এস.এস.সি ||
জীববিজ্ঞান অধ্যায় - ৬: জীবে পরিবহণ |
১. | হৃদরোগ� থেকে মুক্ত থাকার জন্য কোন কাজটি করতে হবে? |
Ο ক) | বেশি করে পুষ্টিকর খাবার খাওয়া |
Ο খ) | সুষম খাবার গ্রহন ও ব্যায়াম করা |
Ο গ) | অতিরিক্ত পরিশ্রম করা |
Ο ঘ) | গরু ও মুরগির মাংস বেশি করে খাওয়া |
সঠিক উত্তর: (খ)
২. | কোন শ্রেণির রক্তে কোনো এন্টিজেন থাকে না, কিন্তু A ও B এন্টিবডি থাকে? |
Ο ক) | AB |
Ο খ) | O |
Ο গ) | B |
Ο ঘ) | A |
সঠিক উত্তর: (ক)
৩. | কোনটি এন্টিবডি তৈরি করে? |
Ο ক) | লোহিত রক্তকণিকা |
Ο খ) | শ্বেত রক্তকণিকা |
Ο গ) | অণুচক্রিকা |
Ο ঘ) | রক্তরস |
সঠিক উত্তর: (খ)
৪. | মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া কীভাবে অব্যাহত থাকে? |
Ο ক) | ধমনির সংকোচন ও প্রসারণের মাধ্যমে |
Ο খ) | শিরার সংকোচন ও প্রসারণের মাধ্যমে |
Ο গ) | শিরার জালিকার সংকোচন ও প্রসারণের মাধ্যমে |
Ο ঘ) | হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণের মাধ্যমে |
সঠিক উত্তর: (ঘ)
৫. | বীজ অঙ্কুরোদগমের সাফল্য নির্ভর করে কোন প্রক্রিয়ার ওপর? |
Ο ক) | অভিস্রবণ |
Ο খ) | প্রস্বেদন |
Ο গ) | ইমবাইবিশন |
Ο ঘ) | ব্যাপন |
সঠিক উত্তর: (ঘ)
৬. |
কোলেস্টোরলের ক্ষেত্রে সঠিক- i. হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন যৌগ ii. উচ্চশ্রেণির প্রাণিকোষের গুরুত্বপূর্ণ উপাদান iii. রক্তে তিন ধরনের কোলেস্টোরল দেখা যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭. |
কীভাবে নিম্ন রক্তচাপের অনেক সময় আদর্শ মানের কাছাকাছি নিয়ে আসা যায়? i. সুষম খাদ্য গ্রহণ ii. শারীরিক পরিশ্রম iii. ব্যয়াম নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮. | হৃদযন্ত্রের কোন অংশে রক্ত জমাট বা রক্ত বাধা প্রাপ্ত তৈরি হয়? |
Ο ক) | হার্টফইলিউর |
Ο খ) | স্ট্রোক |
Ο গ) | করোনারি থ্রোমবসিস |
Ο ঘ) | অ্যানজিনা |
সঠিক উত্তর: (গ)
৯. | কোলেস্টোরল কীভাবে দেহ থেকে অপসারিত হয়? |
Ο ক) | বৃক্কের মাধ্যমে |
Ο খ) | ফুসফুসের মাধ্যমে |
Ο গ) | যকৃতের মাধ্যমে |
Ο ঘ) | হৃৎপিন্ডের মাধ্যমে |
সঠিক উত্তর: (গ)
১০. | হৃদযন্ত্রের রক্ত সরবরাহকারী ধমনির নাম কী? |
Ο ক) | করোনারী ধমনি |
Ο খ) | শিরার ধমনি |
Ο গ) | টিউনিকা ধমনি |
Ο ঘ) | গাত্রের ধমনি |
সঠিক উত্তর: (ক)
১১. | কোনটি মানুষের লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্য? |
Ο ক) | দ্বি-অবতল নিউক্লিয়াস যুক্ত |
Ο খ) | উভয় নিউক্লিয়াস যুক্ত |
Ο গ) | দ্বি-অবতল নিউক্লিয়াস বিহীন |
Ο ঘ) | দ্বি-উত্তল নিউক্লিয়াস বিহীন |
সঠিক উত্তর: (গ)
১২. | ধমনির কোন স্তরটি সরল আবরণী কলা দিয়ে তৈরি? |
Ο ক) | টিউনিকা এক্সটানা |
Ο খ) | টিউনিকা ইন্টারনা |
Ο গ) | টিউনিকা মিডিয়া |
Ο ঘ) | কৈশিক জালিকা |
সঠিক উত্তর: (খ)
১৩. | কোন শ্রেণিবিন্যাসকৃত চারটি গ্রুপ কী কী? |
Ο ক) | A, B, C, D |
Ο খ) | A, B, C, AB |
Ο গ) | A, B, O, AB |
Ο ঘ) | A, B, AB, D |
সঠিক উত্তর: (গ)
১৪. | কোনটি কোলেস্টরোলের কাজ? |
Ο ক) | খাদ্য তৈরি করা |
Ο খ) | কোষপ্রাচীর তৈরি ও রক্ষা করা |
Ο গ) | কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করা |
Ο ঘ) | পানি নিষ্কাশন করা |
সঠিক উত্তর: (খ)
১৫. |
উদ্ভিদের কোষরস হলো কোষমধ্যস্থ কোষগহ্বরের পানি ও পানিতে দ্রবীভূত লবণ। এটি ওপরে ওঠে- i. প্রস্বেদন টানের ফলে ii. কৈশিক শক্তির ফলে iii. মূলজ চাপের ফলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৬. | পাট জাতীয় উদ্ভিদ থেকে তন্তু পৃথক করার জন্য আঁটি বেঁধে ১০-১৫ দিন পঁচানোর কারণ কী? |
Ο ক) | আঁশের গুনাগুণ বৃদ্ধির জন্য |
Ο খ) | পাট কাঠিকে শক্ত করার জন্য |
Ο গ) | পাতা ঝরানোর জন্য |
Ο ঘ) | কাঠি এবং তন্তুর মধ্যেকার বাঁধন শিথিল করার জন্য |
সঠিক উত্তর: (ঘ)
১৭. | বাংলাদেশের প্রায় দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠী কী রোগ ভোগে? |
Ο ক) | আমাশয় |
Ο খ) | এনিমিয়া |
Ο গ) | জন্ডিস |
Ο ঘ) | ক্যান্সার |
সঠিক উত্তর: (খ)
১৮. | ট্রাই গ্লিসারাইড কোথায় অবস্থান করে? |
Ο ক) | রক্তকণিকায় |
Ο খ) | যকৃতে |
Ο গ) | অস্থিমজ্জায় |
Ο ঘ) | রক্তের প্লাজমায় |
সঠিক উত্তর: (ঘ)
১৯. |
দেহের অস্থিমজ্জা থেকে অস্বাভাবিক শ্বেত রক্তকণিকা সৃষ্টি হতে থাকলে- i. শ্বাসকষ্ট ও বুক ব্যথা হয় ii. নাক থেকে রক্ত পড়ে iii. ঘুম ঘুম ভাব হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২০. | ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া? |
Ο ক) | ভৌত |
Ο খ) | জৈব |
Ο গ) | জৈবরাসায়নিক |
Ο ঘ) | রাসায়নিক |
সঠিক উত্তর: (ক)
২১. | কোন বিজ্ঞানী প্রস্বেদনকে “প্রয়োজনীয় ক্ষতি’’ অভিহিত করেছেন? |
Ο ক) | ম্যাসন |
Ο খ) | র্যাবিডু |
Ο গ) | লুন্ডেগার্ড |
Ο ঘ) | কার্টিস |
সঠিক উত্তর: (ঘ)
২২. | ঘৃতকুমারী কোন অংশে পানি জমা রাখে? |
Ο ক) | কান্ড |
Ο খ) | মূল |
Ο গ) | পাতা |
Ο ঘ) | ফল |
সঠিক উত্তর: (গ)
২৩. | অলিন্দদ্বয় প্রসারিত হলে দেহের বিভিন্ন অংশ হতে রক্ত কোথায়� প্রবেশ করে? |
Ο ক) | ফুসফুসে |
Ο খ) | যকৃতে |
Ο গ) | হৃৎপিন্ডে |
Ο ঘ) | সমস্ত দেহে |
সঠিক উত্তর: (গ)
২৪. | ক্ষনপদ সৃষ্টির মাধ্যমে রোগজীবাণু ভক্ষণ করে কোনটি? |
Ο ক) | লোহিত রক্তকণিকা |
Ο খ) | অণুচক্রিকা |
Ο গ) | শ্বেত রক্তকণিকা |
Ο ঘ) | রক্তরস |
সঠিক উত্তর: (গ)
২৫. | ডাক্তার নাড়ী দেখার সময় প্রকৃতপক্ষে কী দেখেন? |
Ο ক) | শিরায় স্পন্দন |
Ο খ) | স্নায়ুর গতি |
Ο গ) | ধমনির স্পন্দন |
Ο ঘ) | হৃৎপিন্ডের স্পন্দন |
সঠিক উত্তর: (গ)
২৬. |
প্রস্বেদন পরোক্ষভাবে প্রভাবিত করে- i. সালোকসংশ্লেষণে ii. শ্বসনে iii. ব্যাপনে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৭. | কোন ব্যতিক্রমী ধমনি হৃৎপিন্ড থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত ফুসফুসে পৌঁছে দেয়? |
Ο ক) | মহাধমনি |
Ο খ) | ফুসফুসীয় ধমনি |
Ο গ) | টিউনিকা এক্সটার্না |
Ο ঘ) | টিউনিকা মিডিয়া |
সঠিক উত্তর: (খ)
২৮. |
ব্যাপন যে প্রভাবকের ওপর নির্ভর করে তা হলো- i. পদার্থের অণুর ঘনত্ব ii. মাধ্যমের ঘনত্ব iii. বায়ুর তাপমাত্রা নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৯. | পূর্ণবয়স্ক ব্যাক্তির রক্তে লোহিত রক্তকণিকা সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটার কত? |
Ο ক) | প্রায় ৩০ লক্ষ |
Ο খ) | প্রায় ৪০ লক্ষ |
Ο গ) | প্রায় ৫০ লক্ষ |
Ο ঘ) | প্রায় ৬০ লক্ষ |
সঠিক উত্তর: (গ)
৩০. |
হৃদযন্ত্রকে সুস্থ রাখতে হলে- i. মাদক পরিহার করতে হবে ii. অতিরিক্ত আমিষ বর্জন করতে হবে iii. তেল, চর্বি খাওয়া পরিহার করতে হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩১. | B গ্রুপে রক্তের রক্তরসে কোন এন্টিবডি পাওয়া যায়? |
Ο ক) | a |
Ο খ) | b |
Ο গ) | a, b |
Ο ঘ) | নেই |
সঠিক উত্তর: (ঘ)
৩২. | প্রতি কিউবিক মিলিমিটার রক্তে শ্বেত রক্তকণিকা সংখ্যা কত? |
Ο ক) | ৫-১০ হাজার |
Ο খ) | ১০-১৫ হাজার |
Ο গ) | ২-৩ লাখ |
Ο ঘ) | ২-৪ লাখ |
সঠিক উত্তর: (ক)
৩৩. | লিউকেমিয়া রোগের ক্ষেত্রে কী ঘটে? |
Ο ক) | অস্বভাবিক অণুচক্রিকা সৃষ্টি হয় |
Ο খ) | অস্বাভাবিক শ্বেত কণিকা সৃষ্টি হয় |
Ο গ) | অস্বাভাবিক রক্তরস সৃষ্টি হয় |
Ο ঘ) | অস্বাভাবিক লোহিত কণিকা সৃষ্টি হয় |
সঠিক উত্তর: (খ)
৩৪. | যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে বলে? |
Ο ক) | রক্ত রস |
Ο খ) | রক্ত কণিকা |
Ο গ) | রক্ত তঞ্চন |
Ο ঘ) | রক্ত সংবহনতন্ত্র |
সঠিক উত্তর: (ঘ)
৩৫. | প্রক্রিয়াটির পরীক্ষায় সেলোফেন ব্যাগ কাজ করে কী হিসেবে? |
Ο ক) | বাষ্প নিরোধক |
Ο খ) | আলো নিরোধক |
Ο গ) | তাপমাত্রা নিরোধক |
Ο ঘ) | তাপ নিরোধক |
সঠিক উত্তর: (ক)
৩৬. |
ধমনির ক্ষেত্রে- i. এর প্রাচীর দুই স্তরবিশিষ্ট ii. ফুসফসীয় ধমনি CO2 যুক্ত রক্ত বহন করে iii. এর প্রাচীর পুরু ও স্থিতিস্থাপন নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৭. | পিত্ত নিচের কোনটি তৈরি করে? |
Ο ক) | হাইড্রোক্লোরিক এসিড |
Ο খ) | কোলেস্টেরোল |
Ο গ) | ইথানল |
Ο ঘ) | ফ্যাটি এসিড |
সঠিক উত্তর: (খ)
৩৮. | শরীরে সুগন্ধি দিলে তার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে কেন? |
Ο ক) | অভিস্রবণের ফলে |
Ο খ) | ব্যাপনের ফলে |
Ο গ) | ইমবাইবিশনের ফলে |
Ο ঘ) | গ্যাটেশনের ফলে |
সঠিক উত্তর: (খ)
৩৯. | উদ্ভিদ কীভাবে পাতার তাপমাত্রা সহনশীল রাখে? |
Ο ক) | ব্যাপনের মাধ্যমে |
Ο খ) | প্রস্বেদনের মাধ্যমে |
Ο গ) | গ্যাটেশনের মাধ্যমে |
Ο ঘ) | অভিস্রবণের মাধ্যমে |
সঠিক উত্তর: (খ)
৪০. | রক্তের প্রকৃতি দেখতে কেমন? |
Ο ক) | ক্ষারী |
Ο খ) | অম্লীয় |
Ο গ) | স্বচ্ছ |
Ο ঘ) | মৃদু |
সঠিক উত্তর: (ক)
৪১. | প্রচুর দুশ্চিন্তার কারণে হালিম সাহেবের সবসময় মাথাব্যথা করে এবং খুবই উগ্র মেজাজে থাকেন তিনি। এটি এক ধরনের রোগের ফলে হচ্ছে। রোগটি হলো- |
Ο ক) | উচ্চ রক্তচাপ |
Ο খ) | নিম্ন রক্তচাপ |
Ο গ) | উচ্চ কোলোস্টেরোল |
Ο ঘ) | নিম্ন কোলেস্টেরোল |
সঠিক উত্তর: (ক)
৪২. | বাংলাদেশে কত ভাগ লোক এনিমিয়া নামক রোগে ভুগে? |
Ο ক) | এক তৃতীয়াংশ |
Ο খ) | এক চতুর্থাংশ |
Ο গ) | দুই তৃতীয়াংশ |
Ο ঘ) | অর্ধেক |
সঠিক উত্তর: (গ)
৪৩. | ফ্লোয়েমে প্রস্তুত খাদ্য উদ্ভিদের কোথায় পরিবহন হয়? |
Ο ক) | উপরের দিকে |
Ο খ) | নিচের দিকে |
Ο গ) | পার্শ্বদিকে |
Ο ঘ) | উপর বা নিচের দিকে |
সঠিক উত্তর: (ঘ)
৪৪. | দেহে প্রহরীর মত কাজ করে কোনটি? |
Ο ক) | লোহিত রক্তকণিকা |
Ο খ) | অনুচক্রিকা |
Ο গ) | শ্বেত রক্তকণিকা |
Ο ঘ) | লসিকা |
সঠিক উত্তর: (গ)
৪৫. | অধিক মাত্রার কোলেস্টেরোলযুক্ত খাবার কোনটি? |
Ο ক) | আম |
Ο খ) | দুধ |
Ο গ) | ডিমের কুসুম |
Ο ঘ) | পিঠা |
সঠিক উত্তর: (গ)
৪৬. |
বাতজ্বর প্রকোপের লক্ষণ হলো- i. ওজন হ্রাস ও এনিমিয়া ii. ক্লান্তি ও ক্ষুধামান্দ্য iii. অস্থিসন্ধিতে ব্যথা ও ত্বক লালচে হওয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৭. | রক্তের ভালো কোলেস্টোরোল কোনটি? |
Ο ক) | LDL |
Ο খ) | HDL |
Ο গ) | LDB |
Ο ঘ) | GDL |
সঠিক উত্তর: (খ)
৪৮. |
উদ্ভিদের প্রস্বেদন কাজে লাগে- i. রস উত্তোলনে ii. �খাদ্য পরিবহনে iii. অতিরিক্ত পানি চাপ মুক্তকরণে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৯. |
ধমনিতে রক্তের উচ্চ চাপ ১২০ ছাড়িয়ে যায়- i. দুঃশ্চিন্তা করলে ii. দেহের ওজন অতিরিক্ত থাকলে iii. এনিমিয়া হলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫০. | রাতে পত্ররন্ধ্র বন্ধ থাকে কেন? |
Ο ক) | শ্বসনের জন্য |
Ο খ) | সালোকসংশ্লেষণ না হওয়াতে |
Ο গ) | প্রস্বেদনের সুবিধার্থে |
Ο ঘ) | ব্যাপনের কারণে |
সঠিক উত্তর: (খ)
৫১. | কোনগুলো প্রস্বেদনের বাহ্যিক প্রভাবক? |
Ο ক) | তাপমাত্রা, আলো |
Ο খ) | আলো, পত্রের সংখ্যা |
Ο গ) | পাতায় আয়তন বায়ুপ্রবাহ |
Ο ঘ) | বায়ুপ্রবাহ ও পাতার সংখ্যা |
সঠিক উত্তর: (ক)
৫২. | হৃৎপিন্ডের কতটি প্রকোষ্ঠ থাকে? |
Ο ক) | এক |
Ο খ) | দুই |
Ο গ) | তিন |
Ο ঘ) | চার |
সঠিক উত্তর: (ঘ)
৫৩. | কতটি প্রক্রিয়া সম্মিলিতভাবে শোষণ কাজ সম্পাদন করে? |
Ο ক) | দুইটি |
Ο খ) | তিনটি |
Ο গ) | চারটি |
Ο ঘ) | পাঁচটি |
সঠিক উত্তর: (খ)
৫৪. | উচ্চ রক্তচাপের জন্য দায়ী- |
Ο ক) | থাইরয়েড গ্রন্থি |
Ο খ) | পিটুইটারি গ্রন্থি |
Ο গ) | অ্যাড্রোনালিন গ্রন্থি |
Ο ঘ) | অগ্ন্যাশয় |
সঠিক উত্তর: (ঘ)
৫৫. | তুমি কীভাবে সহজেই অভিস্রবণ প্রক্রিয়া পরীক্ষা করতে পারবে? |
Ο ক) | কিশমিশ ও পানি দিয়ে |
Ο খ) | আতর ও ন্যাপথ্যলিন দিয়ে |
Ο গ) | টবে লাগানো গাছ ও পলিথিন দিয়ে |
Ο ঘ) | রঙিন পানির বোতল ও পেপেরোমিয়া উদ্ভিদ দিয়ে |
সঠিক উত্তর: (ক)
৫৬. | একই বায়ুচাপে দ্রবণ ও দ্রাবকের ব্যাপন চাপের পার্থক্যেকে কী বলে? |
Ο ক) | ব্যাপন ঘনত্ব |
Ο খ) | ব্যাপন প্রক্রিয়া |
Ο গ) | ব্যাপন দূরত্ব |
Ο ঘ) | ব্যাপন চাপ ঘাটতি |
সঠিক উত্তর: (ঘ)
৫৭. | প্রস্বেদনের প্রয়োজনীয় পানি পরিবহন করে কোন টিস্যু? |
Ο ক) | ফ্লোয়েম টিস্যু |
Ο খ) | জাইলেম টিস্যু |
Ο গ) | ভাজক টিস্যু |
Ο ঘ) | পরিবহন টিস্যু |
সঠিক উত্তর: (খ)
৫৮. |
রক্ত সংবহনতন্ত্র থাকে- i. হৃৎপিন্ড ii. ধমনি ও শিরা iii. ল্যাকটিয়েল নালি নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৯. |
পানির মূল হতে পাতা ও বিভিন্ন শাখা-প্রশাখার পৌঁছানোতে কাজ করে- i. অভিস্রবণ প্রক্রিয়া ii. প্রস্বেদন প্রক্রিয়া iii. ইমবাইবিশন প্রক্রিয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬০. |
তোমার বন্ধুর রক্তের গ্রুপ ‘B’ পজেটিভ। তার শরীরে ‘A’ পজেটিভ রক্ত সঞ্চালনে বিপদ ঘটবে- i. রক্তকণিকা জমাট বাঁধা ও বিশিষ্ট হওয়ায় ii. প্রসারেব সাথে হিমোগ্রোবিন নির্গত হওয়ায় iii. ইউরোমিয়া রোগ সৃষ্টি হওয়ায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬১. | একই বায়ুচাপে কোন একটি দ্রবণ ও দ্রাবকের ব্যাপন চাপের যে পার্থক্য হয় তাকে কী বলে? |
Ο ক) | বায়ুচাপ ঘাটতি |
Ο খ) | ব্যাপন চাপ ঘাটতি |
Ο গ) | মূলজ চাপ ঘাটতি |
Ο ঘ) | অভিস্রবণিক চাপ ঘাটতি |
সঠিক উত্তর: (খ)
৬২. | সারা দেহে রক্ত একবার সম্পূর্ণ পরিভ্রমণের জন্য কত সময় লাগে? |
Ο ক) | ২ মিনিট |
Ο খ) | ৩ মিনিট |
Ο গ) | ৫ মিনিট |
Ο ঘ) | ১ মিনিট |
সঠিক উত্তর: (ঘ)
৬৩. | যে তন্ত্রের মাধ্যমে তরল� যোজক কলা দেহের বিভিন্ন অংশে চলাচল করে তাকে কী� বলে? |
Ο ক) | স্নায়ুতন্ত্র |
Ο খ) | পেশীতন্ত্র |
Ο গ) | অস্থিতন্ত্র |
Ο ঘ) | রক্ত সংবহনতন্ত্র |
সঠিক উত্তর: (ঘ)
৬৪. | ডান নিলয় থেকে Co2 সমৃদ্ধ রক্ত কোন ধমনির সাহায্য বের হয়? |
Ο ক) | ফুসফুসীয় ধমনি |
Ο খ) | সাবক্ল্যাভিয়ান ধমনি |
Ο গ) | ডর্সাল আওর্টা |
Ο ঘ) | ভার্টিব্রাল ধমনি |
সঠিক উত্তর: (ক)
৬৫. |
স্ট্রেপটোকক্কাস অণুজীবের সংরক্ষণ হয়- i. শ্বাসনালির প্রদাহ ii. ফুসকুড়িযুক্ত সংক্রামক জ্বর iii. অন্তঃকর্ণের সংক্রামক রোগ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬৬. | কোন বিজ্ঞানী প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নামে অভিহিত করেছেন? |
Ο ক) | বেন্টিক |
Ο খ) | ক্যালভিন |
Ο গ) | হ্যারিস |
Ο ঘ) | কার্টিস |
সঠিক উত্তর: (ঘ)
৬৭. |
উদ্ভিদের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়ার প্রক্রিয়াটির ফলে- i. মূল থেকে পাতা পর্যন্ত টান সৃষ্টি হয় ii. উদ্ভিদ কম পানি ও খনিজ শোষণ করতে পারে iii. পাতার মেসোফিলে ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৬৮. |
রক্ত সঞ্চালনকারী অঙ্গটির সবচেয়ে ভেতরের স্তর- i. দৃঢ় অনৈচ্ছিক পেশী দ্বারা গঠিত ii. কপাটিকাগুলোকে আবৃত রাখে iii. প্রকোষ্ঠগুলোকে আবৃত রাখে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৬৯. | মিতু ‘AB’ ব্লাড গ্রুপধারী ব্যক্তি। তার রক্তে এন্টিজেন ও এন্টিবডির ক্ষেত্রে সঠিক তথ্য কোনটি? |
Ο ক) | এন্টিজেন B, এন্টিবডি a |
Ο খ) | এন্টিজেন AB, এন্টিবডি অনুপস্থিত |
Ο গ) | এন্টিজেন A, এন্টিবডি B |
Ο ঘ) | এন্টিজেন B, এন্টিবডি A |
সঠিক উত্তর: (খ)
৭০. |
শারীরিক সুস্থরা জন্য রক্তে কোলেস্টোরলের মাত্রা ঠিক রাখা আবশ্যক। তুমি এ লক্ষ্যে কম গ্রহণ করবে- i. মাখন ও চিংড়ি ii. ঝিনুক ও ডিম iii. গবাদি পশুর যকৃৎ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭১. | হৃৎপিন্ডের একবার সংকোচন ও প্রসারণকে একত্রে কী বলে? |
Ο ক) | হৃদস্পন্দন |
Ο খ) | সিস্টোল |
Ο গ) | ডায়াস্টোল |
Ο ঘ) | রক্তচাপ |
সঠিক উত্তর: (ক)
৭২. | পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত? |
Ο ক) | ১ থেকে ২ লিটার |
Ο খ) | ২.৫ থেকে ৪ লিটার |
Ο গ) | ৫ থেকে ৬ লিটার |
Ο ঘ) | ৬ থেকে ৮ লিটার |
সঠিক উত্তর: (গ)
৭৩. | কোন ব্যক্তির শিরার মধ্যে বাইরে থেকে অন্যের রক্ত প্রবেশ করানোকে কী বলে? |
Ο ক) | রক্ত তঞ্চন |
Ο খ) | রক্ত সংযোজন |
Ο গ) | রক্ত ক্ষরণ |
Ο ঘ) | রক্ত দূষণ |
সঠিক উত্তর: (খ)
৭৪. | কোন প্রক্রিয়ায় প্রথমে কোষস্থ অতিরিক্ত পানি বাষ্প হয়ে আন্তঃকোষীয় জায়গায় বের হয়? |
Ο ক) | কিউটিকুলার প্রস্বেদন |
Ο খ) | লেন্টিকুলার প্রস্বেদন |
Ο গ) | পত্ররন্ধ্রীয় প্রস্বেদন |
Ο ঘ) | ইউটিকুলার প্রস্বেদন |
সঠিক উত্তর: (গ)
৭৫. | মূলরোম থেকে পানি মূলের কোন অঞ্চলে প্রবেশ করে? |
Ο ক) | কর্টেক্স |
Ο খ) | এন্ডোডার্মিস |
Ο গ) | জাইলেম |
Ο ঘ) | ফ্লোয়েম |
সঠিক উত্তর: (ক)
৭৬. | অনুচক্রিকা কোথায় উৎপন্ন হয়? |
Ο ক) | লসিকায় |
Ο খ) | হৃৎপিন্ডে |
Ο গ) | অস্থিমজ্জায় |
Ο ঘ) | মস্তিষ্কে |
সঠিক উত্তর: (গ)
৭৭. | কোনটি লিউকেমিয়ার অন্তভুর্ক্ত নয়? |
Ο ক) | বুকে ব্যাথা |
Ο খ) | নাক থেকে রক্ত পড়া |
Ο গ) | হাত ও পাত কাঁপতে থাকা |
Ο ঘ) | বাতজ্বর |
সঠিক উত্তর: (ঘ)
৭৮. |
ব্যাপন ঘটে- i. পাতার মেসোফিল টিস্যুতে ii. ঘরের কোনায় সুগন্ধি ঢেলে দিলে iii. অর্ধভেদ্য পর্দার এপাশ থেকে ওপাশে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭৯. | উদ্ভিদ বিপাকীয় শক্তি ব্যতিরেকেই কিছু খনিজ শোষণ করে কোন প্রক্রিয়ায়? |
Ο ক) | সক্রিয় শোষণ |
Ο খ) | পরোক্ষ শোষণ |
Ο গ) | প্রত্যক্ষ শোষণ |
Ο ঘ) | নিস্ক্রিয় শোষণ |
সঠিক উত্তর: (ঘ)
৮০. | তাপমাত্রা বাড়লে সাধারণত ব্যাপন হার- |
Ο ক) | কমে |
Ο খ) | বাড়ে |
Ο গ) | বাড়তেও পারে কমতেও পারে |
Ο ঘ) | অপরিবর্তিত থাকে |
সঠিক উত্তর: (খ)
৮১. |
বাতজ্বরের পরবর্তী পর্যায়ে- i. অস্থিসন্ধিতে ব্যাথা হয় ii. ত্বকে লালচে রং দেখা যায় iii. মাথা ব্যাথা দেখা দেয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৮২. | যে সব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিন্ডে ফিরে আসে তাকে কী বলে? |
Ο ক) | শিরা |
Ο খ) | ধমনি |
Ο গ) | কৈশিক |
Ο ঘ) | নালিকা |
সঠিক উত্তর: (ক)
৮৩. |
মস্তিষ্কে রক্তক্ষরণ হয়- i. ভয় পেলে ii. মানসিক চাপের ফলে iii. উত্তেজনার ফলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৮৪. | রক্ত সংবহনতন্ত্রকে সাধারণত কয়ভাগে ভাগ করা যায়? |
Ο ক) | দুই ভাগে |
Ο খ) | তিন ভাগে |
Ο গ) | চার ভাগে |
Ο ঘ) | পাঁচ ভাগে |
সঠিক উত্তর: (খ)
৮৫. | সূর্যের প্রখর উত্তাপেও গরম হয় না- |
Ο ক) | পাতা |
Ο খ) | কান্ড |
Ο গ) | মূল |
Ο ঘ) | জাইলেম |
সঠিক উত্তর: (ক)
৮৬. | কোন ঋতুতে ফ্লোয়েমে খাদ্য পরিবহন কম হয়? |
Ο ক) | গ্রীষ্মকাল |
Ο খ) | বর্ষাকাল |
Ο গ) | শীতকাল |
Ο ঘ) | বসন্তকাল |
সঠিক উত্তর: (গ)
৮৭. | শিরার কপাটিকা থাকে কেন? |
Ο ক) | রক্ত o2 যুক্ত হওয়ার জন্য |
Ο খ) | রক্তের পরিমাণ বেশি থাকার জন্য |
Ο গ) | রক্ত দেহের দিকে ফিরতে বাধা দেওয়ার জন্য |
Ο ঘ) | রক্তে o2 কম থাকার জন্য |
সঠিক উত্তর: (গ)
৮৮. |
অভিস্রবণের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য- i. বৈষম্য ভেদ পর্দা আবশ্যক ii. উচ্চ ঘনত্ব অঞ্চল হতে নিম্ন ঘনত্ব অঞ্চলের দিকে দ্রাবকের গমন iii. প্রক্রিয়ায় মূলরোম দ্বারা পানি শোষণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৯. | প্লোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি? |
Ο ক) | ৬০ |
Ο খ) | ৭০ |
Ο গ) | ৮০ |
Ο ঘ) | ৯০ |
সঠিক উত্তর: (ঘ)
৯০. | উদ্ভিদ পরিবহন বলতে বুঝায়- |
Ο ক) | পানি, খনিজ ও প্রস্তুত খাদ্যের চলাচল |
Ο খ) | উদ্ভিদের বৃদ্ধি ও চলন |
Ο গ) | অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণ |
Ο ঘ) | অক্সিজেন নির্গমন |
সঠিক উত্তর: (ক)
৯১. | জাইলেম ভেসেল বা ফ্লোয়েমের সিভনল কোনো কারণে বন্ধ হয়ে গেলে উদ্ভিদের কী পরিণতি হয়? |
Ο ক) | কান্ড অস্বাভাবিক বৃদ্ধি পায় |
Ο খ) | পাতা কুঁচকে যায় |
Ο গ) | পাতায় ক্লোরোসিস হয় |
Ο ঘ) | উদ্ভিদের মৃত্যু ঘটে |
সঠিক উত্তর: (ঘ)
৯২. | পূর্ণবয়স্ক মানুষের দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা শ্বেত রক্তকণিকার চেয়ে কতগুণ বেশি? |
Ο ক) | ২০০ |
Ο খ) | ৩০০ |
Ο গ) | ৪০০ |
Ο ঘ) | ৫০০ |
সঠিক উত্তর: (ঘ)
৯৩. |
উচ্চ রক্তচাপের লক্ষণ- i. ঘাড় ব্যথা করা ii. শ্বাসকষ্ট হওয়া iii. ঠিকমত ঘুম না হওয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৯৪. | তাপমাত্রার তারতম্যের সাথে কোনটি উঠানামা করে? |
Ο ক) | ব্যাপন হার |
Ο খ) | শ্বসন হার |
Ο গ) | ইমবাইবিশন হার |
Ο ঘ) | প্রস্বেদন হার |
সঠিক উত্তর: (ঘ)
৯৫. |
উক্ত ব্যাগগুলোর মধ্যে- i. ব্যাগ-১ রক্ত দিতে পারবে A ও AB গ্রুপকে ii. ব্যাগ-২ রক্ত দিতে পারবে B ও O গ্রুপকে iii. ব্যাগ-৩ রক্ত দিতে পারবে AB গ্রুপকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৯৬. | কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করে চারটি গ্রুপের নাম দেন? |
Ο ক) | মাসকেল |
Ο খ) | দ্য ভ্রিস |
Ο গ) | কার্ল ল্যান্ডস্টেইনার |
Ο ঘ) | লুন্ডেগার্ড |
সঠিক উত্তর: (গ)
৯৭. | হৃৎপিন্ডের সংকোচনকে কী বলে? |
Ο ক) | ডায়াস্টোল |
Ο খ) | সিস্টোল |
Ο গ) | উর্বশিরা |
Ο ঘ) | কপাটিকা |
সঠিক উত্তর: (খ)
৯৮. | কোনটি হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে? |
Ο ক) | আমিষ |
Ο খ) | স্নেহ |
Ο গ) | শর্করা |
Ο ঘ) | খনিজ লবণ |
সঠিক উত্তর: (ক)
৯৯. | রেশম পোকায় যে গুটি থাকে তাকে কী বলে? |
Ο ক) | কোকুন |
Ο খ) | ফাইব্রয়েন |
Ο গ) | কেরাটিন |
Ο ঘ) | বোলাজেন |
সঠিক উত্তর: (ক)
১০০. | মস্তিষ্কের ধমনি ছিড়ে রক্তপাত হওয়াকে কী বলে? |
Ο ক) | স্ট্রোক |
Ο খ) | কার্ডিয়াক ফেইলিউর |
Ο গ) | মায়োকার্ডিয়াল ইনফেকশন |
Ο ঘ) | অ্যানজিনা |
সঠিক উত্তর: (ক)
১০১. | রক্তের বর্জ্য পদার্থ কোনটি? |
Ο ক) | ইউরিয়া |
Ο খ) | অ্যামাইনো এসিড |
Ο গ) | ফাইব্রিনোজেন |
Ο ঘ) | অ্যালবুমিন |
সঠিক উত্তর: (ক)
১০২. | রক্তের রং লাল দেখায় কেন? |
Ο ক) | অণুচক্রিকায় থ্রম্বিনের জন্য |
Ο খ) | লোহিত কণিকায় হিমোগ্লোবিনের জন্য |
Ο গ) | অণুচক্রিকায় থ্রোমোপ্লাস্টিনের জন্য |
Ο ঘ) | শ্বেতকণিকায় ক্রিয়োটিনিনের জন্য |
সঠিক উত্তর: (খ)
১০৩. |
উক্ত রক্তচাপ হলো- i. নীরব ঘাতক ii. স্ট্রোকের অন্যতম কারণ iii. লিউকেমিয়ার অন্যতম কারণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১০৪. |
লাল রঙের রক্তকণিকা- i. শিশুদের দেহে বেশি ii. পুরুষের তুলনায় নারীর রক্তে বেশি iii. জীবনের প্রতিমূহুর্তে ধ্বংসপ্রাপ্ত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১০৫. | হৃৎপিন্ডের প্রসারণকে কী বলে? |
Ο ক) | ডায়াস্টোল |
Ο খ) | সিস্টোল |
Ο গ) | ভালভ |
Ο ঘ) | কপাটিকা |
সঠিক উত্তর: (ক)
১০৬. | যে সব নালির ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয় তাকে কী বলে? |
Ο ক) | হৃদস্পন্দন |
Ο খ) | রক্তরস |
Ο গ) | রক্ত সংবহন |
Ο ঘ) | রক্তনালি |
সঠিক উত্তর: (ঘ)
১০৭. | শিরাগুলো আরম্ভ হয়ে কোনটি থেকে? |
Ο ক) | হৃৎপিন্ড |
Ο খ) | ধমনীর প্রান্ত |
Ο গ) | কৈশিকনালি |
Ο ঘ) | স্নায়ু |
সঠিক উত্তর: (গ)
১০৮. | সংকুচিত প্রোটোপ্লাজমকে বাঁচাতে কোনটি প্রয়োজন? |
Ο ক) | অক্সিজেন |
Ο খ) | কার্বন ডাইঅক্সাইড |
Ο গ) | পটাসিয়াম |
Ο ঘ) | পানি |
সঠিক উত্তর: (ঘ)
১০৯. | উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কান্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয়? |
Ο ক) | কিউটিকল |
Ο খ) | লেন্টিসেল |
Ο গ) | বর্ষবলয় |
Ο ঘ) | কাইটিন |
সঠিক উত্তর: (খ)
১১০. |
উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুর কোষ হলো- i. সিভনল ও সঙ্গীকোষ ii. ট্রাকিড ও ভেসেল iii. প্যারেনকাইমা ও বাস্ট ফাইবার নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১১১. | টসটসে কিশমিশ চিনির ঘন দ্রবণে ভিজিয়ে রাখলে কী ঘটবে? |
Ο ক) | চুপসে যাবে |
Ο খ) | ফুলে বড় হবে |
Ο গ) | আবরণ ছিঁড়ে যাবে |
Ο ঘ) | আবরণ শক্ত হবে |
সঠিক উত্তর: (ক)
১১২. | তুমি কীভাবে নাড়ির স্পন্দন অনুভব করতে পারবে? |
Ο ক) | বুকের বাম পাশের ওপর হাত রেখে |
Ο খ) | হাতের কনুয়ের ওপর হাত রেখে |
Ο গ) | হাতের কবজির ওপর হাত রেখে |
Ο ঘ) | বুকের ডান পাশের ওপর হাত রেখে |
সঠিক উত্তর: (গ)
১১৩. | উদ্ভিদের মূল দ্বারা গৃহীত উপাদানগুলো কোন প্রক্রিয়ায় পার্শ্বীয় কোষে স্থানান্তরিত হয়? |
Ο ক) | অভিস্রবণ |
Ο খ) | ব্যাপন |
Ο গ) | ইমবাইবিশন |
Ο ঘ) | মাস ফ্লো |
সঠিক উত্তর: (খ)
১১৪. | নিচের কোনটি পাতলা প্রাচীর বিশিষ্ট? |
Ο ক) | শিরা |
Ο খ) | ধমনি |
Ο গ) | কৈশিক জালিকা |
Ο ঘ) | টিউনিকা ইন্টারনা |
সঠিক উত্তর: (গ)
১১৫. |
মানুষের রক্তের বর্ণহীন তরল অংশে প্রাপ্ত এন্টিবডি হলো- i. A ii. b iii. a নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১১৬. | মৃত শ্বেতকণিকা কীসে পরিণত হয়? |
Ο ক) | রক্তরস |
Ο খ) | পুঁজ |
Ο গ) | টিউমার |
Ο ঘ) | অনুচক্রিকা |
সঠিক উত্তর: (খ)
১১৭. | নিয়মিত ও পরিমিত ব্যায়াম, আহার গ্রহণ এবং মেদবহুল খাদ্য ও ধুমপান পরিহার করলে কী হয়? |
Ο ক) | উচ্চ রক্তচাপ থেকে রেহাই পাওয়া যায় |
Ο খ) | মানুষ র্দীর্ঘায়ু লাভ করে |
Ο গ) | ডায়াবেটিস উপশম হয় |
Ο ঘ) | নিম্ন রক্তচাপ নিরাময় করে |
সঠিক উত্তর: (ক)
১১৮. | ব্যাপনের পূর্বশর্তের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? |
Ο ক) | একই তাপমাত্রা ও উচ্চতা |
Ο খ) | একই তাপমাত্রা ও বায়ুমন্ডলীয় চাপ |
Ο গ) | ভিন্ন তাপমাত্রা ও উষ্ণতা |
Ο ঘ) | ভিন্ন তাপমাত্রা ও বায়ুমন্ডলীয় চাপ |
সঠিক উত্তর: (খ)
১১৯. | স্বাভাবিক সুস্থ বয়স্ক ব্যাক্তির ডায়াস্টোলিক চাপ কত? |
Ο ক) | ৫০-৭০ মিলিমিটার |
Ο খ) | ৬০-৭০ মিলিমিটার |
Ο গ) | ৬৫-৯০ মিলিমিটার |
Ο ঘ) | ৭০-৯০ মিলিমিটার |
সঠিক উত্তর: (গ)
১২০. | রক্তশূন্যতার কারণে সৃষ্ট রোগ কোনটি? |
Ο ক) | এনিমিয়া |
Ο খ) | গলগন্ড |
Ο গ) | আমাশয় |
Ο ঘ) | কলেরা |
সঠিক উত্তর: (ক)
১২১. | গাড় ও মাথার পেছনের দিকে ব্যথা হওয়া কোন রোগের লক্ষণ? |
Ο ক) | করোনানারি থ্রম্বসিস |
Ο খ) | প্লুরিসি |
Ο গ) | ব্রঙ্কাইটিস |
Ο ঘ) | উচ্চ রক্তচাপ |
সঠিক উত্তর: (ঘ)
১২২. | শীতকালে প্রস্বেদন কম হয়, কারণ- |
Ο ক) | আর্দ্রতা কম থাকে |
Ο খ) | পত্ররন্ধ্র বন্ধ থাকে |
Ο গ) | পাতা ঝরে যায় |
Ο ঘ) | সবগুলোই |
সঠিক উত্তর: (গ)
১২৩. | কখন হৃদকম্পন সাধারণ মানের থেকে বৃদ্ধি পায়? |
Ο ক) | মাদক ও নেশা থেকে |
Ο খ) | মশলাযুক্ত খাবার গ্রহণে |
Ο গ) | সুষম খাদ্য গ্রহণে |
Ο ঘ) | অলস জীবন যাপনে |
সঠিক উত্তর: (ক)
১২৪. | কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেন? |
Ο ক) | উইলিয়াম হার্ভে |
Ο খ) | কার্লল্যান্ড স্টেইনার |
Ο গ) | হ্যাভারল্যান্ড |
Ο ঘ) | ক্যুন |
সঠিক উত্তর: (খ)
১২৫. | উদ্ভিদে প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়? |
Ο ক) | ট্রাকিড |
Ο খ) | সিভনল |
Ο গ) | ভেসেল |
Ο ঘ) | ইমবাইবিশন |
সঠিক উত্তর: (গ)
১২৬. |
শ্বেত রক্তকণিকা- i. অনিয়মিত আকারের হয় ii. লাল অস্থিমজ্জা ও লসিকাগ্রন্থিতে উৎপন্ন হয় iii. দেহে প্রহরীর কাজ করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১২৭. | গঠন আকৃতি ও কাজের ভিত্তিতে রক্ত বাহিকা কত প্রকার? |
Ο ক) | দুই |
Ο খ) | তিন |
Ο গ) | চার |
Ο ঘ) | পাঁচ |
সঠিক উত্তর: (খ)
১২৮. | কোলেস্টেরোলের কারণে হৃৎপিন্ডে রক্ত চলাচল কমে যাবার ফলে বুকে ব্যাথা সৃষ্টি হয়। এ অবস্থানকে কী বলে? |
Ο ক) | একলামশিয়া |
Ο খ) | অ্যানজিনা |
Ο গ) | লিউকেমিয়া |
Ο ঘ) | এ্যাজমা |
সঠিক উত্তর: (খ)
১২৯. |
রক্তরসের উপাদান হলো- i. পানি ও আমিষ ii. ভিটামিন ও হরমোন iii. গ্যালোজ ও কোলেস্টোরল নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৩০. | রক্তে উচ্চ কোলেস্টোরলে সৃষ্ট প্রযোজ্য সমস্যা কোনটি? |
Ο ক) | হিমোফিলিয়া |
Ο খ) | থ্যালাসমিয়া |
Ο গ) | অ্যানজিনা |
Ο ঘ) | লিউকেমিয়া |
সঠিক উত্তর: (গ)
১৩১. | উদ্ভিদের দেহের কোষপ্রাচীর, প্রোটোপ্লাজম কীভাবে পানি শোষণ করে? |
Ο ক) | অভিস্রবণ |
Ο খ) | ইমবাইবিশন |
Ο গ) | ব্যাপন |
Ο ঘ) | শোষণ |
সঠিক উত্তর: (ক)
১৩২. | সুস্থ মানুষের স্বাভাবিক অবস্থায় ডায়াস্টোলিক চাপ কত পারদ স্তম্ভের সমান? |
Ο ক) | ৬৫-৯০ মি.মি. |
Ο খ) | ৮০-১১০ মি.মি. |
Ο গ) | ১০০-১৫০ মি.মি. |
Ο ঘ) | ১৫০-১৭০ মি.মি. |
সঠিক উত্তর: (ক)
১৩৩. | কোনটি অণুচক্রিকার উৎপত্তিস্থল? |
Ο ক) | অস্থিমজ্জা |
Ο খ) | যকৃত |
Ο গ) | অগ্ন্যাশয় |
Ο ঘ) | পাকস্থলী |
সঠিক উত্তর: (ক)
১৩৪. |
রক্তরসে থাকা আমিষগুলো হলো- i. সিরিন ii. গ্লোবিউলিন iii. ফাইব্রিনোজেন নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৩৫. |
রক্ত সংবহনকারী অঙ্গগুলোর সুবিধা হলো- i. রক্ত সরাসরি বিভিন্ন অঙ্গে পৌঁছে ii. রক্তনালির নির্দিষ্ট ব্যাস থাকে না iii. বিভিন্ন অঙ্গে পরিভ্রমণ করে রক্ত হৃৎপিন্ডের দ্রুত ফিরে আসে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৩৬. | প্রোপোপ্লাজমকে সজীব রাখতে কোনটির বিকল্প নেই? |
Ο ক) | পানি |
Ο খ) | টিস্যু |
Ο গ) | কোষ |
Ο ঘ) | অক্সিজেন |
সঠিক উত্তর: (ক)
১৩৭. | কোলেস্টেরোল কোন হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগ? |
Ο ক) | ফরমালডিহাইড |
Ο খ) | কেলেস্টেইন |
Ο গ) | ফ্যাটি এসিড |
Ο ঘ) | ইথানল |
সঠিক উত্তর: (খ)
১৩৮. | গঠন, আকৃতি ও কাজের ভিত্তিতে রক্তনালি কয় প্রকার? |
Ο ক) | দুই প্রকার |
Ο খ) | তিন প্রকার |
Ο গ) | চার প্রকার |
Ο ঘ) | পাঁচ প্রকার |
সঠিক উত্তর: (খ)
১৩৯. | বায়ুমন্ডলের চাপ বাড়ালে ব্যাপন হার কী হবে? |
Ο ক) | বাড়ে |
Ο খ) | কমে |
Ο গ) | সমান থাকে |
Ο ঘ) | অপরিবর্তনীয় |
সঠিক উত্তর: (খ)
১৪০. | কলয়েড জাতীয় শুকনো বা আধা শুকনো পদার্থের তরল পদার্থ শোষণের প্রক্রিয়াকে কী বলে? |
Ο ক) | অভিস্রবণ |
Ο খ) | ব্যাপন |
Ο গ) | ইমবাইবিশন |
Ο ঘ) | গ্যাটেশন |
সঠিক উত্তর: (গ)
১৪১. | ধমনির প্রাচীর কত স্তর বিশিষ্ট? |
Ο ক) | এক |
Ο খ) | দুই |
Ο গ) | তিন |
Ο ঘ) | চার |
সঠিক উত্তর: (গ)
১৪২. | মেঘলা দিনে উদ্ভিদের কান্ডে শ্বসনের জন্য প্রয়োজনীয়� অক্সিজেন কোথা থেকে আসে? |
Ο ক) | বায়ুমন্ডল ও সালোকসংশ্লেষণ থেকে পরিবহনের মাধ্যমে |
Ο খ) | ব্যাপনের মাধ্যমে বায়ুমন্ডল থেকে |
Ο গ) | পাতার কোষে সালোকসংশ্লেষণ থেকে |
Ο ঘ) | বায়ুমন্ডল ও সালোকসংশ্লেষণ থেকে ব্যাপনের মাধ্যমে |
সঠিক উত্তর: (খ)
১৪৩. | সাধারণত রক্তের কতভাগ রক্তরস? |
Ο ক) | ৫৫ |
Ο খ) | ৬০ |
Ο গ) | ৬৫ |
Ο ঘ) | ৭০ |
সঠিক উত্তর: (ক)
১৪৪. | খারাপ কোলেস্টোরোল কোনটি? |
Ο ক) | LDL |
Ο খ) | HDL |
Ο গ) | BDL |
Ο ঘ) | CDL |
সঠিক উত্তর: (ক)
১৪৫. | প্রতি কিউবিক মিলিমিটারে শ্বেত রক্তকণিকার সংখ্যা কত? |
Ο ক) | ১০-১৫ হাজার |
Ο খ) | ১০-১২ হাজার |
Ο গ) | ৫-৭ হাজার |
Ο ঘ) | ৫-১০ হাজার |
সঠিক উত্তর: (ঘ)
১৪৬. |
প্রস্বেদনের প্রক্রিয়া- i. শোষণের চেয়ে বেশি হলে উদ্ভিদ মরে যেতে পারে ii. না থাকলে অভিস্রবণ বেশি হবে iii. শীতকালে বহু উদ্ভিদের পাতা ঝড়িয়ে দেয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৪৭. | উদ্ভিদ বিপাকীয় শক্তি ব্যতিরেকেই কিছু খনিহ শোষণ করে কোন প্রক্রিয়ায়? |
Ο ক) | নিস্ক্রিয় শোষণ |
Ο খ) | সক্রিয় শোষণ |
Ο গ) | পরোক্ষ শোষণ |
Ο ঘ) | প্রত্যক্ষ শোষণ |
সঠিক উত্তর: (ক)
১৪৮. | কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে কোনটি? |
Ο ক) | শিরা |
Ο খ) | ধমনি |
Ο গ) | অস্থিমজ্জা |
Ο ঘ) | কৈশেক জালিকা |
সঠিক উত্তর: (ক)
১৪৯. | প্রাণীজ তন্তুর মনোমার কোনটি? |
Ο ক) | অ্যামিনো এসিড |
Ο খ) | সেলুলোজ |
Ο গ) | গ্লুকোজ |
Ο ঘ) | ফ্যাটি এসিড |
সঠিক উত্তর: (ক)
১৫০. |
দেহে রক্ত সঞ্চালনকারী অঙ্গটির স্তর হলো- i. এপিকার্ডিয়াম ii. পেরিকার্ডিয়াম iii. এন্ডোকার্ডিয়াম নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৫১. |
মানবদেহে রক্ত যে তন্ত্রের মাধ্যমে বাহিত হয় তা- i. বন্ধ সংবহনতন্ত্র ii. সাধারণ গঠন শৈলি বিশিষ্ট iii. ছয়টি প্রধান অংশ নিয়ে গঠিত নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৫২. |
হৃৎপিন্ডের সংকোচনের ফলে- i. ধমনিগাত্রে রক্তচাপের মাত্রা সর্বাধিক থাকে ii. শিরায় রক্তচাপ বেশি থাকে iii. সিস্টোলিক চাপ সৃষ্টি হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৫৩. |
নিলয়ের প্রসারণের সময়- i. রক্তচাপ সবচেয়ে কম থাকে ii. ডায়াস্টোলিক চাপের সৃষ্টি হয় iii. রক্তচাপ সর্বোচ্চ থাকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৫৪. | কোষপ্রাচীর পানি শোষণ করে স্ফীত হয় কোন প্রক্রিয়ায়? |
Ο ক) | গাটেশন |
Ο খ) | বহিঃঅভিস্রবণ |
Ο গ) | ইমবাইবিশন |
Ο ঘ) | প্রস্বেদন |
সঠিক উত্তর: (গ)
১৫৫. | কোনটি লিউকেমিয়া রোগের উপসর্গ? |
Ο ক) | হাত বা পা কাঁপতে থাকা |
Ο খ) | পেট ভরা মনে হওয়া |
Ο গ) | ঘন ঘন মল ত্যাগ |
Ο ঘ) | বমি বমি ভাব |
সঠিক উত্তর: (ক)
১৫৬. | কোন গ্রন্থির হরমোন তৈরিতে কোলেস্টেরোল ব্যবহৃত হয়? |
Ο ক) | থাইরয়েড |
Ο খ) | প্যারাথাইরয়েড |
Ο গ) | এড্রেনাল |
Ο ঘ) | প্যারেটিড |
সঠিক উত্তর: (গ)
১৫৭. | উদ্ভিদের বিভিন্ন জৈব যৌগ কোন টিস্যুর মাধ্যমে বিপরীত দিকে একই সাথে চলাচল করে? |
Ο ক) | জটিল টিস্যুর |
Ο খ) | জাইলেম টিস্যুর |
Ο গ) | ক্ষরণকারী টিস্যুর |
Ο ঘ) | ফ্লোয়েম টিস্যুর |
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. | কোনটি ফ্লোয়েম গুচ্ছের অন্তর্ভূক্ত নয়? |
Ο ক) | জাইলেম |
Ο খ) | সঙ্গীকোষ |
Ο গ) | বাস্ট ফাইবার |
Ο ঘ) | জাইলেম প্যারেনাকাইমা |
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. | রক্তকোষের ক্যান্সারকে কী বলে? |
Ο ক) | হার্ট অ্যাটাক |
Ο খ) | বাতজ্বর |
Ο গ) | লিউকেমিয়া |
Ο ঘ) | এনিমিয়া |
সঠিক উত্তর: (গ)
১৬০. | কিউটিনযুক্ত আস্তরণকে কী বলে? |
Ο ক) | স্টোম্যাটা |
Ο খ) | লেন্টিসেল |
Ο গ) | রক্ষীকোষ |
Ο ঘ) | কিউটিকল |
সঠিক উত্তর: (ঘ)
১৬১. | নিচের কোনগুলোর সমন্বয়ে লসিকাতন্ত্র গঠিত? |
Ο ক) | লসিকা, লসিকানালি, শিরা |
Ο খ) | ধমনি, হৃৎপিন্ডি, উপশিরা |
Ο গ) | লাসিকা, কৈশিকনালি, ল্যাকটিয়েলনালি |
Ο ঘ) | লসিকা, লসিকানালি, ল্যাকটিয়েলনালি |
সঠিক উত্তর: (ঘ)
১৬২. | শ্বেত রক্তকণিকা কোন প্রক্রিয়ায় রোগজীবাণু ধ্বংস করে? |
Ο ক) | ফ্যাগোসাইটোসিস |
Ο খ) | অক্সিহিসোগ্লোবিন |
Ο গ) | ফাইবিনোজেন |
Ο ঘ) | অ্যান্টিবডিস |
সঠিক উত্তর: (ক)
১৬৩. |
উদ্ভিদ খনিজ লবণ পরিশোষণের প্রভাবক হলো- i. ব্যাপন চাপ ii. আয়নের ঘনত্ব iii. তাপমাত্রা নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৬৪. | নিচের কোন অবস্থা সৃষ্টি হবার ফলে ধমনিতে রক্ত চলাচলের জায়গা কমে যায়? |
Ο ক) | অ্যানজিনা |
Ο খ) | লিউকোমিয়া |
Ο গ) | একলামশিয়া |
Ο ঘ) | অ্যাথারোসক্লোরোসিস |
সঠিক উত্তর: (ঘ)
১৬৫. | হৃৎপিন্ডের প্রাচীর কতস্তর বিশিষ্ট? |
Ο ক) | এক |
Ο খ) | দুই |
Ο গ) | তিন |
Ο ঘ) | চার |
সঠিক উত্তর: (খ)
১৬৬. |
হৃৎপিন্ডে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহনকারী বাহিকা- i. পুরু ও স্থিতিস্থাপক প্রাচীর বিশিষ্ট ii. কপাটিকা হীন iii. সরু ও কম পেশিময় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৬৭. | কেন্দ্রিকাবিহীন ও পাতলা প্রাচীর যুক্ত সজীব কোষ কোনটি? |
Ο ক) | সঙ্গীকোষ |
Ο খ) | সিভনল |
Ο গ) | প্যালিসেড কোষ |
Ο ঘ) | ভেসেল |
সঠিক উত্তর: (খ)
১৬৮. |
কলয়েডধর্মী কোষীয় অঙ্গাণু হলো- i. প্রোটোপ্লাজম ii. সাইটোপ্লাজম iii. কোষ প্রাচীর নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৬৯. | মানবদেহে সম্পূর্ণ অংশে একবার পরিভ্রমণের সময়কাল কত? |
Ο ক) | ২ মিনিট বা তার চেয়ে বেশি |
Ο খ) | ১ মিনিট বা তার চেয়ে কম |
Ο গ) | ২০ সেকেন্ড তার চেয়ে কম |
Ο ঘ) | ১০ সেকেন্ড বা তার চেয়ে কম |
সঠিক উত্তর: (খ)
১৭০. |
জীবজগতের সালোকসংশ্লেষণ অতি প্রয়োজন, কারণ এটি- i. জীবজগতের প্রাথমিক খাদ্য সরবরাহ করে ii. পরিবেশ পরিশোধন করে iii. শক্তি উৎপন্ন করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৭১. | বিজ্ঞানী কার্লল্যান্ড স্টেইনীর কতসালে মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেন? |
Ο ক) | ১৯০১ |
Ο খ) | ১৮৯৯ |
Ο গ) | ১৮৯৩ |
Ο ঘ) | ১৯২৩ |
সঠিক উত্তর: (ক)
১৭২. |
রক্তচাপের মাত্রা কম বেশি হতে পারে- i. বয়সের কারণে ii. রোগের কারণে iii. সুষম খাদ্য গ্রহণের কারণে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৭৩. |
হৃৎপিন্ডে Co2 বহনকারী বাহিকা- i. পুরু প্রাচীর বিশিষ্ট ii. কম স্থিপিস্থাপক iii. কম পেশিময় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৭৪. | খনিজ লবণ শোষণের বাহক তত্ত্বের প্রবর্তন করেন কে? |
Ο ক) | ম্যাসন ও ম্যাসকেল(১৯২৮) |
Ο খ) | ফার ডাব ইনার্ট(১৯৩৭) |
Ο গ) | র্যাবিডু ও বার(১৯৬৫) |
Ο ঘ) | বিক্রন ও জনি(১৮৯৪) |
সঠিক উত্তর: (খ)
১৭৫. | তৃতীয় ধরনের লিপোপ্রোটিনকে কী বলে? |
Ο ক) | ডাই-গ্লিসারাইড |
Ο খ) | ট্রাই-গ্লিসারাইড |
Ο গ) | টেট্রা-গ্লিসারাইড |
Ο ঘ) | মনো-গ্লিসারাইড |
সঠিক উত্তর: (খ)
১৭৬. | পুরুষের ক্ষেত্রে গ্রাম/ ডেসিলিটার রক্তে LDL কোলেস্টোরালের মান কত? |
Ο ক) | ০.৪৫-১.৮১ |
Ο খ) | ০.৪৩-১.৫৩ |
Ο গ) | ১.৬৮-৪.৫৩ |
Ο ঘ) | ০.৯০-১.৬৮ |
সঠিক উত্তর: (গ)
১৭৭. | ব্যাপন কোন চাপের ফলে ঘটে? |
Ο ক) | বায়ুচাপ |
Ο খ) | ব্যাপন চাপ |
Ο গ) | মূলজ চাপ |
Ο ঘ) | অভিস্রবনিক চাপ |
সঠিক উত্তর: (খ)
১৭৮. | বড় উদ্ভিদের পাতায় পানি পৌছায় কিসের মাধ্যমে? |
Ο ক) | ট্রাকিড |
Ο খ) | সিভনল |
Ο গ) | ভেসেল |
Ο ঘ) | সঙ্গী কোষ |
সঠিক উত্তর: (খ)
১৭৯. | পাতায় প্রস্তুত খাদ্য কিসের মাধ্যমে প্রবাহিত হয়? |
Ο ক) | ফ্লোয়েমের সিভনলের |
Ο খ) | ফ্লোয়েমের সঙ্গী কোষের |
Ο গ) | জাইলেম ভেসেলের |
Ο ঘ) | জাইলেমের সিভনলের |
সঠিক উত্তর: (ক)
১৮০. |
মাটি থেকে মূলরোম পানি প্রবেশ করে- i. ইমবাইবিশন প্রক্রিয়ায় ii. ব্যাপন প্রক্রিয়ায় iii. অভিস্রবণ প্রক্রিয়ায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৮১. | পুরুষের রক্তে প্রতি গ্রাম/ ডেসি লিটার ট্রাই গ্লিসারাইডের আদর্শ মান কত? |
Ο ক) | ০.৯০-১.৪৫ |
Ο খ) | ০.৯০-১.৬৮ |
Ο গ) | ০.৪০-১.৫৩ |
Ο ঘ) | ০.৪৫-১.৮১ |
সঠিক উত্তর: (ঘ)
১৮২. |
লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টিকারী যৌগটি- i. কোষপ্রাচীর তৈরি ও রক্ষা করে ii. এন্ড্রোজেন ও ইস্ট্রোজেন তৈরিতে সাহায্য করে iii. পিত্ত ধ্বংস করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৮৩. |
রক্তচাপের সাথে সম্পর্কিত- i. সিস্টোলিক চাপ ii. ডায়াস্টোলিক চাপ iii. স্ফিগমোম্যানোমিটার নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮৪. | পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে কোনটি? |
Ο ক) | সূর্যালোক |
Ο খ) | কিউটিকল |
Ο গ) | রক্ষীকোষ |
Ο ঘ) | প্যালিসেড কোষ |
সঠিক উত্তর: (গ)
১৮৫. | রক্ত সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? |
Ο ক) | হৃৎপিন্ড |
Ο খ) | যকৃৎ |
Ο গ) | বৃক্ক |
Ο ঘ) | ফুসফুস |
সঠিক উত্তর: (ক)
১৮৬. | মেদবহুল যকৃতে লিপিডের পরিমাণ কত শতাংশ পর্যন্ত বেড়ে যায়? |
Ο ক) | ১০-২০ |
Ο খ) | ২০-৩০ |
Ο গ) | ৩০-৪০ |
Ο ঘ) | ৪০-৫০ |
সঠিক উত্তর: (খ)
১৮৭. | প্রতি কিউবিক মিলিমিটার পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্ত কণিকার সংখ্যা কত? |
Ο ক) | প্রায় ৫ লক্ষ |
Ο খ) | প্রায় ৫০ লক্ষ |
Ο গ) | প্রায় ৮ লক্ষ |
Ο ঘ) | প্রায় ৮০ লক্ষ |
সঠিক উত্তর: (খ)
১৮৮. |
উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে করণীয়- i. নিয়মিত ব্যায়াম করা ii. �ধুমপান পরিহার iii. কাঁচা লবণ পরিহার নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮৯. | আমাদের দেহে কোলেস্টোরল প্রয়োজন কেন? |
Ο ক) | জনন কোষের কার্যকারিতার জন্য |
Ο খ) | স্নায়ু কোষের কার্যকারিতার জন্য |
Ο গ) | পেশির কার্যকারিতার জন্য |
Ο ঘ) | হাড়ের কার্যকারিতার জন্য |
সঠিক উত্তর: (খ)
১৯০. |
উদ্ভিদের সংশ্লোষিত যৌগগুলির মধ্যে- i. নিচের দিকের যৌগগুলো নিচের দিকে প্রবাহিত হয় ii. উপরের দিকের যৌগগুলি উপরের দিকে প্রবাহিত হয় iii. মাঝামাঝি যৌগগুলি নিচের দিকে প্রবাহিত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৯১. | ‘ফ্লুইড অফ লাইফ’ বলা হয় কোনটিকে? |
Ο ক) | প্রোটোপ্লাজমকে |
Ο খ) | পানিকে |
Ο গ) | নিউক্লিওপ্লাজম |
Ο ঘ) | রাইবোসোম |
সঠিক উত্তর: (খ)
১৯২. | কোন ধরনের খাদ্য হৃদযন্ত্রের কার্যক্রমকে ব্যাহত করে? |
Ο ক) | আয়োডিনযুক্ত |
Ο খ) | শর্করা জাতীয় |
Ο গ) | আমিষ জাতীয় |
Ο ঘ) | অধিক তেলযুক্ত |
সঠিক উত্তর: (ঘ)
১৯৩. | রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই? |
Ο ক) | অণুচক্রিকা কণিকা |
Ο খ) | হরমোন |
Ο গ) | ফ্রিব্রেনোস্যান |
Ο ঘ) | প্রোথোম্বিন |
সঠিক উত্তর: (খ)
১৯৪. | গ্লুকোজ, অ্যামাইনো এসিড ইত্যাদি কোষে সরবরাহ করে- |
Ο ক) | রক্তরস |
Ο খ) | লোহিত রক্তকণিকা |
Ο গ) | শ্বেত রক্তকণিকা |
Ο ঘ) | অণুচক্রিকা |
সঠিক উত্তর: (ক)
১৯৫. | অক্সিজেন সমৃদ্ধরক্ত বহন করে- |
Ο ক) | শিরা |
Ο খ) | ধমনি |
Ο গ) | ডান অলিন্দ |
Ο ঘ) | বাম নিলয় |
সঠিক উত্তর: (খ)
১৯৬. | হৃৎপিন্ডের মধ্যবর্তী স্তর কোনটি? |
Ο ক) | এপিকার্ডিয়াম |
Ο খ) | মায়োকার্ডিয়াম |
Ο গ) | এন্ডোকার্ডিয়াম |
Ο ঘ) | পেরিার্ডিয়াম |
সঠিক উত্তর: (খ)
১৯৭. | নিলয়দ্বয় প্রসারিত হলে ডান নিলয় Co2 সমৃদ্ধ রক্ত কোথায় যায়? |
Ο ক) | ফুসফুসে |
Ο খ) | যকৃতে |
Ο গ) | বৃক্কে |
Ο ঘ) | সারাদেহে |
সঠিক উত্তর: (ক)
১৯৮. | প্রতি কিউবিক মিলিমিটারে অণুচক্রিকার সংখ্যা কত? |
Ο ক) | প্রায় ৩ লক্ষ |
Ο খ) | প্রায় ৪ লক্ষ |
Ο গ) | প্রায় ২ লক্ষ ৫০ হাজার |
Ο ঘ) | প্রায় ৩ লক্ষ ৫০ হাজার |
সঠিক উত্তর: (গ)
১৯৯. | যে পদার্থ পানি শোষণ করে তাকে কী বলা হয়? |
Ο ক) | হাইড্রোফিলিক |
Ο খ) | তরল পদার্থ |
Ο গ) | কঠিন পদার্থ |
Ο ঘ) | বায়বীয় পদার্থ |
সঠিক উত্তর: (ক)
২০০. | যেসব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ হতে হৃৎপিন্ডে ফিরে আসে তাদেরকে কী বলে? |
Ο ক) | শিরা |
Ο খ) | ধমনি |
Ο গ) | কৈশিক জালিকা |
Ο ঘ) | লসিকানালি |
সঠিক উত্তর: (ক)
২০১. | চোষক শক্তির টানে মাটির কৌশিক পানি কোথায় ঢুকে পড়ে? |
Ο ক) | মূলরোমে |
Ο খ) | পাতায় |
Ο গ) | কান্ডে |
Ο ঘ) | শিরায় |
সঠিক উত্তর: (ক)
২০২. | কোলেস্টেরোল দেহ থেকে অপসারিত হয় কোনটির মাধমে? |
Ο ক) | পাকস্থলী |
Ο খ) | অগ্ন্যাশয় |
Ο গ) | যকৃত |
Ο ঘ) | পিত্তাশয় |
সঠিক উত্তর: (গ)
২০৩. | মানবদেহে রক্তকণিকা কত প্রকার? |
Ο ক) | দুই |
Ο খ) | তিন |
Ο গ) | চার |
Ο ঘ) | পাঁচ |
সঠিক উত্তর: (খ)
২০৪. | রক্ত প্রবাহের সময় ধমনিগাত্রে যে চাপ সৃষ্টি হয় তাকে কী বলে? |
Ο ক) | রক্তচাপ |
Ο খ) | স্নায়ুচাপ |
Ο গ) | ধমনিচাপ |
Ο ঘ) | হৃদস্পন্দন |
সঠিক উত্তর: (ক)
২০৫. | প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে মারা যেতে পারে কোনটির অভাবে? |
Ο ক) | অক্সিজেন |
Ο খ) | পানির |
Ο গ) | লৌহ |
Ο ঘ) | বোরন |
সঠিক উত্তর: (খ)
২০৬. | কার্ল ল্যান্ডস্টেইনার কত সালে মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেন? |
Ο ক) | ১৯০০ |
Ο খ) | ১৯০১ |
Ο গ) | ১৯০২ |
Ο ঘ) | ১৯০৩ |
সঠিক উত্তর: (খ)
২০৭. | কোন ধমনি কার্বন ডাই-অক্সাইডযুক্ত রক্ত ফুসফুসে পৌঁছে দেয়? |
Ο ক) | মহাধমনি |
Ο খ) | ক্যারোটিড ধমনি |
Ο গ) | সাবক্লাভিয়ান ধমনি |
Ο ঘ) | ফুসফুসীয় ধমনি |
সঠিক উত্তর: (ঘ)
২০৮. | শীতকালে বহু উদ্ভিদের পাতা ঝরে যেতে দেখা যায় কেন? |
Ο ক) | অভিস্রবণ হ্রাসের জন্য |
Ο খ) | ব্যাপন হ্রাসের জন্য |
Ο গ) | ইমবাইবিশন হ্রাসের জন্য |
Ο ঘ) | প্রস্বেদন হ্রাসের জন্য |
সঠিক উত্তর: (ঘ)
২০৯. | একজন পুরুষের রক্তে HDL এর আর্দশ মান কত? |
Ο ক) | ০.৯০-১.৬৮ গ্রাম/ডেসি লিটার |
Ο খ) | ০.৪০-১.৫৩ গ্রাম/ডেসি লিটার |
Ο গ) | ০.৪০-১.৮১ গ্রাম/ডেসি লিটার |
Ο ঘ) | ০.৯০-১.৪৫ গ্রাম/ডেসি লিটার |
সঠিক উত্তর: (ঘ)
২১০. | হার্ট অ্যাটাকের প্রধান কারণ কোনটি? |
Ο ক) | শারীরিক পরিশ্রম |
Ο খ) | অলস জীবন যাপন |
Ο গ) | সাময়িক হতাশা |
Ο ঘ) | দেহের ওজন বেড়ে যাওয়া |
সঠিক উত্তর: (ঘ)
২১১. | প্রেসার মাপার যন্ত্র দিয়ে প্রেসার মেপে দেখা গেল সিস্টোলিক চাপ ১০০ এবং ডায়াস্টোলিক চাপ ৬০। তাহলে প্রেসার কোন ধরনের? |
Ο ক) | হাই প্রেসার |
Ο খ) | লো-প্রেসার |
Ο গ) | মিডিয়াম প্রেসার |
Ο ঘ) | পানির পরিবর্তন |
সঠিক উত্তর: (খ)
২১২. | শ্বেত রক্তকণিকা কোথায় তৈরি হয়? |
Ο ক) | যকৃত |
Ο খ) | লাল অস্থিমজ্জা |
Ο গ) | অস্থির সংযোগস্থল |
Ο ঘ) | বৃক্ক |
সঠিক উত্তর: (খ)
২১৩. | ধমনির স্ফীতি ও সংকোচনকে কী বলে? |
Ο ক) | নাড়ী স্পন্দন |
Ο খ) | হৃদস্পন্দন |
Ο গ) | শিরাস্পন্দন |
Ο ঘ) | বাহিকাস্পন্দন |
সঠিক উত্তর: (ক)
২১৪. | লেন্টিকুলার প্রস্বেদন কয়ভাগে বিভক্ত? |
Ο ক) | দুই ভাগে |
Ο খ) | তিন ভাগে |
Ο গ) | চার ভাগে |
Ο ঘ) | পাঁচ ভাগে |
সঠিক উত্তর: (ক)
২১৫. | নারীর রক্তে গ্রাম/ডেসি ট্রাই গ্লিসারাইডের আদর্শ মান কত? |
Ο ক) | ০.৯০-১.৪৫ |
Ο খ) | ০.৯০-১.৬৮ |
Ο গ) | ০.৪০-১.৫৩ |
Ο ঘ) | ০.৪৫-১.৮১ |
সঠিক উত্তর: (গ)
২১৬. |
মানব হৃৎপিন্ডের ক্ষেত্রে সঠিক- i. এটি পাম্প যন্ত্র বিশেষ ii. এটি চার প্রকোষ্ঠবিশিষ্ট iii. এর প্রকোষ্ঠগুলো অন্তঃস্তর দ্বারা আবৃত নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২১৭. | উদ্ভিদের পাতা ও অন্যান্য বায়বীয় অঙ্গ হতে জলীয়বাষ্প বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কী বলে? |
Ο ক) | প্রস্বেদন |
Ο খ) | শ্বসন |
Ο গ) | অভিস্রবণ |
Ο ঘ) | ব্যাপন |
সঠিক উত্তর: (ক)
২১৮. | পরিবর্তিত খাদ্য কোথায় শোষিত হয়? |
Ο ক) | যকৃতে |
Ο খ) | অন্ত্রের গাত্রে |
Ο গ) | পাকস্থলীতে |
Ο ঘ) | অগ্ন্যাশয়ে |
সঠিক উত্তর: (খ)
২১৯. | পেশিতন্তুতে চুলের মতো অতি সূক্ষ যে রক্তনালি দেখা যায় তাকে কী বলে? |
Ο ক) | ধমনি |
Ο খ) | শিরা |
Ο গ) | কৈশিক জালিকা |
Ο ঘ) | লসিকা |
সঠিক উত্তর: (গ)
২২০. |
পানি পরিবহনে যে প্রক্রিয়াসহমূহ কাজ করে তা হলো- i. প্রক্রিয়া-১ ও ২ ii. প্রক্রিয়া-২ ও ৩ iii. প্রক্রিয়া- ৩ ও ৪ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২২১. | মহিলাদের ক্ষেত্রে গ্রাম/ ডেসিলিটারে রক্তে HDL কোলোস্টেরোলের মান কত? |
Ο ক) | ০.৪৫-১.৮১ |
Ο খ) | ০.৪৩-১.৫৩ |
Ο গ) | ১.৬৮-৪.৫৩ |
Ο ঘ) | ০.৯০-১.৬৮ |
সঠিক উত্তর: (ঘ)
২২২. |
রক্তদান একটি সামাজিক দায়িত্ব। এক্ষেত্রে- i. দাতা ও গ্রহীতার ব্লাড গ্রুপ জানা আবশ্যক ii. AB ব্লাড গ্রুপধারী সর্বজনীন গ্রহীতা iii. এটি একটি চমৎকার ফলপ্রদ ব্যবস্থা নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২২৩. |
রক্তের বর্ণহীন তরল অংশে যে বর্জ্য পদার্থ থাকে তা হলো- i. কার্বন ডাই-অক্সাইড ii. ইউরিয়া iii. ইউরিক এসিড নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২২৪. | গঠন, আকৃতি ও কাজের ভিত্তিতে রক্তবাহিকা কত প্রকার? |
Ο ক) | দুই |
Ο খ) | তিন |
Ο গ) | চার |
Ο ঘ) | পাঁচ |
সঠিক উত্তর: (খ)
২২৫. | হৃৎপিন্ড কোনটি দ্বারা আবৃত থাকে? |
Ο ক) | প্রোটিন |
Ο খ) | সেলুলোজ |
Ο গ) | পেরিকার্ডিয়াম |
Ο ঘ) | মায়োকার্ডিয়াম |
সঠিক উত্তর: (গ)
২২৬. | বাইকাসপিড ভালভ খুলে গেলে O2 �সমৃদ্ধ রক্ত কোথায় প্রবেশ করে? |
Ο ক) | ডান অলিন্দ |
Ο খ) | বাম অলিন্দ |
Ο গ) | ডান নিলয় |
Ο ঘ) | বাম নিলয় |
সঠিক উত্তর: (ঘ)
২২৭. | টিউনিকা এক্সটার্না কী দিয়ে তৈরি? |
Ο ক) | তরল যোজক কলা |
Ο খ) | তন্তুময় যোজক কলা |
Ο গ) | আবরণী কলা |
Ο ঘ) | ঐচ্ছিক পেশী |
সঠিক উত্তর: (খ)
২২৮. |
হৃদপেশী নামক অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত অঙ্গটির- i. উপরের প্রকোষ্ঠ হলো অলিন্দ ii. নিচের প্রকোষ্ঠ হলো নিলয় iii. নিচের প্রকোষ্ঠের প্রাচীর পুরু নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২২৯. | উদ্ভিদের পাতা আন্দোলিত হয় ও ত্বকরন্ধ্রে চাপ পড়ে কেন? |
Ο ক) | আপেক্ষিক আর্দ্রতার জন্য |
Ο খ) | তাপমাত্রার জন্য |
Ο গ) | বায়ুপ্রবাহের জন্য |
Ο ঘ) | আলোর জন্য |
সঠিক উত্তর: (গ)
২৩০. | উদ্ভিদ প্রধানত অভিকর্ষিয় পানি কী দ্বারা শোষণ করে? |
Ο ক) | পাতা |
Ο খ) | কান্ড |
Ο গ) | কর্টেক্স |
Ο ঘ) | মূল |
সঠিক উত্তর: (ঘ)
২৩১. |
রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমে পরিবাহিত যোজক কলাটি দেহের বিভিন্ন অংশে- i. খাদ্য পরিবহন করে ii. বর্জ্য বহন করে iii. অক্সিজেন বহন করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৩২. | হৃৎপিন্ডের বহিঃস্তর কী দ্বারা গঠিত? |
Ο ক) | আবরণী কলা |
Ο খ) | যোজক কলা |
Ο গ) | পেশী কলা |
Ο ঘ) | ঐচ্ছিক পেশী |
সঠিক উত্তর: (খ)
২৩৩. | কখন মায়োকারডিয়াল ইনফ্রাকশন নামে হার্ট অ্যাটাক ঘটে? |
Ο ক) | পাকস্থলী ক্ষতিগ্রস্থ হলে |
Ο খ) | হৃদপেশি ক্ষতিগ্রস্থ হলে |
Ο গ) | মলাশয় ক্ষতিগ্রস্থ হলে |
Ο ঘ) | যকৃত ক্ষতিগ্রস্থ হলে |
সঠিক উত্তর: (খ)
২৩৪. | রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়? |
Ο ক) | লোহিত কণিকা |
Ο খ) | শ্বেত কণিকা |
Ο গ) | শ্বেত ও লোহিত কণিকা |
Ο ঘ) | অণুচক্রিকা |
সঠিক উত্তর: (খ)
২৩৫. | তুলার বীজ থেকে তুলা আলাদা করা হয় কীভাবে? |
Ο ক) | পানিতে বীজকে ভিজিয়ে |
Ο খ) | জিনিং প্রক্রিয়ায় |
Ο গ) | কার্পাস ফলকে সিক্ত করে |
Ο ঘ) | কটন লিন্ট প্রক্রিয়াকরণে |
সঠিক উত্তর: (খ)
২৩৬. | Myocardium কোনটি দ্বারা গঠিত? |
Ο ক) | ঐচ্ছিক পেশি |
Ο খ) | অনৈচ্ছিক পেশি |
Ο গ) | আবরণী পেশি |
Ο ঘ) | যোজক টিস্যু |
সঠিক উত্তর: (খ)
২৩৭. | আমাদের দেহের নালিবিহীন গ্রন্থিতে উৎপন্ন হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় কীভাবে? |
Ο ক) | শ্বসন প্রক্রিয়া |
Ο খ) | রক্তের মাধ্যমে |
Ο গ) | রেচন প্রক্রিয়ার |
Ο ঘ) | লসিকা রসের মাধ্যমে |
সঠিক উত্তর: (খ)
২৩৮. | বুক ধড়ফড় করা,আওয়াজ, শোরগোল, অসহ্য মনে হওয়া কোন রোগের লক্ষণ? |
Ο ক) | নিম্ন রক্তচাপ |
Ο খ) | ডায়াবেটিস |
Ο গ) | প্যারালাইসিস |
Ο ঘ) | উচ্চ রক্তচাপ |
সঠিক উত্তর: (ঘ)
২৩৯. | বায়বীয় অঙ্গের ভিত্তিতে প্রস্বেদন কয়ভাবে বিভক্ত? |
Ο ক) | দুই ভাগে |
Ο খ) | তিন ভাগে |
Ο গ) | চার ভাগে |
Ο ঘ) | পাঁচ ভাগে |
সঠিক উত্তর: (খ)
২৪০. | নালিবিহীন গ্রন্থিতে তৈরি এক প্রকার রাসায়নিক পদার্থকে কী বলে? |
Ο ক) | এনজাইম |
Ο খ) | হরমোন |
Ο গ) | জারক রস |
Ο ঘ) | পাচক রস |
সঠিক উত্তর: (খ)
২৪১. | লোহিত রক্তকণিকা কী রুপে কোষে অক্সিজেন পরিবহন করে? |
Ο ক) | ফ্যাগোসাইটোসিস |
Ο খ) | থ্রোম্বোপ্লাস্টিন |
Ο গ) | অ্যান্টিবডি |
Ο ঘ) | অক্সিহিমোগ্লোবিন |
সঠিক উত্তর: (ঘ)
২৪২. |
উদ্ভিদ কতৃক খনিজ লবণ শোষণের সাথে সম্পর্কিত- i. নিষ্ক্রিয় শোষণ ও সক্রিয় শোষণ ii. মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল iii. ফ্লোয়েম টিস্যু নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৪৩. | প্রসবকালীন উচ্চ রক্তচাপজনিত সমস্যাকে কী বলে? |
Ο ক) | এনিমিয়া |
Ο খ) | লিউকেমিয়া |
Ο গ) | একলামশিয়া |
Ο ঘ) | অস্টিওম্যালেশিয়া |
সঠিক উত্তর: (গ)
২৪৪. | নিলয়দ্বয়ের সংকোচন অবস্থায় কোনটি ঘটে? |
Ο ক) | অলিন্দদ্বয়ের সঞ্চালন |
Ο খ) | অলিন্দদ্বয়ের সংকোচন |
Ο গ) | অলিন্দদ্বয়ের ঘূর্ণন |
Ο ঘ) | অলিন্দদ্বয়ের প্রসারণ |
সঠিক উত্তর: (ঘ)
২৪৫. |
কোলোস্টেরোলের অন্তর্ভূক্ত- i. Law Density Lipoprotein (L.D.L) ii. High Density Lipoprotein (HDL) iii. Tricloride নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৪৬. | রক্তে শ্বেতকণিকা কোষ বেড়ে যাওয়াকে কী বলে? |
Ο ক) | সিনসিটিয়াম |
Ο খ) | লিউকোপোয়েসিস |
Ο গ) | লিউকোমিয়া |
Ο ঘ) | লিউকোপেনিয়া |
সঠিক উত্তর: (গ)
২৪৭. |
প্রস্বেদনের হার বৃদ্ধির জন্য দায়ী- i. তাপমাত্রা বৃদ্ধি ii. আর্দ্রতা বৃদ্ধি iii. চাপ হ্রাস নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৪৮. | বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ ও� জলীয়বাষ্প ধারণ ক্ষমতার আনুপাতিক হারকে কী বলে? |
Ο ক) | আপেক্ষিক তাপ |
Ο খ) | আপেক্ষিক গতি |
Ο গ) | আপেক্ষিক আর্দ্রতা |
Ο ঘ) | আবহাওয়া |
সঠিক উত্তর: (গ)
২৪৯. |
মূলরোম হতে একটি প্রক্রিয়ায় পানি কর্টেক্স পৌঁছায়। একই ভাবে পানি- i. অন্তঃত্বক হয়ে নালিকাগুচ্ছে পৌঁছায় ii. কর্টেক্স হয়ে নালিকাগুচ্ছে পৌঁছায় iii. পরিচক্র হয়ে নালিকাগুচ্ছে পৌঁছায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৫০. | উদ্ভিদে পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের শতকরা হার কত? |
Ο ক) | ৮০%-৯০% |
Ο খ) | ৮০%-৮৫% |
Ο গ) | ৯০%-৯৫% |
Ο ঘ) | ৯০%-১০০% |
সঠিক উত্তর: (গ)
Helpful
উত্তরমুছুন