NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ১১: ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা


এস.এস.সি    ||    ব্যবসায় উদ্যোগ
অধ্যায় - ১১: ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা


১.
ব্যবসায় নৈতিকতার মধ্যে পড়ে?
i. সততা বজায় রাখা
ii. ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণন না করা
iii. পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২.
ব্যবসায় জগতে সঠিক পথের দিকনির্দেশনা হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) 
ব্যবসায়িক শিক্ষা
Ο খ) 
ব্যবসায়িক নৈতিকতা
Ο গ) 
ব্যবসায়িক রীতি
Ο ঘ) 
ব্যবসায়িক সংগঠন

  সঠিক উত্তর: (খ)

৩.
পরিবেশ দূষণের কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে-
i. জনগণের অসচেতনতা
ii. যেখানে সেখানে ময়লা নিক্ষেপ
iii. ত্রুটিমুক্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪.
সামাজিক দায়বদ্ধতা পালন নিশ্চিত করে-
i. সামাজিক উন্নয়ন
ii. প্রতিভার বিকাশ
iii. দারিদ্র্য হ্রাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫.
ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধির জন্য কোনটি অপরিহার্য?
Ο ক) 
প্রচার-প্রসার চালানো
Ο খ) 
ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো
Ο গ) 
নৈতিক দায়িত্ব পালন
Ο ঘ) 
সামাজিক দায়িত্ব পালন

  সঠিক উত্তর: (ঘ)

৬.
শিল্পান্নায়নের সবচেয়ে নেতিবাচক দিক কোনটি?
Ο ক) 
দুর্নীতি
Ο খ) 
উচ্চ বিলাসিতা
Ο গ) 
অর্থ পাচার
Ο ঘ) 
পরিবেশ দূষণ

  সঠিক উত্তর: (ঘ)

৭.
অনিয়ন্ত্রিত শিল্পান্নয়নের ফলাফল হলো-
i. স্বাস্থ্যহানি
ii. জীব বৈচিত্র্যের ধ্বংস
iii. সামাজিক মূল্যবোধের অবক্ষয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮.
যেকোন ব্যবসায়ী নিচের কোনটির অভাবে ভালোমন্দের পার্থক্য নির্ণয় করতে অপারগ হয়?
Ο ক) 
অধ্যয়ন
Ο খ) 
অধ্যবসায়
Ο গ) 
মূল্যবোধ
Ο ঘ) 
পরিশ্রম

  সঠিক উত্তর: (গ)

৯.
ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করাকে বলা হয়?
Ο ক) 
নৈতিক দায়িত্ব
Ο খ) 
সেবাপ রায়ণতা
Ο গ) 
কর্মী সন্তুষ্টি
Ο ঘ) 
মতাদর্শ

  সঠিক উত্তর: (ক)

১০.
পরিবেশে দূষণের কারণ হলো-
i. জনগণের অসচেতনতা
ii. ময়লা নিক্ষেপ
iii. ত্রুটিপূর্ণ নিষ্কাশন ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১.
ফরমালিনযুক্ত মাছ ও ফলমূল বিক্রি করা কোন ধরনের কাজ?
Ο ক) 
অনৈতিক
Ο খ) 
অযৌক্তিক
Ο গ) 
আদর্শহীন
Ο ঘ) 
অমানবিক

  সঠিক উত্তর: (ক)

১২.
জনগণের সমর্থনের উপর ব্যবসায়ের-
i. স্থায়িত্ব নির্ভর করে
ii. মুনাফা নির্ভর করে
iii. ক্ষতি নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের ব্যবধানকে কী বলে?
Ο ক) 
মুনাফা
Ο খ) 
ক্ষতি
Ο গ) 
দায়
Ο ঘ) 
সামঞ্জস্যতা

  সঠিক উত্তর: (ক)

১৪.
মানসম্মত পণ্য সরবরাহ ব্যবসায়ের কোন ধরণের দায়বদ্ধতার অংশ?
Ο ক) 
সমাজের প্রতি দায়বদ্ধতা
Ο খ) 
ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা
Ο গ) 
শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা
Ο ঘ) 
রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা

  সঠিক উত্তর: (খ)

১৫.
ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণন থেকে বিরত থাকা কীসের অন্তর্ভুক্ত?
Ο ক) 
ব্যবসায়িক মূল্যবোধ
Ο খ) 
ব্যবসায়িক নৈতিকতা
Ο গ) 
মানবতা আইন
Ο ঘ) 
সামাজিক প্রথা

  সঠিক উত্তর: (খ)

১৬.
নৈতিকতার নীতিমালা হল-
i. সততা বজায় রাখা
ii. ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিক্রয় না করা
iii. জনকল্যাণে অবদান রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান?
Ο ক) 
অর্থনৈতিক
Ο খ) 
সামাজিক
Ο গ) 
রাজনৈতিক
Ο ঘ) 
পারিবারিক

  সঠিক উত্তর: (খ)

১৮.
সরকারকে নিয়মিত কর ও রাজস্ব প্রদান কার দায়িত্ব?
Ο ক) 
রাজনীতিবিদদের
Ο খ) 
ধনী শ্রেণির
Ο গ) 
কোম্পানির
Ο ঘ) 
ব্যবসায়ের

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
ব্যবসায় প্রতিষ্ঠান ভোক্তাদের প্রতি কতটি দায়িত্ব পালন করে?
Ο ক) 
দুটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাচঁটি

  সঠিক উত্তর: (গ)

২০.
ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করতে হয় কেন?
Ο ক) 
মুনাফা অর্জনের জন্যে
Ο খ) 
মুনাফা বৃদ্ধির জন্যে
Ο গ) 
সচেতনতা বৃদ্ধির জন্যে
Ο ঘ) 
পণ্য বিক্রির জন্যে

  সঠিক উত্তর: (খ)

২১.
ব্যবসায়ের অন্যতম কাজ হলো-
i. চাহিদা নিরূপণ
ii. পণ্য উৎপাদন
iii. পরামর্শ প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২.
ব্যবসায়িক মূল্যবোধ বলেতে বোঝায়?
i. ব্যবসায়ীর মূল্যবান আচরণ
ii. ব্য্যবসায়ীর অনুকরণীয় আচরণ
iii. ব্যবসায়ীর স্থায়ী আচরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৩.
মানসম্মত পণ্য ও উন্নত সেবা সরবরাহ করা ব্যবসায়ের কোন ধরনের দায়িত্ব?
Ο ক) 
সামাজিক
Ο খ) 
নৈতিক
Ο গ) 
ব্যবসায়িক
Ο ঘ) 
অর্থনৈতিক

  সঠিক উত্তর: (ক)

২৪.
টেলিকমিউনিকেশন কোম্পানির প্রদত্ত পৃষ্ঠপোষকতার ক্ষেত্র হলো-
i. দারিদ্র্য বিমোচন
ii. বৃত্তি প্রদান
iii. খেলাধুলার উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
ব্যবসায়ীকে দীর্ঘদিন ব্যবসায়ে টিকে থাকার জন্য প্রয়োজন-
i. অতিরিক্ত মুনাফা অর্জন
ii. পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ
iii. মানসম্মত পণ্য সরবরাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৬.
ব্যবসায়ে সামাজিক দায়িত্ব পালন কীরূপ কাজ?
Ο ক) 
অন্যতম কাজ
Ο খ) 
বিশেষ কাজ
Ο গ) 
প্রয়োজনীয় কাজ
Ο ঘ) 
গুরুত্বপূর্ণ কাজ

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
নৈতিকতা শব্দটি কোন পদ থেকে উদ্ভব হয়েছে?
Ο ক) 
Ethics
Ο খ) 
Ethos
Ο গ) 
Emthos
Ο ঘ) 
Ethmos

  সঠিক উত্তর: (ক)

২৮.
মুনাফা অর্জনের সাথে সমাজের কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করাকে কী বলে?
Ο ক) 
রাষ্ট্রের দায়বদ্ধতা
Ο খ) 
সাময়িক দায়বদ্ধতা
Ο গ) 
সামাজিক দায়বদ্ধতা
Ο ঘ) 
ক্রেতা-ভোক্তার দায়বদ্ধতা

  সঠিক উত্তর: (গ)

২৯.
সমাজের জন্য কল্যাণমূলক কাজকে ব্যবসায় কীসের অংশ হিসেবে গণ্য করে?
Ο ক) 
সামাজিক দায়বদ্ধতা
Ο খ) 
ব্যবসায়িক আইন
Ο গ) 
নৈতিকতা
Ο ঘ) 
মূল্যবোধ

  সঠিক উত্তর: (ক)

৩০.
আশরাফ অধিক লাভের আশায় নিম্নমানের ওষুধ বিক্রয় করে। আশরাফের কাজটির মধ্যে কোনটির অভাব রয়েছে?
Ο ক) 
উদারতার
Ο খ) 
নৈতিকতার
Ο গ) 
বিশ্বাসের
Ο ঘ) 
শিক্ষার

  সঠিক উত্তর: (খ)

৩১.
গণমাধ্যমের সাহায্যে পরিবেশ দূষণ রক্ষা পেতে হলে-
i. সচেতনতা বৃদ্ধি করতে হবে
ii. বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি করতে হবে
iii. আইনের যথার্থ প্রয়োগ করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
নিচের কোনটি সমর্থনমূলক সহায়তা?
Ο ক) 
কর অবকাশ
Ο খ) 
কারিগরি তথ্য
Ο গ) 
অর্থনৈতিক তথ্য
Ο ঘ) 
পরামর্শ দান

  সঠিক উত্তর: (ক)

৩৩.
নৈতিকতা কার্যকলাপের আওতাভুক্ত কাজ হলো?
i. মরা মুরগি কেনবেচা
ii. ভেজালমুক্ত ওষুধ বিক্রয়
iii. পণ্যের গুণাগুণ সম্পর্কে মিথ্যা ও অতিরিক্ত তথ্য দান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৪.
ব্যবসায়ের নৈতিকতার মধ্যে পড়ে-
i. পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে
ii. জনকল্যাণে অবদান রাখা
iii. শিল্প আইন মেনে চলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৫.
শ্রমিকদের প্রতি ব্যবসায়ীক দায়িত্ব হলো-
i. চাকরির নিরাপত্তা বিধান
ii. উপযুক্ত পরিবেশ সৃষ্টি
iii. প্রশিক্ষণের ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৬.
সরকারের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব হলো-
i. নিয়মিত কর প্রদান
ii. কর্মসংস্থান সৃষ্টি
iii. আইন মেনে চলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
ব্যবসায়িক উদ্দেশ্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে এসছে-
i. ব্যাংক
ii. টেলি কমিউনিকেশন কোম্পানি
iii. বীমা কোম্পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৮.
ব্যবসায় সিদ্ধান্তসমূহ সঠিক হবে যদি-
i. ব্যবসায় নৈতিকতার নীতিমালা অনুসরণ করা হয়
ii. অর্থনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকা হয়
iii. আর্থিকভাবে লাভবান হওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৯.
জনহিতকর কাজের মধ্যে পড়ে-
i. হাসপাতাল স্থাপন করা
ii. স্কুল স্থাপন করা
iii. দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i, ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪০.
মানব চরিত্রের মানদন্ড হিসেবে বিবেচিত হয় কোনটি?
Ο ক) 
মূল্যবোধ
Ο খ) 
নৈতিকতা
Ο গ) 
শিক্ষা
Ο ঘ) 
পরিশ্রম

  সঠিক উত্তর: (খ)

৪১.
পরিবেশ দূষণের জন্য দায়ী-
i. জনগণের অসচেতনতা
ii. যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা
iii. ত্রুটিপূর্ণ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
ব্যবসায় জন্মলাভ করার প্রধান কারণ কোনটি?
Ο ক) 
মুনাফা অর্জন
Ο খ) 
সমাজের চাহিদা পূরণ
Ο গ) 
সামাজিক দায়িত্ব পালন
Ο ঘ) 
অর্থনৈতিক অগ্রগতি

  সঠিক উত্তর: (খ)

৪৩.
আবুল কাসেম কী ধরনের ওষুধ বিক্রয় করতেন?
Ο ক) 
ভালো ওষুধ
Ο খ) 
খাঁটি ওষুধ
Ο গ) 
ভেজাল ওষুধ
Ο ঘ) 
দামি ওষুধ

  সঠিক উত্তর: (খ)

৪৪.
সামাজিক উন্নয়নে অবদান রাখছে-
Ο ক) 
দারিদ্র্য বিমোচনে আর্থিক সহায়তা দান
Ο খ) 
মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান
Ο গ) 
মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশুনার খরচ প্রদান
Ο ঘ) 
সবগুলোই সঠিক

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
কোনটি মানুসের দৈনন্দিন কাজকর্মের সাথে জড়িত?
Ο ক) 
দায়বদ্ধতা
Ο খ) 
কুশলতা
Ο গ) 
রীতিনীতি
Ο ঘ) 
নৈতিকতা

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
লিমন একজন ব্যবসায়ী। সে সবসময় মানসম্মত পণ্য সরবরাহ করে। এটি লিমনের কোন ধরনের বৈশিষ্ট্য?
Ο ক) 
দেশপ্রেম
Ο খ) 
নৈতিকতা
Ο গ) 
মূল্যবোধ
Ο ঘ) 
আদর্শ

  সঠিক উত্তর: (খ)

৪৭.
প্রতিদিন খবরের পাতা উল্টালে ব্যবসায় সংক্রান্ত কী চেোখে পড়ে?
i. সম্ভাবনার নতুন নতুন ক্ষেত্র
ii. অনেক নেতিবাচক খবর
iii. অনেক নেতিবাদক চিত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪৮.
ব্যবসায় নৈতিকতা কোনটিকে সঠিক পথে পরিচালনা করে?
Ο ক) 
ব্যবসায়িক উদ্দেশ্য
Ο খ) 
ব্যবসায়িক রীতি-নীতি
Ο গ) 
ব্যবসায়িক আচরণ
Ο ঘ) 
ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন

  সঠিক উত্তর: (গ)

৪৯.
কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করা ব্যবসায়ের কোন ধরনের দায়বদ্ধতার অংশ?
Ο ক) 
রাষ্ট্রের প্রতি
Ο খ) 
সমাজের প্রতি
Ο গ) 
ক্রেতা ও ভোক্তাদের প্রতি
Ο ঘ) 
শ্রমিক কর্মচারীদের প্রতি

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
আবুল কাসেমের ছেলে আব্দুর রহমান পরবর্তীতে কী ওষুধ বিক্রয় করে বাবার সুনাম নষ্ট করেছেন?
Ο ক) 
ভেজাল ওষুধ
Ο খ) 
নকল ওষুধ
Ο গ) 
বিদেশি ওষুধ
Ο ঘ) 
নিম্নমানের ওষুধ

  সঠিক উত্তর: (খ)

৫১.
নিচের কোনটি সামাজিক দায়বদ্ধতার অংশ?
Ο ক) 
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
Ο খ) 
পণ্যের মজুতদারি না করা
Ο গ) 
মানসম্মত পণ্য সরবরাহ না করা
Ο ঘ) 
ক ও খ উভয়ই

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
আজাদ ভবিষ্যতে পণ্যের মূল্য বৃদ্ধির সম্ভাবনা জেনেও ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেন। আজাদ কীসের প্রতি দায়িত্ব পালন করেছে?
Ο ক) 
রাষ্ট্রের প্রতি
Ο খ) 
সমাজের প্রতি
Ο গ) 
ক্রেতার প্রতি
Ο ঘ) 
শ্রমিকদের প্রতি

  সঠিক উত্তর: (খ)

৫৩.
শিক্ষকের নৈতিক দায়িত্ব হলো-
i. নিয়মিত পাঠ দান করা
ii. শিক্ষার্থীদের ফী মওকুফ করা
iii. শিক্ষার্থীদের ভুল সংশোধন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৫৪.
ব্যবসায়ে মুনাফা অর্জিত হয়-
i. শ্রমিকের প্রচেষ্টায়
ii. সরকারের প্রচেষ্টায়
iii. কর্মচারীর প্রচেষ্টায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৫৫.
ক্রেতা ও ভোক্তার প্রতি ব্যবসায়ের দায়িত্ব হলো-
i. পণ্যের বাজার স্থিতিশীল রাখা
ii. মানসম্মত পণ্য উৎপাদন করা
iii. পণ্য প্রাপ্তি সহজতর করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৫৬.
নৈতিকতার অংশ হিসেবে কোনটিকে বিবেচনা করা হয়?
Ο ক) 
সত্য কথা বলা
Ο খ) 
যথাযথ দায়িত্ব পালন করা
Ο গ) 
পরিশ্রম করা
Ο ঘ) 
দান-খয়রাত করা

  সঠিক উত্তর: (খ)

৫৭.
ব্যবসায়িক মূল্যবোধের পরিপন্থী কাজ হলো-
i. ওজনে কম দেয়া
ii. দ্রব্যে ভেজাল দেয়া
iii. নিম্নমানের পণ্য সরবরাহ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
প্রকৃতি অনুযায়ী সহায়তাকে কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (খ)

৫৯.
কোনটিকে ঘিরেই ব্যবসয়ের কার্যক্রম নির্ধারিত হয়?
Ο ক) 
রাষ্ট্রকে
Ο খ) 
সমাজকে
Ο গ) 
অর্থকে
Ο ঘ) 
নীতিকে

  সঠিক উত্তর: (খ)

৬০.
ভয়াবহ শব্দদূষণ হচ্ছে কিসের কারণে?
i. কারখানার মেশিনের শব্দে
ii. জেনারেটরের বিকট আওয়াজে
iii. কারখানার বিশালাকৃতির ঘণ্টার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬১.
কোন ব্যবসায়েল নৈতিকতার প্রয়োজনীয়তা অপরিসীম?
Ο ক) 
সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে
Ο খ) 
অধিক মুনাফা অর্জনের জন্যে
Ο গ) 
জনকল্যাণের জন্যে
Ο ঘ) 
শিল্প আইন মেনে চলার জন্যে

  সঠিক উত্তর: (ক)

৬২.
সমাজের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা বলতে বোঝায়?
i. পণ্যের বাজার স্থিতিশীল রাখা
ii. মানসম্মত পণ্য সরবরাহ করা
iii. জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
iii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬৩.
অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ কোন ধরনের সহায়তার অঙ্গ?
Ο ক) 
উদ্দীপনামূলক
Ο খ) 
সমর্থনমূলক
Ο গ) 
সংরক্ষণমূলক
Ο ঘ) 
অর্থসংস্থানমূলক

  সঠিক উত্তর: (ক)

৬৪.
পরিবেশ দূষণ রোধে সরকারের উচিত-
i. আইন প্রণয়ন করা
ii. আইন প্রয়োগ করা
iii. বিদেশি সহায়তা গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৫.
প্রকৃতিপক্ষে একজন ব্যবসায়ী সমাজের একজন-
i. আদর্শ নাগরিক
ii. সৃজনশীল নাগরিক
iii. সচেতন নাগরিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
এইচএসবিসি ব্যাংকে কাজের উপযুক্ত পরিবেশ বজায় থাকে। এক্ষেত্রে এইচএসবিসি ব্যাংক কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে?
Ο ক) 
ক্রেতা
Ο খ) 
গ্রাহক
Ο গ) 
রাষ্ট্র
Ο ঘ) 
কর্মচারী

  সঠিক উত্তর: (ঘ)

৬৭.
মাসুম পলাশীর বাজারে মরা মুরগী কেনা-বেচা করেন। তার কাজটি কীসের উদাহরণ?
Ο ক) 
নৈতিক কার্যকলাপ
Ο খ) 
ব্যবসায়িক কার্যকলাপ
Ο গ) 
অনৈতিক কার্যকলাপ
Ο ঘ) 
মানবতা বিরোধী কাজ

  সঠিক উত্তর: (গ)

৬৮.
কীভবে ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধি ঘটে?
Ο ক) 
সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের মাধ্যমে
Ο খ) 
সমাজের মানুষের সাথে লেনদেন সম্পাদনের মাধ্যমে
Ο গ) 
সরকারের পরামর্শক্রমে বেশি পরিমাণে বিনিয়োগের মাধ্যমে
Ο ঘ) 
সরকারি কর্মকর্তা ও বিশিষ্টজনদের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

৬৯.
একটি সুখী সুন্দর সমাজ গঠনে কোনটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য?
Ο ক) 
মূল্যবোধ
Ο খ) 
শিষ্টাচার
Ο গ) 
সৃজনশীলতা
Ο ঘ) 
নৈতিক আচরণ

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সবসময় মানসম্মত পণ্য সরবরাহ করে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে?
Ο ক) 
পরিবেশ
Ο খ) 
সরকার
Ο গ) 
ভোক্তা
Ο ঘ) 
ব্যবসায়ী

  সঠিক উত্তর: (গ)

৭১.
মানুষ কী খেয়ে নানারকম ব্যাধিতে আক্রান্ত হচ্ছে?
Ο ক) 
বিদেশি ফল খেয়ে
Ο খ) 
নিম্নমানের সবজি খেয়ে
Ο গ) 
ভেজাল খাদ্য খেয়ে
Ο ঘ) 
পচাবাসি খাবার খেয়ে

  সঠিক উত্তর: (গ)

৭২.
শিল্পান্নয়নে সবচেয়ে বড় সমস্যা কোনটি?
Ο ক) 
পরিবেশ দূষণ
Ο খ) 
নদী দূষণ
Ο গ) 
বায়ূ দূষণ
Ο ঘ) 
রাস্তাঘাটে অব্যবস্থাপনা

  সঠিক উত্তর: (ক)

৭৩.
বাংলাদেশে কার্যরত মোবাইল ফোন কোম্পানী কতটি?
Ο ক) 
৪টি
Ο খ) 
৫টি
Ο গ) 
৬টি
Ο ঘ) 
৭টি

  সঠিক উত্তর: (গ)

৭৪.
রহিম মিয়া অতিরিক্ত লাভের আশায় পণ্যের কৃত্রিম অভাব সৃষ্টি করে। এটি কীসের বিরোধী?
Ο ক) 
ব্যবসায়িক রীতি
Ο খ) 
ব্যবসায় নৈতিকতা
Ο গ) 
সামাজিক আইন
Ο ঘ) 
মানবতা আইন

  সঠিক উত্তর: (খ)

৭৫.
পানি দূষণের কারণ কী?
Ο ক) 
পানিতে শিল্প বর্জ্য নিক্ষেপ
Ο খ) 
যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা
Ο গ) 
পানিতে ওষুধ দেয়া
Ο ঘ) 
নদী ভাঙন

  সঠিক উত্তর: (ক)

৭৬.
ব্যবসায়ের সফলতা নির্ভর করে-
i. ক্রেতার আস্থার ওপর
ii. ভোক্তার আস্থার ওপর
iii. ভোক্তার সহযোগিতার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৭.
রাষ্ট্রের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা বলতে বোঝায়?
i. সরকারকে নিয়মিত কর ও রাজস্ব প্রদান করা
ii. সরকারের নিয়মনীতি যথাযথভাবে পালন করা
iii. অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
ব্যবসায়িক নৈতিকতার অপর নাম কী?
Ο ক) 
নৈতিক শক্তি
Ο খ) 
নৈতিক মূল্যবোধ
Ο গ) 
সততাবোধ
Ο ঘ) 
নৈতিক স্খলন

  সঠিক উত্তর: (খ)

৭৯.
ব্যবসায় প্রতিষ্ঠানের জনহিতকরণ কাজের মধ্যে অন্তর্ভূক্ত-
i. হাসপাতাল প্রতিষ্ঠা
ii. স্কুল স্থাপন
iii. বৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
প্রাচীনকালে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী ছিল?
Ο ক) 
খ্যাতি অর্জন
Ο খ) 
সামাজিক সেবা
Ο গ) 
রাষ্ট্রের দায়দায়িত্ব পালন
Ο ঘ) 
মুনাফা অর্জন

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
নৈতিক শব্দটি কোন ভাষার শব্দ?
Ο ক) 
ফরাসি
Ο খ) 
গ্রিক
Ο গ) 
ল্যাটিন
Ο ঘ) 
জার্মান

  সঠিক উত্তর: (খ)

৮২.
রাষ্ট্রের প্রতি ব্যবসায়ের কয়টি দায়িত্ব রয়েছে?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (খ)

৮৩.
বাংলাদেশে পরিবেশ দূষণ রোধ সম্ভব না হওয়ার কারণ কী?
Ο ক) 
আইন না থাকায়
Ο খ) 
আইনের প্রয়োগ না থাকায়
Ο গ) 
জনগণের সদিচ্ছা না থাকায়
Ο ঘ) 
অবহেলা ও খামখেয়ালিপনা

  সঠিক উত্তর: (খ)

৮৪.
ব্যবসায় প্রতিষ্ঠানকে মেনে চলতে হয়-
i. নৈতিকতা
ii. সামাজিক দায়বদ্ধতা
iii. মুনাফা অর্জনের উচ্চাকাঙ্খা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৫.
ব্যবসায়ে কার্যক্রম কোনটিকে ঘিরে আবর্তিত হয়?
Ο ক) 
সমাজ
Ο খ) 
রাষ্ট্র
Ο গ) 
বিশ্ব
Ο ঘ) 
প্রযুক্তি

  সঠিক উত্তর: (ক)

৮৬.
কোনটি নৈতিকতার পরিপন্থী?
Ο ক) 
গ্রাহকদের সাথে অসদুপায় অবলম্বন করা
Ο খ) 
অতিরিক্ত লাভের আশায় পণ্যের কৃত্রিম অভাব সৃষ্টি করা
Ο গ) 
ক ও খ
Ο ঘ) 
সততা বজায় রাখা

  সঠিক উত্তর: (গ)

৮৭.
মানুষের কাছ থেকে কোনটি কাম্য নয়?
i. অনৈতিক কার্য কলাপ
ii. অনৈতিক আচরণ
iii. অনৈতিক দৃষ্টিভঙ্গি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৮.
নৈতিকতা শব্দটি কোন ভাষার শব্দ?
Ο ক) 
ফরাসি
Ο খ) 
গ্রিক
Ο গ) 
ল্যাটিন
Ο ঘ) 
জার্মানি

  সঠিক উত্তর: (খ)

৮৯.
একজন শিক্ষকের নিয়মিত ক্লাস না নেওয়া তার দ্বারা কোনটির অভাব রয়েছে বলে ধরা যায়?
Ο ক) 
মূল্যবোধ
Ο খ) 
বিশ্বাস
Ο গ) 
বুদ্ধিমত্তা
Ο ঘ) 
নৈতিকতা

  সঠিক উত্তর: (ঘ)

৯০.
ক্লোজআপ ওয়ান সেরা কন্ঠশিল্পী বাছাই প্রতিযোগিতা আয়োজন করে। এ আয়োজন কীসের অন্তুর্ভুক্ত?
Ο ক) 
সামাজিক দায়িত্বের
Ο খ) 
নৈতিক স্বভাবের
Ο গ) 
রাজনৈতিক দায়িত্বের
Ο ঘ) 
আইনগত দায়িত্বের

  সঠিক উত্তর: (ক)

৯১.
সরকারি দায়িত্বের আওতাধীন?
i. শিক্ষা
ii. স্বাস্থ্য
iii. বিনোদন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
ইথস শব্দের অর্থ কী?
Ο ক) 
মানব আচরণের চলমানতা
Ο খ) 
মানব কর্মকান্ডের নিয়ম নীতি
Ο গ) 
মানব আচরণের মানদণ্ড
Ο ঘ) 
শ্রম বিভাগের গতিবিধি

  সঠিক উত্তর: (গ)

৯৩.
রহিক চামড়া কারখানার মালিক। তার কারখানার নির্গত তরল পদার্থ নদী-নালায় পড়ে, ফলে কী দূষিত হচ্ছে?
Ο ক) 
বায়ু
Ο খ) 
পানি
Ο গ) 
শব্দ
Ο ঘ) 
খাদ্য

  সঠিক উত্তর: (খ)

৯৪.
কোন সহায়তার মাধ্যমে উদ্যোক্তা শিল্প স্থাপন করেন?
Ο ক) 
উদ্দীপনামূলক
Ο খ) 
সমর্থনমূলক
Ο গ) 
সংরক্ষণমূলক
Ο ঘ) 
গ্রহণমূলক

  সঠিক উত্তর: (খ)

৯৫.
শব্দ দূষণের কারণ হলো-
i. মেশিনের শব্দ
ii. জেনারেটরের শব্দ
iii. বৃষ্টির শব্দ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৬.
কারখানার মেশিন ও জেনারেটরের আওয়াজ কী তৈরি করছে?
Ο ক) 
শব্দ দূষণ
Ο খ) 
ভয়াবহ শব্দ দূষণ
Ο গ) 
পরিবেশ দূষণ
Ο ঘ) 
ভয়াবহ পরিবেশ দূষণ

  সঠিক উত্তর: (খ)

৯৭.
একজন ব্যবসায়ী কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী?
Ο ক) 
সৃজনশীল
Ο খ) 
চিত্তশীল
Ο গ) 
কর্মক্ষম
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৯৮.
জনহিতকর কাজ বলতে বোঝায়?
i. হাসপাতাল প্রতিষ্ঠা
ii. স্কুল স্থাপন
iii. দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
iii
Ο গ) 
i
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৯.
আবাসনের নামে দেশে কী ঘটছে?
i. চাষের জমি হরণ
ii. খাল-বিল ও নদী ভরাট
iii. পরিকল্পিত নগরায়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০০.
শিক্ষকের ন্যায় কাদের নৈতিক দায়িত্ব রয়েছে?
Ο ক) 
অভিভাবকদের
Ο খ) 
ছাত্র ছাত্রীদের
Ο গ) 
মরুব্বীদের
Ο ঘ) 
ব্যবসায়ীদের

  সঠিক উত্তর: (খ)

১০১.
ব্যবসায়ের বিলুপ্তি ঘটে?
i. লোভের প্রত্যাশায় নকল পণ্য বিক্রি করে অর্থ উপার্জন করলে
ii. ভেজাল মিশ্রিত পণ্য কেনাবেচা করলে
iii. অসদুপায় অবলম্বন করে ক্রেতাকে ঠকালে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১০২.
কাকে সমাজের সবাই ঘৃণা করে?
Ο ক) 
অনৈতিক কার্যকলাপে লিপ্ত ব্যবসায়ীকে
Ο খ) 
অনৈতিক কার্যকলাপ সংশ্লিষ্ট ব্যবসায়কে
Ο গ) 
মূল্যবোধহীন কার্যকলাপে লিপ্ত ব্যবসায়ীকে
Ο ঘ) 
মূল্যবোধহীন কার্যকলাপ সংশ্লিষ্ট ব্যবসায়কে

  সঠিক উত্তর: (ক)

১০৩.
একটি দেশের জনগণের জন্য কোন আচরণবিধি অনুসরণ করা একান্ত আবশ্যক?
Ο ক) 
নৈতিক
Ο খ) 
সামাজিক
Ο গ) 
রাজনৈতিক
Ο ঘ) 
গর্হিত

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

HSC-2024 ফলাফল দেখুন সহজে

  HSC-2024 ফলাফল দেখুন সহজে সবার আগে                 যশোর বোর্ড   একক ফলাফল যশোর বোর্ড College ফলাফল সকল বোর্ড সার ্ভার -1   সকল বোর্...