NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || রসায়ন অধ্যায় - ১০(1-200)


এস.এস.সি    ||    রসায়ন
অধ্যায় - ১০


১.
মাটির বর্ণের ভিন্নতার কারণ –
Ο ক) 
মাটিতে চীনামাটির উপস্থিতি
Ο খ) 
মাটিতে পানির পরিমাণ
Ο গ) 
মাটিতে থাকা কীটপতঙ্গ
Ο ঘ) 
মাটিতে খনিজের উপস্থিতি

  সঠিক উত্তর: (ঘ)

২.
Al2O3 এর গলনাঙ্ক কমানোর জন্য কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
ফ্লোরস্পার
Ο খ) 
স্পাইজেল
Ο গ) 
ক্যালসিয়াম ক্লোরাইড
Ο ঘ) 
ক্রায়োলাইট

  সঠিক উত্তর: (ঘ)

৩.
জিঙ্কের আকরিক নিচের –
i. জিঙ্ক ব্লেন্ড
ii. ক্যালামাইন
iii. গ্যালেনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪.
সর্বপ্রথম ব্যবহৃত ধাতু সংকর কোনটি?
Ο ক) 
পিতল
Ο খ) 
কাঁসা
Ο গ) 
ইস্পাত
Ο ঘ) 
স্বর্ণ

  সঠিক উত্তর: (খ)

৫.
রেললাইন প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
লোহা
Ο খ) 
কপার
Ο গ) 
ইস্পাত
Ο ঘ) 
স্টেইনলেস স্টিল

  সঠিক উত্তর: (গ)

৬.
কোন ধাতুর আকরিকের তাপজারণে মু্ক্ত ধাতু পাওয়া যায়?
Ο ক) 
লেড
Ο খ) 
কপার
Ο গ) 
জিঙ্ক
Ο ঘ) 
আয়রন

  সঠিক উত্তর: (খ)

৭.
মৌল ও যৌগ বিবেচনায় খনিজ পদার্থ কত প্রকার?
Ο ক) 
2
Ο খ) 
3
Ο গ) 
4
Ο ঘ) 
5

  সঠিক উত্তর: (ক)

৮.
মোনাজাইট –
i. থোরিয়ামের আকরিক
ii. কক্সবাজার সমুদ্র উপকূলে পাওয়া যায়
iii. টাইটানিয়ামের আকরিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯.
নিচের কোনটির চৌম্বক ধর্ম বিদ্যমান?
Ο ক) 
PbS
Ο খ) 
Cu2S
Ο গ) 
NaCl
Ο ঘ) 
TiO2

  সঠিক উত্তর: (ঘ)

১০.
ভূত্বকে ক্যালসিয়ামের পরিমাণ কত?
Ο ক) 
৩%
Ο খ) 
৪%
Ο গ) 
৫%
Ο ঘ) 
৬%

  সঠিক উত্তর: (খ)

১১.
কপার নিষ্কাশনের সময় উপজাত হিসেবে পাওয়া যায় –
Ο ক) 
Cu ধাতু
Ο খ) 
SO2 গ্যাস
Ο গ) 
Cu2O
Ο ঘ) 
CO2

  সঠিক উত্তর: (খ)

১২.
ভৌত অবস্থা বিবেচনায় খনিজ কত প্রকার?
Ο ক) 
2
Ο খ) 
3
Ο গ) 
4
Ο ঘ) 
5

  সঠিক উত্তর: (খ)

১৩.
সার তৈরীতে শতকরা কত ভাগ H2SO4 ব্যবহার হয়?
Ο ক) 
2.0%
Ο খ) 
2.5%
Ο গ) 
4.0%
Ο ঘ) 
5.5%

  সঠিক উত্তর: (ক)

১৪.
24 ক্যারেট স্বর্ণ অলংকার প্রস্তুতিতে ব্যবহার না করার কারণ কোনটি?
Ο ক) 
এটি খুবই শক্ত
Ο খ) 
এটি নরম
Ο গ) 
এটিতে ভেজাল থাকে
Ο ঘ) 
এটিতে মরিচা পড়ে

  সঠিক উত্তর: (খ)

১৫.
ভূত্বকের শতকরা 2%, 3%, 4% হলো –
Ο ক) 
Mg, Ca, K
Ο খ) 
Ca, K, Mg
Ο গ) 
Ca, Mg, Na
Ο ঘ) 
Mg, Na, Ca

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
ডাই তৈরিতে ব্যবহৃত H2SO4 এর পরিমাণ H2SO4 উৎপাদনের –
Ο ক) 
5.5%
Ο খ) 
2.5%
Ο গ) 
1.5%
Ο ঘ) 
2%

  সঠিক উত্তর: (ক)

১৭.
ভূত্বকের প্রধান প্রধান উপাদান প্রাপ্যতার ক্রম কোনটি সঠিক?
Ο ক) 
অক্সিজেন>সিলিকন>অ্যালুমিনিয়াম>আয়রন
Ο খ) 
সিলিকন>অ্যালুমিনিয়াম>আয়রন>অক্সিজেন
Ο গ) 
অ্যালুমিনিয়াম>আয়রন>অক্সিজেন>সিলিকন
Ο ঘ) 
আয়রন>অ্যালুমিনিয়াম>সিলিকন>অক্সিজেন

  সঠিক উত্তর: (ক)

১৮.
নিচের কোনটি নিরুদক –
Ο ক) 
গাঢ় সালফিউরিক এসিড
Ο খ) 
গাঢ় নাইট্রিক এসিড
Ο গ) 
গাঢ় হাইড্রোক্লোরিক এসিড
Ο ঘ) 
গাঢ় ফসফরিক এসিড

  সঠিক উত্তর: (ক)

১৯.
তড়িৎ বিশ্লেষণ দ্বারা নিষ্কাশন করা –
i. সোডিয়াম
ii. অ্যালুমিনিয়াম
iii. ক্যালসিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০.
মরিচা পড়ার জন্য প্রয়োজন –
i. লোহার অক্সাইড
ii. পানি
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২১.
চীনামাটি --- সমৃদ্ধ।
Ο ক) 
কেওলিন
Ο খ) 
পাথর
Ο গ) 
বালু
Ο ঘ) 
অ্যালুমিনিয়াম

  সঠিক উত্তর: (ঘ)

২২.
বাত্যাচুল্লিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়?
Ο ক) 
Ca
Ο খ) 
Al
Ο গ) 
Na
Ο ঘ) 
Fe

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
কয়লা কার খনিজ?
Ο ক) 
কেওলিনের
Ο খ) 
টাইটানিয়ামের
Ο গ) 
সালফারের
Ο ঘ) 
কার্বনের

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
কোনটি স্টিলের কাঠিন্য বৃদ্ধি করে?
Ο ক) 
C
Ο খ) 
Si
Ο গ) 
Ni
Ο ঘ) 
Cu

  সঠিক উত্তর: (গ)

২৫.
একটি তরল ধাতুর সালফাইড আকরিক এর আপেক্ষিক আণবিক ভর 232.59। ধাতুটি –
Ο ক) 
Hf
Ο খ) 
Hs
Ο গ) 
Hg
Ο ঘ) 
Ag

  সঠিক উত্তর: (গ)

২৬.
লেড অক্সাইড (PbO) ও কার্বনের বিক্রিয়ায় তৈরি হয় –
Ο ক) 
লেড
Ο খ) 
লেড কার্বনেট
Ο গ) 
রেড লেড
Ο ঘ) 
PbO এর বাষ্প

  সঠিক উত্তর: (ক)

২৭.
ফলমূলের পচন রোধে ব্যবহৃত হয় –
Ο ক) 
CO
Ο খ) 
CO2
Ο গ) 
N2O
Ο ঘ) 
SO2

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
খনিজ পদার্থসমূহের মধ্যে –
i. স্বর্ণ কঠিন
ii. তিনটি ভৌত অবস্থায় থাকে
iii. মৌলিক ও যৌগিক রূপে প্রকৃতিতে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
ধাতু নিষ্কাশনের সর্বশেষ ধাপ কোনটি?
Ο ক) 
ধাতব দ্রব্য প্রস্তুতি
Ο খ) 
ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর
Ο গ) 
আকরিকের ঘনীকরণ
Ο ঘ) 
ধাতু বিশোধন

  সঠিক উত্তর: (ঘ)

৩০.
তাপজারণ পদ্ধতি –
i. এ অপদ্রব্য উদ্বায়ী অক্সাইড হিসেবে দূরীভূত হয়
ii. ধাতুর গলনাঙ্কের উচ্চ তাপমাতায় করা হয়
iii. সাধারনত সালফাইড আকরিকের ক্ষেত্রে করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩১.
বাত্যাচুল্লিতে নিষ্কাশনের পর কোন লোহা পাওয়া যায়?
Ο ক) 
ঢালাই লোহা
Ο খ) 
পেটা লোহা
Ο গ) 
ইস্পাত
Ο ঘ) 
বিশুদ্ধ লোহা

  সঠিক উত্তর: (ক)

৩২.
বক্সাইড দ্রবীভূত করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
পটাসিয়াম হাইড্রোক্সাইড
Ο খ) 
অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড
Ο গ) 
সোডিয়াম হাইড্রোক্সাইড
Ο ঘ) 
ফেরাস সালফেট ও সালফিউরিক এসিড

  সঠিক উত্তর: (গ)

৩৩.
যুদ্ধাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় –
Ο ক) 
স্টিল
Ο খ) 
স্টেইনলেস স্টিল
Ο গ) 
পিতল
Ο ঘ) 
কাঁসা

  সঠিক উত্তর: (ক)

৩৪.
অ্যালুমিনিয়ামের –
i. 60% পুনঃপ্রক্রিয়াজাত যা ইউরোপে ব্যবহৃত হয়
ii. প্রায় 21% পুনঃপ্রক্রিয়াজাত Al যুক্তরাষ্ট্রে ব্যবহার হয়
iii. দ্বারা ট্যাবলেটের স্ট্রিপ তৈরী করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
পরিবেশ দূষণ হ্রাস করতে পারে কোনটি?
Ο ক) 
ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ
Ο খ) 
ধাতু নিষ্কাশন
Ο গ) 
আকরিক উত্তোলন
Ο ঘ) 
ধাতুর ব্যবহার

  সঠিক উত্তর: (ক)

৩৬.
ধাতুসমূহ –
i. ঘাতসহ
ii. নমনীয়
iii. অনুজ্জ্বল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৭.
ধাতুমল –
Ο ক) 
গলিত ধাতু থেকে হারকা
Ο খ) 
গলিত ধাতুতে অদ্রবণীয়
Ο গ) 
মূলত ধাতুর সিলিকেট
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
সালফার –
i. মুক্ত অবস্থায় পাওয়া যায়
ii. 1190C তাপমাত্রায় গলে
iii. নিষ্কাশনে তিনটি এককেন্দ্রিক নল ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
কাঁসাতে কপারের শতকরা পরিমাণ কত?
Ο ক) 
10%
Ο খ) 
60%
Ο গ) 
80%
Ο ঘ) 
90%

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
ডাই তৈরীতে শতকরা কত ভাগ H2SO4 ব্যবহার হয়?
Ο ক) 
2.0%
Ο খ) 
5.5%
Ο গ) 
8.0%
Ο ঘ) 
2.5%

  সঠিক উত্তর: (খ)

৪১.
স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনের প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় –
Ο ক) 
Al2O3
Ο খ) 
V2O5
Ο গ) 
Ni চূর্ণ
Ο ঘ) 
V2O5 ও Ni চূর্ণ

  সঠিক উত্তর: (খ)

৪২.
চুনাপাথর ক্ষয়ের জন্য দায়ী নিচের কোনটি?
Ο ক) 
বায়ুপ্রবাহ
Ο খ) 
তাপমাত্রা বৃদ্ধি
Ο গ) 
বৃষ্টিপাত
Ο ঘ) 
ভূমিকম্প

  সঠিক উত্তর: (গ)

৪৩.
সালফাড্রাগ তৈরিতে ব্যবহৃত হয় –
Ο ক) 
সালফার
Ο খ) 
ফসফরাস
Ο গ) 
নাইট্রোজেন
Ο ঘ) 
ম্যাঙ্গানিজ

  সঠিক উত্তর: (ক)

৪৪.
FeWO4 এর বাণিজ্যিক নাম কী?
Ο ক) 
উলফ্রেম
Ο খ) 
উলভারিনাইট
Ο গ) 
উলফ্রামাইট
Ο ঘ) 
আয়রন টাংস্টেন টেট্রাঅক্সাইড

  সঠিক উত্তর: (গ)

৪৫.
নতুন তামার জিনিসপত্র কিছুদিন রেখে দিলে কোন বর্ণ ধারণ করে?
Ο ক) 
কালো
Ο খ) 
খয়েরি
Ο গ) 
বাদামি
Ο ঘ) 
গোলাপি

  সঠিক উত্তর: (গ)

৪৬.
নিচের কোনটি প্রকৃতিতে মৌল হিসেবে পাওয়া যায়?
Ο ক) 
রূপা
Ο খ) 
অ্যালুমিনিয়াম
Ο গ) 
লোহা
Ο ঘ) 
দস্তা

  সঠিক উত্তর: (ক)

৪৭.
ফ্রাশ পদ্ধতিতে কোন মৌল আহরণ করা হয়?
Ο ক) 
C
Ο খ) 
S
Ο গ) 
P
Ο ঘ) 
N

  সঠিক উত্তর: (খ)

৪৮.
আনুপাতিক হারে ভূত্বকে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে থাকা উপাদানটির যৌগ হলো –
Ο ক) 
পানি
Ο খ) 
অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড
Ο গ) 
সিলিকা
Ο ঘ) 
চুনাপাথর

  সঠিক উত্তর: (গ)

৪৯.
সোডিয়ামের যৌগ –
i. বালি
ii. খাবার লবণ
iii. বক্সাইট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৫০.
3000Bc থেকে 1000Bc পর্যন্ত সময়কে কি বলা হয়?
Ο ক) 
আদিম যুগ
Ο খ) 
প্রাক-ঐতিহাসিক যুগ
Ο গ) 
তাম্র যুগ
Ο ঘ) 
ব্রোঞ্জ যুগ

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
রাসায়নিক পদ্ধতিতে ঘনীভবন করা হয় কোন ধাতুর আকরিক?
Ο ক) 
Na
Ο খ) 
Fe
Ο গ) 
Al
Ο ঘ) 
Cr

  সঠিক উত্তর: (গ)

৫২.
খনিতে আকরিকের সাথে থাকা অপদ্রব্যকে কি বলে?
Ο ক) 
ডেজাল
Ο খ) 
অপদ্রব্য
Ο গ) 
ধাতুমল
Ο ঘ) 
খনিজমল

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
সাদা মাটির পাহাড় কোথায় অবস্থিত?
Ο ক) 
বিজয়পুর
Ο খ) 
দুর্গাপুর
Ο গ) 
দিনাজপুর
Ο ঘ) 
বিজয়নগর

  সঠিক উত্তর: (ক)

৫৪.
ধাতু নিষ্কাশনের ধাপ নয় কোনটি?
Ο ক) 
আকরিক উত্তোলন
Ο খ) 
আকরিকের ঘনীকরণ
Ο গ) 
আকরিকে তার অক্সাইড রূপান্তর
Ο ঘ) 
ধাতু বিশোধন

  সঠিক উত্তর: (ক)

৫৫.
মরিচাবিহীন ইস্পাতে থাকে না নিচের কোনটি?
Ο ক) 
ক্রোমিয়াম
Ο খ) 
নিকেল
Ο গ) 
কার্বন
Ο ঘ) 
ম্যাগনেসিয়াম

  সঠিক উত্তর: (ঘ)

৫৬.
ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণের ফলে –
i. অর্থ সাশ্রয় হয়
ii. জ্বালানি সাশ্রয় হয়
iii. পরিবেশ দূষণ হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
ওলিয়ামের সংকেত কোনটি?
Ο ক) 
SO2
Ο খ) 
H2SO3
Ο গ) 
H2SO4
Ο ঘ) 
H2S2O7

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
পাকঘরের সিঙ্ক তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
ডুরালমিন
Ο খ) 
বিশুদ্ধ কপার
Ο গ) 
কাসা
Ο ঘ) 
মরিচাবিহীন ইস্পাত

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
21 ক্যারেট স্বর্ণের উপাদান হলো –
i. স্বর্ণ
ii. আয়রন
iii. কপারসহ অন্যান্য ধাতু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬০.
SO2 এর প্রধান ব্যবহার –
Ο ক) 
ভলকানাইজিং-এ
Ο খ) 
বিরঞ্জনে
Ο গ) 
বারুদ তৈরিতে
Ο ঘ) 
H2SO4 প্রস্তুতিতে

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
লঘু H2SO4 থেকে সিলভার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে না, কারণ –
i. সক্রিয়তা সিরিজে সিলভারের অবস্থান হাইড্রোজেনের নিচে
ii. হাইড্রোজেন সিলভারের চেয়ে বেশি সক্রিয়
iii. হাইড্রোজেন সিলভারের চেয়ে কম সক্রিয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬২.
সোডিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রণের গলনাঙ্ক –
Ο ক) 
8010C
Ο খ) 
14740C
Ο গ) 
20000C
Ο ঘ) 
6000C

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
নিচের কোন ধাতুটি সবচেয়ে বেশি সক্রিয়?
Ο ক) 
সোডিয়াম
Ο খ) 
ক্যালসিয়াম
Ο গ) 
পটাসিয়াম
Ο ঘ) 
ম্যাগনেসিয়াম

  সঠিক উত্তর: (গ)

৬৪.
NaCl এর গলিত দ্রবণে বিদ্যুৎ চালনা করলে –
i. ক্যাথোডে সোডিয়াম তৈরি হবে
ii. অ্যানোডে ক্লোরিন তৈরি হবে
iii. NaOH তৈরি হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৫.
জিঙ্কের আকরিক নিচের কোনটি?
Ο ক) 
ক্যালামাইন
Ο খ) 
গ্যালেনা
Ο গ) 
লিমোনাইট
Ο ঘ) 
সাগরের পানি

  সঠিক উত্তর: (ক)

৬৬.
স্টেইনলেস স্টিল কোন কাজে ব্যবহৃত হয়?
Ο ক) 
ইলেকট্রোপ্লেটিং করতে
Ο খ) 
নিরুদকরূপে
Ο গ) 
কাটাচামচ তৈরিতে
Ο ঘ) 
কাচ কাটতে

  সঠিক উত্তর: (গ)

৬৭.
গ্যালেনার তাপজারণে সৃষ্ট গ্যাসটি –
Ο ক) 
দ্বিপরমাণুক
Ο খ) 
৬৮ আপেক্ষিক আণবিক ভরবিশিষ্ট
Ο গ) 
বিরঞ্জক
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (গ)

৬৮.
আকরিককে বায়ু প্রবাহের উপস্থিতিতে গলনাঙ্ক তাপমাত্রার নিম্ন তাপমাত্রায় উত্তপ্ত করার প্রক্রিয়াকে বলা হয় –
Ο ক) 
ঘনীকরণ
Ο খ) 
বিজারণ
Ο গ) 
তাপজারণ
Ο ঘ) 
ভস্মীকরণ

  সঠিক উত্তর: (গ)

৬৯.
অলংকার তৈরিতে ব্যবহার করা হয় কোনটি?
Ο ক) 
থালা
Ο খ) 
বাইসাইকেল
Ο গ) 
কাঁচা চামচ
Ο ঘ) 
ঘড়ির স্প্রিং

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
পাথর বা শিলা সৃষ্টি করে কোনটি?
Ο ক) 
ক্যালসিয়াম সালফেট
Ο খ) 
ক্যালসিয়াম নাইট্রেট
Ο গ) 
ক্যালসিয়াম অক্সালেট
Ο ঘ) 
ক্যালসিয়াম কার্বোনেট

  সঠিক উত্তর: (ঘ)

৭১.
H2SO4 উৎপাদিত হয় নিচের কোন পদ্ধতিতে?
Ο ক) 
অসওয়াল্ড
Ο খ) 
হেবার বস
Ο গ) 
স্পর্শ
Ο ঘ) 
অন্তর্দুম পাতন

  সঠিক উত্তর: (গ)

৭২.
নিচের কোনটি বিদ্যুৎ পরিবহন করে?
Ο ক) 
বালু
Ο খ) 
পানি
Ο গ) 
স্বর্ণ
Ο ঘ) 
গন্ধক

  সঠিক উত্তর: (গ)

৭৩.
কম সক্রিয় ধাতুগুলো –
Ο ক) 
মূল্যবান
Ο খ) 
দুর্লভ
Ο গ) 
দুটিই
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (গ)

৭৪.
সালফার ব্যবহৃত হয় –
i. রাবার ভলকানাইজিং করতে
ii. দিয়াশলাই তৈরিতে
iii. ডুরালোমিন তৈরিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৫.
ঢেউটিনে দস্তার প্রলেপ দেওয়ার কারণ কোনটি?
Ο ক) 
ঢেউটিনের সৌন্দর্য বৃদ্ধি
Ο খ) 
উৎপাদন ব্যয় কমানো
Ο গ) 
দস্তা অধিক সক্রিয়
Ο ঘ) 
ঢেউটিনের ভর কমানো

  সঠিক উত্তর: (গ)

৭৬.
নিচের কোন সংকরে কপারের পরিমাণ সবচেয়ে কম?
Ο ক) 
ব্রাস
Ο খ) 
ব্রোঞ্জ
Ο গ) 
ডুরালমিন
Ο ঘ) 
২২ ক্যারেট স্বর্ণ

  সঠিক উত্তর: (গ)

৭৭.
ক্রোমিয়াম ধাতু নিষ্কাশনের জন্য ব্যবহৃত হয় –
Ο ক) 
তড়িৎ বিশ্লেষণ
Ο খ) 
কার্বন বিজারণ
Ο গ) 
তাপজারণ
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (খ)

৭৮.
থোরিয়ামের আকরিক কোনটি?
Ο ক) 
মোনাজাইট
Ο খ) 
রুটাইল
Ο গ) 
হেমাটাইট
Ο ঘ) 
চেলকোসাইট

  সঠিক উত্তর: (ক)

৭৯.
সিলিকা কার খনিজ?
Ο ক) 
SiO2 এর
Ο খ) 
Si এর
Ο গ) 
Se এর
Ο ঘ) 
কার্বনের

  সঠিক উত্তর: (খ)

৮০.
উলফ্রামাইটের সংকেত কোনটি?
Ο ক) 
FeWO4
Ο খ) 
Fe2WO4
Ο গ) 
Fe2WO3
Ο ঘ) 
FeWO3

  সঠিক উত্তর: (ক)

৮১.
লেড অক্সাইডের বর্ণ কিরূপ?
Ο ক) 
লাল
Ο খ) 
কালো
Ο গ) 
হলুদ
Ο ঘ) 
সবুজ

  সঠিক উত্তর: (গ)

৮২.
ঝিনুক-শামুকের খোসা তলানিতে জমে পরিণত হয় –
Ο ক) 
শিলায়
Ο খ) 
চুনাপাথরে
Ο গ) 
মাটিতে
Ο ঘ) 
বেলে পাথরে

  সঠিক উত্তর: (খ)

৮৩.
চুনাপাথর নিচের কোনটি?
Ο ক) 
CaSO4
Ο খ) 
Ca(NO)2
Ο গ) 
CaO
Ο ঘ) 
CaCO3

  সঠিক উত্তর: (ঘ)

৮৪.
বক্সাইড দ্রবীভূত করতে KOH ব্যবহার করা হয় না কারণ –
Ο ক) 
KOH বক্সাইটের সাথে বিক্রিয়া করে না
Ο খ) 
দ্রবীভূত বক্সাইটের চাক্রিক রূপান্তর সম্ভব নয়
Ο গ) 
KOH এর মূল্য বেশি
Ο ঘ) 
এর সাথে বিক্রিয়া দ্বারা খনিজমল পৃথক করা যায় না

  সঠিক উত্তর: (গ)

৮৫.
সালফাইড এর নিয়ন্ত্রিত তাপ জারণ দ্বারা ধাতু নিষ্কাশন হয় কোন আকরিকের?
Ο ক) 
ZnS
Ο খ) 
Cu2S
Ο গ) 
PbS
Ο ঘ) 
Fe2O3

  সঠিক উত্তর: (খ)

৮৬.
ঘনীভূত আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করার প্রক্রিয়াকে বলা হয় –
Ο ক) 
তাপজারণ
Ο খ) 
ভস্মীকরণ
Ο গ) 
বিগলন
Ο ঘ) 
ঘনকিরণ

  সঠিক উত্তর: (গ)

৮৭.
বাংলাদেশে সাদা মাটির পাহাড় দেখা যায় কোথায়?
Ο ক) 
সিলেট
Ο খ) 
চট্টগ্রাম
Ο গ) 
মধুপুর
Ο ঘ) 
নেত্রকোণা

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
কোন ধাতু নিষ্কাশনে বাত্যাচুল্লি ব্যবহার করা হয়?
Ο ক) 
কপার
Ο খ) 
জিঙ্ক
Ο গ) 
লেড
Ο ঘ) 
লোহা

  সঠিক উত্তর: (ঘ)

৮৯.
আয়রন নিষ্কাশনে ম্যাগনেটাইটের তড়িৎ বিশ্লেষণ করা হয় কারণ –
Ο ক) 
ম্যাগনেটাইট থেকে কার্বন বিজারণ দ্বারা Fe নিষ্কাশন করা হয়
Ο খ) 
তড়িৎ বিশ্লেষণে আয়রন প্রাপ্তির পরিমাণ কম
Ο গ) 
তড়িৎ বিশ্লেষণ অত্যন্ত ব্যয়বহুল
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (গ)

৯০.
কোন গ্যাসটি বিষাক্ত?
Ο ক) 
বাষ্পীয় লেড অক্সাইড
Ο খ) 
হাইড্রোজেন
Ο গ) 
কার্বন ডাইঅক্সাইড
Ο ঘ) 
সালফার ডাইঅক্সাইড

  সঠিক উত্তর: (ঘ)

৯১.
আগ্নেয় শিলা থেকে পাওয়া যায় –
Ο ক) 
মূল্যবান খনিজ
Ο খ) 
বেলে পাথর
Ο গ) 
সবগুলো
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (গ)

৯২.
পানিতে সালফিউরিক এসিড যোগ করলে –
i. বিস্ফোরণ হবে
ii. প্রচন্ড তাপ উৎপাদিত হবে
iii. লঘু H2SO4 তৈরি হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৩.
নিচের কোনটি মৌলিক এবং কঠিন খনিজ?
Ο ক) 
গন্ধক
Ο খ) 
পারদ
Ο গ) 
বক্সাইট
Ο ঘ) 
ম্যাগনেটাইট

  সঠিক উত্তর: (ক)

৯৪.
কোন দেশের শিল্পায়নের মানদন্ড –
Ο ক) 
দেশের অবকাঠামো
Ο খ) 
G.D.P
Ο গ) 
মাথাপিছু আয়
Ο ঘ) 
H2SO4 উৎপাদন

  সঠিক উত্তর: (ঘ)

৯৫.
শিখা পরীক্ষায় সোডিয়ামের উজ্জ্বল সোনালি হলুদ শিখা কোন কাচের ভিতর দেখা যায় না?
Ο ক) 
কোবাল্ট কাচ
Ο খ) 
নীল কোবাল্ট কাচ
Ο গ) 
যে কোন কাচ
Ο ঘ) 
এন্টিমনি কাচ

  সঠিক উত্তর: (খ)

৯৬.
ভূ-ত্বকের প্রধান উপাদান মৌল দুটি –
Ο ক) 
Si, O
Ο খ) 
Al, O
Ο গ) 
Fe, O
Ο ঘ) 
Cu, O

  সঠিক উত্তর: (খ)

৯৭.
আয়রনের জারিত অবস্থা কোনটি?
Ο ক) 
Fe2+
Ο খ) 
Fe3+
Ο গ) 
Fe
Ο ঘ) 
Fe2+ ও Fe3+

  সঠিক উত্তর: (ঘ)

৯৮.
জিরকোনিয়াম পাওয়া যায় বাংলাদেশের –
Ο ক) 
সমুদ্রে
Ο খ) 
সমুদ্র তলদেশে
Ο গ) 
কক্সবাজারে
Ο ঘ) 
কক্সবাজারের সমুদ্র সৈকতে

  সঠিক উত্তর: (ঘ)

৯৯.
পিঁয়াজে সালফারের --- যৌগ থাকে।
Ο ক) 
মিথাইল
Ο খ) 
ইথাইল
Ο গ) 
প্রোপাইল
Ο ঘ) 
বিউটাইল

  সঠিক উত্তর: (গ)

১০০.
সালফার ডাইঅক্সাইড ক্রিয়া করে –
i. জারক হিসেবে
ii. বিজারক হিসেবে
iii. বিরঞ্জক হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০১.
বেদ্যুতিক পদ্ধতিতে লোহার উপর জিঙ্ক ও টিনের প্রলেপ দেওয়াকে বলে –
Ο ক) 
গ্যালভানাইজিং
Ο খ) 
মরিচা প্রতিরোধকরণ
Ο গ) 
সক্রিয়করণ
Ο ঘ) 
ইলেকট্রোপ্লেটিং

  সঠিক উত্তর: (ঘ)

১০২.
সালফার পাওয়া যেতে পারে –
i. ভূপৃষ্ঠে
ii. পিঁয়াজ
iii. কয়লা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৩.
সিরামিক কারখানায় কোন মাটি ব্যবহার করা হয়?
Ο ক) 
বক্সাইট
Ο খ) 
কেওলিন
Ο গ) 
হেমাটাইট
Ο ঘ) 
লিমোনাইট

  সঠিক উত্তর: (খ)

১০৪.
আকরিক থেকে খনিজমল কোন ধাপে দূরীভূত হয়?
Ο ক) 
বিচূর্ণন
Ο খ) 
ঘনীকরণ
Ο গ) 
বিশোধন
Ο ঘ) 
ধৌতকরণ

  সঠিক উত্তর: (খ)

১০৫.
কপার পাইরাইটের সংকেত কী?
Ο ক) 
Cu2FeS
Ο খ) 
CuFe2S
Ο গ) 
CuFeS2
Ο ঘ) 
Cu2FeS2

  সঠিক উত্তর: (গ)

১০৬.
বিশুদ্ধ সালফিউরিক এসডি -
Ο ক) 
তৈলাক্ত তরল
Ο খ) 
পানিতে দ্রবণীয়
Ο গ) 
দুটোই
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (গ)

১০৭.
ধাতু নিষ্কাশনের তৃতীয় ধাপ কোনটি?
Ο ক) 
আকরিক ঘনীকরণ
Ο খ) 
আকরিক বিচূর্ণন
Ο গ) 
ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর
Ο ঘ) 
ধাতু বিশোধন

  সঠিক উত্তর: (গ)

১০৮.
যে সকল পদার্থকে প্রকৃতিকে মৌলিক পদার্থরূপে পাওয়া যায় তাদেরকে বলে –
Ο ক) 
খনিজ
Ο খ) 
কঠিন খনিজ
Ο গ) 
মৌলিক খনিজ
Ο ঘ) 
যৌগিক খনিজ

  সঠিক উত্তর: (গ)

১০৯.
প্রকৃতিজাত আকরিকের বৈশিষ্ট্য হলো –
Ο ক) 
রাসায়নিক উপাদান অনির্দিষ্ট
Ο খ) 
রাসায়নিক উপাদান সুনির্দিস্ট
Ο গ) 
সব সময় আর্দ্রতা থাকে
Ο ঘ) 
কখনোই আর্দ্রতা থাকে না

  সঠিক উত্তর: (খ)

১১০.
নিচের কোনটি থেকে ধাতু নিষ্কাশনে বিজারকরূপে হাইড্রোজেন ব্যবহৃত হয়?
Ο ক) 
টাংস্টেন ট্রাই অক্সাইড
Ο খ) 
রাদারফোর্ডিয়াম ট্রাই অক্সাইড
Ο গ) 
থেলিয়াম ট্রাই অক্সাইড
Ο ঘ) 
আয়রন (III) অক্সাইড

  সঠিক উত্তর: (ক)

১১১.
ভূত্বকে অক্সিজেনের শতকরা পরিমাণ –
Ο ক) 
8%
Ο খ) 
27%
Ο গ) 
4%
Ο ঘ) 
46%

  সঠিক উত্তর: (ঘ)

১১২.
গলিত লবণের তড়িৎ বিশ্লেষণ দ্বারা কোন ধাতু নিষ্কাশন করা হয়?
Ο ক) 
জিঙ্ক
Ο খ) 
তামা
Ο গ) 
সোডিয়াম
Ο ঘ) 
লোহা

  সঠিক উত্তর: (গ)

১১৩.
মরিচা –
i. ভঙ্গুর
ii. বাদামি বর্ণের
iii. আর্দ্র আয়রন (II) অক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৪.
ভূত্বকে শতকরা হার 3% কোনটির?
Ο ক) 
Na
Ο খ) 
K
Ο গ) 
Mg
Ο ঘ) 
ক ও খ

  সঠিক উত্তর: (ঘ)

১১৫.
ব্রাসের বা পিতলের সংযুক্তি কোনটি?
Ο ক) 
Cu 65%, Sn 35%
Ο খ) 
Cu 65%, Zn 35%
Ο গ) 
Cu 90%, Sn 10%
Ο ঘ) 
Cu 90%, Zn 10%

  সঠিক উত্তর: (খ)

১১৬.
আকরিককে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করার কারণ –
Ο ক) 
পরিবহনে সুবিধা
Ο খ) 
বিক্রিয়াতল বৃদ্ধি
Ο গ) 
ভেজাল দূরীকরণ
Ο ঘ) 
সৌন্দর্য বর্ধন

  সঠিক উত্তর: (খ)

১১৭.
অ্যালুমিনিয়ামের খনিজটি –
Ο ক) 
যৌগিক
Ο খ) 
কঠিন
Ο গ) 
পানিযুক্ত
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

১১৮.
সোডিয়াম ধাতু নিষ্কাশনে বিগালক হিসেবে ব্যবহৃত হয় –
Ο ক) 
ক্রায়োলাইড
Ο খ) 
ফ্লোরোস্পোর
Ο গ) 
ক্যালসিয়াম ক্লোরাইড
Ο ঘ) 
ক্যালসিয়াম অক্সাইড

  সঠিক উত্তর: (গ)

১১৯.
কেওলিন পাওয়া যায় কোন জেলায়?
Ο ক) 
দিনাজপুর
Ο খ) 
টাঙ্গাইল
Ο গ) 
সিলেট
Ο ঘ) 
নেত্রকোণা

  সঠিক উত্তর: (ঘ)

১২০.
নিচের কোনটিকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না?
Ο ক) 
সালফার
Ο খ) 
প্লাটিনাম
Ο গ) 
পটাসিয়াম
Ο ঘ) 
রৌপ্য

  সঠিক উত্তর: (গ)

১২১.
H2SO4 এর তৃতীয় সর্বোচ্চ ব্যবহার হয় --- তৈরিতে।
Ο ক) 
ধাতব লবণ
Ο খ) 
স্টিল
Ο গ) 
রাসায়নিক দ্রব্য
Ο ঘ) 
সাবান ও ডিটারজেন্ট

  সঠিক উত্তর: (ঘ)

১২২.
তেল ফেনা ভাসমান পদ্ধতিতে ঘনীভবন করা হয় না নিচের কোন আকরিক?
Ο ক) 
ম্যাগনেটাইট
Ο খ) 
জিঙ্ক ব্লেড
Ο গ) 
গ্যালেনা
Ο ঘ) 
চেলকোসাইট

  সঠিক উত্তর: (ক)

১২৩.
বিগলন প্রক্রিয়ায় প্রাপ্ত কপার শতকরা কত ভাগ বিশুদ্ধ?
Ο ক) 
90%
Ο খ) 
98%
Ο গ) 
99%
Ο ঘ) 
100%

  সঠিক উত্তর: (খ)

১২৪.
খাবার লবণে কোন ধরনের বন্ধন বিদ্যমান?
Ο ক) 
আয়নিক
Ο খ) 
সমযোজী
Ο গ) 
সন্নিবেশ সমযোজী
Ο ঘ) 
ধাতব বন্ধন

  সঠিক উত্তর: (ক)

১২৫.
তাপ জারণের জন্য –
i. সালফাইড আকরিকে তাপজারণ করা হয়
ii. খনিজমল উদ্বায়ী অক্সাইড রূপ দূরীভূত হয়
iii. বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২৬.
তরল খনিজ কোনটি?
Ο ক) 
ব্রোমিন
Ο খ) 
পানি
Ο গ) 
ম্যাগমা
Ο ঘ) 
মার্কারি

  সঠিক উত্তর: (ঘ)

১২৭.
স্টেইনলেস স্টিল কোনটির সংকর?
Ο ক) 
লোহা, ক্রোমিয়াম, নিকেল
Ο খ) 
লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ
Ο গ) 
লোহা, কার্বন, নিকেল
Ο ঘ) 
লোহা, নিকেল, ম্যাঙ্গানিজ

  সঠিক উত্তর: (ক)

১২৮.
সালফার পদার্থটি –
i. কঠিন খনিজসমূহের অন্যতম
ii. প্রকৃতিতে মৌলিক খনিজরূপে পাওয়া যায়
iii. নিরুদক প্রস্তুতিতে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৯.
তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া চলাকালীণ এক মোল কপার সঞ্চিত হতে প্রয়োজন –
i. 2 mole ইলেকট্রন
ii. 96500 কুলম্ব আধান
iii. 2F আধান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩০.
প্রাগৈতিহাসিক যুগে কোন ধাতু ব্যবহৃত হত?
Ο ক) 
লোহা
Ο খ) 
তামা
Ο গ) 
দস্তা রূপা
Ο ঘ) 
দস্তা রূপা

  সঠিক উত্তর: (ঘ)

১৩১.
উড়োজাহাজের বডি তৈরিতে কোন ধাতুর সংকর ব্যবহৃত হয়?
Ο ক) 
ব্রাস
Ο খ) 
ব্রোঞ্জ
Ο গ) 
অ্যালুমিনিয়াম
Ο ঘ) 
ডুরালমিন

  সঠিক উত্তর: (গ)

১৩২.
সালফার নিষ্কাশনে ব্যবহৃত জলীয় বাষ্পের তাপমাত্রা –
Ο ক) 
1000C
Ο খ) 
98.90C
Ο গ) 
1800C
Ο ঘ) 
2200C

  সঠিক উত্তর: (গ)

১৩৩.
“X” এ নিকেলের পরিমাণ –
Ο ক) 
78%
Ο খ) 
74%
Ο গ) 
18%
Ο ঘ) 
8%

  সঠিক উত্তর: (ঘ)

১৩৪.
SO3 প্রস্তুতিতে অত্যানুকূল তাপমাত্রা –
Ο ক) 
4500C
Ο খ) 
4300C
Ο গ) 
4800C
Ο ঘ) 
5100C

  সঠিক উত্তর: (ক)

১৩৫.
গ্যাসীয় খনিজ কোনটি?
Ο ক) 
LP গ্যাস
Ο খ) 
টিয়ার গ্যাস
Ο গ) 
অক্সিজেন
Ο ঘ) 
প্রাকৃতিক গ্যাস

  সঠিক উত্তর: (ঘ)

১৩৬.
বক্সাইটের সংকেত কোনটি?
Ο ক) 
Al2O3.H2O
Ο খ) 
Al2O3-2H2O
Ο গ) 
Al2O3.3H2O
Ο ঘ) 
Al2O3

  সঠিক উত্তর: (খ)

১৩৭.
লৌহ নিষ্কাশনের খনিজমল দূরীকরণে ফ্লাক্স হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) 
Al2O3
Ο খ) 
SiO2
Ο গ) 
CaO
Ο ঘ) 
FeO

  সঠিক উত্তর: (খ)

১৩৮.
অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত হয় –
i. মাত্র 5% জ্বালানি Al পুনঃপ্রক্রিয়াজাত করণে
ii. বক্সাইট
iii. অ্যালুমিনা কিংবা অ্যালুমিনিয়ামের আকরিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৯.
লোহায় মরিচা ধরার জন্য প্রয়োজন –
i. পানি
ii. অক্সিজেন
iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪০.
6.0% H2SO4 এসিড ব্যবহৃত হয় কোনটি তৈরীতে?
Ο ক) 
যার
Ο খ) 
ধাতব লবণ
Ο গ) 
কৃত্রিম সুতা
Ο ঘ) 
ডাই

  সঠিক উত্তর: (গ)

১৪১.
গরাস তৈরিতে কোন ধাতু সংকর ব্যবহৃত হয়?
Ο ক) 
কাসা
Ο খ) 
পিতল
Ο গ) 
ইস্পাত
Ο ঘ) 
ডুরালুমিন

  সঠিক উত্তর: (ক)

১৪২.
লিমোনাইটে আয়রনের সংযুক্তি কত?
Ο ক) 
45.67%
Ο খ) 
52.27%
Ο গ) 
72.28%
Ο ঘ) 
33.4%

  সঠিক উত্তর: (খ)

১৪৩.
সালফার থেকে তৈরি হয় –
i. দিয়াশলাই
ii. বারুদ
iii. হাইপো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৪.
ধাতুর সক্রিয়তা সিরিজ অনুসারে নিষ্ক্রিয় ধাতু কোনটি?
Ο ক) 
Mn
Ο খ) 
Ca
Ο গ) 
Au
Ο ঘ) 
Cu

  সঠিক উত্তর: (গ)

১৪৫.
সাধারণ অবস্থায় SO2
i. গ্যাসীয় পদার্থ
ii. অক্সিজেন দ্বারা জারিত হয় না
iii. ক্ষারকীয় অক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪৬.
লোহার উপর গ্যালভানাইজিং করা হয়, কারণ –
i. এতে মরিচা রোধ হয়
ii. এতে ধাতুর ক্ষয় রোধ হয়
iii. এতে ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪৭.
নিচের কোনটি আলোক বিচ্ছুরণ করতে পারে?
Ο ক) 
সালফার
Ο খ) 
নাইট্রোজেন
Ο গ) 
অক্সিজেন
Ο ঘ) 
ম্যাগনেসিয়াম

  সঠিক উত্তর: (ঘ)

১৪৮.
তড়িৎ বিশোধনের পর প্রাপ্ত ধাতু কতটুকু বিশুদ্ধ হয়?
Ο ক) 
78%
Ο খ) 
99.9%
Ο গ) 
99%
Ο ঘ) 
98.9%

  সঠিক উত্তর: (খ)

১৪৯.
পিতল তৈরিতে ব্যবহৃত হয় –
Ο ক) 
কপার ও জিঙ্ক
Ο খ) 
কপার ও টিন
Ο গ) 
জিঙ্ক ও টিন
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (ক)

১৫০.
তাম্র যুগ বলা হয় –
Ο ক) 
5000Bc থেকে 3000Bc পর্যন্ত সময়কে
Ο খ) 
3000Bc থেকে 1000Bc পর্যন্ত সময়কে
Ο গ) 
1000Bc থেকে 5000Bc পর্যন্ত সময়কে
Ο ঘ) 
10,000Bc থেকে 5000Bc পর্যন্ত সময়কে

  সঠিক উত্তর: (ক)

১৫১.
নিচের কোনটি চৌম্বক ধর্ম বিশিষ্ট আকরিক নয়?
Ο ক) 
ক্রোমাইট
Ο খ) 
উলফ্রামাইট
Ο গ) 
রুটাইল
Ο ঘ) 
বক্সাইট

  সঠিক উত্তর: (ঘ)

১৫২.
ভস্মীকরণ করা হয় না নিচের কোন আকরিকের?
Ο ক) 
বক্সাইট
Ο খ) 
গন্ধক
Ο গ) 
দুটোই
Ο ঘ) 
কোনটাই নয়

  সঠিক উত্তর: (ক)

১৫৩.
অ্যালুমিনিয়াম ধাতুর স্ট্রিপ পাওয়া যায় –
Ο ক) 
হাড়িতে
Ο খ) 
ট্যাবলেটের মোড়কে
Ο গ) 
গাড়িতে
Ο ঘ) 
যন্ত্রাংশে

  সঠিক উত্তর: (খ)

১৫৪.
নিচের কোনটি আকরিক ঘনীকরণ পদ্ধতি নয়?
Ο ক) 
অভিকর্ষ বল
Ο খ) 
মহাকর্ষ বল
Ο গ) 
তেল ফেনা ভাসমান প্রণালি
Ο ঘ) 
চৌম্বকীয় পদ্ধতি

  সঠিক উত্তর: (খ)

১৫৫.
পর্বতে বিভিন্ন স্তর থাকার কারণ –
Ο ক) 
বিভিন্ন উপাদানের উপস্থিতি
Ο খ) 
পর্বতের উচ্চতা
Ο গ) 
উপাদানসমূহের ঘনত্বের পার্থক্য
Ο ঘ) 
পর্বতে জন্মানো উদ্ভিদ

  সঠিক উত্তর: (গ)

১৫৬.
কপারের সাথে সামান্য পরিমাণ টিন মিশানো হলে কি হবে?
Ο ক) 
কপারের কাঠিন্য বৃদ্ধি পাবে
Ο খ) 
ব্রোঞ্জ তৈরি হবে
Ο গ) 
দুটোই
Ο ঘ) 
কোনটাই নয়

  সঠিক উত্তর: (গ)

১৫৭.
সালফিউরিক এসিডের সাথে পানি যোগ করলে –
i. তাপ উৎপাদিত হবে
ii. সালফিউরিক এসিড পানির সাথে বিক্রিয়া করবে
iii. অলিয়াম তৈরি হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৮.
মৌলিক খনিজ হচ্ছে –
i. হীরা
ii. গন্ধক
iii. ক্যালসিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৯.
স্বর্ণ কোন ধরনের খনিজ?
Ο ক) 
যৌগিক খনিজ
Ο খ) 
মৌলিক খনিজ
Ο গ) 
তরল খনিজ
Ο ঘ) 
মিশ্র খনিজ

  সঠিক উত্তর: (খ)

১৬০.
এসিড বৃষ্টির জন্য দায়ী নিচের কোনটি?
Ο ক) 
সালফার ডাইঅক্সাইড
Ο খ) 
জলীয়বাষ্প
Ο গ) 
দুটোই
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (গ)

১৬১.
সক্রিয় ধাতুর সালফাইড আকরিকের তাপজারণে নিচের কোনটি উৎপন্ন হয়?
Ο ক) 
ধাতুর অক্সাইড
Ο খ) 
মুক্ত ধাতু
Ο গ) 
CO2 গ্যাস
Ο ঘ) 
SO3

  সঠিক উত্তর: (ক)

১৬২.
ট্যাবলেটের মোড়কে কোন ধাতুর স্ট্রিপ ব্যবহার করা হয়?
Ο ক) 
Sn
Ο খ) 
Al
Ο গ) 
Mg
Ο ঘ) 
Zn

  সঠিক উত্তর: (খ)

১৬৩.
2PbO+C�2Pb+CO2 বিক্রিয়ায় নিচের কোনটি বিজারিত হয় –
Ο ক) 
কার্বন
Ο খ) 
Pb
Ο গ) 
PbO
Ο ঘ) 
CO2

  সঠিক উত্তর: (গ)

১৬৪.
যুক্তরাষ্ট্রে ব্যবহৃত কপারের পুনঃপ্রক্রিয়াজাতকৃত অংশ কত?
Ο ক) 
79%
Ο খ) 
25%
Ο গ) 
21.11%
Ο ঘ) 
21%

  সঠিক উত্তর: (ঘ)

১৬৫.
কোনটি স্টিলের মরিচা প্রতিরোধ করে?
Ο ক) 
Cu
Ο খ) 
Cr
Ο গ) 
Ca
Ο ঘ) 
C

  সঠিক উত্তর: (খ)

১৬৬.
সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক –
Ο ক) 
1560C
Ο খ) 
14700C
Ο গ) 
8010C
Ο ঘ) 
6000C

  সঠিক উত্তর: (গ)

১৬৭.
কোন গ্যাসটি ঝাঁঝালো গন্ধযুক্ত?
Ο ক) 
CO2
Ο খ) 
SO2
Ο গ) 
NO2
Ο ঘ) 
SiO2

  সঠিক উত্তর: (খ)

১৬৮.
হেমাটাইট কোন ধাতুর আকরিক?
Ο ক) 
লোহা
Ο খ) 
অ্যালুমিনিয়াম
Ο গ) 
টাইটানিয়াম
Ο ঘ) 
থোরিয়াম

  সঠিক উত্তর: (ক)

১৬৯.
[CuCO3.Cu(OH)2] এর বর্ণ –
Ο ক) 
সবুজ
Ο খ) 
নীল
Ο গ) 
কালো
Ο ঘ) 
বর্ণহীন

  সঠিক উত্তর: (ক)

১৭০.
ডুরালুমিন –
i. তৈরিতে 95% Al ব্যবহৃত হয়
ii. দ্বারা বাই সাইকেলের পার্টস তৈরি হয়
iii. 35% জিংক দ্বারা প্রস্তুত করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭১.
চুনাপাথর ক্ষয়ের ফলে সৃষ্টি হয় –
Ο ক) 
পাললিক শিলা
Ο খ) 
বেলেপাথর
Ο গ) 
দুটোই
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (গ)

১৭২.
ইস্পাত কী?
Ο ক) 
লোহা ও ক্রোমিয়ামের সংকর
Ο খ) 
কপারের সংকর
Ο গ) 
লোহা, নিকেল ও ক্রোমিয়ামের সংকর
Ο ঘ) 
লোহা ও কার্বনের সংকর

  সঠিক উত্তর: (ঘ)

১৭৩.
চুনাপাথরের সংকেত নিচের কোনটি?
Ο ক) 
CaO
Ο খ) 
Ca(NO3)2
Ο গ) 
CaSO4
Ο ঘ) 
CaCO3

  সঠিক উত্তর: (ঘ)

১৭৪.
গিনি সোনার কোন নমুনাটি সর্বোচ্চ দৃঢ়?
Ο ক) 
18 ক্যারেট
Ο খ) 
21 ক্যারেট
Ο গ) 
22 ক্যারেট
Ο ঘ) 
24 ক্যারেট

  সঠিক উত্তর: (খ)

১৭৫.
ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের উপযোগিতা বেশি, কারণ –
i. সংকর ধাতুর কাঠিন্য বেশি
ii. সংকর ধাতু মরিচারোধী হয়
iii. সংকর ধাতুর স্থায়িত্ব বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭৬.
H2SO4 ব্যবহৃত হয় –
i. স্টিল উৎপাদনে
ii. ধাতব লবণ উৎপাদনে
iii. ভলকানাইজিং-এ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭৭.
তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয় –
Ο ক) 
Cr
Ο খ) 
Fe
Ο গ) 
সবগুলো
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ঘ)

১৭৮.
মৃত সামুদ্রিক প্রবালে প্রচুর পরিমাণে থাকে কোনটি?
Ο ক) 
CaCO3
Ο খ) 
Al2O3
Ο গ) 
PbS
Ο ঘ) 
HgS

  সঠিক উত্তর: (ক)

১৭৯.
ভূত্বকের প্রধান উপাদান দুটি –
Ο ক) 
অধাতু
Ο খ) 
পরিবাহী
Ο গ) 
তরল
Ο ঘ) 
অপধাতু

  সঠিক উত্তর: (ক)

১৮০.
কক্ষ তাপমাত্রায় কোন ধাতুটি পানির সাথে দ্রুত বিক্রিয়া করে?
Ο ক) 
কপার
Ο খ) 
অ্যালুমিনিয়াম
Ο গ) 
লোহা
Ο ঘ) 
দস্তা

  সঠিক উত্তর: (ক)

১৮১.
চালকোসাইটের সংকেত কোনটি?
Ο ক) 
CuFeS2
Ο খ) 
Cu2S
Ο গ) 
WO3
Ο ঘ) 
FeWO4

  সঠিক উত্তর: (খ)

১৮২.
জিরেকোনিয়ামের আকরিক কোনটি?
Ο ক) 
রুটাইল
Ο খ) 
জিরকন
Ο গ) 
বক্সাইট
Ο ঘ) 
ম্যাগনেটাইট

  সঠিক উত্তর: (খ)

১৮৩.
সালফিউরিক এসিড একটি –
i. এসিড
ii. বিজারক
iii. নিরুদক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৮৪.
রসায়ন শিল্পের বিক্রিয়া পাত্র নির্মাণে ব্যবহৃত হয় –
Ο ক) 
স্টিল
Ο খ) 
লোহা
Ο গ) 
মরিচাবিহীন ইস্পাত
Ο ঘ) 
ব্রোঞ্জ

  সঠিক উত্তর: (গ)

১৮৫.
তাম্রমল এর বৈশিষ্ট্য নিচের কোনটি?
Ο ক) 
তরল
Ο খ) 
হলুদাভ
Ο গ) 
ক্ষারীয়
Ο ঘ) 
পানিতে দ্রবণীয়

  সঠিক উত্তর: (গ)

১৮৬.
প্রকৃতিতে মৌলিক অবস্থায় পাওয়া যায় কোনটি?
Ο ক) 
বক্সাইট
Ο খ) 
ম্যাগনেটাইট
Ο গ) 
সালফার
Ο ঘ) 
পেট্রোলিয়াম

  সঠিক উত্তর: (গ)

১৮৭.
বিভিন্ন খনিজ মলের আপেক্ষিক গুরুত্ব –
Ο ক) 
একই
Ο খ) 
কাছাকাছি
Ο গ) 
পরস্পরের সরলগুণিতক
Ο ঘ) 
ভিন্ন

  সঠিক উত্তর: (ঘ)

১৮৮.
তেল ফেনা ভাসমান পদ্ধতিতে ঘনীকরণ করা হয় –
i. গ্যালেনা আকরিককে
ii. জিংক ব্লেন্ড আকরিককে
iii. হেমাটাইট আকরিককে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮৯.
M2On+nCO�2M+nCO2; এখানে n=?
i. ধাতুর যোজ্যতা
ii. CO অণুর সংখ্যা
iii. O পরমাণুর সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯০.
SO3 এর উৎপাদন বৃদ্ধিতে –
i. প্রভাবক ব্যবহৃত হয়
ii. লা শাতেলিয়ার নীতি ব্যবহৃত হয়
iii. উৎপন্ন SO3 কে সরিয়ে নেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯১.
মানুষ দ্বারা নিষ্কাশিত সর্বপ্রথম ধাতু কোনটি?
Ο ক) 
লোহা
Ο খ) 
স্বর্ণ
Ο গ) 
তামা
Ο ঘ) 
টিন

  সঠিক উত্তর: (গ)

১৯২.
সালফার ডাই অক্সাইড –
i. সুস্থিত যৌগ
ii. বিষাক্ত
iii. অম্লধর্মী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯৩.
ধাতুমল থেকে গলিত ধাতু আলাদা করাকে বলে –
Ο ক) 
অপদ্রব্য দূরীকরণ
Ο খ) 
পৃথকীকরণ
Ο গ) 
বিগলন
Ο ঘ) 
জারণ

  সঠিক উত্তর: (গ)

১৯৪.
নতুন তামার বর্ণ কিরূপ?
Ο ক) 
লাল
Ο খ) 
গোলাপি
Ο গ) 
সাদা
Ο ঘ) 
হলুদ

  সঠিক উত্তর: (খ)

১৯৫.
খনিজে ভেজাল হিসেবে থাকে –
Ο ক) 
সিলিকা
Ο খ) 
পাথর
Ο গ) 
কাদামাটি
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

১৯৬.
ভৌত অবস্থা বিবেচনায় খনিজের প্রকারভেদ হলো –
i. মৌলিক খনিজ
ii. কঠিন খনিজ
iii. তরল খনিজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৯৭.
স্টিল ব্যবহৃত হয় –
i. রেলের চাকা ও লাইন তৈরিতে
ii. ইঞ্জিন তৈরিতে
iii. জাহাজ তৈরিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯৮.
ইউরোপে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের কত ভাগ পুনঃপ্রক্রিয়াজাতকৃত?
Ο ক) 
5%
Ο খ) 
50%
Ο গ) 
60%
Ο ঘ) 
70%

  সঠিক উত্তর: (গ)

১৯৯.
সালফার ট্রাই অক্সাইড শোষণে পানি ব্যবহৃত হলে –
i. সালফিউরিক এসিড এর উৎপাদন ব্যয় বেশি হবে
ii. পরিবেশ দূষিত হবে
iii. H2SO4 এর ঘন কুয়াশা সৃষ্টি হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০০.
মুক্ত অবস্থায় পাওয়া যায় –
i. সালফার
ii. টিন
iii. স্বর্ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...