NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৪: ঝুঁকি ও অনিশ্চয়তা


এস.এস.সি    ||    ফিন্যান্স ও ব্যাংকিং
অধ্যায় - ৪: ঝুঁকি ও অনিশ্চয়তা


১.
সঠিক সিদ্ধান্ত হবে-
i. বেশি বিচ্যুতি অধিক ঝুঁকি
ii. কম বিচ্যুতি কম ঝুঁকি
iii. কম বিচ্যুতি বেশি ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২.
যত বেশি উত্থান-পতন হবে-
Ο ক) 
ঝুকিঁ তত কম
Ο খ) 
ঝুঁকি তত  বেশি
Ο গ) 
অনিশ্চয়তা তত কম
Ο ঘ) 
লাভ তত বেশি

  সঠিক উত্তর: (খ)

৩.
৪৯. মানবসৃষ্ট কাণে ব্যবসাযে ক্ষয়ক্ষতি হলে তাকে কোন অনিশ্চয়তা বলে?
Ο ক) 
রাজনৈতিক অনিশ্চয়তা
Ο খ) 
মানবীয় অনিশ্চয়তা
Ο গ) 
প্রাকৃতিক অনিশ্চয়তা
Ο ঘ) 
অর্থনৈতিক অনিশ্চয়তা

  সঠিক উত্তর: (খ)

৪.
কোনো একক সম্পত্তি হতে আয় পাওয়া বা না পাওায়ার সম্ভাবনা কী?
Ο ক) 
একক ঝুঁকি
Ο খ) 
বাজার ঝুঁকি
Ο গ) 
অনিশ্চয়তা
Ο ঘ) 
আর্থিক ঝুঁকি

  সঠিক উত্তর: (ক)

৫.
অফিস খরচ, বীমা খরচ ইত্যাদি পরিশোধের অক্ষমতা থেকে কী সৃষ্টি হয়?
Ο ক) 
আর্থিক ক্ষতি
Ο খ) 
মূলধন স্বল্পতা
Ο গ) 
ঝুঁকি
Ο ঘ) 
কারবার অব্যবস্থাপনা

  সঠিক উত্তর: (গ)

৬.
বহি:স্থ উৎস থেকে অর্থায়ন করা হলে কোন ঝুঁকির সৃষ্টি হয়?
Ο ক) 
ব্যবাসায়িক ঝুঁকি
Ο খ) 
আর্থিক ঝুঁকি
Ο গ) 
সুদ হারের ঝুঁকি
Ο ঘ) 
তারল্য ঝুঁকি

  সঠিক উত্তর: (খ)

৭.
বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ঘ)

৮.
আর্থিক ঝুঁকি বিনিয়োগকারীকে বহন করতে হলে কোন ঝুঁকি মালিক ও কর্মচারীদের বহন করতে হয়?
Ο ক) 
বাজার ঝুঁকি
Ο খ) 
রাজনৈতিক ঝুঁকি
Ο গ) 
ব্যবসায়িক ঝুঁকি
Ο ঘ) 
উৎপাদন ঝুঁকি

  সঠিক উত্তর: (গ)

৯.
রাজনৈতিক ঝুঁকির বৈশিষ্ট্য-
i. যুদ্ধবিগ্রহ
ii. হরতাল
iii. ধর্মঘট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০.
ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কিত প্রযোজ্য উক্তি হলো-
i. বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করে অনিশ্চয়তা কমানো সম্ভব
ii. অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাই ঝুঁকি
iii. ব্যবসায় প্রতিষ্ঠান ঝুঁকি কমানোর পদক্ষেপ গ্রহণ করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১.
ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি তৈরি হয়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

১২.
একটি নির্দিষ্ট বিনিয়োগ হতে প্রতি বছর যে হারে আয় আসে তাকে কী বলে?
Ο ক) 
রিটার্ন
Ο খ) 
ঝুঁকি
Ο গ) 
মন্দা
Ο ঘ) 
সুদ

  সঠিক উত্তর: (ক)

১৩.
কোম্পানির লভ্যাংশ প্রদান নির্ভর করে কোনটির ওপর?
Ο ক) 
স্থায়ী সম্পত্তির
Ο খ) 
অর্জিত মুনাফার
Ο গ) 
বিনিয়োগকারীর বিনিয়োগের
Ο ঘ) 
নিজস্ব মূলধনের

  সঠিক উত্তর: (খ)

১৪.
কোন ঝুঁকির কারণে কোম্পানির দ্রুত বিলোপসাধন হওয়ার সম্ভাবনা থাকে?
Ο ক) 
তারল্য ঝুঁকি
Ο খ) 
ব্যবসায়িক ঝুঁকি
Ο গ) 
সুদ হারের ঝুঁকি
Ο ঘ) 
আর্থিক ঝুঁকি

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
ব্যবসায়িক কার্জক্রম থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনে কোনোরূপ অনিশ্চয়তা দেখাদিলে তাকে কী বলে?
Ο ক) 
আর্থি ঝুঁকি
Ο খ) 
মৌলিক ঝুঁকি
Ο গ) 
ব্যবসায়িক ঝুঁকি
Ο ঘ) 
ফটকা ঝুঁকি

  সঠিক উত্তর: (গ)

১৬.
নিচের কোনটি একটি ঝুঁকি মুক্ত আয়ের উদাহরণ?
Ο ক) 
সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত আয়
Ο খ) 
অগ্রাধিকার শেয়ার থেকে প্রাপ্ত আয়
Ο গ) 
কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ড থেকে প্রাপ্ত আয়
Ο ঘ) 
সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল থেকে প্রাপ্ত আয়

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
কোন ক্ষেত্রে ব্যবাসায় প্রতিষ্ঠানে ঝুঁকির তাৎপর্জপূর্ণ ভূমিকা রয়েছে?
Ο ক) 
সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে
Ο খ) 
পরিকল্পনা প্রণয়নে
Ο গ) 
পরিচালনার ক্ষেত্রে
Ο ঘ) 
মূলধন সংগ্রহে

  সঠিক উত্তর: (ক)

১৮.
‘ঝুঁকি ব্যবস্থাপনার জন্য কোনটি সবচেয়ে বেশি জরুরি?
Ο ক) 
ঝুঁকির উৎস খুঁজে বের করা
Ο খ) 
ঝুঁকির ফলে ক্ষতি খুঁজে বের করা
Ο গ) 
ঝুঁকির প্রতিকরা বের করা
Ο ঘ) 
ঝুঁকির ফলে সৃষ্ট ফলাফল বের করা

  সঠিক উত্তর: (ক)

১৯.
বিচ্যুতি থেকে কী সৃষ্টি হয়?
Ο ক) 
লাভ
Ο খ) 
ক্ষতি
Ο গ) 
ঝুঁকি
Ο ঘ) 
অনিশ্চয়তা

  সঠিক উত্তর: (গ)

২০.
অনিশ্চিয়তা থেকে কীসের সৃষ্টি হয়?
Ο ক) 
বিচ্যুতির
Ο খ) 
ঝুঁকির
Ο গ) 
লোকসানের
Ο ঘ) 
ব্যয়ের

  সঠিক উত্তর: (খ)

২১.
কিসের কারণে ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্খিত ফলাফল না পাওয়ার সম্ভাবনা দেখা দেয়?
Ο ক) 
ভাগ্যের
Ο খ) 
ব্যবস্থাপনার
Ο গ) 
অনিশ্চয়তার
Ο ঘ) 
ঝুঁকির

  সঠিক উত্তর: (ঘ)

২২.
ব্যবসায় প্রতিষ্ঠানের অপ্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচার উপায় হলো-
i. ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহ বিচার –বিশ্লেষণ করা
ii. বিশ্লেষণ অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা
iii. দক্ষ,অভিজ্ঞ ও সৎ কর্মী নিয়োগ দেয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৩.
বিনিয়োগকারীর বিনিয়োগ সংশ্লিষ্ট ঝুঁকি-
i. হ্রাসযোগ্য
ii. পরিমাপযোগ্য
iii. পরিহারযোগ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
সুদের হারের পরিবর্তনের কারণে বিনিযোগের মূল্য কমার সম্ভাবনাকে কী বলা হয়?
Ο ক) 
ব্যবসায়িক ঝুঁকি
Ο খ) 
আর্থিক ঝুঁকি
Ο গ) 
তারল্য ঝুঁকি
Ο ঘ) 
সুদ হারের ঝুঁকি

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
তিতাস গ্রুপ আশা করেছিল ২০১২ সালে ২০% নিট মুনাফা করবে। কিন্তু বছর শেষে ধেখে প্রতিষ্ঠানটির প্রকৃত লাভ হলো ১৫%। এখানে ৫% বিচ্যুতিকে কী বলা য়ায়?
Ο ক) 
অনিশ্চয়তার উৎস
Ο খ) 
ঝুঁকির উৎস
Ο গ) 
নিট ক্ষতি
Ο ঘ) 
নিট ব্যবধান

  সঠিক উত্তর: (খ)

২৬.
বাজারে সুদের হার বাড়লে বন্ডের দাম কীরূপ হয়?
Ο ক) 
বাড়ে
Ο খ) 
কমে
Ο গ) 
সমান থাকে
Ο ঘ) 
কোনোটি নয়

  সঠিক উত্তর: (খ)

২৭.
ব্যবসায় প্রতিষ্ঠানে প্রত্যাশিত ফলাফলের তুলনায় প্রকৃত ফলাফল কম-বেশি হয় কেন?
Ο ক) 
অনিশ্চয়তা
Ο খ) 
আমদানি স্বল্পতা
Ο গ) 
তারল্য সংকট
Ο ঘ) 
সুদের হার হ্রাস

  সঠিক উত্তর: (ক)

২৮.
ঝুঁকি পরিমাজের জন্যে কোনটি ব্যবহার কজরা হয়?
Ο ক) 
গড় ব্যবধান
Ο খ) 
গড়
Ο গ) 
মধ্যক
Ο ঘ) 
আদর্শ বিচ্যুতি

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
সুদের হারের পরিবর্তনের সাথে সাথে কোটির মূল্য ওঠা-নামা করে?
Ο ক) 
পণ্যদ্রব্যের
Ο খ) 
শেয়ারের
Ο গ) 
বন্ডের
Ο ঘ) 
অর্থের3

  সঠিক উত্তর:

৩০.
প্রত্যাশিত আয়ের পরিবর্তনশীলতা হলো-
Ο ক) 
মূলধন লাভ
Ο খ) 
মূলধন ক্ষতি
Ο গ) 
ঝুঁকি
Ο ঘ) 
বাজার ঝুঁকি

  সঠিক উত্তর: (গ)

৩১.
ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনার জন্যে কোন কাজটি করা অত্যাবশ্যক?
Ο ক) 
অনিশ্চয়তা পরিমাপ করা
Ο খ) 
ঝুঁকিমুক্ত বিনিযোগ করা
Ο গ) 
ঝুঁকি পরিমাপ করা
Ο ঘ) 
ব্যবসায় সম্প্রসারণ

  সঠিক উত্তর: (গ)

৩২.
ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিটি সিদ্ধান্তের সাথে কী জড়িত থাকে?
Ο ক) 
মুনাফা
Ο খ) 
লোকসান
Ο গ) 
ঝুঁকি
Ο ঘ) 
আয়

  সঠিক উত্তর: (গ)

৩৩.
কোন পদ্ধতিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের� মধ্যস্থিত মান গুলো বিবেচনা করা হয় না?
Ο ক) 
পরিসর পদ্ধতি
Ο খ) 
বাজার ঝুঁকি
Ο গ) 
উৎপাদন ঝুঁকি
Ο ঘ) 
মূলধন

  সঠিক উত্তর: (ক)

৩৪.
তারল্য ঝুঁকির সম্মুখীন হতে হয়-
i. শেয়ারহোল্ডারকে
ii. বন্ডহোল্ডারকে
iii. ডিবেঞ্চারহোল্ডারকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৫.
কীভাবে আর্থিক ঝুঁকির সৃষ্ট হয়?
Ο ক) 
পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে
Ο খ) 
দায় পরিশোধের অক্ষমতা থেকে
Ο গ) 
অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ সংগ্রহ কজরলে
Ο ঘ) 
ঋণ গ্রহণ থেকে বিরত থাকলে

  সঠিক উত্তর: (খ)

৩৬.
কোন ধরনের বিনিয়োগ নগদায়ন করা সময়সাধ্য ও ব্যয়বহুল হয়?
Ο ক) 
শেয়ার
Ο খ) 
ট্রেজারি বিল
Ο গ) 
ডিবেঞ্চার
Ο ঘ) 
ট্রেজারি বন্ড

  সঠিক উত্তর: (গ)

৩৭.
দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ইত্যাদি অবস্থা পরিবর্তনের ফলে বিনিয়োগকৃত সম্পত্তির মূল্য হ্রাস পাওয়ার সম্ভাবনা থেকে যে ঝুঁকির উদ্ভব হয় তাকে কোন ঝুঁকি বলে?
Ο ক) 
বাজার ঝুঁকি
Ο খ) 
বিনিয়োগ ঝুঁকি
Ο গ) 
খাঁটি ঝুঁকি
Ο ঘ) 
তারল্য ঝুঁকি

  সঠিক উত্তর: (ক)

৩৮.
পণ্যের প্রকৃত চাহিদা অনুমেয় চাহিদা হতে কম হলে-
i. বিক্রয়ের পরিমাণ কম হবে
ii. মুনাফা স্থিতিশীল থাকবে
iii. মুনাফার পরিমাণ কম হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৯.
শেয়ার থেকে প্রাপ্ত আয় সবচেয়ে বেশি ঝুঁকিবহুল আয় হিসেবে গণ্য হয় কেন?
Ο ক) 
এ আয় নির্দিষ্ট থাকে
Ο খ) 
এ আয় নির্দিষ্ট থাকে না
Ο গ) 
এ আয়ে অনেক ব্যয় হয়
Ο ঘ) 
এ আযে অনেক সময় লাগে

  সঠিক উত্তর: (খ)

৪০.
নিচের কোনটিকে ঝুঁকি বলা যায় না?
Ο ক) 
তেলের মূল্য বৃদ্ধির সম্ভাবনা
Ο খ) 
চাহিদা কমার সম্ভাবনা
Ο গ) 
প্রত্যাশিত লাভ না হওয়ার সম্ভাবনা
Ο ঘ) 
সাইক্লোনের সম্ভাবনা

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
ঝুঁকির আরেকটি ধারণা হল-
Ο ক) 
সমতা
Ο খ) 
উত্থান-পতন
Ο গ) 
নিরাপত্তা
Ο ঘ) 
স্থিতিশীলত

  সঠিক উত্তর: (খ)

৪২.
ঝুঁকি পরিমাপের সহজ-সরল পদ্ধতি কোনটি?
Ο ক) 
পরিসর
Ο খ) 
বাজার ঝুঁকি
Ο গ) 
উৎপাদন ঝুঁকি
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

৪৩.
আয়ের উত্থান-পতনের সাথে ঝুঁকির সম্পর্ক কীরূপ?
Ο ক) 
আয়ের উত্থান-পতন যত বেশি হবে ঝুঁকিও তত বেশি
Ο খ) 
আয়ের উত্থান- পতন হলেও তা ঝুঁকি নির্দেশ করে না
Ο গ) 
আয় সবসময় সমান থাকে বলে ঝুঁকিও সমান হয়
Ο ঘ) 
আয়ের উত্থান-পতন কম হলে ঝুঁকির অত্যাধিকতা নির্দেশ করে

  সঠিক উত্তর: (ক)

৪৪.
‘‘কোনো বিনিয়োগ হতে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত আয় বা লেঅকসানের অভিজ্ঞতাকে রিটার্ন বলে।’’-উক্তিটি কার?
Ο ক) 
খান ও জেইল
Ο খ) 
এল.জে.গিটম্যান
Ο গ) 
জন জে.হাম্পটন
Ο ঘ) 
ওয়েস্টন এবং ব্রিগহাম

  সঠিক উত্তর: (খ)

৪৫.
বিচ্যুতি থেকে কোনটি সৃষ্টি হয়?
Ο ক) 
ঝুঁকি
Ο খ) 
অনিশ্চয়তা
Ο গ) 
গড়মিল
Ο ঘ) 
লাভ-লোকসান

  সঠিক উত্তর: (ক)

৪৬.
ঝুঁকিমুক্ত আয় হলো-
i.ট্রেজারি বিল
ii. শেয়ার
iii. বন্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪৭.
নিচের কোনটি ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ?
Ο ক) 
শেয়ার হতে প্রাপ্ত আয়
Ο খ) 
ব্যবসায় হতে প্রাপ্ত আয়
Ο গ) 
লগ্নি হতে প্রাপ্ত আয়
Ο ঘ) 
ট্রেজারি বন্ড হতে প্রাপ্ত আয়

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্যে কোন ধরনের ব্যয়ের সৃষ্টি হয়?
Ο ক) 
প্রত্যক্ষ ব্যয়
Ο খ) 
পরোক্ষ ব্যয়
Ο গ) 
স্থায়ী ব্যয়
Ο ঘ) 
পরিচালনা ব্যয়

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
সুদের হারের পরিবর্তনের কারণে ‍বিণিয়োগের মূল্য কমার সম্ভাবনাকে কী বলা হয়?
Ο ক) 
ব্যবসায়িক ঝুঁকি
Ο খ) 
আর্থিক ঝুঁকি
Ο গ) 
সুদ হারের ঝুঁকি
Ο ঘ) 
তারল্য ঝুঁকি

  সঠিক উত্তর: (গ)

৫০.
বন্যা, খরা, অগ্নিকান্ড, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কারণে কোন ধরনের ঝুঁকির উদ্ভব হয়?
Ο ক) 
ব্যবসায়িক ঝুঁকি
Ο খ) 
কারবারি ঝুঁকি
Ο গ) 
কোম্পানির ঝুঁকি
Ο ঘ) 
সম্পত্তিগত ঝুঁকি

  সঠিক উত্তর: (ক)

৫১.
নিচের কোটি থেকে ঝুঁকির সৃষ্টি হয়-
Ο ক) 
ব্যবসায়
Ο খ) 
অর্থ
Ο গ) 
বিনিয়োগ
Ο ঘ) 
অনিশ্চয়তা

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
কোনো বিনিয়োগকারী ১০০০ টাক বিনিয়োগ করে ৫০০ টাকা লাভ আশা করে যদি ৬০০ টাকা পায় সেক্ষেত্রে কত টাকা ঝুঁকির উৎস বলে বিবেচিত হবে?
Ο ক) 
৫০০
Ο খ) 
৬০০
Ο গ) 
১০০
Ο ঘ) 
১৬০০

  সঠিক উত্তর: (গ)

৫৩.
ব্যবসায় শুরুর পূর্বে কোনটি অত্যাবশ্যক?
Ο ক) 
কর্মী নির্বাচন
Ο খ) 
বাজার চাহিদা নিরূপণ
Ο গ) 
সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনা
Ο ঘ) 
পণ্যের আমদানি নির্ভরতা

  সঠিক উত্তর: (খ)

৫৪.
যে সকল আয়ের সাথে ঝুঁকি জড়িত থাকে সেগুলোকে কী বলে?
Ο ক) 
ঝুঁকিবহুল আয়
Ο খ) 
নিশ্চিত আয়
Ο গ) 
অনিশ্চিত আয়
Ο ঘ) 
ঝুঁকিবিহীন আয়

  সঠিক উত্তর: (ক)

৫৫.
অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগৃহীত হলে কোন কাজটি ঐচ্ছিক হয়?
Ο ক) 
প্রতিষ্ঠন পরিচালনা
Ο খ) 
মুনাফা অর্জন
Ο গ) 
মুনাফা বন্টন
Ο ঘ) 
অর্থায়নের নিরাপত্তা

  সঠিক উত্তর: (গ)

৫৬.
কোন মূলধন ব্যবহার করলে সুদ ও আসল টাকা পরিশোধের দায় সৃষ্টি হয়?
Ο ক) 
ঋণ মূলধন
Ο খ) 
আর্থিখঝুঁকি
Ο গ) 
মূলধন
Ο ঘ) 
ঝুঁকি

  সঠিক উত্তর: (ক)

৫৭.
ব্যবসায় প্রতিষ্ঠানের সার্বিক উদ্দেশ্য সাধনে রয়েছে-
i. সিদ্ধান্ত গ্রহণের প্রভাব
ii. পরিচালনাগত প্রভাব
iii. ঝুঁকির প্রভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৫৮.
ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়-
i. অফিস ভাড়া বেশি হলে
ii. বিমা খরচ বেশি হলে
iii. ঋণের টাকা বেশি হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৯.
কোনো বিনিয়োগ থেকে গত তিন বছর ৮%, ১২% ও ১৪% হারের কীরূপ আয় হিসেবে বিবেচিত হবে?
Ο ক) 
ঝুঁকিমুক্ত আয়
Ο খ) 
বকেয়া আয়
Ο গ) 
ঝুঁকিযুক্ত
Ο ঘ) 
অগ্রিম আয়

  সঠিক উত্তর: (ক)

৬০.
ঝুঁকি পরিমাপের সর্বোৎকৃষ্ট পদ্ধতি কোনটি?
Ο ক) 
পরিসর পদ্ধতি
Ο খ) 
পরিমিত ব্যবধান পদ্ধতি
Ο গ) 
মূলধন
Ο ঘ) 
বাজার ঝুঁকি

  সঠিক উত্তর: (খ)

৬১.
যে প্রতিষ্ঠানের ঋণ মূলধন বেশি সে প্রতিষ্ঠনের-
Ο ক) 
আর্থিক ঝুঁকি কম
Ο খ) 
আর্থিক ঝুঁকি বেশি
Ο গ) 
মৌলিক ঝুঁকি বেশি
Ο ঘ) 
ব্যবসায়িক ঝুঁকি বেশি

  সঠিক উত্তর: (খ)

৬২.
সব অনিশ্চয়তাই-
Ο ক) 
ঝুঁকি
Ο খ) 
ঝুঁকি নয়
Ο গ) 
ঝুঁকির কাছাকাছি
Ο ঘ) 
মোটামুটি ঝুঁকি

  সঠিক উত্তর: (খ)

৬৩.
ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
কীভাবে অপ্রত্যাশিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়?
Ο ক) 
ক্ষতির পরে ব্যবস্থা নিলে
Ο খ) 
কম প্রকল্প হাতে নিলে
Ο গ) 
ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা বিচার করে ব্যবস্থা গ্রহণ করলে
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (গ)

৬৫.
মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেলের সাথে সম্পকৃক্ত-
i .আয়ের হার
ii. ঝুঁকিহীন সুদের হার
iii. ঝুঁকির প্রিমিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করপ যায় তাকে কী বলে?
Ο ক) 
ঝুঁকি
Ο খ) 
অনিশ্চয়তা
Ο গ) 
নিট লাভ
Ο ঘ) 
নিট ক্ষতি

  সঠিক উত্তর: (ক)

৬৭.
কোনো ব্যক্তি কারখানায় কাজ করাকালীন আহত বা নিহত হলে তার ক্ষতিপূরণ কে বহন করে?
Ο ক) 
সরকার
Ο খ) 
রাজনৈতিক দল
Ο গ) 
প্রতিষ্ঠান
Ο ঘ) 
পরিবার

  সঠিক উত্তর: (গ)

৬৮.
কোনো নির্দিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানের সামগ্রিক ঝুঁকি থেকে কোন ঝুঁকির উদ্ভব হয়?
Ο ক) 
বাজার ঝুঁকি
Ο খ) 
আর্থিক ঝুঁকি
Ο গ) 
লাভের প্রবণতা
Ο ঘ) 
খাঁটি ঝুঁকি

  সঠিক উত্তর: (খ)

৬৯.
একজন বিনিয়োগকারীর বিনিয়োগের সময় চিন্তা করতে হয়-
i. প্রত্যাশিত নগদ প্রবাহ
ii. অনিশ্চয়তার সম্ভাবনা
iii. সম্ভাব্য মুনাফার হার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭০.
সুদের হার কমলে বিনিয়োগের বাজার মূল্যে কীরূপ প্রভাব পড়ে?
Ο ক) 
বাজারমূল্য কমে যায়
Ο খ) 
বাজারমূল্য বেড়ে যায়
Ο গ) 
বাজারমূল্য স্থিতিশীল থাকে
Ο ঘ) 
বাজারমূল্য অপরিবর্তিত থাকে

  সঠিক উত্তর: (খ)

৭১.
মি.পাটোয়ারির ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে উচিত হবে-
i. ঝুঁকিসমূহ চিহ্নিত করা
ii. ঝুঁকি পরিমাপ করা
iii. অনিশ্চয়তা পরিহার করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর:

৭২.
শেয়ার বাজারে� কোনটির ক্রেতা সহজে পাওয়া যায়?
Ο ক) 
বোনাস শেয়ারের
Ο খ) 
বন্ডের
Ο গ) 
ডিবেঞ্চারের
Ο ঘ) 
সাধারণ শেয়ারের

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
প্রাকৃতিক ও মানবিক অনিশ্চয়তা হতে কোন ধরনের ঝুঁকির উদ্ভব হয়?
Ο ক) 
সম্পত্তিগত ঝুঁকি
Ο খ) 
ব্যক্তিগত ঝুঁকি
Ο গ) 
কারবারি ঝুঁকি
Ο ঘ) 
কোম্পাণি ঝুঁকি

  সঠিক উত্তর: (গ)

৭৪.
কোনো বিনিয়োগ হতে প্রাপ্ত মোট নগদ সুবিধাকে কী বলে?
Ο ক) 
সাধারণ রিটার্ন
Ο খ) 
সাধারণ সম্পর্ক
Ο গ) 
সাধারণ বিনিয়োগ
Ο ঘ) 
বাজার ঝুঁকি

  সঠিক উত্তর: (ক)

৭৫.
সরকার কর্তৃক ইস্যুকৃত ক্ষেত্রে বিনিয়োগ কী হিসেবে পরিগণিত?
Ο ক) 
ঝুঁকি
Ο খ) 
ঝুঁকিমুক্ত
Ο গ) 
অধিক লাভজনক
Ο ঘ) 
অনিশ্চিত

  সঠিক উত্তর: (খ)

৭৬.
সুদের হারের ঝুঁকি হল-
Ο ক) 
সুদের হারের সাথে বিনিয়োগের মূল্য কমার সম্ভাবনা
Ο খ) 
সুদের হারের সাথে বিনিয়োগের মূল্য বাড়ার সম্ভাবনা
Ο গ) 
মুনাফার হারের সাথে বিনিয়োগের মূল্য বাড়ার সম্ভাবনা
Ο ঘ) 
বিক্রয়ের হারের সাথে বিনিয়োগের মূল্য বাড়ার সম্ভাবনা

  সঠিক উত্তর: (ক)

৭৭.
কখন পর্যাপ্ত মুনাফা অর্জন সম্ভব হয় না?
Ο ক) 
প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয় থেকে কম হলে
Ο খ) 
উৎপাদন বেশি হলে
Ο গ) 
বিক্রয় বেশি হলে
Ο ঘ) 
ঝুঁকি কম হলে

  সঠিক উত্তর: (ক)

৭৮.
বিনিয়োগ হতে প্রত্যাশিত লক্ষ্য বা আয় অর্জিত না হওয়ার সম্ভাবনাকে কী বলে?
Ο ক) 
ঝুঁকি
Ο খ) 
লাভ
Ο গ) 
ক্ষতি
Ο ঘ) 
সুদ

  সঠিক উত্তর: (ক)

৭৯.
ঝুঁকি মূল্যায়ন করা যায়-
i. গড় ও বিশ্লেষণ করে
ii. পরিসর করে
iii. সম্ভাবনা বিন্যাস করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
iও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
কখন বিভিন্ন রকম পরিচালনা ব্যয়ের সৃষ্টি হয়?
Ο ক) 
শিক্ষা ক্ষেত্রে
Ο খ) 
প্রতষ্ঠান চালানোর ক্ষেত্রে
Ο গ) 
বাড়ি তৈরিতে
Ο ঘ) 
ঝুঁকিথাকলে

  সঠিক উত্তর: (খ)

৮১.
�কোনো কোম্পানির পরিচালনা খরচ মেটানোর সক্ষমতা নির্ভর করে-
i. বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতার ওপর
ii. পরিচালনা খরচের মিশ্রমের ওপর
iii. স্থায়ী ও চলতি খরচের অনুপাতের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
ব্যবসায় ক্ষেত্রে প্রতিনিয়ত কী বিদ্যমান থাকে?
Ο ক) 
অনিশ্চয়তা
Ο খ) 
মুনাফা
Ο গ) 
ব্যয়
Ο ঘ) 
ব্যর্থতা

  সঠিক উত্তর: (ক)

৮৩.
কোনটি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে শুরু করে বিনিয়োগকারী পর্জন্ত সবাইকে লক্ষ্যে অর্জনে বাধা দেয়?
Ο ক) 
আয়
Ο খ) 
ঝুঁকি
Ο গ) 
ক্ষতি
Ο ঘ) 
আদর্শ বিচ্যুতি

  সঠিক উত্তর: (খ)

৮৪.
কোন ঝুঁকি পরিবর্তন করে মূলধন কাঠামো পরিবর্তন করা যায়?
Ο ক) 
আর্থিক ঝুঁকি
Ο খ) 
রাজনৈতিক ঝুঁকি
Ο গ) 
বাজার ঝুঁকি
Ο ঘ) 
উৎপাদন ঝুঁকি

  সঠিক উত্তর: (ক)

৮৫.
ঋণ মূলধন ব্যবহার করলে কী কী দায় উদ্ভব হয়?
i. সুদ
ii. আসল অর্থ
iii. মুনাফা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৮৬.
পরিমিত ব্যবধান, পরিসর, বিভেদাঙ্ক এসব পদ্ধতির মাধ্যমে কোনটি পরিমাপ করা যায়?
Ο ক) 
অর্থনৈতিক অনিশ্চয়তা
Ο খ) 
প্রাকৃতিক অনিশ্চয়তা
Ο গ) 
মানবীয় অনিশ্চয়তা
Ο ঘ) 
ঝুঁকি

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
সাধারণত কোম্পানি নিয়মিত নগদ প্রবাহ দিয়ে প্রতি বছর কী প্রদান করে থাকে?
Ο ক) 
মূলধন
Ο খ) 
বাহ্যিক ঋণ মুলধন
Ο গ) 
সুদ
Ο ঘ) 
আর্থিক

  সঠিক উত্তর: (গ)

৮৮.
ব্যবসায় প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের মধ্যে থাকে-
i. গরমিল
ii. বিচ্যুতি
iii. অনিশ্চয়তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৯.
ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকাণ থেকে ঝুঁকির উৎস হচ্ছে-
i. তারল্য ঝুঁকি
ii. আর্থিক ঝুঁকি
iii. ব্যবসায়িক ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৯০.
প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম বা বেশি হয় কেন?
Ο ক) 
ঝুঁকির কারণে
Ο খ) 
অনিশ্চয়তার কারণে
Ο গ) 
গড়মিলের কারণে
Ο ঘ) 
পরিচালনার কারণে

  সঠিক উত্তর: (গ)

৯১.
ঝুঁকি সৃষ্টি হতে পারে-
i. আয় প্রত্যাশা থেকে বেশি হলে
ii. আয় প্রত্যাশা থেকে কম হলে
iii. আয় প্রত্যাশা থেকে সমান হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i, ii ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৯২.
ব্যবসায় প্রতিষ্ঠানে কখন মুনাফা অর্জনের ঝুঁকি সৃষ্টি হয়?
Ο ক) 
প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয়ের সমান হলে
Ο খ) 
প্রকৃত বিক্রয় অনমেয় বিক্রয় থেকে বেশি হলে
Ο গ) 
প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয়ের কাছাকাছি হলে
Ο ঘ) 
প্রকৃত বিক্রয় অনমেয় বিক্রয় থেকে খুব কম হলে

  সঠিক উত্তর: (ঘ)

৯৩.
�ঝুঁকি ও আয়ের মধেক্য কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?
Ο ক) 
সাধারণ সম্পর্ক
Ο খ) 
ধনাত্মক
Ο গ) 
ঋণাত্মক
Ο ঘ) 
বাজার ঝুঁকি

  সঠিক উত্তর: (খ)

৯৪.
ব্যবসায়ের পরিচালনা ব্যয় হলো-
i. কাঁচামাল ক্রয়
ii. অফিস ভাড়া
iii. বীমা খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৫.
বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে কয় ধরণের ঝুঁকি পরিলক্ষিত হয়?
Ο ক) 
দুই ধরনের
Ο খ) 
তিন ধরনের
Ο গ) 
চার ধরনের
Ο ঘ) 
পাঁচ ধরনের

  সঠিক উত্তর: (ক)

৯৬.
�প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় বেশি হলেও কিসের সৃষ্টি হতে পারে?
Ο ক) 
ক্ষতির
Ο খ) 
ঝুঁকির
Ο গ) 
উৎপাদন
Ο ঘ) 
নিশ্চয়তা

  সঠিক উত্তর: (খ)

৯৭.
নিচের কোটি ঝুঁকি নয়?
Ο ক) 
ঝুঁকি
Ο খ) 
অনিশ্চয়তা
Ο গ) 
আয়
Ο ঘ) 
সম্পদ

  সঠিক উত্তর: (খ)

৯৮.
ভোক্তার রুচি ও চাহিদার পরিবর্তন, অর্থনৈতিক অবস্থার� ওঠানামা ইত্যাদি কারণে কারবারে মূলধনের ক্ষতির সম্ভাবনাকে কী বলে?
Ο ক) 
খাঁটি ঝুঁকি
Ο খ) 
সম্পত্তির ঝুঁকি
Ο গ) 
আর্থিক ঝুঁকি
Ο ঘ) 
বাজার ঝুঁকি

  সঠিক উত্তর: (গ)

৯৯.
ঝুঁকিবহুল প্রতিযোগিতমূলক অর্থনৈতিক ব্যবসায় ঝুঁকি সংকোচনে কোটির ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ?
Ο ক) 
মূলধন
Ο খ) 
বিমা
Ο গ) 
সম্ভাবনা
Ο ঘ) 
বিনিয়োগ

  সঠিক উত্তর: (খ)

১০০.
কোন আয়কে ঝুঁকি জড়িত সেসব আয়কে কোন ধরনের আয় বলা হয়?
Ο ক) 
বন্ডে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়কে
Ο খ) 
ব্যবসায়ে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়কে
Ο গ) 
শেয়ার বিনিয়োগকৃত প্রাপ্ত আয়কে
Ο ঘ) 
সঞ্চয়পত্রে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়কে

  সঠিক উত্তর: (ঘ)

১০১.
সর্বোচ্চ ও সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রত্যাশিত ফলাফল বা আয়ের পার্থক্যকে কী বলে?
Ο ক) 
বাজার ঝুঁকি
Ο খ) 
উৎপাদন ঝুঁকি
Ο গ) 
পরিসর
Ο ঘ) 
মূলধন

  সঠিক উত্তর: (গ)

১০২.
ঝুঁকিহ্রাস করার জন্যে কোম্পানি কোন কৌশল গ্রহণ করতে পারে?
Ο ক) 
গুদামজাতকরণ
Ο খ) 
কম মূল্যে বিক্রয়
Ο গ) 
অগ্রিম বিক্রয়
Ο ঘ) 
বিজ্ঞাপন প্রচার

  সঠিক উত্তর: (গ)

১০৩.
প্রত্যাশিত আয় থেকৈ প্রকৃত আয়ের কোন উপাদানটি বেশি হলে ঝুঁকি বাড়ে?
Ο ক) 
সম্ভাবনা
Ο খ) 
অনিশ্চয়তা
Ο গ) 
বিচ্যুতি
Ο ঘ) 
ত্রুটি

  সঠিক উত্তর: (গ)

১০৪.
বন্ড ও ডিবেঞ্চারের মালিকগণ তারল্য ঝুঁকির সম্মুখীন হয়। কারণ-
i. বন্ড-ডিবেঞ্চারের ক্রেতা সহজে পাওয়া যায় না
ii. যুক্তসঙ্গত মূল্যে বন্ড-ডিবেঞ্চার বিক্রয় করা কষ্টসাধ্য
iii. বন্ড-ডিবেঞ্চারের মূল্য সুদের হার ওঠা-নামার ওপর নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৫.
প্রত্যাশার বেশি লাভ হলে সেটি কেন ঝুঁকির উৎস বলে বিবেচিত হবে?
Ο ক) 
অধিক আয়ের কারণ অজানা বলে
Ο খ) 
আয় বেশি বলে
Ο গ) 
অধিক অর্থ মানেই অধিক ঝুঁকি
Ο ঘ) 
কম অর্থ মানেই কম ঝুঁকি

  সঠিক উত্তর: (ক)

১০৬.
ঝুঁকি পরিমাপ করা হয়-
i. বিভিন্ন কৌশল অবলম্বন করে
ii. সঠিক পরিকল্পনার মাধ্যমে
iii. প্রতিষ্ঠানের ব্যয় কমিয়ে এন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৭.
হস্তান্তরযোগ্য ও হস্তান্তর অযোগ্য ঝুঁকির সমষ্টিকে কী বলে?
Ο ক) 
বাজার ঝুঁকি
Ο খ) 
খাঁটি ঝুঁকি
Ο গ) 
কর ঝুঁকি
Ο ঘ) 
মোট ঝুঁকি

  সঠিক উত্তর: (ঘ)

১০৮.
কীসের উপর ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন নির্ভরশীল?
Ο ক) 
পণ্যের বাজার চাহিদা
Ο খ) 
মালিকানার ধরন
Ο গ) 
শিক্ষা ও অভিজ্ঞতা
Ο ঘ) 
বস্তুগত সম্পদের মোহ

  সঠিক উত্তর: (ক)

১০৯.
খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কাকে কী বলে?
Ο ক) 
অনিশ্চয়তা
Ο খ) 
ঝুঁকি
Ο গ) 
বিপদ
Ο ঘ) 
ক্ষতি

  সঠিক উত্তর: (খ)

১১০.
নিচের কোনটি পরিমাপযোগ্য নয় কিন্তু অনুমান করা যায়?
Ο ক) 
আয়
Ο খ) 
ব্যয়
Ο গ) 
ঝুঁকি
Ο ঘ) 
অনিশ্চয়তা

  সঠিক উত্তর: (ঘ)

১১১.
কোম্পানির লভ্যাংশ প্রদান কীসের উপর নির্ভর করে?
Ο ক) 
স্থায়ী সম্পত্তির উপর
Ο খ) 
অর্জিত মুনাফার উপর
Ο গ) 
বিনিয়োগকারীর বিনিয়োগের উপর
Ο ঘ) 
নিজস্ব মূলধনের উপর

  সঠিক উত্তর: (খ)

১১২.
আসলাম সাহেবের প্রকল্পের গত পাঁচ বছরের গড় আয় ১৬% । আর মোট ব্যবধানের বর্গ ৮৪০। তার প্রকল্পের ঝুঁকির পরিমাণ কত?
Ο ক) 
১২.৪০%
Ο খ) 
১৪.৪৯%
Ο গ) 
১৬.৫৫%
Ο ঘ) 
১৮.৮৮%

  সঠিক উত্তর: (খ)

১১৩.
ঝুঁকিবহুল আয়ের উদাহরণ হলো-
i. ব্যাংকের স্থায়ী আমানত থেকে প্রাপ্ত সুদ
ii. শেয়ার বাজার থেকে প্রাপ্ত আয়
iii. বৈদেশিক বাণিজ্য থেকে প্রাপ্ত আয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii

Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১৪.
কোন মূলধনের জন্য সুদ প্রদান বাধ্যতামূলক?
Ο ক) 
স্থায়ী মূলধন
Ο খ) 
চলতি মূলধন
Ο গ) 
ঋণ মূলধন
Ο ঘ) 
বিনিয়োগকৃত মূলধন

  সঠিক উত্তর: (গ)

১১৫.
কীসের ওপর ব্যবসায় প্রতষ্ঠানের মুনাফা অর্জন নির্ভর করে?
Ο ক) 
ক্রয় দক্ষতার ওপর
Ο খ) 
বিক্রয় দক্ষতার ওপর
Ο গ) 
পণ্যের বাজার চাহিদার ওপর
Ο ঘ) 
সঠিক পরিকল্পনার ওপর

  সঠিক উত্তর: (গ)

১১৬.
ঝুঁকির পরিমাপ করা হয়-
i. বিভিন্ন কৌশল অবলম্বন করে
ii. সঠিক পকিল্পনার মাধ্যমে
iii. প্রতিষ্ঠানের ব্যয় কমিয়ে এনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১৭.
প্রত্যাশা হতে বিচ্যুতির যে সম্ভাবনা তাই মূলত কী?
Ο ক) 
রিটার্ন
Ο খ) 
ঝুঁকির
Ο গ) 
লাভ
Ο ঘ) 
লোকসান

  সঠিক উত্তর: (খ)

১১৮.
ব্যবসায়িক ঝুঁকির উৎস হলো-
i. বিক্রয় মূল্য পরিবর্তন
ii. বিক্রয়ের পরিমাণ পরিবর্তন
iii. অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৯.
ঝুঁকি হ্রাস করার জন্যে কোম্পানি কোন কৌশল গ্রহণ করতে পারে?
Ο ক) 
গুদামজাতকরণ
Ο খ) 
কম মূল্যে বিক্রয়
Ο গ) 
অগ্রিম বিক্রয়
Ο ঘ) 
বিজ্ঞাপন প্রচার

  সঠিক উত্তর: (গ)

১২০.
নিচের কোনটি থেকে প্রাপ্ত আয় সবচেয়ে ঝুছকিবহুল?
Ο ক) 
ট্রেজারি বিল
Ο খ) 
বন্ড
Ο গ) 
সাধারণ শেয়ার
Ο ঘ) 
ব্যবসায়

  সঠিক উত্তর: (গ)

১২১.
অনিশ্চয়তাকে কমানো যায় না কেন?
Ο ক) 
পরিমাপ করা যায় না বলে
Ο খ) 
পরিমাপ করা যায় বলে
Ο গ) 
অনেক বেশি বলে
Ο ঘ) 
অনিশ্চয়তা পরিমাপযোগ্য তাই

  সঠিক উত্তর: (ক)

১২২.
কোনো কোম্পানির পরিচালনা খরচ মেটানোর সক্ষমতা নির্ভর করে-
i. বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতার ওপর
ii. পরিচালনা খরচের মিশ্রণের ওপর
iii. স্থায়ী ও চলতি খরচের অনুপাতের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৩.
�যে প্রতিষ্ঠানের ঋণ মূলধন বেশি সে প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি বেশি হওয়ার কারণ কী?
Ο ক) 
ঋণ মূলধ ব্যবসায়ের জন্যে অমঙ্গলজনক
Ο খ) 
ঋণ মূলধনের জন্যে সুদ প্রদান করা বাধ্যতামূলক নয়
Ο গ) 
ঋণ মূলধনের সুদ প্রদান করা বাধ্যতামূলক
Ο ঘ) 
ঋণ মূলধনের স্থায়িত্ব শেয়ার মূলধন থেকে বেশি

  সঠিক উত্তর: (গ)

১২৪.
মানুষের ব্যক্তিগত জীবনে প্রতিনিয়ত কী বিদ্যমান থাকে?
Ο ক) 
অনিশ্চায়তা
Ο খ) 
লাভ
Ο গ) 
ক্ষতি
Ο ঘ) 
বিপদ

  সঠিক উত্তর: (ক)

১২৫.
ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ হলো-
i. শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করা
ii. সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল ক্রয করা
iii. জাতীয় সঞ্চয়পত্র ক্রয় করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১২৬.
কে ট্রেজারি বিল ইস্যু করেন?
Ο ক) 
বাণিজ্যমন্ত্রী
Ο খ) 
ব্যবস্থাপনা পরিচালক
Ο গ) 
সরকার
Ο ঘ) 
স্বরাষ্ট্রমন্ত্রী

  সঠিক উত্তর: (গ)

১২৭.
ঝুঁকি সৃষ্টির উৎস কী?
Ο ক) 
প্রত্যাশিত ফলাফলের গরমিল
Ο খ) 
প্রাপ্ত ফলাফলের গরমিল
Ο গ) 
প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের গরমিল
Ο ঘ) 
মূলধন ও উত্তোলনের গরমিল

  সঠিক উত্তর: (গ)

১২৮.
পরিচালনা ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি তৈরি হয়?
Ο ক) 
ব্যবসায়িক ঝুঁকি
Ο খ) 
আর্থিক ঝুঁকি
Ο গ) 
মৌলিক ঝুঁকি
Ο ঘ) 
ফটকা ঝুঁকি

  সঠিক উত্তর: (ক)

১২৯.
বহি:স্থ উৎস থেকে অর্থায়ন করলে কোনর ধরনের ঝুঁকি সৃষ্টি হয়?
Ο ক) 
আর্থিক ঝুঁকি
Ο খ) 
মৌলিক ঝুঁকি
Ο গ) 
ফটকা ঝুঁকি
Ο ঘ) 
ব্যবসায়িকক ঝুঁকি বেশি

  সঠিক উত্তর: (ক)

১৩০.
কোনটি পরিমাপযোগ্য নয় কিন্তু অনুমান কারা যায়?
Ο ক) 
আয়
Ο খ) 
ব্যয়
Ο গ) 
ঝুঁকি
Ο ঘ) 
অনিশ্চয়তা

  সঠিক উত্তর: (ঘ)

১৩১.
একটি মাত্র বিনিয়োগ প্রকল্পের ঝুঁকিকে সাধারণত কী বলে?
Ο ক) 
ঝুঁকি
Ο খ) 
একক ঝুঁকি
Ο গ) 
লাভ
Ο ঘ) 
লোকসান

  সঠিক উত্তর: (খ)

১৩২.
যখন ভবিষ্যতের কোন ঘটনার সঠিকভাবে পূর্বানুমান করা যায় না তখন তাকে কী বলে?
Ο ক) 
অনিশ্চয়তা
Ο খ) 
ব্যক্তিগত ঝুঁকি
Ο গ) 
বাজার ঝুঁকি
Ο ঘ) 
রাজনৈতিক ঝুঁকি

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
ঋণকৃত মূলধন পরিশোধের অক্ষমতার অনিশ্চয়তার থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে কী বলে?
Ο ক) 
তারল্য ঝুঁকি
Ο খ) 
সুদ হার ঝুঁকি
Ο গ) 
আর্থিক ঝুঁকি
Ο ঘ) 
ব্যবসায়িক ঝুঁকি

  সঠিক উত্তর: (গ)

১৩৪.
বিভিন্ন কৌশল প্রয়োগ করে কমানো যায়-
i. সম্ভাব্য ক্ষতির পরিমাণ
ii. ঝুঁকির পরিমাণ
iii. অনিশ্চয়তা পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও iii
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩৫.
কোনটি ঝুঁকিবহুল আয় হিসেবে পরিগণিত হয়?
Ο ক) 
ট্রেজারি বিল
Ο খ) 
ট্রেজারি বন্ড
Ο গ) 
প্রাইজ বন্ড
Ο ঘ) 
শেয়ার

  সঠিক উত্তর: (ঘ)

১৩৬.
ব্যবসায় পতিষ্ঠানে ঝুঁকি সৃষ্টি হয় কোথা থেকে?
Ο ক) 
পণ্য নির্ধারণ
Ο খ) 
বিনিয়োগ
Ο গ) 
অবস্থান নির্ধারণ
Ο ঘ) 
বিচ্যুতি

  সঠিক উত্তর: (ঘ)

১৩৭.
শেয়ার থেকে প্রাপ্ত আয় সবচেয়ে বেশি ঝুঁকি বাহুল আয় হিসেবে গণ্য হয় কেন?
Ο ক) 
এ আয় নির্দিষ্ট থাকে
Ο খ) 
এ আয় নির্দিষ্ট থাকে না
Ο গ) 
এ আয় অনেক ব্যব হয়
Ο ঘ) 
এ আয়ে অনেক সময় লাগে

  সঠিক উত্তর: (খ)

১৩৮.
এনাম এন্ড এফছান কোম্পানি তাদের ৬ বছরের আয় ও ঝুঁকি গণনা করে দেখলে য়ে গড় থেকে ব্যবধানের বর্গের যোগফল ৮৪০। কোম্পানিটির ব্যবধানের গড় কত হবে?
Ο ক) 
১৪০
Ο খ) 
১৪৫
Ο গ) 
১৬০
Ο ঘ) 
১৬৮

  সঠিক উত্তর: (ঘ)

১৩৯.
ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্যের জায়গা হলো-
i. নিয়ন্ত্রণযোগ্যতা
ii. পরিমাপযোগ্য
iii. মুনাফার প্রভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i, ii ও iii
Ο গ) 
i
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৪০.
ঝুঁকি ব্যবস্থাপনার জন্য জরুরি হলো-
i. ঝুঁকির উৎস বের করা
ii. ঝুঁকির শ্রেণি বের করা
iii. ঝুঁকির জন্য অপেক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ঘ)

১৪১.
কোনটি দ্বারা ঝুঁকিমুক্ত বিনিয়োগের বৈশিষ্ট্য বোঝায়?
Ο ক) 
বিনিয়োগের বাজার মূল্য সুদের হারের ওপর নির্ভরশীল
Ο খ) 
বিনিয়োগের অনুমেয় আয় প্রকৃত আয় থেকে বেশি থাকে
Ο গ) 
বিনিয়োগের আয়ের পরিমাণ নির্দিষ্ট থাকে
Ο ঘ) 
বিনিয়োগের প্রকৃত আয় প্রত্যাশিত আয় থেকে কম হয়

  সঠিক উত্তর: (গ)

১৪২.
সংক্ষেপে কারবারে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাবেই-
Ο ক) 
মৌলিক ঝুঁকি বলে
Ο খ) 
ফটকা ঝুঁকি বলে
Ο গ) 
আর্থিক ঝুঁকি বলে
Ο ঘ) 
খাঁটি ঝুঁকি বলে

  সঠিক উত্তর: (গ)

১৪৩.
ঝুঁকি ব্যবস্থাপনায় কোনটি খুঁজে বের করতে হবে?
Ο ক) 
ঝুঁকির উৎস
Ο খ) 
ঝুঁকির শ্রেণি
Ο গ) 
ঝুঁকির উৎস ও শ্রেণি
Ο ঘ) 
ঝুঁকির কারণ

  সঠিক উত্তর: (গ)

১৪৪.
নিচের কোনটি অনিশ্চয়তার বৈশিষ্ট্য?
Ο ক) 
এটি নিয়ন্ত্রণযোগ্য
Ο খ) 
এটি নিয়ন্ত্রণযোগ্য নয়
Ο গ) 
এটি পরিমাপযোগ্য
Ο ঘ) 
এটি কমানো যায়

  সঠিক উত্তর: (খ)

১৪৫.
আদর্শ বিচ্যুতি নির্ণয় কী ধরনের পদ্ধতি?
Ο ক) 
গাণিতিক পদ্ধতি
Ο খ) 
জ্যামিতিক পদ্ধতি
Ο গ) 
অর্থায়ন পদ্ধতি
Ο ঘ) 
পরিসংখ্যানিক পদ্ধতি

  সঠিক উত্তর: (ঘ)

১৪৬.
কোন অবস্থায় বিনিয়োগের বাজার মূল্য কমে?
Ο ক) 
সুদের হার বাড়লে
Ο খ) 
সুদের হার কমলে
Ο গ) 
সুদের হার অপরিবর্তিত থাকলে
Ο ঘ) 
সুদের  হার ওঠা-নামা করলে

  সঠিক উত্তর: (ক)

১৪৭.
প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম-বেশি হয় কেন?
Ο ক) 
বিচ্যুতির কারণে
Ο খ) 
মূলধনের অভাবে
Ο গ) 
উদ্দেশ্য অনির্ধারিত হলে
Ο ঘ) 
অনভিজ্ঞতার কারণে

  সঠিক উত্তর:

১৪৮.
ট্রেজারি বিল থেকে প্রাপ্ত আয় ঝুঁকিমুক্ত আয়ের অন্তর্ভেুক্তা কারণ-
i. এটি সরকার কর্তৃক ইস্যুকৃত হয়
ii. এ আয়ের পরিমাণ সবসময় বেশি থাকে
iii. এ বিনিয়োগের প্রকৃত আয় প্রত্যাশিত আয়ের সমান হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৪৯.
ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনার জন্য নিচের কোনটি অত্যাবশ্যকীয়?
Ο ক) 
ঝুঁকি
Ο খ) 
মুনাফা
Ο গ) 
অধিক পরিমাণ বিনিয়োগ
Ο ঘ) 
সঠিক সিদ্ধান্ত

  সঠিক উত্তর: (খ)

১৫০.
ঋণ মূলধন ব্যবহার করলে নিচের কোনটি সৃষ্টি হয়?
Ο ক) 
মুনাফা পরিশোধের দায়
Ο খ) 
সুদ ও উক্ত অর্থ পরিশোধের দায়
Ο গ) 
লভ্যাংশ পরিশোধের দায়
Ο ঘ) 
ঋণ পরিশোধের দায়

  সঠিক উত্তর: (খ)

১৫১.
হৃদয় কামাল কুরুলিয়া গ্রুপে ৫০,০০,০০০ টাকা তিন বছর আগে বিনিয়োগ করেছিলেন এবং তিন বছরই যথাক্রমে ৫%,১২% ও ১৭% করে মুনাফা পেয়েছে। এখানে হৃদয় কামালের বিনিয়োগের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) 
ঝুঁকিমুক্ত বিনিয়োগ
Ο খ) 
ঝুঁকিযুক্ত বিনিয়োগ
Ο গ) 
লাভজনক বিনিয়োগ
Ο ঘ) 
ব্যবসায়িক বিনিয়োগ

  সঠিক উত্তর: (খ)

১৫২.
কোন ব্যবসায়ের সার্বিক উদ্দেশ্য সাধনে কোনটির প্রভাব রয়েছে?
Ο ক) 
ঝুঁকির
Ο খ) 
অনিশ্চয়তার
Ο গ) 
ক্রেতার
Ο ঘ) 
বিক্রেতার

  সঠিক উত্তর: (ক)

১৫৩.
বিনিয়োদকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎস-
i. তারল্য ঝুঁকি
ii. আর্থিক ঝুঁকি
iii. সুদ হারের ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৫৪.
আবু তাহের একজন পাট ব্যবসায়ী। তিনি বাজার চাহিদার ওপরই তার যাবতীয় কাজ পরিচালনা করে। আবু তাহের বাজার চাহিদা নির্ণয় করে কীভাবে?
Ο ক) 
পাটের গুণাগুণের দ্বারা
Ο খ) 
বিক্রয়কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে
Ο গ) 
বাস্তবসম্মত চাহিদা অনুমানের দ্বারা
Ο ঘ) 
উৎপাদনের ওপর ভিত্তি করে

  সঠিক উত্তর: (গ)

১৫৫.
অর্থনৈতিক অনিশ্চয়তা হতে কোন ঝুঁকির সৃষ্টি হয়?
Ο ক) 
আর্থিক ঝুঁকি
Ο খ) 
খাঁটি ঝুঁকি
Ο গ) 
সম্পত্তির ঝুঁকি
Ο ঘ) 
বাজার ঝুঁকি

  সঠিক উত্তর: (ক)

১৫৬.
কোম্পানির দউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে-
i. দায় পরিশোধের অক্ষমতা দেখা দিলে
ii. দীর্ঘদিন দায় পরিশোধ করতে না পারলে
iii. দায় শোধ না করার কারণে ঋণ সরবরাহকারী আইনের আশ্রয় গ্রহণ করলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৭.
জনাব হোসেন আলীর ঝুঁকি চিন্হিত করার পরবর্তীতে কী করণীয়?
Ο ক) 
বাজার জরিপ করা
Ο খ) 
সম্ভাবনা যাচাই করা
Ο গ) 
ঝুঁকি পরিমাপ করাৎ
Ο ঘ) 
কর্মী নির্বাচন করা

  সঠিক উত্তর: (গ)

১৫৮.
প্রাকৃতিক শক্তি দ্বারা যে অনিশ্চয়তা সৃষ্টি হয় তাকে কী বলে?
Ο ক) 
প্রাকৃতিক অনিশ্চয়তা
Ο খ) 
বন্যা
Ο গ) 
ঝড়
Ο ঘ) 
অগ্নিকান্ড

  সঠিক উত্তর: (ক)

১৫৯.
বিমা অযোগ্য ঝুঁকি-
i. বাজার ঝুঁকি
ii. রাজনৈতিক ঝুঁকি
iii. উৎপাদন ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬০.
যেসব প্রতিষ্ঠনের ঋণকৃত মুলধন বেশি, সেসব প্রতিষ্ঠানের কোন ঝুঁকির পরিমাণ বেশি?
Ο ক) 
সম্পত্তির ঝুঁকি
Ο খ) 
আর্থিক ঝুঁকি
Ο গ) 
খাঁটি ঝুঁকি
Ο ঘ) 
বাজার ঝুঁকি

  সঠিক উত্তর: (খ)

১৬১.
নিচের কোনটি ঝুঁকি নয়?
Ο ক) 
কাঁচামালের মূল্য বৃদ্ধির সম্ভাবনা
Ο খ) 
পণ্য অচল হয়ে যাবার সম্ভাবনা
Ο গ) 
বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় না হওয়ার সম্ভাবনা
Ο ঘ) 
প্লেন দুর্ঘটনায় কোম্পানির প্রধান কর্মকর্তা মারা যাওয়ার সম্ভাবনা

  সঠিক উত্তর: (ঘ)

১৬২.
তারল্য ঝুঁকি কিসের ওপর নির্ভর করে?
Ο ক) 
অর্থের ওপর
Ο খ) 
বাজারে আকার ও কাঠামোর ওপর
Ο গ) 
ক্রেতার ওপর
Ο ঘ) 
বিক্রেতার ওপর

  সঠিক উত্তর: (খ)

১৬৩.
যেসব আয়ের সাথে ঝুঁকি জড়িত সেসব আয়কে কোন ধরনের আয় বলা হয়?
Ο ক) 
অনুমেয় আয়
Ο খ) 
ঝুঁকিবহুল আয়
Ο গ) 
প্রকৃত আয়
Ο ঘ) 
অর্জিত আয়

  সঠিক উত্তর: (খ)

১৬৪.
যদি কোম্পানি কোনো বহি:স্থ অর্থায়ন না করে তখন মুনাফা সংক্রান্ত যে অনিশ্চতা তৈরি হয় তখন তা হল-
Ο ক) 
অভ্যন্তরীণ ঝুঁকি
Ο খ) 
ব্যবসায়িক ঝুঁকি
Ο গ) 
বহি:সঋত ঝুঁকি
Ο ঘ) 
অপূরণীয় ঝুঁকি

  সঠিক উত্তর: (খ)

১৬৫.
ট্রেজারি বিল কেন ঝুকিমুক্ত?
Ο ক) 
প্রাপ্ত আয় নিশ্চিত থাকে বলে
Ο খ) 
প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে বলে
Ο গ) 
প্রাপ্ত আয় বেশি হয় বলে
Ο ঘ) 
সবগুলোই

  সঠিক উত্তর: (খ)

১৬৬.
যুদ্ধ, দাঙ্গা, চুরি, ডাকাতি ইত্যাদি মানবিক কারণে কোন ধরনের ঝুঁকির উদ্ভব হয়?
Ο ক) 
কারবারি ঝুঁকি
Ο খ) 
ব্যবসায়িক ঝুঁকি
Ο গ) 
কোম্পানি ঝুঁকি
Ο ঘ) 
সম্পত্তিগত ঝুঁকি

  সঠিক উত্তর: (খ)

১৬৭.
কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যদি জানা না থাকে তবে তাকে-
Ο ক) 
ঝুঁকি বলা যায়
Ο খ) 
ঝুঁকি বলা যায় না
Ο গ) 
অনিশ্চয়তা বলা যায় না
Ο ঘ) 
অল্প ঝুঁকি বলা যায়

  সঠিক উত্তর: (খ)

১৬৮.
ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কিত প্রযোজ্য উক্তি হলো-
i. বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করা অনিশ্চয়তা কমানো সম্ভব
ii. ঝুঁকি পরিমাপযোগ্য বলে ব্যবসায় প্রতিষ্ঠান একে কমানোর পদক্ষেপ গ্রহণ করতে পারে
iii. অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাই ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬৯.
ঝুঁকি ব্যবস্থাপনার জন্যে কী খুঁজে বের করা জরুরি?
Ο ক) 
ঝুঁকির উৎস ও শ্রেণি
Ο খ) 
ঝুঁকির কারণ
Ο গ) 
ঝুঁকির তীব্রতা
Ο ঘ) 
ঝুঁকির মেয়াদ

  সঠিক উত্তর: (ক)

১৭০.
পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে কীসের সৃষ্টি হয়?
Ο ক) 
আর্থিক ঝুঁকি
Ο খ) 
ব্যবসায়িক ঝুঁকি
Ο গ) 
তারল্য ঝুঁকি
Ο ঘ) 
সুদ হারের ঝুঁকি

  সঠিক উত্তর: (খ)

১৭১.
সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার সম্ভাবনাকে কী বলে?
Ο ক) 
সুদের হারের ঝুঁকি
Ο খ) 
বাজার ঝুঁকি
Ο গ) 
আর্থিক ঝুঁকি
Ο ঘ) 
খাঁটি ঝুঁকি

  সঠিক উত্তর: (ক)

১৭২.
সরকার করের হার বৃদ্ধি করলে ব্যবসায়ীদের বেশি করে কর দিতে হয়। ফলে ব্যবসায়� প্রতিষ্ঠানের কোন ঝুঁকির পরিমাণ বৃদ্ধি পায়?
Ο ক) 
বাজার ঝুঁকি
Ο খ) 
উৎপাদন ঝুঁকি
Ο গ) 
আর্থিক ঝুঁকি
Ο ঘ) 
পুঁজি সংরক্ষণ

  সঠিক উত্তর: (গ)

১৭৩.
GM গ্রুপ আশা করেছিল ২০১২ সালে ২০% নিট মুণাফা করবে। কিন্তু বছর শেষে দেখে প্রতিষ্ঠানটির প্রকৃত লাভ হলো ১৫%। এখানে ৫% বিচ্যুতিকে কী বলা যায়?
Ο ক) 
অনিশ্চয়তার উৎস
Ο খ) 
ঝুঁকির উৎস
Ο গ) 
নিট ক্ষতি
Ο ঘ) 
নিট ব্যবধান

  সঠিক উত্তর: (খ)

১৭৪.
বাজার ঝুঁকির বৈশিষ্ট্য-
i. চাহিদা বা যোগানের পরিবর্তন
ii. ভোক্তার রুচি
iii. অভ্যসের রুচি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭৫.
কোনটি ঝুঁকিমুক্ত আয়ের অন্তর্ভূক্ত?
Ο ক) 
মুনাফা
Ο খ) 
আমানতের সুত
Ο গ) 
কমিশন
Ο ঘ) 
লভ্যাংশ

  সঠিক উত্তর: (খ)

১৭৬.
কোন কাঠামোর পরিবর্তন করে আর্থিক ঝুঁকি পরিহার করা যায়?
Ο ক) 
মূলধন
Ο খ) 
ঝুঁকি
Ο গ) 
লাভ
Ο ঘ) 
ক্ষতি

  সঠিক উত্তর: (ক)

১৭৭.
জনাব সবুজ সম্প্রতি চাকরির পেনশন বাবদ ৩০ লক্ষ টাকা পান। তিনি এ টাকা বিনিয়োগের মাধ্যমে ঝুঁকিমুক্ত উপায়ে আয় করতে চান। এক্ষেত্রে জনাব সবুজের জন্যে ঝুঁকিমুক্ত আয় হতে পাবে-
i. ব্যাংকে জমা রাখা
ii. সঞ্চয়পত্র ক্রয় করা
iii. বেসরকারি বন্ড ক্রয় করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭৮.
প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের বিচ্যুতি থেকে কী পরিমাপ করা হয়?
Ο ক) 
ঝুঁকি
Ο খ) 
মুনাফা
Ο গ) 
বিনিয়োগ
Ο ঘ) 
ক্ষতি

  সঠিক উত্তর: (ক)

১৭৯.
চৌধুরী গ্রুপের ২০১২ সালে পরিসংখ্যান শেষে দেখা গেছে আদর্শ বিচ্যুতির মা হয়েছে ৪৬.৩৯% । এ মানটি কী নির্দেশ করে?
Ο ক) 
অধিক ঝুঁকি
Ο খ) 
কম ঝুঁকি
Ο গ) 
অধিক অনিশ্চয়তা
Ο ঘ) 
কম অনিশ্চয়তা

  সঠিক উত্তর: (ক)

১৮০.
আধুনিককালে ঝুঁকি বলতে কোটিকে বোঝায়?
Ο ক) 
অনিশ্চয়তার যে অংশ অপরিমেয়
Ο খ) 
নিশ্চয়তার যে অংশ পরিমাপযোগ্য
Ο গ) 
অনিশ্চয়তার যে অংশ পরিমাপযোগ্য
Ο ঘ) 
নিশ্চয়তার যে অংশ অপরিমেয়

  সঠিক উত্তর: (গ)

১৮১.
৩৬. ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিটি� সিদ্ধান্তের সাথে কী জড়িত থাকে?
Ο ক) 
ঝুঁকি
Ο খ) 
নিশ্চয়তা
Ο গ) 
ক্ষতি
Ο ঘ) 
সম্ভাবনা

  সঠিক উত্তর: (ক)

১৮২.
�অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে পার্থক্য হলো-
i. ঝুঁকি পরিমাপ করা যায়
ii. অনিশ্চয়তা গ্রহণযোগ্য নয়
iii. অনিশ্চয়তা পরিমাপ করা যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৩.
আদর্শ বিচ্যুতির বড় মান মানে-
Ο ক) 
অধিক মুনাফা
Ο খ) 
অধিক ঝুঁকি
Ο গ) 
অধিক ক্ষতি
Ο ঘ) 
কম ক্ষতি

  সঠিক উত্তর: (খ)

১৮৪.
সুদ হারের ঝুঁকি মোকাবিলা করতে হয়-
i. যেসব বিনিয়োগকারী বন্ড ক্রয় করে
ii. যেসব বিনিয়োগকারী ডিবেঞ্চার ক্রয় করে
iii. যেসব বিনিয়োগকারী শেয়ারে অর্থ বিনিয়োগ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮৫.
ঝড়,বন্যা,ভূকম্পন,অগ্নিকান্ড, সাইক্লোন ও সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদির ফলে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে কী বলে?
Ο ক) 
প্রাকৃতিক অনিশ্চয়তাজনিত ঝুঁকির
Ο খ) 
বাজার ঝুঁকি
Ο গ) 
ব্যবসায় ঝুঁকি
Ο ঘ) 
উৎপাদন ঝুঁকি

  সঠিক উত্তর: (ক)

১৮৬.
ঝুঁকি কমানো যায় কেন?
Ο ক) 
অনিশ্চিত বলে
Ο খ) 
অধিক বলে
Ο গ) 
পরিমাপ করা যায় বলে
Ο ঘ) 
নির্দিষ্ট বলে

  সঠিক উত্তর: (গ)

১৮৭.
নিচের কোনটি থেকে আর্থিক ঝুঁকি তৈরি হয়?
Ο ক) 
দায় পরিশোধের অক্ষমতা থেকে
Ο খ) 
দায় পরিশোধের ক্ষমতা থেকে
Ο গ) 
আর্থিক স্বচ্ছলতা থেকে
Ο ঘ) 
মুনাফা অর্জনের ক্ষমতা থেকে

  সঠিক উত্তর: (ক)

১৮৮.
ভবিষ্যতে একটি কোম্পানি কী পরিমাণ লভ্যাংশ দিবে তা কিসের ওপর নির্ভর করে?
Ο ক) 
ভবিষ্যতের বিনিয়োগের উপর
Ο খ) 
কোম্পানির ইচ্ছার উপর
Ο গ) 
ভবিষ্যতে অর্জিত মুনাফার উপর
Ο ঘ) 
ম্যানেজারের উপর

  সঠিক উত্তর: (গ)

১৮৯.
কোম্পানির সাফল্য তথা সার্বিক উদ্দেশ্য সাধনে কীসের প্রভাব রয়েছে?
Ο ক) 
মুনাফার
Ο খ) 
ঝুঁকির
Ο গ) 
মূলধন ব্যয়ের
Ο ঘ) 
শেয়ারের

  সঠিক উত্তর: (খ)

১৯০.
দেশের অর্থেনৈতিক অবস্থার পরিবর্তনের কারণে নিচের কোন ঝুঁ঳কি সৃষ্টি হতে পারে?
Ο ক) 
ব্যবসায়িক ঝুঁকি
Ο খ) 
আর্থিক ঝুঁকি
Ο গ) 
তারল্য ঝুঁকি
Ο ঘ) 
সুদ হার ঝুঁকি

  সঠিক উত্তর: (ক)

১৯১.
সেজান দেখেছে যে তার বন্ধু যে উৎস হতে আয় করে তার ঝুঁকিও বেশি আবার আয়ও বেশি। সেও ঐ উৎস হতে আয় করতে চায়। এক্ষেত্রে তার উচিত-
i. শেয়ারে বিনিয়োগ করা
ii. ডিবেঞ্চারে বিনিয়োগ করা
iii. ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৯২.
ফার্মের মূলধন কাঠামোতে ঋণ করা মূলধন বেশি থাকলে কোন ঝুঁকির সৃষ্টি হয়?
Ο ক) 
বাজার ঝুঁকি
Ο খ) 
রাজনৈতিক ঝুঁকি
Ο গ) 
আর্থিক ঝুঁকি
Ο ঘ) 
উৎপাদন ঝুঁকি

  সঠিক উত্তর: (গ)

১৯৩.
X প্রতিষ্ঠানটির গড় থেকে আয়ের ব্যবধানের বর্গের গড় ১৫৩.৬। প্রতিষ্ঠানটির আদর্শ বিচ্যুতি কত হবে?
Ο ক) 
১৬.১৩%
Ο খ) 
১৩.৩৩%
Ο গ) 
১২.২২%
Ο ঘ) 
১২.৩৯%

  সঠিক উত্তর: (ঘ)

১৯৪.
প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফলের তুলনায় পৃথক হওয়ার সম্ভাবনাকে ব্যবসায় অর্থায়নে কী বলে?
Ο ক) 
লোকসান
Ο খ) 
ঝুঁকি
Ο গ) 
ব্যর্থতা
Ο ঘ) 
গড়মিল

  সঠিক উত্তর: (খ)

১৯৫.
ব্যবসায় পতিষ্ঠানে ঝুঁকির সৃষ্টি হয় কোথা থেকে?
Ο ক) 
বিনিয়োগ থেকে
Ο খ) 
ব্যবসায় থেকে
Ο গ) 
বিচ্যুতি থেকে
Ο ঘ) 
গড়মিল থেকে

  সঠিক উত্তর: (গ)

১৯৬.
কীসের কারণে ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্খিত ফলাফল না পাওয়ার সম্ভাবনা দেখা দেয়?
Ο ক) 
ভাগ্যের
Ο খ) 
ব্যবস্থাপনার
Ο গ) 
অনিশ্চয়তার
Ο ঘ) 
ঝুঁকির

  সঠিক উত্তর: (ঘ)

১৯৭.
বিমাযোগ্য ঝুঁকি-
i. সম্পত্তিগত ঝুঁকি
ii. ব্যক্তিগত ঝুঁকি
iii. আইনানুগ দায়দায়িত্ব-সংক্রান্ত ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯৮.
কোন ধরনের বিনিয়োগের ফলে বিনিয়োগকারীর অনিশ্চয়তা হ্রাস পায়?
Ο ক) 
একক বিনিয়োগ
Ο খ) 
পোর্টফলিও বিনিয়োগ
Ο গ) 
যৌথ বিনিয়োগ
Ο ঘ) 
মূলধন বিনিয়োগ

  সঠিক উত্তর: (খ)

১৯৯.
পরিমিত ব্যবধান নির্ণয়ের ধাপ হলো-
i. প্রত্যাশিত আয় বা গড় আয় নির্ণয়
ii. প্রতিটি প্রত্যাশিত ফলাফল হতে বা গড় আয় হতে প্রত্যাশিত মূল্য বিয়োগ করতে হবে
iii. প্রাপ্ত বিয়োগফলের বর্গ নির্ণয় করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০০.
ব্যবসায়ের আর্থিক লিভারেজ হতে আর্থিক ঝুঁকি এবং পরিচালনা লিভারেজ হতে কোন ঝুঁকি পরিমাপ করা যায়?
Ο ক) 
কারবারি ঝুঁকি
Ο খ) 
উৎপাদন ঝুঁকি
Ο গ) 
ব্যক্তিগত ঝুঁকি
Ο ঘ) 
আর্থিক ঝুঁকি

  সঠিক উত্তর: (ক)

২০১.
কোনটি ঝুঁকিমুক্ত আয়ের বৈশিষ্ট্য?
Ο ক) 
যে আয়ে প্রকৃত ও প্রত্যাশিত আয় সমান নয়
Ο খ) 
যে আয়ে প্রকৃত ও প্রত্যাশিত আয় সমান
Ο গ) 
যে আয় প্রত্যাশিত আয়ের চেয়ে বেশি
Ο ঘ) 
যে আয় প্রত্যাশিত আয়ের চেয়ে কম

  সঠিক উত্তর: (খ)

২০২.

বিনিয়োগকারীর আয় সংশ্লিষ্ট ঝুঁকি বিদ্যমান থাকে যখন-
i. আয়ের উত্থান বেশি হয়
ii. আয়ের পতন বেশি হয়
iii. আয় স্থিতিশীল থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২০৩.
বিনিয়োগকারী কী বিনিয়োগ করে?
Ο ক) 
আয়
Ο খ) 
ক্ষতি
Ο গ) 
ঝুঁকি
Ο ঘ) 
আদর্শ বিচ্যুতি

  সঠিক উত্তর: (ঘ)

২০৪.
সাধারণত ঝুঁকি হচ্ছে-
Ο ক) 
খারাপ কোনো কিছু ঘটার নিশ্চয়তা
Ο খ) 
খারাপ কোনো কিছু ঘটার সম্ভাবনা
Ο গ) 
ভালো কোনো কিছু ঘটার সম্ভাবনা
Ο ঘ) 
ভালো কোনো কিছু ঘটার নিশ্চয়তা

  সঠিক উত্তর: (খ)

২০৫.
ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতি-
i. পরিসপ
ii. আদর্শ বিচ্যুতি পদ্ধতি
iii. বিভেদাঙ্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০৬.
কীসের ওপর ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন নির্ভর করে?
Ο ক) 
ক্রয় দক্ষতার ওপর
Ο খ) 
বিক্রয় দক্ষতা ওপর
Ο গ) 
পণ্যেরবাজার চাহিদার ওপর
Ο ঘ) 
সঠিক পরিকল্পনার ওপর

  সঠিক উত্তর: (গ)

২০৭.
অনিশ্চয়তার সেই অংশকেই ঝুঁকি বলা যাবে-
i. যে অংশটুকু পরিমাপ করা যায়
ii. যে অংশটুকু পরিমাপ করা যায় না
iii. যে অংশটুকু পরিহার করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর:

২০৮.
ঝিলমিল গ্রুজ প্রায় ৫ বছর ধরে তাদের উৎপাদিত প্রিয় সাবানটি সুনামের সাথে বিক্রয় করছে। এ বছর Q নামক এাটি গ্রুপ একই ধরনের পন্য ব্যাপক বিজ্ঞাপনের সাহায্য বিক্রয় শুরু করেছে । এজন্য ঝিলমিল গ্রুপটি তাতের ব্যবসায় নিয়ে� উদ্বিগ্ন। এখান ঝিলমিল গ্রুপটির জন্যে ঝুঁকি বলা যায় কোন ঘটনাকে?
Ο ক) 
তাদের পণ্যটির মূল্য কমে যাওয়া
Ο খ) 
আগামী বছর পণ্যটিার বিক্রয় ন্ধ হয়ে যাওয়অ
Ο গ) 
পণ্যটির মান খারাপ হয়ে যাওয়া
Ο ঘ) 
তাতের বিক্রয় কমে যাওয়া

  সঠিক উত্তর: (ঘ)

২০৯.
কোনো কারণে যদি বিনিয়োগকারী সহজে এবং উপযুক্ত মূল্যে শেয়ার বা বন্ড বিক্রয় করতে না পারে তখন কি ধরণের ঝুঁকির উদ্ভব হয়?
Ο ক) 
তারল্য ঝুঁকি
Ο খ) 
বিক্রয় ঝুঁকি
Ο গ) 
সুদের হারের ঝুঁকি
Ο ঘ) 
কারিগরি ঝুঁকি

  সঠিক উত্তর: (ক)

২১০.
কোটি ঝুঁকিবহুল আয় হিসেবে পরিগণিত হয়?
Ο ক) 
ট্রেজারি বিল
Ο খ) 
ট্রেজারি বন্ড
Ο গ) 
প্রাইজবন্ড
Ο ঘ) 
শেয়ার

  সঠিক উত্তর: (ঘ)

২১১.
রাসেল একজন পাট ব্যবসায়ী। সে বাজার চাহিদার ওপরই তার যাবতীয় কাজ পরিচালনা করে। রাসেল বাজার চাহিদা নির্ণয় করে কীভাবে?
Ο ক) 
বাস্তবসম্মত চাহিদা অনুমানের দ্বারা
Ο খ) 
বিক্রয়কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে
Ο গ) 
পাটের গুণাগুনের দ্বারা
Ο ঘ) 
উৎপাদনের ওপর ভিত্তি করে

  সঠিক উত্তর: (ক)

২১২.
একটি ব্যবসায় প্রতিষ্ঠা বর্তমান পরিষ্থিতিতে তার সম্পদ যথাযথভাবে ব্যবহার করে যথাযথ উদ্দেশ্য সফল না হতে পারার অনিশ্চয়তাকে কী বলে?
Ο ক) 
কোম্পানি ঝুঁকি
Ο খ) 
সম্পত্তিগত ঝুঁকি
Ο গ) 
ব্যক্তিগত ঝুঁকি
Ο ঘ) 
একক ঝুঁকি

  সঠিক উত্তর: (ক)

২১৩.
নিচের কোনটি থেকে ঝুঁকির উদ্ভব?
Ο ক) 
নিশ্চয়তা
Ο খ) 
অনিশ্চতা
Ο গ) 
অর্থ
Ο ঘ) 
ব্যবসায়

  সঠিক উত্তর: (খ)

২১৪.
একমালিকানা ও অংশীদারি কারবারে কোন ধরনের ঝুঁকি অনেক বেশি?
Ο ক) 
পক্ষপাতিত্বের ঝুঁকি
Ο খ) 
তারল্য ঝুঁকি
Ο গ) 
প্রাকৃতিক ঝুঁকি
Ο ঘ) 
ব্যবসায়িক ঝুঁকি

  সঠিক উত্তর: (খ)

২১৫.
অফিস ভাড়া, বিমা খরচ ইত্যাদির পরিমাণ বেশি হলে কোন ধরণের ঝুঁকির সৃষ্টি হয়?
Ο ক) 
 আর্থিক ঝুঁকি
Ο খ) 
সুদহারের ঝুঁকি
Ο গ) 
ব্যবসায়িক ঝুঁকি
Ο ঘ) 
তারল্য ঝুঁকি

  সঠিক উত্তর: (গ)

২১৬.
সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত আয় সবচেয়ে বেশি ঝুঁকিবহুল আয় হিসেবে গণ্য হয়। কারণ�
i. ভবিষ্যতে কোম্পানি কী পরিমাণ লভ্যাংশ দিবে তা শ্চিত নয়
ii. লভ্যাংশ প্রাপ্তি কখনই প্রত্যাশিত লভ্যাংশের সমান হয় না
iii. শেয়ার বাজার সবসময় স্থিতিশীল থাকে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১৭.
আদর্শ বিচ্যুতির ছোট মান কী নির্দেশ করে?
Ο ক) 
ঝুঁকিহীন
Ο খ) 
বেশি ঝুঁকি
Ο গ) 
অনিশ্চয়তা
Ο ঘ) 
কম ঝুঁকি

  সঠিক উত্তর: (ঘ)

২১৮.
নিচের কোন ধরণের বিনিয়োগকারীর বিনিয়োগেরে মূল্য সুদের হারের সাথে উঠানামা করে?
Ο ক) 
ব্যবসায় বিনিয়োগকারী
Ο খ) 
বন্ড বিনিয়োগকারী
Ο গ) 
শেয়ারে বিনিয়োগকারী
Ο ঘ) 
সবকটি

  সঠিক উত্তর: (খ)

২১৯.
কোনটি হোসেন আলীর খামার স্থাপনে ঝুঁকির সৃষ্টি করেছে?
Ο ক) 
বিচ্যুতি
Ο খ) 
অনিশ্চয়তা
Ο গ) 
পরিবেশ
Ο ঘ) 
ব্যর্থতা

  সঠিক উত্তর: (ক)

২২০.
প্রকৃত আয় ও প্রত্যাশিত আয় সব সময সমান হওয়াকে কী বলে?
Ο ক) 
ঝুঁকিবহুল আয়
Ο খ) 
অর্জিত আয়
Ο গ) 
প্রকৃত আয়
Ο ঘ) 
ঝুঁকিমুক্ত আয়

  সঠিক উত্তর: (ঘ)

২২১.
নিচের কোন ঝুঁকিটি পরিমাপযোগ্য নয়?
Ο ক) 
প্রকল্পের ক্ষতি
Ο খ) 
সুদের হা কমে যাওয়া
Ο গ) 
তেলের দাম বাড়া
Ο ঘ) 
মালিকের মৃত্যু

  সঠিক উত্তর: (ঘ)

২২২.
ব্যবসায় শুরু করার পূর্বে কোনটি করা অত্যাবশ্যক?
Ο ক) 
সঠিক পরিকল্পনা গ্রহণ
Ο খ) 
বাজার চাহিদা নিরূপণ করা
Ο গ) 
ঝুঁকি নির্ণয় করা
Ο ঘ) 
দক্ষ কর্মী নির্বাচন

  সঠিক উত্তর: (খ)

২২৩.
আর্থিক ঝুঁকি বিনিয়োগ পরিকল্পনা ও মূলধন কাঠামোর ওপর নির্ভর করলে কোন ঝুঁকি শুধুমাত্র বিনিয়োগ পরিকল্পনার ওপর নির্ভর করে?
Ο ক) 
ব্যবসায়িক ঝুঁকি
Ο খ) 
রাজনৈতিক ঝুঁকি
Ο গ) 
বাজার ঝুঁকি
Ο ঘ) 
উৎপাদন ঝুঁকি

  সঠিক উত্তর: (ক)

২২৪.
মানুষের ব্যক্তিগত জীবনের ন্যায় ব্যবসায়িক ক্ষেত্রে কী পরিলক্ষিত হয়?
Ο ক) 
অনিশ্চয়তা
Ο খ) 
সুখ
Ο গ) 
পরিবার
Ο ঘ) 
নিশ্চয়তা

  সঠিক উত্তর: (ক)

২২৫.
কোন ঋণ মূলধনের জন্য সুদ পরিশোধ করা বাধ্যদামূলক?
Ο ক) 
বাহ্যিক ঋণ মূলধন
Ο খ) 
ঋণ মূলধন
Ο গ) 
মূলধন
Ο ঘ) 
আর্থিক ঝুঁকি

  সঠিক উত্তর: (ক)

২২৬.
ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্যে কোন ধরণের ব্যয়ের সৃষ্টি হয়?
Ο ক) 
পরিচালনা
Ο খ) 
পরোক্ষ
Ο গ) 
স্থায়ী
Ο ঘ) 
প্রত্যক্ষ

  সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
* মি. হাবিবুল্লাহ একজন ব্যবসায়ী। তিনি গত বছর ২৫% লাভ করেছেন। এ বছরও তিনি অনুরূপ লাভ করবেন� বলে আশা করেছিলেন। কিন্তু নানাবিধ কারণে তিনি লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হন। এ বছর তিনি মাত্র ১০% লাভ করেন।
২২৭.
মি. হাবিবুল্লাহ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়াকে কী বলে আখ্যায়িত করা যায়?
Ο ক) 
ঝুঁকি
Ο খ) 
অনিশ্চয়তা
Ο গ) 
বিচ্যুতি
Ο ঘ) 
আদর্শ বিচ্যুতি

  সঠিক উত্তর: (ক)

২২৮.
মি. হাবিবুল্লাহ প্রত্যাশিত লাভের জন্যে করণীয়-
i. প্রতিষ্ঠানের কোন ক্ষেত্রে ঝুঁকি রয়েছে তা চিন্হিত করা
ii. ঝুঁকির স্থায়িত্ব বিশ্লেষণ করা
iii. ঝুঁকি মোকাবেলার সম্ভাব্য কৌশল নির্ধারণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...