এস.এস.সি ||
ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৫: ব্যবসায়ের আইনগত দিক |
১. |
নিচের কোনটি ফ্রানসাইজিং ব্যবসায়ের উদাহরণ? |
Ο ক) |
ব্যান্ড বকস কোম্পানি |
Ο খ) |
স্কয়ার |
Ο গ) |
আজাদ প্রডাক্টস |
Ο ঘ) |
আশা |
সঠিক উত্তর: (ক)
২. |
পাবলিক লি. কোম্পানির নিবন্ধন করার জন্য নির্ধারিত ফিসহ নিবন্ধকের নিকট জমা দেওয়া প্রয়োজন- i. স্মারকলিপির এক কপি ii. বিবরণপত্রের এক কপি iii. পরিচালক হিসেবে কাজ করার সম্মতিসূচক পত্র নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩. |
উপমহাদেশে কত সালে ট্রেডমার্কস আইন প্রণয়ন করা হয়? |
Ο ক) |
১৯০০ সালে |
Ο খ) |
১৯১০ সালে |
Ο গ) |
১৯৩০ সালে |
Ο ঘ) |
১৯৪০ সালে |
সঠিক উত্তর: (ঘ)
৪. |
ব্যবসায়িক ঝুঁকি পরিহার বা কমানোর উত্তম উপায় কোনটি? |
Ο ক) |
পেটেন্ট করা |
Ο খ) |
বিমাকরণ |
Ο গ) |
ট্রেডলাইসেন্স |
Ο ঘ) |
প্রতীকীকরণ |
সঠিক উত্তর: (খ)
৫. |
নৌ বিমার বিষয়বস্তুতে বিমাযোগ্য স্বার্থ থাকে- i. পণ্য প্রেরক বা পণ্যের মালিকের প্রেরিত পণ্যের ওপর ii. জাহাজের মালিকের জাহাজ এবং ভাড়ার ওপর iii. বিমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬. |
কোনটি ছাড়া কোনো ব্যবসায় হয় না? |
Ο ক) |
ক্ষতি |
Ο খ) |
লাভ |
Ο গ) |
ঝুঁকি |
Ο ঘ) |
বিমা |
সঠিক উত্তর: (গ)
৭. |
বিমাকারী প্রতিষ্ঠান কিসের বিনিময়ে ক্ষতির জন্যে ক্ষতিপূরণ দিয়ে থাকে? |
Ο ক) |
প্রাপ্ত প্রিমিয়ামের বিনিময়ে |
Ο খ) |
ঋণ গ্রহণের বিনিময়ে |
Ο গ) |
কমিশনের বিনিময়ে |
Ο ঘ) |
অগ্রিম গ্রহণের বিনিময়ে |
সঠিক উত্তর: (ক)
৮. |
ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আবেদন করলে কত বছরের জন্যে নবায়ন করা যায়? |
Ο ক) |
সাত বছর |
Ο খ) |
আট বছর |
Ο গ) |
নয় বছর |
Ο ঘ) |
দশ বছর |
সঠিক উত্তর: (ঘ)
৯. |
বিমার কয়টি পক্ষ থাকে? |
Ο ক) |
দুই |
Ο খ) |
তিন |
Ο গ) |
চার |
Ο ঘ) |
পাঁচ |
সঠিক উত্তর: (ক)
১০. |
নিবন্ধন পাওয়ার পর পরই কোন ব্যবসায় সংগঠন কার্য আরম্ভ করতে পারে? |
Ο ক) |
অংশীদারি সংগঠন |
Ο খ) |
কোম্পানি সংগঠন |
Ο গ) |
পাবলিক লিমিটেড কোম্পানি |
Ο ঘ) |
প্রাইভেট লিমিটেড কোম্পানি |
সঠিক উত্তর: (ঘ)
১১. |
ব্যবসায়ের প্রাকৃতিক ঝুঁকি হলো- i. বন্যা ii. চুরি-ডাকাতি iii. অতিবৃষ্টি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১২. |
ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূরীকরণের হাতিয়ার হিসেবে বিমার সামগ্রিক উন্নয়ন বলতে নিচের কোনটি বোঝায়? |
Ο ক) |
ব্যক্তি ও পারিবারিক জীবন বিমার গুরুত্বকে বোঝায় |
Ο খ) |
অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে বিমার গুরুত্বকে বোঝায় |
Ο গ) |
শিল্প ও ব্যবসায়-বাণিজ্যের উন্নয়নে বিমার গুরুত্বকে বোঝায় |
Ο ঘ) |
নৌ, অগ্নি ও জীবন বিমার গুরুত্বকে বোঝায় |
সঠিক উত্তর: (গ)
১৩. |
ফ্রানসাইজিং এর অসুবিধা হলো- i. কঠোর মনিটর ii. বেশি পরিমাণ বিনিয়োগ iii. ব্যবসায় সংক্রান্ত পরামর্শ দেয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৪. |
মি. জামান ভারতে চামড়া রপ্তানির জন্যে ১৫,০০০ টাকা প্রিমিয়ামের মাধ্যমে একটি নৌ বিমা চুক্তি করেন। মি. জামান সমুদ্রপথে কোনো ক্ষয়-ক্ষতি ছাড়াই ভারতে পণ্য প্রেরনে সক্ষম হন। এক্ষেত্র কোনটি ঘটবে? |
Ο ক) |
সুদসহ প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন |
Ο খ) |
শুধুমাত্র প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন |
Ο গ) |
কোনো অর্থ ফেরত পাবেন না |
Ο ঘ) |
বিমাকারী নির্দিষ্ট অংশ কেটে রেখে বাকি অর্থ ফেরত দিবে |
সঠিক উত্তর: (গ)
১৫. |
পেটেন্ট ধারণার উৎপত্তি হয়েছে কীসের জন্যে? |
Ο ক) |
প্রকৃত উদ্ভাবক যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় |
Ο খ) |
উদ্ভাবক যাতে অধিক মুনাফা অর্জন করতে পারে |
Ο গ) |
উদ্ভাবক যাতে পণ্য বিক্রয় করতে পারে |
Ο ঘ) |
উদ্ভাবক যাতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে |
সঠিক উত্তর: (ক)
১৬. |
বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষনের জন্য প্রয়োজন কোনটি? |
Ο ক) |
আইনগত বিধি-বিধান |
Ο খ) |
বিমা |
Ο গ) |
ফ্রাইনসাইজ চুক্তি |
Ο ঘ) |
শিল্পনীতি |
সঠিক উত্তর: (ক)
১৭. |
প্রত্যেক দেশেই বিমার কদর বেড়ে চলেছে।কারণ- i. দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্যে ii. অর্থনৈতিক উন্নয়নের জন্যে iii. শিল্প বাণিজ্যের উন্নয়নের জন্যে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৮. |
পৌর এলাকার বাইরে একমালিকানা ব্যবসায় গঠন করতে কোথা থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়? |
Ο ক) |
বিসিক শিল্প নগরী |
Ο খ) |
ইউনিয়ন পরিষদ |
Ο গ) |
জেলা প্রশাসন |
Ο ঘ) |
পৌরসভা |
সঠিক উত্তর: (গ)
১৯. |
ফ্রানসাইজিং-এর মাধ্যমে ব্যবসায় করার সুবিধা হলো- i. যেকোনো সময়ে অর্থায়নের ব্যবস্থা ii. কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা iii. ব্রান্ড্রের পণ্য বাজারজাতকরণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২০. |
মি. রিপন ও মি. শিপন দুই বন্ধু। তারা একটি অংশীদারী কারবার গঠন করতে চায়। নিচের কোন কাজটি করা তাদের জন্য বাধ্যতামূলক নয়? |
Ο ক) |
নিবন্ধন |
Ο খ) |
চুক্তি |
Ο গ) |
মূলধন সংগ্রহ |
Ο ঘ) |
কোনটিই নয় |
সঠিক উত্তর: (ক)
২১. |
কোন ধরণের ঝুঁকি এড়াতে নৌবিমা করা হয়? i. ঝড় ঝঞ্ঝা ii. দস্যুতা iii. যুদ্ধবিগ্রহ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২২. |
বিমার প্রয়োজন হয়- i. ভবিষ্যৎ অনিশ্চয়তার জন্যে ii. ব র্ত মানে সচ্ছলচভাবে চলার জন্যে iii. ভবিষ্যতে সঞ্চয়ের জন্যে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৩. |
সেবার ক্ষেত্রে অন্যের অনুরূপ সেবা থেকে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে কী বলে? |
Ο ক) |
ট্রেডমার্ক |
Ο খ) |
কপিরাইট |
Ο গ) |
সার্ভিস মার্ক |
Ο ঘ) |
পেটেন্ট |
সঠিক উত্তর: (গ)
২৪. |
পৌর এলাকায় ব্যবসায় করলে কার নিকট থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়? |
Ο ক) |
জেলা প্রশাসকের নিকট থেকে |
Ο খ) |
থানা নির্বাহী অফিসারের নিকট থেকে |
Ο গ) |
পৌর কমিশনারের নিকট থেকে |
Ο ঘ) |
সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের নিকট থেকে |
সঠিক উত্তর: (ঘ)
২৫. |
ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার মেয়াদ উল্রেখ করতে হয়- i. একমালিকানা ব্যবসায়ে ii. অংশীদারি ব্যবসায়ে iii. সমবায় ব্যবসায়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৬. |
কখন অন্যের জীবনের ওপর বিমা করা হয়? |
Ο ক) |
মুনাফার স ম্ভাবনা থাকলে |
Ο খ) |
চূড়ান্ত সদ্বিশ্বাস থাকলে |
Ο গ) |
প্রিমিয়াম পাবার সম্ভাবনা থাকলে |
Ο ঘ) |
বিমাযোগ্য স্বার্থ থাকলে |
সঠিক উত্তর: (ঘ)
২৭. |
বর্তমানে বাংলাদেশে কত সালের আইন চালু রয়েছে? |
Ο ক) |
২০০৪ |
Ο খ) |
২০০৮ |
Ο গ) |
২০১৩ |
Ο ঘ) |
২০১১ |
সঠিক উত্তর: (গ)
২৮. |
কোন জাতীয় মিার শর্তানুসারে নির্দিষ্ট প্রিমিয়ামের পরিবর্তে আশাঙ্কিত দূর্ঘটনাজনিত ক্ষতি সংঘটিত হলে বিমাকারী বিমাগ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদান করে? |
Ο ক) |
জীবন বিমা |
Ο খ) |
দূর্ঘটনা বিমা |
Ο গ) |
শস্যবিমা |
Ο ঘ) |
বিশ্বস্ততা বিমা |
সঠিক উত্তর: (খ)
২৯. |
নৌ বিমার বিষয়বস্তুতে বিমাযোগ্য স্বার্থ থাকে- i. পণ্য প্রেরক বা পণ্যের মালিকের প্রেরিত পণ্যের ওপর ii. জাহাজের মালিকের জাহাজ এবং ভাড়ার ওপর iii. বিমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩০. |
নিচের কোনটি মেধাসম্পদ নয়? |
Ο ক) |
পেটেন্ট |
Ο খ) |
ট্রেডমার্ক |
Ο গ) |
কপিরাইট |
Ο ঘ) |
যন্ত্রপাতি |
সঠিক উত্তর: (ঘ)
৩১. |
কার্যারম্ভের অনুমতি পত্র প্রয়োজন হয়- i. প্রাইভেট লি. কোম্পানির ক্ষেত্রে ii. পাবলিক লি. কোম্পানির ক্ষেত্রে iii. সমবায় সমিতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩২. |
অংশীদারি কারবারের ‘চুক্তিপত্র’ হচ্ছে- i. মূলভিত্তিস্বরূপ ii. ঐচ্ছিক ব্যাপার iii. অলিখিত, লিখিত, বা নিবন্ধিত দলিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৩. |
সর্বাধিক প্রচলিত বিমা কত প্রকার? |
Ο ক) |
পাঁচ প্রকার |
Ο খ) |
তিন প্রকার |
Ο গ) |
দু প্রকার |
Ο ঘ) |
চার প্রকার |
সঠিক উত্তর: (ঘ)
৩৪. |
নিচের কোনটি পাবলিক লিমিটেড কোম্পানির কার্যারম্ভের জন্য আবশ্যক? |
Ο ক) |
স্মারকলিপি |
Ο খ) |
পরিমেল নিয়মাবলি |
Ο গ) |
মূলধন |
Ο ঘ) |
কার্যারম্ভের অনুমতিপত্র |
সঠিক উত্তর: (ঘ)
৩৫. |
কোনটি দ্বারা সৃষ্ট কাজই মেধাসম্পদ? |
Ο ক) |
মনন |
Ο খ) |
মেধা |
Ο গ) |
চিন্তা |
Ο ঘ) |
ক ও খ |
সঠিক উত্তর: (ঘ)
৩৬. |
সেবার ক্ষেত্রে ব্যবহৃত স্বতন্ত্র প্রতীককে কী বলে? |
Ο ক) |
ট্রেডমার্ক |
Ο খ) |
সার্ভিস মার্ক |
Ο গ) |
পণ্য প্রতীক |
Ο ঘ) |
নিবন্ধন |
সঠিক উত্তর: (খ)
৩৭. |
শিক্ষা বা ব্যবসায় উদ্যোক্তার মেধাসম্পদ বলতে কী বোঝায়? |
Ο ক) |
যা উদ্যোক্তার দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে উদ্ভাবন করেছে |
Ο খ) |
যা উদ্যোক্তা অন্যের কাছ থেকে নকল করেছে |
Ο গ) |
যা উদ্যোক্তা স্বল্প সময়ের মধ্যে উদ্ভাবন করেছে |
Ο ঘ) |
যা উদ্যোক্তার সৃজনশীলতা থেকে এসেছে |
সঠিক উত্তর: (ক)
৩৮. |
যে বিমা চুক্তির মাধ্যমে অগ্নিজনিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান করা হয় তাকে কোন বীমা বলে? |
Ο ক) |
জীবন বীমা |
Ο খ) |
দাঙ্গা বিমা |
Ο গ) |
অগ্নি বীমা |
Ο ঘ) |
দায় বিমা |
সঠিক উত্তর: (গ)
৩৯. |
কপিরাইট আইন দ্বারা সংরক্ষিত হয়- i. গল্প, নাটক, প্রবন্ধ ii. কম্পিউটার সফটওয়্যার iii. চলচ্চিত্র, সংগীত, যন্ত্র সংগীত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪০. |
ব্যবসায়ী বা সাধারণ লোক চুরি, ডাকাতি ইত্যাদি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের ক্ষতির বিপরীতে ক্ষতিপূরণ পাওয়ার নিমিত্তে কোন ধরনের বিমা করা হয়? |
Ο ক) |
দুর্ঘটনা বিমা |
Ο খ) |
ক্ষতিপূরণ বিমা |
Ο গ) |
সততা বিমা |
Ο ঘ) |
অপহরণ বিমা |
সঠিক উত্তর: (ক)
৪১. |
ফ্রানসাইজিং চুক্তিতে কয়টি বিষয় অন্তর্ভুক্ত হয়? |
Ο ক) |
পাঁচটি |
Ο খ) |
সাতটি |
Ο গ) |
নয়টি |
Ο ঘ) |
এগারটি |
সঠিক উত্তর: (খ)
৪২. |
মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজকে কী বলে? |
Ο ক) |
সৃজনশীলতা |
Ο খ) |
আবিষ্কার |
Ο গ) |
উদ্ভাবন |
Ο ঘ) |
মেধা সম্পদ |
সঠিক উত্তর: (ঘ)
৪৩. |
ট্রেডমার্ক রেজিস্ট্রেশন নবায়ন করা যায় কীভাবে? |
Ο ক) |
পুনঃপুন নবায়নের মাধ্যমে অনির্দিষ্ট কাল পর্যন্ত |
Ο খ) |
৭ বছরের জন্যে |
Ο গ) |
শুধুমাত্র ১০ বছরের জন্যে |
Ο ঘ) |
১৭ বছরের জন্যে |
সঠিক উত্তর: (ক)
৪৪. |
নিবন্ধনের প্রমাণস্বরূপ, নিবন্ধক প্রদান করেন- |
Ο ক) |
সদস্য পত্র |
Ο খ) |
চাহিদা পত্র |
Ο গ) |
সরবরাহ পত্র |
Ο ঘ) |
অনুমতি পত্র |
সঠিক উত্তর: (ঘ)
৪৫. |
সাধারণ পরিমিত যৌথমূলধনী কোম্পানি কোনটি? |
Ο ক) |
প্রাইভেট লি. কোম্পানি |
Ο খ) |
পাবলিক লি. কোম্পানি |
Ο গ) |
ঘরোয়া পরিমিত দায়সম্পন্ন কোম্পানি |
Ο ঘ) |
কোনোটিই নয় |
সঠিক উত্তর: (খ)
৪৬. |
সমবায়র কয়টি কপি নিবন্ধকের নিকট দাখিল করতে হয়? |
Ο ক) |
দুইটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
চারটি |
Ο ঘ) |
পাঁচটি |
সঠিক উত্তর: (খ)
৪৭. |
একজন ব্যবসায়ীর জন্য গুরুত্বপূর্ণ কাজ কোনটি? |
Ο ক) |
প্রমিতকরণ |
Ο খ) |
বিজ্ঞাপন |
Ο গ) |
ঝুঁকি নিরূপণ |
Ο ঘ) |
মোড়কিকরণ |
সঠিক উত্তর: (গ)
৪৮. |
ফ্রানসাইজিং প্রতিষ্ঠান প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে নিবন্ধনপত্র সংগ্রহ করতে হবে কোথা থেকে? |
Ο ক) |
রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানির কাছ থেকে |
Ο খ) |
বিভাগীয় কমিশনারের কাছ থেকে |
Ο গ) |
জেলা প্রশাসকের কাছ থেকে |
Ο ঘ) |
সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে |
সঠিক উত্তর: (ক)
৪৯. |
যে চুক্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দূর্ঘটনাজনিত ক্ষতির জন্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে তাকে কী বলে? |
Ο ক) |
সঞ্চয় |
Ο খ) |
বিনিয়োগ |
Ο গ) |
মলধন |
Ο ঘ) |
বিমা |
সঠিক উত্তর: (ঘ)
৫০. |
কোন প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে? |
Ο ক) |
বিটাক |
Ο খ) |
বিএসটিআই |
Ο গ) |
বিসিক |
Ο ঘ) |
বেসিক |
সঠিক উত্তর: (খ)
৫১. |
একমালিকানা ব্যবসায়ের নিবন্ধন ও লাইসেন্স সংগ্রহ করতে হয়- i. পৌর কর্তৃপক্ষের নিকট থেকে ii. নিবন্ধকের নিকট থেকে iii. জেলা প্রশাসকের নিকট থেকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫২. |
KFC কোন দেশের প্রতিষ্ঠান? |
Ο ক) |
জাপান |
Ο খ) |
জার্মান |
Ο গ) |
আমেরিকা |
Ο ঘ) |
কানাডা |
সঠিক উত্তর: (গ)
৫৩. |
পণ্যের প্রতীক রেজিস্ট্রেশন এর জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি? |
Ο ক) |
বিএসটিআই |
Ο খ) |
বেসিক |
Ο গ) |
বিসিক |
Ο ঘ) |
বিটাক |
সঠিক উত্তর: (ক)
৫৪. |
পেটেন্টের মাধ্যমে মালিকানা প্রদানের ক্ষেত্রে কাদের মধ্যে চুক্তি হয়? |
Ο ক) |
পণ্যের উদ্ভাবক ও সরকার |
Ο খ) |
নিবন্ধক ও উদ্ভাবক |
Ο গ) |
নিবন্ধক ও সরকার |
Ο ঘ) |
নিবন্ধক ও আবিষ্কারক |
সঠিক উত্তর: (ক)
৫৫. |
আবিষ্কারকে পেটেন্ট প্রদানের উদ্দেশ্য হলো- i. নির্দিষ্ট সময়ে অন্য কেউ এটি তৈরি করতে পারবে না ii. নির্দিষ্ট সময়ে অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে না iii. নির্দিষ্ট সময়ে অন্য কেউ এটি বিক্রয় করতে পারবে না নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৬. |
চুক্তি অনুযায়ী বিমাগ্রহীতা যে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিমাকারীকে প্রদান করে তাকে কী বলা হয়? |
Ο ক) |
প্রিমিয়াম |
Ο খ) |
দত্তাংশ |
Ο গ) |
চাঁদা |
Ο ঘ) |
সেবা ফী |
সঠিক উত্তর: (ক)
৫৭. |
মেধাসম্পদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কোনটি? i. প্রতীক ii. নাম iii. স্বাক্ষর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৮. |
ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূরীকরণের হাতিয়ার হিসেবে বিমার সামগ্রিক উন্নয়ন বলতে কোনটিকে বোঝায়? |
Ο ক) |
ব্যক্তি ও পারিবারিক জীবন বিমার গুরুত্বকে বোঝায় |
Ο খ) |
অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে বিমার গুরুত্বকে বোঝায় |
Ο গ) |
শিল্প ও ব্যবসায়-বাণিজ্যের উন্নয়নে বিমার গুরুত্বকে বোঝায় |
Ο ঘ) |
নৌ, অগ্নি ও জীবন বিমার গুরুত্বকে বোঝায় |
সঠিক উত্তর: (গ)
৫৯. |
খ্যাতনামা কোনো কোম্পানির নাম ব্যবহার এবং এর পণ্য তৈরি, বিক্রি বা বিতরণ করার অধিকারকে কী বলে? |
Ο ক) |
পেটেন্ট |
Ο খ) |
ফ্রানসাইজিং |
Ο গ) |
ট্রেডমার্ক |
Ο ঘ) |
কপিরাইট |
সঠিক উত্তর: (খ)
৬০. |
ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সুবিধা হলো- i. পণ্যের মালিককে একচ্ছত্র স্বত্ব প্রদান ii. আইনগত প্রতিকার iii. কর অবকাশ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬১. |
কোনটি পেটেন্টের উদ্দেশ্য? i. শিল্পোদ্যোক্তার পরিশ্রমলব্ধ উদ্ভাবন নকল করে যাতে অন্য কেউ তৈরি করতে না পারে ii. উদ্ভাবককে একচ্ছত্র মালিকানা প্রদান iii. উদ্ভাবককে মুনাফার নিশ্চয়তা প্রদান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬২. |
ব্যবসায়ের জন্য অত্যন্ত সহায়ক কী? |
Ο ক) |
অর্থ |
Ο খ) |
ব্যাংক |
Ο গ) |
বিমা |
Ο ঘ) |
পরিবহন |
সঠিক উত্তর: (গ)
৬৩. |
ফ্রানসাইজিং চুক্তির বলে ফ্রানসাইজর কখন চুক্তি বাতিল করতে পারে? |
Ο ক) |
ফ্রানসাইজির কার্য অধিকার দেওয়ার আগেই ফ্রানসাইজার ফি দাবি করলে |
Ο খ) |
ফ্রানসাইজরের মানদন্ড অনুযায়ী ব্যবসায় সফল না হলে |
Ο গ) |
ফ্রানসাইজরের প্রেরিত পণ্য অধিক মূল্যে বিক্রয় করলে |
Ο ঘ) |
ব্যবসায়ের এলাকা নির্ধারণ, অবকাঠামো নির্মাণ করতে না পারলে |
সঠিক উত্তর: (খ)
৬৪. |
ফ্রাইসাইজিং এর অসুবিধা হলো- i. কঠোর মনিটরিং ii. বেশি পরিমাণ বিনিয়োগ iii. ব্যবসায় সংক্রান্ত পরামর্শ নেওয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬৫. |
নৌ বিমা করা হয়- i. জলদস্যুর ঝুঁকি এড়ানোর জন্যে ii. ঝড়-ঝঞ্ঝার ঝুঁকি এড়ানোর জন্যে iii. অগ্নিজনিত ঝুঁকি হ্রাস করার জন্যে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬৬. |
ব্যক্তির জীবন বা সম্পত্তি বিনাশের ঝুঁকি কোন বিমার আওতাভুক্ত? |
Ο ক) |
জীবন বিমা |
Ο খ) |
নৌ বিমা |
Ο গ) |
অগ্নি বিমা |
Ο ঘ) |
দুর্ঘটনা বিমা |
সঠিক উত্তর: (ক)
৬৭. |
অগ্নি বিমা করা হয়- i. পণ্যের জন্যে ii. কারখানার জন্যে iii. ঘরবাড়ির জন্যে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৮. |
কোন তারিখ থেকে বিশ্ব মেধাসম্পদ দিবস পালন করা হয়? |
Ο ক) |
২০ এপ্রিল |
Ο খ) |
২৬ এপ্রিল |
Ο গ) |
২৫ মে |
Ο ঘ) |
৫ মে |
সঠিক উত্তর: (খ)
৬৯. |
কয়টি কারণে ব্যবসায় প্রতিষ্ঠান ঝুঁকির সম্মুখীন হয়? |
Ο ক) |
দুইটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
চারটি |
Ο ঘ) |
পাঁচটি |
সঠিক উত্তর: (ক)
৭০. |
পরিবারের কর্তার জীবন বিমা করা থাকলে তার অকাল মৃত্যুতে কে ক্ষতিপূরণ পাবে? |
Ο ক) |
তার স্ত্রী |
Ο খ) |
তার সন্তানেরা |
Ο গ) |
তার মনোনীত ব্যক্তি |
Ο ঘ) |
তার পিতা |
সঠিক উত্তর: (গ)
৭১. |
প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আবেদনপত্রের সাথে কোন দলিলটি না থাকলেও চলে? |
Ο ক) |
স্মারকলিপির একটি কপি |
Ο খ) |
পরিচালক হিসেবে কাজ করার সম্মতিসূচক পত্র |
Ο গ) |
আইনের ধারা পালনের ঘোষণাপত্র |
Ο ঘ) |
প্রস্তাবিত মূলধনের বিবরণ |
সঠিক উত্তর: (খ)
৭২. |
বিমা ব্যবসায়ের সবচেয়ে জনপ্রিয় কোনটি? |
Ο ক) |
জীবন বিমা |
Ο খ) |
নৌ বিমা |
Ο গ) |
অগ্নি বিমা |
Ο ঘ) |
দুর্ঘটনা বিমা |
সঠিক উত্তর: (ক)
৭৩. |
সারা বিশ্ব কত তারিখে মেধাসম্পদ দিবস হিসেবে পালন করে? |
Ο ক) |
২৪ এপ্রিল |
Ο খ) |
২৬ এপ্রিল |
Ο গ) |
২৪ মে |
Ο ঘ) |
২৬ মে |
সঠিক উত্তর: (খ)
৭৪. |
ফ্রানসাইজিং চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? |
Ο ক) |
ফ্রানসাইজর ও ফ্রান সাইজি |
Ο খ) |
ফ্রানসাইজ র ও সরকার |
Ο গ) |
ফ্রানসাইজি ও সরকার |
Ο ঘ) |
ফ্রানসাইজি ও ক্রেতা |
সঠিক উত্তর: (ক)
৭৫. |
কোন কোম্পানির জন্য ব্যবসায় আরম্ভ করার পূর্বে কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ করা প্রয়োজন? |
Ο ক) |
পাবলিক লিমিটেড কোম্পানি |
Ο খ) |
একমালিকানা ব্যবসায় |
Ο গ) |
সমবায় ব্যবসায় |
Ο ঘ) |
অংশীদারি ব্যবসায় |
সঠিক উত্তর: (ক)
৭৬. |
বিমার প্রয়োজন হয়- i. ভবিষ্যত অনিশ্চয়তার জন্যে ii. বর্তমানে স্বচ্ছলভাবে চলার জন্যে iii. ভবিষ্যতে সঞ্চয়ের জন্যে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৭৭. |
একমালিকানা ব্যবসায়ের ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়- i. পৌর এলাকার ভিতর হলে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে ii. পৌর এলাকার বাইরে হলে জেলা প্রশাসনের কাছ থেকে iii. পৌর এলাকার বাইরে হলে ইউনিয়ন পরিষদ থেকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭৮. |
বর্তমানে বাংলাদেশে কোন বিমা আইন চালু রয়েছে? |
Ο ক) |
বিমা আইন ২০০৯ |
Ο খ) |
বিমা আইন ২০১০ |
Ο গ) |
বিমা আইন ২০১১ |
Ο ঘ) |
বিমা আইন ২০১২ |
সঠিক উত্তর: (খ)
৭৯. |
কোন বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ নির্ণয় করা দুঃসাধ্য? |
Ο ক) |
অগ্নি বিমা |
Ο খ) |
শস্য বিমা |
Ο গ) |
জীবন বিমা |
Ο ঘ) |
নৌ বিমা |
সঠিক উত্তর: (গ)
৮০. |
ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হলো- |
Ο ক) |
চুক্তিপত্র |
Ο খ) |
ব্রান্ডেড |
Ο গ) |
স্বীকৃত মান ও প্রক্রিয়া যাচাই |
Ο ঘ) |
বিক্রয় বৃদ্ধি |
সঠিক উত্তর: (ক)
৮১. |
ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কী? |
Ο ক) |
উৎপাদন |
Ο খ) |
বাজারজাতকরণ |
Ο গ) |
মুনাফা অর্জন |
Ο ঘ) |
চুক্তি |
সঠিক উত্তর: (ঘ)
৮২. |
কোনো লেখক ও প্রশাকের মধ্যে বই মুদ্রণ ও বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি হলে তাকে কী বলে? |
Ο ক) |
কপিরাইট চুক্তি |
Ο খ) |
পেটেন্ট চুক্তি |
Ο গ) |
ট্রেডমার্ক চুক্তি |
Ο ঘ) |
ফ্রানসাইজিং চুক্তি |
সঠিক উত্তর: (ক)
৮৩. |
কোনটি ব্যবসায়ের প্রাকৃতিক ঝুঁকি? i. অতিবৃষ্টি ii. সিডর iii. ডাকাতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৮৪. |
কোন বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণের জন্য সব দেশেই আইনগত বিধি বিধান রয়েছে? |
Ο ক) |
আসবাবপত্র |
Ο খ) |
যন্ত্রপাতি |
Ο গ) |
পেটেন্ট |
Ο ঘ) |
অফিস সরঞ্জাম |
সঠিক উত্তর: (গ)
৮৫. |
মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আবেদন করলে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন কত বছরের জন্য নবায়ন করা যায়? |
Ο ক) |
২ বছর |
Ο খ) |
৫ বছর |
Ο গ) |
১০ বছর |
Ο ঘ) |
১২ বছর |
সঠিক উত্তর: (গ)
৮৬. |
বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা? |
Ο ক) |
অর্থ |
Ο খ) |
শিল্প |
Ο গ) |
সংস্থাপন |
Ο ঘ) |
আইন |
সঠিক উত্তর: (খ)
৮৭. |
কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়- i. গল্প, নাটক, প্রবন্ধ ii. কবিতা, জাতীয় সাহিত্য কর্ম, চিত্রকর্ম, চলচ্চিত্র iii. সঙ্গীত, যন্ত্রসংগীত, ভাস্কর্য, স্থাপত্য কলা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৮. |
ব্রবসায়ী বা সাধারণ লোক চুরি, ডাকাতি ইত্যাদি দ্বারা ক্ষতিগ্রস্থ হয়। এ ধরণের ক্ষতির বিপরীতে ক্ষতিপূরণ পাওয়ার নিমিত্তে কোন ধরনের বিমা করা হয়? |
Ο ক) |
দূর্ঘটনা বিমা |
Ο খ) |
সততা বিমা |
Ο গ) |
ক্ষতিপূরণ বিমা |
Ο ঘ) |
অপহরণ বিমা |
সঠিক উত্তর: (ক)
৮৯. |
পেটেন্ট কোন ধরনের সম্পদ? |
Ο ক) |
মেধা সম্পদ |
Ο খ) |
চলতি সম্পদ |
Ο গ) |
স্থানীয় সম্পদ |
Ο ঘ) |
দৃশ্যমান সম্পদ |
সঠিক উত্তর: (ক)
৯০. |
পাবলিক লি. কোম্পানির জন্যে ন্যুনতম কতজন প্রর্তকের প্রয়োজন? |
Ο ক) |
দুই জন |
Ο খ) |
পাঁচ জন |
Ο গ) |
সাত জন |
Ο ঘ) |
দশ জন |
সঠিক উত্তর: (গ)
৯১. |
ওয়াহিদ সাহেব তার অবর্ত মানে পরিবারের আর্থিক অবস্থা নিয়ে চিন্তিত হওয়ায় তিনি একটি জীবন বিমা করলেন। এটি বিমার কোন ধরনের চুক্তি? |
Ο ক) |
ক্ষতিপূরণের চুক্তি |
Ο খ) |
পারিবারিক নিরাপত্তার চুক্তি |
Ο গ) |
অভাব মোচনের চুক্তি |
Ο ঘ) |
সঞ্চয় বৃদ্ধির চুক্তি |
সঠিক উত্তর: (খ)
৯২. |
পাবলিক লি. কোম্পানির জন্য সাধারণত সংগ্রহ করতে হয়- i. স্মারকলিপি ii. পরিমেল নিয়মাবলি iii. ট্রেড লাইসেন্স নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (গ)
৯৩. |
বিমা করা থাকলে ক্ষতি হলে কে ক্ষতিপূরণ প্রদান করে? |
Ο ক) |
বিমাকারী |
Ο খ) |
বিমাগ্রহীতা |
Ο গ) |
বিমা প্রতিষ্ঠান |
Ο ঘ) |
সরকার |
সঠিক উত্তর: (গ)
৯৪. |
অন্যের নামে বরাদ্দকৃত প্রতীক কোনো ব্যক্তি ব্যবহার করতে চাইলে কার অনুমতি প্রয়োজন? |
Ο ক) |
রেজিস্টারের |
Ο খ) |
প্রশাসনের |
Ο গ) |
রেজিস্টার্ড মালিকের |
Ο ঘ) |
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের |
সঠিক উত্তর: (গ)
৯৫. |
ফ্রানসাইজিং চুক্তিতে উল্লেখ থাকে- i. ফ্রানসাইজিং ফ্রানসাইজারের গ্রহণযোগ্য পণ্য বিক্রয় করবে ii. ব্যবসায় ফ্রানসাইজির মানদন্ড অনুযায়ী না হলে চুক্তিপত্র বাতিল হবে iii. ফ্রানসাইজিং অবশ্যই প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করতে রাজি থাকবেন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৯৬. |
আবিষ্কারকে পেটেন্ট প্রদানের অর্থ হল নির্দিষ্ট সময়ে অন্য কেউ যাতে- i. এটি তৈরি করতে না পারে ii. এটি ব্যবহার করতে না পারে iii. এটি বিক্রয় করতে না পারে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯৭. |
কোন ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক? |
Ο ক) |
অংশীদারি কারবার |
Ο খ) |
একমালিকানা কারবার |
Ο গ) |
যৌথমূলধনী কারবার |
Ο ঘ) |
পাইকারি কারবার |
সঠিক উত্তর: (গ)
৯৮. |
ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কয়টি? |
Ο ক) |
তিনটি |
Ο খ) |
সাতটি |
Ο গ) |
নয়টি |
Ο ঘ) |
এগারটি |
সঠিক উত্তর: (ক)
৯৯. |
বুদ্ধিবৃত্তিক সম্পদকে বিবেচনা করা হয়- i. ব্যবসায় উদ্যোগের গবেষণার ফসল হিসেবে ii. ব্যবসায়ের অতি মূল্যবান সম্পদ হিসেবে iii. মালিকের সম্পত্তি হিসেবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১০০. |
জনাব এবাদুল্লাহ একটি জীবন বিমা পলিসি খোলেন। তবে নির্দিষ্ট মেয়াদের পর তিনি জীবিত থাকেন। এক্ষেত্রে কোনটি ঘটবে? |
Ο ক) |
তিনি কোন অর্থ ফেরত পাবেন না |
Ο খ) |
তিনি লাভসহ প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন |
Ο গ) |
তিনি প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন |
Ο ঘ) |
বিমাকারীর নির্দিষ্ট অংশ কেটে রেখে বাকি অর্থ ফেরত দিবে |
সঠিক উত্তর: (খ)
১০১. |
প্রাইভেট লিমিটেড কোম্পানি কী পাওয়ার পর পরই কার্যাম্ভ করতে পারে? |
Ο ক) |
ট্রেড লাইসেন্স |
Ο খ) |
অনুমতি পত্র |
Ο গ) |
সম্মতিসূচক পত্র |
Ο ঘ) |
নিবন্ধন পত্র |
সঠিক উত্তর: (ঘ)
১০২. |
নৌ বিমার চুক্তির দলিল কে কী বলা হয়? |
Ο ক) |
নৌ বিমাপত্র |
Ο খ) |
অঙ্গীকারনামা |
Ο গ) |
বিশেষ বিমাপত্র |
Ο ঘ) |
ভাসমান বিমাপত্র |
সঠিক উত্তর: (ক)
১০৩. |
ফ্রানসাইজিং চুক্তিতে উল্লেখ থাকে- i. ফ্রানসাইজিং ফ্রানসাইজরের গহণযোগ্য পণ্য বিক্রয় করবে ii. ব্যবসায় ফ্রানসাইজির মানদন্ড অনুযায়ী না হলে চুক্তিপত্র বাতিল হবে iii. ফ্রানসাইজি অবশ্যই প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করতে রাজি থাকবেন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১০৪. |
বিমা ব্যবসায়ের সাথে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্ম্যুক্ত। কারণ- i. প্রিমিয়ামের অর্থ পরিশোধের জন্যে বিমাগ্রহীতা সঞ্চয় করে, যা পরে উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহৃত হয় ii. বিমা ব্যবসায় দরিদ্র জনগণকে ঋণ প্রদাপন করে তাদেরকে জাতীয় অর্থনীতির সাথে সম্পৃক্ত করে iii. বিমার ওপর নির্ভর করে অনেক ঝুঁকিপূর্ণ শিল্প ও বানিজ্য গড়ে ওঠে ফলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১০৫. |
কপিরাইট হল ব্যবসায় উদ্যোক্তাদের- |
Ο ক) |
ব্যয় |
Ο খ) |
আয় |
Ο গ) |
দায় |
Ο ঘ) |
সম্পদ |
সঠিক উত্তর: (ঘ)
১০৬. |
কোন কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরই ব্যবসায় শুরু করতে পারে? |
Ο ক) |
যৌথমূলধনী |
Ο খ) |
অংশীদারি |
Ο গ) |
প্রাইভেট লিমিটেড কোম্পানি |
Ο ঘ) |
পাবলিক লিমিটেড কোম্পানি |
সঠিক উত্তর: (গ)
১০৭. |
কে রেজিস্টার্ড ট্রেডমার্কটি ব্যবহারের একচ্ছত্র অধিকার সংরক্ষণ করেন? |
Ο ক) |
পরিচালক |
Ο খ) |
সরকার |
Ο গ) |
মালিক |
Ο ঘ) |
দেশের জনগণ |
সঠিক উত্তর: (গ)
১০৮. |
বাংলাদেশে কোন কপিরাইট আইনটি প্রচলিত আছে? |
Ο ক) |
২০০০ |
Ο খ) |
২০০১ |
Ο গ) |
২০০২ |
Ο ঘ) |
২০০৩ |
সঠিক উত্তর: (ক)
১০৯. |
ফ্রানসাইজিং এর মাধ্যমে ব্যবসায় করার সুবিধা হলো- i. ব্র্যান্ডের পণ্য বাজারজাতকরণ ii. কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা iii. যে কোনো সময়ে অর্থায়নের ব্যবস্থা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১০. |
একটি কোম্পানি প্রকৃতপক্ষে জন্মলাভ করে কখন? |
Ο ক) |
নিবন্ধনপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে |
Ο খ) |
নিবন্ধনপত্র পাওয়ার আগে |
Ο গ) |
নিবন্ধনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে |
Ο ঘ) |
নিবন্ধনপত্র পাওয়ার কিছু সময় পর |
সঠিক উত্তর: (ক)
১১১. |
নিচের কোনটি বুদ্ধিবৃত্তিক সম্পদ? |
Ο ক) |
যন্ত্রপাতি |
Ο খ) |
কম্পিউটার |
Ο গ) |
আসবাবপত্র |
Ο ঘ) |
কপিরাইট |
সঠিক উত্তর: (ঘ)
১১২. |
ফ্রানসাইজিং চুক্তি বলে ফ্রানসাইজর কখন চুক্তি বাতিল করতে পারে? |
Ο ক) |
ফ্রানসাইজির কার্য অধিকার দেয়ার আগেই ফ্রানসাইজার ফি দাবি করলে |
Ο খ) |
ফ্রানসাইজরের মানদন্ড অনুযায়ী ব্যবসায় সফল না হলে |
Ο গ) |
ব্যবসায়ের এলাকা নির্ধারণ, অবকাঠামো নির্মাণ করতে না পারলে |
Ο ঘ) |
ফ্রানসাইজরের প্রেরিত পণ্য অধিক মূল্যে বিক্রয় করলে |
সঠিক উত্তর: (খ)
১১৩. |
কখন অন্যের জীবরে ওপর বিমা করা যায়? |
Ο ক) |
মুনাফার সম্ভাবনা থাকলে |
Ο খ) |
চূড়ান্ত সদ্বিশ্বাস থাকলে |
Ο গ) |
প্রিমিয়াম পাওয়ার সম্ভাবনা থাকলে |
Ο ঘ) |
বিমাযোগ্য স্বার্থ থাকলে |
সঠিক উত্তর: (ঘ)
১১৪. |
বিমা ব্যবসায় দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখে- i. বৈদেশিক বাণিজ্যের ঝুঁকি বহন করে এর প্রসারে সহায়তা করে ii. প্রিমিয়াম হিসেবে প্রাপ্ত অর্থ উৎপাদন উদ্দেশ্যে বিনিয়োগ করে শিল্পায়নে সহায়তা কর iii. প্রিমিয়াম হিসেবে প্রাপ্ত অর্থ ঋণ হিসেবে বিতরণ করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১১৫. |
ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা যায়- i. ৭ বছরের জন্য ii. মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আবেদন করলে ১০ বছরের জন্য iii. অনির্দিষ্টকাল পর্যন্ত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১১৬. |
কোন ঝুঁকিটিতে অমিল পরিলক্ষিত হয়? |
Ο ক) |
চুরি-ডাকাতি |
Ο খ) |
অপহরণ |
Ο গ) |
ছিনতাই |
Ο ঘ) |
অতি বৃষ্টিপাত |
সঠিক উত্তর: (ঘ)
১১৭. |
বিএসটিআই কর্তৃপক্ষের ক্ষমতা হলো- i. পণ্যের মান নির্ধারণ ii. প্রদত্ত মান চিহ্ন সাময়িকভাবে বাতিল করা iii. প্রদত্ত মান চিহ্ন স্থায়ীভাবে বাতিল করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১৮. |
কপিরাইট আইন চুক্তিপত্রে উল্লেখ থাকে- i. মেয়াদ ii. রেজিস্ট্রেশন iii. রয়েলটির পরিমাণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১১৯. |
কিসের মাধ্যমে আবিষ্কারককে তার স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্যে একচেটিয়া মালিকানা প্রদান করা হয়? |
Ο ক) |
ট্রেডমার্ক |
Ο খ) |
লাইসেন্স |
Ο গ) |
ট্রেডমার্ক |
Ο ঘ) |
পেটেন্ট |
সঠিক উত্তর: (ঘ)
১২০. |
বর্তমানে কোন পদ্ধতিতে ব্যবসায় স্থঅপন ও পরিচালনা জনপ্রিয় হয়ে উঠেছে? |
Ο ক) |
ফ্রানসাইজিং |
Ο খ) |
ইউনিটি |
Ο গ) |
একমালিকানা |
Ο ঘ) |
সমবায় |
সঠিক উত্তর: (ক)
১২১. |
মেধাসম্পদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কোনটি? i. ব্যবসায়ে প্রয়োগ উপযোগী আবিষ্কার ii. সাহিত্য ও শিল্পকর্ম iii. নকশা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১২২. |
বিমা ব্যবসায়ে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কোনটি? |
Ο ক) |
জীবন বিমা |
Ο খ) |
বিশ্বস্ততা বিমা |
Ο গ) |
দাঙ্গা বিমা |
Ο ঘ) |
শস্যবিমা |
সঠিক উত্তর: (ক)
১২৩. |
বিমা একপ্রকার কী? |
Ο ক) |
ঝুঁকি |
Ο খ) |
দলিল |
Ο গ) |
ব্যবসায় |
Ο ঘ) |
বিধান |
সঠিক উত্তর: (গ)
১২৪. |
পৌর এলাকার ব্যবসায়ের ক্ষেত্রে কোথা থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়? |
Ο ক) |
ইউনিয়ন পরিষদ |
Ο খ) |
পৌর কর্তৃপক্ষ |
Ο গ) |
উপজেলা প্রশাসন |
Ο ঘ) |
জেলা প্রশাসন |
সঠিক উত্তর: (খ)
১২৫. |
যে কোনো ধরনের জাহাজ সংক্রান্ত বিমা কোন বিমার অন্তর্ভুক্ত? |
Ο ক) |
জাহাজ বিমা |
Ο খ) |
নৌ বিমা |
Ο গ) |
দুর্ঘটনা বিমা |
Ο ঘ) |
শস্য বিমা |
সঠিক উত্তর: (খ)
১২৬. |
কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়- i. সাহিত্য ii. শিল্পকর্ম iii. সফটওয়্যার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১২৭. |
ফ্রানসাইজার কেএফসি হচ্ছে- |
Ο ক) |
আমেরিকার |
Ο খ) |
ইরানের |
Ο গ) |
ইরাকের |
Ο ঘ) |
সুদানের |
সঠিক উত্তর: (ক)
১২৮. |
কোন ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়? |
Ο ক) |
পাবলিক লিমিটেড কোম্পানি |
Ο খ) |
সমবায় সমিতি |
Ο গ) |
অংশীদারি ব্যবসায় |
Ο ঘ) |
প্রাইভেট লিমিটেড কোম্পানি |
সঠিক উত্তর: (গ)
১২৯. |
পরিচালকের যোগ্যতাসূচটক শেয়ার ক্রয়ের প্রতিশ্রুতি সংক্রান্ত দলিল কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য? |
Ο ক) |
প্রাইভেট লি. কোম্পানি |
Ο খ) |
ঘরোয়া পরিমিত দায়সম্পন্ন কোম্পানি |
Ο গ) |
পাবলিক লি. কোম্পানি |
Ο ঘ) |
কোনোটিই নয় |
সঠিক উত্তর: (গ)
১৩০. |
ব্যবসায়, শিল্পে বা বাণিজ্যে প্রয়োগ উপযোগী- মেধাসম্পদের অন্তর্ভুক্ত। i. আবিষ্কার ii. সাহিত্য ও শিল্পকর্ম iii. প্রতীক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৩১. |
ব্যবসায় প্রতিষ্ঠানের প্রত্যেক স্তরেই কিছু-না-কিছু বিদ্যমান। |
Ο ক) |
লাভ |
Ο খ) |
লোকসান |
Ο গ) |
ঝুঁকি |
Ο ঘ) |
কোনোটিই নয় |
সঠিক উত্তর: (গ)
১৩২. |
বিমা এক প্রকার কী? |
Ο ক) |
ব্যবসায় |
Ο খ) |
চুক্তি |
Ο গ) |
ঝুঁকি |
Ο ঘ) |
দলিল |
সঠিক উত্তর: (ক)
১৩৩. |
জনাব অর্ক ২০০০ সালে ১০ বছর মেয়াদি ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্যে ‘X’ কোম্পানির সাথে জীবন বিমা করেন। ২০১১ সালে জনাব অর্কের মৃত্যু ঘটলে তার পরিবারের সদস্যরা ‘X’ কোম্পানির নিকট থেকে কত টাকা পাবেন? |
Ο ক) |
পাঁচ লক্ষ টাকা |
Ο খ) |
দশ লক্ষ টাকা |
Ο গ) |
বারো লক্ষ টাকা |
Ο ঘ) |
কিছুই পাবেন না |
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. |
ব্যবসায়ের ঝুঁকি হলো- i. ঝড় ii. সাইক্লোন iii. অপহরণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. |
ব্যবসায় উদ্যোক্তাদের বুদ্ধিভিত্তিক সম্পদ হল- i. কপিরাইট ii. পেটেন্ট iii. ট্রেডমার্ক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৩৬. |
বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণে বিমা সহায়তা করে- i. জাহাজ ভাড়া বিমা করে ii. পণ্যদ্রব্য বিমা করে iii. জাহাজ বিমা করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. |
যে চুক্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দুর্ঘটনাজনিত ক্ষতির জন্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে তাকে কী বলে? |
Ο ক) |
বিনিয়োগ |
Ο খ) |
বিমা |
Ο গ) |
সঞ্চয় |
Ο ঘ) |
মূলধন |
সঠিক উত্তর: (খ)
১৩৮. |
কত সালের কোম্পানি আইন অনুযায়ী একটি যৌথমূলধনী কোম্পানিকে নিবন্ধন করা হয়? |
Ο ক) |
১৮৮১ সালের |
Ο খ) |
১৯৩২ সালের |
Ο গ) |
১৯৯৪ সালের |
Ο ঘ) |
১৯৬৫ সালের |
সঠিক উত্তর: (গ)
১৩৯. |
প্রাইভেট লি. কোম্পানির নিবন্ধন করার জন্য নির্ধারিত ফিসহ নিবন্ধকের নিকট জমা দিতে হয়- i. স্মারকলিপির এক কপি ii. পরিমেল নিয়মাবলির এক কপি iii. পরিচালকের যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের প্রতিশ্রুতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (গ)
১৪০. |
পেটেন্ট ধারণার উৎপত্তির কারণ কী? |
Ο ক) |
উদ্ভাবক যাতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে |
Ο খ) |
উদ্ভাবক যাতে অধিক মুনাফা অর্জন করতে পারে |
Ο গ) |
প্রকৃত উদ্ভাবক যাতে কেনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় |
Ο ঘ) |
উদ্ভাবক যাতে জনকল্যাণে সরকার সহযোগিতা করতে পারে |
সঠিক উত্তর: (গ)
১৪১. |
বাংলাদেশে কপিরাইট আইন ২০০০ সর্বশেষ কত সালে সংশোধিত করা হয়? |
Ο ক) |
২০০০ |
Ο খ) |
২০০২ |
Ο গ) |
২০০৩ |
Ο ঘ) |
২০০৫ |
সঠিক উত্তর: (ঘ)
১৪২. |
ঝুঁকিজনিত ক্ষতিপূরণ পাওয়ার প্রধান উপায় কী? |
Ο ক) |
ব্যাংক |
Ο খ) |
ঋণ |
Ο গ) |
বিমা |
Ο ঘ) |
প্রিমিয়াম |
সঠিক উত্তর: (গ)
১৪৩. |
একটি কোম্পানি প্রকৃত পক্ষে জন্মলাভ করে কখন? |
Ο ক) |
নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে |
Ο খ) |
নিবন্ধন পত্র জমা দেওয়ার সাথে সাথে |
Ο গ) |
যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের সাথে সাথে |
Ο ঘ) |
কার্যারম্ভের অনুমতি পাওয়ার সাথে সাথে |
সঠিক উত্তর: (ক)
১৪৪. |
পণ্যের মাননিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি? |
Ο ক) |
বিএসটিআই |
Ο খ) |
বিসিক |
Ο গ) |
বেসিক |
Ο ঘ) |
বিটাক |
সঠিক উত্তর: (ক)
১৪৫. |
পৌর এলাকায় প্রণয়ণের শেষ ধাপ কোনটি? |
Ο ক) |
পৌর কর্তৃপক্ষ |
Ο খ) |
ইউনিয়ন পরিষদ |
Ο গ) |
উপজেলা প্রশাসন |
Ο ঘ) |
জেলা প্রশাসন |
সঠিক উত্তর: (ক)
১৪৬. |
বাংলাদেশে কত সালের পেটেন্ট ও ডিজাইন আইন চালু আছে? |
Ο ক) |
১৯০১ সালের |
Ο খ) |
১৯১১ সালের |
Ο গ) |
১৯২১ সালের |
Ο ঘ) |
১৯৩১ সালের |
সঠিক উত্তর: (খ)
১৪৭. |
কোনো প্রতিষ্ঠান না থাকলে ঝুঁকির আশঙ্কায় অনেক ব্যবসায়ীকে প্রাথমিক পর্যায়েই ব্যবসায় বন্ধ করে দিতে হতো? |
Ο ক) |
বিএসটিআই |
Ο খ) |
বিসিক |
Ο গ) |
বিটাক |
Ο ঘ) |
বিমাকারী প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (ঘ)
১৪৮. |
কোনটি ক্ষতিপূরণের চুক্তি নয়? |
Ο ক) |
নৌ বিমা |
Ο খ) |
অগ্নি বিমা |
Ο গ) |
দূর্ঘটনা বিমা |
Ο ঘ) |
জীবন বিমা |
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. |
প্রত্যেক দেমেই বিমার কদর বেড়ে চলেছে। কারণ- i. দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্যে ii. অর্থনৈতিক উন্নয়নের জন্যে iii. শিল্প বাণিজ্যের উন্নয়নের জন্যে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৫০. |
ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হল- i. ফ্রানসাইজর ও ফ্রানসাইজারের মধ্যে চুক্তিপত্র ii. ব্রান্ডেড পণ্য বা সেবা iii. ফ্রানসাইজার কর্তৃক মনিটরিং নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৫১. |
লেখকের জীবনকালীন ও মৃত্যুর পর কতবছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকে? |
Ο ক) |
১০ বছর |
Ο খ) |
২০ বছর |
Ο গ) |
৪০ বছর |
Ο ঘ) |
৬০ বছর |
সঠিক উত্তর: (ঘ)
১৫২. |
জনাব এবাদুল্লাহ একটি জীবনবীমা পলিসি খোলেন। তবে নির্দিষ্ট মেয়াদের পর তিনি জীবিত থাকেন। এক্ষেত্রে কোনটি ঘটবে? |
Ο ক) |
তিনি প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন |
Ο খ) |
তিনি লাভসহ প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন |
Ο গ) |
তিনি কোনো অর্থ ফেরত পাবেন না |
Ο ঘ) |
বিমাকারীর নির্দিষ্ট অংশ কেটে রেখে বাকি অর্থ ফেরত দিবে |
সঠিক উত্তর: (খ)
১৫৩. |
উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্যে কোন প্রতিষ্ঠান প্রয়োজনীয় সহযোগিত করে থাকে? |
Ο ক) |
বিটাক |
Ο খ) |
বিএসটিআই |
Ο গ) |
বেসিক বিসিক |
Ο ঘ) |
বেসিক বিসিক |
সঠিক উত্তর: (খ)
১৫৪. |
নৌবিমা করা হয়- i. জলদস্যুর ঝুঁকি এড়ানোর জন্যে ii. ঝড়-ঝঞ্ঝার ঝুঁকি এড়ানোর জন্যে iii. অগ্নিজনিত ঝুঁকি হ্রাস করার জন্যে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৫৫. |
কোন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না? |
Ο ক) |
জীবন বীমা |
Ο খ) |
অগ্নি বীমা |
Ο গ) |
বিশ্বস্ততা বিমা |
Ο ঘ) |
শস্যবিমা |
সঠিক উত্তর: (ক)
১৫৬. |
কোন ব্যবসায়ের প্রধান লক্ষ্য সদস্যদের কল্যাণ সাধন করা? |
Ο ক) |
অংশীদারি |
Ο খ) |
কোম্পানি |
Ο গ) |
কারবারি জোট |
Ο ঘ) |
সমবায় |
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. |
বিমাকারী প্রতিষ্ঠান কীসের বিনিময়ে ক্ষতির জন্যে ক্ষতিপূরণ দিয়ে থাকে? |
Ο ক) |
প্রাপ্ত প্রিমিয়ামের বিনিময়ে |
Ο খ) |
ঋণ গ্রহণের বিনিময়ে |
Ο গ) |
কমিশনের বিনিময়ে |
Ο ঘ) |
অগ্রিম গ্রহণের বিনিময়ে |
সঠিক উত্তর: (ক)
১৫৮. |
পেটেন্টের উদ্দেশ্য হলো- i. উদ্ভাবককে একচ্ছত্র মালিকানা প্রদান ii. বাজারে উদ্ভাবিত পণ্য বিক্রয়ের নিশ্চয়তা প্রদান iii. অসাধু ব্যবসায়ীদের দ্বারা ক্ষতির আশঙ্কা রোধ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৫৯. |
অগ্নিকান্ড, জাহাজ ডুবি, মূল্যহ্রাস বা অন্য কোন দুর্ঘটনাজনিত কারণে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী তা পূরণ করার মাধ্যমে কোনটি সংঘটিত হয়? |
Ο ক) |
চূড়ান্ত সদ্বিশ্বাস সৃষ্টি হয় |
Ο খ) |
বিমা চুক্তি শুরু হয় |
Ο গ) |
ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয় |
Ο ঘ) |
মুদ্রাস্ফীতি রোধ হয় |
সঠিক উত্তর: (গ)
১৬০. |
কী কারণে জনাব শাহেদ তার স্ত্রীর জীবন বিমা করতে সমর্থ হলেন? |
Ο ক) |
চূড়ান্ত সদ্বিশ্বাস থাকায় |
Ο খ) |
ক্ষতিপূরণের শর্ত থাকায় |
Ο গ) |
প্রতিদানের সম্মতি থাকায় |
Ο ঘ) |
বিমাযোগ্য স্বার্থ থাকায় |
সঠিক উত্তর: (ঘ)
১৬১. |
পণ্যের প্রতীক রেজিস্ট্রেশনের জন্যে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম কী? |
Ο ক) |
বেসিক |
Ο খ) |
বিসিক |
Ο গ) |
বিটাক |
Ο ঘ) |
বিএসটিআই |
সঠিক উত্তর: (ঘ)
১৬২. |
নিচের কোনটি ফ্রানসাইজিং ব্যবসায়ের অসুবিধা নয়? |
Ο ক) |
চুক্তি বাতিলের সম্ভাবনা |
Ο খ) |
অধিক বিনিয়োগ |
Ο গ) |
কড়া মনিটরিং |
Ο ঘ) |
অধিক হারে কর প্রদান |
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. |
কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের কারণ কী? |
Ο ক) |
নির্ধারিত মান অনুযায়ী পণ্য তৈরি না করা |
Ο খ) |
নির্ধারিত সংখ্যার চেয়ে কম পণ্য তৈরি করা |
Ο গ) |
নির্ধারিত মূল্যের কম মূল্যে পণ্য বিক্রয় করা |
Ο ঘ) |
নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি পণ্য তৈরি করা |
সঠিক উত্তর: (ক)
১৬৪. |
যে বিমায় নদী ও সামুদ্রিক যাত্রা থেকে সৃষ্ট ঝুঁকির জন্য ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে কী বলা হয়? |
Ο ক) |
নৌ বিমা |
Ο খ) |
দূর্ঘটনা বিমা |
Ο গ) |
জীবন বিমা |
Ο ঘ) |
বিশ্বস্ততা বিমা |
সঠিক উত্তর: (ক)
১৬৫. |
প্রাইভেট লি. কোম্পানির নিবন্ধনের আবেদন করতে ন্যুনতম কতজন প্রর্তকের প্রয়োজন? |
Ο ক) |
দুই জন |
Ο খ) |
তিন জন |
Ο গ) |
চার জন |
Ο ঘ) |
সাত জন |
সঠিক উত্তর: (ক)
১৬৬. |
কোন আইন সম্পর্কে জ্ঞান থাকলে উদ্যোক্তার ব্যবসায় পরিচালনা সহজতর হয়? i. শ্রমিক নিয়োগসংক্রান্ত আইন ii. কারখানা আইন iii. ব্যবসায় ঝুঁকি মোকাবিলা আইন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৬৭. |
বিমা (Insurance)- এর উদ্ভব হয়েছে- i. দূর্ঘটনা মোকাবিলার লক্ষ্যে ii. দূর্ঘটনা বন্ধ করার লক্ষ্যে iii. আর্থিক নিরাপত্তার লক্ষ্যে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. |
বাংলাদেশে কত সালে পেটেন্ট ও ডিজাইন আইন চালু হয়? |
Ο ক) |
১৯১১ |
Ο খ) |
১৯২১ |
Ο গ) |
১২৯ |
Ο ঘ) |
১৯৪৫ |
সঠিক উত্তর: (ক)
১৬৯. |
প্রতীকের মূল বিষয় কী? |
Ο ক) |
পণ্যকে চেনা |
Ο খ) |
পণ্যের স্বাতন্ত্র্যতা |
Ο গ) |
পণ্যের সামঞ্জস্যতা |
Ο ঘ) |
পণ্যের প্রচার |
সঠিক উত্তর: (খ)
১৭০. |
কোন কারণে ব্যবসায় প্রতিষ্ঠান ঝুঁকির সম্মুখীন হয়? i. প্রাকৃতিক কারণে ii. অপ্রাকৃতিক কারণে iii. জনসংখ্যা বৃদ্ধির কারণে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৭১. |
নিচের কোনটি প্রতীকের অন্তর্ভুক্ত নয়? |
Ο ক) |
মোড়ক |
Ο খ) |
ডিভাইস |
Ο গ) |
শিরোনাম |
Ο ঘ) |
লেবেল |
সঠিক উত্তর: (ক)
১৭২. |
বিএসটিআই এর উদ্দেশ্য হলো- i. জাতীয় পর্যায়ে পণ্যের মানের ব্যবহার নিশ্চিত করা ii. স্থানীয় পর্যায়ে পণ্যের মানের ব্যব হার নিশ্চিত করা iii. আন্তর্জাতিক পর্যায়ে পণ্যের মানের ব্যবহার নিশ্চিত করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৭৩. |
বর্তমানে বাংলাদেশে চালু ট্রেডমার্ক আইনটি কত সালের? |
Ο ক) |
১৯৪০ |
Ο খ) |
১৯৯৯ |
Ο গ) |
২০০৯ |
Ο ঘ) |
২০১১ |
সঠিক উত্তর: (ক)
১৭৪. |
অগ্নিকান্ড, জাহাজডুবি, ম্যূহ্রাস বা অন্য কোনো দূর্ঘটনাজনিত কারণে ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হলে বিমাকারী তা পূরণ করার মাধ্যমে কোনটি সংঘটিত হয়? |
Ο ক) |
চূড়ান্ত সদ্বিশ্বাস সৃষ্টি হয় |
Ο খ) |
বিমা চুক্তি শুরু হয় |
Ο গ) |
ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারিত হয় |
Ο ঘ) |
মুদ্রাস্ফীতি রোধ হয় |
সঠিক উত্তর: (গ)
১৭৫. |
ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দেওয়া হয় কত বছরের জন্য? |
Ο ক) |
পাঁচ বছর |
Ο খ) |
সাত বছর |
Ο গ) |
নয় বছর |
Ο ঘ) |
এগার বছর |
সঠিক উত্তর: (খ)
১৭৬. |
বৈদেশিক ব্যবসায়ের ঝুঁকির কারণ- i. মূল্য প্রাপ্তিতে অনিশ্চয়তা ii. পণ্য প্রেরণে বিলম্ব iii. পণ্য সংগ্রহে বিলম্ব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. |
প্রতীক/ট্রেডমার্ক ব্যবহারের অধিকার লঙ্ঘিত হলে কীভাবে প্রতিকার পাওয়া যায়? |
Ο ক) |
স্থানীয় প্রশাসনের কাছে বিচার চেয়ে |
Ο খ) |
নিবন্ধকের কাছে বিচার চেয়ে |
Ο গ) |
আদালতে মামলা করে |
Ο ঘ) |
রেজিস্টারের কাছে বিচার চেয়ে |
সঠিক উত্তর: (গ)
১৭৮. |
অংশীদারি কারবার নিবন্ধনের জন্য নির্ধারিত ফরমে কয়টি নিয়ম থাকে? |
Ο ক) |
পাঁচটি |
Ο খ) |
চারটি |
Ο গ) |
সাতটি |
Ο ঘ) |
ছয়টি |
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. |
বিমার ক্ষেত্রে বিমাকৃত বিষয়ের ক্ষতিপূরণের জন্য বা নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য যে পক্ষ স্বীকৃত হয় তাকে কী বলা হয়? |
Ο ক) |
বিমাকারী |
Ο খ) |
বিমাগ্রহীতা |
Ο গ) |
বিমাচুক্তি |
Ο ঘ) |
বিমার এজেন্ট |
সঠিক উত্তর: (ক)
১৮০. |
দেশের একটি প্রসিদ্ধ ইন্সুরেন্স কোম্পানি বছর শেষে প্রিমিয়াম হিসেবে ৫,০০,০০০টাকা পেল। প্রাপ্ত টাকা কোম্পানি কী করে? |
Ο ক) |
নিজের কাছে গচ্ছিত রাখে |
Ο খ) |
সরকারের নিকট জমা দেয় |
Ο গ) |
ব্যাংকে জমা রাখে |
Ο ঘ) |
বিনিয়োগ করে |
সঠিক উত্তর: (ঘ)
১৮১. |
বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা? |
Ο ক) |
খাদ্য |
Ο খ) |
অর্থ |
Ο গ) |
শিল্প |
Ο ঘ) |
প্রতিরক্ষা |
সঠিক উত্তর: (গ)
১৮২. |
কোন ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক? i. অংশীদারি ii. লিমিটেড কোম্পানি iii. পাবলিক লিমিটেড কোম্পানি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. |
কী কারণে কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হতে পারে? |
Ο ক) |
নির্ধারিত সংখ্যার চেয়ে কম পণ্য উৎপাদন করা |
Ο খ) |
নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি পণ্য উৎপাদন করা |
Ο গ) |
প্রতিযোগীদের চেয়ে ও কমমূল্যে পণ্য বিক্রয় করা |
Ο ঘ) |
নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন না করা |
সঠিক উত্তর: (ঘ)
১৮৪. |
বিমা ব্যবসায় দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখে- i. বৈদেশিক বাণিজ্যের ঝুঁকি বহন করে এর প্রসারে সহায়তা করে ii. প্রিমিয়াম হিসেবে প্রাপ্ত অর্থ উৎপাদন উদ্দেশ্যে বিনিয়োগ করে শিল্পায়নে সহায়তা করা iii. প্রিমিয়াম হিসেবে প্রাপ্ত অর্থ ঋণ হিসেবে বিতরণ করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৮৫. |
কোন প্রতিষ্ঠান না থাকলে ঝুঁকির আশঙ্কায় অনেক ব্যবসায়ীকে প্রাথমিক পর্যায়েই ব্যবসায় বন্ধ করে দিতে হতো? |
Ο ক) |
বিএসটিআই |
Ο খ) |
বিসিক |
Ο গ) |
বিটাক |
Ο ঘ) |
বিমাকারী প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. |
দেশের একটি প্রসিদ্ধ ইন্স্যুরেন্স কোম্পানি বছর শেষে প্রিমিয়াম হিসাবে ৫,০০,০০০ টাকা পেল। প্রাপ্ত টাকা কোম্পানি কী করে? |
Ο ক) |
নিজের কাছে গচ্ছিত রাখে |
Ο খ) |
সরকারের নিকট জমা দেয় |
Ο গ) |
ব্যাংকে জমা রাখে |
Ο ঘ) |
বিনিয়োগ করে |
সঠিক উত্তর: (ঘ)
১৮৭. |
ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের আইন বাতিল করা হয়- i. শর্ত লঙ্ঘন করলে ii. চুক্তি ভঙ্গের কারণে iii. নবায়ন না করলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. |
কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়- i. নাটক ii. প্রবন্ধ iii. চিত্রকর্ম নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮৯. |
উপমহাদেশে কত সালে প্রথম কপিরাইট আইন প্রণীত হয়? |
Ο ক) |
১৯০৮ সালে |
Ο খ) |
১৯০৯ সালে |
Ο গ) |
১৯১৯ সালে |
Ο ঘ) |
১৯১২ সালে |
সঠিক উত্তর: (ঘ)
১৯০. |
পৌর এলাকার বাহিরে ব্যবসায় করলে কোথা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়? |
Ο ক) |
জেলা প্রশাসকের নিকট থেকে |
Ο খ) |
পৌর কমিশনারের নিকট থেকে |
Ο গ) |
সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের নিকট থেকে |
Ο ঘ) |
থানা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে |
সঠিক উত্তর: (ক)
১৯১. |
ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী? |
Ο ক) |
ব্র্যান্ডেড পণ্য |
Ο খ) |
পণ্যের স্বীকৃত মান |
Ο গ) |
অর্থ উপার্জন |
Ο ঘ) |
পুজিঁ সরবরাহ |
সঠিক উত্তর: (গ)
১৯২. |
অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র (Partarnership Deed)নিবন্ধিত হওয়া- i. ঐচ্ছিক ব্যাপার ii. বাধ্যতামূলক iii. আদালত কর্তৃক গ্রহণযোগ্য হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৯৩. |
ব্যক্তির জীব বা সম্পত্তি বিনাসের ঝুঁকি কোন ধরণের বিমার আওতাভুক্ত? |
Ο ক) |
জীবন বিমা |
Ο খ) |
দূর্ঘটনা বিমা |
Ο গ) |
দাঙ্গা বিমা |
Ο ঘ) |
বিশ্বস্ততা বিমা |
সঠিক উত্তর: (খ)
১৯৪. |
বাংলাদেশে কোন সালের পেটেন্ট ও ডিজাইন আইন চালু হয়েছে? |
Ο ক) |
১৯০১ |
Ο খ) |
১৯১১ |
Ο গ) |
২০০১ |
Ο ঘ) |
২০১১ |
সঠিক উত্তর: (খ)
১৯৫. |
কোনো বিশেষ পণ্যকে বাজারে প্রচলিত অনুরূপ পণ্য থেকে আলাদা করতে চাইলে কীসের প্রয়োজন? |
Ο ক) |
পণ্যের প্রতীক নিবন্ধন |
Ο খ) |
পণ্য নিবন্ধন |
Ο গ) |
পণ্যের মান নিবন্ধন |
Ο ঘ) |
উৎপাদন প্রতিষ্ঠান নিবন্ধন |
সঠিক উত্তর: (ক)
১৯৬. |
কোন উদ্দেশ্যে ব্যবসায় অধিকার সকলের রয়েছে? i. জীবিকা অর্জনের উদ্দেশ্যে ii. মুনাফা অর্জনের উদ্দেশ্যে iii. রাজনৈতিক সুবিধা অর্জনের উদ্দেশ্যে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (গ)
১৯৭. |
কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়- i. সাহিত্য ii. শিল্পকর্ম iii. গল্প নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৯৮. |
ফ্রান সাইজিং চুক্তিতে কয়টি বিষয় অন্তর্ভূক্ত থাকে? |
Ο ক) |
পাঁচটি |
Ο খ) |
সাতটি |
Ο গ) |
নয়টি |
Ο ঘ) |
এগারটি |
সঠিক উত্তর: (খ)
১৯৯. |
অগ্নি বিমা করা হয়- i. পণ্যের জন্যে ii. কারখানার জন্যে iii. ঘরবাড়ির জন্যে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২০০. |
কোনো বিশেষ পণ্যকে বাজারে প্রচলিত অনুরূপ পণ্য থেকে আলাদা করতে চাইলে কিসের প্রয়োজন? |
Ο ক) |
উৎপাদন প্রতিষ্ঠানের নাম নিবন্ধন |
Ο খ) |
পণ্য নিবন্ধন |
Ο গ) |
পণ্যের মান নিবন্ধন |
Ο ঘ) |
পণ্যের প্রতীক নিবন্ধন |
সঠিক উত্তর: (ঘ)
২০১. |
পণ্যের মান নিশ্চিতকরণের কোন প্রতিষ্ঠানের? |
Ο ক) |
বিএসটিআই |
Ο খ) |
বেসিক |
Ο গ) |
বিসিক |
Ο ঘ) |
বিটাক |
সঠিক উত্তর: (ক)
২০২. |
জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন? |
Ο ক) |
বিমাগ্রহীতা নিশ্চিতভাবে প্রিমিয়াম দেবে বলে |
Ο খ) |
সুদসহ অর্থ ফেরত পাওয়া যাবে বলে |
Ο গ) |
বিমা দাবি পাবার নিশ্চয়তা আছে বলে |
Ο ঘ) |
কিস্তি অনুসারে বৃত্তি পাওয়া নিশ্চিত বলে |
সঠিক উত্তর: (গ)
২০৩. |
ফ্রানসাইজিং এর বৈশিষ্ট্য হলো- i. ফ্রানসাইজিং ও ফ্রানসাইজয়ের মধ্যে চুক্তি ii. ব্র্যান্ডেড পণ্য বা সেবা iii. ফ্রানসাইজার কর্তৃক পণ্যের স্বীকৃত মান যাচাই নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২০৪. |
কার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতীক ব্যবহার করতে পারবে না? |
Ο ক) |
রেজিস্টার্ড মালিকের |
Ο খ) |
জেলা প্রশাসক |
Ο গ) |
পৌরকর্তৃপক্ষ |
Ο ঘ) |
সভাপতির |
সঠিক উত্তর: (ক)
২০৫. |
মি. মজিদ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ২০ বছরের জন্যে ২ লাখ টাকার একটি জীবন বিমা করেন। তাকে বছরের ৪টি কিস্তি দিতে হলে প্রতি কিস্তিতে কত টাকা দিতে হবে? |
Ο ক) |
২,৩০০ টাকা |
Ο খ) |
২,৪০০ টাকা |
Ο গ) |
২,৫০০ টাকা |
Ο ঘ) |
২,৬০০ টাকা |
সঠিক উত্তর: (গ)
২০৬. |
নিচের কোনটি উদ্যোক্তার বুদ্ধিবৃত্তিক সম্পদ নয়? |
Ο ক) |
কপিরাইট |
Ο খ) |
পেটেন্ট |
Ο গ) |
ট্রেডমার্ক |
Ο ঘ) |
আসবাবপত্র |
সঠিক উত্তর: (ঘ)
২০৭. |
বৈদেশিক ব্যবসায়ে ঝুঁকির কারণ- i. মূল্য প্রাপ্তিতে অনিশ্চয়তা ii. পণ্য প্রেরণে বিলম্ব iii. পণ্য সংগ্রহে বিলম্ব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২০৮. |
ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দেয়া হয় কত বছরের জন্য? |
Ο ক) |
২ বছর |
Ο খ) |
৫ বছর |
Ο গ) |
৭ বছর |
Ο ঘ) |
১০ বছর |
সঠিক উত্তর: (গ)
২০৯. |
স্বাতন্ত্র্যতা কোনটি মূল বিষয়? |
Ο ক) |
ট্রেডমার্ক |
Ο খ) |
কপিরাইট |
Ο গ) |
পেটেন্ট |
Ο ঘ) |
নিবন্ধন |
সঠিক উত্তর: (ক)
২১০. |
ইউনিলিভার কোম্পানির হুইল সাবানের প্যাকেটে হুইল নামের উপরে ছোট্ট একটি অক্ষর রয়েছে (R)। এটির মাধ্যমে কোম্পানিটি এর একচ্ছত্র অধিকার সংরক্ষণ করে। এখানে ছোট্ট ইংরেজি অক্ষর (R) দ্বারা কী বোঝানো হয়েছে? |
Ο ক) |
ট্রেডমার্ক |
Ο খ) |
রেজিস্টার্ড ট্রেডমার্ক |
Ο গ) |
রেজিস্ট্রেশন |
Ο ঘ) |
কপিরাইট |
সঠিক উত্তর: (খ)
২১১. |
মেধাসম্পদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে- i. মার্ক বা প্রতীক ii. মোড়ক iii. নাম নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২১২. |
কোনটি বিমা চুক্তির অপরিহার্য অংশ? |
Ο ক) |
বিমাযোগ্য স্বার্থ |
Ο খ) |
নিরাপত্তা |
Ο গ) |
সম্পদ রক্ষা |
Ο ঘ) |
সম্ভাব্য ঘটনা উল্লেখ |
সঠিক উত্তর: (ক)
২১৩. |
বর্তমানে বাংলাদেশে ট্রেডমার্কস আইন কত চালু আছে? |
Ο ক) |
২০০৬ |
Ο খ) |
২০০৭ |
Ο গ) |
২০০৮ |
Ο ঘ) |
২০০৯ |
সঠিক উত্তর: (ঘ)
২১৪. |
কত সাল থেকে ব্যবসায় উদ্যোগ কোনটি মাধ্যমিক পর্যায়ে অন্তর্ভূক্ত করা হয়? |
Ο ক) |
১৯৯৮ সাল |
Ο খ) |
১৯৯৯ সাল |
Ο গ) |
২০০০ সাল |
Ο ঘ) |
২০০১ সাল |
সঠিক উত্তর: (ক)
২১৫. |
বিমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয় তাকে কী বলে? |
Ο ক) |
বিমা দলিল |
Ο খ) |
বিমাপত্র |
Ο গ) |
বিমা প্রিমিয়াম |
Ο ঘ) |
বিমা রশিদ |
সঠিক উত্তর: (খ)
২১৬. |
যেকোনো ব্যবসায় শুরু করতে কার কাছ থেকে অনুমোদন নিতে হয়? |
Ο ক) |
সরকার |
Ο খ) |
রাষ্ট্রপতি |
Ο গ) |
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ |
Ο ঘ) |
মন্ত্রী |
সঠিক উত্তর: (গ)
২১৭. |
জনপ্রিয় একমালিকানা ব্যবসায় নিচের কোনটি ব্যতীত অসম্ভব বলে তুমি মনে কর? |
Ο ক) |
উপযুক্ত স্থান |
Ο খ) |
কাঁচামালের স্বল্পতা |
Ο গ) |
প্রয়োজনীয় মূলধন |
Ο ঘ) |
দক্ষতা ও অভিজ্ঞতা |
সঠিক উত্তর: (গ)
২১৮. |
নিচের কোনটি ফ্রানসাইজিং ব্যবসায়ের উদাহরণ নয়? |
Ο ক) |
স্কয়ার |
Ο খ) |
ব্যান্ড বকস কোম্পানি |
Ο গ) |
পিজ্জাহাট |
Ο ঘ) |
কে এফ সি |
সঠিক উত্তর: (ক)
২১৯. |
কোন বিমার বিষয়বস্তু হচ্ছে মানুষের জীবন? |
Ο ক) |
দাঙ্গা বিমা |
Ο খ) |
জীবন বিমা |
Ο গ) |
অগ্নি বীমা |
Ο ঘ) |
বিশ্বস্ততা বিমা |
সঠিক উত্তর: (খ)
২২০. |
বিমা প্রিমিয়াম বিমাকারীর লাভে পরিণত হয় যখন বিমাগ্রহীতার- i. মেয়াদ পূর্তি না হয় ii. ক্ষতি না হয় iii. মৃত্যু না ঘটে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২২১. |
কোনো না কোনো কারণে ব্যবসায় ক্ষতির সম্ভাবনাকে কী বলে? |
Ο ক) |
ব্যবসায় ঝুঁকি |
Ο খ) |
ঝুঁকি |
Ο গ) |
প্রাকৃতিক ঝুঁকি |
Ο ঘ) |
আর্থিক ঝুঁকি |
সঠিক উত্তর: (ক)
২২২. |
জীবন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না কেন? |
Ο ক) |
মানুষের জীবনের ক্ষতিপূরণের নিশ্চয়তা কেউ দিতে পারে না |
Ο খ) |
জীবন বিমা সঞ্চয়ের চুক্তি বিধায় |
Ο গ) |
মানুষের মৃত্যুতে সম্পদের ক্ষতি হয় না বিধায় |
Ο ঘ) |
জীবনবিমার টাকা ফেরত পাওয়া যায় বিধায় |
সঠিক উত্তর: (ক)
২২৩. |
ফ্রানসাইজিং ব্যবসায়ের কয়টি পক্ষ থাকে? |
Ο ক) |
দুইটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
চারটি |
Ο ঘ) |
পাঁচটি |
সঠিক উত্তর: (ক)
২২৪. |
প্রতীক ব্যবহারের অধিকার লঙ্ঘিত হলে কীভাবে প্রতিকার পাওয়া যায়? |
Ο ক) |
রেজিস্টারের কাছে আবেদন করে |
Ο খ) |
আদালতে মামলা করে |
Ο গ) |
নিবন্ধকের কাছে বিচার চেয়ে |
Ο ঘ) |
স্থানীয় প্রশাসনের কাছে বিচার চেয়ে |
সঠিক উত্তর: (খ)
২২৫. |
পণ্য বাজারজাতকরণের জনপ্রিয় উপায়ের নাম কী? |
Ο ক) |
কপিরাইট চুক্তি |
Ο খ) |
পেটেন্ট চুক্তি |
Ο গ) |
ট্রেডমার্ক চুক্তি |
Ο ঘ) |
ফ্রানসাইজিং চুক্তি |
সঠিক উত্তর: (ক)
২২৬. |
কোনো পণ্যকে অন্যের অনুরূপ হতে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে কী বলে? |
Ο ক) |
ট্রেডমার্ক |
Ο খ) |
সার্ভিস মার্ক |
Ο গ) |
পেটেন্ট |
Ο ঘ) |
কপিরাইট |
সঠিক উত্তর: (ক)
২২৭. |
প্রাইভেট লি. কোম্পানি কখন কাজ শুরু করতে পারে? |
Ο ক) |
নিবন্ধনের জন্য আবেদনের সাথে সাথে |
Ο খ) |
প্রয়োজনীয় ফি প্রদানের সাথে সাথে |
Ο গ) |
নিবন্ধনপত্র প্রাপ্তির সাথে সাথে |
Ο ঘ) |
কার্যারম্ভের অনুমতি পাওয়ার পর |
সঠিক উত্তর: (গ)
২২৮. |
যৌথ মূলধন কোম্পানির জন্যে প্রয়োজন- i. নিবন্ধনপত্র সংগ্রহ ii. ন্যুনতম দুইজন প্রবর্তক iii. ন্যুনতম একজন পরিচালক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২২৯. |
বিমাচুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয় তাকে কী বলা হয়? |
Ο ক) |
চুক্তিপত্র |
Ο খ) |
বিমাপত্র |
Ο গ) |
অঙ্গীকারনামা |
Ο ঘ) |
অছিয়তনামা |
সঠিক উত্তর: (খ)
২৩০. |
অংশীদারি ব্যবসায় নিবন্ধন করতে চাইলে আবেদন ফরমের সাথে আর কী জমা দিতে হয়? |
Ο ক) |
নির্দিষ্ট হারে নিবন্ধন ফি |
Ο খ) |
অংশীদারদের ঠিকান |
Ο গ) |
অংশীদারদের নামের ঠিকানা |
Ο ঘ) |
ব্যাংক হিসাব পরিচালনাকারীর নাম |
সঠিক উত্তর: (ক)
২৩১. |
ফ্রানসাইজিং-এর অসুবিধা হলো- i. কঠোর মনিটরিং ii. বেশি পরিমাণ বিনিয়োগ iii. ব্যবসায় সংক্রান্ত পরামর্শ নেওয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৩২. |
মি. তাজুল ইসলাম পৌর এলাকা থেকে ১০ কিমি. দূরে একটি মুদি দোকান স্থাপন করতে চায়। এজন্যে কার নিকট থেকে তাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে? |
Ο ক) |
সংশ্লিষ্ট জেলা প্রশাসক |
Ο খ) |
সংশ্লিষ্ট পৌর চেয়ারম্যান |
Ο গ) |
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান |
Ο ঘ) |
সংশ্লিষ্ট বাজার কমিটির সভাপতি |
সঠিক উত্তর: (ক)
২৩৩. |
কারবারের ক্ষেত্রে বিমার গুরুত্ব হল- i. কারবারিকে রক্ষা করে ii. কারবারের অনিখ্চিত ক্ষতি হ্রাস করে iii. কারবারের কর্মসংস্থান করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৩৪. |
কোম্পানি জন্ম পত্রিকা বলা হয়- |
Ο ক) |
স্মারকলিপিকে |
Ο খ) |
নিন্ধনপত্রকে |
Ο গ) |
পরিমেল নিয়মাবলিকে |
Ο ঘ) |
সংঘস্মারককে |
সঠিক উত্তর: (খ)
২৩৫. |
বিমা কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? |
Ο ক) |
স্থানগত |
Ο খ) |
সময়গত |
Ο গ) |
ঝুঁকিগত |
Ο ঘ) |
অর্থসংক্রান্ত |
সঠিক উত্তর: (গ)
২৩৬. |
ক্ষতিপূরণের চুক্তি হলো- i. জীবন বিমা ii. নৌ বিমা iii. অগ্নি বিমা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৩৭. |
নিচের কোনটি বিমার ব্যবসায়িক গুরুত্ব হিসেবে বিবেচিত হয়? |
Ο ক) |
সঞ্চয় বাড়াতে সাহায্য করা |
Ο খ) |
অর্থনৈতিক প্রবৃদ্ধি |
Ο গ) |
শিলেপর নিরাপত্তা প্রদান |
Ο ঘ) |
কর্মসংস্থান বৃদ্ধি করা |
সঠিক উত্তর: (গ)
২৩৮. |
যার ক্ষতিপূরণের জন্য বিমাচুক্তি সম্পাদিত হয় তাকে কী বলে? |
Ο ক) |
বিমাকারী |
Ο খ) |
বিমাগ্রহীতা |
Ο গ) |
বিমাচুক্তি |
Ο ঘ) |
বিমার এজেন্ট |
সঠিক উত্তর: (খ)
২৩৯. |
কবে বিশ্ব মেধাসম্পদ দিবস পালিত হয়? |
Ο ক) |
১ জানুয়ারি |
Ο খ) |
২৬ এপ্রিল |
Ο গ) |
২৭ আগস্ট |
Ο ঘ) |
৩১ ডিসেম্বর |
সঠিক উত্তর: (খ)
২৪০. |
জীবন বিমার ক্ষেত্রে বিমাকারী বিমাগ্রহীতার আকস্মিক মৃত্যুতে বিমাকৃত টাকা কাকে পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ? |
Ο ক) |
বিমাগ্রহীতার পিতাকে |
Ο খ) |
বিমাগ্রহীতার মাতাকে |
Ο গ) |
বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তিকে |
Ο ঘ) |
বিমাগ্রহীতার স্ত্রী |
সঠিক উত্তর: (গ)
২৪১. |
বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণে� বিমা সহায়তা করে- i. জাহাজ ভাড়া বিমা করে ii. পণ্যদ্রব্য বিমা করে iii. জাহাজ বিমা করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৪২. |
পেটেন্ট কোন ধরণের সম্পদ? |
Ο ক) |
মেধাসম্পদ |
Ο খ) |
চলতি সম্পদ |
Ο গ) |
স্থানীয় সম্পদ |
Ο ঘ) |
দৃশ্যমান সম্পদ |
সঠিক উত্তর: (ক)
২৪৩. |
বুদ্ধিবৃত্তিক সম্পদ হলো- i. কপিরাইট ii. পেটেন্ট iii. ট্রেডমার্ক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৪৪. |
ব্যবসায়ের জন্যে অত্যন্ত সহায়ক কী? |
Ο ক) |
অর্থ |
Ο খ) |
ব্যাংক |
Ο গ) |
বিমা |
Ο ঘ) |
পরিবহন |
সঠিক উত্তর: (গ)
২৪৫. |
কোনটি ব্যবসায়ের প্রাকৃতিক ঝুঁকি? i. ঝড় ii. বন্যা iii. সাইক্লোন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৪৬. |
নিচের কোনটি কপিরাইট চুক্তির মাধ্যমে বিপনন করা যায় না? |
Ο ক) |
ব্যান্ডের পণ্য |
Ο খ) |
খেলার নাম |
Ο গ) |
তারকাদের নাম |
Ο ঘ) |
ডিম |
সঠিক উত্তর: (ঘ)
২৪৭. |
বাংলাদেশে অংশীদার িব্যবসায়ের নিবন্ধন- |
Ο ক) |
বাধ্যতামূলক নয় |
Ο খ) |
বাধ্যতামূলক |
Ο গ) |
স্বেচ্ছামূলক |
Ο ঘ) |
ইচ্ছামূলক |
সঠিক উত্তর: (ক)
২৪৮. |
বাবুল খান মংলা পৌর এলাকা একটি নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবসায় শুরু করলেন। তাকে কার কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে? |
Ο ক) |
জেলা প্রশাসক |
Ο খ) |
থানা নির্বাহী কর্মকর্তা |
Ο গ) |
পৌর কর্তৃপক্ষ |
Ο ঘ) |
জেলা পরিষদ |
সঠিক উত্তর: (গ)
২৪৯. |
জীবন বিমার ক্ষেত্রে বিমাকারী বিমাগ্রহীতার আস্মিক মৃত্যুকে বিমাকৃত টাকা কাকে পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ? |
Ο ক) |
বিমাগ্রহীতার পিতাকে |
Ο খ) |
বিমাগ্রহীতার মাতাকে |
Ο গ) |
বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তিকে |
Ο ঘ) |
বিমাগ্রহীতার স্ত্রীকে |
সঠিক উত্তর: (গ)
২৫০. |
ব্যবসায়ে পণ্যের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা হয় কেন? |
Ο ক) |
মালিকের অধিকার প্রতিষ্ঠার জন্যে |
Ο খ) |
পণ্যের বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে |
Ο গ) |
ঝুঁকি এড়ানোর জন্যে |
Ο ঘ) |
প্রতিযোগিতা মোকাবেলা করার উদ্দশ্যে |
সঠিক উত্তর: (ক)
২৫১. |
ক্ষতিপূরণের চুক্তি হলো- i. জীবন বিমা ii. নৌ বিমা iii. অগ্নি বিমা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৫২. |
ব্যবসার ক্ষেত্রে কোন পণ্যকে অন্য পণ্য থেকে স্বাতন্ত্র্যতা দান করার লক্ষ্যে যে প্রতীক ব্যবহৃত হয় তাকে কী বলে? |
Ο ক) |
ট্রেডমার্ক |
Ο খ) |
পেটেন্ট |
Ο গ) |
সুনাম |
Ο ঘ) |
নিবন্ধন |
সঠিক উত্তর: (ক)
২৫৩. |
নিচের কোনটি বাধ্যতামূলকভাবে সার্টিফিকেটের আওতাধীন পণ্যের তালিকা সংরক্ষণ করে? |
Ο ক) |
বিএসটিআই |
Ο খ) |
বিসিক |
Ο গ) |
বেসিক |
Ο ঘ) |
বিটাক |
সঠিক উত্তর: (ক)
২৫৪. |
কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়- i. চলচ্চিত্র ii. সংগীত iii. ভাস্কর্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৫৫. |
কীসের মাধ্যমে আবিষ্কারক কে তার স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্যে একচেটিয়া মালিকানা প্রদান করা হয়? |
Ο ক) |
পেটেন্ট |
Ο খ) |
কপিরাইট |
Ο গ) |
লাইসেন্স |
Ο ঘ) |
ট্রেডমার্ক |
সঠিক উত্তর: (ক)
২৫৬. |
পণ্য প্রতীকের অন্তর্ভুক্ত হলো- i. ব্র্যান্ড ii. সংখ্যাযুক্ত উপাদান iii. মোড়ক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৫৭. |
বর্তমানে সর্বাধিক প্রচলিত বিমা কয়টি? |
Ο ক) |
তিনটি |
Ο খ) |
চারটি |
Ο গ) |
পাঁচটি |
Ο ঘ) |
ছয়টি |
সঠিক উত্তর: (গ)
২৫৮. |
অংশীদারি ব্যবসায় নিবন্ধন করতে চাইলে কার কাছে আবেদন করতে হবে? |
Ο ক) |
পৌর কর্তৃপক্ষের |
Ο খ) |
জেলা প্রশাসনের |
Ο গ) |
স্থানীয় নিবন্ধকের |
Ο ঘ) |
বিসিক প্রধানের |
সঠিক উত্তর: (গ)
২৫৯. |
জীবন বিমার অর্থ ফেরত দেয়া হয়- i. নির্দিষ্ট সময় পর ii. বিমাগ্রহীতার চাহিদা অনুসারে iii. বিমাগ্রহীতার মৃত্যুতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৬০. |
৫ বছর প্রিমিয়ামের টাকা পরিশোধ করার পর জনাব শাহেদের স্ত্রী মারা গেলে তিনি কত টাকা পাবেন? |
Ο ক) |
১ লক্ষ |
Ο খ) |
২ লক্ষ |
Ο গ) |
৩ লক্ষ ৫০ হাজার |
Ο ঘ) |
৪ লক্ষ |
সঠিক উত্তর: (খ)
২৬১. |
কোম্পানি নিবন্ধকের ভূমিকা পালন করেন কে? |
Ο ক) |
সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন |
Ο খ) |
রেজিস্টার অব জয়েন্ট স্টক |
Ο গ) |
জেলা প্রশাসক |
Ο ঘ) |
বিভাগয়ী কমিশনার |
সঠিক উত্তর: (খ)
২৬২. |
বাধ্যতামূলক সার্টিফেকেটের আওতাধীন পণ্যের তালিকা সংরক্ষণ করার দায়িত্ব কোন প্রতিষ্ঠানের? |
Ο ক) |
বেসিক |
Ο খ) |
বিএসটিআই |
Ο গ) |
বিটাক |
Ο ঘ) |
বিসিক |
সঠিক উত্তর: (খ)
২৬৩. |
বাণিজ্যের ঝুঁকিগত বাধা নিরসনের উপায় কী? |
Ο ক) |
উৎপাদিত পণ্য যথাশীঘ্র হস্তগত করা |
Ο খ) |
গুদামজাত করে রাখা |
Ο গ) |
বিমা করে রাখা |
Ο ঘ) |
প্রয়োজন মুহুর্তে উৎপাদন করা |
সঠিক উত্তর: (গ)
২৬৪. |
ব্যবসায়িক ঝুঁকি কমানোর উত্তম উপায় কোনটি? |
Ο ক) |
নিবন্ধিকরণ |
Ο খ) |
লাইসেন্স গ্রহণ |
Ο গ) |
বিমাকরণ |
Ο ঘ) |
প্রতীকিকরণ |
সঠিক উত্তর: (গ)
২৬৫. |
একজন ব্যবসায়ীর জন্যে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? |
Ο ক) |
প্রমিতকরণ |
Ο খ) |
বিজ্ঞাপন |
Ο গ) |
ঝুঁকি নিরূপণ |
Ο ঘ) |
মোড়কিকরণ |
সঠিক উত্তর: (গ)
নিচের উদ্দীপকটি পড় এবং নিচের ২ টি প্রশ্নের উত্তর দাও। রহিম ও রাম একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করেন। অপরদিকে রাজিব ও তার ৬ বন্ধু মিলে আর একটি কোম্পানি গঠনের উদ্দেশ্যে নিবন্ধনের জন্যে আবেদন করেন। নিবন্ধনপত্র পাওয়ার পর রহিম ও রাম ব্যবসায় শুরু করলেও রাজিব ও তার ৬ বন্ধু ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারছেন না। |
২৬৬. |
রহিম ও রামের ব্যবসায়টি কোন ধরনের? |
Ο ক) |
অংশীদারি |
Ο খ) |
প্রাইভেট লি. কোম্পানি |
Ο গ) |
পাবলিক লি. কোম্পানি |
Ο ঘ) |
সমবায় |
সঠিক উত্তর: (খ)
২৬৭. |
রাজিব ও তার ৬ বন্ধুর ব্যবসায়টি কাজ শুরু করতে না পারার কারণ- i. এটি প্রাইভেট লি. কোম্পানি ii. এটি পাবলিক লি কোম্পানি iii. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে না পারা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন