এস.এস.সি ||
ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ২: অর্থায়নের উৎস |
১. |
স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস হলো- i প্রাতিষ্ঠানিক ii অপ্রাতিষ্ঠানিক iii মুনাফাভিত্তিক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও iii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২. |
মূলধনী প্রতিষ্ঠান নয় কোনটি? |
Ο ক) |
বিমা প্রতিষ্ঠান |
Ο খ) |
বিনিয়োগ ব্যাংক |
Ο গ) |
অবলেখক |
Ο ঘ) |
ব্র্যাক |
সঠিক উত্তর: (ঘ)
৩. |
পাবলিক লিমিটেড কোম্পানির প্রযোজ্য উক্তি হলো- i মুনাফা না হলে লভ্যাংশ প্রদান করে না ii ইচ্ছে করলে যে কোনো হারে লভ্যাংশ প্রদান করতে পারে iii লভ্যাংশ প্রদান করতে সব সময় বাধ্য নয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪. |
নিচের কোনটি দীর্ঘমেয়াদি তহবিলে উৎস? |
Ο ক) |
বাণিজ্যিক পত্র |
Ο খ) |
গ্রাম মহাজন |
Ο গ) |
লিজিং |
Ο ঘ) |
ক্ষুদ্র ঋণ |
সঠিক উত্তর: (গ)
৫. |
বহিস্থ তহবিলের উৎসকোনটি? |
Ο ক) |
বাণিজ্যিক ব্যাং প্রদত্ত ঋণ |
Ο খ) |
মালিকের মূলধন |
Ο গ) |
লভ্যাংশ সমতাকরণ তহবিল |
Ο ঘ) |
শেয়ার |
সঠিক উত্তর: (ক)
৬. |
মুনাফার পরিমাণকে সর্বোচ্চকরণে তহবিল উৎসের ব্যয় কীরূপ হওয়া অত্যাবশ্যক? |
Ο ক) |
নূন্যতম |
Ο খ) |
সর্বোচ্চ |
Ο গ) |
স্বচ্ছতাপূর্ণ |
Ο ঘ) |
মালিকানাভিত্তিক |
সঠিক উত্তর: (ক)
৭. |
গ্রামের দরিদ্র ব্যক্তিদের স্বল্পমেয়াদে ঋণ প্রদান করে কারা? |
Ο ক) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο খ) |
শিল্প ব্যাংক |
Ο গ) |
বেসরকারি ব্যাংক |
Ο ঘ) |
গ্রাম্য মহাজন |
সঠিক উত্তর: (ঘ)
৮. |
আবির তার চালের ব্যবসায় আরও সম্প্রসারণের উদ্দেশ্যে মুন ব্যাংক হতে ২
বছরের জন্যে ১ লক্ষ টাকা ঋণ নিতে গেলে ব্যাংক কর্মকর্তা তাকে জামানত রাখতে
বলেন।আবির জামানত হিসেবে ব্যবহার করতে পারে- i মজুদ পণ্য ii চলতি মূলধন iii স্থায়ী সম্পত্তি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯. |
কিসের বিপরীতে বলিজ্যিক ব্যাংকগুলো মধ্যমেয়াদি ঋণপ্রদান করে? |
Ο ক) |
আমানত |
Ο খ) |
জামানত |
Ο গ) |
সম্পদ |
Ο ঘ) |
দায় |
সঠিক উত্তর: (খ)
১০. |
নিট মুনাফা পেতে হলে মোট মুনাফা থেকে- i তহবিলের উৎস বাবদ খরচ বা ব্যয় বাদ দিতে হয় ii সব আয় যোগ করতে হয় iii কর বাদ দিতে হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১১. |
লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির কী জড়িত থাকে? |
Ο ক) |
স্বার্থ |
Ο খ) |
অক্ষমতা |
Ο গ) |
বিধিবিধান |
Ο ঘ) |
সুনাম |
সঠিক উত্তর: (ঘ)
১২. |
কোন ধরনের প্রতিষ্ঠান ‘চাহিবামাত্র প্রদেয় ঋণ’ স্বল্প খরচে ব্যবহার করতে পাবে? |
Ο ক) |
যাদের অর্থায়নের বিকল্প উৎস আছে |
Ο খ) |
যাদের অর্থায়নে বিকল্প উৎস নেই |
Ο গ) |
যাদের বাজারে সুনাম আছে |
Ο ঘ) |
যাদের প্রচুর পরিমানে মূলধন আছে |
সঠিক উত্তর: (ক)
১৩. |
বড় আকারের ক্রয়ের ক্ষেত্রে নিচের কোনটি অর্থায়নের উৎস? |
Ο ক) |
ক্রেতা হতে অগ্রিম গ্রহণ |
Ο খ) |
নিজস্ব সম্পদ |
Ο গ) |
সঞ্চয় |
Ο ঘ) |
লিজিং |
সঠিক উত্তর: (ঘ)
১৪. |
ঋণের মাধ্যৗমে দীর্ঘমেয়াদি তহবিল গৃহীত হলে কীভাবে বিবেচিত হয়? |
Ο ক) |
কিস্তিতে |
Ο খ) |
চুক্তি অনুসারে |
Ο গ) |
একবারে |
Ο ঘ) |
সুদসহ আসল একসঙ্গে |
সঠিক উত্তর: (ক)
১৫. |
১ রায়হান একটি উৎপাদন মুখী কারখানা স্থাপনা করতে চান। তিনি একসাথে প্রচুর অর্থ বিনিয়োগের ঝুঁকি হতে রক্ষা পেতে পারেন- i মূল্যবান মেশিনারীজ লিজ হিসেবে গ্রহণ করে ii বাকিতে পণ্য ক্রয় করে iii বিল্ডিং অথবা জমি ক্রয়ের পরিবর্তে ভাড়া নিয়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৬. |
তহবিল সংগ্রহের উৎস নির্বাচনে সব ধরনের সংগঠনের জন্য প্রযোজ্য কোনটি/? |
Ο ক) |
নিজস্ব সঞ্চয় |
Ο খ) |
জমাতিরিক্ত ইত্তোলন |
Ο গ) |
শেয়ার ইস্যু |
Ο ঘ) |
ঋণ ইস্যু |
সঠিক উত্তর: (খ)
১৭. |
ঋণপত্রের বৈশিষ্ট্য হলো- i এতে সুদের হার নির্দিষ্ট থাকে ii ঋণগ্রহীতা সুদ দিতে বাধ্য থাকে iii ৫ বছর থেকে দীর্ঘমেয়াদি সময়ের জন্যে ঋণ নেয়া যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮. |
কোনো বছর মুনাফার পরিমাণ কম হলে কী করা হয়? |
Ο ক) |
লভ্যাংশ ঘোষিত হয় |
Ο খ) |
উৎপাদন ব্যয় হ্রাস করা হয় |
Ο গ) |
লভ্যাংশ ঘোষিত হয় না |
Ο ঘ) |
উৎপাদন বন্ধ রাখা হয় |
সঠিক উত্তর: (গ)
১৯. |
স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস কয় প্রকার? |
Ο ক) |
২ |
Ο খ) |
৩ |
Ο গ) |
৪ |
Ο ঘ) |
৫ |
সঠিক উত্তর: (ক)
২০. |
স্বল্পমেয়াদ বলতে কী বোঝায়? |
Ο ক) |
এক মাসের কম সময় |
Ο খ) |
এক বছরের কম সময় |
Ο গ) |
এক যুগের কম সময় |
Ο ঘ) |
এক সপ্তাহের কম সময় |
সঠিক উত্তর: (খ)
২১. |
প্রাতিষ্ঠানিক তহবিলের উৎস কত প্রকার? |
Ο ক) |
২ |
Ο খ) |
৩ |
Ο গ) |
৪ |
Ο ঘ) |
৫ |
সঠিক উত্তর: (গ)
২২. |
বাণিজ্যিক পত্র এর ইংরেজি প্রতিশব্দ কী? |
Ο ক) |
Commerce Paper |
Ο খ) |
Business Paper |
Ο গ) |
Commercial Paper |
Ο ঘ) |
Official Paper |
সঠিক উত্তর: (গ)
২৩. |
কোন ঋণল ক্ষুদ্র ও কুটির শিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণের নিমিত্তে প্রদান করা হয়? |
Ο ক) |
ক্ষুদ্র ঋণ |
Ο খ) |
মাঝারি ঋণ |
Ο গ) |
বৃহৎ ঋণ |
Ο ঘ) |
দীর্ঘমেয়াদি ঋণ |
সঠিক উত্তর: (ক)
২৪. |
গ্রহীতার মেয়াদান্তে বাধ্যতামূলকভাবে- i সুদের অর্থ পরিশোধ করতে হয় ii কিস্তির অর্থ পরিশোধ করতে হয় iii আসল অর্থ পরিশোধ করতে হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৫. |
বড় অঙ্কের ঋণ ছোট ছোট অংশে বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিলকে কী বলে? |
Ο ক) |
ঋণ |
Ο খ) |
শেয়ার |
Ο গ) |
ঋণপত্র |
Ο ঘ) |
বাণিজ্যিক পত্র |
সঠিক উত্তর: (গ)
২৬. |
নিজস্ব সঞ্চয়,ব্যবসায় মুনাফা ও আত্মীয়-স্বজন থেকে গৃহীত ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করে- i একমালিকানা ব্যবসায় ii অংশীদারি ব্যবসায় iii যৌথ মূলধনী সংগঠন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i,ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৭. |
বেশিরভাগ ব্যবসায় প্রতিষ্ঠা সাধারণত তহবিলের কয়টি উৎস ব্যবহার করে থাকে? |
Ο ক) |
দুটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
চারটি |
Ο ঘ) |
পাঁচটি |
সঠিক উত্তর: (ক)
২৮. |
অর্থায়নের বিভিন্ন উৎস রয়েছে। এর মধ্যে দীর্ঘমেয়াদি ঋণ ও শেয়ার ইস্যু প্রযোজ্য কোন ক্ষেত্রে? |
Ο ক) |
একমালিকানা ব্যবসায়ের |
Ο খ) |
অংশীদারি ব্যবসায়ের |
Ο গ) |
কোম্পানির |
Ο ঘ) |
যেকোনো ব্যবসায়ের |
সঠিক উত্তর: (গ)
২৯. |
বড় ব্যবসায় প্রতিষ্ঠান কীভাবে ব্যবসায়ের অর্থসংস্থান করে? |
Ο ক) |
শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে |
Ο খ) |
পণ্য বিক্রয় করে |
Ο গ) |
নিজস্ব তহবিল হতে |
Ο ঘ) |
স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ করে |
সঠিক উত্তর: (ক)
৩০. |
উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করে কে? |
Ο ক) |
সরকার |
Ο খ) |
শেয়ারহোল্ডার |
Ο গ) |
ঋণদাতা |
Ο ঘ) |
ব্যবসায় প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (ঘ)
৩১. |
অভ্যন্তরীণ তহবিল উৎসকে কয় ভাগে ভাগ করা যায়? |
Ο ক) |
দুই |
Ο খ) |
তিন |
Ο গ) |
চার |
Ο ঘ) |
পাঁচ |
সঠিক উত্তর: (ক)
৩২. |
অভ্যন্তরীণ তহবিলের উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? |
Ο ক) |
২ |
Ο খ) |
৩ |
Ο গ) |
৪ |
Ο ঘ) |
৫ |
সঠিক উত্তর: (ক)
৩৩. |
কোনটি স্বল্পমেয়াদি অর্থায়নের একটি উৎস? |
Ο ক) |
প্রদেয় বিল |
Ο খ) |
প্রাপ্য বিল |
Ο গ) |
ঋণপত্র |
Ο ঘ) |
লিজিং |
সঠিক উত্তর: (ক)
৩৪. |
কীভাবে একটি প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করে? |
Ο ক) |
বিভিন্ন উৎসের মধ্যে তুলনা করে |
Ο খ) |
আয়-ব্যয়ের মধ্যে সমন্বয় করে |
Ο গ) |
অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস থেকে |
Ο ঘ) |
অর্থায়নের স্বল্পমেয়াদি উৎস থেকে |
সঠিক উত্তর: (ক)
৩৫. |
যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের তহবিলের উস হচ্ছে- i মালিকপক্ষ ii শেয়ার iii ঋণদাতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৬. |
বহিস্থ তহবিল বলতে বোঝায়- i প্রতিষ্ঠনের বাইরে কোনো উৎস ii প্রতিষ্ঠানের ভিতরের কোনো উৎস iii প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানক যে কোনো উৎস নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৭. |
তহবিলের উৎস হিসেবে স্বল্পমেয়াদি ঋণ ব্যবহৃত হয়- i কাঁচামাল ক্রয়ে ii মজুরি প্রদানে iii বাড়ি ভাড়া প্রদানে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৮. |
অস্থাবর সম্পত্তি- i বিল্ডিং, ফ্যাক্টরি ii কাঁচামাল iii বিক্রয় যোগ্য মালামাল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii ও ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৯. |
GT� লিমিটেড বাংলাদেশের স্বনামধন্য একটি পাবলিক লিমিটেড কোম্পানি।
প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি তহবিল গঠন করতে চায়। এক্ষেত্রে অন্যতম উৎস হবে- i ব্যবসায় ঋণ ii শেয়ার বিক্রয় iii ঋণপত্র বিক্রয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪০. |
সাধারণত এক বছরের অধিক পাঁচ থেকে সাত বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে কী বলা হয়? |
Ο ক) |
স্বল্পমেয়াদি অর্থায়ন |
Ο খ) |
মধ্যমেয়াদি অর্থায়ন |
Ο গ) |
দীর্ঘমেয়াদি অর্থায়ন |
Ο ঘ) |
মধ্যমেয়াদি অর্থায়ন |
সঠিক উত্তর: (খ)
৪১. |
কোন মেয়াদি অর্থসংস্থানের জন্য মজুত পণ্য ব্যবহার করা যায়? |
Ο ক) |
স্বল্পমেয়াদি |
Ο খ) |
দীর্ঘমেয়াদি |
Ο গ) |
মধ্যমেয়াদি |
Ο ঘ) |
স্বল্পমধ্যমেয়াদি |
সঠিক উত্তর: (ক)
৪২. |
পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস- |
Ο ক) |
সম্পত্তি বিক্রয় |
Ο খ) |
সম্পত্তি বন্ধক |
Ο গ) |
ঋণ গ্রহণ |
Ο ঘ) |
শেয়ার বিক্রয় |
সঠিক উত্তর: (ঘ)
৪৩. |
কোনটি অংশীদারি ব্যবসায়ের মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস? |
Ο ক) |
ব্যাংক ঋণ গ্রহণ |
Ο খ) |
লভ্যাংশ সমতাকরণ তহলিব |
Ο গ) |
অংশীদারের অর্জিত মুনাফা |
Ο ঘ) |
অংশীদারদের বিনিয়োগকৃত অর্থ |
সঠিক উত্তর: (ঘ)
৪৪. |
বিমা প্রতিষ্ঠান এক প্রকার- i মূলধন প্রতিষ্ঠান ii বাণিজ্যিক প্রতিষ্ঠান iii সেবামূলক প্রতিষ্ঠান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৫. |
জনাব সালাম তার চামড়া উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্যে অর্থের প্রয়োজন হলে বিক্রয়যোগ্য চামড়া বন্ধক রেখে রুপা ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নেন। শ্রেণিবিভাগ অনুসারে বন্ধকি সম্পত্তিটি কোন ধরনের/ |
Ο ক) |
স্থাবর সম্পত্তি |
Ο খ) |
অস্থাবর সম্পত্তি |
Ο গ) |
অদৃশ্যমান সম্পত্তি |
Ο ঘ) |
স্পর্শনীয় সম্পত্তি |
সঠিক উত্তর: (খ)
৪৬. |
দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংক বিবেচনা করে থাকে- i প্রতষ্ঠানের আয় ii পরিচালনা পদ্ধতি iii স্থায়ী সম্পদের পরিমাণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪৭. |
�সায়মন সাহেব একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করতে চান। উক্ত ব্যবসায় সুষ্ঠভাবে পরিচালনার জন্য তাকে অর্থায়ন ব্যবস্থাপনায় কীরূপ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করতে হবে? |
Ο ক) |
স্বল্পমেয়াদি তহবিল গঠন |
Ο খ) |
দীর্ঘমেয়াদি তহবিল গঠন |
Ο গ) |
মধ্যমেয়াদি তহবিল গঠন |
Ο ঘ) |
তহবিলের উৎস নির্বাচন |
সঠিক উত্তর: (ঘ)
৪৮. |
সোহেল তার নার্সারি ব্যবসায়ের জন্যে জয়তা ব্যাংক হতে ৩ বছরের জন্যে ৫০ হাজার টাকা ঋণ নেয়। সোহেল ঋণের মাধ্যমে কোন ধরনের অর্থসংস্থান করেছেন? |
Ο ক) |
মধ্যমেয়াদি অর্থসংস্থান |
Ο খ) |
অভ্যন্তরীণ অর্থসংস্থান |
Ο গ) |
স্বল্পমেয়াদি অর্থসংস্থান |
Ο ঘ) |
মুনাফা ভিত্তিক অর্থসংস্থান |
সঠিক উত্তর: (ক)
৪৯. |
রসুলপুর গ্রামের ব্যবসায়ীরা চাড়া সুদের বিনিময়ে মহাজনদের কাছ থেকে ব্যবসায়ের প্রয়োজনে বিভিন্ন অংকের ঋণ নেয়।এ গ্রামের ব্যবসায়ীরা কোন ধরনের উৎস হতে অর্থায়ন করে? |
Ο ক) |
প্রাতিষ্ঠানিক উৎস |
Ο খ) |
অপ্রাতিষ্ঠানিক উৎস |
Ο গ) |
অভ্যন্তরীণ উৎস |
Ο ঘ) |
আর্থিক প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (খ)
৫০. |
‘P’ গ্রুপ ২০১২ সাল হতে� সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যৎ বিপদ মোকারিণা করার জন্যে মুনাফার একটি অংশ তহবিল আকারে জমা রাখবে । গ্রুপের জমকৃত তহবিলকে কী বলা যায়? |
Ο ক) |
অবন্টিত মুনাফা |
Ο খ) |
সঞ্চিতি তহবিল |
Ο গ) |
লভ্যাংশ সমতাকরণ তহবিল |
Ο ঘ) |
বিধিবদ্ধ রিজার্ভ |
সঠিক উত্তর: (খ)
৫১. |
মধ্যমেয়াদি অর্থায়নের উৎস হলো- i বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ii আন্তর্জাতিক তহবিল iii ক্ষুদ্র ঋণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও iii |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৫২. |
কোনটি শেয়ারের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়? |
Ο ক) |
ঋণ |
Ο খ) |
শেয়ার |
Ο গ) |
ঋণপত্র |
Ο ঘ) |
বাণিজ্যিক পত্র |
সঠিক উত্তর: (গ)
৫৩. |
অপ্রতিষ্ঠানিক তহবিলের উৎস কত প্রকার? |
Ο ক) |
দুই |
Ο খ) |
তিন |
Ο গ) |
চার |
Ο ঘ) |
পাঁচ |
সঠিক উত্তর: (গ)
৫৪. |
ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থায়নের মূল সুবিধা কোনটি? |
Ο ক) |
সুদের হার কম |
Ο খ) |
ব্যবসায়ে লাভ না হলে সুদ দিতে হয় না |
Ο গ) |
ইচ্ছে করলে সুদের হার কমানো যায় |
Ο ঘ) |
দীর্ঘমেয়াদে সুদের হার স্থির থাকে |
সঠিক উত্তর: (ঘ)
৫৫. |
বহি:স্ত তহবিলের উৎস কোনটি? |
Ο ক) |
বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ |
Ο খ) |
মালিকের মূলধন |
Ο গ) |
লভ্যাংশ সমতাকরণ তহবিল |
Ο ঘ) |
শেয়ার |
সঠিক উত্তর: (ক)
৫৬. |
ব্যবসায়ীর একসাথে প্রচুর অর্থ বিনিয়োগের ঝুঁকি হতে রক্ষা পাওয়ার উপায় কোনটি? |
Ο ক) |
যন্ত্রপাতি ক্রয় করা |
Ο খ) |
বিল্ডিং ক্রয় করা |
Ο গ) |
জমি ক্রয় করা |
Ο ঘ) |
যন্ত্রপাতি ভাড়া নেওয়া |
সঠিক উত্তর: (ঘ)
৫৭. |
অগ্রদূত লিমিটেড বাংলাদেশের স্বনামধন্য একটি কোম্পানি। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি অর্থ তহবিল করতে চায়। এক্ষেত্রে অন্যতম উৎস হলো- i বাণিজ্যিক ব্যাংক ii শেয়ার বিক্রয় iii ঋণপত্র বিক্রয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৫৮. |
কোন তহবিল ব্যবহার করে ব্যবসায় চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটানো হয়? |
Ο ক) |
স্বল্পমেয়াদি তহবিল |
Ο খ) |
মধ্যমেয়াদি তহবিল |
Ο গ) |
দীর্ঘমেয়াদি তহবিল |
Ο ঘ) |
অনির্দিষ্টমেয়াদি তহবিল |
সঠিক উত্তর: (খ)
৫৯. |
ভূমি, শ্রম ও মূলধনের ব্যবহার ক্ষেত্রে কোথায়? |
Ο ক) |
উৎপাদনে |
Ο খ) |
বন্টনে |
Ο গ) |
প্রত্যক্ষ সেবাদানে |
Ο ঘ) |
উপযোগ সৃষ্টিতে |
সঠিক উত্তর: (ক)
৬০. |
যৌতমূলধনি করবারের অভ্যন্তরীণ তহবিল হিসেবে বিবেচিত হয়- |
Ο ক) |
নিজস্ব অর্থ |
Ο খ) |
ব্যাংকের ঋণ |
Ο গ) |
শেয়ার বিক্রয়ের অর্থ |
Ο ঘ) |
বিশেষায়িত প্রতিষ্ঠানের ঋণ |
সঠিক উত্তর: (গ)
৬১. |
“ SIBL’’ নামক একটি আর্থিক প্রতিষ্ঠান হতে বোরহান ৬ মাসের জন্যে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে তার স্টেশনারি দোকান শুরু করেছে। বোরহানের গৃহীত ঋণের সুদের হারের� ক্ষেত্রে� প্রযোজ্য উক্তি কোনটি? |
Ο ক) |
অপেক্ষাকৃত কম হবে |
Ο খ) |
তুলনামূলকভাবে বেশি হবে |
Ο গ) |
সরকার কর্তৃক নির্ধারিত হবে |
Ο ঘ) |
জহিরের চাহিদা অনুযায়ী নির্ধারিত হবে |
সঠিক উত্তর: (খ)
৬২. |
অভ্যন্তরীণ তহবিলের উৎস কয় প্রকার? |
Ο ক) |
দুই |
Ο খ) |
তিন চার পাঁচ ১ ৪০. বহিস্থ তহবিলের উৎস কয় প্রকার? দুই তিন |
Ο গ) |
চার |
Ο ঘ) |
পাঁচ |
সঠিক উত্তর: (খ)
৬৩. |
মধ্যমেয়াদি ঋণের ধরণ- i জামানতযুক্ত ii জামানতবিহীন iii ঝুঁকিবিহীন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬৪. |
কোনটি মধ্যমেয়াদি অর্থায়ন হিসেবে পরিগণিত? |
Ο ক) |
০-১ বছর মেয়াদের জন্যে সংগৃতীত তহবিল |
Ο খ) |
১-২ বছর মেয়াদের জন্যে সংগৃতীত তহবিল |
Ο গ) |
১-৩ বছর মেয়াদের জন্যে সংগৃতীত তহবিল |
Ο ঘ) |
১-৫ বছর মেয়াদের জন্যে সংগৃতীত তহবিল |
সঠিক উত্তর: (ঘ)
৬৫. |
স্বল্পমেয়াদি ঋণমুক্ত উৎস হলো- i বাকিতে পণ্য ক্রয় ii বকেয় মজুরি iii অগ্রিম বেতন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬৬. |
তহবিল সংগ্রহে দীর্ঘমেয়াদি উৎস হিসেবে ব্যবহার করা যায় কোনটি? |
Ο ক) |
ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন |
Ο খ) |
প্রাপ্য বিল |
Ο গ) |
বাকিতে ক্রয় |
Ο ঘ) |
ডিবেঞ্চার ইস্যু |
সঠিক উত্তর: (ঘ)
৬৭. |
রবিন ও তার সাত বন্ধুর গঠিত ব্যবসায়ে মূলধনের প্রয়োজন। কিন্তু তারা মূলধন
সংগ্রহ নিয়ে উদ্বিগ্ন। কারণ তাদের কোম্পানিটির জন্যে অনিশ্চিত- i ব্যাংক হতে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ ii শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ iii ডিবেঞ্চার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৬৮. |
নতনি কোম্পানির জন্যে কোনটি বিক্রয় করা অনিশ্চিত থাকে? |
Ο ক) |
কাঁচামাল |
Ο খ) |
উৎপাদিত পণ্য |
Ο গ) |
ভূমি |
Ο ঘ) |
শেয়ার |
সঠিক উত্তর: (ঘ)
৬৯. |
যে কোনো প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা বিভিন্ন তহবিলের হিসেবে ব্যবহার করা যায়- i মুনাফা থেকে ঋণের সুদ বাদ দেয়ার পর ii সরকারকে প্রদেয় ট্যাক্স বাদ দেয়ার পর iii মুনাফার একটি অংশ ভবিষ্যৎ তহবিলে জমা রাখার পর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭০. |
লিজিং কোন অর্থায়নের অভিনব পদ্ধতি? i স্বল্পমেয়াদি ii মধ্যমেয়াদি iii দীর্ঘমেয়াদি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও ii |
সঠিক উত্তর: (গ)
৭১. |
ব্যবসায় বিলুপ্ত না হওয়া পর্যন্ত পরিশোধের প্রয়োজন হয় না কোনটি? |
Ο ক) |
ঋণ |
Ο খ) |
ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন |
Ο গ) |
শেয়ার বিক্রয়লব্ধ অর্থ |
Ο ঘ) |
ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ |
সঠিক উত্তর: (গ)
৭২. |
প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস হতে তহবিল সংগ্রহ করাকে কী বলে? |
Ο ক) |
অবন্টিত মুনাফা তহবিল |
Ο খ) |
সঞ্চিতি তহবিল |
Ο গ) |
বহিস্থ তহবিল |
Ο ঘ) |
লভ্যাংশ সমতাকরণ তহবিল |
সঠিক উত্তর: (গ)
৭৩. |
অর্জিত মুনাফা হতে ঋণের সুদ ও প্রদেয় ট্যাক্স বাদ দেওয়ার পর অতিরিক্ত অর্থ কী হিসেবে ব্যবহৃত হয়? |
Ο ক) |
তহবিলে উৎস |
Ο খ) |
অবন্টিত মুনাফা |
Ο গ) |
সঞ্চিত তহবিল |
Ο ঘ) |
লভ্যাংশ সমতায়ন |
সঠিক উত্তর: (ক)
৭৪. |
অস্থাবর সম্পত্তি হলো- i কাঁচামাল ii বিক্রয়যোগ্য মালামাল iii যন্ত্রপাতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭৫. |
কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে বহিস্থ অর্থসংস্থান তহবিল সংগ্রহের প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়? |
Ο ক) |
বৃহৎ প্রতিষ্ঠান |
Ο খ) |
উৎপাদনমুখী প্রতিষ্ঠান |
Ο গ) |
ক্ষুদ্র প্রতিষ্ঠান |
Ο ঘ) |
সেবামূলক প্রতিষ্ঠন |
সঠিক উত্তর: (গ)
৭৬. |
মেয়াদি বড় ঋণের উৎস- i বাণিজ্যিক ব্যাংক ii� গ্রামিন ব্যাংক iii বিমা কোম্পানি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৭৭. |
সংগঠনের ভিত্তিতে ব্যবসায় হতে পারে- i একমালিকানা ii অংশীদারি iii যৌথ মুলধনি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৮. |
সোহেল সম্প্রতি নিউ মার্কেট একটি ফ্যাশন শপ চালু করেছে। সে কিছুদিন পর পরই গ্রাহকের চাহিদা অনুযায়ী নতুন নতনি আইটেম দোকানে নিয়ে আসে যার খরচও অনেক বেশি। সোহেলের অর্থসংস্থানের জন্যে সুবিধাজনক কোনটি? |
Ο ক) |
নিজস্ব তহবিল |
Ο খ) |
স্বল্পমেয়াদি উৎস |
Ο গ) |
মধ্যমেয়াদি উৎস |
Ο ঘ) |
দীর্ঘমেয়াদি উৎস |
সঠিক উত্তর: (খ)
৭৯. |
ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে অবন্টিত মুনাফা একটি তহবিলে পৃথক করে রাখলে তাকে কী বলে? |
Ο ক) |
অবন্টিত মুনাফা |
Ο খ) |
সঞ্চিত তহবিল |
Ο গ) |
লভ্যাংশ সমতাকরণ |
Ο ঘ) |
বহিস্থ তহবিল |
সঠিক উত্তর: (খ)
৮০. |
অধিক ব্যয় ও সময়ের প্রয়োজন হয়- i স্বল্পমেয়াদি অর্থায়নে ii মধ্যমেয়অদি অর্থায়নে iii দীর্ঘমেয়াদি অর্থায়নে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৮১. |
উপার্জিত আয় হতে যাবতীয় খরচ বাদ দিলে কী পাওয়া যায়? |
Ο ক) |
আয় |
Ο খ) |
ব্যয় |
Ο গ) |
লভ্যাংশ |
Ο ঘ) |
মুনাফা |
সঠিক উত্তর: (ঘ)
৮২. |
কখন ব্যাংকগুলো প্রতিষ্ঠানের আয়, সুনাম, স্থায়ী সম্পদ ইত্যাদি তথ্যাদি বিচার-বিশ্লেষণ করে থাকে? |
Ο ক) |
দীর্ঘমেয়াদে ঋণ প্রদানের ক্ষেত্রে |
Ο খ) |
স্বল্পমেয়াদে ঋণ প্রদানের ক্ষেত্রে |
Ο গ) |
মধ্যমেয়াদে ঋণ প্রদানের ক্ষেত্রে |
Ο ঘ) |
ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে |
সঠিক উত্তর: (ক)
৮৩. |
বাণিজ্যিক পত্র বিক্রয়ের মাধ্যমে অর্থায়ন করতে পারে- i বাণিজ্যিক ব্যাংক ii বিমা কোম্পানি iii পেনশন তহবিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৪. |
�ক্ষুদ্র ঋণ ব্যবহার করা হয়- i কুটির শিল্প ব্যবস্থাপনায় ii কৃষি উপাদান ক্রয়ে ii iহ্যাচারী পরিচালনায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৫. |
বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হল- i কৃষি ব্যাংক ii শিল্প ব্যাংক iii বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৬. |
২ ১৭. ভবিষ্যত বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করা হয় কেন? |
Ο ক) |
স্থায়ী খরচ নির্বাহের জন্যে |
Ο খ) |
দৈনন্দিন খরচ নির্বাহের জন্যে |
Ο গ) |
স্থায়ী সম্পদ অর্জনের জন্যে |
Ο ঘ) |
নতুন খাতে বিনিয়োগের জন্যে |
সঠিক উত্তর: (খ)
৮৭. |
অনেক সময় ব্যয় প্রক্রিয়া অনুসরণ করতে হয় নিচের কোন অর্থায়নের ক্ষেত্রে? i স্বল্প ii মধ্যম iii দীর্ঘ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (গ)
৮৮. |
স্বল্পমেয়াদি তহবিলের উৎস কোনটি? |
Ο ক) |
প্রাতিষ্ঠানিক উৎস |
Ο খ) |
মুনাফাভিত্তিক উৎস |
Ο গ) |
মূলধনভিত্তিক উৎস |
Ο ঘ) |
মালিকানাভিত্তিক উৎস |
সঠিক উত্তর: (ক)
৮৯. |
গ্রাম্য মহাজনরা ঋণের ওপর সুদ গণনা করেন- i দিন ভিত্তিক ii সপ্তাহ ভিত্তিক ii iমাস ভিত্তিক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯০. |
কোন ব্যাংক সুদের হার নির্ধারণ ও ঋণের চাহিদা বিচার-বিশ্লেষণ করে? |
Ο ক) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο খ) |
কৃষি ব্যাংক |
Ο গ) |
গ্রামিণ ব্যাংক |
Ο ঘ) |
বাংলাদেশ ব্যাংক |
সঠিক উত্তর: (ঘ)
৯১. |
স্বল্পমেয়াদি তহবিল উৎসের অন্তর্ভূক্ত হলো- i প্রাপ্য বিল বাট্টাকরণ ii প্রদেয় বিল iii ক্ষুদ্র ঋণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
iও ii |
Ο খ) |
iও iii |
Ο গ) |
iiও iii |
Ο ঘ) |
i,iiও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯২. |
অস্থাবর সম্পত্তি বলতে- i বিল্ডিং ফ্যাক্টরি ii কাঁচামাল iii বিক্রয়যোগ্য মালামাল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৯৩. |
ক্রেতা নির্দিষ্ট সময় পরে বিক্রেতাকে অর্থ পরিশোধের যে অঙ্গীকার করে তাকে কী বলে? |
Ο ক) |
চুক্তিপত্র |
Ο খ) |
চালান |
Ο গ) |
ভাউচার |
Ο ঘ) |
বিনিময় বিল |
সঠিক উত্তর: (ঘ)
৯৪. |
একটি প্রতিষ্ঠানের বেশিরভাগ অর্থায়ন কোন উৎস হতে আসে? |
Ο ক) |
স্বল্পমেয়াদি |
Ο খ) |
মধ্যমেয়াদি |
Ο গ) |
দীর্ঘমেয়াদি |
Ο ঘ) |
উচ্চমেয়াদি |
সঠিক উত্তর: (ক)
৯৫. |
ব্যবসায় করার জন্য যে তহবিলের প্রয়োজন হয় তা সরবরাহ করাকে কী বলে? |
Ο ক) |
অর্থায়ন |
Ο খ) |
অর্থনীতি |
Ο গ) |
ব্যবসায় অর্থায়ন |
Ο ঘ) |
ব্যবসায় নীতি |
সঠিক উত্তর: (গ)
৯৬. |
�দীর্ঘমেয়াদি তহবিলের উৎস কত প্রকার? |
Ο ক) |
২ |
Ο খ) |
৪ |
Ο গ) |
৩ |
Ο ঘ) |
৫ |
সঠিক উত্তর: (গ)
৯৭. |
সিয়াম একটি টেইলারিং দোকান প্রতিষ্ঠা করতে চায়। দোকানটির জন্যে সে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে পারে- i গ্রাহকদের প্রদত্ত অনুদান থেকে ii ঋণদাতা প্রতিষ্ঠান থেকে iii নিজস্ব তহবিল থেকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৯৮. |
বিনিময় বিলের মেয়াদ সাধারণত কত দিন হয়? |
Ο ক) |
৩০ দিন |
Ο খ) |
৬০ দিন |
Ο গ) |
৯০ দিন |
Ο ঘ) |
১২০ দিন |
সঠিক উত্তর: (গ)
৯৯. |
যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানে তহবিলের কয়টি ভিন্ন উৎস থাকে? |
Ο ক) |
দুটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
চারটি |
Ο ঘ) |
পাঁচটি |
সঠিক উত্তর: (ক)
১০০. |
অধিকাংশ ব্যবসায় প্রতিষ্ঠান তহবিলের কয়টি উৎস ব্যবহার করে থাকে? |
Ο ক) |
দুটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
চারটি |
Ο ঘ) |
পাঁচটি |
সঠিক উত্তর: (ক)
১০১. |
নিচের কোনটি স্বল্পমেয়াদি অর্থায়নের হাতিয়ার? |
Ο ক) |
বাণিজ্যিক কাগজ |
Ο খ) |
শেয়ার |
Ο গ) |
বন্ড |
Ο ঘ) |
মউচ্যুয়াল ফান্ড |
সঠিক উত্তর: (ক)
১০২. |
শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগৃতীত তহবিল কী হিসেবে বিবেচিত হয়? |
Ο ক) |
মালিকের সম্পদ |
Ο খ) |
মালিকের তহবিল |
Ο গ) |
পাওনাদারের তহবিল |
Ο ঘ) |
মালিকের পাওনা |
সঠিক উত্তর: (খ)
১০৩. |
শেয়ারহোল্ডারদের মধ্যে অবন্টিত মুনাফা থেকে কোন তহবিল সৃষ্টি হয়? |
Ο ক) |
নগদ তহবিল |
Ο খ) |
মূলধনি তহবিল |
Ο গ) |
সঞ্চিতি তহবিল |
Ο ঘ) |
ভবিষ্যৎ তহবিল |
সঠিক উত্তর: (গ)
১০৪. |
কোন উৎসের মাধ্যমে স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ করা যায়? |
Ο ক) |
প্রাপ্য বিল |
Ο খ) |
শেয়ার ইস্যু |
Ο গ) |
লিজ গ্রহণ |
Ο ঘ) |
ডিবেঞ্চার ইস্যু |
সঠিক উত্তর: (ক)
১০৫. |
ব্যবসায় বিলুপ্ত না হওয়া পর্যন্ত পরিশোধর প্রয়োজন হয় না কোনটি? |
Ο ক) |
ঋণ গ্রহণ |
Ο খ) |
ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন |
Ο গ) |
শেয়ার বিক্রয়লব্ধ অর্থ |
Ο ঘ) |
ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ |
সঠিক উত্তর: (গ)
১০৬. |
নাহিদ ও তার সাত বন্ধুর গঠিত ব্যবসায়ে মূলধনের প্রয়োজন।কিন্তু তারা মূলধন
সংগ্রহ নিয়ে উদ্বিগ্ন। করণ তাদের কোম্পানিটির জন্যে অনিশ্চিত- i ব্যাংক হতে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ iiশেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ iii ডিবেঞ্চার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i ,ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১০৭. |
ঋণের ক্ষেত্রে কোনটি প্রদান করা বাধ্যতামূলক? |
Ο ক) |
প্রতিশ্রুতি |
Ο খ) |
দলিল |
Ο গ) |
চুক্তিপত্র |
Ο ঘ) |
কিস্তি |
সঠিক উত্তর: (ঘ)
১০৮. |
� বেসরকারি প্রতিষ্ঠান ব্যবসায় প্রতিষ্ঠানকে প্রদান করে- � i পরামর্শ ii প্রশিক্ষণ iii তহবিল নিচের কোনটি সঠিক? � i পরামর্শ iiপ্রশিক্ষণ iiiতহবিল নিচের কোনটি সঠিক? iও ii iও iii iiও iii i,iiও iii ৪ ১৪৪. বিমা প্রতিষ্ঠান এক প্রকার- i মূলধন প্রতিষ্ঠান iiবাণিজ্যিক প্রতিষ্ঠান iiiসেবামূলক প্রতিষ্ঠান নিচের কোনটি সঠিক? iও ii iও iii iiও iii i,iiও iii ১ ১৪৫. বাণিজ্যিক ব্যাংকে জামানত হিসেবে ব্যবহারযোগ্য- i চলতি মূলধন iiস্থায়ী মূলধন iiiস্থায়ী সম্পত্তি নিচের কোনটি সঠিক? iও ii iও iii iiও iii i,iiও iii ৩ ১৪৬.আবির তার চালের ব্যবসায় আরও সম্প্রসারণের উদ্দেশ্যে মুন ব্যাংক হতে ২ বছরের জন্যে ১ লক্ষ টাকা ঋণ নিতে গেলে ব্যাংক কর্মকর্তা তাকে জামানত রাখতে বলেন।আবির জামানত হিসেবে ব্যবহার করতে পারে- i মজুদ পণ্য iiচলতি মূলধন iiiস্থায়ী সম্পত্তি নিচের কোনটি সঠিক? iও ii iও iii iiও iii i,iiও iii ৪ ১৪৭. আলামিন তার ব্যবসায়ের জন্যে মাইডাস হতে ২ বছরের জন্যে ঋণ গ্রহণ করে। তাবে আলামিন মাইডাস অফিসে গিয়ে দেখে প্রতিষ্ঠানটি আরও নানান ধরনের কাজের সাথে জড়িত। উক্ত প্রতিষ্ঠানটির কাজের আওতাভূক্ত- i পরামর্শ দান iiপ্রশিক্ষণ দান iiiদক্ষতা বৃদ্ধিকরণ নিচের কোনটি সঠিক? iও ii iও iii iiও iii i,iiও iii ৪ |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i,iiও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০৯. |
যৌথমূরধনি কোম্পানির তহবিল সংগ্রহের উৎস কী? |
Ο ক) |
শেয়ার বিক্রয় |
Ο খ) |
বন্ড বিক্রয় |
Ο গ) |
ডিবেঞ্চার বিক্রয় |
Ο ঘ) |
সম্পত্তি বিক্রয় |
সঠিক উত্তর: (ক)
১১০. |
�দৈনন্দিন প্রয়োজনে তহবিল সংগ্রহের উৎস হলো- i বাকিতে পণ্য ক্রয় ii স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ iii শেয়ার বিক্রি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১১১. |
বাণিজ্যিক পত্র বিক্রয় জামানত হিসেবে কোনটি ক্রয় করা হয়? |
Ο ক) |
ব্যাংক তহবিল |
Ο খ) |
নগদ তহবিল |
Ο গ) |
সুনাম |
Ο ঘ) |
ব্যবসায়ের যাবতীয় সম্পদ |
সঠিক উত্তর: (গ)
১১২. |
ব্যবসায়ের দৈনন্দিন খরচ হয়- i মেশিন মেরামতে ii বাড়ি ভাড়া প্রদানে iii বিদ্যুৎ বিল প্রদানে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১৩. |
শুধু কোম্পানির জন্য প্রযোজ্য- i দীর্ঘমেয়াদি ঋণ ii নিজস্ব মূলধন iii শেয়ার ইস্যু নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১৪. |
৪ আনোয়া সাহেব সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য লিজিং পদ্ধতি ব্যবহার করবেন। এক্ষেত্রে তিনি লিজ নিতে পারবেন- i ব্যয়বহুল মেশিন ii কাঁচামাল iii যানবাহন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১১৫. |
ব্যবসায় করার জন্যে যে তহবিলের প্রয়োজন হয় তা সরবরাহ করাকে কী বলে? |
Ο ক) |
ব্যবসায়িক খরচ |
Ο খ) |
ব্যবসায় অর্থায়ন |
Ο গ) |
ব্যবসায়িক সম্পদ |
Ο ঘ) |
ব্যবসায়িক আয় |
সঠিক উত্তর: (খ)
১১৬. |
ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক সমস্যা দূরীকরণে উৎস নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয়- i মূলধন যোগানের ব্যয় ii মূলধনের গুরুত্ব ও লক্ষ্য iii বিভিন্ন ধরনের উপকারিতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১১৭. |
ফ্যাশন হাউসগুলোর পণ্য উৎসহতে অর্থসংস্থান করা হয়। কেন? |
Ο ক) |
চাহিদার দ্রুত পরিবর্তন |
Ο খ) |
অর্থের কম প্রয়োজন |
Ο গ) |
পণ্যের চাহিদা কম |
Ο ঘ) |
পণ্য উৎপাদনে খরচ কম |
সঠিক উত্তর: (ক)
১১৮. |
লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির কোনটি জড়িত? |
Ο ক) |
লাভ-লোকসান |
Ο খ) |
নিয়ম-কানুন |
Ο গ) |
সুনাম |
Ο ঘ) |
কোম্পানির ভবিষ্যত |
সঠিক উত্তর: (গ)
১১৯. |
নিচের কোনটি মূলধন বাজারের হাতিয়ার? |
Ο ক) |
শেয়ার |
Ο খ) |
প্রাপ্য বিল |
Ο গ) |
মজুত পণ্য |
Ο ঘ) |
গুদাম রশিদ |
সঠিক উত্তর: (ক)
১২০. |
দৈনন্দিন খরচ নয়- i যন্ত্রপাতি ক্রয় ii বেতন প্রদান iii ভাড়া প্রদান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও ii |
সঠিক উত্তর: (ক)
১২১. |
অপ্রাতিষ্ঠানিক অর্থায়নে উৎস কোনটি? |
Ο ক) |
গ্রাম্য মহাজন |
Ο খ) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο গ) |
বিমা কোম্পানি |
Ο ঘ) |
ক্ষুদ্র ঋণ |
সঠিক উত্তর: (ক)
১২২. |
নতুন ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়নের উৎস হিসেবে কোনটি অধিকতর যুক্তিসঙ্গত? |
Ο ক) |
লিজিং |
Ο খ) |
সঞ্চয় |
Ο গ) |
অবন্টিত মুনাফা |
Ο ঘ) |
স্বল্পমেয়াদি ঋণ |
সঠিক উত্তর: (ক)
১২৩. |
লিজ নেয়ার বিপরীতে লিজিং কোম্পানিকে কী পরিশোধ করতে হয়? |
Ο ক) |
ভাড়া |
Ο খ) |
সুদ |
Ο গ) |
কর |
Ο ঘ) |
মুনাফা |
সঠিক উত্তর: (ক)
১২৪. |
বহিস্থ তহবিলের অসুবিধা কী? |
Ο ক) |
ফেরত দেওয়া বাধ্যতামূলক |
Ο খ) |
সুদ প্রদান বাধ্যতামূলক |
Ο গ) |
কিস্তিতে পরিশোধ করা বাধ্যদামূলক |
Ο ঘ) |
বিনিয়োগ করা বাধ্যতামূলক |
সঠিক উত্তর: (খ)
১২৫. |
শেয়ারের মাধ্যমে তহবিল সংগ্রহের বিনিময়ে শেয়ারহোল্ডারদের কী প্রদান করতে হয়? |
Ο ক) |
কমিশন |
Ο খ) |
সুদ |
Ο গ) |
সেলামী |
Ο ঘ) |
লভ্যাংশ |
সঠিক উত্তর: (ঘ)
১২৬. |
বিক্রেতার কাছে ক্রয়বিক্রয়জনিত বিলটি কী ধরনের বিল? |
Ο ক) |
প্রাপ্য বিল |
Ο খ) |
প্রদেয় বিল |
Ο গ) |
বিনিময় বিল |
Ο ঘ) |
মেয়াদি বিল |
সঠিক উত্তর: (ক)
১২৭. |
কোনটি মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস? |
Ο ক) |
অবন্টিত মুনাফা |
Ο খ) |
মালিকের মূলধন |
Ο গ) |
শেয়ার |
Ο ঘ) |
প্রদেয় বিল |
সঠিক উত্তর: (ক)
১২৮. |
নতুন কোম্পানির জন্যে কোনটি বিক্রয় করা অনিশ্চিত থাকে? |
Ο ক) |
কাঁচামাল |
Ο খ) |
উৎপাদিত পণ্য |
Ο গ) |
ভূমি |
Ο ঘ) |
শেয়ার |
সঠিক উত্তর: (ঘ)
১২৯. |
জনাব শিশির হার চামড়া উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্যে অর্থের প্রয়োজন হলে বিক্রয়যোগ্য চামড়া বন্ধক রেখে অগ্রণী ব্যাংক থেকে ২০ লক্ষ টাকা ঋণ নেন। শ্রেণিবিভাগ অনুসারে বন্ধকী সম্পত্তিটি কোন ধরনের? |
Ο ক) |
অস্থাবর সম্পত্তি |
Ο খ) |
স্থাবর সম্পত্তি |
Ο গ) |
অদৃশ্যমান সম্পত্তি |
Ο ঘ) |
স্পর্শনীয় সম্পত্তি |
সঠিক উত্তর: (ক)
১৩০. |
গাজী গ্রুপ ২০১২ সাল হতে সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যৎ বিপদ মোকাবিলা করার জণ্যে মুনাফার একটি অংশ তহবিল করে জমা রাখবে। গাজী গ্রুপের জমাকৃত তহবিলকে কী বলা যায়? |
Ο ক) |
অবন্টিত মুনাফা |
Ο খ) |
সঞ্চিতি তহবিল |
Ο গ) |
লভ্যাংশ সমতাকরণ তহবিল |
Ο ঘ) |
বিধিবদ্ধ রিজার্ভ |
সঠিক উত্তর: (খ)
১৩১. |
বাণিজ্যিকপত্র বিক্রয় করে সাময়িক সময়ের জন্য অর্থায়ন করতে পারে- i খ্যাতিমান ব্যক্তি ii বাণিজ্যিক ব্যাংক iii সাধারণ ব্যবসায় প্রতিষ্ঠান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৩২. |
ব্যবসায়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন উৎস ব্যবহার করে তহবিল সয়গ্রহ করার করণ কী? |
Ο ক) |
অর্থায়নের বিভিন্ন বৈশিষ্ট্য আলাদা বলে |
Ο খ) |
অর্থায়নের বিভিন্ন বৈশিষ্ট্য একই বলে |
Ο গ) |
অর্থায়নের বিভিন্ন উদ্দেশ্য আলাদা বলে |
Ο ঘ) |
অর্থায়নের বিভ্ন্নি কার্যাবলি আলাদা বলে |
সঠিক উত্তর: (ক)
১৩৩. |
দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হলো- i ঋণ ii বিল বাট্টাকরণ iii লিজিং নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৩৪. |
মোট মুনাফা থেকে তহবিলের উৎস বাবদ খরচ ও কর বাদ দিলে কী পাওয়া যায়? |
Ο ক) |
মোট মুনাফা |
Ο খ) |
নিট মুনাফা |
Ο গ) |
মোট ক্ষতি |
Ο ঘ) |
নিট ক্ষতি |
সঠিক উত্তর: (খ)
১৩৫. |
স্বল্পমেয়াদি তহবিলের অপ্রাতিষ্ঠানিক উৎস হলো- i বাণিজ্যিক পত্র ii প্রদেয় বিল iii ক্ষুদ্র ঋণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও ii |
সঠিক উত্তর: (ঘ)
১৩৬. |
স্বল্পমেয়াদি তহবিল একমালিকানা ব্যবসায়ের উৎপাদনে ব্যবহৃত ভূমি,শ্রম,মূলধন ও সংগঠন কোন ধরনের তহবিলের উৎস? |
Ο ক) |
মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ তহবিল |
Ο খ) |
বহিস্থ তহবিল |
Ο গ) |
মালিকানাভিত্তিক তহবিল |
Ο ঘ) |
অভ্যন্তরীণ তহবিল |
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. |
কোনটি সুদ বহির্ভূত? |
Ο ক) |
ঋণপত্র |
Ο খ) |
বিনিয়োগ |
Ο গ) |
সঞ্চয়পত্র |
Ο ঘ) |
ব্যাংক জমা |
সঠিক উত্তর: (ক)
১৩৮. |
মজুদ মাল বন্ধকীকরণ করা হয় কেন? |
Ο ক) |
স্বল্পমেয়াদি অর্থসংস্থানের জন্যে |
Ο খ) |
মধ্যমেয়াদি অর্থসংস্থানের জন্যে |
Ο গ) |
দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের জন্যে |
Ο ঘ) |
ব্যাংক ঋণ পাওয়ার জন্যে |
সঠিক উত্তর: (ক)
১৩৯. |
দৈনন্দিন প্রয়োজনে কী ধরনের ব্যাংক ঋণ গ্রহণ করা উচিত? |
Ο ক) |
স্বল্পমেয়াদি |
Ο খ) |
মধ্যমেয়াদি |
Ο গ) |
দীর্ঘমেয়াদি |
Ο ঘ) |
মধ্যম ও দীর্ঘমেয়াদি |
সঠিক উত্তর: (ক)
১৪০. |
কীসের জন্যে শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করা উচিত? |
Ο ক) |
স্থায়ী মূলধনের জন্যে |
Ο খ) |
চলতি মূলধনের জন্যে |
Ο গ) |
স্থায়ী আয়ের জন্যে |
Ο ঘ) |
চলতি আয়ের জন্যে |
সঠিক উত্তর: (ক)
১৪১. |
বেশি পরিমাণে ঋণ প্রদান কোন ব্যাংকের জন্যে ঝুঁকিপূর্ণ? |
Ο ক) |
সমবায় ব্যাংক |
Ο খ) |
শিল্প ব্যাংক |
Ο গ) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο ঘ) |
বাণিজ্যিক ব্যাংক |
সঠিক উত্তর: (ঘ)
১৪২. |
কোন কারবারের অভ্যন্তনীণ তহবিলের উৎস অর্থ দ্বারা পরিমাপযোগ্য যেকোনো উৎপাদনের পুপকরণ হতে পারে? |
Ο ক) |
একমালিকানা কারবারের |
Ο খ) |
অংশীদারি কারবারের |
Ο গ) |
যৌথমূলধনি কারবারের |
Ο ঘ) |
রাষ্ট্রয়ী কারবারের |
সঠিক উত্তর: (ক)
১৪৩. |
কোন উৎস থেকে লভ্যাংশ সমতাকরণ তহবিল সৃষ্টি করা হয়? |
Ο ক) |
মোট মুনাফা থেকে |
Ο খ) |
অর্জিত মুনাফা থেকে |
Ο গ) |
নিট মুনাফা থেকে |
Ο ঘ) |
প্রদেয় লভ্যাংশ থেকে |
সঠিক উত্তর: (গ)
১৪৪. |
কোন মিশ্রণের উৎস থেকে প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করে? |
Ο ক) |
কম সুবিধা ও কম খরচযুক্ত |
Ο খ) |
বেশি সুবিধা ও বেশি খরচযুক্ত |
Ο গ) |
বেশি সুবিধা ও কম খরচযুক্ত |
Ο ঘ) |
কম সুবিধা ও বেশি খরচযুক্ত |
সঠিক উত্তর: (গ)
১৪৫. |
তালুকদার কোম্পানি প্রতি মাসেই তাদের মুনাফার একটা নির্দিষ্ট অংশ শেয়অরহোল্ডারদের লভ্যাংশ হিসেবে প্রদান করে। কোম্পানিটি কেন এ অর্থ জমা না করে শেয়ারহোল্ডরদের মধ্যে বন্টন করে? |
Ο ক) |
লভ্যাংশের প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত হওয়ায় |
Ο খ) |
লভ্যাংশ দিলে শেয়ারের ব্যবহার বৃদ্ধি করতে |
Ο গ) |
লভ্যাংশ দিলে সহজেই উদ্দেশ্য অর্জন হওয়ায় |
Ο ঘ) |
লভ্যাংশ দিলে সরকার সহযোগিতা পাওয়ায় |
সঠিক উত্তর: (ক)
১৪৬. |
প্রাপ্য বিল ও প্রদেয় বিল কোন অর্থসংস্থানের উৎস? i স্বল্পমেয়াদি ii মধ্যমেয়াদি iii দীর্ঘমেয়াদি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৪৭. |
বড় অঙ্কের মোট মূলধনকে ছোট ছোট অংশে বিভক্ত করে শেয়ার হিসেবে বিক্রয় করে কোন ধরনের সংগঠন? |
Ο ক) |
অংশীদরি ব্যবসায় |
Ο খ) |
সমবায় সংগঠন |
Ο গ) |
প্রাইভেট লিমিটেড কোম্পানি |
Ο ঘ) |
পাবলিক লিমিটেড কোম্পানি |
সঠিক উত্তর: (ঘ)
১৪৮. |
অর্থায়ন বলতে বোঝায়- i তহবিল সংগ্রহ ii তহবিল ব্যবস্থাপনা iii তহবিলের বন্টন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. |
মুনাফার পরিমাণ সর্বোচ্চকরণে তহবিল উৎসের খরচ কীরূপ হওয়া আবশ্যক? |
Ο ক) |
সর্বোচ্চ |
Ο খ) |
ন্যূনতম |
Ο গ) |
মধ্যম |
Ο ঘ) |
নিম্নতম |
সঠিক উত্তর: (খ)
১৫০. |
‘XL’ নামক প্রতিষ্ঠানটি সম্প্রতি শেয়ার বিক্রয়ের মাধ্যমে ২ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে।‘XL’� প্রতিষ্ঠানের ধরণ কোনটি? |
Ο ক) |
একমালিকানা ব্যবসায় |
Ο খ) |
অংশীদারি ব্যবসায় |
Ο গ) |
কোম্পানি সংগঠন |
Ο ঘ) |
সমবায় সমিতি |
সঠিক উত্তর: (গ)
১৫১. |
স্বল্পমেয়াদি তহবিলের প্রাতিষ্ঠানিক উৎস হলো- i প্রাপ্য বিলের বাট্টাকরণ ii প্রদেয় বিল iii ক্ষুদ্র ঋণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
|
Ο গ) |
ii iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৫২. |
জামানতযোগ্য স্থায়ী সম্পত্তি থাকে না কোন ধরনের প্রতিষ্ঠানে? |
Ο ক) |
নতুন ব্যবসায় প্রতিষ্ঠনে |
Ο খ) |
পুরাতন ব্যবসায় প্রতিষ্ঠানে |
Ο গ) |
একমালিকানা ব্যবসায়ে |
Ο ঘ) |
অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে |
সঠিক উত্তর: (ক)
১৫৩. |
স্বল্পমেয়াদি অর্থায়নের উদ্দেশ্য কী? |
Ο ক) |
দৈনন্দিন কাজের ব্যয় মিটানো |
Ο খ) |
স্থায়ী সম্পদ ক্রয় |
Ο গ) |
অবকাঠামো নির্মাণে |
Ο ঘ) |
ভূমি ক্রয় |
সঠিক উত্তর: (ক)
১৫৪. |
নতুন ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়নের উৎস হিসেবে কোনটি অধিকতর যুক্তিসঙ্গত? |
Ο ক) |
লিজিং |
Ο খ) |
সঞ্চয় |
Ο গ) |
আবন্টিত মুনাফা |
Ο ঘ) |
স্বল্পমেয়াদি ঋণ |
সঠিক উত্তর: (ক)
১৫৫. |
মালিক পক্ষের প্রদত্ত তহবিলকে কী বলা হয়? |
Ο ক) |
অভ্যন্তরীণ তহবিল উৎস |
Ο খ) |
বহি:স্থ তহবিল উৎস |
Ο গ) |
পারিবারিক তহবিল উৎস |
Ο ঘ) |
বৈদেশিক তহবিল উৎস |
সঠিক উত্তর: (ক)
১৫৬. |
কোন ধরনের ঋণের ক্ষেত্রে যখন ঋণের অর্থ ব্যবহার করা হয় কেবল তখনই সুদ প্রদান করা হয়? |
Ο ক) |
ঋণপত্র |
Ο খ) |
গ্রাম্য মহাজন |
Ο গ) |
প্রদেয় বিল |
Ο ঘ) |
ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন |
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. |
সব প্রতিষ্ঠান কোন হিসোবের মাধ্যমে পাওনা আদায় ও দেনা পরিশোধ করে থাকে? |
Ο ক) |
সঞ্চয়ী |
Ο খ) |
চলতি |
Ο গ) |
স্থায়ী |
Ο ঘ) |
ক+গ |
সঠিক উত্তর: (খ)
১৫৮. |
আলামিন তার ব্যবসায়ের জন্যে মাইডাস হতে ২ বছরের জন্যে ঋণ গ্রহণ করে। তাবে
আলামিন মাইডাস অফিসে গিয়ে দেখে প্রতিষ্ঠানটি আরও নানান ধরনের কাজের সাথে
জড়িত। উক্ত প্রতিষ্ঠানটির কাজের আওতাভূক্ত- i পরামর্শ দান ii প্রশিক্ষণ দান iii দক্ষতা বৃদ্ধিকরণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. |
কোন তহবিল ব্যবহার করে ব্যবসায় চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটানো হয়? |
Ο ক) |
স্বল্পমেয়াদি তহবিল |
Ο খ) |
মধ্যমেয়াদি তহবিল |
Ο গ) |
দীর্ঘমেয়াদি তহবিল |
Ο ঘ) |
অনির্দিষ্টমেয়াদি তহবিল |
সঠিক উত্তর: (খ)
১৬০. |
নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বর্পন না করে কারবারে বিনিয়োগ করা হয় তাকে কী বলে? |
Ο ক) |
অবন্টিত মুনাফা |
Ο খ) |
সঞ্চিত তহবিল |
Ο গ) |
লভ্যাংশ সমতাকরণ |
Ο ঘ) |
বহিস্থ তহবিল |
সঠিক উত্তর: (খ)
১৬১. |
মতিউর চট্টগ্রামের ‘X’ ইন্ডাস্ট্রিজের কাছ থেকে এ মর্মে ৩০ টন রড ক্রয় করেছে যে তিন মাস পর সে এর মূল্য পরিশেধি করবে এবং এ প্রেক্ষিতে একটি দলিল তৈরি কর `X `ইন্ডাস্ট্রিজের নিকট পাঠিয়েছে। মতিউরের প্রদত্ত দলিলটিকে কী বলা যায়? |
Ο ক) |
চালান পত্র |
Ο খ) |
প্রত্যয়পত্র |
Ο গ) |
অঙ্গীকার পত্র |
Ο ঘ) |
বিনিময় বিল |
সঠিক উত্তর: (ঘ)
১৬২. |
প্রাইভেট কোম্পানির উদ্যোক্তার সদস্য সংখ্যা কত জন হতে পারে? |
Ο ক) |
২ থেকে ১০ জন |
Ο খ) |
৭ থেকে ১০ জন |
Ο গ) |
২ থেকে ৫০ জন |
Ο ঘ) |
৭ থেকে ৫০ জন |
সঠিক উত্তর: (গ)
১৬৩. |
বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- i গ্রামীণ ব্যাংক ii কৃষি ব্যাংক iii শিল্প ব্যাংক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৬৪. |
লিজ গ্রহণ কোন ধরনের প্রতষ্ঠানের জন্যে উত্তম? |
Ο ক) |
বড় কোম্পানি |
Ο খ) |
যাদের পুঁজির পরিমাণ বেশি |
Ο গ) |
নতুন অথবা ছোট প্রতিষ্ঠান |
Ο ঘ) |
পুরাতন অথবা বড় প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (গ)
১৬৫. |
নিচের কোনটির মূলধনী খরচ আছে? i গৃহীত ঋণ ii বন্ড iii বকেয়া মজুরি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৬৬. |
বেশিরভাগ প্রতিষ্ঠানই সাধারণত কয়টি উৎস ব্যবহার করে থাকে? |
Ο ক) |
দুটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
চারটি |
Ο ঘ) |
পাঁচটি |
সঠিক উত্তর: (ক)
১৬৭. |
ব্যাংক থেকে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করাকে কী বলে? |
Ο ক) |
বহিস্থ তহবিল |
Ο খ) |
সঞ্চিতি তহবিল |
Ο গ) |
অবন্টিত মুনাফা তহবিল |
Ο ঘ) |
লভ্যাংশ সমতাকরণ তহবির |
সঠিক উত্তর: (ক)
১৬৮. |
সংগঠনের ভিত্তিতে কারবার প্রতিষ্ঠান হতে পারে- i একমালিকানা ii অংশীদারি iii যৌথমূলধনি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iiও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. |
দীর্ঘমেয়াদি মূলধনের� উৎস হলো- i শেয়ার ডিবেঞ্চার ইস্যু ii লিজ গ্রহণ iii জামানতের মাধ্যমে ঋণ গ্রহণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৭০. |
কোন এনজিও ব্যবসায় প্রতিষ্ঠানকে মধ্যমেয়াদি ঋণ প্রদান করে থাকে? |
Ο ক) |
প্রশিকা |
Ο খ) |
আশা |
Ο গ) |
কারিতাস |
Ο ঘ) |
মাইডাস |
সঠিক উত্তর: (ঘ)
১৭১. |
কখন লভ্যাংশ সমতাকরণ তহবিল ব্যবহার করা হয়? |
Ο ক) |
অধিক মুনাফা অর্জিত হলে |
Ο খ) |
দীর্ঘমেয়াদি তহবিলের অভাব হলে |
Ο গ) |
চলতি মূলধনের সংকট হলে |
Ο ঘ) |
লভ্যাংশ ঘোষণা করার মতো মুনাফা না থাকলে |
সঠিক উত্তর: (ঘ)
১৭২. |
কোন ধরণের ঋণ সাধারনত কৃষিনির্ভর ? |
Ο ক) |
বৃহৎ ঋণ |
Ο খ) |
মাঝারি ঋণ |
Ο গ) |
স্বল্পমেয়াদি ঋণ |
Ο ঘ) |
দীর্ঘমেয়াদি ঋণ |
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. |
জনাব হাসান গাজীপুরে গার্মেন্টস প্রতিষ্ঠানের জন্যে ৭ বছর মেয়াদি বাংলা ব্যাংক হতে ১৫ কোটি টাকা ঋণ নিয়েছেন। জনাব হাসান কোন ধরণের অর্থসংস্থান করেছেন? |
Ο ক) |
জমাতিরিক্ত ঋণ |
Ο খ) |
মধ্যমেয়াদি অর্থসংস্থান |
Ο গ) |
দীর্ঘমেয়াদি অর্থসংস্থান |
Ο ঘ) |
ব্যবসায় অর্থসংস্থান |
সঠিক উত্তর: (গ)
১৭৪. |
মধ্যমেয়াদি অর্থায়নের সর্বোচ্চ সময়কা্ল কত? |
Ο ক) |
১ বছর |
Ο খ) |
২ বছর |
Ο গ) |
৫ বছর |
Ο ঘ) |
১০ বছর |
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. |
তহবিল সংগ্রহের কাজ সুচারুরুপে সম্পদনের উপায় কী? |
Ο ক) |
তহবিলের উৎস সম্পর্কে ধারণা লাভ |
Ο খ) |
অভ্যন্তরীণ তহবিলের উৎস সম্পর্কে ধারণা লাভ |
Ο গ) |
বহিস্থ তহবিলের উৎস সম্পর্কে ধারণা লাভ |
Ο ঘ) |
স্বল্পমেয়াদি অর্থায়ন সম্পর্কে ধারণা লাভ |
সঠিক উত্তর: (ক)
১৭৬. |
কোনটি মধ্যমেয়দি অর্থায়ন হিসেবে পরিগণিত? |
Ο ক) |
০-১ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল |
Ο খ) |
১-২ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল |
Ο গ) |
১-৩ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল |
Ο ঘ) |
১-৫ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল |
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. |
কীভাবে মোট মুনাফা থেকে নিট মুনাফা পাওয়া যায়? |
Ο ক) |
তহবিলের উৎসের ব্যয় ও কর বাদ নিয়ে |
Ο খ) |
তহবিলে উৎসের ব্যয় ও কর যোগ করে |
Ο গ) |
তহবিলের উৎসের ব্যয় ও কর গুণ করে |
Ο ঘ) |
তহবিলের উৎসের মধ্যে সমত করে |
সঠিক উত্তর: (ক)
১৭৮. |
কোনটিতে অপেক্ষাকৃত কম খরচ হয়? |
Ο ক) |
শেয়ার বিক্রয় করে অর্থয়ন করলে |
Ο খ) |
স্বল্পমেয়াদি ঋণ নিলে |
Ο গ) |
জমাতিরিক্ত উত্তোলন করলে |
Ο ঘ) |
দীর্ঘমেয়াদি ঋণ নিলে |
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. |
উৎপাদনের উপকরণ কয়টি? |
Ο ক) |
দুইটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
চারটি |
Ο ঘ) |
পাঁচটি |
সঠিক উত্তর: (ঘ)
১৮০. |
স্থাবর সম্পত্তি হলো- i ফ্যাক্টরি বিল্ডিং ii মনিহারি iii জমি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৮১. |
উৎস নির্বাচন অর্থায়নের জন্য কী? |
Ο ক) |
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত |
Ο খ) |
অভ্যন্তরীণ সিদ্ধান্ত |
Ο গ) |
বাহ্যিক সিদ্ধান্ত |
Ο ঘ) |
সময়োপযোগী সিদ্ধান্ত |
সঠিক উত্তর: (ক)
১৮২. |
লভ্যাংশ সমতাকরণ তহবিল মূলত- i নিট লভ্যাংশের অংশ ii এক ধরনের সঞ্চিতি iii প্রতিষ্ঠানের সম্পদ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৮৩. |
জনাব জয়নাল তার ফ্যাশন হাউজের জন্যে জনতা ব্যাংক হতে এক বিঘা জমির দলিল জামানত রেখে এক লক্ষ টকা এক বছরের জন্যে ঋণ দেয়। ব্যবসায়ে মন্দা দেখা দেয়ায় জনাব জয়নাল ঋণ পরিশোধে অক্ষম হয়। এক্ষেত্রে ব্যাংকের করণীয় কী? |
Ο ক) |
ব্যাংক সময় বাড়াবে |
Ο খ) |
ব্যাংক জমি বিক্রি করবে |
Ο গ) |
ব্যাংব ঋণ মওকুফ করবে |
Ο ঘ) |
ব্যাংক ৫০% ছাড় দিবে |
সঠিক উত্তর: (খ)
১৮৪. |
স্বল্পমেয়াদি অর্থ আদানপ্রদানের প্রক্রিয়াটি কেমন? i দ্রততম ii ধীর iii সরল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৮৫. |
�প্রাইভেট লিমিটেড কোম্পানি কার নিকট শেয়ার বিক্রয় করে? |
Ο ক) |
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ |
Ο খ) |
সদস্যদের |
Ο গ) |
ঢাকা স্টক এক্সচেঞ্জ |
Ο ঘ) |
সরকারের |
সঠিক উত্তর: (খ)
১৮৬. |
শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে- i পাবলিক লিমিটেড কোম্পানি ii অংশীদারি ব্যবসায় iii প্রাইভেট লিমিটেড কোম্পানি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
iও iii |
Ο গ) |
iiও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৮৭. |
পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্যসংখ্যা কত? |
Ο ক) |
৩ |
Ο খ) |
৫ |
Ο গ) |
৭ |
Ο ঘ) |
৯ |
সঠিক উত্তর: (গ)
১৮৮. |
যৌথমূলধনী কারবার কিসের মাধ্যমে তহবিল সংগ্রহ করে? |
Ο ক) |
ঋণের মাধ্যমে |
Ο খ) |
শেয়ার বিক্রয় করে |
Ο গ) |
মুনাফা বন্টনের মাধ্যমে |
Ο ঘ) |
প্রাপ্য বিল বাট্টাকরণের মাধ্যমে |
সঠিক উত্তর: (খ)
১৮৯. |
পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? |
Ο ক) |
সাতজন |
Ο খ) |
বিশ জন |
Ο গ) |
পঞ্চাশ জন |
Ο ঘ) |
শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ |
সঠিক উত্তর: (ঘ)
১৯০. |
নিচের কোনটি স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রতিষ্ঠানিক উৎস নয়? |
Ο ক) |
বাণিজ্যিক পত্র |
Ο খ) |
ক্রেতা হতে অগ্রিম গ্রহণ |
Ο গ) |
মজুতমাল বন্ধকীকরণ |
Ο ঘ) |
বেসরকারি প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (ঘ)
১৯১. |
কোনটি মধ্যম্যেয়াদি তহবিলের উৎস? |
Ο ক) |
ঋণ |
Ο খ) |
ঋণপত্র |
Ο গ) |
লিজিং |
Ο ঘ) |
মূলধনি বাপারের প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (ঘ)
১৯২. |
নিচের কোনটি স্থায়ী বিনিয়োগের উদাহরণ? |
Ο ক) |
কারখানা শ্রমিকের মজুরি প্রদান |
Ο খ) |
কারখানা নির্মাণ |
Ο গ) |
কারখানার বিদ্যুৎ বিল জ্রদান |
Ο ঘ) |
কারখানার ভাড়া প্রদান |
সঠিক উত্তর: (ঘ)
১৯৩. |
মধ্যমেয়াদি অর্থসংস্থানের জন্য সংগৃহীত তহবিলের মেয়াদকাল কত? |
Ο ক) |
এক থেকে পাঁচ বছর |
Ο খ) |
এক থেকে তিন বছর |
Ο গ) |
এক থেকে ছয় বছর |
Ο ঘ) |
এক থেকে সাত বছর |
সঠিক উত্তর: (ক)
১৯৪. |
পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস কী? |
Ο ক) |
শেয়ার বিক্রয় |
Ο খ) |
ডিবেঞ্চার বিক্রয় |
Ο গ) |
সম্পত্তি বিক্রয় |
Ο ঘ) |
সঞ্চয়পত্র বিক্রয় |
সঠিক উত্তর: (ক)
১৯৫. |
স্বল্পমেয়াদি তহবিলের উৎস পরিশোধযোগ্য- i ১ বছরের কম সময়ের মধ্যে ii ১ বছর মধ্যে iii ২ বছর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৯৬. |
সামির ‘X’ ইন্ডাস্ট্রিজের কাছ থেকে এ মর্মে ২০ টন রড ক্রয় করেছে যে তিন মাস পর সে এর মূল্য পরিশোধ করবে এবং এ প্রেক্ষিতে একটি দলিল তৈরি করে ‘X’ ইন্ডাস্ট্রিজের নিকট পাঠায়। সামিরের প্রদ্ত্ত দলিলটিকে কী বলা যায়? |
Ο ক) |
বিনিময় বিল |
Ο খ) |
প্রত্যয়পত্র |
Ο গ) |
অঙ্গীকার পত্র |
Ο ঘ) |
চালান পত্র |
সঠিক উত্তর: (ক)
১৯৭. |
অপ্রাতিষ্ঠানিক তহবিলের উৎস কত প্রকার? |
Ο ক) |
৩ |
Ο খ) |
৪ |
Ο গ) |
৫ |
Ο ঘ) |
৬ |
সঠিক উত্তর: (খ)
১৯৮. |
বাণিজ্যিক ব্যাংক ও বিমা কোম্পানি কোনটি বিক্রয় করে সাময়িক সময়ের জন্যে অর্থায়ন করতে পারে? |
Ο ক) |
পে-অর্ডার |
Ο খ) |
বিমা পলিসি |
Ο গ) |
ঋণপত্র |
Ο ঘ) |
বাণিজ্যিক পত্র |
সঠিক উত্তর: (ঘ)
১৯৯. |
অগ্রাধিকার শেয়ার বিক্রয় তহবিল সংগ্রহের উৎস কীরুপ? |
Ο ক) |
বহিস্থ |
Ο খ) |
মুনাফাভিত্তিক |
Ο গ) |
মালিকানাভিত্তিক |
Ο ঘ) |
মূলধনভিত্তিক |
সঠিক উত্তর: (ক)
২০০. |
প্রতিষ্ঠানের তহবিলের ভিন্ন উৎস দুটি কী কোন ধরণের? |
Ο ক) |
মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ |
Ο খ) |
শ্রমিকপক্ষ ও শেয়ারহোল্ডার পক্ষ |
Ο গ) |
মালিকপক্ষ ও শেয়ারহোল্ডারগণ |
Ο ঘ) |
মালিকপক্ষ ও ঋণদাতা |
সঠিক উত্তর: (ঘ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন