এস.এস.সি ||
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ২: স্বাধীন বাংলাদেশ |
১. |
মুক্তিযুদ্ধের এক পর্যায়ে মুজিববাহিনী গঠিত হয়েছিল - i. সাধারণ জনগণ নিয়ে ii. ছাত্রছাত্রীদের নিয়ে iii. পেশাজীবীদের নিয়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২. |
সার্ক গঠন ও সার্ক-এর যাত্রা শুরুর সাথে বাংলাদেশের কোন সরকার জড়িত ছিল? |
Ο ক) |
জিয়া সরকার |
Ο খ) |
আওয়ামী সরকার |
Ο গ) |
অস্থায়ী সরকার |
Ο ঘ) |
সমাজতান্ত্রিক সরকার |
সঠিক উত্তর: (ক)
৩. |
১৯৭১ সালের ২৫ মার্চ কী নামে পরিচিত? |
Ο ক) |
কালরাত |
Ο খ) |
অপারেশন নাইট |
Ο গ) |
শেষরাত |
Ο ঘ) |
হত্যা রজনী |
সঠিক উত্তর: (ক)
৪. |
মুক্তিযুদ্ধের সময় একটি বেতার সম্প্রচার কেন্দ্র ‘স্বাধীন বাংলা’ বিপ্লবী বেতার কেন্দ্রে পরিণত হয়। বেতার কেন্দ্রটির নাম কী? |
Ο ক) |
ঢাকা সম্প্রচার কেন্দ্র |
Ο খ) |
রংপুর সম্প্রচার কেন্দ্র |
Ο গ) |
আকাশবানী সম্প্রচার কেন্দ্র |
Ο ঘ) |
কালুরঘাট সম্প্রচর কেন্দ্র |
সঠিক উত্তর: (ঘ)
৫. |
খন্দকার মোশতাক আহমদ মুজিবনগর সরকারের কোন দায়িত্ব পালন করেন? |
Ο ক) |
অর্থমন্ত্রী |
Ο খ) |
পররাষ্ট্র ও আইনমন্ত্রী |
Ο গ) |
রাষ্ট্রপতি |
Ο ঘ) |
উপ-রাষ্ট্রপতি |
সঠিক উত্তর: (খ)
৬. |
কোন সরকার মধ্যপ্রাচ্যের সাথে সুসম্পর্ক বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানে ভূমিকা রেখেছিল? |
Ο ক) |
মোশতাক সরকার |
Ο খ) |
আওয়ামী লীগ সরকার |
Ο গ) |
ছাত্তার সরকার |
Ο ঘ) |
জিয়া সরকার |
সঠিক উত্তর: (ঘ)
৭. |
মুক্তিযুদ্ধের সময়ে ভারতে আশ্রয় নেয়া শরনার্থীদের জন্য ত্রাণ সংগ্রহের দায়িত্বে কোন নেতা নিয়োজিত ছিলেন? |
Ο ক) |
এ এইচ এম কামরুজ্জামান |
Ο খ) |
খন্দকার মোশতাক আহমেদ |
Ο গ) |
কমরেড মনি সিং |
Ο ঘ) |
মওলানা ভাসানী |
সঠিক উত্তর: (ক)
৮. |
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? |
Ο ক) |
কে এম শফিউল্লাহ |
Ο খ) |
এ কে খন্দকার |
Ο গ) |
এম এ জি ওসমানী |
Ο ঘ) |
মেজর জিয়াউর রহমান |
সঠিক উত্তর: (গ)
৯. |
পাকিস্তানের কোন নেতা ইয়াহিয়া খান আহূত জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানে অস্বীকৃতি জানায়? |
Ο ক) |
জুলফিকার আলী ভুট্টো |
Ο খ) |
জিয়াউল হক |
Ο গ) |
আইআই চূন্দ্রীগড় |
Ο ঘ) |
মওলানা ভাসানী |
সঠিক উত্তর: (ক)
১০. |
গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ এগুলো বাংলাদেশের কী? |
Ο ক) |
প্রশাসনিক দলিল |
Ο খ) |
মূলনীতি |
Ο গ) |
মানদন্ড |
Ο ঘ) |
দর্পণ |
সঠিক উত্তর: (খ)
১১. |
স্বাধীন বাংলাদেশ সরকারকে উপদেশ ও পরামর্শ দেন - i. একটি উপদেষ্টা পরিষদ ii. একটি মনোনয়ন বোর্ড iii. একটি বিশেষ কমিটি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১২. |
কততম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সংবিধানে পুনরায় সংসদীয় সরকার পদ্ধতি অন্তর্ভুক্ত হয়? |
Ο ক) |
৫ম |
Ο খ) |
৬ষ্ঠ |
Ο গ) |
৭ম |
Ο ঘ) |
৮ম |
সঠিক উত্তর: (ক)
১৩. |
হুসেইন মুহম্মদ এরশাদ সামরিক আইন জারির প্রায় কত মাস পরে রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন? |
Ο ক) |
প্রায় ৫ মাস |
Ο খ) |
প্রায় ৮ মাস |
Ο গ) |
প্রায় ৯ মাস |
Ο ঘ) |
প্রায় ১০ মাস |
সঠিক উত্তর: (গ)
১৪. |
জাতি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করবে, কেননা - i. তাঁরা আমাদের সূর্যসন্তান ii. মৃত্যুকে তুচ্ছজ্ঞান করে তাঁরা যুদ্ধ করেছেন iii. দেশের স্বাধীনতা অর্জনে তাদের অবদান সবচেয়ে বেশি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৫. |
জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণয়নের ফলে শিক্ষাক্ষেত্রের পরিবর্তনগুলো হলো - i. ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীর হার কমেছে ii. শ্রেণিতে মেয়ে শিক্ষার্থীর হার বেড়েছে iii. বিভিন্ন পাবলিক পরীক্ষায় পাসের হার বেড়েছে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৬. |
পাকিস্তানের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি প্রদান করা হয় কত সালে? |
Ο ক) |
১৯৫৪ |
Ο খ) |
১৯৫৫ |
Ο গ) |
১৯৫৬ |
Ο ঘ) |
১৯৬৮ |
সঠিক উত্তর: (গ)
১৭. |
দেশের বাইরে কোন শহরে মুজিবনগর সরকারের মিশন স্থাপিত হয়েছিল? |
Ο ক) |
আমস্টার্ডাম |
Ο খ) |
জেনেভা |
Ο গ) |
স্টকহোম |
Ο ঘ) |
মস্কো |
সঠিক উত্তর: (গ)
১৮. |
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চরমপত্র পাঠ করতেন কে? |
Ο ক) |
বেলাল আহমেদ |
Ο খ) |
এম. আর. আখতার মুকুল |
Ο গ) |
আবদুল জব্বার |
Ο ঘ) |
আপেল মাহমুদ |
সঠিক উত্তর: (খ)
১৯. |
২৫ মার্চ ১৯৭১-এ পরিচালিত ‘অপারেশন সার্চলাইট’ এর পরিকল্পনার সাথে সরাসরি জড়িত ব্যক্তিরা হলো - i. টিক্কা খান ii. রাও ফরমান আলী iii. জুলফিকার আলী ভুট্টো নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২০. |
১৯৭১ সালে গঠিত সংগ্রাম পরিষদে কোন শ্রেণির নারীর অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত ছিল? |
Ο ক) |
কিশোরীদের |
Ο খ) |
যুবতীদের |
Ο গ) |
বিধবাদের |
Ο ঘ) |
ছাত্রীদের |
সঠিক উত্তর: (ঘ)
২১. |
মুক্তিযুদ্ধে মুজিব বাহিনী গঠিত হয়েছিল কাদের নিযে? |
Ο ক) |
সৈনিকদের |
Ο খ) |
শিল্পীদের |
Ο গ) |
ছাত্র-ছাত্রীদের |
Ο ঘ) |
শিক্ষকদের |
সঠিক উত্তর: (গ)
২২. |
বাংলাদেশে সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ইনডেমনিটি অধ্যাদেশ বৈধতা লাভ করেছিল? |
Ο ক) |
৪র্থ সংশোধনী |
Ο খ) |
৫ম সংশোধনী |
Ο গ) |
৬ষ্ঠ সংশোধনী |
Ο ঘ) |
৭ম সংশোধনী |
সঠিক উত্তর: (খ)
২৩. |
বঙ্গবন্ধু পাকিস্তান আমলের ২৪ বছরের মধ্যে কত বছর কারাগারে কাটান? |
Ο ক) |
১২ |
Ο খ) |
১৩ |
Ο গ) |
১৪ |
Ο ঘ) |
১৫ |
সঠিক উত্তর: (ক)
২৪. |
বঙ্গবন্ধুর সরকার ১৯৭২ সালের সংবিধানে নাগরিকদের যে সকল অধিকার প্রদান করে সেগুলো হলো - i. মৌলিক অধিকার ii. অর্থনৈতিক সাম্যের অধিকার iii. ন্যায়বিচার পাওয়ার অধিকার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৫. |
১৯৭১ সালের কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়? |
Ο ক) |
২৩ মার্চ প্রথম প্রহরে |
Ο খ) |
২৫ মার্চ প্রথম প্রহরে |
Ο গ) |
২৬ মার্চ প্রথম প্রহরে |
Ο ঘ) |
২৭ মার্চ প্রথম প্রহরে |
সঠিক উত্তর: (গ)
২৬. |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে কে প্রথম স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? |
Ο ক) |
এম এ হান্নান শাহ |
Ο খ) |
সৈয়দ নজরুল ইসলাম |
Ο গ) |
মেজর জিয়াউর রহমান |
Ο ঘ) |
তাজউদ্দিন আহমদ |
সঠিক উত্তর: (ক)
২৭. |
বাংলাদেশে ১৯৭২ সালে গঠিত গণপরিষদের মূল লক্ষ্য কী ছিল? |
Ο ক) |
যুদ্ধপরাধীর বিচার করা |
Ο খ) |
সংবিধান প্রণয়ন করা |
Ο গ) |
নির্বাচন পরিচালনা করা |
Ο ঘ) |
দেশের শাসন কাজ পরিচালনা |
সঠিক উত্তর: (খ)
২৮. |
জিয়াউর রহমানের শাসনামলে - i. পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয় ii. সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তিত হয় iii. সামরিক বাহিনীর মধ্যে বেশ কিছু অভ্যুত্থান হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৯. |
বাংলাদেশের সংবিধান সংরক্ষণ করা হয়েছে - i. মালিকানা নীতি ii. সর্বজনীন ভোটাধিকার iii. মৌলিক অধিকার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩০. |
৭ মার্চের ভাষণ থেকে বাঙালিরা পায় - i. সান্ত্বনা ও সহনশীল হওয়ার উপদেশ ii. ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা iii. মুক্তিযুদ্ধের নির্দেশনা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩১. |
রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর কে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন? |
Ο ক) |
বিচারপতি আবদুস সাত্তার |
Ο খ) |
বিচারপতি এ এস এম সায়েম |
Ο গ) |
জেনারেল এরশাদ |
Ο ঘ) |
মেজর মঞ্জুর |
সঠিক উত্তর: (ক)
৩২. |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্ত ছিলেন - i. ১৯৬৬-এর ছয় দফার সাথে ii. ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের সাথে iii. ১৯৭০-এর নির্বাচনের সাথে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৩. |
বঙ্গবন্ধুর সরকারের পররাষ্ট্রনীতি ক্ষেত্রে সাফল্য হলো - i. মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য দান ii. ১৪০টি দেশের স্বীকৃতি আদায় iii. পররাষ্ট্র নীতি নির্ধারণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৪. |
ইয়াহিয়া খান ঢাকা আসেন কেন? |
Ο ক) |
বঙ্গবন্ধুর সাথে আলোচনা করতে |
Ο খ) |
ক্ষমতা হস্তান্তর করতে |
Ο গ) |
বঙ্গবন্ধুকে নিয়ে যেতে |
Ο ঘ) |
অধিবেশনে যোগদান করতে |
সঠিক উত্তর: (ক)
৩৫. |
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেছিলেন কারা? |
Ο ক) |
ঢাকা বেতারের কর্মীরা |
Ο খ) |
রাজশাহী বেতারের কর্মীরা |
Ο গ) |
চট্টগ্রাম বেতারের কর্মীরা |
Ο ঘ) |
খুলনা বেতারের কর্মীরা |
সঠিক উত্তর: (গ)
৩৬. |
মোজাম্বিকের সামরিক বাহিনীর অধস্তন অফিসাররা অভ্যুত্থান ঘটিয়ে সেনাপ্রধানকে গৃহবন্দি করে। পরবর্তীতে অপর অভ্যুত্থানে সেনাপ্রধান মুক্ত হন। মোজাম্বিকের সেনাপ্রধানের সাথে কার সাদৃশ্য লক্ষ করা যায়? |
Ο ক) |
জেনারেল এরশাদের |
Ο খ) |
জেনারেল জিয়াউর রহমানের |
Ο গ) |
জেনারেল শফিউল্লাহর |
Ο ঘ) |
জেনারেল মঈন উ আহমেদের |
সঠিক উত্তর: (খ)
৩৭. |
কোন শহরে ইয়াহিয়া খান আহূত জাতীয় পরিষদের অধিবেশন হওয়ার কথা ছিল? |
Ο ক) |
ইসলামাবাদে |
Ο খ) |
করাচিতে |
Ο গ) |
ঢাকায় |
Ο ঘ) |
লাহোরে |
সঠিক উত্তর: (গ)
৩৮. |
মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল বদর, আল শামস বাহিনী লিপ্ত ছিল - i. লুটতরাজ ii. অগ্নিসংযোগ iii. মানবতাবিরোধী কর্মকান্ডে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৯. |
বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কী? |
Ο ক) |
শিল্পায়ন |
Ο খ) |
ব্যবসা-বাণিজ্য করা |
Ο গ) |
দারিদ্র্য বিমোচন |
Ο ঘ) |
আমদানি বৃদ্ধিকরণ |
সঠিক উত্তর: (গ)
৪০. |
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে কোন বিদেশি সংগীত শিল্পী ভূমিকা রেখেছিলেন? |
Ο ক) |
জেমস ব্রাউন |
Ο খ) |
জর্জ হ্যারিসন |
Ο গ) |
আলবার্ট কিং |
Ο ঘ) |
মাইকেল জ্যাকসন |
সঠিক উত্তর: (খ)
৪১. |
কততম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল? |
Ο ক) |
১ম |
Ο খ) |
২য় |
Ο গ) |
৩য় |
Ο ঘ) |
৪র্থ |
সঠিক উত্তর: (ঘ)
৪২. |
মুক্তিযুদ্ধের প্রতিটি সেক্টরেই ছিল - i. সেনা ii. গেরিলা iii. সাধারণ যোদ্ধা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৩. |
লিবিয়ার বর্তমান সরকার একটি নির্দেশ জারি করেছে যে, লিবিয়াতে যে গণহত্যা হয়েছে সেগুলোর বিচার করা যাবে না। এ নির্দেশ বাংলাদেশের কোন অধ্যাদেশের সাথে সাদৃশ্যপূর্ণ? |
Ο ক) |
মোবাইল কোর্ট অধ্যাদেশ |
Ο খ) |
ইনডেমনিটি অধ্যাদেশ |
Ο গ) |
সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ |
Ο ঘ) |
বার কাউন্সিল অধ্যাদেশ |
সঠিক উত্তর: (খ)
৪৪. |
১৯৭১ সালে যুদ্ধের সময় কাদেরিয়া বাহিনী ছিল - i. ২ সেক্টরের অধীনে ii. কে ফোর্সের অধীনে iii. স্থানীয় স্বতন্ত্র বাহিনী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪৫. |
মুক্তিযুদ্ধে নারীরা অসমান্য অবদান রাখে - i. অস্ত্রচালনা ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে ii. যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা-শুশ্রূষা করে iii. মুক্তিযোদ্ধাদের আশ্রয়দান ও সেবা-শুশ্রূষা করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৬. |
বিএনপি ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কতটি আসন লাভ করে? |
Ο ক) |
১৮০টি |
Ο খ) |
১৯৭টি |
Ο গ) |
২০৭টি |
Ο ঘ) |
২২০টি |
সঠিক উত্তর: (গ)
৪৭. |
ছয় দফা দাবি কে উত্থাপন করেন? |
Ο ক) |
মওলানা ভাসানী |
Ο খ) |
শামসুল হক |
Ο গ) |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
Ο ঘ) |
এ কে ফজলুল হক |
সঠিক উত্তর: (গ)
৪৮. |
বঙ্গবন্ধু দেশের উন্নয়নে কী শুরু করেছিলেন? |
Ο ক) |
দ্বিতীয় বিপ্লব |
Ο খ) |
ভিশন-২০০০ |
Ο গ) |
ভিশন বাংলাদেশ |
Ο ঘ) |
বাংলাদেশ-৭১ |
সঠিক উত্তর: (ক)
৪৯. |
যুগোশ্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন আদর্শের ভিত্তিতে পরিচালিত হতো? |
Ο ক) |
ধনতান্ত্রিক |
Ο খ) |
সমাজতান্ত্রিক |
Ο গ) |
রাজতান্ত্রিক |
Ο ঘ) |
গণতান্ত্রিক |
সঠিক উত্তর: (খ)
৫০. |
কোন দেশের রাষ্ট্রপ্রধান ইয়াহিয়া খানকে গণহত্যা বন্ধ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানিয়েছিলেন? |
Ο ক) |
সোভিয়েত ইউনিয়ন |
Ο খ) |
চীন |
Ο গ) |
আমেরিকা |
Ο ঘ) |
কিউবা |
সঠিক উত্তর: (ক)
৫১. |
কোনটিকে বাংলাদেশের মূল সংবিধান বলা হয়? |
Ο ক) |
১৯৭২ সালের সংবিধানকে |
Ο খ) |
১৯৭৩ সালের সংবিধানকে |
Ο গ) |
১৯৭৮ সালের সংবিধানকে |
Ο ঘ) |
১৯৮২ সালের সংবিধানকে |
সঠিক উত্তর: (ক)
৫২. |
মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন? |
Ο ক) |
১ নং |
Ο খ) |
২ নং |
Ο গ) |
৭ নং |
Ο ঘ) |
১১ নং |
সঠিক উত্তর: (খ)
৫৩. |
যে কর্মসূচী বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রেখেছে - i. দিন বদলের পদক্ষেপ ii. জাতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্র iii. জাতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্র-২ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৪. |
১৯৭১ সালের ১১ এপ্রিল বেতার ভাষণে মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন কে? |
Ο ক) |
তাজউদ্দিন আহমদ |
Ο খ) |
সৈয়দ নজরুল ইসলাম |
Ο গ) |
এ এইচ এম কামরুজ্জামান |
Ο ঘ) |
এম মনসুর আলী |
সঠিক উত্তর: (ক)
৫৫. |
প্রতিবেশী রাষ্টগুলোর সাথে বাংলাদেশের সংবিধান প্রণয়নের সামঞ্জস্যপূর্ণ তথ্য হলো - i. পাকিস্তান সময় নিয়েছিল ৫ বছর ii. ভারত সময় নিয়েছিল ৩ বছর iii. বাংলাদেশ সময় নিয়েছিল ১০ মাস নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৫৬. |
বাংলাদেশে গত ৪০ বছরে দারিদ্র্যের হার কত শতাংশে নেমে এসেছে? |
Ο ক) |
৩০ |
Ο খ) |
৩৩ |
Ο গ) |
৫০ |
Ο ঘ) |
৬০ |
সঠিক উত্তর: (ক)
৫৭. |
১৯৭০ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় - i. জাতীয় পরিষদের ii. প্রাদেশিক পরিষদের iii. ইউনিয়ন পরিষদের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৮. |
মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? |
Ο ক) |
এম. মনসুর আলী |
Ο খ) |
তাজউদ্দিন আহমেদ |
Ο গ) |
খন্দকার মোশতাক আহমেদ |
Ο ঘ) |
এ.এইচ.এম. কামরুজ্জামান |
সঠিক উত্তর: (ঘ)
৫৯. |
যে সকল কারণ দেখিয়ে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণ করেছিলেন সেগুলো হলো - i. বিচারপতি সাত্তারের দুর্বল নেতৃত্ব ii. রাজনৈতিক অস্থিরতা iii. আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬০. |
বাঙালি জাতির সকল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পারন করে কোন সমাজ? |
Ο ক) |
সাংবাদিক |
Ο খ) |
কৃষক |
Ο গ) |
শিক্ষক |
Ο ঘ) |
ছাত্র |
সঠিক উত্তর: (ঘ)
৬১. |
পশ্চিম পাকিস্তান আমাদের কত বছর শাসন করে? |
Ο ক) |
২০ |
Ο খ) |
২২ |
Ο গ) |
২৪ |
Ο ঘ) |
২৬ |
সঠিক উত্তর: (গ)
৬২. |
বঙ্গবন্ধু কবে সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভার মাধ্যমে স্বাধীনতার ডাক দেন? |
Ο ক) |
১৯৭১ সালের ৩ মার্চ |
Ο খ) |
১৯৭১ সালের ৪ মার্চ |
Ο গ) |
১৯৭১ সালের ৬ ডিসেম্বর |
Ο ঘ) |
১৯৭১ সালের ৭ মার্চ |
সঠিক উত্তর: (ঘ)
৬৩. |
মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে ছিলেন? |
Ο ক) |
সৈয়দ নজরুল ইসলাম |
Ο খ) |
তাজউদ্দিন আহমদ |
Ο গ) |
এ এইচ এম কামরুজ্জামান |
Ο ঘ) |
এম. মনসুর আলী |
সঠিক উত্তর: (ক)
৬৪. |
বঙ্গবন্ধু হত্যাকান্ডে কারা জড়িত বলে মনে করা হয়? |
Ο ক) |
বিদেশি ব্যবসায়ীরা |
Ο খ) |
বিদেশি শাসকচক্র |
Ο গ) |
বিদেশি আমলারা |
Ο ঘ) |
দেশি বামপন্থিরা |
সঠিক উত্তর: (খ)
৬৫. |
মুজিবনগর কোথায়? |
Ο ক) |
তালতলা, মেহেরপুর |
Ο খ) |
বৈদ্যনাথতলা, মেহেরপুর |
Ο গ) |
খিজিরপুর, মেহেরপুর |
Ο ঘ) |
পোড়াদহ, মেহেরপুর |
সঠিক উত্তর: (খ)
৬৬. |
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল নিয়াজী কার কাছে আত্মসমর্পণ করেন? |
Ο ক) |
ভারতীয় বাহিনীর কাছে |
Ο খ) |
মুক্তিযোদ্ধাদের কাছে |
Ο গ) |
সেনাবাহিনীর কাছে |
Ο ঘ) |
যৌথ কমান্ডের কাছে |
সঠিক উত্তর: (ঘ)
৬৭. |
সৈয়দ নজরুল ইসলাম কত সালে শহিদ হন? |
Ο ক) |
১৯৭১ সালে |
Ο খ) |
১৯৭২ সালে |
Ο গ) |
১৯৭৫ সালে |
Ο ঘ) |
১৯৭৪ সালে |
সঠিক উত্তর: (গ)
৬৮. |
শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনকে একসাথে কখন গ্রেফতার করা হয়? |
Ο ক) |
১৯৮৩ সালের ২২ নভেম্বর |
Ο খ) |
১৯৮৪ সালের ৭ নভেম্বর |
Ο গ) |
১৯৮৫ সালের ৭ নভেম্বর |
Ο ঘ) |
১৯৮৭ সালের ১২ নভেম্বর |
সঠিক উত্তর: (ঘ)
৬৯. |
কততম জাতীয় সংসদে প্রথমবারের মতো জারিকৃত সামরিক শাসন প্রত্যাহার করা হয়েছিল? |
Ο ক) |
২য় সংসদ |
Ο খ) |
৫ম সংসদ |
Ο গ) |
৭ম সংসদ |
Ο ঘ) |
৮ম সংসদ |
সঠিক উত্তর: (খ)
৭০. |
কত সালে প্রেসিডেন্ট এরশাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যবস্থা করেন? |
Ο ক) |
১৯৭৩ সালে |
Ο খ) |
১৯৭৫ সালে |
Ο গ) |
১৯৮২ সালে |
Ο ঘ) |
১৯৮৩ সালে |
সঠিক উত্তর: (ঘ)
৭১. |
কর্ণেল তাহেরকে ফাঁসি দেওয়ার মূল উদ্দেশ্য কী ছিল? |
Ο ক) |
তাহের ১৫ আগস্টের হত্যার সাথে জড়িত ছিলেন |
Ο খ) |
জিয়াউর রহমানের ক্ষমতা সুসংহত করা |
Ο গ) |
কর্ণেল তাহের সেনাপ্রধান হতে চেয়েছিলেন |
Ο ঘ) |
তিনি বিশ্বাস ভঙ্গ করেছিলেন |
সঠিক উত্তর: (খ)
৭২. |
পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় হাবিব সাহেব মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি কোন বাহিনীর নেতৃত্বে যুদ্ধ করেছিলেন? |
Ο ক) |
গেরিলা বাহিনী |
Ο খ) |
কাদেরিয়া বাহিনী |
Ο গ) |
মায়াবাহিনী |
Ο ঘ) |
মুক্তিফৌজ |
সঠিক উত্তর: (ঘ)
৭৩. |
সামরিক আইন দ্বারা জিয়াউর রহমান কোন মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডারকে ফাঁসি দেন? |
Ο ক) |
মেজর শফিউল্লাহ |
Ο খ) |
বিগ্রেডিয়ার খালেদ মোশাররফ |
Ο গ) |
মেজর ডালিম |
Ο ঘ) |
কর্ণেল আবু তাহের |
সঠিক উত্তর: (ঘ)
৭৪. |
মুক্তিযুদ্ধের সময়ে খাদ্য, বস্ত্র, অস্ত্র প্রশিক্ষণের জন্য কোন নেতা অর্থ সংস্থানের দায়িত্বে নিয়োজিত ছিলেন? |
Ο ক) |
তাজউদ্দিন আহমদ |
Ο খ) |
মওলানা ভাসানী |
Ο গ) |
এ এইচ এম কামরুজ্জামান |
Ο ঘ) |
এম মনসুর আলী |
সঠিক উত্তর: (ঘ)
৭৫. |
বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রচারসেল মুক্তিযুদ্ধের সময় নিচের কোনটি প্রকাশ করত? |
Ο ক) |
বই |
Ο খ) |
পুস্তিকা |
Ο গ) |
পত্রিকা |
Ο ঘ) |
কথিকা সংকলন |
সঠিক উত্তর: (গ)
৭৬. |
বিচারপতি এ এস এম সায়েম বাংলাদেশের কোন আদালতের প্রধান বিচারপতি ছিলেন? |
Ο ক) |
সুপ্রিম কোর্ট |
Ο খ) |
হাইকোর্ট |
Ο গ) |
আপিল কোর্ট |
Ο ঘ) |
জেলা কোর্ট |
সঠিক উত্তর: (ক)
৭৭. |
মুক্তিযুদ্ধের সময় সর্বস্তরের সংগ্রামী জনগণের মনোবল চাঙ্গা রাখতে বিশেষভাবে ভূমিকা পালন করে - i. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ii. পত্র পত্রিকা iii. বাংলাদেশ টেলিভিশন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭৮. |
১৯৭০ সালের নির্বাচনের পর ভুট্টো-ইয়াহিয়া যে ষড়যন্ত্র করেন তার প্রত্যক্ষ ফলাফল কোনটি? |
Ο ক) |
৩ মার্চের অধিবেশন স্থগিত করা |
Ο খ) |
