NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || ভূগোল ও পরিবেশ অধ্যায় - ১০: বাংলাদেশের ভৌগোলিক বিবরণ


এস.এস.সি    ||    ভূগোল ও পরিবেশ
অধ্যায় - ১০: বাংলাদেশের ভৌগোলিক বিবরণ


১.
ভূপৃকতির ভিন্নতার ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (খ)

২.
বর্ষার পানিতে পরিপূর্ণ হয়ে হ্রদের আকার ধারণ করে-
i. চলনবিল ii. মাদারিপুর বিল iii. সিলেট অঞ্চলের হাওর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩.
মায়ানমার ও ভারতের দাবিকৃত সমদূরত্ব পদ্ধতিতে বাংলাদেশের সমুদ্রসীমা কত নটিক্যাল মাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছিল?
Ο ক) 
১২০
Ο খ) 
১৩০
Ο গ) 
১৪০
Ο ঘ) 
১৬০

  সঠিক উত্তর: (ক)

৪.
কিওক্রাডং পাহাড়ের উচ্চতা কত?
Ο ক) 
৬১০ মিটার
Ο খ) 
১২৩০ মিটার
Ο গ) 
১২৩১ মিটার
Ο ঘ) 
১২৫০ মিটার

  সঠিক উত্তর: (খ)

৫.
মধুপুর অবস্থিত-
i. টাঙ্গাইল ii. গাজীপুর iii. ময়মনসিংহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬.
বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
Ο ক) 
নিরক্ষরেখা
Ο খ) 
সমাক্ষরেখা
Ο গ) 
অক্ষরেখা
Ο ঘ) 
কর্কটক্রান্তি রেখা

  সঠিক উত্তর: (ঘ)

৭.
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কত নটিক্যাল মাইল?
Ο ক) 
১২
Ο খ) 
১৮
Ο গ) 
২০০
Ο ঘ) 
৩৫০

  সঠিক উত্তর: (গ)

৮.
বরেন্দ্রভূমির মাটিান বর্ণের?
Ο ক) 
লাল
Ο খ) 
বাদামী
Ο গ) 
ধূসর
Ο ঘ) 
ধূসর ও লাল

  সঠিক উত্তর: (ঘ)

৯.
বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে কয়টি দেশের?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (খ)

১০.
ভারতের বিপক্ষে মামলা করা হয় কোন আদালতে?
Ο ক) 
আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল
Ο খ) 
আন্তজার্তিক সমুদ্র আইন বিষয়ক ট্রাইবুনাল
Ο গ) 
সালিশ ট্রাইবুনাল
Ο ঘ) 
আন্তজার্তিক দেওয়ানি ট্রাইবুনাল

  সঠিক উত্তর: (গ)

১১.
বাংলাদেশের কোন অংশ দিয়ে পদ্মা নদী প্রবেশ করেছে?
Ο ক) 
পূর্ব
Ο খ) 
পশ্চিম
Ο গ) 
উত্তর
Ο ঘ) 
উত্তর-পূর্ব

  সঠিক উত্তর: (খ)

১২.
এই রায়ের মাধ্যমে বাংলাদেশ অধিকার পেয়েছে-
i. উক্ত জলরাশি ii. তার তলদেশ iii. তার বাইরে মহীসোপান এলাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
সমুদ্র সমতল থেকে যশোরের উচ্চতা কত মিটার?
Ο ক) 

Ο খ) 
১৮
Ο গ) 
২০
Ο ঘ) 
৩৭.৫০

  সঠিক উত্তর: (গ)

১৪.
সাম্প্রতিকালের প্লাবন সমভূমি কত প্রকার?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
মধুপুর ও ভাওয়ালের গড় কোন ভূ-প্রকৃতির অঞ্চলের অন্তর্ভুক্ত?
Ο ক) 
টারশিয়ারী
Ο খ) 
সাম্প্রতিককালের প্লাবন সমভূমি
Ο গ) 
প্লাইস্টোসিন
Ο ঘ) 
প্লাবন সমভূমি

  সঠিক উত্তর: (গ)

১৬.
এই রায়ে কোন দ্বীপকে উপকূলীয় বেজলাইন ধরা হয়?
Ο ক) 
সেন্টমার্টিন দ্বীপ
Ο খ) 
ছেড়া দ্বীপ
Ο গ) 
সন্ধীপ
Ο ঘ) 
হাতিয়া দ্বীপ

  সঠিক উত্তর: (ক)

১৭.
সমুদ্র আইন বিষয়ক ট্রাইবুনাল কোথায় অবস্থিত?
Ο ক) 
জার্মানির হামর্বুগে
Ο খ) 
নেদারল্যান্ডের হেগে
Ο গ) 
সুইজারল্যান্ডের জেনেভা
Ο ঘ) 
সুইজারল্যান্ডের বার্ণ

  সঠিক উত্তর: (ক)

১৮.
বাংলাদেশের দক্ষিণে কোনটি রয়েছে?
Ο ক) 
আসাম
Ο খ) 
মায়ানমার
Ο গ) 
বঙ্গোপসাগর
Ο ঘ) 
ত্রিপুরা

  সঠিক উত্তর: (গ)

১৯.
বাংলাদেশের পাহাড়সমূহ কোন যুগে সৃষ্টি হয়েছে?
Ο ক) 
টারশিয়ারী
Ο খ) 
প্লাইস্টোসিন
Ο গ) 
সাম্প্রতিককালে
Ο ঘ) 
মধ্যযুগে

  সঠিক উত্তর: (ক)

২০.
এক নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার?
Ο ক) 
১.৭২২২
Ο খ) 
১.৮৫০
Ο গ) 
১.৮৫২
Ο ঘ) 
১.৮৫৪

  সঠিক উত্তর: (গ)

২১.
উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো অবস্থিত-
i. ময়মনসিংহ ii. নেত্রকোণা iii. সিলেট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২.
ভাওয়ালের গড় অবস্থিত-
i. টাঙ্গাইল ii. ময়মনসিংহ iii. গাজীপুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
পাদদেশীয় সমভূমির অন্তগর্ত কোনটি?
Ο ক) 
রংপুর, দিনাজপুর
Ο খ) 
কুমিল্লা, নোয়াখালী, সিলেট
Ο গ) 
কুষ্টিয়া, যশোর, খুলনা
Ο ঘ) 
খুলনা, পটুয়াখালী, বরগুনা

  সঠিক উত্তর: (ক)

২৪.
সমুদ্র সমতল থেকে বগুড়ার উচ্চতা কত মিটার?
Ο ক) 

Ο খ) 
১৮
Ο গ) 
২০
Ο ঘ) 
৩৭.৫০

  সঠিক উত্তর: (গ)

২৫.
কোন সময় নদী ও জলাশয়গুলো নিয়মিত ড্রেজিংয়ের ব্যবস্থা করা হয়?
Ο ক) 
গ্রীষ্ম ও শীতকালে
Ο খ) 
শরৎ ও হেমন্তকালে
Ο গ) 
বর্ষা ও শুষ্ক মৌসুমে
Ο ঘ) 
বর্ষা ও বসন্তকালে

  সঠিক উত্তর: (গ)

২৬.
উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের পাহাড়সমূহের গড় উচ্চতা কত?
Ο ক) 
৬১০ মিটার
Ο খ) 
১,২৩০ মিটার
Ο গ) 
১,২৩১ মিটার
Ο ঘ) 
১,২৫০ মিটার

  সঠিক উত্তর: (গ)

২৭.
বঙ্গোপসাগরের তট রেখার দৈর্ঘ্য কত কি. মি.?
Ο ক) 
২৮০
Ο খ) 
৭১৬
Ο গ) 
৩,১০৫
Ο ঘ) 
৩৭১৫.১৮

  সঠিক উত্তর: (খ)

২৮.
১৯৯৬-৯৭ সালে বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন কত ছিল?
Ο ক) 
৭,৪০৫ বর্গ কি. মি.
Ο খ) 
৯,৪০৫ বর্গ কি. মি.
Ο গ) 
৮,৪০৫ বর্গ কি. মি.
Ο ঘ) 
১০,৪০৫ বর্গ কি. মি.

