NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১২ (251-500)

২৫১.
পাকিস্তান সেনাবাহিনী হামলা চালায় মূলত পূর্ব পাকিস্তানের-
i. নিরস্ত্র মানুষের ওপর
ii. নিরীহ মানুষের ওপর
iii. স্বাধীনতাকামী সাধারণ মানুষের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫২.
হিন্দুদের প্রতি পাকিস্তানি সেনাবাহিনীর সবচেয়ে বেশি নির্যাতনের কারণ কী?
Ο ক) 
তারা বেনামাজি ও বেইমান
Ο খ) 
ভারত তাদের সাহায্য করে এই অন্ধ বিশ্বাস
Ο গ) 
তারা পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে চায়
Ο ঘ) 
তারা মুসলমানদের বড় শত্রু

  সঠিক উত্তর: (খ)

২৫৩.
মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
Ο ক) 
এম মনসুর আলী
Ο খ) 
খন্দকার মোশতাক আহমদ
Ο গ) 
সৈয়দ নজরুল ইসলাম
Ο ঘ) 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

  সঠিক উত্তর: (ঘ)

২৫৪.
৪৮ ও ৫২-এর ভাষা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন কে?
Ο ক) 
তাজউদ্দীন আহমেদ
Ο খ) 
মওলানা ভাসানী
Ο গ) 
এ.এইচ.এম. কামরুজ্জামান
Ο ঘ) 
শেখ মুজিবুর রহমান

  সঠিক উত্তর: (ঘ)

২৫৫.
পাকিস্তান ভারত বিমান হামলা চালায় কত সালে?
Ο ক) 
৩ ডিসেম্বর ১৯৭১
Ο খ) 
৪ ডিসেম্বর ১৯৭১
Ο গ) 
৫ ডিসেম্বর ১৯৭১
Ο ঘ) 
৬ ডিসেম্বর ১৯৭১

  সঠিক উত্তর: (ক)

২৫৬.
সমীরের দাদা সমীরকে বলল যে, বাংলাদেশ সৃষ্টির পূর্বে একটি নির্বাচন হয়েছিল সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। সমীর কোন নির্বাচন সম্পর্কে জানতে পেল?
Ο ক) 
১৯৬৭-এর নির্বাচন
Ο খ) 
১৯৬৮-এর নির্বাচন
Ο গ) 
১৯৬৯-এর নির্বাচন
Ο ঘ) 
১৯৭০-এর নির্বাচন

  সঠিক উত্তর: (ঘ)

২৫৭.
মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় বেশি ছিল কারা?
Ο ক) 
শ্রমিক
Ο খ) 
রাজনীতিবিদ
Ο গ) 
ছাত্র
Ο ঘ) 
নারী

  সঠিক উত্তর: (গ)

২৫৮.
বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের-
i. অহংকারের প্রতীক
ii. গৌরবের প্রতীক
iii. আমাদের স্বাধীনতার প্রতীক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫৯.
প্রাদেশিক পরিষদে মহিলা সদস্য সংখ্যা কত?
Ο ক) 
২১ জন
Ο খ) 
২২ জন
Ο গ) 
২৩ জন
Ο ঘ) 
২৪ জন

  সঠিক উত্তর: (ক)

২৬০.
পাকবাহিনীর অন্ধবিশ্বাস থেকে গণহত্যা আর নারী নির্যাতনের ভিতর দিয়ে ফুটে ওঠে হিন্দুদের প্রতি তাদের-
i. বিদ্বেষ
ii. আক্রোশ
iii. ভয়ংকর ঘৃণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬১.
জাতীয় স্মৃতিসৌধের মূল স্মৃতিসৌধে সাত জোড়া দেওয়াল রয়েছে। কথাটির যথার্থতা নিরুপণে বলা যায়-
i. এগুলো বাঙালির গৌরবময় সংগ্রামের প্রতীক
ii. সাতটি গুরুত্বপূর্ণ সালের মুক্তি সংগ্রামের প্রতীক
iii. সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

২৬২.
“রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ''-উক্তিটি কার?
Ο ক) 
ইয়াহিয়া খান
Ο খ) 
শেখ মুজিবুর রহমান
Ο গ) 
আইয়ুব খান
Ο ঘ) 
এ. কে. ফজলুল হক

  সঠিক উত্তর: (খ)

২৬৩.
মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল কেমন?
Ο ক) 
আশঙ্কাজনক
Ο খ) 
হতাশাজনক
Ο গ) 
প্রশ্নবিদ্ধ
Ο ঘ) 
গৌরবোজ্জ্বল

  সঠিক উত্তর: (ঘ)

২৬৪.
ইলিয়াস নবম শ্রেণির ছাত্র সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ভাইয়ের কাছে আসলে তার ভাই বলেন, পাকিস্তান বাহিনী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হানা দেয়। ইলিয়াস কোন ঘটনা সম্পর্কে জানতে পারলেন?
Ο ক) 
২৩ মার্চ
Ο খ) 
২৪ মার্চ
Ο গ) 
২৫ মার্চ
Ο ঘ) 
২৬ মার্চ

  সঠিক উত্তর: (গ)

২৬৫.
লোপা জানে, ‘ক’ হলো বাঙালির অহংকার, গৌরব আর মর্যাদার প্রতীক। উদ্দীপকটির সাথে সাদৃশ্য রয়েছে-
i �অপরাজেয় বাংলা
ii. স্মৃতিসৌধ
iii. মুজিবনগর স্মৃতিসৌধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (খ)

২৬৬.
বিবিসি ও লণ্ডন থেকে প্রকাশিত পত্র-পত্রিকা প্রচার করে-
i. পাকিস্তানে বাহিনীর নির্যাতনে
ii. শরণার্থীদের করণ অবস্থা
iii. বাঙালির সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬৭.
লে. জেনারেল আমীর আব্দুল্লাহ স্বাধীনতা অর্জনকারী দেশ হিসেবে বাংলাদেশ তৃতীয় বিশ্বের মধ্যে কত তম দেশ?
Ο ক) 
প্রথম
Ο খ) 
দ্বিতীয়
Ο গ) 
তৃতীয়
Ο ঘ) 
চতুর্থ

  সঠিক উত্তর: (ক)

২৬৮.
১৯৭০ সালের নির্বাচনে জামাত-ই-ইসলামী পাকিস্তানের প্রার্থী ছিল কত?
Ο ক) 
৬৬ জন
Ο খ) 
৬৭ জন
Ο গ) 
৬৮ জন
Ο ঘ) 
৬৯ জন

  সঠিক উত্তর: (ঘ)

২৬৯.
বাংলাদেশ কত সাল থেকে পাকিস্তানের দ্বারা নিপীড়নের শিকার হয়েছে?
Ο ক) 
১৯৪৫
Ο খ) 
১৯৪৭
Ο গ) 
১৯৪৯
Ο ঘ) 
১৯৫২

  সঠিক উত্তর: (খ)

২৭০.
সোহরাওয়ার্দী উদ্যান ইতিহাসের গুরুত্বপূর্ণ। কারণ-
i এখানে ৭ মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন
ii. পাকবাহিনী এখানে আত্মসমর্পণ করে
iii.এখানে বুদ্ধিজীবী হত্যা করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৭১.
ইলিয়াস শাহের উপাধি হিসেবে কোটি সমর্থনযোগ্য-
i. শাহ-ই-বাঙ্গালা
ii. শাহ-ই-বাঙ্গালিয়ান
iii. সুলতান-ই-বাঙ্গালা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭২.
স্বতঃস্ফূর্তভাবে মুক্তির সংগ্রামে শামিল হয়-
i. ছাত্র
ii. কৃষক
iii. নারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭৩.
বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষনাটি কে ২৬ মার্চে দুটি বেতার কেন্দ্র থেকে দু’বার প্রচার করেন?
Ο ক) 
আাতউল গণি ওসমানি
Ο খ) 
মওলানা ভাসানী
Ο গ) 
এম. এ. হান্নান
Ο ঘ) 
হোসেন শহীদ সোহরাওয়ার্দী

  সঠিক উত্তর: (গ)

২৭৪.
১৩৪২ সালে কে সর্বপ্রথম বাংলার তিনটি কেন্দ্র একত্র করে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেন?
Ο ক) 
সফর উদ্দীন মুবারক শাহ
Ο খ) 
ইলিয়াস শাহ
Ο গ) 
ফিরোজ শাহ
Ο ঘ) 
আকর

  সঠিক উত্তর: (খ)

২৭৫.
ইলিয়াস শাহের স্বাধীন বাংলা কত বছর স্থায়ী ছিল?
Ο ক) 
১০০
Ο খ) 
২০০
Ο গ) 
৩০০
Ο ঘ) 
৪০০

  সঠিক উত্তর: (খ)

২৭৬.
পাকিস্তান সেনাবাহিনীর অভিযান শুরুর কথা ছিল কখন?
Ο ক) 
জিরো আওয়ারে
Ο খ) 
ওয়ান আওয়ারে
Ο গ) 
টু আওয়ারে
Ο ঘ) 
থ্রি আওয়ারে

  সঠিক উত্তর: (ক)

২৭৭.
‘অপারেশন সার্চলাইট’ বলতে বোঝায়-
Ο ক) 
বর্বরতম গণহত্যাকাণ্ড ও নির্যাতনকে
Ο খ) 
বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীলনক্সা
Ο গ) 
অপারেশন পুলিশ ক্যাম্পকে
Ο ঘ) 
পিলখানা বিডিআর ক্যাম্পকে

  সঠিক উত্তর: (খ)

২৭৮.
শিবনারায়ণ দাস পতাকা তৈরির কাজ কীভাবে করেন?
Ο ক) 
অত্যন্ত গোপনভাবে
Ο খ) 
ঘোষণা দিয়ে
Ο গ) 
প্রকাশ্যে
Ο ঘ) 
ত্যাগের মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

২৭৯.
অপরাজেয় বাংলার উচ্চতা কত?
Ο ক) 
৩ ফুট
Ο খ) 
৪ ফুট
Ο গ) 
৫ ফুট
Ο ঘ) 
৬ ফুট

  সঠিক উত্তর: (ঘ)

২৮০.
আইয়ুব খানের পর কে ক্ষমতায় আসে?
Ο ক) 
টিক্কা খান
Ο খ) 
জুলফিকার আলী ভুট্টো
Ο গ) 
শেখ মুজিব
Ο ঘ) 
ইয়াহিয়া খান

  সঠিক উত্তর: (ঘ)

২৮১.
সম্রাট আকবরের সময়ে বাংলা কী নাম পরিচিত হয়?
Ο ক) 
সুবা বাংলা
Ο খ) 
শাহ-ই-বাঙালা
Ο গ) 
বাঙালাহ
Ο ঘ) 
স্বাধীন বাংলা

  সঠিক উত্তর: (ক)

২৮২.
জাতীয় স্মৃতিসৌধ ঢাকা শহর থেকে কত কিঃমিঃ দূরে অবস্থিত?
Ο ক) 
৩০
Ο খ) 
৩৫
Ο গ) 
৪০
Ο ঘ) 
৪৫

  সঠিক উত্তর: (খ)

২৮৩.
সৈয়দ নজরুল ইসলাম ছিলেন-
i. মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতির
ii. বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
iii. আওয়ামী লীগের শীর্ষ নেতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮৪.
বঙ্গবন্ধু ৭ মার্চে কৌশলগতভাবে পরোক্ষভাবে স্বাধীনতা ঘোষণা করে কেন?
Ο ক) 
পাক বাহিনী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে এজন্য
Ο খ) 
তিনি মূলত স্বাধীন বিরোধী ছিলেন এজন্য
Ο গ) 
স্বাধীনতা অর্জনের জন্য জনশক্তির অভাবের জন্য
Ο ঘ) 
স্বাধীনতার মূল্য এদেশের মানুষ বুঝতে ব্যর্থ হবে বলে

  সঠিক উত্তর: (ক)

২৮৫.
বাঙালি কর্মকর্তাদের নিয়ে মুজিবনগর সরকার কোন কাজ পরিচালনা করেন?
Ο ক) 
সামাজিক কাজ
Ο খ) 
রাজনৈতিক কাজ
Ο গ) 
অর্থনৈতিক কাজ
Ο ঘ) 
প্রশাসনিক কাজ

  সঠিক উত্তর: (ঘ)

২৮৬.
মুজিবনগর সরকার কত তারিখে শপথগ্রহণ করে?
Ο ক) 
১০ এপ্রিল
Ο খ) 
১৩ এপ্রিল
Ο গ) 
১৫ এপ্রিল
Ο ঘ) 
১৭ এপ্রিল

  সঠিক উত্তর: (ঘ)

২৮৭.
মুজিবনগর সরকারের নিয়োগ দেওয়া বিশেষ দূত হিসেবে কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
Ο খ) 
বিচারপতি লতিফুর রহমান
Ο গ) 
বিচারপতি হাবিবুর রহমান
Ο ঘ) 
বিচারপতি সাহাবুদ্দীন

  সঠিক উত্তর: (ক)

২৮৮.
আইনগত কাঠামো আদেশের ২০ নং ধারায় সংবিধানের মূল কয়টি নীতি বেঁধে দেয়া হয়?
Ο ক) 
ছয়টি
Ο খ) 
সাতটি
Ο গ) 
আটটি
Ο ঘ) 
নয়টি

  সঠিক উত্তর: (ক)

২৮৯.
অপরাজেয় বাংলা নির্মাণ করা হয়। কারণ-
i ভাষা আন্দোলনে ছাত্রদের ত্যাগ স্মরণীয় করতে
ii. পতাকা তৈরিতে ছাত্রদের অবদানের জন্য
iii. মুক্তিযুদ্ধে ছাত্রদের ত্যাগ স্মরণীয় করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯০.
মুজিবনগর সরকার মিশন স্থাপন করেন-
i. কলকাতায়
ii. ওয়াশিংটনে
iii. স্টকহোম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯১.
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে কোন নির্বাচন গুরুত্বপূর্ণ?
Ο ক) 
১৯৭০
Ο খ) 
১৯৭১
Ο গ) 
১৯৭২
Ο ঘ) 
১৯৭৩

  সঠিক উত্তর: (ক)

২৯২.
ইয়াহিয়া খানের আইনগত কাঠামো আদেশকে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দলগুলো সমালোচনা করে কেন?
Ο ক) 
আদেশে দুর্বল পার্লামেন্টের রূপরেখা থাকায়
Ο খ) 
নেজামে ইসলাম এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়ায়
Ο গ) 
গণতান্ত্রিক ইসলামী দল এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়ায়
Ο ঘ) 
মুসলিম লীগ এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়ায়

  সঠিক উত্তর: (ক)

২৯৩.
মহাভারত ও গ্রিক ঐতিহাসিক টলেমির লেখায় কিসের উল্লেখ পাওয়া যায়?
Ο ক) 
স্বাধীনতার
Ο খ) 
বাংলা নামের
Ο গ) 
দুর্ভিক্ষের
Ο ঘ) 
মুক্তিযুদ্ধের

  সঠিক উত্তর: (খ)

২৯৪.
বাংলাদেশের প্রথম মানচিত্র কে ডিজাইন করেছেন?
Ο ক) 
শংকর দাস
Ο খ) 
শিবনারায়ণ দাস
Ο গ) 
সুকান্ত দাস
Ο ঘ) 
সীমান্ত দাস

  সঠিক উত্তর: (খ)

২৯৫.
পরিকপ্লিতভাবে এদেশকে মেধাশূন্য করার জন্য পাকবাহিনী হত্যা করে-
i. বরেণ্য সাহিত্যিক
ii. শিক্ষক
iii. সাংবাদিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯৬.
আমাদের জাতীয় সংগীতের রচয়িতা কে?
Ο ক) 
কাজী নজরুল ইসলাম
Ο খ) 
জীবনানন্দ দাস
Ο গ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) 
মাইকেল মধুসূদন দত্ত

  সঠিক উত্তর: (গ)

২৯৭.
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ঘোষণা করা হয় কোন কর্মসূচিতে?
Ο ক) 
৫ দফা
Ο খ) 
৬ দফা
Ο গ) 
৮ দফা
Ο ঘ) 
১১ দফা

  সঠিক উত্তর: (ক)

২৯৮.
২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কোথায় নিয়ে যাওয়া হয়?
Ο ক) 
ঢাকায়
Ο খ) 
ভারতে
Ο গ) 
পাকিস্তানে
Ο ঘ) 
আমেরিকায়

  সঠিক উত্তর: (গ)

২৯৯.
শামীম সাহেব তার সন্তানদের পাকিস্তান বাহিনীর বাংলাদেশ হামলার সময়কাল বলছিলেন। তিনি কোন সময়কাল উল্লেখ করলেন?
Ο ক) 
২০ মার্চ থেকে ১০ ডিসেম্বর
Ο খ) 
২২ মার্চ থেকে ১২ ডিসেম্বর
Ο গ) 
২৪ মার্চ থেকে ১৪ ডিসেম্বর
Ο ঘ) 
২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর

  সঠিক উত্তর: (ঘ)

৩০০.
৩৫ দফাভিত্তিক দাবিনাম জারি করেন কে?
Ο ক) 
মওলানা ভাসানী
Ο খ) 
এ.কে ফজলুল হক
Ο গ) 
শেখ মুজিবুর রহমান
Ο ঘ) 
জুলফিকার আলী ভুট্টো

  সঠিক উত্তর: (গ)

৩০১.
ব্যাংকের প্রতি গ্রাহকের পবিত্র দায়িত্ব কোনটি?
Ο ক) 
সততা বজায় রাখা
Ο খ) 
সুদ পরিশোধ করা
Ο গ) 
ঋণ পরিশোধ করা
Ο ঘ) 
হিসাবের গোপনীয়তা বজায় রাখা

  সঠিক উত্তর: (গ)

৩০২.
অপরাজেয় বাংলা স্থপতি কে?
Ο ক) 
তানভীর করিম
Ο খ) 
মঈনুল হোসেন
Ο গ) 
সৈয়দ আব্দুল্লাহ খালিদ
Ο ঘ) 
মোস্তফা আলী কুদ্দুস

  সঠিক উত্তর: (গ)

৩০৩.
বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে?
Ο ক) 
রাজীব গান্ধী
Ο খ) 
ইন্দিরা গান্ধী
Ο গ) 
সোনিয়া গান্ধী
Ο ঘ) 
রাতুল গান্ধী

  সঠিক উত্তর: (খ)

৩০৪.
২ মার্চ ১৯৭০ সালে দেশব্যাপী ধর্মঘট আহ্বান করেন কারা?
Ο ক) 
সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ
Ο খ) 
গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ
Ο গ) 
স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ
Ο ঘ) 
ছাত্র সংগ্রাম পরিষদ

  সঠিক উত্তর: (গ)

৩০৫.
রায়ের� বাজার বধ্যভূমি থেকে উদ্ধারকৃত লাশের মধ্যে ছিল-
i. অধ্যাপক মুনীর চৌধুরী
ii. সাংবাদিক সেলিনা পারভীন
iii. ডাঃ ফজলে রাব্বি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০৬.
বঙ্গবন্ধু ৩৫ দফাভিত্তিক দাবিনামা জারির মূল কারণ কী ছিল?
Ο ক) 
জনগণকে চালানোর জন্য দিক নির্দেশনা প্রদান
Ο খ) 
পাকিস্তান রাষ্ট্র প্রস্তাবনামা প্রদান
Ο গ) 
ভারত-পাকিস্তান বিভাজন করার প্রস্তাব প্রদান
Ο ঘ) 
পাকিস্তানের সামরিক বাহিনীর কার্য নিদের্শনা প্রদান

  সঠিক উত্তর: (ক)

৩০৭.
১৯৭১ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কোন রাজনৈতিক দল একটি উপদ্রেষ্টা পরিষদ গঠন করে?
Ο ক) 
নেজামে ইসলাম
Ο খ) 
মুসলিম লীগ
Ο গ) 
কনভেনশন মুসলিম লীগ
Ο ঘ) 
আওয়ামী লীগ

  সঠিক উত্তর: (ঘ)

৩০৮.
বিচারপতি আব্দুস সত্তার কোথাকার বিচারপতি ছিলেন?
Ο ক) 
ম্যাজিস্ট্রেট কোর্ট
Ο খ) 
সুপ্রিম কোর্ট
Ο গ) 
জজকোর্ট
Ο ঘ) 
সাধারণ কোর্ট

  সঠিক উত্তর: (খ)

৩০৯.
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক কী ছিল?
Ο ক) 
নৌকা
Ο খ) 
ধানের শীষ
Ο গ) 
হাতি
Ο ঘ) 
বৈঠা

  সঠিক উত্তর: (ক)

৩১০.
১৯৭০ সালের আইনগত কাঠামো আদেশের ২০নং ধারায় কোন পদ্ধতির সরকারের কথা বলা হয়?
Ο ক) 
সমাজতন্ত্র
Ο খ) 
পুঁজিবাদ
Ο গ) 
ফেডারেল
Ο ঘ) 
এককেন্দ্রিক

  সঠিক উত্তর: (গ)

৩১১.
প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হবে। এটি আইনগত কাঠামো আদেশের কত নং ধারায় বলা হয়?
Ο ক) 

Ο খ) 
১০
Ο গ) 
১৫
Ο ঘ) 
২০

  সঠিক উত্তর: (ঘ)

৩১২.
১৩৫২ সালে ইলিয়াস শাহ প্রতিষ্ঠিত স্বাধীন বাংলার অন্তর্ভুক্ত ছিল-
i. লক্ষণাবতী (গৌড়)
ii. সাতগাঁও (রায়)
iii. সোনারগাঁও (বঙ্গ)
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১৩.
জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
Ο ক) 
সাভারে
Ο খ) 
মুন্সিগঞ্জে
Ο গ) 
বিক্রমপুরে
Ο ঘ) 
ত্রিপুরায়

  সঠিক উত্তর: (ক)

৩১৪.
সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন স্থাপন করা হয় কেন?
Ο ক) 
বাংলাদেশর স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে
Ο খ) 
মুক্তি ও স্বাধীনতার সংগ্রামের জন্য
Ο গ) 
পাকিস্তান দখলদার বাহিনীর আত্মসমর্পণের জন্য
Ο ঘ) 
বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য

  সঠিক উত্তর: (ক)

৩১৫.
বাংলাদেশে গণহত্যা, অগ্নিসংযোগ, নারী-নির্যাতন বন্ধের জন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান ইয়াহিয়াকে আহ্বান জানায়?
Ο ক) 
নেপাল
Ο খ) 
সোভিয়েত ইউনিয়ন
Ο গ) 
ভুটান
Ο ঘ) 
মার্কিন যুক্তরাষ্ট্র

  সঠিক উত্তর: (খ)

৩১৬.
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মূল বিষয় ছিল-
i. চলমান সামরিক আইন প্রত্যাহার
ii. গণহত্যার তদন্ত করা
iii. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১৭.
কাকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ করা হয়?
Ο ক) 
আইয়ুব খানকে
Ο খ) 
ইয়াহিয়া খানকে
Ο গ) 
লিয়াকত আলী খানকে
Ο ঘ) 
টিক্কা খানকে

  সঠিক উত্তর: (ঘ)

৩১৮.
বঙ্গবন্ধু ৩৫ দফাভিত্তিক দাবিনামা জারি করেন কত তারিখে?
Ο ক) 
১১ মার্চ
Ο খ) 
১২ মার্চ
Ο গ) 
১৩ মার্চ
Ο ঘ) 
১৪ মার্চ

  সঠিক উত্তর: (ঘ)

৩১৯.
রাজাকার ছাড়াও কোন বাহিনী অত্যন্ত ভয়ঙ্কর ছিল?
Ο ক) 
আল শামস
Ο খ) 
শান্তি কমিটি
Ο গ) 
আল বদর
Ο ঘ) 
মুজাহিদ

  সঠিক উত্তর: (গ)

৩২০.
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের সাধারণ আসন ছিল কতটি?
Ο ক) 
১৬০
Ο খ) 
১৬১
Ο গ) 
১৬২
Ο ঘ) 
১৬৩

  সঠিক উত্তর: (গ)

৩২১.
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সরকারি সমর্থন জানায় কোন দেশ?
Ο ক) 
ভারত
Ο খ) 
যুক্তরাষ্ট্র
Ο গ) 
সোভিয়েত ইউনিয়ন
Ο ঘ) 
যুক্তরাজ্য

  সঠিক উত্তর: (ক)

৩২২.
চট্টগ্রামের বেতারশিল্পী ও সংস্কৃতিকর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন কত সালে?
Ο ক) 
২৫ মার্চ
Ο খ) 
২৬ মার্চ
Ο গ) 
২৭ মার্চ
Ο ঘ) 
২৮ মার্চ

  সঠিক উত্তর: (খ)

৩২৩.
পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা কত লাখ বাঙালিকে হত্যা করেছিল?
Ο ক) 
২৮
Ο খ) 
৩০
Ο গ) 
৩২
Ο ঘ) 
৩৪

  সঠিক উত্তর: (খ)

৩২৪.
সমমনা বাম রাজনৈতিক দলসমূহ নিয়ে আওয়ামী লীগ কত তারিখে একটি উপদেষ্টা পরিষদ গঠন করে?
Ο ক) 
১৯৭১ সালের সেপ্টেম্বর
Ο খ) 
১৯৭১ সালের অক্টোবর
Ο গ) 
১৯৭১ সালের নভেম্বর
Ο ঘ) 
১৯৭১ সালের ডিসেম্বর

  সঠিক উত্তর: (ক)

৩২৫.
আলমগীর ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন। গৃহীত ঋণের ক্ষেত্রে তার কর্তব্য কী?
Ο ক) 
তাড়াতড়ি পরিশোধ করা
Ο খ) 
চুক্তির সময়ানুযায়ী পরিশোধ করা
Ο গ) 
আস্তে ধীরে পরিশোধ করা
Ο ঘ) 
ব্যাংকের কাছে সময়  নেওয়া

  সঠিক উত্তর: (খ)

৩২৬.
কত সালে ইয়াহিয়া খান ক্ষমতা ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দেন?
Ο ক) 
১৯৬৫
Ο খ) 
১৯৬৮
Ο গ) 
১৯৭০
Ο ঘ) 
১৯৭১

  সঠিক উত্তর: (গ)

৩২৭.
‘ঢাকা নাগরিক শান্তি কমিটি’ গঠিত হলে এর আহ্বায়ক কে ছিলেন?
Ο ক) 
মাওলানা মুজাহিদ
Ο খ) 
কাদের মোল্লা
Ο গ) 
মাওলানা সাঈদী
Ο ঘ) 
খাজা খয়েরুদ্দিন

  সঠিক উত্তর: (ঘ)

৩২৮.
সাধারণ মানুষ স্বাধীনতা আন্দোলনে সাহায্য করে-
i. মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে
ii. শত্রুর অবস্থান ও চলাচলের তথ্য দিয়ে
iii. মুক্তিযোদ্ধাদের খাবার ও ওষুধ সরবরাহ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২৯.
১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে পাঞ্জাবের মোট আসন ছিল কতটি?
Ο ক) 
১৮০
Ο খ) 
১৮২
Ο গ) 
১৮৪
Ο ঘ) 
১৮৬

  সঠিক উত্তর: (ঘ)

৩৩০.
রফিক এবং নিজামী দুজনই বাঙালি হয়েও একজন মুক্তিযুদ্ধের পক্ষে অন্যজন বিরোধিতা। এদের মধ্যে পার্থক্য-
i দেশপ্রেম
ii. মানসিকতার
iii. শিক্ষার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৩১.
মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ নাম না জানা শহীদদের অমর স্মৃতির উদ্দেশ্য নির্মিত হয়েছে-
Ο ক) 
জাতীয় শহীদ মিনার
Ο খ) 
মুজিবনগর স্মৃতিসৌধ
Ο গ) 
জাতীয় স্মৃতিসৌধ
Ο ঘ) 
শিক্ষা চিরন্তন

  সঠিক উত্তর: (গ)

৩৩২.
আল বদর বাহিনী গড়ে ওঠে কাদের নিয়ে?
Ο ক) 
জামায়াত ইসলামী ছাত্র সংগঠন
Ο খ) 
মুজাহিদ বাহিনী
Ο গ) 
রাজাকার বাহিনী
Ο ঘ) 
শান্তি কমিটি

  সঠিক উত্তর: (ক)

৩৩৩.
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?
Ο ক) 
১৬৫
Ο খ) 
১৬৬
Ο গ) 
১৬৭
Ο ঘ) 
১৬৮

  সঠিক উত্তর: (গ)

৩৩৪.
১৯৭১ সালে কুমিল্লা ছাত্রলীগের সেক্রেটারি কে ছিলেন?
Ο ক) 
মিলন কুমার দাস
Ο খ) 
তৌহিদ হাসান
Ο গ) 
শিব নারায়ণ দাস
Ο ঘ) 
কামরুল হাসান

  সঠিক উত্তর: (গ)

৩৩৫.
কত তারিখে সরকার অস্ত্র জমা দেওয়ার নির্দেশ জারি করেন?
Ο ক) 
২০ মার্চ ১৯৭১
Ο খ) 
২২ মার্চ ১৯৭১
Ο গ) 
২৪ মার্চ ১৯৭১
Ο ঘ) 
২৬ মার্চ ১৯৭১

  সঠিক উত্তর: (ক)

৩৩৬.
মুক্তিযুদ্ধের ইতিহাস ভারত গুরুত্বপূর্ণ। কারণ-
i হাজার হাজার মুক্তিযোদ্ধার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে তাই
ii. ভারতের সাধারণ জনগণ আশ্রয়ের ব্যবস্থা করেছেন তাই
iii. এক কোটি নাগরিককে খাদ্য, চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রেখেছেন তাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৭.
মূল স্মৃতিসৌধের সাত জোড়া দেয়াল কীসের প্রতীক?
Ο ক) 
বাঙালির গৌরবময় সংগ্রামের
Ο খ) 
সাতটি মিনারের
Ο গ) 
সাত জন শহীদদের
Ο ঘ) 
পাকিস্তানি আন্দোলনের

  সঠিক উত্তর: (ক)

৩৩৮.
মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল কারা?
Ο ক) 
ছাত্ররা
Ο খ) 
কৃষকরা
Ο গ) 
নারীরা
Ο ঘ) 
গণমাধ্যম কর্মীরা

  সঠিক উত্তর: (ক)

৩৩৯.
১৯৭০ সালের নির্বাচনের জাতীয় পরিষদ নির্বাচনের দিন নির্ধারণ করে কবে?
Ο ক) 
৫ অক্টোবর
Ο খ) 
৬ অক্টোবর
Ο গ) 
৭ অক্টোবর
Ο ঘ) 
৮ অক্টোবর

  সঠিক উত্তর: (ক)

৩৪০.
মনির তার বীর মুক্তিযোদ্ধা দাদার কাছ থেকে জানতে পারলেন যে, তাদেরকে প্রতিহত করার জন্য প্রথম একটি সংগঠন গড়ে তোলা হবে যাদের কাজ ছিল অত্যাচার, নির্যাতন ও গণহত্যা। মনির কোন সংগঠন সম্পর্কে জানতে পারলেন?
Ο ক) 
শান্তি কমিটি
Ο খ) 
আল শামস
Ο গ) 
মুজাহিদ বাহিনী
Ο ঘ) 
আল বদর

  সঠিক উত্তর: (ক)

৩৪১.
নির্যাতন, হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন ইত্যাদি অপকর্মে পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছে-
i. রাজাকার
ii. আল বদর
iii. আল শামস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪২.
জাতীয় স্মৃতিসৌধ স্থপতি কে?
Ο ক) 
মঈনুল হোসেন
Ο খ) 
জলিল পাশা
Ο গ) 
তানভীর করিম
Ο ঘ) 
ফজলে রাব্বি

  সঠিক উত্তর: (ক)

৩৪৩.
রফিক বলল যে, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে এমন একটি জিনিস পেয়েছি যেটি আমাদের অহংকার, গৌরব ও আশা-আকাঙ্ক্ষার প্রতীক। রফিক কী সম্পর্কে বলেন?
Ο ক) 
মানচিত্র
Ο খ) 
শহীদ মিনার
Ο গ) 
জাতীয় পতাকা
Ο ঘ) 
জাতীয় স্মৃতিসৌধ

  সঠিক উত্তর: (গ)

৩৪৪.
ইয়াহিয়া ৩ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে –
i. স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়
ii. ২ মার্চ দেশব্যাপী ধর্মঘট আহ্বান করা হয়
iii. ৩ মার্চ ছাত্রলীগ পল্টন ময়দানে বিক্ষোভ সমাবেশ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৫.
মুজিবনগর সরকারের মন্ত্রলায়ের দায়িত্বে ছিলেন-
i. সৈয়দ নজরুল ইসলাম
ii. তাজউদ্দিন আহমদ
iii. এম. মনসুর আলী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৬.
ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন-
i. আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা
ii. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী
iii. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৪৭.
পাকিস্তানি আদর্শে বিশ্বাসী ইসলামী রাজনৈতিক দলগুলো যেভাবে পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করে-
i �যথেষ্ট যোগ্যতার সাথে
ii. অত্যাচার ও নির্যাতনে সহযোগিতা
iii. মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৮.
ইয়াহিয়া ৩ মার্চে অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের অধিবেশন বাতিল করলে-
i. ঢাকা বেতার অনুষ্ঠান বর্জন করে
ii. টেলিভিশন শিপ্লীরা অনুষ্ঠান বর্জন করে
iii. ছাত্র-শিক্ষক একাত্মতা ঘোষণা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৯.
কোন সময়ে বাংলাদেশ জুড়ে পাকিস্তান সামরিক বাহিনী নির্যাতন, গণহত্যা আর ধ্বংসলীলায় মেতে উঠেছিল?
Ο ক) 
২০ মার্চ থেকে ১০ ডিসেম্বর
Ο খ) 
২২ মার্চ থেকে ১২ ডিসেম্বর
Ο গ) 
২৪ মার্চ থেকে ১৪ ডিসেম্বর
Ο ঘ) 
২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর

  সঠিক উত্তর: (ঘ)

৩৫০.
বাংলাদেশের জাতীয় সংগীতের কত লাইন কণ্ঠসংগীত?
Ο ক) 
আট
Ο খ) 
দশ
Ο গ) 
বারো
Ο ঘ) 
চৌদ্দ

  সঠিক উত্তর: (খ)

৩৫১.
জাতীয় পরিষদের অধিবেশন কে স্থগিত ঘোষণা করে?
Ο ক) 
জুলফিকার আলী ভুট্টো
Ο খ) 
শেখ মুজিবুর রহমান
Ο গ) 
ইয়াহিয়া খান
Ο ঘ) 
মহারানী ভিক্টরিয়া

  সঠিক উত্তর: (গ)

৩৫২.
জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের যৌক্তিক কারণ কোনটি?
Ο ক) 
ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতি অমর করে রাখা
Ο খ) 
মুক্তিযুদ্ধের সরকারের স্মৃতি অমর করে রাখা
Ο গ) 
মুজিবনগর সরকারের স্মৃতি অমর করে রাখা
Ο ঘ) 
ছাত্র আন্দোলনের স্মৃতি অমর করে রাখা

  সঠিক উত্তর: (খ)

৩৫৩.
গ্রেট ব্রিটেন বাংলাদেশের স্বাধীনার সংগ্রামে সাহায্য করে-
i. মুক্তিযুদ্ধের পক্ষে সংবাদ প্রচার করে
ii. জর্জ হ্যারিসন গান গেয়ে জনমত গড়ে
iii. মুক্তিযুদ্ধে অস্ত্র প্রদান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৫৪.
মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশে মিশন স্থাপন করে কেন?
Ο ক) 
বিশ্ব জনমত সৃষ্টির জন্য
Ο খ) 
বিশ্বের মানুষকে যুদ্ধে আহ্বান করার জন্য
Ο গ) 
বাংলাদেশকে উন্নয়নের জন্য
Ο ঘ) 
মুক্তিযুদ্ধ বন্ধ করার জন্য

  সঠিক উত্তর: (ক)

৩৫৫.
ছাত্রলীগের ৫ দফা কী নামে পরিচিত ছিল?
Ο ক) 
মুক্তির আন্দোলন
Ο খ) 
স্বাধীনতার ইশতেহার
Ο গ) 
মুক্তির সনদ
Ο ঘ) 
আশা-আকাঙ্ক্ষার প্রতীক

  সঠিক উত্তর: (খ)

৩৫৬.
সোভিয়েত ইউনিয়ন কীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখে?
Ο ক) 
যুদ্ধ বন্ধের জন্য ইয়াহিয়াকে আহ্বান করে
Ο খ) 
বাংলাদেশের পক্ষে প্রত্যক্ষ যুদ্ধে অস্ত্র নিয়ে
Ο গ) 
নিজ সৈন্য যুদ্ধের জন্য বাংলাদেশে প্রেরণ করে
Ο ঘ) 
পাকিস্তানকে হুঁশিয়ারি উচ্চারণ করে

  সঠিক উত্তর: (ক)

৩৫৭.
বাংলাদেশের পতাকায় বৃত্তাকার স্থানে লাল রং ব্যবহৃত হওয়ার কারণ কী?
Ο ক) 
শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে
Ο খ) 
লাল রং বাংলাদেশের মানুষের প্রিয় রং বলে
Ο গ) 
লাল রং সংগ্রামের প্রতীক বলে
Ο ঘ) 
লাল রং বিজয়ের প্রতীক বলে

  সঠিক উত্তর: (ক)

৩৫৮.
শাকিল তার বন্ধুকে বলছিল যে, ১৯৭০-এর নির্বাচনে একটি দল পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের প্রদত্ত ভোটের ৭৫.১০% এবং প্রাদেশিক পরিষদের প্রদত্ত ভোটের ৭০.৪৮% পায়। শাকিল কোন দলের কথা বললেন?
Ο ক) 
আওয়ামী লীগ
Ο খ) 
নেজামে ইসলাম
Ο গ) 
ইসলামী গণতান্ত্রিক দল
Ο ঘ) 
মুসলিম লীগ

  সঠিক উত্তর: (ক)

৩৫৯.
বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা ডিজাইন করেছেন কে?
Ο ক) 
আ.স.ম. আব্দুর রব
Ο খ) 
কামরুল হাসান
Ο গ) 
শিবনারায়ণ দাস
Ο ঘ) 
আব্দুর সাত্তার

  সঠিক উত্তর: (গ)

৩৬০.
বঙ্গবন্ধু সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানান যে জন্য-
i দেশকে শত্রুমুক্ত করতে
ii. সামরিক শাসন জারি করতে
iii. আন্দোলনে যোগ দিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৬১.
কার লেখায় ‘বাংলা’ নামের উল্লেখ পাওয়া যায়?
Ο ক) 
টলেমি
Ο খ) 
জিয়াউদ্দিন বারানী
Ο গ) 
উইলিয়াম কেরী
Ο ঘ) 
হিউয়েন সাঙ

  সঠিক উত্তর: (ক)

৩৬২.
পাকিস্তানিরা কত তারিখে অসংখ্যা বুদ্ধিজীবীকে হত্যা করে?
Ο ক) 
১০ ডিসেম্বর
Ο খ) 
১২ ডিসেম্বর
Ο গ) 
১৪ ডিসেম্বর
Ο ঘ) 
১৬ ডিসেম্বর

  সঠিক উত্তর: (গ)

৩৬৩.
মুক্তিযুদ্ধের কাদের অবদান গৌরবময় ছিল?
Ο ক) 
নারীদের
Ο খ) 
কৃষকদের
Ο গ) 
সাংবাদিকদের
Ο ঘ) 
শিক্ষকদের

  সঠিক উত্তর: (খ)

৩৬৪.
১৯৫৬ সালে পর্যন্ত বর্তমানের বাংলাদেশ কী নামে পরিচিত ছিল?
Ο ক) 
পূর্ববঙ্গ
Ο খ) 
বাঙ্গালাহ
Ο গ) 
পশ্চিম বঙ্গ
Ο ঘ) 
সুবাহ বাংলা

  সঠিক উত্তর: (ক)

৩৬৫.
রাশেদের বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কমাণ্ডার। তিনি বললেন যে, তারা জীবনবাজি রেখে বাংলাদেশ স্বাধীন করেছেন। রাশেদের বাবা কোন বাহিনীর সদস্য?
Ο ক) 
মুক্তিবাহিনী
Ο খ) 
আল শামস বাহিনী
Ο গ) 
আল বদর বাহিনী
Ο ঘ) 
দখলদার বাহিনী

  সঠিক উত্তর: (ক)

৩৬৬.
পাকিস্তানি সামরিক জান্তার সহযোগী এদেশীয় ব্যক্তিবর্গ পাকিস্তানি বাহিনীকে সাহায্য করে?
i. লুণ্ঠনে
ii. অগ্নিসংযোগে
iii. হত্যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৭.
শামীম এমন একজন নেতার কথা বললেন, যিনি মুক্তিযুদ্ধের সময় একই সাথে উপ-রাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ভূমিকা পালন করেন। শামীম কার কথা বললেন?
Ο ক) 
শেখ মুজিবুর রহমান
Ο খ) 
তাজউদ্দীন আহমদ
Ο গ) 
সৈয়দ নজরুল ইসলাম
Ο ঘ) 
এম মনসুর আলী

  সঠিক উত্তর: (গ)

৩৬৮.
লে.জে. টিক্কা খান কত তারিখে পূর্ব পাকিস্তান রাজাকার অর্ডিন্যান্স জারি করেন?
Ο ক) 
১৯৭১ সালের মে মাসে
Ο খ) 
১৯৭১ সালের জুন মাসে
Ο গ) 
১৯৭১ সালের জুলাই মাসে
Ο ঘ) 
১৯৭১ সালের আগষ্ট মাসে

  সঠিক উত্তর: (খ)

৩৬৯.
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য-
i �চলমান সামরিক আইন প্রত্যাহার
ii. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া
iii. গণহত্যার তদন্ত করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৭০.
বঙ্গভঙ্গবিরোধী রাজনীতিবিদ, স্বদেশী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেম উদ্ধুদ্ধ করার জন্য কার সংগীতটি ব্যবহার করে?
Ο ক) 
কাজী নজরুল ইসলাম
Ο খ) 
জীবনানন্দ দাস
Ο গ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) 
কবি জসীম উদ্দীন

  সঠিক উত্তর: (গ)

৩৭১.
পূর্ব পাকিস্তান নামকরণে বঙ্গবন্ধু বিরোধিতা করেন কেন?
Ο ক) 
পূর্ববঙ্গের পরিবর্তে নামকরণের ফলে
Ο খ) 
বেঙ্গলের পরিবর্তে নামকরণের ফলে
Ο গ) 
নাম বৈষম্যকরণের ফলে
Ο ঘ) 
পৃথক প্রদেশ হবে তাই

  সঠিক উত্তর: (ক)

৩৭২.
শহিদদের অমর স্মৃতির উদ্দেশ্য নির্মিত হয় জাতীয় স্মৃতিসৌধ। এর পরিপ্রেক্ষিতে বলা যায়-
Ο ক) 
বাঙালি মর্যাদা মনে করিয়ে
Ο খ) 
মহান শহিদদের কথা মনে করায় স্মৃতিসৌধ
Ο গ) 
দৃঢ় প্রতিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়
Ο ঘ) 
সম্মানজনক অবস্থানের কথা মনে করিয়ে দেয়

  সঠিক উত্তর: (খ)

৩৭৩.
মুজিবনগর সরকার বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিশেষ দূত নিয়োগ করে কেন?
Ο ক) 
বিরোধী দলের গতিবিধ লক্ষ করার জন্য
Ο খ) 
বিরোধী দলের গোপন তথ্য ফাঁসের জন্য
Ο গ) 
বিশ্ব থেকে অর্থসংগ্রহের জন্য
Ο ঘ) 
বিশ্ব নেতৃবৃন্দের জনমত আদায়ের জন্য

  সঠিক উত্তর: (ঘ)

৩৭৪.
পাকবাহিনী তীব্র হিন্দু বিদ্বেষ দেখিয়েছিল-
i �গণহত্যার মাধ্যমে
ii. নারী নির্যাতনের মাধ্যমে
iii. সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৭৫.
৩ মার্চ ১৯৭০ এ ছাত্রলীগ কোথায় বিক্ষোভ সমাবেশ করে?
Ο ক) 
জিয়া উদ্যানে
Ο খ) 
পল্টন ময়দানে
Ο গ) 
মুজিবনগরে
Ο ঘ) 
রেসকোর্স ময়দানে

  সঠিক উত্তর: (খ)

৩৭৬.
২২ মার্চ হঠাৎ জুলফিকার আলী ভুট্টো ঢাকা আসেন কেন?
Ο ক) 
ইয়াহিয়া-মুজিব আলোচনায় অংশ নিতে
Ο খ) 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্মেলনে অংশ নিতে
Ο গ) 
পূর্ব-পাকিস্তানে শিক্ষাঋণ প্রদান করতে
Ο ঘ) 
ঢাকায় জনসাধারণের অভাব অভিযোগ পূরণ করতে

  সঠিক উত্তর: (ক)

৩৭৭.
মুক্তিযুদ্ধে সক্রিয় বিরোধিতা করে-
i. জামায়াত ইসলাম
ii. মুসলিম লীগ
iii. নেজামে ইসলাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৭৮.
বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কে মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব প্রদান করেন?
Ο ক) 
তাজউদ্দীন আহমদ
Ο খ) 
সৈয়দ নজরুল ইসলাম
Ο গ) 
এম.মনসুর আলী
Ο ঘ) 
মওলানা ভাসানী

  সঠিক উত্তর: (ক)

৩৭৯.
মুজিবনগর সরকারে মুক্তিযোদ্ধা বা মুক্তিফৌজে� যোগদান করে-
i. ছাত্র
ii. নারী
iii. কৃষক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮০.
“আমার সোনার বাংলা” গানটিকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে ঘোষণা দেয় কোন সরকার?
Ο ক) 
মুজিবনগর সরকার
Ο খ) 
স্বাধীন বাংলা সরকার
Ο গ) 
তাজউদ্দিন সরকার
Ο ঘ) 
বাংলার নির্বাচিত সরকার

  সঠিক উত্তর: (ক)

৩৮১.
বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রথম আন্তজার্তিক পরিসরে পরিচিত করে দেন কে?
Ο ক) 
হিলারী ক্লিনটন
Ο খ) 
রাজীব গান্ধী
Ο গ) 
বিল ব্লিনটন
Ο ঘ) 
ইন্দিরা গান্ধী

  সঠিক উত্তর: (ঘ)

৩৮২.
মুক্তিযুদ্ধের সময় কে সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী ছিলেন?
Ο ক) 
এএইচএম কামরুজ্জামান
Ο খ) 
মওলানা ভাসানী
Ο গ) 
এম মনসুর আলী
Ο ঘ) 
তাজউদ্দীন আহমদ

  সঠিক উত্তর: (ক)

৩৮৩.
১৯০৫ সালে ‘আমার সোনার বাংলা’-গানটি দেশপ্রেম উদ্ধুদ্ধ করে-
i. রাজনীতিবিদেরা
ii. স্বদেশী কর্মীদের
iii. বিপ্লবীদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৪.
বাংলাদেশের জাতীয় সংগীতের কত লাইন যন্ত্রসংগীত?
Ο ক) 
দুই
Ο খ) 
চার
Ο গ) 
ছয়
Ο ঘ) 
আট

  সঠিক উত্তর: (খ)

৩৮৫.
বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে কোন রাষ্ট্র প্রথম স্বীকৃতি দেয়?
Ο ক) 
মালদ্বীপ
Ο খ) 
ভুটান
Ο গ) 
নেপাল
Ο ঘ) 
ভারত

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৬.
পাকিস্তানের আত্মসমর্পণের সময়ে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন কে?
Ο ক) 
এ কে খন্দকার
Ο খ) 
তাজউদ্দীন আহমদ
Ο গ) 
কর্নেল আবদুর রব
Ο ঘ) 
সৈয়দ নজরুল ইসলাম

  সঠিক উত্তর: (ক)

৩৮৭.
পাকিস্তানি বাহিনীর কত লাখ বাঙালিকে হত্যা করেছিল?
Ο ক) 
২৫ লাখ
Ο খ) 
৩০ লাখ
Ο গ) 
৩৫ লাখ
Ο ঘ) 
৪০ লাখ

  সঠিক উত্তর: (খ)

৩৮৮.
মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি কে ছিলেন?
Ο ক) 
লে. কর্নেল আবদুর রব
Ο খ) 
গ্রুপ ক্যাপ্টেন এ.কে খন্দকার
Ο গ) 
কর্নেল এম.এ.জি ওসমানী
Ο ঘ) 
খন্দকার মোশতাক আহমদ

  সঠিক উত্তর: (গ)

৩৮৯.
সাধারণ মানুষের রক্তের বিনিমিয়ে আমরা পাই-
i. একটি স্বাধীন বাংলার মানচিত্র
ii. লাল-সবুজ পতাকা
iii. একটি অখণ্ড পাকিস্তান রাষ্ট্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৯০.
শান্তি কমিটির প্রধান কাজ ছিল-
i. অত্যাচার
ii. নির্যাতন
iii. গণহত্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯১.
কুষ্টিয়ার মেহেরপুর মুজিবনগর স্মৃতিসৌধ নির্মিত হয়। এর যথার্থ কারণ হলো-
i. মুজিবনগর সরকারের স্মৃতিকে সম্মান জানাতে
ii. স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার এখানেই শপথ নিয়েছিল
iii. রাজনৈতিক কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৯২.
সরকারবিরোধী আন্দোলনের ফলে ঢাকা শহরের যে পরিণতি পরিলক্ষিত হয়-
i. ঢাকা শহর পরিণত হয় মৃত্যুপুরিতে
ii. মানবতাবিরোধী অপরাধ
iii. পাকিস্তানিদের পাশবিক নির্যাতনের শিকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৩.
তাজউদ্দিন আহমেদ ছিলেন-
i. বঙ্গবন্ধুর বিশ্বস্ত লোক
ii. বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর
iii. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৪.
মুঘল আমলে সম্রাট আকবরের সময় থেকে বাংলা কী নামে পরিচিত ছিল?
Ο ক) 
বঙ্গদেশ
Ο খ) 
সুবাহ বাংলা
Ο গ) 
শ্যামদেশ
Ο ঘ) 
বাঙ্গালাহ

  সঠিক উত্তর: (খ)

৩৯৫.
পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব হলে আক্রমণ চালায় তা হলো-
i. জহরুল হক হল
ii. জগন্নাথ হল
iii. রোকেয়া হল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৬.
৫২-৫৭ সালের প্রতিটি সংগ্রামে ছাত্রদের গৌরবের ত্যাগের স্মরণে নির্মিত ভাস্কৃর্য কোনটি?
Ο ক) 
জাতীয় স্মৃতিসৌধ
Ο খ) 
শিখা চিরন্তন
Ο গ) 
জাতীয় শহীদ মিনার
Ο ঘ) 
অপরাজেয় বাংলা

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৭.
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
Ο ক) 
তাজউদ্দীন আহমদ
Ο খ) 
এম. মনসুর আলী
Ο গ) 
এমএজি ওসমানী
Ο ঘ) 
সৈয়দ নজরুল ইসলাম

  সঠিক উত্তর: (খ)

৩৯৮.
১৭ মার্চ নীলনকশা তৈরি করেন-
i. টিক্কা খান
ii. রাও ফরমান আলী
iii. নেওয়াজী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৯৯.
১৯৭০ সালের আইনগত কাঠামো আদেশের অন্তর্ভুক্ত ছিল-
i. ১৯৭০ সালের জুন মাসের মধ্যে ভোটার তালিকা তৈরি
ii. জাতীয় পরিষদের প্রতিনিধি হবে মোট ৩১৩ জন
iii. প্রাদেশিক পরিষদের সদস্য হবে মোট ৬২১ জন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪০০.
সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের কোন পদের দায়িত্বে ছিলেন?
Ο ক) 
রাষ্ট্রপতি
Ο খ) 
প্রধানমন্ত্রী
Ο গ) 
উপরাষ্ট্রপতি
Ο ঘ) 
অর্থমন্ত্রী

  সঠিক উত্তর: (গ)

৪০১.
‘ক’ নামক জাতিরা বাংলাকে ‘বেঙ্গলা’- নামে অভিহিত করত। উদ্দীপকের সাথে মিল রয়েছে-
i �ভারতীয়দের
ii. পর্তুগিজদের
iii. ওলন্দাজদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (খ)

৪০২.
‘আমাদের সোনার বাংলা’ গানটি মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতো। এটি সমর্থন করছে এটি আমাদের-
i �জাতীয় সংগীত
ii. রণসংগীত
iii. রাষ্টীয় সংগীত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪০৩.
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর কোন দেশেরে সর্বাধিক অবদান?
Ο ক) 
সোভিয়েত ইউনিয়ন
Ο খ) 
নেপাল
Ο গ) 
ভুটান
Ο ঘ) 
যুক্তরাষ্ট্র

  সঠিক উত্তর: (ক)

৪০৪.
পাকিস্তানিরা হত্যা করেন-
i. সেলিনা পারভীনকে
ii. সুরকার আলতাফ মাহমুদকে
iii. সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪০৫.
বঙ্গবন্ধু আওয়ামী লীগ প্রতিষ্ঠায় উদ্যোগী হয় কত সালে?
Ο ক) 
১৯৫৮
Ο খ) 
১৯৪৯
Ο গ) 
১৯৫০
Ο ঘ) 
১৯৫১

  সঠিক উত্তর: (খ)

৪০৬.
মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে-
i. বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা
ii. স্কুলের ছাত্ররা
iii. কলেজের ছাত্ররা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪০৭.
আমার সোনার বাংলা আমি� তোমায় ভালোবাসি। গানটিকে কোন সরকার জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেয়?
Ο ক) 
আওয়ামী লীগ সরকার
Ο খ) 
বিএনপি সরকার
Ο গ) 
জাতীয় পার্টি সরকার
Ο ঘ) 
মুজিবনগর সরকার

  সঠিক উত্তর: (ঘ)

৪০৮.
স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে?
Ο ক) 
১ মার্চ ১৯৭০
Ο খ) 
২ মার্চ ১৯৭০
Ο গ) 
৩ মার্চ ১৯৭০
Ο ঘ) 
৪ মার্চ ১৯৭০

  সঠিক উত্তর: (ক)

৪০৯.
মুক্তিযুদ্ধে ভারত আমাদের নানাভাবে সাহায্য করেছিল তার বড় প্রমাণ কোনটি?
Ο ক) 
যৌথ কমাণ্ড গঠন
Ο খ) 
পাক বাহিনীর সমর্থন
Ο গ) 
পাকিস্তান বাহিনীকে আশ্রয় দান
Ο ঘ) 
পাকিস্তানে অস্ত্র প্রেরণ

  সঠিক উত্তর: (ক)

৪১০.
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে কার নাম ওতপ্রোতভাবে জড়িত?
Ο ক) 
ইন্দিরা গান্ধী
Ο খ) 
রাহুল গান্ধী
Ο গ) 
রাজীব গান্ধী
Ο ঘ) 
জহর লাল নেহেরু

  সঠিক উত্তর: (ক)

৪১১.
মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন?
Ο ক) 
ছাত্ররা
Ο খ) 
কৃষকরা
Ο গ) 
নারীরা
Ο ঘ) 
প্রবাসী বাঙালিরা

  সঠিক উত্তর: (ঘ)

৪১২.
এ. এইচ. এম কারুজ্জামান মুজিবনগর সরকারের কী ছিলেন?
Ο ক) 
রাষ্ট্রপতি
Ο খ) 
প্রধানমন্ত্রী
Ο গ) 
অর্থমন্ত্রী
Ο ঘ) 
স্বরাষ্ট্রমন্ত্রী

  সঠিক উত্তর: (ঘ)

৪১৩.
বাংলাদেশের জাতীয় সংগীতটি কত সালে রচিত হয়?
Ο ক) 
১৯০৫
Ο খ) 
১৯০৬
Ο গ) 
১৯০৭
Ο ঘ) 
১৯০৮

  সঠিক উত্তর: (খ)

৪১৪.
পাকিস্তান বাহিনী কোথায় আত্মসমর্পণ করেন?
Ο ক) 
রমনা পার্ক
Ο খ) 
রেসকোর্স ময়দানে
Ο গ) 
ভিক্টোরিয়া পার্কে
Ο ঘ) 
কলকাতায়

  সঠিক উত্তর: (খ)

৪১৫.
মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন?
Ο ক) 
শেখ মুজিবুর রহমান
Ο খ) 
তাজউদ্দীন আহমদ
Ο গ) 
সৈয়দ নজরুল ইসলাম
Ο ঘ) 
মওলানা ভাসানী

  সঠিক উত্তর: (খ)

৪১৬.
শুরুতে রাজাকার বাহিনী গঠিত হয়েছিল-
i. আনসারদের নিয়ে
ii. শান্তি কমিটি নিয়ে
iii. মুজাহিদের নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪১৭.
আলোচনা অসমাপ্ত রেখে ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করেন কত তারিখে?
Ο ক) 
২৩ মার্চ
Ο খ) 
২৪ মার্চ
Ο গ) 
২৫ মার্চ
Ο ঘ) 
২৬ মার্চ

  সঠিক উত্তর: (গ)

৪১৮.
সিরাজউদ্দীন হোসেনের ক্ষেত্রে কোনটি সামঞ্জস্য?
Ο ক) 
ডাক্তার
Ο খ) 
নাট্যকার
Ο গ) 
সাংবাদিক
Ο ঘ) 
শিল্পী

  সঠিক উত্তর: (গ)

৪১৯.
পাকবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ শুরু করে কখন?
Ο ক) 
গভীর রাতে
Ο খ) 
সকালে
Ο গ) 
বিকালে
Ο ঘ) 
সন্ধ্যায়

  সঠিক উত্তর: (ক)

৪২০.
মুজিবনগর সরকারের মন্ত্রলায়ের অন্তর্ভুক্ত-
i. পররাষ্ট্র
ii. সাধারণ প্রশাসন
iii. স্বাস্থ্য ও কল্যাণ বিভাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২১.
সর্বপ্রকার বিধিনিষেধ প্রত্যাহার করে পুনরায় রাজনৈতিক তৎপরতার অনুমতি দেওয়া হয় কত তারিখে?
Ο ক) 
১ জানুয়ারি ১৯৭০
Ο খ) 
২ জানুয়ারি ১৯৭০
Ο গ) 
৩ জানুয়ারি ১৯৭০
Ο ঘ) 
৪ জানুয়ারি ১৯৭০

  সঠিক উত্তর: (ক)

৪২২.
মুজিবনগর সরকারের ডেপুটি চিফ অব স্টাফ কে ছিলেন?
Ο ক) 
আবদুর রহমান
Ο খ) 
খন্দকার মোশতাক আহমদ
Ο গ) 
গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার
Ο ঘ) 
সৈয়দ নজরুল ইসলাম

  সঠিক উত্তর: (গ)

৪২৩.
মুক্তিবাহিনীর সঙ্গে ভারতের সেনা, নৌ, বিমানবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয় কত তারিখে?
Ο ক) 
২-১২ ডিসেম্বর
Ο খ) 
৪-১৪ ডিসেম্বর
Ο গ) 
৬-১৬ ডিসেম্বর
Ο ঘ) 
৮-১৮ ডিসেম্বর

  সঠিক উত্তর: (গ)

৪২৪.
পাকিস্তানি বাহিনীর হামলায় পুরান ঢাকার কোন কোন হিন্দু অধ্যূষিত এলাকার অবস্থা ছিল ভয়াবহ-
i. শাখারীবাজার
ii. তাঁতিবাজার
iii. গণকটুলী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২৫.
রিতা মুক্তাকে বলল, এদেশের রাজাকার, আল বদর, আল শামস ও শান্তি কমিটি পাকিস্তানিদের সাহায্য করেছিল। মুক্তা কাদের সম্পর্কে জানতে পারলো?
Ο ক) 
স্বাধীনতাবিরোধী শক্তি
Ο খ) 
স্বাধীনতার প্রেরণাদাতাদের
Ο গ) 
স্বাধীনতার পক্ষের শক্তি
Ο ঘ) 
বাংলার সুশীল সমাজের

  সঠিক উত্তর: (ক)

৪২৬.
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনের তারিখ পিছিয়ে কত তারিখে অনুষ্ঠিত হয়?
Ο ক) 
৫ ডিসেম্বর
Ο খ) 
৬ ডিসেম্বর
Ο গ) 
৭ ডিসেম্বর
Ο ঘ) 
৮ ডিসেম্বর

  সঠিক উত্তর: (গ)

৪২৭.
উপরে উল্লিখিত চিত্রটি আমাদের মুক্তিযুদ্ধকে করেছে-
i. সংগঠিত
ii. একত্রিত
iii. ঐক্যবদ্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২৮.
মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কীভাবে?
Ο ক) 
১৯৭০-৭১ সালের নির্বাচিত সদস্যদের নিয়ে
Ο খ) 
পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে
Ο গ) 
বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে
Ο ঘ) 
ইপিআর ও আনসার বাহিনী নিয়ে

  সঠিক উত্তর: (ক)

৪২৯.
১৯৭০ সালের নির্বাচনের ফলাফল মূল্যায়ন দেখা দেয়-
i �আওয়ামী লীগ পূর্ব-পাকিস্তানে জাতীয় পরিষদে ৭৫.১০% ভোট পায়
ii. আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে ৭০.৪৮% ভোট পায়
iii. জাতীয় পরিষদে ৭০.১০% ভোট পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৩০.
১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে পূর্ব-পাকিস্তানের সাধারণ আসন ছিল কতটি?
Ο ক) 
৩০০
Ο খ) 
৩০৫
Ο গ) 
৩১০
Ο ঘ) 
৩১৫

  সঠিক উত্তর: (ক)

৪৩১.
১৩৪২ সালের পর থেকে পুরো বাংলা কী নামে পরিচিত ছিল?
Ο ক) 
বাঙ্গালাহ
Ο খ) 
সুবাহ বাংলা
Ο গ) 
বঙ্গদেশ
Ο ঘ) 
বাংলাদেশ

  সঠিক উত্তর: (ক)

৪৩২.
জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কখন সম্পন্ন হয়?
Ο ক) 
১৯৮১ সালে
Ο খ) 
১৯৮২ সালে
Ο গ) 
১৯৮৩ সালে
Ο ঘ) 
১৯৮৪ সালে

  সঠিক উত্তর: (খ)

৪৩৩.
পাকিস্তান বাহিনী কোন সম্প্রদায়ের উপর বেশি নির্যাতন শুরু করে?
Ο ক) 
খ্রিস্টান
Ο খ) 
বৌদ্ধ
Ο গ) 
মুসলিম
Ο ঘ) 
হিন্দু

  সঠিক উত্তর: (ঘ)

৪৩৪.
বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?
Ο ক) 
গণভবনে
Ο খ) 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
Ο গ) 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
Ο ঘ) 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

  সঠিক উত্তর: (গ)

৪৩৫.
‘কেয়া বলল, জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের� পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব বাতিল করে ‘ক’ নামক দেশ। উদ্দীপকের সাথে সাদৃশ্য রয়েছে-
i সোভিয়েত ইউনিয়ন
ii. যুগোশ্লাভিয়া
iii. কিউবা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৩৬.
আওয়ামী লীগের গঠিত উপদ্রেষ্টা পরিষদের সদস্য ছিল-
i. মওলানা ভাসানী
ii. মণি সিং
iii. মনোরঞ্জন ধর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৩৭.
মুক্তিফৌজ বলতে বোঝায়-
Ο ক) 
সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধাদের সমন্বয়ে গঠিত বাহিনী
Ο খ) 
কাদেরীয়া বাহিনীকে
Ο গ) 
দেশের জন্য প্রাণ দানকে
Ο ঘ) 
আলবদর ও শান্তিবাহিনীকে

  সঠিক উত্তর: (ক)

৪৩৮.
বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু উদ্যেগী হয়-
i. ১৯৪৮ সালে ছাত্রলীগ গঠনে
ii. ১৯৪৮ সালে ছাত্রদল গঠনে
iii. ১৯৪৯ সালে আওয়ামী লীগ গঠনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৩৯.
মুজিবনগর সরকারের প্রতিটি সেক্টরেই ছিল নিয়মিত-
i. সেনা
ii. গেরিলা
iii. সাধারণ যোদ্ধা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৪০.
কাউন্সিল মুসলিম লীগের সভাপতি হিসেবে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) 
খাজা খয়েরুদ্দিন
Ο খ) 
খাজা মঈনদ্দীন
Ο গ) 
গোলাম আযম
Ο ঘ) 
মৌলভী ফরিদ আহমদ

  সঠিক উত্তর: (ক)

৪৪১.
মুনির টেলিভিশনের ‘ওরা ১১ জন’ ছবিতে দেখতে পেল যে, শত্রুপক্ষ দু’হাত উপরে তুলে আত্মসমর্পণ করছে। এ দৃশ্য দেখে মুনিরের কোন দিনের কথা মনে পড়ে গেল?
Ο ক) 
১০ ডিসেম্বর ১৯৭১
Ο খ) 
১২ ডিসেম্বর ১৯৭১
Ο গ) 
১৪ ডিসেম্বর ১৯৭১
Ο ঘ) 
১৬ ডিসেম্বর ১৯৭১

  সঠিক উত্তর: (ঘ)

৪৪২.
বাংলার ইতিহাসে ভারতের অবদান অতুলনীয়। এর যৌক্তিকতা হলো-
i. যুদ্ধের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সাহায্য করেছে তাই
ii. প্রতিবেশী দেশ তাই
iii. শরণার্থীদের আশ্রয় দিয়েছে তাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৪৩.
আওয়ামী লীগ মুজিব-ইয়াহিয়া আলোচনায় সংকট সমাধানের শেষ চেষ্টা করেন কত তারিখে?
Ο ক) 
২৪ মার্চ
Ο খ) 
২৫ মার্চ
Ο গ) 
২৬ মার্চ
Ο ঘ) 
২৭ মার্চ

  সঠিক উত্তর: (ক)

৪৪৪.
পাকিস্তানি বাহিনীকে প্রথমে প্রতিরোধ করেন-
i. বাঙালি
ii. ই.পি.আর বাহিনী
iii. পুলিশবাহিনী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৪৫.
আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয় কার নামে?
Ο ক) 
সৈয়দ নজরুল ইসলাম-এর
Ο খ) 
তাজউদ্দিন আহমেদ-এর
Ο গ) 
শেখ মুজিবুর রহমান-এর
Ο ঘ) 
মওলানা ভাসানী-এর

  সঠিক উত্তর: (গ)

৪৪৬.
অপরাজেয় বাংলা নির্মিত হয় কেন?
Ο ক) 
শিক্ষদের ত্যাগ স্মরণীয় করতে
Ο খ) 
কৃষকদের ত্যাগ স্মরণীয় করতে
Ο গ) 
পেশাজীবীদের ত্যাগ স্মরণ করতে
Ο ঘ) 
ছাত্রদের ত্যাগ স্মরণীয় করতে

  সঠিক উত্তর: (ঘ)

৪৪৭.
২৫ মার্চে পাক বাহিনী হামলা চালায়-
i. কাঁঠালবাগান
ii. মিরপুর
iii. ইন্দিরা রোড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৪৮.
তৌফিক পত্রিকার মাধ্যমে জানতে পারল যে, কিছু মানুষ তাদের খেলা, খবর পাঠ, দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধভিত্তিক গান, কবিতা পাঠ, নাটক ইত্যাদির মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে সহায়তা করে। তৌফিক কাদের কথা জানতে পারল?
Ο ক) 
শিল্পী-সাহিত্যিক বুদ্ধিজীবীদের
Ο খ) 
গণমাধ্যমকর্মীদের
Ο গ) 
প্রবাসী বাঙালিদের
Ο ঘ) 
সাধারণ জনতাদের

  সঠিক উত্তর: (ক)

৪৪৯.
মুক্তিযুদ্ধের বীরত্বের স্বীকৃতিস্বরুপ কতজন নারী ‘বীর প্রতীক’ খেতাব অর্জন করেন?
Ο ক) 
এক
Ο খ) 
দুই
Ο গ) 
তিন
Ο ঘ) 
চার

  সঠিক উত্তর: (খ)

৪৫০.
বাংলাদেশ থেকে ইংরেজ শাসনের অবসান ঘটে কত সালে?
Ο ক) 
১৯৪৫
Ο খ) 
১৯৪৬
Ο গ) 
১৯৪৭
Ο ঘ) 
১৯৪৮

  সঠিক উত্তর: (গ)

৪৫১.
কোনটি অনুযায়ী ব্যাংক ঋণের সুদ ও আসল প্রদান করা ব্যাংকের দায়িত্ব?
Ο ক) 
চুক্তি
Ο খ) 
মুনাফা
Ο গ) 
উদ্দেশ্য
Ο ঘ) 
লক্ষ্য

  সঠিক উত্তর: (ক)

৪৫২.
কে এককভাবে নির্বাচনের ঘোষণা দেন?
Ο ক) 
ইয়াহিয়া
Ο খ) 
মোহাম্মদ আলী জিন্নাহ
Ο গ) 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Ο ঘ) 
জিয়াউর রহমান

  সঠিক উত্তর: (গ)

৪৫৩.
পাকিস্তান সরকার কোন নাম পরিবর্তন করে নাম রাখে পূর্ব পাকিস্তান?
Ο ক) 
পূর্ববঙ্গ
Ο খ) 
পশ্চিম বঙ্গ
Ο গ) 
বাংলা
Ο ঘ) 
বাংলাহ

  সঠিক উত্তর: (ক)

৪৫৪.
উল্লিখিত ছবিটির স্থপতি কে?
Ο ক) 
তানভীর করিম
Ο খ) 
মঈনুল হোসেন
Ο গ) 
সৈয়দ আব্দুল্লাহ খালিদ
Ο ঘ) 
মোস্তফা আলী কুদ্দুস

  সঠিক উত্তর: (গ)

৪৫৫.
স্বাধীনতার বিরোধী শত্রু ছিল-
i. আল বদর বাহিনী
ii. শান্তি কমিটি
iii. আল শামস বাহিনী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৫৬.
১৯৪৭ সালের পর থেকেই পাকিস্তানি শাসকগোষ্ঠীর দ্বারা পূর্ব বাংলার জনগণ ভোগ করে সর্বপ্রকার-
i. অত্যাচার
ii. শোষণ
iii. জাতি নিপীড়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৫৭.
‘জিরো আওয়ারে’ পাকিস্তান সেনাবাহিনীর অভিযান শুরু করার কথা ছিল কত তারিখে?
Ο ক) 
২৪ মার্চ ১৯৭১
Ο খ) 
২৫ মার্চ ১৯৭১
Ο গ) 
২৬ মার্চ ১৯৭১
Ο ঘ) 
২৭ মার্চ ১৯৭১

  সঠিক উত্তর: (খ)

৪৫৮.
বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কখন?
Ο ক) 
১০ এপ্রিল ১৯৭১
Ο খ) 
১৭ এপ্রিল ১৯৭১
Ο গ) 
২০ এপ্রিল ১৯৭১
Ο ঘ) 
২৭ এপ্রিল ১৯৭১

  সঠিক উত্তর: (ক)

৪৫৯.
ছাত্রদের মাত্র তিন সপ্তাহের প্রশিক্ষণ আর হালকা অস্ত্র নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণ-
i. অসীম সাহস
ii. অসীম মনোবল
iii. অসীম দেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৬০.
দুজন নারী ‘বীর প্রতীক’ খেতাব অর্জন করেন কেন?
Ο ক) 
মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতি স্বরুপ
Ο খ) 
যুদ্ধে অংশগ্রহণের জন্য
Ο গ) 
যুদ্ধে অত্যাচারের শিকার হওয়ার জন্য
Ο ঘ) 
পাকবাহিনীর মোকাবেলা করার জন্য

  সঠিক উত্তর: (ক)

৪৬১.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
Ο ক) 
২৪ মার্চ
Ο খ) 
২৫ মার্চ
Ο গ) 
২৬ মার্চ
Ο ঘ) 
২৭ মার্চ

  সঠিক উত্তর: (গ)

৪৬২.
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি সমর্থন জানায় কোন দেশ?
Ο ক) 
ভারত
Ο খ) 
পাকিস্তান
Ο গ) 
নেপাল
Ο ঘ) 
ভূটান

  সঠিক উত্তর: (ক)

৪৬৩.
১৯৭১ সালে বাংলাদেশের কোন ঘটনা বিশ্ববাসীর বিবেককে নাড়া দেয়?
Ο ক) 
পাকিস্তানি বাহিনীর নারকীয় তাণ্ডব
Ο খ) 
বাংলাদেশের ভয়াবহ ভূমিকম্প
Ο গ) 
বাংলাদেশের ভয়াবহ ঘূর্ণিঝড়
Ο ঘ) 
বাংলাদেশের সিপাহী বিদ্রোহ

  সঠিক উত্তর: (ক)

৪৬৪.
মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটিতে সদস্য ছিলেন-
i. মণি সিংহ
ii. মওলানা ভাসানী
iii. মোজাফফর আহমেদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৬৫.
জাতীয় পরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল?
Ο ক) 
২১৩
Ο খ) 
৩০৩
Ο গ) 
৩১১
Ο ঘ) 
৩১৩

  সঠিক উত্তর: (ঘ)

৪৬৬.
পাকিস্তান বাহিনীর অত্যাচারে মৃত্যু হয়-
i. ড. গোবিন্দ চন্দ্র দেব
ii. ড. মুনীরুজ্জামান
iii. ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৬৭.
১৯৭০ সালের নির্বাচনে জামায়াত-ইসলামী পাকিস্তানের কত জন প্রার্থী ছিল?
Ο ক) 
৬৯
Ο খ) 
৭০
Ο গ) 
৭১
Ο ঘ) 
৭২

  সঠিক উত্তর: (ক)

৪৬৮.
পাকিস্তান বাহিনীর পাশবিক অত্যাচার দেখে বিশ্ববাসী ব্যক্ত করে-
i. পাকিস্তানের প্রতি নিন্দা
ii. পাকিস্তানের প্রতি প্রতিবাদ
iii. মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৬৯.
পাকিস্তান আমলেও ১৯৫৬ সাল অবধি আজকের বাংলাদেশ কী নামে পরিচিত ছিল?
Ο ক) 
পূর্ব বঙ্গ
Ο খ) 
পশ্চিম বঙ্গ
Ο গ) 
সুবাহ বাংলা
Ο ঘ) 
বেঙ্গল

  সঠিক উত্তর: (ক)

৪৭০.
বাংলাদেশের পতাকার সবুজ রং ব্যবহৃত হওয়ার কারণ কী?
Ο ক) 
সবুজ প্রকৃতিকে বোঝানোর জন্য
Ο খ) 
বাংলার মানুষ শান্তিকামী তার বোঝানোর জন্য
Ο গ) 
বাংলার প্রকৃতি শান্ত সেটি বোঝানোর জন্য
Ο ঘ) 
সবুজ রং শান্তির প্রতীক এটি বোঝানোর জন্য

  সঠিক উত্তর: (ক)

৪৭১.
পাকিস্তান বাহিনী কত হাজার সৈন্য নিয়ে যৌথ বাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করেন?
Ο ক) 
৯০
Ο খ) 
৯১
Ο গ) 
৯২
Ο ঘ) 
৯৩

  সঠিক উত্তর: (ঘ)

৪৭২.
পাকিস্তান সেনাবাহিনী শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির, দোকানপাট ধ্বংস করে কেন?
Ο ক) 
দেশে ইসলামি শাসন কায়েমের জন্য
Ο খ) 
তাদের পোড়া মাটি নীতির জন্য
Ο গ) 
দেশকে পুনরায় গঠনের জন্য
Ο ঘ) 
দেশের কুসংস্কার দূর করার জন্য

  সঠিক উত্তর: (খ)

৪৭৩.
ইলিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভ্রমণে গিয়ে জানতে পারে যে এখানের একটি হলে বসেই বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা তৈরি করা হয়েছিল। হলটির নাম কী?
Ο ক) 
জগন্নাথ হল
Ο খ) 
এসএম হল
Ο গ) 
জহুরুল হক হল
Ο ঘ) 
কবি জসীম উদ্দীন হল

  সঠিক উত্তর: (গ)

৪৭৪.
আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসির করে কে?
Ο ক) 
আইয়ুব খান
Ο খ) 
ইয়াহিয়া খান
Ο গ) 
লিয়াকত আলী খান
Ο ঘ) 
শেখ মুজিবুর রহমান

  সঠিক উত্তর: (খ)

৪৭৫.
মুজিবনগর সরকার গঠনের যৌক্তিক উদ্দেশ্য হলো-
i. মুক্তিযুদ্ধ পরিচালনা
ii. বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি
iii. সরকারের পক্ষে প্রচারণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৭৬.
১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্যদের কী বলা হতো?
Ο ক) 
এমএনএ
Ο খ) 
এমপিএ
Ο গ) 
এমএন
Ο ঘ) 
এম

  সঠিক উত্তর: (খ)

৪৭৭.
মুক্তিযুদ্ধে কৃষক শ্রেণি প্রতিটি আক্রমণে ছিল নিবেদিত প্রাণ। এর যথার্থ কারণ হলো-
i. তারা নিরস্ত্র ছিল
ii. যেকোনো মূল্যে স্বাধীনতা অর্জন
iii. সুবিধাবঞ্চিত শ্রেণি তাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৭৮.
ঢাকা বিশ্ববিদ্যালয় পাকবাহিনীর রোষানলে পড়ার কারণ কী?
Ο ক) 
সরকারবিরোধী আন্দোলন
Ο খ) 
পশ্চিম পাকিস্তানের সমর্থন
Ο গ) 
ভারতের সমর্থন
Ο ঘ) 
অধিকাংশ শিক্ষক হিন্দু হওয়ায়

  সঠিক উত্তর: (ক)

৪৭৯.
বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করে?
Ο ক) 
শিব নারায়ণ দাস
Ο খ) 
আ স ম আব্দুর রব
Ο গ) 
কামরুল হাসান
Ο ঘ) 
তানভীর মাহমুদ

  সঠিক উত্তর: (খ)

৪৮০.
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে উত্তর-পশ্চিম সীমান্তে মোট আসন ছিল কতটি?
Ο ক) 
৪০
Ο খ) 
৪২
Ο গ) 
৪৪
Ο ঘ) 
৪৬

  সঠিক উত্তর: (খ)

৪৮১.
অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত?
Ο ক) 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
Ο খ) 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
Ο গ) 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
Ο ঘ) 
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে

  সঠিক উত্তর: (গ)

৪৮২.
পাকিস্তান সরকার স্বাধীনতাবিরোধী কোন বাহিনী গড়ে তুলেছিল?
Ο ক) 
রাজাকার
Ο খ) 
আল শামস
Ο গ) 
আল বদর
Ο ঘ) 
শান্তি কমিটি

  সঠিক উত্তর: (ক)

৪৮৩.
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিল কত জন?
Ο ক) 
১৬০
Ο খ) 
১৬২
Ο গ) 
১৬৪
Ο ঘ) 
১৬৬

  সঠিক উত্তর: (খ)

৪৮৪.
আইনগত কাঠামো আদেশ জারি করেন কে?
Ο ক) 
ইয়াহিয়া খান
Ο খ) 
আইয়ুব খান
Ο গ) 
মোনায়েম খান
Ο ঘ) 
নুরুল আমিন

  সঠিক উত্তর: (ক)

৪৮৫.
মুজিবনগর সরকারের গড়ে তোলা বিভিন্ন সেক্টর ও সাব-সেক্টর যোগদান করে বাঙালি-
i. সেনা কর্মকর্তা
ii. ইপিআর
iii. পুলিশ, নৌ ও বিমানবাহিনীর সদস্যগণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৮৬.
বিভিন্ন দেশে কারা মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন?
Ο ক) 
ছাত্ররা
Ο খ) 
কৃষকরা
Ο গ) 
নারীরা
Ο ঘ) 
প্রবাসী বাঙালিরা

  সঠিক উত্তর: (ঘ)

৪৮৭.
সাকিব নিমিকে বললো যে, বাংলাদেশের এক মহান নেতা যিনি গ্রেফতার হবার পর পূর্বে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে যান। নিমি কার নাম জানতে পারলো?
Ο ক) 
মওলানা ভাসানী
Ο খ) 
শেখ মুজিবুর রহমান
Ο গ) 
হোসেন সোহরাওয়ার্দী
Ο ঘ) 
এ.কে ফজলুল হক

  সঠিক উত্তর: (খ)

৪৮৮.
আল বদর বাহিনীর প্রধান কে ছিল?
Ο ক) 
মতিউর রহমান নিজামী
Ο খ) 
তাজউদ্দীন আহমদ
Ο গ) 
খন্দকার মোশতাক আহমদ
Ο ঘ) 
এম. মনসুর আলী

  সঠিক উত্তর: (ক)

৪৮৯.
স্বাধীনতাকামী জনগণ যেভাবে উজ্জীবিত হয়-
i বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে
ii. সামরিক, আধাসামরিক ও বেসামরিক বাহিনীর সমর্থনের মাধ্যমে
iii. সকলের অংশগ্রহণের খববের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৯০.
কত সালে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে সগৌরবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ?
Ο ক) 
১৯৭০
Ο খ) 
১৯৭১
Ο গ) 
১৯৭২
Ο ঘ) 
১৯৭৩

  সঠিক উত্তর: (খ)

৪৯১.
কোন সালের ভোটার তালিকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিবাসীদেরকে অন্তর্ভুক্ত করা হয়?
Ο ক) 
১৯৭৮
Ο খ) 
১৯৬৯
Ο গ) 
১৯৭২
Ο ঘ) 
১৯৭৪

  সঠিক উত্তর: (খ)

৪৯২.
মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণ হলো, এর পরিপেক্ষিতে বলা যায়-
Ο ক) 
মুক্তিযুদ্ধ চেতনার ফসল
Ο খ) 
সাধারণ জনতার ত্যাগ
Ο গ) 
সরাসরি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ
Ο ঘ) 
মুক্তিযুদ্ধ স্বাধীনতাকামী মানুষকে অনুপ্রাণিত করেছে

  সঠিক উত্তর: (ঘ)

৪৯৩.
পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করে-
i. রাজারবাগ পুলিশলাইন
ii. পিলখানার ইপিআর হেড অফিস
iii. ঢাকা বিশ্ববিদ্যালয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৯৪.
অপারেশন সার্চ লাইট-এর প্রধান লক্ষ্য ছিল কোনটি?
Ο ক) 
ঢাকা বিশ্ববিদ্যালয়
Ο খ) 
রায়েরবাজার
Ο গ) 
মিরপুর
Ο ঘ) 
কলাবাগান

  সঠিক উত্তর: (ক)

৪৯৫.
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কে?
Ο ক) 
সৈয়দ নজরুল ইসলাম
Ο খ) 
তাজউদ্দীন আহমদ
Ο গ) 
এম কামরুজ্জামান
Ο ঘ) 
মওলানা ভাসানী

  সঠিক উত্তর: (ঘ)

৪৯৬.
তাজউদ্দীন আহমদ মুজিবনগর সরকারের কোন পদে বহাল ছিলেন?
Ο ক) 
রাষ্ট্রপতি
Ο খ) 
অর্থমন্ত্রী
Ο গ) 
উপ-রাষ্ট্রপতি
Ο ঘ) 
প্রধানমন্ত্রী

  সঠিক উত্তর: (ঘ)

৪৯৭.
চেক অঙ্কনে সতর্কতা মেনে চলবে কে?
Ο ক) 
মক্কেল
Ο খ) 
ব্যাংক
Ο গ) 
কর্তৃপক্ষ
Ο ঘ) 
বাহক

  সঠিক উত্তর: (ক)

৪৯৮.
৩ মার্চ ১৯৭০ সালে ছাত্রলীগ যে ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন তার প্রতি সমর্থন জানায়-
i. শ্রমিকরা
ii. কর্মকর্তা-কর্মচারী
iii. আপাময় জনসাধারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
তামিম তার বন্ধুর সাথে ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে গেলে তার বন্ধু বলল যে, একজন নেতা যার আগমন বা জন্ম না হলে বাংলার মানুষ জেগে উঠতো না, বিশ্বের ইতিহাসে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাম লেখা হতো না, দাঁড়িয়ে থাকতো না আমাদের এই জাতীয় স্মৃতিসৌধ এবং লেখা হতো না বাংলাদেশের ইতিহাস।
৪৯৯.
তামিমের বন্ধু কোন নেতার কথা বললেন?
Ο ক) 
তাজউদ্দীন আহমদ
Ο খ) 
সৈয়দ নজরুল ইসলাম
Ο গ) 
শেখ মুজিবুর রহমান
Ο ঘ) 
এ কে ফজলুল হক

  সঠিক উত্তর: (গ)

৫০০.
অনুচ্ছেদে উল্লিখিত নেতার অন্যতম অবদান হলো-
i. ১৯৬৬-এর ছয়দফা আন্দোলনে
ii. ১৯৭০-এর নির্বাচনে
iii. ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

HSC-2024 ফলাফল দেখুন সহজে

  HSC-2024 ফলাফল দেখুন সহজে সবার আগে                 যশোর বোর্ড   একক ফলাফল যশোর বোর্ড College ফলাফল সকল বোর্ড সার ্ভার -1   সকল বোর্...