৪০১. |
মানুষের শরীরে প্রতি ঘনমিলিমিটারের শ্বেত রক্তকণিকার সংখ্যা কত? |
Ο ক) |
১-৫ হাজার |
Ο খ) |
৫-১০ হাজার |
Ο গ) |
১০-১৫ হাজার |
Ο ঘ) |
১৫-২০ হাজার |
সঠিক উত্তর: (খ)
৪০২. |
হৃৎপিন্ডের বহিঃস্তর মূলত কোন ধরনের কলা দিয়ে গঠিত? |
Ο ক) |
আবরণী কলা |
Ο খ) |
পেশি কলা |
Ο গ) |
যোজক কলা |
Ο ঘ) |
স্নায়ু কলা |
সঠিক উত্তর: (গ)
৪০৩. |
নিচের কোনটি ধমনির বৈশিষ্ট্য? |
Ο ক) |
কপাটিকা অনুপস্থিত |
Ο খ) |
CO2 যুক্ত রক্ত বহন |
Ο গ) |
লুমেন বড় |
Ο ঘ) |
রক্তচাপ কম |
সঠিক উত্তর: (ক)
৪০৪. |
উদ্ভিদ শক্তি শোষণ করে কোনটি থেকে? |
Ο ক) |
সূর্য |
Ο খ) |
মাটি |
Ο গ) |
পানি |
Ο ঘ) |
বায়ু |
সঠিক উত্তর: (ক)
৪০৫. |
রক্তরসে কয় ধরনের এন্টিবডি থাকে? |
Ο ক) |
চার ধরনের |
Ο খ) |
পাঁচ ধরনের |
Ο গ) |
দুই ধরনের |
Ο ঘ) |
তিন ধরনের |
সঠিক উত্তর: (গ)
৪০৬. |
পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে কোনটি? |
Ο ক) |
জাইলেম |
Ο খ) |
ভাজক টিস্যু |
Ο গ) |
পত্ররন্ধ্র |
Ο ঘ) |
ফ্লোয়েম |
সঠিক উত্তর: (ক)
৪০৭. |
ধমনিতে রক্ত চলাচলের জায়গা কমে গেলে- i. করোনারী হৃদরোগের সম্ভাবনা দেখা দেয় ii. স্ট্রোক হবার সম্ভাবনা বেড়ে যায় iii. হৃৎপিন্ডের ক্রিয়াকলাপে ব্যাঘাত ঘটে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪০৮. |
মানুষের লাল� অস্থিমজ্জা থেকে উৎপন্ন রক্তকণিকায় পাওয়া যায়- i. এন্টিজেন A ii. এন্টিজেন B iii. এন্টিজেন a নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪০৯. |
কোন ব্লাড গ্রুপধারীকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? |
Ο ক) |
A |
Ο খ) |
B |
Ο গ) |
AB |
Ο ঘ) |
O |
সঠিক উত্তর: (গ)
৪১০. |
রক্তের শতকরা কতভাগ রক্তরস? |
Ο ক) |
প্রায় ২৫ |
Ο খ) |
প্রায় ৪৫ |
Ο গ) |
প্রায় ৫৫ |
Ο ঘ) |
প্রায় ৭৫ |
সঠিক উত্তর: (গ)
৪১১. |
রক্তকোষের ক্যানসারকে কী বলে? |
Ο ক) |
অ্যানজিনা |
Ο খ) |
থ্যালসমিয়া |
Ο গ) |
লিউকেমিয়া |
Ο ঘ) |
এরিথ্রোব্লাস্টোসিস |
সঠিক উত্তর: (গ)
৪১২. |
উদ্ভিদ কোষরস পাতায় পৌঁছে- i. প্রস্বেদন টানের ফলে ii. কৈশিক শক্তির ফলে iii. মূলজ চাপের ফলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪১৩. |
অভিস্রবণ প্রক্রিয়ার শর্ত হলো- i. দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ থাকবে ii. দ্রবণ দুটিকে পৃথককারী অভেদ্য ঝিল্লি থাকবে iii. দ্রবণ দুটি একই দ্রাবক বিশিষ্ট হতে হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪১৪. |
বায়ুর CO2 এর সাথে পানি মিশিয়ে উপস্থিতিতে খাদ্য তৈরি করে নিচের কোনটি? |
Ο ক) |
মাইটোকন্ড্রিয়া |
Ο খ) |
ক্লোরোপ্লাস্ট |
Ο গ) |
গলগি বডি |
Ο ঘ) |
নিউক্লিয়াস |
সঠিক উত্তর: (খ)
৪১৫. |
প্রস্বেদনের হার বৃদ্ধির জন্য দায়ী কোনটি? |
Ο ক) |
আর্দ্রতা বৃদ্ধি |
Ο খ) |
তাপমাত্রা বৃদ্ধি |
Ο গ) |
তাপমাত্রা হ্রাস |
Ο ঘ) |
বায়ুবেগ হ্রাস |
সঠিক উত্তর: (খ)
৪১৬. |
পানির অণু একটার সঙ্গে আরেকটা লেগে থাকলে তাকে কী বলে? |
Ο ক) |
আসক্তি |
Ο খ) |
সংশক্তি |
Ο গ) |
সংলগ্নতা |
Ο ঘ) |
কৈশিকতা |
সঠিক উত্তর: (খ)
৪১৭. |
কোন যন্ত্রের সাহায্য রক্তের চাপ মাপা হয়? |
Ο ক) |
স্টেথোস্কোপ |
Ο খ) |
থার্মোমিটার |
Ο গ) |
স্ফিগমোম্যানোমিটার |
Ο ঘ) |
ব্যারোমিটার |
সঠিক উত্তর: (গ)
৪১৮. |
রওশন সাহেবের- i. অ্যানজিনা হতে পারে ii. স্ট্রোক হতে পারে iii. করোনারি থ্রমবোসিস হতে পারে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪১৯. |
উদ্ভিদ খনিজ লবণ কী হিসেবে শোষণ করে? |
Ο ক) |
আয়ন |
Ο খ) |
যৌগ |
Ο গ) |
মৌল |
Ο ঘ) |
লবণ |
সঠিক উত্তর: (ক)
৪২০. |
ভিটামিন এ,ডি,ই ও কে বিপাকে কোনটি প্রয়োজন হয়? |
Ο ক) |
ফসফোলিপিড |
Ο খ) |
গ্লাইকোলিপিড |
Ο গ) |
ট্রাইগ্লিসারাইড |
Ο ঘ) |
কোলেস্টোরোল |
সঠিক উত্তর: (ঘ)
৪২১. |
উদ্ভিদের অভিস্রবণ কোন ধরনের প্রক্রিয়া? |
Ο ক) |
ভৌত |
Ο খ) |
জৈবিক |
Ο গ) |
উপচিতি |
Ο ঘ) |
অপচিতি |
সঠিক উত্তর: (খ)
৪২২. |
একবার হৃদস্পন্দনে- i. একটি সিস্টোল হয় ii. একটি ডায়াস্টোল হয় iii. দুই বার সিস্টোল হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪২৩. |
উদ্ভিদের জন্য সহজলভ্য পানি কোনটি? |
Ο ক) |
অভিকর্ষীয় পানি |
Ο খ) |
বাষ্পকণাজাত পানি |
Ο গ) |
কলাশোষিত পানি |
Ο ঘ) |
কৈশিক পানি |
সঠিক উত্তর: (ঘ)
৪২৪. |
কোন রোগ হলে হৃৎপিন্ডের কপাটিকা নষ্ট হয়ে যায়? |
Ο ক) |
উচ্চ রক্তচাপ |
Ο খ) |
করোনারি থ্রম্বসিস |
Ο গ) |
বাতজ্বর |
Ο ঘ) |
মস্তিষ্কে রক্তক্ষরণ |
সঠিক উত্তর: (গ)
৪২৫. |
ব্যাপনের উদাহরণ- i. চটচটে ii. ঈষৎ লবণাক্ত iii. ক্ষারধর্মী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪২৬. |
মূলরোম দিয়ে শোষিত পানি কোন প্রক্রিয়ায় জাইলেম ভেসেলেন পৌঁছায়? |
Ο ক) |
প্রস্বেদন |
Ο খ) |
ব্যাপন |
Ο গ) |
অভিস্রবণ |
Ο ঘ) |
ইমবিবিশন |
সঠিক উত্তর: (গ)
৪২৭. |
পত্ররান্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে কে? |
Ο ক) |
কিউটিকল |
Ο খ) |
সূর্যলোক |
Ο গ) |
প্যালিসেড কোষ |
Ο ঘ) |
রক্ষীকোষ |
সঠিক উত্তর: (ঘ)
৪২৮. |
রক্তরস মানবকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কীরূপে সংগ্রহ করে? |
Ο ক) |
ক্যালসিয়াম বাইকার্বনেট রূপে |
Ο খ) |
পটাসিয়াম বাইকার্বনেট রূপে |
Ο গ) |
সোডিয়াম বাইকার্বনেট রূপে |
Ο ঘ) |
ম্যাগনেসিয়াম বাইকার্বনেট রূপে |
সঠিক উত্তর: (গ)
৪২৯. |
অভিস্রবণ প্রক্রিয়ার পরীক্ষায় ব্যবহার করা যায়- i. একখন্ড আলু, ব্লেড ii. পেট্রিডিস, পানি ও চিনি iii. এক শিশি আতর ও পানি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৩০. |
বিশেজ্ঞদের মতে কোনটি হৃদরোগের ঝুঁকি কমায়? |
Ο ক) |
LDL |
Ο খ) |
HDL |
Ο গ) |
LDB |
Ο ঘ) |
GDL |
সঠিক উত্তর: (খ)
৪৩১. |
বাতজ্বর কোন অণুজীবের সংক্রামণে সৃষ্টি হয়? |
Ο ক) |
Bacillus |
Ο খ) |
Streptococcus |
Ο গ) |
Pseudomonas |
Ο ঘ) |
Staphylococcus |
সঠিক উত্তর: (খ)
৪৩২. |
হৃদপিন্ডের বাম দিকের প্রকোষ্ঠ দুটির- i. মাঝখানে বাইকাসপিড ভালভ থাকে ii. কাজ O2 যুক্ত রক্ত সঞ্চালন করা iii. ট্রাইকাসপিড কপাটিকা থাকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৩৩. |
নিচের কোনটি পোড়ালে কাগজ পোড়ানোর মতো গন্ধ পাওয়া যায়? |
Ο ক) |
তুলা |
Ο খ) |
রেশমী সুতা |
Ο গ) |
পলিথিন |
Ο ঘ) |
বলপেন |
সঠিক উত্তর: (ক)
৪৩৪. |
রক্তে কোলেস্টেরোলের পরিমাণ বেশি হলে- i. অক্সিজেনের অভাবে হৃদযন্ত্রের পেশী নষ্ট হয় ii. ধমনিতে রক্তপ্রবাহ বাধা পায় iii. ধমনি প্রসারিত হয়ে যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৩৫. |
প্রাণীদের তরল যোজক কলা- i. অক্সিহিমোগ্লোবিন অক্সিজেন বহন করে ii. বিভিন্ন অঙ্গে হরমোন সঞ্চালন করে iii. এন্টিজেন ও এন্টিবডি তৈরি করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৩৬. |
কোনটি হাইড্রোফিলিক পদার্থ? |
Ο ক) |
অক্সিজেন |
Ο খ) |
লৌহ |
Ο গ) |
জিলোটিন |
Ο ঘ) |
বোরন |
সঠিক উত্তর: (গ)
৪৩৭. |
পিত্তথলির পাথর মূলত কোনটির জমাট রূপ? |
Ο ক) |
খাদ্য কণা |
Ο খ) |
খাদ্যের অজৈব অংশ |
Ο গ) |
কেলেস্টেরোল |
Ο ঘ) |
অপাচ্য খাদ্য |
সঠিক উত্তর: (গ)
৪৩৮. |
স্ট্রেপটোকক্কাস অণুজীবের সংক্রমণে হয়- i. শ্বসনালির প্রদাহ ii. পাকস্থলির প্রদাহ iii. ফুসকুড়িযুক্ত সংক্রামক জ্বর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪৩৯. |
উদ্ভিদের পানি শোষণে কয়টি প্রক্রিয়া সম্মিলিতভাবে কাজ করে? |
Ο ক) |
দুইটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
চারটি |
Ο ঘ) |
পাঁচটি |
সঠিক উত্তর: (খ)
৪৪০. |
যকৃতে লিপিডের পরিমাণ বেড়ে যায়- i. অ্যালকোহল, ফসফরাস প্রভৃতির� বিষক্রিয়ায় ii. ম্যালেরিয়া রোগের মাধ্যমে iii. বহুমূত্র রোগে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৪১. |
লবণ শোষণের বাহক তত্ত্ব কতসালে প্রবর্তিত হয়? |
Ο ক) |
১৮৮২ |
Ο খ) |
১৯৪৭ |
Ο গ) |
১৯৩৭ |
Ο ঘ) |
১৯১৩ |
সঠিক উত্তর: (গ)
৪৪২. |
খনিজ পুষ্টি শোষণের পদ্ধতি� কোন পদ্ধতি থেকে আলাদা? |
Ο ক) |
লবণ শোষণ |
Ο খ) |
লৌহ শোষণ |
Ο গ) |
পানি শোষণ |
Ο ঘ) |
বোরব শোষণ |
সঠিক উত্তর: (গ)
৪৪৩. |
কোলেস্টেরাইল কোন যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়? |
Ο ক) |
লিপোপ্রোটিন |
Ο খ) |
থায়ামিন |
Ο গ) |
লিপিড |
Ο ঘ) |
হিস্টিন |
সঠিক উত্তর: (ক)
৪৪৪. |
কোলেস্টরোল কী? |
Ο ক) |
এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল |
Ο খ) |
এক ধরনের জৈব এসিড |
Ο গ) |
স্বাদ বর্ণহিন অ্যামাইনো এসিড |
Ο ঘ) |
এক ধরনের পলিমার |
সঠিক উত্তর: (ক)
৪৪৫. |
মানুষের রক্তচাপ সাধারণত কিসের উপর নির্ভরশীল? |
Ο ক) |
খাদ্যগ্রহণের |
Ο খ) |
বয়সের |
Ο গ) |
ওজনের |
Ο ঘ) |
বংশগত কারণ |
সঠিক উত্তর: (খ)
৪৪৬. |
রক্ত সংবহতন্ত্র গঠিত- i. শিরা ও কৈশিকনালি ii. ধমনি iii. হৃৎপিন্ডে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৪৭. |
ব্যাপন মাধ্যমের ঘনত্ব কম হলে ব্যাপন হার কী হবে? |
Ο ক) |
বেশি হবে |
Ο খ) |
কম হবে |
Ο গ) |
সমান হবে |
Ο ঘ) |
বন্ধ হবে |
সঠিক উত্তর: (ক)
৪৪৮. |
হার্ট এটাকে বুকে ব্যাথা শুরু হলে তা ছড়িয়ে যায়- i. ঘাড়ে ii. গলায় iii. পেটে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৪৯. |
উদ্ভিদ তার প্রয়োজনীয় খনিজ উপাদান শোষণ করে- i. প্রত্যক্ষ শোষণের মাধ্যমে ii. সক্রিয় শোষণের মাধ্যমে iii. নিস্ক্রিয় শোষণের মাধ্যমে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪৫০. |
বাতজ্বর কোন অণুজীবের সংক্রমণে সৃষ্ট রোগ? |
Ο ক) |
স্টেফাইলোকক্কাস |
Ο খ) |
বেসিডিওকক্কাস |
Ο গ) |
স্টেপটোকক্কাস |
Ο ঘ) |
সেফালোকক্কাস |
সঠিক উত্তর: (গ)
৪৫১. |
শ্বেত রক্তকণিকা জন্ম নেয়- i. হৃৎপিন্ডে থেকে ii. লসিকাগ্রন্থি থেকে iii. লাল অস্থিমজ্জা থেকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪৫২. |
রক্ত সংবহনতন্ত্রকে কয়ভাগে ভাগ করা যায়? |
Ο ক) |
দুই |
Ο খ) |
তিন |
Ο গ) |
চার |
Ο ঘ) |
পাঁচ |
সঠিক উত্তর: (ক)
৪৫৩. |
উদ্ভিদের অভ্যন্তরস্থ পানি বাষ্প হয়ে কয়টি পথে বায়ুমন্ডলে বের হয়? |
Ο ক) |
একটি |
Ο খ) |
দুটি |
Ο গ) |
তিনটি |
Ο ঘ) |
চারটি |
সঠিক উত্তর:
৪৫৪. |
রক্ত প্রবাহের সময় ধমনি গাত্রে যে চাপ সৃষ্টি হয় তাকে বলে- |
Ο ক) |
হৃদস্পন্দন |
Ο খ) |
নাড়ীস্পন্দন |
Ο গ) |
রক্তপ্রবাহ |
Ο ঘ) |
রক্তচাপ |
সঠিক উত্তর: (ঘ)
৪৫৫. |
রক্ষীকোষের কাজ কী? |
Ο ক) |
পত্ররন্ধ্র খোলা ও বন্ধ করা |
Ο খ) |
পত্ররন্ধ্র বন্ধ করা |
Ο গ) |
সালোকসংশ্লেষণ ঘটানো |
Ο ঘ) |
CO2 |
সঠিক উত্তর: (ক)
৪৫৬. |
রক্তের এন্টিজেন কোথায় থাকে? |
Ο ক) |
রক্তরসে |
Ο খ) |
শ্বেত রক্তকণিকায় |
Ο গ) |
অণুচক্রিকায় |
Ο ঘ) |
লোহিত রক্তকণিকায় |
সঠিক উত্তর: (ঘ)
৪৫৭. |
লিউকোমিয়া রোগের জন্য দায়ী- |
Ο ক) |
শ্বেত রক্তকণিকা |
Ο খ) |
লোহিত রক্তকণিকা |
Ο গ) |
রক্তরস |
Ο ঘ) |
অণুচক্রিকা |
সঠিক উত্তর: (ক)
৪৫৮. |
হৃদযন্ত্রের কোন অংশে রক্ত জমাট বাঁধার কারণে প্রবাহ বন্ধ হলে- i. মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয় ii. করোনারী থ্রম্বোসিস হয় iii. লিউকেমিয়া হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৫৯. |
শতকরা ৯০-৯৫ ভাগ প্রস্বেদন হয়- |
Ο ক) |
মূলের মাধ্যমে |
Ο খ) |
সেলের মাধ্যমে |
Ο গ) |
কলের মাধ্যমে |
Ο ঘ) |
স্প্রের মাধ্যমে |
সঠিক উত্তর: (ঘ)
৪৬০. |
কোনটি কেন্দ্রিকবিহীন সজীব কোষ? |
Ο ক) |
সীভনল |
Ο খ) |
সঙ্গীকোষ |
Ο গ) |
বাস্টফাইবার |
Ο ঘ) |
ফ্লোয়েম প্যারেনকাইমা |
সঠিক উত্তর: (ক)
৪৬১. |
উদ্ভিদে খনিজ লবণ কতটি উপায়ে শোষিত হয়? |
Ο ক) |
চারটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
দুইটি |
Ο ঘ) |
একটি |
সঠিক উত্তর: (গ)
৪৬২. |
কৌশিক পানি মাটি থেকে অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় কোথায় প্রবেশ করে? |
Ο ক) |
পাতায় |
Ο খ) |
কান্ডে |
Ο গ) |
পত্রশিরায় |
Ο ঘ) |
মূলরোমে |
সঠিক উত্তর: (ঘ)
৪৬৩. |
যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রবের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে কী বলে? |
Ο ক) |
অভিস্রবণ |
Ο খ) |
প্রস্বেদন |
Ο গ) |
ইমবাইমবিশন |
Ο ঘ) |
ব্যাপন |
সঠিক উত্তর: (ঘ)
৪৬৪. |
খনিজ লবণ পরিশোষণের মূল আয়ন হিসেবে শোষণ করে- i. Na+ �ক্যাটায়ন ii. Ca2+� ক্যাটায়ন iii. Po4-� অ্যানায়ন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৬৫. |
তরল পদার্থের সংস্পর্শে এলে তা শুষে নেয়- i. স্টার্চ ii. জিলেটিন iii. সেলুলোজ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৬৬. |
সুস্থ স্বাভাবিক মানুষের সিস্টোলিক চাপ কত পারদ স্তম্ভের সমান? |
Ο ক) |
৬০-৮০ মিলিমিটার |
Ο খ) |
৯০-১০০ মিলিমিটার |
Ο গ) |
১০০-১৫০ মিলিমিটার |
Ο ঘ) |
১৫০-১৭০ মিলিমিটার |
সঠিক উত্তর: (গ)
৪৬৭. |
মূলরোম থেকে পানি কোথায় প্রবেশ করে? |
Ο ক) |
এন্ডোডার্মিসে |
Ο খ) |
মূলত্বকে |
Ο গ) |
মূলের কর্টেক্সে |
Ο ঘ) |
ভেসেলে (জাইলেম) |
সঠিক উত্তর: (গ)
৪৬৮. |
ফ্লোয়েমস দ্বারা কোনটি পরিবাহিত হয়? |
Ο ক) |
ভিটামিন |
Ο খ) |
শর্করা |
Ο গ) |
স্নেহ |
Ο ঘ) |
প্রোটিন |
সঠিক উত্তর: (খ)
৪৬৯. |
শিলার প্রাচীর কয়স্তর বিশিষ্ট? |
Ο ক) |
তিন স্তর |
Ο খ) |
চার স্তর |
Ο গ) |
পাঁচ স্তর |
Ο ঘ) |
ছয় স্তর |
সঠিক উত্তর: (ক)
৪৭০. |
আদর্শ রক্তচাপ কত? |
Ο ক) |
১২০/৬০ |
Ο খ) |
১২০/৭০ |
Ο গ) |
১৪০/৮০ |
Ο ঘ) |
১২০/৮০ |
সঠিক উত্তর: (ঘ)
৪৭১. |
হার্ট সাউন্ড কত ধরনের? |
Ο ক) |
এক ধরনের |
Ο খ) |
দুই ধরনের |
Ο গ) |
তিন ধরনের |
Ο ঘ) |
চার ধরনের |
সঠিক উত্তর: (ঘ)
৪৭২. |
উদ্ভিদে শোষণ কতটি উপায়ে হয়ে থাকে? |
Ο ক) |
এক |
Ο খ) |
দুই |
Ο গ) |
তিন |
Ο ঘ) |
চার |
সঠিক উত্তর: (খ)
৪৭৩. |
উদ্ভিদের প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পকারে বের করে দেয়ার প্রক্রিয়াকে কী বলে? |
Ο ক) |
বাষ্পমোচন |
Ο খ) |
সালোকসংশ্লেষণ |
Ο গ) |
শ্বসন |
Ο ঘ) |
অভিস্রবণ |
সঠিক উত্তর: (ক)
৪৭৪. |
মানুষের লোহিত রক্তকণিকা আকৃতি- |
Ο ক) |
দন্ডাকার |
Ο খ) |
ত্রিভুজকার |
Ο গ) |
বৃত্তাকার |
Ο ঘ) |
ডিম্বাকার |
সঠিক উত্তর: (গ)
৪৭৫. |
সাধারণত আমাদের রক্তে শতকরা কী পরিমাণ LDL থাকে? |
Ο ক) |
৫০% |
Ο খ) |
৬০% |
Ο গ) |
৭০% |
Ο ঘ) |
৮০% |
সঠিক উত্তর: (গ)
৪৭৬. |
উদ্ভিদের মুত্যু অবধারিত হয়ে পড়ে- i. ফ্লোয়েম ফাইবার পরিবহন কলায় ii. মূলের পরিবহন কলা থেকে পাতায় iii. পাতা থেকে ফ্লোয়েমে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৭৭. |
নিচের কোনটি অণুচক্রিকার বর্ণ? |
Ο ক) |
লাল |
Ο খ) |
কালো |
Ο গ) |
খয়েরী |
Ο ঘ) |
বর্ণহীন |
সঠিক উত্তর: (ঘ)
৪৭৮. |
বাহক আয়ন যৌগটি কীভাবে কোষে প্রবেশ করে? |
Ο ক) |
কোষ ঝিল্লির মাধ্যমে |
Ο খ) |
সাইটোপ্লাজমের মাধ্যমে |
Ο গ) |
রাইবোসোমের মাধ্যমে |
Ο ঘ) |
মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে |
সঠিক উত্তর: (ক)
৪৭৯. |
কোলেস্টেরল তৈরি করে- i. পিত্ত ii. ভিটামিন iii. শর্করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪৮০. |
কত প্রকার লিপোপ্রোটিন দেখা যায়? |
Ο ক) |
এক |
Ο খ) |
দুই |
Ο গ) |
তিন |
Ο ঘ) |
চার |
সঠিক উত্তর: (গ)
৪৮১. |
হৃৎপিন্ডের রক্ত চলাচল কমে যাবার ফলে বুকে ব্যথা হওয়াকে কী বলে? |
Ο ক) |
অ্যানজিনা |
Ο খ) |
স্ট্রোক |
Ο গ) |
ইস্ট্রোজেন |
Ο ঘ) |
এনড্রোজেন |
সঠিক উত্তর: (ক)
৪৮২. |
উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষায় ব্যবহৃত হয়- i. পেপেরোমিয়া উদ্ভিদ ও পানি ii. স্যাফ্রানিন iii. এলোভেরা উদ্ভিদ ও পানি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪৮৩. |
কোষরসের আরোহন কীসের মাধ্যমে হয়? |
Ο ক) |
ভেসেল |
Ο খ) |
ট্রাকিড |
Ο গ) |
সিভনল |
Ο ঘ) |
ফ্লোয়েম ফাইবার |
সঠিক উত্তর: (ক)
৪৮৪. |
হৃৎপিন্ডে দুটি বিটের মাঝে রক্তনালিতে যে দুধরনের চাপ সৃষ্টি হয় তার পার্থক্যকে কী বলে? |
Ο ক) |
রক্তচাপ |
Ο খ) |
ধমনী ঘাত চাপ |
Ο গ) |
স্পন্দন চাপ |
Ο ঘ) |
সংকোচন চাপ |
সঠিক উত্তর: (খ)
৪৮৫. |
উদ্ভিদের মূল দ্বারা পানি শোষণে প্রযোজ্য প্রক্রিয়া কোনটি? |
Ο ক) |
ব্যাপন ও প্রস্বেদন |
Ο খ) |
অভিস্রবণ ও প্রস্বেদন |
Ο গ) |
ইমবাইবিশন ও প্রস্বেদন |
Ο ঘ) |
গ্যাটেশন ও প্রস্বেদন |
সঠিক উত্তর: (খ)
৪৮৬. |
যে প্রক্রিয়ায় খনিজ লবণ পরিবহনের জন্য কোষে উৎপন্ন বিপাকীয় শক্তির প্রয়োজন হয় তাকে কী বলে? |
Ο ক) |
সক্রিয়া শোষণ |
Ο খ) |
নিস্ক্রিয় শোষণ |
Ο গ) |
ইমবাইবিশন |
Ο ঘ) |
ব্যাপন |
সঠিক উত্তর: (ক)
৪৮৭. |
কোন উদ্ভিদ অতিরিক্ত খাদ্য সঞ্চিত রাখে? |
Ο ক) |
ফনিমনসা |
Ο খ) |
পাথর কুচি |
Ο গ) |
কচুরীপানা |
Ο ঘ) |
ঘৃতকুমারী |
সঠিক উত্তর: (ঘ)
৪৮৮. |
রক্তকণিকা উৎপত্তি কোথায়? |
Ο ক) |
মস্তিষ্কে |
Ο খ) |
হৃৎপিন্ডে |
Ο গ) |
অস্থিমজ্জাতে |
Ο ঘ) |
যকৃতে |
সঠিক উত্তর: (গ)
৪৮৯. |
পরিবহন অর্থ কী? |
Ο ক) |
কোনো পদার্থের একস্থান থেকে অন্য স্থানে স্থানান্তর |
Ο খ) |
পদার্থের কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানে স্থানান্তর |
Ο গ) |
পদার্থের বেশি ঘনত্বের স্থান কম ঘনত্বের স্থানে স্থানান্তর |
Ο ঘ) |
পদার্থের স্থিরাবস্থা |
সঠিক উত্তর: (ক)
৪৯০. |
প্রস্বেদন কত প্রকার? |
Ο ক) |
দুই |
Ο খ) |
তিন |
Ο গ) |
চার |
Ο ঘ) |
পাঁচ |
সঠিক উত্তর:
৪৯১. |
কোষস্থ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে কী বলে? |
Ο ক) |
কোষরসের আহরণে |
Ο খ) |
কোষ রস |
Ο গ) |
রক্তরস |
Ο ঘ) |
কোষ ঝিল্লি |
সঠিক উত্তর: (খ)
৪৯২. |
কোনটি আকার বদলাতে পারে? |
Ο ক) |
লোহিত রক্তকণিকা |
Ο খ) |
অনুচক্রিকা |
Ο গ) |
শ্বেত রক্তকণিকা |
Ο ঘ) |
স্নায়ুকোষ |
সঠিক উত্তর: (গ)
৪৯৩. |
সাধারণত বাতজ্বরের আক্রমণ শুরু হয়- |
Ο ক) |
বৃদ্ধ বয়সে |
Ο খ) |
শিশুকালে |
Ο গ) |
যেকোনো বয়সে |
Ο ঘ) |
যৌবনকালে |
সঠিক উত্তর: (খ)
৪৯৪. |
এক টুকরা ব্লটিং পেপার বা নিউজপ্রিন্টের পানি শোষণ করে? |
Ο ক) |
ইমবাইবিশন |
Ο খ) |
ব্যাপন |
Ο গ) |
অভিস্রবণ |
Ο ঘ) |
শ্বসন |
সঠিক উত্তর: (ক)
৪৯৫. |
রক্তের সিস্টোলিক চাপ ১২০ ছাড়িয়ে গেলে- i. মাথা ব্যথা হয় ii. ঘুম ঘুম ভাব হয় iii. অস্থিরতা দেখা দেয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪৯৬. |
পাতায় রোমের উপস্থিতি- |
Ο ক) |
প্রস্বেদনের হার বাড়িয়ে দেয় |
Ο খ) |
প্রস্বেদনের হার কমিয়ে দেয় |
Ο গ) |
প্রস্বেদনকে প্রভাবিত করে না |
Ο ঘ) |
প্রস্বেদনকে বন্ধ করে দেয় |
সঠিক উত্তর: (খ)
৪৯৭. |
উদ্ভিদ কোষ থেকে পানি বাষ্পকারের বের হয়ে যাবার প্রণালিকে কী বলে? |
Ο ক) |
শ্বসন |
Ο খ) |
প্রস্বেদন |
Ο গ) |
ব্যাপন |
Ο ঘ) |
বাষ্পীভবন |
সঠিক উত্তর: (খ)
৪৯৮. |
সারাদেহে রক্ত পরিবহনের জন্য কত সময় লাগে? |
Ο ক) |
এক মিনিটের কম |
Ο খ) |
দুই মিনিটের বেশি |
Ο গ) |
তিন মিনিটের বেশি |
Ο ঘ) |
চার মিনিটের কম |
সঠিক উত্তর: (ক)
অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুটির উত্তর দাও: রনি ও তার বাড়ির আঙ্গিনায় কলার চারা রোপণ করার সময় কলার পাতা কেটে দিলেন। এটি দেখে তার ভাই এটার কারণ জানতে চাইলে, তিনি তার ভাইকে বুঝিয়ে দিলেন। |
৪৯৯. |
কিসের জন্য কলার পাতা কাটলেন? |
Ο ক) |
প্রস্বেদন রোধ করার জন্য |
Ο খ) |
শ্বসন বন্ধ করার জন্য |
Ο গ) |
অভিস্রবণ ত্বরানিত করার জন্য |
Ο ঘ) |
সালোকসংশ্লেষণের উপযোগী করে তোলার জন্য |
সঠিক উত্তর: (ক)
৫০০. |
প্রস্বেদনের জন্য প্রযোজ্য উক্তি- i. উদ্ভিদ পানি বাষ্পাকারে বের করে দেয় ii. বাতাসের আর্দ্রতা বাড়লে প্রস্বেদনের হারও বাড়ে iii. পটোমিটারের সাহায্যে প্রস্বেদনের হার নির্ণয় করা হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i ii ও iii |
সঠিক উত্তর: (গ)
সৃজনশীল কই.............?
উত্তরমুছুনThanks sirrrrr.....
উত্তরমুছুন