  সঠিক উত্তর: (খ)

২৯.
বাংলাদেশ-মায়ানমার সমুদ্রসীমা সংক্রান্ত মামলায় বাংলাদেশ কত কিলোমিটার জলসীমা বেশি পেয়েছে?
Ο ক) 
পঞ্চাশ হাজারেরও বেশি
Ο খ) 
এক লক্ষেরও বেশি
Ο গ) 
দুই লক্ষেরও বেশি
Ο ঘ) 
তিন লক্ষেরও বেশি

  সঠিক উত্তর: (খ)

৩০.
মধুপর ও ভাওয়ালের গড়ের মাটির বর্ণ কিরূপ?
Ο ক) 
লালচে ও বাদামী
Ο খ) 
লালচে ও ধূসর
Ο গ) 
ধূসর ও লাল
Ο ঘ) 
বাদামী ও লাল

  সঠিক উত্তর: (খ)

৩১.
সমভূমি থেকে লালমাই পাহাড়ের উচ্চতা কত?
Ο ক) 
৬-১২ মিটার
Ο খ) 
১৮ মিটার
Ο গ) 
২১ মিটার
Ο ঘ) 
৩০ মিটার

  সঠিক উত্তর: (গ)

৩২.
বাংলাদেশ মায়ানমার মামলায় আন্তজার্তিক আদালত কবে রায় ঘোষণা করে?
Ο ক) 
১৪ ডিসেম্বর ২০০৯
Ο খ) 
১৪ মার্চ ২০০৯
Ο গ) 
১৪ ডিসেম্বর ২০১২
Ο ঘ) 
১৪ মার্চ ২০১২

  সঠিক উত্তর: (ঘ)

৩৩.
অবস্থান অনুসারে বাংলাদেশের পাহাড়সমূহ কত প্রকার?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

৩৪.
ব-দ্বীপ সমভূমি কোনটি?
Ο ক) 
রংপুর, দিনাজপুর
Ο খ) 
কুমিল্লা, নোয়াখালী, সিলেট
Ο গ) 
কুষ্টিয়া, যশোর, খুলনা
Ο ঘ) 
খুলনা, পটুয়াখালী, বরগুনা

  সঠিক উত্তর: (গ)

৩৫.
লালমাই পাহাড়ের আয়তন কত?
Ο ক) 
৩৪ বর্গ কি. মি.
Ο খ) 
৪১০ বর্গ কি. মি.
Ο গ) 
৭,৮৩২ বর্গ কি. মি.
Ο ঘ) 
৯,৩২০ বর্গ কি. মি.

  সঠিক উত্তর: (ক)

৩৬.
বাংলাদেশের কোন অংশ উপকূলের দিকে ক্রমনিম্ব?
Ο ক) 
উত্তর
Ο খ) 
দক্ষিণ
Ο গ) 
পূর্ব
Ο ঘ) 
পশ্চিম

  সঠিক উত্তর: (ক)

৩৭.
উত্তরের ঢিলাসমূহের উচ্চতা কত?
Ο ক) 
৩০ মিটার
Ο খ) 
৬০ মিটার
Ο গ) 
৯০ মিটার
Ο ঘ) 
৩০ থেকে ৯০ মিটার

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
লালমাই পাহাড়টি বিস্তৃতি লাভ করেছে?
i. লালমাই থেকে বুড়িচং
ii. লালমাই থেকে পাহাড়পুর
iii. লালমাই থেকে ময়নামতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
বাংলাদেশের পাহাড়� সমূহের গঠন উপাদান-
i. বেলেপাথর ii. শেল iii. কর্দম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
সালিশ ট্রাইবুনাল কোথায় অবস্থিত?
Ο ক) 
নেদারল্যান্ডের হেগে
Ο খ) 
জার্মানির হার্মবুগ
Ο গ) 
জার্মানির বার্লিন
Ο ঘ) 
সুইজ্যারল্যান্ডের জেনেভা

  সঠিক উত্তর: (ক)

৪১.
মধুপুর ও ভাওয়ালের গড়ের আয়তন কত?
Ο ক) 
৩৪ বর্গ কি. মি.
Ο খ) 
৪,১০৩ বর্গ কি. মি.
Ο গ) 
৭,৮৩২ বর্গ কি. মি.
Ο ঘ) 
৯,৩২০ বর্গ কি. মি.

  সঠিক উত্তর: (খ)

৪২.
বরেন্দ্র ভূমির আয়তন কত?
Ο ক) 
৩৪ বর্গ কি. মি.
Ο খ) 
৪,১০৩ বর্গ কি. মি.
Ο গ) 
৭,৮৩২ বর্গ কি. মি.
Ο ঘ) 
৯,৩২০ বর্গ কি. মি.

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
লালমাই পাহাড় কোনর জেলায় অবস্থিত?
Ο ক) 
গাজীপুর
Ο খ) 
টাঙ্গাইল
Ο গ) 
ময়মনসিংহ
Ο ঘ) 
কুমিল্লা

  সঠিক উত্তর: (ক)

৪৪.
বাংলাদেশের কোন অংশের উপকূল এলাকার বিশাল এলাকা জেগে উঠেছে?
Ο ক) 
পূর্বাংশে
Ο খ) 
পশ্চিমাংশে
Ο গ) 
উত্তরাংশে
Ο ঘ) 
দক্ষিণাংশে

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
পলিমাটির বৈশিষ্ট্য কীরূপ-
Ο ক) 
বালি মিশ্রিত
Ο খ) 
কর্তমাক্ত
Ο গ) 
নরম বালি এ কাদা মিশ্রিত
Ο ঘ) 
পানির সংস্পর্শে দ্রবণে পরিণহত হয়

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
বাংলাদেশের উত্তরে ভারতেরর-
i. পশ্চিমবঙ্গ ii. আসাম iii. মেঘালয় রাজ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
বাংলাদেশের কোন অঞ্চলের মাটি খুব উর্বর?
Ο ক) 
টারশিয়ারী যুগের পাহাড়সমূহ
Ο খ) 
বরেন্দ্রভূমি
Ο গ) 
ভাওয়ালের গড়
Ο ঘ) 
প্লাবন সমভূমি

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
বাংলাদেশের সমগ্র ভুপৃষ্ট কী দ্বারা গঠিত?
Ο ক) 
পলিমাটি
Ο খ) 
দো আঁশ মাটি
Ο গ) 
এটেলমাটি
Ο ঘ) 
বেলেমাটি

  সঠিক উত্তর: (ক)

৪৯.
মায়ানমার ও ভারতের দাবিকৃত সমদূরত্ব পদ্ধতিতে বাংলাদেশে কত বর্গ কি.মি. জলসীমা কত পেত?
Ο ক) 
৩০,০০০
Ο খ) 
৪০,০০০
Ο গ) 
৫০,০০০
Ο ঘ) 
৬০,০০০

  সঠিক উত্তর: (গ)

৫০.
বাংলাদেশ নদী ভরাটের কারণ-
i. পানিতে মিশ্রিত মাটির অবক্ষেপণ
ii. নদীর তীরে গৃহনির্মাণ
iii. নদীর ধারে পরিকল্পিত বাঁধ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫১.
বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
Ο ক) 
দক্ষিণ-পূর্ব
Ο খ) 
দক্ষিণ-পশ্চিম
Ο গ) 
উত্তর-পূর্ব
Ο ঘ) 
উত্তর-পশ্চিম

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
কোনটি বাংলাদেশকে সুবিশাল দ্বীপে পরিণত করেছে?
Ο ক) 
পাহাড়
Ο খ) 
সাগর
Ο গ) 
নদী
Ο ঘ) 
লেক

  সঠিক উত্তর: (গ)

৫৩.
প্লাবন সমভূমির আয়তন কত?
Ο ক) 
৪১০৩ বর্গ কি. মি.
Ο খ) 
৯৩২০ বর্গ কি. মি.
Ο গ) 
১,২৪২৬৬ বর্গ কি. মি.
Ο ঘ) 
১,৪৭,৫৭০ বর্গ কি. মি.

  সঠিক উত্তর: (গ)

৫৪.
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
Ο ক) 
বাংলাদেশ
Ο খ) 
কিলিমানজারো
Ο গ) 
জাপান
Ο ঘ) 
ইতালী

  সঠিক উত্তর: (ক)

৫৫.
বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন রাজ্য বিরাজমান?
Ο ক) 
পশ্চিমবঙ্গ
Ο খ) 
আসাম
Ο গ) 
মিজোরাম
Ο ঘ) 
ত্রিপুরা

  সঠিক উত্তর: (ক)

৫৬.
তাজিনডং কি নামে পরিচিত?
Ο ক) 
কিওক্রাডং
Ο খ) 
চিম্বুক
Ο গ) 
বিজয়
Ο ঘ) 
রুমা

  সঠিক উত্তর: (গ)

৫৭.
দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ কোন জেলার অন্তর্গত?
Ο ক) 
রাঙামাটি, শরিয়তপুর
Ο খ) 
শরিয়তপুর, রাজশাহী
Ο গ) 
সাতক্ষীরা, খুলনা
Ο ঘ) 
খাগড়াছড়ি, বান্দরবান

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
বালাদেশ কত ডিগ্রি দ্রাঘিমার মধ্যে অবস্থিত?
Ο ক) 
৮৮০১'  পূর্ব থেকে ৯২৩৪'  পূর্ব
Ο খ) 
৮৮০১'  পূর্ব থেকে ৯২৪১'  পূর্ব
Ο গ) 
৯২০১'  পূর্ব থেকে ৮৮০১'  পূর্ব
Ο ঘ) 
৮৮৪১'  পূর্ব থেকে ৯২৩৪'  পূর্ব

  সঠিক উত্তর: (খ)

৫৯.
বাংলাদেশের অক্ষাংশ কত ডিগ্রি?
Ο ক) 
২০০১'  উত্তর অক্ষরেখা থেকে ২৬৩৮'  উত্তর অক্ষরেখা
Ο খ) 
২০৩৪'  উত্তর অক্ষরেখা থেকে ২০৩৮'  উত্তর অক্ষরেখা
Ο গ) 
২০৩৪'  উত্তর অক্ষরেখা থেকে ২৬৩৮'  উত্তর অক্ষরেখা
Ο ঘ) 
২০৩৮'  উত্তর অক্ষরেখা থেকে ২৬৩৮'  উত্তর অক্ষরেখা

  সঠিক উত্তর: (ক)

৬০.
১৯৯৬-৯৭ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশের বনাঞ্চলের আয়তন কত ছিল?
Ο ক) 
২০৬৫০ বর্গ কি. মি.
Ο খ) 
২১৬৫৫ বর্গ কি. মি.
Ο গ) 
২১৬৫৭ বর্গ কি. মি.
Ο ঘ) 
২০৬৫৭ বর্গ কি. মি.

  সঠিক উত্তর: (গ)

৬১.
এই রায়ে বাংলাদেশ কত নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপান পেয়েছে?
Ο ক) 
৩০০
Ο খ) 
৩৫০
Ο গ) 
৪০০
Ο ঘ) 
৪৫০

  সঠিক উত্তর: (খ)

৬২.
স্থায়ী বসবাসের জন্য কোন ভূমিরুপ আদর্শ?
Ο ক) 
পাহাড়
Ο খ) 
পর্বত
Ο গ) 
সমমূমি
Ο ঘ) 
মালভূমি

  সঠিক উত্তর: (গ)

৬৩.
বাংলাদেশের পাহাড়গুলোর সাথে মিল পাওয়া যায়-
i. আসামের লুসাই পাহাড়
ii. মায়ানমারের আরাকান পাহাড়
iii. মিজোরামের লুসাই পাহাড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৪.
তাজিনডং কোথায় অবস্থিত?
Ο ক) 
রাঙামাটি
Ο খ) 
চট্টগ্রাম
Ο গ) 
বান্দরবান
Ο ঘ) 
খাগড়াছড়ি

  সঠিক উত্তর: (গ)

৬৫.
উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে কি নামে পরিচিত?
Ο ক) 
পর্বত
Ο খ) 
ঢিবি
Ο গ) 
ঢিলা
Ο ঘ) 
পাহাড়

  সঠিক উত্তর: (গ)

৬৬.
প্লাবনসমভূমি হতে বরেন্দ্রভূমির উচ্চতা কত মিটার?
Ο ক) 
৬.১২
Ο খ) 
২১
Ο গ) 
৩০
Ο ঘ) 
৩৪

  সঠিক উত্তর: (ক)

৬৭.
প্রায় সমুদ্র সমতলে অবস্থিত?
Ο ক) 
চট্টগ্রাম
Ο খ) 
সুন্দরবন
Ο গ) 
দিনাজপুর
Ο ঘ) 
বগুড়া

  সঠিক উত্তর: (খ)

৬৮.
বাংলাদেশ ভারত সীমান্ত রেখার দৈর্ঘ্য কত?
Ο ক) 
২৮০ কি. মি.
Ο খ) 
৭১৬ কি. মি.
Ο গ) 
৩১০ কি. মি.
Ο ঘ) 
৩৭১৫ কি. মি.

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
অনুমানিক কত বছর পূর্বের সময়কাল প্লাইস্টোরিন কাল বলা হয়?
Ο ক) 
১০০০০ বছর পূর্ব
Ο খ) 
১৫০০০ বছর পূর্ব
Ο গ) 
২০০০০ বছর পূর্ব
Ο ঘ) 
২৫০০০ বছর পূর্ব

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা কত মিটার?
Ο ক) 

Ο খ) 
১৮
Ο গ) 
২০
Ο ঘ) 
৩৭.৫০

  সঠিক উত্তর: (ঘ)

৭১.
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কোনটির প্রভাব অপরিসীম?
Ο ক) 
জলবায়ু
Ο খ) 
আবহাওয়া
Ο গ) 
ভূপ্রকৃতি
Ο ঘ) 
বঙ্গোপসাগর

  সঠিক উত্তর: (গ)

৭২.
বাংলাদেশের বিক্ষিপ্তভাগে ছড়িয়ে থাকা জলাভূমির স্থানীয়ভাবে কী বলে-
i. বিল ii. ঝিল iii. হাওর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত?
Ο ক) 
১০ নটিক্যাল মাইল
Ο খ) 
১২ নটিক্যাল মাইল
Ο গ) 
১০ নটিক্যাল কিলোমাইল
Ο ঘ) 
১২ নটিক্যাল কিলোমাইল

  সঠিক উত্তর: (খ)

৭৪.
টারশিয়ারী যুগের পাহাড়সমূহ-
i. দক্ষিণ-পূর্বের পাহাড় ii. উত্তরের পাহাড় iii. উত্তর-পূর্বের পাহাড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
টাঙ্গাইল, পাবনা, কুমিল্লা কোন সমভূমির অন্তর্ভূক্ত?
Ο ক) 
পাদদেশীয় সমভূমি
Ο খ) 
বন্যা প্লাবন সমভূমি
Ο গ) 
ব-দ্বীপ সমভূমি
Ο ঘ) 
উপকূলীয় সমভূমি

  সঠিক উত্তর: (খ)

৭৬.
বাংলাদেশের কোন সময় বন্যার সৃষ্টি হয়?
Ο ক) 
গ্রাষ্মকালে
Ο খ) 
বর্ষাকালে
Ο গ) 
শরৎকালে
Ο ঘ) 
বসন্তকালে

  সঠিক উত্তর: (খ)

৭৭.
প্লাইস্টোনিকালের সোপান সমূহের অন্তর্ভূক্ত-
i. বরেন্দ্রভূমি
ii. মধুপুর ও ভাওয়ালের গড়
iii. কুমিল্লার লালমাই পাহাড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৮.
সমুদ্রসীমার জন্য বাংলাদেশ মায়ানমারের বিরুদ্ধে কোথায় মামলা দায়ের করে?
Ο ক) 
আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল
Ο খ) 
সালিশ ট্রাইবুনাল
Ο গ) 
সমুদ্র আইন বিষয়ক ট্রাইবুনাল
Ο ঘ) 
আন্তজার্তিক সালিশ ট্রাইবুনাল

  সঠিক উত্তর: (গ)

৭৯.
নোয়াখালী, ফেনী কোন সমভূমির অন্তর্ভূক্ত?
Ο ক) 
পাদদেশীয় সমভূমি
Ο খ) 
বন্যা প্লাবন সমভূমি
Ο গ) 
ব-দ্বীপ সমভূমি
Ο ঘ) 
উপকূলীয় সমভূমি

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
কুমিল্লা শহর থেকে কত পশ্চিমে লালমাই পাহাড় দেখা যায়?
Ο ক) 
৬ কি. মি.
Ο খ) 
৮ কি. মি.
Ο গ) 
১০ কি. মি.
Ο ঘ) 
১২ কি. মি.

  সঠিক উত্তর: (খ)

৮১.
বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে?
Ο ক) 
ভারত শ্রীলঙ্কা
Ο খ) 
ভারত পাকিস্তান
Ο গ) 
ভারত-মায়ানমার
Ο ঘ) 
মায়ানমার পাকিস্তান

  সঠিক উত্তর: (গ)

৮২.
বাংলাদেশ-মায়ানমার সীমান্ত দৈর্ঘ্য কত কি. মি.?
Ο ক) 
২৮০
Ο খ) 
৭১৬
Ο গ) 
৩১০৫
Ο ঘ) 
৩৭১৫

  সঠিক উত্তর: (ক)

৮৩.
বঙ্গোপসাগরের জলসীমা নির্ধারণ ও সমুদ্র সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ কত সালে মায়ানমারের বিপক্ষে মামলা করে?
Ο ক) 
১৪ই ডিসেম্বর, ২০০৯ সাল
Ο খ) 
১৫ই ডিসেম্বর, ২০১০ সাল
Ο গ) 
১৬ই ডিসেম্বর, ২০১১ সাল
Ο ঘ) 
১৭ই ডিসেম্বর, ২০১২ সাল

  সঠিক উত্তর: (ক)

৮৪.
সাম্প্রতিকালের প্লাবন সমভূমিতে আছে-
i. জলাভূমি ii. নিম্নভূমি iii. পরিত্যাক্ত অশ্বখুরাকৃতি নদীখাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
ভূ-প্রকৃতি বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করে-
i. কৃষির উপর
ii. ব্যবসা-বাণিজ্যের� উপর
iii. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
বাংলাদেশের পূর্বে ভারতের-
i. আসাম ও ত্রিপুরা ii. ত্রিপুরা ও মিজোরাম iii. মায়ানমার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
সমুদ্র সমতল থেকে ময়মনসিংহের উচ্চতা কত মিটার?
Ο ক) 

Ο খ) 
১৮
Ο গ) 
২০
Ο ঘ) 
৩৭.৫০

  সঠিক উত্তর: (খ)

৮৮.
সমভূমি থেকে মধুপুর ও ভাওয়ালের গড়ের উচ্চতা কত?
Ο ক) 
৬-১২ মিটার
Ο খ) 
২১ মিটার
Ο গ) 
৩০ মিটার
Ο ঘ) 
৩৪ মিটার

  সঠিক উত্তর: (গ)

৮৯.
স্রোতজ সমভূমির অন্তগর্ত কোনটি?
Ο ক) 
রংপুর, দিনাজপুর
Ο খ) 
কুষ্টিয়া, যশোর
Ο গ) 
নোয়াখালী, ফেনী
Ο ঘ) 
খুলনা, পটুয়াখালী

  সঠিক উত্তর: (ঘ)

৯০.
বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
Ο ক) 
কিওক্রাডাং
Ο খ) 
চিম্বুক
Ο গ) 
তাজিনডং
Ο ঘ) 
হিমালয়

  সঠিক উত্তর: (গ)

নিচের অনুচ্ছেদটি পড় এবং দুইটি প্রশ্নের উত্তর দাও:
মঈন চট্টগ্রামে বাস করে। তার বাড়ির পাশ দিয়ে একটি নদী প্রবাহিত। এ নদীটির পানির প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
৯১.
উদ্দীপকের নদীটির নাম কী?
Ο ক) 
সাঙ্গু
Ο খ) 
কর্ণফুলী
Ο গ) 
ব্রহ্মপুত্র
Ο ঘ) 
পদ্মা

  সঠিক উত্তর: (খ)

৯২.
উক্ত নদীটি যে যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে-
i. রাঙ্গামাটি ii. খাগড়াছড়ি iii. চট্টগ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

HSC-2024 ফলাফল দেখুন সহজে

  HSC-2024 ফলাফল দেখুন সহজে সবার আগে                 যশোর বোর্ড   একক ফলাফল যশোর বোর্ড College ফলাফল সকল বোর্ড সার ্ভার -1   সকল বোর্...