NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || রসায়ন অধ্যায় - ১১(1-200)


এস.এস.সি    ||    রসায়ন
অধ্যায় - ১১


১.
যুত পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি মনোমার হিসেবে কাজ করে?
Ο ক) 
অ্যালকেন
Ο খ) 
অ্যালকিন
Ο গ) 
অ্যালকাইন
Ο ঘ) 
অ্যালকোহল

  সঠিক উত্তর: (খ)

২.
R-COOH একটি অ্যাসিড, কারন –
i. –COOH মূলক উপস্থিত আছে
ii. জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়
iii. অ্যালকোহল মূলক উপস্থিত আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩.
পেট্রোলিয়ামের ভৌত অবস্থা কীরূপ?
Ο ক) 
কঠিন
Ο খ) 
ঘনতরল
Ο গ) 
গ্যাস
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (খ)

৪.
অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনসমূহ –
i. সমতলীয় চাক্রিক কাঠামো থাকে
ii. একান্তর বন্ধন বিদ্যমান
iii. কার্বন-কার্বন ত্রিবন্ধন বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫.
ডিজেল তেলের হাইড্রোকার্বনে কার্বন থাকে –
Ο ক) 
16-20টি
Ο খ) 
15-20টি
Ο গ) 
18-20টি
Ο ঘ) 
17-20টি

  সঠিক উত্তর: (ক)

৬.
দীর্ঘ শিকল বিশিষ্ট অ্যালকেনকে ভাঙতে কত চাপ প্রয়োগ করা হয়?
Ο ক) 
70 atm
Ο খ) 
75 atm
Ο গ) 
750 atm
Ο ঘ) 
700 atm

  সঠিক উত্তর: (ক)

৭.
ইথানলকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে নিচের কোন যৌগটি তেরি হয়?
Ο ক) 
CH3CHO
Ο খ) 
CH3COOH
Ο গ) 
CH3CH2OOCCH3
Ο ঘ) 
CH3CH3

  সঠিক উত্তর: (খ)

৮.
কোনটি সাইক্লোহেক্সেন এর এর সংকেত?
Ο ক) 
C6H6
Ο খ) 
C6H16
Ο গ) 
C6H12
Ο ঘ) 
C6H14

  সঠিক উত্তর: (গ)

৯.
নিচের কোনটি সকল জ্বালানির মূল উপাদান?
Ο ক) 
নাইট্রোজেন
Ο খ) 
হাইড্রোজেন
Ο গ) 
অক্সিজেন
Ο ঘ) 
কার্বন

  সঠিক উত্তর: (ঘ)

১০.
পেট্রোলিয়ামের 171-2700C তাপমাত্রায় –
i. পৃথকীকৃত অংশকে ডিজেল তেল বলে
ii. পৃথকীকৃত অংশে 20 ভাগ ডিজেল তেল থাকে
iii. পৃথকীকৃত অংশে 16-20 পর্যন্ত কার্বন থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১.
পাঁচ থেকে এগার কার্বনবিশিষ্ট অ্যালকাইনসমূহ সাধারণত --- হয়।
Ο ক) 
তরল
Ο খ) 
গ্যাসীয়
Ο গ) 
কঠিন
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

১২.
প্রভাবকীয় ভাঙনের মাধ্যমে –
i. ডিজেল জ্বালানিকে পেট্রোল জ্বালানিতে পরিণত করা যায়
ii. শাখাযুক্ত অ্যালকেন ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন উৎপন্ন হয়
iii. অ্যালকিন ও হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
পেট্রোলিয়ামের কোন অংশকে পেট্রোল ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?
Ο ক) 
গ্যাসোলিন
Ο খ) 
প্রাকৃতিক গ্যাস
Ο গ) 
লুবিকেটিং তেল
Ο ঘ) 
বিটুমিন

  সঠিক উত্তর: (ক)

১৪.
গ্লিাসরিন এক ধরনের কী?
Ο ক) 
হাইড্রোজেন
Ο খ) 
এস্টার
Ο গ) 
অ্যালডিহাইড
Ο ঘ) 
অ্যালকোহল

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
হাসপাতালে ব্যবহৃত পলিমারের নাম কী?
Ο ক) 
পলি ইথান্যাল
Ο খ) 
পলিইথানল
Ο গ) 
পলিথিন
Ο ঘ) 
পলিপ্রোপিলিন

  সঠিক উত্তর: (খ)

১৬.
কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ থেকে অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে নিচের কোন প্রভাবক ব্যবহৃত হয়?
Ο ক) 
V2O5
Ο খ) 
Ni
Ο গ) 
LiAlH4
Ο ঘ) 
MnO2

  সঠিক উত্তর: (খ)

১৭.
হাইড্রোকার্বন যৌগের শিকলে প্রতিটি কার্বন সর্বাধিক কতটি কার্বনের সাথে যুক্ত হয়ে সরল শিকল হাইড্রোকার্বন গঠন করে?
Ο ক) 
2
Ο খ) 
3
Ο গ) 
4
Ο ঘ) 
5

  সঠিক উত্তর: (ক)

১৮.
প্লাস্টিক তৈরির কাঁচামাল কোনটি?
Ο ক) 
H3CCOCl
Ο খ) 
H2N-CO-NH2
Ο গ) 
CH3CHO
Ο ঘ) 
CH3COOH

  সঠিক উত্তর: (খ)

১৯.
নিচের কোনটিতে ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়?
Ο ক) 
CH4
Ο খ) 
C2H6
Ο গ) 
C2H2
Ο ঘ) 
C3H6

  সঠিক উত্তর: (গ)

২০.
কৃত্রিম পলিমারের মধ্যে –
i. পলিথিন সহজে কাটা যায়
ii. PVC, বৈদ্যুতিক সামগ্রী, পানির পাইপ, কৃত্রিম বোর্ড তৈরিতে ব্যবহৃত হয়
iii. টেফলন অদাহ্য, এসিড ও ক্ষারে নিষ্ক্রিয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২১.
সকল প্লাস্টিক দ্রব্য ও কৃত্রিম তন্তু নিচের কোন বিক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়?
Ο ক) 
হ্যালোজেনেশন
Ο খ) 
পলিমারকরণ
Ο গ) 
ওজোনীকরণ
Ο ঘ) 
সংযোজন

  সঠিক উত্তর: (খ)

২২.
অধিক পরিমাণ শাখাযুক্ত কার্বন শিকল থাকলে পলিমার –
Ο ক) 
ঘনত্ব কম হয়
Ο খ) 
গলনাঙ্ক বেশি হয়
Ο গ) 
শক্ত প্রকৃতির হয়
Ο ঘ) 
ঘনত্ব বেশি হয়

  সঠিক উত্তর: (ক)

২৩.
অ্যালকাইনের ক্ষুদ্রতম ও সরল সদস্য নিচের কোনটি?
Ο ক) 
মিথেন
Ο খ) 
ইথিলিন
Ο গ) 
অ্যাসিটিলিন
Ο ঘ) 
প্রোপাইন

  সঠিক উত্তর: (গ)

২৪.
কোনটিকে সহজে গলানো যায়?
Ο ক) 
থার্মোপ্লাস্টিক পলিমারকে
Ο খ) 
থার্মোসেটিং পলিমারকে
Ο গ) 
উভয়টিকেই
Ο ঘ) 
কোনটিকেই নয়

  সঠিক উত্তর: (ক)

২৫.
ডোডেকেনকে অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে কী পাওয়া যায়?
Ο ক) 
অ্যালকেন ও অ্যালকিন
Ο খ) 
অ্যালকিন ও অ্যালকাইন
Ο গ) 
অ্যালকেন ও অ্যালকাইন
Ο ঘ) 
অ্যালকিন

  সঠিক উত্তর: (ক)

২৬.
কেরোসিন কোন হাইড্রোকার্বনের মিশ্রণ?
Ο ক) 
n-পেন্টেন ও n-ডোডেকেন
Ο খ) 
n-পেন্টেন ও n-ট্রাইডেকেন
Ο গ) 
n-ডোডেকেন ও n-পেন্টাডেকেন
Ο ঘ) 
n-উনডেকেন ও n-হেক্সাডেকেন

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
হাইড্রোকার্বনে কী কী থাকে?
Ο ক) 
কার্বন ও নাইট্রোজেন
Ο খ) 
কার্বন ও হাইড্রোজেন
Ο গ) 
কার্বন ও সিলিকন
Ο ঘ) 
কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন

  সঠিক উত্তর: (খ)

২৮.
নিচের কোনটি টেফলনের মনোমার?
Ο ক) 
CH2=CH-CH3
Ο খ) 
CH2=CHCL2
Ο গ) 
CF2=CF2
Ο ঘ) 
CH2=CH2

  সঠিক উত্তর: (গ)

২৯.
জলাভূমির ক্ষুদ্র প্রাণিসত্তা নিচের কোনটিতে পরিণত হয়?
Ο ক) 
কয়লা
Ο খ) 
তেল
Ο গ) 
স্বর্ণ
Ο ঘ) 
হীরক

  সঠিক উত্তর: (খ)

৩০.
অ্যালকিনসমূহ –
i. দাহ্য পদার্থ
ii. গ্যাসীয়, তরল ও কঠিন অবস্থায় থাকে
iii. রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১.
অ্যালকিনের উৎস হচ্ছে –
i. পেট্রোলিয়ামের ভাঙন বা ক্র্যাকিং
ii. আমেরিকার প্রাকৃতিক গ্যাস
iii. ইউরোপে অশোধিত তেলের ন্যাপথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
ইথানলকে নিরুদিত করলে কী পাওয়া যায়?
Ο ক) 
ইথিন
Ο খ) 
প্রোপিন
Ο গ) 
ইথেন
Ο ঘ) 
ইথাইন

  সঠিক উত্তর: (ক)

৩৩.
ডেকেনের কার্বন শিকলে কার্বন পরমাণুর সংখ্যা কত?
Ο ক) 
10টি
Ο খ) 
11টি
Ο গ) 
12টি
Ο ঘ) 
14টি

  সঠিক উত্তর: (ক)

৩৪.
হেক্সাডেকেন কীরূপ হয়?
Ο ক) 
কঠিন
Ο খ) 
তরল
Ο গ) 
বায়বীয়
Ο ঘ) 
গ্যাসীয়

  সঠিক উত্তর: (ক)

৩৫.
কোনটি দহন?
Ο ক) 
নাইট্রোজেন দ্বারা পুড়ানো
Ο খ) 
কার্বন মনোঅক্সাইড দ্বারা পুড়ানো
Ο গ) 
অক্সিজেন দ্বারা পুড়ানো
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (গ)

৩৬.
অ্যালকিনকে দহন করলে কি পাওয়া যায়?
Ο ক) 
কার্বন ডাইঅক্সাইড
Ο খ) 
অ্যালকেন
Ο গ) 
অ্যালকাইন
Ο ঘ) 
কার্বন

  সঠিক উত্তর: (ক)

৩৭.
ইমালশন রং শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) 
CH2Cl2
Ο খ) 
CHCl3
Ο গ) 
CH3Cl
Ο ঘ) 
CCl4

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
এক থেকে চার কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন --- হয়।
Ο ক) 
গ্যাসীয়
Ο খ) 
তরল
Ο গ) 
কঠিন
Ο ঘ) 
বাষ্পীয়

  সঠিক উত্তর: (ক)

৩৯.
পেট্রোলিয়ামের শতকরা কত ভাগ লুব্রিকেটিং অয়েল ও বিটুমিন থাকে?
Ο ক) 
30%
Ο খ) 
40%
Ο গ) 
45%
Ο ঘ) 
50%

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
কোনটি সহজেই গ্রিজ ও ময়লাকে সহজেই দ্রবীভূত করতে পারে?
Ο ক) 
CHCl3
Ο খ) 
CH2Cl2
Ο গ) 
CH3Cl
Ο ঘ) 
CCl4

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
কোনটি অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন নয়?
Ο ক) 
বেনজিন
Ο খ) 
ফেনল
Ο গ) 
সাইক্লোপেন্টেন
Ο ঘ) 
ন্যাপথালিন

  সঠিক উত্তর: (গ)

৪২.
নিচের উক্তিগুলো লক্ষ কর –
i. গ্লুকোজ, সেলুলোজ, স্টার্চের মনোমার
ii. দেহের কোষ ও কলা গঠন করে প্রোটিন
iii. ইনসুলিনে ২২টি অ্যামাইনো এসিড থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
বাংলাদেশের কোন অঞ্চলে গ্যাস ক্ষেত্র মজুদ আছে?
Ο ক) 
পূর্বাঞ্চলে
Ο খ) 
পশ্চিমাঞ্চলে
Ο গ) 
উত্তরাঞ্চলে
Ο ঘ) 
দক্ষিণাঞ্চলে

  সঠিক উত্তর: (খ)

৪৪.
একই পদার্থের অসংখ্য অণুযুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করার প্রক্রিয়াকে বলে –
Ο ক) 
ওজোনীকরণ
Ο খ) 
হ্যালোজেনেশন
Ο গ) 
পলিমারকরণ
Ο ঘ) 
যুত পলিমারকরণ

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
অ্যালকেন কার সাথে বিক্রিয়া করে?
Ο ক) 
এসিড
Ο খ) 
ক্ষার
Ο গ) 
জারক
Ο ঘ) 
হ্যালোজেন

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
অ্যালকেনের অপূর্ণ দহনে কী উৎপন্ন হয়?
Ο ক) 
CO
Ο খ) 
CO2
Ο গ) 
C
Ο ঘ) 
ক ও গ

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
কোনটি অধিক সক্রিয়?
Ο ক) 
CH3-CH3
Ο খ) 
CH2=CH2
Ο গ) 
CH=CH
Ο ঘ) 
CH3CH2-CH3

  সঠিক উত্তর: (খ)

৪৮.
অ্যালকোহল বাতাসে উন্মুক্ত রাখলে টক স্বাদ লাভ করে কোনটির কারণে?
Ο ক) 
ব্যাকটেরিয়া
Ο খ) 
জারণ
Ο গ) 
ভাইরাস
Ο ঘ) 
আর্দ্র বিশ্লেষণ

  সঠিক উত্তর: (খ)

৪৯.
নিম্ন ঘনত্বের পলিথিন তৈরিতে ব্যবহৃত তাপমাত্রা কত?
Ο ক) 
2000C
Ο খ) 
3000C
Ο গ) 
1000C
Ο ঘ) 
20000C

  সঠিক উত্তর: (ক)

৫০.
ডেলরিনে মনোমার এর সংখ্যা কত হতে পারে?
Ο ক) 
পাঁচ থেকে পঞ্চাশ
Ο খ) 
দশ থেকে ষাট
Ο গ) 
বিশ থেকে সত্তর
Ο ঘ) 
ত্রিশ থেকে আশি

  সঠিক উত্তর: (ক)

৫১.
কোনটি উপস্থিতির জন্য অ্যালকিন যুত বিক্রিয়া প্রদর্শন করে?
Ο ক) 
কার্বন-কার্বন একক বন্ধন
Ο খ) 
কার্বন-কার্বন দ্বিবন্ধন
Ο গ) 
কার্বন-কার্বন σ-বন্ধন
Ο ঘ) 
কার্বন-হাইড্রোজেন σ-বন্ধন

  সঠিক উত্তর: (খ)

৫২.
H2C=CH2 যৌগটির দ্বি-বন্ধন –
i. একটি শক্তিশালী সমযোজী বন্ধন
ii. ক্লোরিন দ্বারা সহজে আক্রান্ত হয়
iii. যুত বিক্রিয়ার মাধ্যমে একক বন্ধনে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৩.
CH4+O2→CO2+H2O; বিক্রিয়াটি –
i. একটি তাপহারী বিক্রিয়া
ii. একটি দহন বিক্রিয়া
iii. রান্নার সময় সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৫৪.
আন্তর্জাতিক পদ্ধতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বনকে কী বলা হয়?
Ο ক) 
অ্যালডিহাইড
Ο খ) 
অ্যালকেন
Ο গ) 
অ্যালকিন
Ο ঘ) 
অ্যালকাইন

  সঠিক উত্তর: (খ)

৫৫.
অ্যালকাইনের সমগোত্রীয় শ্রেণির –
i. প্রথম তিনটি সদস্য (C2-C4) গ্যাসীয়
ii. পরবর্তী সাতটি সদস্য (C5-C11) তরল
iii. প্রথম তিনটি সদস্য (C2-C4) কঠিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৬.
পেট্রোলিয়ামের ন্যাপথা নামক অংশে কার্বন থাকে –
Ο ক) 
7-14টি
Ο খ) 
6-14টি
Ο গ) 
7-12টি
Ο ঘ) 
7-15টি

  সঠিক উত্তর: (ক)

৫৭.
রাস্তা তৈরিতে ব্যবহৃত হয় –
Ο ক) 
বিটুমিন
Ο খ) 
লুব্রিকেটিং তেল
Ο গ) 
ন্যাপথা
Ο ঘ) 
প্যারাফিন

  সঠিক উত্তর: (ক)

৫৮.
R – CH = CH2 + HBr → R – CH2 – CH2 – Br; বিক্রিয়াটিতে –
i. সংযোজন ঘটে
ii. অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়
iii. R = H হলে বিক্রিয়ক হবে ইথিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
ইথিন প্রস্তুত করা যায় –
i. পেট্রোলিয়াম হতে প্রাপ্ত উচ্চতর অ্যালকেনকে বিয়োজন করে
ii. ইথানল হতে গাঢ় H2SO4 দ্বারা পানি অপসারণ করে
iii. ইথানলকে Al2O3-এর উপস্থিতিতে উত্তপ্ত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
প্লাস্টিককে নন বায়োডিগ্রেডেবল পদার্থ বলা হয় কেন?
Ο ক) 
সহজে পরিবহনযোগ্য নয় বলে
Ο খ) 
ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয় না বলে
Ο গ) 
ওজনে খুব হালকা বলে
Ο ঘ) 
বিদ্যুৎ অপরিবাহী বলে

  সঠিক উত্তর: (খ)

৬১.
Petroleum শব্দের অর্থ কী?
Ο ক) 
শিলা তেল
Ο খ) 
মধ্যম তেল
Ο গ) 
লঘু তেল
Ο ঘ) 
বিটুমিন

  সঠিক উত্তর: (ক)

৬২.
15000C তাপে অক্সিজেন যোগে মিথেনের নিয়ন্ত্রিত জারণে ইথাইনের সব উৎপাদ হচ্ছে –
i. কার্বন ডাইঅক্সাইড
ii. কার্বন মনোক্সাইড
iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬৩.
জৈব যৌগের অসম্পৃক্ততা কোন পদার্থ দ্বারা নির্ণীত হয়?
Ο ক) 
Br2
Ο খ) 
CH3COOH
Ο গ) 
He
Ο ঘ) 
H2CO3

  সঠিক উত্তর: (ক)

৬৪.
অ্যালকিন কেমন পদার্থ?
Ο ক) 
দাহ্য
Ο খ) 
অ্যাসক্তিহীন
Ο গ) 
গ্যাসীয়
Ο ঘ) 
একক বন্ধন যুক্ত

  সঠিক উত্তর: (ক)

৬৫.
নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস নামে পরিচিত?
Ο ক) 
CO2
Ο খ) 
H2S
Ο গ) 
CO
Ο ঘ) 
NH3

  সঠিক উত্তর: (ক)

৬৬.
অ্যালকিনের কোন বন্ধনটি বেশি শক্তিশালী?
Ο ক) 
প্রথম
Ο খ) 
দ্বিতীয়
Ο গ) 
তৃতীয়
Ο ঘ) 
সবগুলো সমান

  সঠিক উত্তর: (ক)

৬৭.
CH4 + 2O2 = A + 2H2O + তাপ। A =?
Ο ক) 
CO
Ο খ) 
CO2
Ο গ) 
C
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (খ)

৬৮.
রাস্তা তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) 
গ্যাসোলিন
Ο খ) 
ন্যাপথা
Ο গ) 
লুব্রিকেটিং তেল
Ο ঘ) 
বিটুমিন

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
কোনটি থার্মোপ্লাস্টিক পলিমার নয়?
Ο ক) 
বাকেলাইট
Ο খ) 
পলিথিন
Ο গ) 
পলিপ্রোপিন
Ο ঘ) 
PVC

  সঠিক উত্তর: (ক)

৭০.
পলিইথানলের পানিতে দ্রবণীয়তা কোনটির উপর নির্ভর করে?
Ο ক) 
কার্বন পরমাণুর সংখ্যা
Ο খ) 
n এর মান
Ο গ) 
হাইড্রোজেন পরমাণুর সংখ্যা
Ο ঘ) 
হাইড্রক্সিল মূলকের সংখ্যা

  সঠিক উত্তর: (খ)

৭১.
অপরিশোধিত পেট্রোলিয়ামকে কী বলে?
Ο ক) 
তরল সোনা
Ο খ) 
বাদামি সোনা
Ο গ) 
কঠিন সোনা
Ο ঘ) 
খাঁটি সোনা

  সঠিক উত্তর: (ক)

৭২.
অ্যারোমেটিক যৌগসমূহ কয় সদস্যের সমতলীয় চক্রীয় যৌগ?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
কেরোসিনের পাতন তাপমাত্রা কত?
Ο ক) 
121-1700C
Ο খ) 
175-2750C
Ο গ) 
240-4000C
Ο ঘ) 
270-4000C

  সঠিক উত্তর: (ক)

৭৪.
ইথানলের সাথে গাঢ় H2SO4 এর বিক্রিয়ার ফলে কী উৎপন্ন হয়?
Ο ক) 
ইথার
Ο খ) 
ডাই-ইথাইল সালফেট
Ο গ) 
মিথিলিন
Ο ঘ) 
ইথিলিন

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
ফরমালডিহাইড ব্যবহৃত হয় –
i. পচন নিবারক ও জীবাণুনাশকরূপে
ii. প্লাস্টিক ও চামড়া শিল্পে
iii. প্রাণিদেহ সংরক্ষণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
কোনটি গ্লুকোজের পলিমার?
Ο ক) 
সেলুলোজ
Ο খ) 
প্রোপিন
Ο গ) 
ইনসুলিন
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

৭৭.
পানির পাইপ তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) 
নাইলন
Ο খ) 
PVC
Ο গ) 
পলিথিন
Ο ঘ) 
টেফলন

  সঠিক উত্তর: (খ)

৭৮.
ইথানলের নিরুদনের মাধ্যমে পাওয়া যায় –
Ο ক) 
প্রোপিন
Ο খ) 
মিথেন
Ο গ) 
ইথিন
Ο ঘ) 
বিউটিন

  সঠিক উত্তর: (গ)

৭৯.
প্যারাফিন অর্থ কী?
Ο ক) 
আসক্তি সম্পন্ন
Ο খ) 
আসক্তিহীন
Ο গ) 
নিষ্ক্রিয়
Ο ঘ) 
সাশ্রীয়

  সঠিক উত্তর: (খ)

৮০.
পাইরোলিগনিয়াস এসিডে থাকে –
i. 4-10% ইথানয়িক এসিড
ii. 2-6% মিথানল
iii. আলকাতরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮১.
অ্যালকাইল হ্যালাইড ও সোডিয়াম হাইড্রোঅক্সাইডের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়?
Ο ক) 
অ্যালডিহাইড
Ο খ) 
জৈব এসিড
Ο গ) 
অ্যালকোহল
Ο ঘ) 
অ্যালকিন

  সঠিক উত্তর: (গ)

৮২.
কোনটি ঘনীভবন পলিমার?
Ο ক) 
প্যারালডিহাইড
Ο খ) 
ডেরলিন
Ο গ) 
ট্রাই অক্সান
Ο ঘ) 
ফরমিকা

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
নিচের কোনটি অ্যালডিহাইড?
Ο ক) 
CH3CHO
Ο খ) 
CH3COOH
Ο গ) 
CH3-OH
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

৮৪.
প্লাস্টিকের বৈশিষ্ট্য হলো –
i. দামে সস্তা
ii. রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া করে না
iii. ওজনে হালকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
হাইড্রোকার্বনের শ্রেণিবিভাগ কোনটি?
Ο ক) 
অ্যালিফ্যাটিক ও অ্যারোম্যাটিক
Ο খ) 
সম্পৃক্ত ও অসম্পৃক্ত
Ο গ) 
বদ্ধ শিকল ও মুক্ত শিকল
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

৮৬.
আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস পাওয়ার পূর্বে কীভাবে অ্যালকেন প্রস্তুত করা হত?
Ο ক) 
কেরোসিনকে পাইরোলাইসিস করে
Ο খ) 
ডিজেল তেলকে পাইরোলাইসিস করে
Ο গ) 
লুব্রিকেটিং তেলকে পাইরোলাইসিস করে
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

৮৭.
ভিনেগারে কত শতাংশ ইথানয়িক এসিড থাকে?
Ο ক) 
6-10%
Ο খ) 
6-8%
Ο গ) 
5-10%
Ο ঘ) 
6-12%

  সঠিক উত্তর: (ক)

৮৮.
জিওলাইটসে কোন মৌলটি থাকে?
Ο ক) 
আয়রন
Ο খ) 
সিলিকন
Ο গ) 
কার্বন
Ο ঘ) 
নাইট্রোজেন

  সঠিক উত্তর: (খ)

৮৯.
ডেলরিন কী দিয়ে তৈরি?
Ο ক) 
মিথান্যাল
Ο খ) 
ইথান্যাল
Ο গ) 
প্রোপান্যাল
Ο ঘ) 
বিউটান্যাল

  সঠিক উত্তর: (ক)

৯০.
অ্যালকাইন এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে নিচের কোনটি উৎপন্ন করে?
Ο ক) 
অ্যালকেন
Ο খ) 
অ্যালকিন
Ο গ) 
অ্যালডিহাইড
Ο ঘ) 
অ্যালকোহল

  সঠিক উত্তর: (খ)

৯১.
প্রাকৃতিক গ্যাস কিসের উপর জমা হয়?
Ο ক) 
কয়লা
Ο খ) 
তেল
Ο গ) 
খনিজ লবণ
Ο ঘ) 
মৃত উদ্ভিদ দেহ

  সঠিক উত্তর: (খ)

৯২.
অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অন্য নাম কী?
Ο ক) 
প্যারাফিন
Ο খ) 
ক্রেসল
Ο গ) 
বেনজিন
Ο ঘ) 
অ্যারিন

  সঠিক উত্তর: (ঘ)

৯৩.
কোন দুটি শব্দের সমন্বয়ে Paraffin শব্দটি গঠিত?
Ο ক) 
Paraf ও fin
Ο খ) 
Parum ও affinis
Ο গ) 
Paraf ও affinity
Ο ঘ) 
Parum ও affection

  সঠিক উত্তর: (খ)

৯৪.
জাহাজের জ্বালানি হিসেবে ব্যবহার হয় –
Ο ক) 
ডিজেল তেল ও জ্বালানি তেল
Ο খ) 
লুব্রিকেটিং তেল ও জ্বালানি তেল
Ο গ) 
ডিজেল তেল ও লুব্রিকেটিং তেল
Ο ঘ) 
মোবিল

  সঠিক উত্তর: (ক)

৯৫.
কৃত্রিম পলিমার দিয়ে কোনটি তৈরি করা হয় না?
Ο ক) 
রশি
Ο খ) 
দাঁতের ব্রাশ
Ο গ) 
নাইলন
Ο ঘ) 
উল এর কাপড়

  সঠিক উত্তর: (ঘ)

৯৬.
কয়লার ভৌত অবস্থা কীরূপ?
Ο ক) 
তরল
Ο খ) 
কঠিন
Ο গ) 
ঘন তরল
Ο ঘ) 
গ্যাস

  সঠিক উত্তর: (খ)

৯৭.
মিথান্যালের 40% জলীয় দ্রবণকে কী বলে?
Ο ক) 
হেক্সামিন
Ο খ) 
ফরমালিন
Ο গ) 
ইউরোট্রপিন
Ο ঘ) 
অ্যানিলিন

  সঠিক উত্তর: (খ)

৯৮.
কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন নয়?
Ο ক) 
অ্যালকিন
Ο খ) 
অ্যালকাইন
Ο গ) 
অ্যালকেন
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (গ)

৯৯.
অ্যালকোহলসমূহের সাধারণ সংকেত হচ্ছে –
Ο ক) 
CnH2n+2
Ο খ) 
-CH2
Ο গ) 
CnH2n+1OH
Ο ঘ) 
C4H10

  সঠিক উত্তর: (গ)

১০০.
দ্বিবন্ধনের সবচেয়ে ভালো ব্যাখ্যা হলো –
Ο ক) 
দুইটি σ বন্ধন এবং একটি π বন্ধন
Ο খ) 
দুটি π বন্ধন এবং একটি σ বন্ধন
Ο গ) 
একটি σ বন্ধন এবং একটি π বন্ধন
Ο ঘ) 
তিনটি σ বন্ধন

  সঠিক উত্তর: (গ)

১০১.
পেট্রোলিয়ামের বর্ণ কীরূপ হয়?
Ο ক) 
কালো
Ο খ) 
বর্ণহীন
Ο গ) 
কালো বাদামি
Ο ঘ) 
বাদামি

  সঠিক উত্তর: (গ)

১০২.
নিচের উক্তিগুলো লক্ষ কর –
i. অ্যালকাইনসমূহ ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন
ii. অ্যালকাইনসমূহের ক্ষুদ্রতম সদস্য ইথাইন
iii. অ্যালকিনের ডিহাইড্রোজেনেশনের মাধ্যমে অ্যালকাইন পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৩.
অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত হলে কী প্রভাবক হিসেবে কাজ করে?
Ο ক) 
Ni
Ο খ) 
V2O5
Ο গ) 
MnO2
Ο ঘ) 
LiAlH4

  সঠিক উত্তর: (ক)

১০৪.
অ্যালকিন শ্রেণির ক্ষুদ্রতম ও সরল সদস্য কোনটি?
Ο ক) 
ইথিন
Ο খ) 
প্রোপিন
Ο গ) 
বিউটিন
Ο ঘ) 
হেক্সিন

  সঠিক উত্তর: (ক)

১০৫.
গ্লাসিয়াল অ্যাসিটিক এসিডের সংকেত কী?
Ο ক) 
HCOOH
Ο খ) 
CH3CHO
Ο গ) 
CH3COOH
Ο ঘ) 
CH3

  সঠিক উত্তর: (গ)

১০৬.
ইথানলে বিষাক্ত মিথানল যোগ করে মেথিলেটেড স্পিরিট তৈরি করা হয় কেন?
Ο ক) 
পানের যোগ্য এবং শুল্ক মুক্ত করার জন্য
Ο খ) 
পানের অযোগ্য ও শুল্ক মুক্ত করার জন্য
Ο গ) 
উৎকৃষ্ট দ্রাবক তৈরি করার জন্য
Ο ঘ) 
দামে সস্তা বার্নিশের দ্রাবক তৈরির জন্য

  সঠিক উত্তর: (খ)

১০৭.
অংশ কলামের 271-3400C তাপমাত্রা অহ্চল থেকে পৃথকীকৃত ১ম অংশকে বলে –
Ο ক) 
লুব্রিকেটিং তেল
Ο খ) 
জ্বালানি তেল
Ο গ) 
কেরোসিন
Ο ঘ) 
ডিজেল তেল

  সঠিক উত্তর: (ক)

১০৮.
HDPE আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
Ο ক) 
কার্ল ম্যাক্স
Ο খ) 
কার্ল জিগলার
Ο গ) 
ফ্রেডরিথ ভোলার
Ο ঘ) 
কোব

  সঠিক উত্তর: (খ)

১০৯.
চিনিকে ঈস্ট এর সাথে গাঁজন ঘটালে ইথাইল অ্যালকোহলের সাথে আর কোন গ্যাস উৎপন্ন হয়?
Ο ক) 
H2
Ο খ) 
O2
Ο গ) 
N2
Ο ঘ) 
CO2

  সঠিক উত্তর: (ঘ)

১১০.
অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কত ভাগে ভাগ করা যায়?
Ο ক) 
৩ ভাগে
Ο খ) 
২ ভাগে
Ο গ) 
৪ ভাগে
Ο ঘ) 
৫ ভাগে

  সঠিক উত্তর: (খ)

১১১.
চাক্রিক হাইড্রোকার্বনের কার্বন শিকলের ক্ষেত্রে –
i. কোনো মুক্ত শিকল থাকে না
ii. π-বন্ধন উপস্থিত থাকতে পারে
iii. সঞ্চারণশীল-π ইলেকট্রন থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১২.
প্রাকৃতিক গ্যাসের বর্ণ কীরূপ?
Ο ক) 
কালো
Ο খ) 
পার্পেল
Ο গ) 
বাদামি
Ο ঘ) 
বর্ণহীন

  সঠিক উত্তর: (ঘ)

১১৩.
কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন?
Ο ক) 
মিথেন
Ο খ) 
ইথিন
Ο গ) 
প্রোপিন
Ο ঘ) 
বিউটাইন

  সঠিক উত্তর: (ক)

১১৪.
উচ্চ ঘনত্বের পলিথিন তৈরিতে ব্যবহৃত তাপ ও চাপ কত?
Ο ক) 
2000C ও 2 atm
Ο খ) 
600C ও 1 atm
Ο গ) 
1000C ও 1 atm
Ο ঘ) 
600C ও 2 atm

  সঠিক উত্তর: (খ)

১১৫.
বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে?
Ο ক) 
90 ভাগ
Ο খ) 
99.99 ভাগ
Ο গ) 
80 ভাগ
Ο ঘ) 
100 ভাগ

  সঠিক উত্তর: (খ)

১১৬.
ভিকস্ –
i. এক ধরনের মলম
ii. রাসায়নিকভাবে খুবই সক্রিয়
iii. তরল ও কঠিন মোমের মিশ্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১৭.
টেরিলিন –
i. একটি পলিএস্টার
ii. রাসায়নিক তন্তু যা ঘনীভবন পলিমার করণে সৃষ্ট
iii. একটি পলিমার যার চাহিদা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৮.
স্ফুটনাঙ্ক বৃদ্ধি অনুসারে সঠিক ক্রম হলো –
i. C5H126H147H16
ii. C7H166H145H12
iii. C3H84H105H12
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১৯.
হেক্সাডেকেনের স্ফুটনাঙ্ক কত?
Ο ক) 
3430C
Ο খ) 
690C
Ο গ) 
1350C
Ο ঘ) 
360C

  সঠিক উত্তর: (গ)

১২০.
বন্ধনের প্রকৃতি অনুসারে সরল ও শাখায়িত হাইড্রোকার্বন কত প্রকার?
Ο ক) 
2
Ο খ) 
3
Ο গ) 
4
Ο ঘ) 
5

  সঠিক উত্তর: (ক)

১২১.
নিচের কোনটি প্যারাফিন নামে পরিচিত?
Ο ক) 
অ্যালকিন
Ο খ) 
অ্যালকাইন
Ο গ) 
অ্যালকেন
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (গ)

১২২.
কোনটি তৈরিতে মার্জারিন ব্যবহৃত হয়?
Ο ক) 
মাখন
Ο খ) 
মোম
Ο গ) 
ভিকস
Ο ঘ) 
প্লাস্টিক

  সঠিক উত্তর: (ক)

১২৩.
শিকল বিক্রিয়া –
i. মিথেন থেকে CCl4 উৎপাদনের ক্ষেত্রে ঘটে
ii. অ্যালকিনে ঘটে
iii. সহজে নিয়ন্ত্রণ করা যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১২৪.
ফরমালিনে আয়তন হিসেবে শতকরা কত ভাগ মিথান্যাল থাকে?
Ο ক) 
20%
Ο খ) 
30%
Ο গ) 
40%
Ο ঘ) 
50%

  সঠিক উত্তর: (গ)

১২৫.
জৈব দ্রাবকে কার্বক্সিলিক এসিডসমূহ কী হিসেবে থাকে?
Ο ক) 
ডাইমার
Ο খ) 
পলিমার
Ο গ) 
ট্রাইমার
Ο ঘ) 
টেট্রামার

  সঠিক উত্তর: (ক)

১২৬.
প্রভাবকসহ নিম্নচাপ ও তাপে হাইড্রোকার্বনের বিযোজনকে কী বলে?
Ο ক) 
তাপীয় বিযোজন
Ο খ) 
তাপীয় সংযোজন
Ο গ) 
প্রভাবকীয় প্রতিস্থাপন
Ο ঘ) 
প্রভাবকীয় বিযোজন

  সঠিক উত্তর: (ঘ)

১২৭.
ঘনীভবন পলিমারকরণে কোন অনু মনোমার হিসেবে বিক্রিয়া করে না?
Ο ক) 
অ্যালডিহাইড
Ο খ) 
অ্যামিন
Ο গ) 
অ্যালকোহল
Ο ঘ) 
অ্যালকেন

  সঠিক উত্তর: (ঘ)

১২৮.
প্লাস্টিক শিট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) 
PVC
Ο খ) 
PVA
Ο গ) 
টেফলন
Ο ঘ) 
পলিথিন

  সঠিক উত্তর: (ঘ)

১২৯.
কোনটি হাইড্রোকার্বনের সাধারণ সংকেত?
Ο ক) 
C2nH2n+1OH
Ο খ) 
CxHy
Ο গ) 
CnH2n+1OH
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (খ)

১৩০.
অ্যালকেনের প্রভাবকীয় বিযোজনে নিচের কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় না?
Ο ক) 
জিওলাইটস
Ο খ) 
Al2O3
Ο গ) 
SiO2
Ο ঘ) 
নিকেল চূর্ণ

  সঠিক উত্তর: (ঘ)

১৩১.
একটি থার্মোসেট প্লাস্টিক –
i. মেলামাইন
ii. ব্যাকেলাইট
iii. ফরমিকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩২.
নিচের উদ্ধৃতিগুলো লক্ষ কর:
i. পলিমারকরণে উচ্চ চাপ ও উচ্চ তাপ ব্যবহার করা হয়
ii. পলিমারকরণ বিক্রিয়ায় বিক্রিয়ক অণুকে মনোমার বলে
iii. ইথিলিনের পলিমারকে পলিথিন বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৩.
কেরোসিনে জৈব পদার্থের কার্বন শিকলের দৈর্ঘ্য কত?
Ο ক) 
C5-C6
Ο খ) 
C5-C7
Ο গ) 
C5-C12
Ο ঘ) 
C11-C16

  সঠিক উত্তর: (ঘ)

১৩৪.
CH4(g)+3Cl2(g)→CCl4(g)+4HCl(g)
i. বিক্রিয়াটি মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ঘটে
ii. বিক্রিয়াটি চার ধাপে সম্পন্ন হয়
iii. উৎপন্ন ড্রাইওয়াশ হিসেবে ব্যবহার হতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৫.
কোনটি তন্তুময় সাংশ্লেষিক পলিঅ্যামাইড?
Ο ক) 
অ্যাডিপিক এসিড
Ο খ) 
হেক্সামিথিলিন ডাইঅ্যামিন
Ο গ) 
নাইলন-66
Ο ঘ) 
টেরেথেলিক এসিড

  সঠিক উত্তর: (গ)

১৩৬.
অজৈব যৌগ গঠিত হয় নিচের কোন বন্ধনের মাধ্যমে?
Ο ক) 
সমযোজী বন্ধন
Ο খ) 
সন্নিবেশ বন্ধন
Ο গ) 
আয়নিক বন্ধন
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (গ)

১৩৭.
সম্পৃক্ত হাইড্রোকার্বন –
i. শিকলে একক বন্ধন থাকে
ii. প্যারাফিন নামে পরিচিত
iii. যৌগের সাধারণ সংকেত CnH2n
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩৮.
কীসের উপর ভিত্তি করে হাইড্রোকার্বনসমূহকে দুই প্রধান শ্রেণিতে ভাগ করা হয়েছে?
Ο ক) 
কার্বন শিকল
Ο খ) 
বন্ধন প্রকৃতি
Ο গ) 
সক্রিয়তা
Ο ঘ) 
কার্যকরী মূলক

  সঠিক উত্তর: (ক)

১৩৯.
নিচের কোনটি একমাত্র অ্যালকিন যার সুগন্ধ আছে?
Ο ক) 
C2H4
Ο খ) 
C3H6
Ο গ) 
C4H8
Ο ঘ) 
C5H10

  সঠিক উত্তর: (ক)

১৪০.
নিচের কোনটি অ্যালকিন?
Ο ক) 
C3H6
Ο খ) 
C3H8
Ο গ) 
C2H6
Ο ঘ) 
C3H5

  সঠিক উত্তর: (ক)

১৪১.
মিথেনের ক্লোরিনেশনে উৎপন্ন হয় -
i. কার্বন ডাইঅক্সাইড
ii. ডাইক্লোরোমিথেন
iii. ট্রাইক্লোরো বিউটেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪২.
CH3-CH2-CH=CH-CH3; এ যৌগটির নাম কী?
Ο ক) 
2-পেন্টেন
Ο খ) 
2-পেন্টিন
Ο গ) 
3-পেন্টেন
Ο ঘ) 
3-পেন্টিন

  সঠিক উত্তর: (খ)

১৪৩.
জিওলাইটসে নিচের কোন মৌলটি থাকে না?
Ο ক) 
সিলিকন
Ο খ) 
অ্যালুমিনিয়াম
Ο গ) 
অক্সিজেন
Ο ঘ) 
আয়োডিন

  সঠিক উত্তর: (ঘ)

১৪৪.
তরল সোনা কী?
Ο ক) 
প্রাকৃতিক গ্যাস
Ο খ) 
পেট্রোলিয়াম
Ο গ) 
কয়লা
Ο ঘ) 
সিলিকা জেল

  সঠিক উত্তর: (খ)

১৪৫.
অ্যালকিনের অসম্পৃক্ততা কোন পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়?
Ο ক) 
ফসফরাস (V) ফ্লোরাইড
Ο খ) 
পটাসিয়াম ডাইক্রোমেট
Ο গ) 
কার্বিল অ্যামিন
Ο ঘ) 
ব্রোমিন দ্রবণ

  সঠিক উত্তর: (ঘ)

১৪৬.
বাংলাদেশে কোথায় তেল পরিশোধন করা হয়?
Ο ক) 
চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে
Ο খ) 
চট্টগ্রামের ওয়েস্টার্ন রিফাইনারিতে
Ο গ) 
খুলনা ইস্টার্ন রিফাইনারিতে
Ο ঘ) 
খুলনা ওয়েস্টার্ন রিফাইনারিতে

  সঠিক উত্তর: (ক)

১৪৭.
কয়লায় রূপান্তরিত হয় নিচের কোনটি?
Ο ক) 
প্রাণিদেহ
Ο খ) 
উদ্ভিদদেহ
Ο গ) 
প্লাস্টিক দ্রব্য
Ο ঘ) 
জলাভূমির ক্ষুদ্র প্রাণিসত্তা

  সঠিক উত্তর: (খ)

১৪৮.
বাংলাদেশের কেরু এন্ড কেরু কোম্পানি কোন অ্যালকোহল প্রস্তুত করে?
Ο ক) 
মিথানল
Ο খ) 
ইথানল
Ο গ) 
রেকটিফাইড স্পিরিট
Ο ঘ) 
প্রোপানল

  সঠিক উত্তর: (খ)

১৪৯.
Affinis মানে কী?
Ο ক) 
স্বল্প
Ο খ) 
আসক্তি
Ο গ) 
স্বল্প আসক্তির যৌগ
Ο ঘ) 
বিকর্ষণ

  সঠিক উত্তর: (খ)

১৫০.
জিওলাইটস হলো –
i. একটি প্রভাবক
ii. ঋণাত্মক আধানবিশিষ্ট জৈব যৌগ
iii. অ্যালুমিনিয়াম, সিলিকন ও অক্সি পরমাণুবিশিষ্ট বৃহৎ ল্যাটিস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫১.
কোনটি পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য তাৎপর্যপূর্ণ?
Ο ক) 
ক্লোরিন প্রতিস্থাপন
Ο খ) 
দহন
Ο গ) 
তাপীয় বিয়োজন
Ο ঘ) 
জারকের সাথে বিক্রিয়া

  সঠিক উত্তর: (ক)

১৫২.
অংশ কলামে কত তাপমাত্রায় পৃথকীকৃত অংশকে ন্যাপথা বলে?
Ο ক) 
21-700C
Ο খ) 
71-1200C
Ο গ) 
121-1700C
Ο ঘ) 
171-700C

  সঠিক উত্তর: (খ)

১৫৩.
পেট্রোলিয়ামে শতকরা কতভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে?
Ο ক) 
২ ভাগ
Ο খ) 
৩ ভাগ
Ο গ) 
৪ ভাগ
Ο ঘ) 
৫ ভাগ

  সঠিক উত্তর: (ক)

১৫৪.
মুক্ত শিকল হাইড্রোকার্বন কয় ভাগে বিভক্ত?
Ο ক) 
৬ ভাগে
Ο খ) 
৩ ভাগে
Ο গ) 
২ ভাগে
Ο ঘ) 
৪ ভাগে

  সঠিক উত্তর: (গ)

১৫৫.
রাসায়নিক যেওগ প্রস্তুতিতে ব্যবহৃত হয় –
Ο ক) 
গ্যাসোলিন
Ο খ) 
LPG গ্যাস
Ο গ) 
জ্বালানি তেল
Ο ঘ) 
লুব্রিকেটিং তেল

  সঠিক উত্তর: (গ)

১৫৬.
বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে বলে –
Ο ক) 
অ্যারোম্যাটিক যৌগ
Ο খ) 
অ্যালিসাইক্লিক যৌগ
Ο গ) 
অ্যালডিহাইড যৌগ
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (খ)

১৫৭.
গঠনের ভিত্তিতে কৃত্রিম পলিমার কয় প্রকার হয়?
Ο ক) 
দুই প্রকার
Ο খ) 
তিন প্রকার
Ο গ) 
চার প্রকার
Ο ঘ) 
পাঁচ প্রকার

  সঠিক উত্তর: (ক)

১৫৮.
প্রাকৃতিক গ্যাসের দ্বিতীয় প্রধান উপাদান কী?
Ο ক) 
মিথেন
Ο খ) 
ইথেন
Ο গ) 
পেনটেন
Ο ঘ) 
বিউটেন

  সঠিক উত্তর: (খ)

১৫৯.
টিরিলিন –
i. একটি পলিএস্টার
ii. রাসায়নিক তন্তু যা ঘনীভবন পলিমার করলে সৃষ্ট
iii. একটি পলিমার যার চাহিদা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬০.
সোডালাইম কী?
Ο ক) 
চুনের দ্রবণ
Ο খ) 
শুষ্ক NaOH-এর দ্রবণ
Ο গ) 
গাঢ় NaOH ও Cu-এর দ্রবণ
Ο ঘ) 
শুষ্ক NaOH ও CaO-এর দ্রবণ

  সঠিক উত্তর: (ঘ)

১৬১.
কোনটি পলি কার্বক্সিলিক এসিড?
Ο ক) 
সাকসিনিক এসিড
Ο খ) 
সাইট্রিক এসিড
Ο গ) 
টারটারিক এসিড
Ο ঘ) 
ম্যালোনিক এসিড

  সঠিক উত্তর: (খ)

১৬২.
পলিমারকরণ বিক্রিয়ায় ব্যবহৃত ক্ষুদ্র অণুকে কী বলে?
Ο ক) 
পলিমার
Ο খ) 
ডাইমার
Ο গ) 
ট্রাইমার
Ο ঘ) 
মনোমার

  সঠিক উত্তর: (ঘ)

১৬৩.
গ্যাসহোলে শতকরা কত ভাগ ইথানল থাকে?
Ο ক) 
10-20%
Ο খ) 
15-25%
Ο গ) 
20-300%
Ο ঘ) 
20-30%

  সঠিক উত্তর: (ক)

১৬৪.
কয়লার বর্ণ কীরূপ হয়?
Ο ক) 
বাদামি
Ο খ) 
কালো-বাদামি
Ο গ) 
কালো
Ο ঘ) 
বর্ণহীন

  সঠিক উত্তর: (গ)

১৬৫.
পরীক্ষাগার প্রণালিতে মিথেন প্রস্তুত করতে প্রয়োজন হয় –
i. সোডিয়াম অ্যাসিটেট
ii. সোডালাইম
iii. সোডিয়াম প্রোপিনয়েট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬৬.
সম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলে –
Ο ক) 
অ্যালকিন
Ο খ) 
অ্যালকাইন
Ο গ) 
অ্যালকেন
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (গ)

১৬৭.
ডাক্তারি যন্ত্র পানিতে পরিষ্কার করতে কতটুকু ইথানল ব্যবহার করা হয়?
Ο ক) 
40%
Ο খ) 
60%
Ο গ) 
30%
Ο ঘ) 
70%

  সঠিক উত্তর: (ঘ)

১৬৮.
অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের শ্রেণিবিভাগ কী?
Ο ক) 
সম্পৃক্ত, অসম্পৃক্ত
Ο খ) 
বদ্ধ শিকল, মুক্ত শিকল
Ο গ) 
অ্যালকেন, অ্যালকিন
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (খ)

১৬৯.
পলিমারকরণ বিক্রিয়ায় সৃষ্ট বৃহৎ অণুকে কী বলে?
Ο ক) 
পলিমার
Ο খ) 
মনোমার
Ο গ) 
ডাইমার
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

১৭০.
প্রাকৃতিক গ্যাসের উপাদানসমূহের মধ্যে –
i. ইথেন তাকে 7%
ii. সবচেয়ে বেশি পরিমাণ থাকে মিথেন
iii. পেনটেন থাকে 3%
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭১.
হাইড্রোকার্বনকে কয়ভাগে ভাগ করা হয়?
Ο ক) 
২ ভাগে
Ο খ) 
৩ ভাগে
Ο গ) 
৪ ভাগে
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

১৭২.
বিউটেনের ভৌত অবস্খায় কীরূপ?
Ο ক) 
গ্যাসীয়
Ο খ) 
কঠিন
Ο গ) 
তরল
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

১৭৩.
মিথেন উৎপন্ন করতে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়?
Ο ক) 
Ni
Ο খ) 
V2O5
Ο গ) 
LiAlH4
Ο ঘ) 
MnO2

  সঠিক উত্তর: (ক)

১৭৪.
বড় হাইড্রোকার্বনকে ছোট হাইড্রোকার্বন অণুতে পরিণত করাকে বলে –
Ο ক) 
সংযোজন
Ο খ) 
দহন
Ο গ) 
প্রতিস্থাপন
Ο ঘ) 
বিযোজন

  সঠিক উত্তর: (ঘ)

১৭৫.
প্রাকৃতিক ঘনীভবন পলিমার নয় কোনটি?
Ο ক) 
স্টার্চ
Ο খ) 
সেলুলোজ
Ο গ) 
প্রোটিন
Ο ঘ) 
নাইলন

  সঠিক উত্তর: (ঘ)

১৭৬.
কোনটি প্রাকৃতিক পলিমার নয়?
Ο ক) 
রাবার
Ο খ) 
ভাত
Ο গ) 
প্রোটিন
Ο ঘ) 
কলম

  সঠিক উত্তর: (ঘ)

১৭৭.
বিটুমিন অংশের হাইড্রোকার্বনে কার্বন থাকে –
Ο ক) 
70টি
Ο খ) 
70 থেকে বেশি
Ο গ) 
80টি
Ο ঘ) 
60টি

  সঠিক উত্তর: (খ)

১৭৮.
রাসায়নিক কার্ল জিগলায় কোন দেশের অধিবাসী?
Ο ক) 
অস্ট্রেলিয়া
Ο খ) 
সুইডেন
Ο গ) 
জার্মানি
Ο ঘ) 
ফ্রান্স

  সঠিক উত্তর: (গ)

১৭৯.
নিচের কোনটি সম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ?
Ο ক) 
C4H6
Ο খ) 
C3H4
Ο গ) 
C6H8
Ο ঘ) 
C5H10

  সঠিক উত্তর: (ঘ)

১৮০.
অ্যালকিন –
i. শ্রেণির ক্ষুদ্রতম সদস্য ইথিন
ii. কার্বন শিকলে কার্বন-কার্বন দ্বিবন্ধন বিদ্যমান
iii. প্রকৃতিতে সামান্য পরিমাণে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮১.
যে এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ বিয়োজিত হয়ে C2H5OH এবং CO2 এ পরিনত হয়, তার নাম কী?
Ο ক) 
জাইমেজ
Ο খ) 
ইনভারটেজ
Ο গ) 
ডায়াস্টেজ
Ο ঘ) 
মল্টেজ

  সঠিক উত্তর: (ক)

১৮২.
শিল্পক্ষেত্রে কোনটি থেকে ইথাইন প্রস্তুত করা হয়?
Ο ক) 
CaBr2
Ο খ) 
MgC2
Ο গ) 
CaC2
Ο ঘ) 
CH4

  সঠিক উত্তর: (গ)

১৮৩.
অ্যালকেনসমূহ দৃঢ় একক (σ) বন্ধন দ্বারা গঠিত বলে –
i. তুলনামূলকভাবে এরা সুস্থিত থাকে
ii. এসিড ও জারক দ্বারা সহজে আক্রান্ত হয়
iii. বিকারক দ্বারা সংযোজন বিক্রিয়া ঘটানো সম্ভব নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৮৪.
চিটাগুড় দিয়ে ইথানল উৎপাদন বিক্রিয়া –
Ο ক) 
আর্দ্র বিশ্লেষণ
Ο খ) 
জারণ
Ο গ) 
বিজারণ
Ο ঘ) 
গাঁজন

  সঠিক উত্তর: (ঘ)

১৮৫.
প্রাকৃতিক গ্যাসে প্রোপেনের শতকরা পরিমাণ কত?
Ο ক) 
6%
Ο খ) 
7%
Ο গ) 
4%
Ο ঘ) 
3%

  সঠিক উত্তর: (ক)

১৮৬.
প্রাকৃতিক গ্যাসে মিথেনের পাশাপাশি সামান্য পরিমাণে থাকে –
i. ইথেন, প্রোপেন ও বিউটেন
ii. ইথিলিন, গ্যাসোলিন ও নাইট্রোজেন
iii. নিম্ন স্ফুটনাঙ্কবিশিষ্ট হাইড্রোকার্বন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৮৭.
অ্যালকেন কোন বিক্রিয়া করে না?
Ο ক) 
দহন
Ο খ) 
হ্যালোজেন প্রতিস্থাপন
Ο গ) 
তাপীয় বিয়োজন
Ο ঘ) 
এসিড

  সঠিক উত্তর: (ঘ)

১৮৮.
কোনটিকে ধাপভিত্তিক পলিমারকরণ বলে?
Ο ক) 
সংযোজন
Ο খ) 
যুত
Ο গ) 
চেইন
Ο ঘ) 
ঘনীভবন

  সঠিক উত্তর: (ঘ)

১৮৯.
পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত –
i. বিটুমিন অংশকে রাস্তা তৈরিতে ব্যবহার করা হয়
ii. কেরোসিনকে প্যারাফিন বলে
iii. হাইড্রোকার্বনসমূহকে পরীক্ষাগার ও শিল্পকারখানায় ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯০.
প্লাস্টিক শব্দটি এসেছে নিচের কোন শব্দ থেকে?
Ο ক) 
Plastikas
Ο খ) 
Plestikos
Ο গ) 
Plustikas
Ο ঘ) 
Plastikos

  সঠিক উত্তর: (ঘ)

১৯১.
অ্যালকাইন কত অণু হাইড্রোজেনের সাথে অ্যালকেন উৎপন্ন করে?
Ο ক) 
দুই অণু
Ο খ) 
এক অণু
Ο গ) 
তিন অণু
Ο ঘ) 
চার অণু

  সঠিক উত্তর: (ক)

১৯২.
কার্বক্সিলিক এসিড হচ্ছে –
i. মিথানয়িক এসিড
ii. ইথানয়িক এসিড
iii. প্রোপানয়িক এসিড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯৩.
আইকোসেন যৌগটির ভৌত অবস্থা কী?
Ο ক) 
কঠিন
Ο খ) 
তরল
Ο গ) 
গ্যাসীয়
Ο ঘ) 
অর্ধতরল

  সঠিক উত্তর: (ক)

১৯৪.
1, 2-ডাইব্রোমো ইথেনের সংকেত কোনটি?
Ο ক) 
CHBr=CHBr
Ο খ) 
CH2Br=CH2Br
Ο গ) 
CHBr2=CHBr2
Ο ঘ) 
CHBr2=CHBr2

  সঠিক উত্তর: (খ)

১৯৫.
কেরোসিনকে কী বলে?
Ο ক) 
কয়লা
Ο খ) 
গ্যারাফিন
Ο গ) 
গ্যাসোলিন
Ο ঘ) 
লুব্রিকেটিং তেল

  সঠিক উত্তর: (খ)

১৯৬.
ফরমালডিহাইড ও ইউরিয়া ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় উৎপন্ন করে কোনটি?
Ο ক) 
মেলামাইন
Ο খ) 
নাইলন
Ο গ) 
পলিভিনাইল ক্লোরাইড
Ο ঘ) 
ডেরলিন

  সঠিক উত্তর: (ক)

১৯৭.
প্রাকৃতিক গ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে?
Ο ক) 
7%
Ο খ) 
70%
Ο গ) 
80%
Ο ঘ) 
8%

  সঠিক উত্তর: (গ)

১৯৮.
নিম্ন ঘনত্বের পলিথিন তৈরিতে ব্যবহৃত চাপ কত?
Ο ক) 
1100 atm
Ο খ) 
1200 atm
Ο গ) 
1000 atm
Ο ঘ) 
12000 atm

  সঠিক উত্তর: (খ)

১৯৯.
অপরিশোধিত তেলকে –
i. তরল সোনা বলে
ii. আংশিক পাতনের মাধ্যমে পৃথক করা হয়
iii. পৃথক করার প্রক্রিয়াকে পরিশোধন বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০০.
অ্যালকিনের ক্ষুদ্রতম সরল সদস্য কোনটি?
Ο ক) 
প্রোপিন
Ο খ) 
বিউটিন
Ο গ) 
ইথিলিন
Ο ঘ) 
অ্যাসিটিলিন

  সঠিক উত্তর: (গ)




৩টি মন্তব্য:

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...