৩ মার্চের অধিবেশন আরো এগিয়ে আনা |
Ο গ) |
৩ মার্চের অধিবেশন পিছিয়ে দেওয়া |
Ο ঘ) |
ক্ষমতা হস্তান্তরে পশ্চিত পাকিস্তানের প্রস্তুতি নেওয়া |
সঠিক উত্তর: (ক)
৭৯. |
মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ পুনর্গঠনের দায়িত্ব নেয় কোন সরকার? |
Ο ক) |
বঙ্গবন্ধু সরকার |
Ο খ) |
সামরিক সরকার |
Ο গ) |
অস্থায়ী সরকার |
Ο ঘ) |
মোশতাক সরকার |
সঠিক উত্তর: (ক)
৮০. |
সামরিক আইন জারির সময় হুসেইন মুহম্মদ এরশাদ কোন পদে অধিষ্ঠিত ছিলেন? |
Ο ক) |
সেনাপ্রধান |
Ο খ) |
লেফটেন্যান্ট জেনারেল |
Ο গ) |
ফিল্ড মার্শাল |
Ο ঘ) |
লেফটেন্যান্ট কর্ণেল |
সঠিক উত্তর: (ক)
৮১. |
মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গঠনের জন্য সরকার ও রাজনৈতিক নেতৃত্ব - i. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করেন ii. গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন iii. বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখেন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৮২. |
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন প্রচার মাধ্যমটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রভাব রাখে? |
Ο ক) |
বিবিসি |
Ο খ) |
ভোয়া |
Ο গ) |
নিউইয়র্ক টাইমস |
Ο ঘ) |
ইনডিপেনডেন্ট |
সঠিক উত্তর: (ক)
৮৩. |
জিয়াউর রহমান জাগদলের পরিবর্তে কোন দলটি গঠন করে? |
Ο ক) |
জাতীয় পার্টি |
Ο খ) |
কল্যাণ পার্টি |
Ο গ) |
বিকল্প ধারা |
Ο ঘ) |
বিএনপি |
সঠিক উত্তর: (ঘ)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: পাকিস্তানি সৈন্যদের হাতে গ্রেফতার হওয়ার পূর্বেই মধ্যরাতের পর অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন। তিনি ঢাকায় দলীয় নেতৃবৃন্দ এবং ওয়্যারলেস যোগে চট্টগ্রামের ঘনিষ্ঠ সহকর্মীদের নিকট বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পৌঁছে দিয়ে তা প্রচারের নির্দেশ দেন। চট্টগ্রাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ২৬ মার্চ ঘোষণাটি বঙ্গবন্ধুর নামে প্রচারিত হয়। |
৮৪. |
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্যে প্রধান ছিল - |
Ο ক) |
বাঙালি জাতির মুক্তি |
Ο খ) |
সামরিক আইন প্রত্যাহার |
Ο গ) |
বৈষম্যমূলক শাসন প্রতিষ্ঠা |
Ο ঘ) |
পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রদান |
সঠিক উত্তর: (ক)
৮৫. |
বঙ্গবন্ধুর ঘোষণার পরিপ্রেক্ষিতে আমরা যে স্বাধীনতা অর্জন করি তা রক্ষা করার জন্য - i. দেশপ্রেমী হতে হবে ii. দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে iii. স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব কোন ভাষা খুজে পাচ্ছি না
উত্তরমুছুনDownload korbo kivabe?
উত্তরমুছুন