিত হয় |
Ο খ) |
নাজিমগণ শক্তিশালী হয়ে ওঠে |
Ο গ) |
নাজিমস বা নবাবি পদ বংশগত হয়ে পড়ে |
Ο ঘ) |
সুবাদারের পদবি নাজিমে পরিণত হয় |
সঠিক উত্তর: (ঘ)
৪৭৪. |
সন্ধির শর্তানুসারে ইওজ খলজি সুলতান ইলতুৎমিশকে কী প্রদান করবেন? |
Ο ক) |
প্রচুর অর্থ ও হস্তী |
Ο খ) |
প্রচুর অর্থ ও ঘোড়া |
Ο গ) |
প্রচুর অর্থ ও গরু |
Ο ঘ) |
প্রচুর অর্থ ও স্বর্ণালংকার |
সঠিক উত্তর: (ক)
৪৭৫. |
আলাউদ্দিন ফিরুজ শাহ কত দিন ক্ষমতায় ছিলেন? |
Ο ক) |
প্রায় এক বছর |
Ο খ) |
প্রায় দু বছর |
Ο গ) |
প্রায় তিন বছর |
Ο ঘ) |
প্রায় চার বছর |
সঠিক উত্তর: (ক)
৪৭৬. |
বাংলায় মুর্শিদকুলী খানের শাসনকাল কত? |
Ο ক) |
১৭০০-১৭০৩ সাল |
Ο খ) |
১৭০০-১৭১০ সাল |
Ο গ) |
১৭০০-১৭২০ সাল |
Ο ঘ) |
১৭০০-১৭২৭ সাল |
সঠিক উত্তর: (ঘ)
৪৭৭. |
বাংলার ইলিয়াস শাহি বংশের প্রতিষ্ঠাতা কে? |
Ο ক) |
আলাউদ্দিন আলী শাহ |
Ο খ) |
শামসুদ্দিন ইলিয়াস শাহ |
Ο গ) |
ইখতিয়ারউদ্দিন গাজী শাহ |
Ο ঘ) |
মুবারক শাহ |
সঠিক উত্তর: (খ)
৪৭৮. |
বখতিয়ারকে ভাগবত ও ভিউলি নামক দুটি পরগণার জায়গীর দান করা হয় কেন? |
Ο ক) |
যুদ্ধে জয়লাভের জন্য |
Ο খ) |
সাহস ও বুদ্ধিমত্তার জন্য |
Ο গ) |
রণকৌশলের জন্য |
Ο ঘ) |
হুসামউদ্দিন বখতিয়ারের শক্তিতে ভীত হয়েছিলেন |
সঠিক উত্তর: (খ)
৪৭৯. |
লাখনৌ বলতে বর্তমানে কোন জেলাকে বোঝায়? |
Ο ক) |
মুর্শিদাবাদ |
Ο খ) |
নদীয়া |
Ο গ) |
বিক্রমপুর |
Ο ঘ) |
বীরভূম |
সঠিক উত্তর: (ঘ)
৪৮০. |
মাসহাদী বাংলা শাসন করেন কত বছর? |
Ο ক) |
এক বছর |
Ο খ) |
দুই বছর |
Ο গ) |
তিন বছর |
Ο ঘ) |
চার বছর |
সঠিক উত্তর: (ঘ)
৪৮১. |
নাসির খানকে হত্যা করা হয় কেন? |
Ο ক) |
তিনি দুর্বল শাসক ছিলেন |
Ο খ) |
তিনি অত্যাচারী শাসক ছিলেন |
Ο গ) |
তিনি ক্রীতদাস থেকে শাসকে পরিণত হয়েছিলেন |
Ο ঘ) |
অযোগ্য ও অদক্ষ শাসক ছিলেন |
সঠিক উত্তর: (গ)
৪৮২. |
‘ইসলাম খান’ নামটি কার ক্ষেত্রে অধিক উপযোগী? |
Ο ক) |
শের শাহের |
Ο খ) |
আহমেদ শাহের |
Ο গ) |
নুসরাত শাহের |
Ο ঘ) |
জালাল খানের |
সঠিক উত্তর: (ঘ)
৪৮৩. |
বার ভূইয়াদের দমনে সুবাদার ইসলাম খানের বিশেষ কৌশলের মধ্যে ছিল- i. শক্তিশালী নৌ-বহর গড়ে তোলা ii. রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর iii. অশ্বরোহী বাহিনী গঠন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৮৪. |
আফগান শাসক ‘Z’ নিজেকে সম্রাট আকবরের সমকক্ষ ভাবতেন। ‘Z’ নিচের কোন চরিত্রটিকে সমর্থন করছে? |
Ο ক) |
তাজখান কররানী |
Ο খ) |
সুলায়মান কররানী |
Ο গ) |
মুজাফফর খান কররানী |
Ο ঘ) |
দাউদ খান কররানী |
সঠিক উত্তর: (ঘ)
৪৮৫. |
হাজিপুর নামক শহরের সাথে কোন নামটি সামঞ্জস্যপূর্ণ? |
Ο ক) |
বাহরাম খান |
Ο খ) |
উজ্জউদ্দীন |
Ο গ) |
গাজী শাহ |
Ο ঘ) |
ইলিয়াস শাহ |
সঠিক উত্তর: (ঘ)
৪৮৬. |
ইওজ খলজি রাজধানীর তিন পাশে গভীর ও প্রশস্ত পরিখা নির্মাণ করেছিলেন কেন? |
Ο ক) |
রাজধানীর নিরাপত্তার জন্য |
Ο খ) |
রাজধানীর উন্নয়নের জন্য |
Ο গ) |
রাজধানীর সৌন্দর্য বৃদ্ধির জন্য |
Ο ঘ) |
রাজধানীকে আধুনিকায়ন করার জন্য |
সঠিক উত্তর: (ক)
৪৮৭. |
মি. ‘H’ বাংলার শাসক হিসেবে গিয়াসউদ্দিন ইওয়াজ খলজির পছন্দ করতেন না। ‘H’ এখানে এর সাদৃশ্য রয়েছে কোনটির? |
Ο ক) |
বখতিয়ার খলজি |
Ο খ) |
নূর খলজি |
Ο গ) |
ইলতুৎমিশ |
Ο ঘ) |
আলাউদ্দিন জানি |
সঠিক উত্তর: (গ)
৪৮৮. |
সুলতান শাহজাদ কী উপাধি নিয়ে বাংলার ক্ষমতায় বসেন? |
Ο ক) |
আদিল শাহ |
Ο খ) |
বরবক শাহ |
Ο গ) |
আল ফাখিল |
Ο ঘ) |
মুজাফফর শাহ |
সঠিক উত্তর: (খ)
৪৮৯. |
সুবাদার ইসলাম খানের অন্যতম কৃতিত্ব হচ্ছে- i. ঢাকায় রাজধানী স্থানান্তর ii. জমিদারি শাসনের অবসান iii. শক্তিশালী নৌবাহিনী গঠন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৯০. |
সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন কে? |
Ο ক) |
ফখরুদ্দিন মুবারক শাহ |
Ο খ) |
ইখতিয়ার উদ্দিন গাজী শাহ |
Ο গ) |
বুগরা খান |
Ο ঘ) |
তুঘলক খান |
সঠিক উত্তর: (খ)
৪৯১. |
ইওয়াস খলজির ব্যর্থতার যথার্থ কারণ কী? |
Ο ক) |
অল্পসংখ্যক সৈন্য |
Ο খ) |
অদূরদর্শিতা |
Ο গ) |
অযোগ্যতা |
Ο ঘ) |
দুর্বলতা |
সঠিক উত্তর: (খ)
৪৯২. |
তুঘান খান কত বছর বাংলার শাসনকর্তা ছিলেন? |
Ο ক) |
৮ বছর |
Ο খ) |
৯ বছর |
Ο গ) |
১০ বছর |
Ο ঘ) |
১১ বছর |
সঠিক উত্তর: (খ)
৪৯৩. |
স্বর্ণযুগ বলা হয় কার রাজত্বকালকে? |
Ο ক) |
হুসেন শাহের |
Ο খ) |
বাহরাম খানের |
Ο গ) |
গিয়াসউদ্দিনের |
Ο ঘ) |
আলাউদ্দিনের |
সঠিক উত্তর: (ক)
৪৯৪. |
সম্রাট আকবর সমগ্র বাংলায় অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নি কেন? |
Ο ক) |
বাংলার আবহাওয়া মুঘলদের প্রতিকূল ছিল |
Ο খ) |
বাংলার বড় বড় জমিদার আকবরের আনুগত্য স্বীকার করেছিল |
Ο গ) |
জমিদারগণ মুঘলদের অধীনতা অস্বীকার করেছিল |
Ο ঘ) |
মুঘল বাহিনী তুলনামূলক দুর্বল ছিল |
সঠিক উত্তর: (গ)
৪৯৫. |
ঈসা খান কোন উপাধি ধারণ করেন? |
Ο ক) |
বাদশাহ |
Ο খ) |
আল কামিল |
Ο গ) |
মসনদে-বারী |
Ο ঘ) |
মসন-ই-আলী |
সঠিক উত্তর: (ঘ)
৪৯৬. |
হাবসি বংশের প্রতিষ্ঠাতা কে? |
Ο ক) |
বরবক শাহ |
Ο খ) |
ফিরোজ শাহ |
Ο গ) |
মাহমুদ শাহ |
Ο ঘ) |
মুজাফফর শাহ |
সঠিক উত্তর: (খ)
৪৯৭. |
কত খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলা দিল্লীর অধীন ছিল? |
Ο ক) |
১৩৩৬ খ্রিষ্টাব্দ |
Ο খ) |
১৩৩৭ খ্রিষ্টাব্দ |
Ο গ) |
১৩৩৮ খ্রিষ্টাব্দ |
Ο ঘ) |
১৩৩৯ খ্রিষ্টাব্দ |
সঠিক উত্তর: (গ)
৪৯৮. |
নুসরত শাহের শাসনকাল থেকে স্বাধীন বাংলার পতনকাল শুরু হয় কেন? |
Ο ক) |
তিনি অযোগ্য শাসক ছিলেন |
Ο খ) |
তাঁর উত্তরাধিকারীগণ দুর্বল ছিলেন |
Ο গ) |
বাংলা দিল্লির অধীনে চলে গিয়েছিল |
Ο ঘ) |
নুসরত শাহ দিল্লির সুলতানের সাথে একাত্মতা প্রকাশ করেছিলেন |
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: জমির সাহেব একটি ছবিতে দেখলেন সেখানকার শাসকগণ বেশি টিকে থাকতে পারছিল না। তাই অল্পদিনের মধ্যেই তাঁদের পতন ঘটে। |
৪৯৯. |
উদ্দীপকে আলোচিত শাসকদের সাথে পাঠ্যবইয়ের কোন বংশের শাসকদের মিল রয়েছে? |
Ο ক) |
হুসেন শাহী |
Ο খ) |
হাবসী |
Ο গ) |
ইলিয়াসশাহী |
Ο ঘ) |
মামলুক |
সঠিক উত্তর: (খ)
৫০০. |
উদ্দীপকে আলোচিত শাসকদের পরাজয়ের যথার্থ কারণ- i. অবিচার ii. পারস্পরিক ষড়যন্ত্র iii. অযোগ্যতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন