এস.এস.সি ||
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১ |
১. |
ইতিহাসের মূল বিষয়বস্তু কী? |
Ο ক) |
মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থা |
Ο খ) |
গল্প কাহিনী ও কিচ্ছাকাহিনী |
Ο গ) |
রাজা বাদশাহর কাহিনী |
Ο ঘ) |
যুদ্ধবিগ্রহের কাহিনী |
সঠিক উত্তর: (ক)
২. |
ইতিহাস কোনমুখী? |
Ο ক) |
উওরমুখী |
Ο খ) |
দক্ষিণমুখী |
Ο গ) |
অতীতমুখী |
Ο ঘ) |
অতীত-বর্তমানমুখী |
সঠিক উত্তর: (গ)
৩. |
অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন ঐতিহাসিক। ইতিহাসের বিষয়বস্তু কখন তার কাছে গ্রহনযোগ্য হবে?
|
Ο ক) |
বইপত্রে লিপিবদ্ধ হলে |
Ο খ) |
অনুমানে ওপর নির্ভর করে |
Ο গ) |
গল্প আকারে উল্লেখ থাকলে |
Ο ঘ) |
পরীক্ষা-নিরীক্ষার পর গ্রহনযোগ্য হলে |
সঠিক উত্তর: (ঘ)
৪. |
ফা-হিয়েন কে ছিলেন? |
Ο ক) |
চৈনিক পরিব্রাজক |
Ο খ) |
আরবীয় পরিব্রাজক |
Ο গ) |
ভারতীয় পরিব্রাজক |
Ο ঘ) |
স্পানীয় পরিব্রাজক |
সঠিক উত্তর: (ক)
৫. |
বিষয়বস্তুর ইতিহাস কিভাবে রচিত হয়? |
Ο ক) |
কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে |
Ο খ) |
কোনো ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে |
Ο গ) |
কোনো গুরুত্বপূর্ণ কাহিনীর ওপর ভিত্তি করে |
Ο ঘ) |
কোনো ঐতিহাসিক স্থানের ওপর ভিত্তি করে |
সঠিক উত্তর: (ক)
৬. |
সঠিক ইতিহাস কিসের ওপর নির্ভর করে রচিত? |
Ο ক) |
অনুমানকে |
Ο খ) |
সত্যকে |
Ο গ) |
মিথ্যাকে |
Ο ঘ) |
কল্পনাকে |
সঠিক উত্তর: (খ)
৭. |
ভিকো কোন যুগের ঐতিহাসিক? |
Ο ক) |
সনাতন যুগের |
Ο খ) |
প্রাচীন যুগের |
Ο গ) |
মধ্যযুগের |
Ο ঘ) |
আধুনিক যুগের |
সঠিক উত্তর: (ঘ)
৮. |
ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। উক্তিটিতে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?
|
Ο ক) |
বর্তমানের সাথে অতীতের বন্ধন |
Ο খ) |
বর্তমানের ওপর অতীতের ভিত্তি |
Ο গ) |
ভবিষ্যতের ওপর বর্তমানের ভিত্তি |
Ο ঘ) |
বর্তমানে অতীতের বীজ |
সঠিক উত্তর: (ক)
৯. |
ঐতিহাসিক হেরোডোটাস তাঁর গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করেছেন,কারণ- i. যাতে পরবর্তী প্রজন্ম এ ঘটনা ভুলে না যায় ii. এ বিবরণ যাতে তাদের উৎসাহিত করে iii. যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০. |
ইতিহাস সম্পর্কে রায়হান ভিকোর মতামত সমর্থন করেন। এ ক্ষেত্রে রায়হান যে বিষয়ের সাথে একমত- i. মানব সমাজের বিকাশই ইতিহাস ii. মানবীয় প্রতিষ্ঠানের উৎপত্তিই ইতিহাস iii. মানব সমাজের উৎপত্তিই ইতিহাস
নিচের কোনটি সঠিক?
|
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১. |
কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বলা হয়-
|
Ο ক) |
আঞ্চলিক ইতিহাস |
Ο খ) |
জাতীয় ইতিহাস |
Ο গ) |
অবস্থানগত ইতিহাস |
Ο ঘ) |
বিষয়বস্তুগত ইতিহাস |
সঠিক উত্তর: (ঘ)
১২. |
যে উপাদানের ভিত্তিতে জাতীয়তাবোধ গড়ে ওঠে- i. জাতীয় পরিচয় ii. ইতিহাস iii. ঐতিহ্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৩. |
‘ইতিহাস’ শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? |
Ο ক) |
ইতি্ |
Ο খ) |
ইতিহ |
Ο গ) |
আস |
Ο ঘ) |
ঐতিহ্য |
সঠিক উত্তর: (খ)
১৪. |
History� শব্দটির বাংলা প্রতিশব্দ কী? |
Ο ক) |
ঐতিহ্য |
Ο খ) |
পুরাতন ঘটনা |
Ο গ) |
ইতিহাস |
Ο ঘ) |
গল্পকাহিনী |
সঠিক উত্তর: (গ)
১৫. |
শিহাব একটি ঐতিহাসিক স্থান ঘুরতে গিয়ে বেশ কিছু তাম্রলিপি,শিলালিপি ও মুদ্রা দেখতে পায়। এগুলো ইতিহাসের কোন বিষয়টিকে নির্দেশ করে?
|
Ο ক) |
লিখিত উপাদান |
Ο খ) |
অলিখিত উপাদান |
Ο গ) |
ধর্মীয় উপাদান |
Ο ঘ) |
সামাজিক উপাদান |
সঠিক উত্তর: (খ)
১৬. |
নতুন নতুন প্রত্নতাত্ত্বিক আবিস্কার একটি জাতির ইতিহাস বদলে দিতে পারে। এর যৌক্তিক কারণ হলো-
|
Ο ক) |
সভ্যতা সম্পর্কে ধারণা পাওয়া |
Ο খ) |
ভবিষ্যত্দ সম্পর্কে জানতে পারা |
Ο গ) |
শিল্প বিপ্লব ঘটা |
Ο ঘ) |
উত্পাদন কৌশল পারিবর্তন |
সঠিক উত্তর: (ক)
১৭. |
ভিকো(Vico)কে ছিলেন? |
Ο ক) |
দার্শনিক |
Ο খ) |
অর্থনৈতিবিদ |
Ο গ) |
রাজনীতিবিদ |
Ο ঘ) |
ঐতিহাসিক |
সঠিক উত্তর: (ঘ)
১৮. |
সৌমিত্র ভৌগোলিক ইতিহাস পাঠ করছিল। ভৌগোলিক ইতিহাস সম্পর্কে কোনটি প্রযোজ্য? i. তিন ভাগে ভাগ করা হয়েছে ii. ইতিহাসের প্রেক্ষাপট বোঝা যায় iii. আন্তজার্তিক ইতিহাস জানা যায়
নিচের কোনটি সঠিক?
|
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৯. |
সিলেট জেলার ইতিহাস সম্পর্কে জানতে চাইলে অয়নকে কোন ধরনের ইতিহাস সম্পর্কে জানতে হবে?
|
Ο ক) |
আঞ্চলিক ইতিহাস |
Ο খ) |
জাতীয় ইতিহাস |
Ο গ) |
সাংস্কৃতিক ইতিহাস |
Ο ঘ) |
রাজনৈতিক ইতিহাস |
সঠিক উত্তর: (ক)
২০. |
কোনটি ইতিহাসের অলিখিত উপাদান? |
Ο ক) |
সাহিত্য |
Ο খ) |
দলিলপত্র |
Ο গ) |
শিলালিপি |
Ο ঘ) |
বৈদেশিক বিবরণ |
সঠিক উত্তর: (গ)
২১. |
বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্ত উন্মেচিত হতে যাচ্ছে কীভাবে?
|
Ο ক) |
মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক আবিস্কারে |
Ο খ) |
কৃষির আধুনিকায়নে |
Ο গ) |
শিল্প বিপ্লবের ফলে |
Ο ঘ) |
গবেষণা করে |
সঠিক উত্তর: (ক)
২২. |
Historia বা History শব্দের সরল ও সাধারণ অর্থ- i. অনন্ত ঘটনাপ্রবাহ ii. অতীত কাহিনী iii. অনুসন্ধান বা গবেষণা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৩. |
সঠিক ইতিহাস রচনার ক্ষেত্রে ইতিহাসের উপাদান গুরুাত্বপূর্ণ। এর যথার্থ কারণ হলো- i. তৎকালীন সমাজচিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায় ii. অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় iii. রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
|
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৪. |
ইতিহাস যে কারণে কাল বিভাজনের কোন পদ সন তারিখ ব্যবহার করা কঠিন- i. ইতিহাস স্থির বলে ii. ইতিহাস থেমে থাকে না বলে iii. ইতিহাস নিরন্তর প্রবহমান বলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৫. |
তাহমিদ মনে করেন যে মানবসমাজে ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উত্পত্তি ও বিকাশ
হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। তাহমিদের কথায় যে ঐতিহাসিক প্রতিচ্ছবি ভেসে
উঠে-
|
Ο ক) |
ড.জনসন |
Ο খ) |
ড.নীহারঞ্জন রায় |
Ο গ) |
ভিকো |
Ο ঘ) |
লামা তারা নাথ |
সঠিক উত্তর: (গ)
২৬. |
রাজনৈতিক,সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ইতিহাসের কোন দিকের নির্দেশ প্রদান করে?
|
Ο ক) |
অবস্থানগত |
Ο খ) |
বিষয়বস্তুগত |
Ο গ) |
উপাদানগত |
Ο ঘ) |
জাতীয় |
সঠিক উত্তর: (খ)
২৭. |
পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে কার বর্ণনায় পাওয়া যায়? |
Ο ক) |
কৌটিল্যর |
Ο খ) |
কলহনের |
Ο গ) |
লামা তারনাথের |
Ο ঘ) |
মিনহাজ-উস-সিরাজের |
সঠিক উত্তর: (গ)
২৮. |
কোন ঘটনাকে কেন্দ্র করে প্রথম ঐতিহাসিক গ্রন্থ রচিত হয়? |
Ο ক) |
গ্রিক ও রোমানদের মধ্যে সামরিক সংঘর্ষ |
Ο খ) |
গ্রিক ও ট্রয়বাসীর মধ্যে দ্বন্দ্ব |
Ο গ) |
গ্রিক ও পারসিকদের মধ্যে সামরিক দ্বন্দ্ব |
Ο ঘ) |
হেলেনকে কেন্দ্র করে ট্রয়ের দ্বন্দ্ব |
সঠিক উত্তর: (গ)
২৯. |
সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি ইতিহাসের কোন ধরনের উপাদান?
|
Ο ক) |
ঐতিহাসিক |
Ο খ) |
ঐশী |
Ο গ) |
লিখিত |
Ο ঘ) |
অলিখিত |
সঠিক উত্তর: (গ)
৩০. |
মানুষ ভালো-মন্দের পার্থক্যটা সহজেই বুঝতে পারে তখন,যখন সে জানতে পারে- i. বিভিন্ন মানবগোষ্ঠীর উত্থান-পতন ii. সভ্যতার জীজন্তুর উত্থান-পতন iii. সভ্যতার পতনের কারণগুলো
নিচের কোনটি সঠিক?
|
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩১. |
তামিমের বাবা তামিমকে বলল, তুমি যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস পাঠ কর তাহলে তুমি দেশপ্রেমী হবে। তামিম তার বাবার কাছ থেকে কোন বিষয়ে জানতে পারল? |
Ο ক) |
ইতিহাসের উপাদান |
Ο খ) |
মুক্তিযুদ্ধের ইতিহাস |
Ο গ) |
স্বাধীনতা যুদ্ধের ইতিহাস |
Ο ঘ) |
ইতিহাস পাঠের প্রয়োজনীতা |
সঠিক উত্তর: (ঘ)
৩২. |
প্রতিটি মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা কেমন? |
Ο ক) |
একই |
Ο খ) |
অভিন্ন |
Ο গ) |
ভিন্ন ভিন্ন |
Ο ঘ) |
অতুলনীয় |
সঠিক উত্তর: (গ)
৩৩. |
আলোচনা ও গবেষণাকর্মের সুবিধার্থে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?
|
Ο ক) |
২ ভাগে |
Ο খ) |
৩ ভাগে |
Ο গ) |
৪ ভাগে |
Ο ঘ) |
৫ ভাগে |
সঠিক উত্তর: (ক)
৩৪. |
কীভাবে একটি জাতির ইতিহাস পাল্টে যেতে পারে?
|
Ο ক) |
নতুন প্রত্নতাত্ত্বিক আবিস্কারে |
Ο খ) |
কৃষির আধুনিকায়নে |
Ο গ) |
শিল্প বিপ্লবের ফলে |
Ο ঘ) |
গবেষণা করে |
সঠিক উত্তর: (ক)
৩৫. |
বাস্তব জীবনে চলার জন্য উৎকৃষ্টতম শিক্ষা হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
|
Ο ক) |
সত্যনিষ্ঠ ইতিহাস পাঠ |
Ο খ) |
ইসলামের ইতিহাস পাঠ |
Ο গ) |
ধর্মের ইতিহাস পাঠ |
Ο ঘ) |
মনীষিগণের জীবনী পাঠ |
সঠিক উত্তর: (ক)
৩৬. |
ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে কোন নামটি পৃথক হিসেবে নির্বাচন করা যায়? |
Ο ক) |
ই, এইচ,কার |
Ο খ) |
আর সি মজুমদার |
Ο গ) |
লিওপোন্ড ফন্ র্যাংকে |
Ο ঘ) |
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
সঠিক উত্তর: (ঘ)
৩৭. |
পঠন-পাঠন, আলোচনা ও গবেষণাকর্মের সুবিধার্থে ইতিহাসের কয় ভাগে ভাগ করা যায়?
|
Ο ক) |
দুই |
Ο খ) |
তিন |
Ο গ) |
চার |
Ο ঘ) |
পাঁচ |
সঠিক উত্তর: (ক)
৩৮. |
অতীত সত্যনিষ্ঠ বর্ণনা কিসের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে?
|
Ο ক) |
জ্ঞানের |
Ο খ) |
দক্ষতার |
Ο গ) |
যোগ্যতার |
Ο ঘ) |
অভিক্ষতার |
সঠিক উত্তর: (ক)
৩৯. |
ইতিহাস কিভাবে অতীতকে পুনর্গঠন করে? |
Ο ক) |
সত্যনিষ্ঠ তথ্য দিয়ে |
Ο খ) |
নিছক অতীত কাহিনী দিয়ে |
Ο গ) |
যুদ্ধের কাহিনী নিয়ে |
Ο ঘ) |
অতীত কাহিনীর সারমর্ম নিয়ে |
সঠিক উত্তর: (ক)
৪০. |
ইতিহাসের লিখিত উপাদানের অন্তভূক্ত- i. সরকারি নথিপত্র ii. চিঠিপত্র iii. স্মৃতিপত্র
নিচের কোনটি সঠিক?
|
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪১. |
লামা তারনাথ ইতিহাস রচনায়� যে তথ্য দিয়েছেন সেটি কোন ধরনের?
|
Ο ক) |
স্মৃতিস্তম্ভ |
Ο খ) |
মুদ্রা |
Ο গ) |
শিলালিপি |
Ο ঘ) |
কল্পকাহিনী |
সঠিক উত্তর: (ঘ)
৪২. |
ঊনিশ শতক শুধু রাজনীতির ইতিহাস হলেও পরে অর্থনীতি সমাজ ও শিল্পকলার ইতিহাস রচিত হয়। এর যর্থাথ কারণ হলো-
|
Ο ক) |
পুঁজিবাদ প্রচার |
Ο খ) |
সামন্ত সমাজের প্রভাব |
Ο গ) |
মার্কসবাদ প্রচার |
Ο ঘ) |
কল্যাণমূলক অর্থনীতির ধারণা |
সঠিক উত্তর: (গ)
৪৩. |
ইতিহাসের বিচরণক্ষেত্র কোনটি? |
Ο ক) |
বর্তমান ঘটনাপ্রবাহ |
Ο খ) |
ভবিষ্যৎ ঘটনাপ্রবাহ |
Ο গ) |
অতীত ঘটনাপ্রবাহ |
Ο ঘ) |
তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ |
সঠিক উত্তর: (গ)
৪৪. |
ক্রমবর্ধমান যুগের ঐতিহাসিকদের ধারাবাহিকতার সঠিক তথ্য কোনটি? |
Ο ক) |
আর. সি. মজুমদার→হেরোডটাস→কলহন |
Ο খ) |
কলহন→আর. সি. মজুমদার→হেরোডটাস |
Ο গ) |
হেরোডটাস→কলহন→আর. সি. মজুমদার |
Ο ঘ) |
হেরোডটাস→আর. সি. মজুমার→কলহন |
সঠিক উত্তর: (গ)
৪৫. |
জাহিদ জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে জাতীয় সংহতি সুদৃঢ়করণে প্রতিজ্ঞাবদ্ধ হলো। জাহিদের মধ্যে প্রতিফলিত হয় কোন বিষয়টি?
|
Ο ক) |
দর্শনের চেতনা |
Ο খ) |
পৈৗরনীতির চেতনা |
Ο গ) |
সাহিত্যের চেতনা |
Ο ঘ) |
ইতিহাসের চেতনা |
সঠিক উত্তর: (ঘ)
৪৬. |
ইতিহাসের পরিসর সম্প্রসারিত হচ্ছে কেন? |
Ο ক) |
পুরোনো বিষয় পুনরায় লেখায় |
Ο খ) |
নতুন বিষয় লেখায় |
Ο গ) |
ভৌগোলিক পরিসর বৃদ্ধি পাওয়ায় |
Ο ঘ) |
জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় |
সঠিক উত্তর: (খ)
৪৭. |
ইতিহাসের আলোচ্য বিষয় হলো- i. মানুষ ii. সমাজ iii. সভ্যতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৮. |
শিক্ষক অমূল্য রতন মনে করেন অতীত ঐতিহ্য সম্পর্কে গর্বিত করে তুলতে পারে- |
Ο ক) |
ভূগোল থেকে আহরিত জ্ঞান |
Ο খ) |
প্রত্নতত্ত্ব থেকে আহরিত জ্ঞান |
Ο গ) |
দীর্ঘ অভিজ্ঞতালব্ধ জ্ঞান |
Ο ঘ) |
ইতিহাস থেকে আহরিত জ্ঞান |
সঠিক উত্তর: (ঘ)
৪৯. |
রাশেদ তার শ্রেণিশিক্ষকের মাধ্যমে জানতে পারল মানুষ,তার পারিপার্শ্বিকতা
এবং সমাজ ও সভ্যতার বিকাশ, পরিবর্তন,পতন ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি বিষয়।
শিক্ষকের বক্তব্যে রাশেদ কোনটি সম্পর্কে জানতে পেরেছে?
|
Ο ক) |
ইতিহাসের উপাদান |
Ο খ) |
ইতিহাসের বিষয়বস্তু |
Ο গ) |
ঐতিহাসিক মূল্যবোধ |
Ο ঘ) |
ঐতিহাসিক উপাদান |
সঠিক উত্তর: (খ)
৫০. |
ইতিহাস পাঠ করার পর রুহিনের চিন্তা-চেতনা, দৃষ্টিভঙ্গি ও লিখন পদ্ধতিতে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটি এসেছে নিচের কোনটির মাধ্যমে?
|
Ο ক) |
গবেষকদের প্রচেষ্টার দ্বারা |
Ο খ) |
ইতিহাসের প্রবহমান ধারায় |
Ο গ) |
সামাজিক পরিবর্তনের মাধ্যমে |
Ο ঘ) |
সমাজ চিন্তাবিদদের প্রচেষ্টায় |
সঠিক উত্তর: (খ)
৫১. |
ওয়ারী-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নির্শনটি কোথায়? |
Ο ক) |
পাহাড়পুরে |
Ο খ) |
ময়নামতিতে |
Ο গ) |
মহাস্থানগড়ে |
Ο ঘ) |
নরসিংদীতে |
সঠিক উত্তর: (ঘ)
৫২. |
বাংলায় আগত পরিব্রাজকদের থেকে জানা যায় তৎকালীন- i. ফা-হিয়েন ii. হিউয়েন সাং iii. ইৎসিং
নিচের কোনটি সঠিক?
|
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৩. |
ইতিহাসের উপাদান কোথায় সংরক্ষিত থাকে? |
Ο ক) |
জাদুঘরে ও মহাফেজখানায় |
Ο খ) |
বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে |
Ο গ) |
চিড়িয়াখানায় |
Ο ঘ) |
মহাফেজখানায় ও লাইব্রেরিতে |
সঠিক উত্তর: (ক)
৫৪. |
পূর্ণাঙ্গ ও বিস্তারিত ইতিহাস রচনার জন্য কোনটি প্রয়োজন?
|
Ο ক) |
লিখিত উপাদান |
Ο খ) |
প্রত্নতাত্ত্বিক উপাদান |
Ο গ) |
কিংবদন্তি |
Ο ঘ) |
লিখিত ও অলিখিত উপাদান |
সঠিক উত্তর: (ঘ)
৫৫. |
প্রথম ঐতিহাসিক রচনার স্থান পেয়েছে- i. গ্রিক-পারস্য যুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনা ii. গ্রিক-পারস্য যুদ্ধের তথ্য iii. গ্রিসের বিজয়গাথা
নিচের কোনটি সঠিক?
|
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৬. |
যে সকল সুবিধার্থে ইতিহাসকে দুভাগে ভাগ করা হয়েছে তা হলো- i. গবেষণার সুবিধার্থে ii. আলোচনার সুবিধার্থে iii. ভাষার সুবিধার্থে
নিচের কোনটি সঠিক?
|
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৭. |
ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?
|
Ο ক) |
দু ভাগে |
Ο খ) |
তিন ভাগে |
Ο গ) |
চার ভাগে |
Ο ঘ) |
পাঁচ ভাগে |
সঠিক উত্তর: (খ)
৫৮. |
চৈনিক পরিব্রাজক হিসেবে কার নামটি সমর্থনযোগ্য?
|
Ο ক) |
ইবনে বতুতা |
Ο খ) |
হিউয়েন সাং |
Ο গ) |
বখতিয়ার খলজি |
Ο ঘ) |
শায়েস্তা খান |
সঠিক উত্তর: (খ)
৫৯. |
সুভাষ চন্দ্র স্যার ইতিহাস পাঠকে গুরত্বপূর্ণ হিসেবে উল্লেখ করলেন। তাঁর বক্তব্য অনুসারে কোনটির বিকাশ ঘটবে?
|
Ο ক) |
যোগাযোগ ব্যবস্থার |
Ο খ) |
অর্থনীতির |
Ο গ) |
জাতীয় চেতনার |
Ο ঘ) |
বিচার ব্যবস্থার |
সঠিক উত্তর: (গ)
৬০. |
ইতিহাসের মূল বিষয়বস্তু �কী? |
Ο ক) |
মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থা |
Ο খ) |
গল্প কাহিনী ও কিচ্ছা কাহিনী |
Ο গ) |
রাজা বাদশাহর কাহিনী |
Ο ঘ) |
যুদ্ধবিগ্রহের কাহিনী |
সঠিক উত্তর: (ক)
৬১. |
কেন ইতিহাসচর্চা ও ইতিহাস রচনা নিয়ে মতবিরোধ বিরাজ করে? |
Ο ক) |
ঐতিহাসিক উপাদানের পর্যাপ্ততার কারণে |
Ο খ) |
ঐতিহাসিক উপাদানের অপর্যাপ্ততার কারণে |
Ο গ) |
ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির কারণে |
Ο ঘ) |
সামাজিক স্থিতিশীলতার কারণে |
সঠিক উত্তর: (খ)
৬২. |
উনিশ শতকে ইতিহাসের মূল বিষয় ছিল কোনটি? |
Ο ক) |
অর্থনীতি |
Ο খ) |
কৃষি |
Ο গ) |
রাজনীতি |
Ο ঘ) |
পরিবেশ |
সঠিক উত্তর: (গ)
৬৩. |
লামা তারনাথ কোন দেশীয় লেখক? |
Ο ক) |
চাইনিজ |
Ο খ) |
জাপানিজ |
Ο গ) |
স্পানিজ |
Ο ঘ) |
তিব্বতীয় |
সঠিক উত্তর: (ঘ)
৬৪. |
ইতিহাসের প্রকৃত উদ্দেশ্য ঘটনার- i. সত্যানুসন্ধান করা���������� ii. জ্ঞানানুসন্ধান করা iii. গবেষণা করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
iও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৫. |
ইতিহাসের উপাদান কত প্রকার? |
Ο ক) |
দুই |
Ο খ) |
তিন |
Ο গ) |
চার |
Ο ঘ) |
পাঁচ |
সঠিক উত্তর: (ক)
৬৬. |
ইতিহাসের সাহিত্যিক উপাদানের মধ্যে রয়েছে- i. রুপকথা ii. কিংবদন্তী iii. গল্পকাহিনী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৭. |
ইতিহাসের অলিখিত উপাদান বৈশিষ্ট্য হলো- |
Ο ক) |
পূর্ণাঙ্গ ধারণা দিতে সক্ষম |
Ο খ) |
অর্ধেক ধারণা দিতে সক্ষম |
Ο গ) |
কিছুটা ধারণা দিতে সক্ষম |
Ο ঘ) |
কোনো ধারণা দিতে পারে না |
সঠিক উত্তর: (গ)
৬৮. |
ইবনে বতুতা কোন দেশীয় পরিব্রাজক? |
Ο ক) |
মিসরীয় |
Ο খ) |
স্প্যানীয় |
Ο গ) |
আফ্রিকান |
Ο ঘ) |
জাপানীয় |
সঠিক উত্তর: (গ)
৬৯. |
সমাজ সভ্যতা বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছে- i. যুদ্ধ ii. গল্পকাহিনী iii. আইন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৭০. |
সেজুতি শিল্পকলা একাডেমীর থিয়েটার রুমে ড. দীনেশচন্দ্র সেনের গীতিনাট্য
‘ময়মনসিংহ গীতিকা’ দেখছিল। সেজুতির দেখা ‘ময়মনসিংহ গীতিকা’ ইতিহাসের কোন
ধরনের উপাদান?
|
Ο ক) |
লিখিত |
Ο খ) |
অলিখিত |
Ο গ) |
ঐতিহাসিক |
Ο ঘ) |
ভৌগোলিক |
সঠিক উত্তর: (ক)
৭১. |
ফা-হিয়েন, হিউয়েন সাং এবং ইৎসিং কোন দেশের পরিব্রাজক ছিলেন?
|
Ο ক) |
গ্রিসের |
Ο খ) |
পারস্যের |
Ο গ) |
রোমের |
Ο ঘ) |
চীনের |
সঠিক উত্তর: (ঘ)
৭২. |
কে প্রথম ইতিহাস এবং অনুসন্ধান-এ দুটি ধারণাকে সংযুক্ত করেন? |
Ο ক) |
কলহন |
Ο খ) |
থুকিডাইডিসি |
Ο গ) |
হেরোডটাস |
Ο ঘ) |
জনসন |
সঠিক উত্তর: (গ)
৭৩. |
বিষয়বস্তুগত ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?
|
Ο ক) |
দু ভাগে |
Ο খ) |
তিন ভাগে |
Ο গ) |
চার ভাগে |
Ο ঘ) |
পাঁচ ভাগে |
সঠিক উত্তর: (ঘ)
৭৪. |
মুক্তা ইতিহাসের উপাদানসমূহের মধ্যে সাদৃশ্য খোঁজার চেষ্টা করছে।
সেক্ষেত্রে মুক্তা সাহিত্যিক উপাদানের সাথে উপাদানের সাথে কোনটি মিল পেয়েছ?
|
Ο ক) |
জীবনী |
Ο খ) |
ভাস্কর্য |
Ο গ) |
মুদ্রা |
Ο ঘ) |
শিলালিপি |
সঠিক উত্তর: (ক)
৭৫. |
দেশ ও সমাজের উন্নতি তথা দেশপ্রেমের জন্য অপরিহার্য- i. ইতিহাস ii. অতীত ঐতিহ্য iii. জাতীয়তাবোধ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৬. |
প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে ধারণা করা সম্ভব প্রাচীন অধিবাসীদের- i. ধর্ম সম্পর্কে ii. সভ্যতা সম্পর্কে iii. নিত্যব্যবহার্য্ জিনিসপত্র সম্পর্কে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৭. |
ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে প্রয়োজন- i. ইতিহাসের ইতিবৃত্ত জানা ii. ইতিহাসের উপাদান জানা iii. ইতিহাসের প্রকারভেদ জানা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৭৮. |
‘সমাজের জীবনই ইতিহাস।’ -উক্তিটি কার? |
Ο ক) |
কলহনের |
Ο খ) |
জনসনের |
Ο গ) |
টয়েনবির |
Ο ঘ) |
হেরোডটাসের |
সঠিক উত্তর: (গ)
৭৯. |
ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শুধুমাত্র বোঝায় সুবিধার্থে ইতিহাসকে ভাগ করা যায়- i. আঞ্চলিক ইতিহাসে ii. জাতীয় ইতিহাসে iii. আন্তজার্তিক ইতিহাসে
নিচের কোনটি সঠিক?
|
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮০. |
কিসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম? |
Ο ক) |
কম্পিউটারের |
Ο খ) |
মোবইলের |
Ο গ) |
বিজ্ঞানের |
Ο ঘ) |
ইতিহাসের |
সঠিক উত্তর: (ঘ)
৮১. |
ইতিহাসের বিষয়বস্তু হিসেবে বিবেচিত হয়- i. মানুষ ও তার পরিবেশ ii. সমাজ ও সংস্কৃতি iii. সভ্যতার বিকাশ ও পরিবর্তন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮২. |
ইতিহাসের জনক কে? |
Ο ক) |
হেরোডটাস |
Ο খ) |
থুকিডাইডিস |
Ο গ) |
কলহন |
Ο ঘ) |
লিওপোল্ড ফন্ র্যাংকে |
সঠিক উত্তর: (ক)
৮৩. |
শহীদুজ্জামান মনে করেন,ঘটে যাওয়া ঘটনাই ইতিহাস শহীদুজ্জামান যে ঐতিহাসিকের মতকে সমর্থন করেন-
|
Ο ক) |
ই,এইচ,কার |
Ο খ) |
ড.জনসন |
Ο গ) |
হেরোডোটাস |
Ο ঘ) |
নীহাররঞ্জন রায় |
সঠিক উত্তর: (খ)
৮৪. |
ইতিহাসের ক্ষেত্রে প্রযোজ্য- i. ইতিহাস চির অমর ii. ইতিহাস অতীত বর্তমানমুখী iii. ইতিহাস নিরন্তর প্রবহমান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৮৫. |
কার মতে ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা? |
Ο ক) |
ই এইচ কার |
Ο খ) |
হেরোডটাস |
Ο গ) |
র্যাপসন |
Ο ঘ) |
টয়েনবি |
সঠিক উত্তর: (গ)
৮৬. |
‘সমাজের জীবনই ইতিহাস’-এ উক্তিটি কার? |
Ο ক) |
হেরোডোটাসের |
Ο খ) |
র্যাংকের |
Ο গ) |
টয়েনবির |
Ο ঘ) |
ফ্রিডল্যান্ডারের |
সঠিক উত্তর: (গ)
৮৭. |
নরসিংদীর উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কত বছর পূর্বের নগর সভ্যতার অস্তিত্ব প্রমাণ করে?
|
Ο ক) |
দেড় হাজার বছর |
Ο খ) |
দুই হাজার বছর |
Ο গ) |
আড়াই হাজার বছর |
Ο ঘ) |
তিন হাজার বছর |
সঠিক উত্তর: (গ)
৮৮. |
ইতিহাসের পরিসর নির্ভর করে মানুষের- i. চিন্তা-ভাবনার বিস্তৃতির ওপর ii. পরিকল্পনা,কার্যক্রমের ওপর iii. জীবজন্তু ও পরিবেশের বিস্তৃতির ওপর
নিচের কোনটি সঠিক?
|
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৮৯. |
গ্রিক ও পারসিক যুদ্ধ নিয়ে ইতিহাস রচনা করেন কে? |
Ο ক) |
হেরোডটাস |
Ο খ) |
থুকিডাইডিস |
Ο গ) |
হেরোডটাস |
Ο ঘ) |
জনসন |
সঠিক উত্তর: (ক)
৯০. |
বর্তমানে ঐতিহাসিক ঘটনার সঠিক আলোচনার ফলে ইতিহাস হয়ে উঠেছে- i. সংকীর্ণতার উর্ধ্বে ii. বন্ধনমুক্ত iii. সংকীর্ণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৯১. |
দেশপ্রেম গড়ে ওঠে কীভাবে? |
Ο ক) |
জাতীয়তাবোধের মাধ্যমে |
Ο খ) |
সামাজিক মর্যাদার মাধ্যমে |
Ο গ) |
জাতীয় সম্পতির মাধ্যমে |
Ο ঘ) |
সামাজিক ভূ-সম্পত্তির মাধ্যমে |
সঠিক উত্তর: (ক)
৯২. |
নিচের কোনগুলো দ্বারা ইতিহাসের বিবর্তন বোঝা যায়?
|
Ο ক) |
ইতিহাসের চিন্তাচেতনা, দৃষ্টিভঙ্গি, ক্ষেত্র, উপাদান প্রসারিত ও পরিবর্তিত
|
Ο খ) |
ইতিহাসের দৃষ্টিভঙ্গি ও উপাদান পরিবর্ধন |
Ο গ) |
সমাজ সংস্কৃতির প্রসার ও জনপ্রিয়তা |
Ο ঘ) |
লিখিত ও অলিখিত উপাদানের ব্যাপকতা |
সঠিক উত্তর: (ক)
৯৩. |
বিভিন্ন শাখায় বিভক্ত করা কঠিন কোনটিকে? |
Ο ক) |
সাহিত্য |
Ο খ) |
সমাজ |
Ο গ) |
বিজ্ঞান |
Ο ঘ) |
ইতিহাস |
সঠিক উত্তর: (ঘ)
৯৪. |
জ্ঞানচর্চার আগ্রহ বাড়ার জন্য তুমি কী পাঠ করবে?
|
Ο ক) |
সাহিত্য পাঠ |
Ο খ) |
কবিতা পাঠ |
Ο গ) |
উপন্যাস পাঠ |
Ο ঘ) |
ইতিহাস পাঠ |
সঠিক উত্তর: (ঘ)
৯৫. |
কোন ধরনের বিবরণ সব সময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়?
|
Ο ক) |
অলিখিত বিবরণ |
Ο খ) |
বিদেশি পর্যটকদের বিবরণ |
Ο গ) |
প্রত্নতাত্ত্বিক বিবরণ |
Ο ঘ) |
গল্পকাহিনী |
সঠিক উত্তর: (খ)
৯৬. |
মানুষের কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধির যথার্থ কারণ হলো- i. সময়ের বিবর্তন ii. সংস্কৃতির অগ্রযাত্রা iii. সভ্যতার অগ্রগতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৯৭. |
আদিকাল থেকে মানব সমাজের যাবতীয় কর্মকাণ্ড, চিন্তা-চেতনা ও জীবনযাত্রার অগ্রগতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় কীভাবে?
|
Ο ক) |
পৌরনীতি অধ্যয়নে |
Ο খ) |
সমাজবিজ্ঞান অধ্যয়নে |
Ο গ) |
ইতিহাস অধ্যয়নে |
Ο ঘ) |
অর্থনীতি অধ্যয়নে |
সঠিক উত্তর: (গ)
৯৮. |
বর্তমানের সকল বিষয়ই গড়ে উঠেছে- i. অতীতের ঐতিহ্যর উপর ভিত্তি করে ii. অতীতের ক্রমবিবর্তনের উপর ভিত্তি করে iii. অতীত গল্পকাহিনীর উপর ভিত্তি করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৯৯. |
ইতিহাস পাঠে মানুষ কোনটির পার্থক্য বুঝতে পারে?
|
Ο ক) |
আলো ও আঁধারের |
Ο খ) |
দিন ও রাত্রির |
Ο গ) |
সাদা ও কালোর |
Ο ঘ) |
ভালো ও মন্দের |
সঠিক উত্তর: (ঘ)
১০০. |
মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলির দৃষ্টান্ত থেকে কী নিতে পারে?
|
Ο ক) |
জ্ঞান |
Ο খ) |
শিক্ষা |
Ο গ) |
উপমা |
Ο ঘ) |
ধারণা |
সঠিক উত্তর: (খ)
১০১. |
তপন মাহমুদ লালবাগ দুর্গ নির্মাণের পশ্চাদে যে সৃষ্টিশীল উদ্দেশ্য ছিল তা
উদ্ঘাটন করার চেষ্টা করছেন। তপন মাহমুদের এ কাজটিতে ইতিহাস পাঠের
প্রয়োজনীয়তার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
|
Ο ক) |
জাতীয় চেতনার বিকাশ |
Ο খ) |
মননশীল চেতনার পরিচয় |
Ο গ) |
অতীত সম্পর্কে জ্ঞানদান |
Ο ঘ) |
মানব সমাজের অগ্রগতি |
সঠিক উত্তর: (খ)
১০২. |
মুক্তিযুদ্ধ আমাদের কাহিনী- i. গর্বের ii. কষ্টের iii. গৌরবের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১০৩. |
ইতিহাসের কাল বিভাজনে কোনো সন-তারিখ ব্যবহার করা কঠিন কেন?
|
Ο ক) |
ইতিহাস নিরন্তর প্রবহমান বলে |
Ο খ) |
ইতিহাস নিরপেক্ষ বলে |
Ο গ) |
ইতিহাস অতীতমুখী বলে |
Ο ঘ) |
ইতিহাস সত্যনির্ভর বলে |
সঠিক উত্তর: (ক)
১০৪. |
রনি সহপাঠীদের সাথে নরসিংদীর উয়ারী-বটেশ্বরে শিক্ষা সফরে গিয়ে কিছু
প্রাচীন সভ্যতার নিদর্শনস্বরুপ শিলালিপি ও ইমারত দেখলে পেল। রনির দেখা
উপাদানগুলো ইতিহাসের কোন ধরনের উপাদান?
|
Ο ক) |
লিখিত |
Ο খ) |
সাহিত্যিক |
Ο গ) |
অলিখিত |
Ο ঘ) |
ভৌগোলিক |
সঠিক উত্তর: (গ)
১০৫. |
আমাদের ভাষা আন্দোলনের প্রতীক হলো আমাদের জাতীয় শহীদ মিনার। জাতীয় শহিদ মিনার ঐতিহাসের কোন ধরনের উপাদান?
|
Ο ক) |
লিখিত উপাদান |
Ο খ) |
অর্ধ-লিখিত |
Ο গ) |
সাহিত্যিক উপাদান |
Ο ঘ) |
প্রত্নতাত্বিক উপাদান |
সঠিক উত্তর: (ঘ)
১০৬. |
সমাজ জীবনকে গুরুত্ব দিয়ে কোন ঐতিহাসিক ইতিহাসের ধারণা দিয়েছেন? |
Ο ক) |
হেরোডটাস |
Ο খ) |
জনসন |
Ο গ) |
টয়েনবি |
Ο ঘ) |
র্যাপসন |
সঠিক উত্তর: (গ)
১০৭. |
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ হলো- i. মহাস্থানগড় ii. পাহাড়পুর iii. ময়নামতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
q i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০৮. |
বর্তমান প্রজন্মের একজন তরুণ যদি ১৯৬০-এর দশকের বাঙালির ইতিহাস সম্পর্কে অধ্যায়ন করে তবে সে জানতে পারবে সে সময়কার- i. শিল্প ব্যবস্থা সম্পর্কে ii. সমাজতও সম্পর্কে iii. সমাজজীবন সম্পর্কে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১০৯. |
রাতুল ইতিহাসের জনকের নানা গবেষণাকর্ম অনুসরণ করার চেষ্টা করেন। রাতুল কাকে অনুসরণ করতে চায়?
|
Ο ক) |
টয়েনবিকে |
Ο খ) |
লিওপোল্ড ফণ র্যাংক |
Ο গ) |
হেরোডোটাস |
Ο ঘ) |
ড.জনসন |
সঠিক উত্তর: (গ)
১১০. |
‘ইতিহাস’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? |
Ο ক) |
ইতি + ষ্ণ |
Ο খ) |
ইতি + হাস |
Ο গ) |
ইতিহ + আস |
Ο ঘ) |
ইতি + হস |
সঠিক উত্তর: (গ)
১১১. |
ভৌগোলিক অবস্থানগত ইতিহাস হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
|
Ο ক) |
রাজনৈতিক ইতিহাস |
Ο খ) |
সামাজিক ইতিহাস |
Ο গ) |
অর্থনৈতিক ইতিহাস |
Ο ঘ) |
জাতীয় ইতিহাস |
সঠিক উত্তর: (ঘ)
১১২. |
প্রাচীন ভারতের সঠিক ইতিহাস জানা সম্ভব হয়নি। কারণ-
|
Ο ক) |
উৎসের অভাব |
Ο খ) |
অনেক উৎস নষ্ট হয়ে যায় |
Ο গ) |
পর্যাপ্ত উৎসের অভাব এবং ধারাবাহিকভাবে লিখিত নয়
|
Ο ঘ) |
ঐতিহাসিক দক্ষতার অভাব |
সঠিক উত্তর: (গ)
১১৩. |
কোনটির মধ্যে সমাজ, সভ্যতা মানুষের ও জীবনযাত্রা পরস্পর সন্নিহিত থাকে?
|
Ο ক) |
ইতিহাসের বিষয়বস্তুতে |
Ο খ) |
পৌরনীতির বিষয়বস্তুতে |
Ο গ) |
নৃবিজ্ঞানের বিষয়বস্তুতে |
Ο ঘ) |
মনোবিজ্ঞানের বিষয়বস্তুতে |
সঠিক উত্তর: (ক)
১১৪. |
ইতিহাসের ছাত্র সোহেল পুরোনো জমিদার বাড়িতে পাওয়া একটি পাথর বেশ চড়া দামে
কিনে নিজের সংগ্রহ রেখে দিলেন। পাথরটি ইতিহাসের কোন উপাদানের অন্তর্ভূক্ত?
|
Ο ক) |
লিখিত |
Ο খ) |
মূল্যবান |
Ο গ) |
অলিখিত |
Ο ঘ) |
ঐতিহাসিক |
সঠিক উত্তর: (গ)
১১৫. |
উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? |
Ο ক) |
বগুড়া |
Ο খ) |
ময়মনসিংহ |
Ο গ) |
কুমিল্লা |
Ο ঘ) |
নরসিংদী |
সঠিক উত্তর: (ঘ)
১১৬. |
ইতিহাস পাঠ মানুষকে সাহায্য করে- i. বর্তমান অবস্থাকে বুঝতে ii. ভবিৎষ্যত অনুধাবন করতে iii. অতীত নিয়ন্ত্রণ করতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১১৭. |
ইতিহাস খুবই মূল্যবান বিষয়- i. বুদ্ধিজীবীদের নিকট ii. রাষ্ট্রনায়কদের নিকট iii. রাজনীতিবিদদের নিকট নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১৮. |
ইতিহাসের স্বরূপ সম্পর্কে তুমি যে বিষয়/বক্তব্য সমর্থন কর- i. ইতিহাস অতীতমুখী ii. ইতিহাস থেমে যায় iii. ইতিহাসে আবেগ নেই নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১১৯. |
জাতীয়তাবোধ ও জাতীয় সংহতি, সুদৃঢ়করণে কোনটির পাঠ অধিক যুক্তিযুক্ত?
|
Ο ক) |
ইতিহাস পাঠ |
Ο খ) |
পৌরনীতি পাঠ |
Ο গ) |
অর্থনীতি পাঠ |
Ο ঘ) |
সাহিত্য পাঠ |
সঠিক উত্তর: (ক)
১২০. |
‘ইৎসিং’- কে? |
Ο ক) |
ভ্রমণকারী |
Ο খ) |
দার্শনিক |
Ο গ) |
ঐতিহাসিক |
Ο ঘ) |
প্রত্নত্ত্ববিদ |
সঠিক উত্তর: (ক)
১২১. |
ইতিহাস কোন ধরনের? |
Ο ক) |
স্থির |
Ο খ) |
প্রবহমান |
Ο গ) |
অপরিবর্তনীয় |
Ο ঘ) |
ঘটমান |
সঠিক উত্তর: (খ)
১২২. |
হেরোডোটাস কোন দেশীয় ঐতিহাসিক? |
Ο ক) |
জার্মানি |
Ο খ) |
ইতালি |
Ο গ) |
ফ্রান্স |
Ο ঘ) |
গ্রিক |
সঠিক উত্তর: (ঘ)
১২৩. |
ইতিহাস পঠন-পাঠন প্রয়োজন কেন? |
Ο ক) |
পুরাকাহিনী শোনার জন্য |
Ο খ) |
অতীত দিনের স্মৃতিচারণের জন্য |
Ο গ) |
ঐতিহ্য অনুসন্ধানের জন্য |
Ο ঘ) |
বীরত্বগাথা জানার জন্য |
সঠিক উত্তর: (গ)
১২৪. |
প্রাচীন অধিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, নগরায়ন, নিত্যব্যবহার্য জিনিসপত্র এবং কৃষি উপকরণ সম্পর্কে ধারণা পাওয়া যায় কীভাবে?
|
Ο ক) |
পর্যটকদের বিবরণী থেকে |
Ο খ) |
সরকারি নথিপত্র থেকে |
Ο গ) |
বিভিন্ন সাহিত্য থেকে |
Ο ঘ) |
প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে |
সঠিক উত্তর: (ঘ)
১২৫. |
‘তাজমহলের পাথর দেখেছ, দেখেছ কী তার প্রাণ’? এখানে ‘তাজমহলের পাথর’ ইতিহাসের কোন উপাদান অন্তভূক্ত?
|
Ο ক) |
লিখিত |
Ο খ) |
অলিখিত |
Ο গ) |
ভৌগোলিক |
Ο ঘ) |
ঐতিহাসিক |
সঠিক উত্তর: (খ)
১২৬. |
‘ইতিহ’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
গল্পকাহিনী |
Ο খ) |
অতীত কাহিনী |
Ο গ) |
ঐতিহ্য |
Ο ঘ) |
সংস্কৃতি |
সঠিক উত্তর: (গ)
১২৭. |
সিদ্দিক ইতিহাসের বৈশিষ্ট্য সম্পর্কে তার বন্ধুর সাথে আলোচনা করছিল। এক্ষেত্রে প্রযোজ্য হবে- i. অতীতমুখী ও নিরন্তর প্রবাহমান ii. প্রযুক্তিনির্ভর ও দর্শনভিত্তিক iii. বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১২৮. |
অতীত মানুষের সামনে তুলে ধরা সম্ভব কীভাবে? |
Ο ক) |
ইতিহাসের লিখিত উপাদানের মাধ্যমে |
Ο খ) |
ইতিহাসে অলিখিত উপাদানের মাধ্যমে |
Ο গ) |
ইতিহাসের লিখিত ও অলিখিত উপাদানের মাধ্যম |
Ο ঘ) |
লিখিত ও অলিখিত উপাদানগুলো ধ্বংস করার মাধ্যমে |
সঠিক উত্তর: (গ)
১২৯. |
নিচের কোন ব্যাক্তি আফ্রিকান পরিব্রাজক ছিলেন? |
Ο ক) |
ফা-হিয়েন |
Ο খ) |
ইৎসিং |
Ο গ) |
ইবনে বতুতা |
Ο ঘ) |
হিউয়েন সাং |
সঠিক উত্তর: (গ)
১৩০. |
শাহিন ইতিহাস পাঠের মাধ্যমে জানতে পারল অতীতে মানুষ পশু শিকার,মাছ ধরা ও
বন-জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। শাহিন যে সময়কার
ইতিহাস পাঠ করেছে সে সময়কার মানুষের বৈশিষ্ট্য কোনটি?
|
Ο ক) |
পরনির্ভরশীল |
Ο খ) |
সভ্যজাতি |
Ο গ) |
গুহাবাসী |
Ο ঘ) |
হিংস্র প্রকৃতির |
সঠিক উত্তর: (গ)
১৩১. |
ইতিহাসের লিখিত উপাদান কীভাবে জীবনযাত্রার সঠিক চিত্র তুলে ধরতে পারে?
|
Ο ক) |
পূর্ণাঙ্গ ঐতিহাসিক তথ্য প্রদান করার মাধ্যমে |
Ο খ) |
এগুলো জাদুঘরে সংরক্ষিত করার মাধ্যমে |
Ο গ) |
স্বল্প পরিমাণ তথ্য প্রদান করার মাধ্যমে |
Ο ঘ) |
অপূর্ণাঙ্গ তথ্য প্রদান করার মাধ্যমে |
সঠিক উত্তর: (ক)
১৩২. |
Hisroria/History শব্দের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে- i. হেরোডটাসের ii. আলেকজান্ডারের iii. ইবনে খালদুনের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৩৩. |
ইতিহাসে কোনটির কোনো ঠাঁই নেই? |
Ο ক) |
যুদ্ধ |
Ο খ) |
দুঃশাসন |
Ο গ) |
সত্য ঘটনা |
Ο ঘ) |
আবেগ |
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. |
বাঙালি জাতির গৌরবের ইতিহাস কীভাবে জানা যায়?
|
Ο ক) |
অর্থনীতি পাঠে |
Ο খ) |
পৌরনীতি পাঠে |
Ο গ) |
ইতিহাস পাঠে |
Ο ঘ) |
ভূগোল পাঠে |
সঠিক উত্তর: (গ)
১৩৫. |
ইতিহাসের দ্বারা ভবিষ্যৎ প্রভাবিত হওয়ার কারণ কী?
|
Ο ক) |
ইতিহাস জাতীয় চেতনার উন্মেষ ঘটায় বলে |
Ο খ) |
ইতিহাস ভবিষ্যৎতের পথ নির্দেশ করে বলে |
Ο গ) |
ইতিহাস দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটায় বলে |
Ο ঘ) |
ইতিহাস ভবিষ্যৎ কর্মকাণ্ডের বিশ্লেষণ করে বলে |
সঠিক উত্তর: (খ)
১৩৬. |
কোনটি ইতিহাসের লিখিত উপাদান? |
Ο ক) |
মুদ্রা |
Ο খ) |
শিলালিপি |
Ο গ) |
তাম্রলিপি |
Ο ঘ) |
দলিলপত্র |
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. |
ইতিহাস মানেই হলো নগ্নসত্য, কোন ঐতিহাসিক এ মত পোষণ করতেন? |
Ο ক) |
লিওপোল্ড ফন্ র্যাংকে |
Ο খ) |
টয়েনবি |
Ο গ) |
হেরোডটাস |
Ο ঘ) |
র্যাপসন |
সঠিক উত্তর: (ক)
১৩৮. |
ইতিহাসকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? |
Ο ক) |
দু ভাগে |
Ο খ) |
তিন ভাগে |
Ο গ) |
চার ভাগে |
Ο ঘ) |
পাঁচ ভাগে |
সঠিক উত্তর: (ক)
১৩৯. |
যেসব উপাদান থেকে আমরা কোনো সময়ের,স্থানে বা ব্যাক্তির সম্পর্কে যে তথ্য পাই তাকে বলে-
|
Ο ক) |
লিখিত ইতিহাস |
Ο খ) |
রাজনৈতিক ইতিহাস |
Ο গ) |
প্রত্নতাত্ত্বিক নিদর্শন |
Ο ঘ) |
সামাজিক ইতিহাস |
সঠিক উত্তর: (গ)
১৪০. |
একই ইতিহাস বর্ণনা,ব্যাখ্যা এক এক ঐতিহাসিক এক এক রকম দিয়ে থাকেন কেন?
|
Ο ক) |
ইতিহাস কাহিনীনির্ভর বলে |
Ο খ) |
ইতিহাস উপাদান দ্বারা নির্মিত বলে |
Ο গ) |
ভিন্ন মানুষ ভিন্ন দেশের নাগরিক বলে |
Ο ঘ) |
মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা ও দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন বলে |
সঠিক উত্তর: (ঘ)
১৪১. |
‘ইতিহাস’ শব্দটির আভিধানিক অর্থ- i. সত্যানুসন্ধান ii. গল্পকাহিনী iii. গবেষনা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৪২. |
ইতিহাসের লিখিত উপাদানের অন্তর্ভুক্ত কোনটি? |
Ο ক) |
অতীতকে জানার জন্য |
Ο খ) |
শখের বশবর্তী হয়ে |
Ο গ) |
জাদুঘরে রাখার জন্য |
Ο ঘ) |
সাহিত্য রচনার জন্য |
সঠিক উত্তর: (ক)
১৪৩. |
ইতিহাস পাঠের মাধ্যমে আমরা জানতে পারি- i. মানব সমাজের কর্মকাণ্ড ii. মানব সমাজের চিন্তা-চেতনা iii. মানব সমাজের জীবনযাত্রার অগ্রগতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৪৪. |
হেরোডটাস ও লিওপোল্ড ফন্ র্যাংকে-এ দুই ব্যাক্তির মাঝে কোন বিষয়ে মিল আছে? |
Ο ক) |
দুজনেই ঐতিহাসিক |
Ο খ) |
দুজনেই সমাজবিজ্ঞানী |
Ο গ) |
দুজনেই লেখক |
Ο ঘ) |
q দুজনেই সমরবিদ |
সঠিক উত্তর: (ক)
১৪৫. |
জীবনের ভূলগুলোর পাশ কাটিয়ে সুন্দরভাবে চলার জন্য কোন জ্ঞানকে অনূসরণ করতে বলা হয়েছে?
|
Ο ক) |
যুক্তিবিদ্যার |
Ο খ) |
জ্যেতির্বিদ্যার |
Ο গ) |
ইতিহাসের |
Ο ঘ) |
গণিতের |
সঠিক উত্তর: (গ)
১৪৬. |
ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে বোঝার সুবিরধার্থে কয় ভাগে ভাগ করা যায়?
|
Ο ক) |
২ ভাগে |
Ο খ) |
৩ ভাগে |
Ο গ) |
৪ ভাগে |
Ο ঘ) |
৫ ভাগে |
সঠিক উত্তর: (খ)
১৪৭. |
ঐতিহ্য হচ্ছে অতীতের- i. অভ্যাস ii. ভাষা iii. শিল্প সাহিত্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৪৮. |
সামগ্রিকভাবে যা কিছু সমাজ সভ্যতার বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করছে তাই কী?
|
Ο ক) |
ইতিহাসের উপাদান |
Ο খ) |
ইতিহাসের বিষয়বস্তু |
Ο গ) |
ইতিহাসের খুটি |
Ο ঘ) |
ইতিহাসের ভিত্তি |
সঠিক উত্তর: (খ)
১৪৯. |
ঐতিহ্য অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা ও শিল্পসাহিত্য যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এতে বোঝা যায়- i. ঐতিহ্য গতিশীল ii. ঐতিহ্য পরবর্তী প্রজন্মে প্রবাহিত হয় iii. রাষ্ট্র পরবর্তী প্রজন্মে প্রবাহিত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৫০. |
বর্তমানের সকল বিষয়ই অতীতের ক্রমবিবর্তনের ফল। কথাটি দ্বারা নিচের কোনটি ওপর গুরুত্বরোপ করা হয়েছে?
|
Ο ক) |
বর্তমানের |
Ο খ) |
অতীতের |
Ο গ) |
ভবিষ্যতের |
Ο ঘ) |
সব সময়ের |
সঠিক উত্তর: (খ)
১৫১. |
মার্কিন পররাষ্টমন্ত্রী হিলারী ক্লিনটন বাংলাদেশ সফরকালে� ড. ফিরোজ কবির
বাংলাদেশের বিভিন্ন ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা দেন এবং তাঁদের
মধ্যে ও অতীত নিয়ে সংলাপ হয়। ঐতিহাসিক দৃষ্টিকোন থেকে ড. ফিরোজকে আমরা কি
বলব?
|
Ο ক) |
সাংবাদিক |
Ο খ) |
নৃবিজ্ঞানী |
Ο গ) |
ইতিহাসবেত্তা |
Ο ঘ) |
সমাজবিজ্ঞানী |
সঠিক উত্তর: (গ)
১৫২. |
আমাদের দেশ কত তারিখে স্বাধীন হয়? |
Ο ক) |
১৬ অক্টোবর |
Ο খ) |
১৬ সেপ্টেম্বব |
Ο গ) |
১৬ নভেম্বব |
Ο ঘ) |
১৬ ডিসেম্বর |
সঠিক উত্তর: (ঘ)
১৫৩. |
পাল বংশের প্রতিষ্ঠাতা কে? |
Ο ক) |
ধর্মপাল |
Ο খ) |
দেবপাল |
Ο গ) |
গোপাল |
Ο ঘ) |
নেপাল |
সঠিক উত্তর: (গ)
১৫৪. |
মল্লিক স্যার ক্লাসে ইতিহাসের প্রথম রচিত গ্রণ্থের বিষয়বস্তু ছাত্রদের বললেন। তিনি নিচের কোনটি উল্লেখ করছেন? |
Ο ক) |
গ্রিক-পারসিক দ্বন্দ্ব |
Ο খ) |
ভারত-ব্রিটিশ দ্বন্দ্ব |
Ο গ) |
আরব-পারসিক দ্বন্দ্ব |
Ο ঘ) |
গ্রিক-ডাচ দ্বন্দ্ব |
সঠিক উত্তর: (ক)
১৫৫. |
ঐতিহাসিক ভিকোর দৃষ্টিকোণ থেকে ইতিহাসের বিষয়বস্তু হলো- i. জ্যেতির্বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ ii. মানব সমাজের উৎপত্তি ও বিকাশ iii. মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশ
নিচের কোনটি সঠিক?
|
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৫৬. |
সমাজের সর্বস্তরে মানুষেরই ইতিহাস জানা প্রয়োজন কেন?
|
Ο ক) |
পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্য |
Ο খ) |
জাতীয় অনুষ্ঠানাদি পালনের জন্য |
Ο গ) |
জাতীয় পরিচয় ও ঐতিহ্য রক্ষার জন্য |
Ο ঘ) |
পরবর্তী প্রজন্মকে অবহিত করার জন্য |
সঠিক উত্তর: (গ)
১৫৭. |
পঠন-পাঠন,আলোচনা ও গবেষনাকর্মের সুবিধার্থে ইতিহাসের প্রকারভেদ হলো- i. ভৌগোলিক অবস্থানগত ইতিহাস ii. উপাদানগত iii. বিষয়বস্তুগত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৫৮. |
সুমনাকে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে ভাগ করতে বলা হলো। সুমনার শ্রেণিবিভাগ সঠিক হলে সেটা নিচের কোনটি?
|
Ο ক) |
স্থানীয়, জাতীয় ও আন্তজার্তিক |
Ο খ) |
স্থানীয, আঞ্চলিক ও জাতীয় |
Ο গ) |
আঞ্চলিক, আন্তজার্তিক ও স্থানীয় |
Ο ঘ) |
জাতীয়, আঞ্চলিক, সাম্প্রদায়িক |
সঠিক উত্তর: (ক)
১৫৯. |
বাংলাদেশে শত্রুমুক্ত হয় কত তারিখে? |
Ο ক) |
১৫ ডিসেম্বর ১৯৭১ |
Ο খ) |
১৬ ডিসেম্বর ১৯৭১ |
Ο গ) |
১৭ ডিসেম্বর ১৯৭১ |
Ο ঘ) |
১৪ ডিসেম্বর ১৯৭১ |
সঠিক উত্তর: (খ)
১৬০. |
মানুষের সাফল্য ও ব্যর্থতার বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান-উক্তিটি ইতিহাসের কোন অংশের সাথে সম্পর্কিত?
|
Ο ক) |
ঐতিহ্য অনুসন্ধান করতে সাহয্য করে |
Ο খ) |
গবেষণা কাজে সাহায্য করে |
Ο গ) |
পেশাগত উন্নয়নে কাজে লাগে |
Ο ঘ) |
সামাজিক অগ্রগতি ঘটায় |
সঠিক উত্তর: (ক)
১৬১. |
ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি- i. দেশের স্বার্থে ii. জাতির স্বার্থে iii. ব্যাক্তির স্বার্থে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৬২. |
কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়? |
Ο ক) |
হেরোডটাস |
Ο খ) |
টয়েনবি |
Ο গ) |
লিওপোল্ড ফন্ র্যাংকে |
Ο ঘ) |
ই এইচ কার |
সঠিক উত্তর: (খ)
১৬৩. |
রুপকথা, গল্পকাহিনী ও কিংবদন্তি ইতিহাসের উপাদান হিসেবে কীভাবে কাজ করে?
|
Ο ক) |
সমাজ গঠনে ভূমিকা রেখে |
Ο খ) |
মানুষকে আনন্দ দিয়ে |
Ο গ) |
গ্রন্থাগারে লিপিবদ্ধ থেকে |
Ο ঘ) |
অতীত জীবনযাত্রার চিত্র তুলে ধরে |
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. |
মার্কসবাদ প্রচারের পর রচিত হয়- i. শিল্পকলার ইতিহাস ii. অর্থনীতির ইতিহাস iii. রাজনীতির ইতিহাস নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৬৫. |
হেরোডটাসকে অনুকরণ করে যদি কোনে ঐতিহাসিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে চান তবে তাঁকে লিখতে হবে- i. মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ ii. পাকিস্তানের বর্বরতা iii. বাঙালির বিজয়গাথা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৬৬. |
টয়েনবি বলেছেন সমাজের জীবনই ইতিহাস। এর যৌক্তিকতা হলো- i. ইতিহাস সামাজিক আচরণ অন্তর্ভূক্ত ii. সামাজিক প্রতিষ্ঠানের ইতিহাসের বিষয়ভুক্ত iii. সমাজের সকল মানুষ ইতিহাসের অংশ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৬৭. |
ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কোনটি যৌক্তিক?
|
Ο ক) |
গবেষণা |
Ο খ) |
শুধু অতীত ঘটনা বর্ণনা |
Ο গ) |
যুদ্ধের বিবরণ |
Ο ঘ) |
অতীত সংরক্ষণ |
সঠিক উত্তর: (ক)
১৬৮. |
প্রত্নতাত্ত্বিক উপাদান দিয়ে ইতিহাস রচনা অপূর্ণাঙ্গ হয় কেন? |
Ο ক) |
এগুলো জাদুঘরে সংরক্ষিত থাকে |
Ο খ) |
গবেষকগণ ব্যবহার করার সুযোগ পান না |
Ο গ) |
এগুলা সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে |
Ο ঘ) |
স্বল্প পরিমাণে ঐতিহাসিক তথ্য প্রদান করে |
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. |
হেরোডোটাস হিস্টরিয়া শব্দটি প্রথম ব্যবহার কখন করেন?
|
Ο ক) |
খ্রিষ্ট্রপূর্ব পঞ্চম শতাব্দীতে |
Ο খ) |
খ্রিষ্ট্রপূর্ব ষষ্ঠ শতাব্দীতে |
Ο গ) |
খ্রিষ্টপূর্ব সপ্তম শতাব্দীতে |
Ο ঘ) |
খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে |
সঠিক উত্তর: (ক)
১৭০. |
মানুষের যে ধরনের অর্জন ইতিহাসের বিষয়ভুক্ত- i. গুরুত্বপূর্ণ অর্জন ii. সভ্যতায় অবদান iii. সাহিত্যর অবদান
নিচের কোনটি সঠিক?
|
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৭১. |
পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে? |
Ο ক) |
ধর্ম পাল |
Ο খ) |
গোপাল |
Ο গ) |
মহীপাল |
Ο ঘ) |
দেবপাল |
সঠিক উত্তর: (খ)
১৭২. |
‘Historia’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন? |
Ο ক) |
থুকিডাইডিস |
Ο খ) |
চনসন |
Ο গ) |
কলহন |
Ο ঘ) |
হেরোডটাস |
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. |
বর্তমান সময়ের ইতিহাসকে কী বলা হয়? |
Ο ক) |
সমসাময়িক ইতিহাস |
Ο খ) |
বর্তমান ইতিহাস |
Ο গ) |
সাম্প্রদায়িক ইতিহাস |
Ο ঘ) |
সঠিক ইতিহাস |
সঠিক উত্তর: (গ)
১৭৪. |
মানুষ যখন গুহাবাসী ছিল তখন তার অবস্থান কোথায় ছিল?
|
Ο ক) |
সভ্যতার সর্বনিম্ন স্তরে |
Ο খ) |
সভ্যতার মধ্যম স্তরে |
Ο গ) |
সভ্যতাপূর্ব স্তরে |
Ο ঘ) |
সভ্যতার উচ্চ স্তরে |
সঠিক উত্তর: (ক)
১৭৫. |
বর্তমানের প্রয়োজন কাজে লাগানো যেতে পারে কিসের শিক্ষা?
|
Ο ক) |
বিজ্ঞানের শিক্ষা |
Ο খ) |
ধর্মের শিক্ষা |
Ο গ) |
ইতিহাসের শিক্ষা |
Ο ঘ) |
সাধারণ নৈতিক শিক্ষা |
সঠিক উত্তর: (গ)
১৭৬. |
মানুষের অতীত জীবন ও সমাজের অগ্রগতির পূর্ণাঙ্গ ও বিস্তারিত তথ্য পাওয়া যায়- i. লিখিত উপাদানে ii. অলিখিত উপাদানে iii. প্রত্নতাত্ত্বিক উপাদানে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. |
ইতিহাসের অলিখিত উপাদান কোনটি? |
Ο ক) |
সাহিত্য |
Ο খ) |
বৈদেশিক বিবরণ |
Ο গ) |
দলিলপত্র |
Ο ঘ) |
স্তম্ভলিপি |
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. |
ইংরেজি হিস্ট্রি (History) শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? |
Ο ক) |
গ্রিক শব্দ হিস্টরিয়া |
Ο খ) |
গ্রিক শব্দ হিট্রি |
Ο গ) |
ফারসি শব্দ হিস্টরিয়া |
Ο ঘ) |
ফারসি শব্দ হিট্রি |
সঠিক উত্তর: (ক)
১৭৯. |
‘ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ।’- উক্তিটি কার? |
Ο ক) |
ই, এইচ, কারের |
Ο খ) |
হেরোডটাসের |
Ο গ) |
থুকিডাইডিসের |
Ο ঘ) |
কলহনের |
সঠিক উত্তর: (ক)
১৮০. |
ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
|
Ο ক) |
হাত থেকে |
Ο খ) |
ঐতিহ্য থেকে |
Ο গ) |
ইতিহ থেকে |
Ο ঘ) |
ঐতিহ থেকে |
সঠিক উত্তর: (গ)
১৮১. |
অতীত ঘটনাসমূহ বর্তমান প্রজন্মের কাছে পৌছে দিচ্ছে কোনটি?
|
Ο ক) |
ইতিহাস |
Ο খ) |
সাহিত্য |
Ο গ) |
সংস্কৃতি |
Ο ঘ) |
বিজ্ঞান |
সঠিক উত্তর: (ক)
১৮২. |
উয়ারী-বটের প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমুহ প্রমাণ করে- i.� প্রাচীনকাল থেকেই বাংলাদেশ মৃৎশিল্পে সমৃদ্ধ ছিল ii. বহু প্রাচীনকাল থেকেই বাংলাদেশ নগর সভ্যতা গড়ে ওঠে iii. প্রাচীন বাংলার অধিবাসীদের ধ্যান-ধারণা অত্যন্ত উন্নত মানের ছিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. |
ইলিয়াস তুহিনকে আধুনিক ইতিহাসের জনকের নাম বলেছেন। ইলিয়াস কার নাম উল্লেখ করলেন?
|
Ο ক) |
হেরোডটাস |
Ο খ) |
লিওপোল্ড ফন্ র্যাংকে |
Ο গ) |
কলহন |
Ο ঘ) |
ই এইচ কার |
সঠিক উত্তর: (খ)
১৮৪. |
মানুষকে সচেতন করে তোলে কিসের জ্ঞান? |
Ο ক) |
সাধারণ জ্ঞান |
Ο খ) |
ইসলামি জ্ঞান |
Ο গ) |
ধর্মের জ্ঞান |
Ο ঘ) |
ইতিহাসের জ্ঞনা |
সঠিক উত্তর: (ঘ)
১৮৫. |
আবদুল করিম বাংলাদেশের একজন সচেতন ও শিক্ষিত নাগরিক। উচ্চ মাধ্যমিক তাঁর
অধ্যয়নের বিষয় ছিল ইতিহাস। করিম কোন বিষয়টি সম্পর্কে সাধারণ লোকের চেয়ে
বেশি জানবে?
|
Ο ক) |
প্রাণিজগৎ |
Ο খ) |
স্থাপত্যিক বিষয়াদি |
Ο গ) |
মানুষ ও তার পারিপার্শ্বিকতা |
Ο ঘ) |
নাগরিকের অধিকার ও কর্তব্য |
সঠিক উত্তর: (গ)
১৮৬. |
ইতিহাসের কোন অলিখিত উপাদানগুলো একটা অংশ জাদুঘরে রাখা হয়?
|
Ο ক) |
মুদ্রা ও শিলালিপি |
Ο খ) |
স্মৃতিস্তম্ভ ও শিলালিপি |
Ο গ) |
মুদ্রা ও ইমারত |
Ο ঘ) |
শিলালিপি ও ইমারত |
সঠিক উত্তর: (ক)
১৮৭. |
মুক্তিযুদ্ধ কয় মাস স্থায়ী ছিল? |
Ο ক) |
৭ |
Ο খ) |
৪ |
Ο গ) |
৯ |
Ο ঘ) |
১০ |
সঠিক উত্তর: (গ)
১৮৮. |
সুমন একটি দেশের সামাজিক, রাজনৈতিক,অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস জানতে চায়। এজন্য তাকে জানতে হবে-
|
Ο ক) |
বিষয়বস্তুগত ইতিহাস |
Ο খ) |
আঞ্চলিক ইতিহাস |
Ο গ) |
ভৌগোলিক অবস্থানগত ইতিহাস |
Ο ঘ) |
আন্তজার্তিক ইতিহাস |
সঠিক উত্তর: (ক)
১৮৯. |
ইতিহাস ও অনুসন্ধান এ দুটি ধারণাকে সংযুক্ত করেন কে?
|
Ο ক) |
হেরোডোটাস |
Ο খ) |
টয়েনবি |
Ο গ) |
ই.বি.টেইলর |
Ο ঘ) |
র্যাপসন |
সঠিক উত্তর: (ক)
১৯০. |
বর্তমান সময়ের প্রেক্ষিতে যে ইতিহাস লেখা হয় তাকে কী বলে? |
Ο ক) |
অনাগত ইতিহাস |
Ο খ) |
আধুনিক ইতিহাস |
Ο গ) |
নৃবৈজ্ঞানিক ইতিহাস |
Ο ঘ) |
সাম্প্রতিক ইতিহাস |
সঠিক উত্তর: (ঘ)
১৯১. |
ইতিহাস পাঠ জাগ্রত করে- i. সচেতনতা ii. আত্মমর্যাদা iii. আত্মঅহংকার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৯২. |
গ্রিক শব্দ ‘হিস্টরিয়া’ শব্দটির আভিধানিক অর্থ কী? |
Ο ক) |
ঘটনাপ্রবাহ |
Ο খ) |
গবেষণা |
Ο গ) |
ধারাবাহিক বর্ণনা |
Ο ঘ) |
গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ |
সঠিক উত্তর: (খ)
১৯৩. |
একটি জাতির সফল সংগ্রাম ও গৌরময় ঐতিহ্যর সত্যনিষ্ঠ বিবরণ মানুষকে সাহায্য করে- i. আত্মপ্রত্যয়ী ii. আত্মবিশ্বাসী iii. দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. |
ইতিহাস বলতে কী বোঝায়? |
Ο ক) |
আদিম মানুষের জীবনযাত্রা |
Ο খ) |
মানব সমাজের অগ্রগতির ধারা |
Ο গ) |
মানব সমাজের অতীত ঘটনাবলি |
Ο ঘ) |
মানব সমাজের অনন্ত ঘটনাপ্রবাহ |
সঠিক উত্তর: (গ)
১৯৫. |
একটি জাতিকে বর্তমানের মর্যাদাপূর্ণ কর্মতৎপরতায় উজ্জীবিত করতে পারে- i. জাতির ঐতিহ্য ii. জাতির ভবিৎশত iii. জাতির গৌরবান্বিত ইতিহাস নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৯৬. |
সম্পা ইতিহাসের একটি সংজ্ঞা পড়েছে যেখানে লেখা ইতিহাস হলো বর্তমান ও
অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। সম্পা কোন ব্যাক্তির সংজ্ঞাটি পড়েছে?
|
Ο ক) |
টয়েনবি |
Ο খ) |
হেরোডটাস |
Ο গ) |
ই,এইচ,কার |
Ο ঘ) |
লিওপোল্ড ফন র্যাংকে |
সঠিক উত্তর: (গ)
১৯৭. |
প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন ধরনের উপাদান? |
Ο ক) |
লিখিত |
Ο খ) |
অলিখিত |
Ο গ) |
কথিত |
Ο ঘ) |
চিত্রিত |
সঠিক উত্তর: (খ)
১৯৮. |
ইতিহাস ও অনুসন্ধান-এ দুটি শব্দ যুক্ত হওয়ায় ইতিহাস পরিণত হয়- i. বিজ্ঞানের ii. গবেষণার বিষয়ে iii. পরিপূর্ণভাবে তথ্যনির্ভর বিষয়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৯৯. |
‘মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু।’
|
Ο ক) |
রমেশচন্দ্র মজুমদারের |
Ο খ) |
ভিকোর |
Ο গ) |
লিওপোল্ড ফন্ র্যাংকের |
Ο ঘ) |
কলহনের |
সঠিক উত্তর: (খ)
২০০. |
সফিক তার ভাইয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এলে সে কলাভবনের সামনে
‘অপরাজেয় বাংলা’ নামের একটি ভাস্কর্য দেখতে পায়। সফিকের দেখা ভাস্কর্যটি
ইতিহাসের কোন ধরনের উপাদান?
|
Ο ক) |
অলিখিত |
Ο খ) |
ভৌগোলিক |
Ο গ) |
লিখিত |
Ο ঘ) |
সাহিত্যিক |
সঠিক উত্তর: (ক)
২০১. |
সাকিব নবম শ্রেণির ইতিহাসের প্রথম ক্লাস থেকে জানতে পারল যে ইতিহাসের
প্রথম গ্রন্থ রচিত হয় একটি যুদ্ধকে কেন্দ্র করে। সাকিব কোন যুদ্ধ সম্পর্কে
জানতে পারল?
|
Ο ক) |
গ্রিক-রোমান যুদ্ধ |
Ο খ) |
গ্রিক-পারস্য যুদ্ধ |
Ο গ) |
পারস্য- রোমান যুদ্ধ |
Ο ঘ) |
অস্ট্রিয়া- গ্রিক যুদ্ধ |
সঠিক উত্তর: (খ)
২০২. |
মিতুল ইতিহাস বিষয়ে একটি প্রবন্ধ লিখতে গিয়ে কিছু ঐতিহাসিক দলিলপত্র ও চিঠিপত্র দেখতে আগ্রহী হলো। এসব তথ্যাদি সে সংগ্রহ করতে পারে- i. গ্রন্থাগারের মাধ্যমে ii. মহাফেজখানার মাধ্যমে iii. গ্রন্থের মাধ্যমে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২০৩. |
কেন ইতিহাসের ক্ষেত্র, চিন্তাচেতনা, দৃষ্টিভঙ্গি ও লিখন পদ্ধতির পরিবর্তন এসেছে? |
Ο ক) |
ইতিহাসের প্রবহমান ধারায় কারণে |
Ο খ) |
সামাজিক পরিবর্তনের ফলে |
Ο গ) |
গবেষকদের কারণে |
Ο ঘ) |
শাসকবর্গের প্রচেষ্টায় |
সঠিক উত্তর: (ক)
২০৪. |
‘প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই ইতিহাস।’-উক্তিটি কার? |
Ο ক) |
কলহনের |
Ο খ) |
ই এইচ কারের |
Ο গ) |
হেরোডটাসের |
Ο ঘ) |
লিওপোল্ড ফন্ র্যাংকের |
সঠিক উত্তর: (ঘ)
২০৫. |
গুহাবাসী মানুষ অন্তহীন প্রচেষ্টা দ্বারা যে ক্রমধারায় নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করে তার প্রকৃত ধারাবাহিকতা কোনটি?
|
Ο ক) |
সাম্রাজ্য→ শহর→নগর→গ্রাম |
Ο খ) |
নগর→শহর→সাম্রাজ্য→গ্রাম |
Ο গ) |
গ্রাম→নগর→শহর→সাম্রাজ্য |
Ο ঘ) |
গ্রাম→সাম্রাজ্য→নগর→শহর |
সঠিক উত্তর: (গ)
২০৬. |
স্বপন ও তাদের চাকরির প্রশিক্ষণ হিসেবে তিন সপ্তাহ বনে খাদ্য সংগ্রহ করে
ক্ষুধা নিবারণ করে। স্বপন ও রতন যে যুগের মানুষের কাজটি করেছে-
|
Ο ক) |
প্রাগৈতিহাসিক |
Ο খ) |
মধ্যযুগ |
Ο গ) |
আধুনিক যুগ |
Ο ঘ) |
শিল্প বিপ্লবের যুগ |
সঠিক উত্তর: (ক)
২০৭. |
ইতিহাসের বিষয়বস্তু পরিসর রচিত কেমন? |
Ο ক) |
ব্যপক |
Ο খ) |
বিস্তীর্ণ |
Ο গ) |
ক্ষুদ্র |
Ο ঘ) |
সীমিত |
সঠিক উত্তর: (ক)
২০৮. |
জনাব আরাফাত একজন ঐতিহাসিক। তিনি নিচের কোনটিকে ইতিহাসের বিষয়বস্তু হিসেবে গ্রহণ করবেন?
|
Ο ক) |
প্রাণিজগৎ ও তাদের আচার-আচরণ |
Ο খ) |
পশু-পাখি ও তাদের ক্রিয়াকলাপ |
Ο গ) |
মানুষ ও তার পারিপার্শ্বিকতা |
Ο ঘ) |
প্রাচীন গল্পকাহিনী ও তার বর্ণনা |
সঠিক উত্তর: (গ)
২০৯. |
জাহিদ তার স্কুল থেকে বাৎসরিক শিক্ষা সফরে উওরবঙ্গে গিয়ে মহাস্থানগড়,
পাহাড়পুর ও ময়নামতি ঘুরে এলেন। জাহিদের দেখা স্থানগুলো ইতিহাসের কোন ধরনের
নিদর্শন?
|
Ο ক) |
সাহিত্যিক |
Ο খ) |
প্রত্নতাত্ত্বিক |
Ο গ) |
গল্পকাহিনীমূলক |
Ο ঘ) |
লিখিত |
সঠিক উত্তর: (খ)
২১০. |
হেরোডটাস কোন দেশের্ ঐতিহাসিক? |
Ο ক) |
ফরাসি |
Ο খ) |
পারসিয়ান |
Ο গ) |
গ্রিস |
Ο ঘ) |
তুর্কি |
সঠিক উত্তর: (গ)
২১১. |
বাংলাদেশে ১৯৫২ সাল ও ১৯৭১ সালের জাতীয় দৈনিক পত্রিকাগুলো ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের একটি সংরক্ষিত দলিল। এগুলো পাঠের মাধ্যমে সমৃদ্ধ হয়- |
Ο ক) |
যুদ্ধভিত্তিক জ্ঞান |
Ο খ) |
ইতিহাসের জ্ঞান |
Ο গ) |
অর্থনৈতিক জ্ঞান |
Ο ঘ) |
পৌরনীতির জ্ঞান |
সঠিক উত্তর: (খ)
২১২. |
ইতিহাসকে শিক্ষণীয় দর্শন বলার যর্থাথ কারণ কী?
|
Ο ক) |
দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে |
Ο খ) |
প্রাকটিক্যালভাবে শিক্ষা দেয় বলে |
Ο গ) |
সত্যনিষ্ঠ শিক্ষা দেয় বলে |
Ο ঘ) |
দর্শনের শিক্ষা দেয় বলে |
সঠিক উত্তর: (ক)
২১৩. |
প্রত্নতাত্ত্বিক নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণ করলে সেই সময়ের অধিবাসীদের সম্পর্কে ধারণা পাওয়া যায়- i. সামাজিক বিষয়ে ii. অর্থনৈতিক বিষয়ে iii. রাজনৈতিক বিষয়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২১৪. |
বাংলায় আগত পরিব্রাজকদের থেকে জানা যায় তৎকালীন- i. ধর্ম সম্পর্কে ii. সমাজ সম্পর্কে iii. রাজনীতি সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
|
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২১৫. |
প্রত্নতাত্ত্বিক উপাদানের মাধ্যমে জানা যায়- i. বিভিন্ন জাতির অগ্রগতির ইতিহাস ii. বিভিন্ন মানুষের ইতিহাস iii. বিভিন্ন সমাজের ইতিহাস
নিচের কোনটি সঠিক?
|
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২১৬. |
অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যর বস্তুনিষ্ঠ বিবরণকে কী বলে? |
Ο ক) |
পৌরনীতি |
Ο খ) |
নৃ-বিজ্ঞান |
Ο গ) |
ইতিহাস |
Ο ঘ) |
ভূগোল |
সঠিক উত্তর: (গ)
২১৭. |
প্রাগৈাতিহাসিক যুগের প্রথম পর্বের মানুষের কর্মকাণ্ড কোনটির মধ্যে সীমাবদ্ধ ছিল?
|
Ο ক) |
আগুন জ্বালানো |
Ο খ) |
কৃষিকাজ |
Ο গ) |
খাদ্য সংগ্রহমূলক |
Ο ঘ) |
পশুপালন |
সঠিক উত্তর: (গ)
২১৮. |
যেসব তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে কী বলা হয়? |
Ο ক) |
ইতিহাসের দর্পণ |
Ο খ) |
ইতিহাসের খুঁটি |
Ο গ) |
ইতিহাসের উপাদান |
Ο ঘ) |
ইতিহাসের রক্ষক |
সঠিক উত্তর: (গ)
২১৯. |
মানুষ কীভাবে নিজ দেশের সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পেতে পারে?
|
Ο ক) |
অর্থনীতি পাঠ করে |
Ο খ) |
সমাজবিজ্ঞান পাঠ করে |
Ο গ) |
পৌরনীতি পাঠ করে |
Ο ঘ) |
ইতিহাস পাঠ করে |
সঠিক উত্তর: (ঘ)
২২০. |
বাংলাদেশের আড়াই হাজার বছর পূর্বের নগর সভ্যতার অস্তিত্বের
স্বীকৃতিদানকারী প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
|
Ο ক) |
উয়ারী-বটেশ্বর |
Ο খ) |
ময়নামতি |
Ο গ) |
মহাস্থানগর |
Ο ঘ) |
পাহাড়পুর |
সঠিক উত্তর: (ক)
২২১. |
রুপকথা, গল্পকাহিনী, কিংবদন্তি ইতিহাসের বিষয়বস্তু কেন?
|
Ο ক) |
মানুষকে আনন্দ দেয় |
Ο খ) |
সমাজ গঠনে ভূমিকা রাখে |
Ο গ) |
মানুষের অতীত জীবনের চিত্র তুলে ধরে |
Ο ঘ) |
গ্রন্থাকারে লিপিবদ্ধ থাকে |
সঠিক উত্তর: (গ)
২২২. |
তানিয়া অতীত ঘটনা জেনে বর্তমানকে বিচার করে এবং ভবিষ্যৎ সম্পর্ক দিক
নির্দেশনা প্রদান করতে চায়। এক্ষেত্রে তানিয়াকে কোন বিষয়টি জানতে হবে?
|
Ο ক) |
ইতিহাস |
Ο খ) |
পৌরনীতি |
Ο গ) |
অর্থনীতি |
Ο ঘ) |
সমাজবিজ্ঞান |
সঠিক উত্তর: (ক)
২২৩. |
ইতিহাসের উপাদানসমূহ সংরক্ষণ করা হয়- i. জাদুঘরে ii. গ্রন্থাগারে iii. মহাফেজখানায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২২৪. |
বিভিন্ন ইতিহাসবিদের ইতিহাস সম্পর্কে মন্তব্য বিশ্লেষণ করে যেটি পাওয়া যায়।
|
Ο ক) |
মানব সভ্যতার সত্যনিষ্ঠ বিবরণ |
Ο খ) |
ভৌগোলিক পরিবেশের বিবরণ |
Ο গ) |
অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবরণ |
Ο ঘ) |
রাজনৈতিক কর্মকাণ্ডের বিবরণ |
সঠিক উত্তর: (ক)
২২৫. |
ইতিহাসের উপাদান- i. লিখিত ii. মৌখিক iii. অলিখিত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২২৬. |
অতীত-বর্তমানের ঘটনাপ্রবাহ কোনটির বিচরণ ক্ষেত্র?
|
Ο ক) |
ইতিহাসের |
Ο খ) |
সমাজবিজ্ঞানের |
Ο গ) |
রাষ্ট্রবিজ্ঞানের |
Ο ঘ) |
সাহিত্যর |
সঠিক উত্তর: (ক)
২২৭. |
জাদুঘরে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো হচ্ছে- i. মুদ্রা ও শিলালিপি ii. মূর্তি ও লিপি iii. লিপি ও ইমারত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২২৮. |
গুহাবাসী মানুষ পশু শিকার,মাছ ধরা ও বন জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করত কেন?
|
Ο ক) |
স্বাবলম্বী হওয়ার জন্য |
Ο খ) |
কাজে দক্ষ হওয়ার জন্য |
Ο গ) |
একসাথে থাকার জন্য |
Ο ঘ) |
জীবিকা নির্বাহের জন্য |
সঠিক উত্তর: (ঘ)
২২৯. |
অতীতের অভ্যাস, শিক্ষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতিক যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে তাকে কী বলে? |
Ο ক) |
ইতিহাস |
Ο খ) |
ঐতিহ্য |
Ο গ) |
সভ্যতা |
Ο ঘ) |
প্রত্নতত্ত্ব |
সঠিক উত্তর: (খ)
২৩০. |
ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য হলো- i. ইতিহাস অতীতমুখী ii. ইতিহাস নিরপেক্ষ iii. ইতিহাস নিরন্তর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৩১. |
‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি কার লেখা? |
Ο ক) |
কলহনের |
Ο খ) |
মিনহাজ-উস-সিরাজের |
Ο গ) |
কৌটিল্যের |
Ο ঘ) |
আকবর আলী খানের |
সঠিক উত্তর: (গ)
২৩২. |
‘যা কিছু ঘটে তাই ইতিহাস’-উক্তিটি কার? |
Ο ক) |
ড. জনসনের |
Ο খ) |
হেরোডটাসের |
Ο গ) |
ই এইচ কারের |
Ο ঘ) |
থুকিডাইডিসের |
সঠিক উত্তর: (ক)
২৩৩. |
ইতিহাসের মুখ্য বিষয় তথা মানুষের সাফল্য ও ব্যর্থ্তার অনুসন্ধান কেমন হওয়া উচিত?
|
Ο ক) |
অনুমান নির্ভর |
Ο খ) |
গল্প কাহিনী অনুসারে |
Ο গ) |
লোক মতানুসারে |
Ο ঘ) |
বিজ্ঞানভিত্তিক |
সঠিক উত্তর: (ঘ)
২৩৪. |
উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলার কোন সভ্যতার নবদিগন্ত উন্মেচিত করে?
|
Ο ক) |
প্রাচীন |
Ο খ) |
মধ্যযুগীয় |
Ο গ) |
আধুনিক |
Ο ঘ) |
উওরাধুনিক |
সঠিক উত্তর: (ক)
২৩৫. |
ইতিহাস পাঠ করলে কোনটির ক্ষমতা বৃদ্ধি পায়? |
Ο ক) |
বিচার বিশ্লেষণ করার |
Ο খ) |
তর্ক করার |
Ο গ) |
স্বপ্ন দেখার |
Ο ঘ) |
পরিশ্রম করার |
সঠিক উত্তর: (ক)
২৩৬. |
বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল কত খ্রিষ্টাব্দে? |
Ο ক) |
১৯৭০ |
Ο খ) |
১৯৭১ |
Ο গ) |
১৯৭২ |
Ο ঘ) |
১৯৭৩ |
সঠিক উত্তর: (খ)
২৩৭. |
সেমিনারে বক্তারা বললেন, আত্মপরিচয় সংকটের মুহূর্তে আমাদের জাতীয় দায়িত্ব
রয়েছ। ইতিহাসের আলোকে বক্তাগণ জাতীয় দায়্ত্বি হিসেবে চিহ্নিত করেছেন
কোনটিকে?
|
Ο ক) |
দেশপ্রেম জাগ্রত করা |
Ο খ) |
মূল্যবোধ সৃষ্টি করা |
Ο গ) |
সচেতনতা সৃষ্টি করা |
Ο ঘ) |
ইতিহাস পাঠ করা |
সঠিক উত্তর: (ঘ)
২৩৮. |
প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ হলো- i. মুদ্রা ii. শিলালিপি iii. তাম্রলিপি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৩৯. |
মুদ্রা, শিল্পলিপি ইত্যাদি কোথায় সংরক্ষিত থাকে?
|
Ο ক) |
জাদুঘরে |
Ο খ) |
লাইব্রেরিতে |
Ο গ) |
মহাফেজখানায় |
Ο ঘ) |
প্রত্নতাত্ত্বিক বিভাগে |
সঠিক উত্তর: (ক)
২৪০. |
হেরোডটাস কোন ক্ষেত্রে প্রথম ‘ইতিহাস’ শব্দটির ব্যবহার করেন? |
Ο ক) |
সাহিত্যর নামকরণে |
Ο খ) |
উপন্যাসের নামকরণে |
Ο গ) |
গবেষণাকর্মের নামকরণে |
Ο ঘ) |
কবিতার নামকরণে |
সঠিক উত্তর: (গ)
২৪১. |
সমাজ জীবনই ইতিহাস-উক্তিটি কে করেছেন? |
Ο ক) |
টয়েনবি |
Ο খ) |
লিওপোল্ড ফন র্যাংক |
Ο গ) |
ভিকো |
Ο ঘ) |
হেরোডটাস |
সঠিক উত্তর: (ক)
২৪২. |
যেসব উপাদান থেকে আমরা কোনো সময়ের, স্থানে বা ব্যাক্তির সম্পর্কে তথ্য পাই তাকে কোন উপাদান বলা হয়?
|
Ο ক) |
লিখিত |
Ο খ) |
পৌরণিক |
Ο গ) |
সাহিত্যিক |
Ο ঘ) |
প্রত্নতাত্ত্বিক |
সঠিক উত্তর: (ঘ)
২৪৩. |
বাঙালি জাতির রয়েছে গৌরবের কাহিনী। এই কাহিনী জেনে তোমার যে বিষয়ে সফলতা আসতে পারে- i. দেশপ্রেম ii. কর্মসংস্থান iii. সংস্কৃতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৪৪. |
সাকিব তার সকল সহপাঠীর সাথে কুমিল্লার ময়নামতিতে গিয়ে সেখানে বিভিন্ন
ধরনের স্তম্ভ ও শিলালিপি দেখতে পায়। সাকিবের দেখা জিনিসগুলো ইতিহাসের কোন
ধরনের উপাদান?
|
Ο ক) |
লিখিত উপাদান |
Ο খ) |
অর্ধ-লিখিত উপাদান |
Ο গ) |
সাহিত্যিক উপাদান |
Ο ঘ) |
প্রত্নতাত্ত্বিক উপাদান |
সঠিক উত্তর: (ঘ)
২৪৫. |
বিষয়বস্তুর ভিত্তিতে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
|
Ο ক) |
২ ভাগে |
Ο খ) |
৩ ভাগে |
Ο গ) |
৪ ভাগে |
Ο ঘ) |
৫ ভাগ |
সঠিক উত্তর: (গ)
২৪৬. |
ইতিহাসের পরিসরে আওতাভুক্ত কোনটি? |
Ο ক) |
মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয় |
Ο খ) |
জীবজন্তু কর্তৃক সম্পাদিত বিষয় |
Ο গ) |
পৌরাণিক কাহিনীর সকল বিষয় |
Ο ঘ) |
ধর্মগ্রন্থে লিখিত সকল বিষয় |
সঠিক উত্তর: (ক)
২৪৭. |
বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যিকর্মের অন্তর্ভুক্ত- i. কৌটিল্যর অর্থশাস্ত্র ii. কলহনের রাজতরঙ্গিনী iii. মিনহাজ-উস-সিরাজের তবকাত-ই-নাসিরী
নিচের কোনটি সঠিক?
|
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৪৮. |
আজমুল বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গুরুত্ব সহকারে পাঠ করে এবং দেশের প্রতি
দায়িত্ব পালনে আগ্রহী হয়। ইতিহাস পাঠের মাধ্যমে জাগ্রত হয় তার-
|
Ο ক) |
মানবপ্রেম |
Ο খ) |
দেশপ্রেম |
Ο গ) |
সাহিত্যপ্রেম |
Ο ঘ) |
ইতিহাস প্রেম |
সঠিক উত্তর: (খ)
২৪৯. |
লিখিত ও অলিখিত উপাদান ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ কেন?
|
Ο ক) |
পূর্ণাঙ্গ ইতিহাস রচনার লক্ষ্যে |
Ο খ) |
বিশেষ ইতিহাস রচনার লক্ষ্যে |
Ο গ) |
নথিপত্র রচনার লক্ষ্যে |
Ο ঘ) |
পরিশীলিত ইতিহাস রচনার লক্ষ্যে |
সঠিক উত্তর: (ক)
২৫০. |
যেসব তথ্য প্রমানের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে কী বলে?
|
Ο ক) |
ইতিহাস |
Ο খ) |
ইতিহাসের উপাদান |
Ο গ) |
গবেষণা |
Ο ঘ) |
ইতিহাসের উপযোগিতা |
সঠিক উত্তর: (খ)
২৫১. |
ইতিহাস প্রধান উপজীব্য বিষয় কী? |
Ο ক) |
মানবসমাজের অগ্রতির ধারা বর্ণনা |
Ο খ) |
মানব চরিত্র বর্ণনা |
Ο গ) |
অতীত ও ইমারত |
Ο ঘ) |
শিলালিপি ও ইমারত |
সঠিক উত্তর: (ক)
২৫২. |
জেনিফার নিয়মিত ডায়েরি লিখে। সে তার ডায়েরিটি ইতিহাসের নিয়ম মেনে লিখতে চায়। তবে তাকে- i. আবেগ পরিহার করে লিখতে হবে ii. যা ঘটেছে তার খুঁটিনাটি সব লিখতে হবে iii. নিরপেক্ষতা বজায় রেখে লিখতে হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৫৩. |
ইতিহাসের লিখিত উপাদান কোনটি? |
Ο ক) |
ইমারত |
Ο খ) |
শিলালিপি |
Ο গ) |
মুদ্রা |
Ο ঘ) |
জীবনী |
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. |
সঠিক ইতিহাস হওয়ার জন্য নিচের কোনটি অধিক উপযোগী?
|
Ο ক) |
ঘটনার নিরপেক্ষ বর্ণনা উপস্থাপন |
Ο খ) |
ঘটনার বস্তুনিষ্ঠ বর্ণনা উপস্থাপন |
Ο গ) |
ঘটনার সঠিক মূল্যায়ন |
Ο ঘ) |
ঘটনার সঠিক গবেষণা প্রণয়ন |
সঠিক উত্তর: (ক)
অনুচ্ছেদটি পড় এবং নিচের ৩টি প্রশ্নের উওর দাও:
ইতিহাস পরিচিতি অধ্যায় পড়ানোর সময় শ্রেণিশিক্ষক ছাত্র-ছাত্রীদের কাছে
ইতিহাস কী ও এ সম্পর্কে জানতে চাইলেন। তানিয়া বলল, ‘ইতিহাস হলো বর্তমান� ও
অতীতের মধ্যকার অন্তহীন সংলাপ’। মিরাজ বলল, ‘যা কিছু ঘটে তাই ইতিহাস’।
|
২৫৫. |
তানিয়ার বক্তব্য কোন ঐতিহাসিকের বক্তব্য প্রতিফলিত হয়েছে? |
Ο ক) |
ই এইচ কার |
Ο খ) |
ড. জনসন |
Ο গ) |
র্যাপসন |
Ο ঘ) |
হেরোডটাস |
সঠিক উত্তর: (ক)
২৫৬. |
মিরাজের বক্তব্য কোন ঐতিহাসকের বক্তব্য প্রতিফলিত হয়েছে?
|
Ο ক) |
ই এইচ কার |
Ο খ) |
ড. জনসন |
Ο গ) |
র্যাপসন |
Ο ঘ) |
হেরোডটাস |
সঠিক উত্তর: (খ)
২৫৭. |
তানিয়া ও মিরাজের বক্তব্যর আলোকে ইতিহাসের বিষয়বস্তু হলো- i. অতীত অর্থনৈতিক তত্ত্ব ii. অতীত ঘটনা iii. ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
|
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
বই আপডেড হওয়ার সাথে সাথে প্রশ্নগুলো আপডেড হবে বলে আমি আশা করি।
উত্তরমুছুনসমাজের জীবনই ইতিহাস
উত্তরমুছুনবলতে কী বোঝানো হয়েছে