এস.এস.সি ||
ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ১০: ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা |
১. |
বেসিক ব্যাংক ঋণযোগ্য তহবিলের শতকরা কত ভাগ ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ? |
Ο ক) |
২৫ ভাগ |
Ο খ) |
৫০ ভাগ |
Ο গ) |
৭৫ ভাগ |
Ο ঘ) |
১০০ ভাগ |
সঠিক উত্তর: (খ)
২. |
বিডিবিএল এর সহায়তার ধরন প্রধানত কত প্রকার? |
Ο ক) |
২ প্রকার |
Ο খ) |
৩ প্রকার |
Ο গ) |
৪ প্রকার |
Ο ঘ) |
৫ প্রকার |
সঠিক উত্তর: (খ)
৩. |
বেসিক ব্যাংক কখন থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে? |
Ο ক) |
১৯৮৮ সালের ৩১ জানুয়ারি |
Ο খ) |
১৯৮৯ সালের ৩১ জানুয়ারি |
Ο গ) |
১৯৯১ সালের ৩১ জানুয়ারি |
Ο ঘ) |
১৯৯৪ সালের ৩১ জানুয়ারি |
সঠিক উত্তর: (খ)
৪. |
বেসিক ব্যাংকের পরিচালিত ব্যাংকিং কার্যক্রম হলো- i. উন্নয়ন ব্যাংকিং ii. বাণিজ্যিক ব্যাংকিং iii. কেন্দ্রীয় ব্যাংকিং নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫. |
বিজ্ঞাপনী সংস্থা কোন ধরনের খাত? |
Ο ক) |
উৎপাদন |
Ο খ) |
বন্টন |
Ο গ) |
সেবামূলক |
Ο ঘ) |
বৈদেশিক |
সঠিক উত্তর: (গ)
৬. |
বিসিক প্রদত্ত সহায়তা হলো- i. প্রকল্প নির্বাচন ii. পণ্য ডিজাইন iii. প্রকল্প মূল্যায়ন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭. |
বিসিক এর গুরুত্বপূর্ণ কাজ হলো- i. শিল্প সংক্রান্ত তথ্য সরবরাহ ii. ক্ষুদ্র ও কুটির শিল্পের রেজিস্ট্রেশন iii. নতুন পণ্য উদ্ভাবন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৮. |
সেবামূলক খাত হলো- i. আইসিটি ii. লন্ড্রি iii. বিউটি পার্লার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯. |
বাংলাদেশে রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক কয়টি? |
Ο ক) |
২টি |
Ο খ) |
৩টি |
Ο গ) |
৪টি |
Ο ঘ) |
৫টি |
সঠিক উত্তর: (গ)
১০. |
সমর্থনমূলক সহায়তার বৈশিষ্ট্য কোনটি? |
Ο ক) |
পুঁজির সংস্থান |
Ο খ) |
পরামর্শ দান |
Ο গ) |
ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা |
Ο ঘ) |
অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ |
সঠিক উত্তর: (ক)
১১. |
ইসপিক প্রতিষ্ঠিত হয় কখন? |
Ο ক) |
১৯৫৭ সালে |
Ο খ) |
১৯৫৮ সালে |
Ο গ) |
১৯৬০ সালে |
Ο ঘ) |
১৯৬২ সালে |
সঠিক উত্তর: (ক)
১২. |
ঋণের জন্য আবেদন করার অযোগ্য হলেন- i. ঋণখেলাপী ii. দেউলিয়া iii. উম্মাদ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৩. |
বিডিপিএল সৃষ্টির মূল লক্ষ্য কোনটি? |
Ο ক) |
দ্রুত শিল্পায়ন |
Ο খ) |
কৃষিজ উন্নয়ন |
Ο গ) |
নগরায়ন |
Ο ঘ) |
কর্মসংস্থান সৃষ্টি |
সঠিক উত্তর: (ক)
১৪. |
বাংলাদেশে প্রধান বাণিজ্যিক ব্যাংক কোনটি? |
Ο ক) |
রূপালী ব্যাংক |
Ο খ) |
এবি ব্যাংক |
Ο গ) |
সোনালী ব্যাংক |
Ο ঘ) |
বাংলাদেশ ব্যাংক |
সঠিক উত্তর: (গ)
১৫. |
মহিলা অধিদপ্তর কোন উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করে? |
Ο ক) |
যুবক উদ্যোক্তা |
Ο খ) |
ক্ষুদ্র উদ্যোক্তা |
Ο গ) |
নারী উদ্যোক্তা |
Ο ঘ) |
শিল্প উদ্যোক্তা |
সঠিক উত্তর: (গ)
১৬. |
বিটাকের আঞ্চলিক কেন্দ্র কয়টি? |
Ο ক) |
২টি |
Ο খ) |
৩টি |
Ο গ) |
৪টি |
Ο ঘ) |
৬টি |
সঠিক উত্তর: (গ)
১৭. |
কোনটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক? |
Ο ক) |
বিডিবিএল |
Ο খ) |
টিসিবি |
Ο গ) |
বিকেবি |
Ο ঘ) |
ইউসিবিএল |
সঠিক উত্তর: (ক)
১৮. |
বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায় বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে কোনটি? |
Ο ক) |
প্রশিকা |
Ο খ) |
আশা |
Ο গ) |
কোডেক |
Ο ঘ) |
উদ্দীপন |
সঠিক উত্তর: (ক)
১৯. |
ব্র্যাকের সকল কার্যক্রম কোন লক্ষ্য পরিচালিত হচ্ছে- |
Ο ক) |
শিল্প প্রতিষ্ঠায় |
Ο খ) |
উদ্যোক্তা উন্নয়নে |
Ο গ) |
ত্রান বিতরণে |
Ο ঘ) |
পুনর্বাসনে |
সঠিক উত্তর: (খ)
২০. |
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের উদ্দেশ্য হলো- i. গবেষণা করা ii. গবেষনায় উৎসাহিত করা iii. মুনাফা অর্জন করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২১. |
প্রশিকা উদ্যোক্তাদের প্রদান করে- i. ঋণ ii. প্রশিক্ষণ iii. সার্টিফিকেট নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২২. |
সহায়তাকারী প্রতিষ্ঠানসমূহের ভূমিকা হলো- i. দিকনির্দেশ না প্রদান ii. আর্থিক সহায়তা প্রদান iii. তথ্য সরবরাহ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৩. |
নারী শিল্পাদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে কোন ধরনের সহায়তা প্রদান করা হয়? |
Ο ক) |
উদ্দীপনামূলক |
Ο খ) |
সমর্থনমূলক |
Ο গ) |
সংরক্ষণমূলক |
Ο ঘ) |
আর্থিক |
সঠিক উত্তর: (গ)
২৪. |
উদ্দীপনামূলক সহায়তার অন্তর্ভুক্ত হলো- i. পরামর্শ দান ii. তথ্য সরবরাহ iii. প্রশিক্ষণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৫. |
ব্র্যাকের ক্ষুদ্র শিল্প উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে- i. কাপড় বুনন ii. হাসঁ-মুরগি পালন iii. ধান ভানা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৬. |
জাতীয় শিল্পনীতিতে কয় ধরনের সহায়তা উল্লেখ আছে? |
Ο ক) |
দুই |
Ο খ) |
তিন |
Ο গ) |
চার |
Ο ঘ) |
পাঁচ |
সঠিক উত্তর: (খ)
২৭. |
নকশিকাঁথা উন্নয়নে কাজ করছে কোন সংস্থা? |
Ο ক) |
ব্র্যাক |
Ο খ) |
প্রশিকা |
Ο গ) |
মাইডাস |
Ο ঘ) |
জাগরণী চক্র |
সঠিক উত্তর: (ক)
২৮. |
সংরক্ষণমূলক সহায়তা কোনটি? |
Ο ক) |
ব্যবসায়ের নিবন্ধন |
Ο খ) |
ব্যবসায়ের সম্প্রসারণ |
Ο গ) |
ব্যবসায়ের নতুন পণ্য উৎপাদন |
Ο ঘ) |
নতুন বন্টন প্রণালি উদ্ভাবন |
সঠিক উত্তর: (খ)
২৯. |
নারীদের অংশগ্রহণে যেসব খাত বিশেষ ভূমিকা রাখছে তা হলো- i. মাইক্রোক্রেডিট কার্যক্রম ii. পোশাক শিল্প iii. শিক্ষাখাত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩০. |
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কখন প্রতিষ্ঠিত হয়? |
Ο ক) |
১৯৭০ সালে |
Ο খ) |
১৯৭১ সালে |
Ο গ) |
১৯৭৩ সালে |
Ο ঘ) |
১৯৭৫ সালে |
সঠিক উত্তর: (গ)
৩১. |
মহিলা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণের মধ্যে রয়েছে- i. হাঁস-মুরগি ও গবাদি পশুপালন ii. হস্ত ও বুনন শিল্প iii. বাটিক ও সেলাইয়ের কাজ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩২. |
ঋণের মেয়াদের ক্ষেত্রে প্রযোজ্য- i. চলতি মূলধনের ক্ষেত্রে ১ বৎসর ii. মেয়াদি ঋণের ক্ষেত্রে ৩-৭ বৎসর iii. বন্ধকী ঋণের ক্ষেত্রে যেকোনো মেয়াদ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৩. |
সহায়তাকারী প্রতিষ্ঠান প্রধানত কত প্রকার? |
Ο ক) |
দুই প্রকার |
Ο খ) |
তিন প্রকার |
Ο গ) |
চার প্রকার |
Ο ঘ) |
পাঁচ প্রকার |
সঠিক উত্তর: (ক)
৩৪. |
ব্যবসায়ের ধরন অনুযায়ী এসএমই খাতে সর্বনিম্ন ঋণসীমা কত? |
Ο ক) |
১০ হাজার |
Ο খ) |
৫০ হাজার |
Ο গ) |
১ লক্ষ |
Ο ঘ) |
৫ লক্ষ |
সঠিক উত্তর: (খ)
৩৫. |
বেসিক ব্যাংক প্রদত্ত ঋনের খাত হলো- i. ঔষধ শিল্প ii. পোশাক শিল্প iii. পোল্ট্রি শিল্প নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৬. |
বেসিক ব্যাংক কেন প্রতিষ্ঠিত হয়েছিল? |
Ο ক) |
ক্ষুদ্র শিল্পের অর্থায়নে |
Ο খ) |
মাঝারি শিল্পের অর্থায়নে |
Ο গ) |
বৃহদায়তন মূলধন যোগাতে |
Ο ঘ) |
ঋণ নিয়ন্ত্রণ করতে |
সঠিক উত্তর: (ক)
৩৭. |
পূঁজি সংস্থান কোন ধরনের সহায়তা? |
Ο ক) |
উদ্দীপনামূলক সহায়তা |
Ο খ) |
সমর্থনমূলক সহায়তা |
Ο গ) |
সংরক্ষণমূলক সহায়তা |
Ο ঘ) |
সামাজিক সহায়তা |
সঠিক উত্তর: (খ)
৩৮. |
যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ প্রদান করে- i. শিক্ষিত যুবকদের ii. স্বল্প শিক্ষিত যুবকদের iii. শিল্পপতিদের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৯. |
উন্নয়নশীল দেশসমূহের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কোনটির ভূমিকা অনস্বীকার্য? |
Ο ক) |
ক্ষুদ্র ও মাঝারি শিল্প |
Ο খ) |
বৃহদায়তন শিল্প |
Ο গ) |
মৎস্য শিল্প |
Ο ঘ) |
পাট শিল্প |
সঠিক উত্তর: (ক)
৪০. |
টিএমএসএস পরিচালনা করে- i. দোকান ii. হাঁস-মুরগির খামার iii. নার্সারি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪১. |
মানিক ব্যবসায় প্রকল্পের জন্য সোনালী ব্যাংকের নিকট ঋণ সহায়তা চাইলেন। তিনি সর্বনিম্ন কত টাকা ঋণ পাবেন? |
Ο ক) |
২০ হাজার টাকা |
Ο খ) |
৪০ হাজার টাকা |
Ο গ) |
৫০ হাজার টাকা |
Ο ঘ) |
৬০ হাজার টাকা |
সঠিক উত্তর: (গ)
৪২. |
শিল্প স্থাপনে সহজে কেউ এগিয়ে আসতে চায় না কেন? |
Ο ক) |
এতে সৃজনশীলতার প্রয়োজন হয় |
Ο খ) |
কাজটি গঠনমূলক বলে |
Ο গ) |
এ কাজে ঝুঁকি নিতে হয় বলে |
Ο ঘ) |
নিজস্ব পুঁজির প্রয়োজন হয় |
সঠিক উত্তর: (গ)
৪৩. |
বর্তমানে ব্র্যাক কতটি জেলায় কার্যক্রম পরিচালনা করছে? |
Ο ক) |
৬টি |
Ο খ) |
৩৬টি |
Ο গ) |
৪৬টি |
Ο ঘ) |
৬৪টি |
সঠিক উত্তর: (ঘ)
৪৪. |
এনজিও-এর অর্থ কী? |
Ο ক) |
সরকারি সংস্থা |
Ο খ) |
বেসরকারি সংস্থা |
Ο গ) |
বিদেশি সংস্থা |
Ο ঘ) |
দেশি সংস্থা |
সঠিক উত্তর: (খ)
৪৫. |
দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের অন্তর্ভুক্ত- i. সিল্ক ii. জামদানি iii. নকশিকাঁথা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৬. |
বাংলাদেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন এনজিও? |
Ο ক) |
গ্রামীণ ব্যাংক |
Ο খ) |
ব্র্যাক |
Ο গ) |
প্রশিকা |
Ο ঘ) |
মাইডাস |
সঠিক উত্তর: (খ)
৪৭. |
বিডিবিএল ব্যাংকিং বহির্ভুত কাজ হলো এর বাণিজ্যিক- i. সরকারি শিল্পে আর্থিক সহায়তা ii. বেসরকারি শিল্পে আর্থিক সহায়তা iii. কৃষিভিত্তিক শিল্পে পৃষ্ঠপোষকতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৮. |
বিসিক কোন মন্ত্রণালয়ের অধীন? |
Ο ক) |
বাণিজ্য মন্ত্রণালয় |
Ο খ) |
শিল্প মন্ত্রণালয় |
Ο গ) |
অর্থ মন্ত্রণালয় |
Ο ঘ) |
খাদ্য মন্ত্রণালয় |
সঠিক উত্তর: (খ)
৪৯. |
বিটাককে শক্তিশালী করার লক্ষ্যে কোন সহায়তা প্রয়োজন? |
Ο ক) |
উদ্দীপনামূলক সহায়তা |
Ο খ) |
সমর্থনমূলক সহায়তা |
Ο গ) |
সংরক্ষণমূলক সহায়তা |
Ο ঘ) |
আইনগত সহায়তা |
সঠিক উত্তর: (খ)
৫০. |
ব্যবসায় প্রতিষ্ঠান উদ্যোগের জন্য কোনটি অধিকতর প্রয়োজন? |
Ο ক) |
সহায়তা |
Ο খ) |
সুনাম |
Ο গ) |
জমি |
Ο ঘ) |
দালান |
সঠিক উত্তর: (ক)
৫১. |
ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে? |
Ο ক) |
ড. ইউনুস |
Ο খ) |
ফজলে হোসেন আবেদ |
Ο গ) |
লতিফুর রহমান |
Ο ঘ) |
রেহমান সোবহান |
সঠিক উত্তর: (খ)
৫২. |
ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ ঋণ প্রদান করে- i. দরিদ্র মহিলাদের ii. বিত্তহীন মহিলাদের iii. সকল শ্রেণির মহিলাদের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৩. |
বিডিবিএল কর্তৃক সরবরাহকৃত সহায়তা হলো- i. সাধারণ ব্যাংকিং ii. আর্থিক সহায়তা iii. কারিগরি সহায়তা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৪. |
মাইডাসের কার্যক্রমের অন্তর্ভুক্ত- i. ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঋণ সুবিধা প্রদান ii. ব্যসায় ক্ষেত্র অনুসন্ধান ও গবেষণা পরিচালনা iii. শিল্পের বাজারজাতকরণে সহায়তা প্রদান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৫. |
বিসিকের প্রধান কাজ বলতে কোনটি বোজায়? |
Ο ক) |
ঋণ প্রদান |
Ο খ) |
আইন প্রণয়ন |
Ο গ) |
বিনিয়োগ পরামর্শ দান |
Ο ঘ) |
কর নীতি বাস্তবায়ন |
সঠিক উত্তর: (গ)
৫৬. |
ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে সম্ভব- i. কর্মসংস্থান সৃষ্টি ii. বেকারত্ব লাঘব iii. অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৭. |
অর্থনীতির মূলস্রোতে নারীদের অংশগ্রহণ একান্তভাবেই অপরিহার্য। কারণ- i. জনসংখ্যার প্রায় ৫০ শতাংশই নারী ii. অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে iii. নারীরা কর্তব্য পালনে খুবই সচেতন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৮. |
বিসিক অর্থ কী? |
Ο ক) |
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প |
Ο খ) |
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কাউন্সিল |
Ο গ) |
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা |
Ο ঘ) |
বাংলাদেশ শিল্প কর্পোরেশন |
সঠিক উত্তর: (গ)
৫৯. |
বেসরকারি সংস্থা কোনটির উন্নয়নে কাজ করছে? |
Ο ক) |
উদ্যোক্তা |
Ο খ) |
শিল্প |
Ο গ) |
বাণিজ্য |
Ο ঘ) |
অবকাঠামো |
সঠিক উত্তর: (ক)
৬০. |
মাইডাসের প্রদত্ত সহায়তা হলো- i. আর্থিক ii. কারিগরি iii. ব্যবস্থাপনা জাতীয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬১. |
ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ কখন কাজ শুরু করে? |
Ο ক) |
১৯৭২ সালে |
Ο খ) |
১৯৭৫ সালে |
Ο গ) |
১৯৮০ সালে |
Ο ঘ) |
১৯৯০ সালে |
সঠিক উত্তর: (গ)
৬২. |
ব্যবসায় বা শিল্প স্থাপন হলো- i. সৃজনশীল কাজ ii. গঠন মূলক কাজ iii. নৈমিত্তিক কাজ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬৩. |
সমর্থনমূলক সহায়তার বৈশিষ্ট্য হলো- i. কর অবকাশ ii. ভর্তুকি প্রদান iii. অবকাঠামো উন্নয়ন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৪. |
বিশ্বের সর্ববৃহৎ এনজিও কোনটি? |
Ο ক) |
মাইডাস |
Ο খ) |
গ্রামীন ব্যাংক |
Ο গ) |
ব্র্যাক |
Ο ঘ) |
প্রশিকা |
সঠিক উত্তর: (গ)
৬৫. |
বাংলাদেশে গ্রামীণ বিত্তহীন ও স্বল্পবিত্তদের উদ্যোগী হওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে কোনটি? |
Ο ক) |
ব্র্যাক |
Ο খ) |
গ্রামীণ ব্যাংক |
Ο গ) |
প্রশিকা |
Ο ঘ) |
মাইডাস |
সঠিক উত্তর: (ক)
৬৬. |
বেসিক ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রগুলো হলো- i. পোশাক ও পোল্ট্রি শিল্প ii. রাসায়নিক ও ঔষধ শিল্প iii. চামড়া ও পাট শিল্প নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৭. |
উদ্দীপনামূলক সহায়তা হলো- i. অনুপ্রেরনামূলক প্রশিক্ষণ ii. বিনিয়োগ সুযোগ-সুবিধা অবহিতকরণ iii. সরকারি সহযোগিতা সম্পর্কে ব্যাপক প্রচার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৮. |
শিল্পোদ্যোগ গ্রহণে সহায়ক সেবা প্রদান করে কোনটি? |
Ο ক) |
বাংলাদেশ শিল্পনীতি |
Ο খ) |
বিমা |
Ο গ) |
ব্যাংকিং আইন |
Ο ঘ) |
বাণিজ্য মন্ত্রণালয় |
সঠিক উত্তর: (ক)
৬৯. |
বাংলাদেশে শিল্প কারিগরি সাহায্য কেন্দ্রের সংক্ষিপ্ত �রূপ কোনটি? |
Ο ক) |
বিসিক |
Ο খ) |
বিডিবিএল |
Ο গ) |
বিটাক |
Ο ঘ) |
বিটপ |
সঠিক উত্তর: (গ)
৭০. |
উদ্দীপকমূলক সহায়তা হলো- i. উদ্যোক্তার স্বীকৃতি ii. প্রাথমিক শিক্ষা iii. প্রশিক্ষণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭১. |
উদ্যোক্তার জন্যে অনুপ্রেরণামূলক হতে পারে কোনটি? |
Ο ক) |
শ্রমনীতি |
Ο খ) |
শিল্পনীতি |
Ο গ) |
করনীতি |
Ο ঘ) |
রাজস্ব নীতি |
সঠিক উত্তর: (খ)
৭২. |
বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র প্রকল্পের মূল লক্ষ্য কোনটি? |
Ο ক) |
ঋণ প্রদান |
Ο খ) |
শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধি |
Ο গ) |
কর্মসংস্থান সৃষ্টি |
Ο ঘ) |
কৃষিজ উন্নয়ন |
সঠিক উত্তর: (খ)
৭৩. |
ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন প্রতিষ্ঠার বিল উত্থাপিত হয় কত সালে? |
Ο ক) |
১৯৫০ সালে |
Ο খ) |
১৯৫৩ সালে |
Ο গ) |
১৯৫৫ সালে |
Ο ঘ) |
১৯৫৭ সালে |
সঠিক উত্তর: (ঘ)
৭৪. |
ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান উন্নয়ন কর্মসূচির আওতাভুক্ত- i. ভূমিহীনদের প্রকল্প প্রণয়ন ii. প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনা iii. বিপণনে সহায়তা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৫. |
বর্তমানে ব্র্যাকের লক্ষ্য হলো- i. দারিদ্র্য বিমোচন ii. নারীর ক্ষমতায়ন iii. পুজিঁবাদ প্রতিষ্ঠা করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭৬. |
ইসপিক এর বর্তমান নাম কি? |
Ο ক) |
বিপসিক |
Ο খ) |
বিসিক |
Ο গ) |
বিডিবিএল |
Ο ঘ) |
আইসিবি |
সঠিক উত্তর: (খ)
৭৭. |
শিল্প স্থাপন সম্পর্কিত পরামর্শের জন্য উদ্যোগক্তাগণকে কোথায় যোগাযোগ করতে হয়? |
Ο ক) |
বিসিকের সহায়ক কেন্দ্র |
Ο খ) |
শিল্প মন্ত্রণালয়ে |
Ο গ) |
সমবায় অধিদপ্তরে |
Ο ঘ) |
বাণিজ্য মন্ত্রণালয়ে |
সঠিক উত্তর: (ক)
৭৮. |
বাণিজ্যিক ব্যাংকের সহায়তা কর্মসূচীর লক্ষ্য হলো- i. ক্ষুদ্র শিল্পের প্রসার ii. মাঝারি শিল্পের প্রসার iii. অর্থনৈতিক উন্নয়ন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৯. |
বেসিক ব্যাংকের পূর্ণরূপ কোনটি? |
Ο ক) |
বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ব্যাংক লি. |
Ο খ) |
বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ এন্ড কটেজ ব্যাংক লি. |
Ο গ) |
বাংলাদেশ স্মল ইনভেস্টমেন্ট এন্ড কমার্স ব্যাংক লি. |
Ο ঘ) |
বাংলাদেশ সোস্যাল ইনভেস্টমেন্ট এন্ড কমার্স ব্যাংক লি. |
সঠিক উত্তর: (ক)
৮০. |
বিডিবিএল গঠনে একত্রিত করা হয়েছে- i. বাংলাদেশ শিল্প ব্যাংক ii. বেসিক ব্যাংক iii. বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৮১. |
বাংলাদেশে কতটি শিল্প নগরী আছে? |
Ο ক) |
৭০টি |
Ο খ) |
৭২টি |
Ο গ) |
৭৪টি |
Ο ঘ) |
৮০টি |
সঠিক উত্তর: (গ)
৮২. |
মারুফ রুপালি ব্যাংকের ঋণ বিতরণ বিভাগে কাজ করেন। ব্যবসায় প্রকল্পে তিনি সর্বোচ্চ কত টাকা ঋণ পেতে পারেন? |
Ο ক) |
দুই কোটি টাকা |
Ο খ) |
তিন কোটি টাকা |
Ο গ) |
পাচঁ কোটি টাকা |
Ο ঘ) |
দশ কোটি টাকা |
সঠিক উত্তর: (ঘ)
৮৩. |
যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদের প্রশিক্ষণ দিয়ে থাকে- i. ক্ষুদ্র ব্যবসায় স্থাপনের ক্ষেত্রে ii. অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে iii. সেলাই ও এমব্রয়ডারির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৪. |
‘বিনিয়োগ সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিতকরণ’ কোন ধরনের সহায়তার অন্তর্ভুক্ত? |
Ο ক) |
উদ্দীপনা মূলক সহায়তা |
Ο খ) |
সমর্থনমূলক সহায়তা |
Ο গ) |
সংরক্ষণমূলক সহায়তা |
Ο ঘ) |
অর্থসংস্থানমূলক সহায়তা |
সঠিক উত্তর: (ক)
৮৫. |
রিয়াজ রূপালী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলেন। চলতি মূলধন সংগ্রহের জন্য তিনি কত দিনের মধ্যে এ ঋণ পরিশেোধ করবেন? |
Ο ক) |
৬ মাস |
Ο খ) |
১ বছর |
Ο গ) |
২ বছর |
Ο ঘ) |
৫ বছর |
সঠিক উত্তর: (খ)
৮৬. |
সহায়ক সেবা প্রয়োজন হয়- i. উদ্যোগ গ্রহণে ii. উদ্যোগ প্রতিষ্ঠায় iii. উদ্যোগ পরিচালনায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৭. |
মজনু বান্দরবানে ম্যাচ ফ্যাক্টরি স্থাপন করলেন। তিনি কত বছর কর সুবিধা পাবেন? |
Ο ক) |
৫ বছর |
Ο খ) |
৭ বছর |
Ο গ) |
৮ বছর |
Ο ঘ) |
১০ বছর |
সঠিক উত্তর: (খ)
৮৮. |
বেসিক ব্যাংক কত সালে নিবন্ধিত হয়? |
Ο ক) |
১৯৮৮ সালে |
Ο খ) |
১৯৮৯ সালে |
Ο গ) |
১৯৯১ সালে |
Ο ঘ) |
১৯৯৪ সালে |
সঠিক উত্তর: (ক)
৮৯. |
ব্যবসায় সম্প্রসারণের পথে অসুবিধাসমূহ দূরীকরণ কোন ধরনের সহায়তার অন্তুর্ভুক্ত? |
Ο ক) |
উদ্দীপনামূলক |
Ο খ) |
সমর্থনমূলক |
Ο গ) |
সংরক্ষণমূলক |
Ο ঘ) |
অর্থসংস্থানমূলক |
সঠিক উত্তর: (ক)
৯০. |
অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ প্রদান কোন ধরনের সহায়তা? |
Ο ক) |
উদ্দীপনামূলক সহায়তা |
Ο খ) |
সমর্থনমূলক সহায়তা |
Ο গ) |
সংরক্ষণমূলক সহায়তা |
Ο ঘ) |
আর্থিক সহায়তা |
সঠিক উত্তর: (ক)
৯১. |
ব্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়? |
Ο ক) |
১৯৭০ সালে |
Ο খ) |
১৯৭১ সালে |
Ο গ) |
১৯৭২ সালে |
Ο ঘ) |
১৯৭৫ সালে |
সঠিক উত্তর: (গ)
৯২. |
দেশীয় যন্ত্রপাতি প্রস্তুতকারক শিল্পকে একত্রিত করতে হবে- i. কারিগরি প্রতিষ্ঠানের সাথে ii. প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে iii. কৃষিজ প্রতিষ্ঠানের সাথে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৯৩. |
কোনো নারী শিল্প উদ্যোক্তা হিসেবে গণ্য হবেন তিনি যদি- i. ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হন ii. অংশীদারি বা যৌথ মূলধনী ব্যবসায়ের পরিচালক হন iii. শেয়ারহোল্ডারগণের মধ্যে অন্যূন ৫১% -এর মালিক হন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯৪. |
উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার ব্যবসায়ের চেয়ে অগ্রাধিকার প্রদান করছে- i. শিল্প খাতকে ii. সেবা খাতকে iii. কৃষি খাতকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯৫. |
উদ্যোক্তাকে শিল্প স্থাপনে অনুপ্রাণিত করে কোনটি? |
Ο ক) |
প্রতিযোগী বাজার ব্যবস্থা |
Ο খ) |
প্রয়োজনীয় সহায়তা |
Ο গ) |
একচেটিয়া বাজার |
Ο ঘ) |
ঋণের স্বল্প সুদ |
সঠিক উত্তর: (খ)
৯৬. |
মহিলা অধিদপ্তরের লক্ষ্য হলো- i. নারীর ক্ষমতায়ন ii. নারীর কর্মসংস্থান iii. নারীর সৃজনশীলতার বিকাশ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৯৭. |
সমর্থনমূলক সহায়তা কোনটি? |
Ο ক) |
পরামর্শ দান |
Ο খ) |
তথ্য সরবরাহ |
Ο গ) |
পুঁজির সংস্থান |
Ο ঘ) |
ব্যবসায়ন আধুনিকায়ন |
সঠিক উত্তর: (গ)
৯৮. |
আলম সাহেব বেসিক ব্যাংকের কারওয়ানবাজার শাখার ব্যবস্থাপক। তিনি ঋণযোগ্য তহবিলের কত ভাগ ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ করবেন? |
Ο ক) |
৪০ ভাগ |
Ο খ) |
৫০ ভাগ |
Ο গ) |
৬০ ভাগ |
Ο ঘ) |
৭০ ভাগ |
সঠিক উত্তর: (খ)
৯৯. |
মাইডাস সহায়তা প্রদান করে- i. ক্ষুদ্র উদ্যোক্তাদের ii. মাঝারি উদ্যোক্তাদের iii. বৃহদায়তন ব্যবসায়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১০০. |
সৃজনশীল কাজ কোনটি? |
Ο ক) |
নতুন ব্যবসায় স্থাপন |
Ο খ) |
বনায়ন |
Ο গ) |
গৃহায়ন |
Ο ঘ) |
পশুপালন |
সঠিক উত্তর: (ক)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন