এস.এস.সি ||
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ১১: জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা |
১. |
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি তার সম্পদ কীভাবে ভোগ করতে পারে? |
Ο ক) |
নিয়মের মধ্যে ভোগ এবং বিক্রি করতে পারে |
Ο খ) |
স্বাধীনভাবে ভোগ এবং হস্তান্তর করতে পারে |
Ο গ) |
ভোগ করতে পারবে তবে হস্তান্তর করতে পারবে না |
Ο ঘ) |
কেবল হস্তান্তর করতে পারে |
সঠিক উত্তর: (খ)
২. |
সম্পদের বৈশিষ্ট্য কয়টি? |
Ο ক) |
তিন |
Ο খ) |
চার |
Ο গ) |
পাঁচ |
Ο ঘ) |
ছয় |
সঠিক উত্তর: (খ)
৩. |
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ কার মালিকানাধীন থাকে? |
Ο ক) |
রাষ্ট্রীয় মালিকানাধীন |
Ο খ) |
ব্যক্তিমালিকানাধীন |
Ο গ) |
সংগঠন মালিকানাধীন |
Ο ঘ) |
গোষ্ঠী মালিকানাধীন |
সঠিক উত্তর: (খ)
৪. |
জাতীয় সম্পদের প্রধান উৎস কয়টি? |
Ο ক) |
দুইটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
চারটি |
Ο ঘ) |
পাঁচটি |
সঠিক উত্তর: (ক)
৫. |
কোন অর্থ ব্যবস্থায় প্রত্যেক উৎপাদনকারীর লক্ষ্য সর্বাধিক মুনাফা অর্জন করা? |
Ο ক) |
সমাজতান্ত্রিক |
Ο খ) |
মিশ্র |
Ο গ) |
ধনতান্ত্রিক |
Ο ঘ) |
ইসলামী |
সঠিক উত্তর: (গ)
৬. |
সাহারা এমন এক দেশের নাগরিক যে দেশে ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারে। সাহারার দেশে কোন অর্থব্যবস্থা চালু আছে? |
Ο ক) |
ধনতান্ত্রিক |
Ο খ) |
সমাজতান্ত্রিক |
Ο গ) |
পুঁজিবাদী |
Ο ঘ) |
ইসলামী |
সঠিক উত্তর: (ক)
৭. |
কোনটি সম্মিলিতভাবে ভোগ করা যায়? |
Ο ক) |
প্রতিভা |
Ο খ) |
দক্ষতা |
Ο গ) |
রাস্তাঘাট |
Ο ঘ) |
গাড়ি |
সঠিক উত্তর: (গ)
৮. |
ইসলামী অর্থব্যবস্থায় যেকোনো ব্যক্তি শরিয়তসম্মতে দ্রব্যসামগ্রী উৎপাদনের জন্য বিনিয়োগ করতে পারে - i. এককভাবে ii. গোষ্ঠীবদ্ধভাবে iii. বেসরকারিভাবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৯. |
যে বস্তু কারো নিকট থেকে পাওয়া বা কাউকে দেওয়া যায় তাকে কী বলে? |
Ο ক) |
প্রদান |
Ο খ) |
দান |
Ο গ) |
হস্তান্তরযোগ্যতা |
Ο ঘ) |
অস্তিত্ব |
সঠিক উত্তর: (গ)
১০. |
দেশে উৎপাদন ও বন্টন প্রক্রিযায় সহাবস্থান করছে - i. যৌথ খাত ii. সরকারি খাত iii. বেসরকারি খাত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১১. |
সুন্দরভাবে বাঁচতে হলে কীসের প্রয়োজন? |
Ο ক) |
খাদ্য |
Ο খ) |
মজুরি |
Ο গ) |
শিক্ষা |
Ο ঘ) |
বিনোদন |
সঠিক উত্তর: (ঘ)
১২. |
একজন বৈজ্ঞানিকের উদ্ভাবনী ক্ষমতাকে কোন ধরনের সম্পদ বলে? |
Ο ক) |
ব্যক্তিগত |
Ο খ) |
সমষ্টিগত |
Ο গ) |
প্রযুক্তিগত |
Ο ঘ) |
আন্তর্জাতিক |
সঠিক উত্তর: (ক)
১৩. |
সংরক্ষণ কাজের অন্তর্ভুক্ত - i. কোন সম্পদ কোথায় কী অবস্থায় আছে তার খোঁজখবর রাখা ii. সম্পদের কোনোরকম ক্ষতি হলে তা দূর করা iii. সম্পদ নষ্ট হলে যথাযথভাবে পূরণ করার ব্যবস্থা করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৪. |
বিশেষভাবে রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানকে কী বলা হয়? |
Ο ক) |
সুষম বন্টন |
Ο খ) |
সংরক্ষণ |
Ο গ) |
বাহ্যিকতা |
Ο ঘ) |
নিবিড় পর্যবেক্ষণ |
সঠিক উত্তর: (খ)
১৫. |
অর্থনীতিতে সব কাজকে কাজ বলা যায় না। অর্থনৈতিক কাজ হিসেবে তুমি চিহ্নিত করবে - i. কৃষিকাজকে ii. শ্রমিকের কারখানায় কাজ করাকে iii. মায়ের সন্তান পরিচর্যা করাকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৬. |
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যে মুনাফা অর্জিত হয় তা গ্রহণ করে কে? |
Ο ক) |
সরকারি ও পুঁজিপতি |
Ο খ) |
শ্রমিক ও রাষ্ট্র |
Ο গ) |
রাষ্ট্র পতি উদ্যোক্তা |
Ο ঘ) |
পুঁজিপতি ও উদ্যোক্তা |
সঠিক উত্তর: (ঘ)
১৭. |
আন্তর্জাতিক সম্পদ ব্যবহারের ফলে মানুষের মাঝে কীসের উন্নতি সাধিত হয়? |
Ο ক) |
দৈনন্দিন জীবনের চাহিদার উন্নতি |
Ο খ) |
বিজ্ঞান, আবিষ্কার, প্রযুক্তি ও সভ্যতার উন্নতি |
Ο গ) |
চাহিদা ও অভাবের উন্নতি |
Ο ঘ) |
সরবরাহ এবং ব্যবহারের উন্নতি |
সঠিক উত্তর: (খ)
১৮. |
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যাবলির উদ্দেশ্য হলো - i. সকলের মর্যাদা আলাদা করা ii. প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ iii. জনগণের সর্বাধিক কল্যাণ সাধন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৯. |
রাস্তাঘাত, রেলপথ, বাঁধ ইত্যাদি কেমন সম্পদ? |
Ο ক) |
ব্যক্তিগত |
Ο খ) |
পারিবারিক |
Ο গ) |
সমষ্টিগত |
Ο ঘ) |
রাজনৈতিক |
সঠিক উত্তর: (গ)
২০. |
দেশের প্রয়োজনীয় মূলধন সংগৃহীত হলো - i. অভ্যন্তরীণ উৎস হতে ii. ব্যক্তিগত পুঁজি হতে iii. বৈদেশিক সাহায্য হতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২১. |
ইসলামী অর্থব্যবস্থায় অর্থনৈতিক এবং অন্যান্য সকল কার্যাবলি কীভাবে পরিচালিত হয়? |
Ο ক) |
শরীয়তের বিধান অনুযায়ী |
Ο খ) |
একটি কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় |
Ο গ) |
পুঁজিবাদীদের ইচ্ছা অনুযায়ী |
Ο ঘ) |
শ্রমিকদের প্রয়োজন অনুসারে |
সঠিক উত্তর: (ক)
২২. |
অভাব কী? |
Ο ক) |
কোনো বস্তু বা সেবা পাবার ইচ্ছা |
Ο খ) |
যে জিনিস নেই তা পাবার তীব্র আশা |
Ο গ) |
যা চাইলেও পাওয়া যায় না |
Ο ঘ) |
যা পেতে আশা প্রকাশ করা হয় |
সঠিক উত্তর: (ক)
২৩. |
সম্পত্তি হস্তান্তরে কীসের প্রয়োজন পড়ে? |
Ο ক) |
মালিকের ক্ষমতা |
Ο খ) |
মূল বা দাম প্রদান |
Ο গ) |
সম্পত্তি গ্রহীতার উপযুক্ত অর্থ |
Ο ঘ) |
কিছু জরুরি কাগজপত্র ও দলিল |
সঠিক উত্তর: (খ)
২৪. |
দেশের অধিকাংশ মূলধন ও সম্পদ একটি ক্ষুদ্র অংশের হাতে কেন্দ্রিভূত হয় কোন অর্থনৈতিক ব্যবস্থায়? |
Ο ক) |
সামন্ততান্ত্রিক |
Ο খ) |
সমাজতান্ত্রিক |
Ο গ) |
ইসলামিক |
Ο ঘ) |
ধনতান্ত্রিক |
সঠিক উত্তর: (ঘ)
২৫. |
মোট উৎপাদিত সম্পদ থেকে প্রাপ্ত অর্থ কতটি উপাদানের মধ্যে ভাগ হয়ে যায়? |
Ο ক) |
ছয় |
Ο খ) |
তিন |
Ο গ) |
চার |
Ο ঘ) |
পাঁচ |
সঠিক উত্তর: (গ)
২৬. |
বিশ্বে বর্তমানে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর রয়েছে? |
Ο ক) |
তিন |
Ο খ) |
চার |
Ο গ) |
পাঁচ |
Ο ঘ) |
ছয় |
সঠিক উত্তর: (খ)
২৭. |
ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদ বন্টনে কখন অসমতা ও বৈষশ্য সৃষ্টি হয়? |
Ο ক) |
শ্রমিককে বেশি মজুরি দিলে |
Ο খ) |
শ্রমিককে কম মজুরি দিলে |
Ο গ) |
শ্রমিককে প্রাপ্য মজুরি দিলে |
Ο ঘ) |
শ্রমিকের মজুরি সঠিক সময়ে দিলে |
সঠিক উত্তর: (খ)
২৮. |
উৎপাদন কাজে নিয়োজিত অর্থকে কী বলা হয়? |
Ο ক) |
খরচ |
Ο খ) |
মূলধন |
Ο গ) |
সঞ্চয় |
Ο ঘ) |
বিনিয়োগ |
সঠিক উত্তর: (ঘ)
২৯. |
কোনটিকে সামনে রেখে বর্তমান অর্থনীতিকে পরিচালনা করা হচ্ছে? |
Ο ক) |
শিল্প কারখানা বিরাষ্ট্রীয়করণ |
Ο খ) |
রাষ্ট্রীয় উদ্যোগ সম্প্রসারণ |
Ο গ) |
শিল্প কারখানা সরকারিকরণ |
Ο ঘ) |
মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা |
সঠিক উত্তর: (ঘ)
৩০. |
প্রাচীন বাংলা এবং ব্রিটিশ আমলেও এদেশের অর্থনৈতিক ব্যবস্থা ছিল - i. সামন্ততান্ত্রিক ii. ভূ-স্বামীকেন্দ্রিক iii. ধনতান্ত্রিক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩১. |
ভূমির মালিক কোনটির সাহায্যে অভাব পূরণ করে? |
Ο ক) |
খাজনা |
Ο খ) |
মজুরি |
Ο গ) |
সংগঠন |
Ο ঘ) |
মুনাফা |
সঠিক উত্তর: (ক)
৩২. |
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কীসের অভাব রয়েছে? |
Ο ক) |
দ্রব্যের উৎপাদন ব্যবস্থার |
Ο খ) |
উৎপাদনের জন্য প্রয়োজনীয় পুঁজির |
Ο গ) |
সদিচ্ছা এবং জনগণের উন্নয়নের |
Ο ঘ) |
নিজ ইচ্ছামতো দ্রব্যসামগ্রী ভোগের |
সঠিক উত্তর: (ঘ)
৩৩. |
সম্পদকে কয় শ্রেণিতে ভাগ করা যায়? |
Ο ক) |
তিন |
Ο খ) |
চার |
Ο গ) |
পাঁচ |
Ο ঘ) |
ছয় |
সঠিক উত্তর: (খ)
৩৪. |
কোন অর্থনৈতিক অর্থব্যবস্থায় কেউ বেকার থাকে না? |
Ο ক) |
ধনতান্ত্রিক |
Ο খ) |
সমাজতান্ত্রিক |
Ο গ) |
কল্যাণমূলক পুঁজিবাদ |
Ο ঘ) |
ইসলামী |
সঠিক উত্তর: (খ)
৩৫. |
প্রকৃতি প্রদত্ত সম্পদের কীভাবে ব্যবহার হয়? |
Ο ক) |
গোপনে এবং এককভাবে |
Ο খ) |
কয়েকটি দেশের জন্য এবং সীমাবদ্ধ আয়তনে |
Ο গ) |
সকলের জন্য এবং উন্মুক্তভাবে |
Ο ঘ) |
সকলের জন্য সমানভাবে |
সঠিক উত্তর: (গ)
৩৬. |
কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে? |
Ο ক) |
খরচ |
Ο খ) |
বিলাসিতা |
Ο গ) |
উপযোগ |
Ο ঘ) |
ভোগ |
সঠিক উত্তর: (গ)
৩৭. |
পাকিস্তান আমলের শেষের দিকে কোন অর্থনৈতিক ব্যবস্থা প্রাধান্য লাভ করে? |
Ο ক) |
জমিদারি |
Ο খ) |
সামন্ততান্ত্রিক |
Ο গ) |
ধনতান্ত্রিক |
Ο ঘ) |
ইসলামী |
সঠিক উত্তর: (গ)
৩৮. |
জাতীয় সম্পদের উদাহরণ হচ্ছে - i. কলকারখানা ও নদ-নদী ii. রেলপথ ও সরকারি হাসপাতাল iii. নাগরিকের কর্মদক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৯. |
কোন যুগে ভূস্বামীদেরকে জমিদার বলা হতো? |
Ο ক) |
সামন্ত যুগে |
Ο খ) |
প্রাচীন যুগে |
Ο গ) |
সম্রাট অশোকের শাসনামলে |
Ο ঘ) |
ব্রিটিশ শাসনামলে |
সঠিক উত্তর: (ঘ)
৪০. |
যে পদ্ধতি, প্রক্রিয়া এবং নিয়ম-নীতির আওতায় কোনো দেশের অর্থনীতি পরিচালিত হয় তাকে কী বলা হয়? |
Ο ক) |
অর্থনৈতিক প্রতিষ্ঠান |
Ο খ) |
অর্থনৈতিক আওতা |
Ο গ) |
অর্থনৈতিক ব্যবহার |
Ο ঘ) |
অর্থনৈতিক ব্যবস্থা |
সঠিক উত্তর: (ঘ)
৪১. |
পাকিস্তান আমলে কোন ব্যবস্থা বিলুপ্ত হয়? |
Ο ক) |
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা |
Ο খ) |
ধনতান্ত্রিক ব্যবস্থা |
Ο গ) |
জমিদারি প্রথা |
Ο ঘ) |
নবাবি প্রথা |
সঠিক উত্তর: (গ)
৪২. |
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিকের মজুরি প্রদানের মূলনীতি কী? |
Ο ক) |
প্রত্যেক শ্রমিক একটি কাজ পাবে এবং সমান মজুরি পাবে |
Ο খ) |
প্রত্যেক শ্রমিক কাজের চেয়ে মজুরি কম পাবে |
Ο গ) |
প্রত্যেকে সমান মজুরি পাবে |
Ο ঘ) |
প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে |
সঠিক উত্তর: (ঘ)
৪৩. |
সম্পদ অপচয় করলে আমাদের জীবনে কী ঘটবে? |
Ο ক) |
জীবন ধ্বংসের মুখে পড়বে |
Ο খ) |
চাহিদা দিন দিন হ্রাস পাবে |
Ο গ) |
অভাব ও চাহিদা বৃদ্ধি পাবে |
Ο ঘ) |
সম্পদের কোনো অভাব দেখা দিবে না |
সঠিক উত্তর: (গ)
৪৪. |
হাসপাতাল কোন ধরনের সম্পদ? |
Ο ক) |
একক |
Ο খ) |
নিজস্ব |
Ο গ) |
জাতীয় |
Ο ঘ) |
ব্যক্তিগত |
সঠিক উত্তর: (গ)
৪৫. |
দেশীয় মূলধন বা পুঁজি কোথা থেকে সংগৃহীত হয়? |
Ο ক) |
অভ্যন্তরীণ উৎস থেকে |
Ο খ) |
বৈদেশিক সাহায্য থেকে |
Ο গ) |
ভূস্বামীদের থেকে |
Ο ঘ) |
বিভিন্ন এনজিওর কাছ থেকে |
সঠিক উত্তর: (ক)
৪৬. |
সম্পদ হিসেবে নিজস্ব দক্ষতা, প্রতিভা এগুলো - i. সহজে হস্তান্তর করা যায় ii. হস্তান্তরযোগ্য নয় iii. সকলের মাঝেই পাওয়া যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪৭. |
উৎপাদনের জন্য কয়টি উপাদান আবশ্যক? |
Ο ক) |
তিনটি |
Ο খ) |
চারটি |
Ο গ) |
পাঁচটি |
Ο ঘ) |
ছয়টি |
সঠিক উত্তর: (খ)
৪৮. |
অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে - i. অর্থনৈতিক কার্যাবলির সমন্বয়ে ii. অর্থনৈতিক বিষয়ক প্রাতিষ্ঠানিক কাঠামোর সমন্বয়ে iii. উৎপাদনের সমন্বয়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৯. |
কোন অর্থব্যবস্থায় ব্যক্তি তার সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারে? |
Ο ক) |
ধনতান্ত্রিক |
Ο খ) |
সমাজতান্ত্রিক |
Ο গ) |
কল্যাণমূলক |
Ο ঘ) |
ইসলামী |
সঠিক উত্তর: (ক)
৫০. |
ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল উৎস কী? |
Ο ক) |
কুরআন ও কিয়াস |
Ο খ) |
আল কুরআন ও সমাজতন্ত্র |
Ο গ) |
কুরআন ও হাদিস |
Ο ঘ) |
কুরআন ও ধনতন্ত্র |
সঠিক উত্তর: (গ)
৫১. |
রাষ্ট্রীয় মালিকানা শিল্প কারখানা ও ব্যবসায় প্রতিষ্ঠান লোকসানের কারণ - i. যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত না করা ii. যুদ্ধকালীন সময়ে মানব সম্পদের ব্যাপক ক্ষতি iii. সরকারি কর্মচারীদের দুর্নীতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫২. |
হস্তান্তরযোগ্যতা তখনই হবে যখন কোনো বস্তু - i. একজনের নিকট হতে আরেকজন পাবে ii. এই পাওয়ার জন্য মূল্য বা দাম দিতে হবে iii. সম্পদের ব্যবহার সঠিক থাকতে হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৩. |
সমষ্টিগত সম্পদ কাকে বলে? |
Ο ক) |
যে সম্পদ একজনে ব্যবহার করে |
Ο খ) |
যে সম্পদ পরিবারের সকলে ভোগ করে |
Ο গ) |
সমাজের সকলে সম্মিলিতভাবে যেসব সম্পদ ভোগ করে |
Ο ঘ) |
যে সম্পদের মালিক সকলে |
সঠিক উত্তর: (গ)
৫৪. |
অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ কীরূপ? |
Ο ক) |
অপ্রতুল |
Ο খ) |
স্বাধীন |
Ο গ) |
অসীম |
Ο ঘ) |
প্রতুল |
সঠিক উত্তর: (ক)
৫৫. |
দেশের সকল সম্পদকে এক কথায় কী বলে? |
Ο ক) |
ব্যক্তিগত সম্পদ |
Ο খ) |
সরকারি সম্পদ |
Ο গ) |
জাতীয় সম্পদ |
Ο ঘ) |
প্রাকৃতিক সম্পদ |
সঠিক উত্তর: (গ)
৫৬. |
সাগর-মহাসাগর কোন ধরনের সম্পদ? |
Ο ক) |
ব্যক্তিগত |
Ο খ) |
জাতীয় |
Ο গ) |
আন্তর্জাতিক |
Ο ঘ) |
সমষ্টিগত |
সঠিক উত্তর: (গ)
৫৭. |
যেকোনো দ্রব্য ক্রয় ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির ওপর কোনো বিধিনিষেধ নেই - এটি কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য? |
Ο ক) |
ধনতান্ত্রিক |
Ο খ) |
সমাজতান্ত্রিক |
Ο গ) |
পুঁজিবাদী |
Ο ঘ) |
ইসলামী |
সঠিক উত্তর: (ক)
৫৮. |
স্বপন সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় বিশ্বাস করে। এক্ষেত্রে তার চাহিদা হবে - i. রাষ্ট্রীয় চাহিদা অনুযায়ী ii. সামাজিক চাহিদা অনুযায়ী iii. ভোক্তার চাহিদা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৫৯. |
অবাধ প্রতিযোগিতা কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য? |
Ο ক) |
ধনতন্ত্র |
Ο খ) |
সমাজতন্ত্র |
Ο গ) |
পুঁজিতন্ত্র |
Ο ঘ) |
ইসলামী |
সঠিক উত্তর: (ক)
৬০. |
একটি বস্তুর দৃশ্যমানতাকে কী বলে? |
Ο ক) |
বাহ্যিকতা |
Ο খ) |
অস্তিত্ব |
Ο গ) |
ওজন |
Ο ঘ) |
ভোগ |
সঠিক উত্তর: (ক)
৬১. |
জাতীয় সম্পদের প্রকৃতি ও পরিমাণের ওপর নির্ভর করে - i. দেশের উন্নতি ii. দেশের সমৃদ্ধি iii. দেশের গতি ও ধারণা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬২. |
জাতীয় সম্পদ সংরক্ষণ বলতে কী বুঝায়? |
Ο ক) |
ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদ উভয়েরই সংরক্ষণ |
Ο খ) |
ব্যক্তিগত সম্পদ সংরক্ষণ |
Ο গ) |
সকল ধরনের সম্পদ সংরক্ষণ |
Ο ঘ) |
সকল প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ |
সঠিক উত্তর: (ক)
৬৩. |
সম্পদ ব্যবহারের উদ্দেশ্য কী? |
Ο ক) |
সম্পদকে আরো বৃদ্ধি করা |
Ο খ) |
সম্পদকে কার্যকর এবং উপযুক্ত করা |
Ο গ) |
ব্যবহারের মাধ্যমে অভাব পূরণ করা |
Ο ঘ) |
সম্পদ নষ্ট না করা |
সঠিক উত্তর: (গ)
৬৪. |
‘কবির প্রতিভা’ সম্পদ নয়। কারণ এতে নেই - i. উপযোগ ii. বাহ্যিকতা iii. হস্তান্তরযোগ্যতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৬৫. |
মিশ্র অর্থনীতিতে কীভাবে সম্পদ বা আয়ের বন্টন হয়? |
Ο ক) |
পুরোপুরি সুষ্ঠুভাবে |
Ο খ) |
সুস্থ পদ্ধতিতে |
Ο গ) |
আংশিক পদ্ধতিতে |
Ο ঘ) |
কাজের ভিত্তিতে |
সঠিক উত্তর: (গ)
৬৬. |
মানুষের যত রকম নীতি, নিয়ম-কানুন, আইনী কাঠামো ও নির্দেশনা প্রয়োজন কোন ধর্মে তার সবকিছুর সন্নিবেশ ঘটেছে? |
Ο ক) |
ইসলামী |
Ο খ) |
হিন্দু |
Ο গ) |
খ্রিষ্টান |
Ο ঘ) |
জৈন |
সঠিক উত্তর: (ক)
৬৭. |
বৈজ্ঞানিক আবিষ্কার কোন ধরনের সম্পদ? |
Ο ক) |
ব্যক্তিগত |
Ο খ) |
সমষ্টিগত |
Ο গ) |
মাথাপিছু আয় |
Ο ঘ) |
আন্তর্জাতিক |
সঠিক উত্তর: (ঘ)
৬৮. |
উৎপাদনের প্রকৃতি ও পরিমাণ এবং ক্রেতার ভোগকে কোনটি প্রভাবিত করে? |
Ο ক) |
উদ্যোক্তা |
Ο খ) |
রেমিটেন্স |
Ο গ) |
দ্রব্যের দাম |
Ο ঘ) |
ব্যবসায়িক সংগঠন |
সঠিক উত্তর: (ক)
৬৯. |
বাংলাদেশের বর্তমান অর্থনৈকি অবস্থা কোন প্রকৃতির? |
Ο ক) |
ধনতান্ত্রিক |
Ο খ) |
সমাজতান্ত্রিক |
Ο গ) |
মিশ্র |
Ο ঘ) |
পুঁজিবাদী |
সঠিক উত্তর: (গ)
৭০. |
কোন অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণসমূহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন? |
Ο ক) |
ধনতান্ত্রিক |
Ο খ) |
কল্যাণতান্ত্রিক |
Ο গ) |
সমাজতান্ত্রিক |
Ο ঘ) |
ইসলামী অর্থব্যবস্থায় |
সঠিক উত্তর: (গ)
৭১. |
মিশ্র অর্থব্যবস্থায় বৃহদায়তন শিল্প কোন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীনে? |
Ο ক) |
সরকারি |
Ο খ) |
বেসরকারি |
Ο গ) |
ব্যক্তিগত |
Ο ঘ) |
সরকারি ও বেসরকারি |
সঠিক উত্তর: (ক)
৭২. |
প্রাকৃতিক সম্পদ দ্বারা কীভাবে নতুন সম্পদ সৃষ্টি হয়? |
Ο ক) |
স্বয়ংক্রিয়ভাবে |
Ο খ) |
প্রাকৃতিক নিয়মে |
Ο গ) |
স্থানান্তর করে |
Ο ঘ) |
স্থানান্তর ও রূপান্তর করে |
সঠিক উত্তর: (ঘ)
৭৩. |
বাহ্যিকতা বলতে কোনো বস্তুর কোনটিকে বোঝায়? |
Ο ক) |
পরিবর্তনযোগ্যতা |
Ο খ) |
উপযোগিতা |
Ο গ) |
হস্তান্তরযোগ্যতা |
Ο ঘ) |
অদৃশ্যমানতা |
সঠিক উত্তর: (খ)
৭৪. |
নওয়াব আব্দুল লতিফ ছিলেন একজন প্রভাবশালী জমিদার। তখন যে অর্থ ব্যবস্থা এ দেশে ছিল তাতে যে সময়ের বৈশিষ্ট্য লক্ষ করা যায় - i. বাংলার প্রাচীন সময়ের ii. বাংলার মুসলিম শাসনামলের iii. বাংলার ইংরেজ শাসনামলের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৫. |
ইসলামী অর্থব্যবস্থায় উৎপাদিত পণ্য কী হতে হবে? |
Ο ক) |
খাঁটি |
Ο খ) |
উপকারি |
Ο গ) |
হালাল |
Ο ঘ) |
পরিচ্ছন্ন |
সঠিক উত্তর: (গ)
৭৬. |
এক শিল্পোদ্যোক্তার একটি পোশাক তৈরির কারখানা আছে। চলতি বছরে সে আরও ৩০টি
সেলাই মেশিন তার কারখানায় যুক্ত করল। এই নতুন ৩০টি মেশিন হলো - i. বিনিয়োগ ii. বন্টন iii. সঞ্চয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (ক)
৭৭. |
স্বাধীনতার পর বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়? |
Ο ক) |
সমাজতান্ত্রিক |
Ο খ) |
ধনতান্ত্রিক |
Ο গ) |
সামন্ত্রতান্ত্রিক |
Ο ঘ) |
ইসলামী |
সঠিক উত্তর: (ক)
৭৮. |
নাগরিকের সকল সম্পদকে একত্রে কী সম্পদ বলে? |
Ο ক) |
জাতীয় সম্পদ |
Ο খ) |
ব্যক্তিগত সম্পদ |
Ο গ) |
সামষ্টিক সম্পদ |
Ο ঘ) |
নিজস্ব সম্পদ |
সঠিক উত্তর: (ক)
৭৯. |
কোন সম্পদ অতিরিক্ত ব্যয় না করার ক্ষেত্রে ব্যক্তি সতর্ক থাকে? |
Ο ক) |
ব্যক্তিগত |
Ο খ) |
সমষ্টিগত |
Ο গ) |
জাতীয় |
Ο ঘ) |
মালিকানাধীন |
সঠিক উত্তর: (ক)
৮০. |
উৎপাদন কী? |
Ο ক) |
একটা জিনিস থেকে হুবহু আরেকটা জিনিস তৈরি |
Ο খ) |
কোনো জিনিসের রূপের পরিবর্তন ঘটানো |
Ο গ) |
ভোগের জন্য দ্রব্যের সংখ্যা বৃদ্ধি করা |
Ο ঘ) |
দ্রব্য বা সম্পদের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর |
সঠিক উত্তর: (ঘ)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: শামিম প্রতিদিন সকালে জাল দিয়ে নদীতে মাছ ধরে। এ কাজে তার মহাজন তাকে নিয়োগ দেয়। |
৮১. |
শামিমের কাজে ভূমি হলো - i. মাছ ii. নদী iii. জাল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮২. |
উৎপাদনের ক্ষেত্রে শামিমের জালটিকে কী বলে? |
Ο ক) |
ভূমি |
Ο খ) |
শ্রম |
Ο গ) |
মূলধন |
Ο ঘ) |
মজুরি |
সঠিক উত্তর: (ক)
৮৩. |
শামিম এ কাজের বিনিময়ে পায় - |
Ο ক) |
মূলধন |
Ο খ) |
মুনাফা |
Ο গ) |
মজুরি |
Ο ঘ) |
খাজনা |
সঠিক উত্তর: (গ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন