NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || রসায়ন অধ্যায় - ৮(201-411)

২০১.
পানির তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
Cu
Ο খ) 
zn
Ο গ) 
Pt
Ο ঘ) 
H2SO4

  সঠিক উত্তর: (গ)

২০২.
জ্বালানির দহনে প্রাপ্ত কোন গ্যাসটি উদ্ভিদের জন্য অপরিহার্য?
Ο ক) 
CO
Ο খ) 
CO2
Ο গ) 
SO2
Ο ঘ) 
NO

  সঠিক উত্তর: (খ)

২০৩.
হাইড্রোজেন ফুয়েল সেল কী ধরনের কোষ?
Ο ক) 
শুষ্ক কোষ
Ο খ) 
ইলেকট্রোলাইট কোষ
Ο গ) 
ফিউশন কোষ
Ο ঘ) 
স্টোরেজ কোষ

  সঠিক উত্তর: (খ)

২০৪.
লিথিয়াম ব্যাটারিতে কোন অক্সাইড ব্যবহার করা হয়?
Ο ক) 
MnO2
Ο খ) 
PbO2
Ο গ) 
CoO2
Ο ঘ) 
Hg2O

  সঠিক উত্তর: (গ)

২০৫.
নিচের কোন গ্যাসটির তাপ ধারণ ক্ষমতা বেশি?
Ο ক) 
CO
Ο খ) 
CO2
Ο গ) 
SO2
Ο ঘ) 
NO

  সঠিক উত্তর: (খ)

২০৬.
গ্লুকোজ সেন্সর যন্ত্রে অ্যানোড ও ক্যাথোড কোন প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়?
Ο ক) 
স্ক্রিন স্ক্যানিং
Ο খ) 
স্কিন প্রেসিং
Ο গ) 
স্ক্রিন প্রিন্টিং
Ο ঘ) 
স্ক্রিন ম্যাপিং

  সঠিক উত্তর: (গ)

২০৭.
তেজস্ক্রিয়তার মাধ্যমে ইউরেনিয়াম-238 ভেঙে কিসে পরিণত হয়?
Ο ক) 
থোরিয়াম-234
Ο খ) 
থোরিয়াম-235
Ο গ) 
থোরিয়াম-236
Ο ঘ) 
থোরিয়াম-237

  সঠিক উত্তর: (ক)

২০৮.
যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে --- বলে।
Ο ক) 
তাপোৎপাদী বিক্রিয়া
Ο খ) 
তাপহারী বিক্রিয়া
Ο গ) 
তাপশোষণকারী বিক্রিয়া
Ο ঘ) 
তাপ গ্রাসকারী বিক্রিয়া

  সঠিক উত্তর: (ক)

২০৯.
ইউরেনিয়াম 235 কে নিউট্রন কণা দ্বারা আঘাত করলে কয়টি বিভিন্ন মৌলের সৃষ্টি হয়?
Ο ক) 
15টি
Ο খ) 
30টি
Ο গ) 
35টি
Ο ঘ) 
45টি

  সঠিক উত্তর: (খ)

২১০.
ΔH ঋণাত্মক হলে আধুনিক রীতি অনুযায়ী বিক্রিয়াটি হবে –
Ο ক) 
তাপোৎপাদী
Ο খ) 
তাপহারী
Ο গ) 
উভমুখী
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

২১১.
কোন ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
সংশ্লেষণ
Ο খ) 
তড়িৎ সংযোজন
Ο গ) 
তড়িৎ বিশ্লেষণ
Ο ঘ) 
তড়িৎ বিশুদ্ধিকরণ

  সঠিক উত্তর: (গ)

২১২.
আইপিএস (IPS) কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে?
Ο ক) 
বিদ্যুৎ, রাসায়নিক
Ο খ) 
রাসায়নিক, বিদ্যুৎ
Ο গ) 
রাসায়নিক, যান্ত্রিক
Ο ঘ) 
যান্ত্রিক, রাসায়নিক

  সঠিক উত্তর: (খ)

২১৩.
খনিজ জ্বালানির বিকল্প হিসেবে নিচের কোনটির ব্যবহার পরিবেশের জন্য উপযোগী?
Ο ক) 
ইথানল
Ο খ) 
মিশেন
Ο গ) 
ইথেন
Ο ঘ) 
কাঠ-খড়ি

  সঠিক উত্তর: (ক)

২১৪.
কোন দেশে ইথানলকে পেট্রোলিয়ামের সাথে মিশ্রিত করে তাপ ইঞ্জিনে ব্যবহার করা হয়?
Ο ক) 
ভুটান
Ο খ) 
পাকিস্তান
Ο গ) 
ব্রাজিল
Ο ঘ) 
নেপাল

  সঠিক উত্তর: (গ)

২১৫.
অ্যানোড তড়িৎদ্বারে –
i. জারণ সম্পন্ন হয়
ii. দ্রবণের অ্যানায়নের ইলেকট্রন ধাতব দন্ডে স্থানান্তরিত হয়
iii. বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়�
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২১৬.
তড়িৎ বিশ্লেষণ –
i. ধাতুর প্রলেপ দিতে ব্যবহৃত হয়
ii. নতুন রাসায়নিক পদার্থের উৎপাদনে ব্যবহৃত হয়
iii. ধাতু পরিশোধনে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২১৭.
কোন কৌশল ব্যবহার করে মানবদেহে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা যায়?
Ο ক) 
তড়িৎ সংশ্লেষণ
Ο খ) 
তড়িৎ সংযোজন
Ο গ) 
তড়িৎ বিশ্লেষণ
Ο ঘ) 
তড়িৎ বিয়োজন

  সঠিক উত্তর: (গ)

২১৮.
সোডিয়াম ক্লোরাইড এ তড়িৎ বিশ্লেষণে উপজাত যৌগ হিসাবে নিচের কোনটি পাওয়া যায়?
Ο ক) 
সোডিয়াম কার্বনেট
Ο খ) 
সোডিয়াম নাইট্রেট
Ο গ) 
সোডিয়াম হাইড্রক্সাইড
Ο ঘ) 
সোডিয়াম বাইকার্বনেট

  সঠিক উত্তর: (গ)

২১৯.
সাধারণত বৈদ্যুতিক তার কি দিয়ে তৈরি করা হয়?
Ο ক) 
তামা
Ο খ) 
দস্তা
Ο গ) 
অ্যালুমিনিয়াম
Ο ঘ) 
ম্যাগনেসিয়াম

  সঠিক উত্তর: (ক)

২২০.
ফটোক্যামিক্যাল ধোঁয়া নিচের কোনটির বিয়োজন ঘটায়?
Ο ক) 
O3
Ο খ) 
O2
Ο গ) 
CO2
Ο ঘ) 
H2O

  সঠিক উত্তর: (ক)

২২১.
নিচের কোনটি নিঃশেষ হবার কোন ভয় নেই?
Ο ক) 
কাঠ
Ο খ) 
কয়লা
Ο গ) 
প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) 
ইথানল

  সঠিক উত্তর: (ঘ)

২২২.
যা পোড়ানোর ফলে স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ তৈরি হয় না তাকে কী বলে?
Ο ক) 
বিশুদ্ধ জ্বালানি
Ο খ) 
অবিশুদ্ধ জ্বালানি
Ο গ) 
জীবাশ্ম জ্বালানি
Ο ঘ) 
পরিবেশবান্ধব জ্বালানি

  সঠিক উত্তর: (ক)

২২৩.
ক্যাথোড তড়িদদ্বারে নিচের কোনটি ঘটে?
Ο ক) 
জারণ
Ο খ) 
বিজারণ
Ο গ) 
দ্রবণের অ্যানায়নের ইলেকট্রন ধাতব দন্ডে স্থানান্তর হয়
Ο ঘ) 
বিয়োজন

  সঠিক উত্তর: (খ)

২২৪.
পানি বিশ্লেষণের জন্য অ্যানোড ও ক্যাথোডে কিসের পাত ব্যবহৃত হয়?
Ο ক) 
আয়রন
Ο খ) 
প্লাটিনাম
Ο গ) 
কপার
Ο ঘ) 
ক্রোমিয়াম

  সঠিক উত্তর: (খ)

২২৫.
তড়িৎ রাসায়নিক কোষে কয়টি তড়িদদ্বার প্রয়োজন?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (ক)

২২৬.
ইথানলকে জৈব জ্বালানি হিসেবে বিবেচিত করা হয় কেন?
Ο ক) 
এটি জৈব ও অজৈব যৌগের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় বলে
Ο খ) 
এটি শ্বেতসার জাতীয় শস্য দানা থেকে গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় বলে
Ο গ) 
এটি জৈব যৌগের সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় বলে
Ο ঘ) 
এটি জৈব যৌগ থেকে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় বলে

  সঠিক উত্তর: (খ)

২২৭.
তড়িৎ রাসায়নিক গ্লুকোজ সেন্সর ব্যবহার করে রক্তের গ্লুকোজের পরিমাণ নির্ণয় করতে কতটুকু সময় লাগে?
Ο ক) 
এক মিনিট
Ο খ) 
দুই মিনিট
Ο গ) 
তিন মিনিট
Ο ঘ) 
চার মিনিট

  সঠিক উত্তর: (ক)

২২৮.
পানিতে আর্সেনিকের পরিমাণ নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
ড্রাইসেল
Ο খ) 
গ্যালভানিক কোষ
Ο গ) 
লিথিয়াম কোষ
Ο ঘ) 
তড়িৎ বিশ্লেষ্য কোষ

  সঠিক উত্তর: (ঘ)

২২৯.
পদার্থের তিনটি অবস্থার কারণ কী?
Ο ক) 
তাপ ও চাপ
Ο খ) 
আন্তঃআণবিক দূরত্ব
Ο গ) 
আন্তঃআণবিক শক্তি
Ο ঘ) 
তাপমাত্রা

  সঠিক উত্তর: (ক)

২৩০.
ড্রাইসেলে জারিত হয় কোনটি?
Ο ক) 
C
Ο খ) 
Zn
Ο গ) 
MnO2
Ο ঘ) 
NH4Cl+ZnCl2

  সঠিক উত্তর: (খ)

২৩১.
রাসায়নিক বিক্রিয়ায় সংঘটিত হয় –
i. তাপের শোষণ
ii. তাপের উদগিরণ
iii. তাপের পরিবর্তন হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৩২.
লবণসেতু কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
KCl
Ο খ) 
NaCl
Ο গ) 
MgCl2
Ο ঘ) 
AlCl3

  সঠিক উত্তর: (ক)

২৩৩.
তেজস্ক্রিয় মৌলকে উচ্চ শক্তিসম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে কী ঘটে?
Ο ক) 
অনেক নতুন নিউক্লিয়াস ও নিউট্রন সৃষ্টি হয়
Ο খ) 
শুধু দুটি নিউক্লিয়াস সৃষ্টি হয়
Ο গ) 
শুধু দুটি নিউট্রন সৃষ্টি হয়
Ο ঘ) 
দুটি নিউক্লিয়াস ও দুটি নিউট্রন সৃষ্টি হয়

  সঠিক উত্তর: (ক)

২৩৪.
ফুয়েল সেলে সবচেয়ে ভালো জ্বালানি কোনটি?
Ο ক) 
হাইড্রোজেন গ্যাস
Ο খ) 
অক্সিজেন গ্যাস
Ο গ) 
কাঁদুনে গ্যাস
Ο ঘ) 
কার্বন ডাইঅক্সাইড গ্যাস

  সঠিক উত্তর: (ক)

২৩৫.
অধিক সক্রিয় ধাতু কোথায় ব্যবহৃত হয়?
Ο ক) 
অ্যানোডে
Ο খ) 
ক্যাথোডে
Ο গ) 
তড়িৎ বিশ্লেষ্য
Ο ঘ) 
লবণ সেতু

  সঠিক উত্তর: (ক)

২৩৬.
ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ও ক্যাথোডে উভয় ক্ষেত্রেই কী ঘটে?
Ο ক) 
জারণ হয়
Ο খ) 
বিজারণ হয়
Ο গ) 
গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়
Ο ঘ) 
একই পদার্থ উৎপন্ন হয়

  সঠিক উত্তর: (গ)

২৩৭.
O=O বন্ধন শক্তির মান কত?
Ο ক) 
498 kJ/mol
Ο খ) 
431 kJ/mol
Ο গ) 
426 kJ/mol
Ο ঘ) 
426 kJ/mol

  সঠিক উত্তর: (ক)

২৩৮.
তড়িৎ বিশ্লেষণ কোষে নিচের কোন প্রক্রিয়াটি সংঘটিত হয়?
Ο ক) 
প্রশমন
Ο খ) 
প্রতিস্থাপন
Ο গ) 
বিয়োজন
Ο ঘ) 
জারণ-বিজারণ

  সঠিক উত্তর: (ঘ)

২৩৯.
তড়িৎ বিশ্লেষ্য কোষ কোন শক্তি ব্যবহার করে তড়িদদ্বার বিক্রিয়া সংঘটিত করা হয়?
Ο ক) 
বিদ্যুৎ শক্তি
Ο খ) 
আলোক শক্তি
Ο গ) 
রাসায়নিক শক্তি
Ο ঘ) 
তাপ মক্তি

  সঠিক উত্তর: (ক)

২৪০.
দুটি যৌগ A ও B পরস্পরের সাথে বিক্রিয়া করে দুটি উৎপাদ C ও D উৎপন্ন করে। বিক্রিয়াকালে মিশ্রণের তাপমাত্রা কমতে দেখা যায়। বিক্রিয়াটি কোন প্রকারের বিক্রিয়া?
Ο ক) 
তাপোৎপাদী
Ο খ) 
তাপহারী
Ο গ) 
সংযোজন
Ο ঘ) 
সংশ্লেষণ

  সঠিক উত্তর: (খ)

২৪১.
বায়ুমন্ডলে CO2 এর পরিমাণ এতো বেশি হবার কারণ কী?
Ο ক) 
CO2 এর তাপ ধারণ ক্ষমতা বেশি
Ο খ) 
CO2 গ্যাস ওজনে হালকা
Ο গ) 
নির্বিচারে উদ্ভিদ নিধন
Ο ঘ) 
CO2 এর রাসায়নিক সক্রিয়তা অত্যাধিক

  সঠিক উত্তর: (গ)

২৪২.
নিচের কোন মৌলের নিউক্লিয়াস একটিমাত্র মৌলিক কণা দ্বারা গঠিত?
Ο ক) 
হাইড্রোজেন
Ο খ) 
অক্সিজেন
Ο গ) 
নাইট্রোজেন
Ο ঘ) 
ফসফরাস

  সঠিক উত্তর: (ক)

২৪৩.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. অ্যালুমিনিয়াম ধাতু ওজনে হালকা
ii. ক্লোরিন গ্যাস জীবাণুনাশক হিসেবে ব্যবহার হয়
iii. হাইড্রোজেন গ্যাস পরিবেশ বান্ধব জ্বালানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৪.
C3H6+502=3X+4H2O; X-গ্যাসটি –
i. এসিড বৃষ্টি সৃষ্টিতে আংশিক দায়ী
ii. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে
iii. গ্রিনহাউজ প্রভাবের জন্য দায়ী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৫.
বায়ুর সাথে মিশে সূর্যের আলোর উপস্থিতিতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ফটোকেমিক্যাল ধোঁয়া সৃষ্টি করে –
i. কার্বন মনোক্সাইড
ii. নাইট্রাস অক্সাইড
iii. অব্যবহৃত গ্যাসীয় জ্বালানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৬.
আধুনিককালের সবচেয়ে জনপ্রিয় শক্তি কোনটি?
Ο ক) 
তাপ
Ο খ) 
বিদ্যুৎ
Ο গ) 
আলো
Ο ঘ) 
চৌম্বক

  সঠিক উত্তর: (খ)

২৪৭.
উদ্ভিদ তার দেহে কোন প্রক্রিয়ায় শক্তি সঞ্চিত করে?
Ο ক) 
ব্যাপন প্রক্রিয়ায়
Ο খ) 
অভিস্রবণ
Ο গ) 
সালোকসংশ্লেষণ
Ο ঘ) 
শ্বসন

  সঠিক উত্তর: (গ)

২৪৮.
দ্রবণ কীভাবে বিদ্যুৎ পরিবহন করে?
Ο ক) 
আয়ন পরিবহনের মাধ্যমে
Ο খ) 
ইলেকট্রনের পরিবহন দ্বারা
Ο গ) 
শক্তি শোষণের মাধ্যমে
Ο ঘ) 
শক্তি স্থানান্তরের মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

২৪৯.
অ্যানোড তড়িদদ্বারে নিচের কোনটি ঘটে?
Ο ক) 
জারণ
Ο খ) 
বিজারণ
Ο গ) 
দ্রবণের ক্যাটায়ন কর্তৃক ধাতব দন্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে
Ο ঘ) 
বিয়োজন

  সঠিক উত্তর: (ক)

২৫০.
নিচের বাক্যসমূহ লক্ষ কর:
i. CO2 গ্যাস চুনের পানিকে ঘোলা করে
ii. CO গ্যাস চুনের পানিকে ঘোলা করে
iii. H2SO4 গ্যাস চুনের পানিকে ঘোলা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৫১.
আন্তঃআণবিক শক্তির ক্রমানুযায়ী কোনটি সঠিক?
Ο ক) 
বরফ>জলীয়বাষ্প>পানি
Ο খ) 
বরফ<পানি<জলীয়বাষ্প
Ο গ) 
জলীয়বাষ্প<পানি<বরফ
Ο ঘ) 
পানি<বরফ<জলীয়বাষ্প

  সঠিক উত্তর: (গ)

২৫২.
জাপানের কোন জায়গায় পারমাণবিক দুর্ঘটনা ঘটে?
Ο ক) 
নাগাসাকি
Ο খ) 
টরেন্টো
Ο গ) 
লরেন্টস
Ο ঘ) 
ফুকুশিমা

  সঠিক উত্তর: (ঘ)

২৫৩.
কখন তাপের শোষণ ঘটে?
Ο ক) 
চুনকে পানিতে মিশালে
Ο খ) 
নিশাদলকে পানিতে মিশালে
Ο গ) 
হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা পানি উৎপন্ন করলে
Ο ঘ) 
নাইট্রোজেন ও হাইড্রোজেন দ্বারা অ্যামোনিয়া প্রযুক্তিতে

  সঠিক উত্তর: (খ)

২৫৪.
ড্যানিয়েল সেলে কোনটি ঘটে?
Ο ক) 
ইলেকট্রন জিংক দন্ড থেকে কপার দন্ডের দিকে যায়
Ο খ) 
ইলেকট্রন কপার দন্ড থেকে জিংক দন্ডের দিকে যায়
Ο গ) 
Cu অ্যানোডে ইলেকট্রন Cu+2 আয়নে পরিণত হয়
Ο ঘ) 
Zn+2 ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে

  সঠিক উত্তর: (ক)

২৫৫.
জৈব জ্বালানি কোনটি?
Ο ক) 
ইথানল
Ο খ) 
মিথানল
Ο গ) 
প্রোপানল
Ο ঘ) 
বিউটানল

  সঠিক উত্তর: (ক)

২৫৬.
নিউক্লিয়ার বিক্রিয়ায় –
i. বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস তৈরি হয়
ii. ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরি করে
iii. যৌগ গঠনে সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনের ভূমিকা রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৫৭.
নিচের কোনটি এসিড বৃষ্টি সৃষ্টি করে?
Ο ক) 
CO
Ο খ) 
CO2
Ο গ) 
SO2
Ο ঘ) 
O2

  সঠিক উত্তর: (গ)

২৫৮.
সোডিয়াম বাই কার্বনেট –
i. খাবার সোডা নামে পরিচিত
ii. লেবুর রসের সাথে বিক্রিয়ায় CO2, লবণ ও পানি উৎপন্ন করে
iii. সোডা অ্যাশ নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৫৯.
মানবদেহের রক্তে নিচের কোনটি থাকে?
Ο ক) 
প্রোটন
Ο খ) 
নিউট্রন
Ο গ) 
ইলেকট্রন
Ο ঘ) 
ক্যাটায়ন

  সঠিক উত্তর: (ক)

২৬০.
ড্রাইসেলে নিচের কোন অক্সাইড ব্যবহার করা হয়?
Ο ক) 
MnO2
Ο খ) 
PbO2
Ο গ) 
CoO2
Ο ঘ) 
Hg2O

  সঠিক উত্তর: (ক)

২৬১.
লেড সঞ্চয়ী কোষ ব্যবহার হয়ে থাকে –
i. মোটরগাড়িতে বিদ্যুৎ স্ফুরণের জন্য
ii. ট্রেনে আলো জ্বালাবার জন্য
iii. জাহাজে আলো জ্বালাবার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬২.
ড্রাইসেলের ক্যাথোড কোনটি?
Ο ক) 
MnO2
Ο খ) 
C
Ο গ) 
NH4Cl
Ο ঘ) 
ZnCl2

  সঠিক উত্তর: (খ)

২৬৩.
পানির তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী বিজারিত হয়?
Ο ক) 
H2O
Ο খ) 
O2
Ο গ) 
O2-
Ο ঘ) 
H+

  সঠিক উত্তর: (ঘ)

২৬৪.
ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী ঘটে?
Ο ক) 
পানি জারিত হয়
Ο খ) 
পানি বিজারিত হয়
Ο গ) 
Cl- জারিত হয়
Ο ঘ) 
Cl- বিজারিত হয়

  সঠিক উত্তর: (খ)

২৬৫.
ইথানল –
i. একটি তরল রাসায়নিক পদার্থ
ii. ফুয়েল সেলের জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে
iii. একটি জৈব রাসায়নিক যৌগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬৬.
তড়িৎ বিশ্লেষ্য কোষ –
i. এক প্রকোষ্ঠবিশিষ্ট হতে পারে
ii. দুই প্রকোষ্ঠবিশিষ্ট হতে পারে
iii. তিন প্রকোষ্ঠবিশিষ্ট হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৬৭.
ভোল্টায়িক কোষে জারণ-বিজারণ বিক্রিয়াটি কীরূপ?
Ο ক) 
বিদ্যুৎশক্তি দ্বারা প্রভাবিত
Ο খ) 
স্বতঃস্ফূর্ত
Ο গ) 
যান্ত্রিক শক্তি দ্বারা প্রভাবিত
Ο ঘ) 
অসম্ভব

  সঠিক উত্তর: (খ)

২৬৮.
রাসায়নিক শক্তি → বিদ্যুৎ শক্তি; রূপান্তরটি –
i. সর্বপ্রথম গ্যালভানি ও ভোল্টা আবিষ্কার করেন
ii. জারণ-বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ঘটে
iii. তড়িৎ বিশ্লেষণ কোষে ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৬৯.
নিচের বাক্যগুলো লক্ষ কর:
i. তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয়ার ফিসল বিক্রিয়া
ii. নিউক্লিয় বিক্রিয়ায় মৌলকে উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন দ্বারা আঘাত করা হয়
iii. নিউক্লিয়ার ফিশান বিক্রিয়া চেইন বিক্রিয়া নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৭০.
আন্তঃআণবিক দূরত্বের সঠিক ক্রম কোনটি?
Ο ক) 
বরফ<জলীয়বাষ্প<পানি
Ο খ) 
পানি<বরফ<জলীয়বাষ্প
Ο গ) 
বরফ=পানি=জলীয়বাষ্প
Ο ঘ) 
জলীয়বাষ্প>পানি>বরফ

  সঠিক উত্তর: (ঘ)

২৭১.
গভীর থেকে পানি উত্তোলনের কাজে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
কয়লা
Ο খ) 
প্রাকৃতিক গ্যাস
Ο গ) 
পেট্রোলিয়াম
Ο ঘ) 
হাইড্রোজেন গ্যাস

  সঠিক উত্তর: (গ)

২৭২.
কোন সেলে বিশ্লেষ্য দ্রব নেই?
Ο ক) 
তড়িৎ বিশ্লেষ্য কোষ
Ο খ) 
তড়িৎ রাসায়নিক কোষ
Ο গ) 
ড্রাইসেল
Ο ঘ) 
ড্যানিয়েল কোষ

  সঠিক উত্তর: (গ)

২৭৩.
ড্রাইসেলে অ্যানোড হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এর বারী আয়রনযুক্ত কার্বন দন্ড
Ο খ) 
অ্যামোনিয়াম ক্লোরাইড ও জিংক ক্লোরাইডের মিশ্রণ
Ο গ) 
ধাতব জিংকের তৈরি ছোট জার
Ο ঘ) 
স্টার্চ

  সঠিক উত্তর: (গ)

২৭৪.
তড়িৎ রাসায়নিক কোষে থাকে –
i. তড়িৎদ্বার
ii. লবণ সেতু
iii. তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭৫.
কোন গ্যাস ওজনে ভারী?
Ο ক) 
CO
Ο খ) 
CO2
Ο গ) 
SO2
Ο ঘ) 
NO

  সঠিক উত্তর: (খ)

২৭৬.
Ultra-Violet ray আসতে বাধা প্রদান করে কোনটি?
Ο ক) 
আয়নোস্ফিয়ার
Ο খ) 
ওজোন
Ο গ) 
CO2
Ο ঘ) 
O2

  সঠিক উত্তর: (খ)

২৭৭.
ইথানলের ক্ষেত্রে প্রযোজ্য –
i. এটি একটি অজৈব যৌগ
ii. শ্বেতসার জাতীয় শস্য দানা থেকে গাঁজন প্রক্রিয়ায় এটি তৈরি করা যায়
iii. এটিকে বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৭৮.
হাইড্রোজেন গ্যাস –
i. বায়ু অপেক্ষা ভারী
ii. ফুয়েল সেলের সবচেয়ে ভালো জ্বালানি
iii. পরিবেশ বান্ধব জ্বালানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৭৯.
তড়িৎ বিশ্লেষ্য কোষে কোনটি ঘটে?
Ο ক) 
বিদ্যুৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
Ο খ) 
বিদ্যুৎশক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়
Ο গ) 
রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়
Ο ঘ) 
বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়

  সঠিক উত্তর: (ঘ)

২৮০.
বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কোন বিক্রিয়া ব্যবহৃত হয়?
Ο ক) 
ফিসন
Ο খ) 
ফিউসন
Ο গ) 
চেইন
Ο ঘ) 
ভাঙন

  সঠিক উত্তর: (ক)

২৮১.
মৌলের নিউক্লিয়াসে সর্বনিম্ন মৌলিক কণিকার সংখ্যা কয়টি?
Ο ক) 
1
Ο খ) 
2
Ο গ) 
3
Ο ঘ) 
4

  সঠিক উত্তর: (ক)

২৮২.
লবণ সেতুর কাজ কী?
Ο ক) 
কোষের দুই অংশে ক্যাটায়ন সরবরাহ করা
Ο খ) 
সেতুর মধ্য দিয়ে আয়ন চলাচল
Ο গ) 
তড়িৎ প্রবাহের হার পরিবর্তন করা
Ο ঘ) 
কোষের দুই প্রান্তে আয়নের আধিক্য কমানো

  সঠিক উত্তর: (ঘ)

২৮৩.
কাই ঘন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) 
স্টার্চ
Ο খ) 
ইথানল
Ο গ) 
আয়োডিন
Ο ঘ) 
ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড

  সঠিক উত্তর: (ক)

২৮৪.
কোনটি তাপহারী বিক্রিয়া?
Ο ক) 
N2(g)+O2(g)→ 2NO(g)
Ο খ) 
CaO(s) + H2O(l)→ Ca(OH)2(s)
Ο গ) 
C(s) + O2(g)→CO2(g)
Ο ঘ) 
2H2(g)+O2(g)→2H2O(l)

  সঠিক উত্তর: (ক)

২৮৫.
ড্রাইসেলে ব্যবহৃত হয় –
Ο ক) 
Zn ও MnO2
Ο খ) 
Zn ও Hg2O
Ο গ) 
Pb ও PbO2
Ο ঘ) 
CoO2

  সঠিক উত্তর: (ক)

২৮৬.
তড়িৎ রাসায়নিক গ্লুকোজ সেন্সরে নিচের কোনটি অনুপস্থিত?
Ο ক) 
অ্যানোড
Ο খ) 
ক্যাথোড
Ο গ) 
তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ
Ο ঘ) 
আয়ন

  সঠিক উত্তর: (গ)

২৮৭.
গ্লুকোজ ডিটেক্টর কীভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বের করে?
Ο ক) 
তড়িৎ বিশ্লেষ্য হিসেবে রক্ত ব্যবহার করে
Ο খ) 
তড়িৎদ্বার হিসেবে রক্ত ব্যবহার করে
Ο গ) 
গ্লুকোজের জারণ ঘটিয়ে
Ο ঘ) 
জারণে উদ্ভূত e- সংখ্যা নির্ণয় করে

  সঠিক উত্তর: (ঘ)

২৮৮.
মাইক চালানোর কাজে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) 
ড্রাইসেল
Ο খ) 
লেড স্টোরেজ ব্যাটারি
Ο গ) 
লিথিয়াম ব্যাটারি
Ο ঘ) 
মারকারি সেল

  সঠিক উত্তর: (খ)

২৮৯.
ΔH এর মান নির্ভর করে –
i. বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থার উপর
ii. তাপমাত্রার উপর
iii. চাপের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯০.
নিচের কোনটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ?
Ο ক) 
হাইড্রোজেন
Ο খ) 
অক্সিজেন
Ο গ) 
কার্বন ডাইঅক্সাইড
Ο ঘ) 
কার্বন মনোক্সাইড

  সঠিক উত্তর: (ঘ)

২৯১.
পানি বিশ্লেষণের জন্য তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোড ও ক্যাথোডে কোন ধাতু ব্যবহৃত হয়?
Ο ক) 
সক্রিয় ধাতু
Ο খ) 
নিষ্ক্রিয় ধাতু
Ο গ) 
অপধাতু
Ο ঘ) 
অর্ধ ধাতু

  সঠিক উত্তর: (খ)

২৯২.
সমু্দ্রের পানির তড়িৎ বিশ্লেষণে দ্রবণে কোনটি পাওয়া যায়?
Ο ক) 
H2
Ο খ) 
Cl2
Ο গ) 
NaOH
Ο ঘ) 
HCl

  সঠিক উত্তর: (গ)

২৯৩.
15 মৌল 0C তাপমাত্রায় দুটি হাইড্রোজেন একত্রিত হয়ে নিচের কোনটি উৎপন্ন করে?
Ο ক) 
প্রোটিয়াম
Ο খ) 
ডিউটেরিয়াম
Ο গ) 
ট্রিটিয়াম
Ο ঘ) 
হিলিয়াম

  সঠিক উত্তর: (ঘ)

২৯৪.
ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়ায় –
i. যে ধাতুর প্রলেপ দেওয়া হয় সেটি অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়
ii. যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হয় সেটি অ্যানো হিসেবে ব্যবহার করা হয়
iii. অ্যানো ধাতুর লবণের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৯৫.
যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে বলে –
Ο ক) 
তাপহারী বিক্রিয়া
Ο খ) 
তাপোৎপাদী বিক্রিয়া
Ο গ) 
তাপরোধী বিক্রিয়া
Ο ঘ) 
তাপ রক্ষী বিক্রিয়া

  সঠিক উত্তর: (ক)

২৯৬.
C-H এবং O-H বন্ধন শক্তি যথাক্রমে কত কিলোজুল?
Ο ক) 
414 ও 464
Ο খ) 
414 ও 446
Ο গ) 
441 ও 464
Ο ঘ) 
414 ও 431

  সঠিক উত্তর: (ক)

২৯৭.
Zn/Zn++(aq) তড়িৎদ্বারে –
i. জারণ বিক্রিয়া সম্পন্ন হয়
ii. ক্যাটায়ন কর্তৃক ধাতব দন্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে
iii. দ্রবণের অ্যানায়নের ইলেকট্রন ধাতব দন্ডে স্থানান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৯৮.
তেজস্ক্রিয়তার মাধ্যমে পোলেনিয়াম-210(Po) ভেঙে কিসে পরিণত হয়?
Ο ক) 
সিসা-206 (Pb)
Ο খ) 
সিসা-207 (Pb)
Ο গ) 
সিসা-208 (Pb)
Ο ঘ) 
সিসা-209 (Pb)

  সঠিক উত্তর: (ক)

২৯৯.
তাপ উৎপাদী বিক্রিযায় বিক্রিয়ক ও উৎপাদের অভ্যন্তরীণ শক্তির সম্পর্ক কোনটি?
Ο ক) 
বিক্রিয়কসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি>উৎপাদসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি
Ο খ) 
বিক্রিয়কসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি<উৎপাদসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি
Ο গ) 
বিক্রিয়কসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি³উৎপাদসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি
Ο ঘ) 
বিক্রিয়কসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি=উৎপাদসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি

  সঠিক উত্তর: (ক)

৩০০.
তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ সরবরাহকারী হিসাবে কী যুক্ত থাকে?
Ο ক) 
ব্যাটারি
Ο খ) 
বৈদ্যুতিক বাল্ব
Ο গ) 
অ্যানোড
Ο ঘ) 
ক্যাথোড

  সঠিক উত্তর: (ক)

৩০১.
ফুয়েল সেলে নিচের কোনটি বিজাড়িত হয়?
Ο ক) 
হাইড্রোজেন
Ο খ) 
অক্সিজেন
Ο গ) 
কার্বন
Ο ঘ) 
নাইট্রোজেন

  সঠিক উত্তর: (খ)

৩০২.
পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত?
Ο ক) 
1 : 2
Ο খ) 
2 : 1
Ο গ) 
2 : 3
Ο ঘ) 
3 : 2

  সঠিক উত্তর: (খ)

৩০৩.
নিচের কোনটি খনিজ জ্বালানি?
Ο ক) 
হাইড্রোজেন গ্যাস
Ο খ) 
CO2 গ্যাস
Ο গ) 
প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) 
অক্সিজেন গ্যাস

  সঠিক উত্তর: (গ)

৩০৪.
আলফা কণা কোনটি?
Ο ক) 
দ্বিধনাত্মক হিলিয়াম-4
Ο খ) 
একক ধনাত্মক হিলিয়াম-4
Ο গ) 
একক ধনাত্মক হাইড্রোজেন-2
Ο ঘ) 
দ্বিধনাত্মক অক্সিজেন-16

  সঠিক উত্তর: (ক)

৩০৫.
পানির তড়িৎ বিশ্লেষণে অন্য সব ধাতু ব্যতিরেকে Pt ব্যবহৃত হবার কারণ কী?
Ο ক) 
Pt দামী মৌল
Ο খ) 
Pt ভালো বিদ্যুৎ পরিবাহী
Ο গ) 
Pt রাসায়নিকভাবে নিষ্ক্রিয়
Ο ঘ) 
Pt এর পারমাণবিক সংখ্যা বেশি

  সঠিক উত্তর: (গ)

৩০৬.
নিচের কোনটির সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলে?
Ο ক) 
CaCl2
Ο খ) 
NaCl
Ο গ) 
KCl
Ο ঘ) 
NaBr

  সঠিক উত্তর: (খ)

৩০৭.
সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে কোনটি বিজাড়িত হয়?
Ο ক) 
সোডিয়াম আয়ন
Ο খ) 
ক্লোরাইড আয়ন
Ο গ) 
হাইড্রক্সিল আয়ন
Ο ঘ) 
পানির অণু

  সঠিক উত্তর: (ঘ)

৩০৮.
ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে অম্লীয় মাধ্যমের দরকার পড়ে না এর কারণ কী?
Ο ক) 
ব্রাইন অম্লধর্মী
Ο খ) 
NaCl পোলার যৌগ
Ο গ) 
NaCl পানিতে অদ্রবণীয়
Ο ঘ) 
NaCl পানির সাথে বিক্রিয়া করে না

  সঠিক উত্তর: (খ)

৩০৯.
কোন জাতীয় যৌগ পলিমার গঠন করে?
Ο ক) 
জৈব এসিড
Ο খ) 
অ্যালকিন
Ο গ) 
অ্যালকেজন
Ο ঘ) 
অ্যালকোহল

  সঠিক উত্তর: (খ)

৩১০.
কোনটি পানিতে রাখলে পানি গরম হয়?
Ο ক) 
Ca(OH)2
Ο খ) 
CaCO3
Ο গ) 
CaO
Ο ঘ) 
CaCl2

  সঠিক উত্তর: (গ)

৩১১.
ফুয়েল সেলের জ্বালানি হিসেবে কোনটি ব্যবহৃত হচ্ছে?
Ο ক) 
অ্যালকোহল
Ο খ) 
মিথেন
Ο গ) 
ইথেন
Ο ঘ) 
কার্বন ডাইঅক্সাইড

  সঠিক উত্তর: (ক)

৩১২.
সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হয় –
i. ক্লোরিন গ্যাস
ii. হাইড্রোজেন গ্যাস
iii. সোডিয়াম হাইড্রক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১৩.
৯.১ আন্তঃআণবিক শক্তি তরলের চেয়ে বেশি থাকে --- পদার্থের।
Ο ক) 
বায়বীয়
Ο খ) 
কঠিন
Ο গ) 
তরল
Ο ঘ) 
বায়বীয় ও কঠিন উভয়

  সঠিক উত্তর: (খ)

৩১৪.
ড্রাইসেলের অ্যানোডে তড়িৎ বিশ্লেষ্য কোনটি?
Ο ক) 
MnO2
Ο খ) 
MnCl2
Ο গ) 
ZnCl2
Ο ঘ) 
NH4Cl+ZnCl2

  সঠিক উত্তর: (ঘ)

৩১৫.
কোন ধাতুর তৈরি জিনিসপত্রে সহজেই মরিচা ধরে?
Ο ক) 
লোহা
Ο খ) 
ক্রোমিয়াম
Ο গ) 
নিকেল
Ο ঘ) 
কোবাল্ট

  সঠিক উত্তর: (ক)

৩১৬.
ব্যাটারিতে ব্যবহৃত ধাতু ও ধাতব যৌগসমূহ মানবদেহে কোন রোগ সৃষ্টি করতে পারে?
Ο ক) 
জন্ডিস
Ο খ) 
টাইফয়েড
Ο গ) 
ব্রঙ্কাইটিস
Ο ঘ) 
ক্যান্সার

  সঠিক উত্তর: (ঘ)

৩১৭.
ভোল্টায়িক কোষের আবিষ্কর্তা কে?
Ο ক) 
ল্যাভয়সিয়ে
Ο খ) 
কোসেল
Ο গ) 
অ্যাভোগেড্রো
Ο ঘ) 
গ্যালবানি

  সঠিক উত্তর: (ঘ)

৩১৮.
কোন রাসায়নিক বিক্রিয়ায় তাপ পরিবর্তনকে কী দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক) 
ΔA
Ο খ) 
ΔH
Ο গ) 
ΔQ
Ο ঘ) 
ΔT

  সঠিক উত্তর: (খ)

৩১৯.
যে কোষে গলিত NaCl থেকে Na ধাতু ও H2 গ্যাস তৈরি হয় –
i. সেটি এক বা একাধিক প্রকোস্ট বিশিষ্ট
ii. সেখানে ঋণাত্মক চার্জ যুক্ত আয়ন অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়
iii. সেখানো অ্যানোডে বিজারণ ও ক্যাথোডে জারণ ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩২০.
ব্যাটারির অপর নাম কী?
Ο ক) 
ড্রাইসেল
Ο খ) 
আই.পি.এস
Ο গ) 
গ্যালভানি সেল
Ο ঘ) 
সঞ্চায়ক কোষ

  সঠিক উত্তর: (ক)

৩২১.
কোনটির সাহায্যে ব্যাটারী তৈরী করা হয়?
Ο ক) 
ভোল্টমিটার
Ο খ) 
স্থির রোধ
Ο গ) 
কোষ
Ο ঘ) 
ফিউজ

  সঠিক উত্তর: (গ)

৩২২.
নিচের কোনটি ফটোক্যামিকেল ধোঁয়ার উপাদান –
Ο ক) 
নাইট্রোজেন ডাইঅক্সাইড
Ο খ) 
কার্বন ডাইঅক্সাইড
Ο গ) 
মিথেন
Ο ঘ) 
সব কয়টি

  সঠিক উত্তর: (ক)

৩২৩.
নিউক্লিয়ার বিক্রিয়ায় –
i. প্রোটন সংখ্যার পরিবর্তন হয়
ii. প্রচুর শক্তি উৎপন্ন হয়
iii. পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২৪.
ধাতুসমূহ ভালো বিদ্যুৎ পরিবাহী কেন?
Ο ক) 
ধাতুসমূহ আয়নিক যৌগ গঠন করে বলে
Ο খ) 
সাধারণ তাপমাত্রায় ধাতুসমূহ কঠিন বলে
Ο গ) 
ধাতুসমূহে বিমুক্ত ইলেকট্রন থাকে বলে
Ο ঘ) 
ধাতুসমূহ ধনাত্মক আয়ন সৃষ্টি করে বলে

  সঠিক উত্তর: (গ)

৩২৫.
সর্বাধিক পরিচিত ড্রাইসেলটির নাম –
Ο ক) 
ড্যানিয়েল সেল
Ο খ) 
ল্যাকলেন্স সেল
Ο গ) 
ভোল্টাসেল
Ο ঘ) 
নিম্ফসেল

  সঠিক উত্তর: (খ)

৩২৬.
CH4+Cl2=CH3Cl+HCl বিক্রিয়াটি –
i. দ্বি-বিয়োজন
ii. তাপহারী
iii. ΔH = -99kJ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩২৭.
নিচের কোনটি চুনের পানিকে ঘোলা করে?
Ο ক) 
অক্সিজেন
Ο খ) 
কার্বন
Ο গ) 
কার্বন ডাইঅক্সাইড
Ο ঘ) 
কার্বোনিল

  সঠিক উত্তর: (গ)

৩২৮.
বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস তৈরির প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) 
ফিউসন
Ο খ) 
তেজস্ক্রিয়তা
Ο গ) 
বিস্ফোরণ
Ο ঘ) 
ভাঙন

  সঠিক উত্তর: (খ)

৩২৯.
আলো কীভাবে চারদিকে ছড়িয়ে পড়ে?
Ο ক) 
তড়িৎ চুম্বকীয় রশ্মি হিসেবে
Ο খ) 
বিকীর্ণ রশ্মিরূপে
Ο গ) 
ইথারের মাধ্যমে
Ο ঘ) 
বাস্তবে সম্ভব না

  সঠিক উত্তর: (ক)

৩৩০.
অ্যানোডে কোনটি ঘটে?
Ο ক) 
ইলেকট্রন গ্রহণ
Ο খ) 
ইলেকট্রন প্রদান
Ο গ) 
প্রোটন গ্রহণ
Ο ঘ) 
প্রোটন প্রদান

  সঠিক উত্তর: (ক)

৩৩১.
কম সক্রিয় ধাতু কোথায় ব্যবহৃত হয়?
Ο ক) 
অ্যানোডে
Ο খ) 
ক্যাথোডে
Ο গ) 
তড়িৎ পরিবাহী
Ο ঘ) 
তড়িৎ বিশ্লেষ্য

  সঠিক উত্তর: (খ)

৩৩২.
মৌলসমূহের একে অপরের সাথে যুক্ত হওয়ার শক্তি –
Ο ক) 
পারস্পরিক বন্ধন
Ο খ) 
মৌলিক বন্ধন
Ο গ) 
রাসায়নিক বন্ধন
Ο ঘ) 
যৌগিক বন্ধন

  সঠিক উত্তর: (গ)

৩৩৩.
বরফকে উন্মুক্ত অবস্থায় রেখে দিলে –
i. বরফ তাপ শোষণ করবে
ii. বরফ গলতে শুরু করবে
iii. বরফের আয়তন বাড়বে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৩৪.
বিশুদ্ধ জ্বালানি –
i. স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর নয়
ii. কাঠ, কয়লা, প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে উৎপন্ন করা কঠিন সাধ্য
iii. পরিবেশের জন্য ক্ষতিকর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৩৫.
‘গ্লুকোজ সেন্সরে’ তড়িৎ বিশ্লেষ্য কোনটি?
Ο ক) 
পাতলা ধাতুর আবরণ
Ο খ) 
গ্লুকোজ
Ο গ) 
রক্ত
Ο ঘ) 
হাতের চামড়া

  সঠিক উত্তর: (গ)

৩৩৬.
ধাতব বাই কার্বনেটের সাথে জৈব এসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
Ο ক) 
C, H2O, জৈব লবণ
Ο খ) 
CO2, H2, অজৈব লবণ
Ο গ) 
অজৈব লবণ, CO2
Ο ঘ) 
জৈব লবণ, H2O

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৭.
তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) 
রিসাইক্লিং
Ο খ) 
পিউরিফাইং
Ο গ) 
ইলেকট্রোপ্লেটিং
Ο ঘ) 
সেনসয়িং

  সঠিক উত্তর: (গ)

৩৩৮.
যেকোনো রাসায়নিক পরিবর্তনে –
i. শক্তির উদ্ভব হয়
ii. শক্তি শোষিত হয়
iii. শক্তি বিনষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৩৯.
ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে লোহাতে কোন কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
Ο ক) 
Zn, Cu
Ο খ) 
Zn, Mg
Ο গ) 
Mg, Al
Ο ঘ) 
Zn, Al

  সঠিক উত্তর: (খ)

৩৪০.
পানির অবস্থাভেদ –
i. তরল পানি
ii. বরফ
iii. জলীয়বাষ্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪১.
লিথিয়াম ব্যাটারিতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
CoO
Ο খ) 
CoO2
Ο গ) 
PbO2
Ο ঘ) 
MnO2

  সঠিক উত্তর: (খ)

৩৪২.
ড্যানিয়েল কোষে ব্যবহৃত U-আকৃতির অংশটির নাম কী?
Ο ক) 
ক্যাথোড
Ο খ) 
অ্যানোড
Ο গ) 
লবণসেতু
Ο ঘ) 
বিক্রিয়া সংঘটক

  সঠিক উত্তর: (গ)

৩৪৩.
CH3-CH3(g)+Cl2(g)→CH3CH2Cl(g)+HCl(g)+ΔH; বিক্রিয়াটির ΔH –
Ο ক) 
-97 kJ
Ο খ) 
-99 kJ
Ο গ) 
99 kJ
Ο ঘ) 
98 kJ

  সঠিক উত্তর: (ক)

৩৪৪.
সব শক্তির উৎস কী?
Ο ক) 
তাপ
Ο খ) 
আলো
Ο গ) 
সূর্য
Ο ঘ) 
পানি

  সঠিক উত্তর: (গ)

৩৪৫.
Cl – Cl বন্ধন ভাঙতে কত কিলোজুল শক্তির প্রয়োজন?
Ο ক) 
244
Ο খ) 
414
Ο গ) 
326
Ο ঘ) 
431

  সঠিক উত্তর: (ক)

৩৪৬.
ফুয়েল সেলের জ্বালানি কোনগুলো?
Ο ক) 
মিথানল, ইথানল
Ο খ) 
ইথানল
Ο গ) 
ইথানল, পেট্রোল
Ο ঘ) 
অ্যালকোহল

  সঠিক উত্তর: (ক)

৩৪৭.
আমেরিকার মোটরগাড়িসমূহে পেট্রোলের সাথে শতকরা কত ভাগ ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহার করা হয়?
Ο ক) 
5 ভাগ
Ο খ) 
10 ভাগ
Ο গ) 
15 ভাগ
Ο ঘ) 
50 ভাগ

  সঠিক উত্তর: (খ)

৩৪৮.
বৈদ্যুতিক তার কোনটি দ্বারা তৈরি?
Ο ক) 
Ca
Ο খ) 
Al
Ο গ) 
Sn
Ο ঘ) 
Cu

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৯.
নিচের কোনটি জীবাণু নাশক হিসাবে ব্যবহৃত হয়?
Ο ক) 
হাইড্রোজেন গ্যাস
Ο খ) 
ক্লোরিন গ্যাস
Ο গ) 
ফ্লোরিন গ্যাস
Ο ঘ) 
ব্রোমিন গ্যাস

  সঠিক উত্তর: (খ)

৩৫০.
C2H5OH যৌগটি –
i. পোড়ালে তাপ সৃষ্টি হয়
ii. দাহ্য তরল রাসায়নিক পদার্থ
iii. ফুয়েল সেল এর জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫১.
গ্যালভানিক কোষে কোনটি সংঘটিত হয়?
Ο ক) 
রাসায়নিক শক্তি আলোক শক্তিতে
Ο খ) 
রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে
Ο গ) 
তাপ শক্তি আলোক শক্তিতে
Ο ঘ) 
তাপ শক্তি বিদ্যুৎ শক্তিতে

  সঠিক উত্তর: (খ)

৩৫২.
CO, N2O ও অব্যবহৃত মিথেন বায়ুতে মিশে –
i. ফটোকেমিকেল ধোঁয়া সৃষ্টি করে
ii. বিশুদ্ধ জ্বালানিতে পরিণত হয়
iii. ওজোন স্তরের ব্যাপক ক্ষতি সাধন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৫৩.
রাসায়নিক শক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করে –
i. ড্যানিয়াল কোষ
ii. ড্রাইসেল
iii. লেড স্টোরেজ ব্যাটারি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৪.
কোন গ্যাস পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি অবস্থান করে?
Ο ক) 
CO
Ο খ) 
SO2
Ο গ) 
NO
Ο ঘ) 
CO2

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৫.
গ্যালভানি কোষে কী ঘটে?
Ο ক) 
অ্যানোড হতে e- দ্রবণে পরিব্যপ্ত হয়
Ο খ) 
ক্যাথোড হতে e- দ্রবণে পরিব্যপ্ত হয়
Ο গ) 
অ্যানোড হতে ধনাত্মক আয়ন দ্রবণে চলে আসে
Ο ঘ) 
ঋণাত্মক আয়ন ক্যাথোডের দিকে আকৃষ্ট হয়

  সঠিক উত্তর: (গ)

৩৫৬.
ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়াটি কী?
Ο ক) 
তড়িৎ বিশ্লেষণ
Ο খ) 
গ্যালভানিক কোষে সংঘটিত বিক্রিয়া
Ο গ) 
তড়িৎ বিশ্লেষণ কোষের মাধ্যমে তড়িৎ প্রলেপন
Ο ঘ) 
অ্যানোডের ক্ষয়প্রাপ্ত হওয়া

  সঠিক উত্তর: (গ)

৩৫৭.
তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ চালনা করলে কোন দরনের আয়ন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে?
Ο ক) 
ধনাত্মক চার্যযুক্ত
Ο খ) 
ঋণাত্মক চার্যযুক্ত
Ο গ) 
চার্য নিরপেক্ষ
Ο ঘ) 
কোনটি নয়

  সঠিক উত্তর: (খ)

৩৫৮.
উত্তর আমেরিকার উন্নত দেশসমূহে খনিজ জ্বালানির সাথে কোনটি মেশানো হয়?
Ο ক) 
ইথাইল অ্যালকোহল
Ο খ) 
অ্যালকোহল
Ο গ) 
পেট্রোল
Ο ঘ) 
অকটেন

  সঠিক উত্তর: (ক)

৩৫৯.
নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নয়?
Ο ক) 
গলিত লবণ
Ο খ) 
এসিড
Ο গ) 
ক্ষার
Ο ঘ) 
গ্রাফাইট

  সঠিক উত্তর: (ঘ)

৩৬০.
C5H12+O2→5CO2+6H2O; বিক্রিয়াটির জ্বালানি –
i. পেট্রোলিয়াম হিসেবে মজুদ থাকে
ii. উদ্ভিদ ও প্রাণির মৃত্যুর পর মাটিতে মিশে সৃষ্টি হয়
iii. খনিতে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৬১.
তাপ ও আলোক কিভাবে সঞ্চালিত হয়?
Ο ক) 
অতি বেগুনী তরঙ্গ আকারে
Ο খ) 
তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে
Ο গ) 
অণুদের্ঘ্য তরঙ্গ আকারে
Ο ঘ) 
বিটা তরঙ্গ আকারে

  সঠিক উত্তর: (খ)

৩৬২.
H-H, Cl-Cl, O=O বন্ধন শক্তি যথাক্রমে কত কিলোজুল?
Ο ক) 
244, 498, 435
Ο খ) 
498, 435, 244
Ο গ) 
435, 244, 498
Ο ঘ) 
244, 435, 498

  সঠিক উত্তর: (গ)

৩৬৩.
কাঠ বা কয়লায় মূলত কোনটি বিদ্যমান থাকে?
Ο ক) 
সালফার
Ο খ) 
নাইট্রোজেন
Ο গ) 
ফসফরাস
Ο ঘ) 
কার্বন

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৪.
বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহীকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

৩৬৫.
তড়িৎ বিশ্লেষ্য কোষে ধাতব দন্ড কি হিসাবে কাজ করে?
Ο ক) 
প্রোটন পরিবাহী
Ο খ) 
নিউট্রন পরিবাহী
Ο গ) 
ইলেকট্রন পরিবাহী
Ο ঘ) 
অক্সিজেন পরিবাহী

  সঠিক উত্তর: (গ)

৩৬৬.
গ্লুকোজ সেন্সর যন্ত্রে গ্লুকোজের পরিমাণ কিসের সাহায্যে প্রকাশ করে?
Ο ক) 
সংকেতের সাহায্যে
Ο খ) 
ডিজিটের সাহায্যে
Ο গ) 
বর্ণের সাহায্যে
Ο ঘ) 
শব্দের সাহায্যে

  সঠিক উত্তর: (খ)

৩৬৭.
উদ্ভিদ সালোকসংশ্লেষণ সম্পন্ন করার জন্য কোন গ্যাস শোষণ করে?
Ο ক) 
CO2
Ο খ) 
CO
Ο গ) 
O2
Ο ঘ) 
SO2

  সঠিক উত্তর: (ক)

৩৬৮.
ড্রাইসেলের অ্যানোড বিজারিত হওয়ার সময় কয়টি ইলেকট্রন ত্যাগ করে?
Ο ক) 
1
Ο খ) 
2
Ο গ) 
3
Ο ঘ) 
4

  সঠিক উত্তর: (খ)

৩৬৯.
জীবাশ্ম জ্বালানির ব্যবহার কোথায় ঘটেনি?
Ο ক) 
গ্যাস জেনারেটরে
Ο খ) 
তাপ বিদ্যুৎ কেন্দ্রে
Ο গ) 
বাষ্পীয় জেনারেটরে
Ο ঘ) 
উৎপাদনে

  সঠিক উত্তর: (গ)

৩৭০.
সাংগু কী?
Ο ক) 
গ্যাসক্ষেত্র
Ο খ) 
কয়লাখনি
Ο গ) 
ঐতিহাসিক স্থান
Ο ঘ) 
প্রত্নতাত্ত্বিক স্থান

  সঠিক উত্তর: (ক)

৩৭১.
ইলেকট্রোপ্লেটিং এর সাহায্যে –
i. ধাতুর ক্ষয়রোধ করা হয়
ii. ধাতুর স্থায়িত্ব বৃদ্ধি করা হয়
iii. ধাতুর উজ্জ্বলতা বৃদ্ধি করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৭২.
তড়িৎ রাসায়নিক কোষের অংশ কোনটি?
Ο ক) 
লবণ
Ο খ) 
তড়িৎ সেতু
Ο গ) 
লবণ সেতু
Ο ঘ) 
তড়িৎ বিশ্লেষণ

  সঠিক উত্তর: (গ)

৩৭৩.
পরিবাহী সাধারণত কয় প্রকার?
Ο ক) 
২ প্রকার
Ο খ) 
৩ প্রকার
Ο গ) 
৪ প্রকার
Ο ঘ) 
৫ প্রকার

  সঠিক উত্তর: (ক)

৩৭৪.
কোনটিকে পেট্রোলিয়ামের সাথে ব্যবহার করে খনিজ জ্বালানির সাশ্রয় করা সম্ভব হবে?
Ο ক) 
বিউটানল
Ο খ) 
ইথানল
Ο গ) 
প্রোপানল
Ο ঘ) 
বেনজিন

  সঠিক উত্তর: (খ)

৩৭৫.
নিচের কোনটি জ্বালানির অপচয়ের জন্য দায়ী?
Ο ক) 
অপ্রয়োজনে চুলা বন্ধ রাখা
Ο খ) 
হাত পাখার ব্যবহার
Ο গ) 
বিনোদনের জন্য আলোকসজ্জা করা
Ο ঘ) 
প্রয়োজনের সময় আলো জ্বালানো

  সঠিক উত্তর: (গ)

৩৭৬.
নিচের কোনটি ব্যতিক্রম?
Ο ক) 
পেট্রোলিয়াম পুড়িয়ে স্যালো ইঞ্জিনের চাকা ঘুরানো
Ο খ) 
কেরোসিন পুড়িয়ে আলো সৃষ্টি
Ο গ) 
খনিজ জ্বালানি পুড়িয়ে টারবাইন ঘুরানো
Ο ঘ) 
গোবার ব্যবহার করে বায়োগ্যাস প্রস্তুতি

  সঠিক উত্তর: (ঘ)

৩৭৭.
কী কারণে শুধুমাত্র জারণ-বিজারণ প্রক্রিয়ায় উৎপন্ন শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়?
Ο ক) 
এ বিক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত সংঘটিত হয়
Ο খ) 
এ বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া
Ο গ) 
এ বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া
Ο ঘ) 
এ বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান ঘটে

  সঠিক উত্তর: (ঘ)

৩৭৮.
নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
Ο ক) 
ধাতু
Ο খ) 
কাঠ
Ο গ) 
কার্বন
Ο ঘ) 
গ্রাফাইট

  সঠিক উত্তর: (খ)

৩৭৯.
তড়িৎ কুপরিবাহী কোনটি?
Ο ক) 
গলিত লবণ
Ο খ) 
লবণের দ্রবণ
Ο গ) 
শুকনো লবণ
Ο ঘ) 
তরল দ্রাবকে দ্রবীভূত লবণ

  সঠিক উত্তর: (গ)

৩৮০.
Ag/Ag+(aq) তড়িৎদ্বার –
i. ইলেকট্রনিক পরিবাহী
ii. অধাতব বিদ্যুৎ পরিবাহী পদার্থ
iii. জারণ বিক্রিয়া নির্দেশ করছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৮১.
ড্রাইসেলের বৈশিষ্ট্য হলো –
i. এ সেলে কোনো তরল তড়িৎ বিশ্লেষ্য দ্রব থাকে না
ii. এ সেলে জিংকের তৈরি কৌটা অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়
iii. এ সেলে রাসায়নিক শক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮২.
ভিনেগারে কী থাকে?
Ο ক) 
সাইট্রিক এসিড
Ο খ) 
এসিটিক এসিড
Ο গ) 
সালফিউরিক এসিড
Ο ঘ) 
হাইড্রোক্লোরিক এসিড

  সঠিক উত্তর: (খ)

৩৮৩.
যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় বিদ্যমান থাকে –
i. কার্বন মনোক্সাইড
ii. নাইট্রাস অক্সাইড
iii. ফসফরাস পেন্টাক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৮৪.
ইউরেনিয়াম-235 কে উচ্চ শক্তিসম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে উৎপন্ন হয় –
i. স্টোনসিয়াম-90
ii. জেনন-143
iii. দুটি নিউট্রন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৮৫.
ব্রাইন কোনটি?
Ο ক) 
NaCl
Ο খ) 
NaCl(s)
Ο গ) 
NaCl(aq)
Ο ঘ) 
NaCl+H2O(g)

  সঠিক উত্তর: (গ)

৩৮৬.
এক মোল O = O বন্ধন ভাঙতে কত শক্তি শোষিত হয়?
Ο ক) 
249 kJ
Ο খ) 
244 kJ
Ο গ) 
435 kJ
Ο ঘ) 
431 kJ

  সঠিক উত্তর: (গ)

৩৮৭.
C ও H সমৃদ্ধ জৈব যৌগের দহনে কী তৈরি হয়?
Ο ক) 
CO2, H2
Ο খ) 
CO, H2O
Ο গ) 
C6H6, H2O
Ο ঘ) 
CO2, H2O

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৮.
গ্যালভানিক কোষে সংঘটিত হয় –
Ο ক) 
তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়
Ο খ) 
রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়
Ο গ) 
তাপ শক্তি রাসায়নিক মক্তিতে পরিণত হয়
Ο ঘ) 
আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিনত হয়

  সঠিক উত্তর: (খ)

৩৮৯.
পানিতে তাপ দিয়ে জলীয় বাষ্পে পরিণত করে আবার ঠান্ডা করলে নিচের কোনটিতে পরিণত করা যায়?
Ο ক) 
জলীয়
Ο খ) 
তরল
Ο গ) 
কঠিন বরফ
Ο ঘ) 
তরল ও কঠিন

  সঠিক উত্তর: (ঘ)

৩৯০.
সব রাসায়নিক বিক্রিয়ায় কী ঘটে?
Ο ক) 
তাপশক্তির শোষণ হয়
Ο খ) 
তাপশক্তি নির্গত হয়
Ο গ) 
তাপশক্তি শোষিত বা নির্গত হয়
Ο ঘ) 
তাপশক্তি অপরিবর্তনীয় থাকে

  সঠিক উত্তর: (গ)

৩৯১.
বিক্রিয়ার ফলে শক্তির উদ্ভব হবে যদি –
Ο ক) 
উৎপাদনের শক্তি < বিক্রিয়কের শক্তি
Ο খ) 
উৎপাদনের শক্তি > বিক্রিয়কের শক্তি
Ο গ) 
উৎপাদনের শক্তি = বিক্রিয়কের শক্তি
Ο ঘ) 
উৎপাদন শক্তি º বিক্রিয়কের শক্তি

  সঠিক উত্তর: (ক)

৩৯২.
গ্যালভানিক কোষে –
i. ধাতব দন্ডকে ঐ ধাতুর তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে স্থাপন করে তড়িৎদ্বার গঠন করা হয়
ii. সাধারণত অ্যানোড ও ক্যাথোড হিসেবে ভিন্ন ধাতব দন্ড ব্যবহার করা হয়
iii. অ্যানোড ও ক্যাথোড নির্ধারিত ধাতুর সক্রিয়তা দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৩.
বাণিজ্যিকভাবে লোহার পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
অ্যালুমিনিয়াম
Ο খ) 
দস্তা
Ο গ) 
ইস্পাত
Ο ঘ) 
ম্যাগনেসিয়াম

  সঠিক উত্তর: (গ)

৩৯৪.
তড়িৎ বিশ্লেষ্য কোষে –
i. ব্যাটারির ধনাত্মক প্রান্ত অ্যানোডের সাথে যুক্ত থাকে
ii. ধাতব দন্ড শুধু ইলেকট্রন পরিবাহীর কাজ করে
iii. অ্যানোড ও ক্যাথোড হিসেবে ধাতব দন্ড বা গ্রাফাইট দন্ড ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৫.
টর্চ জ্বালাতে আমরা নিচের কোনটি ব্যবহার করি?
Ο ক) 
ড্রাইসেল
Ο খ) 
তড়িৎ রাসায়নিক কোষ
Ο গ) 
তড়িৎ বিশ্লেষ্য কোষ
Ο ঘ) 
ড্যানিয়েল কোষ

  সঠিক উত্তর: (ক)

৩৯৬.
উত্তর আমেরিকার বিদ্যুতের মোট চাহিদার শতকরা কতভাগ পারমাণবিক চুল্লি থেকে উৎপন্ন করছে?
Ο ক) 
20%
Ο খ) 
30%
Ο গ) 
40%
Ο ঘ) 
50%

  সঠিক উত্তর: (ক)

৩৯৭.
কোন কোষটির কার্য পদ্ধতি ব্যতিক্রম?
Ο ক) 
ড্যানিয়েল সেল
Ο খ) 
ড্রাইসেল
Ο গ) 
লেড স্টোরেজ সেল
Ο ঘ) 
ইলেকট্রোলাইট সেল

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৮.
চুনের রাসায়নিক নাম –
Ο ক) 
কার্বন ডাইঅক্সাইড
Ο খ) 
ক্যালসিয়াম কার্বনেট
Ο গ) 
ক্যালসিয়াম অক্সাইড
Ο ঘ) 
অক্যালসিয়াম হাইড্রোক্সাইড

  সঠিক উত্তর: (গ)

৩৯৯.
বিশুদ্ধ পানির বিদ্যুৎ পরিবাহিতা কীভাবে বৃদ্ধি করা যায়?
Ο ক) 
পানিতে শীতল করে
Ο খ) 
পানির ঘনত্ব হ্রাস করে
Ο গ) 
পানিতে সালফিউরিক এসিড যোগ করে
Ο ঘ) 
পানিতে অদ্রাব্য পদার্থ যোগ করে

  সঠিক উত্তর: (গ)

৪০০.
রূপার তৈরি অলংকারের উপর সোনার প্রলেপ দিলে –
i. অলংকারে ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়
ii. অলংকারের গুণাগুণ হ্রাস পায়
iii. অলংকারের স্থায়িত্ব বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪০১.
1 mole মিথেন গ্যাস পোড়ালে কত জুল শক্তি পাওয়া যায়?
Ο ক) 
791000 জুল
Ο খ) 
891000 জুল
Ο গ) 
991000 জুল
Ο ঘ) 
981000 জুল

  সঠিক উত্তর: (খ)

৪০২.
C(s)+O2(g)→CO2(g); ΔH = -394kJ বিক্রিয়ার ক্ষেত্রে –
i. 1 মোল C 1 মোল O2 এর সাথে বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে�������������������
ii. এ বিক্রিয়ায় 394 কিলোজুল তাপ শোষিত হয়
iii. এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪০৩.
1 মোল H-H বন্ধন ভাঙতে 435 kJ শক্তি শোষিত হয়, 1 মোল O-O বন্ধন ভাঙতে 498 kJ শক্তি শোষিত হয় এবং 1 মোল O-H বন্ধন সৃষ্টি করতে 464 kJ শক্তি নির্গত হলে H2+1/2O2→H2O এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) 
469 kJ তাপ উৎপন্ন হবে
Ο খ) 
469 kJ তাপ শোষিত হবে
Ο গ) 
244 kJ তাপ উৎপন্ন হবে
Ο ঘ) 
244 kJ তাপ শোষিত হবে

  সঠিক উত্তর: (গ)

৪০৪.
ড্রাইসেলে নিচের কোন রূপান্তরটি ঘটে?
Ο ক) 
রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে
Ο খ) 
বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে
Ο গ) 
বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে
Ο ঘ) 
রাসায়নিক শক্তি আলোক শক্তিতে

  সঠিক উত্তর: (গ)

৪০৫.
জীবাশ্ম জ্বালানির মজুদ আনুমানিক কত সময় পরে ফুরিয়ে যাবে?
Ο ক) 
১০০ বছর
Ο খ) 
২০০ বছর
Ο গ) 
৩০০ বছর
Ο ঘ) 
৪০০ বছর

  সঠিক উত্তর: (ক)

৪০৬.
ড্যানিয়াল কোষে লবণ সেতু ব্যবহার করার উদ্দেশ্য হলো –
i. অ্যানোড ও ক্যাথোড পাত্রের দ্রবণের আয়নের অসমতা দূর করা
ii. অ্যানোড ও ক্যাথোডে ইলেকট্রন প্রবাহ বৃদ্ধি করা
iii. অ্যানোড ও ক্যাথোড পাত্রের দ্রবণের ঘনমাত্রা ঠিক রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪০৭.
নিচের কোনটি পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে বেশি ব্যবহৃত হয়?
Ο ক) 
অক্সিজেন গ্যাস
Ο খ) 
হাইড্রোজেন গ্যাস
Ο গ) 
কার্বন ডাইঅক্সাইড
Ο ঘ) 
নিয়ন গ্যাস

  সঠিক উত্তর: (খ)

৪০৮.
হাইড্রোজেন ফুয়েল সেল –
i. এক ধরনের তড়িৎ বিশ্লেষ্য কোষ
ii. বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়
iii. এ হাইড্রোজেনকে দহন করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও:
গ্যালভানিক সেলে অ্যানোড ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হিসেবে দ্রবণে আসে। অপরদিকে ক্যাথোডে দ্রবণ হতে ধনাত্মক আয়ন ধাতু আকারে জমা হয়। এতে করে অ্যানোডে ও ক্যাথোডে আয়নসমূহের ঘনমাত্রার তারতম্য দেখা দেয়-যা প্রশমিত করার জন্য U আকৃতির লবণ সেতু ব্যবহার করা হয়।
৪০৯.
উদ্দীপকের সেলে ক্যাথোড হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) 
Zn
Ο খ) 
Pt
Ο গ) 
Ag
Ο ঘ) 
Cu

  সঠিক উত্তর: (ঘ)

৪১০.
উদ্দীপকের U আকৃতির টিউবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) 
NaCl
Ο খ) 
KCl
Ο গ) 
CaCl2
Ο ঘ) 
AlCl3

  সঠিক উত্তর: (খ)

৪১১.
উদ্দীপকের ক্ষেত্রে –
i. ক্যাথোডে Cu2+ আয়নের আধিক্য দেখা যায়
ii. ক্যাথোডে ঋণাত্মক আয়নের আধিক্য দেখা যায়
iii. লবণ সেতু হতে বিপরীত আয়ন এসে দ্রবণের আয়নের ঘনমাত্রার অসমতা দূর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

HSC-2024 ফলাফল দেখুন সহজে

  HSC-2024 ফলাফল দেখুন সহজে সবার আগে                 যশোর বোর্ড   একক ফলাফল যশোর বোর্ড College ফলাফল সকল বোর্ড সার ্ভার -1   সকল বোর্...