NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ৬: জীবে পরিবহণ(401-500)


৪০১.
মানুষের শরীরে প্রতি ঘনমিলিমিটারের শ্বেত রক্তকণিকার সংখ্যা কত?
Ο ক) 
১-৫ হাজার
Ο খ) 
৫-১০ হাজার
Ο গ) 
১০-১৫ হাজার
Ο ঘ) 
১৫-২০ হাজার

  সঠিক উত্তর: (খ)

৪০২.
হৃৎপিন্ডের বহিঃস্তর মূলত কোন ধরনের কলা দিয়ে গঠিত?
Ο ক) 
আবরণী কলা
Ο খ) 
পেশি কলা
Ο গ) 
যোজক কলা
Ο ঘ) 
স্নায়ু কলা

  সঠিক উত্তর: (গ)

৪০৩.
নিচের কোনটি ধমনির বৈশিষ্ট্য?
Ο ক) 
কপাটিকা অনুপস্থিত
Ο খ) 
CO2 যুক্ত রক্ত বহন
Ο গ) 
লুমেন বড়
Ο ঘ) 
রক্তচাপ কম

  সঠিক উত্তর: (ক)

৪০৪.
উদ্ভিদ শক্তি শোষণ করে কোনটি থেকে?
Ο ক) 
সূর্য
Ο খ) 
মাটি
Ο গ) 
পানি
Ο ঘ) 
বায়ু

  সঠিক উত্তর: (ক)

৪০৫.
রক্তরসে কয় ধরনের এন্টিবডি থাকে?
Ο ক) 
চার ধরনের
Ο খ) 
পাঁচ ধরনের
Ο গ) 
দুই ধরনের
Ο ঘ) 
তিন ধরনের

  সঠিক উত্তর: (গ)

৪০৬.
পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে কোনটি?
Ο ক) 
জাইলেম
Ο খ) 
ভাজক টিস্যু
Ο গ) 
পত্ররন্ধ্র
Ο ঘ) 
ফ্লোয়েম

  সঠিক উত্তর: (ক)

৪০৭.
ধমনিতে রক্ত চলাচলের জায়গা কমে গেলে-
i. করোনারী হৃদরোগের সম্ভাবনা দেখা দেয়
ii. স্ট্রোক হবার সম্ভাবনা বেড়ে যায়
iii. হৃৎপিন্ডের ক্রিয়াকলাপে ব্যাঘাত ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪০৮.
মানুষের লাল� অস্থিমজ্জা থেকে উৎপন্ন রক্তকণিকায় পাওয়া যায়-
i. এন্টিজেন A
ii. এন্টিজেন B
iii. এন্টিজেন a
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪০৯.
কোন ব্লাড গ্রুপধারীকে সর্বজনীন গ্রহীতা বলা হয়?
Ο ক) 
A
Ο খ) 
B
Ο গ) 
AB
Ο ঘ) 
O

  সঠিক উত্তর: (গ)

৪১০.
রক্তের শতকরা কতভাগ রক্তরস?
Ο ক) 
প্রায় ২৫
Ο খ) 
প্রায় ৪৫
Ο গ) 
প্রায় ৫৫
Ο ঘ) 
প্রায় ৭৫

  সঠিক উত্তর: (গ)

৪১১.
রক্তকোষের ক্যানসারকে কী বলে?
Ο ক) 
অ্যানজিনা
Ο খ) 
থ্যালসমিয়া
Ο গ) 
লিউকেমিয়া
Ο ঘ) 
এরিথ্রোব্লাস্টোসিস

  সঠিক উত্তর: (গ)

৪১২.
উদ্ভিদ কোষরস পাতায় পৌঁছে-
i. প্রস্বেদন টানের ফলে
ii. কৈশিক শক্তির ফলে
iii. মূলজ চাপের ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪১৩.
অভিস্রবণ প্রক্রিয়ার শর্ত হলো-
i. দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ থাকবে
ii. দ্রবণ দুটিকে পৃথককারী অভেদ্য ঝিল্লি থাকবে
iii. দ্রবণ দুটি একই দ্রাবক বিশিষ্ট হতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪১৪.
বায়ুর CO2 এর সাথে পানি মিশিয়ে উপস্থিতিতে খাদ্য তৈরি করে নিচের কোনটি?
Ο ক) 
মাইটোকন্ড্রিয়া
Ο খ) 
ক্লোরোপ্লাস্ট
Ο গ) 
গলগি বডি
Ο ঘ) 
নিউক্লিয়াস

  সঠিক উত্তর: (খ)

৪১৫.
প্রস্বেদনের হার বৃদ্ধির জন্য দায়ী কোনটি?
Ο ক) 
আর্দ্রতা বৃদ্ধি
Ο খ) 
তাপমাত্রা বৃদ্ধি
Ο গ) 
তাপমাত্রা হ্রাস
Ο ঘ) 
বায়ুবেগ হ্রাস

  সঠিক উত্তর: (খ)

৪১৬.
পানির অণু একটার সঙ্গে আরেকটা লেগে থাকলে তাকে কী বলে?
Ο ক) 
আসক্তি
Ο খ) 
সংশক্তি
Ο গ) 
সংলগ্নতা
Ο ঘ) 
কৈশিকতা

  সঠিক উত্তর: (খ)

৪১৭.
কোন যন্ত্রের সাহায্য রক্তের চাপ মাপা হয়?
Ο ক) 
স্টেথোস্কোপ
Ο খ) 
থার্মোমিটার
Ο গ) 
স্ফিগমোম্যানোমিটার
Ο ঘ) 
ব্যারোমিটার

  সঠিক উত্তর: (গ)

৪১৮.
রওশন সাহেবের-
i. অ্যানজিনা হতে পারে
ii. স্ট্রোক হতে পারে
iii. করোনারি থ্রমবোসিস হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪১৯.
উদ্ভিদ খনিজ লবণ কী হিসেবে শোষণ করে?
Ο ক) 
আয়ন
Ο খ) 
যৌগ
Ο গ) 
মৌল
Ο ঘ) 
লবণ

  সঠিক উত্তর: (ক)

৪২০.
ভিটামিন এ,ডি,ই ও কে বিপাকে কোনটি প্রয়োজন হয়?
Ο ক) 
ফসফোলিপিড
Ο খ) 
গ্লাইকোলিপিড
Ο গ) 
ট্রাইগ্লিসারাইড
Ο ঘ) 
কোলেস্টোরোল

  সঠিক উত্তর: (ঘ)

৪২১.
উদ্ভিদের অভিস্রবণ কোন ধরনের প্রক্রিয়া?
Ο ক) 
ভৌত
Ο খ) 
জৈবিক
Ο গ) 
উপচিতি
Ο ঘ) 
অপচিতি

  সঠিক উত্তর: (খ)

৪২২.
একবার হৃদস্পন্দনে-
i. একটি সিস্টোল হয়
ii. একটি ডায়াস্টোল হয়
iii. দুই বার সিস্টোল হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪২৩.
উদ্ভিদের জন্য সহজলভ্য পানি কোনটি?
Ο ক) 
অভিকর্ষীয় পানি
Ο খ) 
বাষ্পকণাজাত পানি
Ο গ) 
কলাশোষিত পানি
Ο ঘ) 
কৈশিক পানি

  সঠিক উত্তর: (ঘ)

৪২৪.
কোন রোগ হলে হৃৎপিন্ডের কপাটিকা নষ্ট হয়ে যায়?
Ο ক) 
উচ্চ রক্তচাপ
Ο খ) 
করোনারি থ্রম্বসিস
Ο গ) 
বাতজ্বর
Ο ঘ) 
মস্তিষ্কে রক্তক্ষরণ

  সঠিক উত্তর: (গ)

৪২৫.
ব্যাপনের উদাহরণ-
i. চটচটে
ii. ঈষৎ লবণাক্ত
iii. ক্ষারধর্মী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২৬.
মূলরোম দিয়ে শোষিত পানি কোন প্রক্রিয়ায় জাইলেম ভেসেলেন পৌঁছায়?
Ο ক) 
প্রস্বেদন
Ο খ) 
ব্যাপন
Ο গ) 
অভিস্রবণ
Ο ঘ) 
ইমবিবিশন

  সঠিক উত্তর: (গ)

৪২৭.
পত্ররান্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে কে?
Ο ক) 
কিউটিকল
Ο খ) 
সূর্যলোক
Ο গ) 
প্যালিসেড কোষ
Ο ঘ) 
রক্ষীকোষ

  সঠিক উত্তর: (ঘ)

৪২৮.
রক্তরস মানবকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কীরূপে সংগ্রহ করে?
Ο ক) 
ক্যালসিয়াম বাইকার্বনেট রূপে
Ο খ) 
পটাসিয়াম বাইকার্বনেট রূপে
Ο গ) 
সোডিয়াম বাইকার্বনেট রূপে
Ο ঘ) 
ম্যাগনেসিয়াম বাইকার্বনেট রূপে

  সঠিক উত্তর: (গ)

৪২৯.
অভিস্রবণ প্রক্রিয়ার পরীক্ষায় ব্যবহার করা যায়-
i. একখন্ড আলু, ব্লেড
ii. পেট্রিডিস, পানি ও চিনি
iii. এক শিশি আতর ও পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৩০.
বিশেজ্ঞদের মতে কোনটি হৃদরোগের ঝুঁকি কমায়?
Ο ক) 
LDL
Ο খ) 
HDL
Ο গ) 
LDB
Ο ঘ) 
GDL

  সঠিক উত্তর: (খ)

৪৩১.
বাতজ্বর কোন অণুজীবের সংক্রামণে সৃষ্টি হয়?
Ο ক) 
Bacillus
Ο খ) 
Streptococcus
Ο গ) 
Pseudomonas
Ο ঘ) 
Staphylococcus

  সঠিক উত্তর: (খ)

৪৩২.
হৃদপিন্ডের বাম দিকের প্রকোষ্ঠ দুটির-
i. মাঝখানে বাইকাসপিড ভালভ থাকে
ii. কাজ O2 যুক্ত রক্ত সঞ্চালন করা
iii. ট্রাইকাসপিড কপাটিকা থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৩৩.
নিচের কোনটি পোড়ালে কাগজ পোড়ানোর মতো গন্ধ পাওয়া যায়?
Ο ক) 
তুলা
Ο খ) 
রেশমী সুতা
Ο গ) 
পলিথিন
Ο ঘ) 
বলপেন

  সঠিক উত্তর: (ক)

৪৩৪.
রক্তে কোলেস্টেরোলের পরিমাণ বেশি হলে-
i. অক্সিজেনের অভাবে হৃদযন্ত্রের পেশী নষ্ট হয়
ii. ধমনিতে রক্তপ্রবাহ বাধা পায়
iii. ধমনি প্রসারিত হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৩৫.
প্রাণীদের তরল যোজক কলা-
i. অক্সিহিমোগ্লোবিন অক্সিজেন বহন করে
ii. বিভিন্ন অঙ্গে হরমোন সঞ্চালন করে
iii. এন্টিজেন ও এন্টিবডি তৈরি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৩৬.
কোনটি হাইড্রোফিলিক পদার্থ?
Ο ক) 
অক্সিজেন
Ο খ) 
লৌহ
Ο গ) 
জিলোটিন
Ο ঘ) 
বোরন

  সঠিক উত্তর: (গ)

৪৩৭.
পিত্তথলির পাথর মূলত কোনটির জমাট রূপ?
Ο ক) 
খাদ্য কণা
Ο খ) 
খাদ্যের অজৈব অংশ
Ο গ) 
কেলেস্টেরোল
Ο ঘ) 
অপাচ্য খাদ্য

  সঠিক উত্তর: (গ)

৪৩৮.
স্ট্রেপটোকক্কাস অণুজীবের সংক্রমণে হয়-
i. শ্বসনালির প্রদাহ
ii. পাকস্থলির প্রদাহ
iii. ফুসকুড়িযুক্ত সংক্রামক জ্বর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৩৯.
উদ্ভিদের পানি শোষণে কয়টি প্রক্রিয়া সম্মিলিতভাবে কাজ করে?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (খ)

৪৪০.
যকৃতে লিপিডের পরিমাণ বেড়ে যায়-
i. অ্যালকোহল, ফসফরাস প্রভৃতির� বিষক্রিয়ায়
ii. ম্যালেরিয়া রোগের মাধ্যমে
iii. বহুমূত্র রোগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৪১.
লবণ শোষণের বাহক তত্ত্ব কতসালে প্রবর্তিত হয়?
Ο ক) 
১৮৮২
Ο খ) 
১৯৪৭
Ο গ) 
১৯৩৭
Ο ঘ) 
১৯১৩

  সঠিক উত্তর: (গ)

৪৪২.
খনিজ পুষ্টি শোষণের পদ্ধতি� কোন পদ্ধতি থেকে আলাদা?
Ο ক) 
লবণ শোষণ
Ο খ) 
লৌহ শোষণ
Ο গ) 
পানি শোষণ
Ο ঘ) 
বোরব শোষণ

  সঠিক উত্তর: (গ)

৪৪৩.
কোলেস্টেরাইল কোন যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়?
Ο ক) 
লিপোপ্রোটিন
Ο খ) 
থায়ামিন
Ο গ) 
লিপিড
Ο ঘ) 
হিস্টিন

  সঠিক উত্তর: (ক)

৪৪৪.
কোলেস্টরোল কী?
Ο ক) 
এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল
Ο খ) 
এক ধরনের জৈব এসিড
Ο গ) 
স্বাদ বর্ণহিন অ্যামাইনো এসিড
Ο ঘ) 
এক ধরনের পলিমার

  সঠিক উত্তর: (ক)

৪৪৫.
মানুষের রক্তচাপ সাধারণত কিসের উপর নির্ভরশীল?
Ο ক) 
খাদ্যগ্রহণের
Ο খ) 
বয়সের
Ο গ) 
ওজনের
Ο ঘ) 
বংশগত কারণ

  সঠিক উত্তর: (খ)

৪৪৬.
রক্ত সংবহতন্ত্র গঠিত-
i. শিরা ও কৈশিকনালি
ii. ধমনি
iii. হৃৎপিন্ডে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৪৭.
ব্যাপন মাধ্যমের ঘনত্ব কম হলে ব্যাপন হার কী হবে?
Ο ক) 
বেশি হবে
Ο খ) 
কম হবে
Ο গ) 
সমান হবে
Ο ঘ) 
বন্ধ হবে

  সঠিক উত্তর: (ক)

৪৪৮.
হার্ট এটাকে বুকে ব্যাথা শুরু হলে তা ছড়িয়ে যায়-
i. ঘাড়ে
ii. গলায়
iii. পেটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৪৯.
উদ্ভিদ তার প্রয়োজনীয় খনিজ উপাদান শোষণ করে-
i. প্রত্যক্ষ শোষণের মাধ্যমে
ii. সক্রিয় শোষণের মাধ্যমে
iii. নিস্ক্রিয় শোষণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৫০.
বাতজ্বর কোন অণুজীবের সংক্রমণে সৃষ্ট রোগ?
Ο ক) 
স্টেফাইলোকক্কাস
Ο খ) 
বেসিডিওকক্কাস
Ο গ) 
স্টেপটোকক্কাস
Ο ঘ) 
সেফালোকক্কাস

  সঠিক উত্তর: (গ)

৪৫১.
শ্বেত রক্তকণিকা জন্ম নেয়-
i. হৃৎপিন্ডে থেকে
ii. লসিকাগ্রন্থি থেকে
iii. লাল অস্থিমজ্জা থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪৫২.
রক্ত সংবহনতন্ত্রকে কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

৪৫৩.
উদ্ভিদের অভ্যন্তরস্থ পানি বাষ্প হয়ে কয়টি পথে বায়ুমন্ডলে বের হয়?
Ο ক) 
একটি
Ο খ) 
দুটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর:

৪৫৪.
রক্ত প্রবাহের সময় ধমনি গাত্রে যে চাপ সৃষ্টি হয় তাকে বলে-
Ο ক) 
হৃদস্পন্দন
Ο খ) 
নাড়ীস্পন্দন
Ο গ) 
রক্তপ্রবাহ
Ο ঘ) 
রক্তচাপ

  সঠিক উত্তর: (ঘ)

৪৫৫.
রক্ষীকোষের কাজ কী?
Ο ক) 
পত্ররন্ধ্র খোলা ও বন্ধ করা
Ο খ) 
পত্ররন্ধ্র বন্ধ করা
Ο গ) 
সালোকসংশ্লেষণ ঘটানো
Ο ঘ) 
CO2

  সঠিক উত্তর: (ক)

৪৫৬.
রক্তের এন্টিজেন কোথায় থাকে?
Ο ক) 
রক্তরসে
Ο খ) 
শ্বেত রক্তকণিকায়
Ο গ) 
অণুচক্রিকায়
Ο ঘ) 
লোহিত রক্তকণিকায়

  সঠিক উত্তর: (ঘ)

৪৫৭.
লিউকোমিয়া রোগের জন্য দায়ী-
Ο ক) 
শ্বেত রক্তকণিকা
Ο খ) 
লোহিত রক্তকণিকা
Ο গ) 
রক্তরস
Ο ঘ) 
অণুচক্রিকা

  সঠিক উত্তর: (ক)

৪৫৮.
হৃদযন্ত্রের কোন অংশে রক্ত জমাট বাঁধার কারণে প্রবাহ বন্ধ হলে-
i. মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়
ii. করোনারী থ্রম্বোসিস হয়
iii. লিউকেমিয়া হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৫৯.
শতকরা ৯০-৯৫ ভাগ প্রস্বেদন হয়-
Ο ক) 
মূলের মাধ্যমে
Ο খ) 
সেলের মাধ্যমে
Ο গ) 
কলের মাধ্যমে
Ο ঘ) 
স্প্রের মাধ্যমে

  সঠিক উত্তর: (ঘ)

৪৬০.
কোনটি কেন্দ্রিকবিহীন সজীব কোষ?
Ο ক) 
সীভনল
Ο খ) 
সঙ্গীকোষ
Ο গ) 
বাস্টফাইবার
Ο ঘ) 
ফ্লোয়েম প্যারেনকাইমা

  সঠিক উত্তর: (ক)

৪৬১.
উদ্ভিদে খনিজ লবণ কতটি উপায়ে শোষিত হয়?
Ο ক) 
চারটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
দুইটি
Ο ঘ) 
একটি

  সঠিক উত্তর: (গ)

৪৬২.
কৌশিক পানি মাটি থেকে অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় কোথায় প্রবেশ করে?
Ο ক) 
পাতায়
Ο খ) 
কান্ডে
Ο গ) 
পত্রশিরায়
Ο ঘ) 
মূলরোমে

  সঠিক উত্তর: (ঘ)

৪৬৩.
যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রবের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে কী বলে?
Ο ক) 
অভিস্রবণ
Ο খ) 
প্রস্বেদন
Ο গ) 
ইমবাইমবিশন
Ο ঘ) 
ব্যাপন

  সঠিক উত্তর: (ঘ)

৪৬৪.
খনিজ লবণ পরিশোষণের মূল আয়ন হিসেবে শোষণ করে-
i. Na+ �ক্যাটায়ন
ii. Ca2+� ক্যাটায়ন
iii. Po4-� অ্যানায়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৬৫.
তরল পদার্থের সংস্পর্শে এলে তা শুষে নেয়-
i. স্টার্চ
ii. জিলেটিন
iii. সেলুলোজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৬৬.
সুস্থ স্বাভাবিক মানুষের সিস্টোলিক চাপ কত পারদ স্তম্ভের সমান?
Ο ক) 
৬০-৮০ মিলিমিটার
Ο খ) 
৯০-১০০ মিলিমিটার
Ο গ) 
১০০-১৫০ মিলিমিটার
Ο ঘ) 
১৫০-১৭০ মিলিমিটার

  সঠিক উত্তর: (গ)

৪৬৭.
মূলরোম থেকে পানি কোথায় প্রবেশ করে?
Ο ক) 
এন্ডোডার্মিসে
Ο খ) 
মূলত্বকে
Ο গ) 
মূলের কর্টেক্সে
Ο ঘ) 
ভেসেলে (জাইলেম)

  সঠিক উত্তর: (গ)

৪৬৮.
ফ্লোয়েমস দ্বারা কোনটি পরিবাহিত হয়?
Ο ক) 
ভিটামিন
Ο খ) 
শর্করা
Ο গ) 
স্নেহ
Ο ঘ) 
প্রোটিন

  সঠিক উত্তর: (খ)

৪৬৯.
শিলার প্রাচীর কয়স্তর বিশিষ্ট?
Ο ক) 
তিন স্তর
Ο খ) 
চার স্তর
Ο গ) 
পাঁচ স্তর
Ο ঘ) 
ছয় স্তর

  সঠিক উত্তর: (ক)

৪৭০.
আদর্শ রক্তচাপ কত?
Ο ক) 
১২০/৬০
Ο খ) 
১২০/৭০
Ο গ) 
১৪০/৮০
Ο ঘ) 
১২০/৮০

  সঠিক উত্তর: (ঘ)

৪৭১.
হার্ট সাউন্ড কত ধরনের?
Ο ক) 
এক ধরনের
Ο খ) 
দুই ধরনের
Ο গ) 
তিন ধরনের
Ο ঘ) 
চার ধরনের

  সঠিক উত্তর: (ঘ)

৪৭২.
উদ্ভিদে শোষণ কতটি উপায়ে হয়ে থাকে?
Ο ক) 
এক
Ο খ) 
দুই
Ο গ) 
তিন
Ο ঘ) 
চার

  সঠিক উত্তর: (খ)

৪৭৩.
উদ্ভিদের প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পকারে বের করে দেয়ার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) 
বাষ্পমোচন
Ο খ) 
সালোকসংশ্লেষণ
Ο গ) 
শ্বসন
Ο ঘ) 
অভিস্রবণ

  সঠিক উত্তর: (ক)

৪৭৪.
মানুষের লোহিত রক্তকণিকা আকৃতি-
Ο ক) 
দন্ডাকার
Ο খ) 
ত্রিভুজকার
Ο গ) 
বৃত্তাকার
Ο ঘ) 
ডিম্বাকার

  সঠিক উত্তর: (গ)

৪৭৫.
সাধারণত আমাদের রক্তে শতকরা কী পরিমাণ LDL থাকে?
Ο ক) 
৫০%
Ο খ) 
৬০%
Ο গ) 
৭০%
Ο ঘ) 
৮০%

  সঠিক উত্তর: (গ)

৪৭৬.
উদ্ভিদের মুত্যু অবধারিত হয়ে পড়ে-
i. ফ্লোয়েম ফাইবার পরিবহন কলায়
ii. মূলের পরিবহন কলা থেকে পাতায়
iii. পাতা থেকে ফ্লোয়েমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৭৭.
নিচের কোনটি অণুচক্রিকার বর্ণ?
Ο ক) 
লাল
Ο খ) 
কালো
Ο গ) 
খয়েরী
Ο ঘ) 
বর্ণহীন

  সঠিক উত্তর: (ঘ)

৪৭৮.
বাহক আয়ন যৌগটি কীভাবে কোষে প্রবেশ করে?
Ο ক) 
কোষ ঝিল্লির মাধ্যমে
Ο খ) 
সাইটোপ্লাজমের মাধ্যমে
Ο গ) 
রাইবোসোমের মাধ্যমে
Ο ঘ) 
মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

৪৭৯.
কোলেস্টেরল তৈরি করে-
i. পিত্ত
ii. ভিটামিন
iii. শর্করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪৮০.
কত প্রকার লিপোপ্রোটিন দেখা যায়?
Ο ক) 
এক
Ο খ) 
দুই
Ο গ) 
তিন
Ο ঘ) 
চার

  সঠিক উত্তর: (গ)

৪৮১.
হৃৎপিন্ডের রক্ত চলাচল কমে যাবার ফলে বুকে ব্যথা হওয়াকে কী বলে?
Ο ক) 
অ্যানজিনা
Ο খ) 
স্ট্রোক
Ο গ) 
ইস্ট্রোজেন
Ο ঘ) 
এনড্রোজেন

  সঠিক উত্তর: (ক)

৪৮২.
উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষায় ব্যবহৃত হয়-
i. পেপেরোমিয়া উদ্ভিদ ও পানি
ii. স্যাফ্রানিন
iii. এলোভেরা উদ্ভিদ ও পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৮৩.
কোষরসের আরোহন কীসের মাধ্যমে হয়?
Ο ক) 
ভেসেল
Ο খ) 
ট্রাকিড
Ο গ) 
সিভনল
Ο ঘ) 
ফ্লোয়েম ফাইবার

  সঠিক উত্তর: (ক)

৪৮৪.
হৃৎপিন্ডে দুটি বিটের মাঝে রক্তনালিতে যে দুধরনের চাপ সৃষ্টি হয় তার পার্থক্যকে কী বলে?
Ο ক) 
রক্তচাপ
Ο খ) 
ধমনী ঘাত চাপ
Ο গ) 
স্পন্দন চাপ
Ο ঘ) 
সংকোচন চাপ

  সঠিক উত্তর: (খ)

৪৮৫.
উদ্ভিদের মূল দ্বারা পানি শোষণে প্রযোজ্য প্রক্রিয়া কোনটি?
Ο ক) 
ব্যাপন ও প্রস্বেদন
Ο খ) 
অভিস্রবণ ও প্রস্বেদন
Ο গ) 
ইমবাইবিশন ও প্রস্বেদন
Ο ঘ) 
গ্যাটেশন ও প্রস্বেদন

  সঠিক উত্তর: (খ)

৪৮৬.
যে প্রক্রিয়ায় খনিজ লবণ পরিবহনের জন্য কোষে উৎপন্ন বিপাকীয় শক্তির প্রয়োজন হয় তাকে কী বলে?
Ο ক) 
সক্রিয়া শোষণ
Ο খ) 
নিস্ক্রিয় শোষণ
Ο গ) 
ইমবাইবিশন
Ο ঘ) 
ব্যাপন

  সঠিক উত্তর: (ক)

৪৮৭.
কোন উদ্ভিদ অতিরিক্ত খাদ্য সঞ্চিত রাখে?
Ο ক) 
ফনিমনসা
Ο খ) 
পাথর কুচি
Ο গ) 
কচুরীপানা
Ο ঘ) 
ঘৃতকুমারী

  সঠিক উত্তর: (ঘ)

৪৮৮.
রক্তকণিকা উৎপত্তি কোথায়?
Ο ক) 
মস্তিষ্কে
Ο খ) 
হৃৎপিন্ডে
Ο গ) 
অস্থিমজ্জাতে
Ο ঘ) 
যকৃতে

  সঠিক উত্তর: (গ)

৪৮৯.
পরিবহন অর্থ কী?
Ο ক) 
কোনো পদার্থের একস্থান থেকে অন্য স্থানে স্থানান্তর
Ο খ) 
পদার্থের কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানে স্থানান্তর
Ο গ) 
পদার্থের বেশি ঘনত্বের স্থান কম ঘনত্বের স্থানে স্থানান্তর
Ο ঘ) 
পদার্থের স্থিরাবস্থা

  সঠিক উত্তর: (ক)

৪৯০.
প্রস্বেদন কত প্রকার?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর:

৪৯১.
কোষস্থ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে কী বলে?
Ο ক) 
কোষরসের আহরণে
Ο খ) 
কোষ রস
Ο গ) 
রক্তরস
Ο ঘ) 
কোষ ঝিল্লি

  সঠিক উত্তর: (খ)

৪৯২.
কোনটি আকার বদলাতে পারে?
Ο ক) 
লোহিত রক্তকণিকা
Ο খ) 
অনুচক্রিকা
Ο গ) 
শ্বেত রক্তকণিকা
Ο ঘ) 
স্নায়ুকোষ

  সঠিক উত্তর: (গ)

৪৯৩.
সাধারণত বাতজ্বরের আক্রমণ শুরু হয়-
Ο ক) 
বৃদ্ধ বয়সে
Ο খ) 
শিশুকালে
Ο গ) 
যেকোনো বয়সে
Ο ঘ) 
যৌবনকালে

  সঠিক উত্তর: (খ)

৪৯৪.
এক টুকরা ব্লটিং পেপার বা নিউজপ্রিন্টের পানি শোষণ করে?
Ο ক) 
ইমবাইবিশন
Ο খ) 
ব্যাপন
Ο গ) 
অভিস্রবণ
Ο ঘ) 
শ্বসন

  সঠিক উত্তর: (ক)

৪৯৫.
রক্তের সিস্টোলিক চাপ ১২০ ছাড়িয়ে গেলে-
i. মাথা ব্যথা হয়
ii. ঘুম ঘুম ভাব হয়
iii. অস্থিরতা দেখা দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৯৬.
পাতায় রোমের উপস্থিতি-
Ο ক) 
প্রস্বেদনের হার বাড়িয়ে দেয়
Ο খ) 
প্রস্বেদনের হার কমিয়ে দেয়
Ο গ) 
প্রস্বেদনকে প্রভাবিত করে না
Ο ঘ) 
প্রস্বেদনকে বন্ধ করে দেয়

  সঠিক উত্তর: (খ)

৪৯৭.
উদ্ভিদ কোষ থেকে পানি বাষ্পকারের বের হয়ে যাবার প্রণালিকে কী বলে?
Ο ক) 
শ্বসন
Ο খ) 
প্রস্বেদন
Ο গ) 
ব্যাপন
Ο ঘ) 
বাষ্পীভবন

  সঠিক উত্তর: (খ)

৪৯৮.
সারাদেহে রক্ত পরিবহনের জন্য কত সময় লাগে?
Ο ক) 
এক মিনিটের কম
Ο খ) 
দুই মিনিটের বেশি
Ο গ) 
তিন মিনিটের বেশি
Ο ঘ) 
চার মিনিটের কম

  সঠিক উত্তর: (ক)

অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুটির উত্তর দাও:
রনি ও তার বাড়ির আঙ্গিনায় কলার চারা রোপণ করার সময় কলার পাতা কেটে দিলেন। এটি দেখে তার ভাই এটার কারণ জানতে চাইলে, তিনি তার ভাইকে বুঝিয়ে দিলেন।
৪৯৯.
কিসের জন্য কলার পাতা কাটলেন?
Ο ক) 
প্রস্বেদন রোধ করার জন্য
Ο খ) 
শ্বসন বন্ধ করার জন্য
Ο গ) 
অভিস্রবণ ত্বরানিত করার জন্য
Ο ঘ) 
সালোকসংশ্লেষণের উপযোগী করে তোলার জন্য

  সঠিক উত্তর: (ক)

৫০০.
প্রস্বেদনের জন্য প্রযোজ্য উক্তি-
i. উদ্ভিদ পানি বাষ্পাকারে বের করে দেয়
ii. বাতাসের আর্দ্রতা বাড়লে প্রস্বেদনের হারও বাড়ে
iii. পটোমিটারের সাহায্যে প্রস্বেদনের হার নির্ণয় করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২টি মন্তব্য:

HSC-2024 ফলাফল দেখুন সহজে

  HSC-2024 ফলাফল দেখুন সহজে সবার আগে                 যশোর বোর্ড   একক ফলাফল যশোর বোর্ড College ফলাফল সকল বোর্ড সার ্ভার -1   সকল বোর্...