এস.এস.সি ||
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ২ |
১. |
হুগলি ও রুপনারায়ণ নদের জঙ্গমস্থল হতে কত মাইল দুরে তাম্রলিপ্তের অবস্থান ছিল? |
Ο ক) |
১০ মাইল |
Ο খ) |
১১ মাইল |
Ο গ) |
১২ মাইল |
Ο ঘ) |
১৩ মাইল |
সঠিক উত্তর: (গ)
২. |
কোন সম্রাটের রাজত্বকালে প্রাচীন পুণ্ড্র রাজ্য স্বাধীন সত্তা হারায়? |
Ο ক) |
সম্রাট জাহাঙ্গীর |
Ο খ) |
সম্রাট আকবর |
Ο গ) |
সম্রাট অশোক |
Ο ঘ) |
সম্রাট হুমায়ুন |
সঠিক উত্তর: (গ)
৩. |
পুণ্ড্র নামে জনপদটি কারা গড়ে তুলেছিল? |
Ο ক) |
বঙ্গ জাতি |
Ο খ) |
গৌড় জাতি |
Ο গ) |
পুণ্ড্র জাতি |
Ο ঘ) |
হিব্রু জাতি |
সঠিক উত্তর: (গ)
৪. |
পুণ্ড্র জনপদের রাজধানীর নাম কী ছিল? |
Ο ক) |
কর্ণসুবর্ণ |
Ο খ) |
মুর্শিদাবাদ |
Ο গ) |
পুণ্ড্রনগর |
Ο ঘ) |
ইদিলপুর |
সঠিক উত্তর: (গ)
৫. |
বড় কামতা নামক স্থানটি কত শতকে সমতটের রাজধানী ছিল? |
Ο ক) |
সপ্তম |
Ο খ) |
অষ্টম |
Ο গ) |
নবম |
Ο ঘ) |
দশম |
সঠিক উত্তর: (ক)
৬. |
প্রাচীন যুগে বাংলার বিভিন্ন অংশ কয়টি অঞ্চলে বিভক্ত ছিল?
|
Ο ক) |
দুটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
চারটি |
Ο ঘ) |
অনেকগুলো |
সঠিক উত্তর: (ঘ)
৭. |
নিলার পঠিত কোন জনপদ থেকে বাঙ্গালি জাতির উৎপত্তি? |
Ο ক) |
গৌড় |
Ο খ) |
পুণ্ড্র |
Ο গ) |
সমতট |
Ο ঘ) |
বঙ্গ |
সঠিক উত্তর: (ঘ)
৮. |
অনেকে সিলেটের সাথে কাকে অভিন্ন বলে মনে করেন? |
Ο ক) |
গৌড়কে |
Ο খ) |
বঙ্গকে |
Ο গ) |
পুণ্ড্রকে |
Ο ঘ) |
হরিকেলকে |
সঠিক উত্তর: (ঘ)
৯. |
তাম্রলিপ্ত এলাকা কেমন ছিল? |
Ο ক) |
খুব উঁচু |
Ο খ) |
খুব নিচু |
Ο গ) |
নিচু ও আর্দ্র |
Ο ঘ) |
উঁচু ও আদ্র |
সঠিক উত্তর: (গ)
১০. |
কত শতকের লেখকরা হরিকেল নামে একটি জনপদের বর্ণনা করেন? |
Ο ক) |
পাঁচ শতকের |
Ο খ) |
সাত শতকের |
Ο গ) |
আট শতকের |
Ο ঘ) |
নয় শতকের |
সঠিক উত্তর: (খ)
১১. |
চন্দ্রদ্বীপ কোন জেলার পূর্ব নাম? |
Ο ক) |
বরিশাল |
Ο খ) |
নোয়াখালী |
Ο গ) |
কুমিল্লা |
Ο ঘ) |
চাঁদপুর |
সঠিক উত্তর: (ক)
১২. |
কত শতকে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ ছিল? |
Ο ক) |
৫ম |
Ο খ) |
৬ষ্ঠ |
Ο গ) |
৭ম |
Ο ঘ) |
৮ম |
সঠিক উত্তর: (ক)
১৩. |
বাংলার জনপদের অন্তর্ভুক্ত- i. দণ্ডভুক্তি ii. উত্তর রাঢ় iii. দক্ষিণ রাঢ় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৪. |
গৌড় জনপদটি পরিচিতি লাভ করে কেন? |
Ο ক) |
রাজাদের গৌড়েশ্বর উপাধির জন্য |
Ο খ) |
গৌড় নামে একটি উঁচু পাহাড় ছিল বলে |
Ο গ) |
গৌড় নামে একজন রাজা ছিল বলে |
Ο ঘ) |
গৌড়ের প্রাচীন শিলালিপি পাওয়া যায় বলে |
সঠিক উত্তর: (ক)
১৫. |
কোন সময়ে পুণ্ড্রবর্ধনের দক্ষিণতম সীমা পদ্মা পেরিয়ে একেবারে খাড়ি বিষয় ও ঢাকা-বরিশালের সমদ্রতীর পর্যন্ত বিস্তৃত ছিল? |
Ο ক) |
পাল আমলে |
Ο খ) |
সেন আমলে |
Ο গ) |
গুপ্ত আমলে |
Ο ঘ) |
মৌর্য আমলে |
সঠিক উত্তর: (খ)
১৬. |
কেউ কেউ মনে করেন সমতট বর্তমান কার প্রাচীন নাম? |
Ο ক) |
কুমিল্লার |
Ο খ) |
নোয়াখালীর |
Ο গ) |
ফেনীর |
Ο ঘ) |
চট্রগ্রামের |
সঠিক উত্তর: (ক)
১৭. |
কোন জনপদ বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল? |
Ο ক) |
বরেন্দ্র |
Ο খ) |
পুণ্ড্র |
Ο গ) |
বঙ্গ |
Ο ঘ) |
চন্দ্রদ্বীপ |
সঠিক উত্তর: (গ)
১৮. |
পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে কার অবস্থান ছিল? |
Ο ক) |
পুণ্ড্রের |
Ο খ) |
হরিকেলের |
Ο গ) |
সমতটের |
Ο ঘ) |
বরেন্দ্রর |
সঠিক উত্তর: (গ)
১৯. |
হরিকেল বলতে মুলত বর্তমানের কোন জেলাকে বোঝানো হয়? |
Ο ক) |
রাজশাহী |
Ο খ) |
দিনাজপুর |
Ο গ) |
ফরিদপুর |
Ο ঘ) |
সিলেট |
সঠিক উত্তর: (ঘ)
২০. |
কোন শতকের পর থেকে তাম্রলিপ্ত বন্দরে সমৃদ্ধি নষ্ট হয়ে যায়? |
Ο ক) |
৭ম শতক |
Ο খ) |
৮ম শতক |
Ο গ) |
৯ম শতক |
Ο ঘ) |
১০ম শতক |
সঠিক উত্তর: (খ)
২১. |
বৈদিক সাহিত্য ও মহাভারতে কোন জাতির কথা উল্লেখ আছে?
|
Ο ক) |
বাঙালি |
Ο খ) |
সাওতালি |
Ο গ) |
পুণ্ড্র |
Ο ঘ) |
মারমা |
সঠিক উত্তর: (গ)
২২. |
বঙ্গের আয়তন সংকুচিত হয়ে পড়ে কখন? |
Ο ক) |
পাল ও সেনবংশীয় রাজাদের আমলে |
Ο খ) |
সুলতানি আমলে |
Ο গ) |
পাকিস্তানি আমলে |
Ο ঘ) |
মুসলিম আমলে |
সঠিক উত্তর: (ক)
২৩. |
বাংলায় মুসলমান যুগের শুরুতে কোনটিকে গৌড় বলা হতো? |
Ο ক) |
দিনাজপুরকে |
Ο খ) |
দক্ষিণাত্যকে |
Ο গ) |
পুণ্ড্রবর্ধনকে |
Ο ঘ) |
লক্ষণাবতীকে |
সঠিক উত্তর: (ঘ)
২৪. |
বরেন্দ্র কোন জনপদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এলাকা ছিল? |
Ο ক) |
গৌড় |
Ο খ) |
বঙ্গের |
Ο গ) |
পুণ্ড্রবর্ধনের |
Ο ঘ) |
সমতটের |
সঠিক উত্তর: (গ)
২৫. |
গৌড়ের নাগরিকদের হতে বিলাসব্যসনের পরিচয় পাওয়া যায় কার গ্রন্থে?
|
Ο ক) |
কৌটিল্যর |
Ο খ) |
ব্যাৎসায়নের |
Ο গ) |
পাণিনির |
Ο ঘ) |
হর্ষবর্ধনের |
সঠিক উত্তর: (খ)
২৬. |
কোন শতকের লেখকেরা হরিকেল নামে অপর এক জনপদের বর্ণনা করেছেন? |
Ο ক) |
তৃতীয় শতকের |
Ο খ) |
চতুর্থ শতকের |
Ο গ) |
ষষ্ঠ শতকের |
Ο ঘ) |
সপ্তম শতকের |
সঠিক উত্তর: (ঘ)
২৭. |
গঙ্গা ও ভাগীরথী মাঝখানের অঞ্চলকে বলা হতো- |
Ο ক) |
গৌড় |
Ο খ) |
বঙ্গ |
Ο গ) |
হরিকেল |
Ο ঘ) |
পুণ্ড্র |
সঠিক উত্তর: (খ)
২৮. |
বঙ্গের আয়তন সংকুচিত হওয়ার ক্ষেত্রে যুক্তিযুক্ত- i. পাল রাজাদের শাসনামল ii. মুসলিম রাজাদেরে শাসনামল iii. সেন রাজাদের শাসনামল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৯. |
পুণ্ড্রবর্ধনের অবস্থান ছিল কোথায়? |
Ο ক) |
ভারতের শেষ সীমানায় |
Ο খ) |
বঙ্গের কাছাকাছি |
Ο গ) |
কুমিল্লায় |
Ο ঘ) |
বরেন্দ্র এলাকায় |
সঠিক উত্তর: (ঘ)
৩০. |
চন্দ্রদ্বীপ কে অধিকার করেন? |
Ο ক) |
ধর্মপাল |
Ο খ) |
দেবপাল |
Ο গ) |
ত্রৈলোক্যচন্দ্র |
Ο ঘ) |
দেবেন্দ্র |
সঠিক উত্তর: (গ)
৩১. |
ইতিহাসের খ্রিষ্টপূর্ব কয়েক শতক পূর্বের সময় থেকে খ্রিষ্টীয় পঞ্চম শতককে কী বলা হয়ে থাকে? |
Ο ক) |
প্রাচীন যুগ |
Ο খ) |
মধ্যযুগ |
Ο গ) |
ঐতিহাসিক যুগ |
Ο ঘ) |
প্রাগৈতিহাসিক যুগ |
সঠিক উত্তর: (ক)
৩২. |
প্রাচীনকালে বাংলার ছোট ছোট অঞ্চলগুলোকে সমষ্টিগতভাবে কী নাম দেওয়া হয়? |
Ο ক) |
বঙ্গ |
Ο খ) |
বাঙ্গালা |
Ο গ) |
জনপদ |
Ο ঘ) |
প্রদেশ |
সঠিক উত্তর: (গ)
৩৩. |
অনেকে শুধু সিলেটের সাথে হরিকেলকে মনে করতেন কারণ- |
Ο ক) |
হরিকেল সমতটের অন্যতম অংশ হওয়ায় |
Ο খ) |
হরিকেল সিলেট পর্যন্ত বিস্তৃত হওয়ায় |
Ο গ) |
সমুদ্রকুলবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত হওয়ায় |
Ο ঘ) |
হরিকেল মোটামুটি বঙ্গের অংশ হওয়ায় |
সঠিক উত্তর: (খ)
৩৪. |
প্রাচীনকালে তাম্রলিপ্ত কিসের বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিতি ছিল? |
Ο ক) |
ব্যবসায় বাণিজ্যকেন্দ্র |
Ο খ) |
নৌবাণিজ্যর কেন্দ্র |
Ο গ) |
কাঁচামালের বাণিজ্যকেন্দ্র |
Ο ঘ) |
কাপড়ের বাণিজ্যকেন্দ্র |
সঠিক উত্তর: (খ)
৩৫. |
মালদহ জেলার লক্ষণাবতী গৌড় নামে অভিহিত হতো কোন যুগের শুরুতে?
|
Ο ক) |
প্রাচীন যুগের |
Ο খ) |
আদিম যুগের |
Ο গ) |
মধ্যে যুগের |
Ο ঘ) |
মুসলমান যুগের |
সঠিক উত্তর: (ঘ)
৩৬. |
গঙ্গা-ভাগীরথীর পূর্ববর্তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে কী বলা হতো? |
Ο ক) |
পুণ্ড্র |
Ο খ) |
হরিকেল |
Ο গ) |
সমতট |
Ο ঘ) |
বরেন্দ্র |
সঠিক উত্তর: (গ)
৩৭. |
পাল বংশের শেষ পর্যায়ে বঙ্গ কয়টি জনপদে বিভক্ত হয়ে যায়?
|
Ο ক) |
দুটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
চারটি |
Ο ঘ) |
পাঁচটি |
সঠিক উত্তর: (ক)
৩৮. |
গৌড় কিসের নাম? |
Ο ক) |
প্রাচীন যুগের |
Ο খ) |
প্রাচীন ইতিহাসের |
Ο গ) |
জনপদের |
Ο ঘ) |
বিখ্যাত ব্যাক্তির |
সঠিক উত্তর: (গ)
৩৯. |
বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে কী নামে একটি জনপদ গড়ে উঠেছিল?
|
Ο ক) |
গৌড় |
Ο খ) |
বঙ্গ |
Ο গ) |
হরিকেল |
Ο ঘ) |
বরেন্দ্র |
সঠিক উত্তর: (খ)
৪০. |
বঙ্গের প্রতিবেশী জনপদ কোনটি? |
Ο ক) |
পুণ্ড্র |
Ο খ) |
গৌড় |
Ο গ) |
হরিকেল |
Ο ঘ) |
সমতট |
সঠিক উত্তর: (ঘ)
৪১. |
বর্তমান কোন জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র? |
Ο ক) |
পটুয়াখালী |
Ο খ) |
বরিশাল |
Ο গ) |
বগুড়া |
Ο ঘ) |
নওগাঁ |
সঠিক উত্তর: (খ)
৪২. |
কেশব সেন ও বিশ্বরূপ সেনের আমলে বঙ্গের কয়টি রূপ পরিলক্ষিত হয়?
|
Ο ক) |
দুটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
চারটি |
Ο ঘ) |
পাঁচটি |
সঠিক উত্তর: (ক)
৪৩. |
পুণ্ডবর্ধনের কেন্দ্রস্থল ছিল কোন জনপদটি? |
Ο ক) |
তাম্রলিপ্ত |
Ο খ) |
বঙ্গ |
Ο গ) |
গৌড় |
Ο ঘ) |
বরেন্দ্র |
সঠিক উত্তর: (ঘ)
৪৪. |
সমতটের রাজধানী ছিল কোথায়? |
Ο ক) |
কুমিল্লা |
Ο খ) |
ময়নামতি |
Ο গ) |
আনন্দবিহার |
Ο ঘ) |
বড় কামতা |
সঠিক উত্তর: (ঘ)
৪৫. |
অনুমান করা হয় বঙ্গ একটি- |
Ο ক) |
গোত্রের নাম |
Ο খ) |
উপজাতির নাম |
Ο গ) |
জাতির নাম |
Ο ঘ) |
অঞ্চলের নাম |
সঠিক উত্তর: (গ)
৪৬. |
পুণ্ড্র জনপদটি গড়ে তুলেছিল কোন জাতি? |
Ο ক) |
পুণ্ড্র |
Ο খ) |
আর্য |
Ο গ) |
গৌড় |
Ο ঘ) |
মহেঞ্জোদারো |
সঠিক উত্তর: (ক)
৪৭. |
সীমান্ত গঙ্গা নদীর পাড়ে একটি গ্রামে বাস করে। প্রাচীনকালে সীমান্তদের গ্রামটি কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? |
Ο ক) |
বঙ্গ জনপদ |
Ο খ) |
গৌড় জনপদ |
Ο গ) |
হরিকলে জনপদ |
Ο ঘ) |
চন্দ্রদ্বীপ জনপদ |
সঠিক উত্তর: (ক)
৪৮. |
বাঙালি জাতির উদ্ভব কোন জনপদ থেকে? |
Ο ক) |
হরিকেল |
Ο খ) |
পুণ্ড্র |
Ο গ) |
গৌড় |
Ο ঘ) |
বঙ্গ |
সঠিক উত্তর: (ঘ)
৪৯. |
ত্রৈলোক্যচন্দ্র কোন বংশের রাজা ছিলেন? |
Ο ক) |
সেন |
Ο খ) |
মৌর্য |
Ο গ) |
চন্দ্র |
Ο ঘ) |
গুপ্ত |
সঠিক উত্তর: (গ)
৫০. |
পাল রাজাদের আমলে কার নাম ডাক ছিল সবচেয়ে বেশি?
|
Ο ক) |
গৌড়ের |
Ο খ) |
বঙ্গের |
Ο গ) |
পুণ্ড্রের |
Ο ঘ) |
হরিকেলের |
সঠিক উত্তর: (ক)
৫১. |
গঙ্গা-ভাগীরথী পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে কী বলা হতো? |
Ο ক) |
তাম্রলিপ্ত |
Ο খ) |
বরেন্দ্র |
Ο গ) |
সমতট |
Ο ঘ) |
চন্দ্রদ্বীপ |
সঠিক উত্তর: (গ)
৫২. |
সমুদ্র উপকূল হতে গৌড়দেশ খুব বেশি দূরে অবস্থিত ছিল না-এ কথাটি কীসের মাধ্যমে প্রমাণিত হয়েছে? |
Ο ক) |
কৌটিল্যের অর্থশাস্ত্রের |
Ο খ) |
হর্ষবর্ধনের শিলালিপির |
Ο গ) |
বরাহ মিহিরের বিবরণের |
Ο ঘ) |
ভবিষ্য পূরাণের |
সঠিক উত্তর: (গ)
৫৩. |
পুণ্ড্র জনপদ কীভাবে পুণ্ড্রবর্ধনে রুপান্তরিত হয়েছে? |
Ο ক) |
সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে |
Ο খ) |
জনপদে রাষ্ট্রের দাপট বাড়িয়ে |
Ο গ) |
বিভিন্ন ঐতিহাসিক উপাদানের বিস্তার করে |
Ο ঘ) |
শিলালিপি ও সাহিত্য গ্রন্থের মাধ্যমে |
সঠিক উত্তর: (ক)
৫৪. |
তাম্রলিপি জনপদের ক্ষেত্রে প্রযোজ্য- i. গঙ্গা ii. পদ্মা iii. করতোয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৫. |
কত শতক হতে প্রাচীন বাংলার জনপদগুলোর নাম জানা যায়- |
Ο ক) |
৪র্থ শতক |
Ο খ) |
৫ম শতক |
Ο গ) |
৬ষ্ঠ শতক |
Ο ঘ) |
৭ম শতক |
সঠিক উত্তর: (ক)
৫৬. |
প্রাচীনযুগে বিভিন্ন অঞ্চলে শাসকগণ কীভাবে শাসন করতেন?
|
Ο ক) |
পূর্ব পুরুষদের অনুকরণে |
Ο খ) |
ধর্মের ভিত্তিতে |
Ο গ) |
অঞ্চলের ভিত্তিতে |
Ο ঘ) |
যার যার মতো করে |
সঠিক উত্তর: (ঘ)
৫৭. |
তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? |
Ο ক) |
চব্বিশ পরগণা |
Ο খ) |
মেদিনীপুর জেলার তমলুক |
Ο গ) |
ত্রিপুরা |
Ο ঘ) |
আসাম-মিজোরাম |
সঠিক উত্তর: (খ)
৫৮. |
সুমনের বর্তমান বসবাসের স্থানটি প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? |
Ο ক) |
হরিকেল |
Ο খ) |
বঙ্গ |
Ο গ) |
চন্দ্রদ্বীপ |
Ο ঘ) |
সমতট |
সঠিক উত্তর: (ক)
৫৯. |
কত শতক পর্যন্ত হরিকেল একটি স্বতন্ত্র রাজ্য ছিল? |
Ο ক) |
সাত |
Ο খ) |
আট |
Ο গ) |
নয় |
Ο ঘ) |
এগারো |
সঠিক উত্তর: (ঘ)
৬০. |
বর্তমান মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ, সমগ্র বীরভূম জেলা এবং বর্তমান জেলার কাটোয়া মহকুমা নিয়ে গঠিত ছিল কোন জনপদ? |
Ο ক) |
দক্ষিণ রাঢ় |
Ο খ) |
দণ্ডভূমি |
Ο গ) |
উত্তর রাঢ় |
Ο ঘ) |
বাংলা |
সঠিক উত্তর: (গ)
৬১. |
ইতিহাস বিষয়ক আলোচনার কিসের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ?
|
Ο ক) |
সময়ের |
Ο খ) |
বছরের |
Ο গ) |
যুগের |
Ο ঘ) |
শতাব্দীর |
সঠিক উত্তর: (গ)
৬২. |
বাংলার জনপদগুলোর নাম পাওয়া যায়- i. গুপ্তযুগে উৎকীর্ণ শিলালিপি ও সাহিত্য গ্রন্থে ii. সেনযুগে উৎকীর্ণ শিলালিপিতে iii. পালযুগে উৎকীর্ণ শিলালিপি ও সাহিত্য গ্রন্থে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৩. |
তাম্রলিপ্ত জনপদটি ছিল- i. সমুদ্র উপকূলবর্তী খুব নিচু ও আর্দ্র ii. স্থল বাণিজ্যর কেন্দ্র হিসেবে পরিচিত iii. নৌচলাচলের জন্য উত্তম নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৬৪. |
বাংলার জনপদগুলোর ভাগ ছিল মূলত- i. অর্থনৈতিক ii. রাজনৈতিক iii. ভৌগোলিক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৬৫. |
গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলে ছিল “ক” নামক জনপদের অবস্থান। “ক” নামক জনপদটি নিচের কোনটিকে সমর্থন করেছে? i. এটি দক্ষিণবঙ্গের একটি জনপদ ii. এটি উত্তরবঙ্গের একটি জনপদ iii. এটি পুণ্ড্রবর্ধন জনপদ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (খ)
৬৬. |
আট শতকের পর হতেই “ক” নামক জনপদের “খ” এর সমৃদ্ধি নষ্ট হয়ে যায়। এখানে উদ্দীপকে বোঝানো হয়েছে? i. তাম্রলিপ্ত ii. বরেন্দ্র iii. বন্দর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৭. |
যে নদীর মধ্যবর্তী অঞ্চলে বরেন্দ্র জনপদের অবস্থান- i. গঙ্গা ii. পদ্মা iii. করতোয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৬৮. |
প্রাচীনকালে গঙ্গা ও ভাগিরথীর মাঝখানের অঞ্চলকে কী বলা হতো?
|
Ο ক) |
চন্দ্রদ্বীপ |
Ο খ) |
তাম্রলিপ্ত |
Ο গ) |
হরিকেল |
Ο ঘ) |
বঙ্গ |
সঠিক উত্তর: (ঘ)
৬৯. |
সাত শতকের গোড়ার দিকে বাংলা তিনটি জনপদ নামে পরিচিত হতো। এগুলো হলো- i. পুণ্ড্রবর্ধন ii. গৌড় ও বঙ্গ iii. সমতট ও বরেন্দ্র নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭০. |
ইতিহাসে যুগ বিভাজন নির্ণয় করা হয়ে থাকে আর্থ-সামাজিক, রাজনৈতিক বৈশিষ্ট্যর- i. উদ্ভবের কার্যকারিতা নিয়ে ii. বিকাশের কার্যকারিতা নিয়ে iii. প্রভাবের কার্যকারিতা নিয়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭১. |
পুণ্ড্রবর্ধন কোন জেলা জুড়ে বিস্তৃত ছিল? i. গঙ্গা ii. বর্তমান কুমিল্লার প্রাচীন নাম iii. কুমিল্লার ও নোয়াখালী অঞ্চলে নিয়ে সমতট গঠিত হয়েছিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭২. |
সাত শতকের গোড়ার দিকে শশাঙ্ক গৌড়ের রাজা হওয়ার ফলে পুণ্ড্রবর্ধন, গৌড় ও
বঙ্গ ছাড়া বাকি অন্যান্য জনপদগুলো এ তিনটির মধ্যে বিলীন হয়ে যায়। এই কথাটি
বিশ্লেষণে বলা যায়- i. মুর্শিদাবাদ হতে উৎকল পর্যন্ত সমগ্র এলাকাকে সংঘদ্ধ করা হয়েছিল ii. গৌড় নামটি পরিচিতি লাভ করেছিল iii. জনপদগুলোকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৩. |
কার রাজত্বকালে প্রাচীন পুণ্ড্ররাজ্য স্বাধীন সত্তা হারায়? |
Ο ক) |
শশাংকের |
Ο খ) |
অশোকের |
Ο গ) |
রাজনারায়ণের |
Ο ঘ) |
বিষ্ণুদেবের |
সঠিক উত্তর: (খ)
৭৪. |
বঙ্গ জনপদটি “বঙ্গ” নামে পরিচিত হয় কেন? |
Ο ক) |
বঙ্গ জনপদে পুণ্ড্র নামে এক জাতি বাস করার জন্য |
Ο খ) |
পুণ্ড্র জনপদে বঙ্গ নামে এক জাতি বাস করার জন্য |
Ο গ) |
বঙ্গ জনপদে বঙ্গ নামে এক জাতি বাস করার জন্য |
Ο ঘ) |
বরেন্দ্র জনপদে পুণ্ড্র নামে এক জাতি বাস করার জন্য |
সঠিক উত্তর: (গ)
৭৫. |
প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে নিচের কোনটি প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ? |
Ο ক) |
পুণ্ড্র |
Ο খ) |
গৌড় |
Ο গ) |
বঙ্গ |
Ο ঘ) |
সমতট |
সঠিক উত্তর: (ক)
৭৬. |
কার গ্রন্থে সর্বপ্রথম গৌড়ের উল্লেখ দেখা যায়? |
Ο ক) |
পাণিনি |
Ο খ) |
নীহার রঞ্জন রায় |
Ο গ) |
রমেশচন্দ্র মজুমদার |
Ο ঘ) |
প্রদ্যুত কুমার ভৌমিকের |
সঠিক উত্তর: (ক)
৭৭. |
হুগলি ও রূপনারায়ণ নদের সঙ্গমস্থল হতে ১২ মাইল দূরে রূপনারায়ণের তীরে কোন বন্দরে অবস্থান ছিল? |
Ο ক) |
তাম্রলিপ্ত |
Ο খ) |
বরেন্দ্র |
Ο গ) |
চন্দ্রলিপ্ত |
Ο ঘ) |
সমতট |
সঠিক উত্তর: (ক)
৭৮. |
গুপ্ত যুগ শুরু হয় কত শতক হতে? |
Ο ক) |
প্রথম |
Ο খ) |
দ্বিতীয় |
Ο গ) |
তৃতীয় |
Ο ঘ) |
চতুর্থ |
সঠিক উত্তর: (ঘ)
৭৯. |
প্রাচীন বাংলার জনপদ হতে যে বিষয়ে ধারণা লাভ করা যায়- i. সীমারেখা ii. ভৌগোলিক অবয়ব iii. রাজনীতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮০. |
প্রাচীনকালে বঙ্গের অন্তর্ভুক্ত ছিল- i. সিলেট ii. ঢাকা iii. ফরিদপুর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৮১. |
সর্বশেষ গৌড় বলতে কাকে বোঝাত? |
Ο ক) |
পূর্ব বাংলাকে |
Ο খ) |
পশ্চিম বাংলাকে |
Ο গ) |
মধ্যে বাংলাকে |
Ο ঘ) |
সমগ্র বাংলাকে |
সঠিক উত্তর: (ঘ)
৮২. |
পাল বংশের শেষ পর্যায়ে বঙ্গ বিভক্ত হয়ে কী নাম ধারণ করে? |
Ο ক) |
উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গ |
Ο খ) |
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ |
Ο গ) |
উতরবঙ্গ ও পূর্ববঙ্গ |
Ο ঘ) |
পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ |
সঠিক উত্তর: (খ)
৮৩. |
বর্তমান ত্রিপুরা জেলা সমতটের অন্যতম অংশ ছিল কত শতক পর্যন্ত? |
Ο ক) |
চতুর্থ-নবম শতক |
Ο খ) |
পঞ্চম-দশক শতক |
Ο গ) |
ষষ্ঠ-একাদশক শতক |
Ο ঘ) |
সপ্তম-দ্বাদশ শতক |
সঠিক উত্তর: (ঘ)
৮৪. |
গৌড়ের সীমানা বলে মনে করা হয়- i. মালদহ ii. মুর্শিদাবাদ iii. বর্ধমান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৫. |
তাম্রলিপ্ত জনপদ কোথায় অবস্থিত ছিল? |
Ο ক) |
হরিকেলের উত্তরে |
Ο খ) |
হরিকেলের দক্ষিণে |
Ο গ) |
হরিকেলের পূর্বে |
Ο ঘ) |
হরিকেলের পশ্চিমে |
সঠিক উত্তর: (ক)
৮৬. |
বর্তমান বাংলাদেশের যে অঞ্চল বঙ্গ জনপদ নামে পরিচিত ছিল তা হলো- i. পূর্ব দিক ii. দক্ষিণ দিক iii. দক্ষিণ-পূর্বদিক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৮৭. |
অতি প্রাচীন পুঁথিতে বঙ্গকে কোন জনপদের প্রতিবেশী বলা হয়েছে?
|
Ο ক) |
গৌড় |
Ο খ) |
মগধ ও কলিঙ্গ |
Ο গ) |
পুণ্ড্র |
Ο ঘ) |
সমতট |
সঠিক উত্তর: (খ)
৮৮. |
কত শতকের লোকেরা হরিকেল নামে এক জনপদের বর্ণনা করেছেন? |
Ο ক) |
পাঁচ শতকের |
Ο খ) |
ছয় শতকের |
Ο গ) |
সাত শতকের |
Ο ঘ) |
আট শতকের |
সঠিক উত্তর: (গ)
৮৯. |
বর্তমানে অস্তিত্ত্ব নেই নিচের কোন জায়গাটির? |
Ο ক) |
বদ্বীপ |
Ο খ) |
পদ্মা |
Ο গ) |
বিক্রপুর |
Ο ঘ) |
নাব্য |
সঠিক উত্তর: (ঘ)
৯০. |
নৌবন্দর হিসেবে বিশেষ খ্যাতি ছিল কোন জনপদের? |
Ο ক) |
বরেন্দ্রর |
Ο খ) |
সমতটের |
Ο গ) |
তাম্রলিপ্তের |
Ο ঘ) |
বঙ্গের |
সঠিক উত্তর: (গ)
৯১. |
প্রাচীন বাংলার শাসকগণ কীভাবে একাধিক জনপদের শাসন ক্ষমতা গ্রহণ করতেন? |
Ο ক) |
আধিপত্য বিস্তারের মাধ্যমে |
Ο খ) |
যুদ্ধে পরাজিত করে |
Ο গ) |
যোগ্যতাবলে |
Ο ঘ) |
প্রশাসন দেখিয়ে |
সঠিক উত্তর: (ক)
৯২. |
সাত শতক হতে তাণ্ডভুক্তি নামে পরিচিতি লাভ করে কোন জনপদটি? |
Ο ক) |
চন্দ্রদ্বীপ |
Ο খ) |
বঙ্গ |
Ο গ) |
সমতট |
Ο ঘ) |
তাম্রলিপ্ত |
সঠিক উত্তর: (ঘ)
৯৩. |
বাংলা জনপদ নামে পরিচিত হতো- i. পুণ্ড্রবর্ধন ii. গৌড় iii. বঙ্গ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯৪. |
বাঙালি জাতির উৎপত্তির সাথে সাদৃশ্য রয়েছে? |
Ο ক) |
বঙ্গ |
Ο খ) |
গৌড় |
Ο গ) |
পুণ্ড্র |
Ο ঘ) |
বরেন্দ্র |
সঠিক উত্তর: (ক)
৯৫. |
চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী? |
Ο ক) |
চাঁদপুর |
Ο খ) |
চন্দ্রপুর |
Ο গ) |
বরিশাল |
Ο ঘ) |
কুমিল্লা |
সঠিক উত্তর: (গ)
৯৬. |
সৌমিতা প্রাচীন বাংলার কোন জনপদের বেড়াতে যায়? |
Ο ক) |
সমতট |
Ο খ) |
বঙ্গ |
Ο গ) |
গৌড় |
Ο ঘ) |
হরিকেল |
সঠিক উত্তর: (গ)
৯৭. |
পুণ্ড্র জনপদের রাজধানী পুণ্ড্রনগর থেকে পুণ্ড্রবর্ধনে রুপান্তরিত হয় কখন? |
Ο ক) |
চতুর্থ-পঞ্চম শতকে |
Ο খ) |
পঞ্চম-ষষ্ঠ শতকে |
Ο গ) |
ষষ্ঠ-সপ্তম শতকে |
Ο ঘ) |
সপ্তম-অষ্টম শতকে |
সঠিক উত্তর: (খ)
৯৮. |
প্রাচীন যুগে বাংলার এ অঞ্চলগুলোকে সমষ্টিগতভাবে কী নাম� দেওয়া হয়?
|
Ο ক) |
সমতট |
Ο খ) |
বঙ্গ |
Ο গ) |
জনপদ |
Ο ঘ) |
হরিকেল |
সঠিক উত্তর: (গ)
৯৯. |
শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল? |
Ο ক) |
কর্ণসুবর্ণ |
Ο খ) |
বিক্রমপুর |
Ο গ) |
চন্দ্রনগর |
Ο ঘ) |
মুর্শিদাবাদ |
সঠিক উত্তর: (ক)
১০০. |
রাষ্ট্রের দাপট বাড়া ও কমার কারণে- i. জনপদের সীমানা বেড়েছে ii. জনপদের সীমান কমেছে iii. জনপদের সীমানা বেড়েছে ও কমেছে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
ii |
Ο খ) |
iiii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১০১. |
তাম্রলিপ্ত কত শতক হতে দণ্ডভুক্তি নামে পরিচিতি হতে থাকে? |
Ο ক) |
পাঁচ |
Ο খ) |
ছয় |
Ο গ) |
সাত |
Ο ঘ) |
আট |
সঠিক উত্তর: (গ)
১০২. |
গৌড়ের উল্লেখ দেখা যায় সর্বপ্রথম কার গ্রন্থে? |
Ο ক) |
পাণিনির |
Ο খ) |
হেরোডোটাসের |
Ο গ) |
ইৎসির |
Ο ঘ) |
মিহিরের |
সঠিক উত্তর: (ক)
১০৩. |
প্রাচীন যুগে বাংলার প্রতিটি অঞ্চলের শাসক কীভাবে শাসনকার্য পরিচালনা করতেন? |
Ο ক) |
নিজেদের ইচ্ছামতো |
Ο খ) |
জনগণের ইচ্ছামতো |
Ο গ) |
প্রজাদের ইচ্ছায় |
Ο ঘ) |
পিতা-মাতার ইচ্ছামতো |
সঠিক উত্তর: (ক)
১০৪. |
প্রাচীন যুগে বাংলা বলতে বর্তমানের কোন অঞ্চলকে� বোঝানো হতো?
|
Ο ক) |
বাংলাদেশ ও পূর্ববঙ্গ |
Ο খ) |
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ |
Ο গ) |
বাংলাদেশ ও উত্তরবঙ্গ |
Ο ঘ) |
বাংলাদেশ ও দক্ষিণবঙ্গ |
সঠিক উত্তর: (খ)
১০৫. |
৮৪.অতি প্রাচীন পুঁথিতে বঙ্গকে প্রতিবেশী বলা হয়েছ- i. গৌড় জনপদের ii. মগধ জনপদের iii. কলিঙ্গ জনপদের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১০৬. |
চীনা ভ্রমণকারী ইৎসিং-এর মতে হরিকেল ছিল কোথায়? |
Ο ক) |
পূর্ব ভারতের শেষ সীমানায় |
Ο খ) |
পশ্চিম ভারতের শেষ সীমানায় |
Ο গ) |
দক্ষিণ ভারতের শেষ সীমানায় |
Ο ঘ) |
উত্তর ভারতের শেষ সীমানায় |
সঠিক উত্তর: (ক)
১০৭. |
সপ্তম ও অষ্টম শতক থেকে দশ ও এগারো শতকে সুমনের জন্মভূমিতে কোন রূপটি পরিলক্ষিত হয়? |
Ο ক) |
স্বতন্ত্র রাজ্য |
Ο খ) |
নির্ভরশীল রাজ্য |
Ο গ) |
দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা |
Ο ঘ) |
ঘন ঘন দুর্যোগ |
সঠিক উত্তর: (ক)
১০৮. |
‘বড় কামতা’ স্থানটি কোন জনপদের রাজধানী ছিল- |
Ο ক) |
হরিকেল |
Ο খ) |
সমতট |
Ο গ) |
তাম্রলিপ্ত |
Ο ঘ) |
চন্দ্রদ্বীপ |
সঠিক উত্তর: (খ)
১০৯. |
বাংলায় মুসলমান যুগের শুরুতে কোনটি গৌড় বলা হতো? |
Ο ক) |
দিনাজপুরকে |
Ο খ) |
দক্ষিণাত্যকে |
Ο গ) |
পুণ্ড্রবর্ধনকে |
Ο ঘ) |
লক্ষ্মণাবর্তীকে |
সঠিক উত্তর: (ঘ)
১১০. |
বাংলার প্রধান জনপদ হলো- i. পুণ্ড্রবর্ধন ii. গৌড় iii. বঙ্গ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১১. |
প্রাচীনকালে বাংলাদেশ ছিল- |
Ο ক) |
দুটি বিভক্ত রাষ্ট্র |
Ο খ) |
অখণ্ড রাষ্ট্র |
Ο গ) |
ছোট ছোট অঞ্চলে বিভক্ত |
Ο ঘ) |
ছোট ছোট দ্বীপে বিভক্ত |
সঠিক উত্তর: (গ)
১১২. |
মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? |
Ο ক) |
মাগুরা |
Ο খ) |
রংপুর |
Ο গ) |
কুমিল্লা |
Ο ঘ) |
বগুড়া |
সঠিক উত্তর: (ঘ)
১১৩. |
এক সময় সমগ্র এলাকা কী নামে পরিচিত হতো? |
Ο ক) |
তাম্রলিপ্ত |
Ο খ) |
চন্দ্রদ্বীপ |
Ο গ) |
হরিকেল |
Ο ঘ) |
বরেন্দ্র |
সঠিক উত্তর: (ঘ)
১১৪. |
তাম্রলিপ্ত জনপদটি ছিল- i. সমুদ্র উপকূলবর্তী খুব নিচু আর্দ্র ii. স্থল বাণিজ্যর কেন্দ্র হিসেবে পরিচিত iii. নৌ চলাচলের জন্য অতি উত্তম নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১১৫. |
হরিকেল একটি স্বতন্ত্র রাজ্য ছিল কোন শতক পর্যন্ত? |
Ο ক) |
তৃতীয় ও চতুর্থ হতে চতুর্থ ও পঞ্চম শতক |
Ο খ) |
চতুর্থ ও পঞ্চম হতে ষষ্ঠ ও সপ্তম শতক |
Ο গ) |
ষষ্ঠ ও সপ্তম হতে অষ্টম ও নবম শতক |
Ο ঘ) |
সপ্তম ও অষ্টম হতে দশম ও একাদশ শতক |
সঠিক উত্তর: (ঘ)
১১৬. |
উত্তরাঞ্চলের উত্তর সীমার ক্ষেত্রে কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
|
Ο ক) |
বদ্বীপ |
Ο খ) |
বিক্রমপুর |
Ο গ) |
নাব্য |
Ο ঘ) |
পদ্মা |
সঠিক উত্তর: (ঘ)
১১৭. |
গৌড়ের সীমানা সীমাবদ্ধ হওয়ার পর কোন অংশকে গৌড়ের সীমানা বলে মনে করা হয়? i. আধুনিক মালদহ ii. সাহিত্যগ্রন্থ iii. লোকমুখে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১১৮. |
বিক্রমপুর ও নাব্য কিসের নাম? |
Ο ক) |
দুটি গোত্রের নাম |
Ο খ) |
দুটি গ্রামের নাম |
Ο গ) |
দুটি জাতির নাম |
Ο ঘ) |
দুটি অঞ্চলের নাম |
সঠিক উত্তর: (ঘ)
১১৯. |
বলেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে নিচের কোন জনপদটি ছিল? |
Ο ক) |
পুণ্ড্র |
Ο খ) |
বঙ্গ |
Ο গ) |
গৌড় |
Ο ঘ) |
চন্দ্রদ্বীপ |
সঠিক উত্তর: (ঘ)
১২০. |
প্রাচীন শিলালিপিতে বঙ্গের যে অঞ্চলের নাম পাওয়া যায় তা হলো- i. বিক্রমপুর ii. নাব্য iii. পুণ্ডনগর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১২১. |
নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত হিসেবে ধারণা করা হয়- i. ফরিদপুরকে ii. বরিশালকে iii. পটুয়াখালীর নিম্ন জলাভূমিতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১২২. |
বরেন্দ্র কোন বঙ্গের জনপদ ছিল? |
Ο ক) |
পূর্ব |
Ο খ) |
পশ্চিম |
Ο গ) |
উত্তর |
Ο ঘ) |
দক্ষিণ |
সঠিক উত্তর: (গ)
১২৩. |
পুণ্ড্রদের রাজ্যের রাজধানী পুণ্ড্রনগর পরবর্তীতে কী নামে পরিচিত হয়? |
Ο ক) |
পুরানগর |
Ο খ) |
মালদহ |
Ο গ) |
কাশিমপুর |
Ο ঘ) |
মহাস্থানগড় |
সঠিক উত্তর: (ঘ)
১২৪. |
কোন অঞ্চল নিয়ে সমতটি গঠিত হয়েছিল? |
Ο ক) |
কুমিল্লা-নোয়াখালী |
Ο খ) |
কুমিল্লা-ব্রাক্ষ্মণবাড়িয়া |
Ο গ) |
কুমিল্লা-ফেনী |
Ο ঘ) |
কুমিল্লা-চট্রগ্রাম |
সঠিক উত্তর: (ক)
১২৫. |
কার শিলালিপি হতে প্রমাণিত হয় যে, সমুদ্র উপকূল হতে গৌড়দেশ খুব বেশি দূরে অবস্থিত ছিল না?
|
Ο ক) |
পাণিনির |
Ο খ) |
হেরোডোটাসের |
Ο গ) |
হর্ষবর্ধনের |
Ο ঘ) |
র্যাপসনের |
সঠিক উত্তর: (গ)
১২৬. |
প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর ধ্বসাবশেষ পাওয়া যায় কোথায়? |
Ο ক) |
পাহাড় পুড়ে |
Ο খ) |
উয়ারী-বটেশ্বরে |
Ο গ) |
নওগাঁতে |
Ο ঘ) |
মহাস্থানগড়ে |
সঠিক উত্তর: (ঘ)
১২৭. |
সাত শতক থেকে বারো শতক পর্যন্ত বর্তমান কোন জেলা ছিল সমতটের অন্যতম অংশ? |
Ο ক) |
কুমিল্লা |
Ο খ) |
নোয়াখালী |
Ο গ) |
বরিশাল |
Ο ঘ) |
ত্রিপুরা |
সঠিক উত্তর: (ঘ)
১২৮. |
সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চম ষষ্ঠ শতকে পুণ্ড্র কিসে রুপান্তরিত হয়? |
Ο ক) |
পুণ্ড্রবর্ধনে |
Ο খ) |
মহাস্থানগড়ে |
Ο গ) |
হরিকেল |
Ο ঘ) |
সমতট |
সঠিক উত্তর: (ক)
১২৯. |
সমতটের রাজধানী ছিল কোনটি? |
Ο ক) |
কর্ণসুবর্ণ |
Ο খ) |
পুণ্ড্রবর্ধন |
Ο গ) |
তাম্রলিপ্ত |
Ο ঘ) |
বড় কামতা |
সঠিক উত্তর: (ঘ)
১৩০. |
বরেন্দ্রকে জনপদ বলা যায় না কেন? |
Ο ক) |
সমতটের কেন্দ্রস্থল ছিল বলে |
Ο খ) |
পুণ্ড্রবর্ধনের কেন্দ্রস্থল ছিল বলে |
Ο গ) |
হরিকেলের কেন্দ্রস্থল বলে |
Ο ঘ) |
তাম্রলিপ্তের কেন্দ্রস্থল ছিল বলে |
সঠিক উত্তর: (খ)
১৩১. |
প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কোনটি?
|
Ο ক) |
গৌড় |
Ο খ) |
হরিকেল |
Ο গ) |
বঙ্গ |
Ο ঘ) |
পুণ্ড্র |
সঠিক উত্তর: (ঘ)
১৩২. |
যে নদীর মধ্যবর্তী অঞ্চলে বরেন্দ্র জনপদের অবস্থান? i. গঙ্গা ii. পদ্মা iii. করতোয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৩৩. |
কার শাসনামলে প্রাচীন পুণ্ড্র রাজ্য স্বাধীন সত্তা হারায়? |
Ο ক) |
কেশব সেনের |
Ο খ) |
বিশ্বরূপ সেনের |
Ο গ) |
ধর্মপালের |
Ο ঘ) |
সম্রাট অশোকের |
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. |
বর্তমান কুমিল্লার প্রাচীন নাম কী ছিল? |
Ο ক) |
বঙ্গ |
Ο খ) |
পুণ্ড্র |
Ο গ) |
সমতট |
Ο ঘ) |
হরিকেল |
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. |
বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বদিকে কোন জাতি বাস করত? |
Ο ক) |
হিব্রু |
Ο খ) |
বঙ্গ |
Ο গ) |
আর্য |
Ο ঘ) |
দ্রাবিড় |
সঠিক উত্তর: (খ)
১৩৬. |
কত শতক হতে বাংলার জনপদগুলোর নাম জানা যায়? |
Ο ক) |
দ্বিতীয় |
Ο খ) |
তৃতীয় |
Ο গ) |
চতুর্থ |
Ο ঘ) |
পঞ্চম |
সঠিক উত্তর: (গ)
১৩৭. |
পুণ্ড্র জাতির কথা উল্লেখ আছে- i. অর্থশাস্ত্রে ii. বৈদিক সাহিত্যে iii. মহাভারতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৩৮. |
খ্রিস্টীয় কত শতকের পুর্বপর্যন্ত সময়কে বাংলার প্রাচীন যুগ ধরা হয়?
|
Ο ক) |
এগারো |
Ο খ) |
বারো |
Ο গ) |
তেরো |
Ο ঘ) |
চৌদ্দ |
সঠিক উত্তর: (গ)
১৩৯. |
গৌড়দেশের অনেক শিল্প ও কৃষিজাত দ্রব্যর উল্লেখ পাওয়া যায় কোন গ্রণ্থে?
|
Ο ক) |
বৈদেশিক সাহিত্যে |
Ο খ) |
মহাভারতে |
Ο গ) |
অর্থশাস্ত্রে |
Ο ঘ) |
পুরাণে |
সঠিক উত্তর: (গ)
১৪০. |
কত শতকের পর হতে তাম্রলিপ্ত বন্দরের সমৃদ্ধি নষ্ট হয়ে যায়? |
Ο ক) |
সাত শতকের |
Ο খ) |
আট শতকের |
Ο গ) |
নয় শতকের |
Ο ঘ) |
দশ শতকের |
সঠিক উত্তর: (খ)
১৪১. |
পুণ্ড্রনগরের পরবর্তীকালে কী নাম হয়? |
Ο ক) |
বগুড়া |
Ο খ) |
দিনাজপুর |
Ο গ) |
রাজশাহী |
Ο ঘ) |
মহাস্থানগড় |
সঠিক উত্তর: (ঘ)
১৪২. |
ব্যাৎসায়নের গ্রন্থে কোন শতকের গৌড়ের নাগরিকদের বিলাস-ব্যসনের পরিচয় পাওয়া যায়? |
Ο ক) |
চতুর্থ শতকের |
Ο খ) |
পঞ্চম শতকের |
Ο গ) |
ষষ্ঠ শতকের |
Ο ঘ) |
সপ্তম শতকের |
সঠিক উত্তর: (ক)
১৪৩. |
প্রাচীন বাংলা জনপদগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ? i. পুণ্ড্র ii. গৌড় iii. বঙ্গ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৪৪. |
কোন রাজাদের আমলে গৌড়ের নাম-ডাক ছিল সবচেয়ে বেশি? |
Ο ক) |
সেন |
Ο খ) |
গুপ্ত |
Ο গ) |
পাল |
Ο ঘ) |
মৌর্য |
সঠিক উত্তর: (গ)
১৪৫. |
সম্রাট অশোকের রাজত্বকাল কোনটি? |
Ο ক) |
খ্রি.পূ. ২৭৩-২৩২ অব্দ |
Ο খ) |
খ্রি.পূ. ২৭৪-২৩৩ অব্দ |
Ο গ) |
খ্রি.পূ. ২৭৫-২৩৪ অব্দ |
Ο ঘ) |
খ্রি.পূ. ২৭৬-২৩৫ অব্দ |
সঠিক উত্তর: (ক)
১৪৬. |
সমতট অঞ্চলটি কেমন ছিল? |
Ο ক) |
উঁচু ভূমি |
Ο খ) |
নিম্নভূমি |
Ο গ) |
আর্দ্র উঁচু ভূমি |
Ο ঘ) |
আদ্র নিম্নভূমি |
সঠিক উত্তর: (ঘ)
১৪৭. |
শশাংক ও পাল রাজারা সমগ্র পশ্চিমবঙ্গের রাজা হয়েও পরিচয় দিতেন- i. দণ্ডভুক্তি বলে ii. রাঢ়াধিপতি বলে iii. গৌড়েশ্বর বলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৪৮. |
অশোকের রাজত্বকালে হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? |
Ο ক) |
খ্রিষ্টাব্দেপূ. ২৭৩-২৩২ অব্দ |
Ο খ) |
খ্রিষ্টাব্দেপূ. ২৭৩-২৩১ অব্দ |
Ο গ) |
খ্রিষ্টাব্দেপূ. ২৭৩-২৩০ অব্দ |
Ο ঘ) |
খ্রিষ্টাব্দেপূ. ২৭৩-২২৩ অব্দ |
সঠিক উত্তর: (ক)
১৪৯. |
বগুড়া হতে কত মাইল দূরে মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন? |
Ο ক) |
পাঁচ মাইল |
Ο খ) |
ছয় মাইল |
Ο গ) |
সাত মাইল |
Ο ঘ) |
আট মাইল |
সঠিক উত্তর: (গ)
১৫০. |
কত শতকে শশাংকের রাজধানী কর্ণসুবর্ণ ছিল? |
Ο ক) |
পঞ্চম |
Ο খ) |
ষষ্ঠ |
Ο গ) |
সপ্তম |
Ο ঘ) |
অষ্টম |
সঠিক উত্তর: (গ)
১৫১. |
গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকুলবর্তী অঞ্চলকে কী বলা হতো? |
Ο ক) |
তাম্রলিপ্ত |
Ο খ) |
চন্দ্রদ্বীপ |
Ο গ) |
বরেন্দ্র |
Ο ঘ) |
সমতট |
সঠিক উত্তর: (ঘ)
১৫২. |
প্রাচীন শিলালিপিতে পাওয়া দুটি অঞ্চলের নাম হিসেবে আমরা জানব- i. পরগনা ii. বিক্রমপুর iii. নাব্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৫৩. |
কুমিল্লা শহর থেকে বড় কামতার দুরত্ব কত? |
Ο ক) |
১০ মাইল |
Ο খ) |
১১ মাইল |
Ο গ) |
১২ মাইল |
Ο ঘ) |
১৩ মাইল |
সঠিক উত্তর: (গ)
১৫৪. |
কাল বিভাজনের তারতম্য লক্ষ করা যায় কীভাবে? |
Ο ক) |
স্থানভেদে |
Ο খ) |
অঞ্চলভেদে |
Ο গ) |
গোত্রভেদে |
Ο ঘ) |
জাতিভেদে |
সঠিক উত্তর: (খ)
১৫৫. |
শশাঙ্কের রাজধানী কোন জনপদে অবস্থিত ছিল? |
Ο ক) |
বরেন্দ্র |
Ο খ) |
পুণ্ড্র |
Ο গ) |
বঙ্গ |
Ο ঘ) |
গৌড় |
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. |
বরেন্দ্র কোন অঞ্চলের জনপদ? |
Ο ক) |
উত্তর |
Ο খ) |
দক্ষিণ |
Ο গ) |
পূর্ব |
Ο ঘ) |
পশ্চিম |
সঠিক উত্তর: (ক)
১৫৭. |
পুণ্ড্রদের রাজ্যের রাজধানীর নাম কী? |
Ο ক) |
মুর্শিদাবাদ |
Ο খ) |
কর্ণসুবর্ণ |
Ο গ) |
বিক্রমপুর |
Ο ঘ) |
পুণ্ড্রনগর |
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. |
বাংলা কয়টি জনপদ নামে পরিচিত হতো? |
Ο ক) |
দুটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
চারটি |
Ο ঘ) |
পাঁচটি |
সঠিক উত্তর: (খ)
১৫৯. |
তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র ছিল কোনটি? |
Ο ক) |
মেদিনীপুর জেলার তমলুক |
Ο খ) |
মেদিনীপুর জেলার কাশী |
Ο গ) |
বর্ধমান জেলার আসানসোল |
Ο ঘ) |
মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ |
সঠিক উত্তর: (ক)
১৬০. |
শশাঙ্ক কীভাবে মুর্শিদাবাদ থেকে উৎকল পর্যন্ত সমগ্র এলাকাকে সংঘবদ্ধ করেন? i. গৌড়ের রাজ্য হয়ে ii. শিলালিপি ও সাহিত্য গ্রন্থের মাধ্যমে iii. পুণ্ড্রবর্ধসে রুপান্তরিত হওয়ার মধ্য দিয়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii |
সঠিক উত্তর: (ক)
১৬১. |
কত শতক থেকে বাংলার জনপদগুলোর নাম জানা যায়? |
Ο ক) |
দ্বিতীয় |
Ο খ) |
তৃতীয় |
Ο গ) |
চতুর্থ |
Ο ঘ) |
পঞ্চম |
সঠিক উত্তর: (গ)
১৬২. |
বঙ্গ কী? |
Ο ক) |
প্রাচীন জনপদ |
Ο খ) |
দেশের নাম |
Ο গ) |
মুদ্রার নাম |
Ο ঘ) |
আধুনিক জনপদ |
সঠিক উত্তর: (ক)
১৬৩. |
পুণ্ড্র জাতির উল্লেখ পাওয়া যায়- i. বৈদিক সাহিত্যে ii. মহাভারতে iii. রামায়ণে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৬৪. |
সপ্তম শতকের গোড়ার দিকে মুর্শিদাবাদ হতে উৎকুল পর্যন্ত এলাকাকে কে সংঘবদ্ধ করেন? |
Ο ক) |
দেবপাল |
Ο খ) |
মহীপাল |
Ο গ) |
ধর্মপাল |
Ο ঘ) |
শশাংক |
সঠিক উত্তর: (ঘ)
১৬৫. |
নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল- i. ফরিদপুরের নিম্ন জলাভূমি ii. বরিশালের নিম্ন জলাভূমি iii. পটুয়াখালীর নিম্ন জলাভূমি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৬৬. |
গৌড়ের ভাগ্য পরিবর্তনের যথার্থ কারণ হলো- |
Ο ক) |
পাল সাম্রাজ্যের ভাগ্য পরিবর্তন |
Ο খ) |
উন্নত যন্ত্রপাতির আবিস্কার |
Ο গ) |
সামাজিক পরিবর্তন |
Ο ঘ) |
সভ্যতার উৎকর্ষ সাধন |
সঠিক উত্তর: (ক)
১৬৭. |
কৌটিল্যের “অর্থশাস্ত্র” গ্রন্থে কিসের উল্লেখ পাওয়া যায়? |
Ο ক) |
সম্রাট অশোকের |
Ο খ) |
গঙ্গা নদীর |
Ο গ) |
কৃষিজাত দ্রব্যের |
Ο ঘ) |
রাজা গোবিন্দের |
সঠিক উত্তর: (গ)
১৬৮. |
শশাংকের রাজধানীর নাম কী ছিল? |
Ο ক) |
কর্ণসুবর্ণ |
Ο খ) |
বঙ্গ |
Ο গ) |
পুণ্ড্রের |
Ο ঘ) |
হরিকেল |
সঠিক উত্তর: (ক)
১৬৯. |
প্রাচীনকালে বালেশ্বর এ মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল- |
Ο ক) |
তাম্রলিপ্ত |
Ο খ) |
হরিকেল |
Ο গ) |
বঙ্গ |
Ο ঘ) |
চন্দ্রদ্বীপ |
সঠিক উত্তর: (ঘ)
১৭০. |
ইৎসিং কোন দেশের ভ্রমণকারী? |
Ο ক) |
ভারতীয় |
Ο খ) |
রাশিয়া |
Ο গ) |
আমেরিকা |
Ο ঘ) |
চীনা |
সঠিক উত্তর: (ঘ)
১৭১. |
বঙ্গের কয়টি শাখার নাম পাওয়া যায়? |
Ο ক) |
২ |
Ο খ) |
৩ |
Ο গ) |
৪ |
Ο ঘ) |
৫ |
সঠিক উত্তর: (ক)
১৭২. |
কোন রাজার চন্দ্রদ্বীপ অধিকারের পর হতে হরিকেলকে মোটামুটি বঙ্গের অংশ বলে ধরা হয়? |
Ο ক) |
শশাংকের |
Ο খ) |
শ্রীচন্দ্রের |
Ο গ) |
নারায়ণচন্দ্রের |
Ο ঘ) |
ত্রৈলোক্যচন্দ্রের |
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. |
উত্তর ভারতের কোন অঞ্চলে গৌড়ের অন্তর্ভুক্ত ছিল?
|
Ο ক) |
দক্ষিণ অঞ্চল |
Ο খ) |
পূর্ব অঞ্চল |
Ο গ) |
পশ্চিম অঞ্চল |
Ο ঘ) |
বিস্তীর্ণ অঞ্চল |
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. |
সাত শতকের লেখকেরা কী নামের জনপদের বর্ণনা করেছেন? |
Ο ক) |
গৌড় |
Ο খ) |
বঙ্গ |
Ο গ) |
পুণ্ড্র |
Ο ঘ) |
হরিকেল |
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. |
হরিকেলের উত্তরে কোন জনপদ অবস্থিত ছিল? |
Ο ক) |
বরেন্দ্র জনপদ |
Ο খ) |
চন্দ্রদ্বীপ জনপদ |
Ο গ) |
তাম্রলিপ্ত জনপদ |
Ο ঘ) |
সমতট জনপদ |
সঠিক উত্তর: (গ)
১৭৬. |
চন্দ্রদ্বীপ কোন জেলার পূর্বনাম? |
Ο ক) |
বরিশাল |
Ο খ) |
নোয়াখালী |
Ο গ) |
কুমিল্লা |
Ο ঘ) |
চাঁদপুর |
সঠিক উত্তর: (ক)
১৭৭. |
অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কে? |
Ο ক) |
হেরোডোটাস |
Ο খ) |
পাণিনি |
Ο গ) |
কালিদাস |
Ο ঘ) |
কৌটিল্য |
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. |
সমতটের ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত- i. পশ্চিম বাংলায় ছিল সমতটের অবস্থান ii. বর্তমান কুমিল্লার প্রাচীন নাম iii. কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে সমতট গঠিত হয়েছিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও iii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৭৯. |
অশোক কোন বংশের রাজা ছিলেন? |
Ο ক) |
পাল |
Ο খ) |
সেন |
Ο গ) |
গুপ্ত |
Ο ঘ) |
মৌর্য |
সঠিক উত্তর: (ঘ)
১৮০. |
বাংলার জনপদগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র জনপদ কোনটি? |
Ο ক) |
তাম্রলিপ্ত |
Ο খ) |
বঙ্গ |
Ο গ) |
সমতট |
Ο ঘ) |
চন্দ্রদ্বীপ |
সঠিক উত্তর: (ঘ)
১৮১. |
বঙ্গ একটি প্রাচীন জনপদ। মূলত কোন অঞ্চলগুলো “বঙ্গ” এর পরিচায়ক? i. বালেশ্বর ও মেঘনার মধ্যেবর্তী স্থান ii. পদ্মা ও ভাগীরথীর মাঝখানের অঞ্চল iii. হুগলি ও রুপনারায়ণ নদের সঙ্গমস্থল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (খ)
১৮২. |
প্রাচীন বাংলার ইতিহাস কাকে জনপদের মর্যাদা দেওয়া হয়? |
Ο ক) |
পুণ্ড্রকে |
Ο খ) |
বঙ্গকে |
Ο গ) |
সমতটকে |
Ο ঘ) |
বরেন্দ্রকে |
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. |
সর্বপ্রথম গৌড়ের উল্লেখ পাওয়া যায় কার গ্রন্থে- |
Ο ক) |
পাণিনির |
Ο খ) |
কৌটিল্যের |
Ο গ) |
শশাংকের |
Ο ঘ) |
ব্যাৎসায়ন |
সঠিক উত্তর: (ক)
১৮৪. |
খ্রিষ্টাব্দ তেরো শতকের পূর্ব পর্যন্ত দীর্ঘ কত বছরর সময়কে প্রাচীন যুগ বলে? |
Ο ক) |
৫০০ বছর |
Ο খ) |
১০০০ বছর |
Ο গ) |
১৫০০ বছর |
Ο ঘ) |
২০০০ বছর |
সঠিক উত্তর: (ঘ)
১৮৫. |
প্রাচীনকালে ছোট ছোট অঞ্চলগুলোর শাসনব্যব্যস্থা কেমন ছিল? |
Ο ক) |
স্বাধীন |
Ο খ) |
পরাধীন |
Ο গ) |
যুক্তরাষ্টীয় |
Ο ঘ) |
প্রাদেশিক |
সঠিক উত্তর: (ক)
১৮৬. |
বগুড়া, দিনাজপুর ও রাজশাহী অঞ্চলের ক্ষেত্রে কোন রূপটি অধিক গ্রহণযোগ্য? |
Ο ক) |
হরিকেল জনপদ |
Ο খ) |
সমতট জনপদ |
Ο গ) |
চন্দ্রদ্বীপ জনপদ |
Ο ঘ) |
বরেন্দ্র জনপদ |
সঠিক উত্তর: (ঘ)
১৮৭. |
প্রাচীন বাংলায় নৌচলাচলের জন্য তাম্রলিপ্ত জায়গাটি ছিল খুব উত্তম। এর ফলে কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? |
Ο ক) |
গুরুত্বপূর্ণ নৌবাণিজ্যের কেন্দ্রে পরিণত হয় |
Ο খ) |
বরেন্দ্র অঞ্চলের বিস্তৃতি ঘটে |
Ο গ) |
একটি ক্ষুদ্র জনপদের সৃষ্টি হয় |
Ο ঘ) |
হুগলি ও রূপনারায়ণ নদের সঙ্গমস্থলের সৃষ্টি হয় |
সঠিক উত্তর: (ক)
অনুচ্ছেদটি পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: অনিক একটি টি-শার্ট গায়ে দিয়েছে। এতে লেখা আছে “হরিকেল, সমতট, �বরেন্দ্র ও চন্দ্রদ্বীপ যাই ঘুরে আসি।” |
১৮৮. |
টি-শার্টের গায়ে যে স্থানগুলোর নাম লেখা ছিল সেগুলো কিসের পরিচয় বহন করে? |
Ο ক) |
পিকনিক স্পট |
Ο খ) |
প্রাচীন জনপদ |
Ο গ) |
ঐতিহাসিক স্থান |
Ο ঘ) |
প্রাচীন সভ্যতা |
সঠিক উত্তর: (খ)
১৮৯. |
আয়তনের দিক দিয়ে আলোচ্য জনপদগুলোর মধ্যে ক্ষুদ্র জনপদ কোনটি? |
Ο ক) |
হরিকেল |
Ο খ) |
সমতট |
Ο গ) |
চন্দ্রদ্বীপ |
Ο ঘ) |
বরেন্দ্র |
সঠিক উত্তর: (গ)
১৯০. |
উদ্দীপকে উল্লিখিত সমতট জনপদটির ক্ষেত্রে প্রযোজ্য- i. নৌ চলাচলের জন্য উত্তম ii. আদ্র নিম্নভূমি iii. সাত শতকে বড় কামতা রাজধানী ছিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
খুব হেল্পফুল
উত্তরমুছুন