NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ২: জীব কোষ ও টিস্যু(201-350)

২০১.
কোষপ্রাচীর সাহায্য করে-
i. কোষের আকার ও আকৃতি প্রদানে
ii. পানি ও খনিজ চলাচলে
iii. কোষকে রক্ষায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০২.
প্রাথমিক অবস্থায় প্রাথমিক জাইলেমকে কী বলে?
Ο ক) 
মেটাজাইলেম
Ο খ) 
প্রোটোজাইলেম
Ο গ) 
গৌণ জাইলেম
Ο ঘ) 
প্রাথমিক জাইলেম

  সঠিক উত্তর: (খ)

২০৩.
ফ্লোয়েম টিস্যু কয় ধরনের কোষ দিয়ে গঠিত?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (গ)

২০৪.
প্রাথমিক জাইলেম কয় প্রকার?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

২০৫.
মাইটোকন্ড্রিয়াকে কোষের ‘পাওয়ার হাউস’ বলা হয় কেন?
Ο ক) 
শক্তি উৎপন্ন করায়
Ο খ) 
খাদ্য উৎপন্ন করায়
Ο গ) 
জৈবিক কার্য নিয়ন্ত্রণ করায়
Ο ঘ) 
খাদ্য সঞ্চয় করায়

  সঠিক উত্তর: (ক)

২০৬.
মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কী?
Ο ক) 
প্রজজনে সাহায্য করা
Ο খ) 
শ্বসনে সাহায্য করা
Ο গ) 
খাদ্য সঞ্চয় করা
Ο ঘ) 
কোষ বিভাজনে সাহায্য করা

  সঠিক উত্তর: (খ)

২০৭.
স্কোয়ামাস আবরণী টিস্যুর কাজ কী?
Ο ক) 
আবরণ
Ο খ) 
ছাকন
Ο গ) 
আবরণ ও ছাকন
Ο ঘ) 
ক্ষরণ

  সঠিক উত্তর: (গ)

২০৮.
লিউকোপ্লাস্ট পাওয়া যায়-
i. মূলে
ii. ভ্রূণে
iii. জননকোষে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০৯.
কোষ বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত-উক্তিটি কার?
Ο ক) 
লোয়ী ও সিকেভিজ
Ο খ) 
ওয়াটসন ও ক্রীক
Ο গ) 
বেনথাম ও হুকার
Ο ঘ) 
ডাল্টন ও নিউটন

  সঠিক উত্তর: (ক)

২১০.
নীলাভ সবুজ শৈবালকে আদি কোষীয় জীব বলা হয় কেন?
Ο ক) 
সুগঠিত রাইবোজোম অনুপস্থিত থাকায়
Ο খ) 
সগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত থাকায়
Ο গ) 
সগঠিত রাইবোজোম উপস্থিত থাকায়
Ο ঘ) 
সুগঠিত নিউক্লিয়ার ঝিল্লী উপস্থিত থাকায়

  সঠিক উত্তর: (খ)

২১১.
ফ্লোয়েম টিস্যুর স্ক্লেরেনকাইমা কোষগুলো-
i. গৌন বৃদ্ধির সময় উূৎপত্তি লাভ করে
ii. খাদ্য সঞ্চয় করে
iii. প্রাচীরে কূপ বহন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২১২.
নিউক্লিয়াসের আবৃতকারী আবরণীয় নাম হলো-
i. নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার মেমব্রেন
ii. কেন্দ্রিকা ঝিল্লি বা কেন্দ্রীয় ঝিল্লি
iii. নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয় ঝিল্লি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২১৩.
দেহে অক্সিজেনের অভাব হলে কোষের কোন অঙ্গাণু ক্ষতিগ্রস্ত হয়?
Ο ক) 
প্লাস্টিড
Ο খ) 
মাইটোকন্ড্রিয়া
Ο গ) 
লাইসোজোম
Ο ঘ) 
রাইবোজোম

  সঠিক উত্তর: (ঘ)

২১৪.
কোনটি বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু?
Ο ক) 
সিলিয়াযুক্ত আবরণী টিস্যু
Ο খ) 
ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু
Ο গ) 
ক্ষণপদ যুক্ত আবরণী টিস্যু
Ο ঘ) 
জনন কোষের আবরণী টিস্যু

  সঠিক উত্তর: (ঘ)

২১৫.
কোন অঙ্গটি পরিপাকতন্ত্রের অন্তর্ভূক্ত?
Ο ক) 
রেক্টাম
Ο খ) 
বৃক্ক
Ο গ) 
মূত্রথলি
Ο ঘ) 
মূত্রণালি

  সঠিক উত্তর: (ক)

২১৬.
উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু কোনটি?
Ο ক) 
মাইটোকন্ড্রিয়া
Ο খ) 
প্লাস্টিড
Ο গ) 
গলজি বডি
Ο ঘ) 
নিউক্লিয়াস

  সঠিক উত্তর: (খ)

২১৭.
হরোমোন এক স্থান থেকে আরেক স্থানে কীসের মাধ্যমে পরিবাহিত হয়?
Ο ক) 
রক্ত
Ο খ) 
স্নায়ু
Ο গ) 
মেরুদন্ড
Ο ঘ) 
হাড়

  সঠিক উত্তর: (ক)

২১৮.
রক্ত কী?
Ο ক) 
তরল যোজক কলা
Ο খ) 
স্কেলিটাল যোজক কলা
Ο গ) 
স্কোয়ামাস যোজক কলা
Ο ঘ) 
ফাইব্রাস যোজক কলা

  সঠিক উত্তর: (ক)

২১৯.
স্ক্লেরেনকাইমা কোষগুলি কয় ধরনের?
Ο ক) 
১ ধরনের
Ο খ) 
২ ধরনের
Ο গ) 
৩ ধরনের
Ο ঘ) 
৪ ধরনের

  সঠিক উত্তর: (খ)

২২০.
ইন্টারক্যালাটেড ডিস্ক কোথায় পাওয়া যায়?
Ο ক) 
ঐচ্ছিক পেশিকোষে
Ο খ) 
অনৈচ্ছিক পেশিকোষে
Ο গ) 
হৃদপেশি কোষে
Ο ঘ) 
স্নায়ু কোষে

  সঠিক উত্তর: (গ)

২২১.
নিউক্লিয়াসের ক্ষেত্রে প্রযোজ্য-
i. প্রতি কোষে সাধারণ একটি
ii. সাধারণ বৃত্তাকার হয়
iii. কোষ গহবর বড় হলে এটি কিনারার দিকে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২২.
আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট রূপান্তরিত হতে পারে-
i. ক্রোমোপ্লাস্টে
ii. বর্ণহীন প্লাস্টিডে
iii. ক্লোরোপ্লাস্টে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২২৩.
আদি কোষের ক্রোমোজোমে কী থাকে?
Ο ক) 
rRNA
Ο খ) 
mRNA
Ο গ) 
DNA
Ο ঘ) 
DNA অথবা RNA

  সঠিক উত্তর: (ঘ)

২২৪.
নিউক্লিওলাস কী দ্বারা গঠিত?
Ο ক) 
DNA ও RNA
Ο খ) 
RNA ও প্রোটিন
Ο গ) 
DNA ও লিপিড
Ο ঘ) 
RNA ও লিপিড

  সঠিক উত্তর: (খ)

২২৫.
কোন পেশির কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
Ο ক) 
ঐচ্ছিক পেশি
Ο খ) 
অনৈচ্ছিক পেশি
Ο গ) 
হৃদপেশি
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ক)

২২৬.
স্নায়ুতন্ত্রের অংশ হলো-
i. মস্তিষ্ক
ii. সুষুম্নাকান্ড
iii. করোটিক স্নায়ু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২৭.
জিন বলতে কী বোঝায়?
Ο ক) 
প্রোটিন সঞ্চয়কারী
Ο খ) 
উৎসেচক সরবরাহকারী
Ο গ) 
শক্তি উৎপাদনকারী
Ο ঘ) 
বংশধারা বহনকারী

  সঠিক উত্তর: (ঘ)

২২৮.
কেন্দ্রিকাবিহীন, পাতলা প্রাচীরযুক্ত সজীব কোষ কোনটি?
Ο ক) 
সিভনল
Ο খ) 
সঙ্গীকোষ
Ο গ) 
ট্রাকিড
Ο ঘ) 
ভেসেল

  সঠিক উত্তর: (ক)

২২৯.
ফুলের রং লাল, হলুদ, গোলাপি হয় কারণ এতে আছে-
i. ক্রোমোপ্লাস্ট
ii. নিউকোপ্লাস্ট
iii. ক্লোরোপ্লাস্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৩০.
ম্যাট্রিক্সের অবস্থান কোথায়?
Ο ক) 
প্রোটিন
Ο খ) 
লিপিড
Ο গ) 
লাইপোপ্রোটিন
Ο ঘ) 
পলিমার

  সঠিক উত্তর: (গ)

২৩১.
মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কোনটি?
Ο ক) 
শ্বাসকার্যে সাহায্য করা
Ο খ) 
শ্বসনকার্যে সাহায্য করা
Ο গ) 
প্রোটিন তৈরি করা
Ο ঘ) 
সালোকসংশ্লেষণে সাহায্য করা

  সঠিক উত্তর: (খ)

২৩২.
রাইবোজোম ও লাইসোজোমের পার্থক্য লক্ষ্য করা যায়-
i. আবরণের ভিত্তিতে
ii. গঠনের ভিত্তিতে
iii. অবস্থানের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩৩.
উদ্ভিদের বিভিন্ন অংশে রঙের বৈচিত্র দেখা যাওয়ার কারণ হলো-
i. ক্লোরোপ্লাস্ট ও জ্যান্থফিল�
ii. ফাইকোএরিথ্রিন ও ফাইকোসায়ানিন
iii. লিউকোপ্লাস্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৩৪.
দ্বিবীজপত্রী উদ্ভিদের জাইলেমে যে উপাদানটি থাকে?
Ο ক) 
ট্রাকিড
Ο খ) 
ভেসেল
Ο গ) 
জাইলেম প্যারেনকাইমা
Ο ঘ) 
সিভকোষ

  সঠিক উত্তর: (ঘ)

২৩৫.
আলোর বদলে অনুবীক্ষণ যন্ত্রে আর কী ব্যবহার করা যায়?
Ο ক) 
ইলেকট্রন
Ο খ) 
নিউট্রন
Ο গ) 
পজিট্রন
Ο ঘ) 
প্রোটিন

  সঠিক উত্তর: (ক)

২৩৬.
জীববিজ্ঞানের কোন শাখায় অঙ্গসমূহ নিয়ে আলোচনা করা হয়?
Ο ক) 
টিস্যুতত্ত্ব
Ο খ) 
কোষবিদ্যা
Ο গ) 
বংশগতিবিদ্যা
Ο ঘ) 
অঙ্গসংস্থানবিদ্যা

  সঠিক উত্তর: (ঘ)

২৩৭.
ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া কোথায় সংঘটিত হয়?
Ο ক) 
রাইবোজোম
Ο খ) 
গলজিবস্তুতে
Ο গ) 
লাইবোসোমে
Ο ঘ) 
মাইটোকন্ড্রিয়ায়

  সঠিক উত্তর: (ঘ)

২৩৮.
কেন্দ্রিকারসে থাকে-
i. নিউক্লিক এসিড
ii. প্রোটিন
iii. এনজাইম ও খনিজ লবণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩৯.
শ্বসন ক্রিয়ার প্রধান ধাপ কয়টি?
Ο ক) 
দুটি
Ο খ) 
‌তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (ক)

২৪০.
যে ভিত্তির উপর অণুবীক্ষণ যন্ত্র দাঁড়িয়ে থাকে তাকে কী বলে?
Ο ক) 
স্তম্ভ
Ο খ) 
মঞ্চ
Ο গ) 
পাদদেশ
Ο ঘ) 
বাহু

  সঠিক উত্তর: (গ)

২৪১.
কোষপ্রাচীর কীভাবে পার্শবর্তী কোষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে?
Ο ক) 
মাইকোঝিল্লী সৃষ্টির মাধ্যমে
Ο খ) 
প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে
Ο গ) 
সাইটোডেজমাটা সৃষ্টির মাধ্যমে
Ο ঘ) 
প্লাজমালেমা সৃষ্টির মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

২৪২.
ক্লোরোপ্লাস্ট কোন বর্ণ কণিকার আধিক্যের জন্য সবুজ হয়?
Ο ক) 
জান্থোফিল
Ο খ) 
ক্লোরোফিল
Ο গ) 
ক্যারোটিন
Ο ঘ) 
ফাইকোসায়ানিন

  সঠিক উত্তর: (খ)

২৪৩.
মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড পৃথক করা যায়-
i. রঞ্জক পদার্থের উপস্থিতির ভিত্তিতে
ii. অন্তঃপর্দার ভিত্তিতে
iii. কাজের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৪.
žমেরুদন্ডী প্রাণীদের স্বাসনালিতে কোন টিস্যু বিদ্যমান?
Ο ক) 
সিলিয়াযুক্ত আবরণী টিস্যু
Ο খ) 
ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু
Ο গ) 
ক্ষণপদযুক্ত আবরণী টিস্যু
Ο ঘ) 
সিলিয়ামুক্ত আবরণী টিস্যু

  সঠিক উত্তর: (ক)

২৪৫.
নিউক্লিয়ার আবরণীয় সমান কোনটি?
Ο ক) 
নিউক্লিয়ার প্রাচীর
Ο খ) 
কেন্দ্রীয় ঝিল্লি
Ο গ) 
কেন্দ্রের ঝিল্লি
Ο ঘ) 
কেন্দ্রিকা ঝিল্লি

  সঠিক উত্তর: (ঘ)

২৪৬.
গলজি বস্তুর গঠন বৈশিষ্ট্যের ক্ষেত্রে-
i. সিসটার্নি বিদ্যমান
ii. কয়েক প্রকার ভেসিকল বিদ্যমান
iii. ম্যাট্রিক্স বিদ্যমন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৪৭.
ক্লোরোপ্লাস্ট ঝিল্লি গঠিত হয়-
Ο ক) 
লিপিড ও প্রোটিন দিয়ে
Ο খ) 
নন-হিস্টোন প্রোটিন দিয়ে
Ο গ) 
DNA  ও RNA দিয়ে
Ο ঘ) 
নিউক্লিওটাইড দিয়ে

  সঠিক উত্তর: (ক)

২৪৮.
লসিকাতন্ত্রের অংশ কোনটি?
Ο ক) 
অ্যাপেন্ডির
Ο খ) 
অন্ত্র
Ο গ) 
কান
Ο ঘ) 
টনসিল

  সঠিক উত্তর: (ঘ)

২৪৯.
কোষের পাওয়ার হাউজে-
i. গ্লাইকোলাইসিস ঘটে
ii. ক্রিস্টি ও অক্সিজোম থাকে
iii. ক্রেবস চক্র সম্পন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৫০.
প্লাস্টিড কয় ধরনের?
Ο ক) 
দুই ধরনের
Ο খ) 
তিন ধরনের
Ο গ) 
চার ধরনের
Ο ঘ) 
পাঁচ ধরনের

  সঠিক উত্তর: (খ)
২৫১.
কোষের গঠন ও কার্যগত একক কোনটি?
Ο ক) 
তন্ত্র
Ο খ) 
অঙ্গ
Ο গ) 
কলা
Ο ঘ) 
কোষ

  সঠিক উত্তর: (ঘ)

২৫২.
মাইটোকন্ড্রিয়নের ভেতরে কী থাকে?
Ο ক) 
ম্যাট্রিক্স
Ο খ) 
ভেসিকল
Ο গ) 
গ্রানা
Ο ঘ) 
স্ট্রোমা

  সঠিক উত্তর: (ক)

২৫৩.
ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দ্বারা গঠিত?
Ο ক) 
প্রোটিন ও কাইটিন
Ο খ) 
লিগনিন ও সুবেরিন
Ο গ) 
লিপিড ও প্রোটিন
Ο ঘ) 
কাইটিন ও লিপিড

  সঠিক উত্তর: (গ)

২৫৪.
উদ্ভিদ টিস্যু কত প্রকার?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

২৫৫.
কোষের কোন অবস্থায় কেন্দ্রিকার মধ্যে ক্রোমাটিন জালিকা থাকে?
Ο ক) 
বিভাজনকালে
Ο খ) 
সুপ্তাবস্থায়
Ο গ) 
বিশ্রামকালে
Ο ঘ) 
সক্রিয় অবস্থায়

  সঠিক উত্তর: (গ)

২৫৬.
ক্রোমোজোমে অবস্থানকারী জিনের রাসায়নিক গঠন উপাদান কোনটি?
Ο ক) 
RNA
Ο খ) 
DNA
Ο গ) 
RNA ও DNA
Ο ঘ) 
DNA  ও mRNA

  সঠিক উত্তর: (খ)

২৫৭.
কোন টিস্যুর কোষপ্রাচীর পাতলা ও সেলুলোজ দ্বারা গঠিত?
Ο ক) 
প্যারেনকাইমা
Ο খ) 
কোলেনকাইমা
Ο গ) 
স্ক্লেরেনকাইমা
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ক)

২৫৮.
ফ্লোয়েম প্যারেনকাইমার কাজ কী?
Ο ক) 
খাদ্য সঞ্চয় ও পরিবহন
Ο খ) 
খাদ্য সঞ্চয়
Ο গ) 
খাদ্য তৈরি
Ο ঘ) 
খাদ্য পরিবহন

  সঠিক উত্তর: (ক)

২৫৯.
স্কোয়ামাস আবরণী টিস্যু কোথায় দেখা যায়?
Ο ক) 
বৃক্কের বোম্যানস ক্যাপসুলের প্রাচীরে
Ο খ) 
বৃক্কের সংগ্রাহক নালিকায়
Ο গ) 
প্রাণির অন্ত্র প্রাচীরে
Ο ঘ) 
হাইড্রার এন্ডাডার্মে

  সঠিক উত্তর: (ক)

২৬০.
অনুচক্রিকার কাজ কী?
Ο ক) 
এলবুমিন তৈরি করা
Ο খ) 
রক্ত গড়িয়ে পড়ায়
Ο গ) 
রক্ত জমাট বাঁধায়
Ο ঘ) 
রক্তকে বিশুদ্ধ করে

  সঠিক উত্তর: (ক)

২৬১.
পাতলা প্রাচীর যুক্ত প্যারেনকাইমা কোনটিতে পাওয়া যায়?
Ο ক) 
প্রাইমারি জাইলেম
Ο খ) 
সেকেন্ডারি জাইলেম
Ο গ) 
ট্রাকিড
Ο ঘ) 
ভেসেল

  সঠিক উত্তর: (ক)

২৬২.
“বৈষম্যভেদ্য পর্দাবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম বতীত নিজের প্রতিরূপ তৈরিতে সক্ষম” বলেছেন কে?
Ο ক) 
লোয়ী
Ο খ) 
সিকেভিজ
Ο গ) 
লোয়ী ও সিকেভিজ
Ο ঘ) 
স্লেইডেন

  সঠিক উত্তর: (গ)

২৬৩.
বিভিন্ন এনজাইমের পানি বিয়োজন সম্পন্ন হয় কোন অঙ্গাণুতে?
Ο ক) 
প্লাস্টিড
Ο খ) 
মাইটোকন্ড্রিয়া
Ο গ) 
গলজি বস্তু
Ο ঘ) 
লাইসোজোম

  সঠিক উত্তর: (গ)

২৬৪.
মেরুদন্ডী প্রাণিদের ত্বকে কোন ধরনের টিস্যু থাকে?
Ο ক) 
কলামনার আবরণী টিস্যু
Ο খ) 
সাধারণ আবরণী টিস্যু
Ο গ) 
সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
Ο ঘ) 
স্ট্রাটিফাইড আবরণী টিস্যু

  সঠিক উত্তর: (ঘ)

২৬৫.
রঙিন প্লাস্টিড হওয়া সত্ত্বেও সবুজ নয় কোনটি?
Ο ক) 
ক্লোরোপ্লাস্ট
Ο খ) 
লিউকোপ্লাস্ট
Ο গ) 
পিউপিল
Ο ঘ) 
ক্রোমোপ্লাস্ট

  সঠিক উত্তর: (ঘ)

২৬৬.
মসৃণ পেশি কলা হয় কোনটিকে?
Ο ক) 
ঐচ্ছিক পেশি
Ο খ) 
অনৈচ্ছিক পেশি
Ο গ) 
হৃদপেশি
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (খ)

২৬৭.
কোষ প্রাচীরে থাকে-
i. সেলুলোজ ও হেমি সেলুলোজ
ii. লিগনিন, পেকটিন ও জিলাটিন
iii. সুবেরিন ও পেকটিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৬৮.
দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে কোন যোজক কলা?
Ο ক) 
ফাইব্রাস
Ο খ) 
নন ফাইব্রাস
Ο গ) 
স্কেলেটাল
Ο ঘ) 
তরল

  সঠিক উত্তর: (গ)

২৬৯.
প্রকৃত কোষে বর্তমান থাকে-
i. DNA� ও RNA
ii. প্রোটিন
iii. হিস্টোন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৭০.
স্নায়ু টিস্যু সাহায্য করে-
i. উদ্দীপনা গ্রহণ ও উপযুক্ত প্রতিবেদন সৃষ্টিতে
ii. স্মৃতি সংরক্ষণে
iii. ক্ষরণ ও শোষণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৭১.
হৃদপেশি টিস্যুর গঠন বৈশিষ্ট্য-
i. কোষগুলো নলাকৃতি, শাখাণ্বিত, আড়াআড়ি দাগযুক্ত
ii. এদর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়
iii. এদের কোষগুলো শাখার সাহায্যে পরস্পর যুক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭২.
কোন টিস্যুর কোষগুলো সজীব এবং প্রোটোপ্লাজমযুক্ত?
Ο ক) 
স্ক্লেরেনকাইমা
Ο খ) 
জাইলেম
Ο গ) 
কোলেনকাইমা
Ο ঘ) 
ফ্লোয়েম

  সঠিক উত্তর: (গ)

২৭৩.
কোন যুদ্ধে হযরত উসমান (রা) এক-তৃতীয়াংশ সৈন্যের ব্যয়ভার একাই বহন করেছিলেন?
Ο ক) 
তাবুক
Ο খ) 
বদর
Ο গ) 
খন্দক
Ο ঘ) 
মুতা

  সঠিক উত্তর: (ক)

২৭৪.
কোনটি রূপান্তরিত আবরণী টিস্যু?
Ο ক) 
স্কোয়ামাস আবরণী টিস্যু
Ο খ) 
কিউবয়ডাল আবরণী টিস্যু
Ο গ) 
কলামনার আবরণী টিস্যু
Ο ঘ) 
ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু

  সঠিক উত্তর: (ঘ)

২৭৫.
আঁইশাকার আবরণী টিস্যুর কাজ কী?
Ο ক) 
ছাঁকন
Ο খ) 
পরিবহন
Ο গ) 
খাদ্য সঞ্চয়
Ο ঘ) 
পরিশোষণ

  সঠিক উত্তর: (ক)

২৭৬.
কোষ রসের উপাদান হলো-
i. অজৈব লবণ ও জৈব এসিড
ii. আমিষ, শর্করা ও চর্বি জাতীয় পদার্থ
iii. রঞ্জক পদার্থ ও পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭৭.
কোলেনকাইমা টিস্যু কোথায় দেখা যায়?
i. পাতার শিরায়
ii. পত্রবৃন্তে
iii. মূলের শীর্ষে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৭৮.
স্ক্লেরাইড পাওয়া যায়-
i. নগ্নবীজী ও দ্বিবীপপত্রীর কর্টেক্সে
ii. ফুল ও বীজত্বকে
iii. বহিঃত্বক জাইলেম ও ফ্লোয়েমের সাথে পত্রবৃন্তে গুচ্ছরূপে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭৯.
জটিল টিস্যু প্রয়োজন-
i. খাদ্যের কাঁচামাল পরিবহনে
ii. দেহে খাদ্য পরিপাকে
iii. দৃঢ়তা প্রদানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৮০.
প্রাণিকোষে কোষগহ্বরের আকার কেমন হয়?
Ο ক) 
ছোট
Ο খ) 
বড়
Ο গ) 
খুব ছোট
Ο ঘ) 
খুব বড়

  সঠিক উত্তর: (ক)

২৮১.
যোজক টিস্যুর বৈশিষ্ট্য-
i. মাতৃকার পরিমাণ বেশি, কোষের সংখ্যা কম
ii. অঙ্গ সঞ্চালন ও চলনে সহায়তা করে
iii. ভ্রুণ মেসোডার্ম থেকে তৈরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৮২.
সেলুলোজ ও পেকটিন নির্মত জড় কোষপ্রাচীর কোন টিস্যুর?
Ο ক) 
প্যারেনকাইমা
Ο খ) 
কোলেনকাইমা
Ο গ) 
স্ক্লেরেনকাইমা
Ο ঘ) 
স্ক্লেরাইড

  সঠিক উত্তর: (খ)

২৮৩.
এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য-
i. বৃক্কের সোম্যানস ক্যাপসুল প্রাচীর
ii. ক্ষরণ, রক্ষণ, শোষণ
iii. কোষগুলো ঘন সন্নিবেশিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮৪.
অঙ্গটির বৈশিষ্ট্যি হচ্ছে-
i. ক্লোরোফিল থাকায় এদের সবুজ দেখায়
ii. বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ সংশ্লেষণ ও জমা করে
iii. বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮৫.
আদর্শ নিউরনের কতটি অংশ?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (খ)

২৮৬.
স্ক্লেরাইডের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-
i. নগ্নবীজী উদ্ভিদের কর্টেক্স, ফল ও জীবত্বকে বিদ্যমান
ii. এদের স্টোন সেলও বলা হয়
iii. সাধারণত পরিণত স্ক্লেরাইড কোষ মৃত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮৭.
বৃক্ষ বা আরোহী উদ্ভিদে অধিক লম্বা থাকে-
Ο ক) 
ট্রাকিড
Ο খ) 
ভেসেল
Ο গ) 
জাইলেম প্যারেনকাইমা
Ο ঘ) 
জাইলেম ফাইবার

  সঠিক উত্তর: (খ)

২৮৮.
কোন কোষের পাশ্বীয় জোড়া কূপ এর মাধ্যমে পানি চলাচল করে?
Ο ক) 
ট্রাকিড
Ο খ) 
ভেসেল
Ο গ) 
জাইলেম ফাইবার
Ο ঘ) 
জাইলেম প্যারেনকাইমা

  সঠিক উত্তর: (ক)

২৮৯.
প্রাণিটিস্যু প্রধানত কত প্রকার?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (গ)

২৯০.
কোষের সংখ্যা ও বৈশিষ্ট্যের উপর প্রাণি টিস্যু কত প্রকার?
Ο ক) 
২ প্রকার
Ο খ) 
৩ প্রকার
Ο গ) 
৪ প্রকার
Ο ঘ) 
৫ প্রকার

  সঠিক উত্তর: (গ)

২৯১.
প্যারেনকাইমা টিস্যুর কাজ-
i. দেহ গঠন করা
ii. খাদ্য প্রস্তুত করা
iii. খাদ্য সঞ্চয় ও পরিবহন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯২.
কোষের বিশ্রামকালে কেন্দ্রিকায় কুন্ডলী পাকানো সূক্ষ্ম সুতার ন্যায় অংশকে কী বলে?
Ο ক) 
ক্রোমাটিন
Ο খ) 
ক্রোমাটিন তন্তু
Ο গ) 
ক্রোমাটিন জালিকা
Ο ঘ) 
ক্রোমোজোম

  সঠিক উত্তর: (গ)

২৯৩.
বিশুদ্ধ পানি-
i. স্বাদহীন, গন্ধহীন ও বর্ণহীন
ii. তড়িৎ বজন করে না
iii. নিরপেক্ষ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯৪.
পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবহন করে কোনটি?
Ο ক) 
সিভনল
Ο খ) 
সঙ্গী কোষ
Ο গ) 
ফ্লোয়েম প্যারেনকাইমা
Ο ঘ) 
ফ্লোয়েম ফাইবার

  সঠিক উত্তর: (ক)

২৯৫.
প্যানেকাইমা টিস্যুর কোষগুলো হলো-
i. জীবিত ও সমব্যাসীয়
ii. পুরু প্রাচীরযুক্ত
iii. প্রোটোপ্লাজম পূর্ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৯৬.
ঐচ্ছিক পেশির কোষগুলো-
i. একাধিক নিউক্লিয়াসযুক্ত
ii. নলাকার, শাখাবিহীন
iii. ইন্টারক্যালেটেড ডিস্কযুক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৯৭.
হিমোগ্লোবিন কোন ধরনের পদার্থ?
Ο ক) 
লৌহজাত
Ο খ) 
অক্সিজেনজাত
Ο গ) 
পটাশজাত
Ο ঘ) 
ফসফরাসজাত

  সঠিক উত্তর: (ক)

২৯৮.
ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ক্লোরোপ্লাস্ট করলে পাওয়া যাবে-
i. বহিঃ ও অন্তঃস্তর
ii. সেন্টিওল ও গ্রানাম
iii. গ্রানাম ল্যামেলাম ও ম্যাট্রিক্স
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৯৯.
নিচের কোন জীবটির কোষে সেন্ট্রিওল থাকে?
Ο ক) 
ছত্রাক
Ο খ) 
ঈস্ট
Ο গ) 
ব্যাকটেরিয়া
Ο ঘ) 
ভাইরাস

  সঠিক উত্তর: (ক)

৩০০.
দেহে রক্ত সাহায্য করে-
i. গ্যাস বিনিময় ও পরিবহনে
ii. খাদ্য পরিবহনে
iii. দেহ গঠনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩০১.
অ্যালভিওলাই পাওয়া যায় কোনটিতে?
Ο ক) 
পরিপাকতন্ত্রে
Ο খ) 
শ্বসনতন্ত্রে
Ο গ) 
রেচনতন্ত্রে
Ο ঘ) 
প্রজননতন্ত্রে

  সঠিক উত্তর: (খ)

৩০২.
দুটি স্নায়ুর মিলনস্থলকে কি বলে?
Ο ক) 
কোষদেহ
Ο খ) 
ডেনড্রাইট
Ο গ) 
অ্যাক্সন
Ο ঘ) 
সিন্যাপস

  সঠিক উত্তর: (ঘ)

৩০৩.
কোন পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে?
Ο ক) 
মাইটোসিস
Ο খ) 
এমাইটোসিস
Ο গ) 
মিয়োসিস
Ο ঘ) 
মেটাফেজ

  সঠিক উত্তর: (গ)

৩০৪.
আলোচিত প্রথম যোজক কলার প্রকারভেদের ক্ষেত্রে সঠিক কোনটি?
Ο ক) 
রক্ত ও লসিকা
Ο খ) 
রক্ত ও রক্তরস
Ο গ) 
রক্তসর ও রক্তকণিকা
Ο ঘ) 
লসিকা ও রক্তকণিকা

  সঠিক উত্তর: (ক)

৩০৫.
পত্রবৃন্তে পাওয়া যায় কোন টিস্যু?
Ο ক) 
প্যারেনকাইমা
Ο খ) 
কোলেনকাইমা
Ο গ) 
স্ক্লেরেনকাইমা
Ο ঘ) 
স্ক্লেরাইড

  সঠিক উত্তর: (খ)

৩০৬.
শ্বসনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম কোথায় সুবিন্যস্ত থাকে?
Ο ক) 
রাইবোসোমে
Ο খ) 
অক্সিসোমে
Ο গ) 
কোয়ান্টোসোমে
Ο ঘ) 
ক্রোমোসোমে

  সঠিক উত্তর: (খ)

৩০৭.
স্কোয়ামাস আবরণী টিস্যুর কাজ কি?
Ο ক) 
ক্ষরণ
Ο খ) 
রক্ষণ
Ο গ) 
শোষণ
Ο ঘ) 
ছাঁকন

  সঠিক উত্তর: (ক)

৩০৮.
দেহে কোন পদার্থের অভাব হলে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হয়?
Ο ক) 
হাইড্রোজেন
Ο খ) 
কার্বন
Ο গ) 
নাইট্রোজেন
Ο ঘ) 
অক্সিজেন

  সঠিক উত্তর: (ঘ)

৩০৯.
নিম্নোক্ত টিস্যুগুলোর প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা-
i. প্যারেনকাইমা
ii. কোলেনকাইমা
iii. স্ক্লেরেনকাইমা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩১০.
জাইলেম টিস্যুর প্রধান কাজ হলো-
i. পানি ও খনিজ লবণ পরিবহণ
ii. খাদ্য সঞ্চয়
iii. উদ্ভিদকে যান্ত্রিক শক্তি ও দৃঢ়তা প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১১.
তুমি মানুষের ট্রাকিয়া টিস্যুকে কী হিসেবে চিহ্নিত করবে?
Ο ক) 
সাধারণ আবরণী টিস্যু
Ο খ) 
স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
Ο গ) 
স্কোয়ামাস আবরণী টিস্যু
Ο ঘ) 
ডিউডো-স্ট্রাটিফাইড আবরণী টিস্যু

  সঠিক উত্তর: (ঘ)

৩১২.
ফ্লোয়েমের প্যারেনকাইমা কোষগুলো-
i. দৃঢ়তা প্রদান করে
ii. খাদ্য সঞ্চয় করে
iii. খাদ্য পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩১৩.
সেন্টিওলের কাজ হলো-
i. কোষ বিভাজনকালে এস্টার রে তৈরি
ii. স্পিন্ডল যন্ত্র তৈরি
iii. ফ্লাজেলা সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১৪.
মেরুদন্ডী প্রাণীর শ্বাসনালীতে কোন কলা থাকে?
Ο ক) 
সিলিয়াযুক্ত আবরণী কলা
Ο খ) 
ফ্লাজেলাযুক্ত আবরণী কলা
Ο গ) 
ক্ষপদযুক্ত আবরণী কলা
Ο ঘ) 
রূপান্তরিত আবরণী কলা

  সঠিক উত্তর: (ক)

৩১৫.
কোন কোষগুলো খাটো চোঙার ন্যায়?
Ο ক) 
ট্রাকিড
Ο খ) 
স্ক্লেরাইড
Ο গ) 
ভেসেল
Ο ঘ) 
ফাইবার

  সঠিক উত্তর: (গ)

৩১৬.
নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে লাগানো গোলাকার বস্তুকে কী বলে?
Ο ক) 
নিউক্লিয়ার রন্ধ্র
Ο খ) 
ক্রোমাটিন
Ο গ) 
নিউক্লিওলাস
Ο ঘ) 
সেন্ট্রোজোম

  সঠিক উত্তর: (গ)

৩১৭.
পরিপাকতন্তের প্রধান অংশ কয়টি?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (ক)

৩১৮.
প্রাণিটিস্যু কয় প্রকার হয়?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (গ)

৩১৯.
কোন উদ্ভিদে প্রাথমিক পর্যায়ের ভেসেল থাকে?
Ο ক) 
ঝাউ
Ο খ) 
দেবদারু
Ο গ) 
পাইন
Ο ঘ) 
নেটাম

  সঠিক উত্তর: (ঘ)

৩২০.
কোষের মধ্যে নিউক্লিয়াস ব্যতীত যে জেলী সদৃশ বস্তু রয়েছে তাকে বলে?
Ο ক) 
প্রোটোপ্লাজমে
Ο খ) 
সাইটোপ্লাজমে
Ο গ) 
নিউক্লিওপ্লাজমে
Ο ঘ) 
অন্তঃপ্লাজমে

  সঠিক উত্তর: (খ)

৩২১.
সিভকোষ কোন ধরনের কোষ দ্বারা গঠিত?
Ο ক) 
প্যারেনকাইমা
Ο খ) 
কোলেনকাইমা
Ο গ) 
স্ক্লেরেনকাইমা
Ο ঘ) 
ক্লোরেনকাইমা

  সঠিক উত্তর: (ক)

৩২২.
প্রকৃত কোষ কয় প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৩২৩.
কোষঝিল্লী প্রধানত কী দ্বারা গঠিত?
Ο ক) 
লিপিড ও পেকটিন
Ο খ) 
কাইটিন ও প্র্রোটিন
Ο গ) 
লিপিড ও প্রোটিন
Ο ঘ) 
সুবেরিন ও কাইটিন

  সঠিক উত্তর: (গ)

৩২৪.
ইন্টার ক্যালেটেড ডিস্ক থাকে নিম্নোক্ত পেশিতে
i. ঐচ্ছিক পেশি
ii. অনৈচ্ছিক পেশি
iii. হৃদপেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩২৫.
ট্রাকিয়ায় কোন আবরণী টিস্যু পাওয়া যায়?
Ο ক) 
কিউবয়ডাল আবরণী টিস্যু
Ο খ) 
কলামনার আবরণী টিস্যু
Ο গ) 
স্টাটিফাইড আবরণী টিস্যু
Ο ঘ) 
সিউডো স্টাটিফাইড আবরণী টিস্যু

  সঠিক উত্তর: (ঘ)

৩২৬.
কোন বিজ্ঞানী অর্কিড পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন?
Ο ক) 
চার্লস ডারউইন
Ο খ) 
ডেভিড প্রেইন
Ο গ) 
রবার্ট হুক
Ο ঘ) 
রবার্ট ব্রাউন

  সঠিক উত্তর: (ঘ)

৩২৭.
ট্রাকিয়ার টিস্যুগুলো কোন ধরনের?
Ο ক) 
সাধারণ আবরণী টিস্যু
Ο খ) 
কিউবয়ডাল আবরণী টিস্যু
Ο গ) 
স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
Ο ঘ) 
সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু

  সঠিক উত্তর: (ঘ)

৩২৮.
কুপযুক্ত কোষ প্রাচীর বিশিষ্ট কোষ হলো-
i. জাইলেম ফাইবার
ii. ফ্লোয়েম ফাইবার
iii. স্ক্লেরাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২৯.
নিউরন কোন ধরনের কলা?
Ο ক) 
রূপান্তরিত আবরণী কলা
Ο খ) 
তন্তুময় যোজক কলা
Ο গ) 
কঙ্কাল যোজক কলা
Ο ঘ) 
পেশি কলা

  সঠিক উত্তর: (ক)

৩৩০.
বিশেষ ধরনের দৃঢ়, ভঙ্গুর ও অনমনীয় স্কেলিটালন কালেকটিভ টিস্যু কোনটি?
Ο ক) 
অস্থি
Ο খ) 
কোমলাস্থি
Ο গ) 
তরুণাস্থি
Ο ঘ) 
কাটিলেজ

  সঠিক উত্তর: (ক)

৩৩১.
ফ্লোয়েম প্যারেনকাইমা কোনটিতে সহায়তা করে?
Ο ক) 
খাদ্য সঞ্চয় ও খাদ্য পরিবহনে
Ο খ) 
খাদ্য তৈরিতে
Ο গ) 
শ্বসনে
Ο ঘ) 
বাহিরের শক্তি আবরণ সৃষ্টিতে

  সঠিক উত্তর: (ক)

৩৩২.
মায়োফাইব্রিল কোন কোষে থাকে?
Ο ক) 
পেশিকোষে
Ο খ) 
স্নায়ুকোষে
Ο গ) 
তরুণাস্থি কোষে
Ο ঘ) 
অস্থি কোষে

  সঠিক উত্তর: (ক)

৩৩৩.
কলামনার আবরণী টিস্যুর কাজ কী?
Ο ক) 
ছাঁকন
Ο খ) 
পরিবহন
Ο গ) 
রোগ প্রতিরোধ
Ο ঘ) 
ক্ষরণ ও রক্ষণ

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৪.
পাতলা কোষপ্রাচীর এবং প্রোটোপ্লাজমযুক্ত কোষকে কী বলে?
Ο ক) 
ফ্লোয়েম ফাইবার
Ο খ) 
সঙ্গীকোষ
Ο গ) 
ফ্লোয়েম প্যারেনকাইমা
Ο ঘ) 
জাইলেম ফাইবার

  সঠিক উত্তর: (গ)

৩৩৫.
হাইড্রার এন্ডোভার্মে কোন প্রকার এপিথেলিয়াল টিস্যু পাওয়া যায়?
Ο ক) 
সিলয়াযুক্ত আবরণী টিস্যু
Ο খ) 
ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু
Ο গ) 
ক্ষণপদযুক্ত আবরণী টিস্যু
Ο ঘ) 
জননকোষের আবরণী টিস্যু

  সঠিক উত্তর: (খ)

৩৩৬.
জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে কী বলে?
Ο ক) 
জাইলেম ফাইবার
Ο খ) 
সীভনল
Ο গ) 
উড প্যারেনকাইমা
Ο ঘ) 
সঙ্গীকোষ

  সঠিক উত্তর: (গ)

৩৩৭.
দেহে অক্সিজেনের অভাব হলে কোষকে মেরে ফেলে কোন অঙ্গাণু?
Ο ক) 
গলজি বস্তু
Ο খ) 
রাইবোজোম
Ο গ) 
লাইসোজোম
Ο ঘ) 
নিউক্লিয়াস

  সঠিক উত্তর: (গ)

৩৩৮.
দীর্ঘ নলের ন্যায় অঙ্গ গঠন করে কোন কোষ?
Ο ক) 
ট্রাকিড
Ο খ) 
ভেসেল
Ο গ) 
জাইলেম ফাইবার
Ο ঘ) 
সঙ্গীকোষ

  সঠিক উত্তর: (খ)

৩৩৯.
একাধিক টিস্যু নির্দিষ্ট কাজ সম্পাদন করলে তাকে কী বলে?
Ο ক) 
কোষ
Ο খ) 
অঙ্গ
Ο গ) 
তন্ত্র
Ο ঘ) 
দেহ

  সঠিক উত্তর: (খ)

৩৪০.
জটিল টিস্যুর শারীরবৃত্তীয় গুরুত্ব-
i. খাদ্য পরিবহন করা
ii. পানির সাথে দ্রবীভূত লবণ শোষনে সহায়তা করা
iii. উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪১.
অভ্যন্তরীণ অঙ্গের অন্তর্ভূক্ত-
i. নাসিকা
ii. বৃক্ক
iii. ডিম্বাশয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৪২.
জীবকোষে নিউক্লিয়াস গুরুত্বপূর্ণ কেন?
Ο ক) 
সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণে
Ο খ) 
জীবাণু হতে রক্ষায়
Ο গ) 
কোষ বিভাজন নিয়ন্ত্রণে
Ο ঘ) 
প্রোটিন সংশ্লেষণে

  সঠিক উত্তর: (ক)

৩৪৩.
আলোচিত টিস্যুটির নাম কী?
Ο ক) 
যোজক টিস্যু
Ο খ) 
আবরণী টিস্যু
Ο গ) 
পেশি টিস্যু
Ο ঘ) 
স্নায়ু টিস্যু

  সঠিক উত্তর: (খ)

৩৪৪.
মানুষের অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো-
i. ক্যালসিয়াম জাতীয় পদার্থ দ্বারা তৈরি
ii. দৃঢ় এবং ভঙ্গুর প্রকৃতির হয়
iii. নমনীয় কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৪৫.
প্রাণির অন্ত্রের অন্তঃপ্রাচীরে পাওয়া যায় কোন টিস্যু?
Ο ক) 
স্কোয়ামাস আবরণী টিস্যু
Ο খ) 
কিউবয়ডাল আবরণী টিস্যু
Ο গ) 
কলামনার আবরণী টিস্যু
Ο ঘ) 
কঙ্কাল যোজক টিস্যু

  সঠিক উত্তর: (গ)

৩৪৬.
একটি কোমোজোমের অংশ হলো-
i. স্যাটেলাইট, গোণকুঞ্জন
ii. সেন্ট্রোমিয়ার ও ক্রোমোনেমা
iii. থাইলাকয়েড ও নালিকা তন্তু গুচ্ছ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৪৭.
পাতার ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমা টিস্যুকে কী বলে?
Ο ক) 
মেসোফিল
Ο খ) 
অ্যারেনকাইমা
Ο গ) 
ক্লোরনকাইমা
Ο ঘ) 
কোলেনকাইমা

  সঠিক উত্তর: (খ)

৩৪৮.
আবরণী টিস্যু পরিণত হয়-
i. গ্রন্থি টিস্যুতে
ii. জনন টিস্যুতে
iii. স্নায়ু টিস্যুতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৪৯.
দেহকোষের ক্ষেত্রে গ্রহণযোগ্য-
i. বহুকোষী জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে
ii. পুনঃপুন বিভাজনের মাধ্যমে জীবদেহ গঠন করে
iii. বিভিন্ন তন্ত্র ও অঙ্গ-প্রত্যঙ্গ গঠনে অংশ নেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৫০.
লোয়ী ও সিকেভিজ কত সালে কোষকে সজ্ঞায়িত করেছেন?
Ο ক) 
১৮৬৯
Ο খ) 
১৮৮৯
Ο গ) 
১৯৬৯
Ο ঘ) 
১৯৮৯

  সঠিক উত্তর: (গ)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...